Category: খেলা

Get updates on Sports News Cricket, Football, Tennis, from the Madhyom news portal madhyom.com, West Bengal leading news portal Madhyom.com

  • Shakib Al Hasan: দেশের মাটিতে অবসরের আশা শেষ! শাকিব বিরোধী স্লোগানে উত্তাল ঢাকা

    Shakib Al Hasan: দেশের মাটিতে অবসরের আশা শেষ! শাকিব বিরোধী স্লোগানে উত্তাল ঢাকা

    মাধ্যম নিউজ ডেস্ক: বাংলাদেশের বাইশ গজকে একদা বিশ্বের দরবারে নিয়ে গিয়েছিলেন তিনি। এখন বাংলাদেশেই ব্রাত্য শাকিব আল হাসান (Shakib Al Hasan)। দেশের মাটিতে খেলে টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়া হচ্ছে না বাংলাদেশের প্রাক্তন অধিনায়কের। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টের দলে শাকিবকে রাখা হলেও তিনি ম্যাচ খেলার জন্য দেশে ফিরতে পারছেন না। মনে করা হচ্ছে, ভারতের বিরুদ্ধেই জাতীয় দলের জার্সি গায়ে শেষ টেস্ট খেলে ফেলেছেন শাকিব।

    ব্রাত্য শাকিব

    ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলে শাকিব (Shakib Al Hasan) নিউ ইয়র্কের বাড়িতে চলে গিয়েছিলেন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলার জন্য তিনি বুধবার দুবাইয়ে পৌঁছন। বৃহস্পতিবার তাঁর ঢাকায় পৌঁছনোর কথা ছিল। কিন্তু ঢাকার বিমান ধরার আগেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মাধ্যমে তাঁকে দুবাইয়ে অপেক্ষা করার বার্তা দেওয়া হয়। শাকিব বলেছেন, ‘‘আমি জানি না এর পর কোথায় যাব। তবে এটা প্রায় নিশ্চিত আমি বাড়ি ফিরতে পারব না।’’ অন্য দিকে, বাংলাদেশের ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছেন, ‘‘কোনও রকম অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আমি শাকিবকে বাংলাদেশে না আসার পরামর্শ দিয়েছি। খেলোয়াড়দের নিরাপত্তা নিশ্চিত করতে এবং দেশের ভাবমূর্তি রক্ষায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’’ 

    আরও পড়ুন: উচ্ছ্বাস ইজরায়েলে, হামাস প্রধান সিনওয়ারের মৃত্যু নিশ্চিত ডিএনএ পরীক্ষায়

    চলছে বিক্ষোভ

    ইতিমধ্যেই শাকিবের (Shakib Al Hasan) বিপক্ষে প্রবল বিক্ষোভ শুরু হয়েছে মিরপুর (Mirpur Stadium) শের-ই-বাংলা স্টেডিয়ামের সামনে। বিক্ষোভকারীরা শাকিবের বিরুদ্ধে স্লোগান দিয়েছেন। এমনকী ক্রিকেটারের কুশপুত্তলিকাও দাহ করা হয়েছে। তাই নিরাপত্তা ঝুঁকির কারণেই বাংলাদেশে ফিরতে বারণ করা হয়েছে শাকিবকে। দুবাই থেকে তিনি আবার যুক্তরাষ্ট্রে ফিরে যাবেন বলে জানিয়েছে একটি সূত্র। বাংলাদেশের তদারকি সরকার প্রশাসনিক ভাবে ব্যক্তি শাকিবকে নিরাপত্তা দেওয়ার আশ্বাস দেয়নি। প্রসঙ্গত, শের-ই-বাংলা স্টেডিয়ামের ফটকের সামনে যেখানে বিক্ষোভ হয়েছে, অ্যাকাডেমির মাঠ সেখান থেকে খুব দূরে নয়। ঘটনাচক্রে যখন এই বিক্ষোভ চলছে, তখন ভিতরে অনুশীলন করছিল দক্ষিণ আফ্রিকা দল। বিসিবি জানিয়েছে, বিক্ষোভের বিষয়ে দক্ষিণ আফ্রিকা দল কোনও নেতিবাচক প্রতিক্রিয়া দেখায়নি। তবে এ ঘটনার পর দক্ষিণ আফ্রিকা দলের নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • India vs New Zealand: লজ্জা! দেশের মাঠে সর্বনিম্ন স্কোর ভারতের, ম্যাচে দাপট নিউজিল্যান্ডের

    India vs New Zealand: লজ্জা! দেশের মাঠে সর্বনিম্ন স্কোর ভারতের, ম্যাচে দাপট নিউজিল্যান্ডের

    মাধ্যম নিউজ ডেস্ক: অতিরিক্ত আত্মবিশ্বাসই কাল হল ভারতের। ভেজা মাঠে টসে জিতে ব্যাটিংয়ের ভুল সিদ্ধান্ত নিলেন অধিনায়ক রোহিত শর্মা। প্রথমে ব্যাটিং করতে নেমে মাত্র ৪৬ রানে অলআউট হয়ে গেল ভারতীয় দল। দেশের মাটিতে টেস্ট ম্যাচে এটাই ভারতের সবচেয়ে কম স্কোর। ভারতের (India vs New Zealand) ইনিংসে যশস্বী ও পন্থ ছাড়া কোনও ব্যাটার দুই অঙ্কের রান করতে পারেননি। দিনের শেষে প্রথম ইনিংসে নিউজিল্যান্ডের স্কোর ৩ উইকেটে ১৮০। ভারতের চেয়ে ১৩৪ রানে এগিয়ে কিউইরা। 

