Category: খেলা

Get updates on Sports News Cricket, Football, Tennis, from the Madhyom news portal madhyom.com, West Bengal leading news portal Madhyom.com

  • Asian Games: এশিয়ান গেমসে পাকিস্তানের পর দুরমুশ বাংলাদেশ, এক ডজন গোল ভারতীয় হকি দলের

    Asian Games: এশিয়ান গেমসে পাকিস্তানের পর দুরমুশ বাংলাদেশ, এক ডজন গোল ভারতীয় হকি দলের

    মাধ্যম নিউজ ডেস্ক: শনিবার এশিয়ান গেমসে পাকিস্তানকে গুনে গুনে দশ গোল দিয়েছিল ভারতের হকি দল (Asian Games)। এবার সোমবারের ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে করা গোলের সংখ্যাকেও ছাপিয়ে গেল ভারতীয় দল। এক ডজন গোলে পরাস্ত হল বাংলাদেশ। এর পাশাপাশি দিন হ্যাট্রিকও করলেন অধিনায়ক হরমনপ্রীত এবং মনিন্দর সিংহ। এতদিন চলছিল গ্রুপ পর্বের লড়াই। সেই পর্বে নিজেদের পাঁচটি ম্যাচই জিতল ভারত। গ্রুপের সর্বোচ্চ জায়গায় থেকে সেমিফাইনালে উঠল হরমনপ্রীতরা। গ্রুপ পর্বের ম্যাচে মোট ৫৮টি গোল করেছেন ভারতীয় খেলোয়াড়রা।

    সোনা জয়ের লক্ষ্যে ভারতের হকি দল

    যেভাবে ভারতীয় দল (Asian Games) এগোচ্ছে তাতে এশিয়ান গেমসে সোনা জয় নিশ্চিত বলেই মনে করছে ওয়াকিবহল মহল। ভারত ছিল এ গ্রুপে, অন্যদিকে বি গ্রুপের ম্যাচ এখনও শেষ হয়নি। তাই সেমিফাইনালে কার বিরুদ্ধে ভারত খেলবে সেটা এখনও বোঝা যাচ্ছে না। তবে সেমিফাইনালে মালয়েশিয়া কিংবা চিনের মুখোমুখি হতে পারেন হরমনপ্রীতরা। যে গতিতে ভারতীয় দল এশিয়ান গেমসে এগিয়ে চলেছে তাতে তাদের আটকানো খুব কঠিন বলেই মনে করছে ক্রীড়া মহলের একাংশ। যে কোনও এশিয়ান (Asian Games) টিমগুলোর ক্ষেত্রেই ভারতকে রোখা সহজ হবে না। তা সে গতবারের চ্যাম্পিয়ন জাপান, চিন কিংবা কোরিয়ার মত দেশ হোক। সেমিফাইনালে ওঠার ধাপ অবশ্য পাকিস্তানকে ১০ গোল দিয়েই পূরণ করে ফেলে ভারতীয় দল। বাংলাদেশের বিরুদ্ধে ছিল তাই নিয়মরক্ষার লড়াই।

    ম্যাচের খুঁটিনাটি

    শুরু থেকেই বাংলাদেশের বিরুদ্ধে আক্রমণাত্মকভাবে খেলতে থাকে ভারতীয় দল। ম্যাচের দ্বিতীয় মিনিটে পেনাল্টি কর্ণার থেকে থেকে গোল করেন হরমনপ্রীত (Asian Games)। দু মিনিট পরে আবার পেনাল্টি কর্নার থেকে গোল করেন ভারতীয় হকি দলের অধিনায়ক। এভাবেই শেষ হয় প্রথম কোয়ার্টার। অন্যদিকে দ্বিতীয় কোয়ার্টারেও ৬-০ গোলে এগিয়ে বিরতিতে যায় ভারত। এরপর ৮-০ গোলে শেষ হয় ভারতের তৃতীয় কোয়ার্টার এবং চতুর্থ কোয়াটার যখন শেষ হয় তখন দেখা গেল বাংলাদেশ ১২ গোল খেয়ে ফেলেছে।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Asian Games: চিনা দুই বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে টেবিল টেনিসে পদক জয় দুই বঙ্গ ললনার  

    Asian Games: চিনা দুই বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে টেবিল টেনিসে পদক জয় দুই বঙ্গ ললনার  

    মাধ্যম নিউজ ডেস্ক: চিনের মাটিতে দাঁড়িয়ে চিনকেই ধরাশায়ী করল দুই বঙ্গ কন্যা। এশিয়ান গেমস (Asian Games) টেবিল টেনিসে মেয়েদের ডাবলসের সেমিফাইনালে উঠে আপাতত ব্রোঞ্জ নিশ্চিত করে ফেলেছেন এই দুই টেবিল টেনিস খেলোয়াড়। নৈহাটির এই দুই কন্যা হারিয়েছেন চিনের বিশ্বচ্যাম্পিয়ন জুটি জেন মেং এবং ওয়াং ইয়াদিকে। এই চেন মেং টোকিও অলিম্পিক্সের জোড়া সোনা জয়ী। ওয়াংয়ের সঙ্গে জুটি বেঁধে মাস কয়েক আগে ডারবানে বিশ্বচ্যাম্পিয়নও হয়েছেন।

