Category: খেলা

Get updates on Sports News Cricket, Football, Tennis, from the Madhyom news portal madhyom.com, West Bengal leading news portal Madhyom.com

  • East Bengal vs Mohun Bagan: খেতাবের দৌড়ে এগিয়ে থাকাই লক্ষ্য মোহনবাগানের, চমক দিতে পারে ইস্টবেঙ্গল

    East Bengal vs Mohun Bagan: খেতাবের দৌড়ে এগিয়ে থাকাই লক্ষ্য মোহনবাগানের, চমক দিতে পারে ইস্টবেঙ্গল

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রতিপক্ষ ইস্টবেঙ্গলের তুলনায় অনেকটাই এগিয়ে থেকে রবিবার মাঠে নামবে মোহনবাগান। তবে অতিরিক্ত আত্মবিশ্বাস নয়। স্বাভাবিক খেলাই খেলতে চায় সবুজ-মেরুন। অন্যদিকে ইস্টবেঙ্গল আইএলএল-এ কয়েক কদম পিছনে রয়েছে। দুটো দলের লক্ষ্য আলাদা। মোহনবাগান চায় তিন পয়েন্ট পেয়ে শীর্ষে পৌঁছতে। আর ইস্টবেঙ্গলের লক্ষ্য প্রথম ছয়ে শেষ করা। কলকাতা ডার্বিতে পিছিয়ে থেকে নামছে ইস্টবেঙ্গল। ম্যাচের আগের দিন সে কথা মেনেও নিলেন ইস্টবেঙ্গলের কোচ কার্লেস কুয়াদ্রাতও।

    কী বলছেন কুয়াদ্রাত

    রবিবারের ম্যাচে ইস্টবেঙ্গল ‘আন্ডারডগ’ কি না এই প্রশ্নের উত্তরে মোহনবাগানের প্রশংসা করে কুয়াদ্রাত বলেন, “আমার মনে হয় ঠিক। বিশেষত দুটো দলের সাম্প্রতিক পারফরম্যান্স দেখলে সেটাই মনে হবে। সত্যি কথাটা স্বীকার করে নেওয়া উচিত। তবে আমি দলের খেলোয়াড়দের বিশ্বাস করি। জানি ওরা প্রতিটা ম্যাচেই নিজেদের সেরাটা দিচ্ছে। নির্দিষ্ট পরিকল্পনা নিয়ে এগোতে হবে আমাদের। এই মরসুমে মোহনবাগানের বিরুদ্ধে যা যা পরিকল্পনা করেছি সবই কাজে লেগেছে। ডুরান্ড কাপের ফাইনালে হারলেও আমরা অনেক ভাল খেলেছি। এখনও পর্যন্ত এই মরসুমে বড় ম্যাচে আমরা এগিয়ে। তবু রবিবারের ম্যাচে আমরা লড়াই চালিয়ে যাব।” ইস্টবেঙ্গলের কোচ আত্মবিশ্বাসী যে তাঁর দল প্রথম ছয়ে শেষ করবে। বলেছেন, “মানছি শেষ কয়েকটা ম্যাচের ফলাফল ভাল যায়নি। কিন্তু শেষ কয়েকটা জায়গা নিয়ে প্রবল লড়াই হচ্ছে। এটা ফুটবলের জন্য ভাল। আমার খেলোয়াড়েরা অনুপ্রাণিত। এখনও পর্যন্ত ডার্বিতে ভাল খেলেছি। ওরা লিগ-শিল্ডের জন্য লড়াই করছে। আমরা প্রথম ছয়ের জন্য। তাই একটা তফাত তো থাকবেই। অঙ্কের হিসাবে এখনও প্রথম ছয়ে শেষ করার সম্ভাবনা রয়েছে আমাদের।”

    কী বলছেন হাবাস

    মোহনবাগানের কোচ আন্তোনিয়ো লোপেস হাবাস স্পষ্ট জানিয়েছেন, ডার্বি নিয়ে আলাদা করে কোনও আবেগ তাঁর নেই। তাঁর লক্ষ্য তিন পয়েন্ট পেয়ে শীর্ষস্থানে ওঠা। অধিনায়ক শুভাশিস বসুর মুখেও একই কথা। চলতি মরসুমে চারটি ডার্বির দু’টিতে জিতেছে ইস্টবেঙ্গল। একটিতে মোহনবাগান। একটি ড্র। আইএসএলের প্রথম পর্বের ডার্বি ২-২ ড্র হওয়ার পর দ্বিতীয় ডার্বিতে জিততে মরিয়া মোহনবাগান। আবেগের চেয়েও এই ম্যাচে জিতলে তারা লিগ-শিল্ড জেতার ব্যাপারে অনেকটাই এগিয়ে থাকবে। এটাই উদ্দেশ্য বিদেশি কোচের। ইন্ডিয়ান সুপার লিগের ওয়েবসাইটে মোহনবাগানের অধিনায়ক শুভাশিস বলেছেন, “এখন প্রতিটা পয়েন্টই আমাদের কাছে গুরুত্বপূর্ণ। লিগ-শিল্ডের দৌড়ে আমরা রয়েছি। তাই ইস্টবেঙ্গলের বিরুদ্ধে আমরা তিন পয়েন্টের জন্যই ঝাঁপাব, যাতে শীর্ষে উঠতে পারি। ডার্বি কলকাতার সমর্থকদের কাছে খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ। সমর্থকদের মুখে হাসি ফোটানো আমাদের দায়িত্ব। গত বার পারিনি। আশা করি এ বার পারব।”

    অঙ্ক বলছে, রবিবার ডার্বিতে ড্র করলেই প্লে-অফে জায়গা পাকা করে নিতে পারে সবুজ-মেরুন শিবির। এই মুহূর্তে লিগ টেবলে চারটি দলের সর্বোচ্চ ৩৩ পয়েন্ট পাওয়ার সম্ভাবনা রয়েছে। মোহনবাগানের পয়েন্টও এখন ৩৩। তারা যদি ডার্বিতে এক পয়েন্ট নিয়ে ৩৪-এ পা দেয়, তা হলে আর তাদের পরের দলগুলির পক্ষে মোহনবাগানের নাগাল পাওয়া সম্ভব হবে না। ফলে মোহনবাগানের প্লে-অফে যোগ্যতা অর্জন নিশ্চিত হয়ে যাবে। অন্যদিকে শেষ ছয়ে থাকতে গেলে ইস্টবেঙ্গলকে এই ম্যাচ জিততেই হবে।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • India vs England: ১১২ বছর পর ইতিহাস ভারতের! ধর্মশালা টেস্টে ইংল্যান্ডকে ইনিংসে হারাল রোহিতরা

