Category: খেলা

Get updates on Sports News Cricket, Football, Tennis, from the Madhyom news portal madhyom.com, West Bengal leading news portal Madhyom.com

  • Virat Kohli: শচিনের রেকর্ডে ভাগ বসালেন বিরাট! শ্রীলঙ্কাকে হারিয়ে প্রথম একদিনের ম্যাচে জয় ভারতের

    Virat Kohli: শচিনের রেকর্ডে ভাগ বসালেন বিরাট! শ্রীলঙ্কাকে হারিয়ে প্রথম একদিনের ম্যাচে জয় ভারতের

    মাধ্যম নিউজ ডেস্ক: পুরনো বছর শেষ করেছিলেন শতরান দিয়ে। নতুন বছর শুরুও করলেন সেই শতরান দিয়েই। গুয়াহাটির বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে ঝলসে উঠল বিরাট-ব্যাট। বছরে নিজের প্রথম ম্যাচে মাঠে নেমেই শচিন তেন্ডুলকরের রেকর্ডে ভাগ বসালেন কোহলি। ঘরের মাঠে ওয়ান ডে ক্রিকেটে সর্বাধিক শতরানের রেকর্ড এতদিন ছিল শচিনের দখলে। দেশের মাটিতে সর্বাধিক ২০টি ওয়ান ডে শতরান (১৬৪টি ম্যাচ খেলে) করেছিলেন মাস্টার ব্লাস্টার। এদিন সিংহলিদের বিরুদ্ধে শতরান করে শচিনের পাশে বিরাট (২০টি শতরান, ১০২টি ম্যাচ খেলে)। এই সিরিজে একাধিক শতরান করতে পারলে শচিনের রেকর্ড ভেঙে এককভাবে এই রেকর্ড নিজের নামে করে নেওয়ারও হাতছানি রয়েছে কোহলির সামনে। বিরাট-ব্যাটে ভর করে প্রথম একদিনের ম্যাচে সহজেই জয় পেল টিম ইন্ডিয়া। কিন্তু শেষ লগ্নে চাপের মধ্যেও শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শানাকার শতরান ইডেনে চাপে রাখবে টিম ইন্ডিয়াকে।

    রানে ফিরলেন রোহিতও

    এদিন শ্রীলঙ্কার বিরুদ্ধে গুয়াহাটিতে প্রথম এক দিনের ম্যাচে রানে ফিরলেন ভারত অধিনায়ক রোহিত শর্মাও। একটুর জন্য শতরান হারালেন তিনি। ৮৩ রান করে দাসুন মদুশঙ্কের বলে বোল্ড হয়ে সাজঘরে ফিরলেন রোহিত। রান করলেন ভারতের আর এক ওপেনার শুভমন গিল। ভারতীয় ব্যাটারদের দাপটে গুয়াহাটিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথমে ব্যাট করে ৩৭৩ রান করল ভারত। এদিন টসে জিতে ভারতকে ব্যাট করতে পাঠায় শ্রীলঙ্কা। খেলার শুরুটাই বুঝিয়ে দিয়েছিল কী হতে চলেছে। প্রথম ওভার থেকেই শ্রীলঙ্কার বোলারদের বিরুদ্ধে আক্রমণাত্মক ব্যাটিং শুরু করলেন ভারতের দুই ওপেনার রোহিত ও শুভমন। দাসুন শনাকার বলে ৭০ রান করে এলবিডব্লিউ হলেন শুভমন। ১৪৩ রানে পড়ল ভারতের প্রথম উইকেট। এরপর শুধুই বিরাট আধিপত্য।

    আরও পড়ুন: ‘এই ঘটনা আমার আত্মবিশ্বাস আরও বাড়িয়ে তুলবে’, শ্রীলঙ্কা ম্যাচের আগে অর্শদীপ

    কোহলির একাধিক রেকর্ড

    বাংলাদেশে যে ছন্দে ছিলেন, সেই ছন্দেই দেখা গেল ভারতের প্রাক্তন অধিনায়ককে। প্রথম থেকে ধীরে ধীরে রান করছিলেন। এক বার হাত জমে যাওয়ার পরে বড় শট খেলা শুরু করলেন। সেই সঙ্গে উইকেটের মধ্যে তাঁর দৌড়ে রান তো ছিলই। শ্রীলঙ্কার বোলারদের দু’বার সুযোগ দিয়েছিলেন কোহলি। ৫২ রানের মাথায় উইকেটরক্ষকের কাছে ক্যাচ দেন কোহলি। কিন্তু কুশল মেন্ডিস সেই ক্যাচ ছাড়েন। এর পরেও সুযোগ দিয়েছিলেন বিরাট। কিন্তু সে বার ক্যাচ ফেলেন শ্রীলঙ্কার অধিনায়ক শনাকা। তার পরে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। ৮০ বলে শতরান করলেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে নিজের ৭৩তম শতরান করলেন তিনি। এক দিনের ক্রিকেটে ৪৫তম শতরান হল তাঁর। ৮৭ বলে ১১৩ রান করে আউট হলেন কোহলি। এদিন শচিনের একটি রেকর্ড ভাঙেনও কোহলি। ভারত-শ্রীলঙ্কা এক দিনের ক্রিকেটের লড়াইয়ে সব থেকে বেশি শতরান করার কৃতিত্ব এত দিন যৌথ ভাবে শচিন এবং কোহলির দখলে ছিল। দু’জনেই আটটি করে শতরান করেছিলেন। শ্রীলঙ্কার বিরুদ্ধে শচিন ৮৪টি এক দিনের ম্যাচে আটটি শতরান করেছিলেন। গুয়াহাটিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে নিজের নবম শতরান করলেন কোহলি। তার জন্য তিনি নিয়েছেন মাত্র ৪৮টি ম্যাচ। 

