Category: খেলা

Get updates on Sports News Cricket, Football, Tennis, from the Madhyom news portal madhyom.com, West Bengal leading news portal Madhyom.com

  • Ruturaj: ঋতুরাজের দুরন্ত পারফরম্যান্স! এক ওভারে সাতটি ছয়ের অনন্য নজির

    Ruturaj: ঋতুরাজের দুরন্ত পারফরম্যান্স! এক ওভারে সাতটি ছয়ের অনন্য নজির

    মাধ্যম নিউজ ডেস্ক: এক ওভারে সাতটি ছক্কা হাঁকিয়ে বিশ্ব রেকর্ড। সেটা হলো ভারতের মাটিতে। বিজয় হাজারে ট্রফির ম্যাচে আমেদাবাদে উত্তরপ্রদেশের বিরুদ্ধে মহারাষ্ট্রের ব্যাটসম্যান ঋতুরাজ গায়কোয়াড় ৪৯ তম ওভারে সাতটি ছক্কা হাঁকান। বিশ্বের প্রথম ব্যাটসম্যান হিসেবে সীমিত ওভারের ক্রিকেটে এই নজির গরলেন ঋতুরাজ। 

    আরও পড়ুন: শেষ ষোলোয় ব্রাজিল, পর্তুগাল! গোলের বন্যা ক্যামেরুন-সার্বিয়া ম্যাচে

    ঋতুরাজের ইনিংস

    ৪৯ তম ওভারে উত্তরপ্রদেশের স্পিনারের বিরুদ্ধে মারমুখী মেজাজে ছিলেন ঋতুরাজ গায়কোয়াড়। পরপর তিনি ছক্কা হাঁকান। তারমধ্যে বোলার সিবা সিং একটি নো বল করেন। যার সুবাদে ফ্রি হিট পান ঋতুরাজ। সেই সুযোগও তিনি হাতছাড়া করেননি। ফ্রি হিটেও ছক্কা হাঁকিয়ে বিশ্ব রেকর্ড গড়েন তিনি। তাঁর ইনিংসে রয়েছে মোট ১৬ টি ওভার বাউন্ডারি। পাশাপাশি দশটি বাউন্ডারিও হাঁকিয়েছেন মহারাষ্ট্রের অধিনায়ক। ১৫১ বলে ২২০ রান করে অপরাজিত থাকেন তিনি। লিস্ট এ ক্রিকেটে ভারতের মাটিতে যা আরও একটি রেকর্ড। একবার দেখে নেওয়া যাক কীভাবে সিবা সিংয়েরর ওভারে সাতটি ছক্কা মারলেন ঋতুরাজ। প্রথম বলে লং অন দিয়ে বিশাল ছক্কা হাঁকান ঋতুরাজ।  তাঁর দ্বিতীয় ছক্কাটি এসেছে বোলারের মাথার উপর দিয়ে। সিবার তৃতীয় ডেলিভারি ছিল শর্ট পিচ। কিন্তু অনায়াসেই তা মিড উইকেট দিয়ে বাউন্ডারির ওপারে পাঠান চেন্নাই সুপার কিংস এর ব্যাটসম্যানটি। চতুর্থ ছক্কাটি লংঅফের উপর দিয়ে। সিবার পঞ্চম ডেলিভারি লো বল হলেও, ছক্কা হাঁকাতে ভোলেননি মহারাষ্ট্রের অধিনায়ক। ফ্রি হিটে মিড উইকেটের ওপর দিয়ে ওভার বাউন্ডারি মারেন ঋতুরাজ। সপ্তম ছক্কাও মিড উইকেটের ওপর দিয়ে। 

    ছয় বলে ছয়টি ছয়

    ছয় বলে ছয়টি ছক্কা মারার নজির রয়েছে বহু। ভারতের প্রাক্তন ক্রিকেটার যুবরাজ সিং, দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ক্রিকেটার হারসল গিবস, গ্যারি সোবার্স, রবি শাস্ত্রী এক ওভারে ছটি ছক্কা মেরেছিলেন। তবে ওভারে সাতটি ছক্কা মারার নজির এই প্রথম। অনেকে এখন ঋতুরাজকে সিক্স-আর-কিং বলে ডাকছেন। ধতুরাজের দুরন্ত পারফরম্যান্স প্রশংসা কুড়িয়েছে ক্রিকেট মহলে।

  • FIFA World Cup: শেষ ষোলোয় ব্রাজিল, পর্তুগাল! গোলের বন্যা ক্যামেরুন-সার্বিয়া ম্যাচে

    FIFA World Cup: শেষ ষোলোয় ব্রাজিল, পর্তুগাল! গোলের বন্যা ক্যামেরুন-সার্বিয়া ম্যাচে

    মাধ্যম নিউজ ডেস্ক: ফ্রান্সের পর গ্রুপ স্টেজে প্রথম দু’টি ম্যাচ জিতে শেষ ১৬-য় জায়গা করে নিল ব্রাজিল। বিশ্বকাপে ব্রাজিলের কাছে কখনও হারেনি সুইৎজারল্যান্ড। এবার সেই ট্রেন্ড বদলাল। উরুগুয়েকে হারিয়ে নকআউটে চলে গেল পর্তুগালও। সোমবার কাতারে বিশ্ব ফুটবলের আসরে জমজমাট লড়াই দেখল ক্রীড়াপ্রেমীরা।। 

    ব্রাজিলের দুরন্ত জয়

    এদিন নেইমারহীন  তিতের ব্রাজিল ছিল আত্মনির্ভর। সুইৎজারল্যান্ডকে ১-০ গোলে হারিয়ে শেষ ষোলোয় চলে গেল সেলেকাওরা। ম্যাচের একমাত্র গোল করেন কার্লোস হেনরিক  ক্যাসেমিরো। হেক্সা অভিযানে আরও একধাপ এগোল  ব্রাজিল। গ্যালারিতে তার সাক্ষী থাকলেন রোনাল্ডো, রবার্তো কার্লোস, কাফু, কাকারা। ম্যাচের ৮৩ মিনিটে ভিনিসিয়াসের পাস থেকে মুহূর্তের মধ্যে গোল লক্ষ্য করে কোনাকুনি শট নেন ব্রাজিলীয় মিডিও। অনবদ্য গোল। এত দ্রুততার সঙ্গে শট নেন ক্যাসেমিরো, যে রিয়্যাকশন টাইম ছিল না সুইস কিপারের কাছে। শুধুমাত্র দর্শকের ভূমিকায় সোমার। তবে জিতলেও এদিন সেই গতিময় ফুটবল দেখা যায়নি। সার্বিয়া ম্যাচের তুলনায় অনেক বেশি মন্থর ছিল সেলেকাওরা। 

