Category: খেলা

Get updates on Sports News Cricket, Football, Tennis, from the Madhyom news portal madhyom.com, West Bengal leading news portal Madhyom.com

  • IPL 2024: লখনউকে হারাতে মরিয়া নাইটরা, কালীঘাটে প্রার্থনা রিঙ্কুদের, টিম হোটেলে ইদ উদযাপন গুরবাজদের 

    IPL 2024: লখনউকে হারাতে মরিয়া নাইটরা, কালীঘাটে প্রার্থনা রিঙ্কুদের, টিম হোটেলে ইদ উদযাপন গুরবাজদের 

    মাধ্যম নিউজ ডেস্ক: চলতি আইপিএলে (IPL 2024) গত ম্যাচে প্রথম বার হেরেছে কলকাতা নাইট রাইডার্স। চিপকে চেন্নাইয়ের কাছে থমকে গিয়েছে নাইটদের জয়ের ঘোড়া। রবিবার ঘরের মাঠে খেলা লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে। সেই ম্যাচে যে কোনও মূল্যে জয় চায় কেকেআর। তাই বৃহস্পতিবার সকালেই রিঙ্কু সিং, বরুণ চক্রবর্তীরা গেলেন কালীঘাট মন্দিরে পুজো দিতে। মায়ের কাছে সাফল্য প্রার্থনা করেই আরাধনা করেন রিঙ্কুরা। অন্যদিক, আজ খুশির ইদ। টিম হোটেলেই ইদ পালন করলেন গুরবাজরা।

    কালীঘাটে পুজো-অর্চনা

    কলকাতা নাইট রাইডার্সের (KKR) অফিশিয়াল ফেসবুক পেজে বৃহস্পতিবার একটি ভিডিয়ো শেয়ার করা হয়েছে। এই ভিডিয়োয় দেখতে পাওয়া যাচ্ছে, কেকেআর ব্রিগেডের বেশ কয়েকজন ক্রিকেটার কালীঘাটে এসে পুজো দিচ্ছেন। ক্রিকেটারদের মধ্যে বরুণ চক্রবর্তী, ভেঙ্কটেশ আইয়ার এবং রিঙ্কু সিংকে দেখতে পাওয়া যাচ্ছে। একথা বলার আর অপেক্ষা রাখে না যে ভিডিয়োটি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হয়ে গিয়েছে। ওই ভিডিয়োর ক্যাপশনে লেখা হয়েছে, ‘মায়ের আশীর্বাদ যেন সর্বদা সঙ্গে থাকে, এই প্রার্থনা।’ পাশাপাশি এই ভিডিয়োর ব্যাকগ্রাউন্ডে শোনা যাচ্ছে একটি শ্যামা সংগীতও। কলকাতা নাইট রাইডার্স সমর্থকরাও এই ভিডিয়ো দেখে রীতিমতো উচ্ছ্বসিত হয়ে উঠেছেন। 

    ইদের প্রার্থনা

    আজ পবিত্র ইদ। আর সেই ইদের উৎসবে সামিল হলেন কেকেআরের তারকা ক্রিকেটাররা। নাইট ক্যাপ্টেন শ্রেয়স আইয়ার, রিঙ্কু সিং, ভেঙ্কটেশ আইয়ার, সাকিব হোসেনরা কেকেআরের অনুরাগীদের ইদের (Eid) শুভেচ্ছা জানিয়েছেন। রবিবার ইডেনে আইপিএলে (IPL) কেকেআরের ম্যাচ। তার আগে ইদের আবহে ছুটির মেজাজে রয়েছেন কেকেআরের ক্রিকেটাররা।

    টিম হোটেলে নাইটরা একদিকে ইদের খুশিতে সামিল হলেন। কলকাতা নাইট রাইডার্সের টিম হোটেলে ইদ উদযাপনে মেতেছেন রহমানউল্লাহ গুরবাজ, সাকিব হোসেন, আল্লাহ গজনফররা। ইন্সটাগ্রামে কেকেআরের ক্রিকেটাররা তাঁদের অনুরাগীদের ইদ ভালো কাটার শুভেচ্ছা জানিয়েছেন। সেই ভিডিয়ো বার্তা শেয়ার করে কেকেআর ক্যাপশনে লিখেছে, ‘আমাদের পরিবার থেকে তোমাদের পরিবারকে জানাই ইদ মুবারক।’

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Paris Olympic 2024: অলিম্পিক্সে আর্থিক পুরস্কার! জানেন প্যারিসে সোনা জিতলে কত টাকা পাবেন অ্যথলিটরা?

    Paris Olympic 2024: অলিম্পিক্সে আর্থিক পুরস্কার! জানেন প্যারিসে সোনা জিতলে কত টাকা পাবেন অ্যথলিটরা?

