Category: খেলা

Get updates on Sports News Cricket, Football, Tennis, from the Madhyom news portal madhyom.com, West Bengal leading news portal Madhyom.com

  • Sourav Ganguly: আইপিএলে ফিরছেন সৌরভ! দিল্লি ক্যাপিটালসের ডিরেক্টর পদে আসছেন মহারাজ?

    Sourav Ganguly: আইপিএলে ফিরছেন সৌরভ! দিল্লি ক্যাপিটালসের ডিরেক্টর পদে আসছেন মহারাজ?

    মাধ্যম নিউজ ডেস্ক: আবারও একবার ক্রিকেটের ময়দানে। বিসিসিআই সভাপতির পদ থেকে সরে যাওয়ার পর থেকে পর্দার আড়ালেই ছিলেন মহারাজ। আবার ফিরছেন বাইশ গজে। আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে ফিরছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রাক্তন প্রধান। সংবাদ সংস্থা সূত্রে খবর, আইপিএলে (IPL 2023) দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals) দলের ডিরেক্টর পদে বসতে পারেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। এর আগেও সৌরভ দিল্লি দলের মেন্টর ছিলেন। কাজ করেছিলেন কোচ রিকি পন্টিংয়ের সঙ্গে। এবার আরও বড় দায়িত্বে বসছেন ভারতের প্রাক্তন অধিনায়ক।

    দিল্লির সঙ্গে সৌরভের পুরনো সম্পর্ক

     আইপিএলের এক কর্তা বলেন, “এই বছরই সৌরভ ফিরছে দিল্লি ক্যাপিটালস দলে। আলোচনা হয়ে গিয়েছে। আগেও এই ফ্র্যাঞ্চাইজির সঙ্গে কাজ করেছেন সৌরভ। সেই দলের মালিকদের সঙ্গে সৌরভের ভাল সম্পর্ক। তাই আইপিএলে সৌরভ ফিরলে দিল্লির হয়েই ফিরবেন।” ২০১৯ সালে দিল্লি ক্যাপিটালস দলের মেন্টর ছিলেন সৌরভ। কোচ পন্টিংয়ের সঙ্গে সৌরভকে জুড়ে দিয়ে শক্তি বাড়াতে চাইছে দিল্লি। বোর্ডের প্রধান হওয়ায় দিল্লি ক্যাপিটালসের দায়িত্ব ছাড়তে হয়েছিল সৌরভকে। দিল্লি দলের মালিক পার্থ জিন্দলদের সঙ্গে ভাল সম্পর্ক সৌরভের। তাই এবারও দাদার দ্বারস্থ রাজধানী দল। ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক গত বছর অক্টোবর মাসে বোর্ড প্রধানের দায়িত্ব ছাড়েন। তাই দিল্লির সঙ্গে জুড়তে এবার আর তাঁর বাধা নেই।

    আরও পড়ুন: ক্রিকেটারদের দলে সুযোগ পেতে পাশ করতে হবে ‘ডেক্সা টেস্ট’, কী এই পদ্ধতি?

    এবার দিল্লি দলের অধিনায়ক ডেভিড ওয়ার্নার। তাঁর সঙ্গে নতুন করে সম্পর্ক তৈরি করতে হলেও দিল্লি কোচ রিকি পন্টিং সৌরভের দীর্ঘদিনের বন্ধু। আইপিএলে দিল্লি দলের সঙ্গে যুক্ত হলে দুবাই এবং দক্ষিণ আফ্রিকায় ক্যাপিটালসের যে দল দু’টি রয়েছে সেগুলির সঙ্গেও কাজ করবেন সৌরভ। মহারাজ যদিও এই নিয়ে কিছু মন্তব্য করেননি। তিনি সাবধানে পা ফেলতে চান।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।  

     

  • Rishabh Pant: আহত ঋষভ পন্থকে সরানো হল কেবিনে, কিন্তু কেন?

    Rishabh Pant: আহত ঋষভ পন্থকে সরানো হল কেবিনে, কিন্তু কেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: সম্প্রতি ভয়াবহ গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছেন ভারতীয় দলের তারকা ক্রিকেটার ঋষভ পন্থ (Rishabh Pant)। অল্পের জন্যে প্রাণে বেঁচেছেন এই ভারতীয় ব্যাটার। গুরুতরভাবে আহত তিনি। রয়েছে শরীরের বিভিন্ন অংশে চোট। একাধিক অস্ত্রোপচার করা হয়েছে তাঁর শরীরে। তবে এর মাঝেও রয়েছে বেশ কিছু আশার খবর। চিকিৎসকরা জানিয়েছেন, চিকিৎসায় সাড়া দিচ্ছেন ঋষভ। আইসিইউ থেকে ব্যক্তিগত কেবিনে স্থানান্তর করা হয়েছে ঋষভকে। ঋষভের পরিবারের বক্তব্য, অত্যধিক ভিড়ের কারণে পর্যাপ্ত বিশ্রাম পাচ্ছেন না পন্থ। হাসপাতালের চিকিৎসকরাও এই ক্ষেত্রে পরিবারের সঙ্গে একমত। প্রসঙ্গত, হাসপাতালে তরুণ ক্রিকেটারকে অনেকেই দেখতে আসছেন। আর সেই কারণেই এমনটা মনে করছে পন্থ পরিবার।

    ভয়াবহ দুর্ঘটনার কবলে পন্থ   

    উল্লেখ্য, ৩০ ডিসেম্বর ভোরবেলায় ঋষভ পন্থের গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। সেদিন থেকে দেরাদুনের হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। দিল্লি ক্রিকেট সংস্থার ডিরেক্টর শ্যাম শর্মা জানিয়েছেন, চিকিৎসায় সাড়া দিচ্ছেন ঋষভ। তাঁর শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। তিনি আরও জানান, “আইসিইউ থেকে ব্যক্তিগত কেবিনে স্থানান্তর করা হয়েছে পন্থকে। প্রচুর মানুষ তাঁর সঙ্গে দেখা করতে আসছেন। সংক্রমণের আশঙ্কা রয়েছে। তাই হাসপাতাল কর্তৃপক্ষ ও পরিবার সিদ্ধান্ত নিয়েছে, তাঁকে কেবিনে রেখেই চিকিৎসা করা হবে।”  

