Category: বিদেশ

Get updates on World News Headlines International News from the Madhyom news portal madhyom.com, West Bengal leading news portal Madhyom.com

  • Donald Trump: “আমি ক্ষমতায় থাকলে…’’, বাংলাদেশে হিন্দু নিধন নিয়ে সরব ট্রাম্প, দিলেন ‘বন্ধু’ মোদিকে বিশেষ বার্তা

    Donald Trump: “আমি ক্ষমতায় থাকলে…’’, বাংলাদেশে হিন্দু নিধন নিয়ে সরব ট্রাম্প, দিলেন ‘বন্ধু’ মোদিকে বিশেষ বার্তা

    মাধ্যম নিউজ ডেস্ক: সাম্প্রতিক কালে বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপরে যে নৃশংস অত্য়াচার হয়েছে, তার তীব্র নিন্দা করলেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। ঢাকায় শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই পদ্মাপাড়ে চলছে অরাজকতা। হিন্দুদের উপর অত্যাচার যেন প্রতিদিনের ঘটনা। এবার এ নিয়ে সরব হলেন ট্রাম্প। একইসঙ্গে পুনরায় প্রেসিডেন্ট নির্বাচিত হলে ‘ঘনিষ্ঠ বন্ধু’ প্রধানমন্ত্রী মোদি (PM Modi) ও ভারতের সঙ্গে আমেরিকার সুসম্পর্ককে আরও মজবুত করার কথাও বললেন তিনি।

    শক্তির মাধ্যমেই শান্তি

    দীপাবলির শুভেচ্ছা জানিয়ে আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) এক্স হ্যান্ডেলে লেখেন, “অশান্ত বাংলাদেশে হিন্দু, খ্রিস্টান ও অন্যান্য সংখ্যালঘুরা দুষ্কৃতীদের হাতে প্রতিনিয়ত আক্রান্ত হচ্ছেন। বাংলাদেশে প্রতিদিন লুটপাট চলছে। এর তীব্র নিন্দা করি।” ট্রাম্প লেখেন, “আমি ক্ষমতায় থাকলে, এমন কখনও হত না। কমলা হ্যারিস ও জো বাইডেন আমেরিকায় এবং বিশ্বজুড়ে হিন্দুদের গুরুত্ব দেননি। ইজরায়েল থেকে ইউক্রেন, এমনকী আমাদের নিজেদের দক্ষিণ সীমান্তেও বিপর্যয় ঘটিয়েছে। তবে আমরা ফের আমেরিকাকে শক্তিশালী করব এবং শক্তির মাধ্যমেই শান্তি ফিরিয়ে আনব।”

    হিন্দু ধর্মীয় স্থানের উপরে হামলা

    সম্প্রতি বিদেশের মাটিতে হিন্দু ধর্মীয় স্থানের উপরে হামলার প্রসঙ্গও তুলে আনেন ট্রাম্প (Donald Trump)। লেখেন, “আমরা হিন্দু-আমেরিকানদেরও কট্টর বামপন্থীদের ধর্ম-বিরোধী অ্যাজেন্ডা থেকে রক্ষা করব। আমরা আপনাদের স্বাধীনতার জন্য লড়ব। আমার প্রশাসনের অধীনে ভারত ও আমার ভাল বন্ধু নরেন্দ্র মোদির (PM Modi) সঙ্গেও সুসম্পর্ক আরও মজবুত করব।” প্রসঙ্গত, ২০১৭ থেকে ২০২১ সাল পর্যন্ত, মার্কিন প্রেসিডেন্ট থাকাকালীন একাধিকবার ভারত সফরে এসেছিলেন ডোনাল্ড ট্রাম্প। প্রধানমন্ত্রী মোদিও ২০১৯ সালে আমেরিকার টেক্সাসে “হাউডি মোদি” অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। তার পরের বছর, ২০২০ সালে আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে মার্কিন প্রেসিডেন্টের জন্য “নমস্তে ট্রাম্প” অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • White House: হোয়াইট হাউসের ব্যান্ডে বাজল ‘ওম জয় জগদীশ হরে’, মোহিত হয়ে শুনলেন মার্কিনরা

    White House: হোয়াইট হাউসের ব্যান্ডে বাজল ‘ওম জয় জগদীশ হরে’, মোহিত হয়ে শুনলেন মার্কিনরা

    মাধ্যম নিউজ ডেস্ক: দীপাবলির সন্ধে। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সরকারি বাসভবন হোয়াইট হাউসে (White House) পালিত হচ্ছে দীপাবলি। হাউসের সামরিক ব্যান্ডে বাজছে ‘ওম জয় জগদীশ হরে’। মগ্ন হয়ে গান শুনছেন এই বাড়ির বাসিন্দারা। আইএমএফের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর গীতা গোপীনাথ শেয়ার করেছেন (Joe Biden) ভিডিওটি।

    ব্যান্ডে বাজছে ভজন (White House)

    তাতে দেখা যাচ্ছে, ব্যান্ডের চারজন সদস্য পিয়ানো, বেহালা, সেলো এবং ড্রাম বাজিয়ে ভজনটি গাইছেন। গোপীনাথ লিখেছেন, “দীপাবলির জন্য হোয়াইট হাউসের সামরিক ব্যান্ডের ‘ওম জয় জগদীশ হরে’ বাজানোটা দারুণ। শুভ দীপাবলি।” ভিডিওটি ইতিমধ্যেই চার হাজারের বেশি লাইক পেয়েছে। ভারতীয়দের কাছ থেকে প্রচুর প্রশংসাও কুড়িয়েছে ভিডিওটি। ভজনটি পরিবেশনা সুন্দর হয়েছে বলে মন্তব্য করেছেন ইন্দো-মার্কিন সুরকার তথা তিনবারের গ্র্যামি অ্যাওায়র্ড বিজয়ী রিকি কেজ বলেন, “গানটি সুন্দরভাবে পরিবেশন করা হয়েছে।” তিনি বলেন, “চমৎকার সুরারোপ এবং বেহালাবাদক গ্লিস্যান্ডোগুলি বেশ ভালোভাবে করেছেন।”