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রথমবার অলিম্পিক (Paris Olympic 2024) গেমসে আর্থিক পুরস্কার বিশ্ব অ্যাথলেটিক্স সংস্থা। প্যারিসে অলিম্পিকের জন্য মোট ২৪ লক্ষ ডলারের ( প্রায় ২০ কোটি টাকা) প্রাইজমানি দেওয়া হবে, যার মধ্যে স্বর্ণপদকজয়ীরা পাবেন ৫০ হাজার ডলার (প্রায় ৪১ লাখ ৭০ হাজার টাকা)। এবার শুধু স্বর্ণ পদক জয়ীদের এই পুরস্কার দেওয়া হলেও পরের বার রৌপ্য এবং ব্রোঞ্জ পদকজয়ীদেরও আর্থিক পুরষ্কার দেওয়া হবে। ২০২৮ সালে পরের অলিম্পিক গেমসের আসর বসবে লস অ্যাঞ্জেলেসে। 

    ঐতিহাসিক সিদ্ধান্ত 

    ঐতিহাসিক সিদ্ধান্ত নিল বিশ্ব অ্যাথলেটিক্স সংস্থা। প্রথম বার কোনও বিশ্ব ক্রীড়া নিয়ামক সংস্থা অলিম্পিক্সে (Paris Olympic 2024) সোনাজয়ীদের জন্য আর্থিক পুরস্কার ঘোষণা করল। বিশ্ব অ্যাথলেটিক্সের সভাপতি সেবাস্তিয়ান কো এই সিদ্ধান্তকে ‘গুরুত্বপূর্ণ মুহূর্ত’ বলে অভিহিত করেছেন। প্যারিসে ৪৮টি অ্যাথলেটিক্স ইভেন্ট অনুষ্ঠিত হবে, যেখানে রিলে রেসে স্বর্ণপদক বিজয়ীরা তাদের প্রাইজমানি দলের মধ্যে ভাগ করে নেবেন। বিশ্ব অ্যাথলেটিকস জানিয়েছে, ২০২৮ গেমসের প্রাইজমানির ফরম্যাট ও কাঠামো নির্ধারিত সময়ের মধ্যেই ঘোষণা করা হবে। এতে আরও বলা হয়েছে যে পুরষ্কারের অর্থ অ্যাথলিটদের স্বাভাবিক অ্যান্টি-ডোপিং পদ্ধতির পরীক্ষা এবং ছাড়পত্র পাওয়ার উপর নির্ভর করবে।

    আরও পড়ুন: ‘‘অপ্রতিরোধ্য’’, মার্কিন পত্রিকা ‘নিউজউইক’-এর প্রচ্ছদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

    কেন এই পুরস্কার

    অলিম্পিক্সের (Paris Olympic 2024) প্রতি বিশ্বের সেরা অ্যাথলিটদের আগ্রহ বৃদ্ধির জন্যই এই সিদ্ধান্ত নিয়েছে ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স। টোকিয়ো অলিম্পিক্সে পুরুষদের জ্যাভলিন থ্রোয়ে সোনা জিতেছিলেন নীরজ চোপড়া। প্যারিসেও সোনা জয়ের অন্যতম প্রধান দাবিদার ভারতীয় অ্যাথলিট। অলিম্পিক্স সোনা ধরে রাখতে পারলে নীরজও আর্থিক পুরস্কার হিসাবে প্রায় ৪১ লাখ ৭০ হাজার টাকা পাবেন। বিশ্ব অ্যাথলেটিক্স সংস্থা জানিয়েছে, আন্তর্জাতিক অলিম্পিক কমিটি গেমসের যে লভ্যাংশ ওয়ার্ল্ড অ্যাথলেটিক্সকে দেবে, তা থেকেই পুরস্কৃত করা হবে সোনাজয়ীদের।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • East Bengal FC: পাঞ্জাবের বিরুদ্ধে লজ্জার হার, আইএসএল অভিযান শেষ ইস্টবেঙ্গলের

    East Bengal FC: পাঞ্জাবের বিরুদ্ধে লজ্জার হার, আইএসএল অভিযান শেষ ইস্টবেঙ্গলের

    মাধ্যম নিউজ ডেস্ক:  আইএসএলের (ISL 2023-24) সুপার সিক্সে থাকার লড়াইয়ের মরণ-বাঁচন ম্যাচে পাঞ্জাব এফসির কাছে ৪-১ গোলে লজ্জার হার ইস্টবেঙ্গলের (East Bengal FC)। মরশুমের জঘন্যতম ফুটবল খেলে চলতি আইএসএল-এ প্লে-অফে ওঠার আগেই বিদায় নিল ইস্টবেঙ্গল। বুধবার পাঞ্জাব এফসি’র কাছে ৪-১ গোলে হেরে যায় কার্লেস কুয়াদ্রাতের দল। পাঞ্জাবের হয়ে জোড়া গোল করেন উইলিয়াম জর্ডন। এছাড়া একটি করে গোল করেন মাদিহ তালাল এবং লুকা মাজসেন। ইস্টবেঙ্গলের হয়ে একমাত্র গোলটি করেন সায়ন বন্দ্যোপাধ্যায়।

    ছন্নছাড়া ফুটবল

    এদিন খেলার শুরু থেকেই পিছিয়ে পড়ে ইস্টবেঙ্গল (East Bengal FC)। পাঞ্জাব এফসি দ্রুত মাঝমাঠের দখল নিয়ে একের পর এক আক্রমণ গড়ে তোলে। যদিও ম্যাচের ৭ মিনিটে নিশু কুমার গোলের সহজ সুযোগ নষ্ট করে। এরপর আক্রমণের ঝাঁঝ আরও বাড়ায় পাঞ্জাব। পাঞ্জাবের তালাল এবং জর্ডন জুটিকে সামলাতে রীতিমত হিমসিম খেতে হয় ইস্টবেঙ্গলকে। ম্যাচের ১৯ মিনিটে জর্ডনের গোলেই প্রথম লিড নেয় পাঞ্জাব। ইস্টবেঙ্গল অবশ্য বেশি ক্ষণ পিছিয়ে থাকেনি। ২৫ মিনিটে অনেকটা একক প্রচেষ্টায় দুরন্ত গোল করে লাল-হলুদকে সমতায় ফেরান সায়ন বন্দোপাধ্যায়। ৪৩ মিনিটে পাঞ্জাবকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন তালাল। তাঁর দৌড়ে ছন্নছাড়া অবস্থা হয় লাল-হলুদ রক্ষণের।