    দুজনেই নৈহাটির বাসিন্দা

    পদক জিতে দেশকে গর্বিত করেছেন যে দুই বঙ্গ ললনা, ঘটনাচক্রে তাঁরা দুজনেই নৈহাটির বাসিন্দা। নৈহাটি রেল স্টেশনের এক ও চার নম্বর গেটের কাছে বাড়ি সুতীর্থা মুখোপাধ্যায় এবং ঐহিকা মুখোপাধ্যায়ের। এদিন চিনা জুটি (Asian Games) চেন মেং এবং ওয়াং ইয়াদিকে ১১-৫, ১১-৫, ৫-১১, ১১-৯ পয়েন্টে হারিয়ে এশিয়ান গেমসে ব্রোঞ্জ নিশ্চিত করেছেন এই দুই বাঙালি। এই পদক জয়ের সঙ্গে সঙ্গে ইতিহাস গড়েছেন নৈহাটির এই দুই ক্রীড়াবিদ।

    চিনা ললনাদের পরাস্ত করলেন বঙ্গ ললনারা

    এর আগে কোনও দিন টেবিল টেনিসে মহিলাদের ডাবলসে পদক জেতেনি ভারত। এতদিন কোয়ার্টার ফাইনালে বরাবর দাপট দেখিয়েছেন চিনের খেলোয়াড়রা। সেখানেই চিনা ললনাদের পরাস্ত করে ইতিহাস গড়ে ফেললেন নৈহাটির এই দুই ললনা। এশিয়ান গেমসে শনিবার দুটি সোনা এসেছে। একটি শ্যুটিং এবং অন্যটি টেনিস থেকে। রুপো এসেছে দুটি। ব্রোঞ্জ একটিতে। হাংঝৌ থেকে ফোনে সুতীর্থা বলেন, “পদক জেতার লক্ষ্যেই এখানে এসেছিলাম। বিশ্বসেরাদের হারিয়ে সেটা করতে পারছি বলে স্বপ্নের মতো লাগছে।” ঐহিকার কথায়, “অনেকদিন ধরেই আমরা চিনাদের কাছে লড়ে হারছি। তাতেই অভিজ্ঞতা বেড়েছিল। তা থেকেই এই জয়। এই আত্মবিশ্বাস নিয়ে সেমিফাইনালের গন্ডি টপকানোই এখন একমাত্র লক্ষ্য।” প্রসঙ্গত, এই দুজনেরই টেবিল টেনিসের হাতেখড়ি কোচ মিহির ঘোষের কাছে।

    আরও পড়ুুন: ‘দিল্লি চলো’ হুঙ্কার ছেড়ে নিজের রাজ্যেই ক্লাবের অনুদান বন্ধ করলেন মমতা!

    ভারতীয় টিমের (Asian Games) কোচ বাগুইহাটির সৌরভ চক্রবর্তী। ফোনে তিনি বলেন, “গোংশু ক্যানাল স্পোর্টস পার্কের জিমন্যাসিয়ামে যেখানে টিটি হচ্ছে, সেখানে চিনারা টেবিলে নামলেই, গ্যালারি থেকে চিৎকার ভেসে আসে – জো চিন, যার অর্থ কাম অন চায়না। আজ সুতীর্থারা যখন চিনাদের বিরুদ্ধে নামে, তখন আমরা পাল্টা চেঁচাতে থাকি, জো ইন্ডিয়া বলে। তাতে দর্শকরা একটু দমে যায়।”

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Asian Games 2023: গুনে গুনে ১০ গোল! পাকিস্তানকে দুরমুশ করে হকির সেমি ফাইনালে ভারত

    Asian Games 2023: গুনে গুনে ১০ গোল! পাকিস্তানকে দুরমুশ করে হকির সেমি ফাইনালে ভারত

    মাধ্যম নিউজ ডেস্ক: এশিয়ান গেমসে (Asian Games 2023) ভারত পাকিস্তানের ম্যাচে টানটান উত্তেজনা বলে কিছুই ছিল না। তার কারণ একতরফা ম্যাচে ভারত গোল করেই যাচ্ছিল। ব্যবধান এত বেশি হতে থাকে যে পাকিস্তানের পক্ষে সমতা ফেরানো অসম্ভব হয়ে পড়ে। শেষ পর্যন্ত ১০-২ গোলে পরাস্ত হল পাকিস্তান। ওয়াকিবহল মহলের মতে, ভারত পাকিস্তানের কোনও ম্যাচেই এর আগে এত গোল হয়নি। তাই শনিবার হকির ইতিহাসে নতুন ইতিহাস গড়ল ভারতীয় দল। একথা বলাই যায়। 

    সেমিফাইনালে ভারত

    পাকিস্তানকে দুরমুশ করে মিলল সেমিফাইনালে (Asian Games 2023) যাওয়ার ছাড়পত্রও। আপাতত চারটি ম্যাচে ভারতের পয়েন্ট রয়েছে ১২। প্রথম অর্ধে ভারতীয় দল চারটি গোল করে পাকিস্তান তখনও কোনও গোল শোধ করতে পারেনি। অবশেষে খেলা শেষ হতে দেখা যায় পাকিস্তান দুটি গোল করতে পেরেছে এবং ভারত দশটি। প্রথম থেকেই ভারত আক্রমনাত্মকভাবে খেলতে থাকে। খেলার নয় মিনিটের মাথাতেই প্রথম গোল করেন মনদীপ। এরপরে পাকিস্তান পেনাল্টি কর্নার (Asian Games 2023) পেলেও সেই সুযোগ তারা কাজে লাগাতে পারেনি। 

