Category: খেলা

Get updates on Sports News Cricket, Football, Tennis, from the Madhyom news portal madhyom.com, West Bengal leading news portal Madhyom.com

  • ISL Final 2023: চিন্তা সুনীল ফ্যাক্টর! আজ আইএসএল খেতাব জিততে মরিয়া এটিকে মোহনবাগান

    ISL Final 2023: চিন্তা সুনীল ফ্যাক্টর! আজ আইএসএল খেতাব জিততে মরিয়া এটিকে মোহনবাগান

    মাধ্যম নিউজ ডেস্ক: ২০০২ সালে সবুজ-মেরুন জার্সিতে পেশাদার ফুটবলে পথচলা শুরু। আজ সেই সবুজ-মেরুন জার্সিরই পথের কাঁটা ঘরের ছেলে সুনীল ছেত্রী। সুনীলকে আটকে ট্রফি জিততে মরিয়া এটিকে মোহনবাগানও। বিগত দুই বছরে ট্রফি জয়ের খুব কাছাকাছি পৌঁছেও খালি হাতেই আইএসএল (ISL) মরসুম শেষ করতে হয়েছিল এটিকে মোহনবাগানকে (ATK Mohun Bagan)। একবার ফাইনাল ও একবার সেমিফাইনাল থেকেই ছিটকে গিয়েছিল সবুজ মেরুন। আজ, শনিবার আইএসএল ট্রফি জিতে সেই আক্ষেপ ভুলতে চায় জুয়ান ফেরান্দোর দল।

    সুনীল ফ্যাক্টর 

    দেখতে দেখতে কেটে গেছে ২৩টা বছর। তবু এখনও অদম্য। অবসর নিয়ে কখনও মুখ খোলেননি। তবে এটাই হতে পারে সুনীল ছেত্রীর কাছে শেষ মরশুম। বেঙ্গালুরু এফসি–কে আইএসএল এ চ্যাম্পিয়ন করেই ফুটবলকে বিদায় জানানোর পরিকল্পনা আছে সুনীলের।  চলতি আইএসএল-এ চারটি গোল করেছেন। সবথেকে গুরুত্বপূর্ণ ম্যাচে তাঁর পা থেকে গোল এসেছে। প্লে অফে কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে এবং সেমিফাইনালের প্রথম পর্বের ম্যাচে মুম্বই সিটি এফসি–র বিরুদ্ধে। ফাইনালে এটিকে মোহনবাগানের বিরুদ্ধেও তিনি একটা ফ্যাক্টর। 

    আরও পড়ুন: ভারত ছাড়া এশিয়া কাপ হয় না! শোয়েব আখতারের কথায় সমালোচনার ঝড় পাকিস্তানে

    জিততে মরিয়া প্রীতম

    আইএসএলের তিন মরশুমে দুই দল মোট ছয়বার একে অপরের মুখোমুখি হয়েছে। তার মধ্যে চারটি ম্য়াচ জিতেছে এটিকে মোহনবাগান, একটি ম্যাচ ড্র হয়েছে এবং মাত্র একটি ম্যাচ জিতেছে বেঙ্গালুরু এফসি। এ বার মরসুমের প্রথম ম্যাচে বেঙ্গালুরুকে ১-০ হারায় এটিকে মোহনবাগান। তবে ফিরতি লিগে ২-১-এ জিতে মধুর প্রতিশোধ নেয় বেঙ্গালুরু। তবে এই ম্যাচে ফের জয় চায় এটিকে। মোহনবাগান অধিনায়ক প্রীতম কোটাল জানেন চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ জীবনে বারবার আসে না। আর রানার্স হলে কেউ মনে রাখে না। প্রীতমের কথায়, “আমরা জিততে এসেছি, জিতেই মাঠ ছাড়ব। মাথা গরম নয়, স্বাভাবিক ফুটবল খেলাটাই লক্ষ্য।”

    কোথায় ম্যাচ?

    ১৮ মার্চ, শনিবার, পণ্ডিত জওহরলাল নেহরু স্টেডিয়াম, ফতোরদা, গোয়ায় আয়োজিত হবে আইএসএলের ফাইনাল ম্যাচটি।

    কখন শুরু খেলা?

    সন্ধে ৭.৩০টা থেকে এটিকে মোহনবাগান-বেঙ্গালুরু এফসির ফাইনাল ম্যাচটি শুরু হবে।

    কোথায় দেখবেন খেলা?

    টেলিভিশনে স্টার স্পোর্টস নেটওয়ার্কের একাধিক চ্যানেল এবং অনলাইনে হটস্টার অ্যাপ ও জিও টিভিতে দর্শকরা ফাইনাল ম্যাচটি দেখতে পারবেন।

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • INDIA v AUSTRALIA:  ফর্মে ফিরলেন রাহুল! একদিনের সিরিজের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জয় ভারতের

    INDIA v AUSTRALIA: ফর্মে ফিরলেন রাহুল! একদিনের সিরিজের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জয় ভারতের

    মাধ্যম নিউজ ডেস্ক: শুরুতেই ব্যাটিং বিপর্যয়। ৮৩ রানে পড়ে গিয়েছিল ৫ উইকেট। ফিরে গিয়েছেন ঈশান কিশান, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, শুভমন গিল, হার্দিক পান্ডিয়া। ওয়াংখেড়ে তখন চুপচাপ। অনেকেই ভাবছেন পরাজয় আসন্ন। একা একদিকে দাঁড়িয়ে লোকেশ রাহুল। অবশেষে আশঙ্কা উড়িয়ে তাঁর ব্যাটে ভর করেই একদিনের সিরিজের প্রথম ম্যাচেই দুর্দান্ত জয় তুলে নিল ভারত। অস্ট্রেলিয়াকে ৫ উইকেটে হারিয়ে সিরিজে ১–০ ব্যবধানে এগিয়ে গেল টিম ইন্ডিয়া। 

