Category: খেলা

Get updates on Sports News Cricket, Football, Tennis, from the Madhyom news portal madhyom.com, West Bengal leading news portal Madhyom.com

  • Durand Derby: সাড়ে চার বছর পরে ডার্বি জয়! মোহনবাগানকে ১-০ গোলে হারাল ইস্টবেঙ্গল

    Durand Derby: সাড়ে চার বছর পরে ডার্বি জয়! মোহনবাগানকে ১-০ গোলে হারাল ইস্টবেঙ্গল

    মাধ্যম নিউজ ডেস্ক: চার বছর পর ডার্বি জিতল ইস্ট বেঙ্গল। ডুরান্ড কাপে মোহনবাগানকে ১-০ গোলে হারাল লাল হলুদ ব্রিগেড। ম্যাচের নায়ক নন্দকুমার শেখর। সাড়ে চার বছর পর নন্দকুমারের গোলে ডার্বি জয় লাল হলুদ শিবিরের। এর আগে টানা আটটি ডার্বি জিতেছিল মোহনবাগান। ম্যাচের শুরু থেকেই তাগিদ স্পষ্ট ছিল ইস্টবেঙ্গলের। মোহনবাগান অনেকবার পেনাল্টি বক্সের কাছে পৌঁছলেও বক্সের ভিতরে ঢুকতে পারছিল না প্রতিবার। উগো বুমো কয়েকটা শট নেন বক্সের বাইরে থেকেই। ইস্টবেঙ্গল ডিফেন্স বেশ জমাট দেখায় প্রথম থেকেই। উল্টো দিকে, ইস্টবেঙ্গল প্রথমার্ধেই কয়েকবার পৌঁছে গিয়েছিল গোলের কাছে। কখনও ডিফেন্ডাররা বের করে দেন। কখনও কিপার বাঁচান। তবে সাকুল্যে গোলের লক্ষ্যে শট ছিল মাত্র দুটি। মোহনবাগান ১১টা শট নিলেও তার বেশিরভাগই ছিল গোলের বাইরে। 

    ইস্টবেঙ্গলের অনবদ্য জয়

    আবেগের বড় ম্যাচে সাম্প্রতিক পারফরম্যান্সে অনেকটাই এগিয়ে ছিল সবুজ মেরুন। অন্য দিকে, আন্ডারডগ তকমাই যেন অ্যাডভান্টেজ ইস্টবেঙ্গলের। বড় ম্যাচে কাউকেই এগিয়ে পিছিয়ে রাখা যায় না। এ বারও পরিস্থিতি অন্যথা হল না। সিলেবাসের বাইরে থেকে ইস্টবেঙ্গলের অনবদ্য জয়। শনিবার কলকাতার যুবভারতী স্টেডিয়ামে মোহনবাগান সুপার জায়ান্টসের বিরুদ্ধে ১-০ গোলে জয়লাভ করেছে ইস্টবেঙ্গল ক্লাব। ২৭ বছর বয়সি চেন্নাইয়ের ফুটবলার নন্দকুমার শনিবারই প্রথম ডার্বি ম্যাচ খেলতে নেমেছিল। ম্যাচের ৬০ মিনিটে তিনি ইস্টবেঙ্গল দলকে ১-০ গোলে এগিয়ে দিলেন। জয়সূচক গোলও সেটাই। ম্যাচ শেষে ইস্টবেঙ্গলের ডার্বি জয়ের নায়ক বললেন, “বলে বোঝাতে পারব না। এখানে আসার পর থেকেই সমর্থকদের উৎসাহ চোখে পড়ছে। আর আজকের মত পরিবেশে খেলা তো যে কোনো ফুটবলারের স্বপ্ন।”

    কোচ কুয়াদ্রাত অবশ্য টুর্নামেন্টের পরের ম্যাচের দিকে নজর দিচ্ছেন বেশি করে। জানালেন, সমর্থকদের জন্য খুব খুশি। গত দু বছর খুব একটা সাফল্য পায়নি ক্লাব তা সত্ত্বেও এই সমর্থন উৎসাহ দিয়েছে খেলোয়াড়দের। কুয়াদ্রাত আরও বলেন, মোহনবাগানের সামনে বড় টুর্নামেন্ট রয়েছে, সে কারণে হয়তো অনেক বেশি পরীক্ষা নিরীক্ষা করতে চেয়েছিল ওরা। আমি শুধু ফুটবলারদের বলেছিলাম কাউন্টার অ্যাটাক আর সেটপিস গুলো কাজে লাগাতে।

    আরও পড়ুন: গোল খেয়ে ধরাশায়ী জাপান! এশীয় হকির ফাইনালে ভারত

    অন্যদিকে , ডার্বিতে হার মেনে নিতে পারছেন না মোহনবাগান সচিব দেবাশিস দত্ত। তিনি বলেন, ‘ইস্টবেঙ্গলকে অভিনন্দন। আটটা ম্যাচ পর তারা জয় পেল। এটা অত্যন্ত ভালো ওদের জন্য। ম্যাচের পর ম্যাচ একটা দল হারতে পারে না। একদিন না একদিন তো জিততেই হত। ওরা ভালো খেলেছে। আজ অনেক ভালো খেলেছে। আমরা যে খেলা খেলেছি তাতে জেতার যোগ্যতা ছিল না। ওরা অনেক ভালো ফুটবল খেলেছে।’

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

     

  • Durand Cup Derby 2023: টিকিটের হাহাকার,  কড়া নিরাপত্তা! জেনে নিন কোথায় দেখবেন মরশুমের প্রথম ডার্বি

    Durand Cup Derby 2023: টিকিটের হাহাকার, কড়া নিরাপত্তা! জেনে নিন কোথায় দেখবেন মরশুমের প্রথম ডার্বি

