Category: খেলা

Get updates on Sports News Cricket, Football, Tennis, from the Madhyom news portal madhyom.com, West Bengal leading news portal Madhyom.com

  • Under 19 Women T20 WC: ব্রিটিশ কন্যাদের হারিয়ে অনূর্ধ্ব ১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপে জয় ছিনিয়ে নিল ভারতীয় তরুণীরা

    Under 19 Women T20 WC: ব্রিটিশ কন্যাদের হারিয়ে অনূর্ধ্ব ১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপে জয় ছিনিয়ে নিল ভারতীয় তরুণীরা

    মাধ্যম নিউজ ডেস্ক: অনূর্ধ্ব-১৯ মহিলা ক্রিকেট বিশ্বকাপে (Under 19 Women T20 WC) জয়ের পতাকা ওড়াল ভারত। দক্ষিণ আফ্রিকায় আয়োজিত এই টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে ভারত ইংল্যান্ডকে ৭ উইকেটে হারিয়ে জয় ছিনিয়ে নিয়েছে। ভারতীয় বোলারদের বিধ্বংসী বোলিং- এর সামনে কার্যত দিশেহারা হয়ে পড়েন ইংলিশ ব্যাটাররা। মাত্র ৬৮ রানে মাঠ ছাড়তে বাধ্য হয় ইংল্যান্ড। প্রথম ওভার থেকেই নিয়মিত ব্যবধানে  উইকেট পড়তে শুরু করে। ইংল্যান্ডের মাত্র চারজন ব্যাটারই দুই অঙ্কের রান করতে পেরেছে। ভারতের হয়ে তিতাস সাধু, পার্শ্ববী চোপড়া এবং অর্চনা দেবী দুটো করে উইকেট নিয়েছেন। উল্টোদিকে মাত্র ১৪ ওভারেই ৩ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় ভারতীয় দল।  

    এদিন টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ভারতীয় দলের ক্যাপ্টেন শেফালি ভার্মা। আজ জন্মদিন তাঁর। জন্মদিনের উপহার হিসেবে চেয়েছিলেন কাপ নিয়ে দেশে ফিরতে। সেই স্বপ্নপূরণ হল তাঁর।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     

     
     
  • Sania Mirza: চোখের জলে বিদায়! টেনিস জীবনের শেষ গ্র্যান্ড স্ল্যাম জেতা হল না সানিয়ার

    Sania Mirza: চোখের জলে বিদায়! টেনিস জীবনের শেষ গ্র্যান্ড স্ল্যাম জেতা হল না সানিয়ার

    মাধ্যম নিউজ ডেস্ক: যেখানে শুরু, সেখানেই শেষ। এর থেকে ভাল মঞ্চ আর কী-ই বা হতে পারে? চাইলে আরও কিছুদিন খেলতে পারতেন, কিন্তু না! সেরা মঞ্চকেই ইতি টানার জন্য বাছলেন ভারতীয় টেনিসের রানি সানিয়া মির্জা। তবে টেনিস জীবনের শেষ বেলায় এসে জয়ের দোরগোড়ায় থামতে হল সানিয়াকে। সপ্তম গ্র্যান্ড স্ল্যাম জেতা হল না তাঁর। রোহন বোপান্নাকে নিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের মিক্সড ডাবলসে রানার্স-আপ হলেন তিনি। ফাইনালে ব্রাজিলের স্টেফানি-মাতোস জুটির কাছে সানিয়ারা হারলেন ৬-৭ (২-৭), ২-৬ গেমে। 

    চোখের জল ভিজল কোর্ট

    ২০০৫ সালে অস্ট্রেলিয়ান ওপেনে মেলবোর্নের রড লেভার এরিনা থেকে নিজের যাত্রা শুরু করেছিলেন সানিয়া। তারপর কেটে গিয়েছে ১৮টি বসন্ত। সেদিনের তরুণী এখন ৩৬। সেই মেলবোর্নেই টেনিস জীবনের শেষ গ্র্যান্ড স্ল্যাম ম্যাচটা খেলে ফেললেন সানিয়া। বিদায় বেলায় চোখের জল বাঁধ মানল না ভারতীয় টেনিস সুন্দরীর। নিজে কাঁদলেন, কাঁদালেন তাঁর অসংখ্য অনুরাগীকে। ভারতের একমাত্র মহিলা টেনিস খেলোয়ার হিসেবে গ্র্যান্ডস্ল্যাম জিতেছেন সানিয়া। তাঁর ঝুলিতে রয়েছে তিনটি ডাবলস ও তিনটি মিক্সড ডাবলস খেতাব।

    এদিন ফাইনালের পর সানিয়া বলেছেন, ‘‘আমি কাঁদছি। এটা আসলে খুশি অশ্রু। চোখের এই জল দুঃখের নয়। চাইলে আরও গোটা দুয়েক প্রতিযোগিতা খেলতেই পারতাম। ২০০৫ সালে মেলবোর্ন থেকেই টেনিস যাত্রা শুরু করেছিলাম। তখন আমার বয়স ছিল ১৮। সেরিনা উইলিয়ামসের সঙ্গে খেলেছিলাম। আমার জীবনে রড লেভার এরিনার আলাদা জায়গা রয়েছে। গ্র্যান্ড স্ল্যাম কেরিয়ার শেষ করার জন্য এর থেকে ভাল জায়গা আমার কাছে নেই।’’

