Category: খেলা

Get updates on Sports News Cricket, Football, Tennis, from the Madhyom news portal madhyom.com, West Bengal leading news portal Madhyom.com

  • IPL 2024: নাইট শিবিরে বদলি, চিন্নাস্বামীতে আজ কলকাতার সামনে বেঙ্গালুরু

    IPL 2024: নাইট শিবিরে বদলি, চিন্নাস্বামীতে আজ কলকাতার সামনে বেঙ্গালুরু

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রথম ম্যাচে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়ে আইপিএলে (IPL 2024) যাত্রা শুরু করেছে কলকাতা নাইট রাইডার্স। শুক্রবার চলতি আইপিএলে চিন্নাস্বামীতে কোহলিদের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচ খেলতে নামছে শ্রেয়সরা। এখনও পর্যন্ত এই মরশুমে আইপিএলে ৯টি ম্যাচ হয়েছে।  ৯টি ম্যাচেই হোম টিম জিতেছে। এটাই এখনও পর্যন্ত যে কোনও আইপিএলে সর্বোচ্চ টানা হোম টিমের জয়ের ধারা। এই ধারা আজ, কলকাতা ভাঙতে পারে কি না তাই দেখার।

    নাইট শিবিরে পরিবর্তন

    ইডেনের পিচে তিন জন পেসার নিয়ে খেলেছিল কেকেআর। এ বার ম্যাচ বেঙ্গালুরুতে। সেখানকার পিচ অনুযায়ী চূড়ান্ত দল ঠিক করা হবে। তবে, এখনই উইনিং কম্বিনেশন ভাঙতে চাইছে না কেকেআর শিবির। ব্যাটিংয়ে পরিবর্তন আনা হতে পারে। গত ম্যাচে ঘরের মাঠে টপ অর্ডার রান পায়নি। বেঙ্গালুরু মণীশ পাণ্ডের ঘরের মাঠ। তাই তাঁকে সুযোগ দেওয়া হতে পারে। এরই মধ্যে নাইট শিবিরে পরিবর্তন করা হয়েছে। নিলামে কেনা আফগানিস্তানের স্পিনার মুজিব উর রহমানকে পাবে না কলকাতা নাইট রাইডার্স। তাঁর চোট রয়েছে। সেই জায়গায় আল্লা গজনফরকে দলে নিয়েছে কেকেআর। তিনি দেশের হয়ে দু’টি এক দিনের ম্যাচ খেলেছেন। এই তরুণ আফগান স্পিনারের উপর ভরসা রাখছে নাইটরা।

    রিঙ্কুর বেতন বাড়ছে

    আইপিএলে (IPL 2024) রিঙ্কু সিংকে কেকেআর প্রথম নিয়েছিল ২০ লাখ টাকায়। সেই শুরু, তারপর দিন যত এগিয়েছে ততই চওড়া হয়েছে নাইট তারকার ব্যাট। নাইট দলের মধ্যমণি আলিগড়ের এই ২৬ বছরের তারকা। যাঁকে দলের সবাই ভালবাসেন। মালিক শাহরুখ শিবিরে এসেই খোঁজ করেন রিঙ্কুর। চলতি মরশুম থেকে নাইট রিঙ্কুর বেতন  মরশুম প্রতি এক কোটি টাকা। এছাড়াও আরও বাড়তি সুবিধে পাবেন তিনি। কেকেআরের যে কতকগুলি কো স্পনসর রয়েছে, তার থেকে লভ্যাংশ বাবদ অর্থ পাবেন রিঙ্কু। পাশাপাশি, ম্যাচ প্রতি ইনসেনটিভের ক্ষেত্রেও রিঙ্কু বেশি অর্থ পাবেন। কেকেআর দলে রিঙ্কুর পাঁচবছর হয়ে গেল। তিনি এমনিতেই ম্যাচ পিছু পান পাঁচ লক্ষ টাকা। এই মরশুমে নাইট রাইডার্স তাঁকে রেখেছে চার কোটি ৭৫ লক্ষ টাকায়।  

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

     

  • IPL 2024: রানের বন্যা, এক ম্যাচে ৫২৩ রান! কামিন্সের অধিনায়কত্বেই বাজিমাত হায়দরাবাদের

    IPL 2024: রানের বন্যা, এক ম্যাচে ৫২৩ রান! কামিন্সের অধিনায়কত্বেই বাজিমাত হায়দরাবাদের

    মাধ্যম নিউজ ডেস্ক: টেস্ট ক্রিকেটের বধ্যভূমি আইপিএল (IPL 2024)! ক্রীড়া বিনোদনের মশলাদার মেলবন্ধন! দিশেহারা বোলাররা! নির্বিচারে বাউন্ডারি, ওভার বাউন্ডারি! কী নেই সানরাইজার্স হায়দরাবাদ বনাম মুম্বই ইন্ডিয়ান্সের ম্যাচে! হায়দরাবাদের মাঠে ৩৫ হাজার দর্শক দেখলেন ৪০ ওভারে উঠল ৫২৩ রান। যা রেকর্ড। ২৭৭ রান করেও স্বস্তির জয় পেল না সানরাইজার্স। বড় রানের লক্ষ্য তাড়া করে মুম্বই ইন্ডিয়ান্স তুলল ২৪৬ রান। হারল ৩১ রানে। 