    মাধ্যম নিউজ ডেস্ক: টিকিটের জন্য হাহাকার সমর্থকদের। শেষ মুহূর্তের প্রস্তুতি দুই শিবিরে। কয়েকঘণ্টা পরেই শুরু হতে চলেছে মরশুমের প্রথম কলকাতা ডার্বি (East Bengal vs Mohun Bagan)। শেষ পাঁচটি ডার্বিতে জয়ের মুখ দেখেনি ইস্টবেঙ্গল। এবার তারা মরিয়া। একটা ডার্বি জিততে পারলে অনেক বেশি মনোবল পাওয়া যায়, জানে লাল হলুদ শিবির। অন্যদিকে, জয়ের ধারা বজায় রাখার বিষয়ে আত্মবিশ্বাসী সবুজ-মেরুন। ডুরান্ডে (Durand Cup Derby 2023) জিতলে টানা ৯টি ডার্বিতে জিতবে বাগান। কার্লোস কুয়াদ্রাত আর জুয়ান ফেরান্দো এখন শুধুই হিসেব মেলাতে ব্যস্ত আর সমর্থকরা ব্যস্ত নিজেদের প্রিয় দলের হয়ে গলা ফাটানোর প্রস্তুতি নিতে।

    কী কী নিয়ে মাঠে যাবেন না

    ডুরান্ড কাপে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই নিয়ে ইতিমধ্যেই উত্তেজনার পারদ তুঙ্গে উঠেছে। মরশুমের প্রথম ডার্বি নিয়ে নিরাপত্তায় কোনও ফাঁক রাখতে চায় না প্রশাসন।  এই ম্যাচ নিয়ে কড়া পদক্ষেপ নিয়েছে বিধাননগর পুলিশ কমিশনারেট। ম্য়াচে দর্শকদের ব্যানার, পোস্টার, বাজি, দেশলাইয়ের মতো বেশ কিছু জিনিস আনতে বারণ করা হয়েছে। অর্থাৎ যে সব বস্তু মাঠে ছোড়া যায়, সেগুলি নিয়ে ভিতরে প্রবেশ নিষেধ করা হয়েছে। এমনকী ছাতা, জলের বোতল নিয়েও প্রবেশে নিষেধাজ্ঞা রয়েছে। দর্শকরা তাদের সঙ্গে শুধু মোবাইল ও পার্স নিয়ে প্রবেশ করতে পারবেন। নির্দেশিকা থাকার পরও যদি কারোর কাছে বাজি পাওয়া যায়, তাহলে তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেই স্পষ্টভাবে জানিয়েছে বিধাননগর পুলিশ। মিউজিকাল যন্ত্রাদি নিয়ে মাঠে ঢোকাও বারণ।

    কড়া নিরাপত্তা

    দর্শকদের সুবিধার্থে যুবভারতী স্টেডিয়ামের প্রধান গেটের বাইরে সিসিটিভি লাগানো হচ্ছে এবং সন্ধ্যা বেলা খেলা শেষ হয়ে যাওয়ার পরে যাতে স্টেডিয়ামের বাইরে আলোর কোন ঘাটতি না থাকে সেই কারণে আলাদা করে লাইটের বন্দোবস্তও করা হচ্ছে। ৬৩ হাজার ৫০০ জন দর্শকের এই ম্যাচ দেখতে আসার কথা। খেলার নিরাপত্তা এবং যান নিয়ন্ত্রণের জন্য প্রায় ২ হাজার ৬০০ জন পুলিশ কর্মীকে মোতায়েন করা হয়েছে। এদের মধ্যে প্রায় ১৮ জন ডিসি এবং অ্যাডিশনাল ডিসির ব়্যাাঙ্কের অফিসার থাকবেন।

    আরও পড়ুন: গোল খেয়ে ধরাশায়ী জাপান! এশীয় হকির ফাইনালে ভারত

    কখন ম্যাচ, কোথায় দেখবেন

    ডার্বি ম্যাচটি শনিবার বিকেল ৪:৪৫ নাগাদ শুরু হবে, আড়াইটার মধ্যে গেট খুলে দেওয়া হবে। মোহনবাগানের যে সকল দর্শকরা আসবেন তাঁরা ৩এ, ৪ এবং ৫ নম্বর গেট দিয়ে ঢুকবেন। এদের মধ্যে যারা গাড়িতে করে আসবেন তারা নেমে যাওয়ার পর ক্যানেল সাইড রোডে পার্কিং করবেন। ইস্টবেঙ্গল সমর্থকরা ১,২ এবং ৩ নম্বর গেট দিয়ে ঢুকবেন। আর তাদের গাড়িগুলো থাকবে আইএ মার্কেট এর কাছে। অন্যান্য ভিআইপিদের জন্য যে গাড়িগুলো রাখা হবে সেগুলো সুভাষ সরোবর ও মিশ্র আইল্যান্ডের কাছে পার্কিংয়ের ব্যবস্থা করা হয়েছে। এবার ডুরান্ড কাপের সম্প্রচার স্বত্ত্ব পেয়েছে সোনি। ডুরান্ড কাপের প্রথম ম্যাচ থেকে শুরু করে সবকটি ম্যাচ সম্প্রচার করা হবে সোনি নেটওয়ার্কে। সোনি স্পোর্টস টেন টু চ্যানেলে দেখা যাবে ডার্বি ম্যাচের সরাসরি সম্প্রচার।

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Asian Champions Trophy Hockey: ৫ গোল খেয়ে ধরাশায়ী জাপান! এশীয় হকির ফাইনালে ভারত

    Asian Champions Trophy Hockey: ৫ গোল খেয়ে ধরাশায়ী জাপান! এশীয় হকির ফাইনালে ভারত

    মাধ্যম নিউজ ডেস্ক: লিগের ম্যাচে এক মাত্র জাপানের কাছে আটকে গিয়েছিল ভারত। সেই জাপানকেই ৫-০ গোলে হারিয়ে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকির (India Hockey) ফাইনালে উঠল ভারত। ফাইনালে ভারতের সামনে মালয়েশিয়া। যে মালয়েশিয়া সেমিফাইনালে দক্ষিণ কোরিয়াকে ৬-২ গোলে হারিয়ে খেতাবি লড়াইয়ে উঠেছে। গ্রুপে ২০টি ও সেমিফাইনালে পাঁচটি মোট ২৫টি গোল করে ফাইনালে উঠলেন হরমনপ্রীতরা। ভারতের দুরন্ত ফর্মে ট্যুইট করেছেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর।

