Category: জীবিকা

Get updated Profession related and Career news from the Madhyom news portal madhyom.com, West Bengal leading news portal Madhyom.com

  • Recruitment: যখন বিশ্বজুড়ে চলছে ছাঁটাই, তখনই স্রোতের বিপরীতে গিয়ে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জোম্যাটোর

    Recruitment: যখন বিশ্বজুড়ে চলছে ছাঁটাই, তখনই স্রোতের বিপরীতে গিয়ে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জোম্যাটোর

    মাধ্যম নিউজ ডেস্ক: গোটা বিশ্বজুড়েই ব্যাপকহারী চাকরি খোয়াচ্ছেন (Recruitment) মানুষ। বিশেষ করে পশ্চিমের দেশগুলিতে বড় বড় সংস্থাগুলি থেকে মাঝে মাঝেই কর্মী ছাটাই- এর খবর সামনে আসছে। মাইক্রোসফট, অ্যামাজন, গুগল, মেটা এবং টুইটারের মতো টেক জায়ান্টরা বিভিন্ন ক্ষেত্রে ব্যাপক হারে কর্মী ছাঁটাই করছে। পরিসংখ্যান অনুযায়ী, নতুন বছরের শুরুতেই প্রতিদিন ১৬০০ কর্মীর চাকরি যাচ্ছে। চাকরির বাজারে এমন দোলাচলে সারা বিশ্বের তথ্যপ্রযুক্তি কর্মীরা তো বটেই, চাকরি প্রত্যাশী সমগ্র যুব সম্প্রদায়ই অস্থির। সম্প্রতি স্পটিফাইও ছাঁটাইয়ের ঘোষণা করেছে। কর্মী সংখ্যা ৬ শতাংশ কমানোর পরিকল্পনা করেছে এই সংস্থা।   

    এরই মাঝে স্রোতের বিপরীতে হাঁটল ফুড ডেলিভারি সংস্থা (Recruitment) জোম্যাটো। সংস্থাটির সিইও দীপিন্দর গোয়েল লিঙ্কডইন-এ নিয়োগ সংক্রান্ত একটি পোস্ট করেছেন। দীপিন্দরের পোস্ট অনুযায়ী ৮০০ পদে কর্মী নেবে জোম্যাটো। 

    দীপিন্দর গোয়েল তাঁর লিঙ্কডইন অ্যাকাউন্টে পাঁচটি পদের জন্য বিজ্ঞাপন পোস্ট (Recruitment) করেছেন। পদগুলি হলো- সিইওর চিফ অব স্টাফ, জেনারেলিস্ট, গ্রোথ ম্যানেজার, প্রোডাক্ট ওনার এবং সফটওয়্যার ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার।

    কী লিখেছেন জোম্যাটো সিইও? 

    দীপিন্দর লিঙ্কডইন-এ লিখেছেন, “জোম্যাটোতে এই ৫টি পদে আমাদের প্রায় ৮০০টি শূন্যপদ রয়েছে৷ আপনি যদি এই পদগুলির জন্য (Recruitment) সত্যিই উপযুক্ত এবং যোগ্য কাউকে চেনেন, অনুগ্রহ করে তাদের এই থ্রেডে ট্যাগ করুন৷ এই পদগুলির সম্পর্কে আরও জানার আগ্রহ থাকলে, অনুগ্রহ করে আমাকে deepinder@zomato.com-এ ইমেল করুন।”

    সম্প্রতি প্রকাশিত এক রিপোর্ট অনুযায়ী, জোম্যাটোর কিছু ডেলিভারি এজেন্ট চেষ্টা করছিলেন যাতে, কোম্পানির পরিবর্তে গ্রাহক এই এজেন্টদের নিজেদের অর্ডারের জন্য ২০০ টাকা বা ৩০০ টাকা দেন। একজন লিঙ্কডইন ব্যবহারকারী এই কেলেঙ্কারির কথা তুলে ধরেন এবং সিইও দীপিন্দর গোয়ালকে ট্যাগ করে এই বিষয়ে জানান।

    আরও পড়ুন: মুড়ি গঙ্গায় বিলাসবহুল ক্রুজ থেকে চুরি টাকা-গয়না, প্রশ্নের মুখে পর্যটক সুরক্ষা  

    তিনি জানিয়েছিলেন, অর্ডার করার মিনিট ৩০-৪০ বাদে ডেলিভারি কর্মী (Recruitment) এসে জানান, পরের বার অনলাইনে টাকা না দিতে। কারণ জিজ্ঞাসা করাতে ওই কর্মী জানান, পরেরবার সিওডি বা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে ৭০০-৮০০ টাকা মূল্যের খাবার অর্ডার করলে এর জন্য মাত্র ২০০ টাকা দিতে হবে। ওই কর্মী জোমাটোকে দেখাবেন যে ক্রেতা খাবার নেননি কিন্তু আসলে অর্ডার করা খাবার দিয়ে দেবেন। অর্থাৎ এই ২০০ বা ৩০০ টাকা সম্পূর্ণ তাঁর লাভ, সংস্থার এতে কোনও লাভ হচ্ছে না। ক্রেতাও ৮০০ টাকার বদলে ৩০০ টাকাতেই খাবারও পাচ্ছেন, সাশ্রয়ও হচ্ছে! দীপিন্দর গোয়েল জানিয়েছিলেন, এই বিষয়টি সম্পর্কে তিনি সচেতন এবং সমাধান করার উপায়ও খুঁজে বের করছেন।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।   

  • Recruitment: এলআইসিতে ৩০০ পদে কর্মী নিয়োগ, বেতন মাসে ৫৩ হাজার টাকা, জানুন বিস্তারিত

    Recruitment: এলআইসিতে ৩০০ পদে কর্মী নিয়োগ, বেতন মাসে ৫৩ হাজার টাকা, জানুন বিস্তারিত

    মাধ্যম নিউজ ডেস্ক: ৩০০ পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে লাইফ ইন্সুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া (Recruitment)। অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসারস পদে কর্মী নিয়োগ করা হবে। যেকোন ভারতীয় নাগরিক এই পদে আবেদন করতে পারবেন।

