Category: দেশ

Get updates on India News Headlines National News from the Madhyom news portal madhyom.com, West Bengal leading news portal Madhyom.com

  • MQ 9 Reaper Drone: ভারতের হাতে আসছে আমেরিকার ঘাতক ড্রোন, জেনে নিন মারণ ক্ষমতা

    MQ 9 Reaper Drone: ভারতের হাতে আসছে আমেরিকার ঘাতক ড্রোন, জেনে নিন মারণ ক্ষমতা

    মাধ্যম নিউজ ডেস্ক: এমকিউ সিরিজের অত্যাধুনিক সংস্করণ ৯ রিপার ড্রোন (MQ 9 Reaper Drone) হাতে পাচ্ছে ভারত (India)। এই অস্ত্রেই আমেরিকা (US) বধ করেছিল তালিবান প্রতিষ্ঠাতা মোল্লা ওমর, তেহরিক ই তালিবানের পাকিস্তানের নেতা বায়তুল্লা মেহসুদ, সিরিয়ার আল কায়দা প্রধান সেলিম আবু আহমেদ, ইরানের (Iran) জেনারেল কাশেম সোলেমানি, আল কায়দা প্রধান আয়মান আল জাওয়াহিরি সহ অনেকেই। এই সিরিজেরই অত্যাধুনিক সংস্করণ হাতে পাচ্ছে ভারতীয় সেনা।

    এমকিউ ৯ রিপার…

    এমকিউ ৯ রিপার নামের এই ড্রোনটি পরিচিত গার্ডিয়ান নামে। প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর, ভারত আপাতত কিনবে এমকিউ ৯ ড্রোনের দুটি মডেল। এই ড্রোনের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল, ৫০ হাজার ফুট উচ্চতায় থেকে শত্রুর ওপর নির্ভুল আঘাত হানতে পারে। শত্রুপক্ষের রেডারের নজরদারি এড়াতে পারে এই ড্রোন। ঘণ্টায় সর্বোচ্চ ২৩০ কিলোমিটার গতিতে উড়তে পারে। টানা ২৭ ঘণ্টা ওড়ার ক্ষমতা রয়েছে এই ড্রোনের। সর্বোচ্চ বহন ক্ষমতা ১ হাজার ৭৪৬ কিলোগ্রাম। জানা গিয়েছে, আমেরিকা ছাড়া ফ্রান্স, গ্রিস, ইতালি, জার্মানি, বেলজিয়াম এবং স্পেনের হাতে রয়েছে এমকিউ ৯ রিপার ড্রোন (MQ 9 Reaper Drone)। ন্যাটো জোটের বাইরে থাকা প্রথম দেশ হিসেবে এই অস্ত্র পাচ্ছে ভারত।

    আরও পড়ুন: নববর্ষের উপহার! ২০২৩-এর ডিসেম্বর পর্যন্ত বিনামূল্যে রেশন দেবে কেন্দ্র

    ২০১৭ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমেরিকা সফরের আগে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতকে এই সিরিজের ২২টি ড্রোন বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছিলেন। মূল্য ধার্য হয়েছিল ৩০০ কোটি ডলার, ভারতীয় মুদ্রায় প্রায় ২৪ হাজার ৮৩১ কোটি টাকা। পরে স্থল, নৌ ও বিমানবাহিনীর জন্য এই সিরিজের মোট ৩০টি ড্রোন কেনার সমঝোতাপত্রে স্বাক্ষর হয়।

    এমকিউ ৯ রিপারের (MQ 9 Reaper Drone) অস্ত্রভাণ্ডারের মধ্যে রয়েছে হেলফায়ার আর ৯ এক্স। পাঁচ ফুট লম্বা, পঁয়তাল্লিশ কিলোগ্রাম ওজনের মিলিমেট্রিক ওয়েভ রেডার যুক্ত এই ক্ষেপণাস্ত্রের ধারালো ব্লেডগুলি উচ্চ গতিতে বেরিয়ে ছিন্নভিন্ন করে দেয় শত্রুকে। তবে বাড়িঘরের কোনও ক্ষতি হয় না। এই মারণাস্ত্র হাতে এলে ভবিষ্যতে বালাকোটের ধাঁচে পাক অধিকৃত কাশ্মীর বা খাইবার পাখতুনখোয়ায় জঙ্গি শিবিরে কোনও ঝুঁকি ছাড়াই হামলা চালাতে পারবে ভারতীয় সেনা। প্রসঙ্গত, ২০১৭ সালে দু বছরের জন্য ভারতীয় নৌসেনা এই সিরিজের ড্রোন লিজে নিয়েছিল।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।       

  • Free Food Grain: নববর্ষের উপহার! ২০২৩-এর ডিসেম্বর পর্যন্ত বিনামূল্যে রেশন দেবে কেন্দ্র

    Free Food Grain: নববর্ষের উপহার! ২০২৩-এর ডিসেম্বর পর্যন্ত বিনামূল্যে রেশন দেবে কেন্দ্র

    মাধ্যম নিউজ ডেস্ক: নতুন বছরের উপহার দিল কেন্দ্র। ২০২৩-এর ডিসেম্বর পর্যন্ত বিনামূল্যে রেশন (Ration) দেবে কেন্দ্রীয় সরকার। শুক্রবার বিকেলে একথা জানালেন কেন্দ্রীয় খাদ্যমন্ত্রী পীযূষ গোয়েল (Union Food Minister Piyush Goyal)। এর ফলে উপকৃত হবে ৮১.৩৫ কোটি মানুষ।

