Category: খেলা

Get updates on Sports News Cricket, Football, Tennis, from the Madhyom news portal madhyom.com, West Bengal leading news portal Madhyom.com

  • ICC ODI World Cup 2023: ইংল্যান্ডকে হারালেই কি বিশ্বকাপের সেমিফাইনালে ভারত?

    ICC ODI World Cup 2023: ইংল্যান্ডকে হারালেই কি বিশ্বকাপের সেমিফাইনালে ভারত?

    মাধ্যম নিউজ ডেস্ক: পর পর পাঁচ ম্যাচে জয়। যা ভারতের বিশ্বকাপের সেমিফাইনালে ওঠার পথ অনেকটাই প্রশস্ত করে দিয়েছে। রবিবার নবাবের শহর লখনৌ এ রোহিত শর্মাদের সামনে গতবারের চ্যাম্পিয়ন ইংল্যান্ড। যদিও যশ বাটলারের নেতৃত্বাধীন ইংল্যান্ড দলটি এবার প্রত্যাশিত পারফরম্যান্স মিলে ধরতে ব্যর্থ। পাঁচটির মধ্যে চারটি ম্যাচে তারা হেরেছে। সেই নিরিখে রবিবাসরীয় লড়াইয়ে পাল্লা অনেকটাই ভারী টিম ইন্ডিয়ার। ইংল্যান্ডকে হারাতে পারলেই সেমিফাইনালের দরজা খুলে যাবে রাহুল দ্রাবিড়ের ছেলেদের কাছে। যা শুধু ১৪০ কোটি ভারতবাসীর স্বপ্নকে উস্কে দেবে না,  একইসঙ্গে তৃতীয় বার বিশ্বকাপ জেতার সম্ভাবনা আরও উজ্জ্বল হবে।

    দুরন্ত টিম ইন্ডিয়া

    ব্যাটিং বোলিং এবং ফিল্ডিং এই তিন বিভাগেই দুর্দান্ত পারফরমেন্স মিলে ধরেছে ভারতীয় ক্রিকেটাররা। রানের মধ্যে আছেন অধিনায়ক রোহিত শর্মা। আফগানিস্তানের বিরুদ্ধে সেঞ্চুরি হাকিয়ে ছিলেন তিনি। স্বমহিমায় ধরা দিচ্ছেন বিরাট কোহলিও। তার ছন্দ দেখে ক্রিকেট বিশেষজ্ঞরা বলছেন এবারের বিশ্বকাপের আসরেই হয়তো সেঞ্চুরির হাফ সেঞ্চুরি পূর্ণ করে ফেলবেন ভিকে। ডেঙ্গি থেকে সেরে ওঠার পর শুভমান গিল ব্যাট হাতে দলকে ভরসা দেওয়ার চেষ্টা করছেন। তার থেকেও বড় ব্যাপার হলো লোকেশ রাহুলের দায়িত্বশীল ব্যাটিং। একাধিক ম্যাচে কঠিন মুহূর্তে ঠান্ডা মাথায় তিনি বড় পার্টনারশিপ গড়ে তোলার কাজটি করেছেন। যাতে রান চেজ করতে সমস্যা হয়নি ভারতের। শ্রেয়স আরো নামের প্রতি সুবিচারে সংকল্পবদ্ধ। কারণ তিনি জানেন এই সুযোগ বারবার আসবে না। তাই সবকিছু ভুলে ব্যাট হাতে সেরাটা মেলে ধরার চেষ্টা করছেন তিনিও।

    টিমে অলরাউন্ডারদের ভূমিকা

    এই ভারতীয় দলের সাফল্যের পিছনে অলরাউন্ডারদের ভূমিকা ও যথেষ্ট। বিশেষ করে রবীন্দ্র যাদেজার কথা বলতেই হবে। ব্যাটে বলে তিনি অপ্রতিরোধ্য। লখনৌ এর পিচে বল টার্ন করবে। সেক্ষেত্রে জাড্ডু কিন্তু ইংল্যান্ডের ব্যাটসম্যানদের সামনে বড় বিপদ হয়ে দাঁড়াতে পারেন। তবে হার্দিক পান্ডিয়ার চোট রয়েছে। এই ম্যাচে তিনি খেলতে পারবেন না। তার জায়গায় নিউজিল্যান্ডের বিরুদ্ধে সূর্য কুমার যাদব কে প্রথম একাদশে রাখা হয়েছিল। এখন প্রশ্ন হচ্ছে ইংল্যান্ডের বিরুদ্ধে কি একই পরিকল্পনা নিয়ে মাঠে নামবে টিম ইন্ডিয়া? কারণ, বাটলার বাহিনী যতই পরপর ম্যাচ হারুক কখনোই হালকাভাবে নেওয়া উচিত হবে না। তাই ব্যাটিং এবং বোলিংয়ের মধ্যে ভারসাম্য রাখাটাও জরুরী ভারতীয় টিম ম্যানেজমেন্টের।

    আরও পড়ুন: আজ কোজাগরী পূর্ণিমায় চন্দ্রগ্রহণ, দেখা যাবে পশ্চিমবঙ্গে, কতক্ষণ চলবে?

