Category: জীবিকা

Get updated Profession related and Career news from the Madhyom news portal madhyom.com, West Bengal leading news portal Madhyom.com

  • HAL Recruitment: বিভিন্ন বিভাগে ৪৫৫ ট্রেনি নিয়োগ করবে হ্যাল, কোথায়, কীভাবে আবেদন করবেন?

    HAL Recruitment: বিভিন্ন বিভাগে ৪৫৫ ট্রেনি নিয়োগ করবে হ্যাল, কোথায়, কীভাবে আবেদন করবেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড (HAL)। একটি অ্যাপ্রেন্টিসশিপ কোর্সের জন্যে ট্রেনি নেওয়া হবে। শূন্যপদের সংখ্যা ৪৫৫। একমাত্র এনসিভিটি/ এসসিভিটি অনুমোদনপ্রাপ্ত প্রতিষ্ঠান থেকে আইটিআই যাঁরা পাশ করেছেন, একমাত্র তাঁরাই এই পদের জন্যে আবেদন করতে পারবেন।

    আরও পড়ুন: চুক্তির ভিত্তিতে কর্মী নিয়োগ করছে স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া, শূন্যপদ ১৩৮ 

    যারা EWS ক্যাটাগরিতে আবেদন করবেন তাদের এই আবেদনটি বিশেষভাবে যাচাই করে দেখা হবে যে তাঁরা পারিবারিক আয় সম্পর্কে সত্যি কথা বলছেন কি না। যদি এই সম্পর্কে কোনও মিথ্যে কথা বলা হয়েছে এমন প্রমাণ পাওয়া যায় তাহলে সেই প্রার্থীকে বাতিল করা হবে। এই বিষয়ে বিশেষ কিছু তথ্য জেনে নিন—

    আরও পড়ুন: সময়সীমা ৩১ অগাস্ট, জেনে নিন কীভাবে করবেন আয়কর রিটার্নের ই-ভেরিফিকেশন 

    আবেদনের শেষ তারিখ: ১০ অগাস্ট

    বেতন: অ্যাপ্রেন্টিস অ্যাক্ট ১৯৬১ অনুযায়ী মাসিক ভিত্তিতে স্টাইফেন দেওয়া হবে। 

    আরও পড়ুন: শুরু হয়েছে আইবিপিএস পিও- র রেজিস্ট্রেশন, শূন্যপদ কত জানেন?  

    শূন্যপদের সংখ্যা

    ফিটার – ১৮৬
    টার্নার – ২৮
    মেশিনিস্ট – ২৬
    কার্পেন্টর – ৪
    মেশিনিস্ট (গ্রাইন্ডার) – ১০
    ইলেক্ট্রিশিয়ান – ৬৬
    ড্রটসম্যান (মেকানিক্যাল) – ৬
    ইলেক্ট্রনিক মেকানিক – ৮
    পেইন্টার (জেনারেল) – ৭
    শীট মেটাল ওয়ার্কার- ৪
    মেকানিক (মোটর ভেইকেল) – ৪
    সিওপিএ – ৮৮
    ওয়েল্ডার – ৮
    স্টেনোগ্রাফার – ৬
    রেফ্রিজারেশন এবং এসি মেকানিক – ৪

    আরও পড়ুন: উপার্জনের টাকা হাতে থাকছে না? জানুন আর্থিক পরিকল্পনার ৬ সহজ উপায়

    কী ভাবে আবেদন করবেন?

    • www.apprenticeshipindia.gov.in পোর্টালে গিয়ে প্রথমে রেজিস্ট্রেশন করুন। 
    • ‘HAL Nasik application form’ এবার এখানে গিয়ে আবেদন করুন। https://docs.google.com/forms/d/e/1FAIpQLSdxzgWRNLScIz1NAq_zj-CMdiof8QCj5491LaDOd1Aq2k4xAg/viewform?usp=sf_link – এই লিঙ্কে পাবেন ফর্মটি। 
    • এর পর যথাযথ তথ্য দিয়ে ফর্মটি ফিলআপ করুন।
    • শেষে একটি লেখা আসবে, “Your response has been registered Thank You!”। অর্থাৎ আপনার আবেদন সম্পূর্ণ হয়েছে।
    • এরপরে সরাসরি গিয়ে প্রার্থীকে বাকি তথ্য যাচাই করাতে হবে। অগাস্ট মাসের তৃতীয়  বা চতূর্থ সপ্তাহে হবে  এই ভেরিফিকেশন। তার আগে প্রার্থীকে ইমেইল করে দেওয়া হবে। 

     

  • DRDO Recruitment 2022: কারিগরি পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি ডিআরডিও- র, জানুন বিস্তারিত 

    DRDO Recruitment 2022: কারিগরি পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি ডিআরডিও- র, জানুন বিস্তারিত 

    মাধ্যম নিউজ ডেস্ক: কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (Defence Research and Development Organization) বা সংক্ষেপে (DRDO)। টেকনিক্যাল ক্যাডার (ডিআরটিসি) এর অধীনে বিভিন্ন পদে কর্মী নিয়োগ করা হবে। সিনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট বি এবং টেকনিশিয়ান এ- এর বিভিন্ন শূন্যপদ ঘোষণা করা হয়েছে। আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে ৩রা সেপ্টেম্বর, আবেদনের শেষ তারিখ ২৩শে সেপ্টেম্বর। 

    DRDO CEPTAM 10 নিয়োগ ২০২২ সংক্রান্ত বিষয়ে কিছু তথ্য জেনে নিন।

    আরও পড়ুন: অগ্নিবীর পরীক্ষার ফল প্রকাশ করল বায়ুসেনা, দেখবেন কী করে?