    আরও পড়ুন: পাকিস্তানে ফের বিয়ে করেছেন দাউদ ইব্রাহিম! এনআইএ-কে জানালেন ভাগ্নে 

    এলআইসি সংস্থার তরফে জানানো হয়েছে, দেশের বিভিন্ন প্রান্তে কর্মী নিয়োগ করা হবে। এলআইসি-তে অ্যাসিস্টেন্ট অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার পদে কর্মী নিয়োগ করা হবে। যারা এই শূন্য়পদে আবেদন (Recruitment) করতে আগ্রহী, তারা সরাসরি এলআইসি-র অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারেন। সংস্থার তরফে জানানো হয়েছে, যেকোনও স্নাতকরাই এই শূন্য়পদে আবেদন করতে পারেন।  ইতিমধ্যেই এই শূন্যপদে আবেদনের প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। আগামী ৩১ জানুয়ারি, ২০২৩ অবধি আবেদন করা যাবে।

    এই বিষয়ে জেনে নিন কিছু বিশেষ তথ্য।  

    পদের নাম

    অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসারস

    শূন্যপদ

    ৩০০ টি।

    শিক্ষাগত যোগ্যতা 

    যেকোনও স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে স্নাতক ডিগ্রি  করা থাকলে আবেদন করতে পারবেন।

    বেতন

    পে লেভেল অনুযায়ী প্রতিমাসে বেতন ৫৩,৬০০/- টাকা। সর্বাধিক বেতন ৯২ হাজার ৮৭০ টাকা হবে।

    বয়স

    প্রার্থীর বয়স ২১ বছর থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ছাড় পাবেন।

    কীভাবে বেছে নেওয়া হবে?

    লিখিত প্রিলিমস পরীক্ষা নেওয়া হবে। এরপর সেখানে পাশ করা প্রার্থীকে মেনস লিখিত পরীক্ষা দিতে হবে। এরপর ইন্টারভিউের মাধ্যমে যোগ্য প্রার্থীকে এলআইসি বেছে নেবে। সব শেষে হবে ডকুমেন্টস ভ্যারিফিকেশন এবং মেডিক্যাল টেস্ট। 

    আবেদন পদ্ধতি

    ইচ্ছুক প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার সময় প্রার্থীর বৈধ ইমেইল আইডি, মোবাইল নাম্বার, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট সহ সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করতে হবে।

    আবেদন ফি

    অসংরক্ষিত প্রার্থীদের ক্ষেত্রে ৭০০ টাকা এবং সংরক্ষিত প্রার্থীদের ক্ষেত্রে ৮৫ টাকা ধার্য করা হয়েছে।

    আবেদন শুরু

    ১৫ জানুয়ারি, ২০২৩। 

    আবেদনের শেষ তারিখ

    ৩১ জানুয়ারি, ২০২৩। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

     
  • SBI Recruitment: অবসরপ্রাপ্তদের জন্যে নিয়োগ বিজ্ঞপ্তি জারি করেছে এসবিআই, শূন্যপদ ১৪৩৮

    SBI Recruitment: অবসরপ্রাপ্তদের জন্যে নিয়োগ বিজ্ঞপ্তি জারি করেছে এসবিআই, শূন্যপদ ১৪৩৮

    মাধ্যম নিউজ ডেস্ক: সদ্য অবসর নিয়েছেন চাকরি থেকে? বাড়িতে বসে থাকতে ভালো লাগছে না? তাহলে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI Recruitment) আপনার জন্যে এনে দিয়েছে সুবর্ন সুযোগ। সম্প্রতি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া চুক্তির ভিত্তিতে কালেকশন ফ্যাসিলিটেটর পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংশ্লিষ্ট বিজ্ঞপ্তি অনুসারে, স্টেট ব্যাঙ্কের পূর্ববর্তী সহযোগী ব্যাঙ্কগুলির (e-ABs) অবসরপ্রাপ্ত অফিসার কিংবা স্টাফ এই পদগুলিতে আবেদন করতে পারবেন। 

    স্টেট ব্যাঙ্কের তরফে বিজ্ঞপ্তিতে (SBI Recruitment) জানানো হয়েছে, মোট ১৪৩৮ শূন্যপদ পদ রয়েছে। সারা দেশের স্টেট ব্যাঙ্কের বিভিন্ন শাখায় নিয়োগ করা হবে। সেক্ষেত্রে যে সকল প্রার্থী আবেদন করতে ইচ্ছুক এবং যোগ্য তারা স্টেট ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইট https://bank.sbi/careers কিংবা https://www.sbi.co.in/careers-তে অনলাইনে আবেদন করতে পারেন।

    আরও পড়ুন: এবার সিআইডির থেকে লালন শেখ মৃত্যুর কেস ডাইরি চাইল আদালত

    যোগ্যতা: 

    আবেদনকারীদের স্টেট ব্যাঙ্কের (SBI Recruitment) অবসরপ্রাপ্ত অফিসার কিংবা স্টাফ হতে হবে। এক্ষেত্রে কোনও নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই। অবসরপ্রাপ্ত ব্যক্তির শুধুমাত্র উপযুক্ত কাজের অভিজ্ঞতা এবং সামগ্রিকভাবে পেশাগত দক্ষতা থাকতে হবে।

    বয়সসীমা:

    অবসরপ্রাপ্ত কর্মীদের ৬০ বছর বয়সে চাকরির মেয়াদ পূর্ণ হলেই ব্যাঙ্কের চাকরি থেকে অবসর নিতে হবে। তবেই সংশ্লিষ্ট পদে আবেদন করতে পারবেন।  

    নির্বাচন প্রক্রিয়া:

    প্রার্থীদের কোনও পরীক্ষা দিতে হবে না। প্রার্থীদের প্রোফাইল দেখে ব্যাঙ্কের (SBI Recruitment) শর্টলিস্টিং কমিটি প্রার্থী বাছাই করবে। তারপরেই ব্যাঙ্কের সিদ্ধান্ত অনুযায়ী পর্যাপ্ত সংখ্যক প্রার্থীকে বাছাই করে ইন্টারভিউয়ে ডাকা হবে। তাই ইন্টারভিউয়ের জন্য প্রার্থীদের ডাকার বিষয়ে ব্যাঙ্কের সিদ্ধান্তই চূড়ান্ত হবে। ইন্টারভিউতে ১০০ নম্বর থাকবে। চূড়ান্ত নির্বাচনের জন্য মেধা তালিকা শুধুমাত্র ইন্টারভিউয়ে প্রাপ্ত নম্বর অনুসারে করা হবে। যদি একাধিক প্রার্থী একই কাট-অফ মার্ক নম্বর পান তাহলে কম বয়সী প্রার্থীকে গুরুত্ব দেওয়া হবে। 

