Category: খেলা

Get updates on Sports News Cricket, Football, Tennis, from the Madhyom news portal madhyom.com, West Bengal leading news portal Madhyom.com

  • Neeraj Chopra: জাতীয় গেমসে অংশ নিচ্ছেন না নীরজ! সামনে বিশ্বচ্যাম্পিয়নশিপ, চোটমুক্ত থাকাই লক্ষ্য

    Neeraj Chopra: জাতীয় গেমসে অংশ নিচ্ছেন না নীরজ! সামনে বিশ্বচ্যাম্পিয়নশিপ, চোটমুক্ত থাকাই লক্ষ্য

    মাধ্যম নিউজ ডেস্ক: একের পর এক সাফল্যে তাঁকে ঘিরে তৈরি হয়েছে গগণচুম্বী প্রত্যাশা। টোকিও অলিম্পিকে (Olympic) সোনা, বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে রুপো জয়ের পর ডায়মন্ড লিগের (Diamond League) ফাইনালে ট্রফি জিতেছেন নীরজ চোপড়া (Neeraj Chopra)। সবই বিদেশের মাটিতে। অনেকেই ভেবেছিলেন, আসন্ন জাতীয় গেমসে দেশের (National Games) মাটিতে নীরজের পারফরম্যান্স চাক্ষুস করবেন। কিন্তু সেই সম্ভাবনায় জল ঢেলে দিলেন নীরজ। কারণ, ২৯ সেপ্টেম্বর গুজরাতে (Gujrat) শুরু হতে চলা জাতীয় গেমসে অংশ নেবেন না সোনার ছেলে। কারণ, চোটমুক্ত থাকা। সামনের বছর রয়েছে একাধিক বড় ইভেন্ট। তার আগে জোর প্রস্তুতির পাশাপাশি ফিট থাকাটাও তাঁর কাছে খুবই জরুরি।

    আরও পড়ুন: প্রথম ভারতীয়! ডায়মন্ড লিগ জিতে ইতিহাস নীরজ চোপড়ার

    এবার জাতীয় গেমসের আসর বসছে গুজরাতের ছয় শহরে। প্রতিযোগিতা চলবে ২৯ সেপ্টেম্বর থেকে ১২ অক্টোবর। ভারতীয় অলিম্পিক সংস্থা দেশের সব তারকা অ্যাথলটিদের জাতীয় গেমসে অংশগ্রহণের নির্দেশ দিয়েছে। তবে নীরজ অংশ নিচ্ছেন না। ডায়মন্ড লিগ খেতাব জেতার পরেই তিনি জানিয়ে দিয়েছেন, মরশুম শেষ। অর্থাৎ এবছর আর কোনও ইভেন্টে তাঁর অংশ নেওয়ার সম্ভাবনা নেই। নীরজ বলেন, “বছরের শুরুতেই আমি কী কী প্রতিযোগিতায় অংশ নেব, তার তালিকা তৈরি করে ফেলেছিলাম। সেই মতো ডায়মন্ড লিগই আমার শেষ ইভেন্ট। এশিয়ান গেমসে নামার ইচ্ছা ছিল। কিন্তু তা পিছিয়ে গিয়েছে। আর জাতীয় গেমসের সূচি সদ্য প্রকাশিত হয়েছে। আমাকে অনেকেই জাতীয় গেমসে অংশগ্রহণের জন্য অনুরোধ করেছেন। কিন্তু আমায় কোচের পরামর্শ মেনেই চলতে হবে। উনি বিশ্রামের পরামর্শ দিয়েছেন। পরের বছর বিশ্ব চ্যাম্পয়নশিপ, এশিয়ান গেমসের মতো কঠিন প্রতিযোগিতার প্রস্তুতি সারতে হবে।”

    আরও পড়ুন: টি-২০ বিশ্বকাপের আগে ২টি ওয়ার্ম আপ খেলবে ভারত, কবে কার বিরুদ্ধে ম্যাচ?

    ৮৮.৪৪ মিটার বর্শা ছুড়ে ডায়মন্ড লিগে ট্রফি জিতেছেন নীরজ। এবছর সাতবার তিনি ৮৬ মিটারের উপর জ্যাভলিন ছুড়েছেন। কিন্তু ৯০ মিটার আজও অধরা। এই প্রসঙ্গে নীরজ বলেছেন, “স্টকহোমে ডায়মন্ড লিগে ৮৯.৯৪ মিটার পর্যন্ত স্কোর করেছিলাম। তা সত্ত্বও দ্বিতীয় হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিল। ৯০ মিটার ম্যাজিক্যাল নম্বর পার করা অবশ্যই আমার লক্ষ্য। তবে সেটা করেও যদি পদক জিততে না পারি, তাহলে তার কোনও গুরুত্ব থাকবে না। তাই পদক জেতাই আমার মূল লক্ষ্য, পাশাপাশি আমি বেশি স্কার করার চেষ্টা চালিয়ে যাব।”

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Neeraj Chopra: প্রথম ভারতীয়! ডায়মন্ড লিগ জিতে ইতিহাস নীরজ চোপড়ার

    Neeraj Chopra: প্রথম ভারতীয়! ডায়মন্ড লিগ জিতে ইতিহাস নীরজ চোপড়ার

    মাধ্যম নিউজ ডেস্ক: রেকর্ড গড়া যেন তাঁর নেশা হয়ে দাঁড়িয়েছে। অলিম্পিকে (Olympic) সোনা জয়ের পর তাঁকে ঘিরে প্রত্যাশা অনেক বেড়ে গিয়েছিল। তবে ছিল আশঙ্কাও। কিন্তু নীরজ চোপড়া (Neeraj Chopra) বুঝিয়ে দিলেন অলিম্পিকের আসরে প্রাপ্য সাফল্য পড়ে পাওয়া নয়। গত ১৩ মাসে চোট সমস্যা সত্ত্বেও নীরজ রুপো জিতেছেন বিশ্ব চ্যাম্পিয়নশিপে। এবার তাঁর মুকুটে যোগ হল ডায়মন্ড লিগ (Diamond League)।