    ম্যাচের খুঁটিনাটি

    এরই মাঝে পাকিস্তানের গোলকিপার ভারতের এক খেলোয়াড়কে ডি বক্সের মাঝে ফেলে দেন। খেলার নিয়ম অনুযায়ী পেনাল্টি (Asian Games 2023) হয়। পেনাল্টি থেকে গোল করেন হরমোন প্রীত। দ্বিতীয় কোয়ার্টার থেকে আবার এগোতে শুরু করে ভারত। পেনাল্টি কর্নার থেকে গোল করেন হরমোন প্রীত। তৃতীয় কোয়ার্টারে ফের গোল করেন হরমোন প্রীত। পরে পাকিস্তান একটি গোল শোধ করে কিন্তু কয়েক মুহূর্তের জন্যই। পরবর্তীকালে ভারত ফের ব্যবধান বাড়িয়ে নেয় এবার গোল করেন বরুণ। তৃতীয় কোয়ার্টারে শেষে পাকিস্তানকে আরও একটি গোল করতে দেখা যায় এদিন কিন্তু ফের দুটি গোলে এগিয়ে যায় ভারত। চতুর্থ কোয়ার্টারে পেনাল্টি থেকে আবারও গোল করেন বরুণ কুমার। ম্যাচের (Asian Games 2023) শেষে দেখা যায় পাকিস্তান ৮ গোলে পিছিয়ে!

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Asian Games 2023: ‘চক দে’! বাংলার মেয়ে তিতাসের হাত ধরে এশিয়ান গেমসে ক্রিকেটে সোনা ভারতের 

    Asian Games 2023: ‘চক দে’! বাংলার মেয়ে তিতাসের হাত ধরে এশিয়ান গেমসে ক্রিকেটে সোনা ভারতের 

    মাধ্যম নিউজ ডেস্ক: বাংলার মেয়ে তিতাসের তীরেই ঘায়েল শ্রীলঙ্কা। এশিয়ান গেমসে দ্বিতীয় সোনা জয় ভারতের। কমনওয়েলথে পারেনি তারা। কিন্তু এশিয়ান গেমসের মঞ্চে কোনওরকম ভুল করেনি ভারতীয় মহিলা ক্রিকেট দল। চুঁচুড়ার তিতাস সাধুর হাত ধরে সোনার স্বপ্ন সফল হল হরমনপ্রীতদের। এশিয়ান গেমসে সোনা জিতে ইতিহাস রচনা করল ভারতের মেয়েরা। সোশ্যাল সাইটে তাঁদের শুভেচ্ছা জানিয়েছেন বিসিসিআই সচিব জয় শাহ। 

    দুরন্ত তিতাস

    এদিন টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ভারত। মন্ধানা এবং জেমাইমা রডরিগেজের ব্যাটে ভর করে ২০ ওভারে সাত উইকেট হারিয়ে ১১৬ রান ওঠে। ব্যাট হাতে ৪৫ বলে ৪৬ করেন মন্ধানা এবং ৪০ বলে ৪২ করেন রডরিগেজ। বাংলার মেয়ে রিচা ঘোষ একটা ছয় মেরে ৯ রানে আউট হয়ে যান। ব্যর্থ হয়েছেন অধিনায়ক হরমনপ্রীতও। রিচা ব্যর্থ হলেও বাংলার আর এক মেয়ে কাঁপিয়ে দিয়েছেন। চার ওভার বল করে মাত্র ৬ রান দিয়ে তুলে নিয়েছেন ৩ উইকেট। শ্রীলঙ্কার টপ অর্ডারকে একাই আউট করেন তিনি। সেই ধাক্কা সামলাতে পারেনি শ্রীলঙ্কা। চুঁচুড়ার মেয়ের দুরন্ত বোলিংয়েই নতিস্বীকার করেছেন শ্রীলঙ্কার মেয়েরা।

    দীপ্তি শর্মা, পূজা বস্ত্রকাররা ওভারপ্রতি ছয়ের উপর রান দিচ্ছিলেন। ম্যাচ নিয়ে যাচ্ছিল লঙ্কানরা।  প্রথম ওভারেই ১২ রান করেন শ্রীলঙ্কার অধিনায়ক চামারি আতাপাত্তু। ভারতীয় সমর্থকদের মনে চাপ বাড়ার আগেই অবশ্য তিতাস এসে রানের গতিতে ব্রেক লাগিয়ে দিলেন। শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ রান করেন হাসিনি পেরেরা (২২ বলে ২৫)। দ্বিতীয় সোনা জয়ের ফলে পদক তালিকায় উন্নতি হয়েছে ভারতের। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২টি সোনা, ৩টি রুপো ও ৬টি ব্রোঞ্জ, অর্থাৎ মোট ১১টি পদক নিয়ে হংকংয়ের সঙ্গে যুগ্ম ভাবে পঞ্চম স্থানে রয়েছে ভারত। পদক তালিকার শীর্ষে চিন। ৩২টি সোনা, ১৩টি রুপো ও ৫টি ব্রোঞ্জ, অর্থাৎ মোট ৫০টি পদক জিতে ফেলেছে তারা।