    নক আউটে পর্তুগাল

    উরুগুয়ে কাঁটা সরিয়ে কাতার বিশ্বকাপের প্রি-কোয়ার্টার ফাইনালে পর্তুগাল। সোমবার লুসাইল সুয়ারেজ বনাম রোনাল্ডোর ম্য়াচে জোড়া গোল করে নায়ক পতুর্গালের ব্রুনো ফার্নান্ডেজ। ম্য়াচের ৫৪ ও ৯৩ মিনিটে গোল করেন ব্রুনো। এরমধ্য়ে তাঁর দ্বিতীয় গোল পেনাল্টি থেকে। চার বছর আগে রাশিয়ায় এই উরুগুয়ের কাছে হেরেই বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছিল পর্তুগাল। চার বছর পর কাতারে উরুগুয়েকে হারিয়ে তাদেরই বিদায়ের মুখে ঠেলে দিল পর্তুগাল। বিশ্বকাপের নক-আউটে উঠতে হলে গ্রুপের শেষ ম্য়াচে ঘানার বিরুদ্ধে জিততেই হবে উরুগুয়েকে।

    আরও পড়ুন: জার্মানিকে হারিয়ে ইতিহাস জাপানের, আজ রাতেই ব্রাজিল-সার্বিয়া

    গোলের বন্যা

    সোমবার বিশ্বকাপের প্রথম দু’টি ম্যাচে গোলের বন্যা বইল। ক্যামেরুন বনাম সার্বিয়া এবং ঘানা বনাম দক্ষিণ কোরিয়ার ম্যাচ রীতিমতো উপভোগ করলেন ফুটবলপ্রেমীরা। কাতারের আল ওয়াকরাহেতে আল জানাউব স্টেডিয়ামে আয়োজিত গ্রুপ জি-র ম্যাচে সার্বিয়া এক সময় ৩-১ গোলে এগিয়ে থেকেও জয় আনতে পারল না। প্রথমে গোল করে অবশ্য ক্যামেরুন এগিয়ে গিয়েছিল। তার পর সার্বিয়া পর পর ৩টি গোল করে। কিন্তু অদম্য ক্যামেরুন আরও ২টি গোল করে ম্যাচে সমতা ফেরায়। এ দিন এডুকেশন সিটি স্টেডিয়ামে আয়োজিত গ্রুপ এইচ-এর ম্যাচে ঘানা ২-০ গোলে এগিয়ে ছিল। দক্ষিণ কোরিয়া সমানে সমানে পাল্লা দিয়ে ম্যাচে সমতা ফেরায়। কিন্তু ভাগ্যদেবী ঘানারই সহায় হন। শেষ পর্যন্ত ঘানা জেতে ৩-২ গোলে।

    গতকালের ম্যাচের ফলাফল:

    সার্বিয়া ৩ : ক্যামেরুন ৩

    দক্ষিণ কোরিয়া ২ : ঘানা ৩

    ব্রাজিল ১ : সুইৎজারল্যান্ড ০

    পর্তুগাল২ : উরুগুয়ে ০

    আজকের ম্যাচ:

    ইকুয়েডর-সেনেগাল (রাত সাড়ে ৮টা)

    নেদারল্যান্ডস-কাতার (রাত সাড়ে ৮টা)

    ইরাম-মার্কিন যুক্তরাষ্ট্র (রাত সাড়ে ১২টা)

    ওয়েলস-ইংল্যান্ড (রাত সাড়ে ১২টা)

     
  • FIFA World Cup: শেষ ম্যাচে জয় চাই! স্পেনের সঙ্গে ড্র করে নকআউটের আশা জিইয়ে রাখল জার্মানি

    FIFA World Cup: শেষ ম্যাচে জয় চাই! স্পেনের সঙ্গে ড্র করে নকআউটের আশা জিইয়ে রাখল জার্মানি

    মাধ্যম নিউজ ডেস্ক: স্পেনের বিপক্ষে শেষ ১৫ মিনিটে লড়াকু ফুটবল খেলে ম্যাচ অমীমাংসিত রাখল জার্মানি। বাঁচিয়ে রাখল নকআউটে যাওয়ার আশা। গ্রুপের শেষ ম্যাচে কোস্টারিকাকে হারাতে হবে তাদের। তবে তাহলেও নিশ্চিত হবে না নক আউট পর্যায়। স্পেনকে জিততেই হবে জাপানের বিপক্ষে। 

    জমজমাট গ্রুপ ‘ই’

    একদিকে জার্মানি অন্যদিকে স্পেন। কাতার বিশ্বকাপের অষ্টম দিনে হাই ভোল্টেজ ম্যাচ।  ধারে-ভারে একে অপরকে পাল্লা দেয় বিশ্ব ফুটবলের শক্তিশালী দুই টিম। তবে ফুটবল বিশ্বযুদ্ধে শুরুটা ভাল হয়েছে স্পেনের। কোস্টারিকাকে ৭-০ গোলে হারায় তারা। অন্যদিকে জার্মানি প্রথম ম্যাচে জাপানের কাছে হেরে যায়। এদিন ৪-১-২-৩ ফর্মেশনে দল নামিয়েছিল স্পেন। অন্যদিকে ৪-২-৩-১ দল নামিয়েছিল জার্মানি। প্রথমার্ধ শুরু হওয়ার পর থেকেই স্পেনের দাপট ছিল বেশি। তবে ম্যাচটি শেষ পর্যন্ত ১-১ ড্র হয়ে যায়। আর এই ম্যাচ ড্র হওয়ার ফলে  জার্মানি নকআউটে যাওয়ার আশা জিইয়ে রাখল। আর স্পেনের অপেক্ষা একটু দীর্ঘ হল। এ ছাড়াও এই ‘ই’ গ্রুপের অন্য ম্যাচে এদিন কোস্টারিকা জাপানকে হারিয়ে দেওয়ায় এই গ্রুপের লড়াই এখন জমে গিয়েছে। এখন গ্রুপের যা পরিস্থিতি, তাতে চারটি দলই নকআউটের জন্য যোগ্যতা অর্জন করতে পারে। তবে সুবিধাজনক অবস্থায় রয়েছে স্পেন। জাপানের বিপক্ষে ড্র করলেই তাঁরা পরবর্তী পর্যায়ে চলে যাবে। তবে জার্মানিকে হারাতে হবে কোস্টারিকাকে। বড় গোলের ব্যবধানে জয় চাই তাঁদের।