    করোনার সময় থেকেই ফ্রি রেশন

    করোনার পর থেকে বিনামূল্যে রেশন দেওয়া চালু করেছিল কেন্দ্রীয় সরকার (Central Government)। এবার তা আরও বাড়ানোর কথা ঘোষণা করল কেন্দ্র। শুক্রবার ভারত সরকারের তরফে জানানো হয়, জাতীয় খাদ্য সুরক্ষা আইনের (National Food Security Act) অধীনে ২০২৩ সালের ডিসেম্বর মাস পর্যন্ত বিনামূল্যে যে খাদ্যশস্য (Food Grains) দেওয়া হবে তার জন্য খরচ হবে ২ লক্ষ কোটি টাকা। যার পুরোটাই বহন (bear)করবে সরকার।  দেশে যথেষ্ট খাদ্যশস্য মজুত আছে বলে গত সপ্তাহেই জানিয়েছিল কেন্দ্রীয় সরকার। তাই প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনার আওতায় বিনামূল্যে রেশনের মেয়াদ ফের বাড়াল কেন্দ্র। 

    আরও পড়ুন: ‘বিদেশে প্রতিষ্ঠিত হও…’, ছেলেমেয়েদের উপদেশ দিয়ে বিতর্কে আরজেডি নেতা

    প্রসঙ্গত, এখন জাতীয় খাদ্য সুরক্ষা আইনের অধীনে অন্তোদয় অন্ন যোজনার (Antyoday Anna Yojana) অন্তর্গত পরিবারগুলি ৩৫ কেজি খাদ্যশস্য পাচ্ছেন। দারিদ্র্যসীমার নিচে থাকা মানুষদের ৩ টাকা কেজি দরে চাল এবং ২ টাকা কেজি দরে গম দেওয়া হয়। এবার সেইসব গ্রাহকদের আর কোনও টাকাই দিতে হবে না। শুক্রবার কেন্দ্রীয় মন্ত্রিপরিষদের গৃহীত সিদ্ধান্ত সম্পর্কে সাংবাদিকদের খাদ্যমন্ত্রী পীযূষ গোয়েল জানিয়েছেন, জাতীয় খাদ্য নিরাপত্তা আইনের অধীনে বিনামূল্যে খাদ্যশস্য সরবরাহের পুরো ভার কেন্দ্র বহন করবে । ২০২০ সালে দেশজুড়ে কোভিড সংক্রমণে লকডাউনের জেরে কেন্দ্রের তরফে দরিদ্রদের জন্য বিনামূল্যে রেশন বণ্টনের ব্যবস্থা করা হয়েছিল কেন্দ্রের তরফে। সেই প্রকল্পের আওতায় মাথাপিছু মাসিক ৫ কেজি হারে খাদ্যশস্য পুরোপুরি বিনামূল্যে দেওয়া হত। পরপর ২ বছর তা দেওয়া হয়েছে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।       

  • Parliament Winter Session: অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে গেল সংসদের শীতকালীন অধিবেশন, কেন জানেন?

    Parliament Winter Session: অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে গেল সংসদের শীতকালীন অধিবেশন, কেন জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: এক সপ্তাহ আগে অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে যাচ্ছে সংসদের (Parliament) দুই কক্ষ- লোকসভা ও রাজ্যসভার অধিবেশন (Parliament Winter Session)। আজ, শুক্রবারই চলতি শীতকালীন অধিবেশনের শেষ দিন। চলতি মাসের ৭ তারিখে শুরু হয়েছিল অধিবেশন। শেষ হচ্ছে শুক্রবার। লোকসভা ও রাজ্যসভার সিডিউল তৈরি করে বিজনেস অ্যাডভাইসরি কমিটি। সূত্রের খবর, এই কমিটিই বৈঠক করে সিদ্ধান্ত নেয় অনির্দিষ্টকালের জন্য স্থগিত থাক সংসদের দুই কক্ষের অধিবেশন।

    শীতকালীন অধিবেশন…

    প্রথমে ঠিক ছিল, ৭ ডিসেম্বর শুরু হওয়া শীতকালীন অধিবেশন চলবে ২৯ ডিসেম্বর পর্যন্ত। জানা গিয়েছে, নববর্ষ ও তার আগে বড়দিন উপলক্ষে আগেভাগেই স্থগিত করে দেওয়া হচ্ছে সংসদের দুই কক্ষের অধিবেশন। উত্তর-পূর্বাঞ্চল ও গোয়ার বহু বিরোধী সাংসদ রয়েছেন, যাঁদের রাজ্যে অন্যতম প্রধান উৎসব ক্রিসমাস। এঁরা ক্রিসমাস ও নববর্ষ উপলক্ষে শীতকালীন অধিবেশন তাড়াতাড়ি শেষ করার জন্য আবেদন জানিয়েছিলেন লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে। তাঁদের সেই আবেদনের প্রেক্ষিতেই বড়দিনের আগেই অধিবেশন শেষ করা হতে পারে বলে আগেই খবর ছিল। সেই মতো এদিন স্থগিত করে দেওয়া হয় অধিবেশন।