    মহাকাশ থেকে অংশ নিলেন সুনীতা

    ৫ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট (White House) নির্বাচন। এবার প্রার্থী হননি হোয়াইট হাউসের বর্তমান বাসিন্দা জো বাইডেন। এবার তিনি হোয়াইট হাউসেই দীপাবলি উৎসবের আয়োজন করেছিলেন। এই অনুষ্ঠানে মার্কিন কংগ্রেস সদস্য এবং কর্মকর্তা-সহ প্রায় ৬০০ ইন্দো-মার্কিন নাগরিক উপস্থিত ছিলেন। ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান মহাকাশচারী সুনীতা উইলিয়ামস, যিনি বর্তমানে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে রয়েছেন, ভিডিও বার্তার মাধ্যমে অনুষ্ঠানে যোগ দেন তিনিও। তবে নির্বাচনী প্রচারে ব্যস্ত থাকায় অনুষ্ঠানে অংশ নিতে পারেননি ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস এবং ফার্স্ট লেডি জিল বাইডেন।

    আরও পড়ুন: নিশানায় শহুরে নকশালরা, “অভিন্ন দেওয়ানি বিধি চালু করা প্রয়োজন”, বললেন মোদি

    এদিন প্রেসিডেন্ট পদপ্রার্থী তথা ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের ভূয়সী প্রশংসা করেন বাইডেন। পাশাপাশি ভারত থেকে যাওয়া যেসব মানুষ মার্কিন প্রশাসনে রয়েছেন, তাঁদের অবদানও তুলে ধরেন বাইডেন। তিনি বলেন, “প্রেসিডেন্ট হিসেবে আমি হোয়াইট হাউসে সব চেয়ে বড় দীপাবলি উৎসবে (Joe Biden) যোগ দিতে পেরে সম্মানিত। এটা আমার কাছে খুব বড় বিষয় (White House)।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Taliban: অন্য মহিলার সামনেও জোরে কোরান পড়তে পারবেন না আফগান মহিলারা!

    Taliban: অন্য মহিলার সামনেও জোরে কোরান পড়তে পারবেন না আফগান মহিলারা!

    মাধ্যম নিউজ ডেস্ক: “নারী ও মেয়েদের (Afghan Women) স্বাধীনতার ওপর তালিবানি নিষেধাজ্ঞা আরও বাড়তে পারে। এবং সেটা গণ্য হবে মানবতা-বিরোধী অপরাধ হিসেবে।” ২০২২ সালে এমনই মন্তব্য করেছিলেন আফগানিস্তানে (Taliban) মানবাধিকার বিষয়ক রাষ্ট্রসঙ্ঘের বিশেষ প্রতিবেদক। দু’বছর আগের ওই প্রতিবেদকের বলা কথা হুবহু মিলে গেল।

    তালিবানি নির্দেশিকা (Taliban)

    সম্প্রতি আফগানিস্তানের তালিব সরকার নয়া একটি নির্দেশিকা জারি করেছে। এই নির্দেশিকায় আফগান নারীদের পরস্পরের উপস্থিতিতে উচ্চস্বরে প্রার্থনা করা থেকে বিরত থাকতে বলা হয়েছে। সংবাদ মাধ্যম সূত্রে খবর, নয়া নির্দেশিকা জারির কথা জানিয়েছেন তালিবান সরকারের মন্ত্রী মহম্মদ খালিদ হানাফি। তিনি জানিয়েছেন, কোনও আফগান মহিলার উচিত নয় অন্য কোনও আফগান মহিলার সামনে জোরে কোরান পাঠ করা। কোরান এমনভাবে পাঠ করতে হবে যাতে তাঁরা একে অন্যের কথা শুনতে না পান। হানাফি বলেন, “মহিলাদের যখন তাকবির বা আজান পড়ার অনুমতি দেওয়া হয় না, তখন তাঁরা গান গাইতেও পারেন না, সঙ্গীত উপভোগও করতে পারেন না।”

    কী বললেন মন্ত্রী

    আফগান সরকারের ওই মন্ত্রী জানান, একজন মহিলার কণ্ঠস্বরকে ‘আওরাহ’ হিসেবে বিবেচনা করা হয়। এর অর্থ হল, এটি সব সময় গোপন করা উচিত, সর্বসমক্ষে শোনা উচিত নয়। কোনও মহিলারও অন্য মহিলার আওয়াজ শোনা উচিত নয়। তাই এই নিয়ম। চলতি (Taliban) বছরের অক্টোবর মাসে আফগানিস্তানের তালিবান নৈতিকতা মন্ত্রণালয় একটি আইন কার্যকর করার অঙ্গীকার করেছে। এই আইন অনুযায়ী, সে দেশের সংবাদ মাধ্যম সকল জীবন্ত সত্তার ছবি প্রকাশ নিষিদ্ধ করবে। সাংবাদিকদের জানিয়ে দেওয়া হয়েছে, এই নিয়মটি ধীরে ধীরে বাস্তবায়িত করা হবে।

    আরও পড়ুন: আরও গাড্ডায় ট্রুডো! কানাডার প্রধানমন্ত্রীকে সরাতে এবার গোপন ভোটের দাবি উঠল দলেই

    আফগান সমাজে যে মহিলাদের স্বাধীনতা আরও বেশি করে খর্ব করা হচ্ছে, তার ইঙ্গিত মিলেছিল আগেই। অগাস্ট মাসেই মহিলাদের জন্য নয়া নিয়ম জারি করেছিল আফগান সরকার। তাতে বলা হয়েছিল, আফগান মহিলাদের সব সময় সারা শরীর ঢেকে রাখতে হবে। ছাড় পাবে না মুখমণ্ডলও। অপরিচিত পুরুষদের দিকে তাকানোর ক্ষেত্রেও নারীদের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। আফগান মহিলারা জনসমক্ষে (Afghan Women) বা বাড়ির ভেতরে জোরে কথা বলতে পারবেন না বলেও নিয়ম চালু করেছিল তালিবানরা (Taliban)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Google: ২-এর পরে ৩৬টি শূন্য! গুগলকে অবিশ্বাস্য জরিমানা রাশিয়ার আদালতের, কেন?

