Category: খেলা

Get updates on Sports News Cricket, Football, Tennis, from the Madhyom news portal madhyom.com, West Bengal leading news portal Madhyom.com

  • BCCI: নতুন নির্বাচক কমিটি গঠন! আজই বৈঠকে বসছে ক্রিকেট উপদেষ্টা কমিটি

    BCCI: নতুন নির্বাচক কমিটি গঠন! আজই বৈঠকে বসছে ক্রিকেট উপদেষ্টা কমিটি

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারতীয় ক্রিকেট দলের নতুন নির্বাচক কমিটি গঠন ঘিরে বিতর্ক তুঙ্গে। টি-২০ বিশ্বকাপের ব্যর্থতার জেরে চেতন শর্মার নেতৃত্বাধীন নির্বাচক কমিটি ভেঙে দিয়েছিল বিসিসিআই (BCCI)। তবে ওই কমিটিকে বলা হয়েছিল, নতুন কমিটি গঠন না হওয়া পর্যন্ত কাজ চালিয়ে যেতে। সেই মতো শ্রীলঙ্কার বিরুদ্ধে আসন্ন টি-২০ এবং একদিনের সিরিজের দল নির্বাচন করেছে পুরনো কমিটি। রনজি ট্রফির ম্যাচেও তাঁদের দেখা যাচ্ছে। কারণ, নতুন কমিটি ঘোষণা হতে আরও কিছুদিন সময় লাগবে। শুক্রবারই বৈঠকে বসছে ক্রিকেট উপদেষ্টা কমিটির (CAC) তিন সদস্য অশোক মালহোত্রা, যতীন পরাঞ্জপে ও সুলক্ষণা নায়েক। তাঁরাই নতুন নির্বাচকদের বেছে নেবেন।

    নির্বাচক কমিটি গঠন নিয়ে বিতর্ক

    বিসিসিআই (BCCI) সূত্রে খবর, জাতীয় নির্বাচক হওয়ার জন্য প্রথমে ৬০০টি আবেদন পত্র জমা পড়েছিল। যার মধ্যে ছিল শচীন তেন্ডুলকর, বীরেন্দ্র সেওয়াগ, ইনজামাম-উল-হকদের মতো প্রাক্তন ক্রিকেটারদের নাম। যদিও সেই সিভি তৈরি করা হয়েছিল ভুয়ো পরিচয়পত্র দিয়ে। যাবতীয় নথি খতিয়ে দেখে ক্রিকেট উপদেষ্টা কমিটি (CAC) ৬০ জনের প্রাথমিক তালিকা তৈরি করেছে। সেই তালিকায় রয়েছে বেঙ্কটেশ প্রসাদের মতো প্রাক্তন ক্রিকেটার। খুব সম্ভবত তিনিই হবেন জাতীয় নির্বাচক কমিটির নতুন চেয়ারম্যান। কিন্তু মজার ব্যাপার হল, বিদায়ী নির্বাচকদের মধ্যে চেতন শর্মাও আবেদন করেছেন। তাঁরও ইন্টারভিউ হবে। আবেদন করেছেন হরবিন্দর সিংও। তবে দেবাশিস মোহান্তি এই পথ মাড়াননি।

    আরও পড়ুন: মেসির সই করা জার্সি পেল ধোনি কন্যা! উপহার পেয়ে উচ্ছ্বসিত জিভা

    জাতীয় নির্বাচক হতে পারলে বছরে ১ কোটি টাকা উপার্জনের সুযোগ রয়েছে। চেয়ারম্যান পাবেন আরও বেশি টাকা। তাই অনেকেই আবেদন করেছেন। কিন্তু বোর্ড সূত্রের খবর, যোগ্য প্রার্থী খুঁজে পেতে সমস্যা হচ্ছে। সেই কারণে পুরানো কমিটির কয়েকজনকে হয়তো রেখে দেওয়া হতে পারে। তবে চেতন শর্মা নির্বাচিত হলেও নির্বাচক কমিটির চেয়ারম্যান হওয়ার কোনও সম্ভাবনা নেই। তাঁকে উত্তরাঞ্চল থেকে সাধারণ প্রতিনিধি হিসেবেই কাজ করতে হবে। সেটা কি তিনি মেনে নেবেন, তা নিয়েও উঠছে প্রশ্ন। অনেকে বলছেন, সবই সাজানো ব্যাপার। বিসিসিআই (BCCI) কর্তারা আগে থেকেই সব কিছু ঠিক করে রেখেছেন। ক্রিকেট উপদেষ্টা কমিটির (CAC) ইন্টারভিউ নেওয়া পুরোপুরি লোক দেখানো।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • Shahid Afridi: পাকিস্তান ক্রিকেট বোর্ডে ফের বদল! প্রধান নির্বাচক হলেন শাহিদ আফ্রিদি

    Shahid Afridi: পাকিস্তান ক্রিকেট বোর্ডে ফের বদল! প্রধান নির্বাচক হলেন শাহিদ আফ্রিদি