    নায়ক রাহুল

    একদিনের ক্রিকেটে অধিনায়ক হিসেবে অভিষেক ম্যাচেই জয় পেলেন হার্দিক পান্ডিয়া। এদিন টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় ভারত।  প্রথমে ব্যাট করে অস্ট্রেলিয়া তুলেছিল ১৮৮। জবাবে ৩৯.‌৫ ওভারে ১৯১/‌৫ তুলে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ভারত। চাপের মুখে দুর্দান্ত ব্যাটিং করে জয় এনে দিলেন লোকেশ রাহুল। অধিনায়কের মান রাখলেন।  আজকের ম্যাচ শুরুর আগে কে এল রাহুলকে প্রথম একাদশে দেখে ক্ষোভপ্রকাশ করেছিলেন ক্রিকেটজনতা। দিনের শেষে ত্রাতার ভূমিকায় দেখা গেলো তাঁকেই। পাঁচ নম্বরে ব্যাট করতে এসে ধুঁকতে থাকা ইনিংসের হাল ধরেন তিনি। প্রথমে হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) এবং পরে রবীন্দ্র জাদেজার (Ravindra Jadeja) সাথে ‘টিম ইন্ডিয়া’র ইনিংসকে এগিয়ে নিয়ে গেলেন তিনি। হাজার চাপের সামনেও মাথা না নুইয়ে ৭টি চার ১টি ছক্কার সাহায্যে ৯৫ বলে অপরাজিত ৭৫ রানের ইনিংস খেলে দলকে নিশ্চিত সাফল্যের দিকে নিয়ে গেলেন রাহুল। এর আগে উইকেটের পিছনেও নজর কেড়েছিলেন রাহুল। এদিন অস্ট্রেলিয়ার অধিনায়ক স্মিথকে প্যাভিলিয়নের রাস্তা দেখান হার্দিক পান্ডিয়া। যদিও এই উইকেটটা হার্দিক পান্ডিয়ার নামেই নথিভুক্ত হবে, কিন্তু কেএল রাহুলের দুর্দান্ত রিফ্লেক্স ছাড়া এই উইকেট শিকার কখনওই সম্ভব হত না। বলটা স্মিথের ব্যাটের একেবারে বাইরের দিকের কানা লাগে এবং সেটা প্রথম স্লিপের দিকেই যাচ্ছিল। ইতিমধ্যে দুর্দান্ত একটা ঝাঁপ দেন কেএল রাহুল। আর সঙ্গে সঙ্গে বলটি তাঁর তালুবন্দি হয়ে যায়। দ্বিতীয় উইকেট পতন হয় অস্ট্রেলিয়ার।

    আরও পড়ুন: ভারত ছাড়া এশিয়া কাপ হয় না! শোয়েব আখতারের কথায় সমালোচনার ঝড় পাকিস্তানে

    ম্যাচের সেরা জাদেজা

    এদিন অস্ট্রেলিয়ার হয়ে ওপেন করতে নেমেছিলেন মিচেল মার্শ এবং ট্রাভিস হেড।  ম্যাচের প্রথমার্ধে মহম্মদ শামি, মহম্মদ সিরাজদের দাপটে তছনছ হয়ে যায় অস্ট্রেলিয়া। শামি ১৭ রানে ৩ উইকেট নিয়েছেন। অস্ট্রেলিয়ার মিডল অর্ডারের প্রতিরোধ ভেঙে দিয়েছে তাঁর রিভার্স সুইং। তাঁর সঙ্গে মানানসই ছিলেন সিরাজও। ২৯ রানে ৩ উইকেট তাঁর। ওয়াংখেড়ের ২২ গজ হতাশ করেনি স্পিনারদেরও। জাডেজা ৪৬ রানে ২টি এবং কুলদীপ যাদব ৪৮ রানে ১টি উইকেট নিয়েছেন। জবাবে ব্যাট করতে নেমে ভারতও শুরুতে চাপে পড়ে যায়। কিন্তু প্রবল চাপের মুখে শুক্রবার রাহুলই ঢাল হয়ে দাঁড়ালেন অস্ট্রেলিয় বোলিং আক্রমণের সামনে। দলকে জেতানোর লড়াইয়ে রাহুল যোগ্য সঙ্গী হিসাবে পেলেন জাদেজাকে। তিনি অপরাজিত থাকলেন ৬৯ বলে ৪৫ রান করে। বাঁহাতি অলরাউন্ডারের ব্যাট থেকে এল ৫টি চার। ব্যাটে-বলে দলকে সাহায্য করে ম্যাচের সেরাও হলেন জাদেজা।

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • India vs Australia: বিশ্বকাপের প্রস্তুতি! জেনে নিন ভারত-অস্ট্রেলিয়া একদিনের সিরিজের প্রথম ম্যাচ কখন কোথায়

    India vs Australia: বিশ্বকাপের প্রস্তুতি! জেনে নিন ভারত-অস্ট্রেলিয়া একদিনের সিরিজের প্রথম ম্যাচ কখন কোথায়

    মাধ্যম নিউজ ডেস্ক: বছর শেষে অক্টোবর-নভেম্বরে দেশের মাটিতে বসবে আইসিসি ওডিআই বিশ্বকাপের আসর। তার আগে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের ওডিআই সিরিজ (India vs Australia ODI Series) দিয়ে বিশ্বকাপের প্রস্তুতি সারতে চাইছে টিম ইন্ডিয়া। অস্ট্রেলিয়াকে টেস্ট সিরিজে ২-১ এ উড়িয়ে দেওয়ার পর আজ, শুক্রবার প্রথম একদিনের ম্যাচ খেলবে হার্দিক-ব্রিগেড। মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে প্রথম ম্যাচ থেকেই নিজেদের সেরাটা নিংড়ে দিতে মুখিয়ে রয়েছে দল। 