    এদিন বল দখলের লড়াইয়ে পাঞ্জাবের ফুটবলারদের কাছে বার বার হার মেনেছেন ইস্টবেঙ্গল (East Bengal FC) ফুটবলারেরা। পর পর চার-পাঁচটা সঠিক পাসও দিতে পারছিলেন না তাঁরা। শুরু থেকে মাঝমাঠের দখল নেওয়ার চেষ্টা করে পাঞ্জাব। সেই লড়াইয়ে এঁটে উঠতে পারছিলেন না সাউল ক্রোসপো, মহেশ সিংরা। ১-২ ব্যবধানে পিছিয়ে দ্বিতীয়ার্ধে খেলতে নামা কুয়াদ্রাতের দলকে আরও ছন্নছাড়া দেখিয়েছে। লাল-হলুদ ফুটবলারদের খেলা দেখে কখনও মনে হয়নি, তাঁদের মধ্যে জেতার চেষ্টা রয়েছে। শেষ পর্যন্ত পাঞ্জাবের কাছে ৪-১ এ হেরে নববর্ষের আগে সমর্থকদের একরাশ হতাশা উপহার দিল লাল-হলুদ ফুটবলারেরা।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • IPL 2024: ব্যাটে-বলে নির্বিষ কেকেআর, চেন্নাইয়ের কাছে ৭ উইকেটে হার নাইটদের

    IPL 2024: ব্যাটে-বলে নির্বিষ কেকেআর, চেন্নাইয়ের কাছে ৭ উইকেটে হার নাইটদের

    মাধ্যম নিউজ ডেস্ক: হার মানল নাইটরা। চেন্নাইয়ের কাছে সোমবার ব্যাটে-বলে সব বিভাগেই ব্যর্থ কেকেআর। চলতি টুর্নামেন্টে প্রথমবার মাথা নীচু করে মাঠ ছাড়তে হল নাইটদের। টস হেরে প্রথমে ব্যাট করে কলকাতা নাইট রাইডার্স তোলে ৯ উইকেটে ১৩৭ রান। জবাবে চেন্নাই সুপার কিংস করল ১৭.৪ ওভারে ৩ উইকেটে ১৪১ রান করে। কলকাতা হারল সাত উইকেটে। 

    চিপকের রঙ হলুদ

    ঘরের মাঠে অপরাজিতই থাকল চেন্নাই। শুরু থেকেই এদিন চিপকের রঙ ছিল হলুদ। ইনিংসের প্রথম বলেই আউট ফিল সল্ট (শূন্য)। তুষার দেশপান্ডের প্রথম বলটাই যেন বলে দিল দিনটা কেমন যাবে নাইটদের। দ্বিতীয় উইকেটে জুটি বাঁধলেন নারিন-রঘুবংশী তুললেন ৫৬ রান। নারিন করলেন ২০ বলে ২৭। মারলেন ৩টি চার এবং ২টি ছয়। রঘুবংশীর ব্যাট থেকে এল ১৮ বলে ২৪। তিনি মারলেন ৩টি চার, ১টি ছক্কা। সপ্তম ওভারে এই জুটি ভাঙলেন জাদেজা। আর উঠে দাঁড়াতে পারেনি কেকেআর। এই জুটি ভাঙার পর কার্যত খুঁড়িয়ে খুঁড়িয়ে এগোল কেকেআরের ইনিংস। রবীন্দ্র জাদেজা, মুস্তাফিজুর রহমানদের বলের সামনে অস্বস্তিতে থাকলেন সকলেই। চাপের মুখে পিচের এক দিক আগলে রেখে দলকে লড়াই করার মতো জায়গায় পৌঁছে দিলেন শ্রেয়স আয়ার। ৩২ বলে ৩৪ করলেন ৩টি চারের সাহায্যে। কিন্তু তাঁর ইনিংস এতাটাই ধীর গতিতে এগোল যে স্কোর বোর্ড থেমে রইল বলা যায়। রান পেলেন না রিঙ্কু রাসেলরা।

    মন জিতলেন মাহি

    জয়ের জন্য ১৩৮ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে শুরু থেকেই ধরে খেলে চেন্নাই। উইকেটের এক প্রান্তে এদিন দায়িত্বশীল ইনিংস খেললেন চেন্নাই অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড়। তাঁকে সঙ্গ দিলেন ডারিল মিচেল। দ্বিতীয় উইকেটের জুটিতে স্বচ্ছন্দে ব্যাট করলেন তাঁরা। মিচেল করেন ১৯ বলে ২৫ রান। একটি করে চার এবং ছক্কা মারেন। ভরসা দিলেন চার নম্বরে নামা শিবম দুবেও। তিনি করলেন ১৮ বলে ২৮ রান। মারলেন ১টি চার, ৩টি ছয়। ঋতুরাজ শেষ পর্যন্ত অপরাজিত থাকলেন ৫৮ বলে ৬৭ রানে। তাঁর ব্যাট থেকে এল ৯টি চার।