    মাধ্যম নিউজ ডেস্ক: পাকিস্তান ক্রিকেটের প্রধান নির্বাচক হলেন শাহিদ আফ্রিদি (Shahid Afridi)। শনিবার তাঁকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। রামিজ রাজার জায়গায় দায়িত্বে ফেরার পরদিন থেকেই পাকিস্তান ক্রিকেট বোর্ড ‘পুনর্গঠনে’ হাত দিয়েছেন নাজাম শেঠি। সরিয়ে দিয়েছিলেন প্রধান নির্বাচক মহম্মদ ওয়াসিমকে। গতকাল অন্তর্বর্তীকালীন প্রধান নির্বাচকের দায়িত্ব দেওয়া হয়েছে প্রাক্তন ক্রিকেটার শাহিদ আফ্রিদিকে। তাঁর সঙ্গে আব্দুর রজ্জার এবং রাও ইফতিকার অঞ্জুম মিলিয়ে তিন সদস্যের নির্বাচক কমিটি গড়া হয়েছে। আফ্রিদি সেই কমিটিরই প্রধান।

    পাকিস্তান পুরুষ জাতীয় দলের অন্তর্বর্তীকালীন প্রধান নির্বাচক

    পিসিবির প্রাক্তন চেয়ারম্যান রামিজ রাজাকে সরিয়ে নাজম শেঠি দায়িত্ব নেওয়ার পরেই আনা হয়েছে একাধিক পরিবর্তন। পিসিবির তরফে তাঁদের অফিসিয়াল ট্যুইটার হ্যান্ডেল থেকে ট্যুইট করে জানানো হয়েছে, ‘পিসিবির ম্যানেজমেন্ট কমিটি প্রাক্তন পাকিস্তান অধিনায়ক শাহিদ আফ্রিদিকে (Shahid Afridi) অন্তর্বর্তীকালীন নির্বাচক প্রধান হিসেবে নির্বাচন করা হয়েছে। পুরুষ জাতীয় সিনিয়র দলের নির্বাচক মন্ডলীর অন্য সদস্যরা হলেন আব্দুর রজ্জার এবং রাও ইফতিকার অঞ্জুম। কনভেনার হবেন হারুন রশিদ।’

    আরও পড়ুন: নিজের অটোগ্রাফ দেওয়া জার্সি বিসিসিআই সাধারন সম্পাদক জয় শাহকে পাঠালেন মেসি

    নাজম শেঠি বলেন, “শাহিদ আফ্রিদি আক্রমণাত্মক ক্রিকেটার ছিলেন। কোনও ভয় ছাড়াই আজীবন ক্রিকেট খেলেছেন। ২০ বছরের অভিজ্ঞতা রয়েছে। সব ধরণের ফরম্যাটে সাফল্য রয়েছে। তার থেকেও বড় কথা, বরাবর তরুণ প্রতিভাকে উৎসাহ দিয়ে এসেছেন। আধুনিক ক্রিকেটের যে চ্যালেঞ্জ, সেটা সামলানোর জন্য আফ্রিদির থেকে ভাল কেউ এই মুহূর্তে নেই। আমি আত্মবিশ্বাসী যে নিজের ভাবনা এবং জ্ঞানের সাহায্যে পাকিস্তানের সেরা এবং যোগ্যতম ক্রিকেটারদের দলে বেছে নেবেন আফ্রিদি। পরের সিরিজে যাতে সাফল্য পাওয়া যায়, সে ব্যাপারেও অবদান রাখবেন।”

    এই দায়িত্ব পাওয়ার পর শাহিদ (Shahid Afridi) বলেন, “পাকিস্তান বোর্ড আমাকে এই দায়িত্ব দেওয়ায় আমি সম্মানিত বোধ করছি। দায়িত্ব পালনের ব্যাপারে কোনও খামতি রাখব না। জয়ের রাস্তায় ফেরার ব্যাপারে কোনও সন্দেহ নেই। আশা করি জাতীয় দল আগামী দিনে সাফল্য পাবে।” প্রসঙ্গত, নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে সিরিজ খেলবে পাকিস্তান। সেই সিরিজের দল পর্যালোচনা করে দেখাই প্রধান কাজ হতে চলেছে আফ্রিদির। মাঠে সাহসী ক্রিকেট খেলা আফ্রিদিকে আরও একবার সাহসিকতার পরিচয় দিতেই প্রধান নির্বাচকের দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পিসিবির প্রধান নাজাম শেঠি।

  • IPL Auction 2023: স্বল্প পুঁজিতেই ঘর গোছানোর চেষ্টা কলকাতা নাইট রাইডার্সের

    IPL Auction 2023: স্বল্প পুঁজিতেই ঘর গোছানোর চেষ্টা কলকাতা নাইট রাইডার্সের

    মাধ্যম নিউজ ডেস্ক: আইপিএলের নিলামে সবচেয়ে বেশি দর পেয়ে রেকর্ড গড়লেন স্যাম কারান। তাঁকে ১৮.৫ কোটি টাকা দিয়ে নিল কিংস ইলেভেন পাঞ্জাব। অস্ট্রেলিয়ার ক্যামেরন গ্রিনও পিছয়ে রইলেন না। ১৭.৫ কোটি টাকা দর পেলেন তিনি। খেলবেন মুম্বই ইন্ডিয়ান্সে। আর বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার বেন স্টোকসকে ১৬.২৫ কোটি টাকা দিয়ে কিনল চেন্নাই সুপার কিংস। শুক্রবার কোচিতে আইপিএলের নিলামে এমনই বেশ কিছু ক্রিকেটারের দর উঠল আঁকাশ ছোঁয়া। তৈরি হল নতুন রেকর্ড। তবে সেই ভিড়ে দেখা গেল না কলকতা নাইট রাইডার্সকে। কারণ, শাহরুখ খানের দল ৭৫ কোটি টাকা নিয়ে নিলামে অংশ নিয়েছিল। তাই তারকাদের পিছনে না দৌড়ে স্কোয়াডে ভারসাম্য গড়ে তোলার জন্য প্রয়োজনীয় ক্রিকেটার চয়নের উপরই বেশি জোর দিয়েছিলেন কেকেআর কর্তারা। সেই লক্ষ্যে তাঁরা কিছুটা হলেও সফল।

