Category: খেলা

Get updates on Sports News Cricket, Football, Tennis, from the Madhyom news portal madhyom.com, West Bengal leading news portal Madhyom.com

  • DC vs KKR: আজ সৌরভের দিল্লির বিরুদ্ধে জিততে মরিয়া নাইটরা, কাকে সমর্থন? দ্বিধাবিভক্ত কলকাতা

    DC vs KKR: আজ সৌরভের দিল্লির বিরুদ্ধে জিততে মরিয়া নাইটরা, কাকে সমর্থন? দ্বিধাবিভক্ত কলকাতা

    মাধ্যম নিউজ ডেস্ক: সৌরভের দিল্লি না শাহরুখের কলকাতা! আজ, (IPL 2024) বুধবার বিশাখাপত্তনমে মুখোমুখি দিল্লি ক্যাপিটালস ও কলকাতা নাইট রাইডার্স (DC vs KKR)। কোন দলকে সমর্থন করবে, তাই নিয়েই দ্বিধাবিভক্ত কলকাতার ক্রিকেটপ্রেমীরা। সৌরভ দিল্লির অধিনায়ক, কোচ কেউ নন। তিনি দিল্লি দলের ডিরেক্টর। দিল্লির ডাগআউটে তাঁর উপস্থিতি মন কেড়ে নেয় বাঙলার। তাই এই ম্যাচে প্রিন্স অফ ক্যালকাটার দিকে অবশ্যই থাকবেন কলকাতার একদল ক্রিকেট অনুরাগী। সৌরভ ছাড়াও দিল্লি দলে বাংলার প্রতিনিধি হিসেবে রয়েছেন উইকেটরক্ষক ব্যাটার অভিষেক পোড়েল, যিনি চন্দননগরের ছেলে। সেখানে কেকেআর দলে বাংলার কোনও প্রতিনিধি নেই গত সাতবছর ধরেই। কিন্তু তবু নাইটদের জন্য গর্জে ওঠে ইডেন। কেকেআর কেকেআর… ধ্বনিতে ফেটে পড়ে গ্যালারি। চ্যাম্পিয়ন ক্যাপ্টেন গম্ভীরকে বরণ করে নেয় কলকাতার ক্রিকেটপ্রেমীরা।

    স্টার্ক-কে নিয়ে ভাবনা

    আইপিএলের (IPL 2024) প্রথম দুটো ম্যাচ জিতে খেলতে নামছে কলকাতা নাইট রাইডার্স (DC vs KKR)। দিল্লিকে হারালে জয়ের হ্যাটট্রিক হবে। তাই কোনওভাবেই উইনিং ট্র্যাক থেকে সরতে চায় না নাইটরা। এই ম্যাচে নাইটদের দলগঠন কী হবে, সেই নিয়ে সংশয় রয়েছে। ২৫ কোটির মিচেল স্টার্ক আদৌ খেলবেন কিনা, সেই নিয়ে প্রশ্ন রয়েছে। আট ওভার বোলিং করে ১০৮ রান দিয়েছেন তিনি। একদমই সফল নন বিশ্বজয়ী দলের নামী পেসার। কেকেআর শিবিরে স্টার্ক বাদে মোটের উপর সকলেই ছন্দে রয়েছেন। শেষ ম্যাচে নারিন সফল হয়েছেন। রাসেল, রিঙ্কুরা ভাল খেলছেন। এমনকী বলে হর্ষিত রাণা, রাসেলরাও উইকেট পাচ্ছেন। 

    পিচের চরিত্র

    বিশাখাপত্তনমের পিচ ব্যাটারদের সাহায্য করেছে। ভালো বাউন্সের কারণে বল ও ব্যাটের সংযোগ খুব ভালো হয়। এমন পরিস্থিতিতে প্রতিযোগিতা হাই স্কোরিং হবে বলে মনে করা হচ্ছে। যদিও বোলাররাও এই পিচ থেকে সাহায্য পেতে পারেন, তবে এর জন্য তাদের ইয়র্কার ও বাউন্সার সঠিকভাবে ব্যবহার করতে হবে। দিল্লি ক্যাপিটালস তাদের ঘরের মাঠে ফিরতেই জয়ে ফিরেছে। প্রথম দুটো ম্যাচে তারা হারলেও চেন্নাই সুপার কিংসকে শেষ ম্যাচে পরাস্ত করেছে দিল্লি। তাই ঘরের মাঠে কলকাতার বিপক্ষেও জয়ের ধারা বজায় রাখতে চায় দিল্লি। কেকেআরকে হারালে সৌরভদের দল আবারও লিগে মেজাজে ফিরে আসবে বলাই যায়। অধিনায়ক ঋষভ পন্থের ফর্মে ফেরাও আশ্বস্ত করছে দিল্লিকে। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • IPL 2024: আইপিএলে অভিষেকের পর প্রথম দুই ম্যাচেই সেরা! মায়াঙ্কের গতিতে বেসামাল আরসিবি

    IPL 2024: আইপিএলে অভিষেকের পর প্রথম দুই ম্যাচেই সেরা! মায়াঙ্কের গতিতে বেসামাল আরসিবি

    মাধ্যম নিউজ ডেস্ক: আইপিএলেই (IPL 2024) ১৫৭ কিমি প্রতি ঘণ্টা গতিতে বোলিং করে নজর কেড়েছিলেন জম্মু-কাশ্মীরের ছেলে উমরান মালিক। ভারতীয় দলে জায়গাও পেয়েছিলেন। কিন্তু ধারাবাহিকতা বজায় রাখতে পারেননি। এবার দিল্লির ছেলে মায়াঙ্ক যাদবকে নিয়ে স্বপ্ন দেখছেন ভারতীয় ক্রিকেটপ্রেমীরা। চলতি আইপিএলে অভিষেকের পর পরপর দুই ম্যাচেই সেরা প্লেয়ারের পুরস্কার পেয়ে ইতিমধ্যেই ইতিহাস রচনা করেছেন। নিজের গতিকে নিজেই পিছনে ফেলছেন তাই তাঁকে নিয়ে ফের স্বপ্ন দেখছে আপামর ভারতবাসী। মঙ্গলবার আইপিএলে লখনউ সুপার জায়ান্টের হয়ে তাঁর আগুনে বোলিংয়ের সামনে দিশেহারা হয়ে পড়েন আরসিবির (RCB vs LSG) ব্যাটাররা। প্রথমে ব্যাট করে ৫ উইকেটে ১৮১ রান করে লখনউ। জবাবে বেঙ্গালুরু করল ১৯.৪ ওভারে ১৫৩। লোকেশ রাহুলদের কাছে ২৮ রানে হেরে চাপ বাড়ল বিরাটদের।

