Category: খেলা

Get updates on Sports News Cricket, Football, Tennis, from the Madhyom news portal madhyom.com, West Bengal leading news portal Madhyom.com

  • FIFA World Cup: রুদ্ধশ্বাস লড়াই! মেসি ম্যাজিক, টাইব্রেকারে নায়ক মার্টিনেজ, শেষ চারে আর্জেন্টিনা

    FIFA World Cup: রুদ্ধশ্বাস লড়াই! মেসি ম্যাজিক, টাইব্রেকারে নায়ক মার্টিনেজ, শেষ চারে আর্জেন্টিনা

    মাধ্যম নিউজ ডেস্ক:  রুদ্ধশ্বাস ম্যাচ। নাটকের পর নাটক।  কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসের বিরুদ্ধে ২-০ এগিয়ে ছিল আর্জেন্টিনা (NED vs ARG)। দেখে মনে হচ্ছিল, বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছে গিয়েছেন লিয়োনেল মেসিরা।  ২-০ এগিয়েও চাপ বেড়েছিল। পরিবর্ত হিসেবে নামা ওয়েহস্ট জোড়া গোল করে সমতা ফেরান। ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানেও ম্যাচের ফল হয়নি। টাইব্রেকারে প্রথম দুটি শট বাঁচিয়ে আর্জেন্টিনাকে অ্যাডভান্টেজে রাখেন অভিজ্ঞ গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। শেষ অবধি টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে জয় আর্জেন্টিনার। সেমিফাইনালে সামনে ক্রোয়েশিয়া। 

    মেসি নির্ভরতা

    এই আর্জেন্টিনা শুধু মেসির উপর নির্ভরশীল নয়। আরও অনেকে উঠে এসেছেন, যাঁরা কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করতে জানেন। সেটা পারেন বলেই গ্রুপ পর্বের প্রথম ম্যাচে সৌদি আরবের কাছে হেরেও ঘুরে দাঁড়িয়েছিল আর্জেন্টিনা। এখানে অবশ্য ঘুরে দাঁড়ানোর সুযোগ নেই। হারলেই বিদায়। কিন্তু এটাই তো শেষ বিশ্বকাপ! তাই মেসি ম্যাজিক দেখার আশায় ভক্তরা। মেসির বাড়ানো পাস থেকেই প্রথম গোল। খেলার ৩৪ মিনিটের মাথায় প্রায় ৩০ গজ দূরে বল ধরেন মেসি। ঘাড়ের কাছে চার জন ডিফেন্ডারকে নিয়ে সামনের দিকে এগোন। তার পর কোনাকুনি বল বাড়ান বক্সে থাকা মোলিনার দিকে। বল ধরে আগুয়ান গোলরক্ষকের ডান দিক থেকে বল জালে জড়িয়ে দেন মোলিনা। ৭১ মিনিটের মাথায় বক্সের মধ্যে আকুনাকে ফাউল করেন ডেঞ্জিল ডামফ্রিস। পেনাল্টি পায় আর্জেন্টিনা। পোল্যান্ডের বিরুদ্ধে ফস্কালেও এ বার গোল করতে ভুল করেননি মেসি। গোলরক্ষকের বাঁ দিক দিয়ে বল জালে জড়িয়ে দেন তিনি। ২-০ এগিয়ে যায় আর্জেন্টিনা।

    আরও পড়ুন: দুরন্ত ফুটবল খেলে বিশ্বকাপের শেষ আটে পর্তুগাল, মরক্কো! টাইব্রেকারে হেরেই বিদায় স্পেনের

    টাইব্রেকারে রক্ষাকর্তা মার্টিনেজ

    টাইব্রেকারে নায়ক এমিলিয়ানো মার্টিনেজ। আর্জেন্টিনার কোপা আমেরিকা জয়ের নেপথ্যেও যাঁর ভূমিকা ছিল উল্লেখযোগ্য। কলম্বিয়ার বিরুদ্ধে ম্যাচে টাইব্রেকারে নায়ক ছিলেন ‘দিবু’। ভারতীয় সময় শনিবার ভোরেও টাইব্রেকারে অনবদ্য পারফরম্যান্স। প্রথম শট নিয়েছিল নেদারল্যান্ডস। ডাচ অধিনায়ক ভার্জিল ফান ডাইকের শট শরীর শূন্যে ছুড়ে রুখে দেন মার্টিনেজ। আর্জেন্টিনার প্রথম শটে গোল করেন মেসি। ডাচদের দ্বিতীয় শটও রুখে দেন এমিলিয়ানো। স্টিফেন বারগুইসের শট বাঁচান তিনি। লিয়ান্দ্রো পারাদেস ২-০ করেন। একমাত্র এনজো ফার্নান্ডেজ ছাড়া আর্জেন্টিনার বাকি চার শটেই গোল হতে জয় নিশ্চিত হয়ে যায় মেসিদের।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।   

  • Mirabai Chanu: হারালেন অলিম্পিক সোনাজয়ীকে! কব্জির চোট নিয়েই বিশ্ব চ্যাম্পিয়নশিপে রুপো চানুর

    Mirabai Chanu: হারালেন অলিম্পিক সোনাজয়ীকে! কব্জির চোট নিয়েই বিশ্ব চ্যাম্পিয়নশিপে রুপো চানুর