    India vs England: ১১২ বছর পর ইতিহাস ভারতের! ধর্মশালা টেস্টে ইংল্যান্ডকে ইনিংসে হারাল রোহিতরা

    মাধ্যম নিউজ ডেস্ক: তর্জন গর্জনই সার। তিন দিনে শেষ ধর্মশালা টেস্ট। আবহাওয়ার সঙ্গে লড়াই করেই জয় ভারতের (India vs England)। আইপিএলের যুগে টেস্ট যে এখনও টেস্টের মতোই খেলতে হয়, তা দেখিয়ে দিল টিম ইন্ডিয়া। আগ্রাসী ক্রিকেট খেলতে গিয়েই আটকে গেল ইংল্যান্ড। বাজবলের অশ্বমেধের ঘোড়া থামল রোহিত বাহিনীর সামনে। ইংল্যান্ডের কোচ হওয়ার পর এই প্রথম টেস্ট সিরিজ হারলেন ব্রেন্ডন ম্যাকালাম। যার নাম থেকেই বাজবল ঘরানার সূচনা। ইনিংস এবং ৬৪ রানে ধর্মশালায় জিতল ভারত। সঙ্গে পাঁচ ম্যাচের সিরিজ ৪-১ এ জিতে নিল ভারত। ইতিহাস গড়ল রোহিতরা। ১১২ বছরের টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথম ম্যাচ হেরে ৪-১ ব্যবধানে সিরিজ জিতে নজির গড়ল রোহিত-ব্রিগেড।

    দুরন্ত বোলিং অশ্বিন-কুলদীপদের

    এই সিরিজে প্রথম ম্যাচ ছাড়া একটি ম্যাচও জিততে পারেনি ইংল্যান্ড (India vs England)। যত ম্যাচ এগিয়েছে, তত বোঝা গিয়েছে ভারতের মাটিতে আগ্রাসী ক্রিকেট খেলতে গিয়েই ভুগছে ইংল্যান্ড। তবে বেন স্টোকসদের খেলায় কোনও পরিবর্তন দেখা যায়নি। রবিচন্দ্রন অশ্বিন, কুলদীপ যাদবেরা বুঝিয়ে দিয়েছেন যে, তাঁদের বিরুদ্ধে আগ্রাসী ক্রিকেট খেলতে গেলে ভাল ব্যাটারদেরও ভুগতে হয়। শততম টেস্টে জ্বলে ওঠা অশ্বিনের ঘূর্ণির সৌজন্যে তৃতীয় দিনে ইনিংসে জয় ছিনিয়ে নিতে দেরি হয়নি টিম ইন্ডিয়ার। মাত্র আড়াই দিনে দুই ইনিংসেই গুটিয়ে গেল ইংল্যান্ড।

    অশ্বিনের ৫ উইকেটের পাশাপাশি দুটো করে উইকেট নিয়ে কুলদীপ এবং বুমরা ইংরেজদের চলতি সিরিজের নিকৃষ্টতম হার উপহার দিল। ২৫৯ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ইংল্যান্ড শুরু থেকেই ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে। রোহিত পিঠের হালকা ব্যথার কারণে শনিবার মাঠে নামেননি। বুমরাই নেতৃত্বের ভূমিকা তুলে নেন। তিনি নিজে প্ৰথম ওভার করার পর অশ্বিনকে অন্য প্রান্তে আক্রমণে আনেন। আর অশ্বিন নিজের প্ৰথম ওভারেই তুলে নেন বেন ডাকেটকে। বোল্ড করে। তিন নম্বর ওভারে অশ্বিনের শিকার অন্য ওপেনার জ্যাক ক্রলি। সেই শুরু আর থামানো যায়নি তাঁকে।

    তরুণ ব্রিগেড রেডি

    রোহিত-কোহলি-অশ্বিন-পরবর্তী প্রজন্মে ভারতের তরুন ব্রিগেড যে একেবারে তৈরি, তা এই সিরিজেই বুঝিয়ে দিয়েছে টিম ম্যানেজমেন্ট। এর আগে কোনও সিরিজে এত ডেবিউ হয়নি। নিঃসন্দেহে জসস্বীর যশ আরও ছড়িয়ে পড়েছে ভারতের ক্রিকেটপ্রেমীদের মনে। সেই সঙ্গে ধোনি জমানার পরবর্তীতে ঋষভ পন্থ, ঋদ্ধিমান সাহার পর যোগ্য উইকেট কিপার ভারত যাঁকে খুঁজে পেল তাঁর নাম – ধ্রুব জুরেল। আর মিডল অর্ডারে সারফরাজ খান টিমের প্রয়োজনে যে কোনও রূপ ধারন করতে পারেন তা স্পষ্ট হয়ে গিয়েছে। আর পঞ্চম টেস্টে ডেবিউ হওয়া দেবদত্ত পাড়িক্কল নিজের জাত চিনিয়েছেন। বাংলার আকাশ দীপকে নিয়ে নতুন করে কিছু লেখার না থাকলেও, ভবিষ্যতে ভারতীয় পেস অ্যাটাকে তাঁর নাম যে লেখা থাকবে তা নিশ্চিত। মাত্র একটা টেস্টে সুযোগ পেয়ে নিজের পেস অস্ত্র কাহিল করে দিয়েছিল তাবড় ইংল্যান্ড ব্যাটারদের। 

    ভারতের নজির

    ১১২ বছর পর টেস্ট ক্রিকেটে ইতিহাস রচনা করল ভারত। পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে প্রথম ম্যাচ হারার পর পরপর ৪ ম্যাচ জিতল টিম ইন্ডিয়া (India vs England)। এর আগে টেস্ট ক্রিকেটের ইতিহাসে এটি মাত্র ৩ বার ঘটেছে, যখন ৫ ম্যাচের দ্বিপাক্ষিক টেস্ট সিরিজে একটি দল প্রথম ম্যাচে হেরেছে এবং বাকি চারটিতে জিতেছে। এটি প্রথম ঘটেছিল ১৮৯৭-৯৮ সালে। অ্যাশেজ সিরিজে ইংল্যান্ডের বিপক্ষে এই কীর্তি গড়েছিল অস্ট্রেলিয়া। এরপর দ্বিতীয়বারের মতো এই কৃতিত্বের পুনরাবৃত্তি করে অস্ট্রেলিয়া।  

    আরও পড়ুন: হাতির পিঠে জঙ্গল পরিদর্শনে প্রধানমন্ত্রী, কাজিরাঙায় জিপ সাফারিও করলেন মোদি