    লজ্জার রেকর্ড

    একটা সময় দেখে মনে হয়েছিল ৩৬ রানের লজ্জার রেকর্ড ভেঙে দেবে ভারত (India vs New Zealand)। কোনও রকমে তা বাঁচাল তারা। টেস্টে ভারতের সর্বনিম্ন রানে অল আউট হওয়ার রেকর্ড ৩৬। ২০২০ সালের ডিসেম্বর মাসে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অ্যাডিলেডে দিন-রাতের টেস্টে এই ঘটনা ঘটে। সেই ইনিংসে অবশ্য ভারতের ১০ উইকেট পড়েনি। ৯ উইকেট পড়েছিল। মহম্মদ শামি হাতে চোট পেয়ে উঠে যান। ভারতের টেস্ট ইতিহাসে দ্বিতীয় সবচেয়ে কম রানে অল আউট হওয়ার ঘটনা ঘটেছিল ১৯৭৪ সালে। লর্ডসে ইংল্যান্ডের বিরুদ্ধে ৪২ রানে অল আউট হয়েছিল তারা। তার পরেই বেঙ্গালুরু। নিউ জিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় সবচেয়ে কম রানে আউট হলেন রোহিতেরা।  ১৯৮৭ সালে দিল্লিতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৭৫ রানে অল আউট হয়েছিল ভারত। সেটিই ছিল দেশের মাটিতে ভারতের এক ইনিংসে সবচেয়ে কম রান। সেই লজ্জার রেকর্ড এ দিন ভেঙে দিলেন রোহিত, কোহলিরা।

    রোহিতের ভুল সিদ্ধান্ত

    বৃষ্টির কারণে তিন দিন পিচ ঢাকা। স্বাভাবিক কারণেই পিচে স্যাঁতসেঁতে ভাব থাকবে। তার পর আকাশও মেঘলা। ক্রিকেট সম্পর্কে সাধারণ জ্ঞান থাকা যে কেউ বলে দেবেন, এমন পরিস্থিতিতে টসে জিতলে চোখ বুজে আগে বোলিং নেওয়া উচিত। ভারতের অধিনায়ক রোহিত শর্মা ঠিক তার উল্টো কাজটাই করলেন। টসে জিতে ব্যাট নিলেন। বিপক্ষের সামনে আত্মসমর্পণ করে দেশের মাটিতে লজ্জার সাক্ষী হল ভারত। ইনিংস শেষ হয়ে গেল ৪৬ রানে। টসে জিতে বল করলে যে সুবিধা নিতে পারতেন যশপ্রীত বুমরা, মহম্মদ সিরাজেরা, সেই সুবিধা নিয়ে গেলেন সাউদি, হেনরিরা। রোহিতদের বোঝা উচিত ছিল তারা বাংলাদেশের বিরুদ্ধে খেলতে নামেননি। বিপক্ষ দলে বিশ্বসেরা কিছু বোলার রয়েছেন।

    ব্যর্থ বোলাররাও 

    যে পিচে ভারতের (India vs New Zealand) ব্যাটাররা দাঁড়াতেই পারলেন না, সেই পিচেই অসাধারণ ব্যাটিং করলেন নিউজিল্যান্ডের ওপেনার ডেভন কনওয়ে। ১০৫ বলে ৯১ রান করে রবিচন্দ্রন অশ্বিনের বলে বোল্ড হয়ে যান কনওয়ে। তাঁর ইনিংসে ছিল ১১টি বাউন্ডারি ও ৩টি ওভার-বাউন্ডারি। অপর ওপেনার তথা অধিনায়ক টম ল্যাথাম করেন ১৫ রান। ৩ নম্বরে ব্যাটিং করতে নেমে উইল ইয়াং করেন ৩৩ রান। রাচিন রবীন্দ্র ২২ এবং ড্যারিল মিচেল ১৪ রান করে অপরাজিত। এই ম্যাচে এখনও ৩ দিন বাকি। কিন্তু ভারতীয় দলের পক্ষে ঘুরে দাঁড়ানো কঠিন। ম্যাচ বাঁচাতে হলে দ্বিতীয় ইনিংসে রোহিত শর্মা, বিরাট কোহলিদের অসাধারণ পারফরম্যান্স দেখাতে হবে। না হলে টানা তৃতীয়বার আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ওঠার লড়াইয়ে চাপে পড়ে যাবে ভারতীয় দল।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • ISL Kolkata Derby: শনিবার বড় ম্যাচ, প্রস্তুতি তুঙ্গে! ফিরতি লেগে কবে মুখোমুখি মোহনবাগান-ইস্টবেঙ্গল?

    ISL Kolkata Derby: শনিবার বড় ম্যাচ, প্রস্তুতি তুঙ্গে! ফিরতি লেগে কবে মুখোমুখি মোহনবাগান-ইস্টবেঙ্গল?

    মাধ্যম নিউজ ডেস্ক: ইন্ডিয়ান সুপার লিগের কলকাতা ডার্বির অপেক্ষায় ফুটবলপ্রেমীরা। শনিবার বড় ম্যাচে মুখোমুখি মোহনবাগান-ইস্টবেঙ্গল। আইএসএল-এর চলতি মরসুমে এখনও অবধি মুখোমুখি হয়নি মোহনবাগান (Mohun Bagan) ও ইস্টবেঙ্গল (East Bengal)। আইএসএলে (ISL) কলকাতা ডার্বির (Kolkata Derby) প্রথম ম্যাচের আগেই জানা গেল, এ মরসুমের দ্বিতীয় বড় ম্যাচের দিনক্ষণ। ২০২৫ সালের ১১ জানুয়ারি হবে আইএসএলের এ মরসুমের দ্বিতীয় কলকাতা ডার্বি। ফিরতি লেগে বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে হবে মোহনবাগান ও ইস্টবেঙ্গলের বড় ম্যাচ।