    রোহিত নেই অধিনায়ক হার্দিক

    অজিদের বিরুদ্ধে প্রথম ওডিআই ম্যাচে নেতৃত্ব দেবেন না ভারত অধিনায়ক রোহিত শর্মা। পারিবারিক কারণে তাঁর অনুপস্থিতিতে ভারতকে নেতৃত্ব দেওয়ার সুযোগ পেয়েছেন হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। টি-টোয়েন্টি ক্রিকেটে টিম ইন্ডিয়ার হয়ে একাধিক ম্যাচে নেতৃত্ব দিলেও ওডিআই ফর্ম্যাটে নেতা হিসেবে এখনও হার্দিকের অভিষেক হয়নি। ভারত যেমন প্রথম ম্যাচে নেতা রোহিতকে পাচ্ছে না। তেমনই অজিরাও তাদের পূর্ণ সময়ের অধিনায় প্যাট কামিন্সকে পাচ্ছে না। তাঁর অনুপস্থিতিতে অজি দলকে নেতৃত্ব দেবেন স্টিভ স্মিথ। টিম ইন্ডিয়ার স্ট্যান্ড ইন ক্যাপ্টেন হার্দিক জানিয়ে দেন অজিদের বিরুদ্ধে প্রথম ওডিআই ম্যাচে ভারতের হয়ে ওপেনিং করবেন শুভমন গিল ও ঈশান কিষাণ।

    ওয়াংখেড়ের ফ্ল্যাট পিচ

    সাধারণত ওয়াংখেড়ের পিচ ফ্ল্যাট হয়। ব্যাটাররা এই পিচ থেকে সুবিধা পেয়ে থাকেন। ফ্লাডলাইটের আলোয় প্রভাব ফেলবে শিশির। হাওয়াটাও একটা ফ্যাক্টর। বৃষ্টির সম্ভবনা থাকায় বাতাসে আর্দ্রতা থাকবে। ২০২০ সালে এখানে শেষ আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করা হয়েছিল।

    ভারত-অস্ট্রেলিয়া তিন ম্যাচের ওডিআই সিরিজের সূচি –

    ১৭ মার্চ – প্রথম ওডিআই, মুম্বই
    ১৯ মার্চ – দ্বিতীয় ওডিআই, ভাইজাগ
    ২২ মার্চ – তৃতীয় ওডিআই, চেন্নাই

    কখন শুরু প্রথম ম্যাচ, কী ভাবে দেখবেন

    দিন-রাতের এই একদিনের ম্যাচ শুরু হবে দুপুর আড়াইটের সময়। দুপুর দেড়টা থেকে শুরু হবে এই ম্যাচের কভারেজ। টস হবে দুপুর দুটোয়। স্টার স্পোর্টসে দেখা যাবে এই ম্যাচ। মোবাইলে লাইভ স্ট্রিমিং দেখতে হলে, ডিজনি হটস্টারের সাবস্ক্রিপশন নিতে হবে। ডিডি স্পোর্টসেও বিনামূল্যে দেখা যাবে ম্যাচ।

    আরও পড়ুন: ভারত ছাড়া এশিয়া কাপ হয় না! শোয়েব আখতারের কথায় সমালোচনার ঝড় পাকিস্তানে

    অস্ট্রেলিয়া
    ডেভিড ওয়ার্নার, ট্রেভিস হেড, স্টিভেন স্মিথ, মারনাস লাবুশানে, মিচেল মার্শ/মার্কাস স্টোইনস, গ্লেন ম্যাক্সওয়েল, অ্যালেক্স ক্যারি, ক্যামেরন গ্রিন, মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্বা, নাথান এলিস

    ভারত
    শুভমান গিল, ঈশান কিষান, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, কেএল রাহুল, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, শার্দূল ঠাকুর, মহম্মদ সিরাজ, মহম্মদ সামি/উমরান মালিক

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Shoaib Akhtar: ভারত ছাড়া এশিয়া কাপ হয় না! শোয়েব আখতারের কথায় সমালোচনার ঝড় পাকিস্তানে

    Shoaib Akhtar: ভারত ছাড়া এশিয়া কাপ হয় না! শোয়েব আখতারের কথায় সমালোচনার ঝড় পাকিস্তানে

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারত না খেললে এশিয়া কাপ জৌলুস হারাবে,অভিমত পাকিস্তানের প্রাক্তন জোরে বোলার শোয়েব আখতারের (Shoaib Akhtar)। ভারতীয় ক্রিকেট বোর্ড সরাসরি জানিয়ে দিয়েছে পাকিস্তানে এশিয়া কাপ খেলতে দল পাঠানো হবে না। নাছোড়বান্দা পাকিস্তান ক্রিকেট বোর্ড-ও। প্রাথমিকভাবে ঠিক হয়ে গিয়েছিল চলতি বছর ৫০ ওভারের এশিয়া কাপ হবে পাকিস্তানে। কিন্তু ভারত পাক-ভূমে দল পাঠাতে নারাজ। এই প্রেক্ষিতে শোয়েবের (Shoaib Akhtar) এই মন্তব্য আগুনে ঘি ঢালল। এ হেন মন্তব্যের জেরে  শোয়েবের কপালে  জুটতে পারে দেশদ্রোহী তকমাও।