    গতির পূজারী মায়াঙ্ক

    মঙ্গলবার কোহলিদের ইনিংসে ধস নামালেন অভিষেক ম্যাচে ১৫৫.৮ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিতে বল করা মায়াঙ্ক যাদব। মাত্র ১৪ রান খরচ করে ৩ উইকেট নিলেন তিনি। এ দিন তাঁর একটি বলের গতি ছিল ১৫৬.৭ কিলোমিটার প্রতি ঘণ্টা। যা এ বারের প্রতিযোগিতার দ্রুততম। গতিতে ছাপিয়ে গেলেন নিজেকেই। অভিষেক ম্যাচে ৪ ওভারে ২৭ রান দিয়ে ৩ উইকেট নিয়েছিলেন মায়াঙ্ক। ম্যাচের সেরার পুরস্কারও জিতেছিলেন। এদিনও সেরা। পাতিদার, ম্যাক্সওয়েল এবং গ্রিনকে আউট করে বেঙ্গালুরুর ইনিংসের ভিত আলগা করে দেন দিল্লির ২১ বছরের তরুণ জোরে বোলার মায়াঙ্ক। এই চাপ শেষ পর্যন্ত সামলাতে পারেনি বেঙ্গালুরু।

    ম্যাচ আপডেট

    জয়ের জন্য ১৮২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে নিয়মিত ব্যবধানে উইকেট হারাল বেঙ্গালুরু। ওপেন করে কোহলি করলেন ১৬ বলে ২২। মারলেন ২টি চার এবং ১টি ছয়। অপর ওপেনার ডুপ্লেসির অবদান ১৩ বলে ১৯। ৩টি চার মারলেন বেঙ্গালুরু অধিনায়ক। কিছুটা লড়াই করলেন তিন নম্বরে নামা রজত পাতিদার। তাঁর ব্যাট থেকে এল ২১ বলে ২৯ রানের ইনিংস। ২টি করে চার এবং ছয় মারলেন তিনি। তার পর গ্লেন ম্যাক্সওয়েল (শূন্য), ক্যামেরন গ্রিন (৯), অনুজ রাওয়াত (১১), দীনেশ কার্তিকেরা (৪) মিডল অর্ডারকে ভরসা দিতে পারলেন না।

    এদিন টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা খারাপ করেনি এলএসজি। তারা ৫.৩ ওভারেই প্রথম উইকেটে ৫৩ রান করে ফেলেছিল। কিন্তু রাহুল এদিনও উইকেটে বেশিক্ষণ টিকতে পারেননি। ২টি ছয়ের হাত ধরে ১৪ বলে ২০ করে সাজঘরে ফেরেন কেএল। তিনে ব্যাট করতে নেমে, এদিন ফের ব্যর্থ হন দেবদূত পাডিক্কালও। স্কোরবোর্ডকে সচল রেখেছিলেন কুইন্টন ডি’কক। মার্কাস স্টোইনিসের সঙ্গে যখন তিনি ভালো পার্টনারশিপ করার পথে, সেই সময়ে ফের ধাক্কা খায় লখনউ। ২টি ছক্কা এবং ১টি চারের সৌজন্যে ১৫ বলে ২৪ করে সাজঘরে ফিরে যান স্টোইনিস। ৫৬ বলে ৮১ রানের দুরন্ত একটি ইনিংস খেলেন ডি কক। এদিন আইপিএলে (IPL 2024) ৩০০০ রান পূরণ করলেন তিনি।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  WhatsappTelegramFacebookTwitter এবং Google News পেজ।

  • IPL 2024: ফুলটস নো-বল বুঝতে মাপা হবে ব্যাটারের কোমরের উচ্চতা! আইপিএলে আসছে নতুন নিয়ম

    IPL 2024: ফুলটস নো-বল বুঝতে মাপা হবে ব্যাটারের কোমরের উচ্চতা! আইপিএলে আসছে নতুন নিয়ম

    মাধ্যম নিউজ ডেস্ক: আন্তর্জাতিক ম্যাচ হোক বা আইপিএল (IPL 2024) কোমরের উপরের নো-বল নিয়ে চর্চা অব্যাহত থেকেছে। এবার এই বিতর্কের অবসান হতে পারে। চলতি আইপিএলের মঞ্চ থেকেই বিশ্ব ক্রিকেটকে নতুন পথ দেখাতে পারে বিসিসিআই। এরজন্য বিশেষ পদক্ষেপ গ্রহণ করছে ভারতীয় ক্রিকেট বোর্ড। কোমরের উচ্চতার উপর ফুল টস করলে ক্রিকেটের নিয়মে তা নো বল। কিন্তু প্রত্যেক ক্রিকেটারের শারীরিক উচ্চতা সমান না হওয়ায় বিতর্ক হয়। সেই বিতর্ক যাতে না হয় তার জন্য নতুন প্রযুক্তি নিয়ে আসছে বিসিসিআই (BCCI)।

    কী নিয়ম আনছে বিসিসিআই

    ভারতীয় ক্রিকেট বোর্ডের এক আধিকারিক জানিয়েছেন, আইপিএলে (IPL 2024) প্রতিটি দলের প্রত্যেক ক্রিকেটারের কোমরের উচ্চতার মাপ নেওয়া হবে। তার পরে সেই তথ্য একটি সিস্টেমে রাখা থাকবে। যখন কোনও ক্রিকেটারের কোমরের উচ্চতায় ফুট টস বলে নো হয়েছে কি হয়নি তা দেখা হবে তখন সংশ্লিষ্ট সেই ক্রিকেটারের কোমরের উচ্চতার মাপ দেখা হবে। সেই ক্রিকেটারের উচ্চতা অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে। ওই আধিকারিক আরও জানান, ক্রিকেটারদের উচ্চতা আলাদা আলাদা হওয়ায় নো বলের ক্ষেত্রে একটি নির্দিষ্ট উচ্চতা রাখা ঠিক নয়। সেই কারণেই এই সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। 