    বেতন:

    ক্লার্ক পদের জন্য প্রার্থীরা পাবেন ২৫,০০০ টাকা। অন্যদিকে, JMGS – I-এর জন্য ৩৫,০০০ এবং MMGS – II এবং MMGS – III এর জন্য ৪০,০০০ টাকা টাকা বেতন পাবেন।

    পদ সংখ্যা:

    জেনারাল: ৬৮০
    ইডাব্লিউএস: ১২৫
    ওবিসি: ৩১৪
    এসসি: ১৯৮
    এসটি: ১২১ 
    মোট পদ: ১৪৩৮

    আবেদনের সময়: 

    আবেদন শুরু ২২ ডিসেম্বর। আবেদন শেষ তারিখ ১০ জানুয়ারি   

    কী ভাবে আবেদন করবেন? 

    স্টেট ব্যাঙ্কের ওয়েবসাইট https://bank.sbi/careers OR https://www.sbi.co.in/careers-তে প্রার্থীকে রেজিস্টার করতে হবে। অনলাইনে রেজিস্টার করার পরে, প্রার্থীরা সিস্টেম জেনারেটেড অনলাইন অ্যাপ্লিকেশন ফর্মের প্রিন্ট আউট পেয়ে যাবেন।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • CRPF Recruitment: ১৪৫৮ পদে নিয়োগ করতে চলেছে সিআরপিএফ, জানুন বিস্তারিত

    CRPF Recruitment: ১৪৫৮ পদে নিয়োগ করতে চলেছে সিআরপিএফ, জানুন বিস্তারিত

    মাধ্যম নিউজ ডেস্ক: কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে সিআরপিএফ। ১৪৫৮টি শূন্যপদে কর্মী নিয়োগ করবে সেন্ট্রাল রিজার্ভ ফোর্স (CRPF Recruitment)। ৪ জানুয়ারি থেকে আবেদন করতে পারবেন আগ্রহীরা। জানা গিয়েছে, মাসিক বেতন হতে পারে ৯০ হাজার টাকা অবধি। সিআরপিএফ- এ অ্যাসিসট্যান্ট সাব ইন্সপেক্টর (স্টেনো) এবং হেড কনস্টেবল (মন্ত্রক)- এই দুই পদের জন্য নিয়োগ করা হবে। আবেদনের শেষ তারিখ ২৫ জানুয়ারি, ২০২৩। কেবলমাত্র অনলাইনেই আবেদন করা যাবে এই পদগুলিতে। আবেদন করার জন্য আগ্রহী প্রার্থীদের সিআরপিএফ- এর অফিসিয়াল ওয়েবসাইট crpf.gov.in– এ যেতে হবে।  

    এই বিষয়ে জেনে নিন কিছু বিশেষ তথ্য 

    কবে থেকে শুরু হচ্ছে আবেদন?

    আবেদন শুরু হচ্ছে ৪ জানুয়ারি, ২০২৩

    আবেদনের শেষ দিন

    ২৫ জানুয়ারি, ২০২৩- এর মধ্যে আবেদন করতে হবে। 

    শূন্যপদ

    মোট শূন্যপদ ১৪৫৮।  অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টরের (স্টেনো) জন্য ১৪৩টি পদ রয়েছে। অন্যদিকে হেড কনস্টেবল (মিনিস্ট্রিয়াল)- এর ক্ষেত্রে ১৩১৫টি পদ খালি রয়েছে। 

    আবেদন পদ্ধতি

    অনলাইনে গিয়ে আবেদন করতে হবে

    ওয়েবসাইট

    crpf.gov.in– এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। 

    বেতন

    বেতন হতে পারে ৯০ হাজার টাকা অবধি।

    আরও পড়ুন: ফিরে দেখা সাল ২০২২! মহিলাদের স্বার্থে দেওয়া যুগান্তকারী কয়েকটি রায় শীর্ষ আদালতের

    বয়সসীমা

    ২৫ জানুয়ারি ২০২৩- এর মধ্যে প্রার্থীর বয়স হতে হবে ১৮-২৫- এর মধ্যে।

    শিক্ষাগত যোগ্যতা

    প্রার্থীর ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হতে হবে উচ্চমাধ্যমিক পাস। প্রার্থীদের ১ মিনিটে ৩০ শব্দের হিন্দি টাইপিং স্পিড টেস্ট পাস করতে হবে। ১ মিনীটে যারা ৩৫ শব্দ লিখতে পারবেন তারা হেড কনেস্টেবল পদে আবেদন করতে পারবেন।   

    নিয়োগ প্রক্রিয়া

    • প্রথমে ফিজিক্যাল এফিসিয়েন্সি এবং ফিজিক্যাল মেজারমেন্ট টেস্টে পাস করতে হবে।
    • তারপর নেওয়া হবে লিখিত পরীক্ষা। 
    • স্টেনো পদের জন্যে নেওয়া হবে স্কিল টেস্ট। 
    • এরপর ডক্যুমেন্ট ভেরিফিকেশন এবং সব শেষে মেডিক্যাল টেস্ট। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • BEL Recruitment: ভারত ইলেক্টনিক্স লিমিটেডে ২৬০ শূন্যপদে নিয়োগ, বেতন ৫০,০০০ টাকা

    BEL Recruitment: ভারত ইলেক্টনিক্স লিমিটেডে ২৬০ শূন্যপদে নিয়োগ, বেতন ৫০,০০০ টাকা

    মাধ্যম নিউজ ডেস্ক: ২৬০ শূন্যপদে নিয়োগ করবে কেন্দ্র সরকারের সংস্থা ভারত ইলেক্ট্রনিক্স লিমিটেড (BEL Recruitment)। বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। জেনে নিন এই বিষয়ক কিছু তথ্য। 