    মরিয়া ইংল্যান্ড

    পেস বোলিংয়ে বুমরাহ এবং সিরাজের বিকল্প নেই। কিন্তু সামি আবার গত ম্যাচে পাঁচ উইকেট নিয়েছিলেন। এত সহজে কি তাকে ছেঁটে ফেলা সম্ভব? প্রশ্নটা উঠছে কারণ অনুশীলনে রবিচন্দ্রন অশ্বিন ঘন্টার পর ঘন্টা হাত ঘুরিয়েছেন। তাই দেখে বিশেষজ্ঞদের মনে হচ্ছে, জাদেজা, কুলদীপের সঙ্গে তৃতীয় স্পেশালিস্ট স্পিনার হিসেবে অশ্বিনকে খেলানো হতে পারে। তাই ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের প্রথম একাদশ ঠিক কিরকম হবে তা নিয়ে একটু ধোঁয়াশা রয়েছে। তবে এই ম্যাচে ইংল্যান্ড কিন্তু মরিয়া হয়েই ঝাঁপাবে। কারণ তারা জানে ভারতের কাছে হারলে সেমিফাইনালে ওঠার আশা কার্যত শেষ হয়ে যাবে। তাই জো রুট, যশ বাটলার, দাবিদ মালান,  বেন স্টোকস, হ্যারি ব্রুকরা, মরণ কামড় দেওয়ার চেষ্টা করবেন। ইংল্যান্ডের বোলিংও খুব খারাপ নয়। বিশেষ করে আদিল রশিদ এবং মইন আলীর মতো স্পিনার ম্যাচের ভাগ্য নির্ধারণে বড় ভূমিকা নিতে পারেন।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Para Asian Games 2023: এশিয়াডের মঞ্চে ফের পদকের সেঞ্চুরি! ভারতীয় অ্যাথলিটদের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

    Para Asian Games 2023: এশিয়াডের মঞ্চে ফের পদকের সেঞ্চুরি! ভারতীয় অ্যাথলিটদের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

    মাধ্যম নিউজ ডেস্ক: প্যারা এশিয়ান গেমসেও নতুন নজির সৃষ্টি করলেন বিশেষভাবে সক্ষম ভারতীয় অ্যাথলিটরা। এশিয়াডের মঞ্চে আবারও সেঞ্চুরি ভারতের।  শনিবার সকালেই পদক তালিকায় শতক স্পর্শ করে ফেলল ভারত। ভারতীয় অ্যাথলিটদের ধন্যবাদ জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। । প্রতিবন্ধকতাকে হারিয়ে ভারতীয় অ্যাথলিটদের এই সাফল্য প্রশংসা পেয়েছে সব মহলে। 

    শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

    ভারতের ১০০টি পদকের তালিকায় রয়েছে ২৬টি সোনা, ২৯টি রুপো ও ৪৫টি ব্রোঞ্জ। ভারত এই মুহূর্তে পদক তালিকায় পঞ্চম স্থানে রয়েছে। শততম পদক জয়ের পরই ভারতীয় অ্যাথলিটদের অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী। সোশ্যাল সাইটে তিনি লিখেছেন, “এশিয়ান প্যারা গেমসে ১০০ পদক! আমাদের কাছে দারুন আনন্দের মুহূর্ত। এই সাফল্য আমাদের ক্রীড়াবিদদের মেধা, কঠোর পরিশ্রম এবং দৃঢ় সংকল্পের ফল। এই উল্লেখযোগ্য সাফল্য আমাদের হৃদয়কে গর্বিত করেছে।’ একইসঙ্গে মোদি লিখেছেন, “আমি আমাদের অবিশ্বাস্য অ্যাথলিট, কোচ এবং তাদের সঙ্গে কাজ করা পুরো সাপোর্ট স্টাফদের আমার গভীর প্রশংসা এবং কৃতজ্ঞতা জানাই। এই সাফল্য দেশের সকলকে অনুপ্রাণিত করবে। এগুলি প্রমাণ করে দেয় যে, আমাদের যুবসম্প্রদায়ের জন্য কোনও কিছুই অসম্ভব নয়।”

    ভারত ১০০টি পদক পাওয়ায় শুধু প্রধানমন্ত্রী নন, পাশাপাশি কেন্দ্রীয় মন্ত্রী কিরণ রিজিজুও শুভেচ্ছা জানিয়েছেন। তিনি বলেন, ‘এবারের প্যারা এশিয়ান গেমস নতুন উচ্চতায় উঠছে! ১০০টি পদক, সাহসিকতা এবং সেরা পারফরম্যান্সের প্রমাণ। অভিনন্দন জানাই প্রত্যেক চ্যাম্পিয়নকে যারা এই ঐতিহাসিক পদক অর্জন করতে সম্ভব হয়েছে।’ শেষবার ২০১৮ সালে ভারত প্যারা এশিয়ান গেমস থেকে ৭২টি পদক জিতেছি‌ল। এবার নতুন ইতিহাসও সৃষ্টি করলেন ভারতীয়রা। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ। 

  • ICC ODI World Cup 2023: শীর্ষে প্রোটিয়ারা! রুদ্ধশ্বাস ম্যাচে পাকিস্তানকে হারাল দক্ষিণ আফ্রিকা

    ICC ODI World Cup 2023: শীর্ষে প্রোটিয়ারা! রুদ্ধশ্বাস ম্যাচে পাকিস্তানকে হারাল দক্ষিণ আফ্রিকা

    মাধ্যম নিউজ ডেস্ক: পাকিস্তানের বিপক্ষে রুদ্ধশ্বাস ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে দক্ষিণ আফ্রিকা। আর এই এই ম্যাচে ১ উইকেটে হেরে পাকিস্তানের সামনে সেমিফাইনালের (ICC ODI World Cup 2023) দরজা যে বন্ধ হয়ে গেল, তা বলা যেই পারে। পাকিস্তানের হাতে আর লিগ পর্বে তিনটে ম্য়াচ পড়ে রয়েছে। এই পরিস্থিতিতে যদি তাদের শেষ চারে উঠতে হয়, তাহলে বিশাল রান রেটে শুধুমাত্র এই তিনটে ম্যাচ জিতলেই হবে না, বাকী দলগুলোর জয়-পরাজয়ের দিকেও তাকিয়ে থাকতে হবে।