    রেকর্ড রান

    টস জিতে হায়দরাবাদকে (IPL 2024) ব্যাট করতে পাঠিয়েছিলেন হার্দিক। শুরুটা করেছিলেন বিশ্বকাপ ফাইনালের নায়ক ট্রেভিস হেড। ২৪ বলে ৬২ রান করেন। ন’টি চার এবং তিনটি ছক্কা মারেন তিনি। তিন নম্বরে নেমে অভিষেক শর্মা ২৩ বলে ৬৩ রান করেন। সাতটি ছক্কা মারেন তিনি। তিনটি চার মারেন অভিষেক। এডেন মার্করাম ২৮ বলে ৪২ রান করেন। মুম্বইয়ের কোনও বোলারই ছাপ ফেলতে পারেননি। তাঁদের দুর্দশা আরও বেড়ে যায় হেনরিখ ক্লাসেন মাঠে নামার পর। দক্ষিণ আফ্রিকার এই ব্যাটার ৩৪ বলে ৮০ রান করেন। সাতটি ছক্কা, চারটি চার মারেন ক্লাসেন। প্রথমে ব্যাটিং করে হায়দরাবাদ ২৭৭ রান করে আইপিএলের ইতিহাসে এক ইনিংসে সর্বোচ্চ রানের রেকর্ড গড়ল।

    লড়াই মুম্বইয়ের

    বিরাট রানের পুঁজি নিয়েও হায়দরাবাদ শেষ ওভার পর্যন্ত স্বস্তিতে থাকতে পারল না। ট্র্যাভিস হেড, অভিষেক শর্মা, হেনরিখ ক্ল্যাসেন, আইডেন মার্করামদের আগুনে ইনিংসের পাল্টা এল রোহিত শর্মা, ঈশান কিষান, টিম ডেভিড, তিলক ভার্মা, নমন ধীরদের ছোটখাটো সুনামি ইনিংসে। তবে তাতে অবশ্য শেষ রক্ষা হল না।  রোহিত-ঈশানের ব্যাট পাওয়ার প্লেতেই ঝড় তুলেছিল। তবে রোহিত (১২ বলে ২৬), ঈশান কিষান (১৩ বলে ৩৪), নমন ধীর (১৪ বলে ৩০)-কেউই নিজেদের স্কোর বড় রানে টেনে নিয়ে যেতে পারেননি। তিলক ভার্মা শুরুর জড়তা কাটিয়ে ৩৪ বলে ৬৪ করে যান। শেষদিকে ওভার পিছু ১৬ রানের বেশি আস্কিং রেট নিয়ে ব্যাট করতে নেমে টিম ডেভিডের ব্যাট ঝলসে উঠল ২২ বলে ৪২ করে। হার্দিক আউট হওয়ার পর ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবে নামানো হয় রোমারিও শেফার্ডকে। তিনিও ৬ বলে ১৫ করে যান।

    ফের অধিনায়ক রোহিত!

    বলের মতই ব্যাট হাতে শোচনীয় হার্দিক পান্ডিয়া। ২০ বল খেলে অবদান মাত্র ২৪। তাঁর ব্যাটিংই এই রান চেজ করতে নেমে ফারাক গড়ে দিল। ব্যাট, বল, অধিনায়কত্ব সব দিক থেকেই এদিন ডাহা ফেল হার্দিক। অন্যদিকে বোলারদের বধ্যভূমিতেও স্বপ্রতিভ প্যাট কামিন্স। ৪ ওভারে ৩৫ দিয়ে তুললেন ২ উইকেট। বুঝিয়ে দিলেন তিনি কেন বিশ্বজয়ী অধিনায়ক। আর মুম্বইয়ের অলিগলিতে ফের দাবি উঠল ‘প্লিজ ব্যাক রোহিত’। আইপিএলে এটা ছিল রোহিতের ২০০তম ম্যাচ।

    একনজরে রেকর্ড

    -ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে সর্বোচ্চ স্কোর-২০ ওভারে ২৭৭/৩

    -টি-২০ ক্রিকেটের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ রান

    -একটি আইপিএল ম্যাচে সর্বাধিক ছক্কা-৩৮টি ছক্কা।

    -একটি টি২০ ম্যাচে সর্বাধিক ছক্কা-৩৮টি ছক্কা

    -আইপিএল ম্যাচে সর্বোচ্চ রান-৫২৩ রান

    -একটি টি-২০ ম্যাচে সর্বোচ্চ রান-৫২৩ রান

    -১০ ওভার শেষে দলের সর্বোচ্চ স্কোর-এসআরএইচ (১৪৮ রান)

    -আইপিএলের দ্রুততম অর্ধশতরান করলেন অভিষেক শর্মা (১৬ বল)

    -এসআরএইচ-এর দ্বিতীয় দ্রুততম অর্ধশতরান-ট্র্যাভিস হেড (১৮ বল)

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • India vs Australia: ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজের সূচি প্রকাশ, বর্ডার-গাভাসকর ট্রফিতে দিন-রাতের ম্যাচ

    India vs Australia: ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজের সূচি প্রকাশ, বর্ডার-গাভাসকর ট্রফিতে দিন-রাতের ম্যাচ

    মাধ্যম নিউজ ডেস্ক: সরকারি ভাবে প্রকাশিত হল ভারত-অস্ট্রেলিয়া (India vs Australia) টেস্ট সিরিজের সূচি। পাঁচ ম্যাচের সিরিজে এবারও থাকছে দিন-রাতের টেস্ট। বর্ডার-গাভাসকর ট্রফির প্রথম টেস্ট শুরু হবে আগামী ২২ নভেম্বর। মঙ্গলবার ভারত-অস্ট্রেলিয়ার মহিলা দলের এক দিনের সিরিজের সূচিও প্রকাশ করে ক্রিকেট অস্ট্রেলিয়া। 