    আরও পড়ুন: ফের কিউইদের বিরুদ্ধে জয় ছিনিয়ে আনল ভারত, শুভমন-রোহিতের জোড়া শতরানে বাজিমাৎ

    ফাইনালে কোর্টের পাশে স্বামী শোয়েব মালিক ছিলেন না। তিনি বাংলাদেশ প্রিমিয়ার লিগ খেলতে ব্যস্ত। দু’জনের সম্পর্কও সেরকম নেই। কিন্তু মা-এর সঙ্গে ছিল ছেলে। চার বছরের ইজহান মির্জা মালিক কিন্তু মাকে ফাইনালে সারাক্ষণ উৎসাহিত করেছে। ম্যাচের পর সানিয়ার মুখে শোনা গিয়েছে ছেলের কথা। সানিয়া বলেছেন, ‘‘আমার পরিবারের সকলে এখানে রয়েছে। কখনও ভাবিনি ছেলের সামনে গ্র্যান্ড স্ল্যাম ফাইনাল খেলতে পারব। সেটাও হল।’’

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • World Cup Hockey: নিউজিল্যান্ডের কাছে হার , স্বপ্ন অধরা ভারতের! জেনে নিন হকি বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে কোন কোন দল

    World Cup Hockey: নিউজিল্যান্ডের কাছে হার , স্বপ্ন অধরা ভারতের! জেনে নিন হকি বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে কোন কোন দল

    মাধ্যম নিউজ ডেস্ক: ক্রসওভার ম্যাচে নিউজিল্যান্ডের কাছে হেরে হকি বিশ্বকাপ থেকে ছিটকে গেল ভারত। নির্ধারিত সময়ে খেলা ৩-৩ অমীমাংসিত থাকার পর শুটআউটে নিউজিল্যান্ড জিতল ৫-৪ ব্যবধানে। আয়োজক দেশ হিসাবে এদিন ভারত ছিল ফেবারিট। কিন্তু সমর্থকদের আশা পূরণে ব্যর্থ হল  হরমনপ্রীতের দল। কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামের মুখোমুখি হবে নিউজিল্যান্ড। অস্ট্রেলিয়া খেলবে স্পেনের বিপক্ষে। এখনও পর্যন্ত কোয়ার্টার ফাইনালে পৌঁছন অপর দুটি দল হল ইংল্যান্ড এবং নেদারল্যান্ডস। আজ, ২৩ জানুয়ারি জার্মানি ও ফ্রান্সের মধ্যে যে জিতবে সে খেলবে ইংল্যান্ডের বিপক্ষে। আর আর্জেন্টিনা ও দক্ষিণ কোরিয়ার মধ্যে বিজয়ী দল মুখোমুখি হবে নেদারল্যান্ডসের।

    ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই

    এদিন ম্যাচের নির্ধারিত সময়ে ম্যাচ ড্র হওয়ায় খেলা গড়ায় টাইব্রেকারে। নির্ধারিত সময়ে বার বার এগিয়ে গিয়েও গোল খায় হরমনপ্রীতরা। শুটআউটে গোলকিপার পিআর সৃজেশ তিনটি ভাল সেভ করলেও দলকে জেতাতে পারলেন না। তৃতীয় সেভের সময় চোট পান তিনি। পরিবর্ত গোলকিপার কৃষাণ পাঠক একটি শট বাঁচালেও বাকিগুলিতে পারলেন না। ঘরের মাঠে টানা দ্বিতীয় বার হকি বিশ্বকাপ জেতার স্বপ্ন অধরা থাকল ভারতের। গোটা ম্যাচে অসংখ্য পেনাল্টি কর্নার নষ্টের খেসারত দিতে হয়েছে ভারতকে। কোচ গ্রাহাম রিড আগেই এই ব্যাপারে দুশ্চিন্তার কথা জানিয়েছিলেন। মরণ বাঁচন ম্যাচেও ভারতের সেই রোগ কাটল না। দশটি পেনাল্টি কর্নার পেয়ে তারা গোল করেছে মাত্র একটিতে।

    আরও পড়ুন: দুরমুশ নিউজিল্যান্ড, সিরিজ জিতল ভারত

    চাপ নিতে ব্যর্থ

    কোয়ার্টার ফাইনালে পৌঁছনোর লক্ষ্যে দুই দলই এই ম্যাচে নিজেদের সর্বস্বটা উজাড় করে দেয়। তবে নির্ধারিত সময়ে ৩-৩ স্কোরলাইনেই ম্যাচ শেষ হয়। ভারতের হয়ে ললিত, সুখজিৎ ও বরুণ কুমার তিনটি গোল করেন। নিউজিল্যান্ডের হয়ে স্যাম লেন, কেন রাসেল ও সন ফিন্ডলে গোল করেন। ম্যাচের মতো পেনাল্টি শ্যুট আউটেও হাড্ডাহাড্ডি লড়াই চলে। ১৮টি শটের পর শেষমেশ জয় পায় নিউজিল্যান্ড। এই হারের পরে দলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য মানসিক কন্ডিশনিং কোচের প্রয়োজন বলে দাবি করেছেন হেড কোচ গ্রাহাম রিড। তিনি বলেন, “আমাদের সম্ভবত আলাদা কিছু করতে হবে। আমাদের দেখতে হবে, একজন মানসিক কোচকে কী ভাবে যুক্ত করতে পারি। সেটা নিয়ে কাজ করব। আসলে চাপ নিয়ে খেলতে পারছে না দল।”

