Category: খেলা

Get updates on Sports News Cricket, Football, Tennis, from the Madhyom news portal madhyom.com, West Bengal leading news portal Madhyom.com

  • Rishabh Pant: ক্রাচ নিয়ে হাঁটছেন ঋষভ পন্থ, ছবি শেয়ার করলেন ট্যুইটারে

    Rishabh Pant: ক্রাচ নিয়ে হাঁটছেন ঋষভ পন্থ, ছবি শেয়ার করলেন ট্যুইটারে

    মাধ্যম নিউজ ডেস্ক: তারকা ক্রিকেটার ঋষভ পন্থ (Rishabh Pant) দুর্ঘটনার পরে প্রথম হাঁটলেন। গত বছরেরএকেবারে শেষের দিকে ভারতের এই উইকেটরক্ষক ব্যাটসম্যান পথ দুর্ঘটনায় মারাত্মকভাবে জখম হন। দুর্ঘটনার সময় নিজেই গাড়ি চালাচ্ছিলেন তিনি। এরপর ঋষভকে দেরাদুন থেকে মুম্বইতে নিয়ে আসা হয় উন্নত চিকিৎসার জন্য। ভারতীয় ক্রিকেট বোর্ড তাঁর চিকিৎসার সমস্ত ভার নিয়েছিল তখন।

    ইতিমধ্যে নাগপুরে অভিষেক টেস্ট খেলতে নেমেছেন কেএস ভরত। ব্যাটে সফল না হলেও উইকেট কিপারের ভূমিকায় ভালোই দাগ কেটেছেন তিনি। নাগপুরের মাঠের দৃশ্য ঋষভ হয়ত হাসপাতালে বসে টিভিতে দেখছেন। তার মধ্যেই ঋষভ হাঁটতে শুরু করলেন। পায়ে ব্যান্ডেজ, হাতে ক্রাচ নিয়ে ঋষভ হাঁটছেন।

    আরও পড়ুন: দেড় বছর পর টেস্ট ক্রিকেটে শতরান রোহিতের! জাদেজা-অক্ষরের ব্যাটে ভর করে বড় রানের লিড ভারতের

    নিজের ট্যুইটার থেকে কী লিখলেন ঋষভ পন্থ (Rishabh Pant) 

    শুক্রবার সন্ধ্যায় নিজের ট্যুইটারে দুটি ছবি পোস্ট করেন পন্থ। ওই দুটি ছবিতে তাঁকে ক্রাচ হাতে হাঁটতে দেখা যাচ্ছে। ছবির সঙ্গে ভারতীয় দলের তারকা উইকেটকিপার ঋষভ পন্থ (Rishabh Pant)  লেখেন, ‘‘একটা পা সামনের দিকে, আরও একটা শক্তিশালী পদক্ষেপ এবং আরও একটা ভাল পদক্ষেপ।’’

    তিনি যে দুর্ঘটনার পরে নতুন ইনিংস শুরু করছেন, সেটিও বোঝা যাচ্ছে নামী তারকার কথাবার্তায়। ছবিতে দেখা যাচ্ছে, ডানপায়ের হাঁটু থেকে পায়ের পাতার কিছুটা উপর পর্যন্ত ব্যান্ডেজ আছে পন্থের। ডান পা শূন্যে রেখে ক্রাচের উপর ভর দিয়ে তাঁকে পায়ে চপ্পল পরে হাঁটতে দেখা গিয়েছে। ডানহাতের কনুইয়েও ছোট একটা ব্যান্ডেজ দেখা গিয়েছে।

    আরও পড়ুন: স্পিন-মন্ত্রেই বশ মানলেন কামিন্সরা! প্রথম দিনে মাত্র ১৭৭ রানেই শেষ অস্ট্রেলিয়ার ইনিংস

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     

     

  • Amitabh Bachchan: রিয়াদে মেসি রোনাল্ডোদের সঙ্গে দর্শকদের মন ভরালেন বিগ-বি

    Amitabh Bachchan: রিয়াদে মেসি রোনাল্ডোদের সঙ্গে দর্শকদের মন ভরালেন বিগ-বি

    মাধ্যম নিউজ ডেস্ক: ফুটবল বিশ্বকাপের টানটান উত্তেজনার ম্যাচগুলি এখনও সবার স্মৃতিতে তাজা। দর্শকদের মনে এখনও রয়ে গেছে ২০২২ কাতার বিশ্বকাপের ফাইনাল ম্যাচের মেসি বনাম এমবাপের লড়াই।  এরই মাঝে ১৯ জানুয়ারি রিয়াদে মুখোমুখি মেসি আর ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এদিন মাঠে এই গ্রহের দুই অন্যতম সেরা ফুটবল তারকার সঙ্গে করমর্দন করতে দেখা যায় অমিতাভ বচ্চনকে (Amitabh Bachchan)। অন্যান্য ফুটবল খেলোয়াড়দের মধ্যে নেইমার এবং এমবাপেরাও ছিল। মাঠের ওই ভিডিও আপাতত ভাইরাল হয়েছে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে। মেসির প্যারিস সেন্ট জার্মেইয়ের বিপক্ষে রোনাল্ডোর সৌদি অল-স্টার একাদশের খেলা ছিল এদিন।

    ময়দানে বিগ-বি (Amitabh Bachchan)