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

  • Asian Games 2023: মেলায় বেলুন ফাটানো দিয়ে শুরু, রুপোজয়ী মেহুলির সাফল্যে গর্বিত পরিবার

    Asian Games 2023: মেলায় বেলুন ফাটানো দিয়ে শুরু, রুপোজয়ী মেহুলির সাফল্যে গর্বিত পরিবার

    মাধ্যম নিউজ ডেস্ক: ১৯ তম এশিয়ান গেমসে (Asian Games 2023) ১০ মিটার এয়ার রাইফেল দলগত ইভেন্টে রুপো পেয়েছেন বাংলার মেয়ে মেহুলি ঘোষ। মেহুলি ছাড়াও ছিলেন ভিনরাজ্যের রমিতা জিন্দাল ও আশি চৌকসি। চিনে আয়োজিত এশিয়ান গেমসে ভারতের প্রথম পদক এল শ্যুটিং থেকে। সেটাও বাংলার মেয়ের হাত ধরে। দলগতভাবে হলেও বাংলার মেয়ের জন্য গর্বিত গোটা রাজ্যবাসী। টিভির পর্দায় মেয়ের খেলা থেকে পদক পাওয়া দেখে হুগলির বাড়িতে বসে চোখ জুড়িয়েছেন মেহুলির পরিবারের লোকজন।

    মেহুলির কবে থেকে এয়ার রাইফেলে হাতেখড়ি?

    হুগলির বৈদ্যবাটির ১৫ নম্বর ওয়ার্ডের কামারপাড়ার মেয়ে মেহুলি। ২০১৩ সালে মেহুলির এয়ার রাইফেলে হাতেখড়ি। ২০১৪ থেকে রাজ্যস্তরে স্কুল চ্যাম্পিয়নশিপে যোগ দেন তিনি। মাত্র তিন বছরের মধ্যে রাজ্য স্কুল প্রি-ন্যাশনালে একাধিক সাফল্যের পর ২০১৭ তে ন্যাশনালে ন’টি পদক মেহুলিকে ভাল শ্যুটিংয়ের জন্য প্রেরণা জুগিয়েছিল। সেই সময় অলিম্পিয়ান শ্যুটার জয়দীপ কর্মকারের অ্যাকাডেমিতে অনুশীলন করতেন মেহুলি। ২০১৮ সালে কমনওয়েলথ গেমসে তিনি সুযোগ পান। বর্তমানে হায়দরাবাদের গগন নারাং অ্যাকাডেমিতে অনুশীলন করেন তিনি। ২০২১ থেকে সেখানেই থাকেন। প্রতিদিন প্রায় আট ঘণ্টা অনুশীলন করেন। তাঁর বর্তমান কোচ বিবস্বান গঙ্গোপাধ্যায়।

    মেয়ের সাফল্য নিয়ে কী বললেন পরিবারের লোকজন?

    মেহুলির দিদা বলেন, ছোটবেলায় মেলায় গিয়ে বেলুন ফাটাত মেহুলি। আমার কাছে আবদার করেছিল রাইফেল কিনে দেওয়ার। প্রথমে একটা পুরানো এয়ার রাইফেল কিনে দিই। ওর বিষয়টি নিয়ে আগ্রহ দেখেই ওকে শ্যুটিং-এ ভর্তি করানো হয়। ও আরও অনেক বড় হোক, এটাই চাই। বাবা নিমাই ঘোষ অবসরপ্রাপ্ত সরকারি কর্মী। তিনি  বলেন, মেয়েটা ভালই ফল করছে। তবে, ও যে রকম খেলে, সেরকম শুরুর দিকটা ভাল হয়নি। তবে, ওর এই সাফল্যের জন্য খুব ভাল লাগছে। আর মা মিতালি ঘোষ বলেন, ব্যক্তিগত ইভেন্টে না পারলেও দলগত ইভেন্টে (Asian Games 2023) জয়ী হয়েছে। মেয়ের জন্য গর্ব হচ্ছে।

    পুজোর উদ্বোধনে মেহুলি!

    পাড়ার মেয়ে এশিয়ান গেমসে (Asian Games 2023) শ্যুটিং-এ ভারতের প্রতিনিধিত্ব করছেন। মান রেখেছেন তিনি। জিতেছেন রুপোর পদক। তাঁকে নিয়ে গর্বের শেষ নেই এলাকাবাসীর। তাই তাঁরা ঠিকই করে ফেলেছেন, পাড়ার পুজোর উদ্বোধন করবেন মেহুলি-ই। এক প্রতিবেশী বলেন, পাড়ার পুজো এ বার ২৫ বছরে পড়েছে। তার উদ্বোধন করবে মেহুলি-ই। ওই তো আমাদের তারকা।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  •  Asian Games 2023: শুরুতেই সুখবর! এয়ার রাইফেলের পর রোয়িংয়েও জোড়া রুপো এল ভারতের ঝুলিতে

     Asian Games 2023: শুরুতেই সুখবর! এয়ার রাইফেলের পর রোয়িংয়েও জোড়া রুপো এল ভারতের ঝুলিতে