    আরও পড়ুন: জার্মানিকে হারিয়ে ইতিহাস জাপানের, আজ রাতেই ব্রাজিল-সার্বিয়া

    গ্রুপ ‘এফ’ -এর লড়াই

    গ্রুপ ‘এফ’-এর লড়াইও জমজমাট। এ দিন বেলজিয়ামকে হারিয়ে চমকে দিয়েছে মরক্কো। আবার ক্রোয়েশিয়া দুরন্ত ছন্দে কানাডাকে হারিয়ে দিয়ে গ্রুপ টেবলের শীর্ষে উঠে এসেছে। ছিটকে গিয়েছে কানাডা। তবে এই গ্রুপের প্রথম তিন দলেরই অর্থাৎ-ক্রোয়েশিয়া,মরক্কো এবং বেলজিয়ামের নকআউট ওঠার সুযোগ রয়েছে।

    গতকালের ম্যাচের ফলাফল:

    মরক্কো ২ : বেলজিয়াম ০  

    কোস্টারিকা ১ : জাপান ০

    স্পেন ১ : জার্মানি ১

    ক্রোয়েশিয়া ৪: কানাডা ১

    আজকের ম্যাচ:

    সার্বিয়া-ক্যামেরুন (দুপুর সাড়ে ৩টে)

    দক্ষিণ কোরিয়া-ঘানা (সন্ধ্যা সাড়ে ৬টা)

    ব্রাজিল-সুইৎজারল্যান্ড (রাত সাড়ে ৯টা)

    পর্তুগাল-উরুগুয়ে (রাত সাড়ে ১২টা)

  • Dhoni-Hardik Dance: হার্দিক-বাদশাদের সঙ্গে নাচছেন ধোনি, মুহূর্তেই ভাইরাল ভিডিও

    Dhoni-Hardik Dance: হার্দিক-বাদশাদের সঙ্গে নাচছেন ধোনি, মুহূর্তেই ভাইরাল ভিডিও

    মাধ্যম নিউজ ডেস্ক: এবার অন্য মেজাজে ধরা দিলেন ক্যাপ্টেন কুল। দুবাইতে জমিয়ে পার্টি করলেন ক্রিকেট তারকারা। ধোনি (MS Dhoni), হার্দিক পান্ডিয়াদের (Hardik Pandya) সঙ্গে ডান্স ফ্লোরে হুল্লোড় করলেন জনপ্রিয় র‍্যাপার বাদশাকেও। শনিবার রাতে দুবাইয়ের এক জন্মদিন পার্টিতে উপস্থিত ছিলেন ২২ গজের তারকারা। সেখানেই কাঁধে কাঁধ মিলিয়ে নাচতে দেখা গেল ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি, হার্দিক পান্ডিয়া (Dhoni-Hardik Pandya Dance Video), ক্রুনাল পান্ডিয়া (Krunal Pandya) সহ আরও অনেককে।  

    আরও পড়ুন: মুদ্রাস্ফীতির সঙ্গে লড়ছে দেশ, সুনকের বাগানে ১৬ কোটির মূর্তি দেখে ক্ষুব্ধ জনতা

     

    পার্টিতে উপস্থিত ছিলেন ক্যাপ্টেন কুলের স্ত্রী সাক্ষী ধোনিও। সাক্ষী নিজের ইনস্টা স্টোরিতে শেয়ার করেন সেই পার্টির বিভিন্ন ছবি। মুহূর্তেই ভাইরাল হয় সেইসব ছবি। সিদ্ধার্থ মলহোত্রা (Sidharth Malhotra) এবং ক্যাটরিনা কাইফ অভিনীত ‘বার বার দেখো’ (Baar Baar Dekho) ছবির জনপ্রিয় ‘কালা চশমা’ গানে র‍্যাপ করতে দেখা যাচ্ছে বাদশাকে। আর তাতেই কোমর দোলালেন ক্রিকেটাররা। ধোনিকে ( (Dhoni-Hardik Pandya Dance Video)) সচারচর এমন অবতারে দেখা যায় না। পার্টি, গেট টুগেদার থেকে নিজেকে দূরেই রাখেন তিনি। কিন্তু এদিন  দুবাইয়ে (Dubai) পার্টি মুডে প্রিয় ধোনিকে দেখে বেশ উৎসুক ভক্তকুল।    

    দেখুন সেই ভিডিও

     

     
     
     
     
     
    View this post on Instagram
     
     
     
     
     
     
     
     
     
     
     

    A post shared by MS Dhoni FC 🔵 (@bleed.dhonism)

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

     
     

     

  • FIFA World Cup: নতুন জীবন পেল আর্জেন্টিনা! বিশ্বকাপে এগিয়ে যেতে এবারে কী করতে হবে মেসিদের?

    FIFA World Cup: নতুন জীবন পেল আর্জেন্টিনা! বিশ্বকাপে এগিয়ে যেতে এবারে কী করতে হবে মেসিদের?