    Google: ২-এর পরে ৩৬টি শূন্য! গুগলকে অবিশ্বাস্য জরিমানা রাশিয়ার আদালতের, কেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: রাশিয়ায় (Russia) একটি আদালত গুগলকে (Google) ২ আনডেসিলিয়ন রুবল জরিমানা ধার্য করেছে, যা কিনা ২-এর পরে ৩৬টি শূন্য সহ একটি অবিশ্বাস্য সংখ্যা। গুগল রাশিয়ার মিডিয়া আউটলেটগুলি নিষিদ্ধ করার ফলেই এই জরিমানা। পৃথিবীর সব টাকা একসঙ্গে করলেও এই পরিমাণ অর্থ হবে কিনা বলা দায়। রাশিয়ার আদালতের তরফে জানানো হয়, “গুগলকে প্রশাসনিক দায়িত্বের আওতায় এনে এই জরিমানা করা হয়েছে, এবং আদালত গুগলকে চ্যানেলগুলোর পুনরুদ্ধার করার নির্দেশ দিয়েছে।”

    কত অর্থ জরিমানা

    সোমবারের একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, রুশ (Russia) আদালত গুগলকে (Google) ২ আনডেসিলিয়ন রুবল বিশাল পরিমাণ অর্থ পরিশোধের নির্দেশ দিয়েছে। সংখ্যার বিচারে, আনডেসিলিয়ন হল ১-এর পরে ৩৬টি শূন্য। জরিমানা করা হয়েছে ২ আনডেসিলিয়ন রুবল। মার্কিন ডলারের হিসেব অনুযায়ী, যা ২০ ডেসিলিয়ন দাঁড়ায়। এখান বলে দেওয়া দরকার, ডেসিলিয়ন হল ১-এর পর ৩৩টি শূন্য। অর্থাৎ, রুশ (Russia) আদালতের নির্দেশ অনুযায়ী, গুগলকে যে পরিমাণ জরিমানার অর্থ ধার্য করা হয়েছে, তা প্রায়  ২০,০০০,০০০,০০০,০০০,০০০,০০০,০০০,০০০,০০০,০০০,০০০ মার্কিন ডলারের সমান।

    এই পরিমাণ অর্থ গুগলের (Google) প্যারেন্ট কোম্পানি আলফাবেটের বাজার মূল্যকেও শুধু ছাড়িয়ে যায় তা নয়। বরং এটি বিশ্বের মোট জিডিপির পরিমাণকেও অতিক্রম করে, যা প্রায় ১০০ ট্রিলিয়ন মার্কিন ডলার। এছাড়াও বলা হয়েছে, যদি গুগল এই জরিমানা নয় মাসের মধ্যে না দেয়, তবে প্রতিদিন এটি দ্বিগুণ হয়ে যাবে এবং এর কোনও সর্বোচ্চ সীমা নেই। এর মানে, প্রতিদিন এটি দ্বিগুণ হতে থাকবে। 

    আরও পড়ুন: সেনা প্রত্যাহার-পর্ব শেষ, পূর্ব লাদাখ সীমান্তে দীপাবলিতে মিষ্টি বিনিময় ভারত-চিনের

    কেন জরিমানা

    গুগলের (Google) মালিকানাধীন ইউটিউবে ১৭টি রাশিয়ান টেলিভিশন চ্যানেলের অ্যাকাউন্ট আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ করে দেওয়ায় অস্বাভাবিক জরিমানার মুখে পড়েছে সংস্থাটি। নিষেধাজ্ঞার কবলে পড়া ক্রেমলিনপন্থী চ্যানেলগুলোর মধ্যে রাশিয়া-ওয়ান এবং রাশিয়া টুডে উপস্থাপক ও পুতিনের মুখপাত্র মার্গারিটা সিমোনিয়ানের চ্যানেলও রয়েছে। চার বছর ধরে রাশিয়ার (Russia) আদালতে গুগলের বিপক্ষে মামলা চলছে। রাশিয়ায় চলমান মামলা নিয়ে সম্প্রতি এক বিবৃতিতে গুগল বলেছিল—‘আমরা বিশ্বাস করি না, চলমান এই আইনি বিষয়গুলো কোনও বস্তুগত বিরূপ প্রভাব ফেলবে।’ গুগল সম্ভবত এই জরিমানাও পরিশোধ করবে না, কারণ তারা ২০২২ সালে ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার আক্রমণের পর তাদের রাশিয়ান কার্যক্রম বন্ধ করে দেয়। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Justin Trudeau: আরও গাড্ডায় ট্রুডো! কানাডার প্রধানমন্ত্রীকে সরাতে এবার গোপন ভোটের দাবি উঠল দলেই

    Justin Trudeau: আরও গাড্ডায় ট্রুডো! কানাডার প্রধানমন্ত্রীকে সরাতে এবার গোপন ভোটের দাবি উঠল দলেই

    মাধ্যম নিউজ ডেস্ক: আরও গাড্ডায় কানাডার (Canada) প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো (Justin Trudeau)! অচিরেই বোধ হয় ভারত বিরোধিতার মাশুল গুণতে হবে তাঁকে। ক্রমেই দলে সুর চড়ছে ট্রুডো বিরোধিতার। আগামী বছর সাধারণ নির্বাচন রয়েছে কানাডায়। সেই নির্বাচনে ট্রুডোর দল লিবারেল পার্টি লড়তে চায় না ট্রুডোকে সামনে রেখে। তাই ক্রমেই জোরালো হচ্ছে ট্রুডোকে সরানোর দাবি। দিন কয়েক আগেই লিবারেল পার্টির সাংসদদের একাংশ সরব হয়েছিলেন ট্রুডোর পদত্যাগের দাবিতে। এবার তাঁকে সরাতে গোপন ভোটের দাবি জানালেন তাঁরা।