    ম্যাচের আগে বলিউডের বিগ-বি (Amitabh Bachchan) মাঠে নেমে খেলোয়াড়দের শুভেচ্ছা জানান। দুই ক্লাবের এই হাইভোল্টেজ ম্যাচে বলিউড তারকার উপস্থিতি আলাদা উন্মাদনা তৈরি করে। অনেক বচ্চন অনুরাগীকে খুশি হয়ে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় এই ছবি ও ভিডিও শেয়ার করতে দেখা গেছে। অমিতাভ বচ্চনও (Amitabh Bachchan) ট্যুইটারে ফুটবল ময়দানে তাঁর উপস্থিতির ভিডিও শেয়ার করেছেন।
    ওই ভিডিওতে দেখা যাচ্ছে তিনি মাঠে হাঁটছেন এবং খেলোয়াড়দের শুভেচ্ছা জানাচ্ছেন। ট্যুইটের ক্যাপশনে তিনি লেখেন, “T ৪৫৩৩ – ‘রিয়াদে একটি সন্ধ্যা …’ কী দারুণ একটি সন্ধ্যা! ক্রিশ্চিয়ানো রোনালদো, লিওনেল মেসি, এমবাপে, নেইমার সবাই একসঙ্গে খেলছেন .. এবং আমি আমন্ত্রিত অতিথি হিসেবে খেলা উদ্বোধনের জন্য .. পিএসজি বনাম রিয়াদ সিজনস। অবিশ্বাস্য!!!”

    প্রসঙ্গত, গতকালের ম্যাচে মোট ৯টি গোল হয়। মেসি-নেইমারের পিএসজি জেতে এই ম্যাচ। আবারও আনন্দে উৎফুল্ল তাই মেসি ভক্তরা।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Virat Kohli: লঙ্কা বধের সঙ্গেই নতুন কী  রেকর্ড গড়লেন কোহলি?  জানুন বিস্তারিত

    Virat Kohli: লঙ্কা বধের সঙ্গেই নতুন কী রেকর্ড গড়লেন কোহলি? জানুন বিস্তারিত

    মাধ্যম নিউজ ডেস্ক: শেষ চারটি ম্যাচে তিনটে সেঞ্চুরি! জীবনের সেরা ফর্মে রয়েছেন বিরাট কোহলি (Virat Kohli)। তৃতীয় একদিনের আন্তর্জাতিকে ৫০ ওভারে ভারত করে ৩৯০ রান, জবাবে মাত্র ২২ ওভার খেলে শ্রীলঙ্কা মাত্র ৭৩ রানই করতে সমর্থ হয়।  এদিন ত্রিবান্দ্রমে লঙ্কা বধের সঙ্গেই প্রবেশ করলেন বিশ্বের সর্বকালের সেরা ব্যাটসম্যানদের গোত্রে।

    আরও পড়ুন: ভাইরাল ভিডিও! লেজার শো-তে চলা গানের তালে নাচলেন বিরাট ও ঈশান

    শ্রীলঙ্কার একসময়ের তারকা ব্যাটসম্যান মহেলা জয়বর্ধনেকে পিছনে ফেলে ওয়ানডেতে সর্বোচ্চ রান করা খেলোয়ারদের তালিকায় বিরাট কোহলি প্রবেশ করলেন।

    আরও পড়ুন: রাজ্য ও লোকসভা নির্বাচনে একাই লড়বে বহুজন সমাজবাদী পার্টি, সাফ জানালেন মায়াবতী

    ক্রিকেট বিশ্বে এই মুহূর্তে রানের দিক থেকে বিরাট কোহলির (Virat Kohli) স্থান হল পঞ্চম। শ্রীলঙ্কার বিরুদ্ধে তৃতীয় ওয়ানডেতে এই মাইলফলক স্পর্শ করলেন ভারতের এই তারকা ব্যাটসম্যান।

    আরও পড়ুন: স্পেনকে ২-০ গোলে হারিয়ে হকি বিশ্বকাপ অভিযান শুরু ভারতের
    রবিবার ত্রিবান্দ্রমে শ্রীলঙ্কার বিরুদ্ধে তৃতীয় ওয়ানডে ম্যাচে ৬২ রান করতেই এই রেকর্ডের মালিক হলেন বিরাট কোহলি (Virat Kohli)। জয়বর্ধনের স্থান এখন ষষ্ঠ।

    আরও পড়ুন: মেসি ও রোনাল্ডোর সঙ্গে একফ্রেমে! জানেন কী করতে হবে?

    বিরাটের (Virat Kohli) আগে এখন আর কে কে রয়েছেন

    আজকের ম্যাচের শুরুতে বিরাট কোহলির (Virat Kohli) রান ছিল ১২,৫৮৮ অপরদিকে শ্রীলঙ্কার জয়বর্ধনে পঞ্চম স্থানে ছিলেন ১২৬৫০ রান নিয়ে।

    আরও পড়ুন: আগামীকাল থেকে দিল্লিতে চলতে পারে শৈত্য প্রবাহ, জানাচ্ছে মৌসম ভবন

    তালিকার শিখরে রয়েছেন সচিন তেন্ডুলকর যাঁর নম্বর ১৮,৪২৬ এরপরে কুমার সঙ্গরকারা আছেন ১৪,২৩৪ রান নিয়ে, তারপর রিকি পন্টিং ১৩,৭০৪ এবং সনৎ জয়সূর্য ১৩,৪৩০ অর্থাৎ বর্তমানে কোহলির (Virat Kohli) সামনে এখন সনৎ জয়সূর্য।

    আরও পড়ুন: আসন্ন বিশ্বকাপে বিরাট কোহলির ভূমিকা গুরুত্বপূর্ণ হবে: গৌতম গম্ভীর
     
    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Virat Kohli: আসন্ন বিশ্বকাপে বিরাট কোহলির ভূমিকা গুরুত্বপূর্ণ হবে: গৌতম গম্ভীর