    মাধ্যম নিউজ ডেস্ক: এ যেন নতুন করে প্রাণ ফিরে পেল! মেক্সিকোর বিপক্ষে ঘুরে দাঁড়িয়ে দেশকে জয় এনে দিয়ে আর্জেন্টিনার খেলোয়াড় এবং সমর্থকদের এখন তেমনটাই মনে হচ্ছে। লিওনেল মেসির দুর্ধর্ষ পারফরম্যান্সে দারুণ এক জয় পেয়েছে আর্জেন্টিনা। এই জয়ের ফলে বিশ্বকাপের শেষ ষোলোতে যাওয়ার আশা বেঁচে রইল আর্জেন্টিনার। পরের ম্যাচে পোল্যান্ডকে হারালেই নিশ্চিত হবে দ্বিতীয় রাউন্ড।

    সৌদির কাছে হার

    আগের ম্যাচে সৌদির আরবের কাছে অবাক করা হারের পর আর্জেন্টিনার চাপ ছিল পাহাড় প্রমাণ। ফলে এ বার মেক্সিকোর বিরুদ্ধে নামার আগে লিওনেল মেসিদের চাপটা ছিল অনেক বেশি। সৌদি আরবের কাছে হারের পর মেক্সিকোর বিরুদ্ধে জয় ছাড়া বিশ্বকাপে টিকে থাকার কোনও রাস্তা ছিল না মেসিদের। কারণ সি গ্রুপের ম্যাচে পোল্যান্ডের বিরুদ্ধে সৌদি আরব হেরে যাওয়ায়, মেসিদের চাপটা দ্বিগুণ বেড়ে গিয়েছিল। তবে সেই চাপ সামলে ফিনিক্স পাখির মত ফিরে এসেছে মেসির আর্জেন্টিনা।

    মেসির গুরুত্বপূর্ণ গোল

    ম্যাচের পর থেকেই মেসির গোল নিয়ে ট্রেন্ডিং শুরু হয়েছে ‘WHAT A Goal’, তবে বিশেষজ্ঞমহল মনে করেছে, এর থেকেও মেসি আগে ভালো গোল করেছেন। তবে এবারের গোলটি তাৎপর্যপূর্ণ ছিল ও এটি এখন পর্যন্ত তাঁর বিশ্বকাপ জীবনের গুরুত্বপূর্ণ গোল ছিল। এদিন ৬৪ মিনিটে দুর্দান্ত গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে দেন সেই মেসি। ডান দিক থেকে দি মারিয়া পাস দিয়েছিলেন মেসিকে। আবার শেষে ৮৭ মিনিটে গোল করে আর্জেন্টিনার পক্ষে ব্যবধান বাড়ালেন এনজো ফার্নান্ডেজ। এরপরের লক্ষ্য পোল্যান্ড।

    আরও পড়ুন: ফুটবল মাঠে রাজনীতি! সরকার বিরোধী ইরানি সমর্থকদের থেকে পতাকা কাড়ল সরকারের সমর্থকরা

    বিশ্বকাপে টিকে থাকতে কী করতে হবে মেসিদের?

    এই জয়ের মানে আর্জেন্টিনা এখন গ্রুপ সি-তে দুই ম্যাচে তিন পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে। আর দুই ম্যাচে চার পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে রয়েছে পোল্যান্ড। সৌদি আরব তিন পয়েন্ট নিয়ে তৃতীয় এবং মেক্সিকো মাত্র এক পয়েন্ট নিয়ে চার দলের গ্রুপের নীচে রয়েছে। ১৬-এর রাউন্ডে পৌঁছানোর জন্য তাঁদের এখনও অনেক কঠোর পরিশ্রম করতে হবে। সহজভাবে বলতে গেলে, কোনো জটিলতা এড়াতে আর্জেন্টিনাকে তাদের চূড়ান্ত গ্রুপের খেলা জিততে হবে। আর্জেন্টিনা তাদের শেষ গ্রুপ খেলায় পোল্যান্ডকে হারালে, তারা নকআউট রাউন্ডে চলে যাবে। একটি ড্রও তাদের জন্য যথেষ্ট হতে পারে। তবে তাদের তখন সৌদি আরব এবং মেক্সিকোর মধ্যেকার ম্যাচের ফলাফলের উপর নির্ভর করতে হবে, যা একই সঙ্গে খেলা হবে। আর্জেন্টিনার সঙ্গে পোল্যান্ডের ম্যাচ রয়েছে আগামী বুধবার (বৃহস্পতিবার,  ভারতীয় সময়ে ১২টা ৩০ মিনিটে)।

    মারাদোনাকে ছুঁয়ে ফেললেন মেসি

    মেক্সিকোর বিরুদ্ধে ৬৪ মিনিটে গোল করলেন লিওনেল মেসি। এই গোলের সঙ্গে সঙ্গে এ বারের বিশ্বকাপে নতুন জীবন পেলেন আর্জেন্টিনার সমর্থকরা। এ বারের বিশ্বকাপে নিজের দ্বিতীয় গোল করলেন মেসি। আর এর সঙ্গে সঙ্গে তিনি ছুঁয়ে ফেললেন দিয়েগো মারাদোনাকে। বিশ্বকাপে ৮টি গোল রয়েছে মারাদোনার। মেক্সিকোর বিরুদ্ধে গোল করে মেসিও ৮টি গোল করে ফেললেন বিশ্বকাপে। মেসি ও মারাদোনা দু’জনেই বিশ্বকাপে ২১টি ম্যাচ খেলে ৮টি গোল করেছেন।

     

  • FIFA World Cup: আর্জেন্টিনা বধ সৌদি আরবের! জয় উদযাপনে জাতীয় ছুটি ঘোষণা রাজা সলমনের

    FIFA World Cup: আর্জেন্টিনা বধ সৌদি আরবের! জয় উদযাপনে জাতীয় ছুটি ঘোষণা রাজা সলমনের

