Category: দেশ

Get updates on India News Headlines National News from the Madhyom news portal madhyom.com, West Bengal leading news portal Madhyom.com

  • PML Rules: প্রিভেনশন অফ মানি লন্ডারিং রুলস সংশোধন করল কেন্দ্র, কেন জানেন?

    PML Rules: প্রিভেনশন অফ মানি লন্ডারিং রুলস সংশোধন করল কেন্দ্র, কেন জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রিভেনশন অফ মানি লন্ডারিং রুলস (PML Rules), ২০০৫ সংশোধন করল কেন্দ্র। নয়া এই রুলস অনুযায়ী, যাঁরা পলিটিক্যালি এক্সপোজড পার্সনস, তাঁদের যে কোনও ধরনের লেনদেনের (transaction) রেকর্ড রাখতে হবে ব্যাঙ্ক (Bank) এবং বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানগুলিকে। চলতি অর্থবর্ষের ৭ মার্চ থেকেই লাগু হয়েছে এই রুলস। এছাড়াও এনজিও বা নন প্রফিট অর্গানাইজেশনের যাবতীয় লেনদেনের যাবতীয় তথ্যও সংগ্রহ করতে হবে ব্যাঙ্ক এবং আর্থিক প্রতিষ্ঠানগুলিকে।

    পলিটিক্যালি এক্সপোজড পার্সনস…

    পলিটিক্যালি এক্সপোজড পার্সনসের সংজ্ঞাও দেওয়া হয়েছে ওই সংশোধনীতে। বলা হয়েছে, কোনও ব্যক্তি যাঁরা কোনও সরকার বা রাজ্যের প্রধান, প্রবীণ রাজনীতিক, প্রবীণ সরকারি কর্মী কিংবা জুডিশিয়াল বা মিলিটারি অফিসার, রাজ্যের কোনও কর্পোরেশনের সিনিয়র এক্সিকিউটিভ এবং কোনও গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলের আধিকারিক, তাঁরাই পলিটিক্যালি এক্সপোজড পার্সনস।

    আর্থিক প্রতিষ্ঠানগুলিকে ((PML Rules)) নীতি আয়োগের দর্পন পোর্টালের এনজিও ক্লায়েন্টদের তথ্যও নথিভুক্ত করতে হবে। ক্লায়েন্টদের সঙ্গে সম্পর্ক ছেদ হওয়ার পাঁচ বছর পর পর্যন্ত যাবতীয় তথ্য সংরক্ষিত রাখতে হবে। শুধু তাই নয়, সংশোধনীতে আরও বলা হয়েছে, এখন থেকে ব্যাঙ্ক শুধু পলিটিক্যালি এক্সপোজড পার্সনস কিংবা এনজিওর আর্থিক লেনদেনের রেকর্ড মেইনটেইন করবে তাই নয়, যখন এবং যেমন প্রয়োজন লেনদেনের সেই সব তথ্য ইডির কাছেও পাঠিয়ে দেবে।

    ক্রিপ্টোকারেন্সি…

    এদিকে, প্রিভেনশন অফ মানি লন্ডারিং ((PML Rules)) রুলসের আওতায় ক্রিপ্টোকারেন্সি পড়বে বলেও জানিয়েছে কেন্দ্র। বুধবার এক নির্দেশিকা জারি করে নয়া নিয়মের বিষয়টি জানিয়েছে কেন্দ্রীয় অর্থমন্ত্রক। বিটকয়েনের মতো কারেন্সির পাশাপাশি ভার্চুয়াল সম্পত্তিতেও এবার থেকে কার্যকর হবে আর্থিক তছরুপের অভিযোগ। ডিজিটাল সম্পদের ওপর নজরদারি বাড়াতেই নয়া নির্দেশিকা আনা হচ্ছে। ক্রিপ্টোকারেন্সির নানা দুর্নীতি আটকাতেও কড়া পদক্ষেপ করছে কেন্দ্র।

    ক্রিপ্টোকারেন্সিতে লগ্নি করে প্রতারিত হয়েছেন অনেকে। তাই এ ব্যাপারে সতর্কবার্তা দিচ্ছে কেন্দ্র। নয়া নির্দেশিকায় বলা হয়েছে, যে কোনও ধরনের তথ্য, নম্বর বা টোকেন সব ক্ষেত্রেই আর্থিক লেনদেন থেকে সতর্ক থাকা প্রয়োজন। এই আর্থিক লেনদেনগুলি আয়কর আইনের আওতায় পড়বে। ডিজিটাল সম্পদ কেনাবেচার আগেও সাবধান হয়ে আর্থিক লেনদেনের পরামর্শ দেওয়া হয়েছে।

    আরও পড়ুুন: মমতার প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন বিশ বাঁও জলে! কেন জানেন?

    প্রসঙ্গত, চলতি অর্থবর্ষে ক্রিপ্টোকারেন্সি থেকে আয়ের ওপর ৩০ শতাংশ কর বসিয়েছে কেন্দ্র। তার জেরেই এই ক্ষেত্রে বাড়ছে অপরাধের সম্ভাবনাও। সেই অপরাধে লাগাম পরাতেই প্রিভেনশন অফ মানি লন্ডারিং রুলসের আওতায় আসছে লেনদেনের নয়া পদ্ধতি।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     
     
  • ED: লালুর ছেলে-মেয়ের বাড়িতে ইডি হানায় উদ্ধার ১.৫ কেজি সোনা! আর কী কী মিলল?