    Virat Kohli: আসন্ন বিশ্বকাপে বিরাট কোহলির ভূমিকা গুরুত্বপূর্ণ হবে: গৌতম গম্ভীর

    মাধ্যম নিউজ ডেস্ক: একদিনের আন্তর্জাতিক ম্যাচে বিরাট কোহলির (Virat Kohli) ব্যাট এখন প্রতিটি ম্যাচেই ঝলসে উঠছে । বর্তমানে ভারতের এই তারকা ব্যাটসম্যানের নামে ৪৫টি সেঞ্চুরি রয়েছে। একদিনের আন্তর্জাতিক ক্রিকেট হোক অথবা অন্য যে কোনও ফরম্যাটের ক্রিকেটে বিরাট কোহলিকে অনেকেই লিজেন্ড বলছেন। ২০২৩ সালেই রয়েছে আন্তর্জাতিক ক্রিকেট বিশ্বকাপ। আসন্ন বিশ্বকাপে বেশিরভাগ ক্রিকেট ভক্তের নজর যে বিরাট কোহলির (Virat Kohli)  দিকে থাকবে, একথা বলাই যায়। এই তারকা ব্যাটসম্যানের উপর স্বাভাবিকভাবেই প্রত্যাশার চাপ রয়েছে খুব বেশি। আসন্ন বিশ্বকাপে বিরাট কোহলির (Virat Kohli)  ভূমিকা কেমন হতে চলেছে তা নিয়েই খোলামেলা আলোচনা করলেন গৌতম গম্ভীর।

    কী বললেন গৌতম গম্ভীর

     গৌতম গম্ভীর মনে করছেন যে বিরাট কোহলির (Virat Kohli)  একটি বড় ভূমিকা থাকবে, আন্তর্জাতিক ক্রিকেট বিশ্বকাপে। বিরাটের (Virat Kohli)  সঙ্গ দেওয়ার জন্য ইতিমধ্যে আরও দুই উঠতি ব্যাটসম্যান রয়েছেন। সূর্য কুমার যাদব এবং ঈশান কিষান। এদিন গৌতম গাম্ভীর আরও বলেন যে একদিনের আন্তর্জাতিক এবং টি-টোয়েন্টি ক্রিকেটের ফরম্যাটের মধ্যে অনেক কিছুই পার্থক্য রয়েছে। রোহিত শর্মা, বিরাট কোহলির মতো ক্রিকেটাররা আসন্ন বিশ্বকাপ ক্রিকেটে ভারতের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছেন। এদিন স্টার স্পোর্টসের একটি টক শোতে গৌতম গাম্ভীর আরও বলেন “৫০ ওভারের ক্রিকেট বিশ্বকাপে ঈশান কিষান, সূর্য কুমার যাদব প্রথমবার বিশ্বকাপ খেলবেন। কিন্তু আমাদেরকে ভুলে গেলে চলবে না বিরাট কোহলি (Virat Kohli)  এবং রোহিত শর্মার ক্রিকেট সম্পর্কে অভিজ্ঞতা অনেকটাই আর সেটা কাজে লাগানো খুব জরুরি। এবার দেখা যাক রোহিত শর্মা এবং বিরাট কোহলির (Virat Kohli)  সঙ্গে ভারতীয় ব্যাটিং লাইন আপে আর কে কে থাকেন”। গৌতম গাম্ভীর আরও বলেন যে আসন্ন বিশ্বকাপে বিরাট কোহলি একটি বড় গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছেন। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Laser Show: ভাইরাল ভিডিও! লেজার শো-তে চলা গানের তালে নাচলেন বিরাট ও ঈশান

    Laser Show: ভাইরাল ভিডিও! লেজার শো-তে চলা গানের তালে নাচলেন বিরাট ও ঈশান

    মাধ্যম নিউজ ডেস্ক:  ইডেন গার্ডেন্সে চার উইকেটে শ্রীলঙ্কাকে (IND vs SL 2nd ODI) হারিয়ে তিন ম্যাচের সিরিজ জিতে নিয়েছে ভারতীয় ক্রিকেট দল। বল হাতে স্পিনারদের দাপট ও ব্যাট হাতে কেএল রাহুলের অপরাজিত ৬৪ রানের ইনিংস ভারতীয় দলকে জয় এনে দেয়। বিরাট-রোহিতরা দ্রুত ফিরে যাওয়ায় ক্ষণিকের নিস্তব্ধতা ধরা পড়ে ইডেনের গ্যালারিতে। কিন্তু ভারতের জয় ও ম্যাচ শেষে  ইডেনের চোখধাঁধানো লেজার শো দর্শকদের মন জিতে নেয়। বিনোদনের ষোল কলা পূর্ণ করে সিএবি।

    আরও পড়ুন: ভিড়ে ঠাসা ইডেন! দ্বিতীয় একদিনের ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজ জয় ভারতের

    ভাইরাল ভিডিও

    ভারতের জয় ও লেজার শোয়েই শেষ নয়, বিরাট কোহলির (Virat Kohli) নাচেরও সাক্ষী হয়ে থাকলেন ইডেনের দর্শকরা। দ্বিতীয় ইনিংস শুরু হওয়ার ঠিক আগে, ছয় মিনিটের লেজার শোর আয়োজন করা হয়েছিল সিএবির তরফে। যা শুরু হওয়ার কথা ছিল সন্ধ্যা পৌনে ছটায়। তবে শ্রীলঙ্কার ইনিংস নির্ধারিত সময়ের আগেই শেষ হয়ে যায়। ঘড়িতে তখন সাড়ে চারটে। দিনের আলো নিভে যাওয়ার আগেই অল আউট শ্রীলঙ্কা (Ind vs SL)। কিন্তু আঁধার না নামলে লেজার শো হবে কী করে? অগত্যা, লেজার শো পিছিয়ে দিতে হয় সিএবি-কে। ম্যাচ শেষ হওয়ার পরই শুরু হয় মায়াবী আলোর খেলা, আর সুর-তাল-ছন্দ।