    মাধ্যম নিউজ ডেস্ক: মীরাবাঈ চানুর (Meerabai Chanu) মুকুটে আরও একটি পালক। কব্জির চোট সত্ত্বেও বিশ্ব চ্যাম্পিয়নশিপে রুপো জিতলেন দেশের অন্যতম এই মহিলা ভারোত্তোলোক। চলতি বছরে কলম্বিয়ার বোগোতায় বসেছিল ২০২২ বিশ্ব ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপের আসর। এখানে স্ন্যাচ (৮৭ কেজি) এবং ক্লিন অ্যান্ড জার্ক (১১৩ কেজি) মিলিয়ে মোট ২০০ কেজি ভারোত্তোলন করেন চানু। অন্যদিকে চিনা প্রতিযোগী হউ জিহুই যিনি অলিম্পিক্সে সোনা জিতেছিলেন, তিনি বিশ্ব চ্যাম্পিয়নশিপে ১৯৮ কেজি ভার বহন করে জিতে নিয়েছেন ব্রোঞ্জ পদক। আর সোনার পদক জেতেন চিনের জিয়াং হুইহুয়া। স্ন্যাচে ৯৩ কেজি এবং ক্লিন অ্যান্ড জার্কে ১১৩ কেজি ওজন তুলে স্বর্ণপদক জিতে নেন তিনি।

    চোট নিয়েই বাজিমাত

    কব্জিতে চোট নিয়েই বিশ্ব চ্যাম্পিয়নশিপের এই ম্যাচে নামেন চানু। তবে নিরাশ করেননি মণিপুরের মেয়ে। বড় আসরে নামার সময় যে মানসিকতা বদলে ফেলেন চানু,তার প্রমাণ মিলল বিশ্ব মিটেও। ২০১৭ সালে বিশ্ব মিটে সোনা জিতেছিলেন চানু। এ বারও সেই লক্ষ্যই ছিল তাঁর। সামনে এশিয়ান গেমস। ২ বছর পর প্যারিস অলিম্পিক। ধারাবাহিক ভাবে সাফল্যের মধ্যে থাকতে চেয়েছিলেন ভারতীয় ভারোত্তোলক। কিন্তু সেপ্টেম্বর মাসে ট্রেনিংয়ের সময় কবজিতে চোট পান। জাতীয় গেমসে চোট নিয়েই ইভেন্টে নেমেছিলেন চানু। বিশ্ব মিটে চানুদের ইভেন্টে সেরা ১১জন লিফ্টার নেমেছিলেন। 

    আরও পড়ুন: আগামী তিন মাসে টানা ম্যাচ টিম ইন্ডিয়ার! শ্রীলঙ্কার সঙ্গে খেলা ইডেনেও

    বিশ্ব মিটে রুপো পাওয়া চানুকে নিয়ে টিমের হেড কোচ বিজয় শর্মা বলেছেন, ‘এই মিটের জন্য আমরা কোনও বাড়তি চাপ নিতে চাইনি। নিয়মিত ও যে ওজন তুলছিল, সেটাই তুলেছে এখানে। এ বার ট্রেনিংয়ে ওর ওজন বাড়ানো হবে। ধীরে ধীরে ও উন্নতি করবে। চোট থাকা সত্ত্বেও বিশ্ব মিটে নেমেছে চানু। কারণ, ও এই টুর্নামেন্টটা মিস করতে চায়নি। এ বার ওকে কবজির পুরনো চোটটা সারিয়ে তুলতে হবে। পরের ইভেন্টের আগে ও অনেকখানি সময়ও পেয়ে যাবে সেটা করার।’

  • FIFA World Cup: বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল চূড়ান্ত! কবে, কখন, কে কার মুখোমুখি হবে দেখে নিন…

    FIFA World Cup: বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল চূড়ান্ত! কবে, কখন, কে কার মুখোমুখি হবে দেখে নিন…

    মাধ্যম নিউজ ডেস্ক: শেষ প্রি-কোয়ার্টার ম্যাচ। চূড়ান্ত হল ফুটবল বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের ৮ দল (FIFA World Cup)। প্রি-কোয়ার্টার ফাইনাল জিতে শেষ আটে জায়গা করে নিয়েছে নেদারল্যান্ডস, আর্জেন্টিনা, ক্রোয়েশিয়া, ব্রাজিল, ফ্রান্স, ইংল্যান্ড, মরক্কো ও পর্তুগাল। ৯ ডিসেম্বর থেকে কোয়ার্টার ফাইনাল শুরু হবে। টুর্নামেন্টের সেমিফাইনাল ম্যাচ ১৪ এবং ১৫ ডিসেম্বর অনুষ্ঠিত হবে এবং চ্যাম্পিয়নশিপ খেলা ১৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। জানুন, কোয়ার্টার ফাইনালে কে, কার বিরুদ্ধে খেলবে? কবে, কোথায় দেখবেন সেই খেলা?

    ক্রোয়েশিয়া বনাম ব্রাজিল

    বিশ্বকাপের (FIFA World Cup) প্রথম কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে ক্রোয়েশিয়া ও ব্রাজিল। ৯ ডিসেম্বর এই খেলা হবে। কাতারের এডুকেশন সিটি স্টেডিয়ামে খেলবে দু’দল। ভারতীয় সময় রাত ৮টা ৩০ মিনিটে খেলা শুরু হবে। প্রি-কোয়ার্টারে ক্রোয়েশিয়া জাপানকে ৩-১ গোলে হারিয়েছিল। অন্যদিকে ব্রাজিল সাউথ কোরিয়াকে ৪-১ গোলে পরাজিত করেছিল (FIFA World Cup)।

    নেদারল্যান্ডস বনাম আর্জেন্টিনা

    কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় ম্যাচ হবে নেদারল্যান্ডস ও আর্জেন্টিনার মধ্যে। ১০ ডিসেম্বর এই খেলা হবে। ভারতীয় সময় অনুসারে রাত ১২ টা ৩০ মিনিটে খেলা শুরু হবে। প্রি-কোয়ার্টারে নেদারল্যান্ডস মার্কিন যুক্তরাষ্ট্রকে ৩-১ গোলে হারিয়েছিল। এরপর আর্জেন্টিনা অস্ট্রেলিয়াকে ২-১ গোলে হারিয়ে শেষ আটে উঠে আসে (FIFA World Cup)।