    শেষ ৩ রান বাকি থাকতে ব্যাট হাতে মাঠে নামলেন ধোনি। মুহূর্তেই মাহি-মাহি রবে মেতে উঠল গ্যালারি। হোক না ৩ রান যেন তাঁর ব্যাট থেকেই জয়সূচক বাউন্জারি দেখতে চায় চিপক। ক্যাপ্টেন-ব্যান্ড তাঁ হাতে না থাকলেও তিনিই যে নেতা। কিন্তু জোড়া বিশ্বকাপজয়ী ভারতের প্রাক্তন অধিনায়ক সুযোগ থাকা সত্ত্বেও জয়ের রান নিলেন না। ১ রানের অপরাজিত থাকলেন তিনি। ঋতুরাজকে জয়ের রান নেওয়ার সুযোগ করে দিয়ে ক্রিকেটপ্রেমীদের মন জিতে নিলেন মাহি। নতুনদের কীভাবে জায়গা ছাড়তে হয় তা দেখিয়ে দিলেন ধোনি। রাসেল-রিঙ্কু থেকে গম্ভীর প্রতিপক্ষ শিবিরও কুর্নিশ জানালেন বাইশ গজে ভারতের সফলতম অধিনায়ককে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • CSK vs KKR:  বিধ্বংসী ব্যাটিং বড় ভরসা নাইটদের, পর পর দুই ম্যাচ হেরে আজ কেকেআর-এর সামনে চেন্নাই

    CSK vs KKR: বিধ্বংসী ব্যাটিং বড় ভরসা নাইটদের, পর পর দুই ম্যাচ হেরে আজ কেকেআর-এর সামনে চেন্নাই

    মাধ্যম নিউজ ডেস্ক: চলতি আইপিএলে এখনও পর্যন্ত অপরাজেয় কেকেআর। জয়ের পথ থেকে সরতে নারাজ নাইট শিবির। মঙ্গলবার চিপকে চেন্নাইয়ের বিপক্ষে নামার আগে সতর্ক গৌতম গম্ভীর। বিশ্বজয়ী অধিনায়ক যে দেল সে দলকে সবসময়ই সমীহ করা উচিত মত গোতির। তবে প্রথম তিন ম্যাচের মতোই বিধ্বংসী ব্যাটিং দিয়ে প্রতিপক্ষকে নাজেহাল করতে প্রস্তুত কলকাতা। আর পরপর দুই ম্যাচ হেরে নাইটদের বিরুদ্ধে ঘরের মাঠে চেনা পরিবেশের সুযোগ নিতে মরিয়া মাহিরা।

    কে কোন জায়গায়

    চার ম্যাচে চেন্নাইয়ের খাতায় দু’টি জয় ও দু’টি হার৷ এই মুহূর্তে ৪ পয়েন্ট নিয়ে তিন নম্বরে তারা৷ সোমবার পয়েন্ট টেবিলে দু’নম্বরে থাকা কেকেআরের বিরুদ্ধে নামছে সিএসকে৷ আইপিএল ইতিহাসে নাইটরা কখনই প্রথম তিনটি ম্যাচে পরপর জেতেনি৷ এই মরশুমে সেই কাজটাই করে দেখিয়েছেন গৌতম গম্ভীর, চন্দ্রকান্ত পণ্ডিত এবং শ্রেয়স আইয়াররা৷ শুরু থেকে প্রতিপক্ষ বোলিংয়ের বিরুদ্ধে বিধ্বংসী ব্যাট করে, নাস্তানাবুদ করে দেওয়ার কৌশল নিয়েছে কেকেআর৷ আর এখানেই ঘরের মাঠে খেলার ফায়দা নিতে চাইছে চেন্নাই৷ সুনীল নারাইন, ফিল সল্ট, শ্রেয়স আইয়ার, রিঙ্কু সিং এবং আন্দ্রে রাসেলদের বিধ্বংসী ব্যাটিংকে রুখতে স্পিন সহায়ক উইকেট বানাতে পারে সিএসকে৷ সেক্ষেত্রে ঋতুরাজরা নিজেরাও বিপাকে পড়তে পারেন। কারণ, নাইট শিবিরে সুনীল নারাইন, বরুণ চক্রবর্তী, সুয়াশ শর্মার মতো স্পিনার রয়েছে৷ তাই জয়ে ফিরতে হলুদ ব্রিগেডকে লড়াই করতেই হবে। 

    ধোনিদের ঘরে রিঙ্কু

    আইপিএলে চেন্নাইয়ের সঙ্গে ম্যাচের প্রায় ২৪ ঘণ্টা আগে চেন্নাই সুপার কিংসের (CSK) ড্রেসিংরুমে ঢুকে পড়লেন কলকাতা নাইট রাইডার্সের তারকা রিঙ্কু সিং (Rinku Singh)। তবে প্রতিপক্ষের কৌশল জানতে নয়, গিয়েছিলেন ভারতীয় ক্রিকেটের সব ফরম্যাটে সফল অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির সঙ্গে দেখা করতে। মাহির সঙ্গে নিজের একটি ছবি ইন্সটাগ্রামে শেয়ার করেছেন রিঙ্কু সিং। মাত্র এক ঘণ্টার মধ্যে রিঙ্কু সিংয়ের ওই ইন্সটাগ্রাম পোস্টে প্রায় ১ লক্ষ ৫৫ হাজার লাইক পড়েছে।

    মাহির মতো না হলেও ইতিমধ্যে ভারতীয় ক্রিকেটে ফিনিশার হিসেবে বেশ নাম করেছেন রিঙ্কু। তাই হয়তো আইপিএল নয়, টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বিদেশের মাঠে খেলার জন্য মাহির থেকে জরুরি টিপস নিতেই সিএসকে-র সাজঘরে ভারতীয় ক্রিকেটের নয়া তারকা রিঙ্কু সিং।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • IPL 2024: অভিষেকের ঝোড়ো ইনিংস! সহজ জয় হায়দরাবাদের, টানা দুটি ম্যাচে হার চেন্নাইয়ের