    আরও পড়ুন: শচিন, ধোনিদের নামে জাল আইডি! জাতীয় নির্বাচক হওয়ার জন্য ভুয়ো মেল

    শেষ লগ্নে বাজিমাত কেকেআর-এর

    গত আইপিএলে কলকাতা নাইট রাইডার্স শেষ করেছিল সপ্তম স্থানে। দলের হতশ্রী পারফরন্যান্সে বেজায় চটেছিলেন খোদ মালিক শাহরুখ খান। তাঁর কড়া নির্দেশ ছিল, দল ঢেলে সাজাতে হবে। তাই অ্যারন ফিনচ, অজিঙ্কা রাহানে, মহম্মদ নবির মতো ক্রিকেটারদের ছেড়ে দেওয়া হয়েছিল। সমস্যা তৈরি হয়েছিল প্যাট কামিন্সের মতো তারকা বোলার সরে দাঁড়ানোয়। একই পথে হেঁটেছিলেন অ্যালেক্স হেলেস, স্যাম বিলিংসরা। তাই স্বল্প পুঁজি নিয়েও ভালো ক্রিকেটার তুলে নেওয়ার চেষ্টা করেন কেকেআর কোচ চন্দ্রকান্ত পণ্ডিত। প্রথম দিকে নিলামের টেবিলে যখন ঝড় উঠছিল, তখন চুপ চাপ ছিল নাইটদের শিবির। একটা সময় এক কোটি টাকা দিয়ে তারা কেনে বর্ষীয়ান ডেভিড ওয়াইসকে। আর উইকেটরক্ষক-ব্যাটসম্যান হিসেবে জগদীশনকে ৯০ লক্ষ টাকা দিয়ে তুলে নেয় নাইট শিবির। কিন্তু নিলামের শেষ লগ্নে বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব-আল-হাসানকে নিয়ে বড় চমক দেয় কেকেআর। সেই সঙ্গে বাংলাদেশের আরও এক উইকেটরক্ষক-ওপেনার লিটন দাসকেও নেয়। কেকেআরের স্কোয়াড দেখে ক্রিকেট বিশেষজ্ঞরা বলছেন, কোর টিম ধরে নতুন যাঁদের যুক্ত করা হয়েছে, তাতে দলের ভারসাম্য বেড়েছে। যেমন, আন্দ্রে রাসেলের নির্ভরতা কমল সাকিব আসায়। আর ব্যাক আপ ওপেনার হিসেবে জগদীশন ও লিটনের থেকে ভালো অপশন এত কম অর্থে আর কিছুই ছিল না।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Sunil Gavaskar: কুলদীপের বাদ পড়া নিয়ে ক্ষুব্ধ গাভাসকার! ১২বছর অপেক্ষার পর টেস্ট দলে উনাদকাট

    Sunil Gavaskar: কুলদীপের বাদ পড়া নিয়ে ক্ষুব্ধ গাভাসকার! ১২বছর অপেক্ষার পর টেস্ট দলে উনাদকাট

    মাধ্যম নিউজ ডেস্ক: বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে বাদ পড়লেন স্পিনার কুলদীপ যাদব। টিম ম্যানেজেন্টের এই সিদ্ধান্ত নিয়ে শুরু হয়েছে জোর বিতর্ক। চট্টগ্রামে প্রথম টেস্টে ভারতের জয়ের নায়ক ছিলেন কুলদীপ। ব্যাটে বলে দুর্দান্ত পারফরম্যান্স মেলে ধরেছিলেন তিনি। পেয়েছিলেন ম্যাচের সেরার পুরস্কারও। তার পরেও কুলদীপ বাদ পড়ায় স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠছে। এমন কী ঘটলো যে কুলদীপকে প্রথম একাদশে রাখা গেলো না? মজার ব্যাপার হলো কুলদীপকে বসিয়ে খেলানো হলো পেসার জয়দেব উনাদকাটকে। ২০১০ সালে প্রথম টেস্ট খেলেছিলেন উনাদকাট। তারপর এই ম্যাচ। বাংলাদেশের ওপেনার জাকির হাসানকে আউট করে এদিন জীবনের প্রথম টেস্ট উইকেট পান উনাদকাট। এছাড়াও তিনি আজ তুলে নেন মুসফিকুর রহিমের উইকেট। 