    কবে থেকে খেলা

    ক্রিকেট অস্ট্রেলিয়ার (India vs Australia) সিইও নিক হকলে বলেছেন, ‘‘অবশেষে বর্ডার-গাভাসকর ট্রফি (Border-Gavaskar Trophy) অ্যাশেজ সিরিজের সম মর্যাদার হল। ১৯৯১-৯২ মরসুমের পর আবার ভারত-অস্ট্রেলিয়া পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে। এমন ভাবে সূচি তৈরি করা হয়েছে, যাতে অধিকাংশ ক্রিকেটপ্রেমী টেস্ট ম্যাচের লড়াই উপভোগ করতে পারেন। আশা করব এই টেস্ট সিরিজে সব স্টেডিয়ামেই দুর্দান্ত আবহ তৈরি হবে।’’ ঘোষিত সূচি অনুযায়ী রোহিত শর্মা-প্যাট কামিন্সেরা প্রথম টেস্ট খেলবেন পার্‌থে ২২ নভেম্বর থেকে। ৬ ডিসেম্বর থেকে অ্যাডিলেড ওভালে শুরু হবে দু’দলের দ্বিতীয় টেস্ট।  ১৪ ডিসেম্বর থেকে তৃতীয় টেস্ট শুরু হবে ব্রিসবেনে। ২৬ ডিসেম্বর থেকে শুরু হবে চতুর্থ টেস্ট। ভারত-অস্ট্রেলিয়া বক্সিং ডে টেস্ট খেলবে মেলবোর্নে। ২০২৫ সালের ৩ জানুয়ারি দু’দলের পঞ্চম তথা শেষ টেস্ট শুরু। এই ম্যাচটি হবে সিডনিতে। 

    দিন-রাতের টেস্ট

    ৬ ডিসেম্বর থেকে অ্যাডিলেড ওভালে শুরু হবে দু’দলের দ্বিতীয় টেস্ট। এই ম্যাচটি হবে দিনরাতের। খেলা হবে গোলাপি বলে। একই সময় অস্ট্রেলিয়া (India vs Australia) সফরে যাবে ভারতের মহিলা ক্রিকেট দলও। হরমনপ্রীত কৌরেরা তিন ম্যাচের এক দিনের সিরিজ খেলবেন। ভারতের পাশাপাশি পড়শি দেশ পাকিস্তানও এই গ্রীষ্মে অস্ট্রেলিয়া সফরে যাবে। ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজের ঠিক আগে, নভেম্বরের শুরুর দিকেই সীমিত ওভারের সিরিজ খেলবেন বাবর আজমরা। অজিভূমে পাকিস্তানের তিনটি করে টি-টোয়েন্টি এবং ওয়ান ডে ম্যাচ খেলার কথা।  

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • World Cup Qualifiers: এখনও আশাবাদী স্টিমাচ! বিশ্বকাপ যোগ্যতা অর্জন পর্বে দুর্বল আফগানদের কাছে হার ভারতের

    World Cup Qualifiers: এখনও আশাবাদী স্টিমাচ! বিশ্বকাপ যোগ্যতা অর্জন পর্বে দুর্বল আফগানদের কাছে হার ভারতের

    মাধ্যম নিউজ ডেস্ক: ঘরের মাঠে এগিয়ে গিয়েও দুর্বল আফগানিস্তানের কাছে ১-২ গোলে হারল ভারত। নিজের ১৫০তম আন্তর্জাতিক ম্যাচে গোল করলেন সুনীল ছেত্রী (Sunil Chhetri)। সামনে থেকেই দলকে টানার চেষ্টা করলেন। কিন্তু হঠাতই ছন্নছাড়া হয়ে যায় টিম ইন্ডিয়ার ডিফেন্স। একই সঙ্গে বারবার বল জালে জড়াবার সুযোগ পেয়েও তা হাতছাড়া করার খেসারত দেয় ভারত। ফল স্বরূপ বিশ্বকাপের যোগ্যতা অর্জন (World Cup Qualifiers) পর্বের দ্বিতীয় লেগের ম্যাচে হার মানতে হয় ইগর স্টিমাচের ছাত্রদের। 

    সুযোগ নষ্টের খেসারত

    বিশ্বকাপের যোগ্যতা অর্জনের (World Cup Qualifiers) লড়াইয়ে থাকতে হলে আফগানিস্তানের বিরুদ্ধে বড় জয় দরকার ছিল ভারতের। গুয়াহাটির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে শুরু থেকে আক্রমণাত্মক ফুটবল শুরু করেছিল তারা। ৩৬ মিনিটের মাথায় আফগান ফুটবলার আমিরি বক্সের মধ্যে হ্যান্ডবল করায় পেনাল্টি পায় ভারত। গোল করতে ভুল করেননি সুনীল। আন্তর্জাতিক কেরিয়ারে ২৫, ৫০, ৭৫, ১০০, ১২৫-এর পর ১৫০তম ম্যাচেও গোল করলেন সুনীল। আন্তর্জাতিক কেরিয়ারে ৯৪তম গোল হল তাঁর। বিরতিতে ১-০ গোলে এগিয়ে যায় ভারত। দ্বিতীয়ার্ধে বেশ কয়েকটি সুযোগ নষ্ট করে স্টিমাচের ছেলেরা। ৭০ মিনিটের মাথায় দুরন্ত গোল করে আফগানিস্তান। জোরালো শট মারেন রহমত আকবরি। বল রাহুল ভেকের পায়ে লেগে গোলে ঢুকে যায়। গোলরক্ষক গুরপ্রীত সিং সান্ধুর কিছু করার ছিল না। ৮৮ মিনিটের মাথায় বল ধরতে গিয়ে বক্সের মধ্যে ফাউল করেন গুরপ্রীত। পেনাল্টি পায় আফগানিস্তান। গোল করে দলকে এগিয়ে দেন শরিফ মুখাম্মাদ। এরপর আর ম্যাচে ফিরতে পারেননি সুনীলরা।

