Category: বিদেশ

Get updates on World News Headlines International News from the Madhyom news portal madhyom.com, West Bengal leading news portal Madhyom.com

  • Imran Khan: পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি

    Imran Khan: পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি

    মাধ্যম নিউজ ডেস্ক:  গুজরানওয়ালার আল্লাহওয়ালা চকে পাকিস্তানের প্রাক্তন ক্রিকেট দলের অধিনায়ক এবং প্রধানমন্ত্রী ইমরান খানের অভ্যর্থনা শিবিরে গুলি চালানো হয় বলে জানা গিয়েছে ।

    সংবাদসূত্রে আরও জানা  গিয়েছে, ইমরানের পায়ে গুলি লেগেছে। সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পাকিস্তান পুলিশ এবং ইমরানকে হাসপাতালে স্থানান্তর করা হয়েছে বলে জানা গিয়েছে।

     

    ইমরান পাকিস্তানকে ১৯৯২ সালে বিশ্বকাপের জিতিয়েছিল এবং সেই ইনিংসেই তিনি অলরাউন্ডারদের  হিসাবে বিবেচিত হন। ৭০ বছর বয়সী প্রাক্তণ এই ক্রিকেটার দীর্ঘদিন পাকিস্তানে ক্রিকেট টিমের ক্যাপ্টেন হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ১৯৯২ সালে জাতীয় ক্রিকেট থেকে অবসর নেওয়ার আগে পর্যন্ত তিনি ৮৮ টেস্ট খেলে ৩৭.৬৯ গড়ে ৩৮০৭ রান করেছেন এবং ৩৬২ উইকেট নিয়েছেন। ১৭৫ ওয়ানডে ক্রিকেটে ইমরান ৩৭০৯ রান করেছেন এবং ১৮২টি উইকেট নিয়েছেন।

    ইমরান আগস্ট ২০১৮ থেকে এপ্রিল ২০২২ পর্যন্ত পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) এর প্রতিষ্ঠাতা এবং চেয়ারম্যান, দেশের অন্যতম বড় রাজনৈতিক দল। বিগত বছরের এপ্রিল মাসে ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনে বিরোধী দল। অনাস্থা ভোটে ইমরান সরকারের সহযোগী দল গুলি সমর্থন না করায় পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা হারায় ইমরানের তেহরিক পার্টির সরকার। বর্তমানে পাকিস্তানের ক্ষমতায় রয়েছে নওয়াজ শরীফের পাকিস্তান মুসলিম লিগ এবং প্রধানমন্ত্রী পদে আসীন হয়েছেন শাহবাহ শরিফ। ইমরান খান বর্তমানে পাকিস্তানে আজাদি মার্চ করছেন। তারা বর্তমান সরকারের বিরুদ্ধে লাগাতার সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন। তোশখানা মামলায় ইমরান দোষী সাব্যস্ত হওয়ার পর থেকেই তার পক্ষে আজাদি মার্চ শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার তার আজাদি মার্চ মিছিলও বের করা হয়। সেই মিছিলে গুলি চালানো হয় সেই গুলিবৃষ্টিতেই  আহত হয়েছেন ইমরান খান। তিনি ছাড়াও প্রাক্তন গভর্নর ইমরান ইসমাইলও এই গুলিতে আহত হয়েছেন।

     

    ইমরান খানের সঙ্গী সলমন বিস্ফোরক তথ্য প্রকাশ্যে নিয়ে এসেছেন। তিনি সংবাদমাধ্যমে জানিয়েছেন,  ইমরান খানকে প্রাণে মারার চেষ্টা করা হয়েছে৷ তিনি চারটি গুলিতে আহত হয়েছেন ৷ তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে৷ তবে কোথায় গুলি লেগেছে, সেটা এখনও বোঝার উপায় নেই৷ তবে ইমরান খানের শরীরে ক’টি গুলি লেগেছে, তা এখনও স্পষ্ট করে বলার উপায় নেই৷ কারণ, এক পক্ষ বলছে পায়ে একটি গুলি লেগেছে, কিন্তু অন্য পক্ষ থেকে খবর আসছে, শরীরে চারটি গুলি লেগেছে৷

    ইমরানের পার্টি সমর্থকদের তরফে বলা হয়েছে যে, এক জন হঠাৎ করে ইমরান খানের গাড়ির দিকে একটি সয়ংক্রিয় বন্দুক নিয়ে এগিয়ে এসে গুলি চালাতে শুরু করে৷ কিন্তু উপস্থিত সমর্থকরা সেই বন্দুক ছিনিয়ে নেওয়ায় ঘটনাটি বেশি দূর এগোয়নি৷ যদিও প্রথমে বোঝা যাচ্ছিল না, ইমরান খানের শরীরে গুলি লেগেছে নাকি অন্য কোনও কারণে আহত হয়েছেন ইমরান৷ তাঁর শরীরে গুলি লেগেছে কি না, তা তখনও স্পষ্ট হয়নি পরে বোঝা যায়, তিনিও গুলিতে আহত হয়েছেন৷ পিটিআইয়ের বেশ কয়েকজন কর্মীও ঘটনাস্থলে আহত হয়েছেন বলে খবর পাওয়া গিয়েছে৷ তাঁদের সকলেরই চিকিৎসা চলছে৷