    ক্ষোভ ট্রুডোর দলেই (Justin Trudeau)

    গত বছর খালিস্তানপন্থী জঙ্গি হরদীপ সিং নিজ্জর খুন হন কানাডায়। ওই ঘটনায় ভারতের দিকে অভিযোগের আঙুল তোলেন ট্রুডো। কানাডার সংসদে দাঁড়িয়ে তিনি সরাসরি তোপ দেগেছিলেন ভারতের বিরুদ্ধে। নিজ্জর খুনে ভারত-যোগের প্রমাণ চেয়েছিল নয়াদিল্লি। যদিও ট্রুডো সরকার তা দিতে পারেনি। ওই ঘটনায় তলানিতে ঠেকে ভারত-কানাডা সম্পর্ক। তা নিয়ে প্রধানমন্ত্রীর ওপর ক্ষুব্ধ ছিলেন তাঁরই দলের লোকজন।

    গোপন ভোটের দাবি

    সম্প্রতি ট্রুডো প্রকাশ্যে স্বীকার করেন, উপযুক্ত কোনও প্রমাণ ছাড়াই তিনি দোষারোপ করেছিলেন ভারতকে। তারপরেই দলে আরও কোণঠাসা হয়ে পড়েন ট্রুডো (Justin Trudeau)। ট্রুডোরই দলের ২৪ সাংসদ ‘নিজের ভবিষ্যৎ নির্ধারণ’ করতে ট্রুডোকে সময় দিয়েছিলেন ২৮ অক্টোবর পর্যন্ত। তাঁদের দাবি মেনে ট্রুডো অবশ্য পদত্যাগ করেননি। তাই এবার গোপন ভোটের দাবি তুললেন তাঁর দলের সাংসদরাই। কানাডার একটি জনপ্রিয় সংবাদপত্রের দাবি, নতুন করে লিবারেল পার্টির আরও ছজন সাংসদ সরব হয়েছেন ট্রুডোর পদত্যাগের দাবিতে।

    আরও পড়ুন: রাষ্ট্রীয় একতা দিবসে সর্দার বল্লভভাই প্যাটেলকে শ্রদ্ধা প্রধানমন্ত্রীর

    সাম্প্রতিককালে দুই সুরক্ষিত আসনে হেরে যায় ট্রুডোর দল। তার পরেই ফের প্রশ্ন ওঠে ট্রুডোর নেতৃত্ব নিয়ে। সম্প্রতি এক জনমত সমীক্ষায় প্রকাশ, ট্রুডোর নেতৃত্বে নির্বাচনে গেলে ধরাশায়ী হবে লিবারেল পার্টি। ভারত-বিরোধিতার ক্ষোভের যে ধোঁয়া পুঞ্জীভূত হচ্ছিল ট্রুডোর দলের অন্দরে, জনমত সমীক্ষার ফল তাতে অক্সিজেন জোগায়। তার পরেই জোরালো হতে থাকে ট্রুডোর পদত্যাগের দাবি। সম্প্রতি এক শরিক সমর্থন প্রত্যাহার করায় ট্রুডো সরকার এমনিতেই সংখ্যালঘু। তার ওপর দলেই উঠছে পদত্যাগের দাবি। সব মিলিয়ে লেজেগোবরে দশা ট্রুডোর (Justin Trudeau)।

    ট্রুডোকে (Canada) ভারত বিরোধিতার মাশুল গুণতে হবে প্রধানমন্ত্রীর পদ খুইয়ে!

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

      

  • US Elections: খোদ আমেরিকায় পোড়ানো হল ব্যালট বাক্স, নেপথ্যে কারা?

    US Elections: খোদ আমেরিকায় পোড়ানো হল ব্যালট বাক্স, নেপথ্যে কারা?

    মাধ্যম নিউজ ডেস্ক: ব্যালট বাক্স পুড়িয়ে দেওয়া হল খোদ মার্কিন যুক্তরাষ্ট্রে (US Elections)! সংবাদ মাধ্যমের দৌলতে পশ্চিমবঙ্গে ব্যালট বক্স ছিনতাই হওয়ার খবর জেনেছে তামাম বিশ্ব। হেরে যাওয়ার ভয়ে প্রার্থীর দলবল ইভিএম ছিনিয়ে নিয়ে গিয়ে জলেও ডুবিয়ে দিয়েছে বলে খবর হয়েছে। তবে ব্যালট বাক্স পোড়ানোর (Ballot Boxes Burnt) ঘটনা বঙ্গে ঘটেছে বলে মনে করতে পারছেন না ভোট বিশেষজ্ঞদের অনেকেই। এবার সেই ঘটনাটাই ঘটল জো বাইডেনের দেশে।

    ব্যালট বক্সে আগুন (US Elections) 

    শুরু হয়ে গিয়েছে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন-পর্ব। সেই উপলক্ষে রাস্তার পাশে বসানো হয়েছে ব্যালট ড্রপ বক্স। স্থানীয় সময় সোমবার ভোরে দেখা যায়, ওয়াশিংটন এবং ওরেগনের দুটি ব্যালট ড্রপ বক্সে আগুন লাগিয়ে দিয়েছে কে বা কারা। আগুনের লেলিহান শিখায় পুড়ে গিয়েছে শয়ে শয়ে ব্যালট পেপার। খবর পেয়ে দ্রুত চলে আসেন প্রশাসনের লোকজন। নিভিয়ে ফেলা হয় আগুন। দক্ষিণ-পশ্চিম ওয়াশিংটনে স্থানীয় প্রশসনের উদ্যোগে ৪৭৫টির মতো আধপোড়া ব্যালট পেপার উদ্ধার হয়।

    আগুন লাগিয়েছে ইজরায়েল বিরোধীরা!