    কী বলছেন স্টিমাচ

    প্রথম লেগে দুর্বল আফগানিস্তানের বিপক্ষে ড্র করলেও এবার ঘরের মাঠে পরাজয়। তবে এর পরেও দল নিয়ে যথেষ্ট আশাবাদী ভারতীয় দলের হেড কোচ। তিনি বলেন, “আমি এখনো বিশ্বকাপের (World Cup Qualifiers) পরবর্তী রাউন্ডে কোয়ালিফাই করার ক্ষেত্রে যথেষ্ট আশাবাদী। তবে এই ম্যাচে আমরা যা খেলেছি, তাতে কোনও ভাবেই সন্তুষ্ট হওয়া সম্ভব নয়। প্রয়োজন মতো দলের ফুটবলারদের বদল আনা হলে ম্যাচের মধ্যে পরিবর্তন আসে। তবে এবার সেরকম কিছুই হয়নি। যদিও আসন্ন জুন মাসের ম্যাচের জন্য আমি যথেষ্ট আশাবাদী। আমরা ভালো কিছু করতে পারি।” কিন্তু দলের এই খেলায় হতাশ সমর্থকরা স্বাভাবিকভাবেই স্টিমাচ বিদায়ের দাবি তোলেন। দুর্বল প্রতিপক্ষের কাছে পরাজিত হওয়ার পর থেকেই কোচের ভূমিকা নিয়ে ওঠে একাধিক প্রশ্ন। এমনকি ম্যাচ শেষে স্টেডিয়াম ছাড়ার সময় স্টিমাচকে লক্ষ্য করে স্লোগান তুলতেও দেখা যায় ফুটবলপ্রেমীদের। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Virat Kohli: আইপিএলে ফের ২টি রেকর্ড বিরাট কোহলির নামে, কী কী নজির গড়লেন?

    Virat Kohli: আইপিএলে ফের ২টি রেকর্ড বিরাট কোহলির নামে, কী কী নজির গড়লেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: ফের দু’দুটি বিরাট রেকর্ড (Virat Kohli)। আইপিএলে সোমবারই ভারতীয় ক্রিকেটারদের মধ্যে টি-টোয়েন্টি ক্রিকেটে সব থেকে বেশি ক্যাচ ধরার নজির তৈরি করেছেন কোহলি। এর পাশাপাশি, পাঞ্জাবের কিংস ইলেভেনের বিরুদ্ধে ব্যাট করতে নেমে অর্ধশতরানও করেন তিনি। এই হাফ সেঞ্চুরির মাধ্যমে স্থাপন করলেন আরও একটি রেকর্ড। ভারতের প্রথম ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টি ক্রিকেটে ১০০টি অর্ধশত রান করলেন তিনি। টপকে গেলেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক বাবর আজমকেও।

    সব থেকে বেশি অর্ধ শতরান রয়েছে গেইলের নামে

    প্রসঙ্গত উল্লেখ্য, টি-টোয়েন্টি ক্রিকেটে সব থেকে বেশি অর্ধ শতরানের রেকর্ড রয়েছে ক্রিস গেইলের নামে। ১১০টি হাফ সেঞ্চুরির মালিক তিনি। দ্বিতীয় স্থানে রয়েছেন অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার। তাঁর অর্ধশত রানের সংখ্যা ১০৯টি। ১০০টি অর্ধশত রান করে কোহলি এখন বিশ্বের তৃতীয় ব্যাটসম্যান হলেন।

    সব থেকে বেশি ক্যাচ

    অন্যদিকে, ফিল্ডার হিসেবে জনি বেয়ারস্টোর ক্যাচ তালুবন্দি করতেই প্রথম কোনও ভারতীয় ক্রিকেটার হিসেবে সব থেকে বেশি টি-টোয়েন্টি ম্যাচে ক্যাচ ধরার রেকর্ড গড়লেন বিরাট (Virat Kohli)। জানা গিয়েছে, এর আগে পর্যন্ত যৌথভাবে এই শীর্ষস্থান ছিল সুরেশ রায়না ও বিরাট কোহলির (Virat Kohli)। দুজনই ১৭২টি ক্যাচ নিয়েছিলেন। এবার রায়নাকে টপকে নতুন রেকর্ড করলেন বিরাট কোহলি। তৃতীয় স্থানে রয়েছেন ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা। তাঁর ক্যাচের সংখ্যা ১৬৭। চতুর্থ স্থানে রয়েছেন মনীশ পান্ডে। তিনি ১৪৬টি ক্যাচ নিয়েছেন। পঞ্চম স্থানে রয়েছেন সূর্য কুমার যাদব। তাঁর ক্যাচের সংখ্যা ১৩৬।

    সবচেয়ে বেশি রান

    প্রসঙ্গত, আইপিএলের প্রথম ম্যাচেই রেকর্ড তৈরি করেন বিরাট কোহলি। প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টি ফরম্যাটে ১২ হাজার রান পূর্ণ করেন তিনি। ভারতীয় ক্রিকেটারদের মধ্যে শীর্ষে রয়েছেন কোহলি। দ্বিতীয় স্থানে রয়েছেন রোহিত শর্মা। ভারতীয় দলের অধিনায়ক টি-টোয়েন্টি ক্রিকেটে ৮১টি অর্ধশতরানে ইনিংস খেলেছেন। তৃতীয় স্থানে পাঞ্জাবের অধিনায়ক শিখর ধাওয়ান। তিনি ৭১টি অর্ধশতরান করেছেন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

     
  • IPL 2024: আইপিএলের দ্বিতীয় দফার সূচি প্রকাশ, নির্বাচন-পর্বেও ভারতভূমে চলবে খেলা