    দিশেহারা শ্রীলঙ্কা

    ভারতের পাহাড়প্রমাণ লক্ষ্য তাড়া করতে নেমে প্রথমেই দুই উইকেট হারায় শ্রীলঙ্কা। ১০ ওভার শেষে দাসুন শনাকাদের স্কোর দাঁড়ায় ৩৮/২। ভারতীয় পেস আক্রমণের সামনে শুরু থেকেই দিশেহারা হয়ে পড়ে সিংহলিরা। ভারতের হয়ে প্রথম দুটি উইকেট নেন মহম্মদ সিরাজ। ভারতকে তৃতীয় সাফল্য এনে দিলেন টিম ইন্ডিয়ার পেস সেনশেনর উমরান মালিক। উমরান তিনটি উইকেট নেন। সামি নেন একটি উইকেট। একটি করে উইকেট নেন যুজুবেন্দ্র চাহাল ও হার্দিক পান্ডিয়া। ৪০ ওভারে ২২০ রানে ৮ উইকেট পড়ে যায় শ্রীলঙ্কার। কিন্তু অধিনায়ক শানাকার শতরানে ভর করে শেষ পর্যন্ত ৩০০ রানের গণ্ডি টপকায় সিংহলিরা।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • Umran Malik: নিজের রেকর্ড নিজেই ভাঙলেন! ভারতের ইতিহাসে সব থেকে জোরে বলটা করলেন উমরান

    Umran Malik: নিজের রেকর্ড নিজেই ভাঙলেন! ভারতের ইতিহাসে সব থেকে জোরে বলটা করলেন উমরান

    মাধ্যম নিউজ ডেস্ক: শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে প্রতি ঘণ্টায় ১৫৫ কিলোমিটার গতিতে বল করে ভারতীয় বোলারদের মধ্যে প্রতি ঘণ্টায় সবচেয়ে দ্রুত গতিতে বল করার নজির গড়েছিলেন উমরান। শ্রীলঙ্কার বিরুদ্ধেই প্রথম এক দিনের ম্যাচে সেই নজির ভেঙে দিলেন তিনি। বল করলেন প্রতি ঘণ্টায় ১৫৬ কিলোমিটার গতিতে। নিজের রেকর্ড নিজেই ভেঙে দুরন্ত গতির এক্সপ্রেস ছোটাচ্ছেন উমরান।

    উমরানের লক্ষ্য

    এদিনের খেলায় শ্রীলঙ্কার ইনিংসে ১৪তম ওভারে উমরানের হাত থেকে ভারতের ইতিহাসে সব থেকে জোরে বলটা বেরিয়ে আসে। ব্যাটার ছিলেন পাথুম নিশাঙ্ক। বল ছুঁতে পারেননি তিনি। গোটা ম্যাচ জুড়ে প্রতি ঘণ্টায় ১৪০ কিলোমিটারের বেশি গতিতে বল করে গেলেন উপত্যকার এই পেসার। তার ফলও পেলেন। এদিন ৩টি উইকেট নিয়েছেন উমরান। ম্যাচ শেষে নিজের বোলিং প্রসঙ্গে উমরান বলেন, ‘‘পাটা উইকেট ছিল। আমি রোহিত ভাই, শামি ভাইয়ের সঙ্গে কথা বলেছিলাম। ওরা বলেছিল উইকেট লক্ষ্য করে বল করতে। সেটাই করেছি। আমার কাজ হচ্ছে মাঝের ওভারে বল করতে এসে উইকেট তোলা। নিজের কাজটাই করছি। আশা করছি আগামী দিনে আরও ভাল বল করতে পারব।’’

    আরও পড়ুন: শচিনের রেকর্ডে ভাগ বসালেন বিরাট! শ্রীলঙ্কাকে হারিয়ে প্রথম একদিনের ম্যাচে জয় ভারতের

    এর আগে যশপ্রীত বুমরা ১৫৪ কিমি গতিতে বোলিং করেন। মহম্মদ শামিও ১৫৩ কিমিতে এবং নভদীপ সিং ১৫২ কিমিতে বোলিং করেন। সেদিক থেকে উমরান নিজেই ইতিহাস রচনা করলেন। তাঁর এই কৃতিত্ব বাকিদের ছাপিয়ে গেছে। এত গতিতে বোলিং এর আগে কোনও ভারতীয় বোলার করেননি। তাঁর এই বোলিং গতিবেগ হার মানায় বন্দে ভারত হাই স্পিড ট্রেনকেও। হাওড়া ও জলপাইগুড়ি এই ট্রেনের গতিবেগ প্রায় ১৩০ থেকে ১৬০ কিমি প্রতি ঘণ্টায়। উমরানও প্রতিদিন প্রায় এই গতিতেই বল করছেন। উমরানের নজর এখন পড়শি দেশ পাকিস্তানের দিকে। প্রাক্তন পাক পেসার শোয়েব আখতারের রেকর্ড ভাঙতে চান উমরান। ক্রিকেটে দ্রুততম বলের রেকর্ড এখনও শোয়েবের দখলে। ২০০৩ সালের বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে শোয়েবের একটি বলের গতি ছিল ঘণ্টায় ১৬১.৩ কিলোমিটার। যা এখনও পর্যন্ত দ্রুততম বল হিসাবে চিহ্নিত।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • Ramiz Raja: পাক-ক্রিকেটের দুর্দিনের জন্য বিজেপিকে দুষলেন রামিজ! জানেন কী বললেন প্রাক্তন পিসিবি সভাপতি?

    Ramiz Raja: পাক-ক্রিকেটের দুর্দিনের জন্য বিজেপিকে দুষলেন রামিজ! জানেন কী বললেন প্রাক্তন পিসিবি সভাপতি?