    আরও পড়ুন: কলকাতার ম্যাচের সময় বদল, ইডেনে রাজস্থানের সঙ্গে খেলা ১৬ এপ্রিল

    চলতি আইপিএলে নয়া নিয়ম

    ২০২৪ আইপিএলে (IPL 2024) গোটাচারেক নতুন নিয়ম এনেছে বিসিসিআই। তার একটা হল স্মার্ট রিপ্লে সিস্টেম। কোনও আবেদনের ক্ষেত্রে রিভিউ নেওয়া হলে এবার দ্রুত কাজ করবে হক আই প্রযুক্তি। কারণ এই প্রযুক্তি নিয়ন্ত্রণকারী দু’জন বসে থাকবেন তৃতীয় আম্পায়ারের পাশেই। সিদ্ধান্ত যাতে আরও নির্ভুল করা যায় তার জন স্টেডিয়ামের বিভিন্ন কোনায় বসানো হয়েছে অতিরিক্ত উচ্চমানের ক্যামেরা। দুটি ওভারের মাঝে নির্দিষ্ট স্টপ ক্লক আর নেই। প্রতি ওভারে দু’টি করে বাউন্সার দিতে পারবেন বোলারেরা।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  WhatsappTelegramFacebookTwitter এবং Google News পেজ।

  • IPL 2024: কলকাতার ম্যাচের সময় বদল, ইডেনে রাজস্থানের সঙ্গে খেলা ১৬ এপ্রিল

    IPL 2024: কলকাতার ম্যাচের সময় বদল, ইডেনে রাজস্থানের সঙ্গে খেলা ১৬ এপ্রিল

    মাধ্যম নিউজ ডেস্ক: চলতি আইপিএল-এ (IPL 2024) দুটি ম্যাচের দিন পরিবর্তন করা হল। ১৭ এপ্রিল কলকাতায় ম্যাচ ছিল নাইটদের। সেই ম্যাচের দিন বদলে গেল। ১৭ এপ্রিলের বদলে ম্যাচটি হবে ১৬ এপ্রিল। ওই দিন আমেদাবাদে গুজরাট টাইটান্সের ম্যাচ ছিল দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে। সেই ম্যাচের দিনও বদলে গিয়েছে। আইপিএল কর্তৃপক্ষ জানিয়েছেন, কলকাতার ম্যাচটি ১৬ এপ্রিল হবে, গুজরাটের ম্যাচটি হবে ১৭ এপ্রিল। 

    কেন দিন বদল

    আগামী ১৭ এপ্রিল (IPL 2024) রামনবমী। ওই দিন খেলা হল কলকাতা পুলিশের তরফে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া সম্ভব নয় বলে জানানো হয়েছিল। সিএবি-কে পাঠানো চিঠিতে কলকাতা পুলিশের তরফে জানানো হয়েছে, যে হেতু ওই ম্যাচের দিন রামনবমী রয়েছে এবং নির্বাচনের জন্য অন্য রাজ্যে পুলিশ পাঠানো হয়েছে, তাই ম্যাচের দিন পর্যাপ্ত পুলিশের জোগান দেওয়া সম্ভব নয়।” এরপরই বোর্ডের কাছে ম্যাচের দিন পরিবর্তনের জন্য আবেদন জানায় সিএবি। ১৭ তারিখের বদলে ১৬ অথবা ১৮ তারিখ ইডেনে আইপিএলের ম্যাচ করতে চায় তারা। অবশেষে সিএবির দাবিই মেনে নেওয়া হল।

    প্রাথমিক ভাবে দু-সপ্তাহের সূচি প্রকাশ করলেও নির্বাচনের দিন ঘোষণা হতেই বাকি ম্যাচেরও সূচি ঘোষণা করে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। তবে এর মধ্যেও পরিবর্তন হতে পারে। ১৭ তারিখ ইডেন গার্ডেন্সে আইপিএলের (IPL 2024) ম্যাচ হচ্ছে না। ওই দিন রামনবমী। ১৯ তারিখ আবার প্রথম দফার ভোট। নির্বাচনের জন্য উত্তরবঙ্গে ভোটের ডিউটিতে যাবেন এখানকার পুলিশ অফিসাররা। নিরাপত্তা জনিত কারণ এবং পর্যাপ্ত পুলিশের অভাবে ১৭ তারিখ ইডেনে কেকেআর-রাজস্থান রয়্যালস ম্যাচ আয়োজন সম্ভব নয়। বিকল্প তারিখ হিসেবে ১৬ এপ্রিলকে বেছে নেওয়া হল।

     

    আরও পড়ুন: টানা ৩ ম্যাচে হার মুম্বই ইন্ডিয়ান্সের, জয়ের হ্যাটট্রিক করে লিগ শীর্ষে রাজস্থান

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  WhatsappTelegramFacebookTwitter এবং Google News পেজ।

  • IPL 2024: টানা ৩ ম্যাচে হার মুম্বই ইন্ডিয়ান্সের, জয়ের হ্যাটট্রিক করে লিগ শীর্ষে রাজস্থান 

    IPL 2024: টানা ৩ ম্যাচে হার মুম্বই ইন্ডিয়ান্সের, জয়ের হ্যাটট্রিক করে লিগ শীর্ষে রাজস্থান 

    মাধ্যম নিউজ ডেস্ক: আইপিএল-এ (IPL 2024) জয়ের হ্যাটট্রিকে লিগ তালিকায় তিন থেকে একলাফে একেবারে শীর্ষে পৌঁছে গেল রাজস্থান রয়্যালস। অপরদিকে, হারের হ্যাটট্রিক গড়ে লিগ তালিকার লাস্টবয় মুম্বই ইন্ডিয়ান্স। ঘরের মাঠে ফিরেও জয়ের মুখ দেখতে পারল না মুম্বই ইন্ডিয়ান্স। ওয়াংখেড়েতে ব্যাটে-বলে কোনও লড়াই দিতে পারল না হার্দিক পান্ডিয়ার দল। ৬ উইকেটে ম্যাচ জিতে লিগ টেবিলের শীর্ষস্থানে পৌছে গেল সঞ্জু স্যামসনরা।

    ফের কটাক্ষের শিকার হার্দিক

    আমেদাবাদ এবং হায়দরাবাদের মতোই একই দৃশ্য দেখা গেল ওয়াংখেড়েতে। হার্দিক টস করতে নামার সময় স্টেডিয়াম জুড়ে শোনা গেল ‘রোহিত, রোহিত’ চিৎকার। ধারাভাষ্যকার সঞ্জয় মঞ্জরেকরও বিরক্ত হলেন। কিন্তু গ্যালারি থামল না। তবে ম্যাচ যত এগোল শব্দ ততই ক্ষীণ হল। শূন্য রানে আউট হলেন মুম্বইয়ের পাঁচবারের চ্যাম্পিয়ন অধিনায়ক রোহিত। বর্তমান ক্যাপ্টেন হার্দিকও ম্লান। ব্যাট হাতে রান পেলেও বল এবং ফিল্ডিং প্রশ্নচিহ্ন রেখ গেল। সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দলে জায়গা পাকা করতে পারবেন তো চোট সারিয়ে ২২ গজে ফেরা হার্দিক।