    কারা শেষ চারে

    আপাতত পয়েন্ট টেবিলের পরিস্থিতি যে জায়গায় এসে দাঁড়িয়েছে, তাতে দক্ষিণ আফ্রিকা, ভারত এবং নিউ জিল্যান্ড খুব সহজেই সেমিফাইনালের জায়গা পাকা করে ফেলতে পারবে। বাকী থাকল চতুর্থ স্থান। এই জায়গাটার জন্যই প্রত্যেকটা দল লড়াই করছে। পাকিস্তানকে এখন যদি সেমিতে উঠতে হয়, তাহলে বাকী ম্যাচগুলো বড় রান রেটে জেতার পাশাপাশি শ্রীলঙ্কা এবং অস্ট্রেলিয়ার ফলাফলের দিকে তাদের তাকিয়ে থাকতে হবে। 

    ম্যাচের সেরা শামসি

    এ দিন টসে জিতে আগে ব্যাট করতে নেমেছিল পাকিস্তান। এদিনও ব্যর্থ পাকিস্তানের ওপেনিং জুটি। ৩৮ রানেই দুই ওপেনার সাজঘরে। হাল ধরেন বাবর আজম ও মহম্মদ রিজওয়ান। কিন্তু দুজনেই শুরুটা ভাল করলেও বড় ইনিংস গড়তে পারেননি। অর্ধশতরান করেন বাবর। পাকিস্তানের রান আড়াইশোর গণ্ডি পেরল,সাউদ শাকিল এবং শাদাব খানের জন্য। ষষ্ঠ উইকেটে শাকিলের সঙ্গে শাদাবের ৮৪ রানের জুটি পাকিস্তানকে মোটামুটি একটা ভদ্রস্থ স্কোরে পৌঁছে দেয়। শাকিল অর্ধশতরান করেন। 

    পাকিস্তানের ২৭১ রান তাড়া করতে নেমে শেষ পর্যন্ত ১৮ বলে ৫ রানের দরকার ছিল মার্কব়্যামদের। আর শেষ উইকেটের আশায় মরিয়া হয়ে উঠেছিল পাকিস্তান। তবে শেষ হাসি হাসলেন শামসিরাই। যখন ৯ উইকেট হারিয়ে চড়চড়িয়ে বাড়ছে প্রোটিয়াদের স্নায়ুর চাপের পারদ, তখন ঠান্ডা মাথায় ম্যাচ জেতালেন ভারতীয় বংশোদ্ভূত কেশব মহারাজ ও শামসি। পাকিস্তানের বিরুদ্ধে শামসির শিকার বাবর আজম, ইফতিকার আহমেদ, শাউদ শাকিল ও শাহিন আফ্রিদি। ম্যাচ সেরার পুরস্কারও জিতে নেন তিনি। দলকে সাফল্য় এনে দিতে পেরে স্বাভাবিকভাবেই খুশি শামসি। ম্য়াচ শেষে  তিনি বলেন, “আমাকে এটা করতেই হত। অনেকসময় আমাদের হাতে কিছু থাকে না। আজকে ভাগ্য সঙ্গ দিয়েছে আমার। জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ চার রান করলাম। দলকে জেতাতে পেরে সত্যিই ভালো লাগছে। ”

    আরও পড়ুন: ছুঁয়ে দেখছেন না মাছ-মাংস! বিশ্বকাপে নিজেকে ফিট রাখতে কী খাচ্ছেন বিরাট?

    পয়েন্ট টেবিলের শীর্ষে

    এই জয়ের ফলে ভারতকে টপকে এখন পয়েন্ট তালিকায় শীর্ষে দক্ষিণ আফ্রিকা। ভারতের মতোই তাদের ১০ পয়েন্ট হলেও রান রেট ২.০৩২। ভারতের থেকে অনেকটাই বেশি। এই জয়ের পিছনে কাণ্ডারি একজনই। তিনি কেশব মহারাজ। ৪১তম ওভারে বাবর আজমের হাতে ক্যাচ দিয়ে যখন এডেন মার্করাম ৯১ রানে ফিরে গেলেন, তখন কার্যত খাদের কিনারায় দক্ষিণ আফ্রিকা। আর কোনও প্রতিষ্ঠিত ব্যাটার ক্রিজে ছিলেন না। হাতে প্রচুর বল ছিল, কিন্তু বাকি ২১টি রান তোলার মতো ব্যাটারের অভাব ছিল। সেখান থেকে বুক চিতিয়ে লড়াই করলেন মহারাজ, লুনগি এনগিডি এবং তাবরেইজ শামসি। দলকে শেষ হাসি হাসালেন তাঁরাই।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ। 

  • Virat Kohli: ছুঁয়ে দেখছেন না মাছ-মাংস! বিশ্বকাপে নিজেকে ফিট রাখতে কী খাচ্ছেন বিরাট?

    Virat Kohli: ছুঁয়ে দেখছেন না মাছ-মাংস! বিশ্বকাপে নিজেকে ফিট রাখতে কী খাচ্ছেন বিরাট?

    মাধ্যম নিউজ ডেস্ক: নিজের ফিটনেস নিয়ে কোনও কিছুর সঙ্গেই আপোস করেন না বিরাট কোহলি (Virat Kohli)। বিরাটের শারীরিক কসরতের ছবি প্রায় সামনে আসে। এর পাশাপাশি বিশ্বকাপের সময় নিজের ডায়েটের প্রতি সজাগ দৃষ্টি রয়েছে বিরাটের। জানা গিয়েছে, বিগত বেশ কয়েক বছর ধরে মাংস খাওয়া ছেড়েই দিয়েছেন কোহলি। তাঁর ডায়েট নিরামিষ খাদ্য তালিকা দিয়েই সাজানো থাকে।