    পরিচালনা কর্তৃপক্ষ: প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা কারিগরি ক্যাডার (DRTC)
    পোস্টের নাম: সিনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট বি, টেকনিশিয়ান এ
    শূন্যপদের সংখ্যা: ১৯০১ 
    বিজ্ঞাপন নম্বর: CEPTAM-10 (DRTC)
    আবেদন করার তারিখ: ৩রা সেপ্টেম্বর- ২৩শে সেপ্টেম্বর 
    চাকরির স্থান: সারা ভারত
    সরকারী ওয়েবসাইট: www.drdoitgov.in
    আবেদন ফি: ১০০ টাকা। সংরক্ষিত শ্রেণীর কোনও ফি লাগবে না।  

    সরকারি ওয়েবসাইটটিতে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি দেখতে পাবেন চাকরি প্রার্থীরা। 

    আরও পড়ুন: কর ছাড়ের প্রমাণপত্র জোগাড় করে রেখেছেন তো? সাবধান ২০০% জরিমানা হতে পারে

    পরীক্ষার ধরণ 

    • লিখিত পরীক্ষা
    • ট্রেড টেস্ট (প্র্যাক্টিক্যাল) 
    • নথি যাচাই
    • মেডিক্যাল টেস্ট 


    কীভাবে আবেদন করবেন? 

    • সবার আগে দেখে নিতে হবে যোগ্যতা সংক্রান্ত কলাম। যোগ্য প্রার্থীদের আবেদনই কেবল গ্রহণ করা হবে। 
    • প্রথমে www.drdoitgov.in – এই ওয়েবসাইটটিতে যান। 
    • সেখানে ‘CEPTAM 10 Recruitment 2022 Apply Page’ এই ট্যাবটিতে যান।
    • সঠিক তথ্য দিয়ে আবেদনপত্রটি ফিলআপ করুন।
    • অনলাইন আবেদন করার আগে সমস্ত নথি এবং তাদের স্ক্যানড কপি প্রস্তুত রাখতে হবে |
    • প্রার্থীদের পেমেন্ট গেটওয়েতে গিয়ে অনলাইন পেমেন্ট করতে হবে। 
    • চূড়ান্ত জমা দেওয়ার আগে অবশ্যই আবেদনটি ভালো করে পড়ে নিন।
    • এবার ‘Submit’ – এ ক্লিক করলেই আপনার আবেদনপত্র জমা হয়ে যাবে।   

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।   

  • Fixed Deposit: ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়াল শ্রীরাম ট্রান্সপোর্ট ফাইনান্স

    Fixed Deposit: ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়াল শ্রীরাম ট্রান্সপোর্ট ফাইনান্স

    মাধ্যম নিউজ ডেস্ক: অল্প সময়ে সবাই চান সঞ্চয় বাড়ুক। তবে কীভাবে সঞ্চয় বাড়বে তা ভেবে পান না দেশের সিংহভাগ মানুষ। এজন্য কেউ করেন ফিক্সড ডিপোজিট (Fixed Deposit), কেউবা অন্য কোনও জায়গায় বিনিয়োগ করেন কষ্টার্জিত অর্থ। সে টাকা সুদে (Interst) আসলে মোটা অঙ্ক ধারণ করতে সময় লাগে ঢের বেশি। তবে জানা গিয়েছে, ফিক্সড ডিপোজিটেই লগ্নি করা ভাল।

    শ্রীরাম ট্রান্সপোর্ট ফাইনান্স কোম্পানি (Shriram Transport Finance Company) লিমিটেড শ্রীরাম গ্রুপেরই একটি অংশ। এদিন এরাই বাড়িয়েছে স্থায়ী আমানতে সুদের হার। কোম্পানির তরফে জানানো হয়েছে, ফিক্সড ডিপোজিট রেট .২৫ শতাংশ থেকে .৫০ শতাংশ হারে বাড়ানো হয়েছে বিভিন্ন স্থায়ী আমানতে। একটি বিবৃতি জারি করে কোম্পানির তরফে বলা হয়েছে, গ্রাহক ফিক্সড ডিপোজিটের ওপর সুদ পাবেন ৮.২৫ শতাংশ হারে। পাঁচ বছরের স্থায়ী আমানতেই মিলবে এই সুবিধা। ১০ অগাস্ট থেকে কার্যকর হয়েছে এই নির্দেশিকা।  

    আরও পড়ুন : অক্টোবর থেকে বড়সড় পরিবর্তন আসছে জিএসটি নিয়মে, জেনে নিন

    জানা গিয়েছে, ৩ থেকে ৪ বছরের ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে কোম্পানি অফার করছে যথাক্রমে ৮ এবং ৮.১৫ শতাংশ হারে সুদ। এক বছরের স্থায়ী আমানতে মিলবে ৬.৭৫ শতাংশ হারে সুদ। আর স্থায়ী আমানত যদি দু বছরের হয়, তাহলে সুদ মিলবে ৭.২৫ শতাংশ হারে। সিনিয়র সিটিজেনদের ক্ষেত্রে অতিরিক্ত .৫ শতাংশ হারে সুদ মিলবে। মেয়াদ অন্তে ফের লগ্নি করলে ফি বছর অতিরিক্ত .২৫ শতাংশ সুদ দেওয়া হবে।

    আরও পড়ুন : স্টক মার্কেটে ঠিকঠাক জায়গায় বিনিয়োগ করলে ফলবে সোনা, জানুন কীভাবে

    মনে রাখতে হবে, শ্রীরাম ট্রান্সপোর্ট ফাইনান্স কোম্পানি কোনও রেগুলার ব্যাংক নয়। তাই রেগুলার ব্যাংকের মতো সমস্ত সুযোগ-সুবিধা এখানে মেলে না। ব্যাংকের ক্ষেত্রে ফিক্সড ডিপোজিটের ওপর পাঁচ লক্ষ টাকা পর্যন্ত বিমার সুবিধা মেলে। যার অর্থ, ব্যাংক ফেল করলে আমানতকারীরা পাঁচ লক্ষ টাকা পর্যন্ত ফেরত পাবেন।

    প্রসঙ্গত, শ্রীরাম ট্রান্সপোর্ট ফাইনান্স কোম্পানি যে হারে সুদ দিচ্ছে, তা পিপিএফ, সুকন্যা সমৃদ্ধি যোজনা, এনএসসি এবং সিনিয়র সেভিংস প্রকল্পের বর্তমান সুদের চেয়ে ঢের বেশি। তাই ভাবুন, কোথায় করবেন বিনিয়োগ।

     

  • Job Vacancies In Canada: কানাডায় ১০ লক্ষ শূন্যপদ, যাবেন নাকি?  