    মার্কিন যুক্তরাষ্ট্রের ভোট কর্তাদের অনুমান, ব্যালট ড্রপ বক্সে আগুন (US Elections) লাগিয়ে দিয়েছে ইজরায়েল বিরোধীরা। কারণ একটি জায়গা থেকে পুলিশ একটি চিরকুট উদ্ধার করেছে। তাতে লেখা, “সমস্ত ড্রপ বক্স জ্বলে যাবে। মুক্ত গাজা।” ইজরায়েল-হামাস যুদ্ধে তেল আভিভের (ইজরায়েলের রাজধানী) পাশে দাঁড়িয়েছে আমেরিকা। মার্কিন প্রেসিডেন্ট পদপ্রার্থী রিপাবলিকান পার্টির ডোনাল্ড ট্রাম্পও ইজরায়েলের পাশেই। এমতাবস্থায় ব্যালট ড্রপ বক্স পোড়ানোর ঘটনা তাৎপর্যপূর্ণ বলেই ধারণা ওয়াকিবহাল মহলের। চলতি মাসের শুরুতেই কানাডার ভ্যাঙ্কুভারেও পোড়ানো হয়েছিল ব্যালট ড্রপ বক্স।

    আরও পড়ুন: শাহি-দরবারে আর্জি বিজেপির, উপনির্বাচনে রাজ্যে আসছে আরও ১৯ কোম্পানি বাহিনী

    পরপর তিন জায়গায় ব্যালট ড্রপ বক্সে আগুন লাগিয়ে দেওয়ার ঘটনায় যারপরনাই ক্ষুব্ধ মার্কিন প্রশাসন। ক্লার্ক কাউন্টি অডিটর গ্রেগ কিমসে বলেন, “এটা গণতন্ত্রের ওপর প্রত্যক্ষ আঘাত।” নভেম্বরের ৫ তারিখে হবে মার্কিন প্রেসিডেন্টের মূল নির্বাচন। তার আগে এই ঘটনায় সিঁদুরে মেঘ দেখছেন মার্কিন প্রশাসনের কর্তা ব্যক্তিরা। সূত্রের খবর, যেসব ব্যালট পেপার ক্ষতিগ্রস্ত হয়েছে, সেগুলি সম্পর্কে তথ্য সংগ্রহের চেষ্টা চলছে। যেসব ভোটারের ব্যালট পেপার পুড়ে (Ballot Boxes Burnt) খাক হয়ে গিয়েছে, তাঁদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টাও করছে বাইডেন প্রশাসন (US Elections)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Bangladesh: শুরু হয়ে গেল ভোটের তোড়জোড়, নয়া নির্বাচন কমিশন গড়তে সার্চ কমিটি বাংলাদেশে

    Bangladesh: শুরু হয়ে গেল ভোটের তোড়জোড়, নয়া নির্বাচন কমিশন গড়তে সার্চ কমিটি বাংলাদেশে

    মাধ্যম নিউজ ডেস্ক: নয়া নির্বাচন কমিশন গড়ছে বাংলাদেশের (Bangladesh) অন্তর্বর্তী সরকার। সেজন্য মঙ্গলবার ছয় সদস্যের সার্চ কমিটি গড়ল ইউনূস সরকার। হাসিনা-উত্তর জমানায় (New Election Commission) দায়িত্ব নিয়েই ইউনূস জানিয়েছিলেন, যত দ্রুত সম্ভব জাতীয় সংসদ নির্বাচনের আয়োজন করবেন। সেই মতো এদিন সার্চ কমিটি গড়ল ইউনূস সরকার।

    আইনি উপদেষ্টার বক্তব্য (Bangladesh)

    ইউনূস সরকারের আইনি উপদেষ্টা আসিফ নজরুল। দিন কয়েক আগে তিনি জানিয়েছিলেন, আগামী বছরের মধ্যে নির্বাচন করা সম্ভব হতে পারে। তাঁর ওই মন্তব্যের পর সরকারের সদিচ্ছা নিয়েই প্রশ্ন উঠতে শুরু করে। এক সাক্ষাৎকারে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল জানিয়েছিলেন, সংস্কার নিয়ে তাঁদের মাথাব্যথা কম। বিএনপি চায় যত দ্রুত সম্ভব নির্বাচনের ব্যবস্থা করা হোক। এই আবহে মঙ্গলবার সার্চ কমিটি গড়ল বাংলাদেশের অন্তর্বর্তী সরকার।

    সার্চ কমিটি

    ইউনূস সরকারের (Bangladesh) তরফে জানানো হয়েছে, ছয় সদস্যের সার্চ কমিটি নয়া প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগের জন্য প্রতিটি পদে দুজন করে ব্যক্তির নাম সুপারিশ করবে। তাঁদের মধ্যে থেকেই প্রতিটি পদের জন্য বেছে নেওয়া হবে একজন করে। সার্চ কমিটিতে সদস্য হিসেবে থাকছেন প্রধান বিচারপতি মনোনীত হাইকোর্ট বিভাগের বিচারপতি একেএম আসাদুজ্জামান এবং রাষ্ট্রপতি মনোনীত দুই বিশিষ্ট নাগরিক।

    আরও পড়ুন: ‘‘শেষের শুরু’’! হিজবুল্লার নতুন প্রধান কাশেমকে হুঁশিয়ারি ইজরায়েলের, বার্তা ইরানকেও

    এঁদের মধ্যে একজন পিএসসির প্রাক্তন চেয়ারপার্সন জিন্নাতুননেসা তাহমিদা বেগম এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক সিআর আরবার। পদাধিকারবলে সার্চ কমিটিতে থাকছেন বাংলাদেশের মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক মহম্মদ নূরুল ইসলাম ও পিএসসি চেয়ারম্যান মোবাশ্বের মোনেম। এদিন সাংবাদিক বৈঠকে আসিফ বলেন, “ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যাত্রা শুরু হল। নির্বাচন কমিশন গড়ার উদ্দেশ্যে সার্চ কমিটি গঠন করা হচ্ছে। দ্রুত এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।”