    গাভাসকরের মত

    ভারতীয় টিম ম্যানেজমেন্টের কুলদীপকে বসিয়ে দেওয়ার সিদ্ধান্তকে কোনওভাবেই মেনে নিতে পারছেন না সুনীল গাভাসকর। সানি স্পষ্ট জানান যে, আগের টেস্টের ম্যান অফ দ্য ম্যাচকে বসিয়ে দিচ্ছে কোনও দল, এমনটা ভাবাই তাঁর পক্ষে সম্ভব নয়। গাভাসকর বলেন, ‘অবিশ্বাস্য। আমি আরও কড়া শব্দ ব্যবহার করতে পারতাম। তবে শুধু অবিশ্বাস্য বলেই থামছি। আগের ম্যাচের সেরা ক্রিকেটারকে বসিয়ে দেওয়া মেনে নেওয়া যায় না। পিচ নিয়ে ক্যাপ্টেন ধাঁধায় রয়েছে শুনলাম। পিচ যেমনই হোক, আগের টেস্টের ম্যান অফ দ্য ম্যাচকে অবশ্যই খেলানো উচিত। তুমি আরও ২ জন স্পিনার খেলাচ্ছ। তাদের মধ্যে থেকে কাউকে বসাতে পারতে। যে ২০টি উইকেটের মধ্যে ৮টি উইকেট নিয়েছে, তাকে বাদ দেওয়া যুক্তিহীন।’ কুলদীপ এবার চট্টগ্রাম টেস্টে ব্যাট হাতে ৪০ রানের কার্যকরী ইনিংস খেলার পাশাপাশি প্রথম ইনিংসে ৫টি ও দ্বিতীয় ইনিংসে ৩টি উইকেট নেন। 

    আরও পড়ুন: শুক্রবার আইপিএলের মিনি নিলাম! কলকাতার পকেটে সবচেয়ে কম টাকা

    লোকেশ যা বললেন

    জয়দেবকে সুযোগ দেওয়া নিয়ে টসের সময় ভারতীয় দলের অধিনায়ক লোকেশ রাহুল বলেন, ” উইকেটের চরিত্র বুঝতে সমস্যা হচ্ছে। তবে একটু স্যাঁতসেতে ভাব রয়েছে। প্রথম দিকে এই ধরনের পিচে জোরে বোলাররা সুবিধা পায়। তাই আমাদের মনে হয়েছে জয়দেবকে খেলানো উচিত। না চাইলেও তাই কুলদীপকে বসাতে হয়েছে। রবিচন্দ্রন অশ্বিন, অক্ষর প্যাটেল ব্যাটিংটা ভালো করে। স্পিনার হিসাবে ওরা কাজটা করে দিতে পারবে বলে মনে হয়।”

    লোকেশ রাহুল যাই বলুন, ভারতীয় দল কিন্তু পিচের সুবিধা সেভাবে কাজে লাগাতে পারেনি এখনও পর্যন্ত। প্রথম ইনিংসে বাংলাদেশ ৩ উইকেট হারিয়ে ১২৩ রান তুলেছে। উমেশ যাদব, জয়দেব উনাদকাট ও অশ্বিন একটি করে উইকেট পেয়েছেন। জয়দেব উনাদকাট প্রথম টেস্ট খেলেছিলেন ২০১০ সালে। তারপর ১২ বছর তিনি আর কোনও ম্যাচ খেলেননি দেশের হয়ে। এই সময়ে ভারতীয় দল ১১৮টি টেস্ট খেলেছে। কোনও ভারতীয় ক্রিকেটার হিসেবে এত অপেক্ষা আর কাউকে করতে হয়নি। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • IPL Auction 2023: পকেট ফাঁকা! আইপিএল মিনি নিলামে কেকেআর-এর নজরে কারা?

    IPL Auction 2023: পকেট ফাঁকা! আইপিএল মিনি নিলামে কেকেআর-এর নজরে কারা?

    মাধ্যম নিউজ ডেস্ক: শুক্রবার আইপিএলের মিনি নিলামের (IPL Auction 2023) আসর বসছে কোচিতে। যেদিকে চোখ গোটা ক্রিকেট বিশ্বের। গতবারের ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে অধিকাংশ ফ্র্যাঞ্চাইজিরা দল গুছিয়ে নেওয়ার চেষ্টা করবে নিলামে। কলকাতা নাইট রাইডার্সের কাজটা কঠিন। হাতে টাকা কম, কিন্তু চ্যালেঞ্জ কঠিন। নাইট রাইডার্সের রয়েছে ৭.০৫ কোটি টাকা। যার মধ্যে থেকে কিনতে হবে ১১জন ক্রিকেটার, তিন বিদেশি সহ। কলকাতা নাইট রাইডার্স মূলত জোর দেবে একজন বা দুজন ভালো টপ অর্ডার ব্যাটসম্যান নিতে। বিশেষ করে ওপেনার। কারণ ট্রেডিং উইন্ডোতে আফগানিস্তানের রাহমাতুল্লাহ গুরবাজকে নিয়েছে কেকেআর। তিনি ওপেন করতে পারেন। খুব সম্ভবত ভেঙ্কটেশ আয়ারের সঙ্গে তিনি ইনিংসের সূচনা করবেন। তাদের বিকল্প কাউকে দরকার নাইটদের। তাই নিলামে ওপেনার নিতে ঝাঁপাতে পারে কেকেআর।

    নাইট শিবিরের নজরে কারা

    মিনি নিলামে (IPL Auction 2023) অস্ট্রেলিয়ার বিধ্বংসী ব্যাটার ক্রিস লিনকে কিনতে পারে কেকেআর। লিনের বেস প্রাইস ২ কোটি টাকা। লিন এর আগে অনেকদিন কেকেআরের হয়ে খেলেছেন। এছাড়া অস্ট্রেলিয়ার অলরাউন্ডার ক্যামেরন গ্রিনকে ওপেনার হিসেবে বাজি ধরতে পারে কেকেআর। একইসঙ্গে ফাস্ট বোলিংয়ে, ফ্র্যাঞ্চাইজি ইংল্যান্ডের রিস টপলি এবং ওয়েস্ট ইন্ডিজের শেলডন কটরেলের উপর বাজি ধরতে পারে। টপলির বেস প্রাইস ৭৫ লক্ষ এবং কটরেলের বেস প্রাইস ৫০ লক্ষ টাকা।

