Category: খেলা

Get updates on Sports News Cricket, Football, Tennis, from the Madhyom news portal madhyom.com, West Bengal leading news portal Madhyom.com

  • ICC: ক্রিকেটে নয়া নিয়ম! সময় নষ্ট বন্ধ করতে উদ্যোগী আইসিসি, আসছে স্টপ-ক্লক

    ICC: ক্রিকেটে নয়া নিয়ম! সময় নষ্ট বন্ধ করতে উদ্যোগী আইসিসি, আসছে স্টপ-ক্লক

    মাধ্যম নিউজ ডেস্ক: নির্দিষ্ট সময়ের মধ্যে ওভার শেষ করতে সক্রিয় আইসিসি। ক্রিকেট ম্যাচে সময় নষ্ট করা আটকাতে নতুন পদক্ষেপ হিসেবে সাদা বলের ক্রিকেটে স্টপ-ক্লক (Stop-Clock) চালু করতে চলেছে আইসিসি (ICC)। ২০২৩-এর ডিসেম্বর থেকে ২০২৪ সালের এপ্রিল মাস পর্যন্ত পরীক্ষামূলকভাবে স্টপ-ক্লক ব্যবহার করা হবে। এক ওভার শেষ হওয়ার পর পরের ওভার শুরু করতে ফিল্ডিং টিম অতিরিক্ত সময় নিয়ে ফেলছে কি না, সেটাই মেপে দেখা হবে স্টপ-ক্লকে।

    স্টপ ওয়াচ-এর ব্যবহার

    সদ্য শেষ হওয়া বিশ্বকাপেও একাধিক দলকে মন্থর বোলিংয়ের জন্য শাস্তি পেতে হয়েছে। এই সমস্যা সমাধানে নতুন নিয়ম আনতে চলেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। একটি দল নির্দিষ্ট সংখ্যক ওভার শেষ করতে ঠিক কত সময় নিচ্ছে, তা নিশ্চিত করতে স্টপ ওয়াচ ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আপাতত পরীক্ষামূলক ভাবে ব্যবহার করা হবে স্টপ ওয়াচ। বিশ্বকাপ ফাইনালের আগে আমদাবাদে হওয়া আইসিসির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২০২৩ সালের ডিসেম্বর থেকে ২০২৪ সালের এপ্রিল পর্যন্ত সব আন্তর্জাতিক এক দিনের এবং টি-টোয়েন্টি ম্যাচে এই পদ্ধতির পরীক্ষামূলক ব্যবহার করা হবে।

    আরও পড়ুন: ঘরের মাঠে অপরাজেয় তকমা হাতছাড়া! কাতারের বিরুদ্ধে ৩-০ গোলে হার ভারতের

    নয়া নিয়মে জরিমানা

    নতুন নিয়মে বলা হয়েছে, প্রতিটি ওভার শেষ হওয়ার ১ মিনিটের মধ্যে পরের ওভার করার জন্য প্রস্তুত হতে হবে দলগুলিকে। নিয়ম না মানলে থাকছে জরিমানা। নতুন ওভার শুরু করতে ১ মিনিটের বেশি দেরি ফিল্ডিং টিম যদি তিনবার করে ফেলে, তাহলে তাদের পাঁচ রান জরিমানা হবে। ব্যাটিং টিম ভালো খেললে অনেক সময় খেলার গতি মন্থর করে দেওয়ার চেষ্টা করে বোলাররা। তাতে সম্পূর্ণ মদত থাকে অধিনায়ক এবং অন্যান্য ফিল্ডারদের। এসব আটকাতেই স্টপ-ক্লকের আমদানি। আইসিসি কর্তাদের ধারণা নতুন এই নিয়ম দুই ওভারের মাঝে ক্রিকেটারদের সময় নষ্ট করার প্রবণতা কমাবে। তাতে বৃদ্ধি পাবে খেলার গতি। মন্থর বোলিংয়ের প্রবণতা কমানোর পাশাপাশি পিচ এবং আউটফিল্ডের মানের সার্বিক উন্নয়নের উপরেও গুরুত্ব দেওয়া হয়েছে আইসিসির বৈঠকে।

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • India vs Qatar: ঘরের মাঠে অপরাজেয় তকমা হাতছাড়া! কাতারের বিরুদ্ধে ৩-০ গোলে হার ভারতের

    India vs Qatar: ঘরের মাঠে অপরাজেয় তকমা হাতছাড়া! কাতারের বিরুদ্ধে ৩-০ গোলে হার ভারতের

    মাধ্যম নিউজ ডেস্ক: বিশ্বকাপের যোগ্যতা অর্জন (FIFA World Cup Qualifiers) পর্বে দ্বিতীয় ম্যাচেই ধাক্কা খেল ভারত। এশিয়ান চ্যাম্পিয়ন কাতারের বিরুদ্ধে ০-৩ গোলে পরাজিত হল ব্লু টাইগার্সরা। আপাতত দুই ম্যাচ খেলে একটি জয় ও একটি হারের সুবাদে গ্রুপ ‘এ’-তে ভারতীয় দল দ্বিতীয় স্থানে রয়েছে। কাতার দুই ম্যাচ জিতে আপাতত শীর্ষে। 

