Category: খেলা

Get updates on Sports News Cricket, Football, Tennis, from the Madhyom news portal madhyom.com, West Bengal leading news portal Madhyom.com

  • Rahul Dravid: “কোচ হিসেবে প্রতিটা মুহূর্ত উপভোগ করেছি, তবে আর নয়”, স্পষ্ট বার্তা দ্রাবিড়ের

    Rahul Dravid: “কোচ হিসেবে প্রতিটা মুহূর্ত উপভোগ করেছি, তবে আর নয়”, স্পষ্ট বার্তা দ্রাবিড়ের

    মাধ্যম নিউজ ডেস্ক: জল্পনার অবসান। টি-টোয়েন্টি বিশ্বকাপই (T20 World Cup) কোচ হিসেবে তাঁর শেষ অ্যাসাইনমেন্ট, জানালেন রাহুল দ্রাবিড় (Rahul Dravid)। গত ওয়ান ডে বিশ্বকাপের পরে রাহুল দ্রাবিড়কেই সিনিয়র দলের হেড কোচের চেয়ারে রেখে দেয় বিসিসিআই। সেবার বোর্ডের অনুরোধ রেখেছিলেন রাহুল। এবার তাঁর দ্বিতীয় দফার মেয়াদ শেষের পথে। জুন মাসেই শেষ হচ্ছে তাঁর চুক্তি। তার আগে, নতুন করে ভারতের কোচ হতে চেয়ে আবেদন করবেন না বলে জানিয়ে দিলেন মিস্টার ডিপেন্ডেবল।

    কী বললেন দ্রাবিড়

    ভারত টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup) প্রথম ম্যাচ খেলতে নামবে বুধবার। তার আগে সোমবার রাহুল দ্রাবিড় (Rahul Dravid) বলেন, ‘এই বিশ্বকাপেই আমি শেষবার ভারতীয় টিমের দায়িত্বে রয়েছি। যে ধরনের সূচি আগামী দিনে রয়েছে এবং আমি নিজে জীবনের যে পর্যায়ে রয়েছি, তাতে আমার মনে হয় না যে আমি আর কোচের পদের জন্য আবেদন করব।’  রাহুলের কথায়, ‘আমি এই কাজটা করতে ভালোবাসি। আমি সত্যিই ভারতের কোচিং উপভোগ করেছি। আমি মনে করি এটা একটা বিশেষ কাজ। আমি এই টিমের সঙ্গে কাজ করা প্রতিটি সময় উপভোগ করেছি। সব প্রতিযোগিতাই গুরুত্বপূর্ণ। তবে আমি বলব না এটা আমার শেষ প্রতিযোগিতা বলে এ বারের বিশ্বকাপ বেশি গুরুত্বপূর্ণ। তেমনটা মোটেও নয়।’

    বিশ্বকাপই লক্ষ্য

    ২০২১ সালে টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) পর রাহুল দ্রাবিড় (Rahul Dravid) ভারতীয় ক্রিকেট দলের দায়িত্ব গ্রহণ করেছিলেন। রবি শাস্ত্রীর হাত থেকে ব্যাটন আসে তাঁর হাতে। জাতীয় দলের কোচ হিসেবে রাহুল দ্রাবিড় বেশ সফল। তিনি ভারতীয় টিমের দায়িত্বে থাকাকালীন টিম ইন্ডিয়া বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল, বিশ্বকাপ ফাইনালে খেলেছিল। কিন্তু তাঁর কোচিংয়ে কোনও ট্রফি এখনও ভারতীয় শিবিরে আসেনি। বারবার কাপের খুব কাছে গিয়েও ফিরে আসতে হয়েছে তাঁকে। ঘোচেনি কাপ আর ঠোঁটের দুরত্ব। তাই এবার সেই ব্যবধান মেটাতে বদ্ধ পরিকর তিনি। বিদায় লগ্নে আমেরিকা থেকে সুখকর স্মৃতি নিয়েই দেশে ফিরতে চান দ্রাবিড়।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • R Pragganandhaa: ডিং লিরেনকে হারিয়ে নরওয়েতে চ্যাম্পিয়ন ভারতের বিস্ময় দাবাড়ু প্রজ্ঞানন্দ

    R Pragganandhaa: ডিং লিরেনকে হারিয়ে নরওয়েতে চ্যাম্পিয়ন ভারতের বিস্ময় দাবাড়ু প্রজ্ঞানন্দ

    মাধ্যম নিউজ ডেস্ক: জয়ের ধারা রইল অব্যাহত। সোমবার বিশ্ব চ্যাম্পিয়ন ডিং লিরেনকে হারিয়ে দিলেন ভারতের বিস্ময় দাবাড়ু আর প্রজ্ঞানন্দ (R Pragganandhaa)। নরওয়ের আর্মাগেড্ডনে বসেছে দাবা খেলার আসর। সেখানেই বিশ্ব চ্যাম্পিয়নকে মাত দেন প্রজ্ঞানন্ধা। রবিবার বিশ্বের দু’নম্বর ফ্যাবিয়ানো কারুয়ানাকে হারিয়ে বিশ্ব ক্রমতালিকার প্রথম দশে ঢুকে পড়েছিলেন প্রজ্ঞানন্দ।

    পিছিয়ে থেকেও জয় (R Pragganandhaa) 

    ক্ল্যাসিক্যাল পর্বে ম্যাচ ড্র রাখলেও, ফ্রান্সের গ্র্যান্ড মাস্টার দাবাড়ু আলিরেজার বিরুদ্ধে খেলতে নেমে শেষ রক্ষা করতে পারেননি প্রজ্ঞানন্দ (R Pragganandhaa)। ৯.৫ পয়েন্ট নিয়ে তালিকায় তিন নম্বরে নেমে গিয়েছিলেন ভারতীয় এই দাবাড়ু। পরে তিনি বলেছিলেন, “টাইব্রেকারে কয়েকটা ভুল করায় ম্যাচ হাত থেকে বেরিয়ে যায়। ক্ল্যাসিক্যাল গেমে আলিরেজা বেশ চাপে ফেলে দিয়েছিল দ্রুত কয়েকটা চাল দিয়ে। আমি মাথা ঠান্ডা রেখে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসি। তবে এই হার নিয়ে বেশি ভাবতে চাই না। এখনও আরও চার রাউন্ডের খেলা রয়েছে। সেজন্য নিজেকে তৈরি করে রাখতে হবে।”