    শোয়েবের ভারত-প্রীতি

    ভারতঘেঁষা হিসেবে খ্যাতি রয়েছে শোয়েবের (Shoaib Akhtar)। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, “ভারতীয়দের থেকে প্রচুর ভালবাসা পেয়েছি। এশিয়া কাপে ভারত না খেললে ওদের অভাব অনুভব করব। এশিয়া কাপ পাকিস্তানে হোক কিংবা শ্রীলঙ্কায়, ভারতের খেলা দেখতে চাই।” প্রাক্তন জোরে বোলারের মতে, বিরাট কোহলি, রোহিত শর্মারা না খেললে প্রতিযোগিতা আকর্ষণ হারাবে। বিরাট কোহলির ব্যাটিং দেখার জন্যও মুখিয়ে রয়েছেন প্রাক্তন জোরে বোলার। তিনি বলেছেন, ‘‘কোহলিকে আবার আগের মতো ব্যাট করতে দেখলে আমি এক দমই অবাক হব না। ও যথেষ্ট অভিজ্ঞ ক্রিকেটার।’’

    দুই বোর্ডের লড়াই

    সম্প্রতি, দুই ক্রিকেট বোর্ডের লড়াইয়ের ফলে এশিয়া কাপ নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। প্রতিযোগিতা কোথায়, কীভাবে হবে— তা নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেনি এশিয়ান ক্রিকেট কাউন্সিল। ভারতীয় বোর্ডের অবস্থানের সমালোচনা করেছেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটারদের একাংশ। কিন্তু তাঁদের সঙ্গে সহমত নন শোয়েব (Shoaib Akhtar)।

    আরও পড়ুন: ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ বাংলাদেশের! আইপিএলের আগে ছন্দে লিটন

    দু’দিন আগেই ভারতের বিরুদ্ধে সুর চড়িয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান নাজম শেঠি। তাঁর বক্তব্য ছিল, ভারত ছাড়া কোনও দেশ-ই পাকিস্তানের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলছে না। যত উদ্বেগ ভারতের। মার্চ মাসেই সমস্যা সমাধানে বৈঠকে বসার কথা এশিয়ান ক্রিকেট কাউন্সিলের এক্সিকিউটিভ কমিটির। এর মধ্যে শোয়েবের (Shoaib Akhtar) মন্তব্যের জেরে সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে গোটা পাকিস্তানে। শোয়েবের কথায়, খেলা কোথায় হবে তা নিয়ে ভাবতে চান না তিনি শুধু এশিয়া কাপে ভারতীয় দলকে খেলতে দেখতে চান।

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Bangladesh Cricket: ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ বাংলাদেশের! আইপিএলের আগে ছন্দে লিটন

    Bangladesh Cricket: ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ বাংলাদেশের! আইপিএলের আগে ছন্দে লিটন

    মাধ্যম নিউজ ডেস্ক: ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ। ঘরের মাঠে বিশ্বচ্যাম্পিয়নদের বিরুদ্ধে  টি-টোয়েন্টি সিরিজের তিনটি ম্যাচই জিতলেন শাকিব আল হাসানরা। আইপিএলের আগে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে ব্যাট হাতে দাপট দেখালেন লিটন দাস। কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএলে নামার আগে ছন্দে দেখা গেল লিটনকে। আজ মীরপুরে বাংলাদেশ ১৬ রানে হারিয়ে দেয় টি ২০ বিশ্বচ্যাম্পিয়নদের। 

    ম্যাচের হাল-হাকিকত

    তৃতীয় ম্যাচে ঢাকার শের-ই বাংলা স্টেডিয়ামে টসে জেতে ইংল্যান্ড। প্রথমে বাংলাদেশকে ব্যাট করতে পাঠান ইংল্যান্ডের অধিনায়ক জস বাটলার। বাংলাদেশের হয়ে শুরুটা ভাল করেন দুই ওপেনার লিটন দাস ও রনি তালুকদার। নির্ধারিত ২০ ওভারে বাংলাদেশ তুলেছিল ২ উইকেট হারিয়ে ১৫৮ রান। ১০টি চার ও একটি ছয়ের সাহায্যে ওপেনার লিটন দাস ৫৭ বলে ৭৩ রান করেন। অপর ওপেনার রনি তালুকদার করেন ২২ বলে ২৪। তিনে নেমে ১টি চার ও ২টি ছয়ের সাহায্যে ৩৬ বলে ৪৭ রানে অপরাজিত থাকেন নাজমুল হোসেন শান্ত। শাকিব ৬ বলে চার রানে অপরাজিত থাকেন। আদিল রশিদ ও ক্রিস জর্ডন ১টি করে উইকেট নেন। 

    আরও পড়ুন: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারত! অস্ট্রেলিয়ার বিপক্ষে চতুর্থ টেস্ট ড্র

    জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভাল হয়নি  ইংল্যান্ডের।  প্রথম ওভারেই শূন্য রানে আউট হন ফিল সল্ট। তার পরে অবশ্য বড় জুটি হয় দাউইদ মালান ও অধিনায়ক বাটলারের মধ্যে। দু’জনে মিলে দলের রানকে ১০০ পার করান। ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৪২ রানে শেষ হয় ইংল্যান্ডের ইনিংস। ১৬ রানে ম্যাচ হারেন বাটলাররা। চট্টগ্রামে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ইংল্যান্ডকে ৬ উইকেটে হারিয়েছিল বাংলাদেশ। পরের ম্যাচে ঢাকায় ৪ উইকেটে জেতেন শাকিবরা। এ বার তৃতীয় ম্যাচেও জিতলেন তাঁরা। সেই সঙ্গে বিশ্বচ্যাম্পিয়নদের চুনকাম করল বাংলাদেশ।