    ম্যাচ আপডেট

    ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় রাজস্থান। সঞ্জু স্যামসনের সেই সিদ্ধান্ত সঠিক প্রমাণ করেন রাজস্থান বোলাররা। ম্যাচের শুরুতেই আগুন ঝরানো স্পেল করেন ট্রেন্ট বোল্ট ও নান্দ্রে বার্গার। খাতাই খুলতে পারেননি রোহিত শর্মা, নমন ধীর ও ডিওয়াল্ড ব্রেভিস। নিয়মিত ব্যবধানে উইকেট হারিয়ে কোনও বড় পার্টনারশিপ গড়ে ওঠেনি মুম্বই ইনিংসে। একটা সময় মুম্বইয়ের স্কোর ছিল ২০ রানে ৪ উইকেট। ওয়াংখেড়ের ব্যাটিং প্যারাডাইসে শুরুতে একটা বড় স্কোর গড়ে প্রতিপক্ষকে চাপে ফেলাই যেত। সেই লক্ষ্যই ছিল হার্দিকের। কিন্তু ট্রেন্ট বোল্ট, নান্দ্রে বার্গারের প্রথম স্পেলেই স্বপ্নভঙ্গ। রাজস্থানকে মাত্র ১২৬ রানের টার্গেট দেয় মুম্বই। রান তাড়া করতে নেমে শুরুটা ভাল হয়নি রাজস্থান রয়্যালসের। তবে এদিনও রিয়ান পারাগের দুরন্ত ইনিংস জয়ের লক্ষ্যে পৌঁছে দেয় দলকে। ১৫.৩ ওভারে ৪ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌছে যায় রাজস্থান। আইপিএল-এ (IPL 2024) পরপর ৩ ম্যাচ জিতে কেকেআর, সিএসকে পিছনে ফেলে রানরেটের নিরিখে লিগ টেবিলের এক নম্বর স্থানে উঠে আসে রাজস্থান।

    কী বললেন হার্দিক

    পর পর ম্যাচ হেরে চলতি আইপিএলে (IPL 2024) ভরাডুবির সামনে মুম্বই ইন্ডিয়ান্স। ম্যাচের পর মুম্বইয়ের সর্বাধিক রান স্কোরার ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়া বলছেন, ‘শুরুটা যে ভাবে করতে চেয়েছিলাম, কিছুই হয়নি। আমাদের জন্য খুবই কঠিন রাত।’ হার্দিক পান্ডিয়া-তিলক ভার্মা জুটি মুম্বই ইনিংসকে ভরসা দিয়েছিল। যদিও প্রত্যাশা পূরণ হয়নি। হার্দিক বলছেন, ‘আমার মনে হয় ওই সময় ভালো পজিশনেই ছিলাম। অন্তত ১৫০-১৬০ অবধি পৌঁছনোর পরিস্থিতি ছিল। পিচের যেমন ভূমিকা রয়েছে, তেমনই আমার আরও ভালো পারফর্ম করা উচিত ছিল।’ রোহিত শর্মা, সূর্যকুমার যাদব, জসপ্রীত বুমরাহ, হার্দিক পান্ডিয়া, ঈশান কিষান। ভারতীয় দলের প্রথম সারির প্লেয়ারে ভরা মুম্বই ইন্ডিয়ান্সের এই হালে হতাশ সমর্থকেরা।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  WhatsappTelegramFacebookTwitter এবং Google News পেজ।

     

  • IPL 2024: আইপিএল-এর দ্রুততম বোলার! গতিই তাঁর সবচেয়ে প্রিয়, জানেন কে এই মায়াঙ্ক যাদব?

    IPL 2024: আইপিএল-এর দ্রুততম বোলার! গতিই তাঁর সবচেয়ে প্রিয়, জানেন কে এই মায়াঙ্ক যাদব?

    মাধ্যম নিউজ ডেস্ক: শুভমন গিল থেকে রিঙ্কু সিং, যশপ্রীত বুমরা বা উমরান মালিক গত কয়েক বছরে আইপিএল (IPL 2024) থেকে উঠে এসেছে ভারতের একাধিক তারকা ক্রিকেটার। চলতি আইপিএলের আবিষ্কার হতে পারেন মায়াঙ্ক যাদব (Mayank Yadav)। লখনউয়ের হয়ে খেলা দিল্লির এই তরুণ পেসারের গতিতে নাজেহাল প্রতিপক্ষের ব্যাটাররা। এবারের আইপিএলে দ্রুততম বল করার কৃতিত্ব এখন মায়াঙ্কের দখলে। শনিবারের ম্যাচে পঞ্জাবের ব্যাটারদের গতিতে বিব্রত করেছেন তিনি। তাঁর একটি বলের গতি ছিল ঘণ্টায় ১৫৫.৮ কিলোমিটার। যা ক্রিকেট বিশেষজ্ঞদের নজর কেড়ে নিয়েছে। মায়াঙ্কের সব থেকে মন্থর বলটির গতি ছিল ১৩৯ কিলোমিটার প্রতি ঘণ্টা।