    আরও পড়ুন: ‘বিদেশে প্রতিষ্ঠিত হও…’, ছেলেমেয়েদের উপদেশ দিয়ে বিতর্কে আরজেডি নেতা

    অধিবেশন (Parliament Winter Session) শুরুর দিন সংসদীয় কাজকর্ম যাতে সুষ্ঠুভাবে চলে সেজন্য বিরোধীদের কাছে সাহায্যের আবেদন জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিন্তু অধিবেশনের  প্রথম দিন থেকেই মূল্যবৃদ্ধি, বেকারত্ব ও তাওয়াং ইস্যুতে বারবার উত্তাল হয়েছে সংসদের দুই কক্ষ। অরুণাচল প্রদেশের তাওয়াং সীমান্তে চিনা অনুপ্রবেশ নিয়ে উত্তাল হয়ে ওঠে সংসদ। সরকার পক্ষ ও বিরোধী দলের বাক-বিতণ্ডার জেরে মাঝে মধ্যেই মুলতুবি হয়ে গিয়েছিল শীতকালীন অধিবেশন। কংগ্রেস নেতা রাহুল গান্ধী এবং কংগ্রেসের নয়া প্রেসিডেন্ট মল্লিকার্জুন খাড়গের বিতর্কিত মন্তব্যকে কেন্দ্র করেও উত্তাল হয়ে ওঠে সংসদ। সব মিলিয়ে চলতি অধিবেশনের প্রথম দিন থেকে নানা ইস্যুতে উত্তাল হয়ে উঠেছে সংসদের দুই কক্ষই। চলতি অধিবেশনের শেষ দিনে তাওয়াংয়ে ভারতীয় সেনা ও চিনা ফৌজের সংঘর্ষ নিয়ে আলোচনার দাবিও জানান বিরোধীরা।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Bharat Biotech: আজ থেকেই কোউইন অ্যাপে মিলবে ভারত বায়োটেকের তৈরি ন্যাজাল ভ্যাকসিন

    Bharat Biotech: আজ থেকেই কোউইন অ্যাপে মিলবে ভারত বায়োটেকের তৈরি ন্যাজাল ভ্যাকসিন

    মাধ্যম নিউজ ডেস্ক: করোনার আতঙ্ক ফের মাথা চাড়া দিয়েছে প্রতিবেশী দেশ চিনে। ওমিক্রনের নয়া ভ্যারিয়েন্টের হদিশ মিলেছে দেশে ইতিমধ্যেই। তাই আগে থেকেই সতর্ক থাকতে চাইছে দেশ। এ দেশে করোনার বাড়বাড়ন্ত রুখতে তৎপর কেন্দ্র। ছাড়পত্র দেওয়া হয়েছে ভারত বায়োটেকের (Bharat Biotech) তৈরি ন্যাজাল ভ্যাকসিনকে। শুক্রবার থেকেই কেন্দ্র সরকারের কোভিড সংক্রান্ত অ্যাপ কোউইনে পাওয়া যাবে ন্যাজাল ভ্যাকসিন। কোউইন থেকে ভ্যাকসিন বুক করা গেলেও, তা সংগ্রহ করতে হবে বেসরকারি হাসপাতাল থেকে। বিনামূল্যে পাওয়া যাবে এই ভ্যাকসিন। বুস্টার ডোজ ন্যাজাল ভ্যাকসিনকে ছাড়পত্র দেওয়া হয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডব্য। জানা গিয়েছে, কোভ্যাকসিন বা কোভিশিল্ডের ভ্যাকসিন যাঁরা আগে নিয়েছেন, তাঁরাই এই ন্যাজাল ভ্যাকসিন নিতে পারবেন। 

    কী জানা গিয়েছে?

    এই ভ্যাকসিনকে যুক্ত করা হয়েছে কোউইন অ্যাপের সঙ্গে।  শুক্রবার এ কথা জানিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য। আগেই ভারত বায়োটেকের (Bharat Biotech) ন্যাজাল ভ্যাকসিনকে ছাড়পত্র দেওয়া হয়েছিল। জরুরি পরিষেবার ক্ষেত্রে ছাড়পত্র দেওয়া হয়েছিল এই ভ্যাকসিনকে। বিশ্বের প্রথম ন্যাজাল ভ্যাকসিন হিসেবে ছাড়পত্র পেয়েছে ভারত বায়োটেকের ‘ইনকোভ্যাক’।

    আজ থেকেই কোইউন অ্যাপের মাধ্যমে এই ভ্যাকসিন (Bharat Biotech) নেওয়ার জন্য আবেদন করতে পারবেন সবাই। আজ, শুক্রবার থেকেই সরকারিভাবে করোনা টিকা হিসেবে মান্যতা দেওয়া হচ্ছে এই ভ্যাকসিনকে। আজ সন্ধ্যা থেকে কোউইন অ্যাপে এই অপশন চলে আসবে।  

    আরও পড়ুন: চিনে আগামী এক সপ্তাহে শিখরে পৌঁছবে করোনা সংক্রমণ, দাবি বিশেষজ্ঞদের

    এই টিকায় কোনও রকম সূঁচ ব্যবহার করা হবে না। ভারতে প্রথমবার এই ধরনের টিকা দেওয়া শুরু হচ্ছে। ভারত সরকারের নিয়ম অনুসারে ১৮ বছরের বেশি বয়সীরা এই টিকা নিতে পারবেন। প্রথমে বেসরকারি হাসপাতালে এই টিকা দেওয়া শুরু হলেও পরে সরকারি হাসপাতালেও পাওয়া যাবে এই টিকা। এমনটাই জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রক। জানা গিয়েছে ভারত বায়োটেক এই নয়া ভ্যাকসিন (Bharat Biotech) তৈরি করেছে ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথ উদ্যোগে। এই ভ্যাকসিন নেওয়া সহজ হলেও, অন্যান্যভ্যাকসিনের মতো একই রকম সুরক্ষা মিলবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Woman Fighter Pilot: যোগীরাজ্যে দৃষ্টান্ত! দেশের প্রথম মুসলিম মহিলা ফাইটার পাইলট সানিয়া মির্জা