    পরপর তিনটি গোল কাতারের

    বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে প্রথম ম্যাচে কুয়েতকে হারিয়েছিলেন সুনীলরা। ফলে এই ম্যাচে ভারতকে নিয়ে আশা বাড়ে। নিজেদের গত ম্য়াচ থেকে এই ম্যাচের প্রথম একাদশে ভারতীয় দল পাঁচ বদল করে মাঠে নামে। অমরিন্দর সিংহের বদলে তেকাঠির নিচে গোল আগলানোর দায়িত্ব দেওয়া হয় গুরপ্রীত সিং সান্ধুকে। গোলের দরজা খুলতে বেশি সময় লাগেনি কাতারের। চার মিনিটে মুস্তাফা নিজের দলকে ম্যাচে এগিয়ে দেন। প্রথমার্ধ কাতারের পক্ষে ১-০ শেষ হয়। দ্বিতীয়ার্ধে আলমোয়েজ গোল করে ব্যবধান দ্বিগুণ করেন। ম্যাচের ৮৬ মিনিটে কাতারের হয়ে হেডে তৃতীয় গোলটি করে কফিনে শেষ পেরেকটি পুঁতে দেন ইউসুফ।

    ঘরের মাঠেও হার

    এর আগে ভারত ঘরের মাঠে টানা ১৫ ম্যাচ অপরাজিত ছিল। তাই মঙ্গলবার ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে ভারতীয় দলের জন্য স্বপ্নের জাল বুনেছিলেন কোচ স্টিম্যাচ। কিন্তু এদিন ঘরের মাঠে শক্তিশালী কাতারের সঙ্গে পেরে উঠল না ভারত। খেলা দেখতে এদিন স্টেডিয়ামে উপস্থিত ছিলেন  আর্সেনালের প্রাক্তন কোচ আর্সেন ওয়েঙ্গার। বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে  এরপর ভারতীয় দল আফগানিস্তানের বিরুদ্ধে মার্চ মাসে হোম এবং অ্যাওয়ে লেগের ম্যাচ খেলবে। তারপর কুয়েতের বিরুদ্ধে ম্যাচ। গ্রুপে শীর্ষে থাকা দুই দল ফিফা বিশ্বকাপে যোগ্যতা অর্জন পর্বের তৃতীয় রাউন্ডে পৌঁছবে।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Team India: ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-২০ সিরিজের দল ঘোষণা ভারতের, অধিনায়ক কে জানেন?

    Team India: ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-২০ সিরিজের দল ঘোষণা ভারতের, অধিনায়ক কে জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: বিশ্বকাপের ফাইনালের ঠিক পরের দিনই ঘোষণা করা হল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের নতুন দল। বৃহস্পতিবার থেকেই টি-টোয়েন্টি সিরিজ শুরু হচ্ছে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। সোমবার রাতে নতুন দল ঘোষণা করে বিসিসিআই (Team India)। পুরো বিশ্বকাপে চোটের জন্য বাইরে ছিলেন হার্দিক পান্ডিয়া। এখনও পর্যন্ত তিনি পুরোপুরি সুস্থ হননি। সে কারণে টি-টোয়েন্টি সিরিজে (Team India) দলকে নেতৃত্ব দেবেন সূর্যকুমার যাদব।

    বিশ্বকাপ দলের কারা থাকলেন

    জানা গিয়েছে, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের প্রথম তিনটি ম্যাচে সহ-অধিনায়ক থাকবেন ঋতুরাজ এবং শেষ দুটি ম্যাচে সহ-অধিনায়ক হিসেবে দেখা যাবে শ্রেয়স আইয়ারকে। বিশ্বকাপের দলে খেলা খেলোয়াড় হিসেবে সূর্য কুমার যাদব ছাড়াও রয়েছেন প্রসিদ্ধ কৃষ্ণ এবং ঈশান কিসান। মনে করা হচ্ছে, এই তিনজনই বিশ্বকাপে যথেষ্ট খেলার সুযোগ পাননি। তাই তাঁদের টি-টোয়েন্টি (Team India) দলে নেওয়া হয়েছে। বিশ্বকাপের খেলার ধকল নিতে হয়েছে সব সিনিয়র ক্রিকেটারদেরই। তাই বেশিরভাগজনকেই বিশ্রাম দেওয়া হয়েছে। টি-টোয়েন্টি সিরিজের যে দল ঘোষণা হল সেটি দেখেই বোঝা যাচ্ছে, এশিয়ান গেমসে যাঁরা খেলতে গিয়েছিলেন, তাঁদের অনেকেই এখানে সুযোগ পেয়েছেন। ভারতীয় দলের জার্সি গায়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মাঠে নামতে দেখা যাবে আইপিএলের কলকাতা নাইট রাইডার্সের রিঙ্কু সিংকে। বাংলার মুকেশ কুমারও রয়েছেন দলে। প্রসঙ্গত, আগামী বছরই টি-টোয়েন্টি বিশ্বকাপ রয়েছে। সেই লক্ষ্যেই এগিয়ে যেতে চাইছে ভারতীয় দল। টি-টোয়েন্টি ফরম্যাটে তরুণ ক্রিকেটারদের একবার খেলিয়ে নিতে চাইছে ভারত।