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     
  • Twitter Jobs: ট্যুইটারের দায়িত্ব পেয়েই ৩৭০০ কর্মী ছাটাইয়ের পথে ইলন মাস্ক

    Twitter Jobs: ট্যুইটারের দায়িত্ব পেয়েই ৩৭০০ কর্মী ছাটাইয়ের পথে ইলন মাস্ক

    মাধ্যম নিউজ ডেস্ক: সম্প্রতি মাইক্রো ব্লগিং সাইট ট্যুইটার (Twitter) কিনেছেন ইলন মাস্ক (Elon Mask)। ট্যুইটার নিজের দায়িত্বে আসার পর থেকেই একের পর এক বড় বড় সিদ্ধান্ত নিয়েছেন টেসলা কর্ণধার। এবার কর্মী ছাটাইয়ের পথে হাটতে পারেন বিশ্বের সবচেয়ে ধনী এই ব্যক্তি। কোম্পানি চালাতে ঠিক কত কর্মীর প্রয়োজন, সে বিষয়ে এখন চলছে হিসেব নিকেষ । এমনই খবর সামনে এসেছে। একটি রিপোর্টে বলা হয়েছে, ইলন মাস্ক প্রায় ৩,৭০০ কর্মীকে ছাঁটাই করতে চলেছেন। সেই সঙ্গে ট্যুইটারের কর্মীদের যে ওয়ার্ক ফ্রম হোম পলিসি চলছিল, তাও এবার শেষ হতে চলেছে।  ট্য়ুইটারে যাঁরা চাকরি করেন তাঁদের এবার অফিসে এসে কাজ করতে হবে। 
     
    শুধু তাই নয়। সংস্থার অর্থনীতির হাল ফেরাতে এবার কর্মীদের বেতন কমানোর রাস্তাতেও হাঁটতে পারেন ট্যুইটারের নয়া মালিক। বিশেষ করে সেলস, প্রোডাক্ট, ইঞ্জিনিয়ারিং, লিগাল, ট্রাস্ট এবং সেফটি, এই দফতরগুলি থেকে একাধিক কর্মীর বেতন কমানো হচ্ছে বলে খবর।

    আরও পড়ুন: গুজরাট ডেঙ্গি ইস্যুতে বিজেপির পুরসভা অভিযানে ধুন্ধুমার, আটক অগ্নিমিত্রা, সজল সহ একাধিক নেতা

    সেখানকার বোর্ড অফ ডিরেক্টরটেও খুব শীগগির পরিবর্তন আনা হবে বলে জানা গিয়েছে।  

    এদিকে ইলন মাস্ক কোম্পানির দায়িত্ব নেওয়ার পর থেকেই চাকরি যাওয়ার ভয় পেতে শুরু করেছেন কর্মীরা। মানসিক চাপ বাড়ছে কর্মীদের। তাই কাজের চাপে অফিসের মেঝেতেই ঘুমিয়ে পড়লেন এক ট্যুইটার কর্মী। ভাইরাল সেরকমই এক ছবি। ছবিটি পোস্ট করেছেন ট্যুইটার স্পেসের প্রোডাক্ট ম্যানেজার ইভান জোন্স। ছবিটি শেয়ার করে তিনি লেখেন, “যখন ইলনের ট্যুইটার থেকে আপনার কিছু পাওয়ার থাকে।” এই পোস্টে ট্যুইটার কর্মীদের মানসিক চাপের বিষয়টি তুলে ধরতে চেয়েছেন তিনি।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Afghanistan: শিক্ষার অধিকার চাওয়ায় শাস্তি! ছাত্রীদের বেধড়ক মারধর করল তালিবানরা

    Afghanistan: শিক্ষার অধিকার চাওয়ায় শাস্তি! ছাত্রীদের বেধড়ক মারধর করল তালিবানরা

    মাধ্যম নিউজ ডেস্ক: তালিবানরা আফগানিস্তান (Afghanistan) দখলের পর থেকে সেখানকার অবস্থা শোচনীয় হয়ে পড়েছে। তালিবানরা একের পর এক নিষেধাজ্ঞা জারি করেছে সেখানকার নাগরিকদের উপর, বিশেষ করে মহিলাদের উপর। তাঁদের জীবনে দুর্দিন নেমে এসেছে। এবারে তালিবানদের আফগানিস্তানের কিছু ছাত্রীদের বিশ্ববিদ্যালয়ের সামনে মারধর করতে দেখা গিয়েছে। সম্প্রতি একটি ভিডিও ঝড়ের বেগে ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। আর সেই ভিডিও-তেই উঠে এসেছে তালিবানিদের বর্বরতা। ঘটনাটি ঘটেছে গত রবিবার।

    জানা গিয়েছে, কিছু ছাত্রী বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে শিক্ষার অধিকারের দাবি জানাচ্ছিলেন। কিছুদিন আগেই বোরখা না পরে থাকায় তাঁদের বিশ্ববিদ্যালয়ে ঢুকতে দেওয়া হয়নি বলে অভিযোগ করেছে তাঁরা। তা নিয়ে আফিগানিস্তানের (Afghanistan) উত্তর-পূর্বে অবস্থিত বাদাখশান বিশ্ববিদ্যালয়ের গেটের বাইরে অবস্থান করেছিলেন। সেখানেই শুরু হয় তালিবানি অত্যাচার। সেখানে দেখা যাচ্ছে, তালিবরা কীভাবে বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে জমায়েত করা ছাত্রীদের মারছে। ফলে ইরানের পর এবারে ফের বোরখা পরা নিয়ে আন্দোলনের সৃষ্টি হয়েছে। আর এই বোরখার জন্যই এবারে বেধড়ক মারধর করতেও দেখা গেল তালিবানদের।