    বৃহস্পতিবার জুরিখে যখন তেরঙ্গা পতাকা উড়ল, তখন ভারতের প্রায় মধ্যরাত। তবে নীরজের শুরুটা মোটেও ভালো হয়নি। প্রথম থ্রো বাতিল হয়। তবে হাল ছাড়েননি দ্বিতীয় প্রয়াসেই ৮৮.৪৪ মিটার জ্যাভলিন ছুড়ে বাকি প্রতিযোগীদের পিছনে ফেলে দেন ২৪ বছর বয়সি ভারতীয় অ্যাথলিট। যা তাঁর কেরিয়ারের চতুর্থ সেরা থ্রো। তবে নীরজের লক্ষ্য ছিল ৯০ মিটার জ্যাভলিন ছোঁড়া। তিনি চেষ্টাও করেছিলেন। কিন্তু পারেননি। বাকি চারটি প্রয়াসে নীরজ ছোড়েন যথাক্রমে ৮৮, ৮৬.১১, ৮৭, ৮৩.৬০। পারফরম্যান্সের গ্রাফ নিম্নমুখী হলেও খেতাব জয়ে তা বাধা হয়নি। কারণ, অলিম্পিকে রুপো জয়ী চেক প্রজাতন্ত্রর ইয়াকুবু ভাদলে দ্বিতীয় স্থান অর্জন করেন ৮৬.৯৪ মিটার বর্শা ছুঁড়ে। তিনি এই লক্ষ্যে পৌঁছন চতুর্থ প্রয়াসে। তৃতীয় হয়েছেন জার্মানির ওয়েবার (৮৩.৭৩ মিটার)।

    আরও পড়ুন: টি-২০ বিশ্বকাপের আগে ২টি ওয়ার্ম আপ খেলবে ভারত, কবে কার বিরুদ্ধে ম্যাচ?

    হরিয়ানার পানিপতের খান্দ্রা গ্রাম থেকে যাত্রা শুরু নীরজের। গত বছর ৭ অগাস্ট টোকিও অলিম্পিকে তিনি সোনা জিতে গর্বিত করেছিলেন দেশবাসীকে। বিশ্ব চ্যাম্পিয়নশিপে অল্পের জন্য সোনা হাতছাড়া হয়েছিল। তবে ডায়মন্ড লিগে প্রথম থেকেই টার্গেট ফিক্সড করে ফেলেছিলেন নীরজ। স্টকলহম ও লুজানে ডায়মন্ড লিগে সোনা জেতার সুবাদে পেয়ে গিয়েছিলেন ডায়মন্ড লিগ ফাইনালের টিকিট। তবে লড়াইটা তাঁর কাছে সহজ ছিল না। কারণ, তিনি যোগ্যতা অর্জন করেছিলেন চতুর্থ হয়ে। চেক প্রজাতন্ত্রের ইয়াকুবুই ছিলেন নীরজের সবচেয়ে কঠিন প্রতিপক্ষ। কারণ, এই ইয়াকুবু চলতি মরশুমে ৯০ মিটার বর্শা ছুঁড়ে চমকে দিয়েছিলেন গোটা বিশ্বকে। সেই কারণেই তাঁকে জুরিখেও ফেভারিট ধরা হচিছল। কিন্ত বাজিমাত করলেন নীরজই। পেলেন ৩০ হাজার মার্কিন ডলার। ভারতীয় মুদ্রায় যা প্রায় ২৪ লক্ষ টাকা। পরের বছর বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের টিকিটও পাকা করে ফেললেন নীরজ। উল্কার গতিতে তাঁর উত্থান দেখে অনেকেই বলছেন, ‘স্কাই ইজ দ্য লিমিট’।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Asia Cup 2022: টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য প্রস্তুত দল, দাবি রোহিতের! এশিয়া কাপে কার্যত বিদায় ভারতের

    Asia Cup 2022: টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য প্রস্তুত দল, দাবি রোহিতের! এশিয়া কাপে কার্যত বিদায় ভারতের

    মাধ্যম নিউজ ডেস্ক: গ্রুপ পর্বে ভাল শুরু করেও সুপার ফোরে ব্যাক-টু ব্যাক হারে এশিয়া কাপ থেকে কার্যত বিদায় নিশ্চিত ভারতের। তবু দল সম্পর্কে আশাবাদী ভারত অধিনায়ক রোহিত শর্মা। সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপ। অক্টোবরেই অস্ট্রেলিয়ায় শুরু হওয়া বিশ্বযুদ্ধে এই দল নিয়ে ভারত কী পারবে তাদের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে? অধিনায়ক রোহিত জানালেন তিনি উদ্বিগ্ন নন।  রোহিত বলেন,”দুই ম্যাচে হেরে যাওয়া নিয়ে উদ্বিগ্ন নই আমরা। ওটা একটা অন্য সিরিজ। লড়াইটা শুরু হবে শূন্য থেকে।” তাঁর কথায়, “গত টি-টোয়েন্টি বিশ্বকাপের পর অনেক ম্যাচ জিতেছি। আমরা এখন ৯০ ভাগ সেট হওয়া দল। হয়তো কিছু পরিবর্তন আসবে। কিন্তু এই দলটা খুবই উন্নত।” 

