Category: খেলা

Get updates on Sports News Cricket, Football, Tennis, from the Madhyom news portal madhyom.com, West Bengal leading news portal Madhyom.com

  • India vs England: ইংল্যান্ড সিরিজের প্রথম দুই টেস্টের দল ঘোষণা, ভারতীয় স্কোয়াডে নতুন কিপার

    India vs England: ইংল্যান্ড সিরিজের প্রথম দুই টেস্টের দল ঘোষণা, ভারতীয় স্কোয়াডে নতুন কিপার

    মাধ্যম নিউজ ডেস্ক: ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজের দল ঘোষণা করল বিসিসিআই। প্রথম দুই টেস্টের স্কোয়াড ঘোষণা করেছে বিসিসিআই।  স্কোয়াডে নেই বাংলার পেসার মহম্মদ শামি। চোটের জন্য দক্ষিণ আফ্রিকা সফরেও ছিলেন না তিনি। সদ্য অর্জুন পুরস্কার পাওয়া শামিকে প্রথম দু-ম্যাচেও পাওয়া যাবে না। স্কোয়াডে সুযোগ দেওয়া হল নতুন কিপার ব্যাটার ধ্রুব জুড়েলকে।

    ‘শাস্তি’ বাদ ঈশান

    ভারতীয় দলে নতুন উইকেটকিপার হিসেবে নেওয়া হয়েছে উত্তরপ্রদেশের ধ্রুব জুড়েলকে। ঘরোয়া ক্রিকেট খেলেই উঠে এসেছেন তিনি। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট শুরুর আগে ছেড়ে দেওয়া হয়েছিল ঈশান কিশনকে। রিজার্ভ উইকেটকিপার হওয়ায় দলের সঙ্গে থাকতে চাননি। দেশে ফিরে প্রথম শ্রেণির ক্রিকেট খেলার বদলে তিনি প্রথমে দুবাইয়ে পার্টি করেন। তার পরে ‘কৌন বনেগা ক্রোড়পতি’র সেটে চলে যান। এতে নির্বাচকেরা ক্ষুব্ধ হয়ে পড়েন। তরুণ ক্রিকেটারকে ‘সহবত’ শেখাতে তাঁকে আগেই দল থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। দলে ফিরেছেন শ্রেয়স আয়ার। 

    টেস্ট স্কোয়াডে কুলদীপ

    ইংল্যান্ডের বিরুদ্ধে ভারত চার স্পিনার রেখেছে স্কোয়াডে। দীর্ঘ সময় পর টেস্ট স্কোয়াডে চায়নাম্যান কুলদীপ যাদব। ইংল্যান্ডের বাঁ হাতি ব্যাটারদের কথা ভেবেই তাঁকে নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে। সঙ্গে অশ্বিন, জাডেজা এবং অক্ষর। প্রথম তিন পেসার হিসাবে রাখা হয়েছে বুমরা, সিরাজ এবং মুকেশকে। সঙ্গে ব্যাক-আপ হিসেবে নেওয়া হয়েছে আবেশকে।তবে ধ্রুবের সুযোগ পাওয়া উল্লেখযোগ্য। উত্তরপ্রদেশের ক্রিকেটারের গত বছরই প্রথম শ্রেণিতে অভিষেক হয়েছে। এর মধ্যেই ১৫টি ম্যাচে করেছেন ৭৯০ রান। তার মধ্যে ২৪৯ রানের একটি ইনিংস রয়েছে। ঘরোয়া ক্রিকেটে দুরন্ত পারফরম্যান্সের সুবাদে জাতীয় দলের দরজা খুলে গেল তাঁর জন্য।

    আরও পড়ুন: দেশের মাটিতেই হবে সপ্তদশ আইপিএল! লোকসভা নির্বাচনের সঙ্গেই চলবে খেলা?

    কবে কবে টেস্ট

    ইংল্যান্ডের বিরুদ্ধে ২৫ জানুয়ারি হায়দ্রাবাদে প্রথম টেস্ট। এর পরের চারটি টেস্ট যথাক্রমে ২-৬ ফেব্রুয়ারি (বিশাখাপত্তনম), ১৫-১৯ ফেব্রুয়ারি (রাজকোট), ২৩-২৭ ফেব্রুয়ারি (রাঁচী) এবং ৭-১১ মার্চ (ধর্মশালা)।

    ভারতীয় দল: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, শ্রেয়স আয়ার, কেএল রাহুল (উইকেটকিপার), কেএস ভরত (উইকেটকিপার), ধ্রুব জুড়েল (উইকেটকিপার), রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাডেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ, মুকেশ কুমার, যশপ্রীত বুমরা (সহ-অধিনায়ক) এবং আবেশ খান।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Ranji Trophy 2024: চালকের আসনে বাংলা! শামির ভাইয়ের দাপটে ৬০ রানে অল আউট উত্তরপ্রদেশ

    Ranji Trophy 2024: চালকের আসনে বাংলা! শামির ভাইয়ের দাপটে ৬০ রানে অল আউট উত্তরপ্রদেশ

    মাধ্যম নিউজ ডেস্ক:  দাদা ভারতের অত্যন্ত সফল পেসার। বিশ্বকাপে প্রথম চারটে ম্যাচে টিমে সুযোগ পাননি। পরের ম্য়াচে নেমে ইতিহাস তৈরি করে ফেলেছিলেন। সেই মহম্মদ শামির ভাই মহম্মদ কাইফ (Mohammed Kaif) রীতিমতো চমকে দেওয়া পারফর্ম করছেন রঞ্জি ট্রফিতে (Ranji Trophy)। দাদার মতো দুরন্ত বোলিংয়েই উত্তর প্রদেশকে ৬০ রানে শেষ করে দিলেন কাইফ। কানপুরের সবুজ পিচে শুক্রবার দাপট দেখাল বাংলার পেসাররা। 