    Woman Fighter Pilot: যোগীরাজ্যে দৃষ্টান্ত! দেশের প্রথম মুসলিম মহিলা ফাইটার পাইলট সানিয়া মির্জা

    মাধ্যম নিউজ ডেস্ক: দৃষ্টান্ত স্থাপন করলেন যোগীরাজ্যের মুসলিম তরুণী! উত্তর প্রদেশের (Uttar Pradesh) এক প্রত্যন্ত গ্রাম থেকে উঠে আসা এই তরুণীই এবার বসবেন যুদ্ধ বিমানের চালকের (Woman Fighter Pilot) আসনে। নিজের অজান্তেই একাধিক রেকর্ড গড়ে ফেলেছেন সানিয়া মির্জা (Sania Mirza) নামের ওই তরুণী। তিনি দেশের প্রথম মুসলিম (Muslim) মহিলা যিনি এই কৃতিত্ব অর্জন করেছেন। অন্য একটি রেকর্ডও গড়ে ফেলেছেন তিনি। সেটি হল, তিনিই রাজ্যের প্রথম মহিলা যিনি নিযুক্ত হয়েছেন ইন্ডিয়ান এয়ারফোর্সের (IAF) পাইলট হিসেবে।

    সানিয়া মির্জা…

    উত্তর প্রদেশের দেহাত কোতোয়ালি থানার যশোভার গ্রামের বাসিন্দা সানিয়া মির্জা। বাবা পেশায় টিভি মেকানিক। এনডিএ পরীক্ষায় উত্তীর্ণ হয়ে এই কৃতিত্ব অর্জন করেছেন তিনি।  তাঁর এই সম্মানে গর্বিত গোটা মির্জাপুর। দেশকেও গর্বিত করেছেন তিনি। সানিয়া মির্জার পড়াশোনা হিন্দি মিডিয়াম স্কুলে। তিনি বলেন, হিন্দি মিডিয়ামের পড়ুয়ারাও লক্ষ্যে পৌঁছতে পারেন, যদি তাঁরা দৃঢ় প্রতিজ্ঞ হন। জানা গিয়েছে, ২৭ ডিসেম্বর পুনেতে এনডিএ খাদাকওয়াসলায় কাজে যোগ দেবেন তিনি। সানিয়ার সাফল্যে খুশি তাঁর মহল্লা। গর্বিত তাঁর স্কুলের শিক্ষকরাও। অভিভাবকদের পাশাপাশি গ্রামবাসীরাও তাঁকে নিয়ে গর্ব প্রকাশ করছেন।

    আরও পড়ুন: করোনা সংক্রমণ রুখতে সক্রিয় কেন্দ্র, কলকাতায় জনসভা বাতিল করলেন প্রধানমন্ত্রী মোদি

    সানিয়ার (Woman Fighter Pilot) বাবা সাঈদ আলি বলেন, সানিয়া মির্জা দেশের প্রথম ফাইটার পাইলট অবনী চতুর্বেদীকে তার রোল মডেল মনে করে। ছোট থেকেই সানিয়া তাঁর মতো হতে চেয়েছিলেন। তিনি বলেন, সানিয়া দেশের দ্বিতীয় মহিলা যিনি ফাইটার পাইলট হিসেবে নির্বাচিত হয়েছেন। মেয়ের সাফল্যে গর্বের শেষ নেই সানিয়ার মা তাবাসসুম মির্জারও। তিনি বলেন, আমাদের মেয়ে আমাদের এবং পুরো গ্রামকে গর্বিত করেছে। সে প্রথম ফাইটার পাইলট হওয়ার স্বপ্ন পূরণ করেছে। সে গ্রামের প্রতিটি মেয়েকে তাদের স্বপ্ন অনুসরণ করতে অনুপ্রাণিত করেছে।

    জানা গিয়েছে, ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমির ২০২২ সালের পরীক্ষায় পুরুষ এবং মহিলা মিলিয়ে মোট ৪০০টি আসন ছিল। মহিলাদের জন্য ছিল ১৯টি আসন। ফাইটার পাইলটদের জন্য সংরক্ষিত ছিল দুটি আসন। এই দুটি আসনের একটি ছিনিয়ে নিয়েছেন সানিয়া। তিনি বলেন, আমি প্রথম চেষ্টায় একটি আসন দখল করতে পারিনি। তবে দ্বিতীয়বার চেষ্টা করে আমি একটি জায়গা পেয়েছি।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Abhishek Bachchan: সোশ্যাল মিডিয়ায় তসলিমা নাসরিনকে জবাব দিলেন অভিষেক বচ্চন

    Abhishek Bachchan: সোশ্যাল মিডিয়ায় তসলিমা নাসরিনকে জবাব দিলেন অভিষেক বচ্চন

    মাধ্যম নিউজ ডেস্ক: স্পষ্টবক্তা তসলিমার নিশানায় এবার খোদ বলিউডের ‘বিগ বি’ অমিতাভ বচ্চন। সোজাসুজি কথা বলার জন্যে বরাবরই আলোচনা হয়ে ওঠেন সাহিত্যিক তসলিমা নাসরিন। বিভিন্ন মন্তব্য করে তিনি মাঝে মাঝেই বিতর্কের কেন্দ্র বিন্দু হয়ে ওঠেন। রাজনীতি, খেলার ময়দান থেকে বিনোদন জগৎ, লেখিকা কাউকে ছেড়ে কথা বলেন না। আর এবার তিনি বন্দুক দাগলেন বচ্চন পরিবারের দিকে। যা নিয়ে আপাতত উত্তাল নেটপাড়া। তসলিমার মন্তব্যের পাল্টা জবাব দিয়েছেন জুনিয়র বচ্চন অভিষেক (Abhishek Bachchan)। 

    কী ঘটেছে? 