    আরও পড়ুন: তিন প্রতিবেশী রাষ্ট্রের সংখ্যালঘু শরণার্থীদের ভারতীয় নাগরিকত্ব, বড় পদক্ষেপ কেন্দ্রের

    সোশ্যাল মিডিয়ায় হ্যাশট্যাগ দিয়ে শুরু হয়েছে বোরখার প্রতিবাদে আন্দোলন। ট্যুইটারেও এই ঘটনার তীব্র নিন্দা করেছে নেটিজেনরা। ভিডিও-তে দেখা যাচ্ছে, বিশ্ববিদ্যালয়ের গেটের বাইরে দাঁড়িয়ে রয়েছেন ছাত্রীরা। তাঁরা সকলেই বোরখা পরে রয়েছেন। তবুও সে সময় তালিবান সরকারের কয়েক জন সেখানে উপস্থিত হয়। এরপর তারা হাতে লাঠি, বন্দুকের বাঁট নিয়ে মারতে থাকেন সেখানে উপস্থিত ছাত্রীদের। পরে ছাত্রীরা সেখান থেকে পালানোর জন্য ছুটতে থাকেন।

    এই ঘটনার পর বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট নাকিবুল্লা কাজিজাদা সে দেশের স্থানীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, পড়ুয়াদের উদ্দেশে হিংসাত্মক হামলার বিষয়টি খতিয়ে দেখা হবে। প্রসঙ্গত, গত বছরের অগাস্ট মাসে আফগানিস্তানের দখল চলে যায় তালিবানদের হাতে। তারপর থেকেই মহিলাদের উপর বিভিন্ন বিধিনিষেধ চাপানো হয়েছে। মহিলাদের চলাফেরার স্বাধীনতা, মতপ্রকাশ, কর্মক্ষেত্র, পোশাকবিধি-সহ বিভিন্ন ক্ষেত্রে কঠোর বিধিনিষেধ আরোপ করেছে। এমনকি ষষ্ঠ শ্রেণীর পর মেয়েদের স্কুল যাওয়ার উপরও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

  • Twitter Layoffs: ‘‘অফিসের পথে? বাড়ি ফিরে যান…’’, কর্মীদের বার্তা মাস্কের, আজ থেকেই ছাঁটাই ট্যুইটারে?

    Twitter Layoffs: ‘‘অফিসের পথে? বাড়ি ফিরে যান…’’, কর্মীদের বার্তা মাস্কের, আজ থেকেই ছাঁটাই ট্যুইটারে?

    মাধ্যম নিউজ ডেস্ক: আজ থেকেই কর্মী ছাঁটাই শুরু ট্যুইটারে (Twitter Layoffs)। এমনকি কর্মীরা অফিসে যাওয়ার পথেই চাকরি চলে যাওয়ার ইমেল পেতে পারেন। এমনটাই জানা গিয়েছে।  ইলন মাস্ক ট্যুইটারের দায়িত্ব নেওয়ার পর থেকেই একে একে ছাঁটাই করেছেন শীর্ষ কর্তাদের। সিইও পরাগ আগরওয়াল-সহ ৪ শীর্ষকর্তার পর এবার কাদের চাকরি থেকে ছাঁটাই করবেন ইলন মাস্ক, তা আজই জানা যাবে। শুক্রবার থেকেই কর্মীরা তাঁদের ইমেলের মাধ্যমে জানতে পারবেন যে, তাদের চাকরি আছে কি নেই। শুক্রবার সকাল ৯টা অর্থাৎ ভারতীয় সময় অনুযায়ী রাত সাড়ে ৯টা থেকে এই ছাঁটাই-প্রক্রিয়া শুরু করবেন ট্যুইটারের নয়া মালিক ইলন মাস্ক।

    সূত্রের খবর অনুযায়ী, বৃহস্পতিবার ট্যুইটার কর্মীদের ইমেল করে বলা হয়েছে (Twitter Layoffs), ‘‘আপনি যদি অফিসে থাকেন বা অফিসের পথে, তবে দয়া করে বাড়ি ফিরে যান।’’ শুক্রবার থেকে ট্যুইটারে যে কর্মী ছাঁটাই শুরু হবে, তা ওই ইমেলে তাঁদের জানানো হয়েছে। ওই ইমেলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দাবি, ‘‘ট্যুইটারকে ঠিক পথে নিয়ে যেতেই এই প্রচেষ্টা করা হচ্ছে। সে জন্য শুক্রবার থেকে বিশ্ব জুড়ে কর্মীসংখ্যা কমানোর কঠিন পথে যেতে হবে আমাদের।’’

    আরও পড়ুন: ইলন মাস্ক দায়িত্ব নিতেই ট্যুইটার ডাউন! কর্মী ছাঁটাইয়ের সঙ্গে যোগসূত্র নিয়ে শুরু জল্পনা