    দুরন্ত বোলিং বাংলার

    কানপুরের গ্রিন পার্কে উত্তরপ্রদেশের বিরুদ্ধে নেমেছে বাংলা। অন্ধ্র প্রদেশের বিরুদ্ধে প্রথম ম্যাচে ১ পয়েন্ট নিয়েই থামতে হয়েছে মনোজ তিওয়ারির টিমকে। তাই উত্তরপ্রদেশের বিরুদ্ধে ৭ পয়েন্টের লক্ষ্য রয়েছে লক্ষ্মীরতন শুক্লার টিমের। সেই লক্ষ্যে পৌঁছনোর প্রথম ধাপ পূরণ করে ফেলল বাংলা। উত্তরপ্রদেশকে মাত্র ৬০ রানে অল আউট করে দিলেন বাংলার ছেলেরা। গ্রিন পার্কের গ্রিন টপ উইকেটে মহম্মদ কাইফ, সুরজ সিন্ধু জয়সওয়াল আর ঈশান পোড়েলরা দুরন্ত পারফর্ম করলেন। এদিন কুয়াশার কারণে ম্যাচ দেরিতে শুরু হয়।  টসে জিতে বোলিং নিয়েছিলেন মনোজ।  হতাশ করেননি তাঁর সতীর্থরা। অভিষেক ম্যাচ খেলতে নামা সূরজ সিন্ধু জয়সওয়াল এবং ঈশান পোড়েল নতুন বলে পর পর উইকেট তুলে নেন। সেই সঙ্গে যোগ দেন মহম্মদ কাইফ। তাঁরা তিন জনে মিলে ২০.৫ ওভার করে ৬০ রানে অলআউট করে দেন উত্তরপ্রদেশকে। বাংলার বোলারদের মধ্যে দুরন্ত পারফরম্যান্স শামির ভাইয়ের। ওপেনার সমর্থ সিংকে (১৩) ফিরিয়ে প্রথম উইকেট নিয়েছিলেন কাইফ। তারপর আর রোখা যায়নি তাঁকে। মাত্রা ৫.৫ ওভার বল করেছেন। ১৪ রান দিয়ে নিয়েছেন ৪ উইকেট। 

    আরও পড়ুন: দেশের মাটিতেই হবে সপ্তদশ আইপিএল! লোকসভা নির্বাচনের সঙ্গেই চলবে খেলা?

    ভুবনেশ্বরের ভেলকি

    উত্তরপ্রদেশের বিরুদ্ধে সবুজ উইকেটে বাংলার পেসারদের দাপটের পর এবার শুরু ভুবি-ম্যাজিক। উত্তরপ্রদেশ দলে ফিরেছেন অভিজ্ঞ পেসার ভুবনেশ্বর কুমার। সবুজ পিচে বাংলার ব্যাটাররা তাঁর সুইং সামলাতে পারলেন না। দিনের শেষে মাত্র ৯৫ রানেই পাঁচ উইকেট হারিয়েছে বাংলা। পাঁচটি উইকেটই নিয়েছেন ভুবনেশ্বর কুমার।  লাল বলের ক্রিকেটে ফিরে নিজের জাত চেনাচ্ছেন ৩৩ বছরের পেসার। উত্তরপ্রদেশের বিরুদ্ধে প্রথম দিনের শেষে ৩৫ রানে লিড নিল বাংলা। নীতীশদের তোলা ৬০ রান টপকাতে বাংলা নেয় ২১ ওভার। বাংলার ব্যাটারদের মধ্যে ওপেনার শ্রেয়াংশ ঘোষ শুরু থেকেই ক্রিজে ধরে খেলার চেষ্টা করেন। তবে উল্টো দিক থেকে একের পর এক উইকেট হারায় বাংলা। দিনের শেষে ক্রিজে রয়েছেন ওপেনার শ্রেয়াংস (অপরাজিত ৩৭)। তাঁর সঙ্গে রয়েছেন করণ লাল (অপরাজিত ৮)।  

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • India vs Afghanistan: দুরন্ত দুবে, আফগানিস্তানের বিরুদ্ধে প্রথম টি-২০ ম্যাচে সহজ জয় ভারতের

    India vs Afghanistan: দুরন্ত দুবে, আফগানিস্তানের বিরুদ্ধে প্রথম টি-২০ ম্যাচে সহজ জয় ভারতের

    মাধ্যম নিউজ ডেস্ক: আফগানিস্তানের বিরুদ্ধে দাপুটে জয় ভারতের। কনকনে মোহালিতে আফগানদের ৬ উইকেটে হারিয়ে তিন ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে গেলেন রোহিতরা।‌ প্রথমে ব্যাট করে ৫ উইকেট হারিয়ে ১৫৮ রান তোলে আফগানিস্তান। জবাবে ১৭.৩ ওভারে জয়সূচক রানে পৌঁছে যায় ভারত। ৬০ রানে অপরাজিত শিবম দুবে। টি-২০ বিশ্বকাপের আগে শেষ সংক্ষিপ্ত ফরম্যাটের সিরিজ এটা। এখানেই দলের কম্বিনেশন দেখে নেওয়ার সুযোগ রয়েছে কোচ দ্রাবিড়ের সামনে।