    বিজ্ঞপ্তি নম্বর

    12949/HR/GAD/TEPE-COMMON/2022

    আরও পড়ুন: কর্মশিক্ষা, শারীরশিক্ষার শিক্ষক নিয়োগে অন্তর্বর্তী স্থগিতাদেশের মেয়াদবৃদ্ধি হাইকোর্টের

    শূন্যপদ

    ট্রেনি ইঞ্জিনিয়ার: মেকানিক্যাল ৩৫, ইলেক্ট্রনিক্স: ১১২, কম্পিউটার সায়েন্স ২৫, সিভিল ৪, ইলেক্ট্রিক্যাল ৪।

    প্রোজেক্ট ইঞ্জিনিয়ার: মেকানিক্যাল ২৬, ইলেক্ট্রনিক্স ৩৮, কম্পিউটার সায়েন্স ৫, সিভিল ৩, ইলেক্ট্রিক্যাল ৮।

    যোগ্যতা

    কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউট থেকে ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর নিয়ে সংশ্লিষ্ট ট্রেডে বিই/ বিটেক/ বিএসসি (চার বছরের কোর্স) ইঞ্জিনিয়ারিং ডিগ্রি বা সমতুল।

    ট্রেনি ইঞ্জিনিয়ার পদের ক্ষেত্রে অন্তত ১ বছরের এবং প্রোজেক্ট ইঞ্জিনিয়ার পদে অন্তত ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

    বয়সসীমা

    টেকনিক্যাল ইঞ্জিনিয়ার পদে বয়সের ঊর্ধ্বসীমা ২৮ বছর এবং প্রোজেক্ট ইঞ্জিনিয়ার পদে বয়সের ঊর্ধ্বসীমায় ৩২ বছর।

    ১ নভেম্বর ২০২২ তারিখের হিসেবে বয়স সম্পূর্ণ হতে হবে এবং সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

    আরও পড়ুন: ভুয়ো শিক্ষকদের তালিকা প্রকাশ এখনই নয়, কেন বললেন বিচারপতি গঙ্গোপাধ্যায়? 

    পারিশ্রমিক

    প্রথম বছরে প্রতি মাসে ৩০০০০ টাকা, দ্বিতীয় বছরে প্রতি মাসে ৩৫০০০ টাকা এবং তৃতীয় বছরে প্রতি মাসে ৪০০০০ টাকা করে দেওয়া হবে। সঙ্গে অন্যান্য ভাতা।

    আবেদনের ফি

    ট্রেনি ইঞ্জিনিয়ার পদে আবেদনের ফি ১৫০ টাকা সঙ্গে ১৮ শতাংশ জিএসটি এবং প্রোজেক্ট ইঞ্জিনিয়ারের ক্ষেত্রে আবেদনের ফি ৪০০ টাকা সঙ্গে ১৮ শতাংশ জিএসটি।

    তপশিলি জাতি/ উপজাতি ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের আবেদনের ফি দিতে হবে না।

    আবেদনের পদ্ধতি

    https://jobapply.in/bel2022NOVGZB/- এই লিঙ্কে গিয়ে অনলাইন আবেদন করতে হবে (BEL Recruitment)। প্রার্থীর বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে।

    অনলাইন আবেদন করা যাবে ১৪ ডিসেম্বর ২০২২ তারিখ পর্যন্ত। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।  

     

  • ITBP: আইটিবিপি কনস্টেবল পদে নিয়োগ, শূন্যপদ ২৯৩, জানুন বিস্তারিত

    ITBP: আইটিবিপি কনস্টেবল পদে নিয়োগ, শূন্যপদ ২৯৩, জানুন বিস্তারিত

    মাধ্যম নিউজ ডেস্ক: যাঁরা দেশের জন্য কাজ করতে চান তাঁদের জন্যে সুখবর। কর্মী নিয়োগ করছে ইন্দো টিবেটিয়ান বর্ডার পুলিশ ফোর্স (ITBP)। মাধ্যমিক পাশে কেন্দ্রীয় সরকারের চাকরির জন্য এটি একটি সুবর্ণ সুযোগ ইন্দো তিব্বত বর্ডার পুলিশ বা আইটিবিপি কনস্টেবল পদে নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি আজকেই জারি করা হয়েছে। কনস্টেবল গ্রুপ সি নন গেজেটেড নন মিনিস্ট্রিয়াল পদে নিয়োগ হবে।

     শূন্যপদ 

    আইটিবিপি কনস্টেবল নিয়োগ ২০২২ সব পদ মিলিয়ে এখানে মোট শুন্য পদ ২৯৩ টি। হেড কনস্টেবল ১২৬টি। কনস্টেবল ১৬৭টি।

    আরও পড়ুন: ‘শান্তিকুঞ্জে’র সামনে ‘অশান্তি’ তৃণমূলের, সিবিআই চেয়ে আদালতের দ্বারস্থ শুভেন্দু

    যোগ্যতা 

    মাধ্যমিক পাস হলে আবেদন করতে পারবেন। সাথে এক বছরের সার্টিফিকেট কোর্স পাস করে থাকতে হবে। হেড কনস্টেবল পদে নিয়োগের জন্য দ্বাদশ পাশ করতে হবে। সঙ্গে, অঙ্ক, পদার্থবিদ্যা, রসায়নে ৪৫ শতাংশ নম্বর থাকতে হবে। আইটিবিপি কনস্টেবল নিয়োগ অনলাইন আবেদন, বয়স, বেতন, যোগ্যতা বিস্তারিত সহ আইটিবিপি কনস্টেবল পদে কর্মী নিয়োগের জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। পশ্চিমবঙ্গের যে কোনও জেলা থেকে আবেদন করতে পারবেন আইটিবিপি কনস্টেবল পদে।

    আরও পড়ুন: ‘দুয়ারে সরকার’ শিবিরেও চলতে পারে তৃণমূলের কাটমানি, সিন্ডিকেট-রাজ! আশঙ্কা খোদ রাজ্য প্রশাসনের 

    বয়স সীমা

    আইটিবিপি কনস্টেবল পদে চাকরি ২০২২ আবেদন করতে গেলে বয়স হতে হবে ১৮ থেকে ২৩ বছরের মধ্যে। তাছাড়া সরকারের নিয়ম অনুযায়ী ছাড়ের ব্যবস্থা রয়েছে বয়সের ক্ষেত্রে।