    Job Vacancies In Canada: কানাডায় ১০ লক্ষ শূন্যপদ, যাবেন নাকি?  

     মাধ্যম নিউজ ডেস্ক: চাকরি খুঁজছেন? যোগ্যতা যাই হোক না কেন, কোনও না কোনও একটা চাকরি (Job) মিলবেই। তবে হ্যাঁ, দেশের কোনও প্রান্ত নয়, এজন্য আপনাকে যেতে  হবে কানাডায় (Canada)। আপাতত ১০ লক্ষ শূন্য পদে হবে ওই নিয়োগ। ২০২১ সালের মে মাসে এই সংখ্যাটা ছিল তিন লক্ষের কিছু বেশি। শুধু চাকরি নয়, পাকাপাকিভাবে সে দেশে থিতু হতে চাইলেও মিলবে নাগরিকত্ব (Citizenship)।

    কানাডার জনসংখ্যা এমনিতেই কম। অথচ শিল্পোন্নত দেশ। স্বাভাবিকভাবেই শিল্পক্ষেত্রে লোকজন প্রয়োজন। জনসংখ্যা কম হওয়ায় কর্মপ্রার্থীর সংখ্যা প্রয়োজনের তুলনায় নিতান্তই কম। সেই কারণেই কানাডা সরকার অভিবাসীদের ঠাঁই দেওয়ার সিদ্ধান্তও নিয়েছে। ২০২২ সালে তাদের এ ক্ষেত্রে তাদের টার্গেট ছিল ৪.৩ লক্ষ। ২০২৪ এর মধ্যে তারা এটাকেই নিয়ে যেতে চাইছে ৪.৫ লক্ষে। তাই যাঁরা দেশ ছেড়ে বাড়তি রোজগারের আশায় বিদেশ যেতে চান, তাঁদের জন্য সুবর্ণ সুযোগ এটাই।

    আরও পড়ুন : শুরু হয়েছে আইবিপিএস পিও- র রেজিস্ট্রেশন, শূন্যপদ কত জানেন?

    গোটা দেশের বিভিন্ন ক্ষেত্রেই এই মুহূর্তে চলছে লোকাভাব। তবে অ্যালবার্টো এবং ওন্টারিও প্রদেশের ছবিটা খুবই করুণ। ওই দুই প্রদেশে, প্রতি দশ জনের জন্য শূন্য পদ ১১টি। অর্থাৎ যাঁরাই যাবেন, তাঁরাই চাকরি পাবেন। তা বাদেও থেকে যাবে শূন্যপদ। এপ্রিলে এই হার ছিল প্রতি দশজনে ১২ জন। আর চলতি বছরের গোড়ায় এটাই ছিল প্রতি ২০ জনে ২৪ জন। নিউফাউন্ডল্যান্ড ও ল্যাব্রাডর এই দুই প্রদেশে সাকুল্যে বেকার রয়েছেন চারজন। তাঁরা অবশ্য চাকরি নিতে চাননি বলেই বেকার। তাই এই দুই প্রদেশেও প্রচুর চাকরির সুযোগ।

    করোনা অতিমারির আগেও ছবিটা এত করুণ ছিল না কানাডায়। করোনা অতিমারির পর লোকজন তাড়াতাড়ি চাকরি ক্ষেত্র থেকে অবসর নিয়ে নিচ্ছেন। জন্মহারও ক্রমেই কমছে। চাকরি করতেও চাইছেন না সে দেশের বহু মানুষ। সব মিলিয়ে তৈরি হয়েছে বিপুল সংখ্যক শূন্যপদ। বিজ্ঞানী, প্রযুক্তিবিদ, প্রোফেশনাল, ট্রান্সপোর্টেশন, ওয়্যারহাউসিং, ফিনান্স, ইন্স্যুরেন্স, অবসর ও বিনোদন এবং রিয়েল এস্টেস কর্মীর অভাব সর্বত্র। দেশের নির্মাণ সংস্থাগুলোতেও প্রচুর লোকের প্রয়োজন।

    এবার ভেবে দেখুন, তল্পিতল্পা গুটিয়ে কানাডা পাড়ি দেবেন কিনা!

    আরও পড়ুন : কর্মী নিয়োগ করবে ইন্ডিয়ান অয়েল, শূন্যপদ ১৮, সর্বাধিক বেতন ১,৮০,০০০ টাকা

  • ITR Filing: আয়কর রিটার্ন দাখিল করেননি? জেনে নিন দিতে হবে কত লেট-ফি

    ITR Filing: আয়কর রিটার্ন দাখিল করেননি? জেনে নিন দিতে হবে কত লেট-ফি

    মাধ্যম নিউজ ডেস্ক: আয়কর রিটার্ন (Income Tax Return) দাখিলের শেষ দিন ছিল ৩১ জুলাই। ২০২১-২২ অর্থবর্ষের আয়কর দফতরে ট্যাক্স রিটার্ন দাখিল হয়েছে ৫.৮৩ কোটি। যা আদতে একটি রেকর্ড। শেষ দিনে আয়কর (Income Tax) দাখিল হয়েছে ৭২.৪২ লক্ষ। ৩১ জুলাই পর্যন্ত সব মিলিয়ে দাখিল হয়েছে ৫.৮৩ কোটি।

    পুরো বিষয়টি জানিয়ে ট্যুইট করেছে আয়কর দফতর (Income Tax Department)। ট্যুইট বার্তায় বলা হয়েছে, ২০২২ এর ৩১ জুলাই পর্যন্ত ৫.৮৩ কোটি আইটি রিটার্ন দাখিল হয়েছে। নয়া রেকর্ডও হয়েছে। শেষ দিনে আয়কর দফতরে রিটার্ন দাখিল হয়েছে ৭২.৪২ লক্ষ। সময় মতো রিটার্ন দাখিল করায় আয়কর দফতর করদাতাদের কৃতজ্ঞতাও জানায়।  