    ধরাশায়ী লিরেন, কার্লসেন

    যে ডিং লিরেনকে ধরাশায়ী করেছেন ভারতীয় এই বিস্ময় দাবাড়ু, সেই লিরেন হেরেছিলেন ম্যাগনাস কার্লসেনের কাছেও। এই কার্লসেনকেও পরাস্ত করেন প্রজ্ঞানন্দ। ভারতের এই বিস্ময় প্রতিভা হারিয়েছেন ফ্যাবিয়ানো কারুয়ানাকেও। একের পর এক ‘বীর’ দাবাড়ুকে পরাস্ত করে দুর্দান্ত পারফরম্যান্সের পরে শেষমেশ জয়ের তাজ মাথায় ওঠে প্রজ্ঞানন্দর। প্রথমদিকে খানিক পিছিয়ে পড়লেও, ভুল করে ফেলেন ডিং লিরেন। সেই সুযোগটাকেই কাজে লাগান প্রজ্ঞানন্দ। যার জেরে বিজয়মাল্য ওঠে তাঁর গলায়।

    আর পড়ুন: পুরুলিয়া গণনা কেন্দ্রে ঘোরফেরা করছে আই প্যাকের টিম! বিস্ফোরক জ্যোতির্ময়

    আর একটি হাড্ডাহাড্ডি ম্যাচে হিকারু নাকামুরা ম্যাগনাস কার্লসেনের কাছাকাছি চলে এসেছিলেন। পরে আর্মাগেডন খেলায় নিশ্চিত করেন তাঁর জয়। এভাবে কার্লসেন থেকে মাত্র অর্ধেক পয়েন্ট পিছিয়ে কমিয়ে দেন ব্যবধান (R Pragganandhaa)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • T20 World Cup 2024: অসমান-বাউন্স! প্রশ্ন নিউ ইয়র্কের পিচ নিয়ে, জিতে বিশ্বকাপ শুরু দক্ষিণ আফ্রিকার

    T20 World Cup 2024: অসমান-বাউন্স! প্রশ্ন নিউ ইয়র্কের পিচ নিয়ে, জিতে বিশ্বকাপ শুরু দক্ষিণ আফ্রিকার

    মাধ্যম নিউজ ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup 2024) প্রথম ম্যাচে লজ্জার মুখে পড়ল শ্রীলঙ্কা। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৭৭ রানে অলআউট হয়ে গেল তারা। অনরিখ নর্টজে, রাবাডা, মহারাজদের বিধ্বংসী বোলিংয়ের সামনে শ্রীলঙ্কার ব্যাটারা মুখ থুবড়ে পড়ে। তবে মাত্র ৭৮ রানের লক্ষ্যমাত্রা অতিক্রম করতে গিয়েও সমস্যায় পড়েন দক্ষিণ আফ্রিকার ব্যাটাররা। যা দেখে নিউ ইয়র্কের পিচ নিয়ে প্রশ্ন উঠছে। সোমবারের, এই ম্যাচে দেখা যায় শট খেলতে প্রবল সমস্যায় পড়েছেন ব্যাটাররা। যার অন্যতম কারণ, পিচের (New York) অসমান বাউন্স। বেশির ভাগ ডেলিভারিই হাঁটুর নিচে নামছিল। 

    এখানেই খেলবে ভারত

    টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup 2024)  যুগ্ম আয়োজক আমেরিকা। প্রথম বার মার্কিন যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচটি হয়েছিল ডালাসে। কানাডার মুখোমুখি হয়েছিল আয়োজক আমেরিকা। ডালাসে হাইস্কোরিং ম্যাচ দেখা গিয়েছিল। তবে মূল নজর ছিল নিউ ইয়র্কেই (New York)। তার কারণ, এখানকার পিচ। আমেরিকায় এটি ড্রপ ইন পিচ বলে পরিচিত। আর নিউ ইয়র্কের এই মাঠেই রয়েছে ভারত-পাকিস্তানের মতো হাই ভোল্টেজ ম্যাচ। দক্ষিণ আফ্রিকা-শ্রীলঙ্কা ম্যাচের পিচ যা দেখা গেল, তাতে ব্যাটাররা চিন্তায় পড়তে বাধ্য। বুধবার এই মাঠেই টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে নামবে ভারত। আয়ারল্যান্ডের বিরুদ্ধে। 

    লো-স্কোরিং ম্যাচ

    টসে জিতে এদিন আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। সেই সিদ্ধান্তই তাদের বিপক্ষে গিয়েছে। প্রথম থেকেই নড়বড় করতে থাকে শ্রীলঙ্কার ব্যাটিং। দক্ষিণ আফ্রিকার পেসারদের খেলতে পারেনি সিংহলি ব্যাটাররা। শ্রীলঙ্কার মাত্র তিন জন ব্যাটার দু’অঙ্কের রান করেছেন। তাঁরা হলেন কুশল মেন্ডিস (১৯), কামিন্দু মেন্ডিস (১১) এবং অ্যাঞ্জেলো ম্যাথুজ (১৬)। তিন জনকেই আউট করেছেন নর্টজে। ৪ ওভারে ৭ রানে ৪ উইকেট নিয়েছেন তিনি। দু’টি করে উইকেট পেয়েছেন কাগিসো রাবাডা এবং ওটনিল বার্টম্যান।