    রোহিতের প্রত্যাবর্তন

    গত টি-টোয়েন্টি বিশ্বকাপের পর জাতীয় দলে এই ফর্ম্যাটে ফিরেছেন অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। ব্যাটার রোহিতের শুরুটা যদিও ভালো হল না। শুভমনের ভুলে শূন্য হাতে রান আউট হয়ে ফেরেন তিনি।  ১৪ মাস পর টি-টোয়েন্টিতে ভারতের হয়ে খেলতে নেমে শূন্য রানে ফিরলেন রোহিত। তা-ও আবার রান আউট হয়ে। মাঠেই শুভমনের উপর ক্ষোভ উগরে দেন রোহিত।

    দুরন্ত দুবে

    ব্যাটে, বলে দাপট দেখালেন শিবম দুবে। তিনি ২ ওভার বল করে ৯ রান দিয়ে একটি উইকেট নেন। সেই সঙ্গে ব্যাট হাতে অর্ধশতরান। পেস বোলিংয়ের সঙ্গে তাঁর ব্যাটিং ভারতকে ভরসা দিচ্ছে। হার্দিক পাণ্ডিয়া চোট পেলে এবার দুবের কথা ভাবা যেতেই পারে। ৪০ বলে ৬০ রান করেন তিনি। শেষ পর্যন্ত থেকে ম্যাচও জেতান। ভারতীয় দলে পেসার অলরাউন্ডার হিসাবে হার্দিকের অভাব ঢাকার এক জনকে প্রয়োজন ছিল। চোটপ্রবণ হার্দিক মাঝে মধ্যেই খেলতে পারেন না। সেই জায়গা নিতে ব্যর্থ হয়েছেন শার্দূল ঠাকুর। শিবম যদি ধারাবাহিক ভাবে খেলতে পারেন তাহলে আগামী দিনে তাঁকে নিয়মিত দলে দেখা যেতেও পারে। ম্যাচের সেরা হন দুবে।

    ম্যাচে ভারতের দাপট 

    এদিন টসে জিতে আফগানিস্তানকে ব্যাট করতে পাঠান অধিনায়ক রোহিত শর্মা। শুরু থেকে উইকেট না পেলেও রান দিচ্ছিলেন না ভারতীয় বোলারেরা। সেই চাপেই উইকেট দিয়ে যান ওপেনার রহমনুল্লা গুরবাজ। অক্ষর প্যাটেলের বলে স্টাম্পড হন তিনি। অধিনায়ক ইব্রাহিম জাদরান করেন ২৫ রান। তাঁর উইকেট নেন শিবম দুবে। শেষ দিকে নবি ঝোড়ো ইনিংস খেলেন। ভারতের হয়ে ২ উইকেট নেন মুকেশ কুমার। তিনি ৪ ওভারে ৩৩ রানও দেন। রবি বিষ্ণোই ৩ ওভারে ৩৫ রান দেন। তিনি কোনও উইকেট পাননি।

    এদিন ঠান্ডায় বল করা বেশ কঠিন হচ্ছিল বোলারদের পক্ষে। বল ধরা কঠিন হচ্ছিল। তার মধ্যেও রিঙ্কু সিং দুর্দান্ত ক্যাচ ধরেন। পাঞ্জাবের এই মাঠে ঠান্ডায় কাঁপতে দেখা যায় সকলকে। ম্যাচের দিন আম্পায়ারদের দেখা গেল গ্লাভস পরে থাকতে। ভারতীয় ক্রিকেটারেরাও ম্যাচের আগে গ্লাভস পরেছিলেন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • IPL 2024: দেশের মাটিতেই হবে সপ্তদশ আইপিএল! লোকসভা নির্বাচনের সঙ্গেই চলবে খেলা?

    IPL 2024: দেশের মাটিতেই হবে সপ্তদশ আইপিএল! লোকসভা নির্বাচনের সঙ্গেই চলবে খেলা?

    মাধ্যম নিউজ ডেস্ক: অন্য জায়গায় নয়, দেশেই আইপিএল (IPL 2024) আয়োজন করতে বদ্ধপরিকর ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। লোকসভা নির্বাচনের সঙ্গেই চলবে আইপিএল। তার জন্য বিভিন্ন বিকল্প তৈরি রাখছে বিসিসিআই। একাধিক সূত্রের খবর অনুযায়ী, মার্চের শেষ সপ্তাহ থেকে আইপিএল শুরু করার পরিকল্পনা রয়েছে বোর্ডের। হোম এবং অ্যাওয়ে ফরম্যাটেই হবে এই প্রতিযোগিতা। অন্য দেশে প্রতিযোগিতা আয়োজনের কথা ভাবাই হচ্ছে না। 

    লোকসভা ভোট নিয়ে সমস্যা

    ২০২৪ শুরু হতে না হতেই আইপিএল-এর সপ্তদশ মরসুমের দিকে তাকিয়ে সারা বিশ্বের ক্রিকেটপ্রেমীরা। গত নভেম্বর থেকেই তোড়জোড় শুরু হয়ে গিয়েছে আইপিএলের (IPL)। বিশ্বকাপ ফাইনালের ঠিক এক সপ্তাহ পর, অর্থাৎ ২৬ নভেম্বর নিজেদের রিলিজ ও রিটেনশন তালিকা প্রকাশ করেছিলো দলগুলি। ১৯ ডিসেম্বর ছিল আইপিএল-এর নিলাম। তবে এবার আইপিএল আয়োজনে কয়েকটি সমস্যা রয়েছে। সামনেই রয়েছে লোকসভা ভোট। আইপিএল ম্যাচগুলিতে নিরাপত্তা প্রদানের ব্যাপারে প্রশাসনিক জটিলতা থাকার সম্ভাবনা রয়েছে। যদি কোনও রাজ্য সংস্থা নির্বাচনের কারণে আইপিএল ম্যাচের দিন পুলিশি নিরাপত্তা দিতে না চায় তা হলে কী হবে? মনে করা হচ্ছে, অবিজেপি শাসিত রাজ্যগুলিতেই এই সমস্যা হবে।