    মাধ্যম নিউজ ডেস্ক: বিশ্বকাপে (FIFA World Cup) আজেন্টিনার মত শক্তিশালী ফুটবল দেশকে হারিয়ে পুরো বিশ্ববাসীর তাক লাগিয়ে দিয়েছে সৌদি আরব। কারোর কখনও কল্পনাতেই আসেনি যে, গতকাল মেসি তাঁর দলকে জয় এনে দিতে পারবেন না। ফুটবলপ্রেমীরা বলছেন, বিশ্ব ফুটবলের ইতিহাসে অন‌্যতম সেরা অঘটন এটি। তবে অঘটন ঘটানো দেশ সৌদি আরবের জয়ের আনন্দে মেতে উঠেছেন সেই দেশের জনগণ। আর এই ঐতিহাসিক জয় উদযাপন করতে বড় সিদ্ধান্ত নিল সৌদি আরব। জয়ের উপহার দিল জাতীয় ছুটি! অর্থাৎ আজ, ২৩ নভেম্বর সৌদি আরবে সরকারি ছুটি ঘোষণা করেছেন সৌদি আরবের রাজা সলমন।

    ছুটি ঘোষণা রাজার

    মেসিদের হারানোর (FIFA World Cup) পরই সেদেশের সাধারণ জনগণ সৌদির রাস্তায় নেমে তাঁদের জয় উদযাপন করছেন। আনন্দে আত্মহারা হয়ে উঠেছে সেদেশের ছোট শিশু থেকে মধ্যবয়স্ক ফুটবলপ্রেমী সবাই। সবাই মেতেছেন আনন্দে। আর এই জয়ে সামিল হয়েছে সেদেশের রাজা মহম্মদ বিন সলমন। ফলে তিনি সারা দেশ জুড়ে জাতীয় ছুটির ঘোষণা করেছেন।

    শুধু সরকারি নয়। বেসরকারি প্রতিষ্ঠানেও আজ ছুটি। সৌদির রাজা সলমন বলেছেন যে, স্কুলও বন্ধ থাকবে। এখন স্কুলে বার্ষিক পরীক্ষা চলছিল। অনেক স্কুলে আজকেও ছিল পরীক্ষা। সেক্ষেত্রে বলা হয়েছে, স্কুল কর্তৃপক্ষ যেন ওইদিনের পরীক্ষা অন্য কোনও দিন নিয়ে নেন (FIFA World Cup) ।

    আরও পড়ুন: বিশ্বকাপে অঘটন, সৌদি আরবের কাছে ২-১ গোলে হারল মেসির আর্জেন্টিনা

    সৌদির জয় দেশজুড়ে উদযাপন

    সে দেশে বলা হচ্ছে, সৌদির ছেলেরা আর্জেন্টিনাকে হারিয়ে ইতিহাস লিখেছেন (FIFA World Cup)। তাই তার উদযাপনও হবে দেশজুড়ে। ম্যাচের শুরুতে বোঝা যায়নি যে, সৌদি ম্যাচের রং বদলে দেবে। আর এই জয়ের পরে উচ্ছাসে মেতে উঠেছে রাজধানী রিয়াদও। ম্যাচ শেষ হতেই সবাই নাচতে নেমে পড়েন রাস্তায়। গোল করে ঘুরে ঘুরে রাস্তায় নাচতে শুরু করেন। জাতীয় পতাকা নিয়ে রাস্তায় সবাই নামেন। গাড়ি চড়ে সবাই রাস্তায় বেরিয়ে পড়েন জয় উদযাপন করতে।

    গতকালের ম্যাচ

    প্রথমের দিকে তেমন ভালো খেলতে শুরু না করলেও ম্যাচের দ্বিতীয়ার্ধে নিজেদের সেরাটা দিয়ে এগিয়ে যায় সৌদি আরব। এক গোলের পরেই থমকে যায় আর্জেন্টিনা। এরপরেই ম্যাচের হাফটাইম থেকে দুটি গোল করেন সালেহ আল-শেহরি এবং আল-দাওয়াসারি। শেষে অবিশ্বাস্য ২-১ গোলে আর্জেন্টিনাকে হারায় সৌদি। 

  • Cristiano Ronaldo: আর রেড ডেভিলসের হয়ে খেলবেন না রোনাল্ডো! ম্যান ইউ-এর সঙ্গে চুক্তি ছিন্ন

    Cristiano Ronaldo: আর রেড ডেভিলসের হয়ে খেলবেন না রোনাল্ডো! ম্যান ইউ-এর সঙ্গে চুক্তি ছিন্ন

    মাধ্যম নিউজ ডেস্ক: ফুটবল বিশ্বযুদ্ধের মধ্যেই ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের সঙ্গে সবরকম সম্পর্ক ছিন্ন হল পর্তুগালের তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর (Cristiano Ronaldo)। বিশ্বকাপের প্রথম ম্যাচে ঘানার বিরুদ্ধে মাঠে নামার ঠিক ৪৮ ঘণ্টা আগেই মঙ্গলবার রাতে রোনাল্ডো ভক্তদের কাছে এই বার্তা চলে আসে। ইংল্যান্ডের ক্লাবটির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হয়, রোনাল্ডোকে আর রেড ডেভিলসের হয়ে খেলতে দেখা যাবে না। ক্লাব এবং রোনাল্ডোর মধ্যে পারস্পরিক সমঝোতার মাধ্যমে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

    ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের বিজ্ঞপ্তি

    এদিন, ম্যান ইউ-এর পক্ষ থেকে একটি বিবৃতিতে বলা হয়েছে  পারস্পরিক চুক্তির ভিত্তিতে অবিলম্বে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ছাড়ছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। ক্লাবের হয়ে ৩৪৬ ম্যাচে ১৪৫ গোল করেছেন রোনাল্ডো। তাঁকে ওল্ড ট্র্যাফোর্ডে দুটি মরশুম কাটানোর জন্য ধন্যবাদ জানানো হয়েছে। ভবিষ্যতের জন্য তাঁকে এবং তাঁর পরিবারকে শুভেচ্ছাও জানানো হয়েছে। যদিও এই বিবৃতিতে কোথাও রোনাল্ডোর বিতর্কিত সাক্ষাৎকারের বিষয়ে একটা শব্দও খরচ করা হয়নি। তবে সেই কারণেই যে রোনাল্ডোকে ক্লাব ছাড়তে হচ্ছে, তা প্রকারান্তরে বুঝিয়ে দিয়েছে ম্যান ইউ কর্তৃপক্ষ। প্রসঙ্গত, বিশ্বকাপের আগেই একটি সাক্ষাৎকারে নিজের ক্লাব ম্যান ইউয়ের বিরুদ্ধে তোপ দাগেন রোনাল্ডো। টিমের ম্যানেজার টেন হাগেরও সমালোচনা করেন সি আর সেভেন।