    ক্রিকেটারের দুর্ঘটনার খবর পেয়ে অনেকেই হাসপাতালে তাঁর সঙ্গে দেখা করতে আসেন। বাইরে থেকে আসা মানুষের মাধ্যমে সংক্রমণের সম্ভাবনা প্রবল। তাছাড়া সকলের সঙ্গে কথা বলতে গিয়ে বিশ্রামেও ঘাটতি হচ্ছে। বিষয়টিতে বিরক্তি প্রকাশ করেছেন চিকিৎসকরাও। দেরাদুনের হাসপাতালের এক চিকিৎসক বলেন, “এখন ঋষভের বিশ্রাম দরকার। দুর্ঘটনায় চোট পেয়ে এখনও যন্ত্রণা রয়েছে ওর। তার মধ্যেই ওকে দেখতে আসা সকলের সঙ্গে কথা বলতে হচ্ছে, তাতে ওর শক্তিক্ষয় হচ্ছে। তার ফলে সুস্থ হতে অনেক বেশি সময় লাগবে। তাই সকলের কাছে অনুরোধ, এখন ঋষভের সঙ্গে দেখা করার পরিকল্পনা বাতিল করুন।”

    আরও পড়ুন: ক্ষমা চান রাহুল গান্ধী! নোটবন্দি নিয়ে সুপ্রিম রায়ের পর কংগ্রেসকে কটাক্ষ রবি শঙ্কর প্রসাদের   

    অনিল কাপুর, অনুপম খের, নীতীশ রানা থেকে শুরু করে বিনোদন এবং ক্রীড়া জগতের বহু জনপ্রিয় ব্যক্তিত্ব পন্থের সঙ্গে দেখা করতে হাসপাতালে যান। পন্থের সঙ্গে দেখা করতে যান,  উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামীও। পরিবারের অভিযোগ, হাসপাতালের ভিজিটিং টাইম না থাকা সত্বেও আহত ক্রিকেটারকে দেখতে আসছেন সকলে। দিল্লি ক্রিকেট সংস্থার তরফে জানানো হয়েছে, ঋষভের চিকিৎসার ওপর নজর রাখছে বিসিসিআই।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

     
     
  • India vs Sri Lanka: পুনেতে জিততে মরিয়া শ্রীলঙ্কা! আজ সিরিজ জয়ের লক্ষ্যে নামছে হার্দিকরা

    India vs Sri Lanka: পুনেতে জিততে মরিয়া শ্রীলঙ্কা! আজ সিরিজ জয়ের লক্ষ্যে নামছে হার্দিকরা

    মাধ্যম নিউজ ডেস্ক: নতুন বছরের শুরুটা ভালই হয়েছে টিম ইন্ডিয়ার। শ্রীলঙ্কার বিরুদ্ধে তিন ম্যাচের টি-২০ সিরিজে জয় দিয়েই যাত্রা শুরু করেছে হার্দিক পান্ডিয়ার ভারত। সিরিজে আপাতত ১-০ তে এগিয়ে রয়েছে ভারত। আজ,বৃহস্পতিবার দ্বিতীয় টি-২০ ম্যাচে জিতলে সিরিজ জিতবে টিম ইন্ডিয়া। 

    সঞ্জু স্যামসনের চোট

    শ্রীলঙ্কার বিরুদ্ধে তিন ম্যাচের টি ২০ সিরিজের পরবর্তী দুই ম্যাচে অবশ্য সঞ্জু স্যামসনের সার্ভিস পাবে না ভারতীয় দল। প্রথম ম্যাচে ওয়াংখেড়েতে হাঁটুতে চোট পান সঞ্জু। সেই চোট এখনও সেরে ওঠেনি। এর ফলে সঞ্জুকে পাওয়া যাবে না চলতি সিরিজের বাকি ম্যাচগুলিতেও। সরকারি ভাবে বুধবার এই কথা জানিয়ে দেয় বিসিসিআই। পুনেতে দলের সঙ্গে যাননি আইপিএল-এ রাজস্থান রয়্যালসের অধিনায়ক। সঞ্জু স্যামসনের পরিবর্তে ভারতের স্কোয়াডে ডাক পেয়েছেন জীতেশ শর্মা। স্বাভাবিকভাবেই সিরিজের দ্বিতীয় টি-২০ ম্যাচের প্লেয়িং ইলেভেনে বদল করতেই হবে ভারতকে। এক্ষেত্রে বেশ কিছুদিন ধরে সুযোগের অপেক্ষায় বসে থাকা রাহুল ত্রিপাঠীর ভাগ্যে শিকে ছিঁড়তে পারে সিরিজের দ্বিতীয় টি-২০ ম্যাচে। 

    আরও পড়ুন: আগুন ঝড়ানো বোলিং! ১৫৫ কিলোমিটার প্রতি ঘণ্টায় বল করে রেকর্ড উমরান মালিকের

    শ্রীলঙ্কা প্রথম ম্য়াচে হারলেও মন্দ ক্রিকেট খেলেনি। তারা প্রথম একাদশ নিয়ে অযথা কাটা-ছেঁড়া করার চেষ্টা করবে বলে মনে হয় না। শুধু কাসুন রজিথা নাকি লাহিরু কুমারাকে মাঠে নামানো হবে, এই একটি ধাঁধায় পড়তে হতে পারে সিংহলিদের। মুম্বইতে প্রথম ম্যাচে একটা সময় চাপে ছিল ভারত। ব্য়াটিংয়ে অক্ষর-দীপক হুডা জুটির সৌজন্যে ঘুরে দাঁড়ায়। বোলিংয়েও যেন একই ঘটনার পুনরাবৃত্তি। ভালো জায়গা থেকে ফের ম্যাচের নিয়ন্ত্রণ হারায় ভারত। শেষ বলের থ্রিলারে মাত্র ২ রানে জয় পায় ভারত। 

    কোথায়, কখন ম্যাচ

    ভারত বনাম শ্রীলঙ্কার দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচটি মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে হবে। ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৭.০০ মিনিটে। ম্যাচের আগে ৬.৩০ মিনিট নাগাদ টস হবে। ভারত বনাম শ্রীলঙ্কার দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচটির লাইভ স্ট্রিমিং (Live streaming) দেখা যাবে টিভিতে স্টার স্পোর্টস নেটওয়ার্কে। মোবাইলে দেখা যাবে ডিজনি প্লাস হটস্টার অ্যাপ্লিকেশনে। 

    ভারতের প্রথম একাদশ: দ্বিতীয় টি-২০ ম্যাচে ভারতের সম্ভাব্য একাদশ: ইশান কিষাণ (উইকেটকিপার), শুভমন গিল, সূর্যকুমার যাদব, রাহুল ত্রিপাঠী, হার্দিক পান্ডিয়া (ক্যাপ্টেন), দীপক হুডা, অক্ষর প্যাটেল, হার্ষাল প্যাটেল/অর্শদীপ সিং, শিবম মাভি, উমরান মালিক ও যুজবেন্দ্র চাহাল।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।  