    মাত্র ৭৯ রান তাড়া করতে গিয়েও সমস্যায় পড়ে দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় ওভারে ফিরে যান হেনড্রিক্স (৪)। মন্থর পিচে রান করা বেশ সমস্যার হয়ে দাঁড়ায়। পিচের সাহায্য পেয়ে শ্রীলঙ্কার পেসারেরাও বল করতে থাকেন। কুইন্টন ডি’কক (২০), এডেন মার্করাম (১২), ট্রিস্টান স্টাবস (১৩) কেউ রান পাননি। তবে দলকে জিতিয়ে দেন হেনরিখ ক্লাসেন (অপরাজিত ১৯)। এই ম্যাচে জিতে বিশ্বকাপে ভালই শুরু করল প্রোটিয়ারা। তবে প্রশ্ন উঠল পিচ নিয়ে। এখানেই (New York) ভারতের ম্যাচ রয়েছে। সেই ম্যাচেও এমন পিচ থাকলে, টি-টোয়েন্টির (T20 World Cup 2024) আনন্দটাই পাওয়া যাবে না। বিরাট, রোহিত, স্কাইদের ধুম-ধারাকা শট দেখতে পাবে না ক্রিকেট-বিশ্ব।

    সহজ জয় আফগানিস্তানের

    টি-টোয়েন্টি বিশ্বকাপে উগান্ডার বিরুদ্ধে বড় জয় পেল আফগানিস্তান। গায়ানার মাঠে ১২৫ রানে জিতলেন রশিদ খানেরা। ব্যাটে-বলে দাপট দেখাল আফগানিস্তান। প্রথমে ব্যাট করতে নেমে দুর্দান্ত শুরু করেন আফগানিস্তানের দুই ওপেনার রহমানুল্লা গুরবাজ ও ইব্রাহিম জাদরান। দ্রুত রান তুলতে শুরু করেন তাঁরা। উগান্ডার বোলারদের বিরুদ্ধে হাত খুলে খেলেন দুই ব্যাটার। দু জনেই অর্ধশতরান করেন। ২০ ওভারে ৫ উইকেটে ১৮১ রানে শেষ হয়ে আফগানিস্তানের ইনিংস। এর মধ্যে ১৪.৩ ওভারে বিনা উইকেটে ১৫৪ রান ছিল আফগানিস্তানের। শেষ দিকে দ্রুত উইকেট হারায় তারা। জবাবে ব্যাট করতে নেমে ১৬ ওভারে ৫৮ রানে অল আউট হয়ে যায় উগান্ডা। চার ওভারে ৯ রান দিয়ে ৫ উইকেট নেন ফারুকি। নবীন উল হক ও রশিদ খান ২টি করে উইকেট নেন। ১টি উইকেট নেন মুজিব উর রহমান।  

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Paris Olympic 2024: প্যারিস অলিম্পিক্সে যাচ্ছেন ভারতের ৬ বক্সার, টিকিট পেলেন অমিত, জ্যাসমিন

    Paris Olympic 2024: প্যারিস অলিম্পিক্সে যাচ্ছেন ভারতের ৬ বক্সার, টিকিট পেলেন অমিত, জ্যাসমিন

    মাধ্যম নিউজ ডেস্ক: আর মাস দুয়েকের মধ্যেই শুরু হতে চলেছে প্যারিস অলিম্পিক্স (Paris Olympics 2024)। অলিম্পিকের আসর থেকে বেশ কয়েকটি পদকজয়ের স্বপ্ন দেখছে ভারতবাসী। বক্সিং রিং থেকেও পদক জয়ের সম্ভাব্য দাবিদার অমিত পাঙ্ঘাল, নিখাত জারিন, লভলিনারা।  প্যারিসের টিকিট হাতে পেয়েছেন ছয় জন ভারতীয় বক্সার। এদের মধ্যে চার কন্যা ও দুই ছেলে। রবিবার প্যারিসের ছাড়পত্র পেয়েছেন অমিত পাঙ্ঘাল ও  জ্যাসমিন লামবোরিয়া।

    অমিত বিক্রম

    প্যারিস অলিম্পিক্সের (Paris Olympics 2024) টিকিট নিশ্চিত করে ফেলেছেন ভারতীয় বক্সার অমিত পাঙ্ঘাল ৷ বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে রুপো জয়ী বক্সার অমিত চিনের চুয়াং লিউকে ৫১ কেজি বিভাগে হারিয়েছেন ৷ রবিবার অলিম্পিকের দ্বিতীয় বিশ্ব যোগ্যতা অর্জন প্রতিযোগিতার কঠিন লড়াইয়ে চিনের প্রতিপক্ষকে ৫-০ পয়েন্টে হারিয়েছেন তিনি ৷ এই জয়ের পর কেরিয়ারের দ্বিতীয় অলিম্পিক গেমসের টিকিট নিশ্চিত করেছেন বিশ্ব চ্যাম্পিয়নশিপে ভারতের একমাত্র রুপো জয়ী বক্সার ৷ দ্বিতীয় বিশ্ব যোগ্যতা অর্জন প্রতিযোগিতার প্রতিটি বিভাগ থেকে মোট চারজন বক্সারের সামনে যোগ্যতা অর্জনের সুযোগ ছিল ৷ অর্থাৎ, প্রথম চারে যাঁরা শেষ করবেন, তাঁরাই প্যারিস অলিম্পিকের টিকিট পাবেন ৷ প্যারিস অলিম্পিকে যোগ্যতা অর্জনের শেষ সুযোগকে কাজে লাগিয়েছেন ভারতের তারকা বক্সার৷ অমিত পাঙ্ঘাল আসন্ন অলিম্পিকে ৫১ কেজি বিভাগে ভারতের হয়ে অংশ নেবেন ৷ এর পাশাপাশি ভারতের হয়ে পুরুষদের বক্সিংয়ে প্রতিনিধিত্ব করবেন নিশান্ত দেব (৭১ কেজি বিভাগ)৷ 

    আরও পড়ুন: টি-টোয়েন্টি বিশ্বকাপে কবে কার বিরুদ্ধে খেলবে ভারত?