    মাধ্যম নিউজ ডেস্ক: বিজেপি নিয়ন্ত্রিত বিসিসিআই পাকিস্তান ক্রিকেটকে খর্ব করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। ভারতীয়দের মানসিকতাই হল, পাকিস্তান ক্রিকেটের উন্নয়নকে ব্যাহত করা। লাহোর বিশ্ববিদ্যালয়ের এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মোদির ভারত এবং বিজেপির বিরুদ্ধে এরকম বিস্ফোরক মন্তব্য করলেন রামিজ রাজা। সদ্য পাকিস্তান ক্রিকেট বোর্ডের সভাপতি পদ গেলেও ভারতের প্রতি বিদ্বেষ এখনও যায়নি রামিজের।

    রামিজ যা বললেন

    পাকিস্তান ক্রিকেটের দুর্দিনের জন্যও রামিজ বিজেপিকে দায়ী করলেন। তিনি জানালেন, পাকিস্তান ক্রিকেটের খারাপ অবস্থায় জন্য দায়ী ভারতই। বিসিসিআই-তে নাকি বিজেপির মানসিকতা নিয়ে কাজ করা হয়। তাঁর কথায়, “দুর্ভাগ্যবশত ভারতীয় বোর্ডে যা হচ্ছে সেটা হল বিজেপির মানসিকতা। পাকিস্তান জুনিয়র লিগ হোক বা মহিলাদের লিগ, আমি যে প্রতিযোগিতাগুলো ঘোষণা করেছিলাম তার একটাই উদ্দেশ্য ছিল, যাতে নিজের দেশের প্রতিযোগিতা থেকে অর্থ উপার্জন করতে পারি। আইসিসির দিকে যাতে তাকিয়ে থাকতে না হয়।” রামিজ যোগ করেছেন, “লাভের জন্য আইসিসি সব সময় তাকিয়ে থাকে ভারতের দিকে। এতে আমাদের স্বাধীনতা খর্ব হয়। যদি ভারতের মানসিকতা এ রকম হয় যে পাকিস্তানকে একঘরে করে দিতে হবে, তা হলে আমাদের এ কূলও যাবে, ও কূলও যাবে।”

    আরও পড়ুন: নিজের রেকর্ড নিজেই ভাঙলেন! ভারতের ইতিহাসে সব থেকে জোরে বলটা করলেন উমরান

    বাবরকে পরামর্শ

    রামিজ রাজা জানিয়েছেন, তিনি ইংল্যান্ড, অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ডের সঙ্গে কথা বলে বিশ্বক্রিকেটে অগ্রণী ভূমিকা নেওয়ার পরামর্শ দিয়েছেন। যাতে ক্রিকেট অর্থশক্তির কাছে পদানত না হয়। রামিজ বলেন, “আগেই নিজের অবস্থান পরিষ্কার করে দিয়েছিলাম। যদি এশিয়ান ক্রিকেট কাউন্সিল এশিয় পর্যায়ের কোনও টুর্নামেন্ট আয়োজন করার দায়িত্ব পাকিস্তানকে দেয় এবং ভারত যদি পাকভূমে খেলতে আসতে অস্বীকার করে, এবং টুর্নামেন্ট সরিয়ে নিয়ে যাওয়া হয়, তাহলে আমি যা বলেছিলাম তার মোদ্দা কথা হল, আমাদের হাতেও অপশন রয়েছে।” ভারতকে চাপে ফেলার জন্য তিনি সম্প্রতি পাক ক্রিকেট অধিনায়ক বাবর আজমের সঙ্গেও কথা বলেছেন বলে জানান রামিজ। তিনি বলেন, “সম্প্রতি বাবর আজমের সঙ্গে আমার কথা হয়েছে। সেখানেই ওকে বলেছি, ভারতকে দেখলেই হারাও। তা হলে ওদের সঙ্গে বোঝাপড়ার সময়ে শক্তিশালী জায়গায় থাকা যাবে।”

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • IND vs SL 1st ODI: বিশ্বকাপই পাখির চোখ! আজ শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে নামছে টিম ইন্ডিয়া

    IND vs SL 1st ODI: বিশ্বকাপই পাখির চোখ! আজ শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে নামছে টিম ইন্ডিয়া

    মাধ্যম নিউজ ডেস্ক: শুরু হচ্ছে ভারতের একদিনের বিশ্বকাপের প্রস্তুতি। টি-২০ বিশ্বকাপের ব্যর্থতা কাটিয়ে চলতি বছরে ঘরের মাটিতে একদিনের বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়াই লক্ষ্য রোহিত শর্মা, বিরাট কোহলিদের। সেই লক্ষ্যে চলতি বছরে সবথেকে বেশি ওডিআই সিরিজ খেলবে টিম ইন্ডিয়া। আর তার প্রথম ধাপ শুরু হতে চলছে আজ, মঙ্গলবার গুয়াহাটিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে। সিংহলিদের বিপক্ষে তিন ম্যাচের একদিনের সিরিজের প্রথম ম্যাচে নামছে ভারত। শীতের মরশুমে গুয়াহাটির আবহাওয়া মনোরম। বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই রোদ ঝলমলে পরিবেশেই দুপুর ১টার সময় টস করতে নামবেন দুই দলের অধিনায়ক।