    আরও পড়ুন: দুরন্ত ফুটবল খেলে বিশ্বকাপের শেষ আটে পর্তুগাল, মরক্কো! টাইব্রেকারে হেরেই বিদায় স্পেনের

    মরক্কো বনাম পর্তুগাল

    কোয়ার্টার ফাইনালের তৃতীয় ম্যাচে মুখোমুখি হবে মরক্কো ও পর্তুগাল। এই খেলা হবে ১০ ডিসেম্বর। ভারতীয় সময় অনুসারে এই খেলা রাত ৮টা ৩০ মিনিটে শুরু হবে। কাতারের আল থুমামা স্টেডিয়ামে খেলবে দু’দল। প্রি-কোয়ার্টার ফাইনালে স্পেনকে টাইব্রেকারে হারিয়েছে মরক্কো। অন্য দিকে পর্তুগাল ৬-১ গোলে সুইৎজারল্যান্ডকে হারিয়েছে (FIFA World Cup)।

    ইংল্যান্ড বনাম ফ্রান্স

    শেষ কোয়ার্টার ফাইনালের ম্যাচে মুখোমুখি হবে ইংল্যান্ড ও ফ্রান্স। ১১ ডিসেম্বর ভারতীয় সময় রাত ১২টা ৩০ মিনিটে এই খেলা শুরু হবে। কাতারের আল বায়েত স্টেডিয়ামে খেলবে দু’দল। প্রি-কোয়ার্টারে ফ্রান্স ৩-১ গোলে পোল্যান্ডকে হারায়। এরপর সেনেগালকে ৩-০ গোলে হারিয়েছে ইংল্যান্ড।

    কোথায় দেখবেন এই খেলা?

    কোয়ার্টার ফাইনালের (FIFA World Cup) প্রতিটি ম্যাচ ভারতের Sports18 এবং Sports18 HD টিভি চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হবে এবং Jio Cinema-এর অ্যাপ এবং ওয়েবসাইট উভয়েই লাইভ স্ট্রিমিং করা হবে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।  

  • Fifa World Cup: দুরন্ত ফুটবল খেলে বিশ্বকাপের শেষ আটে পর্তুগাল, মরক্কো! টাইব্রেকারে হেরেই বিদায় স্পেনের

    Fifa World Cup: দুরন্ত ফুটবল খেলে বিশ্বকাপের শেষ আটে পর্তুগাল, মরক্কো! টাইব্রেকারে হেরেই বিদায় স্পেনের

    মাধ্যম নিউজ ডেস্ক: ছকের বাইরে বেরিয়েই বাজিমাত পর্তুগালের। সুইৎজারল্যান্ডের বিরুদ্ধে প্রি-কোয়ার্টার ফাইনালের ম্যাচে পর্তুগালের প্রথম একাদশে নেই ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। কোচ ফার্নান্ডো স্যান্টোসের এমন সিদ্ধান্ত অবাক করেছিল অনেককেই। কিন্তু রোনাল্ডোকে ছাড়াই অনবদ্য শুরু করল পর্তুগাল। অভিষেক ম্যাচেই হ্যাটট্রিক করে চমকে দিল গঞ্জালো রামোস। ৬-১ ব্যবধানে সুইৎজারল্যান্ডকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পর্তুগাল। অন্য ম্যাচে টাইব্রেকারে মরক্কোর কাছে ৩-০ ব্যবধানে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিল স্পেন।

    পর্তুগাল-সুইৎজারল্যান্ড

    ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে কী ভাবে আটকাতে হবে তার পরিকল্পনা করেছিল সুইসরা। কিন্তু প্রথম একাদশে রোনাল্ডোকে রাখলেনই না পর্তুগালের কোচ ফার্নান্ডো সান্টোস। রোনাল্ডোর বদলে তিনি মাঠে নামালেন ২১ বছরের গঞ্জালো রামোসকে। বিশ্বকাপে প্রথম বার খেলতে নেমে ছটফট করলেন রামোস। তাঁকে আটকাতে পারল না সুইৎজারল্যান্ডের রক্ষণ। চলতি বিশ্বকাপে প্রথম হ্যাটট্রিক করলেন রামোস। বিশ্বকাপের অভিষেক ম্যাচেই হ্যাটট্রিক করে চমকে দিলেন নয়া তারকা। একটি করে গোল করলেন পেপে, গুয়েরেরো ও লিয়াও। সুইৎজারল্যান্ডের হয়ে একটি গোল শোধ করেন আকাঞ্জি।  ক্রিশ্চিয়ানো রোনাল্ডো হীন পর্তুগাল ম্যাচের প্রথম থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে শুরু করে। সুইৎজারল্যান্ডও খুব একটা নিজেদেরকে গুটিয়ে রাখেনি। লুসেইল স্টেডিয়ামে আক্রমণ-প্রতি আক্রমণে চলে খেলা। তবে গোলের মুখ খুলতে বেশি সময় নেয়নি ফার্নান্ডো স্যান্টোসের দল। ম্যাচের ১৭ মিনিটেই থ্রু থেকে প্রথম পোস্ট দিয়ে রকেট গতির শট জালে জড়িয়ে দেন গঞ্জালো রামোস। প্রথম গোল করার পর আক্রমণের ঝাঁঝ আরও বাড়ায় পর্তুগাল। আর পিছন ফিরে তাকাতে হয়নি। পুরো ম্যাচে দাপট দেখিয়ে শেষ আটে চলে গেল পর্তুগীজরা।

