Category: খেলা

Get updates on Sports News Cricket, Football, Tennis, from the Madhyom news portal madhyom.com, West Bengal leading news portal Madhyom.com

  • Dexa Test: ক্রিকেটারদের দলে সুযোগ পেতে পাশ করতে হবে ‘ডেক্সা টেস্ট’, কী এই পদ্ধতি?

    Dexa Test: ক্রিকেটারদের দলে সুযোগ পেতে পাশ করতে হবে ‘ডেক্সা টেস্ট’, কী এই পদ্ধতি?

    মাধ্যম নিউজ ডেস্ক: রবিবার মুম্বইতে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (BCCI) সিনিয়র দলের পর্যালোচনা বৈঠকে এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবার থেকে কোনও ক্রিকেটারকে দলে জায়গা পেতে মুখোমুখি হতে হবে কঠিন পরীক্ষার। সূত্রের খবর, ইয়ো-ইয়ো টেস্ট এবং ডেক্সা টেস্ট (Dexa Test) এখন ক্রিকেটারদের দলে নির্বাচনের মাপকাঠির অংশ হবে। যদিও ইয়ো-ইয়ো টেস্টের কথা ভারতীয় ক্রিকেটপ্রেমীদের সবার জানা। এর আগে একাধিক ক্রিকেটার এই ইয়ো ইয়ো টেস্টে সফল হতে পারেননি। তবে বিসিসিআই এবার ফিটনেসের যোগ্যতামান হিসেবে ইয়ো-ইয়ো টেস্টের পাশাপাশি ডেক্সা টেস্টের প্রচলন করছে জাতীয় দলে। অর্থাৎ এবার টিম ইন্ডিয়ায় নির্বাচিত হলে ক্রিকেটারদের ইয়ো-ইয়ো টেস্টে পাশ করা ছাড়াও ডেক্সা টেস্টেও পাশ হতে হবে।

    বিসিসিআইয়ের পর্যালোচনা বৈঠক

    গত রবিবার, ভারতীয় ক্রিকেটারদের কথা ভেবে এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই বৈঠকে উপস্থিত ছিলেন ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা, কোচ রাহুল দ্রাবিড়, প্রাক্তন নির্বাচক কমিটির প্রধান চেতন শর্মা, বিসিসিআই সভাপতি রজার বিনি এবং সচিব জয় শাহ। এই বৈঠকেই ভারতীয় ক্রিকেটারদের ফিটনেস নিয়ে আলোচনা করা হয়। অতীতে একাধিকবার খেলোয়াড়দের হাড় ভেঙে যাওয়ার অভিযোগ উঠে এসেছে। ফলে আঘাত পাওয়ার থেকে দূরে থাকতেই ইয়ো-ইয়ো টেস্টের পাশাপাশি ডেক্সা টেস্টও বাধ্যতামূলক করা হচ্ছে। তবে এখন প্রশ্ন উঠছে, কী এই ডেক্সা টেস্ট?

    আরও পড়ুন: লক্ষ্য বিশ্বকাপ ২০২৩! একনজরে এ বছরের ভারতীয় ক্রিকেটের সূচি

    কী এই ডেক্সা টেস্ট?

    এটি একটি বিশেষ পদ্ধতি, যার মাধ্যমে মানুষের শরীরে হাড়ের ঘনত্ব মাপা হয়। একটি স্ক্যান করা হয়, যেখানে ‘ডুয়াল এনার্জি এক্স-রে’ শরীরে প্রবেশ করে। তার মাধ্যমে হাড়ের ঘনত্ব মাপা যায়। অর্থাৎ, কোনও ক্রিকেটারের হাড়ের ঘনত্ব কতটা তা এই পরীক্ষা থেকে জানা যায়। যে ক্রিকেটারের হাড়ের ঘনত্ব কম, সেই ক্রিকেটারের চোট পাওয়ার সম্ভাবনা বেশি। সে ক্ষেত্রে ভারতীয় দলে সুযোগ পাওয়ার আগে তাঁদের হাড়ে ঘনত্ব বাড়াতে হবে। এছাড়াও এই টেস্টের সাহায্যে বডি ফ্যাটের সঠিক পরিমাণ নির্ধারণ দুর্বল এবং চর্বিহীন মাংসপেশী চিহ্নিত করা যায়।

    কোথায়, কীভাবে এই পরীক্ষা করা হবে?

    এটি ১০ মিনিটের একটি পরীক্ষা। এই পরীক্ষার জন্য অত্যাধুনিক যন্ত্র দরকার। ইতিমধ্যেই বিসিসিআই সেই যন্ত্র আনানোর পরিকল্পনা করছে। বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে হবে এই পরীক্ষা। প্রতিটি সিরিজের আগে পরীক্ষা করে দেখা হবে। এই পরীক্ষা করার সময় ক্রিকেটারদের শরীরে যন্ত্রণা বা অন্য কোনও শারীরিক সমস্যা হবে না বলে জানানো হয়েছে।

    এই টেস্ট কেন করা হবে ও এতে কী লাভ হবে ক্রিকেটারদের?

    সাম্প্রতিক কালে ক্রিকেটারদের চোটের যে বাড়াবাড়ি দেখা যাচ্ছে, তার কারণেই ইয়ো-ইয়ো পরীক্ষা ফেরানো তো হয়েছেই এবং এর সঙ্গে ডেক্সা পরীক্ষাও যোগ করা হয়েছে। আর ডেক্সা টেস্ট ক্রিকেটারদের আভ্যন্তরীণ গঠনের সঠিক ছবি তুলে ধরবে ট্রেনারের কাছে। ডেক্সা টেস্টের রিপোর্ট অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নিলে ক্রিকেটারদের ফিটনেস লেভেল বাড়িয়ে তোলা যাবে ও আঘাত থেকে দূরে থাকতে পারবে।

  • Rishabh Pant: অল্পের জন্য প্রাণে বাঁচলেন ঋষভ পন্থ! একবাক্যে পুলিশকে জানালেন কীভাবে ঘটেছে গাড়ি দুর্ঘটনা