    দলের উপর ভরসা থাকলেও শ্রীলঙ্কার কাছে ৬ উইকেটে হারের কারণ ব্যাখ্যা করতে গিয়ে মোক্ষম সময়ে রান করতে না পারাকেই দুষলেন ভারত অধিনায়ক। টানা দ্বিতীয় ম্যাচ হারের পর রোহিত শর্মা বলেছেন,”আসলে আমরা ব্যাট হাতে ইনিংস ঠিক জায়গায় শেষ করতে পারিনি। দুটো ইনিংসেই আমাদের ১০-১২ রান কম ছিল।” ভারতের স্কোরবোর্ডে আরও রান দরকার ছিল বলে মনে করেন প্রাক্তন ক্রিকেটার আকাশ চোপরাও। 

    ভারতের পরাজয়ে হতাশ ভেঙ্কটেশ প্রসাদ। ট্যুইটবার্তায় প্রসাদ জানান, এই হার থেকে শিক্ষা নিতে হবে। দলের অনেকগুলো দুর্বল জায়গা রয়েছে। তা ঠিক করা প্রয়োজন। নতুবা সামনে সমস্যায় পড়তে হবে।

    এদিন টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। রোহিত শর্মার ৭২ এবং সূর্যকুমারের ৩৪ রানে ভর করে ভারত নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৭৩ রান তোলে। রান পেলেন না কোহলি (virat kohli)। মিডল অর্ডার ভরসা দিতে ব্যর্থ। জবাবে ব্যাট করতে নেমে ৪ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় দ্বীপরাষ্ট্র। এদিনও শেষের দিকে অতিরিক্ত রান দিলেন ভুবনেশ্বর কুমার। মিস ফিল্ডিং, গুরুত্বপূর্ণ সময়ে ওয়াইড বল, নানা ছোট ছোট ভুলে ম্যাচ হাতের বাইরে চলে গেল। শেষ ওভারে পঞ্চম বলে রান আউট মিস করলেন পন্থ। 

    আরও পড়ুন: বাজিমাত বাংলার! ভারতীয় ফুটবল ও ক্রিকেটের মসনদে দুই বাঙালির দাপট

    এশিয়া কাপ থেকে ভারতের বিদায় কার্যত নিশ্চিতই হয়ে গেছে! এখন ফাইনাল খেলার সম্ভাবনা তাদের নিজেদের হাতে নেই। বাকি ম্যাচের ফলাফলের ওপর তাকিয়ে থাকতে হবে। পাকিস্তান যদি আফগানিস্তানের কাছে হারে, আর শ্রীলঙ্কা যদি পাকিস্তানের বিপক্ষে জেতে তবেই সম্ভাবনা থাকবে ভারতের ফাইনালে খেলার। এজন্য অবশ্য ভারতকে জিততে হবে আফগানিস্তানের বিপক্ষে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • Asia Cup 2022: এশিয়া কাপ ফাইনালে পাকিস্তানের পরাজয়ে উল্লাস আফগানদের! রইল ভিডিও

    Asia Cup 2022: এশিয়া কাপ ফাইনালে পাকিস্তানের পরাজয়ে উল্লাস আফগানদের! রইল ভিডিও

    মাধ্যম নিউজ ডেস্ক: এশিয়া কাপে (ASia Cup 2022) শ্রীলঙ্কার কাছে পাকিস্তানের পরাজয়ে উল্লাস করতে দেখা গেল আফগানদের। পাকিস্তানের পরাজয়কে উদযাপন করতে রাস্তায় বেরিয়ে পড়লেন বহু মানুষ। যেখানে ২০২২ এশিয়া কাপে সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী মনে করা হচ্ছিল পাকিস্তান তথা ভারতকে, সেখানে দুই শক্তিশালী প্রতিদ্বন্দ্বীকে খুব সহজে পরাজিত করে ষষ্ঠবারের জন্য জয়ী হল শ্রীলঙ্কা (Srilanka)। খেলা শেষ হতেই আফগান ক্রিকেটপ্রেমীরা রাস্তায় নেমে শ্রীলঙ্কার উদ্দেশ্যে জয়ের ধ্বনী দিতে থাকেন। সেই ভিডিও ইতিমধ্যে ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়।

    আফগানদের উল্লাসের ভিডিও ট্যুইট করেন শ্রীলঙ্কায় নিযুক্ত আফগান রাষ্ট্রদূত এম আশরাফ হায়দরি। তিনি ট্যুইট করে লেখেন, ‘বিশ্বজুড়ে আফগানরা শ্রীলঙ্কার দুর্দান্ত জয় উদযাপন করছে। এটি শুধুমাত্র খোস্তের একটি দৃশ্য। শ্রীলঙ্কা এবং আফগানিস্তানের বন্ধুত্ব আরও সুদৃঢ় হোক।’ এই ভিডিওতে দেখা গিয়েছে রাস্তার মধ্যে এক জায়গায় একসঙ্গে একত্রিত হয়ে নাচছেন আফগান ক্রিকেটপ্রেমীরা। ছোট থেকে বড়, সব বয়সের মানুষই যোগ দিয়েছেন এই উৎসবে।

    আরও পড়ুন: এক সেঞ্চুরিতেই বাজিমাত! কী কী রেকর্ড গড়লেন বিরাট, জানেন?