    মাধ্যম নিউজ ডেস্ক: এশিয়ান গেমস (Asian Games 2023)-এর শুরুতেই ভারতের জয়জয়কার। রবিবার সকালেই রুপো-জয়ী হল ভারত। এয়ার রাইফেল এবং রোয়িংয়ে রুপোর পদক জয় ভারতের। ১০ মিটার রাইফেলের দলগত বিভাগে রুপোর পদক জিতলেন রমিতা, মেহুলি ঘোষ এবং আশি চৌকসে। অন্যদিকে রোয়িংয়ে লাইটওয়েট ডাবলস স্কালসে রুপোর পদক জয়ী হলেন অর্জন লাল জাট এবং অরবিন্দ সিং। এই গেমকে ঘিরে ভারতীয় সমর্থকের মধ্যে তীব্র উচ্ছ্বা্স লক্ষ্য করা গেছে। 

    রাইফেলে রুপো জয় ভারতের (Asian Games 2023)

    গতকাল ২৩ সেপ্টেম্বর, এশিয়ান গেমস (Asian Games 2023) ২০২৩ সালের আনুষ্ঠানিক প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। রবিবার সকাল সকাল ভারতের জন্য সুখবর আসে এশিয়ান গেমস-এর ময়দান থেকে। খেলার মধ্যে ছিল টানটান উত্তেজনা। সেই সঙ্গে লড়াই চলছিল বেশ হাড্ডাহাড্ডি। ভারতীয় মহিলা শুটাররা বেশ আত্মবিশ্বাসী ছিলেন। ১০ মিটার এয়ার রাইফেল প্রতিযোগিতার কোয়ালাফিকেশন পর্বে ১৮৮৬ স্কোর করে রমিতা, মেহুলি ঘোষ এবং আশি চৌকসে রুপোর পদক জয়ী হন। আবার এই খেলায় ১৮৯৬.৬ স্কোর করে চিন সোনা জিতেছে এবং ১৮৮০ স্কোর করে মঙ্গোলিয়া জিতে নেয় ব্রোঞ্জের পদক। এই বিভাগে ব্যক্তিগত ভাবে ফাইনালে পৌঁছেছেন রমিত এবং মেহলি। উভয়ের স্কোর হল ৬৩১.৯ এবং ৬৩০.৮। রমিতার স্থান হল দ্বিতীয় এবং মেহলির স্থান হল পঞ্চম।

    রোয়িংয়ে জোড়া রুপো ভারতের

    গতবার টোকিও অলিম্পিকে ভারত ১১ তম স্থান অধিকার করেছিল রোয়িংয়ে। এবার এশিয়ান গেমস-এ (Asian Games 2023) দুর্দান্ত প্রদর্শন করল ভারত। যদিও ফাইনালে চিনের কাছে ভারত পরাজিত হয়েছে। সোনার পদক গেছে চিনের ঝুলিতে। ভারত দ্বিতীয় হয়ে রুপো জয়ী হয়েছে। অর্জুন এবং অরবিন্দের কাছে খেলার লড়াইটা খুব একটা সহজ ছিল না। তাঁরা ৬:২৮:১৮ সময়ে নিজেদের খেলা শেষ করেন। অন্য দিকে চিনা জুটি ফান জুনজি এবং সান মান ৬:২৩:১৬ সময়ে শেষ করে সোনা জয় করে। যদিও চিনের কাছে এই সোনা হল এশিয়ান গেমস-এ দ্বিতীয় সোনা। অপর দিকে ৬:৩৩:৪২ সময়ে খেলা শেষ করে ব্রোঞ্জ জয় করেছে উজবেকিস্তান।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের , Twitter এবং Google News পেজ।

  • Asian Games 2023: বাংলাদেশকে ৮ উইকেটে হারিয়ে এশিয়ান গেমসের ফাইনালে ভারতের মহিলা ক্রিকেট দল

    Asian Games 2023: বাংলাদেশকে ৮ উইকেটে হারিয়ে এশিয়ান গেমসের ফাইনালে ভারতের মহিলা ক্রিকেট দল

    মাধ্যম নিউজ ডেস্ক: এশিয়ান গেমসে (Asian Games 2023) মহিলাদের ক্রিকেট সেমিফাইনালে বাংলাদেশকে হারিয়ে ফাইনালে উঠল ভারত। এদিন ভারতের প্রমীলা বাহিনী ৮ উইকেটে সহজ জয় পেল বাংলাদেশের বিরুদ্ধে। এখন ফাইনালে ভারতের প্রতিপক্ষ হয় পাকিস্তান হবে নয়তো শ্রীলঙ্কা, যা দ্বিতীয় সেমিফাইনালের পরই জানা যাবে। এশিয়ান গেমসের কোয়ার্টার ফাইনালে ভারতের মহিলা দলের ম্যাচ ছিল মালয়েশিয়ার বিরুদ্ধে। কিন্তু সেই ম্যাচ বৃষ্টির কারণে ভেস্তে যায়। এরপরেই সরাসরি ফাইনালে প্রবেশ করে ভারত। অন্যদিকে হংকং-এর বিরুদ্ধে বাংলাদেশের ম্যাচ বৃষ্টির কারণে ভেস্তে গেলে সেমিফাইনালে ওঠে বাংলাদেশ।