    ED: লালুর ছেলে-মেয়ের বাড়িতে ইডি হানায় উদ্ধার ১.৫ কেজি সোনা! আর কী কী মিলল?

    মাধ্যম নিউজ ডেস্ক: এবার ইডির নজরে লালু প্রসাদ যাদবের মেয়ে এবং ছেলে। তাঁদের একাধিক বাড়ি ও সম্পত্তিতে হানা দিল ইডি (ED)। একাধিক জায়গায় একসঙ্গে চলা এই অভিযানে উদ্ধার হয়েছে লাখ লাখ নগদ টাকা এবং কেজি কেজি সোনা। জানা গিয়েছে, লালুর তিন মেয়ে রাগিনি, চন্দা এবং হেমার বাড়িতে গতকাল হঠাৎই হানা দেয় এনফোর্সমেন্ট ডিরেক্টোরেটের কর্তারা। পাশাপাশি বিহারের উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদবের বাড়িতেও হানা দেন ইডির (ED) তদন্তকারীরা। তাছাড়া লালু ঘনিষ্ঠ আরজেডির প্রাক্তন আবু দোজানার বাড়িতেও হানা দেয় ইডি (ED)।

    কী বলল ইডি (ED) 

    ইডির তরফে জানানো হয়েছে, দিল্লি, রাঁচি, মুম্বই, পটনা সহ মোট ২৪টি স্থানে এই অভিযান চালানো হয়। এই অভিযানে মোট ৭০ লক্ষ টাকা নগদ উদ্ধার হয়েছে। তাছাড়া ৯০০ মার্কিন ডলারও উদ্ধার হয়েছে। তাছাড়া দেড় কেজি সোনার গয়না এবং ৫৪০ গ্রাম সোনার কয়েন উদ্ধার হয়েছে। জমির বদলে রেলের চাকরি কেলেঙ্কারির যোগেই এই অভিযান চালানো হয় বলে জানা গিয়েছে। এদিকে সমাজবাদী পার্টির নেতা জিতেন্দ্র যাদবের বাড়িতেও হানা দেয় ইডি। উল্লেখ্য, জিতেন্দ্র লালু কন্যা রাগিনির স্বামী।

    জমির বদলে রেলের চাকরি দুর্নীতি ইস্যুতে রাবড়ি দেবীকেও জেরা করা হয়

    এদিকে জমির বদলে রেলের চাকরি মামলায় হোলির আগে পরপর দু’দিন আরজেডি প্রধান লালু প্রসাদ এবং তাঁর স্ত্রী তথা বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী রাবড়ি দেবীকে তাঁদের বাড়িতে গিয়ে জেরা করেন কেন্দ্রীয় সংস্থার আধিকারিকরা। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অভিযোগ, লালু প্রসাদ যাদব যখন ২০০৪ থেকে ২০০৯ সাল পর্যন্ত কেন্দ্রীয় রেলমন্ত্রী ছিলেন, তখন জমির বিনিময়ে গ্রুপ-ডি পদের ‘সাবস্টিটিউট’ হিসাবে বেশ কয়েকজনকে নিয়োগ করা হয়েছিল। পরে তাঁদের চাকরি স্থায়ী করা হয়। এর প্রেক্ষিতে সম্প্রতি সিবিআই-এর তরফে নয়া মামলা করা হয়েছে লালু, রাবড়ি দেবী, লালুর দুই কন্যা এবং আরও ১২ জনের নামে।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Tejashwi Yadav: জমির বদলে চাকরি দুর্নীতিতে সিবিআই-এর সমন! আজ কি হাজিরা দেবেন তেজস্বী?

    Tejashwi Yadav: জমির বদলে চাকরি দুর্নীতিতে সিবিআই-এর সমন! আজ কি হাজিরা দেবেন তেজস্বী?

    মাধ্যম নিউজ ডেস্ক: জমির বদলে চাকরি দুর্নীতিতে বিহারের উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব (Tejashwi Yadav)-কে সমন পাঠাল সিবিআই (CBI)। এই একই মামলায় ইডি গতকাল তাঁর দিল্লির বাসভবনে ১৫ঘন্টা ধরে একটি অভিযান চালায়। আর তারপরই বিহারের উপমুখ্যমন্ত্রীকে তলব করল সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন।  সিবিআই সূত্রের খবর, এই নিয়ে একই মামলায় দ্বিতীয়বার তাঁর কাছে  সমন পাঠানো হল। প্রথম সমনটি পাঠানো হয় ৪ঠা ফেব্রুয়ারি। তিনি তখন সুকৌশলে সেই হাজিরা এড়িয়ে যান। শনিবার ফের তাঁকে (Tejashwi Yadav) জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে।