    শুধু তাই নয়, আফগানরা সোশ্যাল মিডিয়াতেও পাকিস্তান ক্রিকেটারদের নিয়ে ঠাট্ট-মশকরা শুরু করেছে। তাঁদের খোঁচা মেরে শ্রীলঙ্কাকে তাদের জয়ের জন্য অভিনন্দন জানিয়েছে। এক আফগান ট্যুইটে বলেছেন, ‘আমাদের খুশি করার জন্য শ্রীলঙ্কাকে অভিনন্দন। আফগানিস্তান উল্লাস করছে ও শ্রীলঙ্কার জয় উদযাপন করছে।‘

    অপর এক ট্যুইটার ব্যবহারকারী লেখেন, ‘এশিয়ান চ্যাম্পিয়ন শ্রীলঙ্কাকে আমরা একবার হারিয়েছি, কিন্তু তোমরা (পাকিস্তান) দু’বার হেরেছ।’

    অন্য একজন লেখেন, ‘পাকিস্তানের পতনই আমার আনন্দের কারণ।’

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Arshdeep Singh: ‘খলিস্তানি’ তকমা! কেন্দ্রের হস্তক্ষেপের পরই অর্শদীপের পেজের নিরাপত্তা বাড়াল উইকিপিডিয়া

    Arshdeep Singh: ‘খলিস্তানি’ তকমা! কেন্দ্রের হস্তক্ষেপের পরই অর্শদীপের পেজের নিরাপত্তা বাড়াল উইকিপিডিয়া

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারতীয় ক্রিকেটার অর্শদীপ সিংয়ের উইকিপিডিয়া পেজের নিরাপত্তা বাড়াল সংস্থা। উইকিপিডিয়ার তরফে অর্শদীপের পেজ সেমি প্রোটেকটেড করে দেওয়া হল। এর ফলে বিশ্বস্ত এবং নির্ভর যোগ্য লোকেরা ছাড়া আর কেউ অর্শদীপের উইকিপিডিয়া পেজে এডিট করতে পারবে না। রবিবার চলছিল ভারত-পাকিস্তান ম্যাচ। ১৮ ওভারে আসিফ আলির সহজ ক্যাচ মিস করে খলনায়ক অর্শদীপ সিং। উইকিপিডিয়ায় তাঁর প্রোফাইল এডিট করে দেওয়া হয় ‘খালিস্তানি’ তকমা। ভারত সরকার এই বিষয়ে সক্রিয় হয়। তথ্যপ্রযুক্তি মন্ত্রকের পক্ষ থেকে উইকিপিডিয়াকে এই নিয়ে নোটিশ পাঠানো হয়েছিল। আইটি মন্ত্রক সূত্রে খবর, অর্শদীপ সিং-এর উইকিপিডিয়া পেজে খালিস্তান সমর্থক বলে দাবি করা হলে ভারতের পরিবেশ যেমন নষ্ট হতে পারে, তেমনি অর্শদীপের পরিবারের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠতে পারে। মনে করা হয়েছিল, এর পিছনে পাকিস্তানের যোগ থাকতে পারে। কেন্দ্রের চিঠি পাওয়ার পরই তড়িঘড়ি সিদ্ধান্ত নেয় উইকিপিডিয়া।

    উইকিপিডিয়ার তরফে বলা হয়েছে, তারা এ বিষয়ে সতর্ক থাকবে। পরবর্তী সময়ে যাতে কেউ এই পেজ ব্যবহার করে প্ররোচনামূলক কিছু ছড়াতে না পারে তাই জন্যই অর্শদীপের পেজের নিরাপত্তা বাড়িয়ে পেজটিকে সেমি প্রোটেকটেড করে দেওয়া হয়েছে। রবিবার ভারত-পাক ম্যাচের ১৭.৩ ওভারে ফুল আউটসাইড অফ ডেলিভারি করেছিলেন রবি বিষ্ণোই। সেই বল স্লগ সুইপ করতে গিয়েছিলেন আসিফ। কিন্তু বলটা তাঁর ব্যাটের উপরের দিকের কানা লেগে সোজা শর্ট থার্ডের উপরে উঠে যায়। কিন্তু, ভারত বনাম পাকিস্তান ম্যাচের স্নায়ুর লড়াইয়ে হেরে গিয়ে ক্যাচটি মিস করেন অর্শদীপ। যদিও শেষ ওভারে জয়ের জন্য পাকিস্তানের দরকার ছিল ৭ রান। ম্যাচে উত্তেজনার রসদ আমদানি করে আসিফ আলিকেই লেগ বিফোর করে ফেরত পাঠান অর্শদীপ। শেষ দু-বলে জয়ের সমীকরণ নেমে আসে ২ রানে। এক বল বাকি থাকতে জয় সম্পন্ন করেন পাক ব্যাটাররা। তারপরই হঠাতই নেট দুনিয়ায় অর্শদীপকে ভিলেন বানিয়ে দেওয়া হয়। এ প্রসঙ্গে অর্শদীপের বাবা দর্শন সিং ছেলের পাশে দাঁড়িয়ে বলেন,”ক্যাচ মিস খেলার অঙ্গ। এ নিয়ে ভাবার কিছু নেই। আর সমালোচনা। সবাইকেই সমালোচিত হতে হয়। এটাকেও স্বাভাবিক ভাবেই নিতে হবে। একটা সাফল্য পেলে সমর্থকরা আবার প্রশংসায় ভরিয়ে দেবে।”

    আরও পড়ুন: সুপার ফোরে পাকিস্তানের কাছে হার! জানেন কীভাবে এশিয়া কাপের ফাইনালে যেতে পারে টিম ইন্ডিয়া?

    ঘরের ছেলের পাশে দাঁড়ান পঞ্জাবের ক্রীড়ামন্ত্রী গুরমীত সিং মীত হেয়ার। অর্শদীপের মা বলজিৎ কৌরের সঙ্গে ফোনে কথা বলেন তিনি। জানান, পাঞ্জাব এবং গোটা দেশ অর্শদীপকে নিয়ে গর্ব করে। বলজিৎ বলেন,”সমর্থকরা সবসময় দেশকে জিততে দেখতে চায়। তাঁরা ভালবাসেন। তাই হতাশা থেকে এমন বলেছেন। অর্শদীপ বা আমরা এসব নিয়ে চিন্তিত নই। নিজের পারফরম্যান্স দিয়েই সমালোচকদের মুখ বন্ধ করতে চান অর্শদীপ।”