    আরও পড়ুন: শেষ আটে পৌঁছে ‘ফুটবল সম্রাট’ পেলেকে বিশেষ শ্রদ্ধার্ঘ্য নেইমারদের

    স্পেন-মরক্কো

    টাইব্রেকারে ফের হারল স্পেন। এনরিকের আশঙ্কা সত্যি করে আবারও টাইব্রেকারে ব্যর্থ হলেন বুসকেটসরা। এর আগে বিশ্বকাপের টাইব্রেকারে চার বারের মধ্যে তিন বারই হেরেছিল স্পেন। সেই তালিকায় যোগ হল ২০২২ সালটাও। কাতার বিশ্বকাপের (Qatar World Cup 2022) মঞ্চে দ্বিতীয়বার টাইব্রেকারে গড়াল ম্যাচ। গতকাল ক্রোয়েশিয়া বনাম জাপানের পর এদিন স্পেন বনাম মরক্কো। টাইব্রেকারে স্পেনকে হারিয়ে বিশ্বকাপের (World Cup 2022) কোয়ার্টার ফাইনালে (Quarter Final) পৌঁছে গেল মরক্কো (Morocco)। স্পেনের মত শক্তিশালী দলকে হারিয়ে বিশ্বকাপের ইতিহাসে চতুর্থ আফ্রিকান দেশ হিসেবে শেষ আটে পৌঁছে গেল মরক্কো। এর আগে ক্যামরুন ১৯৯০ সালে, সেনেগাল ২০০২ সালে ও ঘানা ২০১০ সালে কোয়ার্টার ফাইনালে পৌঁছেছিল।  প্রথমার্ধ, দ্বিতীয়ার্ধ ও অতিরিক্ত সময় গোলশূন্য ছিল ম্যাচ। এরপর টাইব্রেকারে ৩-০ গোলে স্পেনকে হারিয়ে দেয় মরক্কো। অন্যদিকে রাউন্ড অফ সিক্সটিনে এসে শেষ চার ম্যাচের মধ্যে তিন ম্যাচেই হারতে হয়েছে স্পেনকে। এর মধ্যে গত বিশ্বকাপে রাশিয়ার বিরুদ্ধে পেনাল্টিতে হারতে হয়েছিল। এবার মরক্কোর বিরুদ্ধেও পেনাল্টিতে হারতে হল।  গত ইউরোতে টাইব্রেকারে হারতে হয়েছিল স্পেনকে। তাই দলকে ১হাজারের বেশি পেনাল্টি অনুশীলন করিয়েছেন স্পেনের কোচ। তবু শেষ রক্ষা হল না। এ দিন স্পেন টাইব্রেকারে একটি শটও গোলে মারতে পারেনি। মরক্কো একটি মিস করলেও বাকি তিনটি শট গোলে মেরে ম্যাচ জিতে যায়। মরক্কো আফ্রিকার প্রথম দেশ যারা বিশ্বকাপের মঞ্চে পেনাল্টিতে জয় পেল। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • FIFA World Cup: ২০২৬ বিশ্বকাপে খেলবে ৪৮ টি দেশ! নিয়মে পরিবর্তন, জানাল ফিফা

    FIFA World Cup: ২০২৬ বিশ্বকাপে খেলবে ৪৮ টি দেশ! নিয়মে পরিবর্তন, জানাল ফিফা

    মাধ্যম নিউজ ডেস্ক: কাতার বিশ্বকাপ মধ্যগগনে। আর্জেন্টিনা, ব্রাজিল, ফ্রান্সের মতো ফেভারিট দলগুলি দাপটে শেষ আটে জায়গা করে নিয়েছে। তবে কাপ কাদের হতে উঠবে তা জানতে অপেক্ষা করতে হবে আরও কিছুদিন। ১৮ ডিসেম্বর ফাইনাল। তবে ফিফা বসে নেই। পরের বিশ্বকাপের প্রস্তুতি শুরু করে দিয়েছে।

    ২০২৬ বিশ্বকাপের প্রস্তুতি

    ২০২৬ সালে ফুটবল বিশ্বকাপের আসর বসবে তিনটি দেশ আমেরিকা, কানাডা ও মেক্সিকোতে। খেলবে ৪৮ টি দেশ। কাতারের ৩২ দলের শেষ বিশ্বকাপ হচ্ছে। তবে পরের বিশ্বকাপে দল বাড়লে কী ফরম্যাটে খেলা হবে তাই নিয়ে রয়েছে যথেষ্ট কৌতুহল। ফিফা তিনটি ফরম্যাট নিয়ে চিন্তা ভাবনা করছে। এক, ৪৮ টি দলকে ভাগ করা হবে ১৬টি গ্রুপে। অর্থাৎ প্রত্যেক গ্রুপে তিনটি করে দল খেলবে। পরের রাউন্ডে যাবে দুটি দল। দুই, ৪৮টি দলকে ভাগ করা হতে পারে ১২টি গ্রুপে। প্রত্যেক গ্রুপে চারটি করে দল খেলবে। সেরা দুটি দল পরের রাউন্ড তথা রাউন্ড অব ৩২ তে উঠবে। এভাবে ২৪টি দল সরাসরি উন্নীত হবে পরের রাউন্ডে। এবার বাকি আটটি দলকে বেছে নেওয়া হবে সেরা তৃতীয় স্থান অর্জনের ভিত্তিতে। তৃতীয় ফরম্যাট, ৪৮টি দলকে দুটি গ্রুপে ভাগ করতে হবে। ২৪টি দলকে আবার চারটি গ্রুপে ভাগ করা হবে। তারপর ১৬টি দলকে নিয়ে হবে পরের রাউন্ড। এবার দুই গ্রুপের সেরা দল ফাইনালে মুখোমুখি হবে।