    এই লেজার শো চলাকালীনই সাজঘরের সামনে বিরাট ও ঈশান কিষাণকে (Ishan Kishan) মুহূর্তের জন্য নাচতে দেখা যায়। আচমকাই বিরাট, ঈশানের নাচ দর্শকরা ক্যামেরাবন্দি করে রাখেন। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। এই প্রথম নয়, এর আগেও বিরাট কোহলিকে দেখা গিয়েছে ম্যাচের মাঝে নাচ করতে। এবার ইডেন গার্ডেন্সে তাঁকে দেখা গেল। তবে এটা ম্যাচ চলাকালীন হল না, ম্যাচের পর নাচলেন তিনি। লেজার শো-তে চলা গানের তালে নাচতে দেখা যায় বিরাট ও ঈশানকে। নাচতে নাচতে তাঁরা ড্রেসিংরুমের দিকে ঢুকে যান। কোনও এক সমর্থক গ্যালারি থেকে এই ভিডিয়োটি করেন। যা এখন ভাইরাল।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • IND vs SL 2nd ODI: ভিড়ে ঠাসা ইডেন! দ্বিতীয় একদিনের ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজ জয় ভারতের

    IND vs SL 2nd ODI: ভিড়ে ঠাসা ইডেন! দ্বিতীয় একদিনের ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজ জয় ভারতের

    মাধ্যম নিউজ ডেস্ক: তিন ম্যাচের একদিনের সিরিজের প্রথম দুটিতে জিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ জয়ের হাসি হাসল টিম ইন্ডিয়া। শ্রীলঙ্কাকে ৪ উইকেটে হারিয়ে ইডেনে নিজেদের আধিপত্য বজায় রাখল ভারত। ইডেনে দেখা গেল বোলারদের দাপট। দু’দলের বোলাররাই ভাল বল করলেন। তবে ব্যাটারদের যুদ্ধে বাজিমাত করল মেন ইন ব্লু। বলা ভাল, ধৈর্যের পরীক্ষায় পাশ করলেন লোকেশ রাহুল, হার্দিক পান্ডিয়ারা। বল হাতে যদি মদম্মদ সিরাজ ও কুলদীপ যাদব ভারতের নায়ক হন, তো ব্যাট হাতে মিডল অর্ডারে রাহুল-হার্দিক জুটি ভাল খেললেন। রোহিত-বিরাট হতাশ করলেও রাহুলের অর্ধশতরান মন ভরাল ইডেনের। 

    হতাশ করলেন রোহিত-বিরাট

    ভারত জিতলেও রোহিত-কোহলির ব্যাট হতাশ করেছে শহরের ক্রিকেট প্রেমীদের। সপ্তাহের মধ্যে কর্মব্যস্ততা সত্ত্বেও দুপুরেই ইডেন ভরিয়েছিল কলকাতার ক্রিকেট প্রেমীরা। বিকেলে বিরাটের ব্যাটিং দেখার আশায় ভিড় বেড়েছিল। ওপেন করতে নেমে শুরুটা খারাপ করেননি রোহিত। দু’টি চার এবং একটি ছয় মারেন তিনি। কিন্তু ২১ বলে ১৭ রান করে আউট হলেন ভারত অধিনায়ক। ভারতীয় ইনিংসের পঞ্চম ওভারের শেষ বলে চামিকা করুণারত্নের বলে উইকেটরক্ষক কুশল মেন্ডিসের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন তিনি। অধিনায়ক আউট হওয়ার সময় ভারতের রান ছিল ৩৩। তখন কোহলি-কোহলি ধ্বনিতে কান পাতা দায় ইডেনে। উঠছে মেক্সিকান ওয়েভও। তবে রোহিতের পর হতাশ করলেন তিন নম্বরে নামা কোহলিও। লাহিরু কুমারার বলে বোল্ড হলেন প্রাক্তন অধিনায়ক। মঙ্গলবার গুয়াহাটিতে প্রথম এক দিনের ম্যাচে দু’বার জীবন পেয়ে শতরান পূর্ণ করেন কোহলি। এক দিনের ক্রিকেটে ৪৫তম শতরান করার পরের ম্যাচেই ব্যর্থ হলেন কোহলি। ৯ বল খেলে মাত্র ৪ রান করলেন তিনি। হঠাতই চেনা ছন্দ হারিয়ে চুপ ইডেন। ক্রিকেটের নন্দনকাননে তখন পিন পড়লে শোনা যাবে।

    আরও পড়ুন: নিজের রেকর্ড নিজেই ভাঙলেন! ভারতের ইতিহাসে সব থেকে জোরে বলটা করলেন উমরান