    ইডির পর সিবিআই

    ২০০৪ সাল থেকে ২০১৪ সালের মধ্যে হওয়া এই দুর্নীতির তদন্তই নতুন করে শুরু করেছে সিবিআই-ইডি। বিগত এক সপ্তাহ ধরে বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদব, তাঁর স্ত্রী রাবড়ি দেবীর বাড়িতে তল্লাশি চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।  জানা গিয়েছে, সিবিআইয়ের পাঠানো সমনে আজ, শনিবারই দুপুরের মধ্যে সিবিআইয়ের সদর দফতরে হাজিরা দিতে বলা হয়েছে। কিন্তু তেজস্বী যাদব আজ হাজিরা দেবেন কি না, তা এখনও স্পষ্ট নয়। গতকাল, ১০ মার্চ তেজস্বী যাদবের (Tejashwi Yadav) দিল্লির বাড়িতে হানা দেয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সকাল সাড়ে ৮টা থেকে তল্লাশি অভিযান শুরু হয়। ঘণ্টাখানেক ধরে তল্লাশি চলে। রেলে অবৈধ নিয়োগে আর্থিক লেনদেনের খোঁজ পেতে তেজস্বীর দিল্লির বাড়ি-সহ ২৪টি ঠিকানায় এদিন তল্লাশি অভিযান চালিয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তবে তেজস্বীর (Tejashwi Yadav) বাড়ি থেকে দুর্নীতি সংক্রান্ত কোনও নথি পাওয়া গিয়েছে কি না, সে সম্পর্কে কিছু জানা যায়নি। সূত্রের খবর,অভিযানের  ইডি নগদ ৫৩ লক্ষ টাকা, ৫৪০ গ্রাম সোনা এবং ১.৫ কেজি সোনার গয়না বাজেয়াপ্ত করেছে। 

    আরও পড়ুন: বাণিজ্যিক উদ্দেশে ২৯টি কয়লা খনির নিলাম করছে কেন্দ্র, খুশি শিল্পমহল

    চলতি সপ্তাহে এই মামলায় আরজেডি প্রধান লালুপ্রসাদ এবং তাঁর স্ত্রী তথা বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী রাবড়ী দেবী এবং কন্যা মিসা ভারতীকে জিজ্ঞাসাবাদ করেছিল সিবিআই। তার আগে লালু এবং তাঁর ঘনিষ্ঠদের একাধিক ঠিকানায় তল্লাশিও চালানো হয়েছিল। এ বার দুই কেন্দ্রীয় সংস্থা ‘নিশানা’ করেছে লালু-রাবড়ীর পুত্র তেজস্বীকে (Tejashwi Yadav)। প্রসঙ্গত, লালু প্রথম ইউপিএ সরকারের রেলমন্ত্রী থাকাকালীন (২০০৪-০৯) বিহারের বহু যুবককে জমির বিনিময়ে রেলের ‘গ্রুপ-ডি’ পদে নিয়োগ করা হয়েছিল বলে অভিযোগ ওঠে। এই ঘটনায় অভিযোগের আঙুল লালুর স্ত্রী তথা বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী রাবড়ী দেবী এবং তাঁদের দুই কন্যা মিসা এবং হেমার বিরুদ্ধেও।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • National Flag: জম্মু কাশ্মীরের ডোডায় ১০০ ফুট উঁচু জাতীয় পতাকা উত্তোলন করল সেনা

    National Flag: জম্মু কাশ্মীরের ডোডায় ১০০ ফুট উঁচু জাতীয় পতাকা উত্তোলন করল সেনা

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারতীয় সেনা ১০০ ফুট উঁচু জাতীয় পতাকা (National Flag) উত্তোলন করল জম্মু ও কাশ্মীরের ডোডা জেলায়। এর পাশাপাশি দেশের জন্য প্রাণ বলিদানকারী জওয়ানদেরও উদ্দেশেও শ্রদ্ধা জানানো হয়। একদশক আগেও এই অঞ্চল ছিল একেবারে সন্ত্রাসীদের বিচরণক্ষেত্র। তবে এই প্রথম নয়, এর আগেও ১০০ ফুট উঁচু জাতীয় পতাকা (National Flag) বসানো হয়েছিল জম্মু কাশ্মীরের কিশতোয়ার শহরে সেটা গত বছরের জুলাই মাসে।

    কে করলেন ১০০ ফুট লম্বা  পতাকা (National Flag) উত্তোলন

    সেনাবাহিনীর ডেল্টা ফোর্সের জেনারেল অফিসার কমান্ডিং মেজর জেনারেল অজয় কুমার জম্মু কাশ্মীরের  ডোডা স্পোর্টস স্টেডিয়ামে এদিন ১০০ ফুট লম্বা জাতীয় পতাকা উত্তোলন করেন। অনুষ্ঠানে হাজির ছিলেন ব্রিগেডিয়ার সমীর কে পালান্দে, ডোডা জেলা প্রশাসক বিশেষ পল মহাজন এবং জেলার পুলিশ সুপার আব্দুল কাইয়ুম। স্থানীয় মানুষজনের ব্যাপক উন্মাদনা ছিল এই পতাকা উত্তোলনকে ঘিরে। শহিদ পরিবারের স্ত্রী এবং ছাত্রীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

    কী বললেন মেজর জেনারেল অজয় কুমার

    মেজর জেনারেল অজয় কুমার তাঁর বক্তব্যে শহিদ জওয়ানদের আত্মীয়দের সম্মান জানান এবং বলেন, ১০০ ফুটের এই জাতীয় পতাকা (National Flag) চেনাব উপত্যকায় অগণিত জওয়ানদের প্রতি শ্রদ্ধার্ঘ্য যাঁরা দেশের অখণ্ডতা এবং সার্বভৌমত্ব রক্ষা করতে প্রাণ দিয়েছেন। তিনি আরও বলেন, সমগ্র ডোডা জেলার বাসিন্দাদের জন্য আজ গর্বের দিন।