    গত দু’বছর ধরে আয়কর রিটার্ন দাখিলের তারিখ বাড়ানো হচ্ছিল। এবারও সেই আশায়ই শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করেছিলেন করদাতারা। তবে এবার আর সরকার সেই সময় সীমা বাড়ায়নি। সুতরাং, যাঁরা ইতিমধ্যেই রিটার্ন দাখিল করেছেন, তাঁদের উদ্বেগের কোনও কারণ নেই। কিন্তু যাঁরা ওই তারিখের মধ্যে রিটার্ন দাখিল করতে পারেননি, তাঁরা তা করতে পারবেন চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত। যদিও এজন্য লেট-ফি দিত হবে তাঁদের।

    আরও পড়ুন : সময়সীমা ৩১ অগাস্ট, জেনে নিন কীভাবে করবেন আয়কর রিটার্নের ই-ভেরিফিকেশন

    যাঁদের বাৎসরিক আয় ৫ লক্ষ টাকা পর্যন্ত, লেট-ফি বাবদ তাঁদের দিতে হবে ১০০০ টাকা। আয় ৫ লক্ষ টাকা ছাড়ালেই ফাইন দিতে হবে ৫ হাজার টাকা। যদি কোনও করদাতার আয় করছাড়ের সীমার নীচে থাকে, তবে তাঁদের কোনও লেট ফাইন দিতে হবে না। তবে, নির্দিষ্ট সময়সীমার মধ্যে যাঁরা রিটার্ন দাখিল করতে পারেননি, দেরি করে ট্যাক্স দেওয়ায় তাঁদের গুণতে হবে সুদ। ফলে, তাঁদের ৩১ জুলাই থেকে সুদ সহ ট্যাক্সের পুরো টাকা জমা দিতে হবে।

    প্রসঙ্গত, রিটার্ন দাখিলের ভেরিফিকেশন আগে ছিল ১২০ দিন। এখন তা কমিয়ে করা হয়েছে ৩০ দিন।  ১ অগাস্টের মধ্যে ই-ট্রান্সমিশনের মাধ্যমে এই ভেরিফিকেশনের কাজ শেষ করার নির্দেশ দিয়েছিল সিবিডিটি (CBDT)।

    আরও পড়ুন : কোন পথে বাঁচাবেন আয়কর? জানুন

  • IB Recruitment: কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল আইবি, শূন্যপদের সংখ্যা ৭৭৬

    IB Recruitment: কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল আইবি, শূন্যপদের সংখ্যা ৭৭৬

    মাধ্যম নিউজ ডেস্ক: সম্প্রতি কর্মী নিয়োগের (Recruitment) বিজ্ঞপ্তি জারি করেছে ইন্টেলিজেন্স ব্যুরো (Intelligence Bureau)। তাতে অ্যাসিস্ট্যান্ট সেন্ট্রাল ইন্টেলিজেন্ট অফিসার-১ (একজিকিউটিভ), এসিআইও-২ (একজিকিউটিভ), জেআইও-১ (একজিকিউটিভ), জেআইও-২ (একজিকিউটিভ) পদে ৭৭৬ জন কর্মী নিয়োগ করা হবে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা ইন্টেলিজেন্স ব্যুরোর ওয়েবসাইটে গিয়ে দেখতে পারেন। 

    আরও পড়ুন: সময়সীমা ৩১ অগাস্ট, জেনে নিন কীভাবে করবেন আয়কর রিটার্নের ই-ভেরিফিকেশন

    এক নজরে কিছু তথ্য:

    আরও পড়ুন: কর্মী নিয়োগ করবে ইন্ডিয়ান অয়েল, শূন্যপদ ১৮, সর্বাধিক বেতন ১,৮০,০০০ টাকা 

    আবেদন শুরু: বর্তমানে চলছে
    আবেদন পদ্ধতি: অফলাইন
    আবেদনের শেষ তারিখ: ১৯.০৮.২০২২

    যোগ্যতা

    যারা শেষ ডেপুটেশনের পর থেকে ৩ বছর কুলিং-অফ পিরিয়ড পূর্ণ করেছেন এবং যারা একটির বেশি ডেপুটেশনে অংশগ্রহণ করেননি তাঁরা নিজেদের আবেদনপত্র পাঠাতে পারেন, এই ঠিকানায়- ‘Assistant Director/G-3, Intelligence Bureau, Ministry of Home Affairs, 35 S P Marg, Bapu Dham, New Delhi-110021’।  

    কী কী তথ্য আবেদনপত্রের সঙ্গে জমা দিতে হবে? 

    শিক্ষাগত যোগ্যতা/ট্রেনিং সার্টিফিকেট যা আছে তার অ্যাটেস্টেড করা কপি এবং স্বাক্ষরিত বায়ো-ডেটা, কপিক্যাডার কন্ট্রোলিং অথরিটি দ্বারা অ্যাটেস্টেড করা ভিজিল্যান্স ক্লিয়ারেন্স এবং ইন্টিগ্রিটি সার্টিফিকেট। এছাড়াও বিগত ১০ বছরে অফিসারদের উপর আরোপিত বড়/ ছোট পেনাল্টির কপি (যদি থাকে)। 

    নির্বাচন প্রক্রিয়া

    প্রার্থীদের নিয়োগের জন্য নির্বাচন প্রক্রিয়ায় গেট স্কোর এবং ইন্টারভিউকে প্রাধান্য দেওয়া হবে। এর পর প্রার্থীদের সংক্ষিপ্ত তালিকাভুক্ত করে নির্বাচন করা হবে।

    ডেপুটেশনের মেয়াদ

    ডেপুটেশনের ন্যূনতম মেয়াদ হবে ৩ বা ৫ বছর (সংশ্লিষ্ট পোস্টের আরআর-এর উপর নির্ভর করে)। পরবর্তীতে তা আরও সর্বোচ্চ ৭ বছর পর্যন্ত বাড়ানো যেতে পারে। 