    IPL 2024: আইপিএলের দ্বিতীয় দফার সূচি প্রকাশ, নির্বাচন-পর্বেও ভারতভূমে চলবে খেলা

    মাধ্যম নিউজ ডেস্ক: ৮ এপ্রিল থেকেই শুরু হয়ে যাচ্ছে দ্বিতীয় পর্বের আইপিএল (IPL 2024)। দ্বিতীয় পর্বের সূচি ঘোষণা করা হল সোমবার। লোকসভা নির্বাচন শুরু হবে ১৯ এপ্রিল। নির্বাচন হবে সাত দফায়। এই সময়ই খেলা হবে আইপিএলেরও। বিদেশ নয়, খেলা হবে দেশেই। সূচি অনুযায়ী, আইপিএলের ফাইনাল খেলা হবে ২৬ মে, চেন্নাইয়ে।

    ক্রীড়াসূচি (IPL 2024)

    কোয়ালিফায়ার ১ হবে ২১ মে এবং এলিমিনেটর হবে তার পরের দিন। খেলা হবে আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। ২৪ মে কোয়ালিফায়ার ২ হবে চেন্নাইয়ে। প্রথম পর্বের মতো (IPL 2024) দ্বিতীয় পর্বও শুরু হবে চেন্নাই সুপার কিংসের ম্যাচ দিয়ে। খেলা হবে রাতে, চিপকেতে তারা মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্সের। লোকসভা নির্বাচনের সময় আইপিএল হয়েছিল আগেও। সেটা ২০০৯ সাল। সেবার আইপিএল হয়েছিল দক্ষিণ আফ্রিকায়। তার পরের লোকসভা নির্বাচনের সময় আইপিএলের অর্ধেক ম্যাচ হয়েছিল সংযুক্ত আরব আমিরশাহিতে। উনিশের আইপিএলের সবকটি খেলাই হয়েছিল ভারতভূমে। এবারও সেটাই হবে। তবে ক্রীড়াসূচি এমনভাবে তৈরি করা হয়েছে যে, যখন দেশের যে অংশে নির্বাচন হবে, সেই অংশে তখন ম্যাচ হবে না।

    দ্বিতীয় দফার সূচি

    দ্বিতীয় দফার সূচিতে (IPL 2024) দুটি ম্যাচ হবে ধর্মশালায়। চেন্নাই ও বেঙ্গালুরুর বিরুদ্ধে এই ম্যাচ দুটি খেলবে পঞ্জাব কিংস, হোম ম্যাচ হিসেবে। খেলা হবে মে মাসের ৫ ও ৯ তারিখে। রাজস্থান রয়্যালসের হোম গ্রাউন্ড হিসেবে পরিচিত গুয়াহাটিতেও হবে দুটি ম্যাচ। সেখানে তারাও খেলবে দুটি ম্যাচ। একটিতে তাদের প্রতিপক্ষ পঞ্জাব, অন্যটিতে কলকাতা। খেলা হবে মে মাসের ১৫ ও ১৯ তারিখে। গ্রুপ পর্বের খেলা শেষ হবে ২০ মে। ২২ মে থেকে শুরু হবে প্লে অফের খেলা। এবার আইপিএলের উদ্বোধনী ম্যাচ হয়েছিল চেন্নাইতে। ২৬ মে ফাইনাল খেলাও হবে চেন্নাইতেই। উদ্বোধনী ম্যাচে সম্মুখ সমরে নেমেছিল চেন্নাই সুপার কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। পাঁচবারের চাম্পিয়ন চেন্নাই সুপার কিংসের জয়ের মাধ্যমে শুরু হয়েছিল টুর্নামেন্ট (IPL 2024)।

    আরও পড়ুুন: ৫০ লক্ষ টাকা দেওয়ার কথা রাখেননি দেব, ঘাটালে পড়ল পোস্টার, শোরগোল

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     
  • ISL 2023-24: মোহনবাগানের পথ কঠিন! ৩২ সেকেন্ডে গোল করেও ওড়িশার বিরুদ্ধে হার ইস্টবেঙ্গলের

    ISL 2023-24: মোহনবাগানের পথ কঠিন! ৩২ সেকেন্ডে গোল করেও ওড়িশার বিরুদ্ধে হার ইস্টবেঙ্গলের

    মাধ্যম নিউজ ডেস্ক: লিগের শীর্ষে থাকা ওড়িশার বিরুদ্ধে এগিয়ে যাওয়ার পরেও জেতা হল না লাল-হলুদের (ISL 2023-24)। ওড়িশার বিরুদ্ধে ৩২ সেকেন্ডে গোল করে এগিয়ে গিয়েছিল ইস্টবেঙ্গল। আইএসএলে সেটাই ইস্টবেঙ্গলের দ্রুততম গোল। কিন্তু জয় অধরাই থেকে গেল। ২-১ গোলে ওড়িশার কাছে হেরে আইএসএ প্লে-অফ থেকে ছিটকে গেল ইস্টবেঙ্গল। লাল-হলুদ শিবিরের হতাশা দেখা গিয়েছে সবুজ-মেরুন সমর্থকদের মধ্যেও। আইএসএলে ওড়িশার বিপক্ষে এই ম্যাচ ইস্টবেঙ্গল জিতলে পয়েন্ট তালিকায় লাভ হতো মোহনবাগান সুপার জায়ান্টের।