    অমিতাভ বচ্চনের এক ট্যুইট দেখে তসলিমা নাসরিন তাঁকে কটাক্ষ করেন। আর সেই ট্যুইট নিয়েই এখন আলোচনা!। সম্প্রতি দশভি সিনেমার জন্য সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন অভিষেক বচ্চন (Abhishek Bachchan)। যার জন্য গর্বিত বাবা অমিতাভ বচ্চন একটি ট্যুইট করেন। সেখানে লেখা- “আমার গর্ব, আমার আনন্দ, তুমি সকলের মুখ বন্ধ করে দিয়েছো। তবে পাল্টা জবাবে নয়, নিজের কাজের মাধ্যমে। তুমি শ্রেষ্ঠ ছিলে এবং থাকবে।”

    সোশ্যাল মিডিয়ায় একে অপরের প্রশংসা করেই থাকেন এই পিতা-পুত্র। অমিতাভ বচ্চনের পুত্র হওয়ায় বরাবরই সমালোচকদের নিশানায় থেকেছেন অভিষেক বচ্চন (Abhishek Bachchan)। ভালো অভিনেতা হওয়া সত্ত্বেও বাবার সঙ্গে বার বার তুলনা হয়ে ওঠার দৌড়ে পিছিয়ে পড়েছেন। নিজের অনিচ্ছাতেই এই প্রতিযোগিতাতে জড়িয়েছেন তিনি। এবার তসলিমা নাসরিনও অমিতাভের ট্যুইটকে কেন্দ্র করে সেই তুলনা টানলেন।

    আরও পড়ুন: উত্তরপত্র ফাঁকা, তবু প্রাপ্ত নম্বর ৫৩! এসএসসি-এর বিকৃত ওএমআর শিট প্রকাশ হতেই চক্ষু চড়কগাছ     

    তসলিমা ট্যুইট করেন, “অমিতাভজি নিজের ছেলেকে এতটাই ভালবাসেন যে তিনি ভাবেন অভিষেকই (Abhishek Bachchan) সেরা। তাঁর যাবতীয় গুণ, প্রতিভা ছেলের মধ্যে রয়েছে। অভিষেক ভালো, তবে আমার মনে হয় অমিতাভের মতো প্রতিভা, দক্ষতা ওঁর নেই।” এমন ট্যুইট নজর এড়ায়নি বচ্চনদের। অতঃপর লেখিকাকে পাল্টা দিতে ছাড়লেন না জুনিয়র বচ্চনও। 

    অভিষেক বচ্চন (Abhishek Bachchan) পাল্টা জবাবে লেখেন, “আপনি একেবারে ঠিক কথা বলেছেন ম্যাডাম। কেউই বাবার প্রতিভা কিংবা অন্যান্য যাবতীয় গুনের দিক থেকে সমকক্ষ হতে পারবেন না। অমিতাভ বচ্চনই সেরা। আর আমি একজন গর্বিত ছেলে। তসলিমার উদ্দেশে জুনিয়র বচ্চনের এমন ট্যুইট দেখে সুনীল শেট্টিও লাভ রিঅ্যাক্ট করেছেন।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     
     

      
     

     

     

  • Vande Bharat Express: অত্যাধুনিক ট্রেন বন্দে ভারত এক্সপ্রেস, কী কী সুবিধা মিলবে জানেন?

    Vande Bharat Express: অত্যাধুনিক ট্রেন বন্দে ভারত এক্সপ্রেস, কী কী সুবিধা মিলবে জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: শুক্রবার দেশের পঞ্চম বন্দে ভারত এক্সপ্রেসের (Vande Bharat Express) সূচনা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। বেঙ্গালুরু থেকে দক্ষিণ ভারতে এমন এক্সপ্রেস ট্রেন এটিই প্রথম। ট্রেনটি চলাচল করবে মাইসুরু ও চেন্নাইয়ের মধ্যে। প্রধানমন্ত্রীর দফতর (PMO) জানিয়েছে, ট্রেনটি চেন্নাইয়ের ইন্ডাস্ট্রিয়াল হাব থেকে বেঙ্গালুরুর টেক, স্টার্টআপ হাব এবং মাইসুরু শহরের বিখ্যাত পর্যটনস্থলগুলির মধ্যে সংযোগ স্থাপন করবে। ট্রেনটি যদি বেঁধে দেওয়া গতিতে ছোটে, তাহলে চেন্নাই থেকে বেঙ্গালুরু যেতে সময় লাগবে মাত্র তিন ঘণ্টা।