    এদিন আরও জানানো হয়েছে, এই মুহূর্তে যাঁদের ছাঁটাই করা হবে, তাঁদের প্রথমে মেল করা হবে। তারপর কী করতে হবে, সে বিষয়ে ক্রমাগত নির্দেশ দেওয়া হবে বলে জানানো হয় ট্যুইটারের তরফে। আবার বলা হয়েছে, কোনও কর্মী যদি স্থানীয় সময় বিকেল ৫ টার মধ্যে কোনও মেল না পান, তাঁদের পাল্টা মেল পাঠাতে বলেছেন। তবে ট্যুইটার অধিগ্রহণ করার আগে থেকেই কর্মী ছাঁটাই নিয়ে জল্পনা শুরু হয়েছিল। আর এখন সেটাই হতে চলেছে। ট্যুইটারের দায়িত্ব পাওয়ার পর থেকেই একের পর এক নিয়মও বদল করছেন ইলন মাস্ক। এরই মাঝে ভেরিফায়েড অ্যাকাউন্টের- ব্লু টিকের জন্য মাসে প্রায় ৮ ডলারের নিদান দেওয়ার পর এবার কর্মী ছাঁটায়েই পথে হাঁটতে চলেছেন ট্যুইটারের নতুন মালিক। এছাড়াও আজই সকালে ট্যুইটার আচমকাই বন্ধ হয়ে যাওয়ায় সারা বিশ্ব জুড়ে শোরগোল পড়ে গিয়েছিল। ট্যুইটার ডাউন হওয়ার সঙ্গে কর্মী ছাঁটাইয়ের (Twitter Layoffs) যোগসূত্র রয়েছে এমনটা অনুমান করেও জল্পনা শুরু হয়েছে।

  • Imran Khan: ‘পরিস্থিতির ওপর নজর রাখছি’, ইমরানকে গুলির ঘটনায় প্রতিক্রিয়া ভারতের বিদেশ মন্ত্রকের

    Imran Khan: ‘পরিস্থিতির ওপর নজর রাখছি’, ইমরানকে গুলির ঘটনায় প্রতিক্রিয়া ভারতের বিদেশ মন্ত্রকের

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রতিবাদ মিছিল করতে গিয়ে গুলিবিদ্ধ হয়েছেন পাকিস্তানের (Pakistan) প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান (Imran Khan)। তার পর থেকে অবশ্য এখনও পর্যন্ত অশান্ত হয়ে ওঠেনি ভারতের (India) প্রতিবেশী দেশটির পরিস্থিতি। তবে ঘটনার জেরে ভারত পাকিস্তানের পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে বলেই জানিয়েছে ভারতের বিদেশ মন্ত্রক (MEA)।

    বৃহস্পতিবার ওই ঘটনার পর পরই সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি। তিনি বলেন, পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের ওপর হামলার ঘটনা আমরা সবে মাত্র জেনেছি। গোটা ঘটনার ওপর আমরা নজর রাখছি। এ নিয়ে যাবতীয় খবরের দিকে আমাদের নজর রয়েছে। এখনই এনিয়ে ভারত কোনও মন্তব্য করতে চায় না।

    লাহোর থেকে ইসলামাবাদ পর্যন্ত আজাদি মার্চের ডাক দিয়েছিল ইমরানের দল পাকিস্তান তেহেরিক-ই-ইনসাফ, সংক্ষেপে পিটিআই। ওই মিছিলে যোগ দিয়েছিলেন প্রাক্তন ক্রিকেটার-রাজনীতিক ইমরান খান (Imran Khan)। আচমকাই তাঁকে লক্ষ্য করে গুলি চালায় এক ব্যক্তি। গুলি লাগে ইমরানের ডান পায়ে। মাটিতে পড়ে যান প্রাক্তন পাক প্রধানমন্ত্রী। তড়িঘড়ি তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। হাসপাতাল সূত্রে খবর, তাঁর পায়ে তিন থেকে চারটি গুলি লেগেছে। পরে তাঁকে নিয়ে যাওয়া হয় লাহোর হাসপাতালে। কেবল ইমরান নন, ফয়জল জাভেদ ও আহমেদ ছাত্তাহা নামে তাঁর দলের আরও দুই নেতাও গুরুতর জখম হয়েছেন। ঘটনায় ইতিমধ্যেই একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

    আরও পড়ুন: নতুন জীবন পেলাম! বললেন ইমরান, সরকার বিরোধী বিক্ষোভে ফুঁসছে করাচি থেকে পেশোয়ার

    পিটিআইয়ের প্রবীণ নেতা আসাদ উমর বলেন, ইমরানকে (Imran Khan) সড়ক পথে লাহোরে নিয়ে যাওয়া হয়েছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক নয়। তবে তাঁর গুলি লেগেছে। ঘটনার জন্য অবশ্য তিনি কাউকে দোষারোপ করেননি। জানা গিয়েছে, শুক্রবার দুপুর পর্যন্তও ঘটনার দায় স্বীকার করে বিবৃতি দেয়নি কোনও গোষ্ঠী।

    ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। তিনি বলেন, ঘটনাটি চরম নিন্দনীয়। কড়া ভাষায় এর নিন্দে করছি। গুলি চালানোর ঘটনায় অবিলম্বে বিস্তারিত রিপোর্ট তলব করেছি। আমি ইমরান খানের (Imran Khan) দ্রুত আরোগ্য কামনা করছি। আহতদের যাতে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা হয়, তারও নির্দেশ দেওয়া হয়েছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     
     
     
  • North Korea fires missiles প্রথম পরস্পরের বিরুদ্ধে মিসাইল দাগল উওর ও দক্ষিণ কোরিয়া

    North Korea fires missiles প্রথম পরস্পরের বিরুদ্ধে মিসাইল দাগল উওর ও দক্ষিণ কোরিয়া

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রথমবারের মতো দক্ষিণ কোরিয়ার জলসীমান্তে মিসাইল ছুড়েছে কিম জং-উনের দেশে উত্তর কোরিয়া। জবাবে তিনটি মিসাইল ছুড়েছে দক্ষিণ কোরিয়া। দক্ষিণ কোরিয়ার সেনাকর্তা জানিয়েছেন, উত্তর কোরিয়ার মিসাইলগুলি দক্ষিণ কোরিয়ার জলসীমার খুব কাছে পড়েছে যা দক্ষিণ কোরিয়ার অখন্ডতার ক্ষেত্রে বিপজ্জনক। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী তা কখনোই বরদাস্ত করবে না বলে সাফ জানিয়েছেন।

    এদিকে, সিওলের প্রেসিডেন্ট ইউন সুক ইওল (Yoon Suk-yeol) একে কার্যকর আঞ্চলিক আক্রমণ বলে উল্লেখ করেছেন। উত্তর কোরিয়ার ১০টি মিসাইলের মধ্যে তিনটি মিসাইল স্বল্প পাল্লার ব্যালিস্টিক মিসাইল যা উত্তর কোরিয়ার উপকূলীয় অঞ্চল ওনসান থেকে সমুদ্রে নিক্ষেপ করা হয়েছিল।

    এর মধ্যে অন্তত একটি বুধবার নয়টার আগে নিক্ষেপ করা হয় যা সীমান্তের ২৬ কিলোমিটার দক্ষিণে, সোচো শহরের ৫৭ কিলোমিটার পূর্ব দিকে এবং উলিয়াং দ্বীপের ১৬৭ কিলোমিটার উত্তর-পশ্চিমে আঘাত হানে। এর ফলে উলিয়াং এ সাইরেন বাজিয়ে অধিবাসীদের ভূগর্ভস্থ বাঙ্কারগুলোতে আশ্রয় নিতে বলা হয়।

    প্রসঙ্গত, উত্তর কোরিয়ার সীমারেখা পড়েছে সাগরের মাঝ বরাবর। তবে উত্তর কোরিয়া কখনওই এ সীমারেখাকে মেনে নেয়নি। এর আগে উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছিল, যে তারা যদি যৌথ সামরিক মহড়া অব্যাহত রাখে তাহলে তাদেরকে ‘ইতিহাসের সবচেয়ে কঠিন মূল্য দিতে হবে’। এ হুমকিকে পারমাণবিক অস্ত্র ব্যবহারের প্রচ্ছন্ন হুমকি হিসেবে দেখা হয়েছে।

    দক্ষিণ কোরিয়ার সরকারের তরফে জানানো হয়েছে যে, দক্ষিণ কোরিয়ায় আক্রমণ হলে তারা সেক্ষেত্রে মার্কিন সহযোগিতাও পাবে। উত্তর কোরিয়ার এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের পর দক্ষিণ কোরিয়া ও জাপান জাতীয় নিরাপত্তা বৈঠক ডেকেছেন। 

    চলতি বছরেই পঞ্চাশটির বেশি মিসাইল উৎক্ষেপণ করেছে উত্তর কোরিয়া। এর মধ্যে একটি ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র জাপান অতিক্রম করে গিয়ে পড়েছে। সোমবার যুক্তরাষ্ট্রের পারমাণবিক শক্তি সম্পন্ন সাবমেরিন দক্ষিণ কোরিয়ার উপকূলে এসেছে দু দেশের সামরিক মহড়ার অংশ হিসেবে। গত অগাস্ট মাসে এই মহড়া শুরু হয়েছে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • China Covid: চিনে লকডাউনের প্রতিবাদে হাতিয়ার বাপ্পি লাহিড়ির গান ‘জিমি জিমি আজা আজা’! ব্যাপারটা কী?

    China Covid: চিনে লকডাউনের প্রতিবাদে হাতিয়ার বাপ্পি লাহিড়ির গান ‘জিমি জিমি আজা আজা’! ব্যাপারটা কী?