    ভারত-বিরোধী শিখ জঙ্গি সংগঠনের সঙ্গে অর্শদীপকে জড়িয়ে দেওয়ায় প্রবল ক্ষোভ প্রকাশ করেছেন প্রাক্তন ক্রিকেটাররাও। হরভজন সিং ট্রোলারদের একহাত নিয়ে বলেন, “তরুণ অর্শদীপ সিংয়ের সমালোচনা বন্ধ হোক। কেউই ইচ্ছা করে ক্যাচ মিস করে না। ছেলেদের জন্য আমরা গর্বিত। পাকিস্তান এদিন অনেক ভালো খেলেছে। যাঁরা এভাবে আমাদের ছেলেদের এরকম সস্তা কমেন্ট করে দলকে নামিয়ে দিচ্ছেন তাদের জন্য লজ্জা হচ্ছে। অর্শ সোনার ছেলে।”

    সতীর্থের সমর্থনে মুখ খুলেছেন বিরাট কোহলিও। তিনি সরাসরি জানিয়েছেন, “চাপের মুখে যে কেউ ভুল করতে পারে। এরকম বড় ম্যাচে পরিস্থিতি বেশ শক্ত ছিল। মনে আছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্ৰথমবার পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নেমে শাহিদ আফ্রিদির বলে বাজে এক শটে আউট হয়ে যাই। সেই রাতে ঘুমোতে পারিনি। ভোর পাঁচটা পর্যন্ত সিলিংয়ের দিকে চেয়ে বসেছিলাম।”

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Virat Kohli:  এক সেঞ্চুরিতেই বাজিমাত! কী কী রেকর্ড গড়লেন বিরাট, জানেন?

    Virat Kohli: এক সেঞ্চুরিতেই বাজিমাত! কী কী রেকর্ড গড়লেন বিরাট, জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: একেবারে রাজার মত ফিরলেন বিরাট (Virat Kohli)। অবশেষে বহু প্রতীক্ষিত সেঞ্চুরি এল বিরাটের ব্যাটে। সমালোচকদের মুখ বন্ধ করে নিজের ছন্দে ফিরে এলেন প্রাক্তন অধিনায়ক। কিন্তু এই সেঞ্চুরি আনতে বিরাট কোহলির সময় লেগে গেল ১০১৯ দিন! শেষ শতরান করেছিলেন ২০২০ সালের ২৩ নভেম্বর। বাংলাদেশের বিরুদ্ধে কলকাতার ইডেন গার্ডেন্সে শেষবার শতরান করেছিলেন তিনি। তারপর থেকেই বিরাট অনুরাগীরা তাঁর ব্যাটে শতরান দেখার জন্য অপেক্ষায় বসেছিলেন।

    অবশেষে বিরাট অনুরাগীদের অপেক্ষার অবসান হল। বৃহস্পতিবার দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে এশিয়া কাপ ২০২২তে (Asia Cup 2022) আফগানিস্তানের বিরুদ্ধে ৫৩ বলে ১০০ রান করলেন বিরাট কোহলি। ফলে তাঁকে নিয়ে আবার হইচই পড়ে গিয়েছে। বিরাট অনুরাগীদের মুখে এখন একটাই কথা, এবার হয়তো বিরাট সমালোচকরা তাদের যোগ্য জবাব পেয়ে গেছে। চলতি এশিয়া কাপে বিরাট কোহলি একমাত্র শ্রীলঙ্কার বিরুদ্ধেই রান পাননি। এছাড়া সব ম্যাচেই রান পেয়েছেন।

    তবে এদিন শুধু তিনি শতরানই করেননি, কেরিয়ারের ৭১ তম সেঞ্চুরি পেলেন কোহলি। এর পাশাপাশি আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে এই প্রথম শতরান করলেন বিরাট কোহলি। টি-২০ ক্রিকেটে বিরাট কোহলির ব্যক্তিগত সর্বোচ্চ রান ছিল ৯৪। সেই রেকর্ড নিজেই ভেঙে চুরমার করে দিলেন তিনি। এছাড়াও এদিন এক সেঞ্চুরিতে তিনি কী কী রেকর্ড গড়লেন, জেনে নিন।

    আরও পড়ুন: নম্বর তো অনেকেই জানে! অধিনায়কত্ব ছাড়ার সময়ে ফোন করেছিল শুধুই ধোনি, অকপট কোহলি

    আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি সেঞ্চুরির তালিকায় দ্বিতীয় তম স্থানে ছিল অস্ট্রেলিয়ার কিংবদন্তি রিকি পন্টিং। তবে গতকালের বিরাটের এই সেঞ্চুরি করায়, বর্তমানে দুজনেই যুগ্মভাবে দ্বিতীয় স্থানে রয়েছে। এখন শুধু প্রথম স্থানে রয়েছেন সচিন তেন্ডুলকর।

    সবচেয়ে কম ইনিংসে ৭১টি আন্তর্জাতিক সেঞ্চুরি করেছেন কোহলি। তিনি ৫২২টি ইনিংসে এমন কৃতিত্ব অর্জন করেন। আগে এই রেকর্ড ছিল সচিন তেন্ডুলকরের। তিনি ৫২৩টি ইনিংসে ৭১টি সেঞ্চুরি করেন। ফলে এই ক্ষেত্রে বিরাট সচিনকেও ছাপিয়ে গিয়েছেন।

    আন্তর্জাতিক ক্রিকেটে ২৪ হাজার রানের মাইলস্টোন টপকে যান বিরাট। তারকা ব্যাটার তাঁর ৫২২তম ইনিংসে এটি অর্জন করেছেন। তিনি সচিনের ৫৪৩ ইনিংসের রেকর্ড ছাড়িয়ে গেছেন।