    ১৭.৫ ওভারেই শেষ বাংলাদেশের ইনিংস

    টসে জিতে এদিন ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। তবে চ্যালেঞ্জিং লক্ষ্যমাত্রা দিতে তারা ব্যর্থ হয়। উপরন্তু মাত্র ১৭.৫ ওভারেই মাত্র ৫১ রানে গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ১২ রান করেন নিগার সুলতানা। এছাড়া বাংলাদেশের কোনও মহিলা খেলোয়াড়ই দুই অঙ্কের রানে পৌঁছাতে পারেন নি। এর মধ্যে পাঁচজন খেলোয়াড় আবার শূন্য রানে আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যান। ভারতীয় মহিলা দলের পূজা বস্ত্রকার সংগ্রহ করেন চারটি উইকেট।

    আরও পড়ুন: অর্জুন পুত্র বিধায়ক পবন সিংয়ের ফেসবুক অ্যাকাউন্ট জালিয়াতি করে প্রতারণা, চাঞ্চল্য 

    ৮ উইকেটে জয়ী ভারত

    অন্যদিকে, সহজ লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে বেগ পেতে হয়নি ভারতীয় মহিলা ক্রিকেটারদের (Asian Games 2023)। তবে ওপেনার স্মৃতি মাত্র ৭ রান করে প্যাভিলিয়নে ফেরেন। অন্যদিকে, শেফালী বর্মা করেন ১৭ রান। বাকি সময়ে ক্রিজে থেকে ম্যাচ শেষ করেন কণিকা আহুজা ও জেমাইমা রডরিগেজ। আপাতত তৃতীয় স্থান অধিকারের জন্য বাংলাদেশ এবার লড়াই চালাবে ২৫ সেপ্টেম্বর। সেদিন বাংলাদেশের (Asian Games 2023) সামনে প্রতিপক্ষ কে হবে সেটা জানা যাবে দ্বিতীয় সেমিফাইনাল এর পরেই।

    আরও পড়ুন: পাকিস্তানে গিয়ে অস্ত্র প্রশিক্ষণ নেয় নিজ্জর, ছক ভারতে হামলারও, চাঞ্চল্যকর তথ্য গোয়েন্দাদের

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • East Bengal vs Mohammedan: নৈহাটিতে ইস্টবেঙ্গল-মহামেডান মিনি ডার্বি ম্যাচ, লড়াই হবে হাড্ডাহাড্ডি

    East Bengal vs Mohammedan: নৈহাটিতে ইস্টবেঙ্গল-মহামেডান মিনি ডার্বি ম্যাচ, লড়াই হবে হাড্ডাহাড্ডি

    মাধ্যম নিউজ ডেস্ক: কলকাতা লিগের মিনি ডার্বি ম্যাচ হতে চলেছে এবার নৈহাটিতে। আগামী মিনি ডার্বি ম্যাচে ২০ সেপ্টেম্বর প্রতিদ্বন্দ্বী হবে ইস্টবেঙ্গল এবং মোহামেডান (East Bengal vs Mohammedan)। কলকাতা লিগের খেলাকে ঘিরে সবুজ-মেরুন শিবিরের খেলায় দর্শকদের মহলে তীব্র উত্তেজনা। 

    কোন স্টেডিয়ামে খেলা হবে (East Bengal vs Mohammedan)?

    গত বৃহস্পতিবার মোহনবাগান এসজি এবং মহামেডান স্পোর্টিং (East Bengal vs Mohammedan) ক্লাবের বিরুদ্ধে খেলায় ২-২ গোলে ড্র হলে সুপার সিক্সে পৌঁছে যায় মহামেডান স্পোর্টিং। এই খেলা হল কলকতা লিগের খেলা তাই ব্যাপক উত্তেজনা। আইএফএ শক্রুবার সুপার সিক্সের সূচি ঘোষণা করেছে। ইস্টবেঙ্গল ও মহামেডান ম্যাচের খেলাটি অনুষ্ঠিত হবে নৈহাটির বঙ্কিমাঞ্জলি স্টেডিয়ামের মাঠে।

    কত পয়েন্ট?

    কলকাতা লিগে এবার ইস্টবেঙ্গল জুনিয়র (East Bengal vs Mohammedan) দলের কোচ হলেন বিনো জর্জ। ১২ টি ম্যাচে ইস্টবেঙ্গল পেয়েছে মোট ৩০ পয়েন্ট। ইস্টবেঙ্গল এই সুপার সিক্সে প্রতিদ্বন্দ্বী হবে মাহামেডানের বিরুদ্ধে। গ্রুপ লিগের দারুণ ভাবে খেলায় এই লাল-হলুদ শিবির আগেই পৌঁছে গেছে সুপার সিক্সে। এই প্রতিযোগিতার খেলায় কলকাতা লিগ এবং ডুরান্ড কাপ দুটোই বেশ নজর কেড়েছে উৎসাহী দর্শকদের। লড়াই যে খুব একটা সহজ হবে না, তা উভয় দল ভালো করেই জানে। সেই সঙ্গে এই খেলাকে ঘিরে সমর্থক ও দর্শকদের মধ্যে রয়েছে তীব্র উন্মাদনা।

    সুপার সিক্সে কে কে খেলবে?