    কী বললেন বীর শহীদের স্ত্রী

    এদিনের অনুষ্ঠানে হাজির ছিলেন শহিদ জওয়ান চুন্নিলালের স্ত্রী চিন্তাদেবী। অশোক চক্র, বীর চক্র প্রাপক চু্ন্নিলাল শহিদ হন ২৪ জুন ২০০৭ সালে। শহিদের স্ত্রী বলেন, আজ গর্বের মুহূর্ত। আমার স্বামী শহিদ হয়েছিলেন দেশের কাজে। অন্যদিকে স্থানীয় কলেজ ছাত্র তাহির ফারুকের মতে, সন্ত্রাসবাদের কারণে একসময় এই এলাকায় জাতীয় পতাকা (National Flag) চোখে পড়ত না, এখন ১০০ ফুটের জাতীয় পতাকা! গর্বের মুহূর্ত।  

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Anubrata Mondal: বার্গার, কোল্ড কফি থেকে মাছের ঝোল-ভাত! ইডি হেফাজতে কেমন কাটছে অনুব্রতর?

    Anubrata Mondal: বার্গার, কোল্ড কফি থেকে মাছের ঝোল-ভাত! ইডি হেফাজতে কেমন কাটছে অনুব্রতর?

    মাধ্যম নিউজ ডেস্ক: অনুব্রতর রসনাতৃপ্তিতে কসুর করছেন না ইডি আধিকারিকেরা। দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্টে ম্যাকডোনাল্ডস থেকে বার্গার, সুগার ফ্রি কোল্ড কফি আসে কেষ্ট-র জন্য। দুপুরের আহারে অনুব্রতর আব্দার মেনে মাছের ঝোল, ভাতের সঙ্গে শেষ পাতে রাখা হয় সন্দেশের ব্যবস্থাও। বাংলা থেকে বহু দূরে ভোজন রসিক অনুব্রতের জন্য বেশ ভাল ব্যবস্থাই করছে ইডি।

    শুক্রবার গরু-পাচার মামলায় অনুব্রতকে আরও ১১ দিনের ED হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। সবুজ রঙের একটি পাঞ্জাবিতে দেখা যায় অনুব্রত মণ্ডলকে। কোনও কথা বলেননি তিনি। সূত্রের খবর, বৃহস্পতিবার ম্যারাথন জেরা করা হয় অনুব্রত মণ্ডলকে। তবে রাতে তাঁর পাতে পড়েছিল বাঙালি খাবার। তিনি খেয়েছিলেন ভাত, ডাল, মাছের ঝোল, আলু পোস্ত। শুক্রবার সকালে উঠেই তিনি কফি এবং বাটার টোস্ট খেয়েছিলেন।

    হিন্দি জানেন অনুব্রত!

    এদিন আদালতে ইডি-র আইনজীবী নীতেশ রানা জানান, গরু পাচার মামলায় অভিযুক্ত অনুব্রত মণ্ডল হিন্দি, ইংরেজি কিছুই বোঝেন না। শুধুই বাংলা বোঝেন। তিনি লিখতেও পারেন না। তাই জিজ্ঞাসাবাদ করতে গিয়ে সমস্যার মুখে পড়তে হচ্ছে। তখন বিচারক রঘুবীর সিং অনুব্রতকে প্রশ্ন করেন, ‘আপকো হিন্দি নহি আতি?’ অনুব্রত উত্তর দেন ‘নহি!’ বিচারক ফের প্রশ্ন করেন, ‘আপকো স্রিফ বাংলা আতি হ্যায়?’ অনুব্রত উত্তর দেন,‘হ্যাঁ।’ বিচারকের হিন্দি প্রশ্নের উত্তর অনুব্রত ঠিকঠাক দেওয়ায় আদালতে ওঠে হাসির রোল। পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন অনুব্রতের আইনজীবী মুদিত জৈন।

    আরও পড়ুন: গ্রুপ সি- র বাতিল হওয়া তালিকায় মুখ্যমন্ত্রীর ভাইঝি!  

    আপাতত অনুব্রতের ঠিকানা

    প্রসঙ্গত, আসানসোল সংশোধনাগারে থাকাকালীন নিজের শারীরিক পরিস্থিতি নিয়ে একাধিক উল্লেখযোগ্য মন্তব্য করেছিলেন অনুব্রত মণ্ডল। এদিন তাঁর শরীর কেমন রয়েছে জানতে চায় আদালত।  ইডি-র আইনজীবী রানা বলেছেন, অনুব্রত ‘ফিট অ্যাজ় এ ফিডল’ এবং ‘হেল অ্যান্ড হার্টি’ রয়েছেন। রামমনোহর লোহিয়া হাসপাতালে তাঁকে ডাক্তাররাও ‘ফিট’ বলে জানিয়েছেন। আপাতত, আগামী ১১ দিন দিল্লিতে ইডির সদর দফতরই অনুব্রতের ঠিকানা। বীরভূমের একসময়ের এই দাপুটে নেতার জন্য বরাদ্দ করা হয়েছে একটি সিঙ্গল রুম। ঘরে রয়েছে একটি ছোট খাট, এসি এবং ফ্যান। ঘরের সঙ্গেই রয়েছে শৌচালয়। এমনকি, ঘর লাগোয়া একটি কেবিনও রয়েছে। সেই কেবিনেই অনুব্রত মণ্ডলকে জেরা করছেন তিন আধিকারিক। তাঁদের মধ্যে বাংলা জানা একজন দোভাষী ব্যাঙ্ককর্মীও রয়েছেন।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • India-China: আকসাই অঞ্চলে নয়া রেলপথ চিনের! নিয়ন্ত্রণ রেখার কাছে এই প্রকল্প নিয়ে কী ভাবছে ভারত?