    আবারও অ্যাশেজ সিরিজে ইংল্যান্ডকে হারিয়ে দিয়েছিল ক্যাঙ্গারু দল। এই দুর্দান্ত সিরিজটি ১৯০১-০২ এর সময় খেলা হয়েছিল। ঘরের মাঠে এই দুটি সিরিজই জিতেছিল অস্ট্রেলিয়ান দল। তৃতীয় ও শেষবারের মতো এই কীর্তি গড়েছে ইংল্যান্ড। ইংলিশ দল, ১৯১১-১২ সালে সিরিজের প্রথম ম্যাচে হারার পর অস্ট্রেলিয়াকে ঘরের মাঠে ৪-১ ব্যবধানে হারায়। এরপর থেকে কোনও দলই এই কৃতিত্ব অর্জন করতে পারেনি। এবার ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে এই নজির গড়ল রোহিতরা।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Kolkata Derby:  মোহনবাগানের চাপে, আদালতের হস্তক্ষেপে ডার্বির টিকিটের দাম কমল

    Kolkata Derby:  মোহনবাগানের চাপে, আদালতের হস্তক্ষেপে ডার্বির টিকিটের দাম কমল

    মাধ্যম নিউজ ডেস্ক: ডার্বির টিকিটের দাম নিয়ে জটিলতা কাটল। গত বৃহস্পতিবারই ডার্বির (Kolkata Derby) টিকিটের মূল্য বৈষম্য নিয়ে বিজ্ঞপ্তি দিয়েছিল মোহনবাগান কর্তৃপক্ষ। এমনকী মোহন সচিব দেবাশিস দত্ত ম্যাচ বয়কটের দাবি জানিয়েছিলেন। শুক্রবার মোহনবাগানের চাপে রবিবার আইএসএল ডার্বি (ISL 2023-24) ম্যাচের টিকিটের দাম কমাল ইস্টবেঙ্গল।

    আদালতে গিয়ে কাটল জট

    ডার্বির টিকিট বিক্রি শুরু হওয়ার পর থেকেই সমস্যার সূত্রপাত। বুকমাইশো অ্যাপে দেখা গিয়েছিল ডার্বিতে (Kolkata Derby) ইস্টবেঙ্গল এবং মোহনবাগান (Mohun Bagan Vs East Bengal) সমর্থকদের গ্যালারির দামে ফারাক অনেকটাই। ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য নূন্যতম টিকিটের মূল্য রাখা হয়েছিল ১০০ টাকা। কিন্তু মোহনবাগান সমর্থকদের জন্য নূন্যতম টিকিটের দাম ধার্য করা হয়েছিল ২৫০ টাকা। অর্থাৎ দ্বিগুণ বেশি দামে মোহনবাগান সমর্থককে টিকিট কিনতে হত। সব বিভাগেই দামের বৈষম্য ছিল। এরপরই মোহনবাগান সচিব দেবাশিস দত্ত জানিয়ে দেন, তারা ইস্টবেঙ্গলের থেকে ডার্বির কোনও টিকিট কিনবে না। ডার্বি বয়কটের ডাকও দেন তিনি। এরপরই জানা যায়, পাঁচ বাগান সমর্থক নগর দেওয়ানী আদালতে ইস্টবেঙ্গেলর বিরুদ্ধে মামলা করেন। বাগান সমর্থকদের হয়ে মামলা লড়েন আইনজীবী সৌরভ গঙ্গোপাধ্য়ায়। সেখানে বিচারপতি শান্তনু ঝা জানিয়ে দেন দুই দলের সমর্থকের জন্যই একই দামে টিকিট বিক্রি করতে হবে। অর্থাৎ দামের বৈষম্য করা যাবে না।

    আরও পড়ুন: রোহিত-শুভমনের শতরান, সরফরাজ-পাড়িক্কলের ঝোড়ো ইনিংস, ২৫৫ রানের লিড ভারতের

    ভরা গ্যালারির অপেক্ষায় কলকাতা

    মোহনবাগানের চাপে পড়েই লাল হলুদ কর্তারা নিজেদের মধ্যে আলোচনায় বসেন। ইস্টবেঙ্গলের অন্যতম নামী কর্তা দেবব্রত সরকার বিবৃতি দেন, এটা সত্যিই ভুল হয়েছে। ডার্বিতে (Kolkata Derby) এমন টিকিটের বৈষম্য ঠিক নয়। আদতে ইমামি ইস্টবেঙ্গলের আধিকারিকরাই টিকিটের দাম ঠিক করেছিলেন। তাতে লাল হলুদ গ্যালারির দ্বিগুণ দাম করা হয়েছিল মোহনবাগান (Mohun Bagan Vs East Bengal) গ্যালারির ক্ষেত্রে। এখন একই দামের টিকিট কেটেই মাঠে যেতে পারবেন সবুজ মেরুন সমর্থকরা। শুরু থেকেই রবিবার কলকাতা ডার্বি ঘিরে সমস্যা চলছিল। সেদিনই শাসক দল তৃণমূলের ব্রিগেড সমাবেশ রয়েছে। ফলে নিরাপত্তা জনিত কারণে বিধাননগর পুলিশ কমিশনারেট ম্যাচ আয়োজনের ছাড়পত্র দিচ্ছিল না। তবে ইস্টবেঙ্গল কর্তারা বারংবার বৈঠক করেন পুলিশের সঙ্গে। তারপরই সময় পরিবর্তন করে এই ম্যাচ আয়োজনের ছাড়পত্র দেয় পুলিশ। সেই জটিলতা কাটতে শুরু হয় টিকিট নিয়ে সমস্যা। এখন অবশ্য আর খুব একটা সমস্যা রইল না। রবিবাসরীয় সন্ধ্যায় ভরা গ্যালারিতে ডার্বি দেখার অপেক্ষায় কলকাতা।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • India vs England: রোহিত-শুভমনের শতরান, সরফরাজ-পাড়িক্কলের ঝোড়ো ইনিংস, ২৫৫ রানের লিড ভারতের

    India vs England: রোহিত-শুভমনের শতরান, সরফরাজ-পাড়িক্কলের ঝোড়ো ইনিংস, ২৫৫ রানের লিড ভারতের