    থাকছে না বুমরাহ

    শ্রীলঙ্কা সিরিজেও দলের এক নম্বর পেসার যশপ্রীত বুমরাহ-কে পাচ্ছে না টিম ইন্ডিয়া। সোমবারই বিসিসিআই-এর তরফে ট্যুইট করে জানিয়ে দেওয়া হয়, দাসুন শানাকাদের বিরুদ্ধে আর মাঠে নামা হচ্ছে না যশপ্রীতের৷ কারণ, তিনি এখনও পুরোপুরি ফিট নন। সামনে বিশ্বকাপ তাই বুমরাহকে নিয়ে কোনও তাড়াহুড়ো করতে চাইছে না বোর্ড। অত্যন্ত সতর্কতার সঙ্গেই বোর্ডের তরফে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। টি-২০ সিরিজে দলের সিনিয়র ক্রিকেটারদের ছাড়াই জয় পেয়েছে ভারতীয় দল। তবে একদিনের সিরিজে দলে ফিরেছেন রোহিত শর্মা, বিরাট কোহলি, কেএল রাহুল, মহম্মদ শামিরা। ফলে শ্রীলঙ্কার বিরুদ্ধে পূর্ণ শক্তির দল নিয়েই একদিনের বিশ্বকাপের মহড়া শুরু করছে রাহুল দ্রাবিড়ের দল। ধারে-ভারে শ্রীলঙ্কার থেকে অনেকটাই এগিয়ে থাকলেও তরুণ শ্রীলঙ্কা দলকে যথেষ্ট সমীহ করছে টিম ইন্ডিয়া। টি-২০ সিরিজে দুরন্তে ফর্মে ছিলেন ছিলেন সূর্যকুমার যাদব। ছন্দে ছিলেন হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেলরা। 

    সেজে উঠেছে ইডেনও

    অপরদিকে, টি-২০ সিরিজের হার থেকে শিক্ষা নিয়ে একদিনের সিরিজে ঘুড়ে দাঁড়াতে মরিয়া শ্রীলঙ্কা। তবে প্রথম দুটি ম্যাচে যে লড়াকু ক্রিকেট খেলেছিল লঙ্কান লায়ন্সরা তা আত্মবিশ্বাস কিছুটা বাড়িয়েছে দাসুন শানাকার দলের। ভারত-শ্রীলঙ্কা একদিনের সিরিজের দ্বিতীয় ম্যাচটি হবে কলকাতায়। তার জন্য ইতিমধ্যেই সেজে উঠছে ক্রিকেটের নন্দনকানন। অফলাইনে কিছু টিকিট কেনার সুযোগ রয়েছে শহরের ক্রিকেটপ্রেমীদের। তার জন্য ইডেনের চার নম্বর গেটে বিশেষ কাউন্টার করা হয়েছে। আর অন-লাইনে বুক করা টিকিট সংগ্রহ করার জন্য খোলা থাকবে তিন নম্বর গেট সংলগ্ন কাউন্টার।  উল্লেখ্য, সিরিজের শেষ ম্যচটি হবে তিরুবনন্তপুরমে, ১৫ জানুয়ারি।

    আরও পড়ুন: ‘এই ঘটনা আমার আত্মবিশ্বাস আরও বাড়িয়ে তুলবে’, শ্রীলঙ্কা ম্যাচের আগে অর্শদীপ

    শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে ভারতের সম্ভাব্য একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুবমান গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়র, কেএল রাহুল (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, মহম্মদ শামি, উমরান মালিক / অর্শদীপ সিং , মহম্মদ সিরাজ।

    কখন কীভাবে দেখবেন ম্যাচ

    ম্যাচ শুরু হবে মঙ্গলবার দুপুর দেড়টায়।
    টস হবে দুপুর একটার সময়।
    স্টার স্পোর্টসে দেখা যাবে এই সিরিজের প্রতিটি ম্যাচ। 
    মোবাইলে লাইভ স্ট্রিমিং দেখান হবে ডিজনি প্লাস হটস্টারে। তবে সে ক্ষেত্রে সাবস্ক্রিপশন নিতে হবে। 
    বিনামূল্যেও এই সিরিজ দেখতে পাওয়া যাবে। ডিডি স্পোর্টসে

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • Sania Mirza: অবসর নিচ্ছেন সানিয়া মির্জা, ঘোষণা করলেন টেনিসসুন্দরী নিজেই

    Sania Mirza: অবসর নিচ্ছেন সানিয়া মির্জা, ঘোষণা করলেন টেনিসসুন্দরী নিজেই

    মাধ্যম নিউজ ডেস্ক: অবসর নিচ্ছেন টেনিস সুন্দরী সানিয়া মির্জা (Sania Mirza)। জানালেন নিজেই। শেষবার খেলবেন দুবাই টেনিস চ্যাম্পিয়নশিপে। আগামী মাসেই হচ্ছে দুবাই টেনিস চ্যাম্পিয়নশিপ। চোটের কারণেই এই সিদ্ধান্ত বলে মনে করছে ক্রিড়া মহল। পাকিস্তানি ক্রিকেটার শোয়েব মালিকের সঙ্গে বিবাহ বিচ্ছেদের জল্পনার মধ্যেই এল এই বড় খবর।  

    আগামী ১৯ ফেব্রুয়ারি শুরু হবে দুবাই টেনিস চ্যাম্পিয়নশিপ। এই টুর্নামেন্টেই শেষবারের জন্যে টেনিস হাতে কোর্টে নামবেন সানিয়া।

    আরও পড়ুন: শিক্ষিকাকে গুলি করল ৬ বছরের ছাত্র, ভার্জিনিয়ার ঘটনায় স্তম্ভিত গোটা বিশ্ব 

    ৩৬ বছর বয়সী সানিয়া মির্জা (Sania Mirza) ডাবলসে বিশ্বের এক নম্বর। গত বছর সানিয়া নিজেই ঘোষণা করেছিলেন ২০২২ সালের শেষে অবসর নেবেন। কিন্তু চোটের কারণে ইউএস ওপেন খেলতে পারেননি তিনি। চলতি বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যাম অস্ট্রেলিয়ান ওপেন খেলবেন সানিয়া মির্জা। এরপর ইউএই- তে শেষ চ্যাম্পিয়নশিপ খেলে বিদায় জানাবেন টেনিসকে।

    কী জানিয়েছেন সানিয়া?