    জাফরের পোস্ট

    বাংলাদেশ জেতার পরেই ভারতের প্রাক্তন ক্রিকেটার ওয়াসিম জাফরকে দেখা যায় মাইকেল ভনকে মজার ছলে খোঁচা দিতে। ইনস্টাগ্রামে পোস্ট করে ভনকে ব্যঙ্গ করেন তিনি। জাফর বাংলাদেশের জার্সি পরে একটি ছবি পোস্ট করেন। বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ দলের ব্যাটিং পরামর্শদাতা জাফর। শাকিব আল হাসানদের দলের সঙ্গে সরাসরি যোগ নেই। কিন্তু বাংলাদেশ দলের সঙ্গে যুক্ত জাফর সুযোগ ছাড়েননি ভনকে কটাক্ষ করার।

    ভন এবং জাফরের মধ্যে কথার লড়াই চলতেই থাকে। কেউ কাউকে ছাড়েন না। বাংলাদেশ জিততেই তাই সে দেশের জার্সি পরে জাফর লেখেন, “হ্যালো মাইকেল ভন, অনেক দিন দেখা হয় না।”

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • WTC Final: আইপিএলের সময় ডিউক বলে অনুশীলন! বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের প্রস্তুতিতেই জোর রোহিতের

    WTC Final: আইপিএলের সময় ডিউক বলে অনুশীলন! বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের প্রস্তুতিতেই জোর রোহিতের

    মাধ্যম নিউজ ডেস্ক: আইপিএল শেষ হওয়ার ছ’দিন পরে, ৭ জুন শুরু হবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল (WTC Final 2023)। এবার ফাইনাল খেলবে ভারত ও অস্ট্রেলিয়া। গত বার টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছেও খালি হাতেই ফিরতে হয়েছিল টিম ইন্ডিয়াকে। তবে এবার কিন্তু আগেভাগেই প্রস্তুতি শুরু করে দিতে আগ্রহী ভারতীয় দল। ভারতীয় তারকাদের টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রস্তুতি সারতে আগেই বিলেত পাঠানো হতে পারে পূর্বাভাস দিয়ে রাখলেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)।

    দু’সপ্তাহের কন্ডিংশনি ক্যাম্প

    আইপিএল শেষ হওয়ার ছ’দিনের মাথায় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল (WTC Final 2023) খেলতে হওয়ায় এমনিতেই সমালোচনা করেছেন ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড়। পরে সাংবাদিক বৈঠকে এসে রোহিত জানালেন, ফাইনাল নিয়ে বিশেষ ব্যবস্থা করতে পারেন তাঁরা। তার মধ্যে আইপিএলের সময় ডিউক বলে অনুশীলনের ব্যবস্থা করা হতে পারে। কিছু ক্রিকেটারকে নিয়ে ইংল্যান্ডে দু’সপ্তাহের কন্ডিংশনি ক্যাম্পও আয়োজন করা হতে পারে। সে ক্ষেত্রে সংশ্লিষ্ট ক্রিকেটারদের আইপিএল ছেড়ে আগেই ইংল্যান্ড চলে যেতে হবে।

    পিচ পেস সহায়ক

    রোহিত বলেছেন, “আমাদের সামনে কঠিন চ্যালেঞ্জ। যারা ফাইনালে (WTC Final 2023) খেলতে পারে, তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হবে এবং তাদের ওয়ার্কলোডের দিকে নজর রাখা হবে। দেখতে হবে ওরা কী পরিমাণে ক্রিকেট খেলছে। আশা করি ২১ মে-র মধ্যে প্লে-অফে কোন ছ’টি দল খেলবে তা ঠিক হয়ে যাবে। তাই যাদের দল যোগ্যতা অর্জন করবে না, তাদের দ্রুত ইংল্যান্ডে নিয়ে গিয়ে বিশেষ শিবিরের আয়োজন করা যেতে পারে। তা হলে দ্রুত ওরা ইংল্যান্ডের পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে পারবে।” 

    আরও পড়ুন: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারত! অস্ট্রেলিয়ার বিপক্ষে চতুর্থ টেস্ট ড্র

    ইংল্যান্ডের পিচ পেস সহায়ক। তাই জোরে বোলারদের উপর বিশেষ দায়িত্ব থাকবে বলে মনে করছেন ভারত অধিনায়ক। বিশ্ব টেস্ট ফাইনালে (WTC Final 2023) মহম্মদ সিরাজ, মহম্মদ শামি এবং উমেশ যাদবের খেলার কথা। রোহিতের কথায়, “আমরা জোরে বোলারদের কিছু ডিউক বল (যে বলে ইংল্যান্ডে খেলা হয়) পাঠাব। দেখতে হবে ওরা যেন সেই বলে অনুশীলনের সময় পায়। অবশ্যই বাকি কাজের দায়িত্ব মিটিয়ে। যারা ফাইনালে খেলবে তাদের অনেকেই আগে ইংল্যান্ডে খেলেছে। তবে এক-দু’জন থাকতেই পারে যারা প্রথম খেলতে নামবে। মনে হয় না বিরাট সমস্যা হবে। প্রস্তুতি আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আশা করি সেটা ভাল ভাবেই নিতে পারব।” 

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • World Test Championship: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারত! অস্ট্রেলিয়ার বিপক্ষে চতুর্থ টেস্ট ড্র

    World Test Championship: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারত! অস্ট্রেলিয়ার বিপক্ষে চতুর্থ টেস্ট ড্র