    দুরন্ত ছন্দে ভারত

    অবিশ্বাস্য ফর্মে ভারতীয় হকি দল। চেন্নাইয়ে আয়োজিত চলতি এশিয়ান হকি চ্যাম্পিয়ন্স ট্রফিতে (Asian Champions Trophy Hockey) গ্রুপ লিগে ভারত মোট পাঁচটি ম্যাচ খেলে। চারটিতে জেতে, ড্র করে শুধু জাপানের বিরুদ্ধে।  চলতি টুর্নামেন্টে ভারত চিনকে সাত গোল, মালয়েশিয়াকে পাঁচ গোল, পাকিস্তানকে চার গোল, দক্ষিণ কোরিয়াকে ৩ গোলে ও জাপানকে সেমিফাইনালে পাঁচ গোলে হারাল। এদিন ভারতের হয়ে গোলগুলি করেন আকাশদীপ (১৯ মিনিট), হরমনপ্রীত সিং (২৩ মিনিট), মনদীপ সিং (৩০ মিনিট), সুমিত ও সেলাম কার্তি (৫১ মিনিট)।

    লিগের শেষ ম্যাচ পাকিস্তানের বিরুদ্ধে যে মেজাজে শেষ করেছিলেন হরমনপ্রীতেরা, শুক্রবার জাপানের বিরুদ্ধে সেমিফাইনালে সেই মেজাজে শুরু করলেন তাঁরা।  সেমিফাইনালের প্রথম ১৫ মিনিট জাপানের রক্ষণ ভাঙতে পারেনি ভারতীয় দল। আগ্রাসী মেজাজে শুরু করে ভারতীয় দল। জাপানের ‘ডি’-তে একের পর এক আক্রমণ তুলে নিয়ে গেলেও গোলের মুখ খুলতে পারেনি ভারত। প্রথম কোয়ার্টার গোল শূন্য অবস্থায় শেষ হওয়ার পর দ্বিতীয় কোয়ার্টারে ভারতীয় দল আক্রমণের তীব্রতা আরও  আরও বাড়ায়। তাতেই গোলের পর গোল।

    আরও পড়ুন: এশিয়ান গেমসের পর বিশ্ব যুব ব্রিজ প্রতিযোগিতায় ভারতের বড়সড় সাফল্য

    আর মাত্র একটা ধাপ

    প্রসঙ্গত, ২০১১ সাল থেকে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হচ্ছে কিন্তু এর আগে ৬ বার হওয়া এই টুর্নামেন্টে ভারত কখনও ফাইনালে উঠতে পারেনি। আনলাকি টুর্নামেন্টে এবার ফাইনালে উঠল ভারত। এশিয়ান গেমসের আগে দুরন্ত ফর্মে ভারতীয় হকি দল। গতবার এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকির সেমিফাইনালে জাপানের কাছে ৩-৫ গোলে হেরে খেতাবি লড়াই থেকে ছিটকে গিয়েছিল ভারত। পাঁচ গোলে হারের জ্বালা পাঁচ গোল দিয়ে মিটিয়ে নিলেন হরমনপ্রীতরা। এ দিন খেলা শুরুর আগে ভারতীয় দলের গোলরক্ষক পিআর শ্রীজেশকে সংবর্ধনা জানায় হকি ইন্ডিয়া। শুক্রবার ভারতের হয়ে ৩০০তম ম্যাচ খেললেন তিনি। শনিবার তৃতীয়-চতুর্থ স্থানের ম্যাচে মুখোমুখি হবে জাপান এবং দক্ষিণ কোরিয়া। আর ফাইনালেন ইতিহাস গড়ার অপেক্ষায় টিম ইন্ডিয়া।

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Shakib Al Hasan: সামনে বিশ্বকাপ! অভিজ্ঞ অলরাউন্ডার শাকিবই বাংলাদেশের নয়া ওডিআই ক্যাপ্টেন

    Shakib Al Hasan: সামনে বিশ্বকাপ! অভিজ্ঞ অলরাউন্ডার শাকিবই বাংলাদেশের নয়া ওডিআই ক্যাপ্টেন

    মাধ্যম নিউজ ডেস্ক: এশিয়া কাপ এবং বিশ্বকাপের জন্য অধিনায়ক বেছে ফেলল বাংলাদেশ। ফের শাকিব আল হাসানকে (Shakib Al Hasan) দায়িত্ব দেওয়া হল। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্তা নাজমুল হাসান পাপন অধিনায়ক হিসাবে শাকিবের নাম ঘোষণা করেন। তিনি বলেন, “এশিয়া কাপ এবং বিশ্বকাপের জন্য শাকিবকে অধিনায়ক করা হল। শনিবার দল ঘোষণা করা হবে। এশিয়া কাপের জন্য ১৭ জনের দল বেছে নেবেন নির্বাচকেরা।”

    শাকিবেই আস্থা

    মাশরাফি বিন মর্তুজার অবসরের পর বাংলাদেশের ওডিআই অধিনায়ক হন তামিম ইকবাল। গত মাসে হঠাৎ অবসর ঘোষণা করেছিলেন তামিম। পরে অবসর প্রত্যাহার করলেও জাতীয় দলের নেতৃত্বভার আর নিতে চাননি। শিয়রে এশিয়া কাপ। ওডিআই বিশ্বকাপ শুরু হতে মাত্র দু’মাস বাকি। এই পরিস্থিতিতে তড়িঘড়ি নতুন ক্যাপ্টেন খুঁজতে নেমেছিল বিসিবি। বাংলাদেশের কোচ চন্ডিকা হাথুরাসিংহ বুধবার দলের সঙ্গে যোগ দিয়েছেন। বৃহস্পতিবার ঢাকায় তাঁর সঙ্গে আলোচনায় বসেন নির্বাচকেরা। বোর্ড কর্তা পাপনের সঙ্গেও আলোচনা করা হয়। এরপর ৩৬ বছরের অভিজ্ঞ অলরাউন্ডার শাকিবের সঙ্গে কথা বলা হয়। শাকিব রাজি হওয়ায় তাঁকেই অধিনায়ক করা হল। তিনি রাজি না হলে শিকে ছিঁড়ত লিটন দাসের।

    আরও পড়ুন: ড্রেসিংরুমে বসানো হচ্ছে স্প্রিঙ্কলার, ইডেনের অগ্নিকাণ্ড নিয়ে কী বললেন সিএবি সভাপতি?