    দুই দলের প্রস্তুতি

    চলতি আইএসএল-এ মোহনবাগানের পারফরম্যান্স ওঠা-নামা করলেও অনেকটা গুছিয়ে নিতে পেরেছে তারা। চোট সারিয়ে দলের সঙ্গে পুরোদমে অনুশীলন করছেন আলবার্তো রডরিগেজ। ডার্বির আগে রাগবি বল নিয়ে খেলায় মাতলেন জেমি, দিমিরা। কোচ মোলিনা ছক কষছেন ডার্বি জয়ের। বড় ম্যাচ জিতে পায়ের তলার মাটি শক্ত করতে চান মোলিনা। অন্যদিকে, ইন্ডিয়ান সুপার লিগের এ মরসুমে ৪ ম্যাচে ৪টে-তেই হার ইস্টবেঙ্গলের। বড় ম্যাচ জিতে ঘুরে দাঁড়ানোর সংকল্প ক্লেটন, ক্রেসপোদের। ডার্বি জিতে হারানো আত্মবিশ্বাস ফিরে পাওয়ার আশায় সৌভিক, তালালরা।

    পয়েন্ট টেবলে কে কোথায়

    ইন্ডিয়ান সুপার লিগের পক্ষ থেকে এক বিবৃতিতে এ বছরের ৩০ ডিসেম্বরের পরবর্তী আইএসএল সূচি ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে। ইন্ডিয়ান সুপার লিগের চলতি মরসুমে পয়েন্ট টেবলের শীর্ষে রয়েছে বেঙ্গালুরু এফসি। তাদের পয়েন্ট ১০। ৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে পঞ্জাব এফসি। তিনে জামশেদপুর এফসি। ৭ পয়েন্ট নিয়ে চার নম্বরে মোহনবাগান। ৪ পয়েন্ট নিয়ে ১০ নম্বরে মহমেডান। আর ৪টি ম্যাচ খেলে ৪টিতেই হেরে শূন্য ঝুলি লাল-হলুদের। পয়েন্ট টেবলের ১৩ নম্বরে রয়েছে ইস্টবেঙ্গল।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • India vs New Zealand: বৃষ্টিতে পণ্ড অনুশীলন, বেঙ্গালুরুতে ভারত-নিউজিল্যান্ড ম্যাচেও বিঘ্ন ঘটাবে আবহাওয়া?

    India vs New Zealand: বৃষ্টিতে পণ্ড অনুশীলন, বেঙ্গালুরুতে ভারত-নিউজিল্যান্ড ম্যাচেও বিঘ্ন ঘটাবে আবহাওয়া?

    মাধ্যম নিউজ ডেস্ক: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের লক্ষ্যে বাংলাদেশের পর এবার নিউজিল্যান্ডকেও (India vs New Zealand) নাস্তানাবুদ করতে চায় রোহিত ব্রিগেড। বুধবার শুরু ভারত-নিউজিল্যান্ড তিন ম্যাচের টেস্ট সিরিজ। প্রথম ম্যাচ বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে। প্রতিপক্ষ বদল হলেও ভারতের আগ্রাসী খেলার ধরন যে পাল্টাবে না তা স্পষ্ট করে দিয়েছেন কোচ গৌতম গম্ভীর। কিন্তু কানপুরের মতোই বেঙ্গালুরুতেও বৃষ্টির জন্য মাঝে মধ্যেই খেলা থমকে যেতে পারে। অন্তত ম্যাচের আগে আবহাওয়ার পূর্বাভাস তেমনই বলছে। বৃষ্টির জন্যই মঙ্গলবার অনুশীলন বাতিলও হয়ে যায় ভারতের।

    প্রতিপক্ষকে ক্লিনসুইপ করাই লক্ষ্য

    ঘরের মাঠে সদ্য বাংলাদেশের বিরুদ্ধে টেস্টে ২-০ জিতেছে ভারত (India vs New Zealand)। নিউজিল্যান্ডের বিরুদ্ধেও ফুল পয়েন্টেই লক্ষ্য। এই সিরিজেও প্রতিপক্ষকে ক্লিনসুইপ করতে পারলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের দিকে অনেকটা এগিয়ে থাকবে ভারত। প্রথম টেস্টে বড় প্রভাব ফেলতে পারে বৃষ্টি। মঙ্গলবার, সকালে চূড়ান্ত প্রস্তুতিতে নামার কথা ছিল বিরাটদের। প্রাথমিক ভাবে এক ঘণ্টা পিছিয়ে দেওয়া হয় প্র্যাক্টিস। এরপর ভারতীয় ক্রিকেট বোর্ডের মিডিয়া ম্যানেজার জানিয়ে দেন, প্র্যাক্টিস বাতিল করা হয়েছে বৃষ্টির কারণে। আবহাওয়ার পূর্বাভাসে আগামী কয়েকদিনও বৃষ্টি রয়েছে। 

    কোন দিন কত বৃষ্টি

    আবহাওয়ার পূর্বাভাস (India vs New Zealand) অনুযায়ী, টেস্টের প্রথম দু-দিন ৭০-৯০ শতাংশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আকাশ মেঘলা থাকবে। গত কয়েক সপ্তাহ ধরেই বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে বেঙ্গালুরুতে।  বুধবার, টেস্ট ম্যাচের প্রথম দিনে ৪১ শতাংশ বৃষ্টিপাতের আভাস দেওয়া হয়েছে। এমনকি বিকেলে বজ্রপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে৷ বৃহস্পতিবার ম্যাচের দ্বিতীয় দিনেও বৃষ্টির খেলার গতি রোধ করতে পারে, দ্বিতীয় দিনেও ৪০ শতাংশ বৃষ্টিপাতের পূর্বাভাস আছে। তবে সব থেকে বেশি বৃষ্টিপাত হতে পারে শুক্রবার। ম্যাচের তৃতীয় দিনে পূর্বাভাস অনুসারে ৬৭% বৃষ্টিপাত হতে পারে। শেষ দুই দিনও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে।