    Rishabh Pant: অল্পের জন্য প্রাণে বাঁচলেন ঋষভ পন্থ! একবাক্যে পুলিশকে জানালেন কীভাবে ঘটেছে গাড়ি দুর্ঘটনা

    মাধ্যম নিউজ ডেস্ক: ভয়াবহ গাড়ি দুর্ঘটনার কবলে ভারতীয় দলের উইকেটরক্ষক ব্যাটসম্যান ঋষভ পন্থ। ঘটনাটি ঘটেছে শুক্রবার দিল্লি-দেরাদুন হাইওয়েতে রুরকির কাছে। নিজেই ড্রাইভ করে উত্তরাখণ্ড থেকে দিল্লি ফিরছিলেন ঋষভ। আচমকাই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারে। ধরে যায় আগুন। বরাত জোরে বেঁচে যান ঋষভ। গাড়ির গতিবেগ খুব বেশি ছিল বলে মনে করা হচ্ছে। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর ধামি ট্যুইট করে এই খবর দেন।

    আঘাত গুরতর

    মাথায়, পিঠে, পায়ে গুরুতর আঘাত পেয়েছেন ঋষভ। আপাতত বিপন্মুক্ত হলেও ঋষভের অস্ত্রোপচার হতে পারে। এখনও পর্যন্ত যে সব ছবি সামনে এসেছে, তা সত্যিই শিউরে ওঠার মতোই। গাড়িটি দুমড়ে মুচড়ে গিয়েছে। হাসপাতালের বেডে শুয়ে রয়েছেন ঋষভ। মাথায় ব্যান্ডেজ করা। পিঠে লাল ক্ষত স্পষ্ট। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ দুর্ঘটনার কারণ অনুসন্ধানের কাজ শুরু করেছে। প্রত্যক্ষদর্শীদের দাবি, গাড়িটি ডিভাইডারে ধাক্কা মারতেই আগুন ধরে যায়। স্থানীয়রা আগুন নেভানোর পাশাপাশি ঋষভকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। উত্তরাখণ্ডের ডিজি অশোক কুমার জানিয়েছেন, উইন্ড স্ক্রিন ভেঙে উদ্ধার করা হয় ঋষভ পন্থকে।

    আরও পড়ুন: ফুটবল-বিশ্ব সম্রাটহীন! ৮২ বছর বয়সে চলে গেলেন পেলে

    পুলিশ সূত্রে খবর

    উত্তরাখণ্ড পুলিশের ডিজিপি অশোক কুমার বলেন, “ভোর ৫.৩০ মিনিটে ঋষভ পন্থের গাড়ি দুর্ঘটনাটি ঘটে। রুরকির মহম্মদপুর জটের কাছে ঘটে সেই দুর্ঘটনাটি। পন্থ পুলিশকে বলেন যে, গাড়ি চালানোর সময় তিনি ঘুমিয়ে পড়েছিলেন। সেই কারণেই ডিভাইডারে ধাক্কা মারে গাড়িটি। প্রথমে রুরকির একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। পরে সেখান থেকে দেহরাদুনে নিয়ে যাওয়া হয়েছে তাঁকে।” উত্তরাখণ্ডের পুলিশ জানিয়েছে যে, পন্থ গাড়িতে একাই ছিলেন।

    সময়টা ভাল নয়

    সত্যিই সময়টা ভালো যাচ্ছে না ভারতীয় দলের উইকেটরক্ষক-ব্যাটসম্যানের। খারাপ ফর্মের কারণে শ্রীলঙ্কার বিরুদ্ধে আসন্ন টি-২০ এবং ওয়ান ডে সিরিজে ভারতীয় দলে জায়গা পাননি। তাঁকে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে ট্রেনিং করার নির্দেশ দেওয়া হয়েছে। বেশ চাপেই রয়েছেন ঋষভ। এরই মধ্যে তিনি উত্তরাখণ্ডে গিয়েছিলেন ছুটি কাটাতে। সেখান থেকে শুক্রবার দিল্লি ফিরছিলেন। তখনই দুর্ঘটনা ঘটে। প্রাক্তন ও বর্তমান ক্রিকেটার ঋষভের দ্রুত আরোগ্য কামনা করেছেন।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • Rishabh Pant: হরিয়ানার বাসচালকের তৎপরতায় প্রাণে বাঁচলেন ঋষভ! কেমন আছেন পন্থ?

    Rishabh Pant: হরিয়ানার বাসচালকের তৎপরতায় প্রাণে বাঁচলেন ঋষভ! কেমন আছেন পন্থ?

    মাধ্যম নিউজ ডেস্ক: দিল্লি-দেরাদূন হাইওয়ের ওপর তখন দুমড়ে মুচড়ে পড়ে ছিল বহুমূল্য গাড়িটি। দাউ দাউ করে আগুন জ্বলছে। গাড়ির ভিতরে কে? তখনও অজানা। চোখের সামনে ভোরবেলা এমন ভয়াবহ দুর্ঘটনা দেখে সঙ্গে সঙ্গে বাস থামান হরিয়ানা রোডওয়েজের বাসচালক সুশীল মান। বাস থেকে নেমে ছুটে যান দুর্ঘটনাগ্রস্ত গাড়িটির দিকে। চালকের আসনে বসে থাকা যুবককে কোনওমতে টেনে হিচড়ে বের করেন। সেই সময়ও তিনি জানতেন না যে যাকে উদ্ধার করছেন, তিনি ভারতীয় ক্রিকেটার ঋষভ পন্থ।