    মাধ্যম নিউজ ডেস্ক: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছে গেল ভারত। টানা দ্বিতীয় বার। ফাইনালে ভারত-অস্ট্রেলিয়া মুখোমুখি হবে। আহমেদাবাদে ভারত অস্ট্রেলিয়া চতুর্থ টেস্ট ড্র হলেও,  ক্রাইস্টচার্চ থেকে সুখবর চলে আসে সকালেই। দ্বিতীয় দল হিসেবে ফাইনালে যাওয়ার দৌড়ে ভারতের সঙ্গে ছিল শ্রীলঙ্কাও। তার জন্য নিউজিল্যান্ডের মাটিতে টেস্ট সিরিজ ২-০ ব্যবধানে জিততে হত শ্রীলঙ্কাকে। কিন্তু প্রথম টেস্টে নিউজিল্যান্ডের নাটকীয় জয় শ্রীলঙ্কাকে ছিটকে দিল। শেষ বল থ্রিলারে শ্রীলঙ্কাকে হারাল নিউজিল্যান্ড। এর ফলেই ভারতের ফাইনাল নিশ্চিত হয়ে যায়। 

    নিউজিল্যান্ডের বিপক্ষে শ্রীলঙ্কা প্রথম ইনিংসে ৩৫৫ রান করে। একটা সময় নিউজিল্যান্ডের প্রথম ইনিংসে ১৫১ রানে ৫ উইকেট পড়ে গিয়েছিল। সেই সময় শ্রীলঙ্কার কাছে সুযোগ ছিল উইলিয়ামসনদের চাপে ফেলার। কিন্তু সেখান থেকেই কিউয়িরা ১৮ রানের লিড নিয়ে নেয়। দ্বিতীয় ইনিংসে শ্রীলঙ্কা ৩০২ রান করে। অ্যাঞ্জেলো ম্যাথুজ ১১৫ রান করেন। নিউজিল্যান্ডের সামনে ২৮৫ রানের লক্ষ্য দেন তাঁরা। টেস্টের শেষ দিনে নিউজিল্যান্ড সেই রান তাড়া করে জেতে। সেই সঙ্গে শ্রীলঙ্কার ২-০ ব্যবধানে সিরিজ জয়ের আশা শেষ হয়ে যায়। ভারত চলে যায় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে।

    আরও পড়ুন: প্রায় সাড়ে তিন বছর পর টেস্টে শতরান বিরাটের

    কখন কোথায় ফাইনাল

    আগামী ৭ জুন থেকে শুরু হবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। ১১ জুন পর্যন্ত চলতে পারে খেলা। ইংল্যান্ডের কেনসিংটন ওভালে মুখোমুখি হবে দু’দল। পাঁচ দিনের ফাইনাল টেস্টের জন্য রাখা হয়েছে একটি অতিরিক্ত দিন। বৃষ্টি বা কোনও কারণে খেলার সময় কমে গেলে, অতিরিক্ত দিনে খেলা গড়াবে। ১২ জুন রাখা হয়েছে অতিরিক্ত দিন হিসাবে।

    অন্যদিকে এদিন ভারত-অস্ট্রেলিয়ার চতুর্থ টেস্ট অমীমাংসিত ভাবেই শেষ হয়। ম্যাচ যে ড্র হতে চলেছে, এটা বোঝাই যাচ্ছিল। তবে ম্যাচ ড্র হলেও বর্ডার-গাভাসকর ট্রফি জিতল ভারতই। ২-১ ব্যবধানে এই সিরিজ জেতে টিম ইন্ডিয়া। তবে শেষ দিনে ভারতীয় বোলিং নিয়ে রোহিত শর্মাকে দেখা গেল পরীক্ষা-নিরীক্ষা করতে। হঠাৎই তিনি বল তুলে দিলেন শুভমন গিলের হাতে। ছ’টা বল করলেন শুভমন। তার পরের ওভারে আবার চমক। এ বার বল উঠে এল চেতেশ্বর পুজারার হাতে। তিনিও এক ওভার বল করলেন। ভারত পেয়ে গেল অতিরিক্ত দুই স্পিনার।

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • INDIA v AUSTRALIA: শুভমনের শতরান! চতুর্থ টেস্টে অস্ট্রেলিয়ার  বিপক্ষে বড় ইনিংস গড়ার পথে ভারত

    INDIA v AUSTRALIA: শুভমনের শতরান! চতুর্থ টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে বড় ইনিংস গড়ার পথে ভারত

    মাধ্যম নিউজ ডেস্ক: আমেদাবাদ টেস্টে তৃতীয় দিনের শেষে ভাল জায়গায় ভারত (INDIA v AUSTRALIA)।  তৃতীয় দিনের খেলা শেষ হওয়া পর্যন্ত টিম ইন্ডিয়া ৯৯ ওভারে ৩ উইকেট হারিয়ে ২৮৯ রান তুলেছে। ফর্মে থাকা শুভমন গিলের দুরন্ত শতরানে ভর করে এদিন সহজেই রান তোলে টিম ইন্ডিয়া। দিনের শেষে ৫৯ রান করে ক্রিজে রয়েছেন বিরাট কোহলি ও ১৬ রানে অপরাজিত রয়েছেন রবীন্দ্র জাদেজা। প্রথম ইনিংসের বিচারে অস্ট্রেলিয়ার থেকে এখনও ১৯১ রান পিছিয়ে রয়েছে টিম ইন্ডিয়া। চতুর্থ দিনে ভারতের জন্য প্রথম সেশনটা খুবই গুরুত্বপূর্ণ। সবার নজর থাকবে বিরাটের ব্যাটের দিকে।