    স্কোয়াড-রোহিত শর্মা (অধিনায়ক), জসপ্রীত বুমরা (সহ-অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, শুভমন গিল, বিরাট কোহলি, লোকেশ রাহুল, সরফরাজ খান, ঋষভ পন্থ, ধ্রুব জুরেল, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাডেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ, আকাশ দীপ।

    রিজার্ভ-মায়াঙ্ক যাদব, নীতীশ রেড্ডি, হর্ষিত রানা, প্রসিধ কৃষ্ণ

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • India-New-Zealand-Test: ৫টি রেকর্ড নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে যা গড়তে পারেন অশ্বিন

    India-New-Zealand-Test: ৫টি রেকর্ড নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে যা গড়তে পারেন অশ্বিন

    মাধ্যম নিউজ ডেস্ক: টেস্ট ও টি-২০ সিরিজে বাংলাদেশকে পরাজয় করার পর, তিন ম্যাচের টেস্ট সিরিজে নিউজিল্যান্ডের (India-New-Zealand-Test) মুখোমুখি হবে ভারতীয় ক্রিকেট দল। বুধবার, ১৬ অক্টোবর শুরু হতে চলেছে প্রথম টেস্ট। সিরিজের উদ্বোধনী ম্যাচটি বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। পরবর্তী দুটি টেস্ট ম্যাচ যথাক্রমে পুণে (২৪-২৮ অক্টোবর) এবং মুম্বইতে (১-৫ নভেম্বর) অনুষ্ঠিত হবে। কিউয়িদের বিরুদ্ধে ম্যাচ জিতলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ (ডব্লিউটিসি) ফাইনালে জায়গা পাওয়ার সম্ভাবনাও রয়েছে ভারতের সামনে। তবে, ব্ল্যাক ক্যাপসের বিরুদ্ধে তিন ম্যাচের সিরিজ চলাকালীন ভারতীয় তারকা স্পিনার রবিচন্দ্রন অশ্বিনের (Ashwin) সামনে একাধিক বোলিং রেকর্ড ভাঙার সুযোগও রয়েছে।

    আউটের ডাবল সেঞ্চুরি হতে পারে (India-New-Zealand-Test)

    টিম ইন্ডিয়ার (India-New-Zealand-Test) হয়ে এখন পর্যন্ত ৩৭টি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ (ডব্লিউটিসি) ম্যাচে অশ্বিন (Ashwin) ১৮৫টি উইকেট নিয়েছেন। তিনি যদি কমপক্ষে আরও তিনটি উইকেট নিতে সক্ষম হন, তাহলে তিনি নাথান লিয়ঁর রেকর্ড ভেঙে ফেলবেন। ডব্লিউটিসি-র ইতিহাসে শীর্ষ উইকেট নেওয়ার অধিকারী হয়ে উঠবেন। এখনও পর্যন্ত অস্ট্রেলিয়ার কিংবদন্তী স্পিনারের ৪৩টি ডব্লিউটিসি ম্যাচে ১৮৭টি উইকেট রয়েছে। অর্থাৎ, মাত্র তিনটি উইকেট নিলেই এক নম্বর স্থান দখল করবেন অশ্বিন। এখানেই শেষ নয়। যদি আসন্ন তিনটি টেস্টে ন্যূনতম ১৫ জন কিউয়ি ব্যাটারকে আউট করতে সক্ষম হন অশ্বিন, তাহলে তিনি ইতিহাস তৈরি করবেন এবং বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে আউটের ডাবল সেঞ্চুরি পূরণকারী বিশ্বের প্রথম বোলার হয়ে উঠবেন।

    আরও পড়ুনঃ শ্রীলঙ্কাকে হারিয়ে মহিলাদের বিশ্বকাপে টিকে ভারত, বাংলাদেশের বিরুদ্ধে সিরিজ জয় ছেলেদের

    ৫৩০ উইকেটের রেকর্ড ভাঙতে মাত্র চারটি উইকেট প্রয়োজন

    অশ্বিন (Ashwin) এখন পর্যন্ত খেলা ১০২টি টেস্টের ৩৭টি ম্যাচে পাঁচ উইকেট পেয়েছেন। তিনি শেন ওয়ার্নের রেকর্ড ভেঙে ফেলতে পারেন। নিউজিল্যান্ডের (India-New-Zealand-Test) টম লাথামের নেতৃত্বাধীন দলের বিরুদ্ধে কমপক্ষে টেস্টে সর্বাধিক পাঁচ উইকেট পেয়ে বোলারদের তালিকায় ২ নম্বর অবস্থানের উঠে যাবেন অশ্বিন। ভারতের হয়ে ১০২টি টেস্টে এখনও পর্যন্ত ৫২৭টি ইউকেট পেয়েছেন। তার বিচারেই টেস্টে সপ্তম শীর্ষস্থানের অধিকারী হয়ে আছেন। অজি স্পিনার লিয়ঁর ৫৩০ উইকেটের রেকর্ড ভাঙতে মাত্র চারটি উইকেট প্রয়োজন। অশ্বিন ভারতে বিভিন্ন ফর্ম্যাটে খেলা ১২৮টি আন্তর্জাতিক ম্যাচে মোট ৪৬৬ উইকেট নিতে সক্ষম হয়েছেন। যদি তিনি ১১ উইকেট নিয়ে নিউজিল্যান্ড সিরিজ শেষ করেন, তবে ভারতের মাটিতে খেলা ম্যাচে অনিল কুম্বলের ৪৭৬ আন্তর্জাতিক উইকেটের রেকর্ডকে ভেঙে দেবেন। কিংবদন্তী শ্রীলঙ্কার স্পিনার মুথাইয়া মুরলিধরনের টেস্টে সর্বাধিক ‘প্লেয়ার অফ দ্য সিরিজ’ পুরস্কারের বিশ্ব রেকর্ডও ভেঙে ফেলবেন, যদি তিনি ভারত-নিউজিল্যান্ড সিরিজে শীর্ষ পুরস্কারটি অশ্বিন পান। এখন পর্যন্ত, অশ্বিন এবং মুরালিধরন উভয়েই ১১টি করে সিরিজ সেরার পুরস্কার পেয়েছেন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Women’s T20 World Cup: শ্রীলঙ্কাকে  হারিয়ে মহিলাদের বিশ্বকাপে টিকে ভারত, বাংলাদেশের বিরুদ্ধে সিরিজ জয় ছেলেদের