    IPL 2024: অভিষেকের ঝোড়ো ইনিংস! সহজ জয় হায়দরাবাদের, টানা দুটি ম্যাচে হার চেন্নাইয়ের

    মাধ্যম নিউজ ডেস্ক: চলতি আইপিএল (IPL 2024) পর পর দু’টি ম্যাচে হেরে গেল গতবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস। টসে জিতে প্রথমে ব্যাট করে চেন্নাই তোলে ১৬৫ রান। ১১ বল বাকি থাকতে ৬ উইকেটে ম্যাচ জিতে নেয় সানরাইজার্স হায়দরাবাদ। যে পিচ থেকে বোলাররা ১০০ শতাংশ সাহায্য পেয়েছে সেখানে ১২ বলে ৩৭ রান করে অফ দ্য ম্যাচ হয়েছেন অভিষেক শর্মা।   

    টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে শিবম!

    এদিন টসে জিতে ঋতুরাজদের ব্যাটিং করতে পাঠিয়েছিলেন হায়দরাবাদের অধিনায়ক প্যাট কামিন্স। সেই সিদ্ধান্ত সঠিক ছিল। দলের ২৫ রানের মাথায় চেন্নাই প্রথম উইকেট হারায়। ৯ বলে ১২ রান করে চতুর্থ ওভারে ভুবনেশ্বর কুমারের বলে আউট হন রাচিন রবীন্দ্র। অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড়ও ২১ বলে ২৬ রান করে আউট হয়ে যান। দুই ওপেনারকে হারানোর পর এক দিক ধরে রেখেছিলেন অজিঙ্ক রাহানে। উল্টো দিকে বড় শট খেলতে শুরু করেন শিবম দুবে। শুক্রবার চারটি ছক্কা মারেন শিবম। তাঁর ছক্কা দেখে উচ্ছ্বসিত ভারতের প্রাক্তন অলরাউন্ডার যুবরাজ সিং। তাঁকে টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে রাখার দাবিও তোলেন যুবি। তিনি বলেন, “এত সহজ ভাবে শিবম শটগুলো মারছে দেখে ভাল লাগছে। আমার মনে হয় ওকে টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে রাখা উচিত। যে কোনও সময় খেলার মোড় ঘুরিয়ে দিতে পারে ও। সেই ক্ষমতা ওর আছে।” শুক্রবার কামিন্সের দেওয়া মন্থর বাউন্সার বুঝতে পারেননি শিবম। অর্ধশতরান থেকে ৫ রান দূরে ক্যাচ তুলে দেন ভুবনেশ্বর কুমারের হাতে। এরপর চেন্নাইয়ের হয়ে কেউ দাগ কাটতে পারেনি।

    ১৬৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে সানরাইজার্স ঝোড়ো সূচনা করে। ১২ বলে ৩৭ রান করে আউট হন অভিষেক শর্মা। তাঁকে আউট করেন দীপক চাহার। ট্র্যাভিস হেড ২৪ বলে ৩১ রান করেন। একটা সময়ে ৯.৪ ওভারে ১০৬ রানে ২ উইকেট হারিয়েছিল হায়দরাবাদের। তখনই তাদের জয় স্পষ্ট হয়ে যায়। এরপরে মার্কমার ৩৬ বলে ৫০ রান করেন। হেনরি ক্লাসেন এবং নীতীশ রেড্ডি জয়ের বাকি কাজটা করে দেন। পরাজয়ের কারণ হিসেবে চেন্নাই অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড় বলেন, ‘পিচ ধীরগতির ছিল। ব্যাক এন্ডে ওরা খুব ভালো বোলিং করেছে। শেষ পাঁচ ওভারে আমরা তেমন কিছু করতে পারিনি। আমাদের বোলিংও খুব একটা ভালো হয়নি।’

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • GT vs PBKS: নায়ক শশাঙ্ক! টানটান ম্যাচে শেষ ওভারে জয় পাঞ্জাবের, শুভমনের দাপুট  ব্যাটেও হার গুজরাটের

    GT vs PBKS: নায়ক শশাঙ্ক! টানটান ম্যাচে শেষ ওভারে জয় পাঞ্জাবের, শুভমনের দাপুট ব্যাটেও হার গুজরাটের

    মাধ্যম নিউজ ডেস্ক: ম্যাচের ফলের জন্য অপেক্ষা করতে হল শেষ বল পর্যন্ত। হাড্ডাহাড্ডি ম্যাচে পঞ্জাব কিংসের কাছে তিন উইকেটে  হারল গুজরাট টাইটান্স। খেলার ৩০ ওভার পর্যন্ত মনে হয়েছিল হাসতে হাসতে ম্যাচ জিতবে গুজরাট। কিন্তু শেষ ১০ ওভারে বদলে গেল ছবি। গুজরাটের বিরুদ্ধে ২০০ রান তাড়া করতে নেমে যেখানে শিখর ধাওয়ান, জনি বেয়ারস্টোরা ব্যর্থ হলেন সেখানেই নায়ক হয়ে উঠলেন শশাঙ্ক সিং। 