    কেমন আছেন পন্থ

    ঋষভ পন্থ এখন আগের থেকে ভাল রয়েছেন। তাঁর মস্তিষ্ক আর মেরুদণ্ডের এমআরআই স্ক্যান করা হয়েছিল। জানা গিয়েছে, মস্তিষ্ক ও মেরুদণ্ড স্বাভাবিক রয়েছে। গুরুতর কোনও চোট নেই। তাঁর মুখের ক্ষতস্থানে প্লাস্টিক সার্জারি করা হয়। তবে পন্থের হাঁটু ও গোড়ালির এমআরআই স্ক্যান করা যায়নি। কারণ, দুটি জায়গাই অসম্ভব ফুলে রয়েছে। রয়েছে যন্ত্রণাও। ফোলা ভাব কিছুটা না কমলে স্ক্যান করা যাবে না। হাসপাতাল থেকে দেওয়া বিবৃতিতে জানানো হয়েছে যে, পন্থ স্থিতিশীল। তাঁর জ্ঞান রয়েছে।

    মানবিক সুশীল

    সুশীলের তৎপরতাতেই অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন ক্রিকেটার ঋষভ পন্থ (Rishabh Pant)। শুক্রবার ভোরে উত্তরাখণ্ড (Uttarakhand) থেকে দিল্লি ফেরার পথে ভয়াবহ গাড়ি দুর্ঘটনার শিকার হন ভারতীয় ক্রিকেট দলের উজ্জ্বল তারকা। রুরকির কাছে রাস্তার ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে যায় তাঁর গাড়ি (Car Accident)। এরপরে আগুনও ধরে যায় সেই গাড়িতে। ঋষভ পন্থের ভয়াবহ দুর্ঘটনার পরই ঝাঁপিয়ে পড়ে তাঁর প্রাণরক্ষা করেন সুশীল। যে কারণে তাঁকে কৃতজ্ঞতা জানিয়ে ট্যুইট করেছেন প্রাক্তন ক্রিকেটার তথা জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির প্রধান ভি ভি এস লক্ষ্মণ। তিনি ট্যুইটারে লিখেছেন, ‘হরিয়ানার চালক সুশীল কুমার, যিতি জ্বলন্ত গাড়ি থেকে ঋষভ পন্থকে বার করে এনে বিছানার চাদরে জড়িয়ে অ্যাম্বুলেন্সে খবর দিয়েছিলেন, তাঁকে কৃতজ্ঞতা জানাই। আপনার নিঃস্বার্থ কাজের জন্য আমরা ঋণী’।

    আরও পড়ুন: অল্পের জন্য প্রাণে বাঁচলেন ঋষভ পন্থ! একবাক্যে পুলিশকে জানালেন কীভাবে ঘটেছে গাড়ি দুর্ঘটনা

    দুর্ঘটনার কথা

    দুর্ঘটনার বর্ণনা দিয়ে সুশীল বলেন, “গাড়িটি উল্টে যেতেই আমি রাস্তার একধারে বাস দাড় করাই এবং ডিভাইডারের দিকে ছুটে যাই। যেভাবে গাড়িটা উল্টে পাক খাচ্ছিল, আমি ভেবেছিলাম গাড়িটি উল্টে বাসের নীচে ঢুকে যাবে। গাড়ির চালক (ঋষভ পন্থ) জানালা থেকে অর্ধেক বেরিয়ে ছিল। যখন টেনে বের করার চেষ্টা করছিলাম, তখন ও আমায় জানায় যে ও ক্রিকেটার। আমি ক্রিকেট দেখি না, তাই জানতাম না কে ঋষভ পন্থ। কিন্তু আমার বাসে থাকা অন্যান্যরা ওকে চিনতে পারে।”জানা গিয়েছে, দুর্ঘটনার পরে ঋষভ পন্থ সুশীলকে তাঁর মাকে ফোন করার কথা বলেন। পন্থের ফোন থেকে তাঁর মাকে ফোন করা হলেও, তাঁর ফোন সুইচ অফ ছিল। দুর্ঘটনাগ্রস্ত গাড়ি থেকে টাকার ব্যাগও উদ্ধার করেন সুশীল। হরিয়ানা রোডওয়েজের পক্ষ থেকে তাঁদের ড্রাইভার সুশীল কুমার এবং কন্ডাক্টর পরমজিতকে সম্মানিত করা হচ্ছে। রাজ্য সরকারের পক্ষ থেকেও সম্মানিত করা হবে এই ২ জনকে। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • 2023 Sports Events: ২০২৩ সালে বিশ্বব্যাপী এই ইভেন্টগুলোয় নামবেন ভারতীয় ক্রীড়াবিদরা, জানেন তো?

    2023 Sports Events: ২০২৩ সালে বিশ্বব্যাপী এই ইভেন্টগুলোয় নামবেন ভারতীয় ক্রীড়াবিদরা, জানেন তো?

    মাধ্যম নিউজ ডেস্ক: ২০২২ সালের মতো ২০২৩ সালেও দেশের ক্রীড়াবিদদের আন্তর্জাতিক স্তরের বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় (2023 Sports Events) দেখার সুযোগ মিলবে। ভারতবর্ষের মতো দেশ বিশ্ব ফুটবলে ১০৬ নম্বরে থাকলেও যে উন্মাদনা ফুটবল বিশ্বকাপ জুড়ে দেখা গেছে, তাতে বোঝা যায় খেলার প্রতি এই দেশের আগ্রহ ঠিক কতটা রয়েছে। এই বছর আন্তর্জাতিক স্তরে বিভিন্ন ইভেন্ট (2023 Sports Events) অনুষ্ঠিত হবে। কিছু ইভেন্টের আয়োজক থাকছে আমাদের দেশ।  বিশ্বকাপ প্রতিযোগিতা থেকে এশিয়ান চ্যাম্পিয়নশিপ সবকিছুই থাকছে চলতি বছরে। গত কয়েক বছরে এই সমস্ত ইভেন্ট বন্ধ হয়ে গেছিল করোনার জন্য কিন্তু আবার তা শুরু হতে চলেছে।

    চলতি বছর কোন কোন প্রতিযোগিতায় (2023 Sports Events) ভারতীয় ক্রীড়াবিদদের দেখার সুযোগ পাব সেগুলি একবার চোখ বুলিয়ে নেব—