    ভারতের ঠাসা ক্রিকেট-সূচি

    জানা গিয়েছে, টি-টোয়েন্টি সিরিজ (Team India) শেষ হওয়ার পরেই টিম ইন্ডিয়া যাবে দক্ষিণ আফ্রিকা সফরে। সেখানে রোহিত শর্মারা টেস্ট, ওয়ান ডে এবং টি-টোয়েন্টি সিরিজ খেলবেন। আগামী ১০ ডিসেম্বর থেকে ৭ জানুয়ারি পর্যন্ত দক্ষিণ আফ্রিকায় দুটি টেস্ট ম্যাচের সিরিজ, তিনটে ওয়ানডে এবং টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলা হবে। দক্ষিণ আফ্রিকা সিরিজ শেষ করে ভারতীয় দল দেশে ফিরলে শুরু হবে আফগানিস্তানের সিরিজ। ১১ জানুয়ারি থেকে ১৭ জনুয়ারি পর্যন্ত আফগানিস্তানের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারতীয় দল (Team India)। আফগানিস্তানের পরেই শুরু হবে ভারত-ইংল্যান্ড সিরিজ। ২৫ জানুয়ারি থেকে শুরু হবে সেই সিরিজ।

    অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের স্কোয়াড

    সূর্যকুমার যাদব (অধিনায়ক), ঋতুরাজ গায়কোয়াড (সহ-অধিনায়ক), ঈশান কিসান, আবেশ খান, মুকেশ কুমার, অর্শদীপ সিং, রিঙ্কু সিং, যশস্বী জয়সোয়াল, তিলক ভার্মা, জিতেশ শর্মা, ওয়াশিংটন সুন্দর, অক্ষর প্যাটেল, শিবম দুবে, রবি বিষ্ণোই, প্রসিদ্ধ কৃষ্ণ।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Shakib Al Hasan: বাংলাদেশের সাধারণ নির্বাচনে প্রার্থী হচ্ছেন সাকিব আল হাসান?

    Shakib Al Hasan: বাংলাদেশের সাধারণ নির্বাচনে প্রার্থী হচ্ছেন সাকিব আল হাসান?

    মাধ্যম নিউজ ডেস্ক: বিশ্বকাপে জঘন্য পারফরম্যান্স দেখিয়েছে সাকিব আল হাসানের (Shakib Al Hasan) নেতৃত্বে বাংলাদেশ ক্রিকেট দল। শ্রীলঙ্কার ক্রিকেটারকে টাইম আউট করা নিয়ে বিতর্কও কম ওঠেনি। উঠেছে নৈতিকতা নিয়ে প্রশ্নও। এবার দেশে ফিরে জাতীয় ক্রিকেট দলের ক্যাপ্টেন সাকিব রাজনীতিতে যোগদান দিচ্ছেন এমনই জোর চর্চা শুরু হয়েছে বাংলাদেশে। জল্পনা অবশ্য বেশ কয়েকদিন ধরেই চলছে। সূত্রের খবর, তিনটি আসনের জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সাকিব আল হাসান।

    আওয়ামী লিগের প্রার্থী হবেন সাকিব?

    ক্ষমতাসীন রাজনৈতিক দল আওয়ামী লিগের হয়ে মনোনয়নপত্র কিনেছেন তিনি (Shakib Al Hasan)। এমনটাই জানা গিয়েছে। অর্থাৎ আগামী ৭ জানুয়ারি হতে চলা বাংলাদেশের সাধারণ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে দেখা যেতে পারে সাকিবকে। শেখ হাসিনার দলের হয়ে বাংলাদেশের নির্বাচন লড়তে পারেন বাংলাদেশের অধিনায়ক। সূত্রের খবর সাকিবুল হাসানের হয়ে এক প্রতিনিধি ঢাকায় আওয়ামী লিগের দফতরে যান এবং সেখান থেকেই মনোনয়নপত্র নিয়ে আসেন। বাংলাদেশের জনপ্রিয় সংবাদপত্র প্রথম আলোকে দেওয়া সাক্ষাৎকারে সাকিবের এক আত্মীয় জানান যে বর্তমানে সাকিব (Shakib Al Hasan) দেশের বাইরে রয়েছেন এবং দেশে ফেরার পরই মনোনয়নপত্র জমা দেবেন তিনি।

    কী বলছে আওয়ামী লিগ? 