    বেতন ও শূন্যপদ

    • অ্যাসিস্ট্যান্ট সেন্ট্রাল ইন্টেলিজেন্ট অফিসার-১/ একজিকিউটিভ (গ্রুপ-বি)- পে ম্যাট্রিক্সের লেভেল ৮ এবং ৭ম সিপিসি অনুযায়ী মাসিক ৪৭,৬০০- ১,৫১,১০০ টাকা (শূন্যপদ- ৭০টি)
    • অ্যাসিস্ট্যান্ট সেন্ট্রাল ইন্টেলিজেন্ট অফিসার- ২/ একজিকিউটিভ- পে ম্যাট্রিক্সের লেভেল ৭ অনুযায়ী ৪৪,৯০০- ১,৪২,৪০০ টাকা (শূন্যপদ- ৩৫০টি)
    • জুনিয়র ইন্টেলিজেন্স অফিসার- ১/ একজিকিউটিভ- পে ম্যাট্রিক্সের লেভেল এবং ৭ম সিপিসি অনুযায়ী মাসিক ২৯,২০০- ৯২,৩০০ টাকা (শূন্যপদ- ৫০টি)
    • জুনিয়র ইন্টেলিজেন্স অফিসার- ২/ একজিকিউটিভ- পে ম্যাট্রিক্সের লেভেল ৪ এবং ৭ম সিপিসি অনুযায়ী মাসিক ২৫,৫০০- ৮১,১০০ টাকা (শূন্যপদ- ১০০টি)
    • সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট/ একজিকিউটিভ- পে ম্যাট্রিক্সের লেভেল ৩ এবং ৭ম সিপিসি অনুযায়ী মাসিক ২১,৭০০– ৬৯,১০০ টাকা (শূন্যপদ- ১০০টি)
    • জুনিয়র ইন্টেলিজেন্স অফিসার- ১ (মোটর ট্রান্সপোর্ট)- পে ম্যাট্রিক্সের লেভেল ৫ এবং ৭ম সিপিসি অনুযায়ী মাসিক ২৫,৫০০- ৮১১০০ টাকা (শূন্যপদ- ২০টি)
    • জুনিয়র ইন্টেলিজেন্স অফিসার- গ্রেড- ২ (মোটর ট্রান্সপোর্ট)- পে ম্যাট্রিক্সের লেভেল ৪ এবং ৭ম সিপিসি অনুযায়ী মাসিক ২১,৭০০– ৬৯,১০০ টাকা (শূন্যপদ- ৩৫টি)
    • সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট (মোটর ট্রান্সপোর্ট)- পে ম্যাট্রিক্সের লেভেল ৩ এবং ৭ম সিপিসি অনুযায়ী মাসিক ২১,৭০০– ৬৯,১০০ টাকা (শূন্যপদ- ২০টি)
    • হালওয়াই কাম কুক- পে ম্যাট্রিক্সের লেভেল ৪ এবং ৭ম সিপিসি অনুযায়ী মাসিক ২১,৭০০– ৬৯,১০০ টাকা (শূন্যপদ- ৯টি)
    • কেয়ারটেকার- পে ম্যাট্রিক্সের লেভেল ৫ এবং ৭ম সিপিসি অনুযায়ী মাসিক ২৯,২০০– ৯২,৩০০ টাকা (শূন্যপদ- ৫টি)
    • জুনিয়র ইন্টেলিজেন্স অফিসার- ২/ টেক- পে ম্যাট্রিক্সের লেভেল ৪ এবং ৭ম সিপিসি অনুযায়ী মাসিক ২৫,৫০০- ৮১১০০ টাকা (শূন্যপদ- ৭টি)
  • New GST Rule: অক্টোবর থেকে বড়সড় পরিবর্তন আসছে জিএসটি নিয়মে, জেনে নিন

    New GST Rule: অক্টোবর থেকে বড়সড় পরিবর্তন আসছে জিএসটি নিয়মে, জেনে নিন

    মাধ্যম নিউজ ডেস্ক: অক্টোবর মাস থেকে বড়সড় পরিবর্তন আসছে জিএসটি (GST) নিয়মে। এই পরিবর্তন অনুযায়ী, যেসব ব্যবসায় টার্নওভার বছরে ১০ কোটি টাকারও বেশি, তাদের বি-টু-বি (B to B) লেনদেনের জন্যে ১ অক্টোবর থেকে ইলেকট্রনিক ইনভয়েসস সংক্ষেপে ই-ইনভয়েস (e-Invoice) তৈরি করতে হবে। বিজ্ঞপ্তি জারি করে একথা জানিয়েছে সেন্ট্রাল বোর্ড অফ ইনডায়রেক্ট ট্যাক্সেস, সংক্ষেপে সিবিডিটি (CBDT) এবং কাস্টমস (Customs)। চলতি বছরের ১ অক্টোবর থেকে সেই সব কোম্পানির জন্য ই-ইনভয়েস বাধ্যতামূলক, যাদের বছরে টার্নওভার ১০ কোটি টাকারও বেশি।

    মার্চের আগে পর্যন্ত যাঁদের বছরে টার্নওভার ২০ থেকে ৫০ কোটি টাকা—সেই সকল করদাতা রেজিস্ট্রেশনের এই সুবিধা পেতেন এবং লগ-ইন করতে পারতেন। ১ এপ্রিল থেকে কেন্দ্রীয় বোর্ড জিএসটি ই-ইনভয়েসিংয়ের সীমা ৫০ কোটি টাকা থেকে কমিয়ে ২০ কোটিতে নিয়ে এসেছে। উল্লেখ্য যে, গত বছরের ১ এপ্রিল থেকে যেসব কোম্পানির বছরে টার্নওভার ৫০ কোটি টাকার বেশি ছিল, তাদের বি-টু-বি ইনভয়েস তৈরি করতে হত। সেটাই এখন ১০ কোটি টাকার বেশি টার্নওভারের ক্ষেত্রে প্রযোজ্য হবে।

    আরও পড়ুন : জুলাই মাসে দেশের জিএসটি থেকে আয় ১.৪৯ লক্ষ কোটি টাকা, আগের বছরের তুলনায় ২৮% বেশি