    আরও পড়ুন: বাংলায় গণতন্ত্র রক্তাক্ত, কাঁদছে, মুখ্যমন্ত্রীর ‘আবেদনে’র প্রেক্ষিতে পাল্টা দিলেন রিজিজু 
     
    নির্বাচন প্রক্রিয়া

    আইটিবিপি কনস্টেবল নিয়োগের জন্য আবেদন করতে হবে অনলাইনে নির্দিষ্ট অফিশিয়াল ওয়েবসাইট www.recruitment.itbpolice.nic.in থেকে।
    আইটিবিপি কনস্টেবল অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হবে ২৩ নভেম্বর থেকে। ২২ ডিসেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     
  • SSC CHSL 2022: কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল পরীক্ষার জন্য দরখাস্ত নেওয়া শুরু, জানুন বিস্তারিত

    SSC CHSL 2022: কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল পরীক্ষার জন্য দরখাস্ত নেওয়া শুরু, জানুন বিস্তারিত

    মাধ্যম নিউজ ডেস্ক: রাজ্য ও কেন্দ্রের সরকারি কর্মচারীদের মধ্যে ডিএ-র বিস্তর ফারাক। ডিএ বাড়ানোর দাবিতে রাজ্যের কর্মচারীরা হাইকোর্টে হাজির। সে খবর সংবাদ মাধ্যমের দৌলতে আমাদের অজানা নয়। তাই কেন্দ্রীয় সরকারের চাকরির পরীক্ষাগুলির প্রতি চাকুরি প্রার্থীদের আগ্রহ একটু বেশীই থাকে। এর মূল কারণ, আকর্ষণীয় বেতন তো বটেই, তাছাড়া রাজ্য সরকারের তুলনায় কেন্দ্রীয় সরকারের চাকরির পরীক্ষাগুলি ধারাবাহিক ভাবে নিয়ম মেনে সম্পন্ন হয় প্রতিবছর। এমনই একটি পরীক্ষা হলো কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল (CHSL), ইতিমধ্যে এই পরীক্ষার অনলাইন আবেদন শুরু হয়েছে। চলবে ৪ঠা ডিসেম্বর অবধি। স্টাফ সিলেকশন কমিশন আয়োজিত এই পরীক্ষার (SSC CHSL 2022) খুঁটিনাটি বিষয়গুলো এবার জেনে নেওয়া যাক।

    কারা বসতে পারে এই পরীক্ষায়?

    কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেলের পরীক্ষায় বসতে হলে প্রার্থীকে অবশ্যই একটি স্বীকৃত বোর্ড থেকে উচ্চমাধ্যমিক পাশ করে থাকতে হবে। একমাত্র CAG(Comptroller and Auditor General of India) ডিপার্টমেন্টের  ডাটা এন্ট্রি অপারেটর পদের বেলায় অঙ্ক সমেত, বিজ্ঞান বিভাগে উচ্চমাধ্যমিক পাশ করে থাকতে হবে। 

    কোন কোন পদে চাকরি হবে ?

    এই পরীক্ষার মাধ্যমে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রক এবং দপ্তরে নিম্নলিখিত পদে চাকরি হবে। যেমন, লোয়ার ডিভিশন ক্লার্ক (LDC), জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট (JSA), পোস্টাল অ্যাসিস্ট্যান্ট (PA), সর্টিং অ্যাসিস্ট্যান্ট (SA) এবং ডাটা এন্ট্রি অপারেটর (DEO) ইত্যাদি পদে।

    কত বয়স অবধি এই পরীক্ষা দেওয়া যাবে?

    ১৮ থেকে ২৭ বছর বয়স অবধি এই পরীক্ষা দেওয়া যাবে।

     এই বছরে কত শূন্য পদ আছে?

    স্টাফ সিলেকশন কমিশন এই বছরের মোট শূন্য পদ এখনও অবধি ঘোষণা করেনি। তবে প্রতিবছর কয়েক হাজার শূন্য পদ থাকে। যেমন, গত ২০২১ সালে এই পরীক্ষায় শূন্য পদের সংখ্যা ছিল ৪৮৯৩টি।

    আবেদনপত্র পূরণ করতে কী কী নথি লাগবে?

    আবেদনপত্র পূরণ করার সময় নিম্নলিখিত নথিগুলি প্রয়োজন।
    ১) নিজের পরিচয়পত্র। যেমন প্যান কার্ড ,আধার কার্ড, ভোটার কার্ড ইত্যাদি।
    ২) আবেদন ফি জমা দেওয়ার জন্য ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড ইত্যাদি।
    ৩) মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক এর মার্কশীট।
    ৪) সাম্প্রতিক কালে তোলা পাসপোর্ট ছবি।
    ৫) প্রার্থীর সই।

     এই পরীক্ষার আবেদন ফি কত?

    একেবারে যৎসামান্য। মাত্র ১০০ টাকা। মহিলা তফসিলি জাতি, তফসিলি উপজাতি ও শারীরিক প্রতিবন্ধীদের কোনও ফি লাগে না।

     এই পরীক্ষার ধরণ কেমন?

    মোট তিনটি ধাপে হবে এই পরীক্ষা। যে স্তরগুলির পোশাকি নাম হলো, টায়ার-১ ,টায়ার-২ এবং টায়ার-৩ 

    টায়ার-১

    এটি পরীক্ষার প্রথম ধাপ। অবজেক্টিভ এমসিকিউ প্রশ্ন আসবে এই ধাপে। পরীক্ষা হবে অনলাইন মোডে অর্থাৎ কম্পিউটারের সামনে বসে পরীক্ষা দিতে হবে। মোট ২০০ নম্বরের হবে টায়ার -১ এর পরীক্ষা। ১০০টি প্রশ্ন থাকবে। প্রতিটি প্রশ্নের জন্য ২ নম্বর। সময় থাকবে ৬০ মিনিট। নেগেটিভ মার্কিং আছে। প্রতি ভুলের জন্য ০.৫০ নম্বর কাটা যাবে। এই ধাপের পরীক্ষার বিষয় গুলি হল – রিজনিং এবিলিটি, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড, জেনারেল এওয়ারনেস, ইংলিশ ল্যাঙ্গুয়েজ।