    India-China: আকসাই অঞ্চলে নয়া রেলপথ চিনের! নিয়ন্ত্রণ রেখার কাছে এই প্রকল্প নিয়ে কী ভাবছে ভারত?

    মাধ্যম নিউজ ডেস্ক: বেআইনিভাবে দখল করে রাখা অঞ্চলে রেললাইন বানাচ্ছে চিন (India-China)। সূত্রের খবর,প্রকৃত নিয়ন্ত্রণরেখার খুব কাছ দিয়ে আকসাই চিন (Aksai Chin) এলাকায় ওই রেললাইনটি তৈরি করতে চলেছে চিন সরকার। যা আগামীদিনে চিনের বৃহত্তর যুদ্ধ পরিকল্পনার অংশ হতে পারে, বলে অনুমান কূটনৈতিক মহলের।

    কোন জায়গা দিয়ে যাবে এই লাইন

    তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চল (TAR) সরকারের জারি করা একটি নতুন রেলওয়ে পরিকল্পনা অনুযায়ী, ২০২৫ সালের মধ্যে নতুন করে প্রায় ১৬০০ কিলোমিটার লাইন তৈরি করতে চাইছে তিব্বত প্রশাসন। এর একটা বড় অংশ আকসাই চিনের উপর দিয়ে যাবে। এই প্রকল্প অনুযায়ী, নয়া লাইন ভারত ও নেপাল থেকে চিনের (India-China) সীমান্তে নতুন রুট কভার করবে। এই নতুন রেললাইনটি তিব্বতের শিগাৎসে থেকে শুরু হয়ে উত্তর-পশ্চিমে নেপাল সীমান্তের কাছে যাবে। এর পরে, এটি আকসাই চিনের উত্তর হয়ে জিনজিয়াংয়ের হোতানে শেষ হবে। এই প্রতিবেদনে বলা হয়েছে যে এই প্রস্তাবিত রেললাইনটি প্রকৃত নিয়ন্ত্রণ রেখার কাছে চিনের দখলকৃত রুটোগ এবং প্যাংগং লেকের মধ্য দিয়েও যাবে। শিগাতসে থেকে পাখুকতসো পর্যন্ত প্রথম বিভাগটি ২০২৫ সালের মধ্যে শেষ হবে বলে আশা করা হচ্ছে, বাকিটি হোতান পর্যন্ত শেষ হতে ২০৩৫ সাল পর্যন্ত সময় লাগবে। 

    আরও পড়ুন: বাণিজ্যিক উদ্দেশে ২৯টি কয়লা খনির নিলাম করছে কেন্দ্র, খুশি শিল্পমহল

    সেনা টহলদারি বাড়িয়েছে চিন

    এই রেললাইন নির্মাণের আগে লাদাখ সীমান্তে সেনা টহলদারিও বাড়িয়েছে চিনারা। কিছুদিন আগেই ভারতের সেনাপ্রধান জেনারেল মনোজ পাণ্ডে সেকথা স্বীকার করেছেন। এই নতুন রেল লাইন তৈরি হলে খুব সহজেই ভারতের সীমান্তের কাছে চলে আসতে পারবে চিন সেনা। প্রসঙ্গত, আকসাই চিন (Aksai Chin) ইস্যুতে শুরু থেকেই ভারত সরকারের অবস্থান স্পষ্ট। ওই ভূখণ্ড ভারতের অবিচ্ছেদ্য অংশ বলেই মনে করে নয়াদিল্লি। সেই আকসাই চিনের উপর দিয়েই রেললাইন বানাচ্ছে চিন সরকার। স্বাভাবিকভাবেই নয়াদিল্লি উদ্বিগ্ন। যদিও প্রকাশ্যে এই ইস্যুতে এখনও কোনও বিবৃতি দেওয়া হয়নি।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Women’s Portal: মহিলা গবেষকদের জন্যে বিশেষ পোর্টালের ঘোষণা কেন্দ্রের, কার্যকর ১ এপ্রিল থেকে

    Women’s Portal: মহিলা গবেষকদের জন্যে বিশেষ পোর্টালের ঘোষণা কেন্দ্রের, কার্যকর ১ এপ্রিল থেকে

    মাধ্যম নিউজ ডেস্ক: কেন্দ্র গবেষণা অনুদান এবং তহবিলের জন্য শুধু মহিলাদের জন্য একটি বিশেষ পোর্টালের (Women’s Portal) ঘোষণা করেছে। ১ এপ্রিল থেকে পোর্টালটি কার্যকর হওয়ার কথা৷ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ কাউন্সিল কর্তৃক আয়োজিত আন্তর্জাতিক নারী দিবস উদযাপন অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময়, কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং জানান যে, সিএসআইআর সিদ্ধান্ত নিয়েছে CSIR-ASPIRE-এর অধীনে নারী বিজ্ঞানীদের জন্য একটি বিশেষ গবেষণা অনুদান শুরু করা হবে এবং এই বিষয়ে একটি এক্সক্লুসিভ পোর্টাল ১ এপ্রিল থেকে চালু করা হবে। 