    প্রশ্ন হল, কেন সরকার এই সিদ্ধান্ত নিল?  করদাতারা যাতে ট্যাক্স এড়িয়ে যেতে না পারেন, সেই জন্যই সরকার জিএসটিতে নানা পরিবর্তন এনেছে। সেই প্রেক্ষিতেই ২০২০ সালের অক্টোবর মাসে সরকার সিদ্ধান্ত নেয়, সেসব কোম্পানির বছরে টার্নওভার ৫০০ কোটি টাকার বেশি, তাদের বি-টু-বি ট্রানজাকশনের ক্ষেত্রে ই-ইনভয়েসের প্রয়োজন।

    এখন এই সীমাই হয়েছে ২০ কোটি টাকা যেটা ১ অক্টোবর থেকে সেন্ট্রাল বোর্ড অফ ইনডায়রেক্ট ট্যাক্সেস কমিয়ে করেছে ১০ কোটি টাকা। যাঁদের জিএসটি দিতে হবে, তাঁরা অনলাইনে ই-ইনভয়েস রেজিস্ট্রেশন পোর্টালের মাধ্যমে এটা পাঠাতে পারেন। মনে রাখতে হবে, এক্ষেত্রে করদাতাদের তাঁদের ইন্টারনাল সিস্টেমের মাধ্যমে বিল তৈরি করতে হবে। তার পরেই ইনভয়েস রেজিস্ট্রেশন পোর্টালের মাধ্যমে অনলাইনে রিপোর্ট করতে হবে।

    আরও পড়ুন : চাল, ডাল, আটা, গম খোলা কিনলে বাড়তি জিএসটি লাগু হবে না! ট্যুইট করে ব্যাখ্যা অর্থমন্ত্রীর

  • Income Tax e-Verification: সময়সীমা ৩১ অগাস্ট, জেনে নিন কীভাবে করবেন আয়কর রিটার্নের ই-ভেরিফিকেশন

    Income Tax e-Verification: সময়সীমা ৩১ অগাস্ট, জেনে নিন কীভাবে করবেন আয়কর রিটার্নের ই-ভেরিফিকেশন

    মাধ্যম নিউজ ডেস্ক: আয়কর রিটার্ন (Income Tax Return) দাখিলের সময়সীমা শেষ হয়ে গিয়েছে ৩১ জুলাই। সময়সীমা বাড়ায়নি কেন্দ্র। এবার ই-ভেরিফিকেশনের (e-Verification) সময়সীমাতেও পড়ল কোপ। ১২০ দিন থেকে কমিয়ে করা হল ৩০ দিন। অর্থাৎ, ৩১ অগাস্টের (August) মধ্যে শেষ করতে ই-ভেরিফিকেশনের কাজ। অর্থাৎ, এই সময়সীমার মধ্যে ই-ভেরিফিকেশন সম্পন্ন না করলে, আপনার আয়কর রিটার্ন খাতায় কলমে অবৈধ হিসেবে গণ্য হবে এবং তা খারিজ হবে। 

    এই ই-ভেরিফিকেশনের কাজ বিভিন্ন উপায়ে করতে পারেন। জেনে নিন কীভাবে করবেন ই-ভেরিফিকেশনের কাজ—

    আধার নির্ভর ওটিপি: আধার নির্ভর ওটিপি ব্যবহার করে ই-ভেরিফিকেশন করার আগে আপনার মোবাইল নম্বরটি আপনার আধারের সঙ্গে সংযুক্ত রয়েছে কিনা, তা যাচাই করে নিন। প্যানের সঙ্গেও থাকতে হবে আধার সংযুক্তিকরণ। এবার ই-ভেরিফাই পেজে গিয়ে ‘I would like to verify using OTP on mobile number registered with Aadhaar’ সিলেক্ট করুন। এবার ‘Continue’ ক্লিক করুন। স্ক্রিনে পপ-আপ আসবে। ‘I agree to validate my Aadhaar details’ লেখা টিক বক্স ক্লিক করুন। এরপর ‘Generate Aadhaar OTP’ লেখার ওপর ক্লিক করুন। ছয় সংখ্যার একটি ওটিপি এসএমএস আসবে মোবাইলে। মনে রাখবেন, এই ওটিপি কেবলমাত্র ১৫ মিনিটের জন্য বৈধ থাকবে। যে ওটিপি পেলেন, তা নির্দিষ্ট বক্সে টাইপ করুন। এরপর ‘Submit’ বটনে ক্লিক করুন। সব পদ্ধতি ঠিকঠাক হলে জানবেন আপনার আয়কর রিটার্ন ভেরিফায়েড হয়ে যাবে। 

    আরও পড়ুন : আয়কর রিটার্ন জমা দেওয়ার আগে এই ভুলগুলো ভুলেও করবেন না

    নেট ব্যাংকিং: দ্বিতীয় পদ্ধতি হল নেট ব্যাংকিং। ই-ভেরিফাই পেজে গিয়ে ‘Through Net Banking’ সিলেক্ট করুন। ক্লিক ‘Continue’। সেই ব্যাংকটি তালিকা থেকে সিলেক্ট করুন যার মাধ্যমে আপনি আয়কর রিটার্ন দাখিল করতে চান। আবার ক্লিক করুন ‘Continue’। স্ক্রিনে পপ-আপ ভেসে উঠবে। তাতে একটি ডিসক্লেমার থাকবে। পড়ে ‘Continue’-তে গিয়ে ক্লিক করুন। 

    ব্যাংক অ্যাকাউন্ট: তৃতীয় পদ্ধতি হল ব্যাংক অ্যাকাউন্ট। কোনও একটি ব্যাংক অ্যাকাউন্টে গিয়ে একটি ইলেকট্রনিক ভেরিফিকেশন কোড (EVC) জেনারেট করুন। এই নম্বরটি মনে রাখুন। এর জন্য একটি বৈধ ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে। আয়কর রিফান্ডের জন্য এই বৈধ ব্যাংক অ্যাকাউন্ট অবশ্য প্রয়োজন। 