    বিকল্প ব্যবস্থা বোর্ডের

    কোনও রাজ্যে নির্বাচন চলাকালীন সেই রাজ্যে আইপিএলের ম্যাচ পড়লে যদি পুলিশ মোতায়েন নিয়ে সমস্যা হয়, তা হলে সেই ম্যাচ অন্য কোনও মাঠে আয়োজন করা হতে পারে। যে রাজ্যে আইপিএলের দল নেই এবং সেই সময়ে নির্বাচন নেই, সেই রাজ্যগুলিকেই প্রাধান্য দেওয়া হবে এ ক্ষেত্রে। উদাহরণ স্বরূপ বলা যেতে পারে, যদি কলকাতায় কেকেআরের ম্যাচের সময় ভোট পড়ে তাহলে সেই ম্যাচ গুয়াহাটি বা কটকে করা হতে পারে যদি সেই সময় সেই শহরে ভোট না থাকে। বোর্ডের মতে, আইপিএলের ম্যাচ যে মাঠে হবে সেখানেই লাভ। বরং আইপিএল দল না থাকা রাজ্যগুলিতে (যেমন অসম) ম্যাচ আয়োজন করা হলে তা আরও জনপ্রিয়তা পাবে।  ১০ শহরের বাইরেও আইপিএলের ম্যাচ হলে তা আখেড়ে লাভজনকই হবে।

    আরও পড়ুন: মলদ্বীপ বিতর্কে প্রধানমন্ত্রীর পাশে ‘অর্জুন’ শামি, কী বললেন তারকা পেসার

    আইপিএল ও বিশ্বকাপ

    প্রাথমিকভাবে ঠিক হয়েছে ২৪ মার্চ থেকে ২৬ মে পর্যন্ত হবে আইপিএল। কিন্ত এখনও কোনও কিছুই চূড়ান্ত করা সম্ভব হচ্ছে না ভোট ঘোষণা না হওয়া পর্যন্ত। তবে লোকসভা ভোট ছাড়াও টি-২০ বিশ্বকাপের (T20 World Cup 2024) কথা মাথায় রাখতে হচ্ছে বিসিসিআই-কে। দিনকয়েক আগে কুড়ি-বিশের বিশ্বকাপের সূচি ও গ্রুপ বিন্যাস প্রকাশ করেছে ক্রিকেট দুনিয়ার সর্বোচ্চ নিয়ামক সংস্থা। ২ জুন থেকে শুরু হচ্ছে প্রতিযোগিতা। তার অন্তত এক সপ্তাহ আগে আইপিএল (IPL) শেষ করতেই হবে বিসিসিআই-কে। সবকিছু ঠিকঠাক থাকলে মে মাসের চতুর্থ সপ্তাহের মধ্যে টুর্নামেন্ট শেষ করতে পারে ভারতীয় বোর্ড।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Super Cup 2024: পিছিয়ে পড়েও জয় দিয়েই সুপার কাপ অভিযান শুরু মোহনবাগানের

    Super Cup 2024: পিছিয়ে পড়েও জয় দিয়েই সুপার কাপ অভিযান শুরু মোহনবাগানের

    মাধ্যম নিউজ ডেস্ক: ইস্টবেঙ্গলের মতোই জয় দিয়েই সুপার কাপ (Super Cup 2024) অভিযান শুরু করল মোহনবাগান। মঙ্গলবার কলকাতার দুই প্রধানের দিনটা মন্দ গেল না। নিজেদের প্রথম ম্যাচে কলিঙ্গ স্টেডিয়ামে শ্রীনিধি ডেকানকে ২-১ গোলে হারাল সবুজ-মেরুন ব্রিগেড। প্রথমে পিছিয়ে পড়েছিল মোহনবাগান (Mohun Bagan)। সেখান থেকে দলকে টেনে তুললেন জেসন কামিংস ও আর্মান্দো সাদিকু। দুই বিদেশির গোলে পালে হাওয়া লাগল বাগানের। ম্যাচের সেরা ফুটবলারের পুরস্কার জেতেন আশিস রাই।

    পিছিয়ে পড়ে প্রত্যাবর্তন

    এদিন খাতায়-কলমে শক্তিশালী মোহনবাগানের বিরুদ্ধে শুরুটা ভাল করে শ্রীনিধি। তারাই বেশি আক্রমণ করতে থাকে। বাগানকে প্রথম ধাক্কা দেয় শ্রীনিধিই। ২৭ মিনিটের মাথায় বক্সের মধ্যে লালরোমাওয়াইয়াকে ফাউল করেন সুমিত রাঠি। পেনাল্টি পায় শ্রীনিধি। গোল করেন উইলিয়াম অলিভিয়েরা। গোল খাওয়ার পরে শোধ করার জন্য মরিয়া হয়ে ওঠেন সবুজ-মেরুন ফুটবলাররা। ৩৯ মিনিটের মাথায় সমতা ফেরান কামিংস। অভিষেক সূর্যবংশীর শট বারে লেগে ফেরে। ফিরতি বল জালে জড়িয়ে দেন কামিংস। দ্বিতীয়ার্ধে অনেক বেশি আক্রমণাত্মক ফুটবল শুরু করে বাগান। ৭১ মিনিটের মাথায় সাদিকুর গোলে ২-১ এগিয়ে যায় মোহনবাগান।