    টায়ার-২

    প্রথম ধাপের পরীক্ষায় উত্তীর্ণ হলে এই ধাপ বিবেচ্য হবে। এই ধাপের পরীক্ষা হবে ১০০ নম্বরের। মাধ্যমিক মানের প্রশ্ন আসবে। ইংরেজি বা হিন্দী বিষয়ে বিভিন্ন প্রবন্ধ বা চিঠি লিখতে হবে। প্রবন্ধের শব্দ সংখ্যা বেঁধে দেওয়া হবে ২০০ থেকে ২৫০ এর মধ্যে। অন্যদিকে চিঠি লিখতে হবে ১০০ থেকে ১৫০ শব্দের মধ্যে। এই ধাপের পরীক্ষাতেও সময় থাকবে ৬০ মিনিট। ৩৩% নম্বর পেলে এই ধাপে উত্তীর্ণ হওয়া যাবে।

    টায়ার-৩ 

    এটি হলো পরীক্ষার চূড়ান্ত ধাপ। ইংরেজি মাধ্যমে যারা পরীক্ষা দেবে তাদের জন্য ১৫ মিনিটে ৩৫ টি শব্দ টাইপ করতে হবে। অন্যদিকে হিন্দি মাধ্যমের ক্ষেত্রে ১৫ মিনিটে ৩০ টি শব্দ টাইপ করতে হবে।

    এরপরে শেষোক্ত দুই ধাপ মিলিয়ে বের হবে চূড়ান্ত মেধা তালিকা। তারপর প্রার্থীদের নিয়োগ করা হবে বিভিন্ন কেন্দ্রীয় সরকারি দপ্তরের কাজে।

  • Job: মাধ্যমিক পাশ যোগ্যতায় ইন্টেলিজেন্স ব্যুরোতে চাকরির সুযোগ, জানুন বিস্তারিত

    Job: মাধ্যমিক পাশ যোগ্যতায় ইন্টেলিজেন্স ব্যুরোতে চাকরির সুযোগ, জানুন বিস্তারিত

    মাধ্যম নিউজ ডেস্ক: বাঙালির কৈশোর জীবন অপূর্ণ থেকে যায়, ছুটির দুপুরে ভাতঘুমের আগে ব্যোমকেশ বা ফেলুদা না পড়লে। শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের সৃষ্ট গোয়েন্দা চরিত্র ব্যোমকেশ এবং সত্যজিৎ রায়ের সৃষ্ট ফেলুদাকে নিয়ে অজস্র বাংলা সিনেমা তৈরি হয়েছে। উত্তমকুমার থেকে সৌমিত্র চট্টোপাধ্যায় প্রত্যেকেই নিজেদের দক্ষতায় প্রাণবন্ত করে তুলেছেন এই চরিত্রগুলি। কিশোর মন, ভবিষ্যতে ব্যোমকেশ বা ফেলুদা হওয়ার কথা ভাবে। গোয়েন্দাগিরির পেশা বলে কথা! এমন গোয়েন্দা হওয়ার কথা যাঁরা ভাবেন, তাঁদের জন্য রয়েছে বেশ কিছু সরকারি চাকরির (Job) পরীক্ষা। যার মধ্যে অন্যতম হল কেন্দ্রীয় সরকারের ইন্টেলিজেন্স ব্যুরো। এটি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের অধীন। ইন্টেলিজেন্স ব্যুরোতে (IB) ১৬৭১ জনের নিয়োগের বিজ্ঞপ্তি ইতিমধ্যেই জারি করা হয়েছে। অনলাইন আবেদন চলবে ২৫ শে নভেম্বর পর্যন্ত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের  https://www.mha.gov.in/ এই ওয়েবসাইটে। এবার আমরা জেনে নেব এই নিয়োগের খুঁটিনাটি তথ্য।

    কারা বসতে পারবে এই পরীক্ষায়?

    এই পরীক্ষায় বসার জন্য শুধুমাত্র মাধ্যমিক পাশ করলেই হবে।

    কোন কোন পদে চাকরি হবে? সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট বা এক্সিকিউটিভ ও মাল্টি টাস্কিং স্টাফ। এই পদগুলিতে নিয়োগ হবে।

    বয়সের ঊর্ধ্বসীমা কি আছে?

    সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট বা এক্সিকিউটিভ পদের বেলায় ২৫-১১-২০২২ এর মধ্যে বয়স হতে হবে ১৮ থেকে ২৭ বছরের মধ্যে এবং মাল্টি টাস্কিং স্টাফ পদের বেলায় ২৫-১১-২০২২ এর মধ্যে বয়স হতে হবে ১৮ থেকে ২৫ বছরের মধ্যে। তপশিলিরা ৫ বছর এবং ওবিসিরা বয়সে ৩ বছর ছাড় পাবেন।

    বেতন কত?

    সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট বা এক্সিকিউটিভ পদে বেতন – ২১,৭০০ টাকা থেকে ৬৯,১০০টাকা। অন্যদিকে মাল্টি টাস্কিং স্টাফের ক্ষেত্রে বেতন ১৮,০০০ টাকা থেকে ৫৬,৯০০ টাকা।

    পরীক্ষার ফি কত?

    জেনারেল, ওবিসিদের ৫০০টাকা এবং বাকিদের ক্ষেত্রে ৪৫০টাকা।

    আবেদন করার সময় নথি কী কী লাগবে?

    একটি বৈধ ই-মেইল আইডি থাকতে হবে। এছাড়া পাসপোর্ট মাপের ফটো ও নিজের সিগনেচার স্ক্যান করে নিতে হবে।

    পরীক্ষার ধরন কেমন?