    আরও পড়ুন: শুক্রবার আইপিএলের মিনি নিলাম! কলকাতার পকেটে সবচেয়ে কম টাকা

    ওপেনার ছাড়াও নিলামে (IPL Auction 2023) ডেথ ওভার বোলিং স্পেশালিস্ট নিতে পারে কেকেআর। কারণ আন্দ্রে রাসেল ভীষণ চোট প্রবণ। কেকেআর টিম ম্যানেজেন্টের নজর থাকবে এমন এক ভারতীয় ব্যাটসম্যানের উপর, যিনি উইকেট কিপিং করতে পারবেন। শেলডন জ্যাকসনকে ছেড়ে দিয়েছে কেকেআর। সরে দাঁড়িয়েছেন স্যাম বিলিংস। শ্রীলঙ্কার কুশল পেরেরা ছাড়াও ফিল সল্ট ব্যাটিংয়ের জন্য কেকেআরের ভালো অপশন হতে পারে। এছাড়া এন জগদীশন এবং মায়াঙ্ক আগরওয়াল নাইট রাইডার্সের নজরে রয়েছে। রাসেলের মতোই মারকুটে অলরাউন্ডার ডেভিড ওয়াইজকে নিতে পারে শারুখ খানের দল। পাশাপাশি বেশ কিছু আন ক্যাপড খেলোয়াড়ের দিকেও চোখ রয়েছে কেকেআর কোচ চন্দ্রকান্ত পণ্ডিতের। তবে এটা দেখার, বাংলার কোনও ক্রিকেটার এবার কলকাতা নাইট রাইডার্স দলে সুযোগ পায় কি না, কারণ বিগত কয়েক বছর ধরে বাংলার ক্রিকেটাররা ব্রাত্য কেকেআর দলে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • IPL Auction 2023: সাকিবকে দেড় কোটিতে নিয়ে কি ভুল করল কেকেআর?

    IPL Auction 2023: সাকিবকে দেড় কোটিতে নিয়ে কি ভুল করল কেকেআর?

    মাধ্যম নিউজ ডেস্ক: মাঠের লড়াইয়ে কলকাতা নাইট রাইডার্স বাকি দলগুলিকে কতটা টক্কর দেবে সেটা সময় বলবে। তবে ১৬তম আইপিএলের নিলামে (IPL Auction 2023) শাহরুখ খানের দল খুব একটা পাত্তা পেল না। নামী ক্রিকেটার বলতে একমাত্র শাকিব-আল-হাসানকেই শেষ বেলায় দেড় কোটি টাকা দিয়ে নিয়েছে কেকেআর। আর তা নিয়ে প্রশ্ন তুলেছেন ক্রিকেটপ্রেমীরা। কারণ, ২০২১ সালেও তো বাংলাদেশের অলরাউন্ডারটি কলকাতা নাইট রাইডার্সের জার্সি পরেছিলেন। কিন্তু আহামরি পারফরম্যান্স মেলে ধরতে না পারায় তাঁকে ছেড়ে দেওয়া হয়েছিল। গত বছর কোনও দল পাননি শাকিব। হঠাৎ করে এবার কেন তাঁর পিছনে দেড় কোটি টাকা ঢালতে গেল নাইট রাইডার্স, তা দেখে অনেকেই বিস্মিত।

    শাকিব কি পারবে?

    শাকিবের এখন নতুন করে কিছু দেওয়ার নেই। ২০১৪ সালে কেকেআরের চ্যাম্পিয়ন দলের সদস্য ছিলেন ঠিকই, কিন্তু আট বছর সময় পেরিয়ে গিয়েছে। এই শাকিব এখন ধারে নয়, নামের ভারে কাটে। ২০২২ সালে দেশের হয়ে ১৫টি টি-২০ খেলে ৩৪৯ রান করেছে। তার মধ্যে অর্ধশতরান তিনটি। উইকেটও তিনটি। পরিসংখ্যান মোটেও আকর্ষণীয় নয়। সেই কারণেই নিলামের শুরুতে তাঁর নাম ওঠার পর কোনও সাড়া মেলেনি। বাংলাদেশের অলরাউন্ডারটি অবিক্রিত থেকে গিয়েছিলেন। শেষ বেলায় কলকাতা নাইট রাইডার্স দেড় কোটি টাকা দিয়ে কিনে নেয় শাকিবকে।

