Category: খেলা

Get updates on Sports News Cricket, Football, Tennis, from the Madhyom news portal madhyom.com, West Bengal leading news portal Madhyom.com

  • Vinesh Phogat: রাজনীতি করবেন না! ধর্না মঞ্চ থেকে বৃন্দা কারাতকে নামিয়ে দিলেন কুস্তিগীররা

    Vinesh Phogat: রাজনীতি করবেন না! ধর্না মঞ্চ থেকে বৃন্দা কারাতকে নামিয়ে দিলেন কুস্তিগীররা

    মাধ্যম নিউজ ডেস্ক: এটা নিয়ে রাজনীতি করবেন না। এটা কুস্তিগীরদের লড়াই। “আমরা যেমন কুস্তির আখড়ায় লড়তে পারি। তেমনই নিজেদের মান-সম্মানের লড়াইটাও লড়তে জানি। আমাদের পাশে থাকার জন্য ধন্যবাদ কিন্তু দয়া করে এটা নিয়ে রাজনীতি করবেন না।” সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য বৃন্দা কারাতকে বললেনঅলিম্পিক পদকজয়ী কুস্তিগীর বজরং পুনিয়া (Wrestler Bajrang Punia)। কুস্তি ফেডারেশনের (WFI) প্রেসিডেন্ট ও কয়েকজন কোচের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ জানিয়ে নয়াদিল্লির (Delhi) যন্তরমন্তরে (Jantar Mantar) ধর্ণা দিচ্ছেন প্রতিবাদী কুস্তিগীররা (wrestlers’ protest)। বৃহস্পতিবার সেখানে গিয়েছিলেন বৃন্দা কারাত। স্টেজে (stage) ওঠায় সেখান থেকে নামিয়ে দেওয়া হল সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য বৃন্দা কারাতকে। এমনকী তাঁকে মাইক নিয়ে কোনও কথাও বলতে দেওয়া হয়নি। তাঁকে পরিষ্কার বলা হয় এটা কুস্তিগীরদের প্রতিবাদ মঞ্চ। এখানে রাজনৈতিক নেতানেত্রীদের কোনও জায়গা নেই।

    একজোট কুস্তিগীররা

    মহিলা কুস্তিগীরদের দিনের পর দিন ধরে যৌন হেনস্তা করেছেন জাতীয় কোচ ও ফেডারেশনের কর্তারা অভিযোগ কুস্তিগীরদের। বুধবার এই অভিযোগ এনে দিল্লির যন্তর মন্তরে ধরনায় বসেছেন কুস্তিগিররা। সেখানে শামিল হয়েছেন অলিম্পিক পদকজয়ী সাক্ষী মালিক (Sakshee Malikkh), যোগেশ্বর দত্ত (Yogeshwar Dutt),  বজরং পুনিয়ার (Bajrang Punia) মতো কুস্তিগিররাও। যৌন হেনস্তার পাশাপাশি কুস্তিগিরদের উপর মানসিক নির্যাতন চালানোরও অভিযোগ আনা হয়েছে ভারতীয় কুস্তি ফেডারেশনের প্রেসিডেন্ট (WFI) ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে। এশিয়ান গেমস ও কমনওয়েলথ গেমসের সোনাজয়ী এই কুস্তিগীর বুধবার সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় কান্নায় ভেঙে পড়েন। 

    আরও পড়ুন: ১২ রানে কিউইদের হারাল ভারত, ডাবল সেঞ্চুরিতে ম্যাচের তারকা শুভমান

    কথা বললেন ববিতা ফোগাট

    আজ যন্তর মন্তরে কুস্তিগীরদের ধর্নার দ্বিতীয় দিন ছিল। সরকারের তরফে ধর্না মঞ্চে বিক্ষোভেরত কুস্তিগীরদের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন একসময়ের সতীর্থ, তিন বারের কমনওয়েলথ পদকজয়ী এবং বর্তমানে বিজেপি নেত্রী ববিতা ফোগাট। দঙ্গল খ্যাত ববিতা বলেছেন, সরকারের তরফে বিক্ষোভকারীদের জন্য বার্তা নিয়ে এসেছেন তিনি। তাঁদের সব দাবি পূরণ করা হবে। তিনি বলেন, “আমি প্রথমে একজন কুস্তিগীর তারপর রাজনীতিবিদ। ওদের ব্যথাটা খুব ভালো বুঝি। দেশের কুস্তিগীররা যে দাবি তুলেছেন তা পূরণ করার সর্বোচ্চ চেষ্টা করব।” বর্তমান কুস্তি ফেডারেশনকে ভেঙে দিয়ে নতুন করে গড়ার দাবিও তুলেছেন বজরং, অংশু মালিক, ভিনেশরা। ১৮ জানুয়ারি থেকে লখনৌতে জাতীয় কুস্তি শিবির হওয়ার কথা ছিল। বিক্ষোভের কারণে তা আপাতত বন্ধ।

    জবাব তলব

    এদিনই কয়েকজন কুস্তিগীর কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রকে গিয়েছেন তাঁদের অভিযোগের বিষয়ে জানাতে। তারপরই কেন্দ্রীয় যুবকল্যাণ ও ক্রীড়া মন্ত্রক ৭২ ঘণ্টার মধ্যে ভারতের কুস্তি ফেডারেশনের জবাবদিহি তলব করেছে। ফেডারেশন সেই নির্দেশ অমান্য করলে কেন্দ্রীয় যুবকল্যাণ ও ক্রীড়ামন্ত্রক ২০১১ সালের ন্যাশনাল স্পোর্টস ডেভেলপমেন্ট কোড অনুযায়ী পদক্ষেপ করবে। ক্রীড়ামন্ত্রক সূত্রে খবর, নিজের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করলেও কুস্তিগীরদের চাপে পদত্যাগ করতে চলেছেন ব্রিজভূষণ।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Messi vs Ronaldo: আজ সৌদিতে মুখোমুখি মেসি-রোনাল্ডো! ম্যাচের টিকিট নিলামে বিক্রি হয়েছে ২৬ কোটি টাকায়!

    Messi vs Ronaldo: আজ সৌদিতে মুখোমুখি মেসি-রোনাল্ডো! ম্যাচের টিকিট নিলামে বিক্রি হয়েছে ২৬ কোটি টাকায়!