    আরও পড়ুন: বিশ্বকাপে অঘটন, সৌদি আরবের কাছে ২-১ গোলে হারল মেসির আর্জেন্টিনা

    রোনাল্ডোর  ট্যুইট

    ম্যান ইউ বিজ্ঞপ্তি জারির পরেই  ক্লাব ছাড়ার বিষয়ে প্রতিক্রিয়া দেন রোনাল্ডো (Cristiano Ronaldo)। সোশ্যাল মিডিয়ায় সংক্ষিপ্ত আবেগঘন বার্তা পোস্ট করেন ক্রিশ্চিয়ানো। তিনি স্পষ্ট জানান যে, ক্লাব ও সমর্থকদের প্রতি তাঁর অনুরাগ অক্ষুন্ন থাকবে। রোনাল্ডো লেখেন, ‘ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের সঙ্গে আলোচনার পরে আমরা পারস্পরিক সম্মতিতে মেয়াদ শেষ হওয়ার আগেই চুক্তি ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছি। আমি ম্যাঞ্চেস্টার ইউনাইটেডকে ভালোবাসি এবং সমর্থকদেরও। এই ভালোবাসা কখনও বদলাবে না। আমার মনে হয়েছে নতুন চ্যালেঞ্জের খোঁজ করার এটাই সঠিক সময়।’মাঝপথেই ক্লাব ছাড়তে হলেও ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের সাফল্য কামনা করেছেন সিআর সেভেন। তিনি লেখেন, ‘বাকি মরশুম ও ভবিষ্যতের জন্য ক্লাবের সাফল্য কামনা করি।’

  • FIFA World Cup: পোল্যান্ডকে হারাতে হবে মেসিদের, না হলে কঠিন অঙ্ক! জানুন কী কী ভাবে শেষ ষোলোয় যেতে পারে আর্জেন্টিনা

    FIFA World Cup: পোল্যান্ডকে হারাতে হবে মেসিদের, না হলে কঠিন অঙ্ক! জানুন কী কী ভাবে শেষ ষোলোয় যেতে পারে আর্জেন্টিনা

    মাধ্যম নিউজ ডেস্ক: বিশ্বকাপের (Qatar World Cup 2022) অন্যতম ফেভারিট হয়ে শুরু করলেও এখনও  প্রি-কোয়ার্টার (Pre Quarter Final) ফাইনাল নিশ্চিত হয়নি আর্জেন্টিনার। শেষ ম্যাচে পোল্যান্ডের (Argentina versus Poland) বিরুদ্ধে জিততেই হবে লিওনেল মেসিদের। পোল্যান্ডের বিরুদ্ধে ড্র করলেও রাউন্ড অফ ১৬-তে যাওয়ার সুযোগ রয়েছে মেসি-ডি মারিয়াদের। তবে সেক্ষেত্রে প্রি-কোয়ার্টার ফাইনালেই কড়া প্রতিপক্ষের সামনে পড়তে হতে পারে তাঁদের।

    শেষ ষোলোর সমীকরণ

    পোল্যান্ডকে হারালেই দ্বিতীয় রাউন্ডে উঠে যাবে আর্জেন্টিনা। গ্রুপের অন্য ম্যাচে সৌদি আরব-মেক্সিকো ড্র করলে পোলিশদের সঙ্গে ড্র করেও দ্বিতীয় রাউন্ডে যাবে মেসিরা। সৌদিরা জিতলে আর্জেন্টিনাকে জিততেই হবে, মেক্সিকো জিতলেও আর্জেন্টিনা ড্র করলে আসবে গোল পার্থক্যের হিসাব। আর্জেন্টিনার বিপক্ষে ১ পয়েন্ট পেলেই দ্বিতীয় রাউন্ডে চলে যাবে পোল্যান্ড। হেরে গেলে সৌদি আরব-মেক্সিকো ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হবে পোলিশদের। ম্যাচটি ড্র হলে কিংবা মেক্সিকো জিতলেও শেষ ষোলোয় যেতে পারে পোল্যান্ড। মেক্সিকোকে হারালেই দ্বিতীয় রাউন্ডে উঠবে সৌদি আরব। আর্জেন্টিনা হেরে গেলে ড্র করেও দ্বিতীয় রাউন্ডে যেতে পারে সৌদিরা। মেক্সিকোকে শুধু জিতলেই চলবে না, তাকিয়ে থাকতে হবে পোল্যান্ড-আর্জেন্টিনা ম্যাচের দিকে। সে ক্ষেত্রে আর্জেন্টিনা হারলে কপাল খুলবে মেক্সিকানদের। আর্জেন্টিনা জিতলে কিংবা ড্র করলে, সৌদিদের হারিয়েও গোলের হিসাব করতে হবে মেক্সিকোকে। এক কথায় আজ পোল্যান্ডকে হারালেই সহজ সমীকরণে মেসিরা চলে যাবে শেষ ষোলোয়। মেসিরা যদি গ্রুপ শীর্ষে থেকে শেষ ষোলোয় না যেতে পারে তাহলে তাঁদের ফ্রান্সের মুখে পড়তে হতে পারে। সেক্ষেত্রে জমে যাবে নক আউট পর্যায়ের খেলা।

    আরও পড়ুন: শেষ ষোলোয় ইংল্যান্ডের মুখোমুখি সেনেগাল, নেদারল্যান্ডসের সামনে আমেরিকা