    আরও পড়ুন: স্বল্প পুঁজিতেই ঘর গোছানোর চেষ্টা কলকাতা নাইট রাইডার্সের

    ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করছেন, ইডেনের পিচে গ্রীষ্মকালীন আইপিএলে স্পিনাররা সুবিধা পায়। সেক্ষেত্রে শাকিবের ভূমিকা গুরুত্বপূর্ণ হতে পারে। তাছাড়া তিনি ব্যাটও করতে পারেন। তাতে মিডল ও লোয়ার মিডল অর্ডার মজবুত হবে। আর আন্দ্রে রাসেলের নির্ভরতা কমানোর যে পরিকল্পনা কেকেআর টিম ম্যানেজমেন্ট নিয়েছে, তারই অঙ্গ হিসেবেই শাকিবকে রিক্রুট করা হল বলে ধারণা। তাছাড়া বিভিন্ন দেশের টি-২০ লিগে নিয়মিত খেলেন শাকিব। সেই অভিজ্ঞতাও কাজে লাগাতে চায় কলকাতা নাইট রাইডার্স। শাকিব একা নন, বাংলাদেশের আরেক তারকা ব্যাটার লিটন দাসকেও দলে নিয়েছে কেকেআর। লিটনকে তাঁর ন্যূনতম দর ৫০ লক্ষ টাকাতেই কেনে এপার বাংলার ফ্রাঞ্চাইজি। উল্লেখ্য সম্প্রতি এই লিটন দাসের নেতৃত্বাধীন বাংলাদেশ দল দেশের মাটিতে ভারতকে হারিয়ে ওয়ানডে সিরিজ জিতেছে।

  • IPL Auction 2023: আইপিএল মিনি নিলামে ফ্র্যাঞ্চাইজিদের মানতে হবে একগুচ্ছ নিয়ম, জানেন কী সেগুলি?

    IPL Auction 2023: আইপিএল মিনি নিলামে ফ্র্যাঞ্চাইজিদের মানতে হবে একগুচ্ছ নিয়ম, জানেন কী সেগুলি?

    মাধ্যম নিউজ ডেস্ক: অপেক্ষা আর কিছুক্ষণের। কোচিতে দুপুর ২-৩০ মিনিট থেকে শুরু হবে আইপিএল নিলাম (IPL Auction 2023)। এক একজন ক্রিকেটারের জন্য কোটি কোটি টাকা দর হাঁকবেন ফ্র্যাঞ্চাইজিরা। নিলামে অংশ নিচ্ছেন ৪০৫ জন ক্রিকেটার। তার মধ্যে আবার বিদেশি ক্রিকেটারও রয়েছেন। যদিও ৮৭ জন ক্রিকেটারই বিক্রি হবেন নিলামে। তবে বেশ কিছু নিয়ম মেনেই নিলামে দর হাঁকতে হবে ফ্র্যাঞ্চাইজিগুলিকে।

    নিয়মগুলির একঝলক

    ১) গতবারের তুলনায় ফ্র্যাঞ্চাইজিগুলি ৫ কোটি টাকা বেশি খরচ করতে পারবে। সেই অর্থ ইতিমধ্যেই দলগুলির অ্যাকাউন্টে জমা পড়েছে।
    ২) প্রত্যেক দলকে পার্চেস ব্যালেন্স অর্থাৎ ক্রয়মূল্যের ৭৫ শতাংশ অর্থ খরচ করতেই হবে।
    ৩) এবার কোনও নো রাইট টু ম্যাচ (আরটিএম) কার্ড থাকছে না।
    ৪) প্রত্যেক দলে ১৭-২৫ জন ভারতীয় ক্রিকেটার রাখা যাবে। তার বেশি যেমন নেওয়া যাবে না, তেমনি কম ক্রিকেটারও স্কোয়াডে রাখা যাবে না। আর বিদেশি ক্রিকেটার নিতে হবে ৮ জন। 
    ৫) কোনও ক্রিকেটার যদি নিলামে অবিক্রীত থেকে যায়, তাহলে পরে তাঁকে কেনা যাবে।

    আরও পড়ুন: কুলদীপের বাদ পড়া নিয়ে ক্ষুব্ধ গাভাসকার! ১২বছর অপেক্ষার পর টেস্ট দলে উনাদকাট

    দশটি দলের মধ্যে সবচেয়ে বেশি টাকা রয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদের হাতে। আর সবচেয়ে কম টাকা নিয়ে আসরে নামছে কলকাতা নাইট রাইডার্সের কাছে।  কলকাতা নাইট রাইডার্সের কাজটা কঠিন। হাতে টাকা কম, কিন্তু চ্যালেঞ্জ কঠিন। নাইট রাইডার্সের রয়েছে ৭.০৫ কোটি টাকা। যার মধ্যে থেকে কিনতে হবে ১১জন ক্রিকেটার, তিন বিদেশি সহ। কলকাতা নাইট রাইডার্স মূলত জোর দেবে একজন বা দুজন ভালো টপ অর্ডার ব্যাটসম্যান নিতে। বিশেষ করে ওপেনার। সবচেয়ে বেশি দর কোন ক্রিকেটার পেতে পারেন, তা নিয়ে জল্পনা তুঙ্গে। তবে এই তালিকায় বিদেশি ক্রিকেটাররাই এগিয়ে থাকবেন বলে মনে করা হচ্ছে। ইংল্যান্ডের অলরাউন্ডার বেন স্টোকস, স্যাম কারানের পাশাপাশি অস্ট্রেলিয়ার ডেভিড ক্যামেরনও ভালো দর পেতে পারেন। ভারতীয়দের মধ্যে মায়াঙ্ক আগরওয়ালের উপর নজর থাকবে। এছাড়া বাংলা থেকেও এবার নিলামে বেশ কিছু ক্রিকেটারের নাম রয়েছে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Lionel Messi: দেশের মাটিতে পা রাখল মেসি ব্রিগেড! আর্জেন্টিনায় আজ সরকারি ছুটি