    মাধ্যম নিউজ ডেস্ক: বাপ্পি লাহিড়ির ‘আইকনিক সং’ ‘জিমি জিমি আজা আজা’ সম্প্রতি চিনে জনপ্রিয় হয়ে উঠেছে। সেখানে এই গানটি এখন চিনাদের প্রতিবাদের গান হয়ে উঠেছে। তবে কীসের প্রতিবাদ, এই নিয়ে প্রশ্ন উঠতে শুরু হয়েছে। আসলে চিনে শুরু হয়েছে ‘জিরো কোভিড নীতি’। কোভিড-১৯ মহামারির বিরুদ্ধে সরকারের এই নীতির জেরে বর্তমানে লক্ষ লক্ষ চিনা নাগরিককে এখন ঘরবন্দি করে রাখা হয়েছে। নিত্য প্রয়োজনীয় অনেক পণ্যই পাচ্ছেন না তাঁরা। তাই চিনের নাগরিকরা জিনপিং সরকারের এই নীতির প্রতিবাদ করার জন্য এক অভিনব পন্থা বের করেছেন। আর তার ফলেই মিঠুন চক্রবর্তীর ‘ডিস্কো ডান্সার’ ছবির গান ব্যবহার করে চিনারা তাঁদের ক্ষোভ উগরে দিচ্ছেন।

    চিনারা বাপ্পি লাহিড়ির কম্পোজ করা গানটির সুর নিয়ে সেই গানটিকেই নতুনভাবে ম্যান্ডারিন ভাষায় গেয়েছে ‘Jie mi, jie mi’। যা অনুবাদ করলে দাঁড়ায়, ‘আমাকে ভাত দাও, আমাকে ভাত দাও।’ চিনা সরকারের এই নীতির ফলে সাধারণ মানুষ তাঁদের প্রয়োজনীয় খাদ্যসামগ্রী থেকে বঞ্চিত হচ্ছে, ফলে গানের সঙ্গে ভিডিও করে সেটাই টিকটকে তুলে ধরা হয়েছে। ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে যে, চিনের এক নাগরিক এই গানের সঙ্গে খালি পাত্র নিয়ে প্রতিবাদ করছে। শুধু একজন নয় চিনে এমন ভিডিও অনেককেই করতে দেখা গিয়েছে।

    আরও পড়ুন: বাড়ছে করোনা সংক্রমণ, ফের লকডাউন চিনে

    প্রসঙ্গত, এই দেশ থেকেই প্রথম করোনা ভাইরাস ছড়িয়ে পড়ে পুরো বিশ্বে। তবে চিনে এখন করোনার তেমন দাপট না থাকলেও করোনা পুরোপুরি ভাবে শেষ হয়নি। ফলে এই নীতি নিয়েছে সেই দেশের কমিউনিস্ট সরকার। আর সেই কারণেই এখনও চিনের বিভিন্ন প্রদেশে জারি কঠোর লকডাউন। কিন্তু, এই পরিস্থিতিতে নাজেহাল চিনের বাসিন্দারাও। আর এর প্রতিবাদ জানানোর জন্য এই গান ও টিকটককেই বেছে নিয়েছে তাঁরা। তবে অনুমান করা হচ্ছে, এটি হয়তো এখনও চিনা সরকারের নজরে আসেনি। ফলে আশঙ্কা করা হচ্ছে, খুব শীঘ্রই এই ভিডিওগুলো সরিয়ে ফেলা হবে সোশ্যাল মিডিয়া থেকে।

     
  • Barack Obama: ভরা প্রচার সভায় হেনস্থা ওবামাকে, কেন জানেন?

    Barack Obama: ভরা প্রচার সভায় হেনস্থা ওবামাকে, কেন জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: অদূরেই মধ্যবর্তী নির্বাচন। শনিবার মিচিগানে দলীয় প্রার্থীর হয়ে প্রচার করছিলেন আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামা (Barack Obama)। তিনি প্রচার করছিলেন ডেমোক্রেটিক গভর্নর গ্রেটছেন হুইটমারের হয়ে। ওবামা যখন প্রেসিডেন্ট হিসেবে হোয়াইট হাউসে ছিলেন, তখনও হুইটমার ডেমক্রেটিক পার্টিতে ভীষণ জনপ্রিয় ছিলেন। এহেন জনপ্রিয় দলীয় এক প্রার্থীর হয়েই ভোট চাইতে বেরিয়েছিলেন ওবামা। সেখানে তোলেন মার্কিন হাউস স্পিকার ন্যান্সি পেলোসির (Nancy Pelosis) স্বামীর ওপর হামলার প্রসঙ্গ। অভিযোগ, ওই সময় আচমকাই হেনস্থা করা হয় প্রাক্তন মার্কিন প্রেসিডেন্টকে ( Former US President)।

    জানা গিয়েছে, যিনি প্রাক্তন প্রেসিডেন্টকে (Barack Obama) হেনস্থা করেছিলেন বলে অভিযোগ, তিনি একজন পুরুষ। বক্তৃতার মাঝে ন্যান্সির প্রসঙ্গ তোলেন তিনি। পরে একবার থামেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট। ওই সময় আচমকাই চিৎকার করতে থাকেন ওই ব্যক্তি। অভিযোগ, হেনস্থাও করা হয় ওবামাকে। তবে ওই ব্যক্তি ঠিক কী বলছিলেন, তা অবশ্য বোঝা যায়নি। ওবামা বলেন, আমি ঠিক এটাই বলছিলাম। যিনি তাঁকে হেনস্থা করেছিলেন, তাঁর উদ্দেশে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমরা একটি পদ্ধতি পেয়েছি, যেটা আমরা আমাদের গণতন্ত্রে প্রতিষ্ঠাও করেছি। ঠিক এখনই, আমি বলছি, পরে কোনও এক সময় আপনার বলার সুযোগ আসবে। কোনও কাজের জায়গায় আপনি এভাবে কাউকে হেনস্থা করতে পারেন না।