  • Umran Malik: আগুন ঝড়ানো বোলিং! ১৫৫ কিলোমিটার প্রতি ঘণ্টায় বল করে রেকর্ড উমরান মালিকের

    Umran Malik: আগুন ঝড়ানো বোলিং! ১৫৫ কিলোমিটার প্রতি ঘণ্টায় বল করে রেকর্ড উমরান মালিকের

    মাধ্যম নিউজ ডেস্ক: গতির জন্যই ভারতীয় দলে সুযোগ পেয়েছিলেন জম্মু-কাশ্মীরের তরুণ পেসার উমরান মালিক। শ্রীলঙ্কার বিরুদ্ধে মুম্বইয়ের ওয়াংখেড়েতে প্রথম টি২০ ম্যাচে উমরান মালিকের (Umran Malik) হাত থেকে ধেয়ে এল আগুনের গোলা। এক্সপ্রেস গতির বোলার ফের একবার বুঝিয়ে দিলেন যে কেন তিনি আর গতি সমার্থক। ১৫৫ কিলোমিটার প্রতি ঘণ্টায় বল করে তাক লাগিয়ে দিলেন জম্মুর তেইশ বছরের পেসার। এর আগে দেশের জার্সিতে, টি-২০ ফরম্যাটে কোনও ভারতীয় বোলার এত জোরে বল করেননি।

    ভারতীয়দের মধ্যে সবচেয়ে আগে

    এই ম্যাচে ভারতীয় দলের অভিজ্ঞ পেসার জসপ্রীত বুমরাহের রেকর্ড ভেঙে দেন জম্মু-কাশ্মীরের তরুণ প্রতিভা উমরান মালিক। ভারতীয়দের মধ্যে আন্তর্জাতিক ক্রিকেটে এত দিন পর্যন্ত সব থেকে বেশি গতিতে বোলিং করার রেকর্ড ছিল বুমরাহের দখলে। ১৫৩.৩৬ কিমি/ ঘণ্টাতে বোলিং করেছিলেন তিনি। কিন্তু সেই রেকর্ড ভেঙে দেন উমরান। এই ম্যাচে ১৫৫ কিমি/ ঘণ্টা বেগে বোলিং করেন তিনি। গতির বিচারে ভারতীয়দের মধ্যে তৃতীয় স্থানে রয়েছেন মহম্মদ শামি যিনি ১৫৫.৩ কিমি/ ঘণ্টা বেগে বোলিং করে বর্তমানে তৃতীয় স্থানে রয়েছেন। চতুর্থ স্থানে রয়েছেন নভদীপ সাইনি (১৫২.৮৫ কিমি/ ঘণ্টা)।

    লক্ষ্য শোয়েব আখতারের রেকর্ড

    উমরান শ্রীলঙ্কার বিরুদ্ধে নামার আগেই শোয়েব আখতারকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন। ‘শ্রীনগর এক্সপ্রেস’ দাবি করেছিলেন যে, তিনি ঠিক মতো সুযোগ পেলে আখতারের রেকর্ড ভেঙে দেবেন! ২০০৩ সালের বিশ্বকাপে ‘রাওয়ালপিণ্ডি এক্সপ্রেস’ সর্বাধিক ১৬১.৩ কিলোমিটার প্রতি ঘণ্টায় বল করেছিলেন। উমরান বলেন, ‘‘যদি ভাল বল করতে পারি, যদি ভাগ্যের সহায়তা পাই, তা হলে শোয়েব আখতারের রেকর্ড ভেঙে দেব। তবে এই রেকর্ড নিয়ে আমি একদমই চিন্তিত নই। আমার লক্ষ্য একটাই। শুধু দেশের হয়ে ভাল খেলতে চাই।’’ গতির থেকেও এখন সঠিক জায়গায় বল রাখার উপর গুরুত্ব দিচ্ছেন তিনি। উমরান বলেছেন, ‘‘ম্যাচের সময় কত জোরে বল করছি সেটা বোঝা যায় না। খেলার পর সাজঘরে ফিরে আসার পর জানতে পারি কত জোরে বল করেছি। মাঠে আমার লক্ষ্য থাকে সঠিক জায়গায় বল ফেলে উইকেট তুলে নেওয়া।’’

    আরও পড়ুন: ম্যাচের নায়ক শিবম মাভি! প্রথম টি-২০ ম্যাচে শ্রীলঙ্কাকে ২ রানে হারাল ভারত

    মঙ্গলবার, ভারতের বিরুদ্ধে জয়ের জন্য ১৬৩ রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করতে নামে শ্রীলঙ্কা। দ্রুত উইকেট হারালেও শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শনাকা হাল ধরেন। দলকে জয়ের দোড়গোড়ায় পৌঁছে দেন তিনি। ২৭ বলে ৪৫ রানে ব্যাট করছিলেন শনাকা। উমরানের গতিতে হতচকিত হয়ে গিয়ে তিনি মিসটাইমিং করে ফেলেন। বল সোজা উড়ে যায় এক্সট্রা কভারে। যুজেবেন্দ্র চাহাল লোপ্পা ক্যাচ পেয়ে যান। উমরান এদিন নির্ধারিত কোটার বল করে ২৭ রান দেন। তুলে নেন দুই উইকেট। আন্তর্জাতিক কেরিয়ারে মাত্র নয় ম্যাচের অভিজ্ঞতা উমরানের। এরমধ্যে পাঁচটি একদিনের ম্যাচ ও চারটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি। তাতেই এই রেকর্ড। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।  

  • India Sri Lanka: আজ প্রথম টি-২০ ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হার্দিকরা! জেনে নিন কখন কোথায় ম্যাচ?

    India Sri Lanka: আজ প্রথম টি-২০ ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হার্দিকরা! জেনে নিন কখন কোথায় ম্যাচ?