    কে এই মায়াঙ্ক

    ২০২২ সালের নিলামে ২০ লাখ টাকায় মায়াঙ্ককে (Mayank Yadav) দলে নিয়েছিল লখনউ। সে বার ম্যাচ খেলার সুযোগ হয়নি তাঁর। ২০২৩ সালে হ্যামস্ট্রিংয়ের চোটের জন্য খেলতে পারেননি। শনিবার ক্রিকেটজীবনের প্রথম আইপিএল (IPL 2024) ম্যাচ খেললেন তিনি। অর্থাৎ অভিষেক ম্যাচেই নিজের পারফরম্যান্স দিয়ে আলোচনায় উঠে এসেছেন দিল্লির তরুণ। এখনও পর্যন্ত একটি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন মায়াঙ্ক। দিল্লির হয়ে ঘরোয়া ক্রিকেটে তাঁর মোট উইকেটের সংখ্যা ৫১। লখনউয়ের হয়ে আইপিএল অভিষেকে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ২১ বছরের মায়াঙ্ক ২৭ রানে ৩ উইকেট নিয়েছেন। ম্যাচের সেরাও তিনি। গতির সঙ্গে ব্যালান্সও দারুণ। ওই ম্যাচে মায়াঙ্কের ২৪টি ডেলিভারি (৪ ওভার) ছিল— ১৪৭, ১৪৬, ১৫০, ১৪১, ১৪৭, ১৪৯, ১৫৬, ১৫০, ১৪২, ১৪৪, ১৫৩, ১৪৯, ১৫২, ১৪৯, ১৪৭, ১৪৫, ১৪০, ১৪২, ১৫৩, ১৫৪, ১৩৯, ১৪২, ১৫২, ১৪৮ কিমি প্রতি ঘণ্টা। নিজের সাফল্য নিয়ে ম্যাচের শেষে মায়াঙ্কের বক্তব্য, ‘নিজের ফোকাস ঠিক রাখাটাই ছিল লক্ষ্য। আলাদা করে কিছু ভাবিনি। যা এতদিন করে এসেছি, সেটাই করতে চেয়েছিলাম। পেরেছি বলে ভালো লাগছে। আগামী দিনেও এটাই করে যেতে চাই।’

    মায়াঙ্কের পেসে মুগ্ধ লি-স্টেইন

    লখনউয়ের বোলিং কোচ মর্নি মর্কেলও উচ্ছ্বাস গোপন করেননি। তিনি বলেছেন, ‘‘মায়াঙ্ক শুধু ভাল বলই করেনি। গুরুত্বপূর্ণ উইকেটগুলোও তুলে নিয়েছে। গত মরসুমটা ওর ভাল যায়নি। প্রথম প্রস্তুতি ম্যাচেই চোট পেয়েছিল। আমি ওকে একটা কথাই বলেছি, ভাল ক্রিকেট খেলার জন্য প্রয়োজন প্রাথমিক বিষয়গুলো ঠিক ভাবে করা। বলের লাইন এবং লেংথের ব্যাপারে সতর্ক থাকার কথা বলেছি। মায়াঙ্ক সেটাই করার চেষ্টা করে। ম্যাচেও বাড়তি কিছু করার চেষ্টা করেনি। ওর বলের গতি বাড়তি পাওনা।’’ লখনউয়ের তরুণ বোলারের পারফরম্যান্সে বিস্মিত ইংল্যান্ডের প্রাক্তন জোরে বোলার স্টুয়ার্ট ব্রডও। আইপিএলের (IPL 2024) অন্যতম ধারাভাষ্যকার বলেছেন, ‘‘মায়াঙ্কের বলের গতি সহজাত। বাড়তি কিছু চেষ্টা করে না। কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে বলের লাইন এবং লেংথ। এত কম বয়সে এটা সাধারণত দেখা যায় না।’’ মায়াঙ্ক যাঁর ভক্ত, সেই ডেল স্টেইন বলছেন, ‘এতদিন কোথায় লুকিয়েছিলে?’ ব্রেট লির কথায়, ‘সবচেয়ে দ্রুতগতির পেসার পেয়ে গেল ভারত। দারুণ পেস, মুগ্ধ হলাম।’ কমেন্ট্রি বক্সে বসে শনিবারই সহ-ধারাভাষ্যকার স্টিভ স্মিথকে সতর্ক করে দিয়েছেন ব্রড। তাঁর মতে, ভারতীয় দলের সুযোগ পেলে বছরের শেষে ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজেও স্মিথদের সমস্যা ফেলবেন মায়াঙ্ক (Mayank Yadav)।

    মাথা লক্ষ্য করে বল

    আইপিএলে (IPL 2024) চমক হলেও মায়াঙ্ক যাদবের (Mayank Yadav) গতি দিল্লি ক্রিকেট মহলে ইতিমধ্যেই সাড়া ফেলেছে। ঘরোয়া টি-টোয়েন্টি মুস্তাক আলি ট্রফিতেও ১৫০ কিলোমিটার প্লাস প্রতি ঘণ্টায় তাঁর ডেলিভারি শোরগোল ফেলেছিল। দিল্লির ক্রিকেট মহল তাঁকে ডাকে ‘শর পে মারনেওয়ালা বোলার’ বলে। মাথায় মারার বুদ্ধিটা অবশ্য মায়াঙ্ককে দিয়েছিলেন তাঁরা বাবা প্রভু যাদব। তিনি আবার ছিলেন কার্টলে অ্যামব্রোজ, কোর্টনি ওয়ালশের ভক্ত। তাঁর স্মৃতিচারণা, ‘আমি ছেলেবেলায় মায়াঙ্ককে বলেছিলাম, অ্যামব্রোজকে কেন ব্যাটসম্যানরা ভয় করে জানিস? কারণ ও মাথায় মারতে পারে।’ গতির কথা উঠতেই মায়াঙ্কের বক্তব্য, ‘ব্যক্তিগত জীবনেও আমি স্পিড পছন্দ করি। রকেট, জেট, সুপার বাইকের স্পিড আমার দারুণ ভালো লাগে।’

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের WhatsappTelegramFacebookTwitter এবং Google News পেজ।

  • IPL 2024: পন্থের অর্ধশতরান, শেষ বলে ছয় ধোনির! চেন্নাইয়ের হারে পয়েন্ট টেবিলে শীর্ষে কলকাতা

    IPL 2024: পন্থের অর্ধশতরান, শেষ বলে ছয় ধোনির! চেন্নাইয়ের হারে পয়েন্ট টেবিলে শীর্ষে কলকাতা

    মাধ্যম নিউজ ডেস্ক: মাঠে নামলে গ্যালারি তাঁর। রবিবারও ব্যতিক্রম ঘটেনি। বিশাখাপত্তনমের গ্যালারির রঙ ছিল হলুদ। জনপ্রিয় বিজ্ঞাপনের ট্যাগ লাইনে আইপিএলে (IPL 2024) দল আগে হলেও, যখন ধোনি খেলতে নামেন তখন আপামর ভারতবাসী তাঁর জন্যই গলা ফাটান।  সোনালি চুলের রাজপুত্রকে ব্যাট হাতে দেখার আকুল প্রার্থনা। এদিনও ব্যাট চলল ধোনির। কিন্তু জয় এল না চেন্নাইয়ের। দিল্লির কাছে ২০ রানে হেরে আইপিএল পয়েন্ট টেবিলে দুই নম্বরে নেমে এল ধোনির (MS Dhoni) চেন্নাই। নেট রান রেটে এগিয়ে থাকায় শীর্ষে উঠে গেল কলকাতা নাইট রাইডার্স।