    এদিকে, শেখ হাসিনার দল আওয়ামি লীগকে নিষিদ্ধ ঘোষণা করতে উঠেপড়ে লেগেছিল ইউনূস সরকার। মঙ্গলবার সেই মামলা থেকে সরে আসেন (New Election Commission) বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা (Bangladesh)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Israel: ‘‘শেষের শুরু’’! হিজবুল্লার নতুন প্রধান কাশেমকে হুঁশিয়ারি ইজরায়েলের, বার্তা ইরানকেও

    Israel: ‘‘শেষের শুরু’’! হিজবুল্লার নতুন প্রধান কাশেমকে হুঁশিয়ারি ইজরায়েলের, বার্তা ইরানকেও

    মাধ্যম নিউজ ডেস্ক: হিজবুল্লার নতুন প্রধান নঈম কাশেমকে হুমকি দিল ইজরায়েল (Israel)। পরোক্ষ ভাবে তাঁকেও খতম করার হুমকি দিয়ে রাখল তারা। ইজরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট কাশেমের উদ্দেশে বলেন, ‘‘আপনার শেষের শুরু। কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে, খুব বেশিদিন আর নয়।’’ শুধু কাশেমকে শেষ করা নয়, ভবিষ্যতে প্রয়োজনে  ইরানেও (Iran) হামলা চালানো হতে পারে, এমন ইঙ্গিতও দিয়ে রেখেছে ইজরায়েল।

    কে এই কাশেম

    গত ২৭ সেপ্টেম্বর বেইরুটে ইজরায়েলি হামলায় মৃত্যু হয়েছিল হিজবুল্লার তৎকালীন প্রধান হাসান নাসরাল্লার। এরপর থেকেই তাঁর সম্ভাব্য উত্তরসূরি নিয়ে শুরু হয় জল্পনা। নাসরাল্লার মৃত্যুর পরে অন্তর্বর্তী প্রধানের দায়িত্ব সামলাচ্ছিলেন কাশেমই। শেষপর্যন্ত তাঁকেই পরবর্তী প্রধান হিসেবে বেছে নেয় হিজবুল্লার সর্বোচ্চ কমিটি শুরা কাউন্সিল। ইরান সমর্থিত এই সশস্ত্র গোষ্ঠীর অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য কাশেম। ১৯৫৩ সালে লেবাননের রাজধানী বেইরুটের কেফার ফিলা গ্রামে জন্ম হয় তাঁর। ১৯৯১ সাল থেকে সংগঠনের ডেপুটি সেক্রেটারি জেনারেল ছিলেন তিনি। মঙ্গলবার সব জল্পনার অবসান ঘটিয়ে নাসরাল্লার উত্তরসূরি হিসাবে বেছে নেওয়া হয়েছে কাশেমকে। তার কয়েক ঘণ্টা পরই ইয়োয়াভ সমাজমাধ্যমে কাশেমের ছবি পোস্ট করে লেখেন, ‘‘সাময়িক নিয়োগ। বেশি দিন নয়।’’ বিশ্লেষকদের মতে, ইয়োভ গ্যালান্টের বক্তব্য থেকেই স্পষ্ট যে, খুব তাড়াতাড়ি নাসরাল্লার মতোই পরিণতি হতে চলেছে হিজবোল্লার নতুন প্রধানের।

    ইরানে হামলার হুমকি

    শুধু কাশেমকে খতম করা নয়, ভবিষ্যতে ইরানেও (Iran) হামলা চালানো হতে পারে, এমন ইঙ্গিতও দিয়ে রাখল ইজরায়েল। ইজরায়েলি (Israel) সেনার প্রধান লেফটেন্যান্ট জেনারেল হেরজি হালেভি জানান, ইরান যদি পাল্টা হামলার কথা ভাবে, তবে ভুল করবে। তিনি বলেন, ‘‘আমাদের দিকে যদি ইরান যদি ক্ষেপণাস্ত্রের ব্যারেজ (ঝাঁক) ছোড়ে, তবে তার মাশুল চোকাতে হবে। আমরা জানি কী ভাবে আবার ইরানে পৌঁছনো যায়। এত দিন যে শক্তি প্রয়োগ করা হয়েছে, এ বার তার থেকেও বেশি শক্তি নিয়ে হামলা চালানো হবে। কোনও জায়গা ছাড়া হবে না।’’ তবে, এরইমধ্যে মঙ্গলবার লেবাননে অভিযান গুটিয়ে নেওয়ার ইঙ্গিত দিয়েছে ইজরায়েলি বাহিনী। আইডিএফ জানিয়েছে, লেবাননের অভিযানের লক্ষ্যপূরণ হয়ে গিয়েছে। কূটনৈতিক আলোচনার মাধ্যমে উত্তর ভূখণ্ডে যুদ্ধ থামানোর বার্তা দিয়েছে নেতানিয়াহুর দেশ।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • Hindus Under Attack: অস্ট্রেলিয়ায় হামলা জোড়া হিন্দু মন্দিরে, ভাঙচুর শিবলিঙ্গ, লুট প্রণামীর বাক্স

    Hindus Under Attack: অস্ট্রেলিয়ায় হামলা জোড়া হিন্দু মন্দিরে, ভাঙচুর শিবলিঙ্গ, লুট প্রণামীর বাক্স

    মাধ্যম নিউজ ডেস্ক: অস্ট্রেলিয়ায় দুটি মন্দিরে হামলার খবর সামনে এসেছে। উগ্র মৌলবাদীরা এই হামলা চালিয়েছে বলে খবর। জানা গিয়েছে, চারজন দুষ্কৃতী (Hindus under attack) একটি ব্ল্যাক হোন্ডা গাড়ি করে আসে এবং রাজধানী ক্যানবেরার (Australia) একটি হিন্দু মন্দিরের সামনে জড়ো হয়। মন্দিরের চারটি প্রণামী বাক্স তুলে নিয়ে চলে যায়। জানা গিয়েছে, এর মধ্যে একটির ওজন ছিল ২০০ কিলোগ্রাম। জানা গিয়েছে, প্রচুর পরিমাণে সেখানে ডলার ছিল। এরপরেই দুষ্কৃতীরা, ক্যানবেরার বিষ্ণু শিব মন্দিরে চলে যায়, সেখানে গর্ভগৃহে প্রবেশ করে শিব মূর্তি ভাঙচুর করে বলে অভিযোগ।