    মাধ্যম নিউজ ডেস্ক: অপেক্ষার অবসান! ফুটবলপ্রেমীদের জন্য এক সুখবর! ফুটবলের দুই মহাতারকা আজ ফের মুখোমুখি হতে চলেছেন। কিছু সময় পরেই আরও একবার বিশ্ব ফুটবলের সেরা ডুয়েল মেসি বনাম রোনাল্ডো দ্বৈরথের সাক্ষী হতে চলেছে ফুটবল বিশ্ব (Messi vs Ronaldo)। আজ, বৃহস্পতিবার ১৯ জানুয়ারি সৌদি আরবের রিয়াধে মুখোমুখি হতে চলেছেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি (Lionel Messi) এবং পোর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। আজ, পিএসজির (PSG) বিরুদ্ধে রিয়াধে এক প্রদর্শনী ম্যাচ খেলবে আল হিলাল এবং আল নাসেরের সম্মিলিত দল সৌদি আরব অলস্টার একাদশ। এই ম্যাচ ঘিরে উন্মাদনা তুঙ্গে। তবে শুধু মেসি নন, প্যারিসের ক্লাব দলটির হয়ে খেলবেন নেইমার, এমবাপেরাও।

    সিআর ৭-এর সৌদি আরবের ক্লাবের হয়ে প্রথম ম্যাচ

    বিশ্বকাপের পর রোনাল্ডো সৌদি আরবের জনপ্রিয় ক্লাব আল নাসেরে যোগ দিয়েছেন। যোগ দেওয়ার পর থেকে এখনও একটি ম্যাচেও খেলেননি রোনাল্ডো। আজ, তিনি আল নাসেরের জার্সি গায়ে প্রথম ম্যাচ খেলতে নামবেন, তাও আবার মেসির বিরুদ্ধে। আজকের প্রতিপক্ষ মেসির পিএসজি। প্রায় তিন বছর পর ফের মেসি-রোনাল্ডো মুখোমুখি। থাকবেন কিলিয়ান এমবাপে নেইমাররাও। সূত্রের খবর অনুযায়ী, এই ম্যাচ ঘোষণা হওয়ার পর থেকেই টিকিট নিয়ে শুরু হয়েছিল হাহাকার। শোনা গিয়েছে নিলামের মাধ্যমে ম্যাচের একটি টিকিট বিক্রি হয়েছে ২৬ কোটি টাকায়। আর এমনি টিকিট পাওয়া গিয়েছে সাড়ে চার কোটিতে। তবে কবে, কোথায়, কখন এই খেলা দেখতে পাবেন, জেনে নিন।

    আরও পড়ুন: ১২ রানে কিউইদের হারাল ভারত, ডাবল সেঞ্চুরিতে ম্যাচের তারকা শুভমান

    কোথায় হবে সৌদি অল স্টার একাদশ বনাম পিএসজি-র ম্যাচ?

    রিয়াধের কিং ফাহাদ স্টেডিয়ামে সৌদি অল স্টার একাদশ বনাম পিএসজি-র ম্যাচটি অনুষ্ঠিত হবে।

    কখন ম্যাচ শুরু হবে সৌদি অল স্টার একাদশ বনাম পিএসজি-র ম্যাচ?

    ভারতীয় সময় অনুসারে রাত ১০টা ৩০ মিনিট থেকে শুরু হবে সৌদি অল স্টার একাদশ বনাম পিএসজি-র ম্যাচ।

    কোন চ্যানেলে দেখা যাবে সৌদি অল স্টার একাদশ বনাম পিএসজি-র ম্যাচ?

    এই খেলা ভারতের কোনও টিভি চ্যানেলে দেখা যাবে না। তবে পিএসজি টিভি ওয়েবসাইট (PSGTV), পিএসজি-র ফেসবুক পেজ, পিএসজি-র অফিসিয়াল ইউটিউব চ্যানেল এবং ওয়ান ফুটবল অ্যাপে সৌদি অল স্টার একাদশ বনাম পিএসজি-র ম্যাচের সরাসরি সম্প্রচার হবে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • IND vs NZ: ১২ রানে কিউইদের হারাল ভারত, ডাবল সেঞ্চুরিতে ম্যাচের তারকা শুভমান

    IND vs NZ: ১২ রানে কিউইদের হারাল ভারত, ডাবল সেঞ্চুরিতে ম্যাচের তারকা শুভমান

    মাধ্যম নিউজ ডেস্ক: নিউজিল্যান্ডের (IND vs NZ) বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচ জিতল ভারত। ১২ রানে নিউজিল্যান্ডকে হারিয়েছে মেন ইন ব্লু- এর দল। শুভমন গিলের ডাবল সেঞ্চুরিই ভারতকে এক ধাক্কায় অনেকটা এগিয়ে দিয়েছে। ৩৪৯ রানের পাহাড় প্রমাণ লক্ষ্য কিউইদের সামনে রাখে ভারত। শুরুতে খুব ভালো খেলতে পারেনি নিউজিল্যান্ড। তবে খেলার শেষে ঘুরে দাঁড়ান মিশেল স্যান্টনার ও মিশেল ব্রেসওয়েল। একটা সময় প্রতিযোগিতা টান টান হয়ে ওঠে। ভারতের জয়ও অনিশ্চিত হয়ে পড়ে। তবে শেষ হাসিটি হাসে ভারতই। ভারতকে ফের লড়াইয়ে ফেরায় মহম্মদ সিরাজের বোলিং। নিজের শেষ ওভারে দুটি উইকেট তুলে নেন তিনি।

     

    রোহিত শর্মা- শুভমান গিল (IND vs NZ) সাধারণত আজকাল ম্যাচ ওপেন করেন। এদিনও ওপেনে সিনিয়র-জুনিয়র এই কম্বিনেশনই ভরসা রাখে ম্যানেজমেন্ট। রোহিত ৩৮ বলে ৩৪ করে আউট হয়ে যান। এরপরে ডেটে খেলেন গিল। বছর তেইশের পাঞ্জাবের ব্যাটার গত রবিবার শ্রীলঙ্কার বিরুদ্ধে তৃতীয় ওয়ানডে ম্যাচে, ঠিক যেখানে শেষ করেছিলেন, সেখান থেকেই এদিন শুরু করলেন। তিরুঅনন্তপুরমের মতোই আজ ব্যাট করেন গিল। এদিন দ্বিশত রান তোলেন গিল। দেশের জার্সিতে পঞ্চাশ ওভারের ক্রিকেটে এই নিয়ে তাঁর তৃতীয় সেঞ্চুরি। ভারতীয় ক্রিকেট দলে কম সময়েই তারকা হয়ে উঠলেন শুভমান।