    চেন্নাইয়ের হারে সুবিধা কলকাতার

    দিল্লি ক্যাপিটালসের কাছে চেন্নাই সুপার কিংস হারায় লাভ হল কলকাতা নাইট রাইডার্সের। আইপিএলের (IPL 2024) পয়েন্ট তালিকায় সবার উপরে উঠে এল তারা। রবিবারের দিল্লি-চেন্নাই ম্যাচের পরে কেকেআরের পয়েন্ট ২ ম্যাচে ৪। শ্রেয়স আয়ারদের নেট রানরেটও সব থেকে বেশি (১.০৪৭)। দ্বিতীয় স্থানে রয়েছে চেন্নাই। ৩ ম্যাচে ধোনিদের পয়েন্টও ৪। তবে তাদের নেট রানরেট (০.৯৭৬) কলকাতার থেকে কম। তিন নম্বরে থাকা রাজস্থান রয়্যালস ও চার নম্বরে থাকা গুজরাট টাইটান্সের পয়েন্টও ৪। রাজস্থান খেলেছে ২টি ম্যাচ। গুজরাট ৩টি। পয়েন্ট তালিকার একেবারে শেষে রয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। ২ ম্যাচ খেলে ২টিতেই হেরেছেন হার্দিকরা। আইপিএলে প্রথম ম্যাচ জিতে পয়েন্ট তালিকায় খাতা খুলল দিল্লি। ৩ ম্যাচ খেলে ২ পয়েন্ট নিয়ে সাত নম্বরে দিল্লি ক্যাপিটালস। 

    মাহিময় গ্যালারি, পন্থের অর্ধশতরান

    যেখানে খেলতে নামছেন, সেটাই যে তাঁর ঘরের মাঠ হয়ে যায়। গত বার আইপিএলে (IPL 2024) খুব পরিচিত দৃশ্য ছিল ধোনির ম্যাচ মানেই চেন্নাইয়ের জার্সি ভর্তি গ্যালারিতে। সঙ্গে পতাকাও। সে কলকাতা, জয়পুর, দিল্লি, যেখানেই খেলা হোক না কেন। রবিবার সেই দৃশ্য আবার ফিরল বিশাখাপত্তনমে। ভারতকে টি-টোয়েন্টি বিশ্বকাপ, এক দিনের বিশ্বকাপ এবং চ্যাম্পিয়ন্স ট্রফি জিতিয়েছেন ধোনি। তাই তাঁকে নিয়ে আবেগ তো চির পরিচিত। ২০১৯ সালে ভারতের হয়ে শেষ ম্যাচ খেলা ধোনিকে (MS Dhoni) এখনও দেশের সব মাঠে দর্শক বরণ করে নেয় আবেগ দিয়ে। রবিবারও তার ব্যতিক্রম হয়নি। তবে সমর্থন চেন্নাই পেলেও এদিন ম্যাচ জিতে নিল দিল্লি ক্যাপিটালস। দিল্লির তোলা ১৯১ রানের জবাবে ধোনির চেন্নাই থেমে গেল ১৭১ রানে। দুর্ঘটনার পর খেলতে নেমে ফের স্বপ্রতিভভ ঋষভ পন্থ। চেন্নাইয়ের বিরুদ্ধে ৩২ বলে ৫১ রান করেন পন্থ। তিনটি ছক্কা এবং চারটি চার মারেন তিনি।

    জয়ী গুজরাট

    ফের জয়ে ফিরল গুজরাট টাইটান্স। ঘরের মাঠে প্রথম ম্যাচ জিতেছিল তারা। দ্বিতীয় ম্যাচে চেন্নাইয়ের মাটিতে গিয়ে হারতে হয়েছিল। তৃতীয় ম্যাচে আবার ঘরের মাঠে ফিরতেই জয়ে ফিরল শুভমন গিলের দল। সানরাইজার্স হায়দরাবাদকে সহজেই ৭ উইকেটে হারাল গুজরাট। ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৬২ রান করে হায়দরাবাদ। গুজরাটের বোলারদের মধ্যে সব থেকে সফল মোহিত। ৪ ওভারে ২৫ রান দিয়ে ৩ উইকেট নেন তিনি। ওমরজাই, উমেশ, রশিদ ও নুর ১টি করে উইকেট নেন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

     

  • IPL 2024: জীবনের সেরা প্রাপ্তি! আইপিএল-এ রিঙ্কুর ভাগ্যে ‘বিরাট’ পুরস্কার

    IPL 2024: জীবনের সেরা প্রাপ্তি! আইপিএল-এ রিঙ্কুর ভাগ্যে ‘বিরাট’ পুরস্কার

    মাধ্যম নিউজ ডেস্ক: নাইট তারকা রিঙ্কু সিংয়ের (Rinku Singh) হাতে নিজের ব্যাট তুলে দিলেন বিরাট কোহলি। বেঙ্গালুরুতে (IPL 2024) আরসিবি বনাম কেকেআর ম্যাচের শেষে দেখা গিয়েছিল রিঙ্কুর ব্যাট চেক করে দেখছেন বিরাট। দু’জনেই সেই সময় হাসছিলেন। ওই ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছিল। এবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল বিরাট (Virat Kohli) ও রিঙ্কুর আর এক ছবি। যেখানে দেখা গিয়েছে, বিরাট তাঁর একটি ব্যাট উপহার দিয়েছেন রিঙ্কুকে। ভারতীয় দলের উঠতি তারকাকে উপহার দিয়ে জড়িয়ে ধরেন বিরাট। সেই ছবিও ঘুরছে নেট দুনিয়ায়।

    ‘বিরাট’ উপহার

    শুক্রবার চিন্নাস্বামীতে ব্যাট হাতে বিশেষ কিছু করে দেখানোর সুযোগ পাননি রিঙ্কু সিং (Rinku Singh)। তার আগেই সল্ট, নারিন ও বেঙ্কটেশ কেকেআরকে জয়ের দোরগোড়ায় পৌঁছে দেন। শুক্রবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে ম্যাচ ছিল কলকাতা নাইট রাইডার্সের। সেই ম্যাচে বেঙ্গালুরুর ঘরের মাঠেই বিরাটদের দলকে হারিয়ে দেয় কলকাতা। প্রথমে ব্যাট করে বিরাটের ব্যাটে ভর করে ১৮২ রান তোলে আরসিবি। কিন্তু ১৯ বল বাকি থাকতেই জয়ের রান তুলে নেয় কলকাতা। ম্যাচ শেষে নাইট দল যায় বেঙ্গালুরুর সাজঘরে। সেই ভিডিয়ো পোস্ট করেছে আরসিবি। সেখানেই দেখা যায় বিরাট তাঁর ব্যাট রিঙ্কুকে দিচ্ছেন। ব্যাট পেয়ে খুশি রিঙ্কু। বিরাটকে জড়িয়ে ধরেন তিনি।