    সংবাদমাধ্যমকে টেনিস সুন্দরী (Sania Mirza) বলেন, “গত বছর ডাব্লিউটিএ ফাইনালের পরই আমি অবসর নেওয়ার পরিকল্পনা করেছিলাম। কিন্তু ডান কনুইয়ের চোটের কারণে ইউএস ওপেন ও বাকি টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করতে হয়। আমি এমন একজন ব্যক্তি যে নিজের শর্তে বেঁচে থাকি। এই কারণেই আমি ইনজুরির কারণে বাইরে থাকতে চাই না, এখনও অনুশীলন করছি। তাই আমি দুবাই টেনিস চ্যাম্পিয়নশিপের পর অবসর নেওয়ার পরিকল্পনা করছি।”  

    নিজের টেনিস কেরিয়ারে একাধিক পুরস্কার পেয়েছেন সানিয়া (Sania Mirza)। অর্জুন পুরস্কার (২০০৪), পদ্মশ্রী পুরস্কার (২০০৬), রাজীব গান্ধী খেল রত্ন পুরস্কার (২০১৫) এবং পদ্মভূষণ পুরস্কার (২০১৬) অর্জন করেছেন। এখনও পর্যন্ত ৬টি বড় চ্যাম্পিয়নশিপে পদক জিতেছেন। 

    এছাড়াও তিনি ডাবলসে অস্ট্রেলিয়ান ওপেন (২০১৬), উইম্বলডন (২০১৫) এবং ইউএস ওপেন (২০১৫) -এর শিরোপা জিতেছেন। এছাড়াও, মিক্সড ডাবলসে তিনটি গ্র্যান্ড স্লাম অস্ট্রেলিয়ান ওপেন (২০০৯), ফ্রেঞ্চ ওপেন (২০১২) এবং ইউএস ওপেন (২০১৪) শিরোপা জিতেছেন।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     
     
  • Rishabh Pant: মুম্বইয়ে সফল অস্ত্রোপচার ঋষভের! কেমন আছেন ক্রিকেটার?

    Rishabh Pant: মুম্বইয়ে সফল অস্ত্রোপচার ঋষভের! কেমন আছেন ক্রিকেটার?

    মাধ্যম নিউজ ডেস্ক: অস্ত্রোপচার হল ভারতীয় দলের ক্রিকেটার ঋষভ পন্থের। গাড়ি দুর্ঘটনায় গুরুতর চোট পেয়েছিলেন তিনি। কয়েকদিন আগেই তাঁকে উত্তরাখণ্ডের ম্যাক্স হাসপাতাল থেকে এয়ার অ্যাম্বুল্যান্সে মুম্বইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানেই ঋষভের লিগামেন্টে অস্ত্রোপচার করেছেন ডাক্তার দীনেশ পারদিওয়াল ও তাঁর দল। সময় লেগেছে প্রায় তিন ঘণ্টা। হাসপাতালের পক্ষ থেকে কোনও মেডিক্যাল বুলেটিন প্রকাশ করা হয়নি। কারণ, ঋষভের চিকিৎসাকর সব দায়িত্ব নিয়েছে বিসিসিআই। তাই মনে করা হচ্ছে, চিকিৎসকদের সবুজ সংকেত পেলে বোর্ডের পক্ষ থেকেই সব কিছু জানানো হবে। সূত্রের খবর, অস্ত্রোপচার সফল ও সুস্থ আছেন ঋষভ।

    এখন সুস্থ ঋষভ

    দিল্লি থেকে দেরাদুনে মায়ের সঙ্গে দেখা করতে যাওয়ার সময় গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছিলেন ঋষভ পন্থ। কার্যত তিনি মৃত্যুমুখ থেকে ফিরে এসেছিলেন। তবে লিগামেন্টে গুরুতর চোট পান উইকেটরক্ষক ব্যাটসম্যানটি। দেরাদুনের ম্যাক্স হাসপাতালের চিকিৎসকরা অনেক চেষ্টা করেও অস্ত্রোপচার করতে পারেননি। কারণ, চোটগ্রস্ত অংশ ফুলে ছিল। আরও উন্নত চিকিৎসার জন্য ঋষভকে তড়িঘড়ি বোর্ডের পক্ষ থেকে মুম্বইয়ে আনা হয়। ডাক্তার দীনেশ পারদিওয়াল ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে যুক্ত। অতীতে তিনি অনেকেরই সফল অস্ত্রোপচার করেছেন। তাই তাঁর উপরই বোর্ডের পক্ষ থেকে ঋষভের চিকিৎসার দায়িত্ব দেওয়া হয়েছে।

    কবে মাঠে নামবেন পন্থ

    অস্ত্রোপচার হলেও ঋষভের পুরোপুরি সুস্থ হতে কতদিন সময় লাগবে তা নিয়ে রয়েছে ভিন্ন মত। কারও মতে, চার মাসের আগে ক্রিকেটারটির মাঠে ফেরার সম্ভব নয়। অনেকে আবার বলছেন, এই ধরনের দুর্ঘটনা, চোটের গভীরতা ও অস্ত্রোপচারের বহর দেখে মনে হচ্ছে, ছ’মাসও লেগে যেতে পারে। অর্থাৎ ঋষভ পন্থ কবে জাতীয় দলের জার্সি পরে আবার মাঠে নামবেন তা বলা সত্যিই কঠিন। তাই ঘরের মাঠে বেশ কিছু দ্বিপাক্ষিক সিরিজে তাঁর খেলার সম্ভাবনাও ক্ষীণ। এমনকী আইপিএলেও হয়তো তাঁর সার্ভিস পাবে না দিল্লি ক্যাপিটালস। তবে জুনে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারত খেলতে পারে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। ইংল্যান্ডের মাটি ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঋষভের রেকর্ড ভালো। সব ঠিক চললে, তিনি হয়তো এই ম্যাচে খেলতে পারেন বলে আশা করা হচ্ছে।

  • IND vs SL ODI: ইডেনে ভারত-শ্রীলঙ্কা ম্যাচের টিকিট বিক্রি শুরু, রয়েছে বিশেষ মেট্রো ব্যবস্থাও