    মাধ্যম নিউজ ডেস্ক: আজ শুরু হচ্ছে ভারত শ্রীলঙ্কা টি ২০ সিরিজ (India Sri lanka)। দুই দল খেলবে মোট তিনটি ম্যাচ। টিম ইন্ডিয়াকে নেতৃত্ব দেবেন হার্দিক পান্ডিয়া। মূলত ২০২৪ বিশ্বকাপকে পাখির চোখ করেই দল গোছানোর চেষ্টা হচ্ছে। তাই টি ২০ দলে তারুণ্যের ঝলক স্পষ্ট। কিন্তু প্রশ্ন হচ্ছে টি ২০ বিশ্বকাপ তো এখনও ১৮ মাস দেরি। তাহলে এতো তাড়াহুড়ো করার কি প্রয়োজন? তাছাড়া এই বছর অক্টোবর নভেম্বরে দেশের মাটিতে বসবে ৫০-৫০ বিশ্বকাপের আসর। তার আগে শ্রীলঙ্কার বিরুদ্ধে এই টি ২০ সিরিজের কি কোনো প্রয়োজন ছিল? এতে তো ওয়ান ডে বিশ্বকাপের প্রস্তুতিতে কোনো লাভ হবে না। কারণ বিসিসিআই ইতিমধ্যে জানিয়ে দিয়েছে, একদিনের বিশ্বকাপের জন্য ২০ জনের প্রাথমিক স্কোয়াড তৈরি হয়ে গিয়েছে। সেই দলে করা করা থাকতে পারেন, তা জানাই। এই টি ২০ সিরিজের পারফরম্যান্স কিন্তু ওয়ান ডে বিশ্বকাপের চূড়ান্ত দল নির্বাচনে সেভাবে  বিবেচিত হবে না। 

    পরিসংখ্যানের বিচারে এগিয়ে ভারত

    টি ২০ সিরিজে ভারত এগিয়ে। পরিসংখ্যান হার্দিকদের পক্ষে। এখনও অবধি দুই দল এই ফরম্যাটে  ১৯টি ম্যাচ খেলেছে। তার মধ্যে ভারত জিতেছে ১৫টি। তাছাড়া আইসিসি টি ২০ রাঙ্কিং এ ভারত যেখানে এক নম্বরে, সেখানে শ্রীলঙ্কার স্থান অষ্টম। তাই ঘরের মাঠে এই সিরিজ সহজে জেতা উচিত টিম ইন্ডিয়ার। তবে, টি-২০ বিশ্বকাপে ব্যর্থতার পর ভারতীয় ক্রিকেট দলের সিনিয়রদের কার্যত ছুটি করে দেওয়া হয়েছে। দায়িত্ব তুলে দেওয়া হয়েছে দেশের তরুণ প্রজন্মের উপরে। এই সিরিজটা ভারতের তরুণ ক্রিকেটারদের কাছে অগ্নিপরীক্ষা হতে চলেছে, তা বলাই বাহুল্য। এই শ্রীলঙ্কাই ভারতীয় ক্রিকেট দলকে গত বছর এশিয়া কাপে (Asia Cup 2022) পরাস্ত করেছিল। তারপর ২০২২ সালে টি-২০ বিশ্বকাপের রানার্স আপ দল পাকিস্তানকে (Pakistan) হারিয়ে খেতাব জয় কর করে। এবার শ্রীলঙ্কা ভারতের তরুণ ব্রিগেডের বিরুদ্ধে খেলতে নামবে। 

    আরও পড়ুন: ক্রিকেটারদের দলে সুযোগ পেতে পাশ করতে হবে ‘ডেক্সা টেস্ট’, কী এই পদ্ধতি?

    নয়া কিট স্পনসর

    শ্রীলঙ্কার বিপক্ষে টি ২০ সিরিজে আগেই ভারতীয় দল পেয়ে গেল নতুন কিট স্পনসর। টাইটেল স্পনসর বাইজুস থাকলেও কিট প্রস্তুতকারী সংস্থা এমপিএলের সঙ্গে সম্পর্ক ছিন্ন হল। তার বদলে কিট প্রস্তুতকারী সংস্থা হিসেবে ভারতীয় দলের সঙ্গে যুক্ত হল কেকেসিএল (KKCL)। তাদেরই ব্র্যান্ড কিলার-এর লোগো লাগানো জার্সি পরেই মাঠে নামবে আজ থেকে ভারতীয় ক্রিকেটাররা। 

    কখন, কোথায় ম্যাচ

    দ্বীপরাষ্ট্রের বিরুদ্ধে ৩, ৫ ও ৭ জানুয়ারি যথাক্রমে মুম্বই, পুণে ও রাজকোটে তিনট বিশ ওভারের ম্যাচ আয়োজিত হবে। এরপর গুয়াহাটি, কলকাতা ও তিরুঅন্ততপুরমে যথাক্রমে ১০, ১২ ও ১৫ জানুয়ারি তিনটি ওয়ান ডে ম্যাচ খেলবে ভারত ও শ্রীলঙ্কা। টি-টোোয়েন্টি ম্যাচগুলি শুরু হবে সন্ধ্যা ৭টা থেকে আর দুপুর ২টো থেকে হবে একদিনের ম্যাচগুলি। ভারত বনাম শ্রীলঙ্কার ম্যাচগুলির লাইভ স্ট্রিমিং (Live streaming) দেখা যাবে টিভিতে স্টার স্পোর্টস নেটওয়ার্কে। মোবাইলে দেখা যাবে ডিজনি প্লাস হটস্টার অ্যাপ্লিকেশনে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।  

  • Team India: লক্ষ্য বিশ্বকাপ ২০২৩! একনজরে এ বছরের ভারতীয় ক্রিকেটের সূচি

    Team India: লক্ষ্য বিশ্বকাপ ২০২৩! একনজরে এ বছরের ভারতীয় ক্রিকেটের সূচি

    মাধ্যম নিউজ ডেস্ক: ২০২৩ সালেও একাধিক ক্রীড়াসূচি রয়েছে ভারতীয় ক্রিকেট দলের (Team India)। নতুন বছর মানেই নতুন আশা, নতুন স্বপ্ন। আর সেই আশা, স্বপ্নকে নিয়েই নতুন করে পথ চলতে শুরু করেছে টিম ইন্ডিয়া। এ বছরেই হতে চলেছে বিশ্বকাপ। ২০১১ সালে শেষবার বিশ্বকাপ জিতেছিল ভারতীয় ক্রিকেট দল। তারপর দীর্ঘ ১২ বছর কেটে গিয়েছে। ফের একবার এই বছরের অক্টোম্বর-নভেম্বর মাসে দেশের মাটিতেই বসতে চলেছে ৫০ ওভারের বিশ্বকাপের আসর। ফলে নতুন উদ্যম নিয়ে আগের সব হতাশা ভুলে মাঠে নামতে চলেছে টিম ইন্ডিয়া। যদিও বিশ্বকাপে দেরি রয়েছে, তবে তার আগেই একাধিক ম্যাচ রয়েছে। এক নজরে দেখে নিন টিম ইন্ডিয়ার কোন মাসে কোন কোন দেশের বিরুদ্ধে খেলবে (Team India)?