    সামনে এশিয়া কাপ তারপরেই বিশ্বকাপ।  বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় তারকার কাঁধেই গেল নেতৃত্বভার। বাংলাদেশ ক্রিকেট (Bangladesh Cricket) বোর্ডের ভাবনায় প্রথম থেকেই ছিলেন শাকিব।  টি ২০ ও টেস্ট ক্রিকেটে টাইগারদের অধিনায়কের দায়িত্ব সামলাচ্ছিলেন সাকিব। এ বার ওডিআই ফরম্যাটের নেতৃত্বও তাঁর ঘাড়ে। বাংলাদেশের তিন ফরম্যাটেই এখন থেকে নেতৃত্ব দেবেন শাকিব। ওডিআইতে শাকিব আল হাসান যে নেতৃত্ব দেননি এমনটা নয়। এখনও পর্যন্ত ৫০টি ম্যাচে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন তিনি। এমনকী ২০১১ সালে তাঁরই নেতৃত্বে ওডিআই বিশ্বকাপ খেলেছিল বাংলাদেশ। ফের তাঁর হাত ধরেই কাপ যুদ্ধে ঝাঁপাবে বেঙ্গল টাইগাররা।

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।  

  • Eden Gardens: ড্রেসিংরুমে বসানো হচ্ছে স্প্রিঙ্কলার, ইডেনের অগ্নিকাণ্ড নিয়ে কী বললেন সিএবি সভাপতি?

    Eden Gardens: ড্রেসিংরুমে বসানো হচ্ছে স্প্রিঙ্কলার, ইডেনের অগ্নিকাণ্ড নিয়ে কী বললেন সিএবি সভাপতি?

    মাধ্যম নিউজ ডেস্ক: ইডেনের (Eden Gardens) ড্রেসিংরুমে অগ্নিকাণ্ডের পিছনে অন্তর্ঘাতের সম্ভাবনা থাকতে পারে। এমনই মন্তব্য করেছিলেন সিএবি’র এক শীর্ষ কর্তা। বৃহস্পতিবার সকালে তাঁর এই বক্তব্য শোনার পর বঙ্গীয় ক্রিকেটের নিয়ামক সংস্থার বহু সদস্য অসন্তোষ প্রকাশ করেন। প্রশ্ন উঠতে শুরু করে, অন্তর্ঘাত যদি হয়, তাহলে কে বা কারা সেটা করল? আর কীসের ভিত্তিতে এই অভিযোগ করা হচ্ছে, তা-ও সামনে আনা হোক। পরিস্থিতি বেগতিক দেখে শেষ পর্যন্ত মাঠে নামতে হয় সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায়কে। অন্তর্ঘাতের সম্ভাবনা উড়িয়ে দিয়ে তিনি বলেন, ‘অন্তর্ঘাতের কোনও প্রশ্নই নেই। আমরা এই ধরনের কোনও অভিযোগ করিনি। সব রটনা। তবে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

    ইডেনে আগুন প্রসঙ্গে স্নেহাশিস

    ইডেনে (Eden Gardens) আগুন প্রসঙ্গে সিএবি সভাপতি বলেন, ‘খুব বড় কিছু নয়। অ্যাওয়ে টিমের ড্রেসিংরুমে ক্রিকেটারদের স্টিম বাথের জন্য যে মেশিন রয়েছে, সেখানে শর্ট সার্কিটের ফলে আগুন লাগে। ওই স্টিম বাথের প্লাগের কাছে কিছু মাঠ কর্মী তোয়ালে মিলে রেখেছিল। সেখানেও আগুন ধরে যায়। তবে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে দমকল। চিন্তার কিছু নেই। এই ঘটনা বিশ্বকাপের ম্যাচ আয়োজনে কোনও সমস্যা করবে না।’

    আরও পড়ুন: নতুন রূপে আসছে এয়ার ইন্ডিয়া! নতুন লোগো ও রং প্রকাশ সংস্থার

    ঘটনাটি ঘটে বুধবার রাত ১১-৫০ নাগাদ। তা নজরে আসার পরেই খবর দেওয়া হয় দমকলকে। আধ ঘণ্টার মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে আসে। তবে সামনে রয়েছে বিশ্বকাপ। ভারত, দক্ষিণ আফ্রিকা রাউন্ড রবিন লিগের ম্যাচ হবে ইডেনে (Eden Gardens)। রয়েছে একটি সেমি-ফাইনাল ম্যাচও। শুধু তাই নয়, পাকিস্তান, ইংল্যান্ড, বাংলাদেশের মতো হাইপ্রোফাইল দল খেলবে ক্রিকেটের নন্দন কাননে। তাই কোনও ঝুঁকি নিতে রাজি নয় সিএবি। স্নেহাশিস আরও বলেছেন, ‘আমরা রাতের ইডেনে নিরাপত্তা আরও জোরদার করছি। ইলেকট্রিক জ্ঞান রয়েছে এমন কর্মীদেরই ইডেনের কাজে ব্যবহার করা হবে বেশি করে। ড্রেসিংরুমে ফায়ার অ্যালার্ম আছে। তাছাড়া বসানো হবে স্প্রিঙ্কলার। আগুন লাগলে স্বয়ংক্রিয় পদ্ধতিতে জল নির্গত হবে।’ এই ঘটনার পর ইডেনের ইলেকট্রিক লাইন পরীক্ষা করে দেখা হয়। দু’জন সিইএসসি আধিকারিক সন্তাষজনক রিপোর্ট দিয়েছেন বলেই সিএবি সূত্রের খবর। তবে বদলে ফেলা হবে স্টিম বাথের কেবল।

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।  

  • ODI World Cup 2023: ২৫ অগাস্ট থেকে শুরু! সাত দফায় পাওয়া যাবে বিশ্বকাপের টিকিট