    গ্রুপের কে কোথায়

    বিশ্বকাপের সূচি অনুযায়ী, প্রি-কোয়ার্টার ফাইনালে গ্রুপ সি এবং গ্রুপ ডি-র মধ্যে খেলা হবে। গ্রুপ সি-তে রয়েছে আর্জেন্টিনা, পোল্যান্ড, সৌদি আরব ও মেক্সিকো। অন্য দিকে গ্রুপ ডি-তে রয়েছে ফ্রান্স, অস্ট্রেলিয়া, ডেনমার্ক ও তিউনিশিয়া। প্রতি গ্রুপের চারটি দল ২টি করে ম্যাচ খেলেছে। এখনও গ্রুপ সি-র শীর্ষে পোল্যান্ড, তাদের পয়েন্ট ৪। দ্বিতীয় স্থানে থাকা আর্জেন্টিনার পয়েন্ট ৩।  একই পয়েন্ট হলেও গোল পার্থক্যে তৃতীয় স্থানে সৌদি আরব। চতুর্থ স্থানে মেক্সিকোর পয়েন্ট ১। অন্যদিকে গ্রুপ ডি-র শীর্ষে ফ্রান্স, তাদের পয়েন্ট ৬। প্রথম দল হিসাবে বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করেছে ফরাসিরা। ৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে অস্ট্রেলিয়া। তৃতীয় স্থানে থাকা ডেনমার্কের পয়েন্ট ১। একই পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে চার নম্বরে তিউনিশিয়া। 

  • Wasim Akram: কোকেন আসক্তি থেকে রিহ্যাবের ভয়াবহতা, আত্মজীবনীতে ‘খুল্লমখুল্লা’ আক্রম

    Wasim Akram: কোকেন আসক্তি থেকে রিহ্যাবের ভয়াবহতা, আত্মজীবনীতে ‘খুল্লমখুল্লা’ আক্রম

    মাধ্যম নিউজ ডেস্ক:  সদ্য প্রকাশিত হয়েছে পাক ক্রিকেট তারকা ওয়াসিম আক্রমের (Wasim Akram) আত্মজীবনী ‘সুলতান: আ মেমোয়ার’। নিজের জীবনের স্বর্নালী মুহূর্ত থেকে কালো অধ্যায়। সবটাই খুল্লম খুল্লা পাঠকদের সামনে রেখেছেন পাক ক্রিকেট অন্যতম বিতর্কহীন, নম্র স্বভাবের এই প্রাক্তন ক্রিকেটার। বাইশ গজে তাঁর আগ্রাসন গোটা বিশ্ব দেখলেও, তার বাইরে তাঁকে আগ্রাসী হতে দেখেননি কেউ। তাঁর জীবন ছিল বিতর্কহীন। কিন্তু আত্মজীবনী তিনি তুলে ধরলেন নিজের আসক্তির কথা। জানালেন, তাঁর ইচ্ছের বিরুদ্ধে তাঁকে রাখা হয়েছিল নেশামুক্তি কেন্দ্রে।

    আক্রম জানিয়েছেন, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের পর মাদকের প্রতি আকর্ষণ শুরু হয় তাঁর (Wasim Akram)। প্রায় ছ’বছর ধরে নিয়মিত মাদক সেবন করেছেন তিনি। এমন কী আকৃষ্ট হয়ে পড়েছিলেন কোকেনের প্রতি।

    কীভাবে এই পাক ক্রিকেটার পৌঁছলেন নেশামুক্তি কেন্দ্রে? 

    আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর যখন তিনি ইংল্যান্ডে ছিলেন তখন কোকেনের প্রতি আসক্তি তৈরি হয় তাঁর (Wasim Akram)। আক্রম জানান, “ক্রিকেট ছাড়ার পর কোনও কিছুতে নিজেকে ডুবিয়ে দিতে চেয়েছিলাম। দক্ষিণ এশিয়ার মানুষরা কোনও নেশা এবং দুর্নীতিতে ডুবে থাকতে ভালোবাসে। এক রাতে তারা দশটা পার্টিতে যায়। আমারও সেই কাজ করতে গিয়ে অবস্থা খারাপ হয়ে  গিয়েছিল।”

    আক্রম আরও জানান, “সবচেয়ে খারাপ হয়, যখন কোকেনের উপর নির্ভরশীল হয়ে পড়ি। ইংল্যান্ডে একটা পার্টিতে গিয়ে আমার প্রথম কোকেনের সঙ্গে পরিচয় হয়। ধীরে ধীরে অভ্যাস বেড়ে যেতে থাকে। একটা সময় মনে হত, শারীরিক কাজকর্ম করতে হল কোকেন নিতেই হবে।”

    আক্রমের (Wasim Akram) প্রথম স্ত্রী হুমা তাঁর আসক্তি সম্পর্কে জানতে পারলে তাঁদের সম্পর্কও প্রভাবিত হয়। এমনকি বিচ্ছেদের দিকেও এগোয় সম্পর্ক। এমনটাও জানান আক্রম। এরপর হুমাই তাঁকে নেশামুক্তি কেন্দ্রে যাওয়ার পরামর্শ দেন। পাকিস্তানে ফিরে নেশামুক্তি কেন্দ্রেও যান আক্রম। 

    তিনি (Wasim Akram) বলেন, “আমি এক মাসের জন্য রিহ্যাবে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। কিন্তু ওরা আমাকে অনুমতি ছাড়াই আড়াই মাস সেখানে রেখে দিয়েছিল। বিশ্বে এটাকে বেআইনি মনে করা হলেও, পাকিস্তানে এ রকম কিছু নেই।”

    এরপরেই নেশামুক্তি কেন্দ্রে থাকার ‘ভয়াবহ’ অভিজ্ঞতা পাঠকদের সঙ্গে ভাগ করে নেন আক্রম (Wasim Akram)। প্রাক্তন পেসারের ভাষায়, “পাশ্চাত্যের মুভিতে, এমন কী অস্ট্রেলিয়াতেও আপনি দেখতে পাবেন যে, রিহ্যাব কেন্দ্রগুলিতে সুন্দর বড় লন আছে, লোকেরা বক্তৃতা দেয়, আপনি জিমে যান। কিন্তু আমি একটি করিডোর এবং আটটি কক্ষ সহ এমন একটি জায়গায় (পাকিস্তানে) গিয়েছিলাম, যেখানে থাকা খুব কঠিন ছিল। এটি একটি ভয়ঙ্কর সময় ছিল।”