    কোচ জুয়ান ফেরান্দোকে সরিয়ে দেওয়ার পরে এদিন প্রথম ম্যাচ খেলতে নেমেছিল মোহনবাগান। নতুন কোচ আন্তোনিয়ো লোপেস হাবাস এখনও দলের সঙ্গে যোগ দেননি। তাই কলিঙ্গ স্টেডিয়ামে শ্রীনিধি ডেকানের বিরুদ্ধে কোচের দায়িত্ব সামলান সহকারী কোচ ক্লিফোর্ড মিরান্ডা। আগামী ১৪ জানুয়ারি, অর্থাৎ রবিবার সুপার কাপে (Super Cup 2024) এ-গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোহনবাগান মাঠে নামবে হায়দ্রাবাদের বিরুদ্ধে। একই দিনে ম্যাচ রয়েছে ইস্টবেঙ্গলেরও।

     

    আরও পড়ুন: ক্লেটনের জোড়া গোল, সুপার কাপে জয় দিয়ে শুরু ইস্টবেঙ্গলের

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

  • Mohammed Shami on Maldives Row: মলদ্বীপ বিতর্কে প্রধানমন্ত্রীর পাশে ‘অর্জুন’ শামি, কী বললেন তারকা পেসার

    Mohammed Shami on Maldives Row: মলদ্বীপ বিতর্কে প্রধানমন্ত্রীর পাশে ‘অর্জুন’ শামি, কী বললেন তারকা পেসার

    মাধ্যম নিউজ ডেস্ক: মলদ্বীপ প্রসঙ্গে এবার মুখ খুললেন সদ্য ‘অর্জুন’ পুরস্কারপ্রাপ্ত ভারতের পেস বোলার মহম্মদ শামি। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী যখন চাইছেন দেশকে এগিয়ে নিয়ে যেতে, আমাদেরও উচিত তাঁর পাশে দাঁড়ানো!’ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে মঙ্গলবারই অর্জুন পুরস্কার নেন শামি। মেরুন শুটে বেশ মানিয়েছিল তাঁকে। সদ্য সমাপ্ত একদিনের আন্তর্জাতিক ক্রিকেট বিশ্বকাপে ২৪টি উইকেট নিয়ে তাক লাগিয়ে দেন ‘সাহসপুর এক্সপ্রেস’।

    কী বললেন শামি

    মঙ্গলবার সংবাদসংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে শামি বলেন, ‘আমরা ভারতীয়। আমাদের সবার আগে দেখা উচিৎ দেশের স্বার্থ। আমি মনে করি দেশের পর্যটনকে বিশ্বের কাছে তুলে ধরা উচিৎ। এটা দেশের জন্য ভাল। আমাদের প্রধানমন্ত্রী চাইছেন দেশকে এগিয়ে নিয়ে যেতে। আমাদের উচিৎ তাঁর পাশে দাঁড়ানো।’কিছু দিন আগে প্রধানমন্ত্রী লাক্ষাদ্বীপে গিয়ে ছবি পোস্ট করেন। তার পর থেকেই সকলে লাক্ষাদ্বীপ নিয়ে পোস্ট করতে শুরু করেন। এর মাঝেই শুরু হয় মলদ্বীপ বিতর্ক। সে দেশের তিন মন্ত্রী ভারতের বিরুদ্ধে বর্ণবিদ্বেষী আক্রমণ করেন। তার পর থেকেই মলদ্বীপকে বয়কট করার ডাক দিয়ে সমাজমাধ্যমে সরব হন নেটাগরিকদের একাংশ। সমাজমাধ্যমে বেশ কিছু ক্রীড়াবিদ, অভিনেতাদের দেখা গিয়েছে  ভারতের পর্যটন নিয়ে প্রচার করতে। এবার শামিও দেশের পর্যটন নিয়ে মত প্রকাশ করলেন।

    কারা কারা অর্জুন সম্মান পেলেন

    সাধারাণত জাতীয় ক্রীড়া সম্মান দেওয়া হয় ২৯ অগাস্ট। তবে এবার হানঝাউ এশিয়ান গেমসের জন্য এই সম্মান পিছিয়ে দেওয়া হয়। এবার মেজর ধ্যান চাঁদ খেলরত্ন পুরস্কার পেলেন ভারতীয় ব্যাডমিন্টনের তারকা জুটি চিরাগ শেট্টি ও সাত্বিকসাইরাজ রাঙ্কিরেড্ডি। খেলরত্নর জন্য ২৫ লক্ষ টাকা, অর্জুন ও দ্রোণাচার্য পুরস্কারের জন্য ১৫ লক্ষ টাকা করে দেওয়া হয়। সব মিলিয়ে ২৬ জন ক্রীড়াবিদ ও কোচকে সম্মানিত করা হয়েছে। শামির পাশাপাশি অর্জুন সম্মান পেয়েছেন বাংলার টেবল টেনিস তারকা ঐহিকা মুখোপাধ্যায়।

    আরও পড়ুন: আত্মনির্ভর ভারতের জয়গান, মলদ্বীপকে জবাব অমিতাভ-সেওয়াগের

    অর্জুন পুরস্কারপ্রাপ্তদের তালিকা: মহম্মদ শামি (ক্রিকেট), অজয় রেড্ডি (অন্ধ ক্রিকেট) ওজস প্রবিন দেওতালে (তীরন্দাজ), অদিতি গোপীচাঁদ স্বামী (তীরন্দাজ), শীতল দেবী (প্যারা তিরন্দাজি), পারুল চৌধুরী এবং মুরলি শ্রীশঙ্কর (অ্যাথলেটিক্স), মোহাম্মদ হুসামুদ্দিন (অ্যাথলেটিক্স)। বক্সিং), আর বৈশালী (দাবা), দিব্যকৃতি সিং এবং আনুশ আগরওয়াল (অশ্বারোহী), দিক্ষা ডাগর (গলফ), কৃষাণ বাহাদুর পাঠক (হকি), সুশীলা চানু (হকি), পিঙ্কি (লন বল), ঐশ্বরী প্রতাপ সিং তোমর (শ্যুটিং) , অন্তিম পাংহাল (কুস্তি), ঐহিকা মুখোপাধ্যায় (টেবিল টেনিস)।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Super Cup 2024: ক্লেটনের জোড়া গোল, সুপার কাপে জয় দিয়ে শুরু ইস্টবেঙ্গলের