    আরও পড়ুন: শেষ আটে পৌঁছে ‘ফুটবল সম্রাট’ পেলেকে বিশেষ শ্রদ্ধার্ঘ্য নেইমারদের

    বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা জানিয়েছে, আগামী ফুটবল বিশ্বকাপ হবে আরও বড়। এ বারের থেকে কয়েক কোটি বেশি মানুষ বিশ্বকাপের সঙ্গে জুড়বেন। কারণ টুর্নামেন্টের ফরম্যাট পরিবর্তনের দিকে ঝুঁকছে ফিফা। ২০২৬ সালের বিশ্বকাপে ম্যাচের সংখ্যা বেড়ে হবে ১০৪। নকআউটে খেলবে মোট ৩২টি দেশ! বর্তমানে ১৬টি দেশ নকআউটের ম্যাচ খেলছে।পরিবর্তন শুধু ফরম্যাটেই নয়, ম্যাচের নিয়মেও হবে। গ্রুপ স্টেজের ম্যাচ টাই হলে পেনাল্টি শুটআউটের মাধ্যমে জয়ী দল বেছে নেওয়া হবে। বর্তমানে গ্রুপ স্টেজের ম্যাচে টাইব্রেকারের নিয়ম নেই। একমাত্র নকআউটের ম্যাচগুলিতে টাই হলে অতিরিক্ত সময়ের খেলা হয়ে থাকে। এক্ষেত্রে পয়েন্টে পরিবর্তন আসতে পারে। নির্ধারিত সময়ে ম্যাচ জিতলে তিন পয়েন্ট। আর পেনাল্টি শুটআউটের মাধ্যমে জয়ী দল পাবে ২ পয়েন্ট। পেনাল্টি শুটে পরাজিত দলের ঝুলিতে যাবে ১ পয়েন্ট।

  • FIFA World Cup: শেষ আটে পৌঁছে ‘ফুটবল সম্রাট’ পেলেকে বিশেষ শ্রদ্ধার্ঘ্য নেইমারদের

    FIFA World Cup: শেষ আটে পৌঁছে ‘ফুটবল সম্রাট’ পেলেকে বিশেষ শ্রদ্ধার্ঘ্য নেইমারদের

    মাধ্যম নিউজ ডেস্ক: সোমবার রাতের ম্যাচে দক্ষিণ কোরিয়াকে ৪ গোল দিয়ে কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গিয়েছে ব্রাজিল (Brazil)। স্বভাবতই উচ্ছ্বাসে ফেটে পড়েছে স্টেডিয়াম। আর এই জয়ের পরেই ব্রাজিল কিংবদন্তী ফুটবলার পেলেকে শ্রদ্ধা জানাল ব্রাজিল। স্টেডিয়াম ৯৭৪-এ পেলের ছবি এবং নাম লেখা ব্যানার হাতে দাঁড়ালেন ব্রাজিলের ফুটবলাররা। তাঁদের সঙ্গে যোগ দিলেন দর্শকরাও। গ্যালারিতে দাঁড়িয়ে পেলের সুস্থতার প্রার্থনা করলেন তাঁরা। অন্যদিকে পেলে হাসপাতাল থেকেই তাঁর দলকে শুভেচ্ছা জানিয়েছেন। ম্যাচ শুরুর আগেই ব্রাজিলের ফুটবলারদের উৎসাহ দিয়েছেন ট্যুইটারে পোস্টের মাধ্যমে।

    পেলের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন ব্রাজিলের

    ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার পেলে ভর্তি হাসপাতালে। বয়স ৮২, ফুটবলারের শারীরিক অবস্থা নিয়ে নানা ভালো-মন্দ খবর আসছে সামনে। সোমবার রাতে ব্রাজিলের জয়ে সামিল হলেন পেলেও। ব্রাজিলের ফুটবলার থেকে শুরু করে গ্যালারির দর্শকরাও পেলের নাম লেখা ব্যানার হাতে নিয়ে তাঁকে শ্রদ্ধার্ঘ্য জানায়। পুরো স্টেডিয়াম যেন ‘ফুটবল সম্রাট’ পেলের পোস্টারে সেজে উঠেছিল। গ্যালারি থেকে ব্রাজিল সমর্থকরাও পেলের ছবি তুলে ধরেন। ১০ নম্বর জার্সি পরা ফুটবল সম্রাটের ছবির সঙ্গে লেখা, ‘পেলে গেট ওয়েল সুন’। এদিন সবাই তাঁর দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করেন।

    পেলের শুভেচ্ছা বার্তা ব্রাজিলিয়ান ফুটবলারদের

    গতকালের ম্যাচ শুরুর আগেই তরুণ বয়সের একটি ছবি ট্যুইটারে পোস্ট করেন পেলে। ক্যাপশনে লেখেন, “১৯৫৮ সালে একদিন আমি রাস্তায় হাঁটছিলাম। বাবাকে একটা কথা দিয়েছি, সেই বিষয়ে ভাবছিলাম। আমি জানি আজকের ম্যাচে যারা নামবে, তাঁরাও এরকম প্রতিশ্রুতি দিয়েছে। প্রথমবার বিশ্বকাপ জয়ের লক্ষ্যে নামতে চলেছে। হাসপাতাল থেকেই আমি খেলা দেখব, প্রত্যেককে উৎসাহিত করব। অনেক শুভেচ্ছা রইল।”

    প্রসঙ্গত, পেলের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। ফুসফুসের সংক্রমণের চিকিৎসায় সাড়া দিচ্ছেন ৮২ বছরের ফুটবলার। গত ২৪ ঘণ্টায় নতুন করে পেলের শারীরিক পরিস্থিতির কোনও অবনতি হয়নি। গতকাল তাঁর মেয়েরাও জানান যে, তিনি খুব তাড়াতাড়িই সুস্থ হয়ে উঠবেন।

  • FIFA World Cup 2022:  লিকোভিচের হাতেই আটকে গেল জাপান! শেষ আটে ক্রোয়েশিয়ার সামনে ব্রাজিল