    মাধ্যম নিউজ ডেস্ক: ধর্মশালা টেস্টে দ্বিতীয় দিনের (India vs England) শেষে স্বস্তিতে ভারত। ৮ উইকেট হারালেও ইতিমধ্যেই  ২৫৫ রানে লিড নিয়েছে রোহিত শর্মারা। প্রথম সেশনে রোহিত ও শুভমনের জোড়া শতরানের পর দ্বিতীয় সেশনে সরফরাজ খান এবং দেবদত্ত পাড়িক্কল দলকে ভরসা দেন। দ্বিতীয় দিনের শেষে ভারতের রান ৮ উইকেটে ৪৭৩। ক্রিজে রয়েছেন কুলদীপ যাদব (২৭) এবং যশপ্রীত বুমরা (১৯)।

    রোহিত-শুভমনের শতরান

    এদিন শুরুটা দুর্দান্ত করেন রোহিত শর্মা এবং শুভমন গিল। ধর্মশালায় দ্বিতীয় দিনের (India vs England) শুরুতে জোড়া শতরান পায় ভারত। শুক্রবার প্রথম সেশনে বিনা উইকেটে ১২৯ রান যোগ করে এই জুটি।  শুক্রবার শুরু থেকেই স্বমহিমায় খেলতে থাকে ভারতীয় জুটি। বিপক্ষের বোলারদের রীতিমত শাসন করেন তাঁরা। দ্বিতীয় সেশনে জোড়া উইকেট হারায় ভারত। মধ্যাহ্নভোজের পরই ফিরে যান রোহিত শর্মা। লাঞ্চের বিরতিতে ১০২ রানে অপরাজিত ছিলেন রোহিত। মাত্র এক রান যোগ করে বেন স্টোকসের বলে বোল্ড হন ভারত অধিনায়ক। ১৬২ বলে ১০৩ করে আউট হন রোহিত। পরের ওভারেই ফেরেন শুভমন গিল। ১৫০ বলে ১১০ রানে অ্যান্ডারসনের বলে বোল্ড হন তরুণ ব্যাটার। 

    সরফরাজ-পাড়িক্কল জুটি

    মধ্যাহ্নভোজের পরই দু”জন সেট ব্যাটারকে হারিয়ে সাময়িক সমস্যায় পড়ে ভারত। কিন্তু অভিষেকে ভরসা যোগালেন দেবদত্ত পাড়িক্কল। সরফরাজ খানের সঙ্গে জুটি বেঁধে চতুর্থ উইকেটে ৯৭ রান যোগ করেন। আগের দুই টেস্টে জাদেজাকে আগে পাঠানো হয়েছিল। কিন্তু এদিন পাঁচ নম্বরেই নামানো হয় সরফরাজকে। রাজকোট টেস্টের মতো আরও একটি আগ্রাসী ইনিংস উপহার দেন। একদিনের মেজাজে খেলেন। ৫৫ বলে অর্ধশতরানে পৌঁছে যান। তাতে ছিল ১টি ছয়, ৮টি চার। অভিষেক ম্যাচ খেলতে নামা পাড়িক্কল ৬৫ রান করেন।একটা সময় ভারতের ৪২৮ রানে ৮ উইকেট পড়ে গিয়েছিল।

    মনে হচ্ছিল হয়তো শুক্রবারই শেষ হয়ে যাবে ভারতের ইনিংস। কিন্তু যশপ্রীত বুমরা এবং কুলদীপ যাদব মিলে ৪৫ রান যোগ করেছেন। কোনও অঘটন না ঘটলে ইংল্যান্ডের বিপক্ষে পঞ্চম টেস্টও (India vs England) জেতা উচিত ভারতের।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • FIFA World Cup Qualifiers: বিশ্বকাপ কোয়ালিফায়ারের ৩৫ জনকে বাছলেন স্টিম্যাচ, দলে মোহনবাগানের ৮, ইস্টবেঙ্গলের ৩ 

    FIFA World Cup Qualifiers: বিশ্বকাপ কোয়ালিফায়ারের ৩৫ জনকে বাছলেন স্টিম্যাচ, দলে মোহনবাগানের ৮, ইস্টবেঙ্গলের ৩ 

    মাধ্যম নিউজ ডেস্ক: বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের (FIFA World Cup Qualifiers) জন্য ৩৫ জন সম্ভাব্য খেলোয়াড়ের তালিকা প্রকাশ করলেন ইগর স্টিম্যাচ। ভারতীয় ফুটবল দলের হেড কোচের তালিকায় রয়েছেন মোহনবাগান সুপারজায়ান্টের আট জন এবং ইমামি ইস্টবেঙ্গলের তিন জন ফুটবলার। ফিফা বিশ্বকাপ ২০২৬ ও এএফসি এশিয়ান কাপ ২০২৭-এর যোগ্যতা অর্জন পর্ব খেলবে ভারত। আপাতত দ্বিতীয় রাউন্ডের গণ্ডী পার করাই প্রধান লক্ষ্য। 

    স্টিম্যাচের সঙ্গে মত পার্থক্য

    দীর্ঘদিন ধরে ফেডারেশনের সঙ্গে মতপার্থক্য চলছিল ভারতীয় ফুটবল দলের হেড কোচ ইগর স্টিম্যাচের (Igor Stimach)। কিন্তু দলের স্বার্থে দুপক্ষই নিজেদের সঙ্গে আলোচনা করে সমস্যার সমাধান করে, বলে খবর। কিছুদিন আগে ফেডারেশনের তরফ থেকে ইগর স্টিম্যাচকে চিঠি দিয়ে জানানো হয় যে আফগানিস্তান ম্যাচের জন্য তারা হেড কোচকে সবরকমভাবে সাহায্য করতে রাজি। স্টিম্যাচ নিজেও জানিয়ে দেন যে তিনিও সবদিক দিয়ে সহযোগিতা করবেন। পাশাপাশি, আসন্ন আফগানিস্তান ম্যাচ নিয়েও পরিকল্পনার কথা জানান।  আগামী ২১ মার্চ ও ২৬ মার্চ আফগানিস্তানের বিরুদ্ধে দু’টি ম্যাচ খেলবে ভারত। প্রথমটি অ্যাওয়ে ম্যাচ, যা হবে সৌদি আরবে ও পরেরটি হোম ম্যাচ, যা হবে গুয়াহাটিতে। এর আগে নভেম্বরে দু’টি ম্যাচ খেলেছিল ভারত। প্রথম ম্যাচে তারা কুয়েতে গিয়ে তাদের ১-০ গোলে হারিয়ে আসে। কিন্তু কাতারের বিরুদ্ধে ঘরের মাঠে ০-৩ গোলে হেরে যায়।