    অন্যদিকে আওয়ামী লিগের এক শীর্ষ নেতা বাহাউদ্দিন নাসিম জানিয়েছেন ঢাকার ১০ নম্বর আসন থেকে সাকিবের হয়ে মনোনয়নপত্র সংগ্রহ করে নিয়ে গিয়েছেন একজন। জানা গিয়েছে, বাংলাদেশের বর্তমান অধিনায়ক এই মুহূর্তে মার্কিন সফরে রয়েছেন। তবে রাজনীতিতে সাকিবের যোগদান নিয়ে চর্চা নতুন কিছু নয়। এর আগেও বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন নামে একটি রাজনৈতিক দলের হয়ে যোগদান করবেন সাকিব, এমন খবর রটেছিল। যদিও এই খবরের কোনও ভিত্তি নেই বলেই পরবর্তীকালে জানিয়েছিলেন সাকিব (Shakib Al Hasan)। এবারে তাঁর আওয়ামী লিগের হয়ে মনোনয়নপত্র তোলার ঘটনাতে জোর চর্চা শুরু হয়েছে। কোনও কোনও মহলের প্রশ্ন, এবার তবে ক্রিকেট থেকে কি সন্ন্যাস নিতে চলেছেন সাকিব? সে কারণেই কি রাজনীতিতে আসতে চাইছেন? যদিও এখনও পর্যন্ত কোনও মন্তব্য শোনা যায়নি সাকিবের মুখে।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • ICC World Cup 2023: আমেদাবাদে নীল সুনামি! টসে জিতে ভারতকে ব্যাট করতে পাঠাল অস্ট্রেলিয়া

    ICC World Cup 2023: আমেদাবাদে নীল সুনামি! টসে জিতে ভারতকে ব্যাট করতে পাঠাল অস্ট্রেলিয়া

    মাধ্যম নিউজ ডেস্ক: গ্যালারিতে নীল ঢেউ! তার মধ্যে ভারতের হয়ে টস করতে নামাটাই ভাগ্যের বিষয়, দৃপ্ত ঘোষণা রোহিত শর্মার। টানা ১০টি ম্যাচ জিতে ফাইনালে রোহিতরা। অন্য দিকে টানা আটটি ম্যাচ জিতে ট্রফির লড়াইয়ে প্যাট কামিন্সের দল। রবিবাসরীয় সন্ধ্যায় খেলার ফল কী হবে, তা জানতে অপেক্ষা করতে হবে আরও কিছুক্ষণ। তবে, ম্যাচের শুরুতে টস ভাগ্য গেল অস্ট্রেলিয়ার সঙ্গে। টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিলেন কামিন্স। হেরেও ব্যাট করার সুযোগ পেলেন রোহিতরা। চূড়ান্ত লড়াইয়ে ভারতীয় একাদশও একই রাখা হয়েছে।

    স্পিনারদের সুবিধা

    আমদাবাদে খেলা হবে কালো মাটির পিচে। ভারত-পাকিস্তান ম্যাচ খেলা হয়েছিল এই পিচে। পিচ শুকনো বলে জানা গিয়েছে। স্পিনারদের সুবিধা পাওয়ার কথা। চলতি বিশ্বকাপে প্রথমে ব্যাট করলে ভারত গড়ে ১৭৫ রানে জিতেছে ম্যাচ। আর রান তাড়া করলে গড়ে ৬৪.৪ বল বাকি থাকতে ম্যাচ জিতেছেন রোহিত শর্মারা। নিজেদের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়াকে একপেশেভাবে হারিয়েছিল ভারত। 

     জিতলে কত পুরস্কার মূল্য ভারতের

    দুই দলের জন্যই থাকছে মোটা আর্থিক পুরস্কার। বিশ্বকাপে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) মোট ১ কোটি ডলার আর্থিক পুরস্কার হিসাবে দিচ্ছে। যা ভারতীয় মূল্যে প্রায় ৮৩ কোটি টাকা। বিশ্বকাপে লিগ পর্বে একটি ম্যাচ জেতার জন্য ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল দিয়েছে ৪০ হাজার ডলার আর্থিক পুরস্কার। ভারতীয় মুদ্রায় প্রায় ৩৩ লাখ ৩৪ হাজার টাকা। ভারত লিগ পর্বে ন’টি ম্যাচেই জয় পেয়েছে। তাই রোহিত, বিরাটেরা পাবেন ৩ লাখ ৬০ হাজার ডলার। অর্থাৎ প্রায় ৩ কোটি টাকা জেতা হয়ে গিয়েছে ভারতীয় দলের। সেমিফাইনালে জেতার জন্য অবশ্য আলাদা করে আর্থিক পুরস্কার পাননি রোহিতেরা। বিশ্বকাপ জয়ী দলকে আইসিসি পুরস্কার হিসাবে দেবে ৪০ লাখ ডলার বা প্রায় ৩৩ কোটি ৩২ লাখ টাকা। ভারতীয় দল চ্যাম্পিয়ন হতে পারলে পুরস্কার মূল্য হিসাবে আইসিসির কাছ থেকে পাবে মোট ৩৬ কোটি ৩২ লাখ টাকার মতো। রোহিতেরা রানার্স হলে পাবেন ২০ লাখ ডলার বা প্রায় ১৬ কোটি ৬৬ লাখ টাকা। অর্থাৎ ভারতীয় দল রানার্স হলে পুরস্কার মূল্য হিসাবে পাবে প্রায় ১৯ কোটি ৬৬ লাখ টাকা।

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • ODI World Cup 2023: প্রথম সেমিফাইনালে মুখোমুখি ভারত-নিউজিল্যান্ড, টসে জিতে ব্যাটিং টিম ইন্ডিয়ার