    টিম ইন্ডিয়ার সূচি

    নতুন বছরের শুরুতেই দেশের মাটিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-২০, ওডিআই সিরিজ। এরপর জানুয়ারিতেই দেশের মাটিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওডিআই, টি-২০ সিরিজ খেলবে ভারতীয় দল (Team India)।

    জানুয়ারি,২০২৩ (ভারত বনাম শ্রীলঙ্কা)

    ১) প্রথম টি-২০: ৩ জানুয়ারি (মুম্বই)

    ২) দ্বিতীয় টি-২০: ৫ জানুয়ারি (পুণে)

    ৩) তৃতীয় টি-২০: ৭ জানুয়ারি (রাজকোট)

    ৪) প্রথম ওয়ান ডে: ১০ জানুয়ারি (গুয়াহাটি)

    ৫) দ্বিতীয় ওয়ান ডে: ১২ জানুয়ারি (কলকাতা)

    ৬) তৃতীয় ওয়ান ডে: ১৫ জানুয়ারি (তিরুবনন্তপুরম)

    জানুয়ারি/ফেব্রুয়ারি, ২০২৩ (ভারত বনাম নিউজিল্যান্ড)

    ১) প্রথম ওয়ান ডে: ১৮ জানুয়ারি (হায়দ্রাবাদ)

    ২) দ্বিতীয় ওয়ান ডে: ২১ জানুয়ারি (রায়পুর)

    ৩) তৃতীয় ওয়ান ডে: ২৪ জানুয়ারি (ইন্দোর)

    ৪) প্রথম টি-২০: ২৭ জানুয়ারি (রাঁচি)

    ৫) দ্বিতীয় টি-২০: ২৯ জানুয়ারি (লখনউ)

    ৬) তৃতীয় টি-২০: ১ ফেব্রুয়ারি (আমদাবাদ)

    ফেব্রুয়ারি/মার্চ (ভারত বনাম অস্ট্রেলিয়া)

    ১) প্রথম টেস্ট: ৯-১৩ ফেব্রুয়ারি (নাগপুর)

    ২) দ্বিতীয় টেস্ট: ১৭-২১ ফেব্রুয়ারি (ধরমশালা)

    ৩) তৃতীয় টেস্ট: ১-৫ মার্চ (ধর্মশালা)

    ৪) চতুর্থ টেস্ট:  ৯-১৩ মার্চ (আহমেদাবাদ)

    ৫) ১ম ওডিআই: ১৭ মার্চ (মুম্বই)

    ৬) ২য় ওডিআই: ১৯ মার্চ (বিশাখাপত্তনম)

    ৭) ৩য় ওডিআই: ২২ মার্চ (চেন্নাই)

    মার্চের শেষ থেকে মে মাস পর্যন্ত ইন্ডিয়ান প্রিমিয়র লিগ অনুষ্ঠিত হবে। বিস্তারিত সূচি এখনও ঘোষণা করেনি বিসিসিআই।

    জুন ২০২৩: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল

    ভারত টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠলে জুলাইয়ে খেতাবি লড়াইয়ে সম্ভবত অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে তারা।

    জুলাই/অগাস্ট ২০২৩: ওয়েস্ট ইন্ডিজ বনাম ভারত

    জুলাই-অগাস্টে ওয়েস্ট ইন্ডিজ সফরে ২টি টেস্ট, ৩টি ওয়ান ডে ও ৩টি টি-২০ ম্যাচ খেলবে ভারত। সূচি এখনও ঘোষিত হয়নি।

    সেপ্টেম্বর ২০২৩: এশিয়া কাপ ২০২৩

    সেপ্টেম্বরে এশিয়া কাপ অনুষ্ঠিত হওয়ার কথা পাকিস্তানে। যদিও ভারতের চাপে শেষমেশ এশিয়া কাপের কেন্দ্র বদল হতে পারে। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) চেয়ারম্যান জয় শাহ বলেছেন যে সরকার অনুমতি না দিলে ভারত প্রতিবেশী দেশে তাঁরা যাবেন না।

    অক্টোবর ২০২৩: ভারত বনাম অস্ট্রেলিয়া (হোম)

    অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩ ম্যাচের ওয়ান ডে সিরিজ খেলবে ভারত।

    অক্টোবর/নভেম্বর ২০২৩: ICC পুরুষদের ক্রিকেট বিশ্বকাপ

    ভারত এই বছর প্রথমবারের মত মেগা আইসিসি ইভেন্টের আয়োজক হবে। অক্টোবর-নভেম্বরে ভারতেই বসবে বিশ্বকাপের আসর। ১৯৮৩ এবং ২০১১ সালের জয়ের পর,  ভারত আর জেতেনি বিশ্বকাপ।

    নভেম্বর/ডিসেম্বর ২০২৩: অস্ট্রেলিয়া বনাম ভারত

    নভেম্বর-ডিসেম্বরে ভারতের বিরুদ্ধে ৫টি টি-২০ ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া।

    ডিসেম্বর ২০২৩: ভারত বনাম দক্ষিণ আফ্রিকা

    ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকা সফরে গিয়ে বছর শেষ করবে টিম ইন্ডিয়া। প্রোটিয়াদের বিরুদ্ধে সিরিজই এই বছরে সম্ভবত ভারতের শেষ সিরিজ।

  • BCCI: ২০২৩- এর বিশ্বকাপ দলের ২০ জনের নাম ঘোষণা বিসিসিআই- এর, আইপিএল নিয়েও বড় সিদ্ধান্ত

    BCCI: ২০২৩- এর বিশ্বকাপ দলের ২০ জনের নাম ঘোষণা বিসিসিআই- এর, আইপিএল নিয়েও বড় সিদ্ধান্ত

    মাধ্যম নিউজ ডেস্ক: এখন থেকেই ২০২৩- এর বিশ্বকাপের প্রস্তুতি শুরু করে দিয়েছে ভারত। ২০১১ সালের পর ২০২৩ সালে ওডিআই বিশ্বকাপের আয়োজক দেশ ভারত। তাই এবারের ওডিআই বিশ্বকাপকে পাখির চোখ করে এগোতে চায় বিসিসিআই (BCCI)। ২০১১- এর পর কাপও আসেনি দেশে। তারও এক চাপ রয়েছে। এবার ঘরের মাঠে বিশ্বকাপ তোলার পালা। আর সেই সুযোগকে হাতছাড়া করতে চায় না বিসিসিআই। আর তাই বছরের প্রথম দিনের বৈঠকেই বিশ্বকাপের জন্য ২০ সদস্যকে বেছে নিল তারা। বোর্ডের বার্ষিক সাধারণ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই ২০ জনের মধ্যে থেকে বিশ্বকাপের আগে চূড়ান্ত ১৫ জনকে বেছে নেবেন নির্বাচকরা। এর অর্থ ২০ জনের উপর বিশ্বকাপ পর্যন্ত কড়া নজর থাকবে বোর্ডের।  