    আরও পড়ুন: কোটি টাকার প্রতারণার শিকার আদর পুনাওয়ালার সিরাম সংস্থা, গ্রেফতার ৭

    শেষ পর্যন্ত স্ত্রী হুমা প্রয়াত হওয়ার পরে তাঁর জীবন বদলে যায়। আক্রম (Wasim Akram) জানান, “তার পর একটি ট্র্যাজেডি ঘটে, আমার স্ত্রী মারা যায়। আমি জানতাম, আমি ভুল পথে ছিলাম, আমি এটি থেকে বেরিয়ে আসতে চেয়েছিলাম। আমার দুটি ছোট ছেলে ছিল। তাদের দায়িত্ব নিতে হয়। আমাকে ওদের বন্ধু হয়ে উঠতে হয়েছিল।”

    এরপর কোকেন আসক্তি থেকে পুরোপুরি বেরিয়ে আসতে পেরেছিলেন আক্রম (Wasim Akram)। নতুন প্রজন্মকে পরামর্শ দিয়ে তিনি লেখেন, “তরুণ প্রজন্মের প্রতি আমার পরামর্শ হল, বন্ধুদের সাবধানে বেছে নিতে হবে। বন্ধুরা যদি এমন হয়, তা হলে আপনি ভুল পথে যেতে বাধ্য। এবং খুব কম লোকই সেই পথ থেকে বেরিয়ে আসতে পারে। তাই বন্ধুত্ব করার আগে তাদের বুঝে নিতে হবে।”

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     
     

     

     

  • INDIA vs NEW ZEALAND: ঝড়ো ইনিংস ল্যাথামের! নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে হার ভারতের

    INDIA vs NEW ZEALAND: ঝড়ো ইনিংস ল্যাথামের! নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে হার ভারতের

    মাধ্যম নিউজ ডেস্ক: টি২০ সিরিজে হারের বদলা নিল নিউজিল্যান্ড। অকল্যান্ড পার্কে প্ৰথম ওয়ানডেতেই ভারতকে হারাল কিউইরা। ৩০০-এর উপরে রান তুলেও হতশ্রী বোলিংয়ের ফলে হারতে হল ভারতকে। ব্যাটে আগুন ঝড়ালেন টম ল্যাথাম ১০৪ বলে ১৪৫ করে ম্যাচের সেরা তিনি। ভারতের বিশাল রান তাড়া করতে নেমে ল্যাথামকে যোগ্য সহায়তা করেন কিউই নেতা কেন উইলিয়ামসন। ৭টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৯৮ বলে ৯৪ রান করে নট-আউট থাকেন উইলিয়ামসন।

    ভারতের ব্যাট

    টসে জিতে এদিন ভারতকে ব্যাট করতে পাঠিয়েছিল নিউজিল্যান্ড। ওপেনিং জুটিতেই ১২৪ রান তোলেন শিখর ধাওয়ান ও শুভমন গিল। দু’জনেই হাফসেঞ্চুরি করেন। তিন নম্বরে নেমে ৮০ রানের দুরন্ত ইনিংস খেলেন শ্রেয়স আইয়ার। শুরু থেকেই আগ্রাসী মেজাজে খেলছিলেন নাইট অধিনায়ক। দলের রান বাড়াতে আক্রমণাত্মক শট খেলতে গিয়েই উইকেট খোয়ান তিনি। অন্যদিকে শ্রেয়সের সঙ্গে জুটি বেঁধে মারমুখী ব্যাটিং করেন ওয়াশিংটন সুন্দর। তবে এদিন একেবারেই ভাল খেলতে পারেননি সূর্যকুমার যাদব। মাত্র ৪ রান করেই ফিরে যান তিনি। ৫০ ওভারে সাত উইকেট হারিয়ে ৩০৬ রান তোলে ভারত। যা ব্ল্যাক ক্যাপসদের বেগ দিতে পারত। 

    আরও পড়ুন: নয়া তারকা রির্চালিসন, চোট নেইমারের! আশা-আশঙ্কায় ব্রাজিলের সমর্থকরা

    নিউজিল্যান্ডের ইনিংস

     ভারতের ৭ উইকেটে ৩০৬ রানের জবাবে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড ৪৭.১ ওভারে ৩ উইকেটের বিনিময়ে ৩০৯ রান তুলে ম্যাচ জিতে যায়। ১৭ বলে বাকি থাকতে ৭ উইকেটে ম্যাচ জিতে ৩ ম্যাচের সিরিজে ১-০ এগিয়ে যায় নিউজিল্যান্ড। টম ল্যাথাম ওয়ান ডে ক্রিকেট কেরিয়ারের সেরা ইনিংস খেলেন। তিনি ১৯টি চার ও ৫টি ছক্কার সাহায্যে ১০৪ বলে ১৪৫ রান করে অপরাজিত থাকেন।  এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপে নজরকাড়া পারফরম্যান্স করেছেন অর্শদীপ সিং। এদিন তাঁর ওয়ানডে অভিষেক হল। তবে আগের দুই মেগা টুর্নামেন্টের দুরন্ত ফর্ম ধরে রাখতে পারলেন না তিনি। অর্শদীপ ৮.১ ওভারে ৬৮ রান খরচ করেন। গতির ঝড় তোলা উমরান মালিকও এদিন প্রথমবার জাতীয় দলের জার্সি পরে ওয়ানডে ম্যাচ খেললেন। দু’টি উইকেট তুলে নিয়ে ফের উজ্জ্বল হয়ে উঠলেন জম্মু-কাশ্মীরের এই বোলার। উমরান ৬৬ রান খরচ করে ২টি উইকেট সংগ্রহ করেছেন। শার্দুল ৯ ওভারে ৬৩ রানের বিনিময়ে ১টি উইকেট নেন। 

    সংক্ষিপ্ত স্কোর

    ভারত: ৩০৬/৭ ( শ্রেয়স ৮০, শিখর ৭২, ফার্গুসন ৩/৫৯)
    নিউজিল্যান্ড: ৩০৯/৩ (ল্যাথাম ১৪৫ , উইলিয়ামসন ৯৪)
    নিউজিল্যান্ড ৭ উইকেটে জয়ী। 

     

LinkedIn
Share