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।  

  • Women Under 19: অনূর্ধ্ব-১৯ মহিলা ক্রিকেট বিশ্বকাপ জিতে মাঠেই নাচ শেফালিদের! ভাইরাল ভিডিও

    Women Under 19: অনূর্ধ্ব-১৯ মহিলা ক্রিকেট বিশ্বকাপ জিতে মাঠেই নাচ শেফালিদের! ভাইরাল ভিডিও

    মাধ্যম নিউজ ডেস্ক: ইতিহাস ভারতীয় অনূর্ধ্ব-১৯ মহিলা ক্রিকেট দলের। প্রথমবার আয়োজিত আইসিসির মহিলা অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতল শেফালি-তিতাসরা। খুশির জোয়ারে ভাসছে ভারতের মেয়েরা। ম্যাচ শেষে সেলিব্রেশন মুডে টিম ইন্ডিয়া। ম্যাচের পর ‘কালা চশমা’ গানে নাচতে দেখা গেল শেফালিদের। আইসিসি নিজেদের অফিসিয়াল ইনস্টাগ্রাম পেজে ভিডিয়োটি পোস্ট করে। ক্যাপশনে লেখে ‘মাঠে এবং বাইরেও জিতছে (ভারতীয় দল)।’ ভারতীয় ক্রিকেটারদের এই নাচের ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

     
     
     
     
     
    View this post on Instagram
     
     
     
     
     
     
     
     
     
     
     

    A post shared by ICC (@icc)

    শুভেচ্ছা বার্তা

    অনূর্ধ্ব-১৯ মেয়েদের জয়ের সঙ্গে সঙ্গে শুভেচ্ছা বার্তা আসতে শুরু করে। শুভেচ্ছা জানিয়েছেন মাস্টার ব্লাস্টার শচিন তেন্ডুলকার। ট্যুইট বার্তায় শচিন জানিয়েছেন,  ভারতের মেয়েরা ক্রিকেটটা অনেক উঁচুতে নিয়ে যাচ্ছে। প্রথমে মেয়েদের আইপিএল, তারপর অনূর্ধ্ব ১৯ ক্রিকেট বিশ্বকাপ।

    ভারতের জয়ের পর  ট্যুইট করে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনি লিখেছেন, ‘ভারতের অনূর্ধ্ব-১৯ মহিলা ক্রিকেট দলকে বিশ্বকাপ জয়ের জন্য শুভেচ্ছা। দেশের মহিলা ক্রিকেটের ক্ষেত্রে এটা একটা অনেক বড় সাফল্য। আশা করছি, আগামীদিনে দেশের মহিলা ক্রিকেট আরও উচ্চতর পর্যায়ে পৌঁছবে।’

    দক্ষিণ আফ্রিকায় আয়োজিত এই টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে ভারত ইংল্যান্ডকে ৭ উইকেটে হারিয়ে জয় ছিনিয়ে নিয়েছে। ভারতীয় বোলারদের বিধ্বংসী বোলিং- এর সামনে কার্যত দিশেহারা হয়ে পড়েন ইংলিশ ব্যাটাররা। মাত্র ৬৮ রানে মাঠ ছাড়তে বাধ্য হয় ইংল্যান্ড। প্রথম ওভার থেকেই নিয়মিত ব্যবধানে  উইকেট পড়তে শুরু করে। ইংল্যান্ডের মাত্র চারজন ব্যাটারই দুই অঙ্কের রান করতে পেরেছে। ভারতের হয়ে তিতাস সাধু, পার্শ্ববী চোপড়া এবং অর্চনা দেবী দুটো করে উইকেট নিয়েছেন। উল্টোদিকে মাত্র ১৪ ওভারেই ৩ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় ভারতীয় দল। তিতাসদের শুভেচ্ছা জানিয়েছেন বিরাট কোহলি, রোহিত শর্মা, মিতালি রাজে প্রমুখ।

    আরও পড়ুন: পরিকল্পনা বাস্তব রূপ পেল! এতদিনে স্বপ্ন পূরণ বিশ্বকাপ জয়ী বাংলার তিতাসের


    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Sania Mirza: ক্রীড়া জগতে সব মহিলাদের কাছেই তুমি আশার প্রতীক! স্ত্রী সানিয়াকে শুভেচ্ছা শোয়েবের

    Sania Mirza: ক্রীড়া জগতে সব মহিলাদের কাছেই তুমি আশার প্রতীক! স্ত্রী সানিয়াকে শুভেচ্ছা শোয়েবের

    মাধ্যম নিউজ ডেস্ক: সদ্য কোর্টকে বিদায় জানিয়েছেন ভারতীয় টেনিস কুইন সানিয়া মির্জা। চোখের জলে নিজের শেষ গ্র্য়ান্ডস্ল্যামটা শেষ করেছেন দেশের টেনিস সুন্দরী। অস্ট্রেলিয়ান ওপেনে মিক্সড ডাবলসে রোহন বোপান্নার সঙ্গে জুটি বেঁধে ফাইনাল পর্যন্ত যান তিনি। কিন্তু সেখানে গিয়ে পরাস্ত হতে হয়। তাঁর অবসরে বিভিন্ন মহল থেকে তাঁকে শুভেচ্ছা জানানো হয়েছে। সচিন থেকে অনিল কাপুর সকলেই রয়েছেন তাঁর অনুরাগীর তালিকায়। এবার তাঁকে শুভেচ্ছা জানালেন পাকিস্তানের ক্রিকেটার ও সানিয়ার স্বামী শোয়েব মালিক।