    প্রতিবেদন অনুযায়ী, বিশ্বকাপের আগে পর্যন্ত সিরিজগুলোতে এই ২০ জন প্লেয়ারকে দিয়েই খেলানো হবে। যাতে বিশ্বকাপে চূড়ান্ত প্রস্তুতি নিতে পারেন তাঁরা এবং ওয়ার্কলোডও দেখা হবে। বৈঠকের পরে নাম না প্রকাশের শর্তে এক বোর্ড কর্তা বলেন, “খুব গঠনমূলক বৈঠক হল। যেখানে আমরা অতীতের পারফরমেন্স নিয়ে বিশ্লেষণ করেছি এবং আগামী লিগগুলোর জন্য একাধিক সিদ্ধান্ত নিয়েছি। এই লিগের মধ্যে রয়েছে বিশ্বকাপ ও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ। আমরা আন্তর্জাতিক ক্রিকেটে প্রাধান্য দিচ্ছি এবং আইপিএল যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেটাও দেখতে হবে।” 

    এই বৈঠকে আলোচনা হয়েছে এশিয়া কাপ ও টি-২০ বিশ্বকাপে ভারতের পারফরমেন্স নিয়েও। বিসিসিআই-এর (BCCI) পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এবার থেকে এনসিএ প্লেয়ারদের ফিটনেস নিয়ে আইপিএল-এর ফ্র্যাঞ্চাইজির সঙ্গে কাজ করবে। এরসঙ্গে প্লেয়ারদের ইয়ো ইয়ো পরীক্ষা দিয়ে জাতীয় দলে প্রবেশের মত বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

    ইতিমধ্যেই শ্রীলঙ্কা সিরিজ়ের দল বেছে ফেলেছেন নির্বাচকরা। এক দিনের সিরিজ়ে খেলবেন রোহিত শর্মা, বিরাট কোহলিরা। হার্দিক পাণ্ডিয়া সেই সিরিজ়ে সহ-অধিনায়ক করা হয়েছে। দলে রাখা হয়েছে মহম্মদ শামিকেও। রবীন্দ্র জাডেজা এবং যশপ্রীত বুমরা এখনও পুরোপুরি সুস্থ নন। তাঁদের বাদ দিয়েই দল গঠন করা হয়েছে। সুযোগ দেওয়া হয়েছে উমরান মালিককে। মোট ১৬ জনের দল ঘোষণা করেছে ভারত।

    বোর্ডের বৈঠকে ছিলেন বিসিসিআই (BCCI) সভাপতি রজার বিন্নী, সচিব জয় শাহ, প্রাক্তন নির্বাচক কমিটির প্রধান চেতন শর্মা, ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা ও কোচ রাহুল দ্রাবিড়। 

    আইপিএল নিয়েও নতুন নির্দেশিকা জারি করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। ইচ্ছা করলেই যে কোনও ক্রিকেটারকে খেলানো যাবে না আইপিএলে। তার জন্য মানতে হবে নিয়ম। ভারতীয় ক্রিকেটারদের মধ্যে এমন অনেক ক্রিকেটার রয়েছেন যাঁরা চোটপ্রবণ। প্রতি বার আইপিএল খেলতে গিয়ে চোট পান তাঁরা। ফলে দেশের হয়ে তাঁদের পা ওয়া যায় না। সেটা যাতে না হয় তার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

    আরও পড়ুন: ‘বাবার মৃত্যুর সময়ও কর্তব্যে অবিচল ছিলেন মোদি’, স্মৃতির সাগরে ডুব ভিএইচপি নেতার 

    বিসিসিআই (BCCI) জানিয়েছে, যে সব ভারতীয় ক্রিকেটার বেশি চোটপ্রবণ তাঁদের দিকে নজর রাখতে হবে সংশ্লিষ্ট ফ্র্যাঞ্চাইজ়ি ও জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিকে। তারাই ঠিক করবে, কোন ক্রিকেটারকে কটি ম্যাচে বিশ্রাম পাবেন। দেশের হয়ে যাতে তাঁদের পাওয়া যায়, সেই কথা মাথায় রেখে আইপিএলে বিশ্রাম দিতে হবে। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     
     
  • Dexa Test: ক্রিকেটারদের দলে সুযোগ পেতে পাশ করতে হবে ‘ডেক্সা টেস্ট’, কী এই পদ্ধতি?

    Dexa Test: ক্রিকেটারদের দলে সুযোগ পেতে পাশ করতে হবে ‘ডেক্সা টেস্ট’, কী এই পদ্ধতি?

    মাধ্যম নিউজ ডেস্ক: রবিবার মুম্বইতে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (BCCI) সিনিয়র দলের পর্যালোচনা বৈঠকে এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবার থেকে কোনও ক্রিকেটারকে দলে জায়গা পেতে মুখোমুখি হতে হবে কঠিন পরীক্ষার। সূত্রের খবর, ইয়ো-ইয়ো টেস্ট এবং ডেক্সা টেস্ট (Dexa Test) এখন ক্রিকেটারদের দলে নির্বাচনের মাপকাঠির অংশ হবে। যদিও ইয়ো-ইয়ো টেস্টের কথা ভারতীয় ক্রিকেটপ্রেমীদের সবার জানা। এর আগে একাধিক ক্রিকেটার এই ইয়ো ইয়ো টেস্টে সফল হতে পারেননি। তবে বিসিসিআই এবার ফিটনেসের যোগ্যতামান হিসেবে ইয়ো-ইয়ো টেস্টের পাশাপাশি ডেক্সা টেস্টের প্রচলন করছে জাতীয় দলে। অর্থাৎ এবার টিম ইন্ডিয়ায় নির্বাচিত হলে ক্রিকেটারদের ইয়ো-ইয়ো টেস্টে পাশ করা ছাড়াও ডেক্সা টেস্টেও পাশ হতে হবে।

    বিসিসিআইয়ের পর্যালোচনা বৈঠক

    গত রবিবার, ভারতীয় ক্রিকেটারদের কথা ভেবে এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই বৈঠকে উপস্থিত ছিলেন ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা, কোচ রাহুল দ্রাবিড়, প্রাক্তন নির্বাচক কমিটির প্রধান চেতন শর্মা, বিসিসিআই সভাপতি রজার বিনি এবং সচিব জয় শাহ। এই বৈঠকেই ভারতীয় ক্রিকেটারদের ফিটনেস নিয়ে আলোচনা করা হয়। অতীতে একাধিকবার খেলোয়াড়দের হাড় ভেঙে যাওয়ার অভিযোগ উঠে এসেছে। ফলে আঘাত পাওয়ার থেকে দূরে থাকতেই ইয়ো-ইয়ো টেস্টের পাশাপাশি ডেক্সা টেস্টও বাধ্যতামূলক করা হচ্ছে। তবে এখন প্রশ্ন উঠছে, কী এই ডেক্সা টেস্ট?