    আরও পড়ুন: রাহুল-আথিয়ার বিয়ে, সেজেছে সুনীলের বাড়ি, দেখুন ছবি

    গিলের সঙ্গে জুটি (IND vs NZ) বেঁধে ৫৩ বলে ৬৫ রান স্কোরবোর্ডে যোগ করেছেন সূর্য কুমার যাদব। ড্যারি মিচেলের বলে স্যান্টনারের হাতে ক্যাচ তুলে ফিরে যান। সূর্য যখন ফেরেন, তখন ভারতের স্কোর ২৮.৩ ওভারে চার উইকেট হারিয়ে ১৭৫। এরপর গিল পাশে পান হার্দিক পাণ্ডিয়াকে। ভারতের এই অলরাউন্ডার ছয়ে নেমেছিলেন এদিন।   

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     

  • IND vs NZ ODI: আজ ভারত-নিউজিল্যান্ড প্রথম একদিনের ম্যাচ, কখন কোথায় দেখবেন খেলা?

    IND vs NZ ODI: আজ ভারত-নিউজিল্যান্ড প্রথম একদিনের ম্যাচ, কখন কোথায় দেখবেন খেলা?

    মাধ্যম নিউজ ডেস্ক: শ্রীলঙ্কার বিরুদ্ধে বছরের প্রথম একদিনের সিরিজে দুরন্ত জয় ছিনিয়ে নিয়েছে ভারতীয় দল। এবার মিশন নিউজিল্যান্ড। সাদা বলের ক্রিকেটে বরাবর ভারতের কাছে শক্ত গাঁট কিউয়িরা। সেটা ভালমতই জানেন রোহিতরা। এবার সেই রেকর্ড উল্টে দেওয়ার সুযোগ রয়েছে মেন ইন ব্লু-দের সামনে। বর্তমানে আইসিসি একদিনের ক্রমতালিকায় এক নম্বরে রয়েছে কিউয়িরা। তার ওপর পাকিস্তানের মাটতে পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট এবং একদিনের সিরিজ খেলে ভারতে আসছে তারা। ফলে, উপমহাদেশের উইকেট সম্পর্কে তারা যথেষ্ট ওয়াকিবহাল। অন্যদিকে, ঘরের মাঠে সদ্য শ্রীলঙ্কাকে একদিনের সিরিজে হোয়াইওয়াশ করে উজ্জীবিত ভারতীয় দল। ফলে, সিরিজ যে হাড্ডাহাড্ডি হবে, তা নিয়ে কোনও সন্দেহ নেই। 

    চোটের জন্য নেই শ্রেয়স

    তবে, কিউয়িদের বিরুদ্ধে মাঠে নামার আগেই ভারতীয় শিবিরে বড় ধাক্কা। চোটের জন্য এবার গোটা নিউজিল্যান্ড সিরিজ থেকে ছিটকে গেলেন শ্রেয়স আয়ার। বিসিসিআই সূত্রে খবর, পিঠের সমস্যায় কাবু নাইট রাইডার্স অধিনায়ক। আপাতত জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ্যাবে যাবেন তিনি। এছাড়া, ব্যক্তিগত কারণে চলতি সিরিজে দলে নেই কেএল রাহুল এবং অক্ষর প্যাটেল। চোটের জন্য চলতি সিরিজে ভারত পাচ্ছে না জসপ্রীত বুমরাহকেও।

    ঘরের মাঠে নামতে মুখিয়ে সিরাজ

    তবে, সদ্যসমাপ্ত শ্রীলঙ্কা সিরিজে বুমরাহদের অনুপস্থিতি টের পেতে দেননি মহম্মদ সিরাজ-উমরান মালিকরা। ঘরের মাঠে প্রথমবার নীল জার্সিতে নামতে মুখিয়ে রয়েছেন হায়দ্রাবাদের ক্রিকেটার মহম্মদ সিরাজ। এই মুহূর্তে দুরন্ত ফর্মে রয়েছেন তিনি। শেষ ম্যাচে, তিনি একাই শ্রীলঙ্কার ব্যাটিং অর্ডার ধসিয়ে দিয়েছিলেন। বাইশ গজে আগুন ধরাচ্ছেন তিনি। ফলে, তাঁকে ঘিরে প্রত্যাশার পারদ চড়ছে। এই ম্যাচে পরিবারের সামনে ভাল পারফরম্যান্স করার জন্য মুখিয়ে রয়েছেন তিনি।

    শুভমানের সামনে অনন্য রেকর্ডের হাতছানি

    অনন্য কীর্তির সামনে দাঁড়িয়ে ভারতের এই মুহূর্তে নির্ভরযোগ্য ওপেনার ব্যাটার শুভমান গিল। গত সিরিজে দারুন ছন্দে ছিলেন। প্রত্যাশা, কিউয়িদের বিরুদ্ধেও তাঁর এই ফর্ম বজায় থাকবে। আর তা হলে, নতুন নজির স্থাপন করতে পারেন এই তরুণ ব্যাটার। ভারতের হয়ে একদিনের ক্রিকেটে দ্রুততম ১০০০ রান করার তালিকায় যুগ্ম শীর্ষস্থানে রয়েছেন বিরাট কোহলি ও শিখর ধবন। দুজনই ২৪ ইনিংসে এই মাইলস্টোন পার করেন। এখন ১৮ ইনিংসে ৮৯৪ রান করে ফেলেছেন গিল। ফলে, আশা করা যায়, চলতি সিরিজেই তিনি হাজার রান পার করে ফেলবেন। সেই অপেক্ষাতেই ক্রিকেটভক্তরা।

    ভারত-নিউজিল্যান্ড পূর্ণ সফরসূচি:

    প্রথম একদিনের ম্যাচ- ১৮ জানুয়ারি, হায়দ্রাবাদ
    দ্বিতীয় একদিনের ম্যাচ- ২১ জানুয়ারি, রায়পুর
    তৃতীয় একদিনের ম্যাচ- ২৪ জানুয়ারি, ইন্দোর

    প্রথম টি২০ – ২৭ জানুয়ারী, রাঁচি
    দ্বিতীয় টি২০ – ২৯ জানুয়ারী, লখনউ
    তৃতীয় টি২০ – ১ ফেব্রুয়ারি, আহমেদাবাদ

    কবে, কোথায় আয়োজিত হবে ভারত বনাম নিউজিল্যান্ড প্রথম একদিনের ম্যাচ?