    আরও পড়ুন: টিকিটের দামে ফারাক, রবিবার কলকাতা ডার্বি বয়কটের ডাক মোহনবাগানের

    এ বার আফগানিস্তানের বিরুদ্ধে দুই ম্যাচেই ভাল ফল করার লক্ষ্য নিয়ে নামবে ভারত। বিশ্বকাপ যোগ্যতা অর্জন পর্বে (FIFA World Cup Qualifiers) ভারত রয়েছে গ্রুপ এ-তে। সেই গ্রুপে রয়েছে কাতার, কুয়েত এবং আফগানিস্তান। বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের এই গুরুত্বপূর্ণ ম্যাচ জিততে মরিয়া ‘ব্লু টাইগার্স বাহিনী’। দল গঠনে তাই বাড়তি গুরুত্ব দিচ্ছেন কোচ। ফুটবলারদের মধ্যে রয়েছেন মোহনবাগান, ইস্টবেঙ্গলের ফুটবলাররা। 

    ৩৫ জনের সম্ভাব্য তালিকা

    গোলরক্ষক: অমরিন্দর সিং, গুরপ্রীত সিং সান্ধু, বিশাল কায়েথ এবং ফুর্বা লাচেনপা।

    ডিফেন্ডার: আকাশ মিশ্র, লালচুংনুঙ্গা, মেহতাব সিংহ, নিখিল পূজারি, প্রীতম কোটাল, রাহুল ভেকে, শুভাশিষ বোস, নরেন্দর গেহলট, আনোয়ার আলি, রোশন সিংহ নাওরেম, অময় রানাওয়াডে, জয় গুপ্তা।

    মিডফিল্ডার: অনিরুদ্ধ থাপা, ব্র্যান্ডন ফার্নান্ডেজ, দীপক টাংরি, লালেংমাওইয়া রালতে, লিস্টন কোলাসো, নাওরেম মহেশ সিং, সহাল আব্দুল সামাদ, সুরেশ সিং ওয়াংজাম, জিকসন সিং, লালথাথাঙ্গা খলরিঙ, ইমরান খান।

    ফরোয়ার্ড: সুনীল ছেত্রী, ইশান পন্ডিতা, লালিয়ানজুয়ালা ছাংতে, মনবীর সিং, রাহুল কানোলি প্রবীণ (কেপি), বিক্রম প্রতাপ সিং, নন্দকুমার শেকর, ইসাক ভানলালরুয়াতফেলা।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Kolkata Derby: টিকিটের দামে ফারাক, রবিবার কলকাতা ডার্বি বয়কটের ডাক মোহনবাগানের

    Kolkata Derby: টিকিটের দামে ফারাক, রবিবার কলকাতা ডার্বি বয়কটের ডাক মোহনবাগানের

    মাধ্যম নিউজ ডেস্ক: কলকাতা ডার্বিতে (Kolkata Derby) মোহনবাগান সমর্থকদের জন্য বরাদ্দ টিকিটের দাম বেশি রাখা হয়েছে। এই ঘটনায় ইস্টবেঙ্গলকে কাঠগড়ায় তুলল মোহনবাগান। কলকাতা ডার্বির এবার আয়োজক ইস্টবেঙ্গল। ফলে লাল হলুদ সমর্থকদের জন্য টিকিটের দাম রাখা হয়েছে ১০০ টাকা থেকে। অর্থাৎ ন্যূনতম টিকিট ইস্টবেঙ্গল সমর্থকরা কাটতে পারবেন ১০০ টাকা থেকে। অন্যদিকে মোহনবাগান সমর্থকদের টিকিট শুরু ২৫০ টাকা থেকে। এতেই ক্ষুব্ধ সবুজ মেরুন পক্ষ। এই বিষয়ে সংবাদমাধ্যমের সামনে মোহনবাগান ক্লাবের সাধারণ সম্পাদক দেবাশিস দত্ত ক্ষোভপ্রকাশ করেছেন। 

    মোহনবাগানের বিবৃতি

    বৃহস্পতিবার একটি বিবৃতিতে নিজেদের কথা জানিয়েছে মোহনবাগান। সেখানে লেখা, “ফুটবলকে কালিমালিপ্ত করেছে ইস্টবেঙ্গল। পৃথিবীর ইতিহাসে কোথাও এমন ঘটনা ঘটেনি যে কোনও ম্যাচে আয়োজক দলের সমর্থকদের প্রায় দ্বিগুণ টাকা দিয়ে অ্যাওয়ে দলের সমর্থকদের টিকিট কিনতে হচ্ছে। কলকাতা ডার্বির (Kolkata Derby) ইতিহাসে এটা লজ্জাজনক ঘটনা।” তারা আরও লিখেছে, “ইস্টবেঙ্গলের এই কাজ মোহনবাগানের সমর্থকদের মনোভাবে আঘাত দিয়েছে। সমর্থকেরাই আমাদের দলের ভিত। এই পরিস্থিতিতে ইস্টবেঙ্গল ক্লাবের অক্রীড়াসুলভ মানসিকতাকে আমরা ধিক্কার জানাচ্ছি। আমরা সিদ্ধান্ত নিয়েছি মোহনবাগান ক্লাব এই ডার্বির টিকিট কিনবেও না, বিক্রিও করবে না। আমরা এই ডার্বি দেখতে যাওয়া বয়কট করলাম।” 

    কত টাকা করে টিকিট

    যে ওয়েবসাইট থেকে অনলাইনে টিকিট কাটা যাচ্ছে, সেই বুকমাইশো অনুযায়ী, ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য টিকিটের দাম ধার্য হয়েছে ১০০ (বি১ ব্লক, বি৩ ব্লক), ১৫০ (এ১), ২০০ (সি১, সি৩), ২৫০ (বি২), ৩০০ (এ২) এবং ৪০০ (সি২) টাকা। ভিভিআইপি টিকিটের দাম ইস্টবেঙ্গলের জন্য ১০০০ টাকা। মোহনবাগান সমর্থকদের রবিবারের ডার্বি দেখতে হবে ২৫০ (ডি৩), ৩০০ (এ১, ডি১), ৩৫০ (সি১, সি৩), ৪০০ (ডি২) এবং ৫০০ (এ২)। মোহনবাগান সমর্থকদের জন্য ভিআইপি টিকিটের দাম ১৫০০ টাকা। ভিভিআইপি টিকিটের দাম ৩০০০ টাকা। এই নিয়ে তোলপাড় ময়দান। রবিবারের ডার্বির আয়োজক ইমামি ইস্টবেঙ্গল। টিকিটের দাম ইস্টবেঙ্গলের বিনিয়োগকারী সংস্থা ইমামি অবশ্য দাবি করেছে আগের ডার্বিতে টিকিটের দাম দুই দলের সমর্থকদের জন্য দু’রকম ছিল। উল্লেখ্য, সেই ডার্বির আয়োজক ছিল মোহনবাগান। তবে এই অভিযোগ উড়িয়ে দিয়ে মোহনবাগান জানায়, এটি একটি লজ্জাজনক ঘটনা। কলকাতা ডার্বির (Kolkata Derby) ইতিহাসে প্রথম এই ধরনের ঘটনা ঘটল।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • India vs England: কুলদীপ-অশ্বিনের ঘূর্ণি, ব্যাটে যশস্বী-রোহিত, ধর্মশালা টেস্টে দাপট ভারতের