    ODI World Cup 2023: প্রথম সেমিফাইনালে মুখোমুখি ভারত-নিউজিল্যান্ড, টসে জিতে ব্যাটিং টিম ইন্ডিয়ার

    মাধ্যম নিউজ ডেস্ক:  ১২ বছর আগে ওয়াংখেড়েতে মহেন্দ্র সিংহ ধোনির নেতৃত্বে বিশ্বজয়ের ছবিটা এখনও সকল ভারতীয় সমর্থকদের মনে তরতাজা। সেই ওয়াংখেড়েতে এই বিশ্বকাপে ইতিমধ্যেই আবারও শ্রীলঙ্কাকে হারিয়েছে টিম ইন্ডিয়া। এবার লড়াইটা সেমিফাইনালের। টসে জিতে ব্যাটিং-এর (ODI World Cup 2023) সিদ্ধান্ত নিল ভারত। ২০১৯ সালে এই নিউজিল্যান্ডের বিরুদ্ধে হেরে ভারতের বিশ্বজয়ের স্বপ্ন চুরমার হয়েছিল, সামনে আবার রয়েছে সেই নিউজিল্যান্ডই। এই ম্যাচকে তাই বদলার ম্যাচ বলছেন অনেকেই।

    বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স ভারতের 

    চলতি বিশ্বকাপে (ODI World Cup 2023) ন’টি ম্যাচ খেলে ন’টিতেই জিতেছে টিম ইন্ডিয়া। একনাগাড়ে নয় ম্যাচ জিতে আত্মবিশ্বাসের তুঙ্গে রোহিত-বিরাটরা। দলের দুই তারকা ব্যাটার রোহিত ও বিরাট কোহলি ব্যাট হাতে আগুন ঝরাচ্ছেন। কোহলি ৫৯৪ রান করে চলতি বিশ্বকাপের সর্বোচ্চ রানসংগ্রাহক। অপরদিকে, রোহিত শর্মাও পাঁচশোর অধিক রান করে ফেলেছেন, তাও আবার ১২০-র অধিক স্ট্রাইক রেট নিয়ে। গত ম্যাচে নেদারল্যান্ডসের বিরুদ্ধে শ্রেয়স আইয়ার এবং কেএল রাহুলও শতরান হাঁকিয়েছেন। টপ অর্ডার হোক বা মিডল অর্ডার, ভারতের ব্যাটিং দুরন্ত ফর্মে। বোলিংয়ের ক্ষেত্রেও দারুন ছন্দে রয়েছে ভারত। যশপ্রীত বুমরা গোটা টুর্নামেন্ট জুড়েই দুরন্ত ছন্দে রয়েছেন (ODI World Cup 2023)। ১৭টি উইকেট রয়েছে তাঁর দখলে। আরেক তারকা বোলার মহম্মদ শামি বেশ কয়েকটি ম্যাচ খেলেননি। কিন্তু সুযোগ পেয়েই পাঁচ উইকেট নেন তিনি।

    ফাইনাল ম্যাচ হবে আমেদাবাদে

    ওডিআই বিশ্বকাপে ১৯৮৩ ও ২০১১ সালে চ্যাম্পিয়ন হয়েছে ভারত। আর কিউয়িরা ২০১৫ ও ২০১৯ সালে রানার্স হয়েছিল। বুধবার যে দল মুম্বইয়ে জিতবে তারা বিশ্বকাপ জয়ের পথে আরও এক ধাপ এগিয়ে যাবে। আমেদাবাদে হবে এ বারের বিশ্বকাপের ফাইনাল। শীর্ষ স্থানে থেকে গ্রুপ পর্ব শেষ করেছে ভারত। অন্য দিকে কিউয়িরা চার নম্বরে শেষ করে সেমিফাইনালে খেলার টিকিট পেয়েছে। 

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • ICC World Cup 2023: বিশ্বকাপে প্রথম উইকেট বিরাটের! গ্যালারি মাতালেন অনুষ্কা

    ICC World Cup 2023: বিশ্বকাপে প্রথম উইকেট বিরাটের! গ্যালারি মাতালেন অনুষ্কা

    মাধ্যম নিউজ ডেস্ক: সাত বছর পর আন্তর্জাতিক ক্রিকেটে উইকেট নিলেন বিরাট। রবিবার তিনি উইকেট পেতেই ভারতীয় ক্রিকেটারেরা লাফিয়ে ওঠেন। সেই সঙ্গে দর্শকাসনে দেখা যায় অনুষ্কা শর্মাকে দাঁড়িয়ে হাততালি দিতে। বিরাট উইকেট পেতেই গ্যালারিতে অনুষ্কার দিকে তাকিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন। মেতে ওঠেন অনুষ্কাও। নেচে ওঠে গ্যালারি। এতো দীপাবলির বিরাট-উন্মাদনা!