    দুরন্ত শুভমন

    এদিন টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন শিখর ধাওয়ান। কিন্তু তাঁর সিদ্ধান্ত খুব একটা কাজে লাগেনি। শুভমানের চওড়া ব্যাটের উপর ভর করে বড় রান করে গুজরাট। ওপেন করতে নেমে শেষ পর্যন্ত টিকে থাকেন তিনি। । শুভমান গিল এক এক করে পার্টনারশিপ করে কেন উইলিয়ামসন, সাই সুদর্শনের সঙ্গে। প্রত্যেকের সঙ্গে রান পান তিনি। কেন উইলিয়ামসন করেন ২৬ রান। সাই সুদর্শন করেন ৩৩ রান। শেষে তাঁর সঙ্গে পার্টনারশিপ তৈরি করলেন রাহুল তেওটিয়া।  ৮ বলে ২৩ রান করলেন রাহুল তেওটিয়া ও গিল করলেন ৮৯ রান। এদিন ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে গুজরাট ১৯৯ রান তোলে। 

    নায়ক শশাঙ্ক

    রান তাড়া করতে নেমে পেরথমেই শিখর ধাওয়ানের উইকেট হারায় পাঞ্জাব।  ১ রানে ফেরেন শিখর। উমেশ যাদব বোল্ড আউট করেন গব্বরকে। এরপর দ্বিতীয় উইকেটে বেয়ারস্টো ও প্রভসিমরন মিলে তোলেন ৩৫ রান। ইনিংসের মাঝপথে ৪ উইকেট হারিয়ে ফেলে পঞ্জাব। স্যাম কারান মাত্র ৫ রান করেন। পঞ্চম উইকেটে এরপর সিকান্দার রাজার সঙ্গে জুটি বাঁধেন শশাঙ্ক সিং। এই জুটিতে ওঠে ৪১ রান। রাজা (১৫) ফিরলে এরপর জীতেশ শর্মার সঙ্গে জুটিতে ৩৯ রান তোলেন শশাঙ্ক। এক আলাদা মেজাজে ব্যাটিং করছিলেন শশাঙ্ক।

    শেষ চার ওভারে জিততে দরকার ছিল ৪৭ রান। শশাঙ্ক ২৫ বলে অর্ধশতরান করেন। তাঁকে সঙ্গ দেন ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবে নামা আশুতোষ শর্মা। শেষ ১২ বলে জিততে দরকার ছিল ২৫ রান। অবশেষে ১ বল বাকি থাকতেই ৩ উইকেটে ম্যাচ জিতে হাসিমুখে মাঠ ছাড়ে প্রীতি জিন্টার দল। নায়ক হয়ে ওঠেন শশাঙ্ক। এই শশাঙ্ককেই নাকি নিলাম টেবিলে “ভুল করে” কিনে ফেলেছিলেন প্রীতি!

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • Angkrish Raghuvanshi: ‘গিলের সঙ্গে বহু মিল’! নাইটদের তরুণ তুর্কি অংকৃষে মজে নেটিজেনরা

    Angkrish Raghuvanshi: ‘গিলের সঙ্গে বহু মিল’! নাইটদের তরুণ তুর্কি অংকৃষে মজে নেটিজেনরা

    মাধ্যম নিউজ ডেস্ক: দু’জনেই অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের মঞ্চ থেকে উঠে এসেছেন। দুজনেরই আইপিএলে হাতেখড়ি কেকেআর-এর হয়ে। তাঁরা হলেন ভারতীয় ক্রিকেটে তারকা ব্যাটার শুভমন গিল ও চলতি আইপি এলে দিল্লি ম্যাচে অর্ধশতরানকারী নাইট তারকা অংকৃষ রঘুবংশী (Angkrish Raghuvanshi)। দু’জনের খেলার ধরনও অনেকটা একইরকম। আইপিএল ২০২৪-এর সর্বকনিষ্ঠ খেলোয়াড় হলেন কলকাতা নাইট রাইডার্সের রঘুবংশী। 

    গিলের সঙ্গে মিল

    ২০১৮ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছিলেন গিল। ভারতের হয়ে সর্বাধিক রান করেছিলেন। ছ’টি ম্যাচে (পাঁচটি ইনিংস) করেছিলেন ৩৭২ রান। অন্যদিকে, ২০২২ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ভারতের হয়ে সর্বোচ্চ রান করেছিলেন অংকৃষ। সার্বিকভাবে বিশ্বকাপের চতুর্থ সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন। ছ’টি ম্যাচে করেছিলেন ২৭৮ রান।অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের পরে আইপিএল নিলামে তাঁদের দলে নিয়েছে কেকেআর। ২০১৮ সালের আইপিএলে গিলকে ১.৮ কোটি টাকায় নিয়েছিল নাইট ব্রিগেড। আর ২০২৪ সালের আইপিএলের মিনি নিলামে অংকৃষকে ২০ লাখ টাকায় পেয়ে গিয়েছেন গৌতম। অংকৃষের (Angkrish Raghuvanshi) মধ্যে গিলের ছায়া দেখতে পাচ্ছেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মাইকেল ভন। তিনি বলেন, ‘দেখে দারুণ তরুণ খেলোয়াড় মনে হচ্ছে। লম্বা, স্টাইলিশ (খেলোয়াড়)। অনেকটা শুভমন গিলের মতো।’

    কে এই অংকৃষ

    চলতি আইপিএলে সর্বকনিষ্ঠ ক্রিকেটার। ৫ জুন ২০০৫-এ দিল্লিতে জন্মগ্রহণ করেছিলেন। ১০ বছর বয়সে দিল্লি থেকে মুম্বই আসার পর অভিষেক নায়ার তাঁকে মুম্বইতে প্রশিক্ষণ দেন। মুম্বইতে অভিষেক নায়ারের বাড়িতে থাকার সময়ই রঘুবংশী (Angkrish Raghuvanshi) তার ক্রিকেট প্রশিক্ষণ নেন।