    Super Cup 2024: ক্লেটনের জোড়া গোল, সুপার কাপে জয় দিয়ে শুরু ইস্টবেঙ্গলের

    মাধ্যম নিউজ ডেস্ক: জয় দিয়ে সুপার কাপে (Super Cup 2024) যাত্রা শুরু করল ইস্টবেঙ্গল। মঙ্গলবার ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে হায়দ্রাবাদ এফসিকে ৩-২ গোলে হারাল লাল-হলুদ। গোটা ম্যাচে দাপট দেখাল ইস্টবেঙ্গল। লাল-হলুদের হয়ে জোড়া গোল করলেন ইস্টবেঙ্গলের অধিনায়ক ক্লেটন সিলভা। একটি গোল সউল ক্রেসপোর। ম্য়াচের সেরা হন ক্লেটন। 

    দুরন্ত ইস্টবেঙ্গল

    তবে এই ম্যাচে ইস্টবেঙ্গল (East Bengal) যতগুলো সুযোগ নষ্ট করেছে সেগুলো থেকে গোল করতে পারলে সংখ্যাটা আরও বাড়ত। ম্য়াচ জিতে সুপার কাপ শুরু হলেও গোলের সুযোগ নষ্ট করাটা চিন্তায় রাখবে কুয়াদ্রাতকে। ক্লেটন, নন্দকুমাররা শুরু থেকেই আক্রমণাত্মক শুরু করেন। ম্যাচের ৮ মিনিটের মাথায় নন্দকুমারের শট পোস্টে লেগে ফেরে। নইলে প্রথমেই এগিয়ে যেতে পারত ইস্টবেঙ্গল। দু’মিনিট পরে ফাঁকা গোলে বল ঠেলতে পারেননি ক্লেটন। ৩৩ মিনিটের মাথায় সেই ক্লেটনের গোলেই এগিয়ে যায় ইস্টবেঙ্গল। রাকিপের ক্রসে শরীর ছুড়ে ডান পায়ের টোকায় গোল করেন ক্লেটন। ৪৪ মিনিটের মাথায় গোল শোধ করে হায়দ্রাবাদ। দ্বিতীয়ার্ধে ৫৩ মিনিটে ফ্রি কিক থেকে ফের গোল করে ক্লেটন। ৭৭ মিনিটের মাথায় পেনাল্টি পায় হায়দরাবাদ। সেখান থেকে গোল করে সমতা ফেরান নিম। ৭৯ মিনিটে কর্নার থেকে পাওয়া দুর্দান্ত বলে হেড দিয়ে গোল করে স্কোর ৩-২ করেন সাউল ক্রেস্পো। 

    নামছে মোহনবাগানও

    শ্রীনিধি ডেকানের বিরুদ্ধে আজ, মঙ্গলবার মুখোমুখি হবে মোহনবাগান সুপার জায়ান্ট। ম্যাচ শুরু সন্ধ্যে ৭.৩০। সরাসরি সম্প্রচার ও টিভিতে স্ট্রিমিং হবে স্পোর্টস ১৮-এ। এ ছাড়াও ম্যাচটি লাইভ স্ট্রিমিং হবে জিও সিনেমায়।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Franz Beckenbauer: বিশ্ব ফুটবলে নক্ষত্রপতন! জার্মান কিংবদন্তি ফ্রাঞ্জ বেকেনবাওয়ারের জীবনাবসান

    Franz Beckenbauer: বিশ্ব ফুটবলে নক্ষত্রপতন! জার্মান কিংবদন্তি ফ্রাঞ্জ বেকেনবাওয়ারের জীবনাবসান

    মাধ্যম নিউজ ডেস্ক: বিশ্ব ফুটবলে নক্ষত্র পতন। চলে গেলেন ফ্রাঞ্জ বেকেনবাওয়ার (Franz Beckenbauer)। জার্মানির বিশ্বকাপজয়ী ফুটবলার দীর্ঘ দিন ধরেই অসুস্থ ছিলেন। সোমবার তাঁর মৃত্যুর খবর জানানো হয়েছে পরিবারের তরফে। ৭৮ বছর বয়স হয়েছিল তাঁর। ‘পার্কিনসন্স ডিজিজ’-এ ভুগছিলেন বেকেনবাওয়ার। ২০১৫ সালে ছেলে স্টিফেন মারা যাওয়ার পর থেকে তাঁর শরীর ক্রমশ খারাপ হতে থাকে। সোমবার সন্ধ্যায় এক বিবৃতিতে তাঁর পরিবারের তরফে বলা হয়েছে, “গভীর দুঃখের সঙ্গে জানানো হচ্ছে যে ফ্রাঞ্জ বেকেনবাওয়ার রবিবার রাতে ঘুমের মধ্যেই মারা গিয়েছেন। তাঁর পরিবার সেই সময় ওঁর সঙ্গেই ছিল। আশা করি সবাই ওঁর পরিবারের এই কঠিন সময়ে পাশে থাকবেন।”