    শুরুতে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। গুয়াহাটিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়ে ভুগতে হয়েছিল। তাই শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শনাকা ভেবেছিলেন, ইডেনে প্রথমে ব্যাট করে ভারতকে চাপে ফেলে দেবেন। কিন্তু তিনি জানতেন না, ভারতীয় দলে কুলদীপ রয়েছেন। যিনি এই মাঠকে হাতের তালুর মতো চেনেন। কুলদীপের ঘূর্ণিতে মাথা ঘুরল শ্রীলঙ্কার। শুরুটা ভাল করেও মাঝের ওভারে পর পর উইকেট পড়ল। নিজের প্রথম ম্যাচে খেলতে নেমে নুয়ানিদু ফার্নান্ডো যথেষ্ট পরিণত ব্যাটিং শুরু করেন। নিজের অভিষেক ম্যাচেই অর্ধশতরান করেন নুয়ানিদু। শেষ পর্যন্ত ২১৫ রানে অলআউট হয়ে গেল শ্রীলঙ্কা। দলে ফিরে ৩ উইকেট নিলেন ভারতের বাঁ হাতি চায়নাম্যান বোলার। ৩ উইকেট নিলেন সিরাজও।

    মায়াবী আলোর ঝলক

    বিরতিতে ইডেনের গ্যালারিতে গুঞ্জন শ্রীলঙ্কার করা ২১৫ রান সহজেই তাড়া করে নেবে ভারত। কিন্তু ব্যর্থ ভারতের টপ অর্ডার। পছন্দের ইডেনে বিরাট কোহলি, রোহিত শর্মা দু’জনেই রান পেলেন না। পাওয়ার প্লে-র মধ্যেই ভারতের ৩ উইকেট পড়ে যায়। ফলে রান তাড়া করতে নেমে একটু চাপে পড়ে যায় ভারত। তবে হার্দিক-রাহুল জুটির দৌলতে বাজিমাত করে টিম ইন্ডিয়া। ম্যাচে শেষে দর্শকদের মনোরঞ্জনে ষোল আনা সফল সিএবিও।  এই লেজার শো ট্যুইট করে সিএবি-কে শুভেচ্ছা জানান প্রাক্তন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ও।

    প্রতিশ্রুতি মতো লেজার শো দেখা গেল ইডেন গার্ডেন্সে। প্রথমে ঠিক হয়েছিল দুই ইনিংসের বিরতিতে লেজার শো দেখানো হবে। কিন্তু শ্রীলঙ্কার ইনিংস মাত্র ৪০ ওভারে শেষ হয়ে যায়। তখনও আকাশে আলো ছিল। প্রথমে ঠিক হয়েছিল সন্ধ্যা ৬.৪৫ মিনিটে হবে এই লেজার শো। কিন্তু তার অনেক আগে শ্রীলঙ্কার ইনিংস শেষ হয়ে যাওয়ায় ঘোষণা করা হয়ে যে ম্যাচের শেষে লেজার শো দেখানো হবে। সেই মতো ম্যাচের শেষে মাতোয়ারা আলোর খেলা দেখলেন দর্শকরা। মাত্র ৬ মিনিটের লেজার শো-য়ে সবার মন কেড়ে নিল বাংলার ক্রিকেট সংস্থা।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • India vs Sri Lanka: ক্রিকেটের নন্দনকাননে পেলেকে শ্রদ্ধা! আজ ইডেনে ভারত-শ্রীলঙ্কা দ্বিতীয় একদিনের ম্যাচ

    India vs Sri Lanka: ক্রিকেটের নন্দনকাননে পেলেকে শ্রদ্ধা! আজ ইডেনে ভারত-শ্রীলঙ্কা দ্বিতীয় একদিনের ম্যাচ

    মাধ্যম নিউজ ডেস্ক: ইডেনে ভারত-শ্রীলঙ্কা দ্বিতীয় একদিনের ম্যাচ ঘিরে উন্মাদনা তুঙ্গে। প্রায় ৫০ হাজারের বেশি দর্শক গ্যালারিতে থাকবেন বলে আশাবাদী সিএবি কর্তারা। প্রায় পাঁচ বছর পর ক্রিকেটের নন্দনকাননে একদিনের আন্তর্জাতিক ম্যাচ হচ্ছে। ফলে শহরের ক্রিকেটপ্রেমীদের মধ্যে বাড়তি উন্মাদনা রয়েছে। আজ, প্রয়াত ফুটবল সম্রাট পেলেকে শ্রদ্ধা জানাবে ইডেন। জায়ান্ট স্ক্রিনে দেখানো হবে ফুটবল সম্রাটকে নিয়ে তৈরি স্বল্প সময়ের তথ্যচিত্র। উল্লেখ্য, ১৯৭৭ সালে ইডেনে মোহন বাগান ক্লাবের বিরুদ্ধে কসমস ক্লাবের হয়ে খেলেছিলেন পেলে।

    দর্শকদের উন্মাদনা তুঙ্গে

    গুয়াহাটিতে প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে সহজে হারিয়েছিল টিম ইন্ডিয়া। তাই কলকাতায় সিরিজ জেতার হাতছানি রোহিতদের সামনে। তবে এই ম্যাচে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে বিরাট কোহলি। খারাপ সময় কাটিয়ে উঠেছেন তিনি। গত ম্যাচে হাঁকিয়েছেন সেঞ্চুরি। কলকাতার ক্রিকেট জনতাও তাই বিরাটের ব্যাটে বড় রানের প্রত্যাশা করছেন। মনে রাখতে হবে, ২০১৯ সালে এই ইডেনেই বাংলাদেশের বিরুদ্ধে গোলাপি টেস্টে শতরান করেছিলেন তিনি। তারপর দীর্ঘ তিন বছর তাঁর ব্যাটে কোনও শতরান ছিল না। যা নিয়ে প্রবল সমালোচনার মুখে পড়তে হয়েছিল। তবে বিরাটের ব্যাট ফের কথা বলছে। বছর তিনি শেষ করেছিলেন বাংলাদেশের বিরুদ্ধে সেঞ্চুরি হাঁকিয়ে। নতুন বছরের শুরুতেও শতরান করেছেন। ইডেনেও তাঁর কাছে সেঞ্চুরির হ্যাটট্রিকের সুযোগ।