    প্রার্থী বাছাই হবে লিখিত পরীক্ষার মাধ্যমে। মোট তিনটি ধাপে পরীক্ষা হবে।

    টায়ার-১, এই ধাপে ১০০ নম্বরের পরীক্ষা হবে। প্রশ্ন হবে mcq টাইপের। নিম্নলিখিত বিষয়গুলি থেকে প্রশ্ন আসবে।

    ১) জেনারেল অ্যাওয়ারনেস। এখান থেকে ২০টি প্রশ্ন আসবে।

    ২) কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউট। এখান থেকে ২০টি প্রশ্ন আসবে।

    ৩) নিউমেরিক্যাল/ অ্যানালিটিকাল/ লজিক্যাল এবিলিটি অ্যান্ড রিজনিং। এখান থেকে ২০টি প্রশ্ন আসবে।

    ৪) ইংলিশ ল্যাঙ্গুয়েজ। এখান থেকে ২০টি প্রশ্ন আসবে।

    ৫) জেনারেল স্টাডিজ। এখান থেকে ২০টি প্রশ্ন আসবে।

    টায়ার-১ এর ক্ষেত্রে প্রতিটি প্রশ্নের মান ১। নেগেটিভ মার্কিং আছে। ৪টি ভুলের জন্য ১ নম্বর কাটা যাবে।

    টায়ার-২, নিয়োগের এই ধাপের পরীক্ষা ডেসক্রিপ্টিভ টাইপের হবে। প্রথম ধাপ উত্তীর্ণ হলেই এই ধাপ বিবেচ্য হবে। ৪০ নম্বরের এক ঘণ্টার পরীক্ষায় ৫০০ শব্দের মধ্যে স্থানীয় ভাষা থেকে ইংরেজিতে অনুবাদ করতে হবে। সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট/ এক্সিকিউটিভ পদের বেলায় ১০ নম্বরের স্পোকেন এবিলিটি টেস্ট থাকবে। সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট পদের ক্ষেত্রে ৫০ নম্বরের মধ্যে ২০ পেতে হবে এবং মাল্টি টাস্কিং স্টাফ পদের মধ্যে ৪০ নম্বরের মধ্যে ১৬ পেতে হবে।

    টায়ার-৩, পরীক্ষার এই ধাপে ৫০ নম্বরের ইন্টারভিউ বা পার্সোনালিটি টেস্ট নেওয়া হবে। এরপর চূড়ান্ত মেধাতালিকার ভিত্তিতে নিয়োগ হবে।

    দেশের কোন কোন জোনে নিয়োগ হবে?

    কলকাতা, শিলিগুড়ি, পাটনা, রাঁচি, গুয়াহাটি, ভুবনেশ্বর, শিলং ইত্যাদি জোনে এই নিয়োগ হবে। যে জোন থেকে আবেদন করা হবে সেই জোনের স্থানীয় ভাষা অবশ্যই প্রার্থীকে জানতে হবে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।  

     

  • Primary TET: ৫০% নয়, ৪৫% নম্বর থাকলেই বসা যাবে প্রাইমারি টেটে, নয়া ঘোষণা পর্ষদের

    Primary TET: ৫০% নয়, ৪৫% নম্বর থাকলেই বসা যাবে প্রাইমারি টেটে, নয়া ঘোষণা পর্ষদের

    মাধ্যমি নিউজ ডেস্ক: প্রাথমিক টেটে বসার যোগ্যতায় ফের বদল আনল প্রাথমিক শিক্ষা পর্ষদ (West Bengal Board of Primary Education)। ২০১০ সালে ২৩ অগাস্টের আগে স্নাতক এবং বিএড করা প্রার্থীদের টেটে অংশগ্রহণের ক্ষেত্রে যোগ্যতায় বিশেষ ছাড় ঘোষণা করা হয়েছে। নয়া বিজ্ঞপ্তিতে পর্ষদের পক্ষ থেকে জানানো হয়েছে, টেটে বসার জন্য এই পরীক্ষার্থীদের স্নাতকে ৪৫% নম্বর থাকলেই হবে। এর আগে টেটে বসার নুন্যতম যোগ্যতা ছিল স্নাতকে ৫০% নম্বর। 

    বুধবার পর্ষদের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০১০ সালের ২৩ অগাস্টের আগে যেসব জেনারেল প্রার্থীরা ব্যাচেলর ইন এডুকেশন (BEd) এবং স্নাতক ডিগ্রী পাশ করেছেন তারা ৪৫ শতাংশ নম্বর পেলে এবং সংরক্ষিত ক্যাটাগরির প্রার্থীরা ৪০ শতাংশ নম্বর পেলেই ২০২২ সালের টেটে অংশগ্রহণ করতে পারবেন। অবশ্যই এর সঙ্গে টেটে অংশগ্রহণের অন্যান্য যোগ্যতাগুলি পূরণ করতে হবে  সংশ্লিষ্ট প্রার্থীকে।এই নিয়ে তৃতীয়বার টেট পরীক্ষার্থীদের যোগ্যতামানে পরিবর্তন করা হল।

    আরও পড়ুন: সিআরপিএফের ইনস্পেক্টর জেনারেল পদে প্রথম দুই মহিলা, গড়লেন নতুন ইতিহাস

    বৃহস্পতিবারই ২০২২ প্রাথমিক টেটের ফর্ম ফিলআপের শেষ দিন। তার আগের দিন পর্ষদের এই নতুন সিদ্ধান্তে আরও অনেক প্রার্থী পরীক্ষায় বসার জন্য যোগ্য বলে বিবেচিত হয়েছেন। এদিন রাত ১২টার মধ্যে তাদের ফর্ম ফিলআপ করতে হবে। ১১ ডিসেম্বর দুপুর ১২টায় আয়োজিত হবে প্রাথমিক টেট। ১১ হাজার শূন্যপদের জন্য প্রার্থী নির্বাচন করা হবে এই পরীক্ষার মাধ্যমে। ২ ঘণ্টা ৩০ মিনিটের মধ্যে দিতে হবে ১৫০ নম্বরের পরীক্ষা।

    আগের বিজ্ঞপ্তিতেই পর্ষদের পক্ষ থেকে জানানো হয়েছে, টেট (TET) উত্তীর্ণ হওয়া মানেই চাকরির অধিকার অর্জন করা নয়। সেই সম্পর্কে সতর্ক করে দেওয়া হয়েছে গাইডলাইনে। বলা হয়েছে, টেটে উত্তীর্ণ হলেই কোনও প্রার্থীর নিয়োগ পাওয়ার অধিকার জন্মাবে না। এটা নিয়োগের যোগ্যতামানদণ্ডগুলির মধ্যে একটি।  

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

        

  • ITI Apprentice Jobs: স্টাইপেন্ড সহ মাধ্যমিক পাশ ১৮০ জন ছাত্রছাত্রীকে প্রশিক্ষণ দেবে নেভাল এয়ারক্র্যাফট ও শিপ রিপেয়ার ইয়ার্ড