    সুরেশ রায়না, রোহিত এবং রাহুলের পর কোহলি এখন চতুর্থ ভারতীয় ব্যাটার যিনি প্রতিটি ফরম্যাটে সেঞ্চুরি করেছেন। আবার রোহিত, রাহুল, রায়না, সূর্যকুমার যাদব এবং দীপক হুডার পরে তিনি ষষ্ঠ ভারতীয় ব্যাটার, যিনি টি-২০ ক্রিকেটে তিন অঙ্কের রানে পৌঁছেছেন।

    আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে কোনও ভারতীয় ব্যাটসম্যানের সর্বোচ্চ ব্যক্তিগত রান হল ১২২। এই রেকর্ড আগে ছিল রোহিত শর্মার। তিনি ২০১৭ সালে ইন্দোরে শ্রীলঙ্কার বিরুদ্ধে ১১৮ রান করেছিলেন।

    আফগানিস্তানের বিরুদ্ধে সেঞ্চুরি করার ফলে চলতি এশিয়া কাপে সব থেকে বেশি রান করার কৃতিত্ব অর্জন করেন কোহলি। এছাড়াও আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে ১০০টি ছক্কার মাইলস্টোন ছাপিয়ে যান বিরাট।

  • T20 World Cup 2022: টি-২০ বিশ্বকাপের আগে ২টি ওয়ার্ম আপ খেলবে ভারত, কবে কার বিরুদ্ধে ম্যাচ?

    T20 World Cup 2022: টি-২০ বিশ্বকাপের আগে ২টি ওয়ার্ম আপ খেলবে ভারত, কবে কার বিরুদ্ধে ম্যাচ?

    মাধ্যম নিউজ ডেস্ক: এশিয়া কাপের (Asia Cup 2022)ফাইনালে উঠতে পারেনি ভারত। যাত্রা শেষ সুপার ফোরেই। এবার লক্ষ্য টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup 2022)। বাইশ গজের বিশ্বযুদ্ধে নিজেদের প্রমাণ করতে মরিয়া টিম ইন্ডিয়া (Team India)। ভারত অধিনায়ক রোহিত শর্মা  (Rohit Sharma) জানিয়েছেন, বিশ্বকাপের কথা মাথায় রেখে প্রস্তুতি নিচ্ছেন তাঁরা। অক্টোবরেই শুরু বিশ্বকাপ। ২৩ অক্টোবর পাকিস্তানের (Pakistan) বিরুদ্ধে খেলেই টি-টোয়েন্টি বিশ্বকাপ অভিযান শুরু করবে ভারতীয় দল। এর আগে বৃহস্পতিবার ওয়ার্ম-আপ ম্যাচের সূচি প্রকাশ করল আইসিসি (ICC)। বিশ্বকাপে খেলতে নামার আগে কাদের বিরুদ্ধে ভারত প্রস্তুতি ম্যাচ খেলবে তা জানিয়ে দিল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল।

    আইসিসি জানিয়েছে, ১৭ অক্টোবর আয়োজক দেশ অস্ট্রেলিয়া ও ১৯ অক্টোবর নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলবে ভারত। দু’টি ম্যাচই হবে ব্রিসবেনে। আইসিসি একটি বিবৃতিতে জানিয়েছে, ‘সুপার ১২-তে খেলা দেশগুলি ১৭ ও ১৯ অক্টোবর তাদের প্রস্তুতি ম্যাচ খেলবে। ব্রিসবেন ও অ্যালান বর্ডার স্টেডিয়ামে হবে খেলা। প্রস্তুতি ম্যাচে দর্শক মাঠে প্রবেশ করতে পারবে না। তবে ব্রিসবেনে যে চারটি খেলা হবে সেগুলি টেলিভিশনে দেখানো হবে। যদিও সেগুলি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচের তকমা পাবে না।’

    আরও পড়ুন: এশিয়া কাপে বিদায় ভারতের, দাবি উঠছে আইপিএল বয়কটের

    ১৭ অক্টোবর যে চারটি প্রস্তুতি ম্যাচ হবে সেগুলি হল, ভারত বনাম অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড বনাম পাকিস্তান ও আফগানিস্তান বনাম বাংলাদেশ। ১৯ অক্টোবর হবে তিনটি প্রস্তুতি ম্যাচ। সেগুলি হল, আফগানিস্তান বনাম পাকিস্তান, বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা ও ভারত বনাম নিউজিল্যান্ড। অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড একটি করে প্রস্তুতি ম্যাচ খেলবে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • T20 WC India Team: টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াডে প্রত্যাবর্তন বুমরাহ-হার্শলের, মূল দলে নেই শামি

    T20 WC India Team: টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াডে প্রত্যাবর্তন বুমরাহ-হার্শলের, মূল দলে নেই শামি

    মাধ্যম নিউজ ডেস্ক: চোটের কারণে এশিয়া কাপে খেলতে পারেননি ভারতের দুই মূল পেসার জাসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah) ও হার্শল প্যাটেল (Harshal Patel)। এই দুই বোলারের প্রভাব হাড়ে হাড়ে টের পেয়েছে টিম ইন্ডিয়া। সুপার ফোর থেকে বাদ পড়ে দল। তাই আসন্ন টি- টোয়েন্টি বিশ্বকাপে আর সেই ঝুঁকি নিতে নারাজ দল। 

    আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ উপলক্ষে দল (T20 World Cup Team) ঘোষণা করেছে ভারত। রোহিত শর্মার নেতৃত্বে ১৫ সদস্যের মূল স্কোয়াডের পাশাপাশি স্ট্যান্ডবাই হিসেবে থাকছেন আরও চারজন। চোট কাটিয়ে দলে ফিরেছেন মূল পেসার বুমরাহ, হার্শল। আছেন এশিয়া কাপ খেলা রবিচন্দ্রন অশ্বিন, দীনেশ কার্তিকের মতো সিনিয়ররা। বুমরাহ-হার্শাল ফিরলেও চোটের কারণে বিশ্বকাপে যাওয়া হচ্ছে না রবীন্দ্র জাদেজার। ডান হাঁটুতে অস্ত্রোপচার হওয়ায় আপাতত মাঠের বাইরে থাকতে হচ্ছে বাঁহাতি অলরাউন্ডারকে। এমনটাই জানিয়েছে বিসিসিআই।