    বিরাট-ব্যাট দেখতে চায় কলকাতা

    বুধবার বিকেলে ভারত ও শ্রীলঙ্কা দলের ক্রিকেটাররা কলকাতায় আসেন বিশেষ বিমানে। তবে দেখা যায়নি কোহলিকে। কারণ মেয়ে ভূমিকার জন্মদিন ছিল বুধবার। তাই মুম্বই উড়ে গিয়েছিলেন ভিকে। যদিও রাতেই তিনি টিমের সঙ্গে যোগ দিয়েছেন। বিরাট ছাড়াও এই ম্যাচে নজর থাকবে রোহিতের উপরও। কারণ, ইডেন বড়ই পয়মন্ত তাঁর কাছে। কয়েক বছর আগে শ্রীলঙ্কার বিরুদ্ধে এই মাঠেই তিনি একদিনের ক্রিকেটে ২৬৪ রানের দুর্ধর্ষ ইনিংস উপহার দিয়েছিলেন। খেলার পাশাপাশি ইডেনের দর্শকদের জন্য বিনোদনের এলাহি ব্যবস্থা। ইনিংসের বিরতিতে হবে লেজার ও সাউন্ড শো। যা চলবে প্রায় ছ’মিনিট ধরে। 

    আরও পড়ুন: নিজের রেকর্ড নিজেই ভাঙলেন! ভারতের ইতিহাসে সব থেকে জোরে বলটা করলেন উমরান

    পেলেকে শ্রদ্ধা

    ইডেন গার্ডেন্সের ইতিহাসে অন্যতম স্মরণীয় দিন ২৪ সেপ্টেম্বর ১৯৭৭। এই দিনেই ইডেন গার্ডেন্সে এসেছিলেন ব্রাজিলিয়ান কিংবদন্তী ফুটবলার পেলে আর কসমসের জার্সি গায়ে খেলেছিলেন মোহনবাগানের বিরুদ্ধে। ইডেন গার্ডেন্সে পড়েছিল কিংবদন্তীর পায়ের ছাপ। ২০২২ সালের শেষের দিকে প্রয়াত হয়েছেন পেলে। ক্যানসারের সঙ্গে লড়াইয়ে পরাস্ত হয়ে তিনি প্রয়াত হয়েছেন। পেলেকে শ্রদ্ধা জানাতে এবার অভিনব উদ্যোগ নিল ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল। এরজন্য বেছে নেওয়া হল ভারত বনাম শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচকে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • Lionel Messi: মেসির ফিটনেসের ৫টি রহস্য

    Lionel Messi: মেসির ফিটনেসের ৫টি রহস্য

    মাধ্যম নিউজ ডেস্ক: এই মুহূর্তে এই গ্রহের সবথেকে জনপ্রিয় ফুটবলার তিনি। মেসির (Lionel Messi) হাতে যেন বিশ্বকাপ ওঠে এমন প্রার্থনা সারা বিশ্বব্যাপী বেশিরভাগ মানুষই করেছিলেন। বাদ যায়নি আমাদের ভারতবর্ষ। বিশ্বকাপ ফাইনালের দিন পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় বেশিরভাগ ভারতীয় আর্জেন্টিনাকেই সাপোর্ট করেছিলেন তার একমাত্র কারণ লিও মেসি (Lionel Messi)। তাঁর ফুটবল জাদুতে মুগ্ধ করেছেন তিনি সারা বিশ্বকে।
    কাতার স্টেডিয়ামে বিশ্বকাপ ফাইনালে টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচ শেষে ট্রফি ওঠে মেসির (Lionel Messi) হাতে। আজকে আমরা জেনে নেব লিও মেসি (Lionel Messi) এত ফিট থাকেন কীভাবে? কী তাঁর ডায়েট চার্ট? 

    ১) লিও মেসি (Lionel Messi) প্রচুর পরিমাণে জল পান করেন

    জানা গেছে আর্জেন্টিনার এই তারকা ফুটবলার প্রচুর পরিমাণে জল পান করেন নিজেকে তরতাজা রাখার জন্য। এছাড়াও জানা গেছে নিয়মিত খাদ্য তালিকায় টাটকা ফল, বিভিন্ন সবজি, বাদাম এসব কিছুই থাকে। রান্না না করা খাবার যাকে বলা হয় ‘র’ ফুড, সেটাও লিও মেসির (Lionel Messi) খাদ্য তালিকায় থাকে। 

    ২) মিষ্টি জাতীয় এবং তৈলাক্ত খাবার লিও মেসি (Lionel Messi) এড়িয়ে চলেন

    চিনি হল শরীরের পেশির জন্য সবথেকে খারাপ। লিও মেসি (Lionel Messi) এটা ভালোমতো জানেন তাই তাঁর খাদ্য তালিকা থেকে মিষ্টি জাতীয় খাবার  বাদ রেখেছেন। এছাড়াও জানা গেছে, লিও মেসি (Lionel Messi) প্রতিদিন যে পরিমাণ মাংস খেতেন সেই পরিমাণটাও কম করেছেন। প্রয়োজনীয় প্রোটিন লিও মেসি (Lionel Messi) সংগ্রহ করেন তিন ধরনের প্রোটিন শেক থেকে।

    ৩) লিও মেসির (Lionel Messi) প্রিয় খাবার হল রোস্ট চিকেন এবং তার সঙ্গে মাটির তলার সবজি