    ম্যাচের হাল-চাল

    এই ম্যাচে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল অস্ট্রেলিয়া (INDIA v AUSTRALIA)। অজি ব্যাটার উসমান খোয়াজা এবং ক্যামেরন গ্রিনের সেঞ্চুরির সুবাদে অস্ট্রেলিয়া স্কোর বোর্ডে ৪৮০ রান তুলতে সক্ষম হয়। খোয়াজা ১৮০ রান ও গ্রিন করেন ১১৪ রান। এই ইনিংসে ভারতের হয়ে সর্বোচ্চ ৬ উইকেট নেন রবিচন্দ্রন অশ্বিন। অন্যদিকে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে রোহিত শর্মাকে প্যাভিলিয়নের পথ দেখান কুনম্যান। ব্যক্তিগত ৩৫ রানে আউট হয়েছেন হিটম্যান। ৪২ রান করে সাজঘরে ফিরেছেন চেতেশ্বর পূজারা। মার্ফির বলে আউট হন পূজারা। এদিকে শতরান করে আউট হয়েছেন শুভমন গিল। ১২৮ রান করে সাজঘরে ফিরেছেন গিল। 

    আরও পড়ুন: ক্রিকেটীয় পিচে কূটনৈতিক সম্পর্ক মজবুত করার পথ দেখালেন প্রধানমন্ত্রী মোদি

    আমদাবাদের পিচে এমনিতেই বোলাররা সে ভাবে সাহায্য পাননি এখনও। সেই পিচে ঠান্ডা মাথায় চাপ সামলে রান করলেন শুভমন। মারার বল হলে মেরেছেন। ধরে খেলার বল সতর্কতার সঙ্গে রক্ষণ করেছেন। খুচরো রান নিয়ে সচল রেখেছেন স্কোরবোর্ড। অস্ট্রেলিয়ার (INDIA v AUSTRALIA) বিরুদ্ধে ভারতকে প্রথম ইনিংসে এগিয়ে যেতে হলে কাউকে একটা বড় রান করতেই হবে। শুভমন তার শুরুটা করে দিয়ে গেলেন। গিলের কথায়,’চতুর্থ দিনে বড় স্কোর করার চেষ্টা করবে ভারত। তাঁর মতে কে জানে ম্যাচের পঞ্চম দিনে উইকেট বোলারদের সাহায্য করতে পারে। আর যদি তা হয় তাহলেই ভারতীয় দল বাজি জিততে পারে।’ তৃতীয় দিনের খেলার শেষে শুভমন বলেন, ‘এখানে সেঞ্চুরি করতে পেরে দারুণ লাগছে। এটা আমার আইপিএল হোম গ্রাউন্ড এবং এখানে আমি কিছু রান পেয়ে বেশ খুশি। ব্যাট করার জন্য পিচ বেশ ভালো ছিল।’

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • India vs Australia: তৃতীয় দিনে বড় রানই লক্ষ্য রোহিত-কোহলিদের! প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া করল ৪৮০

    India vs Australia: তৃতীয় দিনে বড় রানই লক্ষ্য রোহিত-কোহলিদের! প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া করল ৪৮০

    মাধ্যম নিউজ ডেস্ক: আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বর্ডার-গাভাস্কর ট্রফির চতুর্থ ও শেষ টেস্টের দ্বিতীয় দিনের শেষে অস্ট্রেলিয়া থামল ৪৮০ রানে। ব্যাট করতে নেমে ভারত কোনও উইকেট না হারিয়ে তুলল ৩৬ রান। ক্রিজে রয়েছেন রোহিত শর্মা ও শুভমন গিল। এখনও ভারত ৪৪৪ রানে পিছিয়ে। ভারতের হয়ে প্রথম ইনিংসে অজিদের ৬ উইকেট নেন রবিচন্দ্রন অশ্বিন।

    অশ্বিনের ৬ উইকেট

    এদিন ৪ উইকেটে ২৫৫ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে অস্ট্রেলিয়া। সকাল থেকে উইকেটের খোঁজে হাহুতাশ করে ভারতীয় বোলাররা। প্রথম সেশনে কোনও উইকেটই নিতে পারেননি শামিরা। ৪২২ বল খেলে ১৮০ রান করেন উসমান খোয়াজা। খোয়াজাকে সঙ্গ দিলেন ক্যামেরন গ্রিন। ১৭০ বলে ১১৪ রান করেন অস্ট্রেলিয়ার অলরাউন্ডার।  দ্বিতীয় সেশনে ভারতকে প্রথম আশার আলো দেখান অভিজ্ঞ অশ্বিন। এ দিন তিনি ভারতীয়দের মধ্যে বর্ডার-গাভাস্কর ট্রফিতে সব থেকে বেশি উইকেটের মালিক হলেন। দ্বিতীয় সেশনে এক ওভারে গ্রিন এবং অ্যালেক্স ক্যারিকে ফিরিয়ে দেন অশ্বিন। শেষ চার উইকেটে ১০২ রান তুলে নেয় অস্ট্রেলিয়া। নাথান লায়ন করেন ৩৪ এবং টড মারফি করেন ৪১ রান। তাঁদের দু’জনকেই ফেরান অশ্বিন। প্রথম দিনে ট্রেভিস হেডের উইকেট নিয়েছিলেন তিনি। দ্বিতীয় দিনে নিলেন আরও পাঁচ উইকেট।

    আরও পড়ুন: ক্রিকেটীয় পিচে কূটনৈতিক সম্পর্ক মজবুত করার পথ দেখালেন প্রধানমন্ত্রী মোদি