    ইতিহাস গড়েও জয় অধরা

    বৃহস্পতিবার ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে উত্তেজনায় ঠাসা ম্যাচ শুরু হতেই সকলকে চমকে গোল করে এগিয়ে গিয়েছিল ইস্টবেঙ্গল। পিভি বিষ্ণু ৩২ সেকেন্ডের মাথায় একক দক্ষতায় দুর্দান্ত এক গোল করে দলকে এগিয়ে দিলেও তাঁর এই মনে রাখার মতো গোল দলের কাজে এল না। ৪০ মিনিটের মাথায় পেনাল্টি থেকে গোল করে সমতা আনেন ওডিশার দলের ব্রাজিলীয় ফরোয়ার্ড দিয়েগো মরিসিও ও ৬১ মিনিটের মাথায় কর্নার থেকে গোল করে দলকে জয় এনে দেন ম্যাচের সেরা ফুটবলার মিডফিল্ডার প্রিন্সটন রেবেলো। ইস্টবেঙ্গলের ডিফেন্ডারদের ভুল কাজে লাগিয়েই এই দু’টি গোল পায় ওডিশা এফসি।

    প্লে-অফের পথ কঠিন

    এই ম্যাচ হারের ফলে ইস্টবেঙ্গলের সামনে সমূহ বিপদ। গত ম্যাচে জিতে ছ’নম্বর জায়গাটার দৌড়ে তারা অনেকটাই এগিয়ে গিয়েছিল। কিন্তু বৃহস্পতিবার ওড়িশার কাছে হেরে তাদের সেরা ছয়ে যাওয়ার রাস্তা ফের বেশ কঠিন হয়ে গেল। তাদের পরবর্তী তিনটি ম্যাচ এফসি গোয়া, মোহনবাগান এসজি ও কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে। পরের তিন ম্যাচেই তাদের সামনে কঠিন প্রতিপক্ষ। এই তিন ম্যাচে অসাধ্য সাধন করার চ্যালেঞ্জ নিয়ে মাঠে নামতে হবে ক্লেটন সিলভাদের। সেই চ্যালেঞ্জ জিততে পারলে তবেই তাদের প্লে-অফে জায়গা পাকা হতে পারে। 

    মোহনবাগানেরও শক্ত লড়াই

    বৃহস্পতিবার ম্যাচে চলতি লিগের দশ নম্বর জয় পেয়ে ১৭ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে লিগ টেবলের শীর্ষেই রয়ে গেল সের্খিও লোবেরার দল। শনিবার পাঞ্জাব এফসি যদি মুম্বই সিটি এফসি-র বিরুদ্ধে হেরে যায়, তা হলে সে দিনই প্লে-অফে জায়গা পাকা করে ফেলবে ওড়িশা। দ্বিতীয় স্থানে রয়েছে মুম্বই সিটি এফসি। তারা ১৬টা খেলে ৩২ পয়েন্ট পেয়েছে। এরপর রয়েছে মোহনবাগান। ১৫ ম্যাচে ৩০ পয়েন্ট তাদের। ওড়িশার বিপক্ষে যদি ইস্টবেঙ্গল জিতত তাহলে মোহনবাগানের কাছে সুযোগ থাকত মার্চের প্রথম দিনেই তালিকায় শীর্ষে উঠে যাওয়ার।

    মোহনবাগান ১ মার্চ তাদের ১৬তম ম্যাচ খেলতে নামবে জামশেদপুর এফসির বিরুদ্ধে। সেই ম্যাচটা জিতলে তাদের পয়েন্ট হবে ৩৩। আর কলিঙ্গবাহিনী যদি ইস্টবেঙ্গলের কাছে হারত তাহলে তাদের পয়েন্ট হত ৩২। সেক্ষেত্রে শীর্ষে উঠে যেত মোহনবাগান। যদি ওড়িশা ড্র করত, তাহলে তাদের পয়েন্ট হতো ৩৩। সেক্ষেত্রে দেখা হত গোল পার্থক্য। কিন্তু এখন জামশেদপুর এফসিকে হারাতে পারলে মোহনবাগান দ্বিতীয় স্থানে উঠে যাবে। তবে মোহনবাগান শীর্ষে উঠতে না পারলেও তারা ওড়িশার থেকে একটা ম্যাচ কম খেলেছে। ফলে একটা সুযোগ থাকবে সবুজ-মেরুনের। সেক্ষেত্রে বাকি ম্যাচগুলোতে জিতলে লিগ তালিকার শীর্ষে উঠতে পারবে মোহনবাগান।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Mohammed Shami: ‘‘দ্রুত সুস্থ হয়ে উঠুন’’, ফের শামির পাশে প্রধানমন্ত্রী, ধন্যবাদ জানালেন পেসারও

    Mohammed Shami: ‘‘দ্রুত সুস্থ হয়ে উঠুন’’, ফের শামির পাশে প্রধানমন্ত্রী, ধন্যবাদ জানালেন পেসারও

    মাধ্যম নিউজ ডেস্ক: আবারও মহম্মদ শামিকে (Mohammed Shami) বুকে টেনে নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। দেশের তারকা পেসারের সদ্য অস্ত্রোপচার হয়েছে। তাঁর পাশে থেকে দ্রুত আরোগ্য কামনা করলেন প্রধানমন্ত্রী। দেশের সর্বময় কর্তার কাছ থেকে শুভেচ্ছাবার্তা পেয়ে পালটা ধন্যবাদ জানিয়েছেন শামিও সঙ্গে কৃতজ্ঞতা প্রকাশও করেন বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট সংগ্রাহক।

    শামির আরোগ্য কামনা প্রধানমন্ত্রীর

    বিশ্বকাপের পর থেকেই ক্রিকেটের বাইরে রয়েছেন মহম্মদ শামি (Mohammed Shami)। তাঁর গোড়ালিতে চোট রয়েছে। লন্ডনে তাঁর অস্ত্রোপচার করানো হয়েছে। সেই ছবি সোমবার রাতে পোস্ট করেন শামি। সমাজমাধ্যমে সেই ছবি দেখে মোদি তাঁর উদ্দেশে লেখেন, “আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন, এই কামনা করি। আমি আশাবাদী, আপনার এই চোট দ্রুত সেরে যাবে। সাহসের সঙ্গে আপনি এই সময়ের মোকাবিলা করবেন।” 