    বন্দে ভারত এক্সপ্রেস…

    আসুন, জেনে নেওয়া যাক বন্দে ভারত এক্সপ্রেসের সুযোগ সুবিধা। নয়া বন্দে ভারত ট্রেনের মাঝে থাকছে নন ড্রাইভিং ট্রেলার কোচ। এটি খানিকটা ইএমইউয়ের মতো। এটি প্রতি ১৪০ সেকেন্ডে অতিক্রম করবে ১৬০ কিলোমিটার রাস্তা। এর আগে এর সময়কাল ছিল ১৪৫ সেকেন্ড। এই ট্রেনের ইমার্জেন্সি ইলেক্ট্রিসিটি সংযোগ আগের চেয়ে অনেক বেশি ভাল। কোচের বাইরে থাকবে ৪টি প্লাটফর্ম সাইট ক্যামেরা। থাকবে রিয়ার ভিউ ক্যামেরাও। ট্রেনে যাতে জীবাণুমুক্ত বাতাস থাকে, তাই থাকবে উচ্চ ক্ষমতা সম্পন্ন ইউভি ল্যাম্প। কোচে রয়েছে লেভেল ২ ইন্টিগ্রেশন সার্টিফিকেশন সেফটি। অগ্নিকাণ্ড থেকে রক্ষা পেতে এই ট্রেনে রয়েছে এরোসল ফায়ার সাপ্রেশন সিস্টেম। ফলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে ট্রেনে ততক্ষণাৎ ব্যবস্থা নেওয়া যাবে।

    আরও পড়ুন: বাংলাকে প্রাক-নববর্ষের উপহার প্রধানমন্ত্রীর! এ রাজ্যেও চলবে বন্দে ভারত এক্সপ্রেস, জানুন কবে

    এই ট্রেনে অনেক বেশি সংখ্যক ইমার্জেন্সি জানালা রয়েছে। প্যাসেঞ্জার ইনফর্মেশন সিস্টেমও আগের চেয়ে ঢের বেশি ভাল। ট্রেনের (Vande Bharat Express) প্রতিটি শ্রেণিতেই রয়েছে রিক্লাইনিং আসন। এক্সিকিউটিভ কোচে রয়েছে ১৮০ ডিগ্রি রোটেটিং আসন। বিমানের আসনের মতো সুবিধাও মিলবে এই আসনগুলিতে। জরুরি প্রয়োজনে লোকো পাইলট এবং ট্রেনের গার্ড নিজেদের পাশাপাশি যাত্রীদের সঙ্গেও কথা বলতে পারবেন। বন্দে ভারত এক্সপ্রেসে থাকছে অটোমেটিক দরজা, ফায়ার সেন্সর, সিসিটিভি ক্যামেরা, ওয়াইফাইয়ের সুবিধা, তিন ঘণ্টার ব্যাটারি ব্যাক আপ এবং জিপিএস। ট্রেনের কোচগুলি অন্যান্য ট্রেনের তুলনায় হালকা। ট্রেনের জানালাগুলোও বেশ চওড়া। যাত্রীদের লাগেজ রাখার জন্য রয়েছে ঢের বেশি জায়গা। প্রসঙ্গত, চলতি মাসের ৩০ তারিখে শিয়ালদহ থেকে নিউ জলপাইগুড়ি পর্যন্ত বন্দে ভারত এক্সপ্রেসের (Vande Bharat Express) যাত্রার সূচনা করার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। বাংলায় এটিই হবে প্রথম বন্দে ভারত এক্সপ্রেস।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Covid-19 review meet: ‘ভিড়ে মাস্ক পরুন, বুস্টার ডোজ নিন’, চিনে করোনার বাড়বাড়ন্তর পরই পরামর্শ কেন্দ্রের

    Covid-19 review meet: ‘ভিড়ে মাস্ক পরুন, বুস্টার ডোজ নিন’, চিনে করোনার বাড়বাড়ন্তর পরই পরামর্শ কেন্দ্রের

    মাধ্যম নিউজ ডেস্ক: ফের ঊর্ধ্বমুখী বিশ্বের কোভিড গ্রাফ (Covid-19 review meet)। প্রতিবেশী দেশে বেসামাল করোনা পরিস্থিতি। চিনে হু হু করে বাড়ছে করোনায় মৃত্যুর সংখ্যা। আর এই পরিস্থিতি দেশে করোনার বাড়বাড়ন্ত ঠেকাতে আজ, বুধবার তড়িঘড়ি বৈঠক ডাকে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। দেশের কোভিড পরিস্থিতি পর্যালোচনা করতে প্রতি সপ্তাহে বৈঠকে বসবে স্বাস্থ্য মন্ত্রক। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য স্বাস্থ্য আধিকারিকদের নিয়ে একটি উচ্চ পর্যায়ের বৈঠক করেন। উল্লেখযোগ্যভাবে সবাই মাস্ক পরে ছিলেন সেই বৈঠকে। তাহলে আবার বাধ্যতামূলক হতে চলেছে মাস্ক?

    কী বললেন স্বাস্থ্যমন্ত্রী? 

    বৈঠকের পরে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী (Covid-19 review meet) বলেন, “কয়েকটি দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় আজ বিশেষজ্ঞ এবং আধিকারিকদের সঙ্গে পরিস্থিতি খতিয়ে দেখলাম। করোনা এখনও শেষ হয়নি। সকলেই আমি সতর্ক থাকতে এবং নজরদারি আরও বাড়াতে নির্দেশ দিয়েছি। আমরা যে কোনও পরিস্থিতির মোকাবিলা করতে তৈরি আছি।”