    বিরাটের সুপার ফুড

    বিশ্বকাপেও বজায় রয়েছে বিরাটের (Virat Kohli) পছন্দের ডায়েট। যেহেতু মাছ বা মাংস তিনি খাচ্ছেন না, তাই শরীরে প্রোটিনের চাহিদা মেটাতে খাদ্য তালিকায় থাকছে তোফু এবং সয়াবিন জাতীয় খাবার। যে হোটেলে ভারতীয় দল থাকছে সেখানকারই শেফ বলছেন, ‘‘ভারতীয় দলের খাবার টেবিলে মাছ এবং মাংসের নানারকম পদ আমরা সাজিয়ে রেখেছিলাম। তবে কোহলি সেসব কিছু ছুঁয়েও দেখেননি। তবে টিম ইন্ডিয়ার বাকি সদস্যরা সেগুলি খেয়েছেন। তাই কোহলির জন্য আমরা বিশেষ কিছু নিরামিষ পদ তৈরি করেছিলাম। এই পদগুলি বেশিরভাগটাই সবজি দিয়ে বানানো হয়েছিল এবং তাতে অল্প মশলা এবং তেল ব্যবহার করা হয়েছিল।’’ ওই শেফ আরও বলেন, ‘‘সেদ্ধ সবজি, সয়াবিন, মোমো তোফুর মতো নানা পদই ছিল কোহলির (Virat Kohli) জন্য এবং কোনও কোনও পদে অল্প দুধ জাতীয় জিনিসও ব্যবহার করা হয়েছিল।’’ এতো গেল ডিনার বা লাঞ্চের কথা। সকালে ব্রেকফাস্টে বিরাটের (Virat Kohli) পছন্দ হল মিলেট ধোসা এবং মিলেট ইডলি।

    ক্রিকেটাররা মদ্যপান করেন না বলেই জানা গিয়েছে

    হোটেলের ওই রাঁধুনী আরও বলেন, ‘‘আইপিএলের সময় আমাদের হোটেলে নিউজিল্যান্ডের কয়েকজন ক্রিকেটার ছিলেন। তাঁরা ভারতীয় মশলাদার খাবার এড়িয়ে চলেন। তবে কিছু ক্রিকেটার ভারতীয় খাবার হিসেবে ইডলি, ধোসা, পরোটার মত পদ চেয়ে থাকেন।’’ ভারতীয় দলের প্রাতঃরাশের রাগির তৈরি ধোসা থাকত বলেও জানিয়েছেন ওই শেফ। তবে কোনও দেশের খেলোয়াড়ই মদ খান না বলেই জানা গিয়েছে। একমাত্র নিউজিল্যান্ড কোনও ম্যাচ জিতলে বিয়ার অর্ডার করা হয়। কেউ কেউ অল্প মদ্যপান করে থাকেন। তা ছাড়া বাকিরা অ্যালকোহল ছুঁয়েও দেখেন না।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ। 

  • ICC ODI World Cup 2023: বিরাটের জন্মদিনে বিশেষ ভাবনা সিএবির! বিশ্বকাপের জন্য প্রস্তুত ইডেন

    ICC ODI World Cup 2023: বিরাটের জন্মদিনে বিশেষ ভাবনা সিএবির! বিশ্বকাপের জন্য প্রস্তুত ইডেন

    মাধ্যম নিউজ ডেস্ক: দুর্গা পুজোর রেশ কাটতে না কাটতেই ক্রিকেট উৎসবে গা ভাসাচ্ছে শহরবাসী। বিশ্বকাপ শুরু হয়েছে ২০দিন হয়ে গেল। রাত পোহালেই, লক্ষ্মীপুজোর দিন কলকাতায় প্রথম ম্যাচ। শনিবার বাংলাদেশ এবং আফগানিস্তান মুখোমুখি হবে ইডেনে। ভারতের খেলা অবশ্য আগামী রবিবার। শনিবার ইডেনে বিশ্বকাপের বোধন হলেও, প্রচুর ক্রিকেট প্রেমীর নজর ৫ নভেম্বরে। কারণ, ৫ নভেম্বর বিরাট কোহলির জন্মদিন। ওই দিনই আবার ভারত-দক্ষিণ আফ্রিকার ম্যাচ। অনুমতি মিললে সিএবির তরফ থেকে ওই দিনের ম্যাচে বিরাটকে কেক উপহার দেওয়া হবে।

    ইডেনে দুর্ঘটনা

    বিশ্বকাপের ম্যাচের একদিন আগেই  ইডেনের চার নম্বর গেট ভেঙে গিয়েছে। বৃহস্পতিবার আচমকা ইডেনের গেটে ধাক্কা মারে একটি গাড়ি। নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে গাড়িটি। তাতেই গেট ভেঙে যায়। শনিবারের ম্যাচের আগে ইডেনের গেট সারিয়ে ফেলতে হবে সিএবি-কে। বিশ্বকাপের জন্য ইডেন সাজানোর কাজ হচ্ছিল। অনেক কিছুই নতুন করে করা হয়েছে। এমন অবস্থায় বিশ্বকাপের ম্যাচের ৪৮ ঘণ্টা আগে এমন দুর্ঘটনা চিন্তায় ফেলল সিএবি-কে। 

    দলের সঙ্গে শাকিব

    কলকাতায় দলের সঙ্গে যোগ দিলেন শাকিব আল হাসান। বাংলাদেশ পাঁচটির মধ্যে চারটি ম্যাচে হেরে গিয়েছে। ১০ দলের মধ্যে তারা রয়েছে আট নম্বরে। পর পর চারটি ম্যাচে হারতে হয়েছে তাদের। শাকিব নিজেও ফর্মে নেই। এমন অবস্থায় হঠাৎ করেই দেশে ফিরে গিয়েছিলেন তিনি। শাকিবের ব্যক্তিগত কোচ নাজমুল জানিয়েছেন যে, কেন তাঁর কাছে গিয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক। নাজমুল বলেন, “নিউজিল্যান্ডের বিরুদ্ধে সব ধরনের শট খেলতে পারছিল না শাকিব। অফ স্টাম্পের বাইরে বল করা হয়নি ওকে। তাই কাট বা ড্রাইভ করতে পারেনি। অন সাইডে খেলে যেতে হচ্ছিল। স্পিনারেরা সারা ক্ষণ লেগ স্টাম্প লক্ষ্য করে বল করে যাওয়ায় সমস্যা হচ্ছিল শাকিবের। সেই কারণেই বড় শট খেলতে গিয়ে আউট হয় ও। শাকিবের আসল শক্তি অফ সাইড। কিন্তু ওই দিকে বল না পাওয়ায় সমস্যা হচ্ছিল। তাই আমার কাছে এসেছিল সেই সমস্যা দূর করতে।”

    আরও পড়ুন: চিন্তায় রোহিতরা, পুরো বিশ্বকাপ থেকেই বাদ পড়তে পারেন হার্দিক! কেন জানেন?