    শোয়েবের বার্তা

    ফাইনাল ম্যাচের প্রায় দশ ঘণ্টা পরে স্ত্রী সানিয়াকে শুভেচ্ছা জানান শোয়েব। ট্যুইট বার্তায় পাকিস্তানের ক্রিকেটার জানিয়েছেন, স্ত্রীর কৃতিত্বে তিনি গর্বিত। গ্র্যান্ড স্ল্যামে সানিয়া শেষ ম্যাচ খেলার পর থেকেই দেশ-বিদেশ জুড়ে অগণিত বার্তা পেয়েছেন। কিন্তু শোয়েবের বার্তা কিছুতেই পাওয়া যাচ্ছিল না। দু’জনের মধ্যে তৈরি হওয়া সাম্প্রতিক দূরত্বের জল্পনা আরও বাড়িয়ে দিচ্ছিল এই নৈঃশব্দ। অবশেষে ট্যুইট শোয়েবের। যিনি এখন বাংলাদেশ প্রিমিয়ার লিগে খেলতে ব্যস্ত।

    শোয়েব লিখেছেন, “খেলাধুলোর জগতে সব মহিলাদের কাছেই তুমি আশার প্রতীক ছিলে। গোটা টেনিসজীবনে যা যা অর্জন করেছ, তার জন্য অত্যন্ত গর্বিত। তুমি অনেকের কাছে অনুপ্রেরণা। এ ভাবেই শক্তিশালী হয়ে আগামী দিনে এগিয়ে যাও। অবিশ্বাস্য টেনিস জীবনের জন্যে অনেক শুভেচ্ছা।” সানিয়ার প্রতি শোয়েবের এই আবেগঘন বার্তার পরে প্রশ্ন উঠতে শুরু করেছে, দু’জনের সম্পর্কের বরফ কি গলতে শুরু করেছে?

    আরও পড়ুন: চোখের জলে বিদায়! টেনিস জীবনের শেষ গ্র্যান্ড স্ল্যাম জেতা হল না সানিয়ার

    আবেগপ্রবণ ট্যুইট ক্রীড়া জগত

    সানিয়া মির্জার বিদায় দেখে আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন ক্রিকেটের ঈশ্বর শচিন তেন্ডুলকর। মাস্টার ব্লাস্টার লিখেছেন, ‘ধন্যবাদ সানিয়া একটা গোটা জেনারেশনকে স্বপ্ন দেখানোর জন্য। ভারতের প্রচুর মেয়ে তোমাকে দেখে টেনিস খেলার অনুপ্রেরণা পেয়েছিল এবং আগামী দিনেও পাবে। তোমার ক্যারিয়ার যথেষ্ট সফল। আশা করব টেনিস ছাড়ার পর বাকি জীবনটাও সাফল্যের সঙ্গে কাটাবে।’

    মহিলা কুস্তির বড় নাম ভিনিশ ফোগাট জানিয়েছেন সানিয়া মির্জা দেশের মহিলা ক্রীড়া ব্যক্তিদের আইকন ছিলেন এবং আগামীতেও থাকবেন। বলিউড অভিনেতা অনিল কাপুর সানিয়ার বিদায় নিয়ে পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Mahakaleshwar temple: মহাকালেশ্বর মন্দিরে ভারতীয় ক্রিকেটাররা! প্রার্থনা করলেন ঋষভ পন্থের জন্য

    Mahakaleshwar temple: মহাকালেশ্বর মন্দিরে ভারতীয় ক্রিকেটাররা! প্রার্থনা করলেন ঋষভ পন্থের জন্য

    মাধ্যম নিউজ ডেস্ক: বছর শেষে দেশের মাটিতে বসবে একদিনের বিশ্বকাপের আসর। তারই প্রস্তুতিতে একের পর এক দ্বিপাক্ষিক সিরিজ খেলতে ব্যস্ত টিম ইন্ডিয়া। শ্রীলঙ্কাকে দুরমুশ করার পর নিউজিল্যান্ডের বিরুদ্ধে পর পর দু’টি ম্যাচ জিতে ইতিমধ্যেই ওয়ান ডে সিরিজ পকেটে পুরে ফেলেছেন হার্দিক পান্ডিয়ারা। মঙ্গলবার তৃতীয় তথা অন্তিম একদিনের ম্যাচ খেলতে ভারতীয় ক্রিকেটাররা এখন ইন্দোরে। সিরিজ জয় নিশ্চিত হয়ে যাওয়ায় ভারতীয় দলের ক্রিকেটাররা ফুরফুরে মেজাজে। সোমবার সূর্যকুমার যাদবরা দল বেঁধে উজ্জয়নীর মহাকালেশ্বর মন্দিরে (Mahakaleshwar temple) পুজো দিলেন। প্রার্থনা করলেন সতীর্থ ঋষভ পন্থের জন্য। যিনি গত বছর ডিসেম্বরে গাড়ি দুর্ঘটনায় গুরুতর চোট পেয়ে আপাতত চিকিৎসাধীন। ভারতীয় উইকেটরক্ষকটি কবে ফের মাঠে ফিরবেন, তা নিয়ে অনেকেই সন্দিহান। কারণ, ঋষভের চোট গুরুতর। তবে বিশ্বকাপের আগে তিনি যাতে সুস্থ হয়ে দলে যোগ দিতে পারনে, সেটাই প্রার্থনা করছেন ভারতীয় ক্রিকেটাররাও।