    বেঙ্গালুরুতে বিরাট-কাণ্ড

    ভারতীয় ক্রিকেটারদের স্ত্রীরা এদিন বেঙ্গালুরুতে এসেছিলেন দীপাবলির অনুষ্ঠানে যোগ দিতে। অনেকেই রবিবার মাঠে এসেছিলেন। অনুষ্কাকে এ বারে সব ম্যাচে মাঠে দেখা যাচ্ছে না। এর আগে পাকিস্তান ম্যাচে দেখা গিয়েছিল তাঁকে। কোহলির জন্মদিনে ইডেনেও আসেননি অনুষ্কা। তিনি রবিবার বেঙ্গালুরুতে মাঠে ছিলেন এবং কোহলির উইকেট নেওয়া দেখলেন। কোহলির উইকেট নেওয়ার সঙ্গে সঙ্গে বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে নাচলেন স্ত্রী অনুষ্কা শর্মা। পরে কোহলিকেও নাচতে দেখা যায়। বিশ্বকাপে এটি কোহলির প্রথম উইকেট। ওয়ানডেতে ৫ম উইকেট। ইনজুরির কারণে মহম্মদ সিরাজ মাঠের বাইরে যান। তখনই বোলিং করার সুযোগ পান কোহলি। যদিও পরে মাঠে ফিরে আসেন সিরাজ। 

    ইনিংসের ২৫তম ওভারের তৃতীয় বলে স্কট এডওয়ার্ডসকে আউট করেন বিরাট কোহলি। এডওয়ার্ডস লেগ সাইডের বাইরে গিয়ে বল খেলার চেষ্টা করেছিলেন। কিন্তু বল ব্যাটে লেগে উইকেটের পিছনে চলে যায় কেএল রাহুলের গ্লাভসে। কোহলি ৩ ওভার বল করেছেন এবং ১৩ রানে একটি উইকেট নিয়েছেন। ৯ বছর পর ওয়ানডেতে উইকেট পেলেন বিরাট। শেষবার তিনি ২০১৪ সালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে উইকেট নিয়েছিলেন। ওডিআই ক্রিকেটে বিরাট কোহলির প্রথম উইকেটটি ২০১১ সালে। ইংল্যান্ডের বিরুদ্ধে। ৫০ রানে অ্যালিস্টার কুককে প্যাভিলিয়নে পাঠান তিনি।

    আরও পড়ুন: ন’টি মাঠে ন’টি ম্যাচ, ন’টিতেই জয়! কোন মন্ত্রে এই সাফল্য?

    বিকল্প খোঁজার লক্ষ্যে

    বিরাট ছাড়াও এদিন একটি উইকেট পান রোহিত শর্মা। শুভমন গিল, সূর্যকুমার যাদবও এদিন বোলিং করেছেন। ষষ্ঠ বোলারের বিকল্পের জন্যই যে এই ট্রায়াল, বুঝতে অসুবিধা হয় না। নেদারল্যান্ডসের বিরুদ্ধে লোকেশ রাহুল এবং শ্রেয়স আইয়ার ছাড়া সকলেই বোলিং করেছেন। এর ইতিবাচক দিক নিঃসন্দেহে রয়েছে। সকলকেই দেখে নেওা গেল।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • ICC ODI Rankings: জোড়া ধাক্কা পাকিস্তানকে! আইসিসি ব়্যাঙ্কিংয়ে বাবর-শাহিনকে পিছনে ফেলে শীর্ষে গিল, সিরাজ

    ICC ODI Rankings: জোড়া ধাক্কা পাকিস্তানকে! আইসিসি ব়্যাঙ্কিংয়ে বাবর-শাহিনকে পিছনে ফেলে শীর্ষে গিল, সিরাজ

    মাধ্যম নিউজ ডেস্ক: আইসিসি ওডিআই ব়্যাঙ্কিংয়ে (ICC ODI Rankings) পাকিস্তানের অধিনায়ক বাবর আজমকে পিছনে ফেলে সিংহাসন দখল করলেন ভারতের তারকা ওপেনার শুভমন গিল (Shubman Gill)। বোলারদের ক্রমতালিকায় শীর্ষস্থান ফিরে পেয়েছেন মহম্মদ সিরাজ (Mohammed Siraj)। বুধবার প্রকাশিত নতুন তালিকায় শুভমনের পয়েন্ট বেড়ে হয়েছে ৮৩০। বিশ্বকাপে কয়েকটি ম্যাচে ভাল খেলেছেন শুভমন। তাই তাঁর পয়েন্ট বেড়েছে। কিন্তু চলতি বিশ্বকাপে সে ভাবে চলেনি বাবরের ব্যাট। সেই কারণেই বাবরকে টপকে গিয়েছেন শুভমন। ৮২৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে বাবর। তিন নম্বরে দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি’কক।

    শীর্ষে শুভমন

    ভারতের চতুর্থ ব্যাটার হিসেবে আইসিসি ওডিআই ব়্যাঙ্কিংয়ের (ICC ODI Rankings) শীর্ষে পৌঁছলেন শুভমন। এর আগে অতীতে পুরুষদের আইসিসি ওডিআই ক্রমতালিকায় শীর্ষস্থান দখল করেছিলেন সচিন তেন্ডুলকর, মহেন্দ্র সিং ধোনি ও বিরাট কোহলি। চলতি বিশ্বকাপে এখনও অবধি ৬টি ম্যাচে খেলেছেন শুভমন গিল। শারীরিক অসুস্থতার কারণে টুর্নামেন্টের প্রথম ২টো ম্যাচ খেলতে পারেননি গিল। শ্রীলঙ্কার বিরুদ্ধে গত সপ্তাহে ৯২ রানের অনবদ্য ইনিংস খেলেন ভারতের তারকা ওপেনার। আইসিসি ব্যাটারদের ক্রমতালিকায় চারে রয়েছেন বিরাট কোহলি। ভারত অধিনায়ক রোহিত শর্মা রয়েছেন ৬ নম্বরে।