    ইডেনে টিকিটের চাহিদা

    ইডেন গার্ডেন্সে (Eden Gardens) বিশ্বকাপের পরের ম্যাচ ৩১ অক্টোবর। তারপর ৫ নভেম্বর বিরাট কোহলির (Virat Kohli) জন্মদিনে রয়েছে ভারতের ম্যাচ। সেই ম্যাচের জন্য বিশেষ ভাবনা রয়েছে সিএবির। বিশ্বকাপের জন্য ইডেন গার্ডেন্সে সংস্কারের কাজ হয়েছে। তাই আগের থেকে অনেক উজ্জ্বল হয়েছে ক্রিকেটের নন্দনকানন। ইডেন চত্বরে দেখা গিয়েছে একাধিক বাংলাদেশের সমর্থকদের। যাঁরা এখনও শনিবারের বাংলাদেশ-নেদারল্যান্ডস ম্যাচের টিকিটের খোঁজ করছেন। অনেকেই আবার ৩১ অক্টোবর পাকিস্তান-বাংলাদেশের যে ম্যাচ, তার টিকিটের খোঁজও করছেন। এদিকে ৩১ অক্টোবর ক্রিকেটর নন্দনকাননে রয়েছে পাকিস্তানের ম্যাচ। ইডেনে টিকিটের আসল চাহিদা ৫ নভেম্বর ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচের। বাংলার ক্রিকেট সংস্থার সদস্যেরা সকলে সেই ম্যাচের টিকিট পাননি। সেই নিয়ে বৃহস্পতিবারও বিক্ষোভ দেখান তাঁরা।  সিএবি-র ১১ হাজার সদস্য রয়েছে। কিন্তু মাত্র তিন হাজার টিকিট সদস্যদের জন্য দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Hardik Pandya: চিন্তায় রোহিতরা, পুরো বিশ্বকাপ থেকেই বাদ পড়তে পারেন হার্দিক! কেন জানেন?

    Hardik Pandya: চিন্তায় রোহিতরা, পুরো বিশ্বকাপ থেকেই বাদ পড়তে পারেন হার্দিক! কেন জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: ফুল মার্কস নিয়েই বিশ্বকাপে এগোচ্ছে ভারত (ICC World Cup 2023)। ৫ ম্যাচে ১০ পয়েন্ট ঝুলিতে নিয়ে আপাতত সেমিফাইনাল নিশ্চিত রোহিতদের। তবে এর মধ্যেও চিন্তা পিছু ছাড়ছে না। চোট-আঘাত লেগেই রয়েছে দলে। চোটের জন্য নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলতে পারেননি ভারতের সহঅধিনায়ক হার্দিক পান্ডিয়া। ভাবা হয়েছিল ইংল্যান্ড ম্যাচে ফিরবেন হার্দিক। বিসিসিআই সূত্রে খবর, হার্দিকের (Hardik Pandya) লিগামেন্ট ছিঁড়ে গিয়েছে ফলে কবে তিনি বাইশ গজে ফিরতে পারবেন তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। 

    লিগামেন্টে চোট

    রবিবার ভারতের পরবর্তী ম্যাচ। লখনউতে ইংল্যান্ডের বিরুদ্ধে খেলবে মেন ইন ব্লু। প্রথমে জানা গিয়েছিল, গোড়ালিতে সামান্য চোট পেয়েছেন হার্দিক। কিন্তু পরে জানা যাচ্ছে, হার্দিকের চোট গুরুতর। তাঁর গোড়ালির লিগামেন্ট ছিঁড়েছে। তাই গ্রুপ পর্বের ম্যাচ তো বটেই গোটা বিশ্বকাপটাই যেতে পারে ভারতীয় অলরাউন্ডারের। এখন বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রয়েছেন হার্দিক। সেখানেই তাঁকে সুস্থ করে তোলার চেষ্টা করছেন চিকিৎসকেরা। হার্দিকের চোট নিয়ে তাড়াহুড়ো করতে রাজি নয় ভারতীয় ক্রিকেট বোর্ড। সম্পূর্ণ সুস্থ না হলে তাঁকে মাঠে নামতে দেওয়া হবে না, বলেই খবর।

    অনিশ্চিত হার্দিক

    গত বৃহস্পতিবার বাংলাদেশের বিরুদ্ধে নবম ওভারে বল করার সময় চোট পেয়েছিলেন হার্দিক। তাঁর বলে স্ট্রেট ড্রাইভ মেরেছিলেন লিটন দাস। সেই বল পা দিয়ে আটকাতে গিয়েছিলেন হার্দিক। সেই সময় পড়ে গিয়েছিলেন তিনি। হার্দিকের পায়ের উপর তাঁর পুরো শরীরের ওজন পড়ে গিয়েছিল। তাতেই চোট লেগেছিল ভারতীয় অলরাউন্ডারের। 

    আরও পড়ুন: ‘‘২০৩৬ অলিম্পিক্সের জন্য প্রস্তুত ভারত’’, জাতীয় গেমসের উদ্বোধনে ঘোষণা প্রধানমন্ত্রীর