    রঘুবংশীর বাবা-মাও খেলাধুলার সঙ্গে যুক্ত। অংকৃষ রঘুবংশীর মা মালেকা ভারতীয় দলের হয়ে বাস্কেটবল খেলেছেন এবং বাবা অবনীশ রঘুবংশী টেনিসে ভারতীয় দলের প্রতিনিধিত্ব করেছেন। অংকৃষ রঘুবংশীর ছোট ভাইও টেনিস খেলায় আগ্রহী। তার পুরো পরিবার মূলত দিল্লির বাসিন্দা। বুধবার দিল্লির বিপক্ষে ম্যাচে ২৭ বলে ৫৪ রান করেন অংকৃষ। পাঁচটি চার মারেন। হাঁকান তিনটি ছক্কা। স্ট্রাইক রেট ছিল ২০০। অভিষেকেই দুরন্ত ইনিংসের পর অংকৃষ বলেন, ‘আমি যখন ব্যাট করতে নেমেছিলাম, আমি শুধুমাত্র বলটা দেখছিলাম, সেটাই মূল বিষয় ছিল। আমি যেরকম অনুশীলন করেছি, তাতে নিজের উপর আস্থা রেখেছিলাম।’

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • IPL 2024: নারিনে মুগ্ধ শ্রেয়স, চলতি আইপিএলে জয়ের হ্যাটট্রিক নাইটদের, বাড়ল নেট রান রেটও

    IPL 2024: নারিনে মুগ্ধ শ্রেয়স, চলতি আইপিএলে জয়ের হ্যাটট্রিক নাইটদের, বাড়ল নেট রান রেটও

    মাধ্যম নিউজ ডেস্ক: আইপিএলের (IPL 2024) চলতি মরশুমে এখনও পর্যন্ত অপরাজিত কলকাতা নাইট রাইডার্স। জয়ের হ্যাটট্রিক গড়ল শ্রেয়সরা। মাঠে বসে সেই দৃশ্য উপভোগ করলেন কেকেআর কর্ণধার কিং খান। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ১০৬ রানে জিতল কেকেআর। পাহাড়প্রমাণ ২৭৩ রান তাড়া করতে নেমে ১৬৬ রানে অল আউট হয়ে গেল দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals)। ম্যাচে ঝোড়ো ৮৫ রান ও বল হাতে ১ উইকেট নিয়ে ম্যাচের সেরা হলেন সুনীল নারিন। আইপিএল টেবিলে ফের শীর্ষস্থানে উঠে এল কেকেআর। বাড়ল নেট রানরেটও। এই ম্যাচের আগে কেকেআরের নেট রান রেট ছিল +১.০৪৭। এ দিনের জয়ে বেড়ে দাঁড়াল +২.৫১৮।

    টিম গেম নাইটদের (IPL 2024)

    ক্রিকেট যে টিম গেম, তা এদিনও প্রমাণ করল নাইটরা (KKR vs DC)। ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে নামানো হয় বৈভব অরোরাকে। গত বছরেই কেকেআর জার্সিতে অভিষেক হয়েছিল বৈভবের। ম্যাচে ইমপ্যাক্ট রাখলেন তিনি (IPL 2024)। ২৭ রান দিয়ে তিন উইকেট নেন বৈভব। তার আগে ব্যাট হাতে বিধ্বংসী মেজাজে ছিলেন কেকেআরের অলরাউন্ডার সুনীল নারিন। সুনীল নারিনের ৮৫, অঙ্গকৃশের হাফসেঞ্চুরি, রাসেল ঝড়, রিঙ্কুর ক্যামিও সব মিলিয়ে ২০ ওভারে ২৭২ রান তোলে কলকাতা নাইট রাইডার্স। আইপিএলের ইতিহাসে এটি দ্বিতীয় সর্বাধিক স্কোর। এদিন টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন কেকেআর অধিনায়ক শ্রেয়স। রান তাড়া করতে নেমে দিল্লি চেষ্টা করে দাপুটে শুরু করতে। তবে ওয়ার্নার ও পৃথ্বী শহ নারিনের গতি ধরতে পারেননি। পৃথ্বী ১০ রান করে ফেরেন। পন্থ এদিনও অর্ধশতরান করেন (IPL 2024)। দিল্লির অধিনায়ক ২৫ বলে ৫৫ রানের ইনিংস খেলেন। ৪টি বাউন্ডারি ও ৫টি ছক্কা। কিন্তু অন্যদিকে উইকেট পড়তে থাকায় কিছু কাজ হয়নি। ১৭.২ ওভারেই দিল্লির সব উইকেট পড়ে যায়।

    নারিন নিজের মতো খেলে

    ম্যাচ শেষে এদিন নাইট অধিনায়ক শ্রেয়স বলেন (IPL 2024), “সত্যি বলতে আমি ভাবিনি যে ২৭০ রান উঠবে। ২১০-২২০ রান হবে ভেবেছিলাম। কিন্তু ২৭০ রান হওয়ায় বাড়তি সুবিধা পেয়ে যাই আমরা। ম্যাচের আগে বলেছিলাম যে, নারিনের কাজ হচ্ছে আমাদের একটা দারুণ শুরু দেওয়া। সেটা না পারলেও কোনও ক্ষতি নেই। ও নিজের মতো খেলে ওকে সেই স্বাধীনতা দেওয়া আছে।” বুধবার তরুণ অঙ্গকৃশ রঘুবংশী ৫৫ রান করেন। ১৮ বছরের তরুণ ক্রিকেটারের ব্যাটিং দেখে মুগ্ধ শ্রেয়স বলেন, “প্রথম বল থেকেই ভয়ডরহীন ক্রিকেট খেলতে শুরু করে অঙ্গকৃশ। চোখ জুরিয়ে দেওয়া শট খেলছিল। খুব পরিশ্রমী ক্রিকেটার।”  