    লিগ টেবিলের প্রথম গ্রুপে খেলবে মহামেডান স্পোর্টিং, ডায়মণ্ড হারবার, মোহনবাগান এসজি (East Bengal vs Mohammedan)। পাশাপাশি দ্বিতীয় গ্রুপে খেলবে ইস্টবেঙ্গল, ভবানীপুর এবং খিদিরপুর। ফলে আরও একবার কলকাতা ডার্বি হওয়ার সম্ভাবনা রয়েছে। মোহনবাগানের আরেকটি খেলা অনুষ্ঠিত হবে আগামী ১৭ সেপ্টেম্বর। ডায়মন্ড হারবার এফসির সঙ্গে সবুজ-মেরুনের এই ম্যাচটি অনুষ্ঠিত হবে। মিনি ডার্বি খেলায় কালীঘাট এমএসকে টপকে গ্রুপের তিন নম্বরে উঠে এসেছে সবুজ-মেরুন মোহনবাগান। উভয় দলের নম্বর বা পয়েন্ট এক হলেও গোলের জন্য কালীঘাট থেকে মোহনবাগান তিন নম্বর এগিয়ে।

     

     দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • East Bengal: অন্ধকারে মশাল জ্বাললেন ক্লেটন! বদলে গেল ইস্টবেঙ্গলের জার্সি 

    East Bengal: অন্ধকারে মশাল জ্বাললেন ক্লেটন! বদলে গেল ইস্টবেঙ্গলের জার্সি 

    মাধ্যম নিউজ ডেস্ক: গত কয়েক বছরে ইস্ট বেঙ্গল (East Bengal) সমর্থকদের প্রাপ্তি শুধুই হতাশা। তবে এবার আশার আলো দেখতে পেয়েছেন সমর্থকরা। ডুরান্ড কাপে রানার্স হলেও কার্লোস কুয়াদ্রতের ছেলেদের পারফরম্যান্স মন জিতে নিয়েছে। বিগ বাজেটের মোহন বাগানকে মরশুমের প্রথম ডার্বিতে হারিয়ে ফুটবল মহলকে চমকে দিয়েছিল ইস্ট বেঙ্গল। যাকে ঘিরে দিন বদলের গান গাইতে শুরু করেছেন লাল হলুদ সমর্থকরা। তাহলে কি ইস্ট বেঙ্গলের ভাগ্য বদলাচ্ছে? এর উত্তর লুকিয়ে সময়ের গর্ভে। তবে পরিবর্তনের হওয়া যে বইছে ইস্ট বেঙ্গল শিবিরে তার আঁচ পাওয়া গেল দলের জার্সি পরিবর্তনে।

    নতুন জার্সিতে আধুনিকতার ছাপ  

    আইএসএলে নতুন জার্সি পরে খেলবেন নন্দকুমার, নাওরেমরা। ঐতিহ্য ও পরম্পরার সঙ্গে আধুনিকতার ছাপ স্পট ইস্ট বেঙ্গলের (East Bengal) নতুন জার্সিতে। নতুন জার্সি প্রকাশের যে ভিডিও রিলিজ হয়েছে, সেখানেও রয়েছে চমক। কেলটন সিলভা নতুন লাল হলুদ জার্সি পরে হাতে মশাল নিয়ে অন্ধকার ঠেলে এগিয়ে আসছেন। যা থেকে একটা বার্তা স্পষ্ট, তিনি আলোর দিশারী। অন্ধকার কাটিয়ে ফের সাফল্যের প্রতীক মশাল জ্বলতে বদ্ধপরিকর। 

    হোম ম্যাচের জার্সি 

    ইস্ট বেঙ্গলের (East Bengal) নতুন জার্সিতে লাল হলুদ রং খুব সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে। হাতের দু দিকে যেমন দুটি রঙের উজ্জ্বল উপস্থিতি চোখে পড়ছে, তেমনি শরীরের দুই অংশে লাল হলুদ বিরাজ করছে। এই জার্সি পড়ে ইস্ট বেঙ্গল এবার আই এস এলের হোম ম্যাচ খেলবে। অ্যাওয়ে ম্যাচের জার্সি এখনও উন্মোচন হয়নি।

    এদিকে নয় বছর অতিক্রম করে দশম বছরে পড়ল আইএসএল (ISL)। তবে প্রতিযোগিতা শুরু হওয়ার আগে হোঁচট খেয়েছে। বহুদিনের স্পনসর হিরো মোটর সরে দাড়িয়েছে আইএসএল থেকে। যা ভারতীয় ফুটবলের কাছে বড় ধাক্কা। জানা গিয়েছে, সম্প্রতি হিরো মোটোকর্পের সঙ্গে চুক্তি শেষ হয়েছে আইএসএল-এর। কিন্তু তারা আর চুক্তি নবীকরণ করেনি। হিরো আইলিগ ও আইএসএল-কে দীর্ঘ কয়েক বছর ধরে স্পনসর করে এসেছে। তবে এবার তারা পুরোপুরি সরে গেল। যার অর্থ, আইলিগ ও আইএসএল-এর সঙ্গে রইল না হিরো। সংস্থার সরে যাওয়ার কারণ হিসেবে জানা গিয়েছে, তাদের ভিতরের সমস্যার জন্য তারা স্পনসরশিপ ডিল থেকে সরে গিয়েছে।

    আরও পড়ুন: ব্যর্থ দুনিথের দুরন্ত পারফরম্যান্স! শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে ভারত

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Asia Cup 2023: আজ মহারণে ভারত-পাকিস্তান, দুই দলের শক্তি ও দুর্বলতার দিক কোনগুলি?