    ODI World Cup 2023: ২৫ অগাস্ট থেকে শুরু! সাত দফায় পাওয়া যাবে বিশ্বকাপের টিকিট

    মাধ্যম নিউজ ডেস্ক: বেজে গিয়েছে বিশ্বকাপের বাদ্যি। আগামী ২৫ অগাস্ট থেকে অনলাইনে টিকিট কাটা যাবে, জানিয়ে দিয়েছে আইসিসি। তবে ভারতীয় বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী, মাঠে প্রবেশ করা যাবে শুধুমাত্র ছাপা টিকিট নিয়েই। সমর্থকদের সুবিধার কথা মাথায় রেখে আইসিসি নতুন ব্যবস্থা নিয়ে এসেছে, যেখানে বাড়িতে বসেই সমর্থকেরা বিশ্বকাপের ছাপা টিকিট পেয়ে যেতে পারেন। তার জন্য দিতে হবে অতিরিক্ত ১৪০ টাকা। 

    কী কী সুবিধা

    বিশ্বকাপের সংশোধিত সূচি প্রকাশ হওয়ার পরপরই আইসিসির পক্ষ থেকে জানানো হয় যে, ভারত-পাকিস্তান ম্যাচ সহ নয়টি ম্যাচের জন্য তারিখ পরিবর্তন করা হয়েছে। ওয়ার্ম-আপ ও টুর্নামেন্টের সব ম্যাচের টিকিট বিক্রি শুরু হবে ২৫ অগাস্ট। এরপর বাকী ছয় ধাপে টিকিট বিক্রি হবে। অফলাইনে, অর্থাৎ স্টেডিয়ামে বা অন্য কোথাও ছাপা টিকিট বিক্রি হবে না। টিকিট কাটতে হবে অনলাইনেই। পরে স্টেডিয়ামে বা বোর্ডের নির্দিষ্ট করে দেওয়া জায়গায় গিয়ে অনলাইন টিকিটের প্রতিলিপি দেখিয়ে ছাপা টিকিট নিতে হবে। সে ক্ষেত্রে দীর্ঘ ক্ষণ লাইনে দাঁড়ানোর ঝুঁকি থাকছে। কিন্তু বাড়তি খরচ করলে সেই অসুবিধা পোহাতে হবে না। অতিরিক্ত ১৪০ টাকা দিলেই ক্যুরিয়ারের মাধ্যমে সেই টিকিট বাড়িতে পৌঁছে যাবে। তবে শর্ত রয়েছে একটি। যে ম্যাচ দেখতে চাইছেন, তার অন্তত ৭২ ঘণ্টা আগে টিকিট কাটতে হবে। এই সুবিধা কেবল ভারতে থাকা সমর্থকদের ক্ষেত্রেই প্রযোজ্য। যাঁরা স্টেডিয়ামে বসে ম্যাচ দেখতে ইচ্ছুক, তাঁদের ১৫ অগস্টের মধ্যে ক্রিকেট বিশ্বকাপের ওয়েবসাইটে গিয়ে নাম ‘রেজিস্টার’ করাতে হবে। টিকিটের চাহিদা কী রকম তার উপর ভিত্তি করে টিকিট বিক্রি শুরু হবে। গ্রুপ পর্বে ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট বিক্রির প্রক্রিয়া শুরু হবে সবার শেষে। সেমিফাইনাল এবং ফাইনালের ঠিক আগে।

    আরও পড়ুন: সামনে বিশ্বকাপ! গভীর রাতে আগুনে পুড়ল ইডেনের ঐতিহ্যবাহী ড্রেসিং রুম

    কবে কবে টিকিট 

    ২৫ অগাস্ট: ওয়ার্ম-আপ এবং বিশ্বকাপের যে সমস্ত ম্যাচ ভারতের নয়।

    ৩০ অগাস্ট: গুয়াহাটি ও তিরুঅনন্তপুরমে ভারতের প্রস্তুতি ম্যাচ।

    ৩১ অগাস্ট: ভারত বনাম অস্ট্রেলিয়া (চেন্নাই), ৮ অক্টোবর, দিল্লি (আফগানিস্তানের বিপক্ষে), ১১ অক্টোবর এবং পুনে (বাংলাদেশের বিপক্ষে), ১৯ অক্টোবর

    ১ সেপ্টেম্বর: ধর্মশালায় ভারত-নিউজিল্যান্ড ম্যাচ, ২২ অক্টোবর, লখনউ (ইংল্যান্ডের বিরুদ্ধে), ২৯ অক্টোবর এবং মুম্বই বনাম শ্রীলঙ্কা, ২ নভেম্বর

    ২ সেপ্টেম্বর: কলকাতায় ভারতের ম্যাচ (দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে), ৫ নভেম্বর এবং বেঙ্গালুরুতে (নেদারল্যান্ডের বিপক্ষে), ১২ নভেম্বর

    ৩ সেপ্টেম্বর: আহমেদাবাদে ভারত বনাম পাকিস্তান ম্যাচ, (১৪ অক্টোবর)

    ১৫ সেপ্টেম্বর: সেমিফাইনাল ও ফাইনাল

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Fire at Eden Gardens: সামনে বিশ্বকাপ! গভীর রাতে আগুনে পুড়ল ইডেনের ঐতিহ্যবাহী ড্রেসিং রুম

    Fire at Eden Gardens: সামনে বিশ্বকাপ! গভীর রাতে আগুনে পুড়ল ইডেনের ঐতিহ্যবাহী ড্রেসিং রুম

    মাধ্যম নিউজ ডেস্ক: ইডেনে আগুন (Fire at Eden Gardens)। ঘটনাটি ঘটেছে বুধবার গভীর রাতে। ইডেনের ড্রেসিং রুমে আচমকা আগুন লেগে যায়। ধোঁয়ায় ঢেকে যায় গোটা চত্বর। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের দু’টি ইঞ্জিন। অনেক চেষ্টার পর রাত সাড়ে ১২টা নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসে।