    FIFA World Cup 2022: লিকোভিচের হাতেই আটকে গেল জাপান! শেষ আটে ক্রোয়েশিয়ার সামনে ব্রাজিল

    মাধ্যম নিউজ ডেস্ক: রুদ্ধশ্বাস ম্যাচ, টানটান উত্তেজনা। কাতার বিশ্বকাপে এই প্রথম ম্যাচ গড়াল অতিরিক্ত সময়ে। গতবারের রানার্স আপ ক্রোয়েশিয়াকে টাইব্রেকার পর্যন্ত টেনে নিয়ে গেল জাপান। তবে আর এগোতে পারেনি সূর্যোদয়ের দেশ। ক্রোয়েশিয়ার গোলরক্ষক লিকোভিচের হাতেই শেষ হয়ে গেল জাপানের স্বপ্নের দৌড়। আল জানাউব স্টেডিয়ামে শেষ ষোলোর ম্যাচে জাপানকে টাইব্রেকারে ৩-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠল ক্রোয়েশিয়া। জয়ের নায়ক ডমিনিক লিভাকোভিচ। 

    আরও পড়ুন: বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি ফ্রান্স-ইংল্যান্ড, জানুন ম্যাচের দিনক্ষণ

    গোল্ডেন গ্লাভস

    পেনাল্টি সেভের হ্যাটট্রিক। ডমিনিক লিভাকোভিচের গোল্ডেন গ্লাভস আটকাল তিনটে পেনাল্টি শট। শুরুতেই পরপর মিনামিনো এবং মিতোমার শট বাঁচান। ০-২ তে পিছিয়ে পরে জাপান। দ্বিতীয় শট লিভায়া পোস্টে মারায় লড়াইয়ে ফিরে এসেছিল জাপান। গোল করে দলকে দৌড়ে রাখেন আসানো। কিন্তু মায়া ইয়োশিদার শট আবার ডানদিকে ঝাঁপিয়ে রুখে দেন ক্রোট কিপার। লিভাকোভিচের দুই হাত শেষ আটে তুলল রাশিয়া বিশ্বকাপের রানার্সদের। ক্রোয়েশিয়ার হয়ে গোল করেন নিকোলা ভ্লাসিচ, মার্সেলো ব্রোজোভিচ এবং মারিও পাসালিচ।‌

    আরও পড়ুন: ৪-১ গোলে সাউথ কোরিয়াকে উড়িয়ে কোয়ার্টার ফাইনালে ব্রাজিল

    জাপানের লড়াই

    এক দল গ্রুপ পর্ব পেরবে, অনেকেই ভাবেননি। কারণ গ্রুপে জার্মানি, স্পেনের মতো মহাশক্তিশালী দেশ। অথচ দুই প্রবল পরাক্রমী প্রতিপক্ষকে হারিয়ে গোটা বিশ্বকে চমকে দিয়েছিল জাপান। এদিন গত বিশ্বকাপের রানার্স, ইউরোপের পাওয়ার হাউস ক্রোয়েশিয়ারও চোখে চোখ রেখে লড়াই করে জাপান।  শুরুতে এগিয়েও গিয়েছিল তাঁরা। কিন্তু ইভান পেরিসিচ গোল করে ম্যাচে সমতায় ফেরান ক্রোটদের। ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানেও ফয়সালা হয়নি। যার জেরে ম্যাচের ৯০ মিনিট ফলাফল ছিল ১-১। ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। তাতেও ম্যাচের ফয়সালা না হওয়ায় ম্যাচ গড়ায় পেনাল্টি শুট-আউটে। সেখানেই জাপানের স্বপ্নভঙ্গ। এশিয়ার দলটিকে ৩-১ গোলে হারিয়ে শেষ আটে পা রেখেছে ক্রোয়েশিয়া। শেষ আটে ব্রাজিলের মুখোমুখি মদ্রিচ,পেরিসিচরা।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • FIFA WC Quarterfinal RACE: আজ খেলতে পারেন নেইমার! ব্রাজিলের সামনে দক্ষিণ কোরিয়া

    FIFA WC Quarterfinal RACE: আজ খেলতে পারেন নেইমার! ব্রাজিলের সামনে দক্ষিণ কোরিয়া

    মাধ্যম নিউজ ডেস্ক: বিশ্বকাপের প্রি কোয়ার্টার (FIFA WC) ফাইনালে আজ দক্ষিণ কোরিয়ার মুখোমুখি ব্রাজিল। গ্রুপ পর্বের শেষ ম্যাচে পর্তুগালকে হারিয়ে শেষ ষোলোয় জায়গা করে নিয়েছে এশিয়ার দেশটি। স্বভাবতই দক্ষিণ কোরিয়ার ফুটবলাররা চনমনে। উল্টোদিকে টুর্নামেন্টের অন্যতম ফেভারিট হয়েও কিছুটা চাপে তিতের ব্রাজিল। আসলে গ্রুপের শেষ ম্যাচে তাদের হারতে হয়েছিল কামেরুনের কাছে। স্বভাবতই ব্রাজিল কোচ সাবধানী ও সতর্ক। তবে কয়েক মাস আগে এই দক্ষিণ কোরিয়াকে পাঁচ গোলে হারিয়েছিল সেলেকাওরা। জোড়া গোল উপহার দিয়েছিলেন নেইমার। কিন্তু সেটা ছিল প্রীতি ম্যাচ। আর এটা বিশ্বকাপ (FIFA WC)। তাই লড়াইয়ের প্রেক্ষাপট ও গুরুত্ব ভিন্ন। ব্রাজিল দলে রয়েছে একাধিক চোট সমস্যা। তবে নেইমার সুস্থ হয়ে উঠেছেন। সব ঠিক থাকলে আজ, সোমবার কোরিয়ার বিরুদ্ধে তিনি হয়তো শুরু থেকে খেলবেন। আর ব্রাজিলের গোল করার লোকের অভাব কিছুটা মিটতে পারে।