    আরও পড়ুন: শীতকালে মেথি শাক খান আর চিরতরুণ থাকুন

    এখনও এই নিয়ে কোনও নির্দেশিকা জারি করেনি কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক (Covid-19 review meet)। তবে অনেকেই মনে করছেন, আবার ফিরে আসতে চলেছে মাস্ক। ফিরে আসতে পারে কোভিড বিধির কড়াকড়ি। বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, টেস্ট চালিয়ে যেতে হবে, পজিটিভ রোগীর নমুনার জিনোম সিকোয়েন্সিংও করা হবে। গত ২৪ ঘণ্টায় ১২৯ জন নতুনভাবে করোনায় আক্রান্ত হয়েছেন। এই মুহূর্তে সক্রিয় রোগীর সংখ্যা ৩,৪০৮জন। গত ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু হয়েছে। চিনের ‘জিরো কোভিড নীতি’- তে ক্ষুব্ধ সে দেশের জনগণ। ফলে, সম্প্রতি চিন তা থেকে সরে এসেছে। ভারতকে হয়তো নতুন করে করোনা বিধিনিষেধ আরোপ করতে হবে। ভারতে এখন অবধি করোনা নিয়ন্ত্রণে থাকলেও কোনওরকম ঝুঁকি নিতে রাজি নয় দেশ। 

    বিষয়টি নিয়ে নীতি আয়োগের (Covid-19 review meet) সদস্য ভিকে পল বলেন, “আপাতত সকলের জন্য মাস্ক পরা বাধ্যতামূলক না করা হলেও ভিড়ের জায়গায় সেই করোনা বিধি মেনে চলার পরামর্শ দিয়েছে কেন্দ্র। ভিড়ের জায়গায় মাস্ক ব্যবহার করুন – সেটা ভিতরে হোক বা বাইরে। যাঁদের কো-মর্বিডিটি আছে বা যাঁদের বয়স বেশি, তাঁদের ক্ষেত্রে এটা অনেকটা বেশি গুরুত্বপূর্ণ।” 

    তিনি আরও বলেন, “মাত্র ২৭-২৮ শতাংশ মানুষ প্রিকশন ডোজ নিয়েছেন। মূলত প্রবীণ নাগরিক এবং বাকিদের প্রিকশন ডোজ নেওয়ার আর্জি জানানো হচ্ছে। প্রিকশন ডোজ নেওয়া কার্যকরী। প্রত্যেককে প্রিকশন ডোজ নিতে বলা হচ্ছে।”

    বুধবার কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে চিঠি দিয়ে ভারত জোড়ো যাত্রায় কোভিড নীতি অনুসরণ করার পরামর্শ দিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী। তা না করা গেলে পদযাত্রা বন্ধ রাখা উচিত বলে চিঠিতে বলেন তিনি।

    বিশ্বের অন্যান্য দেশে সম্প্রতি করোনা সংক্রমণের ঘটনা বৃদ্ধি পাওয়ার পর রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলকে চিঠি দিয়ে করোনা আক্রান্তদের জিনোম সিকোয়েন্সিংয়ের পরামর্শ দিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব রাজেশ ভূষণ। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     
  • NIA: কেরলে আরএসএস নেতা খুনের তদন্তভার নিল এনআইএ

    NIA: কেরলে আরএসএস নেতা খুনের তদন্তভার নিল এনআইএ

    মাধ্যম নিউজ ডেস্ক: কেরলের পালাক্কাদে খুন হয়েছিলেন আরএসএস (RSS) নেতা। তাঁর নাম এ শ্রীনিবাসন। ওই ঘটনায় তদন্ত শুরু করল জাতীয় তদন্তকারী সংস্থা, সংক্ষেপে এনআইএ (NIA)। আজ, বুধবার তারা ওই খুনের মামলার তদন্ত শুরু করেছে। কেরল পুলিশের হাত থেকে তদন্তভার নেওয়ার পর এফআইআর দায়ের করবে এনআইএ। এ ব্যাপারে মঙ্গলবারই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের কাছ থেকে নির্দেশ পেয়েছিল জাতীয় তদন্তকারী সংস্থা। তার পর এদিন হাতে নেয় দায়িত্ব। আরএসএসের ওই সক্রিয় কর্মী খুনের পর অভিযোগ ওঠে, যারা তাঁকে খুন করেছে, তাদের সঙ্গে জঙ্গি যোগ রয়েছে। তার পরেই রাজ্য পুলিশের হাত থেকে তদন্তভার চলে যায় এনআইয়ের হাতে। এনআইয়ের কোচি টিমের হাতে তদন্তভার তুলে দেয় কেরল পুলিশ।

    ইসলামিক গ্রুপ…

    জানা গিয়েছে, সম্প্রতি কেরল পুলিশ জানতে পারে ইসলামিক গ্রুপ পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার একটি গোপন উইং রয়েছে। এই উইং তৈরি করেছিল হিটলিস্ট। রাজ্য পুলিশ এটাও জেনেছিল শ্রীনিবাসনকে খুন করা পিএফআইয়ের প্রথম পরিকল্পিত খুন। এসব তথ্য হাতে আসার পরেই রাজ্য পুলিশের হাত থেকে তদন্তভার নিয়ে দেওয়া হয় জাতীয় তদন্তকারী সংস্থার (NIA) হাতে।

    প্রসঙ্গত, শ্রীনিবাসন ছিলেন প্রাক্তন মুখ্য ফিজিক্যাল এডুকেশন ট্রেনার। সংঘের ভাষায় শারীরিক শিক্ষণ প্রমুখ। চলতি বছরের এপ্রিল মাসে দুটি মোটর বাইকে চড়ে আসা ছ’ জনের একটি দল তাঁকে হত্যা করে। তখন তিনি কেরলের মেলামুড়ি এলাকার একটি দোকানে দাঁড়িয়েছিলেন। খুনের তদন্তে নেমে কেরল পুলিশ গ্রেফতার করে ২৪ জনেরও বেশিকে। ষড়যন্ত্র এবং খুনে যুক্ত থাকার অভিযোগে গ্রেফতার করা হয় তাদের। পুলিশের অনুমান ছিল, যাদের গ্রেফতার করা হয়েছে, তার চেয়ে অনেক বেশি মানুষ রয়েছে এর নেপথ্যে।