    ডিম্যাট অ্যাকাউন্ট: আয়কর ই-ভেরিফিকেশনের আর একটি পদ্ধতি হল ডিম্যাট অ্যাকাউন্ট। ই-ভেরিফাই পেজে গিয়ে  ‘Through Demat Account’ সিলেক্ট করুন এবং ‘Continue’-তে ক্লিক করুন। ইলেকট্রনিক ভেরিফিকেশন কোড জেনারেট হবে। 

    আরও পড়ুন : তৃণমূলের ‘হিসাব’ রাখা আইনজীবীর বাড়িতে আয়কর হানা কেন? কী পাওয়া গেল জানেন?
    আপনার নথিভুক্ত মোবাইল নম্বর ও ইমেল আইডিতে চলে যাবে ইভিসি কোড। এবার ডিম্যাট অ্যাকাউন্টের সঙ্গে মোবাইল ও ই-মেলে পাওয়া ইভিসি সংযুক্ত করুন এবং ক্লিক করুন e-Verify। 

    ব্যাংক এটিএম: ব্যাংকের এটিএম কার্ড দিয়েও ইভিসি জেনারেট করা যাবে। এই সুবিধা মিলবে অ্যাক্সিস ব্যাংক, কানাড়া ব্যাংক, সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া, আইসিআইসিআই ব্যাংক, আইডিবিআই ব্যাংক, কোটাক মাহিন্দ্রা ব্যাংক এবং স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ায়। ব্যাংক এটিএমে গিয়ে কার্ড সোয়াইপ করুন। এটিএম পিন নম্বর দিন। ‘Generate EVC for Income tax filing’ সিলেক্ট করুন। ই-ফাইলিং পোর্টালের সঙ্গে নথিভুক্ত মোবাইলে এবং ইমেল আইডিতে ইভিসি নম্বর আসবে। 

    সেন্ডিং সাইন্ড আইটিআর-ভি: ওপরের কোনও একটি বৈদ্যুতিন পদ্ধতিতে যদি আপনার ই-ভেরিফিকেশন না হয়, তাহলে একটা স্বাক্ষরিত কপি আইটিআর-ভি আয়কর বিভাগে ডাকের মাধ্যমে পাঠান।

  • IBPS PO Recruitment: শুরু হয়েছে আইবিপিএস পিও- র রেজিস্ট্রেশন, শূন্যপদ কত জানেন? 

    IBPS PO Recruitment: শুরু হয়েছে আইবিপিএস পিও- র রেজিস্ট্রেশন, শূন্যপদ কত জানেন? 

    মাধ্যম নিউজ ডেস্ক: কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে ইনস্টিটিউট অফ ব্যাঙ্কিং পার্সোনেল সিলেকশন (IBPS)। শুরু হয়ে গিয়েছে আইবিপিএস পিও-র রেজিস্ট্রেশন (IBPS PO Registration 2022)। সরাসরি আইবিপিএসের ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন আবেদনকারীরা। আবেদন করার শেষ  দিন ২২ অগাস্ট। শূন্য পদের সংখ্যা ৬,৪৩২। 

    এক নজরে এই বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নিন। 

    আরও পড়ুন: কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল আইবি, শূন্যপদের সংখ্যা ৭৭৬

    শূন্যপদ 

    মোট শূন্যপদের সংখ্যা ৬,৪৩২।

    ব্যাঙ্ক অফ ইন্ডিয়া- ৫৩৫

    কানাড়া ব্যাঙ্ক- ২৫০০

    পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক- ৫০০

    পাঞ্জাব অ্যান্ড সিন্ড ব্যাঙ্ক- ২৫৩

    ইউকো ব্যাঙ্ক- ৫৫০

    ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া- ২০৯৪ 

    বয়স

    আবেদনকারীর বয়স হতে হবে ২০ থেকে ৩০ বছরের মধ্যে। ন্যূনতম বয়স ২০ বছর এবং সর্বোচ্চ বয়স ৩০ বছর। ২০২২ সালের ১ অগস্ট অনুযায়ী বয়স হিসাব করা হবে। অর্থাৎ যে প্রার্থীরা ১৯৯২ সালের ২ অগস্ট থেকে ২০০২ সালের ১ অগস্টের মধ্যে জন্মগ্রহণ করেছেন, তাঁরা আবেদন করতে পারবেন।  

    আরও পড়ুন: কর্মী নিয়োগ করবে ইন্ডিয়ান অয়েল, শূন্যপদ ১৮, সর্বাধিক বেতন ১,৮০,০০০ টাকা  

    যোগ্যতা

    আবেদনকারীকে স্নাতক হতে হবে। ভারত সরকার স্বীকৃত কোনও বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি বা কেন্দ্রীয় সরকার স্বীকৃত সমতুল্য কোনও যোগ্যতা থাকতে হবে। অনলাইনে আবেদনের সময় প্রার্থীদের স্নাতকস্তরে প্রাপ্ত নম্বর দিতে হবে। এখন যে পড়ুয়ারা স্নাতক স্তরের তৃতীয় বর্ষে পড়ছেন ও পরীক্ষা দিয়েছেন, তাঁদের পরীক্ষার ফলাফল ২২ অগাস্টের মধ্যে বেরোলে, তবেই তাঁরা আবেদন করতে পারবেন।

    আবেদনের শেষ দিন

    ২২ অগাস্ট 

    পরীক্ষা কবে নেওয়া হবে?     

    যদিও পরীক্ষার দিন সুনির্দিষ্ট করে জানানো হয়নি। তবে প্রিলিমিনারি পরীক্ষা ১৫, ১৬ এবং ২২ অক্টোবর হবে বলে জানা গিয়েছে। প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল বেরোবে ২০২২ সালের নভেম্বরে। মেইন পরীক্ষাটি হবে ২০২২ সালের ২৬ নভেম্বর। মেইন পরীক্ষার ফল প্রকাশিত হবে ডিসেম্বরে। এরপর ২০২৩ সালের জানুয়ারি অথবা ফেব্রুয়ারি মাসে নেওয়া হবে ইন্টারভিউ।  

    বেতন 

    বেতন হবে ৫২-৫৭ হাজার টাকা। বেসিক পে শুরু  হবে ২৩ হাজার ৭০০ টাকায়। ৪টে ইনক্রিমেন্ট পাবেন। 

    কীভাবে করবেন আবেদন?