    IND vs SL ODI: ইডেনে ভারত-শ্রীলঙ্কা ম্যাচের টিকিট বিক্রি শুরু, রয়েছে বিশেষ মেট্রো ব্যবস্থাও

    মাধ্যম নিউজ ডেস্ক: মঙ্গলবার, ১০ জানুয়ারি থেকে শুরু হচ্ছে তিন ম্যাচের একদিনের সিরিজ। ভারত বনাম শ্রীলঙ্কা ওডিআই সিরিজ (IND vs SL ODI Series 2023) অনুষ্ঠিত হবে ইডেনে। গুয়াহাটিতে হবে সিরিজের প্রথম ম্যাচ। পরবর্তী দুটি ম্যাচ ১২ এবং ১৫ জানুয়ারি কলকাতা এবং তিরুবনন্তপুরমে অনুষ্ঠিত হবে। ফলে ভারত বনাম শ্রীলঙ্কার ম্যাচের জন্য উত্তেজনা তুঙ্গে। আর এই ম্যাচের জন্য ইতিমধ্যেই টিকিট বিক্রি শুরু হয়ে গিয়েছে। এছাড়াও এই ম্যাচকে ঘিরে কলকাতায় এমনই উন্মাদনা যে ম্যাচের দিন বিশেষ মেট্রোরও ব্যবস্থা করা হয়েছে।

    কোথা থেকে কীভাবে টিকিট কাটবেন?

    এক দিনের ম্যাচে রোহিত শর্মা, বিরাট কোহলিরা দলে ফেরায়, বেশি উন্মাদনা রয়েছে এই ম্যাচকে ঘিরে। অনলাইন এবং কাউন্টার মিলিয়ে মোট ১৫ হাজার টিকিট ছাড়া হয়েছে। রবিবার থেকে অনলাইনে টিকিট বিক্রি শুরু হয়েছে। এই টিকিটের মূল্য মোট তিনটে ভাগ রয়েছে। ১,৫০০ টাকা, ১,০০০ টাকা এবং ৬৫০ টাকা। এছাড়াও অফলাইনেও টিকিট বিক্রি হচ্ছে। দ্য ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে, সেখানে বলা হয়েছে, ৮ থেকে ১১ জানুয়ারি বেলা ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ইডেন গার্ডেন্স স্টেডিয়ামের ৪ নম্বর গেট থেকে জনসাধারণের জন্য টিকিট বিক্রি করা হবে।

    আরও পড়ুন: ‘এই ঘটনা আমার আত্মবিশ্বাস আরও বাড়িয়ে তুলবে’, শ্রীলঙ্কা ম্যাচের আগে অর্শদীপ

    এর পাশাপাশি আপনি www.bookmyshow.com থেকেও এই টিকিট কিনতে পারেন। সেক্ষেত্রে আপনাকে প্রথমে এই ওয়েবসাইটে ঢুকতে হবে। এরপর ভারত বনাম শ্রীলঙ্কা দ্বিতীয় একদিনের ম্যাচের ট্যাবে ক্লিক করতে হবে। এরপর আপনাদের লাল রংয়ের ‘বুক’ অপশনে যেতে হবে। প্রথমে কতজন যাবেন, সেটা সিলেক্ট করে নেবেন। এরপর কোন ব্লকের টিকিটের কত দাম, সেটা আলাদা রং দিয়ে বোঝানো রয়েছে। আপনি নিজের সুবিধামত রং বেছে নিন। এবার পছন্দমত সিট বুক করে ফেলুন।

    ম্যাচের জন্য বিশেষ মেট্রোর ব্যবস্থা

    অনেকক্ষেত্রেই রাতে ম্যাচ শেষে বাড়ি ফিরতে গিয়ে সমস্যায় পড়তে হয় মানুষদের। যানবাহনের সমস্যায় ভোগান্তির শিকার হন সকলেই। সেই সমস্যা সমাধানেই এবার শহরের ক্রিকেটভক্তদের জন্য স্পেশাল মেট্রো চালানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। খেলা শেষ হতে রাত প্রায় সাড়ে ন’টা। এর পর ইডেন থেকে বেরিয়ে এসপ্ল্যানেড পর্যন্ত এলেই পাওয়া যাবে স্পেশাল মেট্রো। ফলে বড় সমস্যার সমাধান ক্রিকেটপ্রেমীদের। বাকি মেট্রো স্টেশনগুলির টিকিট কাউন্টার বন্ধ হয়ে গেলেও এসপ্ল্যানেড স্টেশনের টিকিট বুকিং কাউন্টার খোলা থাকবে বেশি সময় পর্যন্ত। যাত্রীরা কাউন্টার থেকে স্মার্ট কার্ড রিচার্জ কিংবা টোকেন উভয়ই নিতে পারবেন।

  • Chetan Sharma: চেয়ারম্যান চেতন শর্মাই! পাঁচ সদস্যের নতুন নির্বাচক কমিটি ঘোষণা করল বিসিসিআই

    Chetan Sharma: চেয়ারম্যান চেতন শর্মাই! পাঁচ সদস্যের নতুন নির্বাচক কমিটি ঘোষণা করল বিসিসিআই

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারতীয় ক্রিকেট দলের নতুন নির্বাচকদের নাম ঘোষণা করল বিসিসিআই। পাঁচজনের মধ্যে চারজনই নতুন। তবে ফের চেয়ারম্যান হলেন চেতন শর্মা (Chetan Sharma)। বরখাস্ত হওয়া কমিটিতেও তিনি একই দায়িত্বে ছিলেন। শনিবার বোর্ড সচিব জয় শাহ জানিয়ে দিলেন ৫ নির্বাচকের নাম।