    বুধবার, ১৮ জানুয়ারি হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে ভারত বনাম নিউজিল্যান্ড প্রথম একদিনের ম্যাচটি আয়োজিত হবে।

    কখন থেকে শুরু হবে ভারত বনাম নিউজিল্যান্ড প্রথম একদিনের ম্যাচ?

    ভারত বনাম নিউজিল্যান্ড প্রথম একদিনের ম্যাচ শুরু হবে ভারতীয় সময় দুপুর ১টা ৩০ মিনিটে। টস হবে দুপুর ১টায়।

    টিভিতে কোথায় সরাসরি দেখা যাবে খেলা?

    সরাসরি টিভিতে খেলা দেখতে পাবেন স্টার স্পোর্টস নেটওয়ার্কে (Star Sports Network) এবং দূরদর্শন স্পোর্টসে (Doordarshan Sports)

    অনলাইনে কোথায় সরাসরি দেখবেন খেলা?

    সরাসরি অনলাইনে দেখতে পাবেন ডিজনি+ হটস্টার অ্যাপে (Disney+ Hotstar App)।

  • Babar Azam: সতীর্থের বান্ধবীর সঙ্গে ‘সেক্স চ্যাট’! বিতর্কে পাক অধিনায়ক বাবর আজম

    Babar Azam: সতীর্থের বান্ধবীর সঙ্গে ‘সেক্স চ্যাট’! বিতর্কে পাক অধিনায়ক বাবর আজম

    মাধ্যম নিউজ ডেস্ক: পাকিস্তান ক্রিকেট বোর্ডে পালাবদলের পর তাঁর নেতৃত্ব প্রশ্নের মুখে। এর মধ্যে বিতর্কে জড়িয়ে পড়লেন বাবর আজম। এক মহিলার সঙ্গে তাঁর গোপন চ্যাট ও ভিডিও কলের ফুটেজ সামনে এসেছে। যা তোলপাড় ফেলে দিয়েছে পাকিস্তান ক্রিকেটে। কারণ বাবর যে মহিলার সঙ্গে অন্তরঙ্গ চ্যাট করেছেন তিনি আর কেউ নন, খোদ পাকিস্তান দলের এক ক্রিকেটারের বান্ধবী। উত্তেজক চ্যাটে বাবর ওই মহিলাকে বোঝাতে চেয়েছেন, তাকে খুশি রাখলে তার প্রেমিক তথা পাক দলের ক্রিকেটারের জায়গা সুরক্ষিত। এই চ্যাট নিয়ে রীতিমত বিপাকে বাবর আজম। যদিও তিনি এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন।

    কী ঘটেছিল

    সোশ্যাল মিডিয়ায় অনেকে যেমন পাকিস্তান অধিনায়কের সমালোচনায় মুখর, তেমনি অনেকে আবার এটা চক্রান্ত বলে দাবি করেছেন। এর আগেও এক মহিলাকে নির্যাতনের অভিযোগ উঠেছিল বাবরের বিরুদ্ধে। কিছু দিন আগে সাংবাদিক সম্মেলনেও মেজাজ হারিয়েছিলন তিনি। ক্রিকেট পণ্ডিতরা মনে করছেন আর হয়তো পাকিস্তান দলের ক্যাপ্টেন্সি ধরে রাখা সম্ভব হবে না বাবরের। ঘরে বাইরে প্রবল চাপে তিনি। 

    আরও পড়ুন: পাকিস্তানে ফের বিয়ে করেছেন দাউদ ইব্রাহিম! এনআইএ-কে জানালেন ভাগ্নে

    সোমবার ‘Dr Nimo Yadav’ নামে এক ট্যুইটার ব্যবহারকারী দাবি করেন, সতীর্থের বান্ধবীর সঙ্গে নাকি সেক্সচ্যাট করছেন বাবর। যদিও মঙ্গলবার তিনি জানান, ‘বিদ্রুপাত্মক’ ওই ট্যুইট নিয়ে যেভাবে বাবরের বিরুদ্ধে ‘জঘন্য’ অভিযোগ তোলা হচ্ছে, তা একেবারেই কাম্য নয়। তিনি বলেন, ‘আমিই ওই বিষয়টি শুরু করেছিলাম। ওটা ভুয়ো ছিল। বাবরের কাছে ক্ষমা চাইছি।’ পরে তিনি জানান, বাবরের বিরুদ্ধে যে ‘বিদ্রুপাত্মক’ ট্যুইট (সেক্সচ্যাটের ট্যুইট) করেছিলেন, তা মুছে দিয়েছেন তিনি।

    ভুয়ো ট্যুইট

    এই স্বীকারোক্তির পরে ওই ‘বিদ্রুপাত্মক’ ট্যুইটের জন্য তুমুল তোপের মুখে পড়েন ‘Dr Nimo Yadav’। যদিও ওই ব্যক্তি নিজের অবস্থানে অনড় থাকেন। তিনি বলেন, ‘যাঁরা বলছেন যে আমার এরকম করা উচিত হয়নি, (তাঁদের কয়েকটা কথা বলতে চাই)। আমি যখন আপনার অপছন্দের লোক বা দলকে নিয়ে এরকম করব, তখন উপভোগ করবেন না। দ্বিতীয়ত, আমি কাউকে গিয়ে বলিনি যে আমার ট্যুইটের রিট্যুইট করুন বা আমার ট্যুইটে লাইক করুন। মিডিয়া কী খবর করছে, সেটা আমায় দায়িত্ব নয়। চতুর্থত, আমি মজার জন্য ট্যুইটার ব্যবহার করি।’ 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • India Sri Lanka: শ্রীলঙ্কার বিরুদ্ধে বিরাট জয়ের দিনে কী কী রেকর্ড গড়ল ভারত?

    India Sri Lanka: শ্রীলঙ্কার বিরুদ্ধে বিরাট জয়ের দিনে কী কী রেকর্ড গড়ল ভারত?