    আরও পড়ুন: লক্ষ্য বিশ্বকাপ ২০২৩! একনজরে এ বছরের ভারতীয় ক্রিকেটের সূচি

    কী এই ডেক্সা টেস্ট?

    এটি একটি বিশেষ পদ্ধতি, যার মাধ্যমে মানুষের শরীরে হাড়ের ঘনত্ব মাপা হয়। একটি স্ক্যান করা হয়, যেখানে ‘ডুয়াল এনার্জি এক্স-রে’ শরীরে প্রবেশ করে। তার মাধ্যমে হাড়ের ঘনত্ব মাপা যায়। অর্থাৎ, কোনও ক্রিকেটারের হাড়ের ঘনত্ব কতটা তা এই পরীক্ষা থেকে জানা যায়। যে ক্রিকেটারের হাড়ের ঘনত্ব কম, সেই ক্রিকেটারের চোট পাওয়ার সম্ভাবনা বেশি। সে ক্ষেত্রে ভারতীয় দলে সুযোগ পাওয়ার আগে তাঁদের হাড়ে ঘনত্ব বাড়াতে হবে। এছাড়াও এই টেস্টের সাহায্যে বডি ফ্যাটের সঠিক পরিমাণ নির্ধারণ দুর্বল এবং চর্বিহীন মাংসপেশী চিহ্নিত করা যায়।

    কোথায়, কীভাবে এই পরীক্ষা করা হবে?

    এটি ১০ মিনিটের একটি পরীক্ষা। এই পরীক্ষার জন্য অত্যাধুনিক যন্ত্র দরকার। ইতিমধ্যেই বিসিসিআই সেই যন্ত্র আনানোর পরিকল্পনা করছে। বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে হবে এই পরীক্ষা। প্রতিটি সিরিজের আগে পরীক্ষা করে দেখা হবে। এই পরীক্ষা করার সময় ক্রিকেটারদের শরীরে যন্ত্রণা বা অন্য কোনও শারীরিক সমস্যা হবে না বলে জানানো হয়েছে।

    এই টেস্ট কেন করা হবে ও এতে কী লাভ হবে ক্রিকেটারদের?

    সাম্প্রতিক কালে ক্রিকেটারদের চোটের যে বাড়াবাড়ি দেখা যাচ্ছে, তার কারণেই ইয়ো-ইয়ো পরীক্ষা ফেরানো তো হয়েছেই এবং এর সঙ্গে ডেক্সা পরীক্ষাও যোগ করা হয়েছে। আর ডেক্সা টেস্ট ক্রিকেটারদের আভ্যন্তরীণ গঠনের সঠিক ছবি তুলে ধরবে ট্রেনারের কাছে। ডেক্সা টেস্টের রিপোর্ট অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নিলে ক্রিকেটারদের ফিটনেস লেভেল বাড়িয়ে তোলা যাবে ও আঘাত থেকে দূরে থাকতে পারবে।

  • Rishabh Pant: অল্পের জন্য প্রাণে বাঁচলেন ঋষভ পন্থ! একবাক্যে পুলিশকে জানালেন কীভাবে ঘটেছে গাড়ি দুর্ঘটনা

    Rishabh Pant: অল্পের জন্য প্রাণে বাঁচলেন ঋষভ পন্থ! একবাক্যে পুলিশকে জানালেন কীভাবে ঘটেছে গাড়ি দুর্ঘটনা

    মাধ্যম নিউজ ডেস্ক: ভয়াবহ গাড়ি দুর্ঘটনার কবলে ভারতীয় দলের উইকেটরক্ষক ব্যাটসম্যান ঋষভ পন্থ। ঘটনাটি ঘটেছে শুক্রবার দিল্লি-দেরাদুন হাইওয়েতে রুরকির কাছে। নিজেই ড্রাইভ করে উত্তরাখণ্ড থেকে দিল্লি ফিরছিলেন ঋষভ। আচমকাই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারে। ধরে যায় আগুন। বরাত জোরে বেঁচে যান ঋষভ। গাড়ির গতিবেগ খুব বেশি ছিল বলে মনে করা হচ্ছে। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর ধামি ট্যুইট করে এই খবর দেন।

    আঘাত গুরতর

    মাথায়, পিঠে, পায়ে গুরুতর আঘাত পেয়েছেন ঋষভ। আপাতত বিপন্মুক্ত হলেও ঋষভের অস্ত্রোপচার হতে পারে। এখনও পর্যন্ত যে সব ছবি সামনে এসেছে, তা সত্যিই শিউরে ওঠার মতোই। গাড়িটি দুমড়ে মুচড়ে গিয়েছে। হাসপাতালের বেডে শুয়ে রয়েছেন ঋষভ। মাথায় ব্যান্ডেজ করা। পিঠে লাল ক্ষত স্পষ্ট। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ দুর্ঘটনার কারণ অনুসন্ধানের কাজ শুরু করেছে। প্রত্যক্ষদর্শীদের দাবি, গাড়িটি ডিভাইডারে ধাক্কা মারতেই আগুন ধরে যায়। স্থানীয়রা আগুন নেভানোর পাশাপাশি ঋষভকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। উত্তরাখণ্ডের ডিজি অশোক কুমার জানিয়েছেন, উইন্ড স্ক্রিন ভেঙে উদ্ধার করা হয় ঋষভ পন্থকে।

    আরও পড়ুন: ফুটবল-বিশ্ব সম্রাটহীন! ৮২ বছর বয়সে চলে গেলেন পেলে

    পুলিশ সূত্রে খবর

    উত্তরাখণ্ড পুলিশের ডিজিপি অশোক কুমার বলেন, “ভোর ৫.৩০ মিনিটে ঋষভ পন্থের গাড়ি দুর্ঘটনাটি ঘটে। রুরকির মহম্মদপুর জটের কাছে ঘটে সেই দুর্ঘটনাটি। পন্থ পুলিশকে বলেন যে, গাড়ি চালানোর সময় তিনি ঘুমিয়ে পড়েছিলেন। সেই কারণেই ডিভাইডারে ধাক্কা মারে গাড়িটি। প্রথমে রুরকির একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। পরে সেখান থেকে দেহরাদুনে নিয়ে যাওয়া হয়েছে তাঁকে।” উত্তরাখণ্ডের পুলিশ জানিয়েছে যে, পন্থ গাড়িতে একাই ছিলেন।