    পুরুষদের হকি বিশ্বকাপ (Mens Hockey World Cup)

    বছরের শুরুটাই হবে হকির বিশ্বকাপ প্রতিযোগিতার মধ্যে দিয়ে। সবথেকে বড় কথা এই বিশ্বকাপ প্রতিযোগিতার আয়োজন করছে ভারত। যেটি অনুষ্ঠিত হবে ওড়িশায়, চলতি মাসের ১৩ থেকে ২৯ তারিখ অবধি। প্রসঙ্গত ২০১৮ এর হকি বিশ্বকাপও ওড়িশাতে হয়েছিল, যেখানে ভারত নেদারল্যান্ডের কাছে কোয়ার্টার ফাইনালে পরাস্ত হয়েছিল। কিন্তু তারপর থেকে ভারতীয় টিম যথেষ্ট শক্তি সঞ্চয় করেছে এবং ২০২১-এর অলিম্পিকে ব্রোঞ্জ মেডেল আনতে সক্ষম হয়েছে। ২০২২ এর কমনওয়েলথ গেমসে ভারত রুপো এনেছে। ভারত Group-D তে আছে। যেখানে রয়েছে ইংল্যান্ড এবং স্পেনের মতো প্রতিপক্ষ। ভারতের প্রথম ম্যাচ ১৩ জানুয়ারি হবে এবং সেটা স্পেনের বিপক্ষে।

    এশিয়ান গেমস (Asian Games)

    এশিয়ান গেম ভারতীয় অ্যাথলিটদের জন্য বড় পরীক্ষা হতে চলেছে। চলতি বছরের অক্টোবরে অনুষ্ঠিত হবে এই ইভেন্ট (Sports Events) । এই এশিয়ান গেম ২০২৪ অলিম্পিক্সের জন্য একটি রিহার্সাল বলা যেতে পারে। 

    ক্রিকেট বিশ্বকাপ (Cricket World Cup)

    ক্রিকেটে ভারতের টিম সর্বদাই ফেভারিট থাকে। চলতি বছরে তিন ধরনের বিশ্বকাপ দেখার সুযোগ ভারতীয়রা পাবেন। একটি হচ্ছে মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ যেটি ফেব্রুয়ারি মাসে হবে তারপরে একদিনের ক্রিকেট বিশ্বকাপ যেটি অক্টোবর মাসে হবে এবং মহিলা অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ যেটা চলতি মাসেই শুরু হবে।

    অ্যাথলেটিক্স ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ (Athletics World Championships)

    অগাস্ট মাসে ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হবে। ১৯ অগাস্ট থেকে ২৭ অগাস্ট ২০২৩ অবধি এই প্রতিযোগিতা চলবে হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে।

    এশিয়ান রেসলিং চ্যাম্পিয়নশিপ (Asian Wrestling Championships)

    এটিরও আয়োজক থাকছে আমাদের দেশ ভারত এবং এই প্রতিযোগিতা (Sports Events) হবে দিল্লিতে। মার্চের ২৮ তারিখ থেকে এপ্রিলের ২ তারিখ অবধি চলবে প্রতিযোগিতা। 

    ওয়ার্ল্ড রেসলিং চ্যাম্পিয়নশিপ (World Wrestling Championships)

    এখনও পর্যন্ত ওয়ার্ল্ড রেসলিং প্রতিযোগিতার তারিখ ঠিক করা সম্ভব হয়নি। তবে মনে করা হচ্ছে এটি সেপ্টেম্বর মাসে অনুষ্ঠিত হতে পারে। প্রতিযোগিতা হবে সার্বিয়াতে। 

    বক্সিং (Boxing) এর বিশ্ব প্রতিযোগিতা

    মহিলাদের জন্য বক্সিং এর বিশ্ব প্রতিযোগিতা হবে মার্চে এবং পুরুষদের জন্য মে মাসে। মহিলাদের বক্সিং বিশ্বকাপ আয়োজন করবে ভারত। প্রসঙ্গত, ২০০৬, ২০১৮ এর পরে এবছরও আবার ভারত এই প্রতিযোগিতায় আয়োজক দেশ থাকছে। অন্যদিকে মে মাসে পুরুষদের বক্সিং প্রতিযোগিতা হবে উজবেকিস্তানে। মে মাসের ১ থেকে ১৪ তারিখ অবধি।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Pele: ফুটবল-বিশ্ব সম্রাটহীন! ৮২ বছর বয়সে চলে গেলেন পেলে

    Pele: ফুটবল-বিশ্ব সম্রাটহীন! ৮২ বছর বয়সে চলে গেলেন পেলে

    মাধ্যম নিউজ ডেস্ক: চলে গেলেন ফুটবল সম্রাট পেলে। হার না মানা মানসিকতা নিয়ে যেমন ফুটবল ময়দান দাপিয়ে বেড়াতেন তেমনই জীবনযুদ্ধে লড়াই চালালেন শেষ মুহূর্ত পর্যন্ত। মারণরোগ ক্যান্সারের সঙ্গে চোয়ালচাপা লড়াইয়ের পরে শেষমেশ হার মানলেন তিনি। বৃহস্পতিবার রাতে মাত্র ৮২ বছর বয়সে ইহলোক ত্যাগ করলেন কিংবদন্তি ফুটবলার। এবার তারাদের সঙ্গে ফুটবল খেলার পালা। তিনবারের বিশ্বকাপজয়ীর মেয়ে সোশ্যাল মিডিয়ায় পিতার মৃত্যুর খবর জানান। তাঁর মৃত্যুতে শোকের ছায়া সারা ফুটবল বিশ্বে। 