    প্যাট কামিন্সের মা প্রয়াত

    এদিন অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা কালো ব্যান্ড পরে খেলতে নেমেছিলেন। অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্সের মা মারিয়া প্রয়াত হয়েছেন। দীর্ঘ দিন ধরেই অসুস্থ ছিলেন মারিয়া। মায়ের পাশে থাকতে দ্বিতীয় টেস্টের পর দেশে ফিরে গিয়েছিলেন কামিন্স। খেলতে পারেননি তৃতীয় টেস্ট। আহমেদাবাদ টেস্টের আগেও ভারতে আসতে পারেননি। কামিন্সের বদলে স্টিভ স্মিথ নেতৃত্ব দিচ্ছেন।

    বৃহস্পতিবার রাতে মারা যান কামিন্সের মা। সিডনিতে সেই সময় তাঁর পাশেই ছিলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক। ২০০৫ সালে স্তন ক্যানসারে আক্রান্ত হন মারিয়া। ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফে বলা হয়, “মারিয়া কামিন্সের প্রয়াণে আমরা শোকাহত। ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফে কামিন্স এবং তাঁর পরিবারের সকলকে আমরা সমবেদনা জানাই। অস্ট্রেলিয়া দল এই কারণে কালো ব্যান্ড পরে মাঠে নামবে।”

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • INDIA VS AUSTRALIA: ভারতের বিপক্ষে চতুর্থ টেস্টের প্রথম দিনে চালকের আসনে অস্ট্রেলিয়া

    INDIA VS AUSTRALIA: ভারতের বিপক্ষে চতুর্থ টেস্টের প্রথম দিনে চালকের আসনে অস্ট্রেলিয়া

    মাধ্যম নিউজ ডেস্ক: মোতেরা টেস্টে ক্রমশ জাঁকিয়ে বসছে অস্ট্রেলিয়া। টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে দিনের শেষে ৪ উইকেট হারিয়ে ২৫৫ রান তুলেছে ক্যাঙারু বাহিনী। বিশ্ব টেস্ট চ্য়াম্পিয়নশিপের ফাইনাল নিশ্চিত করতে চতুর্থ টেস্ট জিততেই হবে ভারতকে। কিন্তু আমেদাবাদ টেস্টের প্রথম দিনের শেষে অস্বস্তিতে টিম ইন্ডিয়া। বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়ামে অ্যাডভান্টেজ অস্ট্রেলিয়া। দু-দেশের প্রধানমন্ত্রীর উপপস্থিতিতে শুরু হাইভোল্টেজ চতুর্থ টেস্ট। ম্য়াচ শুরুর আগে হয়েছে জমকালো অনুষ্ঠান। তবু আজ ব্যাকফুটে রোহিতরা। দিনের শেষ মুহূর্তে শতরান পূর্ণ করেন উসমান খোয়াজা। এই সিরিজে মূলত দাপট দেখা গিয়েছে বোলারদের। আমেদাবাদের পিচ ব্যাটারদেরও স্বস্তি দিল। সিরিজে এই নিয়ে দ্বিতীয় শতরান দেখা গেল। নাগপুর টেস্টে শতরান করেছিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। শেষ ম্যাচে খোয়াজা। দিনের শেষে অপরাজিত রয়েছেন খোয়াজা। সঙ্গী ক্য়ামেরন গ্রিন। তিনি ৪৯ রানে ক্রিজে রয়েছেন।

    জিততে মরিয়া দুই দলই

    চতুর্থ টেস্ট জিততে মরিয়া দুই দলই। ভারত সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে। তবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের টিকিট সরাসরি নিশ্চিত করতে হলে এই ম্যাচ জিততেই হবে রোহিত শর্মাদের। যা তাঁদের একই সঙ্গে আইসিসি’র সব ফরম্যাটে শীর্ষ স্থানে বসাও নিশ্চিত করে দেবে। উল্লেখ্য, আগেই টি-২০ এবং একদিনের ক্রিকেটে শীর্ষস্থান দখল করেছিল টিম ইন্ডিয়া। এবার পালা টেস্টে। শুধু তাই নয়, পর পর চারবার বর্ডার গাভাসকর সিরিজ জেতারও সুযোগ রয়েছে রোহিত বাহিনীর সামনে।

    আরও পড়ুন: ক্রিকেটীয় পিচে কূটনৈতিক সম্পর্ক মজবুত করার পথ দেখালেন প্রধানমন্ত্রী মোদি

    যদিও টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া যেভাবে রান তুলছে, তাতে মনে হচ্ছে না সহজ হবে বিরাট কোহলিদের কাজটা। অস্ট্রেলিয়ার দুই ওপেনার ট্রাভিস হেড ও উসমান খাওয়াজা শুরুটা ভালোই করেছিলেন। তাঁরা যোগ করেন ৬১ রান। তারপর হেডকে ৩২ রানে আউট করেন রবিচন্দ্রন অশ্বিন। ধাক্কা সামলে ওঠার আগেই দ্বিতীয় উইকেট হারায় অস্ট্রেলিয়া। মার্নাশ লাবুশানেকে ৩ রানে বোল্ড করেন মহম্মদ সামি। তিনি এই ম্যাচে খেলছেন মহম্মদ সিরাজের জায়গায়। তবে জোড়া ধাক্কা সামলে উঠতে সফল ক্যাঙারু বাহিনী। উসমান খাওয়াজা হাফ-সেঞ্চুরি হাঁকিয়েছেন। এখনও পর্যন্ত মেরেছেন ৯টি বাউন্ডারি। স্মিথ সতর্ক হয়ে ব্যাট করছেন। এখন, মোতেরার পিচে বড় স্কোর খাড়া করাই লক্ষ্য অজিদের। সেটা টস জেতার পরও জানিয়েছিলেন অধিনায়ক স্মিথ। সেই লক্ষ্যেই এগিয়ে চলেছে অস্ট্রেলিয়া।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share