    কমিটিতে কারা

    এশিয়া কাপ, টি-২০ বিশ্বকাপের ব্যর্থতার পর নির্বাচকদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছিল। সেই কারণেই ভেঙে দেওয়া হয়েছিল নির্বাচক কমিটি। বোর্ডের বিজ্ঞপ্তি জারির পর নতুন নির্বাচক কমিটিতে জায়গা পাওয়ার জন্য আবেদন পড়েছিল প্রায় ছ’শো। যেখানে শচীন তেন্ডুলকর, বীরেন্দ্র সেওয়াগ এমনকী পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার ইনজামাম-উল-হকের নামে ভুয়ো পরিচয়পত্র দিয়ে আবেদন জমা পড়েছিল। যাবতীয় তথ্য খতিয়ে দেখার পর শেষে ৩০ জনের শর্টলিস্ট তৈরি করেছিল ক্রিকেট উপদেষ্টা কমিটি। যেখানে রয়েছেন অশোক মালহোত্রা, যতীন পরাঞ্জপে ও সুলক্ষণা নায়েক। তাঁরাই পরে ১১ জনের ইন্টারভিউ নেন। একটা সময় শোনা গিয়েছিল, প্রাক্তন পেসার বেঙ্কটেশ প্রসাদ নির্বাচক কমিটির চেয়ারম্যান হওয়ার দৌড়ে। কিন্তু তাঁকে ইন্টারিভিউয়ে না ডাকার মধ্যেই বোঝা যায়, বিসিসিআই কর্তারা অন্য কিছু ভাবছেন। শুধু তাই নয়, টি-২০ বিশ্বকাপে ভারতের ব্যর্থতা নিয়ে যে পর্যালোচনা বৈঠক হয়েছিল সেখানেই হাজির ছিলেন চেতন শর্মা (Chetan Sharma)। ইঙ্গিত পাওয়া গিয়েছিল, তিনি নির্বাচক পদে থেকে যেতে চলেছেন ও চেয়ারম্যান হবেন। সেটাই হল। তবে নির্বাচক কমিটির বাকি চার সদস্য নতুন। মধ্যাঞ্চল থেকে শিবসুন্দর দাস, পূর্বাঞ্চল থেকে প্রাক্তন পেসার সুব্রত ব্যানার্জি, দক্ষিণাঞ্চলের শ্রীধরন শরৎ ও পশ্চিমাঞ্চলের সলিল আঙ্কোলা।

    আরও পড়ুন: আগুন ঝড়ানো বোলিং! ১৫৫ কিলোমিটার প্রতি ঘণ্টায় বল করে রেকর্ড উমরান মালিকের

    চেতন শর্মাই যোগ্য

    তবে চেতন শর্মাকে একই পদে রেখে দিয়ে নির্বাচক কমিটি ভাঙার কারণ খুঁজে পাচ্ছেন না অনেকেই। প্রশ্ন উঠছে, তাহলে আগের কমিটি ভেঙে দেওয়ার কারণ কি? চেতেনকে রেখে বাকিদের সরিয়ে দেওয়া? তবে বিসিসিআইয়ের যুক্তি, সামনেই ভারতের নিউজিল্যান্ড সিরিজ। সেই সিরিজের দল বাছবে নতুন নির্বাচক কমিটি। বোর্ড মনে করেছে চেতনের থেকে যোগ্য লোক এই মুহূর্তে কেউ নেই। ক্রিকেট উপদেষ্টা কমিটি তাদের সিদ্ধান্ত জানিয়েছে। তারা মনে করেছে যে, চেতন অভিজ্ঞ এবং দলকে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা রয়েছে। হঠাৎ তাঁকে বদলানো উচিত হবে না বলেই মনে করেছে উপদেষ্টা কমিটি। সামনে বিশ্বকাপও। চেতন জানে কী ভাবে ২০২৩ সালের জন্য তৈরি হচ্ছে ভারতীয় দল। সেই কারণেই তাঁকে রেখে দেওয়া হল বলে মনে করা হচ্ছে। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।  

  • India Sri Lanka T20: লজ্জার রেকর্ড গড়লেন অর্শদীপ! দ্বিতীয় টি-২০ ম্যাচে ৭টি নো-বল ভারতের

    India Sri Lanka T20: লজ্জার রেকর্ড গড়লেন অর্শদীপ! দ্বিতীয় টি-২০ ম্যাচে ৭টি নো-বল ভারতের

    মাধ্যম নিউজ ডেস্ক: একেই শ্রীলঙ্কার কাছে দ্বিতীয় টি-২০ ম্যাচে হার, তার উপর নো-বলের লজ্জার রেকর্ড, ঘরের মাঠে ভারতীয় দল চরম অস্বস্তিতে। বৃহস্পতিবার পুনেতে দ্বিতীয় টি-২০ ম্যাচে ভারতকে ১৬ রানে হারিয়ে সিরিজে সমতা ফিরিয়েছে শ্রীলঙ্কা। তবে প্রশ্নের মুখে ভারতীয় বোলিং। কারণ প্রথমে ব্যাট করে শ্রীলঙ্কা ৬ উইকেটে ২০৬ রানের বিশাল স্কোর খাড়া করে। জবাবে ভারতীয় দলের লড়াই শেষ হয়ে যায় ১৯০ রানে।

    নো-বলের হ্যাটট্রিক অর্শদীপের 

    ভারতীয় বোলাররা টি-২০ ক্রিকেটে এক ম্যাচে সবচেয়ে বেশি নো-বল করার রেকর্ড গড়েছে। এই ম্যাচে মোট সাতটি নো-বল করেছে টিম ইন্ডিয়া। তার মধ্যে অর্শদীপ সিং প্রথম ওভারেই তিনটি নো-বল করেন। উমরান মালিক করেন দুটি নো-বল। উমরানই এদিন ছিলেন ভারতের সফল বোলার। তবে এদিন লজ্জার নজির গড়েন ভারতীয় পেসার অর্শদীপ সিং। শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে ২ ওভারে পাঁচটি নো-বল করলেন তিনি। তার মধ্যে নো-বলের হ্যাটট্রিকও রয়েছে। বার বার একই ভুল করছিলেন বাঁহাতি এই পেসার। নো-বলের জন্য একটি উইকেটও পেলেন না তিনি। তাঁর খারাপ বোলিংয়ের খেসারত দিতে হল ভারতীয় দলকে। বার বার অর্শদীপকে নো-বল করতে দেখে হতাশ হয়ে যান অধিনায়ক হার্দিক পাণ্ডিয়াও। এদিন ম্যাচ শেষে দলের বোলারদের কড়া সমালোচনা করেছেন হার্দিক। তিনি বলেছেন, আন্তর্জাতিক বা যে কোনও ধরনের ম্যাচে নো-বল করা অপরাধ। অর্শদীপই ভারতের প্রথম বোলার যিনি নো-বলের হ্যাটট্রিক করলেন। 