    তিন বার বিশ্বকাপ জয়ের স্বাদ

    বিশ্ব ফুটবলের প্রথম মহাতারকা পেলে। তিনিই বিশ্বের একমাত্র ফুটবলার যিনি তিন বার বিশ্বকাপ জয়ের স্বাদ পেয়েছিলেন। প্রয়াত হলেন বিশ্বকাপের পরেই। ২০২১ সাল থেকে অন্ত্রের ক্যানসারে আক্রান্ত ছিলেন পেলে। ৮২ বছরের পেলে চেয়েছিলেন মাঠে বসে কাতার বিশ্বকাপের ম্যাচ দেখবেন। শরীর সায় দেয়নি। সেই কাতার, যেখানে ১৯৭৩ সালে প্রথমবার স্যান্টোসের হয়ে প্রদর্শনী ম্যাচ খেলতে গিয়েছিলেন তিনি। শরীরে মারণ রোগের থাবা। তার উপর হৃদযন্ত্রে সমস্যা। হাসপাতালেই থাকতে হয়েছিল তাঁকে। কাতার বিশ্বকাপের সময় শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ২৯ নভেম্বর তাঁকে সাও পাওলোর অ্যালবার্ট আইনস্টাইন হাসপাতালে ভর্তি করানো হয়। গত ২২ ডিসেম্বর ক্যানসারের প্রকোপ হঠাৎ বেড়ে যায়। ডাক্তারদের পরামর্শ মেনে বাড়ি ফেরা হয়নি। বড়দিনে বিছানায় অসুস্থ বাবাকে জড়িয়ে ধরে ছবি  পোস্ট করেছিলেন তাঁর কন্যা মেয়ে কেলি। গত শনিবার হাসপাতালে গিয়েছিলেন তাঁর ছেলে এডিসনও। কয়েকদিন ধরে পরিবারের লোকেরা হাসপাতালে তাঁর পাশেই ছিলেন। কিন্তু শেষ রক্ষা হল না। চিরনিদ্রার দেশে পাড়ি জমালেন পেলে।

    আরও পড়ুন: প্রয়াত নরেন্দ্র মোদির মা হীরাবেন মোদি, মাতৃবিয়োগের খবর ট্যুইটে জানালেন প্রধানমন্ত্রী

    শতাব্দীর সেরা ফুটবলার

    পেলের জন্ম ১৯৪০ সালের ২৩ অক্টোবর। বাবার দেওয়া নাম এডসন আরান্তেস দি নাসিমেন্তো।  ১৯৫৮ সালে ব্রাজিলের হয়ে প্রথম বিশ্বকাপ খেলেন। পর পর চারটি বিশ্বকাপে খেলেছিলেন কিংবদন্তি। তার মধ্যে তিন বার চ্যাম্পিয়ন ব্রাজিল। বিশ্বের আর কোনও ফুটবলারের এই নজির নেই। ‘ফিফা’ ম্যাগাজিনের পাঠক এবং জুরি বোর্ডের বিচারে তিনিই বিংশ শতাব্দীর ‘শ্রেষ্ঠ’ ফুটবলার। তবে ইন্টারনেটে সাধারণ ফুটবলপ্রেমীদের ভোট গিয়েছিল দিয়েগো মারাদোনার পক্ষে। ফিফা শেষ পর্যন্ত যুগ্ম ভাবে শতাব্দীসেরা ঘোষণা করে দু’জনকেই। দিদি-ভাভার ব্রাজিল যে সুন্দর ফুটবলের জন্ম দিয়েছিল, তাকেই লালন-পালন করে সারা দুনিয়ায় ছড়িয়ে দিয়েছিলেন পেলে-গ্যারিঞ্চা। 

     

  • Cristiano Ronaldo: এশিয়ায় রোনাল্ডো! সৌদি আরবের ক্লাব আল নাসরেই সই করলেন সিআর সেভেন

    Cristiano Ronaldo: এশিয়ায় রোনাল্ডো! সৌদি আরবের ক্লাব আল নাসরেই সই করলেন সিআর সেভেন

    মাধ্যম নিউজ ডেস্ক: জল্পনার অবসান। সৌদি আরবের ক্লাব আল নাসরেই সই করলেন রোনাল্ডো। আড়াই বছরের চুক্তিতে নতুন ক্লাবে যোগ দিয়েছেন পর্তুগিজ মহাতারকা। ২০২৫ সাল পর্যন্ত আল নাসরেই রোনাল্ডোকে খেলতে দেখা যাবে। ক্লাবের তরফ থেকে ট্যুইট করে জানানো হয়েছে এই খবর।  সোশ্যাল মিডিয়ায় ক্লাবের তরফে লেখা হয়, ‘ইতিহাস তৈরি হতে চলেছে। এই চুক্তির ফলে আমাদের ক্লাব আরও ভাল খেলার জন্য অনুপ্রাণিত তো করবেই, পাশাপাশি আমাদের লিগ, আমাদের দেশ এবং ভবিষ্যৎ প্রজন্মকেও অনুপ্রাণিত করবে। তোমার নতুন ক্লাব আল নাসরে তোমাকে স্বাগত ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।’

    চুক্তির অঙ্ক, রোনাল্ডোর স্বপ্ন

    ফুটবল বিশ্বকাপ চলাকালীনই ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের সঙ্গে বোঝাপড়ার মাধ্যমে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo) নিজের চুক্তি বাতিল করেন। একটি সাক্ষাৎকারে কোচ সম্পর্কে বিরূপ মন্তব্য করায় রোনাল্ডোর সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছিল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। পর্তুগাল জাতীয় দলের সতীর্থ এবং কোচ ফের্নান্দো স্যান্টোসের সঙ্গেও তাঁর বিরোধ প্রকাশ্য এসেছিল। তার পর থেকেই নতুন ক্লাব খুঁজছিলেন রোনাল্ডো। চেয়েছিলেন চ্যাম্পিয়ন্স লিগ খেলে এমন কোনও ক্লাবে সই করতে। চ্যাম্পিয়ন্স লিগ খেলে এমন কোনও ক্লাব তাঁকে নিতে আগ্রহ না দেখানোয় শেষ পর্যন্ত সৌদির আল নাসেরকেই বেছে নিলেন তিনি। ইতিমধ্যেই শারীরিক পরীক্ষা হয়ে গিয়েছে তাঁর।