    বিসিসিআই সূত্রে জানা যাচ্ছে, হার্দিক পান্ডিয়া নিতিন প্যাটেলের অধীনে মেডিকেল টিমের তত্ত্বাবধানে রয়েছে। প্রথমে তাঁর চোটটি যেমন মনে হয়েছিল, তার থেকে এখন চোটের অবস্থা গুরুতর মনে হচ্ছে। সম্ভবত তাঁর একটি লিগামেন্ট ছিঁড়ে গিয়েছে। যা সেরে উঠতে কমপক্ষে দু’সপ্তাহ লাগবে। মেডিকেল টিম তাঁকে সর্বক্ষণ পর্যবেক্ষণ করছে। এখনই তাঁর বদলি হিসেবে দলে কাউকে নিতে চায় না টিম ম্যানেজমেন্ট। আগামী সপ্তাহ অবধি হার্দিকের জন্য অপেক্ষা করবে টিম। তারপর হার্দিকের শারীরিক অবস্থা দেখে বাকি টুর্নামেন্টে তাঁর খেলার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • ICC ODI World Cup 2023: পরপর হার! বিশ্বকাপে বেকায়দায় ইংল্যান্ড, ৮ উইকেটে জয়ী শ্রীলঙ্কা

    ICC ODI World Cup 2023: পরপর হার! বিশ্বকাপে বেকায়দায় ইংল্যান্ড, ৮ উইকেটে জয়ী শ্রীলঙ্কা

    মাধ্যম নিউজ ডেস্ক: হারের হ্যাটট্রিক! পরপর তিনটে ম্যাচ হেরে বাইশগজের বিশ্বযুদ্ধে (ICC ODI World Cup 2023) দিশেহারা ইংল্যান্ড। নিউজিল্যান্ড, আফগানিস্তান ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হেরে এমনিতেই বেকায়দায় ছিল গতবারের বিশ্বকাপজয়ী দল। আর এবার শ্রীলঙ্কার কাছে চলতি বিশ্বকাপের নিজেদের চতুর্থ ম্যাচ হেরে সেমি ফাইনালে যাওয়ার রাস্তা আরও কঠিন করে তুললেন জো রুট-বেন স্টোকসরা। সেমিফাইনালে যাওয়া প্রায় অসম্ভব হয়ে পড়ল গত বারের বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডের। বাটলারদের পরের ম্যাচ ভারতের বিপক্ষে। টুর্নামেন্ট শুরু হওয়ার আগে আশঙ্কা করা হয়েছিল ভারত বনাম ইংল্যান্ড ম্যাচটি হয়তো ভারতীয় দলের কাছে সবচেয়ে কঠিন ও চ্যালেঞ্জিং ম্যাচ হতে পারে। কিন্তু দুই দলের সাম্প্রতিক ফর্ম ধারনাটা বদলে দিয়েছে।

    স্পিন নয়, পেস অস্ত্রেই ঘায়েল ইংল্যান্ড

    টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাটলার। শুরুটাও খারাপ হয়নি। দুই ওপেনার জনি বেয়ারস্টো ও দাউইদ মালান ওপেনিং জুটিতে ৪৫ রান করেন। ইংল্যান্ডকে প্রথম ধাক্কা দেন অ্যাঞ্জেলো ম্যাথুজ। শ্রীলঙ্কার স্পিন নয়, পেস আক্রমণের সামনেই দিশাহারা দেখাচ্ছিল ইংল্যান্ডের ব্যাটিংকে। একমাত্র স্টোকস ৪৩ রান করেন। তিনি আউট হওয়ার পর আর বেশি ক্ষণ খেলতে পারেনি ইংল্যান্ড। ৩৩.২ ওভারে ১৫৬ রানে অল আউট হয়ে যায় তারা।

    মাত্র ১৫৭ রান চেজ করতে নেমে শুরুতেই দুই উইকেট হারায় শ্রীলঙ্কা। দলের রান যখন ২৩, তখন সাজঘরে ফিরে যান কুশল মেন্ডিস ও কুশল পেরেরা। তবে এতে সমস্যা হয়নি। পাথুম নিশাঙ্কা (Pathum Nissanka) ও সদিরা সমরবিক্রমা (Sadeera Samarawickrama) তৃতীয় উইকেটে ১৩৭ রান যোগ করে শ্রীলঙ্কাকে জয় এনে দেন। পাথুম নিশাঙ্কা ৮৩ বলে ৭৭ রানে অপরাজিত ছিলেন। মারলেন ৭টি চার ও ২টি ছক্কা। তাঁর সতীর্থ সমরবিক্রমা এবারও তাঁর ফর্মা বজায় রাখলেন। ডাচদের বিরুদ্ধে গত ম্যাচে তাঁর ব্যাট থেকে এসেছিল ম্যাচ উইনিং ১০৭ বলে অপরাজিত ৯১ রান। আর এবার ‘বিক্রম’ দেখিয়ে ৫৪ বলে ৬৫ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়লেন। মারলেন ৭টি চার ও ১টি ছক্কা। 

     

  • Asian Para Games: এশিয়ান প্যারা গেমসে নয়া ইতিহাস ভারতের, পদক সংখ্যায় ভাঙল অতীতের সব রেকর্ড

    Asian Para Games: এশিয়ান প্যারা গেমসে নয়া ইতিহাস ভারতের, পদক সংখ্যায় ভাঙল অতীতের সব রেকর্ড