    কখন লাগল আগুন

    দমকল সূত্রে খবর, রাত ১১টা ৫০ নাগাদ আচমকা ধোঁয়ায় ভরে যায় ইডেনের (Fire at Eden Gardens) ড্রেসিং রুম। ঘটনাস্থলে উপস্থিত কর্মীরাই দমকলে খবর দেন। সঙ্গে সঙ্গে দমকলের দু’টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। আগুন নিয়ন্ত্রণে আসে রাত সাড়ে ১২টা নাগাদ। দমকলের এক আধিকারিক জানিয়েছেন, ” সব কিছু দেখে মনে হচ্ছে শর্ট সার্কিটের ফলে এই আগুন লেগে থাকতে পারে। তবে সঠিক কারণ খুঁজে বের করতে আরও তদন্ত প্রয়োজন। ড্রেসিং রুমে ফলস সিলিং থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। তবে তাড়াতাড়ি আমাদের খবর দেওয়ার ফলে আগুন নিয়ন্ত্রণে আনতে সুবিধা হয়েছে।”

    আগুনে কী কী ক্ষতি

    প্রাথমিক তদন্তের পর দমকল কর্তৃপক্ষ জানিয়েছেন, শর্ট-সার্কিট থেকেই আগুন (Fire at Eden Gardens) লেগেছে। দ্রুত ব্যাবস্থা গ্রহণের ফলে বড়সড় ক্ষতি এড়ানো গেছে। তবে ড্রেসিংরুমের মধ্যে রাখা খেলোয়াড়দের কিটস আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গিয়েছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ইডেনের বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন করে দেওয়া হয়। বিশ্বকাপ শুরু হতে বাকি আর দু’মাস। তার আগে শনিবার ইডেন পরিদর্শন করতে এসেছিল আইসিসি ও বিসিসিআই এর প্রতিনিধি দল। ইডেনের কাজকর্ম দেখে তারা সন্তোষ প্রকাশ করেছিলেন। কিন্তু হঠাৎ করে আগুন লাগার ঘটনায় ইডেনের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠে গেল।

    আরও পড়ুন: অপরাজিত থেকে সেমিফাইনালে! হকিতে পাকিস্তানকে ৪-০ গোলে চুরমার করল ভারত

    সামনে বিশ্বকাপ

    ২০২৩-এর ক্রিকেট বিশ্বকাপের পাঁচটি ম্যাচ হবে ইডেনে। তার মধ্যে ভারত দক্ষিণ আফ্রিকা যেমন রয়েছে, তেমনি একটি সেমি ফাইনাল ম্যাচ হবে ইডেনে। খেলবে পাকিস্তান, ইংল্যান্ড, বাংলাদেশ। বিশ্বকাপকে সামনে রেখে সেজে উঠছে ইডেন। ক্লাব হাউসের আপার টিয়ারে বসেছে নতুন চেয়ার। আধুনিকতার ছাপ পড়েছে প্রেস বক্স, মিডিয়া সেন্টারে। ড্রেসিং রুমের বদল হচ্ছে। কোটি কোটি টাকা খরচ করে পুরো বদলে ফেলা হচ্ছে ইডেনের চালচিত্র। তার মধ্যে আগুন (Fire at Eden Gardens) লাগার ঘটনা সি এ বি কর্তাদের কাছে খুবই অস্বস্তির হল।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Ind vs Pak Hockey: অপরাজিত থেকে সেমিফাইনালে! হকিতে পাকিস্তানকে ৪-০ গোলে চুরমার করল ভারত

    Ind vs Pak Hockey: অপরাজিত থেকে সেমিফাইনালে! হকিতে পাকিস্তানকে ৪-০ গোলে চুরমার করল ভারত

    মাধ্যম নিউজ ডেস্ক: পাকিস্তানের বিরুদ্ধে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে দাপট দেখিয়ে জিতল ভারত।  ঘরের মাঠে পাকিস্তানকে ৪-০ গোলে হারাল মেন ইন ব্লু। জোড়া গোল করে ম্যাচের নায়ক ভারত অধিনায়ক হরমনপ্রীত সিং। এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে টিকে থাকতে হলে এই ম্যাচে অন্তত পক্ষে ড্র করতে হত পাকিস্তানকে। হেরে যাওয়ায় প্রতিযোগিতা থেকে ছিটকে গেল তারা। গ্রুপ শীর্ষে থেকেই সেমিফাইনালে গেল ভারত।  সেমিফাইনালে তাদের সামনে জাপান। অন্য সেমিফাইনালে মুখোমুখি মালয়েশিয়া ও দক্ষিণ কোরিয়া। পঞ্চম স্থানের জন্য চিনের সঙ্গে খেলবে পাকিস্তান। ট্যুইটারে হরমনপ্রীতদের শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর, বিসিসিআই সচিব জয় শাহ।

    পাকিস্তানের বিরুদ্ধে দাপট 

    ভারতে পা রেখেই পাকিস্তান হকি দলের কোচ হুঙ্কার ছেড়েছিলেন, চিরপ্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে তারাই সুবিধাজনক জায়গায় থাকবেন। মনে করিয়ে দিয়েছিলেন, বড় টুর্নামেন্টে তাদের রেকর্ডও। ভারতীয় শিবির যদিও নীরবই ছিল। কেন তাঁরা পাকিস্তান শিবিরের হুঁশিয়ারিতে কান দেননি, বুধবার তা দেখিয়ে দিলেন হরমনপ্রীতরা। চেন্নাইতে এদিন ভারত-পাকিস্তান ম্যাচের আগে দু-দলের খেলোয়াড়দের সঙ্গে মিলিত হন তামিলনাডুর মুখ্যমন্ত্রী এম কে স্টালিন, ভারতীয় দলের ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিন এবং হকি ইন্ডিয়ার প্রেসিডেন্ট দিলীপ তিরকে। দু-দেশের জাতীয় সঙ্গীতের পর।