    কৃতজ্ঞতা শামির

    মোদির এই পোস্টের পরে উত্তর দেন শামিও (Mohammed Shami)। তিনি লেখেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ব্যক্তিগত ভাবে আমার জন্য কিছু লিখেছেন। এটাই পরম প্রাপ্তি। তিনি আমার দ্রুত সুস্থতার কামনা করেছেন। তাঁর এই বার্তা আমার খুবই ভাল লেগেছে। মোদি স্যারকে ধন্যবাদ।  কঠিন সময় এভাবেই আমার পাশে থাকবেন। আমি দ্রুত সুস্থ হওয়ার চেষ্টা করছি। সেই সঙ্গে সকলকে ধন্যবাদ আমার সুস্থতা কামনা করার জন্য।”

    শামির অস্ত্রোপচার

    সোমবার, ২৬ ফেব্রুয়ারি শামির গোড়ালির অস্ত্রোপচার সম্পন্ন হয়। অ্যাকিলিস টেন্ডন মেরামতের জন্য গোড়ালিতে অপারেশন করালেন টিম ইন্ডিয়ার তারকা পেসার। সেই অস্ত্রোপচার সফল হয়েছে। তবে তাঁর সম্পূর্ণ ফিটনেস ফিরে পেতে এবং বল হাতে বাইশ গজের যুদ্ধে নামতে সময় লাগবে। অস্ত্রোপচারের পর শামি হাসপাতালের বিছানায় শুয়ে নিজের কিছু ছবি পোস্ট করেন। সেখানে তিনি লিখেছিলেন, “আমার গোড়ালির অস্ত্রোপচার সফল ভাবে হয়েছে। সুস্থ হতে সময় লাগবে। খুব তাড়াতাড়ি নিজের পায়ে দাঁড়াতে চাই।”

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

  • India vs England: অভিষেকেই দীপ জালালেন বাংলার আকাশ, ‘বাজবল’ ছেড়ে ধরে খেলতে বাধ্য হল ইংল্যান্ড

    India vs England: অভিষেকেই দীপ জালালেন বাংলার আকাশ, ‘বাজবল’ ছেড়ে ধরে খেলতে বাধ্য হল ইংল্যান্ড

    মাধ্যম নিউজ ডেস্ক: রাঁচীতেই দেশের হয়ে টেস্ট ক্রিকেটে (India vs England) অভিষেক হল বাংলার তরুণ পেসার আকাশ দীপের। প্রথম দিনেই নজর কাড়লেন আকাশ। বুমরার অভাব আপাতত বোঝা গেল না আকাশের জন্য। তিন উইকেট নিলেন তিনি। তাঁর ভেলকিতেই চতুর্থ টেস্টের প্রথম দিনে প্রথম সেশনে দাপট দেখাল ভারত। রাঁচীতে প্রথম ২ ঘণ্টায় ৫ উইকেট হারিয়ে ‘বাজবল’ ভুলে গেলেন বেন স্টোকসেরা। ধাক্কা সামলাতে ব্রেন্ডন ম্যাকালামের দল ফিরল টেস্ট ক্রিকেটের ধ্রুপদী ব্যাটিংয়ে। ইংল্যান্ডকে লাল বলের ক্রিকেটের রুটে (শিকড়) ফেরালেন প্রাক্তন অধিনায়ক জো রুট। তাঁর শতরানের ইনিংসে ভর করে চতুর্থ টেস্টে প্রথম দিনের শেষে ইংল্যান্ডের রান ৭ উইকেটে ৩০২।

    রুটের শতরান

    এদিন টস জিতেও সুবিধা করতে পারলেন না স্টোকসেরা। অভিষেককারী আকাশের দাপটে ৫৭ রানেই ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ইংল্যান্ড (India vs England)। বাংলার জোরে বোলারের বলে পর পর ফিরে যান বেন ডাকেট (১১), অলি পোপ (শূন্য), জ্যাক ক্রলিরা (৪২)। দলের হাল ধরলেন রুট। রুট ২২ গজে সঙ্গে পেলেন ভারত সফরে এসে রান না পাওয়া বেয়ারস্টোকে। উইকেটরক্ষক-ব্যাটার খেললেন ৩৮ রানের ইনিংস। যদিও রান পেলেন না স্টোকস (৩)। রুটকে কিছুটা সঙ্গ দিলেন উইকেটরক্ষক-ব্যাটার বেন ফোকস। তাঁর ব্যাট থেকে এল ৪৭ রানের ইনিংস। ভরসা দিতে পারলেন না টম হার্টলি। দিনের শেষে রুটের সঙ্গে অপরাজিত আছেন অলি রবিনসন (৩১)। এদিন টেস্টে নিজের ৩১তম শতরান পেলেন রুট। দিনের শেষে তিনি অপরাজিত ১০৬ রানে।