    মাধ্যম নিউজ ডেস্ক: এশিয়ান প্যারা গেমস (Asian Para Games) ২০২৩ সালে নয়া রেকর্ড করল ভারত। বৃহস্পতিবারই চিনের হ্যাংঝাউতে অতীতের পদক জয়ের সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছেন ভারতীয় ক্রীড়াবিদরা। প্যারা গেমসের (Asian Para Games) চতুর্থ দিনে ভারতের মোট পদকের সংখ্যা পৌঁছেছে ৭৩-এ। যার মধ্যে রয়েছে ১৭টি সোনা, ২১টি রূপো।  প্রসঙ্গত, এর আগে জাকার্তায় ২০১৮ সালে এশিয়ান প্যারা গেমসে ভারত ৭২টি পদক জিতেছিল। ২০১৮ সালে জাকার্তার এশিয়ান প্যারা গেমসকেও ছাপিয়ে গেল ২০২৩ সালে ভারতের পারফরম্যান্স।

    এশিয়ান প্যারা গেমসে রেকর্ড ভারতের

    বৃহস্পতিবারই শট পাটার সচিন খিলাড়ি সোনার পদক জেতেন। ৩৪ বছর বয়সী সচিন এই পদক জয়ের মাধ্যমে (Asian Para Games) চিনের ক্রীড়াবিদ ওয়েই এনলংয়ের সেট করা রেকর্ড ১৫.৬৭ মিটারকে ভেঙে দিয়েছেন। এখন চিনা ক্রীড়াবিদের স্থান দ্বিতীয় এবং ভারতের সচিনের স্থান প্রথম। আরেক ভারতীয় ক্রীড়াবিদ রোহিত কুমার একই ইভেন্টে তৃতীয় হয়েছেন। অন্যদিকে ভারতীয় ক্রীড়াবিদ শ্যুটার সিদ্ধার্থ বাবু স্বর্ণপদক জিতেছেন। তাঁর স্কোর ২৪৭.৭ যা এশিয়ান প্যারা গেমসে একটি রেকর্ডও বটে। সিদ্ধার্থ বাবু এই পারফরম্যান্সের মাধ্যমে প্যারিসের প্যারা অলিম্পিকসে নিজের কোটাও নিশ্চিত করে ফেলেছেন।

    ৭৩টি পদক নিয়ে ভারত ষষ্ঠ স্থানে

    ভারতের হয়ে ৭৩ তম পদকটি যেতেন শাটলার নিত্য শ্রী সুমাথি সিভান। এছাড়াও উত্তরপ্রদেশের মিরাটের জয়নাব খাতুন ৬১ কেজি ওজন বিভাগে রুপোর পদক জিতেছেন বলে জানা গিয়েছে। অন্যদিকে দিল্লির বাসিন্দা রাজকুমারী ওই একই ইভেন্টে ব্রোঞ্জ পদক জিতেছেন। এছাড়া পুরুষদের ১০০ মিটার টি-৩৫ ইভেন্টে ব্রোঞ্জ পদক জিতেছেন নারায়ণ ঠাকুর। ১০০ মিটার টি-৩৭ এ শ্রেয়াংশ ত্রিবেদী দ্বিতীয় পদক জিতেছেন। জানা গিয়েছে, চিনে অনুষ্ঠিত এশিয়ান প্যারা গেমসে অংশগ্রহণ করতে ৩১৩ জন ক্রীড়াবিদ সে দেশে গিয়েছেন। ২২টি ক্রীড়া ইভেন্টের মধ্যে ১৮টিতে অংশ নিচ্ছেন ভারতীয়রা। প্রসঙ্গত, প্রথম এশিয়ান প্যারা গেমস (Asian Para Games) অনুষ্ঠিত হয়েছিল ২০১০ সালে চিনে। ভারত সেই সময় একটি স্বর্ণপদক সহ ১৪টি পদক নিয়ে ১৫তম স্থান অর্জন করে। ২০১৪ এবং ২০১৮ সালে ভারত যথাক্রমে ১৫তম এবং নবম স্থান দখল করেছিল। ২০২৩ সালে এখনও পর্যন্ত ৭৩টি পদক নিয়ে ভারত রয়েছে ষষ্ঠ স্থানে।

    শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

    ভারতীয় খেলোয়ারদের এমন দুর্দান্ত পারফরম্যান্সের পরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শুভেচ্ছা বার্তা ভেসে আসে এক্স হ্যান্ডেলে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ। 

  • ICC ODI World Cup 2023: বিশ্বকাপে বেহাল বাংলাদেশ, দেশে ফিরলেন শাকিব আল হাসান

    ICC ODI World Cup 2023: বিশ্বকাপে বেহাল বাংলাদেশ, দেশে ফিরলেন শাকিব আল হাসান

    মাধ্যম নিউজ ডেস্ক: চলতি বিশ্বকাপের সেমিতে ওঠার আশা কার্যত তাদের নেই। এর মাঝেই দেশে ফিরে গেলেন বাংলাদেশের অধিনায়ক শাকিব আল হাসান। বাংলাদেশ ক্রিকেট বোর্ড সূত্রে খবর, বুধবারই দেশে ফিরে গিয়েছেন দলের অধিনায়ক শাকিব আল হাসান। দুপুরে তিনি মিরপুরে শের-ই বাংলা স্টেডিয়ামে তাঁর ছেলেবেলার কোচ নাজমুল আবেদিনের তত্ত্বাবধানে অনুশীলনও করেন।

    ব্যাটিং অনুশীলন শাকিবের

    ক্রিকেট বিশেষজ্ঞদের অনুমান, নিজের চেনা ছন্দে নেই শাকিব। তাই ছন্দ ফিরে পেতে, বিশ্বকাপের মাঝে ছেলেবেলার কোচের স্মরণাপন্ন হয়েছেন শাকিব। জানা গিয়েছে, তিনি দলের সঙ্গে আগামী ২৭ অক্টোবর যোগ দেবেন। আর ২৮ অক্টোবর কলকাতার ইডেন গার্ডেন্সে নেদারল্যান্ডসের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ। মঙ্গলবার দক্ষিণ আফ্রিকার কাছে ১৪৯ রানে হেরেছে বাংলাদেশ। তার পর বুধবার সকালেই মুম্বই থেকে ঢাকার বিমান ধরেছেন বাংলাদেশের অধিনায়ক। দেশে ফিরেই চলে গিয়েছেন মিরপুর স্টেডিয়ামে। সেখানে ইন্ডোরে নিজের কোচ নাজমুল আবেদিনের কাছে বেশ কিছুক্ষণ ব্যাটিং অনুশীলন করেছেন শাকিব। কোথায় ভুল হচ্ছে, সে সব বুঝে নিয়েছেন। আজ, বৃহস্পতিবার এবং কাল, শুক্রবারও নাজমুলের কাছে অনুশীলন করবেন শাকিব। 