    Women’s T20 World Cup: শ্রীলঙ্কাকে  হারিয়ে মহিলাদের বিশ্বকাপে টিকে ভারত, বাংলাদেশের বিরুদ্ধে সিরিজ জয় ছেলেদের

    মাধ্যম নিউজ ডেস্ক: ক্রিকেটে ভারতের সোনার দিন। মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের পর শ্রীলঙ্কাকে হারাল ভারত। বুধবার ভারত শ্রীলঙ্কাকে হারিয়ে গ্রুপে দ্বিতীয় স্থানে উঠে এল। এর ফলে সেমির দৌড়ে টিকে থাকল হরমনপ্রীতরা। অন্যদিকে গোয়ালিয়রের পরে দিল্লিতে ৮৬ রানে ম্যাচ জিতে বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজও জিতে নিল ভারত। রবিবার সিরিজ চুনকামের লক্ষ্যে নামবেন সূর্যেরা। কেন ভারত পাকিস্তানের থেকে কয়েক গুণে এগিয়ে তা ফের হাড়ে হাড়ে বুঝল বাংলাদেশ। 

    মেয়েদের বিশ্বকাপে আশা

    বুধবার ৮২ রানের বড় জয়ে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালের লড়াইয়ে টিকে থাকল ভারত। এই জয়ে বড় ভূমিকা নিলেন ভারতের দুই তারকা হরমনপ্রীত কউর ও স্মৃতি মন্ধানা। দু’জনেই ব্যাট হাতে অর্ধশতরান করলেন। শুধু জিতলে চলবে না। মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপে শ্রীলঙ্কাকে বড় ব্যবধানে হারিয়ে নেট রান রেটে উন্নতি করতে হবে। দ্বীপরাষ্ট্রের বিরুদ্ধে নামার আগে এমনটাই ছিল হরমনপ্রীতদের সমীকরণ। এদিন ভারতের মহিলা দল প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে করে ৩ উইকেটে ১৭২।  জবাবে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা ১৯.৫ ওভারে শেষ হয়ে যায় ৯০ রানে। ভারতের মহিলা দল ৮২ রানে ম্যাচ জিতে ভাল ভাবে টিকে রইল টুর্নামেন্টে। ভারত ও অস্ট্রেলিয়ার মহিলাদের পয়েন্ট এখন সমান। তবে অজিরা একটা ম্যাচ কম খেলেছে। আর রান রেট ভারতের থেকে ভাল অস্ট্রেলিয়ার। 

    সিরিজ জয়, ভারতের রেকর্ড

    প্রথম টি-টোয়েন্টি ম্যাচে বলের নিরিখে জয়ের রেকর্ড গড়েছিল ভারত। রাজধানীতে বাংলাদেশের বিরুদ্ধে (IND vs BAN 2nd T20I) ফের একবার ইতিহাস গড়ল সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন ভারতীয় দল। নয়াদিল্লিতে নির্ধারিত ২০ ওভারে নয় উইকেটের বিনিময়ে ২২১ রান তোলে ভারত। ব্যাট করতে নেমে পাওয়ার প্লে-র মধ্যে ৪১ রানে ৩ উইকেট পড়ে যাওয়ার পরে কোনও দল ২২১ রান করতে পারে, তা হয়তো ভাবতে পারেনি বাংলাদেশ। টি-টোয়েন্টিতে রান করার সবচেয়ে ভাল সময় পাওয়ার প্লে ও ডেথ ওভার। সেই ১০ ওভারে ভারত করল ১০১ রান। উইকেট পড়ল আটটি। মাঝের ১০ ওভারে ১২০ রান করল তারা। মাত্র এক উইকেট পড়ল। মাঝের এই ১০ ওভারেই ম্যাচ হেরে গেল বাংলাদেশ। জবাবে বাংলাদেশ ১৩৫ রানের বেশি তুলতে পারেনি। ৮৬ রানের ব্যবধানে জয় পেয়েছে ভারত। রানের নিরিখে এটি বাংলাদেশের বিরুদ্ধে ভারতের সবথেকে বড় জয়। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Dipa Karmakar: জিমন্যাস্টিক্স থেকে অবসরের ঘোষণা দীপার! বললেন, ‘এটাই সরে যাওয়ার সেরা সময়’

    Dipa Karmakar: জিমন্যাস্টিক্স থেকে অবসরের ঘোষণা দীপার! বললেন, ‘এটাই সরে যাওয়ার সেরা সময়’

    মাধ্যম নিউজ ডেস্ক: জিমন্যাস্টিক্স থেকে অবসর নিলেন ত্রিপুরার বাঙালি মেয়ে দীপা কর্মকার। চলতি বছরই এশিয়ান চ্যাম্পিয়নশিপের ভল্ট থেকে সোনা এনেছেন। তাই এই সময়কেই সরে যাওয়ার জন্য সেরা সময় বলে ব্যাখ্যা করলেন দেশের প্রথম অলিম্পিক জিমন্যাস্ট। ২০১৬ অলিম্পিকে অল্পের জন্য ব্রোঞ্জ হাতছাড়া করেছিলেন দীপা। সেই আক্ষেপ আর মিটবে না। 