    মাধ্যম নিউজ ডেস্ক: সিরিজ আগেই জিতে নিয়েছিল ভারত। তবুও খিদে বিন্দুমাত্র কমেনি বিরাট কোহলিদের। সেটা দেখা গেলো শ্রীলঙ্কার বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচে। টিম ইন্ডিয়া শুধু জিতল না, গড়লো একাধিক রেকর্ড। বিরাট কোহলির অপারাজিত ১৬৬ এবং শুভমন গিলের ১১৬ রানের সুবাদে ভারত প্রথমে বাট করে তোলে ৫ উইকেটে ৩৯০ রান। জবাবে শ্রীলঙ্কা ৭৩ রানে অল আউট হয়ে যায়। টিম ইন্ডিয়া ৩১৭ রানে ম্যাচ যেতে। যা একদিনের ক্রিকেট সবচেয়ে বড় ব্যবধানে জয়।

    সবচেয়ে বড় জয়

    টি-টোয়েন্টি সিরিজে কিছুটা লড়াই করেছিল শ্রীলঙ্কা। এমনকি ওডিআই সিরিজে দ্বিতীয় ম্যাচেও। গ্রিনফিল্ডে অসহায় আত্মসমর্পণ। মহম্মদ সিরাজ এই ম্যাচে ঝড় তুললেন। ৩৯১ রানের লক্ষ্যে ব্য়াট করতে নেমে দ্বিতীয় ওভারেই ধাক্কা দেন সিরাজ। মাত্র ৩৯ রানে ৬ উইকেট হারিয়ে ধুঁকতে থাকে শ্রীলঙ্কা। হারের ব্য়বধান কতটা কমানো যায়, নজর ছিল সেদিকেই। ২০ ওভার ব্য়াট করাই দায় হয়ে পড়েছিল শ্রীলঙ্কার। ভারতের বিরুদ্ধে শ্রীলঙ্কা ইনিংস শেষ ৭৩ রানেই। ভারত জিতল ৩১৭ রানের ব্য়বধানে। নতুন রেকর্ড ভারতের দখলে। সিরাজ ৪ উইকেট এবং কুলদীপ ও সামি ২টি করে উইকেট নেন। এর আগে নিউজিল্যান্ড ২৯০ রানে হারিয়েছিল আয়ারল্যান্ডকে। ১৪ বছর পর রোহিত শর্মার দলের হাতে কিউয়িদের সেই রেকর্ড ভেঙে চুরমার হয়ে গেল। এর আগে ভারতের একদিনের ম্যাচে সবচেয়ে বড় জয় এসেছিল ২০০৭ সালে স্পোর্ট অফ স্পেনে বারমুডার বিরুদ্ধে। সেই ম্যাচে ভারত জিতেছিল ২৫৭ রানে।  এই ম্যাচে ভারতের নেতৃত্বে ছিলেন রাহুল দ্রাবিড়। আর রবিবার শ্রীলঙ্কার বিরুদ্ধে বিশ্বরেকর্ডের দিনে তিনি দলের কোচের ভূমিকায়। কাকতালীয়ভাবে তিনি দুটি রেকর্ডের সঙ্গেই জড়িয়ে গেলেন। 

    আরও পড়ুন: আসন্ন বিশ্বকাপে বিরাট কোহলির ভূমিকা গুরুত্বপূর্ণ হবে: গৌতম গম্ভীর

    বিরাট-রেকর্ড

    বিরাট কোহলি এক দিনের ক্রিকেটে সর্বাধিক রান করার তালিকায় উঠে এলেন পঞ্চম স্থানে। তিনি টপকে গেলেন শ্রীলঙ্কার মাহেলা জয়বর্ধনেকে। শুধু তাই নয় একদিনের ক্রিকেট শ্রীলঙ্কার বিরুদ্ধে কোনও ভারতীয় ব্যাটসম্যানের করা সবচেয়ে বেশি রানের তালিকায় মহেন্দ্র সিং ধোনিকে টপকে গেলেন কোহলি। এখন তাঁর সামনে শুধুই শচীন তেন্ডুলকার। যিনি ৮৪টি ম্যাচে করেছেন ৩১১৩ রান। সেখানে কোহলি ২৩৮৭ করেছেন ৫০টি ম্যাচে। ধোনির ৬৭টি ম্যাচে ২৩৮৩ রান। একটি দেশের বিরুদ্ধে সবচেয়ে বেশি শতরান এখন কোহলির ঝুলিতে। শ্রীলঙ্কার বিরুদ্ধে তিনি করলেন ঘরের মাঠে ৯টি শতরান। যার মধ্যে এই সিরিজেই দুটি। প্রথম ম্যাচে গুয়াহাটিতে এবং রবিবার তিরুবনন্তপুরমেও সেঞ্চুরি করলেন প্রাক্তন ভারত অধিনায়ক। ভারতীয় দলের ওপেনার শুভমন গিলও দারুন ফর্মে। তিনি সেঞ্চুরি হাঁকিয়েছেন টিম ইন্ডিয়ার রেকর্ড জয়ে। এক দিনের ক্রিকেটে প্রথম কুড়িটি ইনিংসে সবচেয়ে বেশি রান করে ফেললেন তিনি।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Womens IPL: প্রায় ১০০০ কোটিতে বিক্রি মহিলা আইপিএলের মিডিয়া রাইটস! কারা পেল জানেন?

    Womens IPL: প্রায় ১০০০ কোটিতে বিক্রি মহিলা আইপিএলের মিডিয়া রাইটস! কারা পেল জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: চলতি বছরেই শুরু হবে ভারতীয় মহিলাদের প্রথম আইপিএল। ২০২৩ সালের মার্চ মাসে হতে পারে মেয়েদের আইপিএল। ফলে আইপিএলের জন্য আয়োজনের প্রস্তুতিও তুঙ্গে। প্রস্তুতি পর্বের পাশাপাশি এবারে মেয়েদের আইপিএলের সম্প্রচার স্বত্ব বিক্রি করল ভারতীয় ক্রিকেট বোর্ড। মুকেশ আম্বানির সংস্থা রিলায়্যান্সের ভায়াকম ১৮ পাঁচ বছরের জন্য ৯৫১ কোটি টাকায় মহিলা আইপিএলের সম্প্রচার স্বত্ব কিনল। ২০২৩ থেকে ২০২৭ সাল পর্যন্ত থাকবে এই চুক্তি। এই বেসরকারি সংস্থাটির মিডিয়া রাইটস অর্জন করার কথা সোমবার ট্যুইটারে জানান বিসিসিআই সচিব জয় শাহ।