    Asia Cup 2023: আজ মহারণে ভারত-পাকিস্তান, দুই দলের শক্তি ও দুর্বলতার দিক কোনগুলি?

    মাধ্যম নিউজ ডেস্ক: রবিবার ফের মুখোমুখি ভারত-পাকিস্তান (Asia Cup 2023)। ইতিমধ্যে এশিয়ান ক্রিকেট অ্যাসোসিয়েশন জানিয়েছে যে কোনও কারণে বৃষ্টির জেরে যদি ম্যাচ ভেস্তে যায়, তাহলে রিজার্ভ ডে’তে ফের খেলা হবে। এমন অবস্থায় দুই দেশের সমর্থকরা মুখিয়ে রয়েছেন এই ম্যাচকে উপভোগ করতে। আজকের ম্যাচে ভারতকে (Asia Cup 2023) হারাতে পারলে পাকিস্তানের ফাইনালে যাওয়ার সুযোগ অনেকটাই বেড়ে যাবে। অন্যদিকে, চির প্রতিদ্বন্দ্বী (Asia Cup 2023) পাকিস্তানের বিরুদ্ধে জয় পেতে মুখিয়ে রয়েছে ভারত।

    দুই দলের শক্তি এবং দুর্বলতার কোন কোন দিক রয়েছে? 

    ভারতের শক্তিশালী দিক হল টপ অর্ডার (Asia Cup 2023) ব্যাটিং লাইন আপ। রোহিত, শুভমান শ্রেয়াস, বিরাট কোহলির মত বিশ্ব বিখ্যাত ব্যাটসম্যানরা রয়েছেন ভারতীয় দলে, এঁরাই যে কোনও ম্যাচকে ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রাখেন। অন্যদিকে পান্ডিয়া, জাদেজা, শার্দুল ঠাকুরের মতো অলরাউন্ডাররাও রয়েছেন। ভারতীয় দলে আবার বুমরাহ, সিরাজ, শার্দুল, কুলদীপের মত বোলাররা রয়েছেন ভারতীয় দলে(Asia Cup 2023)। 

    ভারতীয় দলের অন্যতম দুর্বলতা হল টপ অর্ডারের ব্যর্থতা। পাকিস্তানের বিরুদ্ধে প্রথম ম্যাচেই ভারতের টপ অর্ডারকে সেভাবে ফর্মে পাওয়া যায়নি। অন্যদিকে ভারতীয় দলে দীর্ঘদিন ধরেই রান পাচ্ছেন না বিরাট কোহলি বিগত পাকিস্তানের ম্যাচে মাত্র চার রানি আউট তিনি(Asia Cup 2023)।

    অন্যদিকে পাকিস্তান দলের অন্যতম শক্তি হল তাদের বোলাররা। আবার পাকিস্তানের ক্যাপ্টেন বাবর আজম এই মুহূর্তে বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যানও বটেন। বর্তমানে তিনি পুরো ফর্মে (Asia Cup 2023) রয়েছেন। পাকিস্তানের এই বাবর নির্ভরতা তাদের অন্যতম দুর্বলতার কারণও বটে। এছাড়াও দলে সেভাবে কোনও স্পিনার নেই। শুরুতেই যদি উইকেট হারিয়ে ফেলে পাকিস্তান দল তাহলে তা সমস্যার কারণ হতে পারে।

    ভারতের সম্ভাব্য একাদশ (Asia Cup 2023)

    ভারত পাকিস্তানের মেগা ম্যাচে চোট সারিয়ে দলের সঙ্গে যোগ দিয়েছেন লোকেশ রাহুল। দেশে ফিরতে হয়েছে সঞ্জু স্যামসনকে। দলের সঙ্গে অনুশীলন করতেও দেখা গিয়েছে এই কিপার ব্যাটসম্যানকে। রবিবারের মেগা মাঝে ভারতের সম্ভাব্য একাদশ হল, রোহিত শর্মা, শুভমন গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কেএল রাহুল, হার্দিক পাণ্ডিয়া, রবীন্দ্র জাদেজা, শার্দূল ঠাকুর, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ।

    পাকিস্তানি একাদশ (Asia Cup 2023)

    পাকিস্তান অবশ্যই আগেই তাদের প্রথম একাদশের নাম ঘোষণা করে দিয়েছে (Asia Cup 2023)। সেই মতো সমাজ মাধ্যমেও দেখা যায় ভারতের বিরুদ্ধে খেলতে চলা পাকিস্তানের ১১ জন খেলোয়াড়ের নাম। বাংলাদেশ ম্যাচের বিরুদ্ধে যে দলকে মাঠে দেখা গিয়েছিল সেই দলই অপরিবর্তিত রেখেছেন বাবর আজমরা। পাকিস্তানের একাদশ হল, বাবর আজম , ফখর জামান, ইমাম উল হক, মহম্মদ রিজওয়ান, আঘা সলমন, ইফতিকার আহমেদ, শাদাব খান, ফাহিম আশরফ, নাসিম শাহ, শাহিন আফ্রিদি এবং হ্যারিস রউফ।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share