    সতীর্থের জন্য প্রার্থনা

    সংবাদসংস্থাকে সূর্যকুমার বলেন, ‘পন্থকে দ্রুত সুস্থ করে তোলার জন্য ঈশ্বরের কাছে প্রাথর্না করেছি। কারণ ও আমাদের দলের খুবই গুরুকত্বপূর্ণ একজন সদস্য।’ একই সঙ্গে নিউজিল্যান্ডের বিরুদ্ধে চলতি একদিনের সিরিজ প্রসঙ্গে সূর্যকুমার জানান, ‘পর পর দু’টি ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করেছি আমরা। তার মানে এই নয় যে তৃতীয় ম্যাচটিকে হাল্কাভাবে নিচ্ছি। বিশ্বকাপের প্রস্তুতিতে প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ।’’

    কিছুদিন আগে শ্রীলঙ্কাকে একদিনের সিরিজে হোয়াইটওয়াশ করেছিল ভারত। এবার পালা নিউজিল্যান্ডের। প্রথম ম্যাচে কিউয়িরা কিছুটা লড়াই করলেও দ্বিতীয় ম্যাচে ভারতীয় বোলারদের দাপটে মাথা তুলতে পারেনি। রোহিত বাহিনী জিতেছিল ৮ উইকেটে।

    আরও পড়ুন: মাঘেও উধাও শীত! গরমেই কাটবে সরস্বতী পুজো, জানিয়ে দিলেন আবহবিদরা

    সিরিজ নিশ্চিত হয়ে যাওয়ায় কোচ রাহুল দ্রাবিড় হয়তো রিজার্ভ পরখ করে নেওয়ার সুযোগ হাতছাড়া করতে চাইবেন না। তৃতীয় ম্যাচে ভারতীয় বোলিংয়ে বেশ কিছু পরিবর্তনের সম্ভাবনা থাকছে। খেলানো হতে পারে উমরান মালিক, যুজবেন্দ্র চাহাল কিংবা শাহবাজ আহমেদকে। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।    

  • India vs New Zealand: দুরমুশ নিউজিল্যান্ড, সিরিজ জিতল ভারত

    India vs New Zealand: দুরমুশ নিউজিল্যান্ড, সিরিজ জিতল ভারত

    মাধ্যম নিউজ ডেস্ক: মাঠ ভর্তি দর্শক। খেলা শুরুর প্রথম দিকে টান টান উত্তেজনাও ছিল। তার পরেই ম্যাচ হয়ে গেল এক পেশে। আট ঘণ্টার খেলা খতম হয়ে গেল মাত্র পাঁচ ঘণ্টায়। শামি, হার্দিকদের দাপটে নিউজিল্যান্ড (New Zealand) সিরিজ জয় করল ভারত (India)। প্রথমে বল হাতে মহম্মদ শামিরা নিউজিল্যান্ডের ব্যাটারদের ওপর রোলার চালিয়ে দেন। মাত্র ১০৮ রানে শেষ হয়ে যায় নিউজিল্যান্ডের ইনিংস। ২০.১ ওভারে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেন রোহিত শর্মা (India vs New Zealand)।

    এক দিনের ক্রিকেট…

    রায়পুরে এই প্রথমবার হল এক দিনের ক্রিকেট ম্যাচ। তাই দর্শকদের উৎসাহ ছিল তুঙ্গে। জনগণের উৎসাহ এতটাই ছিল যে টিকিট ব্ল্যাক করছিলেন অনেকে। যদিও কালোবাজারি রুখতে তৎপর ছিল পুলিশ। টিকিট ব্ল্যাক করার অভিযোগে ন জনকে গ্রেফতারও করে পুলিশ। এদিন প্রথমে বল করার সিদ্ধান্ত নেয় ভারত। অধিনায়ক বলেন, দলের মধ্যে টস নিয়ে অনেক আলোচনা হচ্ছিল। তাই কী ঠিক করেছিলাম, সেটা মনে করতে পারছিলাম না। আগের ম্যাচে প্রথমে ব্যাট করেছি। তাই এই ম্যাচে প্রথমে বল করার সিদ্ধান্ত নিলাম।