    মহিলা আইপিএলের সম্প্রচার স্বত্ব গেল আম্বানিদের হাতে

    মহিলাদের আইপিএলের সম্প্রচার স্বত্ব কেনার লড়াইয়ে ভায়াকমের সঙ্গে ছিল ডিজনি স্টার, সোনি ও জি। মিডিয়া রাইটস কেনার জন্যে হাড্ডাহাড্ডি লড়াই চলেছে সংস্থাগুলোর মধ্যে। তবে সবাইকে ছাপিয়ে গিয়েছে ভায়াকম ১৮। টেলিভিশন ও ডিজিটাল দুটি স্বত্বই কিনেছে তারা। মোট ৯৫১ কোটি টাকাতে সম্প্রচার স্বত্ব কিনেছে ভায়াকম। অর্থাৎ ম্যাচপিছু ৭.০৯ কোটি টাকায় বিক্রি হয়েছে সম্প্রচার স্বত্ব।

    সোমবার জয় শাহ ট্যুইট করে লিখেছেন, “শুভেচ্ছা জানাই ভায়াকম ১৮-কে মহিলা আইপিএল-এর মিডিয়া রাইটস পাওয়ার জন্য। বিসিসিআই এবং বিসিসিআই মহিলা দলের উপর ভরসা রাখার জন্য ধন্যবাদ। ৯৫১ কোটি টাকার বিনিয়মে এই রাইটস অর্জন করেছে ভায়াকম যার ফলে প্রতিটি ম্যাচের মূল্য দাঁড়াচ্ছে ৭.০৯ কোটি টাকা। এটা বিরাট ব্যাপার মহিলা ক্রিকেটের জন্য।”

    কবে হবে মহিলা আইপিএল?

    সূত্রের খবর অনুযায়ী, আগামী ৩ মার্চ থেকে ২৬ মার্চ পর্যন্ত হতে পারে মহিলাদের প্রথম আইপিএল। এখনও এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। মোট ২২ টি ম্যাচ হবে। মহিলাদের আইপিএল বাণিজ্যিক ভাবে সফল করতে চেষ্টার ত্রুটি রাখছেন না ক্রিকেট কর্তারা। ২৫ জানুয়ারি বিসিসিআই মহিলা আইপিএলের পাঁচটি দলের নাম ঘোষণা করবে। একাধিক রিপোর্ট অনুযায়ী, উদ্বোধনী মহিলা আইপিএলে মোট ছ’টি দল থাকবে। পুরুষ আইপিএলের মতই শহরভিত্তিক দল হবে। সেজন্য প্রাথমিকভাবে ১০ টি শহর কলকাতা, মুম্বই, চেন্নাই, বেঙ্গালুরু, দিল্লি, আমদাবাদ, ধর্মশালা, গুয়াহাটি, ইন্দোর এবং লখনউ বেছে নেওয়া হয়েছে।বিসিসিআই সূত্রে খবর, মহিলাদের আইপিএলের নিলাম হতে চলেছে ফেব্রুয়ারি মাসে। ইতিমধ্যেই নিলাম নিয়ে জোর কদমে কাজও শুরু করে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড।

    নিলামের জন্য কত বেসপ্রাইজ?

    রিপোর্ট অনুযায়ী, যে খেলোয়াড়রা জাতীয় দলের হয়ে খেলেছেন বা বোর্ডের কেন্দ্রীয় চুক্তিতে আছেন, তাঁরা বেস প্রাইজ হিসেবে ৩০ লক্ষ, ৪০ লক্ষ এবং ৫০ লক্ষ টাকা বেছে নিতে পারেন। যাঁরা আনক্যাপড খেলোয়াড়, তাঁদের হাতে দুটি সুযোগ থাকবে – ১০ লাখ টাকা এবং ২০ লাখ টাকা।

  • Messi Ronaldo: মেসি ও রোনাল্ডোর সঙ্গে একফ্রেমে! জানেন কী করতে হবে?

    Messi Ronaldo: মেসি ও রোনাল্ডোর সঙ্গে একফ্রেমে! জানেন কী করতে হবে?

    মাধ্যম নিউজ ডেস্ক: একটা সোনার টিকিট কাটলে মেসি-রোনাল্ডোর সঙ্গে একফ্রেমে ছবি তুলতে পারবেন। অনেকটা ট্র্যাভেল প্যাকেজের মতো। সেই টিকিটের নিলাম চলছে সৌদি আরবে। সৌদির এক ব্যবসায়ী ওই টিকিটের জন্য ২২ কোটি টাকা খরচ করতে রাজি, বলে খবর। ওই ব্যবসায়ীর নাম মুশরেফ আল ঘামাদ। তিনি সৌদি আরবের একটি বড় রিয়াল এস্টেট কোম্পানির মুখ্য কর্তা। 

    মেসি-রোনাল্ডোর সঙ্গে ছবি

    সৌদি আরবে প্রদর্শনী ম্যাচে কয়েক দিন পরেই মুখোমুখি হবেন লিয়োনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এই প্রদর্শনী ম্যাচের একটি টিকিট কাটলে শুধু সবচেয়ে ভাল জায়গায় বসে ম্যাচ দেখার সুযোগই নয়, জয়ী দলের সঙ্গে ছবি তোলার সুযোগও পাওয়া যাবে। শুধু তা-ই নয়, সাজঘরে গিয়ে দু’দলের ফুটবলারদের সঙ্গে দেখা করতে পারবেন। অর্থাৎ মেসি, রোনাল্ডোর সঙ্গে দেখা করার সুযোগও থাকছে। ওই টিকিটেরই নিলাম চলছে। ১৯ জানুয়ারি প্যারিস সঁ জরমঁ (পিএসজি) প্রদর্শনী ম্যাচ খেলবে আল হিলাল এবং আল নাসেরের মিলিত দলের বিরুদ্ধে। সেই ম্যাচ হবে কিং ফাহাদ স্টেডিয়ামে। সেখানে ৬৮ হাজার দর্শক ধরে। কিন্তু ইতিমধ্যেই ২০ লক্ষ লোক টিকিট চেয়ে আবেদন করেছেন। সৌদির আয়োজকদের নাজেহাল অবস্থা। কারা টিকিট পাবেন, সেটা বাছতেই হিমশিম খেতে হচ্ছে। ২০২০ সালের ডিসেম্বরে বার্সেলোনাকে ৩-০ গোলে হারিয়েছিল জুভেন্টাস। তার পর আর সাক্ষাৎ হয়নি সিআর সেভেন ও মেসির। রিয়াধে ১৯ জানুয়ারি যদি রোনাল্ডো-মেসির দ্বৈরথ হয়, তা হলে এই দুই মহাতারকাই যে আকর্ষণের কেন্দ্রে থাকবেন তা নিয়ে কোনও সন্দেহ নেই। 

    আরও পড়ুন: ভাইরাল ভিডিও! লেজার শো-তে চলা গানের তালে নাচলেন বিরাট ও ঈশান

    আল হিলালে-মেসি!