    আক্ষেপ অলিম্পিক

    চোটের জন্য দীর্ঘদিন জাতীয় টিমের বাইরে ছিলেন। নির্বাসনের কারণে প্রায় ২ বছর নামতে পারেননি ফ্লোরে। তবুও দীপা ভারত তো বটেই, এশিয়ান জিমন্যাস্টিক্সে অন্যতম সেরা অ্যাথলিট। অলিম্পিকের আগে নির্বাসন থেকে ফিরে জাতীয় সেরা হয়েছিলেন। তাও প্যারিস অলিম্পিকের টিমে জায়গা করতে পারেননি। সেই আক্ষেপ বোধহয় অবসেরর দিকে ঠেলে দিল দীপাকে। প্রসঙ্গত, ২০১৬ সালে রিও অলিম্পিকে রীতিমতো সাড়া জাগিয়েছিলেন দীপা। প্রোদুনোভা নিয়ে অনেক আলোড়ন পড়েছিল। কিন্তু ফাইনালে অল্পের জন্য তিনি লক্ষ্যভ্রষ্ট হন। সোনা জেতেন আমেরিকার সিমোনে বাইলস। দীপা হন চতুর্থ। 

    কী বললেন দীপা

    দীপা তাঁর সোশ্যাল মিডিয়া পোস্টে লিখেছেন, ‘সেই ৫ বছরের দীপার কথা খুব মনে পড়ছে। যারা আমাকে বলেছিল আমি কোনও দিন জিমন্যাস্ট হতে পারব না। আজ ওই দীপাকে দেখে আমি খুশি হই কারণ সে স্বপ্ন দেখার সাহস রেখেছিল।’ ত্রিপুরার ৩১ বছরের মেয়ে বলেছেন, ‘সিদ্ধান্ত নেওয়া সহজ ছিল না। অনেক ভেবেচিন্তে তবেই এই জায়গায় এসে পৌঁছতে পেরেছি। এটাই সেরা সময়। জিমন্যাস্টিক্স থেকে অবসর নিচ্ছি। এই ক’বছরে দেশের হয়ে পারফর্ম করা আমার কাছে সবচেয়ে তৃপ্তির বিষয় ছিল। যতটা সুযোগ পেয়েছি, কাজে লাগানোর চেষ্টা করেছি।’

    দীপার যাত্রা

    ২০১৪ সালে গ্লাসগো কমনওয়েলথ গেমস থেকে উত্থান। ভল্টে ব্রোঞ্জ পেয়েছিলেন দেশের হয়ে। ২০১৫ সালে এশিয়ান চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ। ২০১৮ সালে বিশ্বকাপের ২টো ইভেন্ট থেকে এসেছিল সোনা ও ব্রোঞ্জ। অবসর নিলেও জিমন্যাস্টিক থেকে বেশি দূরে তিনি থাকবেন না বলেও জানিয়েছেন দীপা। এখন দেখার তাঁর জীবনের পরবর্তী সিদ্ধান্ত কী হয়। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Women’s T20 WC 2024: রেকর্ড সংখ্যক দর্শক, বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়েও সেমির পথ সহজ নয় ভারতের

    Women’s T20 WC 2024: রেকর্ড সংখ্যক দর্শক, বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়েও সেমির পথ সহজ নয় ভারতের

    মাধ্যম নিউজ ডেস্ক: মেয়েদের টি২০ বিশ্বকাপে (Women’s T20 WC 2024) পাকিস্তানকে হারিয়েও শেষ চারের লড়াই সহজ নয় ভারতের (India vs Pakistan)। পরবর্তী দুটো ম্যাচে ভারতকে বড় ব্যবধানে জিতলে তবেই সেমির টিকিট পাকা করতে পারবেন হরমনপ্রীতরা। ভারতের বাকি দুটো ম্যাচ রয়েছে শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। শ্রীলঙ্কা ছন্দে না থাকলেও অস্ট্রেলিয়া কিন্তু কঠিন প্রতিপক্ষ।

    কঠিন অঙ্কের সামনে টিম ইন্ডিয়া

    মেয়েদের টি২০ বিশ্বকাপে (Women’s T20 WC 2024) পরবর্তী দুটো ম্যাচে জিতলে ভারতের পয়েন্ট হবে ৬। অন্যদিকে, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড তাদের বাকি ম্যাচগুলো জিতলে মোট ৬ পয়েন্টের মালিক হবে। তাই, বাকি ম্যাচগুলোতে ভারতকে জিততে হবে এবং বড় ব্যবধানে জিততে হবে। তাহলে নেট রান রেটের দিক থেকে পজিটিভ হবে। গ্রুপ এ-তে ভারত ও পাকিস্তানের সঙ্গে রয়েছে শ্রীলঙ্কা, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া। শ্রীলঙ্কা একটিও ম্যাচে জেতেনি। বাকি প্রতিটা দল একটি করে ম্যাচ জিতেছে। ভারতের নেট রান রেট -১.২১৭। নেগেটিভ নেট রান রেট একমাত্র রয়েছে ভারত ও শ্রীলঙ্কার। ৯ তারিখ পরের ম্যাচে শ্রীলঙ্কাকে বড় ব্যবধানে হারানোই এখন ভারতের পরবর্তী লক্ষ্য।