    বার্সেলোনা ক্লাবের অফিসিয়াল ওয়েবসাইটের সূত্রে জানা যাচ্ছে যে লিও মেসির (Lionel Messi) প্রিয় খাবার হল রোস্টেড চিকেন তার সাথে মাটির তলার সবজি। খাবারের এই ডিশে সম্পূর্ণভাবে পুষ্টি থাকে। এটাতে যেমন প্রোটিন থাকে তেমনি মাটির তলার সবজি আলুতে প্রয়োজনীয় কার্বোহাইড্রেট পাওয়া যায় এছাড়া ভিটামিনও পাওয়া যায়। চিকেনে থাকা প্রোটিন শরীরে অ্যামিনো এসিডের মাত্রা পূরণ করে।

    ৪) প্রতিদিনের শরীরচর্চায় লিও মেসি (Lionel Messi) নিজের গতির উপর জোর দেন

    বিশ্বের অন্যতম সেরা ফুটবলার শরীরচর্চার সময় নিজের গতির উপরে জোর দেন। শারীরিকভাবে অনুশীলন করেন হার্ডলি হোপস, হ্যামস্টি্রং স্ট্রেসেস এছাড়াও স্কিপিং রোপসেরও নিয়মিত অভ্যাস করেন তিনি।

    ৫) নিয়মিত সিট আপ দেন লিও মেসি (Lionel Messi)

    ওয়েট প্লেটের সাহায্যে নিয়মিত সিট আপ এবং রাশিয়ান ট্যুইস্ট দিতে দেখা যায় লিও মেসিকে (Lionel Messi)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Lionel Messi: বিশ্ব চ্যাম্পিয়ন হিসেবে আরও কয়েকটি ম্যাচ খেলতে চাই! এখনই অবসর নয় ঘোষণা মেসির

    Lionel Messi: বিশ্ব চ্যাম্পিয়ন হিসেবে আরও কয়েকটি ম্যাচ খেলতে চাই! এখনই অবসর নয় ঘোষণা মেসির

    মাধ্যম নিউজ ডেস্ক: মাথা উঁচু করে হাসতে হাসতে বিশ্বকাপকে বিদায় জানালেন লিওনেল মেসি। ফাইনাল ম্যাচে করলেন জোড়া গোল। বিশ্বকাপের সেরা ফুটবলারের শিরোপা জিতলেন মেসি। পেলেন সোনার বল। এতদিনে স্বপ্ন পূরণ হল। এর আগে ২০১৪ সালে সোনার বল পেলেও তা গ্রহণ করেছিলেন চোখের জলে। কিন্তু এবার বিশ্বসেরা তাঁর দল। অধরা মাধুরী এতদিন পর স্পর্শ করতে পেরেছেন তিনি। তাই তো সোনার কাপের স্বাদ নিলেন দলের সকলের আগে। তৃপ্ত চুম্বন। তিনি তো রাজা। তবে কি এখানেই শেষ? আর্জেন্টিনা ও মেসি (Argentina Football Team) সমর্থকদের জন্য খুশির খবর। বিশ্বকাপকে বিদায় জানালেও জাতীয় দলের জার্সিতে অন্তত আরও কয়েকটি ম্যাচ খেলতে চান ফুটবলের যাদুকর। 

    মেসির ঘোষণা

    খেতাব জয়ের পর মেসি বলেন, ”নিঃসন্দেহে আমি এটাই চেয়েছিলাম যে বিশ্বকাপ জিতে শেষ করতে। এর থেকে বেশি আর কিই বা পেতে পারি আমি। আমি ফুটবল খুব ভালবাসি। কী করতে পারি আর। দেশের জার্সিতে খেলাটা সবসময় উপভোগ করি। এই দলটার সঙ্গে থাকা সবসময় উপভোগ করি। বিশ্ব চ্যাম্পিয়ন হিসেবে আরও কয়েকটি ম্যাচ খেলতে চাই।” 

    আরও পড়ুন: ‘‘মেসির জন্য এই বিশ্বকাপ দরকার ছিল’’, বললেন আদ্যান্ত মারাদোনা-ভক্ত অভিজিৎ গঙ্গোপাধ্যায়

    আর্জেন্টিনার কোচ স্কালোনি বলেন, ”পরবর্তী বিশ্বকাপের জন্য আর্জেন্টিনা স্কোয়াডে মেসি থাকবেন, যদি ওঁ খেলতে চায়। ওঁর মত প্লেয়ারের কোচ হওয়াটাও ভাগ্যের ব্যাপার।”তবে দেশের হয়ে খেললেও বিশ্বকাপ যে আর খেলবেন না তা আগেই জানিয়ে দিয়েছিলেন মেসি। সেমিফাইনাল জয়ের পরই মেসি (Lionel Messi) বলেছিলেন, ১৮ ডিসেম্বরের বিশ্বকাপ ফাইনালই এই মঞ্চে তাঁর শেষ বিশ্বকাপ। ফুটবল বিশ্ব ভেবেই নিয়েছিল, বিশ্বকাপের পরই আর্জেন্টিনার জার্সিতে অবসর নেবেন মেসি। সেই জল্পনাতেও জল ঢাললেন খোদ মেসি। আর্জেন্টিনার সমর্থকদের স্বস্তি দিয়ে লিও জানালেন, এখানেই শেষ নয়। নীল-সাদা জার্সিতে আরও কিছুদিন দেখা যাবে তাঁকে।