    সময়টা ভাল নয়

    সত্যিই সময়টা ভালো যাচ্ছে না ভারতীয় দলের উইকেটরক্ষক-ব্যাটসম্যানের। খারাপ ফর্মের কারণে শ্রীলঙ্কার বিরুদ্ধে আসন্ন টি-২০ এবং ওয়ান ডে সিরিজে ভারতীয় দলে জায়গা পাননি। তাঁকে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে ট্রেনিং করার নির্দেশ দেওয়া হয়েছে। বেশ চাপেই রয়েছেন ঋষভ। এরই মধ্যে তিনি উত্তরাখণ্ডে গিয়েছিলেন ছুটি কাটাতে। সেখান থেকে শুক্রবার দিল্লি ফিরছিলেন। তখনই দুর্ঘটনা ঘটে। প্রাক্তন ও বর্তমান ক্রিকেটার ঋষভের দ্রুত আরোগ্য কামনা করেছেন।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • Rishabh Pant: হরিয়ানার বাসচালকের তৎপরতায় প্রাণে বাঁচলেন ঋষভ! কেমন আছেন পন্থ?

    Rishabh Pant: হরিয়ানার বাসচালকের তৎপরতায় প্রাণে বাঁচলেন ঋষভ! কেমন আছেন পন্থ?

    মাধ্যম নিউজ ডেস্ক: দিল্লি-দেরাদূন হাইওয়ের ওপর তখন দুমড়ে মুচড়ে পড়ে ছিল বহুমূল্য গাড়িটি। দাউ দাউ করে আগুন জ্বলছে। গাড়ির ভিতরে কে? তখনও অজানা। চোখের সামনে ভোরবেলা এমন ভয়াবহ দুর্ঘটনা দেখে সঙ্গে সঙ্গে বাস থামান হরিয়ানা রোডওয়েজের বাসচালক সুশীল মান। বাস থেকে নেমে ছুটে যান দুর্ঘটনাগ্রস্ত গাড়িটির দিকে। চালকের আসনে বসে থাকা যুবককে কোনওমতে টেনে হিচড়ে বের করেন। সেই সময়ও তিনি জানতেন না যে যাকে উদ্ধার করছেন, তিনি ভারতীয় ক্রিকেটার ঋষভ পন্থ।

    কেমন আছেন পন্থ

    ঋষভ পন্থ এখন আগের থেকে ভাল রয়েছেন। তাঁর মস্তিষ্ক আর মেরুদণ্ডের এমআরআই স্ক্যান করা হয়েছিল। জানা গিয়েছে, মস্তিষ্ক ও মেরুদণ্ড স্বাভাবিক রয়েছে। গুরুতর কোনও চোট নেই। তাঁর মুখের ক্ষতস্থানে প্লাস্টিক সার্জারি করা হয়। তবে পন্থের হাঁটু ও গোড়ালির এমআরআই স্ক্যান করা যায়নি। কারণ, দুটি জায়গাই অসম্ভব ফুলে রয়েছে। রয়েছে যন্ত্রণাও। ফোলা ভাব কিছুটা না কমলে স্ক্যান করা যাবে না। হাসপাতাল থেকে দেওয়া বিবৃতিতে জানানো হয়েছে যে, পন্থ স্থিতিশীল। তাঁর জ্ঞান রয়েছে।

    মানবিক সুশীল

    সুশীলের তৎপরতাতেই অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন ক্রিকেটার ঋষভ পন্থ (Rishabh Pant)। শুক্রবার ভোরে উত্তরাখণ্ড (Uttarakhand) থেকে দিল্লি ফেরার পথে ভয়াবহ গাড়ি দুর্ঘটনার শিকার হন ভারতীয় ক্রিকেট দলের উজ্জ্বল তারকা। রুরকির কাছে রাস্তার ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে যায় তাঁর গাড়ি (Car Accident)। এরপরে আগুনও ধরে যায় সেই গাড়িতে। ঋষভ পন্থের ভয়াবহ দুর্ঘটনার পরই ঝাঁপিয়ে পড়ে তাঁর প্রাণরক্ষা করেন সুশীল। যে কারণে তাঁকে কৃতজ্ঞতা জানিয়ে ট্যুইট করেছেন প্রাক্তন ক্রিকেটার তথা জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির প্রধান ভি ভি এস লক্ষ্মণ। তিনি ট্যুইটারে লিখেছেন, ‘হরিয়ানার চালক সুশীল কুমার, যিতি জ্বলন্ত গাড়ি থেকে ঋষভ পন্থকে বার করে এনে বিছানার চাদরে জড়িয়ে অ্যাম্বুলেন্সে খবর দিয়েছিলেন, তাঁকে কৃতজ্ঞতা জানাই। আপনার নিঃস্বার্থ কাজের জন্য আমরা ঋণী’।

    আরও পড়ুন: অল্পের জন্য প্রাণে বাঁচলেন ঋষভ পন্থ! একবাক্যে পুলিশকে জানালেন কীভাবে ঘটেছে গাড়ি দুর্ঘটনা

    দুর্ঘটনার কথা

    দুর্ঘটনার বর্ণনা দিয়ে সুশীল বলেন, “গাড়িটি উল্টে যেতেই আমি রাস্তার একধারে বাস দাড় করাই এবং ডিভাইডারের দিকে ছুটে যাই। যেভাবে গাড়িটা উল্টে পাক খাচ্ছিল, আমি ভেবেছিলাম গাড়িটি উল্টে বাসের নীচে ঢুকে যাবে। গাড়ির চালক (ঋষভ পন্থ) জানালা থেকে অর্ধেক বেরিয়ে ছিল। যখন টেনে বের করার চেষ্টা করছিলাম, তখন ও আমায় জানায় যে ও ক্রিকেটার। আমি ক্রিকেট দেখি না, তাই জানতাম না কে ঋষভ পন্থ। কিন্তু আমার বাসে থাকা অন্যান্যরা ওকে চিনতে পারে।”জানা গিয়েছে, দুর্ঘটনার পরে ঋষভ পন্থ সুশীলকে তাঁর মাকে ফোন করার কথা বলেন। পন্থের ফোন থেকে তাঁর মাকে ফোন করা হলেও, তাঁর ফোন সুইচ অফ ছিল। দুর্ঘটনাগ্রস্ত গাড়ি থেকে টাকার ব্যাগও উদ্ধার করেন সুশীল। হরিয়ানা রোডওয়েজের পক্ষ থেকে তাঁদের ড্রাইভার সুশীল কুমার এবং কন্ডাক্টর পরমজিতকে সম্মানিত করা হচ্ছে। রাজ্য সরকারের পক্ষ থেকেও সম্মানিত করা হবে এই ২ জনকে। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

LinkedIn
Share