    আপ্লুত রিঙ্কু

    এবারের আইপিএলে (IPL 2024) এখনও পর্যন্ত সব থেকে বেশি রান বিরাটের (Virat Kohli)। কমলা টুপি এখন তাঁর দখলে। যদিও আরসিবি তিনটির মধ্যে দু’টি ম্যাচে হেরে লিগ তালিকায় ষষ্ঠ স্থানে রয়েছে। কলকাতার কাছে হারার পরে বিরাট কোহলি ছিলেন আরসিবির সাজঘরে। সেখানেই রিঙ্কু সিংয়ের সঙ্গে বেশ কিছুক্ষণ আলাপচারিতা সারেন কোহলি। তিনি রিঙ্কুকে উদ্দীপ্ত করেন নিজের একটি ব্যাট উপহার দিয়ে। এমন বিরাট উপহার নিশ্চিতভাবেই আপ্লুত করবে নাইট তারকাকে। রিঙ্কু কতটা খুশি হয়েছেন, সেটা বোঝা যায় তাঁর অভিব্যক্তিতেই।

    আরও পড়ুন: ঝগড়া অতীত, হাসিমুখে আলিঙ্গন! আইপিএল ম্যাচের মধ্যেই কোহলিকে জড়িয়ে ধরলেন গম্ভীর

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • IPL 2024: ঝগড়া অতীত, হাসিমুখে আলিঙ্গন! আইপিএল ম্যাচের মধ্যেই কোহলিকে জড়িয়ে ধরলেন গম্ভীর

    IPL 2024: ঝগড়া অতীত, হাসিমুখে আলিঙ্গন! আইপিএল ম্যাচের মধ্যেই কোহলিকে জড়িয়ে ধরলেন গম্ভীর

    মাধ্যম নিউজ ডেস্ক: হাসিমুখে গৌতম গম্ভীর ও বিরাট কোহলির কথোপকথন কলকাতা নাইট রাইডার্স বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর আইপিএল-এ (IPL 2024) হাইভোল্টেজ ম্যাচের সেরা ছবি। ইডেনেও নাইটদের ম্যাচে গম্ভীরকে দেখেই গ্যালারিতে ‘বিরাট… বিরাট’ ধ্বনি শোনা গিয়েছিল। শুক্রবার চিন্নাস্বামীতেও তার ব্যতিক্রম হয়নি। তবে ব্যতিক্রম ঘটল মাঠে। বিশ্বজয়ী ভারতীয় দলের দুই সদস্য একে অপরকে জড়িয়ে ধরলেন। মান-অভিমান দূরে সরিয়ে ভারতীয় ক্রিকেটের দুই আইকন একে অপরকে কুর্নিশ জানালেন। স্তব্ধ হল গ্যালারি।  

    বিরাট-গম্ভীর দ্বৈরথ

    একতরফা ম্যাচে ব্যাটে-বলে দুরন্ত পারফর্ম করে শনিবার অ্যাওয়ে গেমে সহজ জয় পেল কলকাতা নাইট রাইডার্স। বেঙ্গালুরুকে সাত উইকেটে হারায় নাইটরা। দল হারলেও এদিন চওড়া ছিল বিরাটের ব্যাট। অরেঞ্জ ক্যাপের মালিক বিরাট এদিন আবারও বুঝিয়ে দেন কেন তিনি কিং কোহলি। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে তাঁর ব্যাট যে ভারতের হয়ে ফের দাপট দেখাবে তা-ও বোঝা গেল কোহলির খেলায়। আর রাজকীয় ইনিংসকে সম্মান জানাতে পিছপা হলেন না আপাদমস্তক স্পোর্টস-ম্যান গৌতম গম্ভীরও। গম্ভীর ও কোহলির প্রেস্টিজ ফাইটে এদিন শেষ হাসি হাসলেন কেকেআর মেন্টর। যদিও মাঠে শনিবার গম্ভীর ও কোহলির মধ্যে সৌজন্যতাই দেখা গেল। 

    গম্ভীর নন গৌতম

    কেকেআরে অধিনায়ক হিসেবে থাকাকালীন বিরাট কোহলির সঙ্গে ঝামেলায় জড়িয়েছিলেন গৌতম গম্ভীর। গত বছর আইপিএলে (IPL 2024) লখনউ সুপার জায়ান্টসের মেন্টর থাকাকালীন বিরাট-গম্ভীর দ্বন্দ্বের জল বহুদূর গড়িয়েছিল। এবার কেকেআর মেন্টর হিসেবে কলকাতায় ফিরেছেন গম্ভীর। শুক্রবার চিন্নাস্বামীতে আরসিবির বিরুদ্ধে কেকেআর ম্যাচ কী ঘটে সেদিকেই নজর ছিল সকলের।

    আরও পড়ুন: পরপর দু-ম্যাচে জয়, আরসিবি-কে সাত উইকেটে হারিয়ে পয়েন্ট টেবিলে দুই নম্বরে কেকেআর

    আরসিবির ইনিংসের ১৬ ওভারের পরে টাইম আউট হয়। আড়াই মিনিটের বিরতিতে মাঠে নামেন গম্ভীর ও চন্দ্রকান্ত পণ্ডিত। কেকেআরের ক্রিকেটারদের শেষ চার ওভারের পরিকল্পনা জানান তাঁরা। তখন পাশে দাঁড়িয়ে জল খাচ্ছিলেন বিরাট। হঠাৎ দেখা যায়, গম্ভীর তাঁর দিকে এগিয়ে যাচ্ছেন। দর্শকেরা ভেবেছিলেন আবার হয়তো কথা কাটাকাটি হবে। তাই চিন্নাস্বামীর গ্যালারি থেকে চিৎকার শুরু হয়। সবাইকে অবাক করে দিয়ে কোহলিকে হাসি মুখে জড়িয়ে ধরেন গম্ভীর। পাল্টা কোহলিও হাসেন। দু’জনের মধ্যে কিছু কথা হয়। তার পরে ডাগ আউটের দিকে এগিয়ে যান গম্ভীর। কোহলি আবার ব্যাট করতে যান। দু’জনের মধ্যে ঝামেলা না হওয়ায় চিন্নাস্বামীর গ্যালারিও চুপ করে যায়।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • RCB vs KKR: পরপর দু-ম্যাচে জয়, আরসিবি-কে সাত উইকেটে হারিয়ে পয়েন্ট টেবিলে দুই নম্বরে কেকেআর