    আরও পড়ুন: শেষ ষোলোয় ব্রাজিল, পর্তুগাল! গোলের বন্যা ক্যামেরুন-সার্বিয়া ম্যাচে

    কালো ঘোড়া জাপান

    এবারের বিশ্বকাপে এশিয়ার দলগুলি ভালো পারফর্ম করেছে। বিশেষ করে দক্ষিণ কোরিয়া ও জাপান। দিনের প্রথম ম্যাচে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে নামছে জাপান। এবারের বিশ্বকাপের কালো ঘোড়া জাপান। গ্রুপের লড়াইয়ে তারা জার্মানি, স্পেনের মতো শক্তিশালী দলকে হারিয়েছে। শেষ করেছে গ্রুপ শীর্ষে। ফলে গতবারের রানার্স ক্রোয়েশিয়া, কিছুটা হলেও চাপে। বিশ্বকাপে এর আগে তিনবার মুখোমুখি হয়েছে দুই দল। তবে শেষ দুবার জিতেছে ক্রোয়েশিয়া।  তবে এবার পরিসংখ্যান বদল হতে পারে। সামুরাই এর দেশ কিন্তু কোয়ার্টার ফাইনালের টিকিট পাওয়ার প্রবল দাবিদার। গতি জাপানের বড় ভরসা। উল্টোদিকে ক্রোয়েশিয়া এবারও সেমি ফাইনালের দাবিদার। তবে তাদের টপকাতে হবে জাপানের বাধা। লুক মড রিচের মতো অভিজ্ঞ ফুটবলার ক্রোয়েশিয়ার অন্যতম সম্পদ।

    গতকালের ম্যাচের ফলাফল:

    ফ্রান্স ৩ : পোল্যান্ড ১

    ইংল্যান্ড ৩ : সেনেগাল ০

    আজকের ম্যাচ:

    জাপান-ক্রোয়েশিয়া (রাত সাড়ে ৮টা)

    ব্রাজিল-দক্ষিণ কোরিয়া (রাত সাড়ে ১২টা)

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • FIFA World Cup: আজ মরণ-বাঁচন ম্যাচ! নক আউটে যেতে গেলে কোস্টারিকার বিপক্ষে জয় চাই জার্মানির

    FIFA World Cup: আজ মরণ-বাঁচন ম্যাচ! নক আউটে যেতে গেলে কোস্টারিকার বিপক্ষে জয় চাই জার্মানির

    মাধ্যম নিউজ ডেস্ক: চলতি বিশ্বকাপে এখনও পর্যন্ত জয়ের দেখা পায়নি জার্মানি (Germany Football Team)।  বিশ্বকাপের (FIFA WC 2022) প্রথম ম্যাচেই জাপানের বিরুদ্ধে ২-১ গোলে পরাজয় এবং পরের ম্যাচে স্পেনের বিরুদ্ধে ১-১ ড্র। ফেভারিট জার্মানি টানা দ্বিতীয় বারের মতো গ্রুপ পর্ব থেকেই বিদায় নেবে না তো। বুধবার আর্জেন্টিনা পোল্যান্ডকে হারিয়ে সরাসরি নকআউট পর্বে চলে গিয়েছে। জার্মানি যেন সেই পথেই হাঁটে প্রার্থনা সমর্থকদের।

    বিশ্বকাপের ইতিহাসে জার্মানি

    বিশ্বকাপের আগের ২১ আসরের মধ্যে ১৯ বারই অংশ নেওয়া জার্মানি চ্যাম্পিয়ন হয়েছে চার বার। ৯ বার উঠেছে ফাইনালে। সেমিফাইনাল খেলেছে ১৩ বার! বিশ্বকাপের চিরকালীন ফেভারিট সেই জার্মানি টানা দ্বিতীয় বারের মতো গ্রুপ পর্ব থেকেই বিদায়ের শঙ্কায় থর-হরিকম্প। যে দলটি ৯ বার ফাইনালে উঠে চার বার চ্যাম্পিয়ন হয়েছে,সেই জার্মানিকে নকআউটে যেতে হলে অন্যের সাহায্যও নিতে হবে! দুই ম্যাচ থেকে তাদের সংগ্রহ মাত্র ১ পয়েন্ট। চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা গ্রুপের প্রথম দুটো ম্যাচ পরপর জিততে পারবে না, এরকমটা জার্মান ফুটবল ইতিহাসে একবারই দেখা গিয়েছিল ১৯৩৮ সালের বিশ্বকাপে। 

    নক আউটে যাওয়ার সমীকরণ

    জার্মানিকে শেষ ষোলোয় যেতে হলে আজ কোস্টারিকাকে হারাতে হবে। পাশাপাশি স্পেন-জাপান ম্যাচে, স্পেনের জয় চাইতে হবে।! কারণ, নিজেরা জিতলে এবং স্পেনের কাছে জাপান হারলে অনায়াসেই নক আউটে যেতে পারবে জার্মানি। কিন্তু জাপানের কাছে স্পেন হারলে জার্মানিদের কোস্টারিকার বিপক্ষে জিততে হবে বিশাল ব্যবধানে। যদি স্পেন-জাপান ম্যাচটি ড্র হয়, সেক্ষেত্রেও জার্মানিকে অন্তত ২-০ গোলে জিততে হবে।

    আরও পড়ুন: শেষ ষোলোয় আর্জেন্টিনার সামনে অস্ট্রেলিয়া, পোল্যান্ডের মুখোমুখি ফ্রান্স 