    জয়ের রেকর্ড অব্যাহত

    মেয়েদের টি২০ বিশ্বকাপে (Women’s T20 WC 2024) পাকিস্তানকে হারিয়ে জয়ের রেকর্ড ধরে রেখেছে টিম ইন্ডিয়া। নিউজিল্যান্ডের কাছে বড় ব্যবধানে হারের পর পাকিস্তানকে হারিয়ে জয়ে ফিরেছে ভারত। রবিবার দুবাইয়ে চলতি টি২০ বিশ্বকাপের এ-গ্রুপের ম্যাচে টস জিতে শুরুতে ব্যাট করতে নামে পাকিস্তান। তারা নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ১০৫ রান সংগ্রহ করে। নিদা দার দলের হয়ে সব থেকে বেশি ২৮ রান করেন। এছাড়া মুনিবা আলি ১৭, ফতিমা সানা ১৩ ও সায়েদা আরুব শাহ ১৪ রানের যোগদান রাখেন। ভারতের হয়ে ৪ ওভারে ১৯ রানের বিনিময়ে ৩টি উইকেট নেন অরুন্ধতী রেড্ডি। ৪ ওভারে মাত্র ১২ রান খরচ করে ২টি উইকেট নেন শ্রেয়াঙ্কা পাতিল। এছাড়া ১টি করে উইকেট সংগ্রহ করেন রেনুকা সিং, দীপ্তি শর্মা ও আশা শোভনা। পালটা ব্যাট করতে নেমে ভারত ১৮.৫ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ১০৮ রান তুলে ম্যাচ জিতে যায়। অর্থাৎ ৭ বল বাকি থাকতে ৬ উইকেটে ম্যাচ জেতে ভারতীয় দল। শেফালি বর্মা ৩২, জেমিমা রডরিগেজ ২৩ ও হরমনপ্রীত কৌর ২৯ রান করেন।

    রেকর্ড দর্শক

    ক্রিকেটের ময়দানে ভারত-পাকিস্তানের (India vs Pakistan) সম্মুখসমর সর্বদাই হটকেক। ক্রিকেটপ্রেমীরা কার্যত হামলে পড়েন ভারত-পাক ম্য়াচের উত্তেজনায় গা ভাসাতে। ব্যতিক্রমী ছিল না রবিবারের দুবাইয়ের ম্যাচও। মাঠে ভিড় জমান প্রচুর সংখ্যক দর্শক। তাতেই তৈরি হয় মেয়েদের টি-২০ বিশ্বকাপের ইতিহাসে নতুন এক রেকর্ড। এর আগে মেয়েদের টি-২০ বিশ্বকাপের কোনও গ্রুপ লিগের ম্যাচে এত দর্শক হয়নি। এদিন ভারত-পাক ম্যাচের সময় গ্যালারিতে উপস্থিত ছিলেন ১৫৯৩৫ জন দর্শক, যা গ্রুপ পর্যায়ে সর্বকালীন রেকর্ড।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • India vs Bangladesh: ইতিহাস গড়ে বাংলাদেশের বিরুদ্ধে জয়, একাধিক রেকর্ড গড়ল সূর্য-বাহিনী

    India vs Bangladesh: ইতিহাস গড়ে বাংলাদেশের বিরুদ্ধে জয়, একাধিক রেকর্ড গড়ল সূর্য-বাহিনী

    মাধ্যম নিউজ ডেস্ক: টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে (India vs Bangladesh) ৪৯ বল ও সাত উইকেট হাতে রেখেই বাংলাদেশকে হারাল টিম ইন্ডিয়া। বলের নিরিখে এটা বিশ ওভারের আন্তর্জাতিক ক্রিকেটে সবথেকে বড় জয়। একই সঙ্গে টি২০ ক্রিকেটে প্রতিপক্ষকে অল আউট করার নিরিখে নয়া রেকর্ড গড়ল ভারত। ভাগ বসাল পাকিস্তানের আসনে। ভারতের হয়ে সর্বাধিক ৩৯ রান করে অপরাজিত রইলেন হার্দিক। তাঁর ইনিংস এল মাত্র ১৬ বলে। অভিষেক নীতীশ রেড্ডির সংগ্রহ ১৫। তিনিও অপরাজিত রইলেন। হার্দিকের পাশাপাশি আগ্রসী ইনিংসে নজর কাড়েন সঞ্জু স্যামসন ও অধিনায়ক সূর্যকুমার যাদবও (SuryaKumar Yadav)। উভয়েরই সংগ্রহ ২৯ রান।

    বলের নিরিখে রেকর্ড

    টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি বল হাতে রেখে কোনও ম্যাচ জিতল সূর্যকুমার যাদবের দল। এর আগেও এই রেকর্ড ছিল ভারতের (India vs Bangladesh) ঝুলিতে। ২০১৬ সালে জিম্বাবোয়ের বিরুদ্ধে ১০০ রান তাড়া করতে নেমে ৪১ বল আগে ম্যাচ জিতে নিয়েছিল ভারত। এদিন বাংলাদেশের ১২৭ রান তাড়া করতে নেমে ভারতীয় দল অভিষেক শর্মার দৌলতে শুরুটা বেশ আগ্রাসী মেজাজেই করেছিলেন। তাঁর নতুন ওপেনিং পার্টনার স্যামসন খানিক দেখেশুনে এগোচ্ছিলেন। তবে ছোট্ট বোঝাপড়ার ভুলেই রান আউট হয়ে ১৬ রানে ফিরতে হয় অভিষেককে। তবে স্যামসন ও সূর্যকুমার দুরন্ত ছন্দে ছিলেন। তাঁদের দৌলতেই তরতরিয়ে এগিয়ে যায় ভারতীয় ইনিংস। দুইজনে ৪০ রান যোগ করেন। তবে স্যামসন বা সূর্যকুমার, কেউই ম্যাচটা শেষ করে যেতে পারেননি। হার্দিক নিজের কাঁধেই সেই দায়িত্ব তুলে নেন। চার মেরেই নিজের ইনিংস শুরু করেন তিনি। গোটা ইনিংস জুড়ে বোলারদের থিতুই হতে দেননি হার্দিক। 