    বৃহস্পতিবার বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রক এক (Women’s Portal) বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, মহিলা বিজ্ঞানীদের কাছ থেকে বিশেষ কল আমন্ত্রণ প্রস্তাব একই দিনে খোলা হবে।

    আরও পড়ুন: নিয়োগ দুর্নীতি মামলায় এবার শান্তনু বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করল ইডি 

    উল্লেখ্য যে, কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং-এর সভাপতিত্বে ২০২২ সালের ১৭ ডিসেম্বর সিএসআইআরের (Women’s Portal) গভর্নিং বডির ২০০-তম বৈঠকে বহির্মুখী গবেষণা প্রকল্পের অধীনে মহিলা   বিজ্ঞানীদের জন্যে গবেষণা অনুদান প্রস্তাব অনুমোদন করা হয়েছিল।

    আরও পড়ুন: গ্রুপ সি- র বাতিল হওয়া তালিকায় মুখ্যমন্ত্রীর ভাইঝি!

    এই পোর্টালের মারফৎ লাইফ সায়েন্সেস, কেমিক্যাল সায়েন্সেস, ফিজিক্যাল সায়েন্সেস, ইঞ্জিনিয়ারিং সায়েন্সেস এবং ইন্টার/ট্রান্স ডিসিপ্লিনারি সায়েন্স সহ বিজ্ঞান ও প্রযুক্তির (Women’s Portal) প্রধান শাখাগুলিতে গবেষণার জন্য সারা দেশে শুধুমাত্র মহিলা বিজ্ঞানীরা আবেদন করতে পারবেন। কন্টিনজেন্সি এবং ছোটখাটো যন্ত্রপাতির জন্য তহবিল সরবরাহ করা হবে। মন্ত্রক জানিয়েছে, রিসার্চ ফেলোদের মোট বাজেট সাধারণভাবে ২৫-৩০ লক্ষ টাকা হবে।

    জিতেন্দ্র সিং এ বিষয়ে বলেন, “আমরা অমৃত কালের দিকে এগিয়ে যাচ্ছি। এটি ভারতের উন্নয়ন যাত্রার অগ্রভাগে নারী শক্তিকে রাখার জন্য প্রধানমন্ত্রী মোদির এক প্রয়াস এবং  অন্যতম দূরদর্শী পদক্ষেপ।”

    কেন্দ্রীয় মন্ত্রী আরও বলেন, “সাম্প্রতিক কালে সিএসআইআর নারীর ক্ষমতায়নের জন্যে বেশ কিছু উদ্যোগ নিয়েছে। যার মধ্যে CSIR-সেন্ট্রাল লেদার রিসার্চ ইনস্টিটিউট কর্তৃক প্রদত্ত নারী উদ্যোক্তাদের জন্য CSIR প্রযুক্তির উপর ১৫ শতাংশ ছাড় অন্যতম। এছাড়াও CSIR ডোমেনের পুরো স্পেকট্রাম জুড়ে বেশ কয়েকটি প্রশিক্ষণ কর্মসূচি রয়েছে।” উল্লেখ্য গত বছরের অগাস্টে সিনিয়র ইলেক্ট্রোকেমিক্যাল বিজ্ঞানী নাল্লাথাম্বি কালাইসেলভি প্রথমবার কোনও মহিলা বিজ্ঞানী হিসেবে সিএসআইআরের প্রধান হিসেবে নিযুক্ত হয়ে ইতিহাস তৈরি করেন। তিনি আপাতত ৩৮টি গবেষণা প্রতিষ্ঠান নিয়ে গঠিত এই প্রধান বৈজ্ঞানিক গবেষণা ও উন্নয়ন সংস্থার সুপ্রিমো। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • RSS: ১২ মার্চ পানিপথে বসছে আরএসএস-এর প্রতিনিধি বৈঠক! কী কী আলোচনা হবে?  

    RSS: ১২ মার্চ পানিপথে বসছে আরএসএস-এর প্রতিনিধি বৈঠক! কী কী আলোচনা হবে?  

    মাধ্যম নিউজ ডেস্ক: ১২ মার্চ পানিপথে বসছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের (RSS) সর্বভারতীয় প্রতিনিধি বৈঠক, চলবে ১৪ মার্চ অবধি। এদিন এক সাংবাদিক সম্মেলনে একথা বলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের (RSS) সর্বভারতীয় প্রচার প্রমুখ সুনীল আম্বেকর।

    কারা উপস্থিত থাকবেন এই বৈঠকে

    সাংবাদিক সম্মেলনে সুনীল আম্বেকর বলেন সরসঙ্ঘচালক মোহন ভাগবত এবং সরকার্যবাহ দত্তাত্রেয় হোসাবালের উপস্থিতিতে এই বৈঠক হবে। জানা গেছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (RSS) সমেত আরও ৩৪ টি শাখা সংগঠনের প্রতিনিধি এই বৈঠকে অংশ নেবেন। শোনা যাচ্ছে, সারাদেশ থেকে মোট ১৪০০ এর বেশি প্রতিনিধি হাজির থাকতে চলেছেন পানিপথের এই বৈঠকে। বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক (সংগঠন) বিএল সন্তোষও প্রতিনিধি স্বরূপ হাজির থাকবেন এই বৈঠকে।