    এরই মধ্যে খবর, সৌদি আরবের (Saudi Arabia) ক্লাব আল নাসেরে (Al Nassar) রোনাল্ডো যোগ দেওয়ার পরই তাদের প্রধান প্রতিপক্ষ আল হিলাল (Al Hilal) দলে চাইছে মেসিকে। শোনা যাচ্ছে রেকর্ড অর্থে লিওনেল মেসিকে (Lionel Messi) দলে নিতে চাইছে এই ক্লাব। দরাদরি করতে ইতিমধ্যেই নাকি রিয়াধে পৌঁছে গিয়েছেন মেসির বাবা জর্জ মেসি (George Messi)। যদিও আল হিলালের তরফ থেকে এখনও এই ইস্যু নিয়ে কোনও মন্তব্য করা হয়নি। সৌদির এক সংবাদপত্রের দাবি, আল নাসের থেকে প্রতি মরসুমে ২০০ মিলিয়ন ইউরো করে পাবেন পর্তুগিজ মহাতারকা। ভারতীয় মুদ্রায় এই অঙ্ক প্রায় ১৭৭৫ কোটি ২৩ লক্ষ ৬৮ হাজার ২২৬ টাকা। এদিকে স্পেনের আর এক সংবাদমাধ্যমের দাবি, মেসিকে নাকি বছরে ২৪৩৮ কোটি টাকা দেবে আল হিলাল। তেমনটা হলে মেসি তাঁর সবচেয়ে বড় প্রতিপক্ষ রোনাল্ডোর থেকে প্রায় ৭০০ কোটি টাকা বেশি পাবেন। তবে মেসি নিজে এই প্রস্তাবে আগ্রহী বলে এখনও জানা যায়নি।  

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • Hockey World Cup 2023: স্পেনকে ২-০ গোলে হারিয়ে হকি বিশ্বকাপ অভিযান শুরু ভারতের

    Hockey World Cup 2023: স্পেনকে ২-০ গোলে হারিয়ে হকি বিশ্বকাপ অভিযান শুরু ভারতের

    মাধ্যম নিউজ ডেস্ক: স্পেনকে  ২-০ গোলে হারিয়ে ঘরের মাঠে হকি বিশ্বকাপের অভিযান শুরু করল হরমনপ্রীতের ভারতীয় দল (Indian Hockey Team)। ভারতের হয়ে অমিত রোহিদাস ও হার্দিক সিং প্রথম দুই কোয়ার্টারে দুইটি গোল করেন। এই দুই গোলের সুবাদেই জয় পায় ভারত। ম্যাচের শেষ কোয়ার্টারে অভিষেক ১০ মিনিটের জন্য হলুদ কার্ড দেখে মাঠের বাইরে চলে যান বটে। তবে তা সত্ত্বেও স্পেন লাভের লাভ কিছুই করতে পারেনি। ভারতের জমাটি রক্ষণ ও গোলকিপার হিসাবে পাঠক বেশ নজর কেড়েছেন।

    প্রথম থেকেই ম্যাচে দাপট ভারতের

    প্রথম ম্যাচেই জয় পেয়ে আত্মবিশ্বাসী ভারত। কারণ ধারেভারে স্পেন বেশ শক্তিশালী দল ছিল। গত কয়েকটা মাস স্পেনের বিরুদ্ধে ভারতের ফল মোটেও ভাল ছিল না। শেষ পাঁচ বারের সাক্ষাতে ভারত জিতেছিল মাত্র এক বার। প্রতি বারই এই দু’দলের খেলা থাকলে গোলের বন্যা বইতে দেখা যায়। শুক্রবার রাউরকেল্লার বীরসা মুন্ডা স্টেডিয়ামে তাই ম্যাচ শুরু হয়েছিল সমানে সমানে। হিসাব কষেই খেলতে নেমেছিল ভারত। স্পেনকে খুব বেশি আক্রমণে উঠতে দেয়নি। নিজেরাও সুযোগ বুঝে তা কাজে লাগিয়ে গোল করার চেষ্টা করেছে। বল বেশি নিয়ন্ত্রণে রেখেছিল ভারত। 

    আরও পড়ুন: ভাইরাল ভিডিও! লেজার শো-তে চলা গানের তালে নাচলেন বিরাট ও ঈশান

    এ দিন প্রথম থেকেই ভারত চাপে রাখতে শুরু করে স্পেনকে। প্রথম কোয়ার্টারেই এগিয়ে যায় তারা। পেনাল্টি কর্নার থেকে গোল করেন অমিত রোহিদাস। তিনি ওড়িশারই ছেলে। স্থানীয় ছেলের গোলের উদ্বেল হয়ে ওঠে গোটা স্টেডিয়াম। ২০ হাজার দর্শকাসনের একটিও খালি ছিল না ভারতের খেলার সময়। অমিত বিশ্বকাপে ভারতের হয়ে ২০০তম গোলটি করেন। দ্বিতীয়ার্ধে আবার এগিয়ে যায় ভারত। একক দক্ষতায় দুর্দান্ত গোল করেন হার্দিক। বাঁ দিক থেকে একাই বল টেনে এনে ঢুকে পড়েছিলেন স্পেনের ডি বক্সে। সেখান থেকে ক্রস করতে যান। তা বাঁচাতে গিয়ে স্পেনের এক ডিফেন্ডারের স্টিকে লেগে বল গোলে ঢুকে যায়।