    আরও পড়ুুন: আইএসএফের তাণ্ডবের জেরে রণক্ষেত্র ধর্মতলা, বাঁশ নিয়ে তাড়া পুলিশকে

    এদিন খেলা (India vs New Zealand) শুরুর পর থেকেই পেসাররা দেখাতে থাকেন সুইংয়ের দাপট। নতুন সাদা বলের সুইং খুব বেশিক্ষণ থাকে না। তবে সে সময় পাননি নিউজিল্যান্ডের ব্যাটাররা। ভারতীয় বোলাররাই তাঁদের সে সময় দেননি। বল এতই সুইং করতে থাকে যে ১৫ রানের মধ্যেই পাঁচ উইকেট খোয়ায় নিউজিল্যান্ড। ফিন অ্যালেনদের প্রথম পাঁচ ব্যাটারের কেউ পেরোননি ১০ রানের চৌকাঠ। হার্দিক নিজের বলে নিজেই ক্যাচ নেন। আউট হয়ে যান ডেভন কনওয়ে। পাঁচ উইকেট চলে যাওয়ার পর ধরে খেলার চেষ্টা করেন মাইকেল ব্রেসওয়েল ও গ্লেন ফিলিপ্স। গত ম্যাচে শতরান করলেও, এবার মুখ থুবড়ে পড়েন ব্রেসওয়েল। মাত্র ২২ রানেই থমকে যায় তাঁর ঘোড়া। শামির বলে আউট হন তিনি। ক্যাচটি নেন ঈশান কিষন। ব্রেসওয়েল ২২ রানে আউট হলেও, ৩৬ রান করেন ফিলিপ্স। ২৭ রান করেন মিচেল স্যান্টনার। পঞ্চাশ ওভারে ভারতের প্রয়োজন ছিল ১০৯ রান। ২০.১ ওভারে (India vs New Zealand) সেই রান তুলে নেয় ভারত। শুভমন গিল করেন ৪০ রান। কোহলি মাত্র ১১। ৫১ রান করেন রোহিত।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।    

  • Indian Wrestling: তদন্তের নির্দেশ কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীর! কুস্তি ফেডারেশনের সভাপতির পদ থেকে বরখাস্ত ব্রিজভূষণ

    Indian Wrestling: তদন্তের নির্দেশ কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীর! কুস্তি ফেডারেশনের সভাপতির পদ থেকে বরখাস্ত ব্রিজভূষণ

    মাধ্যম নিউজ ডেস্ক: কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুরের আশ্বাস পেয়ে অবশেষে বিক্ষোভ তুলে নিলেন বজরং পুনিয়া, ভিনেশ ফোগাটরা। ভারতীয় কুস্তি ফেডারেশনের সভাপতি ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ তুলে দিল্লির যন্তর মন্তরে ধর্নায় বসেছিলেন একঝাঁক তারকা কুস্তিগীর। যা ভারতীয় ক্রীড়ামহলে তোলপাড় ফেলে দিয়েছিল। অভিযোগ খতিয়ে দেখার জন্য কেন্দ্রীয় ক্রী‌ড়ামন্ত্রক সাত সদস্যের কমিটি গঠন করেছে। যতদিন তদন্ত চলবে, ততদিনের জন্য ব্রিজভূষণকে কুস্তি ফেডারেশনের সভাপতির পদ থেকে বরখাস্ত করা হয়েছে। ক্রীড়ামন্ত্রীর এই পদক্ষেপে খুশি বজরংরা। শুক্রবার রাতে তাঁরা নিজেদের মধ্যে আলোচনা করে আপাতত ধর্না তুলে নেওয়ার কথা ঘোষণা করেন।

    রাজনীতির চেষ্টা

    কুস্তি ফেডারেশনের সভাপতি ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে খুনের হুমিক, আর্থিক তছরুপ এবং যৌন হেনস্থার মতো অভিযোগ তুলেছেন ভিনেশরা। তার পরেই বিভিন্ন রাজনৈতিক দল এর ফায়দা তুলতে ময়দানে নেমে পড়েছিল। কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী থেকে সিপিএমের পলিটব্যুরোর সদস্য বৃন্দা কারাতও হাত সেঁকার চেষ্টা করেছিলেন। কংগ্রেসের আর এক নেতা তথা হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী হুড্ডা বিক্ষোভকারীদের মদত জোগাচ্ছেন বলেও অভিযোগ উঠছিল।

    আরও পড়ুন: রাজনীতি করবেন না! ধর্না মঞ্চ থেকে বৃন্দা কারাতকে নামিয়ে দিলেন কুস্তিগীররা

    কড়া পদক্ষেপ কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীর

    কেন্দ্রীয় সরকার কখনওই চায়নি, এই বিক্ষোভের মধ্যে রাজনীতি জড়িয়ে পড়ুক। বরং অভিযোগের গুরুত্ব বিচার করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের কথা বার বার বলে আসছিলেন কেন্দ্রীয় ক্রী‌ড়ামন্ত্রী। প্রথমে তিনি বিক্ষোভকারী কুস্তিগীরদের সঙ্গে কথা বলার জন্য কেন্দ্রের দূত হিসেবে পাঠিয়েছিলেন আর এক কুস্তিগীর ববিতা ফোগাটকে। তার পরেও সমাধানের পথ বেরোচ্ছিল না। কারণ, বজরংদের একটাই দাবি ছিল, ভারতীয় কুস্তি ফেডারেশনের সভাপতির পদ থেকে ব্রিজভূষণ শরণ সিংকে অবিলম্বে সরিয়ে দিতে হবে। তবে সেটা করাও সহজ ব্যাপার নয়। তিনি যেহেতু নির্বাচিত প্রতিনিধি, তাই কেন্দ্রীয় সরকার তাঁকে জোর করে পদ থেকে সরিয়ে দিলে অন্য বার্তা যেত বিশ্ব কুস্তি ফেডারেশনের কাছে। সেক্ষেত্রে ভারতের উপর নির্বাসন চাপতে পারত। তাই সাত সদস্যের কমিটি কঠিন করে তদন্তের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক। পাশাপাশি শুক্রবার রাতে দফায় দফায় কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী বিক্ষোভকারী কুস্তিগীরদের সঙ্গে কথা বলেন। এক মাসের মধ্যে তদন্ত শেষ করে যথপোযুক্ত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন তিনি। তার পরেই বিক্ষোভ তুলে নেওয়ার সিদ্ধান্ত নেন কুস্তিগীররা।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Shubman Gill: কণিষ্ঠতম ক্রিকেটার হিসাবে ওয়ান ডে-তে দ্বিশতরান গিলের! গড়লেন আরও নানা রেকর্ড