    রূপকথার ফুটবল জীবন

    পশ্চিম জার্মানির হয়ে বেকেনবাওয়ার (Franz Beckenbauer) মোট ১০৪টি ম্যাচ খেলেছেন। ১৯৭৪ সালে তাঁর নেতৃত্বেই জার্মানি বিশ্বকাপ খেতাব জয় করেছিল। এরপর প্রায় ১৬ বছর বাদে ইটালিতে তিনি ম্যানেজার হিসেবে সেই একই ইতিহাসের পুনরাবৃত্তি করেন।সাতের দশকে মাঝামাঝি সময়ে তিনি বেয়ার্ন মিউনিখের হয়ে ইউরোপিয়ান কাপে হ্যাটট্রিক করেছিলেন। পাশাপাশি দলের ডিফেন্ডার হিসেবেও তিনি ততদিনে নিজের জাত চিনিয়ে ফেলেছেন।

    ১৯৪৫ সালের সেপ্টেম্বর মাসে মিউনিখে জন্মগ্রহণ করেছিলেন এই ফুটবল কিংবদন্তি। কৈশোরে পা রাখার পর বেয়ার্নে যোগ দিয়েছিলেন তিনি। কেরিয়ারের শুরুর দিকে বেকেনবাওয়ার সেন্টার ফরোয়ার্ড হিসেবেই খেলতেন। ১৯৬৪ সালে তিনি এই ক্লাবে একজন লেফট উইঙ্গার হিসেবে যোগ দিয়েছিলেন। এরপর তিনি সেন্ট্রাল মিডফিল্ড পজিশনে চলে আসেন। বেকেনবাওয়ারের (Franz Beckenbauer) ফুটবল শৈলীর জন্য সকলে তাঁকে ‘ডার কাইজার’ বলে ডাকতেন। বিশেষ করে তিনি বলের উপর যেভাবে দখল রাখতে পারতেন কিংবা বিপক্ষের থেকে বল কেড়ে নেওয়ার একটা প্রতিভা ছিল, তা আজও ফুটবল বিশ্বের কাছে শিক্ষণীয়। 

     

    আরও পড়ুন: এশিয়ান কাপে প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার সামনে ভারত! জেনে নিন কবে, কখন, কোথায় দেখবেন

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

     

  • AFC Asian Cup 2023: এশিয়ান কাপে প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার সামনে ভারত! জেনে নিন কবে, কখন, কোথায় দেখবেন

    AFC Asian Cup 2023: এশিয়ান কাপে প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার সামনে ভারত! জেনে নিন কবে, কখন, কোথায় দেখবেন

    মাধ্যম নিউজ ডেস্ক: আর কয়েকটা দিনের অপেক্ষা। চলতি সপ্তাহেই শুরু হচ্ছে এএফসি এশিয়ান কাপ ২০২৩ (AFC Asian Cup 2023)। ১২ জানুয়ারি আয়োজক দেশ কাতারের বিরুদ্ধে লেবাননের ম্যাচ দিয়ে টুর্নামেন্টের শুরু। পরের দিনই ভারত বনাম অস্ট্রেলিয়া ম্যাচ। এর আগে দুইবার গ্রুপ পর্বের গণ্ডিই পেরোতে পারেনি ভারত। এবারও সুনী‌লদের জন্য গ্রুপ পর্বে অপেক্ষা করছে কঠিন লড়াই। 

    কবে কবে খেলবে ভারত

    আগামী ১৩ জানুয়ারি কাতারের আল রায়ানের আহমেদ বিন আলী স্টেডিয়ামে এএফসি এশিয়ান কাপ ২০২৩-এর (AFC Asian Cup 2023) প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে ভারত। ভারতীয় সময় বিকেল ৫টায় হবে এই খেলা। উদ্বোধনী ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হওয়ার পর আগামী ১৮ জানুয়ারি একই ভেন্যুতে উজবেকিস্তানের মুখোমুখি হবে ব্লু টাইগার্স। এই খেলা শুরু ভারতীয় সময় রাত ৮টায়। আগামী ২৩ জানুয়ারি আল খোরের আল বায়েত স্টেডিয়ামে তৃতীয় ও শেষ গ্রুপ ম্যাচে সিরিয়ার মুখোমুখি হবে সুনীলরা। ম্যাচ শুরু হবে ভারতীয় সময় বিকেল ৫টায়।

    ভারতের কঠিন প্রতিপক্ষ 

    এশিয়ান কাপে (AFC Asian Cup 2023)যাত্রা শুরুর আগে ভারতীয় ফুটবল প্রেমীদের বড় স্বপ্ন দেখালে‌ন কোচ ইগর স্টিম্যাচ। এশিয়ার শীর্ষ ১০টি দেশের মধ্য পৌঁছাতে আরও চার বছর সময় লাগবে ভারতের। তাঁর কথায়, ভারত ক্রমশ উন্নতির দিকে এগোচ্ছে। এবারে দলের সাফল্য সম্পর্কে স্টিম্যাচ বলেন,“আমাদের তিন প্রতিপক্ষই টেকনিক্যালি ভালো, আমাদের থেকে শারীরিকভাবে শক্তিশালী এবং গতিময়। তাই তিনটি ম্যাচে আমাদের রণকৌশলে বিশেষ পার্থক্য থাকবে না। এই মুহূর্তে আমাদের খেলোয়াড়দের ফিটনেস লেভেল দেখতে হবে, আগামী দুই সপ্তাহে কতটা উন্নতি করা যায় সেটাও দেখতে হবে।”