    আরও পড়ুন: সামনে বিশ্বকাপ! গভীর রাতে আগুনে পুড়ল ইডেনের ঐতিহ্যবাহী ড্রেসিং রুম

    শুরু থেকেই আক্রমণে ভারত

    ম্যাচ শুরুর ৩ মিনিটের মাথায়, প্রথম কোয়ার্টারে প্রথম বিপক্ষের সার্কলে ঢুকে পড়ে ভারতই। হার্দিক সিংয়ের এরিয়ান বল পান শামসের সিং। কোনওমতে বিপদ এড়ায় পাকিস্তান। এরপরই পাকিস্তান একটি গোল করে। যদিও ভারত রিভিউ নেওয়ার পর সেই গোল বাতিল হয়। একটি পেনাল্টি কর্নার পায় পাক দল। ভারতের গোলকিপার কৃষ্ণণ বাহাদুর পাঠক গোল বাঁচিয়ে দেন। কিন্তু গোলের গন্ধ পেয়ে যেন তেড়েফুঁড়ে খেলতে শুরু করে পাক দল। বারবার ভারতের ডি-তে ঢুকে আক্রমণ শানাচ্ছিল পাকিস্তান। তবে প্রথম কোয়ার্টার শেষ হওয়ার ঠিক আগে গোল পায় ভারত। পেনাল্টি কর্নার থেকে গোল করেন অধিনায়ক হরমনপ্রীত সিং। প্রথম কোয়ার্টার শেষ হয় ভারতের পক্ষে ১-০ ব্যবধানে। দ্বিতীয় কোয়ার্টারে গোল শোধ করতে মরিয়া হয়ে ওঠে পাকিস্তান। কিন্তু ২৩ মিনিটের মাথায় ফের গোল পায় ভারত। গোলদাতা, ফের অধিনায়ক হরমনপ্রীত। পেনাল্টি কর্নার থেকেই ফের গোল করেন তিনি। ভারত এগিয়ে যায় ২-০।

    তৃতীয় কোয়ার্টারে ৩৬ মিনিটের মাথায় ফের পেনাল্টি কর্নার পায় ভারত। জোরাল শট থেকে গোল করেন যুগরাজ সিং। ভারত এগিয়ে যায় ৩-০। ৩৯ মিনিটের মাথায় চতুর্থ গোল করে ভারত। কিন্তু ভিডিও রেফারেল নিয়ে তা বাতিল করেন আম্পায়ার। ম্যাচ শেষ হওয়ার ঠিক ৫ মিনিট আগে, ৫৫ মিনিটের মাথায় চতুর্থ গোল ভারতের। গোল করেন আকাশদীপ সিং। ৪-০ গোলে ম্যাচ শেষ হয়। পাকিস্তান দু’এক বার আক্রমণ করলেও অমিত রুইদাসের নেতৃত্বে ভারতীয় রক্ষণ সজাগ ছিল। টুর্নামেন্টে ইতিমধ্যে ৭টি গোল করেছেন হরমনপ্রীত। সব কটিই করেছেন পেনাল্টি কর্নার থেকে। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • World Cup 2023: বদলে গেল ভারত-পাকিস্তান ম্যাচের দিন, খেলা কবে জানেন?

    World Cup 2023: বদলে গেল ভারত-পাকিস্তান ম্যাচের দিন, খেলা কবে জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: বদলে গেল ভারত-পাকিস্তান ম্যাচের দিন। পূর্ব সূচি অনুযায়ী, এক দিনের ক্রিকেট বিশ্বকাপে (World Cup 2023) ভারত-পাকিস্তান ম্যাচ হওয়ার কথা ছিল ১৫ অক্টোবর। খেলা হওয়ার কথা ছিল গুজরাটের আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। খেলা অবশ্য এই স্টেডিয়ামেই হবে। তবে এগিয়ে এসেছে দিন। জানা গিয়েছে, ভারত-পাকিস্তান ম্যাচ হবে ১৪ অক্টোবর, দুপুর ২টো থেকে। কেবল ভারত-পাকিস্তান ম্যাচ নয়, সব মিলিয়ে বদলে গিয়েছে ন’টি ম্যাচের সূচি।

    ইডেনে ম্যাচ

    জানা গিয়েছে, যে ন’টি ম্যাচের সূচি বদলেছে, তার মধ্যে রয়েছে পাকিস্তানের তিনটি ম্যাচ, ভারতের দুটি। এর মধ্যে একটি খেলা পাকিস্তানের সঙ্গে, অন্যটি নেদারল্যান্ডের বিরুদ্ধে। ইডেনে সব মিলিয়ে ম্যাচ হবে পাঁচটি। দিন বদলেছে তার মধ্যে একটিরই। ভারত-নেদারল্যান্ডের (World Cup 2023) খেলা হওয়ার কথা ছিল ১১ নভেম্বর। সেই ম্যাচ হবে ১২ নভেম্বর। খেলা হবে বেঙ্গালুরুতে, দুপুর ২টো থেকে। ওই দিনই ইডেনে হওয়ার কথা ছিল ইংল্যান্ড-পাকিস্তান ম্যাচ। কালীপুজোর কারণে সমস্যা হতে পারে নিরাপত্তায়। তাই ম্যাচের দিন বদলের অনুরোধ করা হয়েছিল। সেই কারণে ১২ তারিখের পরিবর্তে এই ম্যাচটি হবে ১১ নভেম্বর, দুপুর ২টো থেকে।

    বদলে যাওয়া সূচি

    ১০ অক্টোবর ধর্মশালায় বেলা সাড়ে ১০টা শুরু হবে ইংল্যান্ড-বাংলাদেশ ম্যাচ। হায়দরাবাদে এদিনই হবে পাকিস্তান-শ্রীলঙ্কা ম্যাচ। খেলা শুরু দুপুর ২টো থেকে। ১৩ তারিখের পরিবর্তে অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা ম্যাচ হবে ১২ অক্টোবর, লখনউয়ে, দুপুর ২টো থেকে। ১৪ অক্টোবরের বদলে নিউজিল্যান্ড-বাংলাদেশ ম্যাচ হবে ১৩ অক্টোবর। খেলা হবে চেন্নাইয়ে, দুপুর ২টো থেকে। ১৪ অক্টোবরের (World Cup 2023) পরিবর্তে দিল্লিতে ১৫ অক্টোবর খেলা হবে ইংল্যান্ড-আফগানিস্তানের। এখানেও খেলা শুরু হবে দুপুর ২টোয়। ১২ নভেম্বর পুণেতে খেলা হওয়ার কথা ছিল অস্ট্রেলিয়া বনাম বাংলাদেশের। একদিন এগিয়েছে সেই ম্যাচ। ১১ নভেম্বর বেলা সাড়ে ১০টা থেকে শুরু হবে খেলা।