    Shubman Gill: কণিষ্ঠতম ক্রিকেটার হিসাবে ওয়ান ডে-তে দ্বিশতরান গিলের! গড়লেন আরও নানা রেকর্ড

    মাধ্যম নিউজ ডেস্ক: শ্রীলঙ্কা হোক বা নিউজিল্যান্ড শুভমনের ব্যাট কথা বলেই যাচ্ছে। তিরুঅনন্তপুরমে যেখানে শেষ করেছিলেন, হায়দ্রাবাদে সেখান থেকেই শুরু করলেন শুভমন গিল (Shubman Gill)। গত ম্যাচে ১১৬ রান করেছিলেন ভারতের তরুণ ওপেনার। বুধবার হায়দরাবাদে করলেন ২০৮ রান। ভাঙলেন বহু রেকর্ড।

    কণিষ্ঠতম ক্রিকেটার হিসাবে দ্বিশতরান

    বুধবার রাজীব গান্ধী স্টেডিয়ামে উপস্থিত সমস্ত দর্শকদের মন্ত্রমুগ্ধ করলেন শুভমন গিল (Shubman Gill)। ভারত-নিউজিল্যান্ডের ওয়ান ডে সিরিজের প্রথম ম্যাচে ১৪৯ বলে ২০৮ রানের ইনিংস খেললেন গিল। ২৩ বছর ১৩২ দিনে কণিষ্ঠতম ক্রিকেটার হিসাবে ওয়ান ডেতে (IND vs NZ 1st ODI) দ্বিশতরান হাঁকালেন ভারতীয় তরুণ গিল। গত মাসেই ঈশান কিষাণ বাংলাদেশের বিরদ্ধে দ্বিশতরান হাঁকিয়ে রোহিত শর্মার কণিষ্ঠতম ক্রিকেটার হিসাবে দ্বিশতরান করার রেকর্ড ভেঙেছিলেন। এবার কিষাণের রেকর্ড ভাঙলেন গিল। পঞ্চম ভারতীয় হিসাবে ৫০ ওভারের ফর্ম্যাটে দ্বিশতরান করার কৃতিত্ব গড়েলন শুভমন। এর আগে সচিন তেন্ডুলকর, বীরেন্দ্র সেওয়াগ, রোহিত শর্মা ও শুভমন গিল ভারতীয় ক্রিকেটার হিসেবে একদিনের ক্রিকেটে দ্বিশতরান করেন।

    দ্রুততম হাজার রানের মালিক

    এদিন ওয়ান ডে ক্রিকেটে ভারতীয়দের মধ্যে দ্রুততম হাজার রানের মালিক হলেন গিল। ১৯ ইনিংসে এক হাজার রান সম্পূর্ণ করলেন গিল। তাঁর আগে বিরাট কোহলি ও শিখর ধবন এক হাজার রান সম্পূর্ণ করতে ২৪ ইনিংস নিয়েছিলেন। তাঁদের চেয়ে ৫ ইনিংস কম খেলে এক হাজার রান সম্পূর্ণ করলেন গিল।

    আরও পড়ুন: আসন্ন বিশ্বকাপে বিরাট কোহলির ভূমিকা গুরুত্বপূর্ণ হবে: গৌতম গম্ভীর

    দেশের মধ্যে দ্রুততম হাজার রানের অধিকারী হলেও অল্পের জন্য বিশ্বরেকর্ড হাতছাড়া হল গিলের। পাকিস্তানের ফকর জামান ওয়ান ডে-তে ১৮ ইনিংসে এক হাজার রান করেছিলেন। সেটাই এখনও পর্যন্ত দ্রুততম। তাঁর চেয়ে এক ইনিংস বেশি নিলেন গিল।

     কিউইদের বিরুদ্ধে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। শুরুটা ভালই করেছিল ভারত। তবে ৩৮ বলে ৩৪ রান করে ফেরেন রোহিত। বড় রান পাননি বিরাট কোহলি (৮), ঈশান কিষাণ (৫), সূর্যকুমার যাদব (৩১)-রা। বিতর্কিত ভাবে আউট হয়ে সাজঘরে ফিরে গিয়েছেন হার্দিকও। তবু ক্রিজের এক প্রান্ত আঁকড়ে ছিলেন শুভমন। মারার বল মেরেছেন। ছাড়ার বল ছেড়েছেন। দু’বার সুযোগ দিয়েছিলেন তিনি। কিন্তু সেই সুযোগ নিতে ব্যর্থ কিউইরা। শুভমনের ডাবল সেঞ্চুরির উপর ভর করেই কিউয়িদের ৩৫০-এর লক্ষ্য দিল রোহিতের ভারত।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • Vinesh Phogat: রাজনীতি করবেন না! ধর্না মঞ্চ থেকে বৃন্দা কারাতকে নামিয়ে দিলেন কুস্তিগীররা

    Vinesh Phogat: রাজনীতি করবেন না! ধর্না মঞ্চ থেকে বৃন্দা কারাতকে নামিয়ে দিলেন কুস্তিগীররা