    আরও পড়ুন: শাহরুখ থেকে সৌরভ চাঁদের হাট, শুরু হচ্ছে উইমেন্স প্রিমিয়ার লিগ

    আকাশের দাপট

    প্রথম দিন ৩ উইকেটে নিয়েছেন আকাশ। তাঁর বোলিংয়ের প্রশংসা করেছেন সবাই। দিনের খেলা শেষে আকাশ বলেন, “খুব ভাল লাগছে। প্রথমের দিকে পিচ থেকে সাহায্য পাচ্ছিলাম। সেটা কাজে লাগাতে পেরেছি।” আকাশ ছাড়াও এদিন মহম্মদ সিরাজ ২ উইকেট নিয়েছেন। ১টি করে উইকেট পেয়েছেন রবিচন্দ্রন অশ্বিন এবং রবীন্দ্র জাদেজা। প্রথম দিন উইকেটহীন থাকতে হয় কুলদীপ যাদবকে। অশ্বিন এদিন ইংল্যান্ডের বিরুদ্ধে ১০০ তম উইকেট নেন। ভারতের অন্য কোনও বোলারের এই কৃতিত্ব নেই।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

     

  • IPL 2024: আইপিএলে সুযোগ পেয়েছে ছেলে, বাবা বিমানবন্দরে নিরাপত্তা দিলেন রোহিতদের

    IPL 2024: আইপিএলে সুযোগ পেয়েছে ছেলে, বাবা বিমানবন্দরে নিরাপত্তা দিলেন রোহিতদের

    মাধ্যম নিউজ ডেস্ক: ঝাড়খণ্ডের প্রথম আদিবাসী ক্রিকেটার হিসাবে আইপিএলে সুযোগ পেয়েছেন রবিন মিঞ্জ। রাতারাতি ৩.৬ কোটি টাকার মালিক হন রবিন। কিন্তু সেই রবিনের বাবাকে কী কেউ চেনেন? তিনি বিমানবন্দরে রোহিত শর্মা, বেন স্টোকসদের নিরাপত্তা দেওয়ার কাজে ব্যস্ত। রোহিতরা তাঁকে চিনতেও পারলেন না। এই রোহিতের দল মুম্বই ইন্ডিয়ান্সও কিন্তু গত বছর আইপিএল নিলামে রবিনের জন্য দর হাঁকিয়েছিলেন। যদিও শেষ পর্যন্ত গুজরাট কিনে নেয় রবিনকে।

    বাবার স্বপ্ন

    রবিনের বাবা ফ্রান্সিস জেভিয়ার মিঞ্জের স্বপ্নও ছিল খেলোয়াড় হওয়ার। তিনি গ্রামে হকি এবং ফুটবল খেলেছেন। অ্যাথলেটিক্সেও নেমেছেন। দিল্লির সাই-তে ফুটবল শিবিরেও ডাক পেয়েছিলেন। কিন্তু গ্রামে কোনও স্টুডিয়ো না থাকায় ছবি তুলতে পারেননি। তাই শিবিরে যোগ দেওয়া হয়নি। কিন্তু ছেলে যাতে খেলাধুলো করে তার জন্য শুরু থেকেই জোর দিয়েছিলেন। ছোটবেলায় নিজেই কাঠ কেটে ছেলেকে ব্যাট বানিয়ে দিয়েছিলেন। পরে মাথায় আসে কোচিং অ্যাকাডেমিতে ভর্তি করিয়ে দেওয়ার। সেটাই কাজে লাগে।

    রবিনের সাফল্য

    ঝাড়খণ্ডের ভূমিপুত্র মহেন্দ্র সিং ধোনিকে দেখেই বড় হয়েছিলেন রবিন।  নিজের জোরেই বড় মঞ্চে জায়গা করেছেন রবিন। এখন তাঁকে ধোনি এতটাই পছন্দ করেন, যে আইপিএল নিলামের আগে কথা দিয়েছিলেন, আর কোনও দল না নিলেও রবিনকে চেন্নাই সুপার কিংস নেবেই। ছেলে আইপিএলে জায়গা করে নিয়েছেন কিন্তু বাবা এখনও অপরিচিত। বিমানবন্দর থেকে রোহিতেরা বেরনোর সময় ফ্রান্সিসের পাশ দিয়ে গেলেও তাঁকে চিনতে পারেননি। ফ্রান্সিস বলেছেন, “কেন চিনবে? আমি এখানে স্রেফ একজন নিরাপত্তারক্ষী। অনেকের মধ্যে একজন।” 

    আরও পড়ুন: শাহরুখ থেকে সৌরভ চাঁদের হাট, শুরু হচ্ছে উইমেন্স প্রিমিয়ার লিগ

    পাওয়ার হিটার রবিন

    ঝাড়খণ্ডের রবিন মিঞ্জ একজন অত্যন্ত প্রতিভাবান নবীন ক্রিকেটার। যিনি ঘরোয়া ক্রিকেটে তাঁর পারফরম্যান্সের মধ্যে দিয়ে নজির গড়েছেন। তাঁকে দলে নিয়েছে গুজরাট টাইটানস ফ্র্যাঞ্চাইজি। এই কিপার ব্যাটারকে ৩.৬ কোটিতে কিনেছে শুভমন গিলের গুজরাট দল। তবে মিঞ্জকে গুজরাট দলে নিলেও তাঁর জন্য নিলামের টেবিলে হাড্ডাহাড্ডি লড়াই করেছে চেন্নাই সুপার কিংস এবং মুম্বই ইন্ডিয়ান্সের মতন আইপিএলের অন‌্যতম সফল দুই দলও। শেষ পর্যন্ত দিল্লি ক্যাপিটালস দলকে নিলামের লড়াইতে হারিয়ে রবিনকে দলে নিয়েছে গুজরাট টাইটানস। রবিন মিঞ্জ একজন পাওয়ার হিটার। ক্লাব ক্রিকেটে তিনি পাওয়ার হিটার হিসেবে পরিচিত। তাঁর স্ট্রাইক রেট ১৪০’র পাশাপাশি। এখন বাবার স্বপ্ন রোহিতদের মতোই কোনও একদিন রবিনের গায়েও উঠবে ভারতীয় দলের জার্সি।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

LinkedIn
Share