    সরাসরি আইবিপিএস-এর ওয়েবসাইট ibps.in -এ গিয়ে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করার পাশাপাশি প্রয়োজনীয় নথিও আপলোড করতে হবে।   

    কী নথি আপলোড করত হবে আবেদনকারীদের?

    • নির্দিষ্ট মাপের ফটোগ্রাফ।
    • বলে দেওয়া নির্দিষ্ট মাপের সিগনেচার। 
    • বাঁ হাতের বুড়ো আঙুলের ছাপ। 
    • হাতে লেখা একটি ডিক্লেরেশন।  

    সমস্ত নথিপত্র আপলোড করার পর আসবে পেমেন্ট অপশন। মাথায় রাখতে হবে, পেমেন্ট ছাড়া কোনও আবেদনই গৃহীত হবে না। একবার কোনও তথ্য আপলোড করলে তা আর বদলানো যাবে না। তাই অনলাইনে আবেদন করার সময় অত্যন্ত সতর্ক থাকতে হবে। 

     

     

     

  • IB Recruitment 2022: ৭৬৬টি শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি আইবির, জানুন বিস্তারিত

    IB Recruitment 2022: ৭৬৬টি শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি আইবির, জানুন বিস্তারিত

    মাধ্যম নিউজ ডেস্ক: একাধিক শূন্য পদে নিয়োগের জন্যে বিজ্ঞপ্তি জারি করেছে ইন্টেলিজেন্স ব্যুরো (Intelligence Bureau Recruitment 2022)। ডেপুটেশনের ভিত্তিতে নিয়োগ করা হবে অ্যাসিসট্যান্ট সেন্ট্রাল ইন্টেলিজেন্স অফিসার, জুনিয়র ইন্টেলিজেন্স অফিসার, সিকিওরিটি অ্যাসিসট্যান্ট, রাঁধুনি এবং কেয়ারটেকার। বিজ্ঞপ্তি জারির দিন থেকে আগামী ৬০ দিনের মধ্যে পদগুলিতে আবেদন করতে হবে। ৭৬৬টি শূন্যপদে কর্মী নিয়োগ করবে আইবি।

    আরও পড়ুন: ৪৮১ শূন্যপদে নিয়োগ কোল ইন্ডিয়ায়, জানুন বিস্তারিত

    আবেদনের শেষ তারিখ 

    বিজ্ঞপ্তি জারির দিন থেকে ৬০ দিনের মধ্যে আবেদন করতে হবে। 

    আরও পড়ুন: জুনিয়র রিসার্চ ফেলো নিয়োগের বিজ্ঞপ্তি জারি ডিআরডিওর, জানুন বিস্তারিত 

    শূন্য পদের সংখ্যা

    ৭৬৬

    বেতন

    অ্যাসিসট্যান্ট সেন্ট্রাল ইন্টেলিজেন্স অফিসার-১/ এগজিকিউটিভ (গ্রুপ- বি): ৪৬,৬০০-১৫১,১০০ টাকা। 

    অ্যাসিসট্যান্ট সেন্ট্রাল ইন্টেলিজেন্স অফিসার- ২/ এগজিকিউটিভ: ৪৪,৯০০-১,৪২,৪০০ টাকা। 

    জুনিয়র ইন্টেলিজেন্স অফিসার-১/  এগজিকিউটিভ: ২৯,২০০-৯২,৩০০ টাকা। 

    জুনিয়র ইন্টেলিজেন্স অফিসার-২/  এগজিকিউটিভ: ২৫,৫০০- ৮১,১০০ টাকা।  

    সিকিওরিটি অ্যাসিসট্যান্ট/  এগজিকিউটিভ: ২১,৭০০-৬৯,১০০ টাকা। 

    জুনিয়র ইন্টেলিজেন্স অফিসার-১ (মোটর ট্রান্সপোর্ট): ২৫,৫০০-৮১,১০০ টাকা। 

    জুনিয়র ইন্টেলিজেন্স অফিসার-২ (মোটর ট্রান্সপোর্ট): ২১,৭০০-৬৯,১০০ টাকা। 

    রাঁধুনি: ২১,৭০০-৬৯,১০০ টাকা। 

    কেয়ার টেকার: ২৯,২০০-৯২,৩০০ টাকা। 

    জুনিয়র ইন্টেলিজেন্স অফিসার- ২/ টেক: ২৫,৫০০-৮১,১০০ টাকা। 

    যোগ্যতা 

    অ্যাসিসট্যান্ট সেন্ট্রাল ইন্টেলিজেন্স অফিসার-১ – এর ক্ষেত্রে প্রার্থীকে সরকারের অনুমোদনপ্রাপ্ত কোনও প্রতিষ্ঠান থেকে স্নাতক হতে হবে। সিকিওরিটি বা ইন্টেলিজেন্সে কাজ করার দু বছরের অভিজ্ঞতা থাকতে হবে। 

    অ্যাসিসট্যান্ট সেন্ট্রাল ইন্টেলিজেন্স অফিসার-২ – এর ক্ষেত্রে প্রার্থীকে সরকারের অনুমোদনপ্রাপ্ত কোনও প্রতিষ্ঠান থেকে স্নাতক হতে হবে। সিকিওরিটি বা ইন্টেলিজেন্সে কাজ করার দু বছরের অভিজ্ঞতা থাকতে হবে। 

    বিজ্ঞপ্তিতে কোন পদে কী যোগ্যতা প্রয়োজন তা বিস্তারিত দেওয়া আছে। সেখানে গিয়ে দেখে নিতে পারেন। 

    কী করে আবেদন করবেন?

    প্রয়োজনীয় তথ্যের সঙ্গে আবেদনপত্রটি ‘the Assistant Director/G-3, Intelligence Bureau, Ministry of Home Affairs, 35 S P Marg, Bapu Dham, New Delhi-110021’ – এই ঠিকানায় পাঠাতে হবে। 

      

     

     

LinkedIn
Share