    মেয়েদের হয়ে রিং-এ কারা

    মহিলাদের ৭৫ কেজি বিভাগে লভলিনা বরগোহাঁই, ৫৪ কেজি বিভাগে প্রীতি পাওয়ার এবং ৫০ কেজি বিভাগে নিখাত জারিন অলিম্পিক্সের (Paris Olympics 2024) টিকিট অর্জন করেছেন। তিনজনই এশিয়ান গেমসে পদক জিতেছিলেন। টোকিও অলিম্পিকে ব্রোঞ্জ জিতেছিলেন লভলিনা। তাঁকে নিয়ে এবারও পদক জয়ের স্বপ্ন দেখছে ভারতবাসী। রবিবারই মেয়েদের ৫৭ কেজি বিভাগে জ্যাসমিন লামবোরিয়া সামার অলিম্পিকে যোগ্যতা অর্জন করেছেন ৷

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • T20 World Cup: আজ ভারত-বাংলাদেশ প্রস্তুতি ম্যাচ, রোহিতের চিন্তায় পিচ ও অলরাউন্ডার

    T20 World Cup: আজ ভারত-বাংলাদেশ প্রস্তুতি ম্যাচ, রোহিতের চিন্তায় পিচ ও অলরাউন্ডার

    মাধ্যম নিউজ ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup) প্রস্তুতি ম্যাচে আজ, শনিবার ভারতের মুখোমুখি হবে (India vs Bangladesh) বাংলাদেশ। প্রস্তুতি ম্যাচকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে দুই দলই। যদিও বাংলাদেশের কাছে এই প্রস্তুতি ম্যাচ তুলনামূলকভাবে খুবই গুরুত্বপূর্ণ। কারণ আগের ম্যাচেই আমেরিকার একেবারে আনকোরা দল দলের কাছে হেরেছে টাইগার (Bangladesh Team) ব্রিগেড। অন্যদিকে টানা আইপিএল খেলে ভারতীয় ক্রিকেট দল মেজাজে থাকলেও হালকা ভাবে নিতে চাইছে না বাংলাদেশকে।

    রোহিতের প্রশংসা সাকিবের মুখে

    চলতি টি-২০ বিশ্বকাপ (T20 World Cup) শেষ বিশ্বকাপ হতে পারে রোহিতের। ম্যাচের আগে রোহিত শর্মার প্রশংসায় পঞ্চমুখ হলেন শাকিব আল হাসান। ভারতের হয়ে রোহিতের নেতৃত্বে মুগ্ধ বাংলাদেশের প্রাক্তন ক্যাপ্টেন। রোহিতের লড়াকু মনোভাবের প্রশংসা করলেন তিনি। বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক বলেছেন, “গত কয়েক বছরে রোহিত শর্মা (Rohit Sharma) যেভাবে ভারতীয় দলকে নেতৃত্ব দিয়েছে তা খুবই প্রশংসনীয়। অধিনায়ক হিসেবে তাঁর ভালো রেকর্ড রয়েছে। নেতা হিসেবে দলের প্রত্যেক ক্রিকেটারকে সমান গুরুত্ব দেয়। বিপক্ষের হাত থেকে ম্যাচ কেড়ে নেওয়ার ক্ষমতা রয়েছে তাঁর।  

    বাংলাদেশের বিরুদ্ধে রোহিতের দুর্দান্ত ফর্ম

    টি-২০ (T20 World Cup) থেকে একদিনের ক্রিকেট। রোহিতের রেকর্ড খুব (Hit Man Rohit) ভালো। তবে ভাগ্যের পরিহাস ক্যাপ্টেন রোহিতের হাতে কোনও ফরম্যাটে একটিও বিশ্বকাপ নেই। তবে বাংলাদেশের বিরুদ্ধে রোহিতের রেকর্ড উল্লেখযোগ্য। ১২ টি-টোয়েন্টি ম্যাচে ৪৫৪ রান করেছেন ভারতের ক্যাপ্টেন। পাঁচটি অর্ধশত রান রয়েছে তাঁর ঝুলিতে। অন্যদিকে ওয়ানডে ম্যাচে তিনটি শত রান ও তিনটি অর্ধ শতরান সহ ৭৮৬ রান রয়েছে বাংলাদেশের বিরুদ্ধে (India vs Bangladesh)।

    সমস্যার দুই কারণ পিচ ও অলরাউন্ডার

    ক্যাপ্টেন রোহিতের চিন্তার বড় কারণ দলের এক নম্বর অলরাউন্ডার হার্দিক পান্ডিয়ার অফ ফর্ম। তাঁর বিকল্প হিসেবে শিবম দুবেকে চাইছেন রোহিত। তাঁকে দিয়ে নেটে বোলিং করানো হচ্ছে। হার্দিক কাজে না লাগলে শিবম যাতে বোলিংয়ে ভেলকি দেখাতে পারেন সেই জন্যই অধিনায়ক হার্দিকের বিকল্প তৈরি রাখতে চাইছেন।

    আরও পড়ুন: : মার্কিন মুলুকে অনুশীলনের ব্যবস্থা দেখে অখুশি রোহিতরা, কী বলছে আইসিসি?

    অন্যদিকে পিচ নিয়েও যথেষ্ট ভাবনা রয়েছে দুই দলের মধ্যে। আমেরিকায় দুটো দলই অচেনা পিচে ম্যাচ খেলতে নামবে (T20 World Cup)। বাংলাদেশ একটি ম্যাচ পেলেও ভারত এখন অবধি আমেরিকায় কোন ম্যাচ খেলেনি। পিচ সম্পর্কে ভাল ধারণা নেই প্লেয়ারদের কাছে। আমেরিকার পিচ ঘূর্ণি ইউকেট, না বাউন্সি, না স্লো, কিছুই জানে না কোনও দল। লিগ পর্ব শেষ হলে সুপার এইট পর্বের ম্যাচ, সেমিফাইনাল ও ফাইনাল হবে ওয়েস্ট ইন্ডিজে। ওয়েস্ট ইন্ডিজের পিচ সম্পর্কে ভালই ধারণা রয়েছে ভারতীয় প্লেয়ারদের মনে মধ্যে। তবে আমেরিকায় যেভাবে বৃষ্টি হচ্ছে তাতে পিচ নিজের চরিত্র ধরে রাখতে পারবে কী না সেটাই এখন দেখার। পিচ নিয়ে সমস্যা হলে দু দলেরই সমস্যা হওয়ার কথা টি-টোয়েন্টি ম্যাচে। বাংলাদেশের বর্তমান এই দলকে প্রস্তুতি (India vs Bangladesh) ম্যাচে সহজ প্রতিপক্ষ মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • T20 World Cup 2024: মার্কিন মুলুকে অনুশীলনের ব্যবস্থা দেখে অখুশি রোহিতরা, কী বলছে আইসিসি?