    Lionel Messi: দেশের মাটিতে পা রাখল মেসি ব্রিগেড! আর্জেন্টিনায় আজ সরকারি ছুটি

    মাধ্যম নিউজ ডেস্ক: লিওনেল মেসির (Lionel Messi) স্বপ্নপূরণ। তবে এবারে মেসি ছাড়াও মেসি ভক্তদেরও স্বপ্ন ছিল যে, মেসির হাত ধরেই যেন আর্জেন্টিনা বিশ্বকাপের ট্রফি জেতে। আর শেষে তাই হল। জয়ের পরেই আর্জেন্টিনার জনগণ তাঁরই অপেক্ষায় ছিল। ফলে তাঁদের সেই অপেক্ষার অবসান হল। বিশ্বকাপ জয়ের একদিন পর আর্জেন্টিনায় পৌঁছল মেসি ব্রিগেড। মঙ্গলবার আর্জেন্টিনার রাজধানী বুয়েনস আয়ার্সে পৌঁছয় মেসিদের বিমান। দোহা থেকে রোম হয়ে তাঁরা পৌঁছন আর্জেন্টিনা। মেসিদের স্বাগত জানাতে বিমানবন্দরের বাইরে ভিড় করেছিলেন সমর্থকরা। বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার কারণে আর্জেন্টিনায় একদিনের জাতীয় ছুটির ঘোষণাও করেছে সে দেশের প্রশাসন।

    আর্জেন্টিনায় পা রাখলেন মেসিরা

    ২০ ডিসেম্বর, মঙ্গলবার, গভীর রাত ৩টে নাগাদ এয়ারবাস ‘এ ৩৩০-২০০’ আর্জেন্টিনার মাটি স্পর্শ করেছে। নীল – সাদায় মোড়া পুরো বিমান, বিমানে লাগানো বিরাট ছবি লিওনেল মেসির (Lionel Messi) এবং তাঁর দুই পাশে রড্রি ডি পল এবং লাউতারো মার্টিনেজের ছবি। এরপরেই বিমানের গেট খুলতেই বেরিয়ে আসলেন ফুটবল যুবরাজ মেসি ও তাঁর ব্রিগেড। হাতে বিশ্বকাপ নিয়ে, গলায় বিজয়ীর মেডেল পরে বিমান থেকে বের হলেন তিনি। তাঁর পরনে ছিল আর্জেন্টিনার নীল শর্টস এবং একই রঙের টি-শার্ট। তাঁর পিছনে ধীরে ধীরে বের হলেন কোচ লিওনেল স্কালোনি। তারপর একে একে দলের বাকি সদস্যরা নামেন। রেড কার্পেট পেতে বরণ করা হয় লিওনেল মেসির দলকে। এদিন তাঁদের আসার খুশিতে আগে থেকেই বিমানবন্দর ও তার বাইরে ভিড় জমেছিল।

    উৎসব আর্জেন্টিনার রাজধানীতে…

    বিমানবন্দরেই অপেক্ষা করছিল হুডখোলা বিশেষ বাস। সেখানে লেখা ‘বিশ্বচ্যাম্পিয়ন’। এর পর সেই বাসে করে বিমানবন্দরের বাইরে বার হন মেসিরা (Lionel Messi)। আর্জেন্টিনার ফুটবল সংস্থা ট্যুইট করে জানিয়েছিল, “মঙ্গলবার বুয়েনস আয়ার্সের ওবেলিস্কে গিয়ে উৎসব করবে বিশ্বকাপজয়ী ফুটবল দল। সেখানে উপস্থিত থাকবেন সমর্থকরাও।”

    এদিন আর্জেন্টিনার রাস্তায় জনসমুদ্র দেখা যায়। পুরো দেশ যেন নীল সাদা রংয়ে ঢেকে গিয়েছিল। রাস্তায় উদ্দাম নাচ থেকে শুরু করে রাত জেগে সেলিব্রেশন সবকিছুই চলেছে এদিন। সাধারণ মানুষ এবং সমর্থকদের জন্য আগে থেকেই রাস্তার দুই ধারে ব্যারিকেড করে দেওয়া হয়েছিল। তাঁদের দেখতে, উৎসবে মেতে উঠতে এতই জনগণ ভিড় করেছিল যে, তা বলার মত নয়। আর্জেন্টিনার কনভয়কে ঘিরে ছিল পুলিশের গাড়ি এবং অংসখ্য পুলিশের বাইক।

    জাতীয় ছুটির ঘোষণা

    দীর্ঘ ৩৬ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার খুশিতে আর্জেন্টিনা দল বুয়েনস আয়ার্সের ওবেলিস্কে আনন্দে মেতে ওঠে সমর্থকদের সঙ্গে। আর এই খুশির দিনে দেশবাসী যাতে মন খুলে আনন্দ করতে পারে সেইজন্য একদিনের জাতীয় ছুটির ঘোষণাও করা হয়েছে। বন্ধ থাকবে স্কুল-কলেজ-অফিস। আজ শুধু বিশ্বজয়ের আনন্দের দিন। 

  • FIFA World Cup: নাটকীয় ফাইনাল! টাইব্রেকারে ফ্রান্সকে হারিয়ে ৩৬ বছর পর বিশ্বকাপ আর্জেন্টিনার

    FIFA World Cup: নাটকীয় ফাইনাল! টাইব্রেকারে ফ্রান্সকে হারিয়ে ৩৬ বছর পর বিশ্বকাপ আর্জেন্টিনার