    আরও পড়ুুন: মহিলা সাংসদদের উদ্দেশে ‘ফ্লাইং কিস’ ছুড়েছেন রাহুল! বিজেপির অভিযোগে সরগরম লোকসভা

    প্রসঙ্গত, প্রথমে ঘোষণা করা হয়েছিল ভারত-পাকিস্তান ম্যাচ (World Cup 2023) হবে ১৫ অক্টোবর। তবে সেই দিন থেকেই শুরু হবে নবরাত্রি উৎসব। বাংলার দুর্গাপুজোর মতোই গুজরাটবাসী মাতেন এই উৎসবে। সেই কারণেই দাবি জানানো হয়েছিল দিন বদলের। বিসিসিআই তা মেনে নেওয়ায় বদলে গিয়েছে কয়েকটি ম্যাচের সূচি।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

     
     
  • Derby: মরশুমের প্রথম ডার্বি শনিবার! টিকিট নিয়ে উন্মাদনা তুঙ্গে, কোন ব্লকের টিকিটের দাম কত?

    Derby: মরশুমের প্রথম ডার্বি শনিবার! টিকিট নিয়ে উন্মাদনা তুঙ্গে, কোন ব্লকের টিকিটের দাম কত?

    মাধ্যম নিউজ ডেস্ক: শনিবার সল্টলেক স্টেডিয়ামে মরশুমের প্রথম ডার্বি। মুখোমুখি ইস্ট বেঙ্গল ও মোহন বাগান। দুই চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাবের লড়াই ঘিরে বরাবরের মতো এবারও সমর্থকদের উন্মাদনা তুঙ্গে। বাড়ছে টিকিটের চাহিদা। ডুরান্ড (Durand Cup) কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছে টিকিটের দাম। ডুরান্ড কাপে দুরন্ত ছন্দে রয়েছে মোহনবাগান। ইস্টবেঙ্গল শিবিরের ছবিটা একেবারেই ভিন্ন।

    কোন ব্লকের টিকিটের দাম কত

    যুবভারতীতে বিভিন্ন ব্লকে টিকিটের দাম আলাদা। তবে ১০০ টাকার টিকিটই বেশি। বি১, বি২ ও বি৩ ব্লকে টিকিটের দাম ১০০ টাকা। ডি১, ডি২ ও ডি৩ ব্লকেও ১০০ টাকায় টিকিট পাওয়া যাবে। ঠিক একই ভাবে সি১ ও সি৩ ব্লকেও প্রতিটি টিকিটের দাম ১০০ টাকা। শুধুমাত্র সি২ ব্লকে প্রতিটি টিকিটের দাম ২০০ টাকা করা হয়েছে। ডুরান্ড কাপে দুরুন্ত ছন্দে মোহন বাগান। তারা এখনও অপরাজিত। সেদিক থেকে কিছুটা পিছিয়ে ইস্ট বেঙ্গল। গত ম্যাচে পাঞ্জাব এফসি তাদের আটকে দিয়েছে। তবে অতীতের পারফরম্যান্স দিয়ে ডার্বির ভবিষৎ নির্ধারণ করতে যাওয়া ভুল। স্নায়ুর চাপ নিয়ে যারা সেরাটা মেলে ধরতে পারবে, তাদের জেতার সম্ভাবনা বেশি।

    আরও পড়ুন: কুর্নিশ প্রধানমন্ত্রীর! ওয়ার্ল্ড ইউনিভার্সিটি গেমসে ভারতের ঝুলিতে ২৬টি মেডেল

    দুই শিবিরে দুই ছবি

    টিকিট বণ্টন নিয়ে ক্ষুব্ধ ইস্ট বেঙ্গল। ক্লাবের পক্ষ থেকে ডার্বির টিকিট বয়কটের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে সমস্যা মিটিয়ে ফেলতে উদ্যোগী কর্তৃপক্ষ। ডুরান্ড কাপে (Durand Cup) দুরন্ত ছন্দে রয়েছে মোহনবাগান। গ্রুপের প্রথম ম্যাচে স্বদেশী ব্রিগেড নিয়ে সবুজ মেরুন জার্সিধারীরা ৫-০ গোলে বস মানিয়েছিল বাংলাদেশ আর্মিকে। মোহনবাগান জয়ের ধারা অব্যাহত রাখে পাঞ্জাব এফসির বিরুদ্ধে। যদিও কোচ ওয়ান ফেরান্দো বড় ম্যাচের কথা মাথায় রেখে দলে বেশ কিছু পরিবর্তন করেছিলেন। তিনি নামিয়েছিলেন হুগো দুমাস দ্বিমিত্রির মত বিদেশীদের। প্রত্যাশা মতোই পাঞ্জাব এফসিকে ২-০ গোলে হারিয়েছিল মোহনবাগান যা ডার্বির আগে সবুজ মেরুন ফুটবলারদের মনোবল অনেকটাই বাড়িয়ে দিয়েছে। উল্টোদিকে ইস্টবেঙ্গল শিবিরের ছবিটা একেবারেই ভিন্ন। যে বাংলাদেশ আর্মিকে মোহনবাগান গোলের মালা পরিয়েছিল। তাদের বিরুদ্ধে জিততে ব্যর্থ হয় লাল হলুদ ব্রিগেড। কারলস কুয়াদরাতে ছেলেরা ড্র করেই মাঠ ছাড়েন। পাঞ্জাব এফসির বিরুদ্ধে জেতার সুবর্ণ সুযোগ ছিল ইস্টবেঙ্গলের সামনে। দু গোলে এগিয়ে যাওয়ার পরেও রক্ষণের ভুলে ম্যাচটি ড্র হয়। পয়েন্ট নষ্ট করে ইস্টবেঙ্গল। স্বাভাবিকভাবেই কার্লোস কুয়াদরাতের ওপর বাড়তি চাপ রয়েছে।

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

LinkedIn
Share