    T20 World Cup 2024: মার্কিন মুলুকে অনুশীলনের ব্যবস্থা দেখে অখুশি রোহিতরা, কী বলছে আইসিসি?

    মাধ্যম নিউজ ডেস্ক: উন্নত দেশের অনুন্নত অনুশীলনের ব্যবস্থা নিয়ে অখুশি রোহিতরা। কথা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্রিকেটের পরিকাঠামো নিয়ে। চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup 2024) আয়োজক রাষ্ট্র আমেরিকা ও ওয়েস্ট ইন্ডিজ। ভারতের ম্যাচগুলি রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে। সেখানেই অনুশীলন শুরু করছে রোহিত বাহিনী। জানা গিয়েছে, রোহিত, বিরাট কোহলিরা পিচ নিয়ে মোটেও খুশি নয়। এমনকি পিচ থেকে শুরু করে বিভিন্ন সুযোগ-সুবিধা সবই অস্থায়ী। যার মান খুব একটা ভালো নয়। সেই কারণেই ভারতীয় দল তাঁদের অসন্তোষ প্রকাশ করেছে।  

    রোহিতদের অভিযোগ সম্পর্কে কী বলল আইসিসি

    যদিও আইসিসি দাবি করেছে এখন অবধি তাঁদের কাছে কোনও অভিযোগ পত্র জমা পড়েনি। কোনও দলের পক্ষ থেকে ক্যান্টিগুয়া পার্কের ব্যবস্থা নিয়ে অভিযোগ আসেনি। ইতিমধ্যেই আইপিএল শেষ করে ভারতীয় ক্রিকেট দলের সদস্যরা আমেরিকায় পৌঁছে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি শুরু করে দিয়েছে। রাহুল দ্রাবিড়, রোহিত শর্মা, বিরাট কোহলি সহ সিনিয়র দলের সদস্য ও জুনিয়র প্লেয়ার সহ সাপোর্ট স্টাফরা সকলেই পৌঁছে গিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রে। প্রথম কয়েকদিন ছুটির পরেই আবহাওয়া সঙ্গে মানিয়ে নিয়ে প্রস্তুতি শুরু করে দিয়েছেন তাঁরা। ২ জুন থেকে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup 2024) । ভারতের ম্যাচ ৫ জুন। আয়ারল্যান্ডের বিরুদ্ধে হবে সেই ম্যাচ। ৯ জুন পাকিস্তানের বিরুদ্ধে খেলবে ভারত। এ ছাড়াও আমেরিকা ১২ জুন এবং কানাডার ১৫ জুন বিরুদ্ধে ম্যাচ রয়েছে তাদের।নেটে প্র্যাকটিস করতে দেখা গেছে রোহিত, সূর্যকুমার, হার্দিক পান্ডিয়াদের। বোলাদের মধ্যে প্র্যাকটিস সেরেছেন কুলদীপ যাদব, রবীন্দ্র জাডেজা, যশপ্রীত বুমরা এবং হার্দিক। কিন্তু প্রস্তুতিতে বাধ সেধেছে পরি কাঠামোর মান।

    ক্যাপ্টেন রোহিতের শেষ সুযোগ (T20 World Cup 2024)

    প্রসঙ্গত ২০২৩ সালের ৫০ ওভারের বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরেছে রহিত বাহিনী। রোহিতের কাছে ভালো ক্যাপ্টেন প্রমাণ করার এটা শেষ সুযোগ। ক্যাপ্টেন হিসেবে রোহিতের ভাগ্যে একটিও বিশ্বকাপ নেই। বয়সের কারণে এটা রোহিতের কাছে শেষ বিশ্বকাপ হতে পারে। এমনিতেই ২০১৩ সালে শেষবার চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার পর আর কোন আইসিসি ইভেন্ট জিততে পারেনি মেন ইন ব্লু। এই অবস্থাতে ১১ বছরের খরা (T20 World Cup 2024) কাটতে পারে কী না সেটাই এখন চ্যালেঞ্জ রোহিত বাহিনীর।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Sunil Chhetri: ৬ জুন বিদায়ী ম্যাচ, ‘‘ফুটবলের কাছে ঋণী’’, কলকাতায় পৌঁছে বললেন সুনীল

    Sunil Chhetri: ৬ জুন বিদায়ী ম্যাচ, ‘‘ফুটবলের কাছে ঋণী’’, কলকাতায় পৌঁছে বললেন সুনীল

    মাধ্যম নিউজ ডেস্ক: কলকাতায় পা রাখল ভারতীয় ফুটবল দল। আগামী ৬ জুন যুবভারতী ক্রীড়াঙ্গনে প্রাক বিশ্বকাপের ম্যাচে কুয়েতের বিরুদ্ধে খেলতে নামবে ভারত। ম্যাচটি ভারতীয় দলের অধিনায়ক সুনীল ছেত্রীর আর্ন্তজাতিক ফুটবলের শেষ ম্যাচ (Sunil Chhetri)। ১৫০টি ম্যাচে দেশের জার্সিতে ৯৪টি গোলের মালিক ভারতীয় ফুটবলের সুনীল। সুনীলের অবসর ম্যাচকে ঘিরে আবেগের স্রোত বইতে শুরু করেছে ভারতের ফুটবল জগতে। ইতিমধ্যে ৬ জুনের টিকিট নিঃশেষিত। সুনীল ছেত্রীও (Sunil Chhetri) স্বয়ং আবেগতাড়িত।

    কী বলছেন সুনীল? 