    কী বলছেন হিন্দু (Hindus under attack) সংগঠনের নেতা

    প্রসঙ্গত, এই ঘটনায় অস্ট্রেলিয়ার হিন্দু মন্দির সমিতির সহ-সভাপতি তরুণ অগস্তি বলেন, ‘‘যে ঘটনা ঘটেছে খুবই দুঃখজনক। মন্দিরের ওপর হামলা হয়েছে, একইসঙ্গে মন্দিরের প্রণামী বাক্স চুরি করা হয়েছে। আমরা প্রশাসনের কাছে উপযুক্ত তদন্তের দাবি জানিয়েছি।’’ এর পাশাপাশি তিনি জানিয়েছেন, যারাই এই ধরনের জঘন্য কাজের সঙ্গে যুক্ত, তাদের অবিলম্বে শাস্তি দেওয়া হোক।

    মন্দিরের ওপর হামলা চলছেই (Hindus under attack)

    প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে মেলবোর্নের (Australia) একটি কালীমাতা মন্দিরে ভজন কর্মসূচির আয়োজন করতে না দেওযার অভিযোগ ওঠে স্থানীয় প্রশাসনের বিরুদ্ধে। ভারতের গোয়েন্দা সংস্থাগুলি ২০২৩ সালেই জানিয়েছিল যে, খালিস্থানপন্থীরা টার্গেট (Hindus under attack) করছে হিন্দু মন্দিরগুলিকে। হামলার ঘটনা ঘটতে থাকে কানাডাতেও। সেখানেও রাম মন্দিরের ওপর হামলা চালানো হয় ২০২৩ সালে। এর পাশাপাশি সারা বিশ্বজুড়ে হিন্দু মন্দিরগুলির ওপর হামলার ঘটনা সামনে এসেছে। পাকিস্তান, বাংলাদেশে উগ্রপন্থী মুসলমানরা হামলা চালাচ্ছে বলে অভিযোগ। আমাদের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের জাতীয় হিন্দু মহাজোট দাবি করেছে, ২০২২ সালে ৮৯১ জমি যা কিনা হিন্দু মন্দিরের ছিল তা জোরপূর্বক দখল করেছে উগ্রপন্থী মুসলমানরা। একইসঙ্গে ৪৮১টি হিন্দু দেবদেবীর মূর্তি ভাঙচুরের ঘটনা ঘটে শুধুমাত্র ২০২২ সালেই।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Pakistan: দূষণের মাত্রা ৭০৭! বিশ্বের সবচেয়ে দূষিত শহর এখন লাহোর, ধোঁয়াশায় ঢেকেছে আকাশ

    Pakistan: দূষণের মাত্রা ৭০৭! বিশ্বের সবচেয়ে দূষিত শহর এখন লাহোর, ধোঁয়াশায় ঢেকেছে আকাশ

    মাধ্যম নিউজ ডেস্ক: পাকিস্তানের (Pakistan) লাহোরের বায়ুদূষণের মাত্রা রেকর্ড পরিমাণে বৃদ্ধি পেয়েছে। বাতাসে ধূলিকণার পরিমাণ রবিবার সকালে বিপজ্জনক মাত্রায় পৌঁছে গিয়েছে। দূষণের মাত্রা রেকর্ড হয়েছে ৭০৭। তাই বিশ্বের সবচেয়ে দূষিত শহর (Most Polluted City) হিসাবে পরিণত হয়েছে এই লাহোর। বাতাসে ঘন কালো ধূলিকণার মেঘ আচ্ছন্ন হয়ে রয়েছে। দূষণের সঙ্গে কুয়াশা মিশে বিপজ্জনক ধোঁয়াশা (ইংরেজিতে স্মগ) তৈরি হয়েছে। যা ঢেকে দিয়েছে লাহোরের আকাশ। ফলে এই অঞ্চলে শীতের বাতাস ঢুকতে বাধা পড়ছে। মানুষের জনজীবন এবং জনস্বাস্থ্য অত্যন্ত বিপদ জনক অবস্থায় পৌঁছে গিয়েছে। জঙ্গি উৎপাদনের পাশাপাশি পরিবেশ দূষণ নিয়ে বিশ্ববাসীর এখন গলার কাঁটা হয়ে দাঁড়িয়ে পাকিস্তান। 

    ইউএস কনস্যুলেট একিউআই পরিমাপ করেছে ৭০০ (Pakistan)

    সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, লাহোর এবং তার বিভিন্ন আশেপাশের এলাকাগুলিতে উদ্বেগজনকভাবে উচ্চ এয়ার কোয়ালিটি ইনডেক্স (AQI) রিপোর্ট প্রকাশ করা হয়েছে। থকর নিয়াজ বেগ এলাকা একিউআই-এর মাত্রা ৮৭৮। জোহর টাউন এলাকায় মাত্রা ৮৯৩, সৈয়দ মারাতিব আলি রোডে ৭৫৪ এবং শাহরাহ-ই-কায়েদ-ই এলাকায় রেকর্ড হয়েছে ৬৩৩। ইউএস কনস্যুলেট ৭০০ একিউআই রেকর্ড করেছে। আবার পাকিস্তান ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস রিপোর্ট করেছে একিউআই-এর পরিমাণ ৬৮৮। দূষণের এই উচ্চ স্তরগুলি লাহোরকে শুধুমাত্র পাকিস্তানের সবচেয়ে দূষিত শহর (Most Polluted City) নয়, বরং বিশ্বব্যাপী সবচেয়ে খারাপ শহর হিসেবে চিহ্নিত করেছে।  ফলে পাকিস্তানের নাগরিক জীবন কতটা আশঙ্কাজনক তা অনুমান যোগ্য।