    অল আউট-করার নজির

    টি২০ ফরম্যাটে এদিন আরও একটি রেকর্ড গড়ল ভারত (India vs Bangladesh)। এতদিন পর্যন্ত টি২০ ক্রিকেটে প্রতিপক্ষকে সর্বাধিকবার অল আউট করার নজির ছিল পাকিস্তানের। টি২০ আন্তর্জাতিকে পাকিস্তান দল প্রতিপক্ষ দলকে ৪২ বার অল আউট করেছিল। রবিবার বাংলাদেশকে অল আউট করে পাকিস্তানের সেই নজির স্পর্শ করলেন সূর্যকুমাররা। ভারত এবং পাকিস্তান এখন যৌথভাবে এই রেকর্ডের শীর্ষে। এই তালিকায় দ্বিতীয় স্থানে আছে নিউজিল্যান্ড। তারা টি২০ ক্রিকেটে প্রতিপক্ষ দলকে ৪০ বার আউট করেছে। এদিন ম্যাচে টস জিতে এদিন প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় ভারত। প্রথমে ব্যাট করে মাত্র ১২৭ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ। রান তাড়া করতে নেমে মাত্র ১১.৫ ওভারে জয় পেয়ে যায় টিম ইন্ডিয়া। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • Womens T20 world Cup: মহিলা টি২০ বিশ্বকাপে আজ অভিযান শুরু ভারতের, কখন, কোথায় দেখবেন খেলা?

    Womens T20 world Cup: মহিলা টি২০ বিশ্বকাপে আজ অভিযান শুরু ভারতের, কখন, কোথায় দেখবেন খেলা?

    মাধ্যম নিউজ ডেস্ক: মহিলাদের টি-20 বিশ্বকাপে শুক্রবার যাত্রা শুরু ভারতের। এখনও পর্যন্ত একবারও সংক্ষিপ্ত ফরম্য়াটে ট্রফি জিততে পারেনি ভারতের মেয়েরা। প্রথম ম্যাচে হরমনপ্রীতদের সামনে নিউজিল্যান্ড। টুর্নামেন্টের নবম আসর বসবে সংযুক্ত আরব আমিরাতে (UAE)।  মরু শহর থেকে কাপ আনতে বদ্ধ পরিকর ভারত।

    রোহিতদের শুভেচ্ছা

    এখনও ভারত এই টুর্নামেন্টে একবারই ফাইনালে পৌঁছেছিল। ২০২০ সালে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ফাইনাল ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ৮৫ রানে হেরে যায় ভারত। পুরুষদের দল চলতি বছরের শুরুতে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে এবং অধিনায়ক হরমনপ্রীত কৌর বলেছেন যে মহিলারা তাদের পুরুষ সতীর্থদের মতোই এবারে বিশ্বকাপ জিতবে। দীর্ঘ ১৩ বছরের অপেক্ষার অবসান ঘটেছে রোহিতদের হাত ধরে। হরমনপ্রীতদের কাছে এবার ২-এ ২ করার সুযোগ। অর্থাৎ একই বছরে দুটি বিশ্বকাপ। তার জন্য শুভেচ্ছা জানালেন পুরুষদের ক্রিকেট দলের অধিনায়ক। সোশাল মিডিয়ায় রোহিত লিখেছেন, “চলো, এবার পুরো ভক্ত হয়ে বিশ্বকাপে মহিলাদের দলকে সমর্থন করো।” উইকেটকিপার-ব্যাটার ঋষভ পন্থ লিখেছেন, “বিশ্বকাপে মহিলাদের ক্রিকেট দলকে আমার শুভেচ্ছা জানাই। তোমাদের উপর ভরসা রাখছি।” শুভমান গিল লিখেছেন, “মহিলাদের অসাধারণ দলকে বিশ্বকাপের জন্য বেস্ট অফ লাক। তোমাদের পরিশ্রম ও আবেগ লক্ষ-লক্ষ মানুষকে অনুপ্রাণিত করে। বিশ্বকাপে আলো ছড়িয়ে এসো। আমরা তোমাদের সঙ্গে আছি।”

    কবে কবে ভারতের ম্যাচ?

    ৪ অক্টোবর- প্রতিপক্ষ নিউ জ়িল্যান্ড (সন্ধে সাড়ে ৭টা)
    ৬ অক্টোবর- প্রতিপক্ষ পাকিস্তান (সাড়ে ৩টে থেকে)
    ৯ অক্টোবর- প্রতিপক্ষ শ্রীলঙ্কা (সন্ধে সাড়ে ৭টা)
    ১৩ অক্টোবর- প্রতিপক্ষ অস্ট্রেলিয়া (সন্ধে সাড়ে ৭টা)

    আরও পড়ুন: রবিবার ভারত-বাংলাদেশ টি-২০ ম্যাচ বাতিলের দাবি, গোয়ালিয়রে বন‍্‍ধ ডাকল হিন্দু মহাসভা

    ম্যাচ এর নানা কথা

    কোথায় দেখা যাবে ম্যাচ: ভারতে বিশ্বকাপের ম্যাচের টেলিভিশন সম্প্রচার দেখা যাবে স্টার স্পোর্টস নেটওয়ার্কে৷ অন্যদিকে ম্য়াচের লাইভ স্ট্রিমিং দেখা যাবে ডিজনি+হটস্টার অ্যাপে৷

    ভারতের গ্রুপে কারা: বিশ্বকাপে পুল এ’তে রয়েছে হরমনপ্রীত কৌরের ভারত৷ সেখানে ভারত ছাড়াও রয়েছে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, পাকিস্তান এবং শ্রীলঙ্কা৷

    ভারতীয় স্কোয়াড: হরমনপ্রীত (অধিনায়ক), স্মৃতি, শেফালি, দীপ্তি, জেমিমা, রিচা, যস্তিকা, পূজা, অরুন্ধতী, রেণুকা, দয়ালান, আশা, রাধা, শ্রেয়াঙ্কা, সাজানা৷

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

LinkedIn
Share