    India vs England: কুলদীপ-অশ্বিনের ঘূর্ণি, ব্যাটে যশস্বী-রোহিত, ধর্মশালা টেস্টে দাপট ভারতের

    মাধ্যম নিউজ ডেস্ক: ধর্মশালা টেস্টের প্রথম দিনেই এগিয়ে ভারত (India vs England)। কুলদীপ, অশ্বিনের ঘূর্ণির পর ব্যাট হাতে রোহিত, যশস্বী ও শুভমনের দাপটে দিশেহারা ইংল্যান্ড। বৃহস্পতিবার পঞ্চম টেস্টের শুরুতে কার্যত ভারতের স্পিন আক্রমণের সামনেই তাসের ঘরের মতো ভেঙে পড়ল  ইংল্যান্ডের তারকাখচিত ব্যাটিং লাইনআপ। প্রথম দিনের শেষে ইংল্যান্ডের ২১৮ রানের জবাবে ব্যাটিং করতে নেমে ভারতের রান ১ উইকেটে ১৩৫।  রোহিত ৫২ ও শুভমন ২৬ রানে ব্যাট করছেন। ইংল্যান্ডের থেকে ভারত এখনও ৮৩ রানে পিছিয়ে থাকলেও হাতে ৯ উইকেট নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করবে টিম ইন্ডিয়া।

    ভারতের স্পিনে বেহাল ইংল্যান্ড

    এদিন টস জিতে ভারতের (India vs England) বিরুদ্ধে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকস। ভারতের বিরুদ্ধে প্রথমে ব্যাটিং নিয়ে বড় রানের প্রত্যাশায় ছিল ইংল্যান্ড। শুরুটা ভালই হয়েছিল, কিন্তু কুলদীপের ধাক্কা সামলে উঠতে পারল না ব্রিটিশ ব্যাটাররা। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ইনিংসে একাই পাঁচ উইকেট তুলে নিয়েছিলেন কুলদীপ যাদব। সেইসঙ্গে কেরিারের শততম টেস্টের মঞ্চে চার উইকেট শিকার রবিচন্দ্রন অশ্বিনের। ১৭৫ রানের মাথায় তিনটি উইকেট পড়ে ইংল্যান্ডের। তারপর ছিল শুধু যআওয়া-আসার পালা।

    যশস্বীর যাদু

    ইংল্যান্ডের (India vs England) ২১৮ রানের জবাবে ব্যাটিং করতে নেমে রোহিত ও যশস্বী শুরু থেকে ইতিবাচক মানসিকতা নিয়ে খেলতে থাকেন।  কেউ তাড়াহুড়ো করেননি। বল দেখে খেলছিলেন। রোহিতকে বেশি আক্রমণাত্মক দেখাচ্ছিল। মার্ক উডের বলে ছক্কাও মারেন তিনি। ধীরে ধীরে দলের রানকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন দুই ওপেনার। খেলা যত গড়াচ্ছিল, তত হাত খুলছিলেন যশস্বী। অর্ধশতরান করেন তিনি। প্রতিটা ম্যাচে নিজের গুরুত্ব প্রমাণ করছেন যশস্বী  (Yashasvi Jaiswal)। টেস্ট কেরিয়ারে ১ হাজার রান করে ফেললেন তিনি। সেই সঙ্গে এক টেস্ট সিরিজে ৭০০র বেশি রানও হয়ে গেল তাঁর।

    দেশের মাটিতে ইংল্যান্ড (India vs England) সিরিজে খেলছেন না বিরাট কোহলি (Virat Kohli)। এক সিরিজে সবচেয়ে বেশি রানের দিক থেকে কিং কোহলিকে টপকে গেলেন যশস্বী জয়সওয়াল। এ বার তাঁর সামনে শুধু কিংবদন্তি সুনীল গাভাসকর। ৫৭ করে আউট হয়েছেন যশস্বী। ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি সিরিজে এখনও অবধি করেছেন ৭১২ রান। দ্বিতীয় ইনিংসে ৬৩ রান করলেই গাভাসকরকে টপকে যাবেন যশস্বী। এর আগে ১৯৭১ সালে ক্যারিবিয়ানদের বিরুদ্ধে এক টেস্ট সিরিজে সুনীল গাভাসকর করেছিলেন ৭৭৪ রান।

    আরও পড়ুন: নারী দিবসে মহিলাদের অনন্য সম্মান, লিঙ্গভেদ দূর করতে সক্রিয় বিআরও

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • India vs England: বিরল নজিরের সামনে যশস্বী! ধর্মশালা প্রস্তুত ভারত-ইংল্যান্ড ম্যাচের জন্য

    India vs England: বিরল নজিরের সামনে যশস্বী! ধর্মশালা প্রস্তুত ভারত-ইংল্যান্ড ম্যাচের জন্য

    মাধ্যম নিউজ ডেস্ক: আবহাওয়া যেমনই হোক ভারত-ইংল্যান্ড (India vs England) ম্যাচের জন্য প্রস্তুত ধর্মশালা। বৃষ্টি হোক বা শিলাবৃষ্টি খেলা চালাতে অসুবিধা হবে না বলে জানালেন ধর্মশালার পিচ কিউরিটের সুনীল চৌহান। চলতি সিরিজ ৩-১ জিতে গিয়েছে ভারত। তবুও শেষ ম্যাচ জিতে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে এগিয়ে থাকতে চাইবে ভারত। আর সম্মানরক্ষার ম্যাচে জয়ের জন্য মরিয়া ইংল্যান্ড।