    তিনি বলছেন, ‘‘শেষ কয়েকটি দিন আমি দ্বিধার মধ্যে রয়েছি। জাতীয় দলের সঙ্গে আমার আর কয়েকটি দিন বাকি রয়েছে। আমি সেই দিন গুলোকে কীভাবে দেখব? আমি কি প্রতিটি দিন গুনব, প্রতিটি অনুশীলন হিসাব করব? কোনটা হবে আমার সঠিক পথ? অথবা শেষ ম্যাচটা কোনও চিন্তা না-করে স্বাভাবিকভাবে নেওয়ার জন্য প্রস্তুত হব? সময়ের সঙ্গে সঙ্গে মনে হচ্ছে আমি মাঠের মাঝখানে। মাঠের মাঝখানে বলার কারণ কোনও কিছুই আমার কাছে সহজে আসেনি। তাই ঠিক প্রতিটি অনুশীলন প্রতিটি ক্ষণ আমি কৃতজ্ঞতার সঙ্গে গ্রহণ করব। কোনও প্রশংসা ছাড়াই মনে হচ্ছে আমি ফুটবলের কাছে ভীষণভাবে ঋণী। আমি যা পেয়েছি তার জন্য আমার দলের কাছেও ঋণী।’’

    ইনস্টাগ্রামে কী লিখলেন সুনীল?

    এমন আবহেই নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে এক আবেগঘন বার্তা দিয়েছেন তিনি। সুনীল (Sunil Chhetri) লিখেছেন, ‘‘শেষের এই কয়েকটা দিন আমি বেশ দ্বিধায় ভুগছি। জাতীয় দলের হয়ে আমার আর হাতেগোনা কয়েকটা দিন বাকি রয়েছে। আমি ভাবছি ঠিক এই সময়ে কোন পথটা আমার জন্য সঠিক হবে। আমি কী এখন থেকে প্রতিটা দিন গুনব। প্রতিটা অনুশীলন সেশন গুনব! নাকি আমি মাথায় কোনও রকম কোনও চিন্তা ছাড়াই প্রতিদিন অনুশীলনে যোগ দেব! মাথায় কী এই চিন্তাটা রাখব না যে, এটা আমার শেষের দিন। ওরা বলে, আমার এখন সময় এসেছে, তোমাদের আশীর্বাদ গোনার। এখন যখন প্রতিটা দিন আমি মাঠে নামছি, তখন তা আমার কাছে আশীর্বাদের মতন। আমি কোন কিছুকেই হাল্কা ভাবে নিচ্ছি না।‌ তাই আমি সিদ্ধান্ত নিয়েছি যে, আমি এখন থেকে আমার অনুশীলন যে সেশন তা গুনব। আর তা করব তোমাদের প্রতি কৃতজ্ঞতা থেকেই। আমার মনে আর কোনও ধরনের কোনও চিন্তা নেই। এই খেলাটার (ফুটবল) প্রতি আমি কৃতজ্ঞ। আমার দলের কাছে আমি কৃতজ্ঞ। আর এটা ওদের প্রাপ্য। আমার পক্ষে যদি সম্ভব হত তাহলে আমি এই অনুভূতিটা একটা বাক্সবন্দি করে রাখতাম। অথবা এই অনুভূতিটা নিয়ে আমি প্রতিটা অনুশীলন সেশনে নামতাম।’’

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • T20 World Cup 2024: টি-টোয়েন্টি বিশ্বকাপে কবে কার বিরুদ্ধে খেলবে ভারত?

    T20 World Cup 2024: টি-টোয়েন্টি বিশ্বকাপে কবে কার বিরুদ্ধে খেলবে ভারত?

    মাধ্যম নিউজ ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ (T20 World Cup 2024) সালে অনুষ্ঠিত হচ্ছে আমেরিকা ও ওয়েস্ট ইন্ডিজে। এ নিয়ে উন্মাদনা ব্যাপক রয়েছে ক্রিকেট ফ্যানদের। গত বছরেই হাতছাড়া হয়েছে বিশ্বকাপ। টি-টোয়েন্টিতে কেমন পারফরম্যান্স করে ভারতের ক্রিকেটাররা, সেদিকেই তাকিয়ে গোটা দেশ। আমেরিকার সঙ্গে ভারতের সময়ের ব্যবধান প্রায় অনেকটাই। একথা মাথায় রেখে দুই আয়োজক দেশের সঙ্গে তাল মিলিয়েই সময়সূচি তৈরি করেছে বিসিসিআই। গ্রুপ পর্যায়ের প্রতিটি ম্যাচ সম্প্রচারিত হবে ভারতীয় সময় রাত্রি ৮টা থেকে।

    কবে কোথায় খেলা ভারতের

    জানা গিয়েছে, টি-টোয়েন্টি বিশ্বকাপের অষ্টম ম্যাচে প্রথমবার খেলতে নামবে ভারত। ৫ জুন ভারত ও আয়ারল্যান্ডের মধ্যে ম্যাচ অনুষ্ঠিত হবে। রোহিতরা প্রথমবার টি-টোয়েন্টি বিশ্বকাপে মাঠে নামবে সেদিন। এরপরে ভারতের ম্যাচ রয়েছে ৯ জুন। সেদিন প্রতিপক্ষ হিসেবে থাকবে পাকিস্তান। ৯ জুনের ম্যাচ বিশ্বকাপের ১৯তম ম্যাচ হবে। পরবর্তীকালে ১২ জুন আমেরিকার বিরুদ্ধে ভারত খেলতে নামবে। আর গ্রুপস্তরে শেষ ম্যাচ ভারতের হবে কানাডার বিরুদ্ধে। ম্যাচটি (T20 World Cup 2024) হবে ১৫ জুন।

    ১৯ জুন থেকে শুরু হবে সুপার এইটের খেলা

    প্রতিটা গ্রুপে পাঁচটি করে দল রয়েছে। ভারত রয়েছে ‘এ’ গ্রুপে। আরও জানা গিয়েছে ভারতের প্রথম তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে নিউইয়র্কে। শেষ ম্যাচটি আয়োজিত হবে ফ্লোরিডায়। টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ স্তরের ম্যাচ শেষ হচ্ছে ১৭ জুন। তারপর ১৯ জুন থেকে শুরু হবে সুপার এইটের খেলা। প্রতিটি গ্রুপ থেকে প্রথম দুই স্থানে শেষ করা দুটি দেশ সুপার এইটে উঠবে। ভারত ‘এ’ গ্রুপে রয়েছে (T20 World Cup 2024)। যদি প্রথম স্থানে ভারত শেষ করে সেক্ষেত্রে ভারতের সুপার এইটের ম্যাচ হবে ২০ জুন। আর যদি দ্বিতীয় স্থানে শেষ করে ভারত তাহলে ১৭ জুন হবে সুপার এইটের ম্যাচ।