    এশিয়ান কাপের গ্রুপ বিভাজন

    এএফসি এশিয়ান কাপের (AFC Asian Cup 2023) ১৮তম আসরে ২৪টি দল অংশ নেবে। অংশগ্রহণকারী মোট ২৪টি দলকে ছ’টি গ্রুপে ভাগ করা হয়েছে। প্রতিটি দল তাদের গ্রুপের অন্য দলগুলোর সঙ্গে একবার করে খেলবে। প্রতিটি গ্রুপ থেকে সেরা দুটি দল এবং সেরা চারটি তৃতীয় স্থান অর্জনকারী দল নকআউট পর্বে উঠবে, যার মধ্যে রাউন্ড অফ ১৬, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল এবং ফাইনাল রয়েছে। ২০২৩ সালের এএফসি এশিয়ান কাপের ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ফেব্রুয়ারিতে লুসাইল স্টেডিয়ামে। এশিয়ান কাপের সরাসরি সম্প্রচার দেখা যাবে স্পোর্টস ১৮ (Sports 18) চ্যানেলে। মোবাইলে দেখতে চাইলে ডাউনলোড করে নিতে হবে জিও সিনেমা (Jio Cinema) অ্যাপ।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • T20 World Cup 2024: টি২০ বিশ্বকাপের সূচি ঘোষণা হল, জেনে নিন কবে ভারত-পাকিস্তানের ম্যাচ

    T20 World Cup 2024: টি২০ বিশ্বকাপের সূচি ঘোষণা হল, জেনে নিন কবে ভারত-পাকিস্তানের ম্যাচ

    মাধ্যম নিউজ ডেস্ক: ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup 2024) সূচি প্রকাশিত হল। ঘোষণা হল খেলার তারিখ ও দিন। এই বছরের বিশ্বকাপ অনুষ্ঠিত হবে আমেরিকা এবং ওয়েস্ট ইন্ডিজে। আগামী ৯ জুন নিউ ইয়র্কে অনুষ্ঠিত হবে ভারত-পাকিস্তানের প্রথম ম্যাচ। ১ জুন থেকে শুরু হিবে এই বিশ্বকাপের খেলা। ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ২৯ জুন। বিশ্বকাপকে ঘিরে ক্রিকেট প্রেমীদের মধ্যে তীব্র উচ্ছ্বাস শুরু হয়ে গিয়েছে।

    ভারতের ম্যাচ কবে কবে (T20 World Cup 2024)

    এই বিশ্বকাপে (T20 World Cup 2024) ভারতের গ্রুপ পর্বের ম্যাচগুলির চারটি খেলাই হবে অ্যামেরিকা। প্রথম ম্যাচ ৫ জুন আয়ারল্যন্ডের বিরুদ্ধে খেলবে ভারত। এরপর ৯ জুন পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ। তারপরে ভারতের তৃতীয় ম্যাচ ১২ জুন হবে আমেরকার বিরুদ্ধে। গ্রুপের শেষ ম্যাচ ভারতের হবে কানাডার বিরুদ্ধে।

    মোট ২০ টি দল খেলবে বিশ্বকাপে

    গ্রুপের এ-তে থাকা সব খেলা অ্যামেরিকায় অনুষ্ঠিত হবে। যদি ভারত সুপার আটে যেতে পারে তাহলে ওয়েস্ট ইন্ডিজে ভারতের বাকি ম্যাচগুলি অনুষ্ঠিত হবে। সে ক্ষেত্রে প্রথম খেলা হতে পারে বার্বাডোজে। এবারের বিশ্বকাপে (T20 World Cup 2024) মোট অংশ গ্রহণকারী দলের সংখা হল ২০। বিশ্বকাপকে মূলত চারটি গ্রুপে ভাগ করা হয়েছে। প্রত্যেক গ্রুপে ৫ টি করে দলের খেলা হবে। এরপর এখানে জয়ী দলগুলি সুপার ৮ যাবে। অ্যামেরিকা ফ্লোরিডা, ডালসা, নিউ ইয়র্কে এই ম্যাচ অনুষ্ঠিত হবে। অপরে ওয়েস্ট ইন্ডিজের ছয়টি মাঠেও ম্যাচগুলি অনুষ্ঠিত হবে।

    প্রথম ম্যাচ হবে আমেরিকা কানাডা

    ১ জুন অ্যামেরিকা-কানাডা দিয়ে শুরু হিবে টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup 2024) প্রথম ম্যাচ। এই ম্যাচ হবে ডালাসে। ঠিক পরের ম্যাচে পাপুয়া নিউগিনির বিপক্ষে খেলবে ওয়েস্ট ইন্ডিজ। অবশ্য গতবারের বিশ্বকাপ জয়ী ইংল্যান্ড এবার ৪ জুন খেলা শুরু করবে স্কটল্যান্ডের বিরুদ্ধে। আবার গতবারের রানার্স পাকিস্তান খেলবে অ্যামেরিকা বিরুদ্ধে ৬ জুন। বেশ কিছু গুরুত্বপূর্ণ ম্যাচ হল, ৩ জুন দক্ষিণ আফ্রিকা-শ্রীলঙ্কা, ৮ জুন ইংল্যান্ড-অস্ট্রেলিয়া, ১২ জুন ওয়েস্ট ইন্ডিজ-নিউ জিল্যান্ড। এবারের বিশ্বকাপে প্রথমবার খেলবে উগান্ডা দেশের দল। তাঁদের প্রথম ম্যাচ আফগানিস্তানের বিরুদ্ধে হবে।

    কোন বিভাগে কোন দল রয়েছে?

    গ্রুপ এ: ভারত, পাকিস্তান, আয়ারল্যান্ড, কানাডা, আমেরিকা।

    গ্রুপ বি: ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নামিবিয়া, স্কটল্যান্ড, ওমান।

    গ্রুপ সি: নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, আফগানিস্তান, উগান্ডা, পাপুয়া নিউগিনি।

    গ্রুপ ডি: দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেপাল, নেদারল্যান্ডস।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

LinkedIn
Share