    ইংল্যান্ডকে হারানো লক্ষ্য

    ম্যাচ শেষে ভারতীয় কোচ বলেন, ‘ছেলেরা বেশ ভাল ডিফেন্স করেছে। শুরুটা আমরা বেশ ভালভাবেই করলাম। টুর্নামেন্টের শুরুটা জয় দিয়ে করার অনুভূতিটা বেশ ভাল। তবে এই ম্যাচ শেষ হয়ে গিয়েছে। আমরা এবার পরের ম্যাচ নিয়ে ভাবব এবং পরিকল্পনা তৈরি করব।’ স্পেনকে হারিয়েও গ্রুপ ‘ডি’-তে দ্বিতীয় স্থানে রয়েছে ভারতীয় দল। রবিবার ইংল্যান্ডের বিরুদ্ধে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে নামবেন হরমনপ্রীতরা। ইংল্যান্ডই ওয়েলশকে হারিয়ে আপাতত গ্রুপ শীর্ষে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • Hockey World Cup 2023: আজ স্পেনের বিরুদ্ধে অভিযান শুরু ভারতীয় হকি দলের, জানুন কোথায়, কখন সরাসরি দেখবেন খেলা

    Hockey World Cup 2023: আজ স্পেনের বিরুদ্ধে অভিযান শুরু ভারতীয় হকি দলের, জানুন কোথায়, কখন সরাসরি দেখবেন খেলা

    মাধ্যম নিউজ ডেস্ক: আর কিছুক্ষণ পরেই ভারতের মাটিতে আরম্ভ হচ্ছে হকি বিশ্বকাপ ২০২৩ (Hockey World Cup 2023)। আন্তর্জাতিক হকি ফেডারেশনের উদ্যোগে ২০২৩ সালের পুরুষদের এফআইএইচ হকি বিশ্বকাপের (FIH Hockey World Cup) আয়োজন করা হয়েছে ভারতে। টানা দ্বিতীয়বারের মত এই টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে ভারত। ভুবনেশ্বর ও রাউরকেলায় হবে বিশ্বকাপের আসর। সবগুলো ম্যাচই হবে রাউরকেলার ২০ হাজার আসনের বিরসা মুন্ডা আন্তর্জাতিক হকি স্টেডিয়ামে এবং ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে। আজকের ম্যাচটি নবনির্মিত বিরসা মুন্ডা স্টেডিয়ামে আয়োজিত করা হয়েছে। স্পেনের বিরুদ্ধে ভারতের (India vs Spain) ম্যাচ দিয়ে আজ টুর্নামেন্টের যাত্রা শুরু হবে।

    ভারতীয় হকি টিমের যাত্রা শুরু

    ওড়িশায় নবনির্মিত বিরসা মুন্ডা স্টেডিয়ামে আজ জয়ের উদ্দেশ্যে অভিযান শুরু করবে হরমনপ্রীত সিংয়ের (Harmanpreet Singh) নেতৃত্বাধীন ভারত। ২০২৩ সালের আসরে ১৬টি দল অংশ নেবে। প্রতিটি গ্রুপের বিজয়ী সরাসরি কোয়ার্টার ফাইনালে উঠবে এবং প্রতিটি গ্রুপের দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারী দল ক্রসওভার রাউন্ড খেলবে এবং বিজয়ী কোয়ার্টারে যাবে। ১৬ দলের এই টুর্নামেন্টে রয়েছে মোট চারটি গ্রুপ। গ্রুপ ডি-তে ভারতের সঙ্গে স্পেন ছাড়াও রয়েছে ওয়েলস এবং ইংল্যান্ড।

    আরও পড়ুন: ভিড়ে ঠাসা ইডেন! দ্বিতীয় একদিনের ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজ জয় ভারতের

    হকি বিশ্বকাপের ভারত বনাম স্পেন গ্রুপ ডি ম্যাচ কখন এবং কোথায় আয়োজিত করা হয়েছে?

    ২০২৩ সালের পুরুষদের হকি বিশ্বকাপের ভারত বনাম স্পেন গ্রুপ ডি ম্যাচটি শুক্রবার, ১৩ জানুয়ারি, ২০২৩ তারিখে রাউরকেলার বিরসা মুন্ডা হকি স্টেডিয়ামে আয়োজিত করা হয়েছে।

    ভারত বনাম স্পেনের হকি খেলা কোন সময়ে শুরু হবে?

    ভারত বনাম স্পেন ২০২৩ পুরুষ হকি বিশ্বকাপের গ্রুপ ডি ম্যাচটি ভারতীয় সময় অনুসারে সন্ধ্যা ৭ টায় শুরু হবে।

    কোথায় দেখবেন ২০২৩ পুরুষ হকি বিশ্বকাপের লাইভ স্ট্রিমিং?

    হকি বিশ্বকাপের সব ম্যাচ ভারতের স্টার স্পোর্টস ফার্স্ট (Star Sports First), স্টার স্পোর্টস সিলেক্ট ২ (Star Sports Select 2) এবং স্টার স্পোর্টস সিলেক্ট ২ এইচডি (Star Sports Select 2 HD) টিভি চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হবে। এছাড়া, বিনামূল্যে দেখতে পাবেন দূরদর্শন স্পোর্টসে (Doordarshan Sports)। আবার ডিজনি+ হটস্টার অ্যাপে (Disney+ Hotstar App) সরাসরি দেখা যাবে পুরুষদের হকি বিশ্বকাপ ২০২৩-এর লাইভ স্ট্রিমিং। এছাড়াও watch.hockey অ্যাপ ও ওয়েবসাইটে লাইভ স্ট্রিমিং করা হবে।

    বিশ্বকাপে ভারতীয় হকি স্কোয়াড

    কোচ: গ্রাহাম রিড

    গোলরক্ষক: কৃষাণ বাহাদুর পাঠক ও শ্রীজেশ

    ডিফেন্ডার: নীলম সঞ্জীপ জেস, জার্মানপ্রীত সিং, সুরেন্দর কুমার, হরমনপ্রীত সিং (অধিনায়ক), বরুণ কুমার, অমিত রোহিদাস

    মিডফিল্ডার: মনপ্রীত সিং, হার্দিক সিং, নীলকান্ত শর্মা, শমসের সিং, বিবেক সাগর প্রসাদ, এবং আকাশদীপ সিং

    ফরোয়ার্ড: মনদীপ সিং, ললিত কুমার উপাধ্যায়, অভিষেক, সুখজিৎ সিং

    স্ট্যান্ড বাই: রাজকুমার পাল এবং জুগরাজ সিং

LinkedIn
Share