    ITI Apprentice Jobs: স্টাইপেন্ড সহ মাধ্যমিক পাশ ১৮০ জন ছাত্রছাত্রীকে প্রশিক্ষণ দেবে নেভাল এয়ারক্র্যাফট ও শিপ রিপেয়ার ইয়ার্ড

    মাধ্যম নিউজ ডেস্ক: কেন্দ্রীয় সরকারের দুই সংস্থা, কর্নাটকের (Karnataka) কারওয়ারের নেভাল শিপ রিপেয়ার ইয়ার্ড এবং গোয়ার (Goa) নেভাল এয়ারক্র্যাফট ইয়ার্ড ১৮০জন ছাত্রছাত্রীকে প্রশিক্ষণ দেবে। প্রশিক্ষণ দেওয়া হবে অ্যাপ্রেন্টিস অ্যাক্ট ১৯৬১ এবং অ্যাপ্রেন্টিসশিপ রুলস, ১৯৯২ অনুসারে, আইটিআইয়ের (ITI) বিভিন্ন ট্রেডে। আবেদনকারীকে অবশ্যই ৫০ শতাংশ নম্বর নিয়ে মাধ্যমিক পাশ করতে হবে। এর সঙ্গে যে ট্রেডের প্রশিক্ষণের জন্য আবেদন করা হবে, সেই ট্রেডে ৬৫% নম্বর সহ আইটিআই পাশ করে থাকতে হবে। মেধার ভিত্তিতে বাছাই করা প্রার্থীদের নির্বাচিত করা হবে লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে। লিখিত পরীক্ষা হবে ফেব্রুয়ারি মাসে। পরীক্ষার বিষয়গুলি হল, জেনারেল সায়েন্স, জেনারেল নলেজ এবং ম্যাথমেটিক্স। www.apprenticeshipindia.org এই ওয়েবসাইটে গিয়ে আপ্রেন্টিস হিসেবে রেজিস্ট্রেশন করতে হবে এবং একটি প্রিন্ট বের করতে হবে‌। প্রিন্টের সঙ্গে সমস্ত প্রয়োজনীয় নথি পোস্টের মাধ্যমে (মাধ্যমিকের মার্কশিটের জেরক্স, আইটিআইয়ের প্রতি সেমিস্টারের রেজাল্ট এবং ফাইনাল মার্কশিটের জেরক্স, কাস্ট সার্টিফিকেটের জেরক্স, শারিরীক প্রতিবন্ধকতার সার্টিফিকেট) পাঠাতে হবে ২১ শে নভেম্বর এর মধ্যে। নিম্নলিখিত ঠিকানায়।

    The officer-in-charge, Dockyard Apprentice school, Naval Ship Repair Yard, Naval Base, Karwar, Karnataka – 581308 .

    বয়স: প্রার্থীর বয়স হতে হবে ০১-০৪-২০২৩ অনুযায়ী ১৪ থেকে ২১ বছরের মধ্যে। তফসিলি জাতি এবং উপজাতিরা ৫ বছর বয়সের ছাড় পাবেন।

    দৈহিক মাপজোক: প্রার্থীর অবশ্যই ১৫০ সেমি উচ্চতা থাকতে হবে। শারীরিক ওজন ন্যূনতম ৪৫ কেজি হতে হবে। ছাতি ৫ সেমি অবধি ফোলানোর ক্ষমতা থাকতে হবে‌। দৃষ্টিশক্তি ৬/৬ থেকে ৬/৯ এর মধ্যে হতে হবে। চশমা-সহ ৬/৯ পর্যন্ত সংশোধন যোগ্য।

    স্টাইপেন্ড:

    যাঁরা ১ বছরের আইটিআই কোর্স করেছেন তাঁরা প্রতিমাসে ৭,৭০০টাকা এবং যাঁরা ২ বছরের আইটিআই কোর্স করেছেন তাঁরা প্রতিমাসে ৮,০৫০ টাকা স্টাইপেন্ড পাবেন।

    প্রশিক্ষণ কোন কোন বিষয়ে দেওয়া হবে:

    ১) নেভাল শিপ রিপেয়ার ইয়ার্ড, কারওয়ার, কর্নাটক। এখানে ট্রেড অনুসারে আসন সংখ্যা রয়েছে যথা- কার্পেন্টার ১৪টি, ইলেকট্রিশিয়ান ১৫টি, ইলেকট্রনিক্স মেকানিক ১৯টি, ফিটার ১৮টি, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সিস্টেম মেইনট্যান্স ৪টি, ইন্সট্রুমেন্ট মেকানিক ৯টি, মেশিনিস্ট ৪টি, মেকানিক্যাল ডিজেল ১৪টি, মেকানিক মেশিন টুল মেইনটেন্স ৯টি, মেকানিক মোটর ভেহিকেল ৪টি, মেকানিক রেফ্রিজারেশন অ্যান্ড এসি ৫টি, পেইন্টার ৪টি, প্লাম্বার ৯টি, শীট মেটাল ওয়ার্কার ১১টি, টেলর জেনারেল ২টি, ওয়েল্ডার ৯টি।

    ২) নেভাল এয়ারক্র্যাফট ইয়ার্ড, গোয়া। এখানে মোট আসন রয়েছে ৩০টি। প্রশিক্ষণ দেওয়া হবে এই সমস্ত ট্রেডে। কার্পেন্টার, কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট, ইলেকট্রিশিয়ান, ইলেকট্রিশিয়ান এয়ারক্র্যাফট, ইলেকট্রনিক্স মেকানিক, ফিটার, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সিস্টেম মেইনটেন্স, ইন্সট্রুমেন্ট মেকানিক, ইন্সট্রুমেন্ট এয়ারক্র্যাফট, মেশিনিস্ট, প্লাম্বার, পাইপ ফিটার, পেইন্টার, শীট মেটাল ওয়ার্কার এবং ওয়েল্ডার ‌।

    আরও পড়ুন: ২১ জন নয়, ২০১৪-১৭-র ‘লক্ষাধিক’ টেট অনুত্তীর্ণ পরীক্ষায় বসতে পারবেন! কী নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট?

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

      

     

LinkedIn
Share