    আরও পড়ুন: ফুটবল-বিশ্ব সম্রাটহীন! ৮২ বছর বয়সে চলে গেলেন পেলে

    সৌদি সংবাদ মাধ্যম সূত্রে খবর, রোনাল্ডো এই চুক্তি অনুযায়ী প্রতি বছর ২০০ মিলিয়ন ইউরো করে পারিশ্রমিক পাবেন। সিআর সেভেন নিজে এক বিবৃতিতে জানান, ‘আমি যে সব ট্রফি জয়ের স্বপ্ন নিয়ে ইউরোপিয়ান ফুটবল খেলা শুরু করেছিলাম, সেই সবকয়টি জিতেছি। আমার মনে হয় এবার আমার এশিয়ায় নিজের অভিজ্ঞতাটা ভাগ করে নেওয়ার সময় এসেছে। আমি আমার নতুন ক্লাবসতীর্থদের সঙ্গে দেখা করতে ও তাদের সঙ্গে দলকে সাফল্য এনে দেওয়ার জন্য মুখিয়ে রয়েছি।’আল নাসর ক্লাবের চেয়ারম্যান মুসাল্লি আল মুয়াম্মার লিখেছেন, ‘এই চুক্তি এক নতুন ঐতিহাসিক মুহূর্ত। রোনাল্ডো নিজে বিশ্বের সকল খেলোয়াড়ের কাছে উদাহরণ। আশা করছি তাঁর উপস্থিতিতে আল নাসের সাফল্য পাবে।’

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Women’s T20 World Cup: টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা ভারতের, আছেন বাংলার রিচা, দীপ্তি

    Women’s T20 World Cup: টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা ভারতের, আছেন বাংলার রিচা, দীপ্তি

    মাধ্যম নিউজ ডেস্ক: আগামী বছর মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপের (Women T20 World Cup 2023) জন্য ভারতীয় স্কোয়াড (Indian Womens Squad) ঘোষণা হয়ে গেল। টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ জনের দলকে নেতৃত্ব দেবেন হরমনপ্রীত কৌর। এবারে দক্ষিণ আফ্রিকায় (South Africa) অনুষ্ঠিত হতে চলেছে মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ (Women T20 World Cup 2023)। আর এবারের এই ভারতীয় মহিলাদের স্কোয়াডে নাম যুক্ত হয়েছে বাংলার দুই কন্যার। দলে সুযোগ পেয়েছেন বাংলার দীপ্তি শর্মা ও রিচা ঘোষ। ফলে ফের এক বার পশ্চিমবঙ্গের কন্যারা রাজ্যের নাম বিশ্বের দরবারে উজ্জ্বল করল।

    কবে থেকে খেলা শুরু?

    আগামী ১০ ফেব্রুয়ারি থেকে শুরু হবে মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ (Women T20 World Cup 2023)। আয়োজক দক্ষিণ আফ্রিকা ছাড়াও সরাসরি এই প্রতিযোগিতায় খেলার সুযোগ পাচ্ছে ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, পাকিস্তান, শ্রীলঙ্কা এবং ওয়েস্ট ইন্ডিজ। গ্রুপ ‘বি’-তে আছে ভারত। ভারতের সঙ্গে একই গ্রুপে রয়েছে ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান ও আয়ারল্যান্ড। প্রত্যেক গ্রুপের প্রথম দুটো দল সেমিফাইনালে খেলবে। প্রথম সেমিফাইনাল হবে আগামী ২৩ ফেব্রুয়ারি। পরদিন দ্বিতীয় সেমিফাইনাল হবে। দুটি সেমিফাইনালই হবে কেপটাউনে। আগামী ২৬ ফেব্রুয়ারি কেপটাউনে হবে ফাইনাল খেলা।

    টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের সূচি

    ১) ১২ ফেব্রুয়ারি, ২০২৩: ভারত বনাম পাকিস্তান, কেপটাউন।

    ২) ১৫ ফেব্রুয়ারি, ২০২৩: ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ, কেপটাউন।

    ৩) ১৮ ফেব্রুয়ারি, ২০২৩: ভারত বনাম ইংল্যান্ড, পোর্ট এলিজাবেথ।

    ৪) ২০ ফেব্রুয়ারি, ২০২৩: ভারত বনাম আয়ারল্যান্ড, পোর্ট এলিজাবেথ।

    বিশ্বকাপে কে কে রয়েছেন দলে?

    ঘোষিত ভারতীয় মহিলা দলে রয়েছেন হরমনপ্রীত কৌর, স্মৃতি মন্ধানা, শেফালি ভার্মা, ইয়াস্তিকা ভাটিয়া, রিচা ঘোষ, জেমিমা রডরিগেজ, হরলীন দেওয়াল, দীপ্তি শর্মা, দেভিকা বৈদ্য, রানা যাদব, রেনুকা ঠাকুর, অঞ্জলি সর্বানি, পূজা ভাস্ত্রাকার, রাজেশ্বরী গায়কোয়াড, শিখা পাণ্ডে। টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতীয় মহিলা দলের অধিনায়ক হরমনপ্রীত কৌর। স্মৃতি মন্ধানা ভাইস ক্যাপ্টেন। উইকেট কিপার ব্যাটার হিসেবে রিচার সঙ্গে রয়েছেন ইয়াস্তিকা ভাটিয়া। তবে এবারে দলে তেমন কোনও চমক না থাকলেও অপ্রত্যাশিতভাবে টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দলে নেওয়া হয়েছে ৩৩ বছরের শিখাকে। প্রায় ১৪ মাস পর তিনি দলে ফিরেছেন।

    ভারতের ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ

    টি-টোয়েন্টি বিশ্বকাপ (Women T20 World Cup 2023) শুরু হওয়ার আগে মহিলা ভারতীয় দল একটি ত্রিদেশীয় সিরিজে খেলবে। সেটিতে দক্ষিণ আফ্রিকা এবং ওয়েস্ট ইন্ডিজও থাকবে। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে দক্ষিণ আফ্রিকায় ত্রিদেশীয় সিরিজে খেলে প্রস্তুতি সারবেন হরমন, স্মৃতিরা। এই সিরিজটি ১৯ জানুয়ারি শুরু হবে এবং ২ ফেব্রুয়ারি ফাইনাল হবে।