    মাধ্যম নিউজ ডেস্ক: এটা নিয়ে রাজনীতি করবেন না। এটা কুস্তিগীরদের লড়াই। “আমরা যেমন কুস্তির আখড়ায় লড়তে পারি। তেমনই নিজেদের মান-সম্মানের লড়াইটাও লড়তে জানি। আমাদের পাশে থাকার জন্য ধন্যবাদ কিন্তু দয়া করে এটা নিয়ে রাজনীতি করবেন না।” সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য বৃন্দা কারাতকে বললেনঅলিম্পিক পদকজয়ী কুস্তিগীর বজরং পুনিয়া (Wrestler Bajrang Punia)। কুস্তি ফেডারেশনের (WFI) প্রেসিডেন্ট ও কয়েকজন কোচের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ জানিয়ে নয়াদিল্লির (Delhi) যন্তরমন্তরে (Jantar Mantar) ধর্ণা দিচ্ছেন প্রতিবাদী কুস্তিগীররা (wrestlers’ protest)। বৃহস্পতিবার সেখানে গিয়েছিলেন বৃন্দা কারাত। স্টেজে (stage) ওঠায় সেখান থেকে নামিয়ে দেওয়া হল সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য বৃন্দা কারাতকে। এমনকী তাঁকে মাইক নিয়ে কোনও কথাও বলতে দেওয়া হয়নি। তাঁকে পরিষ্কার বলা হয় এটা কুস্তিগীরদের প্রতিবাদ মঞ্চ। এখানে রাজনৈতিক নেতানেত্রীদের কোনও জায়গা নেই।

    একজোট কুস্তিগীররা

    মহিলা কুস্তিগীরদের দিনের পর দিন ধরে যৌন হেনস্তা করেছেন জাতীয় কোচ ও ফেডারেশনের কর্তারা অভিযোগ কুস্তিগীরদের। বুধবার এই অভিযোগ এনে দিল্লির যন্তর মন্তরে ধরনায় বসেছেন কুস্তিগিররা। সেখানে শামিল হয়েছেন অলিম্পিক পদকজয়ী সাক্ষী মালিক (Sakshee Malikkh), যোগেশ্বর দত্ত (Yogeshwar Dutt),  বজরং পুনিয়ার (Bajrang Punia) মতো কুস্তিগিররাও। যৌন হেনস্তার পাশাপাশি কুস্তিগিরদের উপর মানসিক নির্যাতন চালানোরও অভিযোগ আনা হয়েছে ভারতীয় কুস্তি ফেডারেশনের প্রেসিডেন্ট (WFI) ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে। এশিয়ান গেমস ও কমনওয়েলথ গেমসের সোনাজয়ী এই কুস্তিগীর বুধবার সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় কান্নায় ভেঙে পড়েন। 

    আরও পড়ুন: ১২ রানে কিউইদের হারাল ভারত, ডাবল সেঞ্চুরিতে ম্যাচের তারকা শুভমান

    কথা বললেন ববিতা ফোগাট

    আজ যন্তর মন্তরে কুস্তিগীরদের ধর্নার দ্বিতীয় দিন ছিল। সরকারের তরফে ধর্না মঞ্চে বিক্ষোভেরত কুস্তিগীরদের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন একসময়ের সতীর্থ, তিন বারের কমনওয়েলথ পদকজয়ী এবং বর্তমানে বিজেপি নেত্রী ববিতা ফোগাট। দঙ্গল খ্যাত ববিতা বলেছেন, সরকারের তরফে বিক্ষোভকারীদের জন্য বার্তা নিয়ে এসেছেন তিনি। তাঁদের সব দাবি পূরণ করা হবে। তিনি বলেন, “আমি প্রথমে একজন কুস্তিগীর তারপর রাজনীতিবিদ। ওদের ব্যথাটা খুব ভালো বুঝি। দেশের কুস্তিগীররা যে দাবি তুলেছেন তা পূরণ করার সর্বোচ্চ চেষ্টা করব।” বর্তমান কুস্তি ফেডারেশনকে ভেঙে দিয়ে নতুন করে গড়ার দাবিও তুলেছেন বজরং, অংশু মালিক, ভিনেশরা। ১৮ জানুয়ারি থেকে লখনৌতে জাতীয় কুস্তি শিবির হওয়ার কথা ছিল। বিক্ষোভের কারণে তা আপাতত বন্ধ।

    জবাব তলব

    এদিনই কয়েকজন কুস্তিগীর কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রকে গিয়েছেন তাঁদের অভিযোগের বিষয়ে জানাতে। তারপরই কেন্দ্রীয় যুবকল্যাণ ও ক্রীড়া মন্ত্রক ৭২ ঘণ্টার মধ্যে ভারতের কুস্তি ফেডারেশনের জবাবদিহি তলব করেছে। ফেডারেশন সেই নির্দেশ অমান্য করলে কেন্দ্রীয় যুবকল্যাণ ও ক্রীড়ামন্ত্রক ২০১১ সালের ন্যাশনাল স্পোর্টস ডেভেলপমেন্ট কোড অনুযায়ী পদক্ষেপ করবে। ক্রীড়ামন্ত্রক সূত্রে খবর, নিজের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করলেও কুস্তিগীরদের চাপে পদত্যাগ করতে চলেছেন ব্রিজভূষণ।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

LinkedIn
Share