    ছ বছর আগে হোয়াইট হাউস ছেড়েছিলেন ওবামা (Barack Obama)। এতদিন পরেও তাঁর জনপ্রিয়তায় ভাঁটা পড়েনি এতটুকুও। তার প্রমাণ এদিনের সমাবেশ। এদিন ওবামাকে এক ঝলক দেখার জন্য ভিড় উপচে পড়েছিল। কেবল আম জনতা নয়, ডেমোক্রেটদের মধ্যেও ওবামা ভীষণ জনপ্রিয়। এদিন তিনি প্রচার সমাবেশে হাজির হতেই উদ্বেল হয়ে পড়ে জনতা। এই তুঙ্গ জনপ্রিয়তার কারণেই ওবামার (Barack Obama) ওপর দায়িত্ব দেওয়া হয়েছে ভোট প্রচারের। কেবল মিচিগান নয়, আরও চারটি রাজ্যে দলের তরফে নির্বাচন পরিচালনা করবেন তিনিই। জানা গিয়েছে, মিচিগানের সভা সেরে ওবামা (Barack Obama) প্রচারে যোগ দেবেন জর্জিয়ায়। মঙ্গলবার যাবেন নাভেদার পার্পেল স্টেটে। নভেম্বরের পাঁচ তারিখে তিনি যাবেন পেনসিলভানিয়ায়।

     

     

  • Prince Harry-Meghan Markle: রাজপরিবারের সঙ্গে ক্রিসমাস উদযাপন করবেন না প্রিন্স হ্যারি ও মেগান মার্কেল! কী এমন হল?

    Prince Harry-Meghan Markle: রাজপরিবারের সঙ্গে ক্রিসমাস উদযাপন করবেন না প্রিন্স হ্যারি ও মেগান মার্কেল! কী এমন হল?

    মাধ্যম নিউজ ডেস্ক: রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর ব্রিটিশ রাজকীয় পরিবার প্রথম ক্রিসমাস উদযাপন করবেন। কিন্তু এই উদযাপনের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন না ডিউক অ্যান্ড ডাচেস অফ সাসেক্স প্রিন্স হ্যারি ও মেগান মার্কেল। এমনকি পিতা রাজা তৃতীয় চালর্সের আমন্ত্রণও প্রত্যাখ্যান করতে পারে। এমনটাই সূত্রের খবর অনুযায়ী জানা গিয়েছে। তবে কেন থাকবেন না ক্রিসমাসের সময়ে, এই নিয়েও জনসাধারণের মনে কৌতূহলের সৃষ্টি হয়েছে।

    সূত্রের খবর অনুযায়ী, খুব শীঘ্রই প্রিন্স হ্যারির লেখা বই ‘স্পেয়ার’  প্রকাশিত হতে চলেছে। আর তার ব্যস্ততার মাঝেই তাঁরা উপস্থিত থাকতে পারবেন না জানা গিয়েছে। তাঁর লেখা ‘স্পেয়ার’ বইটি একটি আত্মজীবনী। ইতিমধ্যেই বইটিকে শকওয়েবে পাঠানো হয়েছে ও ২০২৩ সালের ১০ জানুয়ারি এটি প্রকাশিত হতে চলেছে। ফলে তাঁর এই আত্মজীবনীতে কী কী লিখেছেন তা নিয়ে আগ্রহ প্রায় পুরো বিশ্ববাসীর।

    হ্যারি রাজা তৃতীয় চার্লস ও প্রয়াত প্রিন্সেস অব ওয়েলস ডায়নার ছোট ছেলে। ব্রিটেনের রানি এলিজাবেথের নাতি তিনি বেঁচে থাকতেই রাজ উপাধি বর্জন করেছেন। ফলে ধারণা করা হচ্ছে,  মেগান মার্কেলকে বিয়ে করার পর রাজপরিবারের সঙ্গে হ্যারির যে টানাপোড়েন শুরু হয়েছিল, সে বিষয়গুলো আত্মকথাতে উঠে আসবে। ২৫ বছর আগে তাঁর মা ডায়ানার মৃত্যুতে রাজপুত্র কীভাবে প্রতিক্রিয়া জানিয়েছিলেন সে বিষয়েও লেখা হবে জানা গিয়েছে। এছাড়াও ডায়নার মৃত্যুর পর তাঁর দুই ছেলে কীভাবে বেড়ে উঠেছে, তা নিয়ে মানুষের আগ্রহ তুঙ্গে। সেসব কথাই লিখেছেন হ্যারি। এই আত্মকথাতেই উঠে আসবে কেন হ্যারি রাজপরিবারের দায়িত্ব ছেড়ে আমেরিকা চলে যান।

    সূত্রের খবর অনুযায়ী, আগামী বছরের জানুয়ারিতে বইটি বাজারে আনতে চলেছে খ্যাতনামা প্রকাশনা সংস্থা ‘পেঙ্গুইন র‍্যানডম হাউস’। পিপল ম্যাগাজিন জানিয়েছে যে স্মৃতিকথা সম্পর্কে একটি বিবৃতিতে, পেঙ্গুইন র‍্যানডম হাউস বলেছে যে ৪১৬ পৃষ্ঠার বইটিতে হ্যারিকে নিজের জীবনের কথা সততার সঙ্গে বলতে দেখা যাবে। এছাড়াও হ্যারি ঘোষণা করেছিলেন যে, তিনি এই বইটি একজন রাজপুত্র হয়ে নন, এক মানুষ হিসেবে লিখেছেন।