    কী বলছেন কোচ

    কোস্টারিকার বিপক্ষে খেলতে নামার আগে অবশ্য এতকিছু নিয়ে ভাবতে নারাজ জার্মানির কোচ হান্সি ফিল্ক (Hansi Flick)। তাঁর কথায়, ‘‘আসলে ঠিকঠাক ফল পাচ্ছি না বলে আমাদের পারফরম্যান্স নিয়ে সমালোচনা হচ্ছে। দেখে নেবেন, এই বিশ্বকাপে কোস্টারিকা ম্যাচটাই হবে আমাদের ঘুরে দাঁড়ানোর ম্যাচ। এত তাড়াতাড়ি জার্মানিকে বিশ্বকাপ থেকে বিদায় জানাবেন না। এখনও অনেক চমক বাকি আছে।’’এখন সেই চমকের অপেক্ষায় সমর্থকরা। আসলে ফুটবল ময়দানে চমকের জন্যই বিখ্যাত জার্মানি। তাই শেষ বাঁশি বাজার আগে জার্মানি সম্পর্কে শেষ কথা না বলাই ভাল।

  • India-Bangladesh Test Series: বাংলাদেশ টেস্ট সিরিজে অনিশ্চিত জাদেজা, শামি! পরিবর্তে ভারতের হয়ে খেলবেন কে?

    India-Bangladesh Test Series: বাংলাদেশ টেস্ট সিরিজে অনিশ্চিত জাদেজা, শামি! পরিবর্তে ভারতের হয়ে খেলবেন কে?

    মাধ্যম নিউজ ডেস্ক: চোটের জন্য বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজ থেকে ছিটকে যেতে পারেন রবীন্দ্র জাদেজা ও মহম্মদ শামি। নির্বাচিত হয়েও বাংলাদেশের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ থেকে ছিটকে গিয়েছেন দুই ক্রিকেটার। অনিশ্চয়তা রয়েছে টিম ইন্ডিয়ার একাধিক তারকাকে নিয়ে। বাংলাদেশের বিরুদ্ধে রোহিত শর্মার খেলাও অনিশ্চিত। তৃতীয় এক দিনের ম্যাচ থেকে ছিটকে গিয়েছেন রোহিত। টেস্ট সিরিজে না খেলার সম্ভাবনাই বেশি। ক্যাপ্টেন রোহিত শর্মা খেলার মতো অবস্থায় না থাকলে সুযোগ পাওয়ার তালিকায় এগিয়ে রয়েছেন অভিমন্যু ঈশ্বরন। বাংলার অধিনায়ক এই মুহূর্তে বাংলাদেশে। ভারত ‘এ’ দলের অধিনায়ক হিসাবে সেখানে চার দিনের টেস্ট খেলছেন ঈশ্বরন। প্রথম চার দিনের টেস্টটিতে শতরান করেছিলেন তিনি। দ্বিতীয় চার দিনের টেস্টেও শতরান করেছেন। বিজয় হজারে ধরলে টানা তিনটি ইনিংসে শতরান করে ফেললেন অভিমন্যু। রানের মধ্যে রয়েছেন বাংলার ওপেনার। রোহিত খেলতে না পারলে ভারতীয় দলে সুযোগ পাওয়ার জোর দাবিদার তিনি।

    শামির পরিবর্তে কে

    শামির বদলে টেস্ট দলে ঢুকতে পারেন বাংলার মুকেশ কুমার। তাঁর সঙ্গে দৌড়ে ছিলেন উমরান মালিকও। তবে এখন শোনা যাচ্ছে যে,শামির বদলে ভারতের টেস্ট দলে ঢুকে পড়তে পারেন নভদীপ সাইনি। মুকেশ এবং সাইনিও এই মুহূর্তে বাংলাদেশে রয়েছেন। দুই তারকা ভারতীয়-এ দলের হয়ে বাংলাদেশ-এ দলের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলতে ব্যস্ত। শামির বদলি ঘোষণা করলে এক্ষেত্রে সাইনি বা মুকেশের ভাগ্যে শিকে ছেঁড়ার সম্ভাবনাই বেশি। কেননা, দুই পেসার বাংলাদেশে লাল বলের ক্রিকেটে সড়গড় হয়ে উঠছেন। ২টি ম্যাচে সাইনির তুলনায় মুকেশের পারফর্ম্যান্স অবশ্য আরও ভালো। রবীন্দ্র জাদেজাও টেস্ট সিরিজে অনিশ্চিত। তাঁর বদলে ভারতের টেস্ট স্কোয়াডে জায়গা করে নিতে পারেন সৌরভ কুমার। ২৯ বছর বয়সী বাঁ-হাতি স্পিনার বাংলাদেশ-এ দলের বিরুদ্ধে টেস্ট সিরিজে নজর কেড়েছেন।

    আরও পড়ুন: আগামী তিন মাসে টানা ম্যাচ টিম ইন্ডিয়ার! শ্রীলঙ্কার সঙ্গে খেলা ইডেনেও

    বাংলাদেশ দল ঘোষিত

    আগামী ১৪ ডিসেম্বর থেকে চট্টগ্রামে শুরু হবে ভারত-বাংলাদেশ সিরিজের প্রথম টেস্ট। ২২ ডিসেম্বর থেকে মীরপুরে খেলা হবে সিরিজের দ্বিতীয় টেস্ট। মুস্তাফিজুর রহমানকে বাদ দিয়েই প্রথম টেস্টের দল ঘোষণা করেছে বাংলাদেশ। দলে নেওয়া হয়েছে প্রাক্তন অধিনায়ক মমিনুল হককে। টেস্ট দলকে নেতৃত্ব দেবেন শাকিব আল হাসানই। ভারতীয় দলের বিরুদ্ধে যে টেস্ট দল ঘোষণা করা হয়েছে তাতে নতুন মুখ জাকির হাসান।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

LinkedIn
Share