    আরও পড়ুন: আগুন ঝড়ানো বোলিং! ১৫৫ কিলোমিটার প্রতি ঘণ্টায় বল করে রেকর্ড উমরান মালিকের

    টি-২০ ক্রিকেটে এক ম্যাচে সব থেকে বেশি নো-বল করার রেকর্ডে এখন শীর্ষ স্থানে ভারত। এই তালিকায় যদিও আরও বেশ কিছু দেশ রয়েছে। তারাও একই সংখ্যক নো-বল করেছে। টি-টোয়েন্টি ক্রিকেটে এক ম্যাচে সব থেকে বেশি নো-বল করার রেকর্ডে শীর্ষ স্থানে ভারত। এই তালিকায় যদিও আরও বেশ কিছু দেশ রয়েছে। তারাও একই সংখ্যক নো-বল করেছিল। ইনিংসে সব থেকে বেশি নো-বল করার তালিকায় ভারতের সঙ্গে শীর্ষে রয়েছে শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড এবং আফগানিস্তান। টেস্ট খেলিয়ে দেশ বাদ দিলে যদিও এই তালিকায় শীর্ষে ঘানা। উগান্ডার বিরুদ্ধে একটি ম্যাচে ঘানার বোলাররা দশটি নো-বল করেছিলেন।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।  

  • Asia Cup 2023: সেপ্টেম্বরেই বাইশ গজে ফের মুখোমুখি ভারত-পাকিস্তান! জানাল এশিয়ান ক্রিকেট কাউন্সিল

    Asia Cup 2023: সেপ্টেম্বরেই বাইশ গজে ফের মুখোমুখি ভারত-পাকিস্তান! জানাল এশিয়ান ক্রিকেট কাউন্সিল

    মাধ্যম নিউজ ডেস্ক: সেপ্টেম্বর মাসে আবার মুখোমুখি ভারত এবং পাকিস্তান। গত বছরই এশিয়া কাপ এবং টি-টোয়েন্টি বিশ্বকাপ মিলিয়ে তিন বার মুখোমুখি হয়েছিল প্রতিবেশী দুই দেশ। নতুন বছর শুরু হতেই জানা গেল, ফের কবে বাইশ গজে মুখোমুখি হবে চির প্রতিদ্বন্দ্বি দুই দেশ। বৃহস্পতিবার সকালে বিসিসিআই সচিব জয় শাহ ট্যুইট করে জানিয়ে দেন, সেপ্টেম্বর মাসে ভারত এবং পাকিস্তান আবার মুখোমুখি হতে চলেছে এশিয়া কাপে। দুই দলকেই রাখা হয়েছে একই গ্রুপে।

    কোথায় হবে এশিয়া কাপ

    এশিয়ান ক্রিকেট কাউন্সিলেরও সভাপতি জয় শাহ। এ দিনের ট্যুইটে ২০২৩ এবং ২০২৪ সালের বিভিন্ন প্রতিযোগিতা এবং তাঁর ক্যালেন্ডার প্রকাশ করেছেন তিনি। সেখানেই দেখা গিয়েছে, এ বছরের সেপ্টেম্বরে হতে চলেছে এশিয়া কাপ। সেখানে ভারত এবং পাকিস্তান রয়েছে একই গ্রুপে। তৃতীয় দল হিসাবে কোনও দেশকে যোগ্যতা অর্জন করে আসতে হবে। অপর গ্রুপের তিন দল শ্রীলঙ্কা,বাংলাদেশ এবং আফগানিস্তান। ইতিমধ্যেই ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড জানিয়ে দিয়েছিল, ২০২৩ সালে পাকিস্তানে এশিয়া কাপ খেলতে যাবে না ভারত। জয় শাহ আগেই ঘোষণা করে দিয়েছিলেন, ‘ভারত এশিয়া কাপ খেলবে নিরপেক্ষ ভেনুতে।’ তবে কোথায় খেলা হবে তা এখনও ঠিক হয়নি।

    আরও পড়ুন: আগুন ঝড়ানো বোলিং! ১৫৫ কিলোমিটার প্রতি ঘণ্টায় বল করে রেকর্ড উমরান মালিকের

    জয় শাহ সরাসরি জানিয়ে দিয়েছিলেন যে এরফলে বদলে যেতে পারে এশিয়া কাপের ভেনু। এর পালটা হিসেবে ভারতে আয়োজিত হতে চলা বিশ্বকাপ বয়কটের ডাক দিয়েছিল পাকিস্তান। শুধু তাই নয়, গায়ের জ্বালা মেটাতে আরও বড় বড় হুমকি দিয়েছিল রামিজ রাজার নেতৃত্বাধীন পাকিস্তান ক্রিকেট বোর্ড। সরাসরি জানিয়ে দেওয়া হয়েছিল যে এশিয়া কাপ যদি পাকিস্তান থেকে সরে যায় তাহলে এশিয়া থেকে সরে যাবে তারা। কারণ এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী ২০২৩ সালে এশিয়া কাপ আয়োজনের দায়িত্ব পেয়েছিল পাকিস্তান। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।  

LinkedIn
Share