    কোন গ্রুপে কোন কোন দেশ

    গ্রুপে ‘এ’-তে রয়েছে ভারত, পাকিস্তান, কানাডা, আয়ারল্যান্ড এবং আমেরিকা।

    গ্রুপ ‘বি’-তে রয়েছে ইংল্যান্ড, নামিবিয়া, স্কটল্যান্ড এবং ওমান।

    গ্রুপ ‘সি‘-তে রয়েছে নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, আফগানিস্তান, পাপুয়া নিউগিনি ও উগান্ডা।

    গ্রুপ ‘ডি’-তে রয়েছে দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেদারল্যান্ড ও নেপাল।

    ভারতীয় দলে কারা রয়েছেন

    ভারতীয় দলে রয়েছেন অধিনায়ক রোহিত শর্মা, সহ অধিনায়ক হার্দিক পান্ডিয়া, যশশ্রী জয়সওয়াল, বিরাট কোহলি, সূর্য কুমার যাদব, রিসভ পন্থ (উইকেট কিপার), সঞ্জু সামসন (উইকেট কিপার), শিবম দুবে, রবীন্দ্র যাদেজা, আক্সর প্যাটেল, কুলদীপ যাদব, যোগেন্দ্র চাহাল, অর্শদ্বীপ সিং, যশপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ। রিজার্ভ বেঞ্চে থাকবেন- শুভমন গিল, রিংকু সিং, খলিল আহমেদ, আবেশ খান। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • T20 World Cup 2024: টি-২০ বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট-মূল্য ১৭ লক্ষ! কী বলছে আইসিসি?

    T20 World Cup 2024: টি-২০ বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট-মূল্য ১৭ লক্ষ! কী বলছে আইসিসি?

    মাধ্যম নিউজ ডেস্ক: শুরু হতে চলেছে আইসিসি টি-টয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup 2024)। টুর্নামেন্টের সবচেয়ে হাইভোল্টেজ ম্য়াচটি আছে আগামী ৯ তারিখ। সেদিন ২২ গজে ভারত-পাকিস্তান (India vs Pakistan) দ্বৈরথ। কিন্তু এই ম্য়াচের টিকিটের দাম নিয়ে শুরু হয়েছে বিতর্ক। এই ম্যাচের টিকিটের দাম নাকি আকাশ ছোঁয়া, দাবি প্রাক্তন ক্রীড়াপ্রশাসক ললিত মোদির। যদিও আইসিসি-র দাবি কম দামের টিকিটও ছিল কিন্তু তা সব শেষ। বেশি দামের টিকিটেরও কালো বাজারি চলছে, বলে অনুমান। তাই টিকিট নিয়ে ত হাহাকার।

    ললিত মোদির দাবি

    আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup 2024) ভারত-পাকিস্তান ম্য়াচের টিকিটের দাম নাকি ধার্য করা হয়েছে ১৭ লক্ষ টাকা। নিজের এক্স হ্যান্ডেলে এই ইস্যুতে আইসিসিকে একহাত নিয়েছেন প্রাক্তন আইপিএল কর্তা ললিত মোদি। তিনি লেখেন, ”আমি সত্যি অবাক হয়ে গিয়েছি, আইসিসি ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট বিক্রি করছে ২০ হাজার ডলারে (প্রায় ১৭ লক্ষ টাকা)। ক্রিকেটের প্রসারের জন্য, সমর্থকদের আনন্দ দেওয়ার জন্য এ বারের টি-টোয়েন্টি বিশ্বকাপ হচ্ছে আমেরিকায়। টিকিট বিক্রি করে লাভ করার জন্য নিশ্চয় প্রতিযোগিতা করা হচ্ছে না।”

     
     
     
     
     
    View this post on Instagram
     
     
     
     
     
     
     
     
     
     
     

    A post shared by Lalit Modi (@lalitkmodi)

    আইসিসি-র যুক্তি

    আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের তরফে জানানো হয়েছে ভারত-পাকিস্তান ম্যাচ বরাবরই আকর্ষণের কেন্দ্রে। এই ম্যাচের টিকিটের নূন্যতম দাম ছিল ৩০০ ডলার। কিন্তু সেই টিকিট সব শেষ। এরপর টিকিটের দাম নাকি ১০ হাজার ডলার। যা-ও এখন অমিল। চড়া দামে কালোবাজারে টিকিট বিক্রি হচ্ছে, বলে আইসিসি সূত্রে খবর। এজন্যই টিকিটের হাহাকার চোখে পড়ছে। আমেরিকার এক সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট দ্বিগুণ দামে বিক্রি হচ্ছে। কিছু কিছু টিকিটের দাম এক কোটি টাকা। সেই খবর প্রকাশ্যে আসার পরেই ললিতের এই বক্তব্য জানা যায়।

    আরও পড়ুন: নিউ ইয়র্কে হালকা মেজাজে রোহিতরা! গেলেন না বিরাট, কবে যাবেন কিং কোহলি?

    ভারত-পাকিস্তান দ্বৈরথ

    ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup 2024) অস্ট্রেলিয়ার মেলবোর্নে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসরে দুর্দান্ত জয় ছিনিয়ে নিয়েছিল ভারতীয় দল (India vs Pakistan)। সেদিন বিরাট কোহলির ব্য়াটে জয় এসেছিল। কেরিয়ারের অন্যতম সেরা একটি টি২০ ম্য়াচ খেলেছিলেন কিং কোহলি। এবারও তাঁর ব্যাট জ্বলে উঠুক, এমনটাই চাইবেন ভারতীয় সমর্থকরা। রোহিত শর্মা, বিরাট কোহলির এটাই হয়ত শেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ, তাই টুর্নামেন্ট স্মরণীয় করে রাখতে চাইবেন ২ তারকা। টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত প্রথম ম্যাচ খেলতে নামবে ৫ জুন। আয়ারল্যান্ডের বিরুদ্ধে সেই ম্যাচ খেলবে ভারত। দ্বিতীয় ম্যাচ পাকিস্তানের বিরুদ্ধে। ভারতের গ্রুপে রয়েছে আমেরিকা এবং কানাডাও।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • T20 World Cup 2024: নিউ ইয়র্কে হালকা মেজাজে রোহিতরা! গেলেন না বিরাট, কবে যাবেন কিং কোহলি?