    এছাড়াও জানা গিয়েছে, ‘স্পেয়ার’ ব্রিটেন, মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, আয়ারল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ভারত এবং দক্ষিণ আফ্রিকায় প্রকাশিত হবে। আরও ১৫টি ভাষায় অনুবাদ প্রকাশ করার পরিকল্পনা করা হয়েছে।

  • Indonesia Visa: এক কোটি টাকা ব্যাংকে থাকলেই ইন্দোনেশিয়ায় দশ বছর থাকার সুযোগ

    Indonesia Visa: এক কোটি টাকা ব্যাংকে থাকলেই ইন্দোনেশিয়ায় দশ বছর থাকার সুযোগ

    মাধ্যম নিউজ ডেস্ক: ব্যাংকে  ১ কোটি টাকা থাকতে হবে। আর তাহলেই ইন্দোনেশিয়ার ‘সেকেন্ড হোম’ ভিসা (Second Home Visa) পেয়ে যেতে পারেন আপনি। তবে এই পরিমাণ টাকা না থাকলে আবেদন করেও কোনও লাভ নেই। থাকলে আবেদন করতেই পারেন।

    ইন্দোনেশিয়া (Indonesia) চাইছে চাকুরীজীবী হোন বা অবসরপ্রাপ্ত ব্যক্তি অথবা আর্থিক দিক থেকে ক্ষমতাশালী কেউ যাতে সেই দেশকে নিজের দ্বিতীয় আস্তানা ভাবতে পারেন। ইন্দোনেশিয়া তাঁদের ১০ বছরের ভিসা দিতে প্রস্তুত। ৫ থেকে ১০ বছরের ভিসা দিচ্ছে ইন্দোনেশিয়া।    

    আসলে ইন্দোনেশিয়া ধনীদেরই চাইছে। ধনীরা সে দেশে এসে থাকুন এবং অর্থব্যয় করুন এটাই চাইছে দক্ষিণপূর্ব এশিয়ার বৃহত্তম অর্থনৈতিক শক্তিধর দেশ ইন্দোনেশিয়া।      

    বিদেশি মুদ্রা দেশের অর্থনীতিকে যাতে আরও সমৃদ্ধ করতে পারে সেই চেষ্টাতেই রয়েছে। আর আকর্ষনের কেন্দ্র বিন্দু করা হচ্ছে বালিকে। এবার দেশে দীর্ঘদিন থাকার ভিসার ব্যবস্থা করে সেই পথ আরও প্রশস্থ করতে চাইছে তারা।ইন্দোনেশিয়াকে তাঁদের দ্বিতীয় বাড়ি করে তোলার জন্য বিশ্ববাসীকে আহ্বান জানাচ্ছে তারা। তবে শর্ত একটাই পকেটে যথেষ্ট পয়সা থাকতে হবে। যা ইন্দোনেশিয়ার অর্থনীতিকে আখেরে সমৃদ্ধ করবে। 

    কিছুদিন আগে এই ঘোষণা হলেও, এখনও এই প্রক্রিয়া শুরু হয়নি। বড়দিনের সময় এই প্রক্রিয়া চালু হতে পারে বলে মনে করা হচ্ছে। ছবির মতো এইরকম একটি দেশে থাকতে পারা অনেকের জন্যেই সুবর্ন সুযোগ। 

    ইদানীং অনেকেই দেশ ছেড়ে বিদেশে ঘুরতে যান। গত দু’বছরের অতিমারি পরিস্থিতি সামলে আবার ঘুরে দাঁড়িয়েছে সব দেশের পর্যটনকেন্দ্র। পরিবারের সঙ্গে ঘোরা তো বটেই, মধুচন্দ্রিমাতেও অনেকের পছন্দ ইন্দোনেশিয়ার বালি দ্বীপ।

    আরও পড়ুন: ফের ধর্মান্তকরণের অভিযোগ উঠল যোগী রাজ্য উত্তর প্রদেশে

    ইমিগ্রেশন দফতরের কার্যনির্বাহী ডিরেক্টর জেনারেল বলেন, “ইন্দোনেশিয়ার অর্থনৈতিক পরিস্থিতি সামাল দিতেই বিদেশি নাগরিকদের এই সুযোগ দেওয়া হচ্ছে।” 

    নভেম্বর মাস থেকেই পর্যটক আসতে শুরু করে বালিতে। এ ছাড়া ওই মাসেই বালিতে আয়োজিত হতে চলেছে ‘জি-২০ সামিট’। পাশাপাশি ‘গারুদা ইন্দোনেশিয়া’ বিমান সংস্থাটিও তাদের আন্তর্জাতিক বিমান চলাচল শুরু করবে ওই সময়ে। আশা করাই যায়, ইন্দোনেশিয়ার দুরন্ত এই ভিসার প্রলোভন, অনেকের জন্যেই বড় সুযোগ। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

LinkedIn
Share