    মেসির স্বপ্ন

    ১৯৮৬ তে মারাদোনার হাত ধরে বিশ্বকাপ এসেছিল আর্জেন্টিনার ঘরে। তার ঠিক এক বছর পর মেসির জন্ম। মারাদোনাকে দেখেই বড় হয়ে ওঠা লিওর। ফুটবলকে ভালোবাসার কারণও সেই মানুষটি। তখন থেকেই স্বপ্ন দেখতেন, একদিন ওই সোনালি ট্রফি উঠবে তাঁর হাতেও। উঠলও। এদিন নিজের শেষ বিশ্বকাপ স্মরণীয় করে রাখতে মরিয়া হয়ে খেলছিলেন মেসি। আর তাঁকে বিশ্বকাপ দেওয়ার জন্য মরিয়া হয়ে খেলছিলেন আর্জেন্টিনার বাকি ১০ ফুটবলার। রক্ষণ, মাঝমাঠ থেকে আক্রমণ, কোথাও ফ্রান্সকে একটু জায়গা দিলেন না আর্জেন্টিনার ফুটবলাররা। আক্রমণের সঙ্গে সঙ্গে রক্ষণেও নামতে দেখা গেল মেসিকে। যথার্থ নেতার মতো খেললেন তিনি। ফ্রান্সকে টাইব্রেকারে ৪-২ ব্যবধানে হারিয়ে সোনালি ট্রফি স্পর্শ করলেন মেসি। আর্জেন্টিনা (Argentina)  শিবিরে এখন শুধুই আনন্দ উচ্ছ্বাস। ৩৬ বছরের জমানো আনন্দ যেন বাঁধ মানছে না।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Rohit Sharma: চোটের জন্য দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত রোহিত! বাংলাদেশের বিরুদ্ধে দলের নেতা লোকেশ

    Rohit Sharma: চোটের জন্য দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত রোহিত! বাংলাদেশের বিরুদ্ধে দলের নেতা লোকেশ

    মাধ্যম নিউজ ডেস্ক: বুড়ো আঙুলে চোটের কারণে তৃতীয় একদিনের ম্যাচ খেলতে পারেননি রোহিত শর্মা (Rohit Sharma)। এবার ছিটকে গেলেন প্রথম টেস্ট থেকে। বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টেও রোহিতের খেলা নিয়ে অনিশ্চয়তা থেকে গেলো। রোহিতের জায়গায় ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন লোকেশ রাহুল।

    দলে বাংলার ঈশ্বরণ

    বাংলাদেশের বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য আগেই ভারতীয় দল ঘোষণা হয়েছিল। রোহিত (Rohit Sharma) চোট পাওয়ায় নতুন করে দল সাজাতে হয়েছে নির্বাচকদের। ওয়ান ডে সিরিজের দ্বিতীয় ম্যাচ খেলেই দেশে ফিরে এসেছিলেন রোহিত। মুম্বইয়ে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেন রোহিত। তাঁর বাঁ হাতের বুড়ো আঙুলে চোট লেগেছিল। তাঁর আঙুলের চিকিৎসা চলছে। রোহিতের জায়গায় স্কোয়াডে এসেছেন বাংলার অভিমন্যু ঈশ্বরণ। ভারতীয় এ দলের হয়ে তিনি দারুণ পারফর্ম করেছেন। দুটি সেঞ্চুরিও রয়েছে। বাংলার হয়ে বিজয় হাজারে ট্রফিতে প্রচুর রান করেছিলেন অভিমন্যু। অনেক দিন ধরেই ভারতের সিনিয়র দলে তাঁকে সুযোগ দেওয়ার দাবি উঠছিল। রোহিতের চোট সেই সুযোগ এনে দিলো অভিমন্যুকে।

    আরও পড়ুন: নেইমার থেকে রোনাল্ডো বিদায়, অঘটনের বিশ্বকাপ!

    তবে বাংলাদেশ সফর ভালো যাচ্ছে না ভারতের। এক দিনের সিরিজে ১-২ ব্যবধানে হারতে হয়েছে দ্রাবিড়ের দলকে। প্রথম দুটো ম্যাচ জিতে সিরিজ পকেটে পুরে ফেলেছিল বেঙ্গল টাইগাররা। দ্বিতীয় ম্যাচে স্লিপে ফিল্ডিং করার সময় চোট পান রোহিত। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। অনেকেই ভেবেছিলেন তাঁর পক্ষে আর হয়তো ব্যাট করা সম্ভব নয়। তবে রোহিত স্ক্যান করিয়ে মাঠে ফিরে এসেছিলেন। দলের কঠিন সময়ে নেমেছিলেন ব্যাট করতে। ২১ বলে ৫১ রান করলেও দলকে জেতাতে পারেননি তিনি। ভারতীয় দলে চোট সমস্যা ক্রমশ গভীর হচ্ছে। এই সিরিজ থেকে আগেই ছিটকে গিয়েছিলেন মহম্মদ সামি, রবীন্দ্র জাদেজা। এখন দেখার যাবতীয় বাধা অতিক্রম করে ভারতীয় দল টেস্ট সিরিজে বাংলাদেশকে হারাতে পারে কি না?

    ভারতীয় টেস্ট দল: লোকেশ রাহুল (অধিনায়ক), শুভমান গিল, চেতেশ্বর পূজারা ( সহ অধিনায়ক), বিরাট কোহলি, শ্রেয়াস আয়ার, ঋষভ পন্থ, রবিচন্দ্রন অশ্বিন, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, শর্দুল ঠাকুর, মহম্মদ সিরাজ, উমেশ যাদব, অভিমন্যু ইশ্বরণ, নবদিপ সাইনি, সৌরভ কুমার ও জয়দেব উনাদকাট।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।   

LinkedIn
Share