    যশস্বীর যাদু

    ইংল্যান্ডের (India vs England)  বিরুদ্ধে চলতি সিরিজে দুরন্ত ছন্দে রয়েছেন ভারতের তরুণ ওপেনার যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal)। এই সিরিজের চার ম্যাচে তাঁর রান ৬৫৫। এখনও একটি টেস্ট বাকি। পঞ্চম টেস্টে যশস্বীর সামনে রয়েছে বিরাট কোহলি ও সুনীল গাভাসকরকে টপকে যাওয়ার হাতছানি। তিন বা তার চেয়ে বেশি ম্যাচের একটি টেস্ট সিরিজে এখনও পর্যন্ত ৩ বার ৬০০-এর বেশি রান করেছেন কোহলি। ২০১৭ সালে শ্রীলঙ্কার বিপক্ষে হোম সিরিজে কোহলি করেছিলেন ৬১০ রান। ২০১৬ সালে ইংল্যান্ডের বিপক্ষে হোম সিরিজে করেছিলেন ৬৫৫ রান আর ২০১৪সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে হোম সিরিজে করেছিলেন ৬৯২ রান। এই তালিকায় শীর্ষস্থানে রয়েছেন সুনীল গাভাসকর। তিনি ১৯৭৮-৭৯ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে করেছিলেন ৭৩২ রান। যা আজও রেকর্ড। ধর্মশালায় যশস্বীর সামনে রয়েছে সব রেকর্ডকে ছাপিয়ে যাওয়ার হাতছানি। কিং কোহলির ৬৯২ রানকে স্পর্শ করতে যশস্বীর দরকার মাত্র ৩৮ রান। আর কিংবদন্তী গাভাসকরকে ছাপিয়ে সেরার শিরোপা নিতে যশস্বীর প্রয়োজন ১২০ রান।

    প্রস্তুত ধর্মশালা

    ভারত বনাম ইংল্যান্ড (India vs England)  টেস্ট যে সময়ে অনুষ্ঠিত হবে, সেই সময়ে ধর্মশালায় বৃষ্টিপাত এমন কী শিলাবৃষ্টির পূর্বাভাস রয়েছে। তাতে সমর্থকদের কপালে স্বাভাবিক ভাবেই চিন্তার ভাঁজ। তবে তাদেরকে আশ্বস্ত করছেন এখানকার পিচ কিউরেটর। তিনি জানিয়েছেন, বৃষ্টিপাত হোক কিংবা শিলাবৃষ্টি সব ধরনের পরিস্থিতিতেই তৈরি রয়েছে  ধর্মশালা। পিচ কিউরিটের সুনীল চৌহান বলেছেন, ‘আমাদের কাছে সমস্ত ধরনের টেকনলেজি রয়েছে। সাব এয়ার সিস্টেম রয়েছে। যার মাধ্যমে আমরা নিশ্চিত করতে পারব যে, বেশিক্ষণের জন্য যাতে কোনও শিলা তৈরি না হয়। এর আগেও কঠিন পরিবেশে হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন ম্যাচ আয়োজন করেছে। এটা নতুন কিছু নয়। কিন্তু ক্রিকেটাররা কখনও কোন সমস্যায় পড়েনি।তাদেরকে কোনও সমস্যা অনুভব করতেই দেওয়া হয়নি। কোনও প্রাকৃতিক দুর্যোগ হলে, ম্যাচ ফের শুরু করতে আমাদের মাত্র ৩০ মিনিট সময় লাগবে। মাঠে দৌড়তে ক্রিকেটারদের কোনও অসুবিধা একেবারেই হবে না।’

    আরও পড়ুন: ধর্মশালায় হিমাঙ্কের নীচে তাপমাত্রা! ভেস্তে যেতে পারে ভারত-ইংল্যান্ডের পঞ্চম টেস্ট

    দল ঘোষণা ইংল্যান্ডের

    শেষ ম্যাচে নামার আগেও ইংল্যান্ড (India vs England)  তাদের পুরনো স্টাইলেই হাঁটল। ম্যাচের একদিন আগে তারা প্রথম একাদশ ঘোষণা করে দিল। প্রতিটা ম্যাচেই তারা একদিন আগে দল ঘোষণা করে দিচ্ছে। টানা তিনটে ম্যাচ হারলেও দলে সেভাবে পরিবর্তন করলেন না বেন স্টোকসরা। মাত্র একটা মাত্র পরিবর্তন করেছে ইংরেজরা। স্লো টার্নার পিচের কথা ভেবে অলি রবিনসনকে বসিয়ে খেলানো হচ্ছে মার্ক উডকে।

    ইংল্যান্ডের প্রথম একাদশ: জ্যাক ক্রলি, বেন ডাকেট, অলি পোপ, জো রুট, জনি বেয়ারস্টো, বেন স্টোকস, বেন ফোকস, টম হার্টলি, মার্ক উড, জেমস অ্যান্ডারসন, শোয়েব বশির

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • ISL 2023-24: রাজনীতি ছাপিয়ে খেলার আবেগ! তৃণমূলের ব্রিগেডের দিনই ডার্বি যুবভারতীতে চূড়ান্ত হল সময়

    ISL 2023-24: রাজনীতি ছাপিয়ে খেলার আবেগ! তৃণমূলের ব্রিগেডের দিনই ডার্বি যুবভারতীতে চূড়ান্ত হল সময়

    মাধ্যম নিউজ ডেস্ক: শাসকদল তৃণমূলের ব্রিগেড সমাবেশের ঘোষণার পরই জটিলতা তৈরি হয়েছিল কলকাতা ডার্বি (Kolkata Derby) ঘিরে। ইন্ডিয়ান সুপার লিগে (ISL 2023-24) ফিরতি লেগে মোহনবাগানের সঙ্গে ইস্টবেঙ্গলের হোম ম্যাচ রবিবার যুবভারতীতে। একই দিনে ডার্বি এবং ব্রিগেডে তৃণমূলের সভা থাকায় সমস্যা তৈরি হয়েছিল। সেই কারণেই ডার্বির সময় পরিবর্তন হতে পারে বলে শোনা গিয়েছিল। অন্য রাজ্যে ম্যাচ সরে যাওয়ার সম্ভাবনার কথাও উঠেছিল। মঙ্গলবার এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য ডার্বির আয়োজক ইস্টবেঙ্গলের সঙ্গে বৈঠক হয় বিধাননগর পুলিশ কমিশনারেটের। সেখানেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যুবভারতীতেই ১০ মার্চ রাত ৮.৩০ মিনিট থেকে ম্যাচ শুরু হবে।