    আরও পড়ুন: হয় কোভিড-বিধি মানুন, নয়তো ভারত জোড় যাত্রা বন্ধ করুন, রাহুলকে চিঠি মাণ্ডব্যর

    রাজ্য পুলিশ জানিয়েছিল শ্রীনিবাসনকে খুন করা হয়েছে কারণ ১৫ এপ্রিল খুন হয়েছিলেন পিএফআই নেতা সাবির। প্রতিশোধ নিতেই খুন করা হয় আরএসএসের ওই নেতাকে। জানা গিয়েছে, খুনের ঘটনাটি এমনভাবে ঘটানো হয়েছিল যাতে অভিযুক্তরা পরস্পরের কাছে অপরিচিত থাকে। প্রসঙ্গত, পিএফআইয়ের স্টেট সেক্রেটারি সিএ রউফকে আগেই গ্রেফতার করেছে এনআইএ (NIA)। পিএফআই নিষিদ্ধ হওয়ার পরে পরেই গ্রেফতার করা হয় তাঁকে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Taj Mahal: করোনা পরীক্ষা ছাড়া তাজমহলে প্রবেশ নয়, নির্দেশিকা কেন্দ্রের

    Taj Mahal: করোনা পরীক্ষা ছাড়া তাজমহলে প্রবেশ নয়, নির্দেশিকা কেন্দ্রের

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রতিবেশী দেশ চিনে ফের বাড়ছে করোনার প্রকোপ। দেশেও যাতে করোনা পরিস্থিতি হাতের বাইরে না চলে যায় তার জন্যে আগে থেকেই সতর্ক কেন্দ্রীয় সরকার। দেশে ফের কোভিড নীতি লাগু করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। আর তারই প্রথম ধাপ হিসেবে, এখন থেকে করোনা পরীক্ষার সার্টিফিকেট ছাড়া তাজমহলে (Taj Mahal) প্রবেশে নিষেধাজ্ঞা জারি করল আগ্রা জেলা স্বাস্থ্য দফতর।

    আরও পড়ুন: কলকাতায় আসছেন মোদি, হাওড়ায় করবেন জনসভা, রয়েছে গুচ্ছ কর্মসূচিও  

    আগ্রার জেলা স্বাস্থ্য আধিকারিক অনিল সতসঙ্গি বৃহস্পতিবার এই নিয়ম জারি করেন। তিনি জানান, তাজমহলে (Taj Mahal) প্রতিদিন দেশ, বিদেশের বহু মানুষ বেড়াতে আসেন। করোনা যাতে না ছড়ায়, সে জন্যই কোভিড পরীক্ষা করে তবেই প্রবেশ করতে হবে বলে জানানো হয়েছে।

     

    প্রতি দিন বিশ্বের (Taj Mahal) নানা প্রান্ত থেকে হাজার হাজার পর্যটক মুঘল আমলে তৈরি পৃথিবীর এই সপ্তম আশ্চর্য দেখতে আসেন। কিন্তু চিন-সহ এশিয়ার একাধিক দেশে যে ভাবে করোনার প্রকোপ বাড়ছে, তাতে এখন থেকেই শক্ত হাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে কেন্দ্র। আর সে কারণেই করোনা-পরীক্ষার এই সিদ্ধান্ত। অনিল সতসঙ্গি বলেন, “সংক্রমণ যাতে ছড়িয়ে না পড়ে সে জন্য এর মধ্যেই পরীক্ষা শুরু করেছে স্বাস্থ্য দফতর। যেহেতু সতর্কতা বেড়েছে, তাই পর্যটকদের ক্ষেত্রে এই পরীক্ষা এখন বাধ্যতামূলক।”

    করোনার এই উর্ধ্বগতি দেখে আবার বেশ কিছু কোভিড বিধি নির্ধারণ করে দিয়েছে ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন। একটি বিবৃতি জারি করে বলা হয়েছে, ভারতের (Taj Mahal) পরিস্থিতি মোটেও উদ্বেগজনক নয়। আতঙ্কিত হওয়ার কোনও প্রয়োজন নেই এখনি। কিন্তু ঢিলেমি করলেও চলবে না। চিকিৎসার থেকে প্রতিরোধ ভালো। তাই সকলকেই কোভিড মোকাবিলায় এগিয়ে আসতে হবে। 

    নতুন কোভিড বিধিগুলি কী কী?

    • মাস্ক পরা বাধ্যতামূলক।
    • সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। 
    • স্যানিটাইজার ব্যবহার করতে হবে। 
    • বিয়ে, সামাজিক এবং রাজনৈতিক যে কোনও ধরনের জমায়েত বন্ধ। 
    • আন্তর্জাতিক যাত্রা পুরোপুরি বন্ধ করতে হবে।
    • জ্বর, গলা ব্যথা, কাশি বা পেটখারাপ হলে অবিলম্বে ডাক্তারের সঙ্গে কথা বলুন। 
    • প্রিকশনারি ডোজ-সহ কোভিড ভ্যাকসিনের সব কটি ডোজ নিয়ে নিতে হবে। 
    • সরকারের তরফে যা নির্দেশিকা দেওয়া হবে, তা মেনে চলতে হবে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

LinkedIn
Share