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Mirabai Chanu: চোট সারিয়ে ফের গেমসে! প্যারিস অলিম্পিক্সের ছাড়পত্র পেলেন টোকিয়োয় রুপোজয়ী মীরাবাই চানু

    Mirabai Chanu: চোট সারিয়ে ফের গেমসে! প্যারিস অলিম্পিক্সের ছাড়পত্র পেলেন টোকিয়োয় রুপোজয়ী মীরাবাই চানু

    মাধ্যম নিউজ ডেস্ক: চোট সারিয়ে ছ’মাস পর প্রতিযোগিতায় নেমেই অলিম্পিক্সে (Paris Olympics 2024) অংশগ্রহণ নিশ্চিত করে ফেললেন দেশের অন্যতম সেরা মহিলা ভারোত্তোলক মীরাবাই চানু (Mirabai Chanu)। কয়েকমাস পরেই প্যারিসে বসতে চলেছে অলিম্পিক গেমসের আসর। সেই আসরের জন্য এখনও পর্যন্ত একমাত্র ভারতীয় ভারোত্তোলক হিসেবে যোগ্যতা অর্জন করলেন মীরাবাই। তারকা ভারোত্তোলক গত টোকিও অলিম্পিক গেমসেও ভারতের হয়ে পদক জিতেছিলেন। সেবার অল্পের জন্য রুপো পেয়ে সন্তুষ্ট থাকতে হয়েছিল তাঁকে। এরপর কমনওয়েলথ গেমসেও সোনা জিতেছিলেন তিনি।

    কী বলছেন মীরাবাই

    মহিলাদের ৪৯ কেজি বিভাগে টোকিও অলিম্পিক্সে পদকজয়ী ভারোত্তোলক বিশ্বকাপে গ্রুপ ‘বি’তে তৃতীয় স্থান অর্জন করেছেন। তাইল্যান্ডে আয়োজিত প্রতিযোগিতায় মোট ১৮৪ কেজি ওজন তুলেছেন মীরাবাই (Mirabai Chanu)। স্ন্যাচে তুলেছেন ৮১ কেজি ওজন। ক্লিন অ্যান্ড জার্কে তুলেছেন ১০৩ কেজি ওজন। উচ্ছ্বসিত মীরাবাই বলেছেন, ‘‘চোট পাওয়ার পর এ ভাবে ফিরে আসাটা অবিশ্বাস্য মনে হচ্ছে। ওজন তুলতে কোনও সমস্যা হয়নি। প্রতি বারই পরিষ্কার ভাবে ওজন তুলেছি। যথাযথ ভাবে শক্তি প্রয়োগ করতে পেরেছি। এই সাফল্য আমাকে আরও আত্মবিশ্বাসী করবে।’’ তিনি আরও বলেছেন, ‘‘চোট সারানোর পর রিহ্যাবের প্রক্রিয়া বেশ কঠিন হয়। এই সময়ে কোচেরা যথেষ্ট সাহায্য করেছেন আমাকে। সব রকম প্রতিকূলতা অতিক্রম করতে সাহায্য করেছেন।’’

    আরও পড়ুন: বাইরে তাপপ্রবাহ! সুস্থ থাকতে কী করবেন, কী করবেন না, নির্দেশিকা কেন্দ্রের

    চোট সারিয়ে প্রত্যাবর্তন

    গত বছর হাংঝাউ এশিয়ান গেমসে শেষবার খেলেছিলেন মীরাবাই (Mirabai Chanu)। সেপ্টেম্বর-অক্টোবর মাসে এই টুর্নামেন্ট হয়ে যাওয়ার পরে তিনি আর অন্য কোন টুর্নামেন্টেই খেলেননি। এখানে তিনি চতুর্থ স্থানে শেষ করেছিলেন। যেখানে ক্লিন অ্যান্ড জার্কে নিজের তৃতীয় প্রয়াসে বাজেভাবে পড়ে যান তিনি। প্রচন্ডভাবে চোট পান তিনি। তাঁর থাইতে চোট লেগেছিল। এরপর থেকে তিনি এনআইএস পাতিয়ালাতে চিফ কোচ বিজয় শর্মার তত্ত্বাবধানে রিহ্যাব করেন। মিশন অলিম্পিক (Paris Olympics 2024) সেলের তরফে মীরাবাইকে সারিয়ে তুলতে খরচ করা হয় ১৮,৭৯,০৭৭ টাকা। অনেকদিন ধরেই কাঁধ, লোয়ার ব্যাক, কব্জি এবং থাইয়ের সমস্যায় ভুগছেন মীরাবাই। ২০১৭ সালের বিশ্বচ্যাম্পিয়ন মীরাবাই এখন রয়েছেন বিশ্ব ক্রমতালিকায় দ্বিতীয় স্থানে। চিনের জিয়ান হুইহুয়ার পরেই রয়েছেন ভারতীয় ভারোত্তোলক। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

LinkedIn
Share