    দৃশ্যমানতা ক্রমশ হ্রাস পাচ্ছে

    বর্তমানে লাহোরের (Pakistan) তাপমাত্রা ২৩ ডিগ্রি সেলসিয়াস এবং আগামী দিনে সর্বোচ্চ ৩৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২২ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছানোর পূর্বাভাস দেওয়া হয়েছে৷ আবহাওয়া দফতর আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টিপাতের কোনওরকম সম্ভাবনাকে নাকচ করে দিয়েছে। শহরের জনগণকে এই দূষিত বায়ুর মধ্যেই কাটাতে হবে বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যে পাঞ্জাব এনভায়রনমেন্ট প্রোটেকশন ডিপার্টমেন্ট প্রদেশের জন্য একটি সতর্কতা জারি করেছে। তাতে বলা হয়েছে, লাহোরের গত ২৪-ঘণ্টায় গড় আইকিউআই-এর ফলে দৃশ্যমানতা ক্রমশ হ্রাস পাচ্ছে। বিষয়টি অত্যন্ত উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। শীত ঘনিয়ে আসার মুখে, লাহোরের নিচু এলাকায় এই সমস্যা আরও জটিল করে তুলছে। ঠান্ডা বাতাসকে আটকে দেয় এই ধূলিকণার ধোয়া, যা বায়ুর গুণমানকে আরও খারাপ করে দেয়। 

    ৩১ জানুয়ারি পর্যন্ত স্কুলএম গিয়ে কর্মকাণ্ড স্থগিত

    ভয়াবহ অবস্থার পরিপ্রেক্ষিতে পাক পাঞ্জাব সরকার (Pakistan) জনস্বাস্থ্য রক্ষার জন্য জরুরি সতর্কতা জারি করেছে। লাহোরের সমস্ত স্কুলের কর্মসূচি ৩১ জানুয়ারী, ২০২৫ পর্যন্ত নিষিদ্ধ করা হয়েছে। স্কুলের সময়েও পরিবর্তন করা হয়েছে। ২৮ অক্টোবর থেকে সকাল ৮টা ৪৫ মিনিটে স্থানান্তরিত করা হয়েছে। বাড়ি থেকে বৃদ্ধ এবং শিশুদের বের হতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সেই সঙ্গে আতশবাজির উপর নিষেধাজ্ঞা জানুয়ারির শেষ পর্যন্ত কার্যকর থাকবে বলে প্রশাসন জানিয়েছে। জনস্বাস্থ্য জরুরি অবস্থার প্রতিক্রিয়া হিসাবে লাহোর ট্রাফিক পুলিশ মোটরসাইকেল চালকদের সতর্কতা অবলম্বন করার পরামর্শ দিয়েছে, কারণ কিছু এলাকায় দৃশ্যমানতা কমতে কমতে এক কিলোমিটারে এসে ঠেকেছে। পরিবেশবিদ এবং চিকিৎসকরা শহরে প্রাকৃতিক উপাদান হিসেবে গাছপালার প্রয়োজনীয়তার কথা জোর দিয়ে বলেছেন। শহরের বাসিন্দাদের মাস্ক পরতে, অপ্রয়োজনীয় বাইরে বের হওয়া এড়াতে এবং বিশেষ করে সংবেদনশীল গোষ্ঠীর জন্য সতর্কতা অবলম্বনের কথা বলেছেন।

    আরও পড়ুন: মহাকুম্ভ প্যাকেজে কী কী সুবিধা মিলবে জানেন?

    ৭০ শতাংশ দূষণে নিম্নমানের যানবাহন

    পাকিস্তানের (Pakistan) স্বাস্থ্য বিশেষজ্ঞরা সতর্ক করেছেন দেশবাসীকে। কারণ দীর্ঘস্থায়ী বিষাক্ত বাতাস ব্যাপক ভাবে শ্বাসকষ্টের সমস্যার প্রাদুর্ভাবকে বৃদ্ধি করবে। অনেক মানুষ ইতিমধ্যেই কাশি, চোখের জ্বালা, জ্বর এবং গলা ব্যথার নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন। ফলে যাঁদের আগে থেকে শ্বাসকষ্ট বা হৃদযন্ত্রের সমস্যা রয়েছে তাঁদের বাইরের কার্যকলাপ সম্পূর্ণভাবে এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। পাকিস্তানের মন্ত্রী মরিয়ম আওরঙ্গজেব স্বীকার করে বলেন, “ধোঁয়াশা রোধে সরকার গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করতে চলছে। লাহোরের বাতাসের মান উন্নত হতে আরও ৮ থেকে ১০ বছর সময় লাগবে। তাঁর মতে, লাহোরের দূষণের পেছনে ৭০ শতাংশ দায়ী নিম্ন-মানের স্থানীয় যানবাহন, শিল্প নির্গমন, মৌসুমী ফসল পোড়ানো এবং বর্জ্য পুড়িয়ে ফেলার কারণে। শহরের ৪৫ হাজার মোটরসাইকেলের মধ্যে ১৮ হাজার বিষাক্ত ধোঁয়া নির্গত করে। সেই সঙ্গে ১ লক্ষ যানবাহন, ১২০০টি ভাটা এবং ৬০,৮০০টি শিল্প ইউনিটও ব্যাপক ভাবে দূষণ ছড়ায়।

    বৈশ্বিক দূষণের তালিকায় একটি হটস্পট হিসেবে লাহোরের (Most Polluted City) নাম উঠে এসেছে। পরিবেশ এবং বিশ্ববাসীর কাছে পাকিস্তান অত্যন্ত চিন্তার বিষয় বলে মনে করছেন ভারতীয় পরিবেশবিদরা।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

LinkedIn
Share