    আরও পড়ুন: এশিয়া কাপ ফাইনালে পাকিস্তানের পরাজয়ে উল্লাস আফগানদের! রইল ভিডিও  

    মূল দল থেকে বাদ পড়েছেন পেসার মহম্মদ শামি (Mohd. Shami)। শামির জায়গা হয়েছে স্ট্যান্ডবাই তালিকায়। এশিয়া কাপে নিজের পারফরম্যান্সের কারণে দলে টিকে গিয়েছেন ভুবনেশ্বর।  

    বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়া আর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুটি টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারত। আজ এই দুটি সিরিজের জন্যও দল ঘোষণা করেছে বিসিসিআই। এই দুটি সিরিজে রোহিত শর্মা আর বিরাট কোহলিকে বিশ্রাম দেওয়ার জল্পনা শোনা গিয়েছিল শুরুতে। কিন্তু মূল  টিমে নাম রয়েছে তাঁদের। এশিয়া কাপে বোলারদের ব্যর্থতার পর মহম্মদ শামিকে ফেরানোর দাবি উঠলেও তিনি জায়গা পাননি। ডানহাতি পেসারকে রাখা হয়েছে রিজার্ভ খেলোয়াড়দের দলে। 

    আরও পড়ুন: জাতীয় গেমসে অংশ নিচ্ছেন না নীরজ! সামনে বিশ্বচ্যাম্পিয়নশিপ, চোটমুক্ত থাকাই লক্ষ্য

    টি-টুয়েন্টি বিশ্বকাপের ভারত দল

    রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, দীপক হুদা, রিশভ পান্ট, দিনেশ কার্তিক, হার্দিক পান্ডিয়া, রবিচন্দ্রন অশ্বিন, যুজবেন্দ্র চাহাল, অক্ষর প্যাটেল, জাসপ্রীত বুমরাহ, ভূবনেশ্বর কুমার, হার্শল প্যাটেল, আর্শদীপ সিং।

    রিজার্ভ 

    মহম্মদ শামি, শ্রেয়াস আয়ার, রবি বিষ্ণোই, দীপক চাহার।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • #BoycottIPL Trending On Twitter: এশিয়া কাপে বিদায় ভারতের, দাবি উঠছে আইপিএল বয়কটের

    #BoycottIPL Trending On Twitter: এশিয়া কাপে বিদায় ভারতের, দাবি উঠছে আইপিএল বয়কটের

    মাধ্যম নিউজ ডেস্ক: সুপার ফোরের ম্যাচে শ্রীলঙ্কার কাছে হারের পর এশিয়া কাপ থেকে ভারতের বিদায় কার্যত নিশ্চিত হয়ে গিয়েছিল। যতটুকু আশা জিইয়ে ছিল, সেটাও শেষ বুধবার রুদ্ধশ্বাস লড়াইয়ে পাকিস্তান ১ উইকেটে আফগানিস্তানকে হারিয়ে দেওয়ায়। এই প্রতিযোগিতায় টিম ইন্ডিয়ার প্রাপ্তির ঝুলি শূন্য। আজ, বৃহস্পতিবার আফগানিস্তানের বিরুদ্ধেও রোহিত শর্মারা জিততে পারবেন কিনা, তা নিয়ে ভারতীয় সমর্থকরা যথেষ্টই সন্দিহান। কারণ, স্বল্পপুঁজি নিয়ে পাকিস্তানের বিরুদ্ধে আফগান স্পিনাররা দুর্দান্ত লড়াই ছুড়ে দিয়েছিলেন।

    আরও পড়ুন: বাজিমাত বাংলার! ভারতীয় ফুটবল ও ক্রিকেটের মসনদে দুই বাঙালির দাপট

    তবে প্রশ্ন উঠছে, এশিয়া কাপে অন্যতম ফেভারিট হয়েও ভারতের এই হতাশাজনক পারফরম্যান্স কেন? কোথায় ভুলচুক হল, তা খুঁজতেই ব্যস্ত কোচ রাহুল দ্রাবিড় ও টিম ম্যানজেমেন্ট। তবে রোহিত শর্মার দলের হতশ্রী পারফরম্যান্সে বেজায় চটেছেন সমর্থকরা। বিশেষ করে শ্রীলঙ্কার মতো আর্থিক অনটনে ভোগা একটা দেশের ক্রিকেটারদের লড়াকু মানসকিতার প্রশংসা শোনা যাচ্ছে সর্বত্র। আর তাতেই ভারতীয় সমর্থকদের ক্ষোভ গিয়ে পড়েছে আইপিএলের উপর। বিশ্বের অন্যতম জনপ্রিয় টুর্নামেন্ট বয়কটেরও #BoycottIPL ডাক দিয়েছেন অনেকে। যা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং হচ্ছে।

     

    আসলে, আইপিএল খেলে বিরাট কোহলি, রোহিত শর্মারা কোটি কোটি টাকা উপার্জন করেন। এই টুর্নামেন্টের সম্প্রচারস্বত্ত্ব বিক্রি করে বিসিসিআই হাজার হাজার কোটি টাকা পায়। কিন্তু টুর্নামেন্টের সুফল ভারতীয় ক্রিকেট পাচ্ছে কি?