  • Sri Lanka T20: শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-২০ সিরিজে তারুণ্যের উপর ভরসা! একদিনের দলে খুব বেশি পরিবর্তন নেই

    Sri Lanka T20: শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-২০ সিরিজে তারুণ্যের উপর ভরসা! একদিনের দলে খুব বেশি পরিবর্তন নেই

    মাধ্যম নিউজ ডেস্ক: শ্রীলঙ্কার বিরুদ্ধে আসন্ন টি-২০ (Sri Lanka T20) সিরিজে ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন হার্দিক পান্ডিয়া। এখনও ফিট নন রোহিত শর্মা। তাই তাঁকে দলে রাখা হয়নি। তবে একদিনের সিরিজে তিনি খেলবেন, নেতৃত্বও দেবেন। ওয়ান ডে ফরম্যাটে রোহিতের ডেপুটি হিসেবে বেছে নেওয়া হয়েছে হার্দিককেই। যা থেকে স্পষ্ট, ভবিষ্যতের অধিনায়ক হিসেবে হার্দিককেই ভাবছে বিসিসিআই (BCCI)।

    টি-২০ সিরিজের দল

    শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-২০ সিরিজে (Sri Lanka T20) বিশ্রাম দেওয়া হয়েছে আর এক তারকা বিরাট কোহলিকেও। তবে খারাপ পারফরম্যান্সের জেরে বাদ পড়েছেন লোকেশ রাহুল। টি-২০’র পাশাপাশি একদিনের দলে ব্রাত্য ঋষভ পন্থ। আইপিএলের নিলামে ভালো দর পেয়েছিলেন বাংলার পেসার মুকেশ কুমার। তিনি টি-২০ স্কোয়াডে রয়েছেন। ধারবাহিক ভালো পারফরম্যান্সের সুফল পেলেন তিনি। একই সঙ্গে মুকেশ কৃতজ্ঞতা জানিয়েছেন প্রাক্তন বিসিসিআই ও সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়কে। তিনি বলেছেন, ‘বাংলায় ভিশন টোয়েন্টি-২০ চালু করেছিলেন সৌরভ। সেই সুযোগই আমাকে এতদূর আসতে সাহায্য করেছে।’

    টি-২০ বিশ্বকাপের রোডম্যাপ

    ২০২৪ সালে টি-২০ বিশ্বকাপের রোডম্যাপ এখন থেকেই তৈরি করে ফেলতে চাইছেন জাতীয় নির্বাচকরা। এক্ষেত্রে তারুণ্যের উপরই ভরসা রাখতে চাইছে বোর্ড। সেই কারণে গুজরাট টাইটান্সের অধিনায়ক হার্দিক পান্ডিয়ার হাতে নেতৃত্বভার তুলে দেওয়া হয়েছে রোহিতের অনুপস্থিতিতে। আর টি-২০ সিরিজে হার্দিকের ডেপুটি হিসেবে নিয়োগ করা হয়েছে আর এক তারকা ব্যাটসম্যান সূর্যকুমার যাদবকে।

    তবে আগামী বছর দেশের মাটিতে রয়েছে ওয়ান ডে বিশ্বকাপ। সেকথা মাথায় রেখে একদিনের সিরিজে খুব বেশি পরিবর্তনের পথে হাঁটেনি জাতীয় নির্বাচকমণ্ডলী। রোহিত শর্মার নেতৃত্বে বিরাট কোহলি, লোকেশ রাহুলরা খেলবেন শ্রীলঙ্কার বিরুদ্ধে তিন ম্যাচের সিরিজে। তবে শিখর ধাওয়ানকে এতদিন স্ট্যান্ড ইন অধিনায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হচ্ছিল। কিন্তু আশ্চর্যজনকভাবে শিখর একদিনের দলে সুযোগ পাননি। যা দেখে ক্রিকেট বিশেষজ্ঞরা বলছেন, আসন্ন ওয়ান ডে বিশ্বকাপে ধাওয়ান নির্বাচকদের র‌্যাডারে নেই।

    আরও পড়ুন: নিজের অটোগ্রাফ দেওয়া জার্সি বিসিসিআই সচিব জয় শাহকে পাঠালেন মেসি

  • Lionel Messi: নিজের অটোগ্রাফ দেওয়া জার্সি বিসিসিআই সচিব জয় শাহকে পাঠালেন মেসি

    Lionel Messi: নিজের অটোগ্রাফ দেওয়া জার্সি বিসিসিআই সচিব জয় শাহকে পাঠালেন মেসি

    মাধ্যম নিউজ ডেস্ক: বিসিসিআইয়ের সচিব জয় শাহ পেলেন মেসির (Lionel Messi) অটোগ্রাফ দেওয়া একটি জার্সি। এই অপ্রত্যাশিত উপহারে স্বভাবতই খুশি হয়েছেন অমিত শাহের পুত্র। এই গ্রহের সবথেকে জনপ্রিয় ফুটবলার তিনি। কয়েকদিন আগেই ৩৬ বছর পরে আর্জেন্টিনার স্বপ্ন সার্থক হয়েছে, ফাইনালে ফ্রান্সকে ৪-২ গোলের ব্যবধানে হারাতে পেরেছে মেসি (Lionel Messi) বাহিনী। সারা বিশ্বের বিভিন্ন প্রান্তের সঙ্গে ভারতবর্ষেও অগণিত মেসি (Lionel Messi) সমর্থক প্রার্থনা করেছিলেন যাতে তাঁর হাতে বিশ্বকাপ ওঠে। বিশ্বকাপে ফাইনালের দিন সকাল থেকেই নানা জায়গায় প্রার্থনা-যজ্ঞ অনুষ্ঠিত হতে থাকে, টানটান উত্তেজনার ফাইনাল ম্যাচে এমবাপে ফ্রান্সকে কিছুটা দাঁড় করিয়ে ফেলেছিলেন তখন আবার ভারতবর্ষে আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে হতাশা তৈরি হয় যে এবারও বুঝি তবে অধরা থেকে যাবে বিশ্বকাপ। কিন্তু শেষ হাসিটা মেসিই (Lionel Messi) হাসলেন।