    মাধ্যম নিউজ ডেস্ক: ফাইনাল এরকমই হওয়া উচিত! ভবানীপুর থেকে চন্দননগর, টালা থেকে টালিগঞ্জ, চায়ের দোকান থেকে পাড়ার ক্লাব রবিবার রাতে কান পাতলে শোনা যাচ্ছিল একটাই কথা। সোমবার সকালে অফিস-স্কুল! একদিনের জন্য থাক না সেই চিন্তা। আবার তো চার বছর! মেসির স্কিল, এমবাপের দৌড় ভুলিয়ে দিল সব কথা। কলকাতার অলিগলি আর্জেন্টিনার দখলে থাকলেও কোথাও কোথাও এমবাপের জন্য আফসোসও শোনা গেল। বিশ্বকাপের ইতিহাসে সেরা ফাইনাল দেখে তৃপ্ত ফুটবল অনুরাগীরা। গোটা ম্যাচ জুড়ে বার বার বদলাল খেলার রং। প্রথমার্ধে মেসি  (Lionel Messi) ও আঞ্জেল ডি মারিয়ার (Angel Di Maria) গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। নির্ধারিত সময়ের শেষ দিকে জোড়া গোল করলেন এমবাপে (Kylian Mbappe)। অতিরিক্ত সময়ে নিজের দ্বিতীয় গোল করলেন মেসি। খেলা শেষ হওয়ার তিন মিনিট আগে নিজের হ্যাটট্রিক পূর্ণ করলেন এমবাপে। শেষ পর্যন্ত টাইব্রেকারে হল খেলার ফয়সালা। সেখানে ফ্রান্সকে ৪-২ গোলে হারিয়ে বিশ্বকাপ জিতল আর্জেন্টিনা। নায়ক এমিলিয়ানো মার্টিনেজ (Emiliano Martinez)। 

    ম্যাচের হালচাল

    ম্যাচের প্রথমার্ধ ছিল আর্জেন্টিনার। ফ্রান্স গোলের তেকাঠির মধ্যে একটি শট পর্যন্ত রাখতে পারেনি। ২৩ মিনিটের মাথায় পেনাল্টি বক্স থেকে গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে দেন মেসি। উসমান দেম্বেলে পেনাল্টি বক্সে ডি মারিয়াকে ফাউল করায় পেনাল্টি পায় আর্জেন্টিনা। সেই পেনাল্টি থেকেই গোল করেন মেসি। প্রথম গোলটি পেনাল্টি থেকে আসলেও, দ্বিতীয় গোলে আর্জেন্টিনার দুরন্ত ফুটবলের পরিচয় মেলে। এই গোলেও মেসির অবদান ছিল। তাঁর রক্ষণভেদী পাস থেকে ফ্রান্সের পেনাল্টি বক্সের বাইরে বল পেয়ে যান অ্যালেক্সিস ম্য়াক অ্যালিস্টার। তাঁর পাস থেকে অনবদ্য এক গোল করে দলকে ২-০ এগিয়ে দিলেন ডি মারিয়া।

    দ্বিতীয়ার্ধে ভেলকির শুরু। ম্যাচের ৮০ মিনিট পর্যন্ত গ্যালারি ছিল আর্জেন্টিনার দখলে। ক্রিকেটের মতো ফুটবলও যে ঘোর অনিশ্চয়তায় মোড়া তা বোঝা গেল ৮০ মিনিটের মাথায়।  মাত্র ৯০ সেকেন্ডে দুটি গোল করে এমবাপে শুধু ম্যাচই ঘুরিয়ে দিলেন না, মনে হচ্ছিল মেসির বিশ্বকাপ জয়ের স্বপ্নকেও চুরমার করে দেবেন!নির্ধারিত সময় খেলার ফল ছিল ২-২।  অতিরিক্ত সময়ে আবার ১০৮ মিনিটের মাথায় গোল করে মেসি বুঝিয়ে দিলেন তিনিই রাজা। বৃদ্ধ হলেও যাদুকর তিনি। তবে নাটক বাকি ছিল। অতিরিক্ত সময় শেষ হওয়ার তিন মিনিট আগে এমবাপের শট আটকাতে গিয়ে বক্সের মধ্যেই বল হাতে লাগালেন মন্তিয়েল। সেখান থেকে হ্যাটট্রিক করে ফের ফ্রান্সকে ম্যাচে ফিরিয়ে আনলেন ২৩ বছরের তারকা। ফলে অতিরিক্ত সময় খেলার ফলাফল ছিল ৩-৩। তবে শেষরক্ষা হল না। টাইব্রেকারে ৪-২ ব্যবধানে জিতে তৃতীয়বারের জন্য বিশ্বজয়ী হল আর্জেন্টিনা। ৩৬ বছর পর কাপ পেল দিয়েগোর দেশ। স্বপ্নপূরণ হল লিওনেল মেসির। এদিন চারটে গোল করায় গোল্ডেন বুট পেলেন এমবাপে। গোল্ডেন গ্লাভস মার্টিনেজ আর গোল্ডেন বল মেসির হাতে।

    আরও পড়ুন:মেসি বনাম এমবাপে! কাপ কার দখলে? ফাইনালের আগে দ্বিধাবিভক্ত ফুটবল বিশ্ব

LinkedIn
Share