    কেন দেরিতে খেলা শুরু

    ১০ মার্চ ব্রিগেডে সভা রয়েছে রাজ্যের শাসক দল তৃণমূলের। সে কারণে যুবভারতীতে পর্যাপ্ত পুলিশ দেওয়া সম্ভব নয় জানিয়ে আইএসএল (ISL 2023-24) ডার্বি (Kolkata Derby) আয়োজক ইস্টবেঙ্গলকে ম্যাচের দিন বদলের অনুরোধ করেছিলেন বিধাননগর পুলিশ কমিশনারেটের আধিকারিকেরা। ক্লাব কর্তৃপক্ষ এবং পুলিশ আধিকারিকদের একাধিক বৈঠকেও জট খোলেনি। বিধাননগর পুলিশ কমিশনারেট অনুরোধ করেছিল ৯ এবং ১০ মার্চ ডার্বি না করতে। কিন্তু রাজনীতিকে ছাপিয়ে যায় খেলার আবেগ। ফুটবল প্রেমী বাংলা গর্জে ওঠে। কলকাতা থেকে ডার্বি সরবে তা মানতে পারেনি সমর্থকরা। খেলার দিন বদলে আপত্তি তোলে সম্প্রচারকারী চ্যানেল। শেষ পর্যন্ত  দীর্ঘ বৈঠকের পরে দু’পক্ষের দাবি মেনে মাঝামাঝি একটি সময় ধার্য করা হয়েছে। সেই কারণে, রাত ৮.৩০ মিনিটে হবে কলকাতা ডার্বি।

    সমস্যায় সমর্থকরা

    বহু আগেই ডার্বির (Kolkata Derby) দিন ঠিক হয়েছিল ১০ মার্চ। একই দিনে শাসকদলের ব্রিগেড সমাবেশ থাকায় পুলিশি নিরাপত্তা নিয়ে জট তৈরি হয়। ফুটবল বনাম রাজনীতিতে মধ্যপন্থা অবলম্বন করা হয়। এটি ইস্টবেঙ্গলের হোম ম্যাচ। ক্লাব কর্তারাও যেন অনেকটা স্বস্তি পেলেন। তবে পুরোপুরি স্বস্তি অবশ্য বলা যায় না। রাতের ম্যাচ শুরু হয় ৭.৩০ থেকে। এক ঘণ্টা দেরিতে খেলা শুরু হওয়া মানে সমর্থকদের খেলা দেখে ঘরে ফিরতে সমস্যায় পড়তে হতে পারে। রবিবার, তার উপর ব্রিগেড আবার রাতে দেরিতে খেলা। রাত সাড়ে দশটা নাগাদ যুবভারতী থেকে শহর বা শহরতলিতে ফেরা সমস্যার মানছেন সমর্থক থেকে ক্লাব কর্তারা।

     

    আরও পড়ুন: ধর্মশালায় হিমাঙ্কের নীচে তাপমাত্রা! ভেস্তে যেতে পারে ভারত-ইংল্যান্ডের পঞ্চম টেস্ট

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • IPL 2024: আইপিএলে নতুন ভূমিকায় মাহি! সোশ্যাল মিডিয়ায় ধোনির পোস্ট ঘিরে জল্পনা

    IPL 2024: আইপিএলে নতুন ভূমিকায় মাহি! সোশ্যাল মিডিয়ায় ধোনির পোস্ট ঘিরে জল্পনা

    মাধ্যম নিউজ ডেস্ক: আইপিএলের (IPL 2024) দামাম বেজে গিয়েছে। চলতি মাসেই শুরু হচ্ছে ক্রিকেট ও বিনোদনের মেলবন্ধন আইপিএল। আসন্ন আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে নতুন ভূমিকায় দেখা যেতে পারে মহেন্দ্র সিং ধোনিকে। সমাজমাধ্যমে নিজেই এই ইঙ্গিত দিয়েছেন চেন্নাই অধিনায়ক (MS Dhoni)। সোমবার তাঁর ১২ শব্দের পোস্ট ঘিরে তৈরি হয়েছে নতুন জল্পনা। 

    কী বললেন মাহি

    ধোনি সমাজমাধ্যমে লিখেছেন, ‘‘নতুন মরসুমের জন্য অপেক্ষা করতে পারছি না। নতুন ভূমিকার জন্যও। এ দিকে নজর রাখুন।’’ ভূমিকা শব্দের উপর বিশেষ গুরুত্বও দিয়েছেন। ক্রিকেটপ্রেমীরা জানেন, অকারণ জল্পনা ছড়ানোর মানুষ নন ধোনি (MS Dhoni)। তাঁর এই বার্তা থেকেই পরিষ্কার নেতৃত্বের সঙ্গে নতুন কোনও দায়িত্বে দেখা যেতে পারে তাঁকে। আগামী ২২ মার্চ থেকে শুরু হবে আইপিএল। প্রথম ম্যাচেই গত বারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস মুখোমুখি হবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে। এ বারও চেন্নাইকে নেতৃত্ব দেওয়ার কথা ধোনির। কিন্তু তাঁর এই পোস্ট ঘিরে শুরু হয়েছে গুঞ্জন। ধোনি সাধারণত সোশ্যাল মিডিয়ায় পোস্ট দেন না। দিলেও দীর্ঘদিন পরপর দেন। ৪২-র তারকা কি তা হলে চেন্নাই দলের মেন্টরের পদে আসছেন? সেই নিয়েও জল্পনা তৈরি হয়েছে।

    হায়দ্রাবাদের নেতা কামিন্স

    আইপিএলের (IPL 2024) আগে অধিনায়ক বদল করল সানরাইজার্স হায়দ্রাবাদ। আইডেন মার্করামের বদলে নতুন অধিনায়ক করা হয়েছে প্যাট কামিন্সকে। আইপিএলের শেষ নিলামে ২০ কোটি ৫০ লক্ষ টাকায় কামিন্সকে কেনে হায়দ্রাবাদ। এই প্রথম বার আইপিএলে কোনও দলের অধিনায়কত্ব করবেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী অধিনায়ক। এর আগে হায়দ্রাবাদের শেষ অস্ট্রেলীয় অধিনায়ক ছিলেন ডেভিড ওয়ার্নার। তিনিই শেষ বার ট্রফি দিয়েছেন দলকে। তার পরে নিউ জিল্যান্ডের কেন উইলিয়ামসন ও দক্ষিণ আফ্রিকার মার্করাম অধিনায়ক হলেও তাঁরা সফল হতে পারেননি। আগামী ২৩ মার্চ প্রথম ম্যাচ খেলতে নামছে হায়দ্রাবাদ। প্রতিপক্ষ কলকাতা। আগে কলকতা নাইট রাইডার্সের হয়েই খেলতেন কামিন্স। ইডেনে কলকাতার ঘরের মাঠেই পুরনো দলের সামনে প্রথম পরীক্ষা কামিন্সের।  

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

LinkedIn
Share