    কোন কোন বিষয়ে আলোচনা হতে পারে 

    ২০২৫ সালে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের (RSS) শতবর্ষ পূর্তি হতে চলেছে। জানা গেছে, শতবর্ষ উদযাপনকে কেন্দ্র করে দেশজুড়ে নানা কর্মসূচি নিতে চলেছে তারা। মূলত আগামীদিনে তাদের পরিকল্পনাগুলিই আলোচিত হবে এই বৈঠকে। পাশাপাশি দেশজুড়ে উল্লেখযোগ্যভাবে বাড়ছে সঙ্ঘের কাজ। এমন আবহে শাখা পদ্ধতিকে দেশের প্রতিটি গ্রামে বিস্তারের লক্ষ্যমাত্রা নিয়েছে সঙ্ঘ। বৈঠকে বিভিন্ন বিষয়ের উপর প্রস্তাবও নেওয়া হবে বলে জানা যাচ্ছে। এদিন সুনীল আম্বেকরের সঙ্গে সাংবাদিক বৈঠকে হাজির ছিলেন আরএসএস-এর সর্বভারতীয় সহ-প্রচার প্রমুখ নরেন্দ্র ঠাকুর সমেত হরিয়ানা প্রদেশের সঙ্ঘ নেতারা। প্রসঙ্গত, আগামী বছর স্বামী দয়ানন্দ সরস্বতীর ২০০ তম জন্মদিন পালিত হবে। আর্যসমাজের প্রতিষ্ঠাতা দয়ানন্দ সরস্বতী ছিলেন হরিয়ানার ভূমিপুত্র। এবিষয়ে সুনীল আম্বেকর বলেন, ২০২৪ সালের ১২ ফেব্রুয়ারি মহর্ষি দয়ানন্দ সরস্বতীর ২০০ তম জন্মদিন, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের প্রতিনিধি বৈঠকে এই বিষয়েও আলোচনা হবে যে কী কী কর্মসূচি নেওয়া যায় মহর্ষির জন্মদিনকে সামনে রেখে।

     

    আরও পড়ুন: বায়ু থেকে কার্বন ডাই-অক্সাইড শুষে বেকিং সোডা! বাঙালি বিজ্ঞানীর নেতৃত্বে যুগান্তকারী গবেষণা

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     

  • Afghanistan: আফগানিস্তানে জঙ্গিদের আশ্রয়, প্রশিক্ষণ দেওয়া যাবে না, পাকিস্তানকে হুঁশিয়ারি ভারতের

    Afghanistan: আফগানিস্তানে জঙ্গিদের আশ্রয়, প্রশিক্ষণ দেওয়া যাবে না, পাকিস্তানকে হুঁশিয়ারি ভারতের

    মাধ্যম নিউজ ডেস্ক: আফগানিস্তানের (Afghanistan) মাটিকে সন্ত্রাসবাদের জন্য ব্যবহার করা যাবে না। বিশেষ করে যেসমস্ত সন্ত্রাসবাদী সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করেছে ইউনাইটেড নেশনসের নিরাপত্তা পরিষদ। বৃহস্পতিবার কড়া ভাষায় পাকিস্তানকে আক্রমণ করল ভারত। আফগানিস্তানের মাটিতে জেহাদিদের প্রশিক্ষণ ও শিবির স্থাপন মেনে নেবে না ভারত। বৃহস্পতিবার রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে নাম না করে এভাবেই পাকিস্তানকে হুঁশিয়ারি দিলেন ভারতের প্রতিনিধি রুচিরা কম্বোজ।

    রুচিরা কম্বোজের মন্তব্য

    আফগানিস্তান (Afghanistan) নিয়ে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে ভারতের তরফে একাধিক মন্তব্য করেন ভারতের স্থায়ী প্রতিনিধি রুচিরা কম্বোজ। এছাড়া আফগানিস্তানে সাধারণ মানুষের অবস্থা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন তিনি। এর পাশাপাশি ভারতের তরফে আফগানিস্তানকে গত বছর যে সাহায্য করা হয়েছে তাও এই আলোচনার সভায় তুলে ধরেন তিনি।

    তিনি বলেন, “ভারত আশা করে যে আফগানিস্তানের জমিতে সন্ত্রাসবাদীদের প্রশিক্ষণ ও শিবির স্থাপন করা হবে না। বিশেষ করে নিরাপত্তা পরিষদের নিষিদ্ধ তালিকায় থাকা জঙ্গিদের ও মাদক পাচারকারীদের আফগান ভূখণ্ডে আশ্রয় দেওয়া হবে না।”

    আরও পড়ুন: গ্রুপ সি-র ৮৪২ জনের চাকরি বাতিলের নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের

    আফগানিস্তানের (Afghanistan) জনগণের প্রসঙ্গ এনে রুচিরা কম্বোজ বলেন, “আফগান জনতার কথা মাথায় রেখে এবং রাষ্ট্রসংঘের আবেদনে সাড়া দিয়ে আফগানিস্তানে ত্রাণ পাঠাচ্ছে ভারত। আফগানিস্তানের উন্নয়নের জন্য কাজ করবে ভারত। আমি মনে করিয়ে দিতে চাই আফগানদের নিরাপত্তা এবং সেদেশে শান্তি বহাল করার কাজই ভারতের কাছে অগ্রাধিকার পাবে।” তিনি উল্লেখ করেছেন, ইউনাইটেড নেশনশের আর্জিতে ভারত সাড়া দিয়েছে এবং আফগানিস্তানকে ৪০ হাজার মেট্রিক টন গম, ৬৫ টন ওযুধ সামগ্রী এবং ২৮ টন অন্যান্য সামগ্রীও পাঠানো হয়েছে। এছাড়া আফগানিস্তানের উন্নতির জন্য সেক্রেটারি জেনারেলের সঙ্গে কাজ করতেও আগ্রহী ভারত বলে জানিয়েছেন রুচিরা।

    আফগান মহিলাদের প্রসঙ্গে কী বললেন রুচিরা?

    আফগানিস্তানের পরিস্থিতি সম্পর্কে কথা বলতে গিয়ে, রুচিরা কাম্বোজ বলেছেন যে, সেদেশের জনগণের পরিস্থিতি “গভীর বেদনাদায়ক”। আবার মহিলাদের চরম দুর্দশার কথা এনে তিনি বলেন, দেশটির ভবিষ্যতের জন্য মহিলা ও সংখ্যালঘুদের একত্রিতকরণ জরুরী এবং তাদের অধিকার যথাযথভাবে রক্ষিত হওয়া প্রয়োজন। ফলে আফগানিস্তানের (Afghanistan) এই পরিস্থিতির পরিবর্তনেরই ডাক দিচ্ছে ভারত।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     
     
  • Manish Sisodia: মণীশকে ৭ দিনের ইডি হেফাজতের নির্দেশ, জামিনের আর্জির মামলার শুনানি ২১ মার্চ

    Manish Sisodia: মণীশকে ৭ দিনের ইডি হেফাজতের নির্দেশ, জামিনের আর্জির মামলার শুনানি ২১ মার্চ

    মাধ্যম নিউজ ডেস্ক: দিল্লি আবগারি নীতি মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট হেফাজতে পাঠানো হল আম আদমি পার্টির নেতা মণীশ সিসোদিয়াকে (Manish Sisodia)। সাত দিনের হেফাজতে পাঠানো হয়েছে তাঁকে। শুক্রবার দিল্লি কোর্টে মণীশের জামিনের মামলার শুনানি ছিল। সেই শুনানিতে ১০ দিনের হেফাজত চেয়ে আবেদন করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তবে ১০ দিনের পরিবর্তে তাঁকে ৭ দিনের হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।

    ইডির হেফাজতে মণীশ সিসোদিয়া

    আবগারি নীতি মামলায় দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রীকে (Manish Sisodia) ২৬ ফেব্রুয়ারি গ্রেফতার করেছিল সিবিআই। সিবিআই হেফাজতে থাকার পর ৬ মার্চ জেল হেফাজতের নির্দেশ দিয়েছিল আদালত। সেদিন থেকেই তিনি তিহার জেলে ছিলেন। সিবিআইয়ের গ্রেফতারি মামলায় এদিন সিবিআইয়ের স্পেশাল আদালতে মণীশ সিসোদিয়ার জামিনের আবেদন করেন তাঁর আইনজীবী। যদিও সেই আবেদন এদিন শোনা হয়নি, আগামী ২১ মার্চ এই মামলার শুনানি হবে বলে আদালত জানিয়ে দেয়।

    আরও পড়ুন:গ্রুপ সি-র ৮৪২ জনের চাকরি বাতিলের নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের

    তবে অন্যদিকে বৃহস্পতিবার এই একই মামলায় জেলে গিয়ে দফায় দফায় জেরা করে ইডি। তারপরই বিকেলের দিকে গ্রেফতার করা হয়। শুক্রবার দিল্লির বিশেষ আদালতে মণীশের (Manish Sisodia) মামলার শুনানিতে ইডি জানায়, এই দুর্নীতিতে নতুন অনেক তথ্য মিলেছে। সেই তথ্যের ভিত্তিতেই জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন রয়েছে। আরও জানায়, প্রায় ২৯২ কোটি টাকা আর্থিক তছরুপ ঘটেছে এই দুর্নীতিতে। ইডির আইনজীবী বলেন, “আমরা একাধিক অফিসারকে ডেকে পাঠিয়েছি। সিসোদিয়াকে হেফাজতে নিয়ে মুখোমুখি তাঁদের বসিয়ে আমরা জিজ্ঞাসাবাদ করতে চাই।” শুধু তাই নয়, এই মামলায় এখনও পর্যন্ত যাঁদের গ্রেফতার করা হয়েছে তাঁদের সঙ্গে মুখোমুখি বসিয়ে মণীশকে জিজ্ঞাসাবাদ করতে চায় বলে আদালতে জানিয়েছে ইডি।

    যদিও এদিন আদালতে মণীশের পক্ষের আইনজীবী জানান, বেআইনিভাবে তাঁর মক্কেলকে গ্রেফতার করেছে ইডি। ফলে দু’পক্ষের জওয়াল জবাব শেষে বিচারক ৭ দিনের ইডি হেফাজতের নির্দেশ দেন।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     
LinkedIn
Share