    RCB vs KKR: পরপর দু-ম্যাচে জয়, আরসিবি-কে সাত উইকেটে হারিয়ে পয়েন্ট টেবিলে দুই নম্বরে কেকেআর

    মাধ্যম নিউজ ডেস্ক: গৌতম গম্ভীরের যাদু হোক বা রাসেলের মস্তিষ্ক অথবা দলীয় সংহতি, চলতি আইপিএলে দুরন্ত শুরু করেছে কলকাতা নাইট রাইডার্স। ইডেনে হায়দরাবাদের বিপক্ষে রুদ্ধশ্বাস জয়ের পর চিন্নাস্বামীতে বিরাটদের বিপক্ষে একাধিপত্য বজায় রেখে জিতল নাইটরা। পরপর দুই ম্যাচ জিতে আইপিএলের পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে উঠে এল কেকেআর। 

    অ্যাওয়ে ম্যাচে প্রথম জয়

    ট্রেন্ড ভাঙল অবশেষে। এবারের আইপিএলে এই প্রথম নিজেদের ঘরের মাঠে কোনও দল হারল। এর আগে সব ম্যাচে জিতেছিল হোম টিম। কলকাতা নাইট রাইডার্স আরসিবিকে চিন্নাস্বামী স্টেডিয়ামে হারিয়ে সেই ট্রেন্ড ভেঙে দিল। ২০১৫ সালের পর থেকে বেঙ্গালুরুর মাঠে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাছে হারেনি কলকাতা নাইট রাইডার্স। এই নিয়ে বেঙ্গালুরুর মাঠে টানা ছ’টি ম্যাচ জিতল কলকাতা।

    বিরাট-ব্যাট

    একতরফা ম্যাচে ব্যাটে-বলে দুরন্ত পারফর্ম করে শনিবার অ্যাওয়ে গেমে সহজ জয় পেল কলকাতা নাইট রাইডার্স। বেঙ্গালুরুকে সাত উইকেটে হারায় নাইটরা। দল হারলেও এদিন চওড়া ছিল বিরাটের ব্যাট। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে তাঁর ব্যাট যে ভারতকে ফের ভরসা জোগাবে তা এদিন বুঝিয়ে দিয়েছেন কিং কোহলি। অধিনায়ক কোহলি কেন তাঁকে সদা পাশে চান তা-ও বুঝিয়েছেন বিরাট।

    আরও পড়ুন: ঝগড়া অতীত, হাসিমুখে আলিঙ্গন! আইপিএল ম্যাচের মধ্যেই কোহলিকে জড়িয়ে ধরলেন গম্ভীর

    ম্যাচ আপডেট

    এদিন ম্যাচে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন কেকেআর। আরসিবির ব্যাটিংয়ে এদিন কার্যত একা লড়াই করে সর্বোচ্চ স্কোর করলেন বিরাট কোহলি। ৫৯ বলে ৮৩ রানের ইনিংস খেলেন কোহলি। ৪টি চার ও ৪টি ছয় মারেন তিনি। বিরাট ছাড়া ক্যামেরন গ্রিন ৩৩, গ্লেন ম্যাক্সওয়েল ২৮ ও দীনেশ কার্তিক ২০ রান করেন। শেষ পর্যন্ত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৮২ রান করে আরসিবি। কলকাতার হয়ে দুটি করে উইকেট নেন হর্ষিত রানা ও আন্দ্রে রাসেল। বেঙ্গালুরুর ১৮২ রানের জবাবে কলকাতা ১৯ বল আগেই জয়ের রান তুলে দেয়। কাজে আসে না আইপিএলে কোহলির ৫২তম অর্ধশতরান। কলকাতার এই জয় বিশেষ অবদান রয়েছে তিন ব্যাটারের। শুরু থেকে নারিন (৪৭) ও ফিল সল্ট (৩০) যেভাবে খেলছিলেন তাতে বোঝাই গিয়েছে কলকাতা আজও ছন্দে রয়েছে। শেষদিকে শ্রেয়স (৩৯) ও ভেঙ্কটেশ (৫০) যা খেলেছেন তাতেই খেলার পার্থক্য হয়ে গিয়েছে।

    নারিনের ৫০০ ম্যাচ

    নিজের ৫০০তম টি-টোয়েন্টি ম্যাচ স্মরণীয় করে রাখলেন কেকেআরের ক্যারিবিয়ান অলরাউন্ডার। এদিন, নারিন ২২ বলে ৪৭ রানের ইনিংসে মেরেছেন ৫টি ছক্কা ও দুটি চার। তবে এই ম্যাচে জয়ের কৃতিত্ব নারিন ছাড়াও রাসেলকে দিলেন ক্যাপ্টেন শ্রেয়স। তিনি জানান, বোলিংয়ের সময় এদিন কেকেআর প্রচুর স্লোয়ার বল করেছে। পেসারেরা ক্রমাগত স্লোয়ার দেন যাতে রান তোলা কঠিন হয়ে যায়। এই বুদ্ধি বেরিয়েছে রাসেলের মাথা থেকেই। শ্রেয়স বলেন, “ম্যাচ শুরুর কিছু ক্ষণ পরেই রাসেল এসে আমাদের বলে দিয়েছিল, এই উইকেট থেকে বোলারদের বিশেষ কিছু পাওয়ার নেই। তাই আমরা স্লোয়ার বলের পরিকল্পনা করেছিলাম। এত দ্রুত পরিস্থিতি বুঝে যাওয়া এবং সেটা কাজে লাগানো, এটা দেখে দারুণ লেগেছে।”  এরপর শ্রেয়সের মুখে শোনা যায় নারিনের প্রশংসা। তাঁর কথায়, “নারিন মাঠে নামলে ওর একটাই কাজ, বল মাঠের বাইরে পাঠানো। যত বেশি সম্ভব রান করাই ওর কাজ। আজকের ইনিংসটা তার আদর্শ উদাহরণ। ওকে দিয়ে ওপেন করাব কি না সেটা ম্যাচের আগে ভাবনাচিন্তা করেছি। কিন্তু আজকের ইনিংসটা খুব ভাল।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share