    সেরা  সিরাজ

    পাকিস্তানের শাহিন শাহ আফ্রিদিকে টপকে শীর্ষ স্থান দখল করেছেন ভারতের মহম্মদ সিরাজ। গত সপ্তাহেই বোলারদের ক্রমতালিকায় এক নম্বরে গিয়েছিলেন শাহিন। প্রথম বার বিশ্বের সেরা বোলার হওয়ার পরেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে লজ্জার নজির গড়েন তিনি। পাকিস্তানের হয়ে বিশ্বকাপে (ICC World Cup 2023) এক ইনিংসে সব থেকে বেশি রান দেন তিনি। ১০ ওভারে ৯০ রান দিয়ে একটিও উইকেট পাননি শাহিন। ফলে তাঁর পয়েন্ট কমেছে। অন্য দিকে মুম্বই ও কলকাতায় ভাল বল করায় পয়েন্ট বেড়েছে সিরাজের। ৭০৯ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠেছেন তিনি।

    আরও পড়ুন: বিশ্বকাপ সেমিফাইনালে ভারত বনাম পাকিস্তান! ইডেনে কোন অঙ্কে মুখোমুখি রোহিত-বাবররা?

    ব্যাটার-বোলারদের আইসিসি ওডিআই ব়্যাঙ্কিংয়ে বেশ পরিবর্তন হলেও অলরাউন্ডারদের তালিকায় আগের মতোই শীর্ষস্থানে রয়েছেন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান। তাঁর অর্জিত রেটিং পয়েন্ট ৩২৭। এই তালিকায় প্রথম ১০ জনের মধ্যে রয়েছেন একজন ভারতীয় ক্রিকেটার রয়েছেন। ২২৫ রেটিং পয়েন্ট নিয়ে দশ নম্বরে রয়েছেন রবীন্দ্র জাদেজা।

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

  • Aus vs Eng: বিশ্বকাপে বিশ্ব চ্যাম্পিয়নদের ছুটি, ডুবল ব্রিটিশ সূর্য, বিদায় ইংল্যান্ডের

    Aus vs Eng: বিশ্বকাপে বিশ্ব চ্যাম্পিয়নদের ছুটি, ডুবল ব্রিটিশ সূর্য, বিদায় ইংল্যান্ডের

    মাধ্যম নিউজ ডেস্ক: বিশ্বকাপে আহমেদাবাদে অস্ট্রেলিয়ার (Aus vs Eng) কাছেও হারল ইংল্যান্ড। চলতি বিশ্বকাপে সাতটি ম্যাচের মধ্যে ছয়টিতেই পরাস্ত হয়েছে গতবারের বিশ্ব চ্যাম্পিয়ানরা। শনিবার অস্ট্রেলিয়ার কাছে এই হারের পর বিশ্বকাপ থেকে বিদায় নিতে হল ইংল্যান্ডকে। অন্যদিকে, বিশ্বকাপ টুর্নামেন্টের শুরুটা বেশ খারাপই হয়েছিল অজিদের। টুর্নামেন্টের প্রথম দুটো ম্যাচ তারা হেরে যায়। হতাশ হয়ে পড়ে অজি সমর্থকরা। অনেকেই ভেবে নেন, এই অস্ট্রেলিয়া দল নাকি আর বিশ্বকাপে কামব্যাক করতে পারবে না। তবে ইতিমধ্যেই তারা ঘুরে দাঁড়িয়েছে। সাত ম্যাচের মধ্যে পাঁচটায় জয়লাভ করে তারা ১০ পয়েন্ট সংগ্রহ করেছে এবং সেমিফাইনালের একেবারে দোরগোড়ায় তাঁরা পৌঁছে গিয়েছে।

    টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন ইংল্যান্ডের অধিনায়ক 

    আহমেদাবাদের টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন ইংল্যান্ডের অধিনায়ক। শুরুতেই অস্ট্রেলিয়ার (Aus vs Eng) দুই ওপেনার একেবারেই রান তুলতে পারেননি। অস্ট্রেলিয়ার ইনিংসকে টেনে নিয়ে যান স্টিভ মিথ এবং মার্নাস লাবুসেন। স্মিথ ৪৪ রানের ইনিংস খেলেন। লাবুসেন তাঁর ব্যাটে তোলেন ৭১ রান। যদিও মাঝের ওভারগুলিতে বেশ কিছুটা থমকে যায় অস্ট্রেলিয়া। উইকেট হারিয়ে চাপে পড়ে তারা। সেখান থেকে দলকে টেনে তোলেন ক্যামেরান গ্রীন এবং মার্কাস স্টোইনিস। গ্রিন ৪৭ এবং স্টোরিস ৩৫ রান করেন। শেষ পর্যন্ত ৪৯.৩ বল খেলে অস্ট্রেলিয়া (Aus vs Eng) তোলে ২৮৬।