    গতবছর টি-২০ বিশ্বকাপে এভাবেই গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছিল টিম ইন্ডিয়া। এবার সেই মরুদেশ সংযুক্ত আরব আমিরশাহিতে এশিয়া কাপে মুখ থুবড়ে পড়ল রোহিত বাহিনী। অনেকে সোশ্যাল মিডিয়ায় অভিযোগ করছেন, ভারতীয় ক্রিকেটাররা এখন দেশের হয়ে সেরাটা মেলে ধরতে উৎসাহিত হন না। কারণ, তাঁরা আইপিএলের জন্য সেরা পারফরম্যান্সটা তুলে রাখেন। কোটিপতি লিগে ভালো খেললে যেমন প্রচুর অর্থ পাওয়া যায়, তেমনি ভবিষ্যতে নিলামের দরও বাড়ে। তাই শ্রীলঙ্কার মতো দলের কাছে হারলেও কোনও আক্ষেপ দেখা যায় না ক্রিকেটারদের মধ্যে। বরং স্টেডিয়ামে কিংবা টিভির সামনে সমর্থকরা অঝোরে চোখের জল ফেলেন। সমর্থকদের আবেগের কোনও মূল্য নেই।

  • Asia Cup 2022:  ‘এই ঘটনা আমার আত্মবিশ্বাস আরও বাড়িয়ে তুলবে’, শ্রীলঙ্কা ম্যাচের আগে অর্শদীপ

    Asia Cup 2022: ‘এই ঘটনা আমার আত্মবিশ্বাস আরও বাড়িয়ে তুলবে’, শ্রীলঙ্কা ম্যাচের আগে অর্শদীপ

    মাধ্যম নিউজ ডেস্ক: এশিয়া কাপের (Asia Cup) সুপার ফোরের ম্যাচে পাকিস্তানের (Pakistan) বিরুদ্ধে ক্যাচ ফস্কানোয় ট্রোলিংয়ের শিকার হয়েছেন অর্শদীপ সিং (Arshdeep Singh)। পেয়েছেন ‘খলিস্তানি’ তকমাও। তবে এসব নিয়ে এখন ভাবতে রাজি নন ভারতের তরুণ বোলার অর্শদীপ সিং। ভারতীয় বোলারের মা-বাবা দুবাই থেকে চণ্ডীগড়ে ফিরেছেন। রবিবারের ভারত-পাক ম্যাচ তাঁরা দেখেন দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে বসে। দেশে ফেরার পরে অর্শদীপের বাবা দর্শন সিং জানান, ”দুবাই থেকে বিমান ধরার আগে অর্শদীপের সঙ্গে কথা হয়েছে। ট্যুইট, মেসেজে ট্রোলিং দেখে শুনে অর্শদীপ কেবল হেসেছে। ও বলেছে, এর থেকে আমি কেবল ইতিবাচক দিকটাই নিতে চাই। গোটা ঘটনা আমাকে আরও আত্মবিশ্বাস জোগাচ্ছে।” অর্শদীপের মা বলজিৎ কৌর বলেছেন, ”ও আমাদের বলেছে গোটা দল ওর পাশে রয়েছে।” অতএব ভারত-পাকিস্তান ম্যাচ টিম ইন্ডিয়ার কাছে এখন অতীত। মঙ্গলবার ফোকাস শুধুই শ্রীলঙ্কা (Sri Lanka)।

    আরও পড়ুন: ‘খলিস্তানি’ তকমা! কেন্দ্রের হস্তক্ষেপের পরই অর্শদীপের পেজের নিরাপত্তা বাড়াল উইকিপিডিয়া

    সুপার ফোরে নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হচ্ছে ভারত ও শ্রীলঙ্কা (India Vs Sri Lanka)। পাকিস্তানের বিরুদ্ধে হারের পর (India Vs Pakistan) লড়াইয়ে টিকে থাকতে গেলে ভারতকে এই ম্যাচে জিততেই হবে। নয়ত বিমানের টিকিট নিশ্চিত। অন্যদিকে প্রথম ম্যাচে আফগানিস্তানকে (Afghanistan) হারিয়ে এই ম্যাচে ভালো জায়গায় থেকে শুরু করবে শ্রীলঙ্কা। আজকের ম্যাচ জিতলেই শ্রীলঙ্কার ফাইনাল খেলা কার্যত নিশ্চিত হয়ে যাবে। সেই সুযোগ কিছুতেই হাতছাড়া করতে চাইবেন না দাসুন শানাকারা। এখনও পর্যন্ত আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে ভারত ও শ্রীলঙ্কা মুখোমুখি হয়েছে ২৫ বার। ভারত জিতেছে ১৭ বার, শ্রীলঙ্কা ৭ বার। শেষ পাঁচটি ম্যাচে ভারত তিনবার ও শ্রীলঙ্কা দুবার জয়ের স্বাদ পেয়েছে। পরিসংখ্যান ও দক্ষতা দুদিক থেকেই এদিনের ম্যাচে এগিয়ে ভারত। কিন্তু চলতি সিরিজে এখন কিছুটা হলেও ব্যাকফুটে টিম ইন্ডিয়া।

    দুই দলের সম্ভাব্য একাদশ:

    ভারত: রোহিত শর্মা, কেএল রাহুল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, দীনেশ কার্তিক, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, ভুবনেশ্বর কুমার, আভেশ খান, অর্শদীপ সিং, যুজবেন্দ্র চাহাল

    শ্রীলঙ্কা: পথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস, চরিথ আসালঙ্কা, দানুষ্কা গুনতুলকা, ভানুকা রাজাপক্ষে, দাসুন শানাকা, ওয়ানিনডু হাসারাঙ্গা, চামিকা করুনারত্নে, মাহিশ ঠিকশানা, আসিথা ফেরান্ডো, দিলশন মধুশঙ্কা

    খেলা শুরু: সন্ধ্যা সাড়ে সাতটায়, স্টার স্পোর্টসে

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

LinkedIn
Share