    T20 World Cup 2024: নিউ ইয়র্কে হালকা মেজাজে রোহিতরা! গেলেন না বিরাট, কবে যাবেন কিং কোহলি?

    মাধ্যম নিউজ ডেস্ক: আইপিএলের (IPL) পালা শেষ। এবার টি-২০ বিশ্বকাপ (T20 World Cup 2024)। এবারের আইপিএলের ফাইনালে খেলেননি বিশ্বকাপ টিমে থাকা কোনও ক্রিকেটার। নাইটদের সংসারে রিঙ্কু থাকলেও তিনি এবার রয়েছেন রিজার্ভে। বিশ্বকাপের ভারতীয় দলে (Team India) থাকা প্রথম ব্যাচের ক্রিকেটাররা ইতিমধ্যেই আমেরিকায় পৌঁছে গিয়েছেন। রোহিত-দ্রাবিড়দের সঙ্গে অবশ্য বিরাট কোহলি (Virat Kohli) মার্কিন যুক্তরাষ্ট্রে পাড়ি দেননি। তিনি যাবেন দেরিতে। ৩০ মে আমেরিকায় যাওয়ার কথা সঞ্জু স্যামসন, যশস্বী জয়সওয়াল, যুজবেন্দ্র চহালের ও রিজার্ভে থাকা কেকেআরের রিঙ্কু সিংয়ের। তাঁরা ইতিমধ্যেই নিউ ইয়র্কের উদ্দেশে পাড়ি দিয়েছেন।

    কেন গেলেন না কোহলি

    সূত্রের খবর অনুযায়ী, বিরাট কোহলি বিশ্বকাপের (T20 World Cup 2024) আগে বাংলাদেশের বিরুদ্ধে ওয়ার্ম আপ ম্যাচ খেলবেন না। তাঁর ৩০ মে নিউ ইয়র্ক যাওয়ার কথা। আসলে তিনি বোর্ডের কাছে কয়েকদিনের ছুটি চেয়ে নিয়েছেন। বিরাট কোহলি পরিবারকে হয়তো কিছুটা সময় দিতে চান। বোর্ডের এক কর্তা বলেছেন, ‘বিরাট কোহলি আগে থেকেই আমাদের জানিয়েছিল যে ও দেরি করে দলের সঙ্গে যোগ দেবে। তাই বোর্ডের তরফে ওর ভিসার দিন দেরি করে রাখা হয়েছে। ৩০ মে সকালের দিকে ওর রওনা হওয়ার কথা। বোর্ড বিরাটের সেই অনুরোধে রাজিও হয়েছে।’

    নিউ ইয়র্কের পথে

    রোহিত শর্মা-সহ দলের বেশির ভাগ সদস্য নিউ ইয়র্কে পৌঁছেছেন। দলের সঙ্গে গিয়েছেন কোচ রাহুল দ্রাবিড়-সহ বাকি সাপোর্ট স্টাফেরাও। দলের সঙ্গে গিয়েছেন যশপ্রীত বুমরাহ, সূর্যকুমার যাদব, কুলদীপ যাদব, ঋষভ পন্থ, রবীন্দ্র জাদেজা, শিবম দুবে, মহম্মদ সিরাজ, অক্ষর পটেল, আরশদীপ সিং, রিজার্ভে থাকা শুভমন গিল ও খলিল আহমেদ। তবে বিরাটের যেতে দেরি হচ্ছে। ৩০ মে আমেরিকার বিমানে ওঠার কথা তাঁর। হার্দিক রয়েছেন লন্ডনে। সেখান থেকে সরাসরি আমেরিকায় যাবেন ভারতের সহ-অধিনায়ক। আমেরিকার উদ্দেশে রওনা দিয়েছেন রাজস্থান রয়্যালসের তিন ক্রিকেটার যশস্বী জয়সওয়াল, যুজবন্দ্র চাহাল ও আবেশ খান। তাঁদের বিমানবন্দরে হালকা মেজাজে দেখা যায়।

    ট্রফিই একমাত্র লক্ষ্য

    ২০১৩ সালের পর ভারতীয় শিবিরে আর কোনও আইসিসি ট্রফি আসেনি। এবার ট্রফির খরা কাটাতে মরিয়া রোহিত-কোহলিরা। এটাই সম্ভবত দুজনের শেষ বিশ্বকাপ। রোহিত ৩৭ ও কোহলি ৩৫ বেশিদিন বাইশগজে বিচরণ করতে পারবেন না। তাই এবার যে কোনও মূল্যে কাপ আর ঠোঁটের দূরত্ব ঘোচাতে চান তাঁরা। গত একদিনের বিশ্বকাপে ঘরের মাঠে অপরাজিত থেকে ফাইনালে উঠেছিল টিম ইন্ডিয়া (Team India)। কিন্তু শেষ ধাপ পেরনো যায়নি। ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে যায় রোহিত-ব্রিগেড। ২ জুন থেকে শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ (T-20 World Cup 2024)। এবার বিশ্বকাপের (T20 World Cup 2024) আয়োজক দেশ ওয়েস্ট ইন্ডিজ ও আমেরিকা। ৫ জুন আয়ারল্যান্ডের বিরুদ্ধে আমেরিকার মাটিতে প্রথম ম্যাচ খেলবে ভারত। ৯ জুন মুখোমুখি ভারত-পাকিস্তান। তার আগে ১ জুন ভারত তাদের একমাত্র প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশের বিরুদ্ধে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

LinkedIn
Share