    ইংল্যান্ডের ইনিংস শেষ ২৫৩ রানে 

    জবাবে ব্যাট করতে নেমে ইংল্যান্ডের ওপেনার জনি বেয়ারস্টো শূন্য রানে প্যাভিলিয়নে ফেরেন। তবে অন্য ওপেনার দাউদ মালান ৫০ রান করেন। ইংল্যান্ডের অধিনায়ক বাটলার মাত্র ১ রানেই আউট হন। অন্যদিকে দলকে এগিয়ে নিয়ে যেতে থাকে স্টোকস ও মইনের পার্টনারশিপ। একটা সময় তাঁদের দুজনের খেলা দেখে আশা বাড়ছিল। ব্রিটিশ সমর্থকরা ভাবতে থাকেন ইংল্যান্ড জিতলেও জিততে পারে। তবে ৬৪ রানের মাথায় স্টোকস আউট হন এবং ৪২ রানের মইন আউট হতেই বড় ধাক্কা খায় ইংল্যান্ড (Aus vs Eng)। ৪৮.১ ওভারে মাত্র ২৫৩ রানের অল আউট হয়ে যায় তারা। এরই সঙ্গে বিশ্বকাপ থেকে বিদায় নিল ইংল্যান্ড।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Virat Kohli: আজ ৩৫-এ পা কিং কোহলির, ইডেনেই কি ছোঁবেন মাইলফলক?

    Virat Kohli: আজ ৩৫-এ পা কিং কোহলির, ইডেনেই কি ছোঁবেন মাইলফলক?

    মাধ্যম নিউজ ডেস্ক: আজই ৩৫ বছরে পা দিলেন বিরাট কোহলি (Virat Kohli)। এদিনই আবার ইডেনে রয়েছে ভারত-দক্ষিণ আফ্রিকা হাইভোল্টেজ ম্যাচ। একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ৪৮টি শতরানের মালিক কোহলি। ৪৯তম সেঞ্চুরি কি কলকাতায়? জন্মদিনে ‘বিরাট’ পারফরম্যান্স দেখার অপেক্ষায় কলকাতা।  প্রসঙ্গত, একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে শচীন তেণ্ডুলকরের রয়েছে ৪৯টি শতরান। এই মাইলফলক ইডেন গার্ডেনে বিরাট কোহলি ছুঁতে পারবেন কিনা সেটাই আজকে দেখার! চলতি বিশ্বকাপে একটি শতরান করেছেন বিরাট কোহলি (Virat Kohli)। শতরানের কাছাকাছি গিয়ে আউট হয়েছেন বেশ কয়েকবার। বিশ্বকাপে তাঁর সংগ্রহে রয়েছে চারটি অর্ধশতরানও। বিশ্বকাপের প্রথম সাতটি ম্যাচ খেলে বিরাট কোহলির সংগ্রহ ৪৪২ রান। বিশ্বকাপের প্রথম তিনজন ব্যাটসম্যানের মধ্যেও স্থান পেয়েছেন তিনি।

    বিরাটের সামনে কোন কোন রেকর্ড?

    তবে ক্রিকেট নিয়ে চর্চা করেন এমন ব্যক্তিরা বলছেন, আরও বেশ কয়েকটি রেকর্ড রয়েছে চলতি বিশ্বকাপের টুর্নামেন্টে বিরাট কোহলি (Virat Kohli) যা স্পর্শ করতেই পারেন। ২০১১ সালে শেষবারের মতো বিশ্বকাপ জিতেছিল ভারত। ধোনি বাহিনীর সেই ব্রিগেডের সদস্য ছিলেন বিরাট কোহলিও। ২০১৫ এবং ২০১৯ সালের বিশ্বকাপে টিম ইন্ডিয়া ট্রফি জয়ের কাছাকাছি পৌঁছলেও, শেষপর্যন্ত আর জিততে পারেনি। ১২ বছর পরে ফের একবার বিশ্বকাপ জেতার হাতছানি রয়েছে ভারতের সামনে। এবার যদি বিশ্বকাপ জেতে ভারত, সেক্ষেত্রে প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে দুটো বিশ্বকাপজয়ী দলের সদস্য হবেন কোহলি।

    জন্মদিনে সিএবি দেবে সোনার ব্যাট 

    অন্যদিকে, বিরাট কোহলির (Virat Kohli) জন্মদিনে সিএবির তরফ থেকে রয়েছে বিশেষ পুরস্কার। প্রাক্তন ভারত অধিনায়কের হাতে তুলে দেওয়া হবে একটি সোনার ব্যাট। সিএবি র পরিকল্পনা ছিল বেশ জাঁকজমকপূর্ণভাবেই বিরাট কোহলির জন্মদিনটা পালন করা হবে। তবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড এবং আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের বিধি নিষেধ থাকার কারণে শেষ পর্যন্ত সেই অনুষ্ঠান ছোট করা হয়েছে। কলকাতায় বড় ম্যাচের আগে বিরাটের জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

LinkedIn
Share