    প্রজ্ঞান ওঝার ইনস্টাগ্রাম পোস্ট

    জয় শাহকে পাঠানো কিংবদন্তি ফুটবলারের পাঠানো জার্সি উপহার সামনে আসে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার প্রজ্ঞা ওঝার একটি ইনস্টাগ্রাম পোস্টের মাধ্যমেই। ছবিতে এদিন মেসির (Lionel Messi) অটোগ্রাফ দেওয়া জার্সি হাতে দাঁড়িয়ে থাকতে দেখা যায় বিসিসিআই সচিব জয় শাহ এবং প্রজ্ঞান ওঝাকে। এই ছবি নিজের ইনস্টাগ্রাম আকাউন্টে পোস্ট করেন প্রজ্ঞান ওঝা। মুহূর্তে ভাইরাল হয়ে যায় পোস্টটি এবং অসংখ্য অনুরাগী এই পোস্ট নিয়ে কমেন্ট করতে শুরু করেন। বিশ্ব ফুটবলে এই মুহূর্তে ভারতবর্ষের স্থান ১০৬ হলেও বিশ্বকাপ ফুটবলকে কেন্দ্র করে উন্মাদনা এদেশে ব্রাজিল বা আর্জেন্টিনার থেকে কোনও অংশে কম নয়, প্রসঙ্গত, জনসংখ্যার দিক থেকে  আর্জেন্টিনার মোট জনসংখ্যার থেকে অনেক বেশি ভারতীয় এদেশে ফুটবল অনুরাগী রয়েছেন।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     

  • Lionel Messi: মেসির সই করা জার্সি পেল ধোনি কন্যা! উপহার পেয়ে উচ্ছ্বসিত জিভা

    Lionel Messi: মেসির সই করা জার্সি পেল ধোনি কন্যা! উপহার পেয়ে উচ্ছ্বসিত জিভা

    মাধ্যম নিউজ ডেস্ক: ফিফা বিশ্বকাপ জয়ের পরে লিওনেল মেসির (Lionel Messi) সই করা আর্জেন্টিনার জার্সি পেয়েছেন বিসিসিআইয়ের সচিব জয় শাহ। আর এবার সেই আর্জেন্টিনার মহাতারকা ফুটবলারের সই করা জার্সি পাঠানো হল ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির কাছে। তবে তাঁর জন্য নয়, মেয়ে জিভার জন্য নিজের সই করা জার্সি পাঠিয়েছেন আর্জেন্টিনার অধিনায়ক। সাত বছরের জিভা সিং ধোনির কাছে এটি সবচেয়ে বড় উপহার। স্বভাবতই আনন্দে আত্মহারা মহেন্দ্র সিং ধোনির কন্যা। সেই ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছে ধোনির কন্যা জিভা। আর মুহূর্তের মধ্যেই তা ভাইরাল।

    মেসির সই করা জার্সি ধোনি কন্যা জিভার জন্য

    বিশ্বের অন্যতম সেরা ফুটবলারের (Lionel Messi) থেকে বড়দিনের এই বিশেষ উপহার পেয়ে উচ্ছ্বসিত একরত্তি মেয়ে। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে মেসির সই করা জার্সির ছবি দিয়েছে জিভা। সেখানে দেখা যাচ্ছে, আর্জেন্টিনার জার্সি পরে হাসিমুখে ছবি তুলেছে সে। তার হাসিতে ভরা মিষ্টি মুখ দেখেই মনে হচ্ছে সে কতটা খুশি। ছবি পোস্ট করে ক্যাপশনে সাত বছরের জিভা লিখেছে, ‘যেমন বাবা, তেমন মেয়ে।’ অর্থাৎ সে এটাও বুঝিয়ে দিল যে, বাবা ধোনিও এক বড় মেসিভক্ত। ছবিতে দেখা যাচ্ছে, অটোগ্রাফের পাশাপাশি লেখা, ‘পারা জিভা’। যার অর্থ জিভার জন্য। ধোনিকন্যার মুখের মিষ্টি হাসি মন কেড়েছে নেটিজেনদের। এই ছবিতে বর্তমানে লাইক রয়েছে ৩ লক্ষেরও বেশি।

    আরও পড়ুন: নিজের অটোগ্রাফ দেওয়া জার্সি বিসিসিআই সচিব জয় শাহকে পাঠালেন মেসি

    [insta]https://www.instagram.com/p/CmrNmvUIzr2/?utm_source=ig_web_copy_link[/insta]

    প্রসঙ্গত, এর আগে মেসির (Lionel Messi) সই করা জার্সি উপহার পেয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহ। কাতার বিশ্বকাপ থেকে তাঁর জন্য এই উপহার নিয়ে এসেছেন ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার প্রজ্ঞান ওঝা। সারা বিশ্বের বিভিন্ন প্রান্তের সঙ্গে ভারতবর্ষেও রয়েছে অগণিত মেসি ভক্ত। আর্জেন্টিনার ফুটবল নিয়ে ভারতীয় ফুটবলপ্রেমীদের একাংশের আবেগের কথা জানেন আর্জেন্টিনার অধিনায়ক। তবে এই মুহূর্তে দেশের অনেকেরই কৌতূহল যে, মেসির সই করা জার্সি কী করে ধোনির কাছে পৌঁছালো। তবে অনুমান করা হচ্ছে, ঘনিষ্ঠ কোনও সূত্র থেকেই মেসির কাছে পৌঁছেছিল জিভার অনুরোধ এবং এর পরেই উপহার দিলেন মেসি।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

LinkedIn
Share