    বিশ্বকাপের মতো গুরুত্বপূর্ণ প্রতিযোগিতার মাঝে তাঁর হঠাৎ দেশে ফেরায় তৈরি হয়েছে প্রশ্ন। কী এমন হল যে নিজের কোচের কাছে ব্যাটিং অনুশীলন করতে দেশে ফিরতে হল তাঁকে। বড় প্রতিযোগিতার মাঝে শাকিব আগেও দেশে ফিরেছেন। গত মাসেই এশিয়া কাপের সময় ভারতের বিরুদ্ধে সুপার ফোর পর্বের ম্যাচের আগে দু’দিনের জন্য দেশে ফিরে গিয়েছিলেন শ্রীলঙ্কা থেকে। তবে বিশ্বকাপের মাঝে শাকিবের দেশে ফেরাকে কেন্দ্র করে প্রশ্ন তৈরি হয়েছে। যদিও বাংলাদেশ দলের অন্য ক্রিকেটারেরা বুধবার কলকাতায় পৌঁছে গিয়েছেন।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ। 

  • ICC ODI World Cup 2023: ৪০ বলে শতরান ম্যাক্সওয়েলের! নেদারল্যান্ডসের বিপক্ষে রেকর্ড ব্যবধানে জয় অস্ট্রেলিয়ার

    ICC ODI World Cup 2023: ৪০ বলে শতরান ম্যাক্সওয়েলের! নেদারল্যান্ডসের বিপক্ষে রেকর্ড ব্যবধানে জয় অস্ট্রেলিয়ার

    মাধ্যম নিউজ ডেস্ক: অল্পের জন্য বেঁচে গেল ভারতের রেকর্ড। বুধবার বিশ্বকাপে (ICC ODI World Cup 2023) নজির গড়ল অস্ট্রেলিয়া। নেদারল্যান্ডসকে (Australia vs Netherlands) রেকর্ড রানের ব্যবধানে হারাল অজিরা। এদিন টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। ৮ উইকেট হারিয়ে ৩৯৯ রান তোলে অস্ট্রেলিয়া। জোড়া সেঞ্চুরি করেন ডেভিড ওয়ার্নার এবং গ্লেন ম্যাক্সওয়েল। জবাবে ২১ ওভারে ৯০ রান তুলে গুটিয়ে যায় ডাচরা। যার ফলে ৩০৯ রানের রেকর্ড ব্যবধানে এই ম্যাচ জিতল অস্ট্রেলিয়া। একইসঙ্গে জয়ের হ্যাটট্রিক করল ক্যাঙারু বাহিনী। এই ম্যাচ জেতার ফলে পয়েন্ট টেবিলে উন্নতি করেছে অস্ট্রেলিয়া। ৩ ম্যাচ জিতে ৬ পয়েন্ট নিয়ে বিশ্বকাপের পয়েন্ট টেবিলের ৪ নম্বরে উঠল অজিরা।

    বড় ব্যবধানে জয়

    এদিন ডেভিড ওয়ার্নার এবং গ্লেন ম্যাক্সওয়েলের জোড়া শতরানের সুবাদে অস্ট্রেলিয়া ৩৯৯ রানের পাহাড় গড়ে। জবাবে নেদারল্যান্ডসের ইনিংস শেষ হয় ৯০ রানে। অস্ট্রেলিয়া জিতে ৩০৯ রানে। এক দিনের ক্রিকেটে সবচেয়ে বেশি রানের ব্যবধানে জয়ের বিশ্বরেকর্ড রয়েছে ভারতের। ৮ রানের জন্য বেঁচে গেল রোহিত শর্মার দলের সেই নজির। গত ১৫ জানুয়ারি তিরুঅনন্তপুরমে শ্রীলঙ্কাকে রোহিতরা হারিয়েছিলেন ৩১৭ রানে। ভারতের ৫ উইকেটে ৩৯০ রানের জবাবে শ্রীলঙ্কার ইনিংস শেষ হয়েছিল ৭৩ রানে। তবে এক দিনের বিশ্বকাপে এটাই সব থেকে বেশি রানে জয়ের নজির। আগের রেকর্ডটিও ছিল অস্ট্রেলিয়ার। ২০১৫ সালের বিশ্বকাপে আফগানিস্তানকে অস্ট্রেলিয়া হারিয়েছিল ২৭৫ রানে।

    আরও পড়ুন: ২২ জানুয়ারি রামমন্দিরে মূর্তি প্রতিষ্ঠা, আমন্ত্রণ মোদিকে, ‘‘আমি ধন্য’’, ট্যুইট প্রধানমন্ত্রীর

    ম্যাক্সওয়েলের ঝোড়ো শতরান

    দিল্লির মাঠেই বিশ্বকাপে সব থেকে কম বলে শতরান করার রেকর্ড করেছিলেন এডেন মার্করাম। ১৮ দিনের মধ্যেই সেই মাঠেই রেকর্ড ভেঙে দিলেন গ্লেন ম্যাক্সওয়েল। ৪০ বলে করলেন শতরান। প্রথম ২০ বলে ম্যাক্সওয়েল করেছিলেন ৩৪ রান। পরের ২০ বলে শতরানে পৌঁছে যান। ম্যাক্সওয়েল ইনিংস শেষ করেন ৪৪ বলে ১০৬ রান করে। ন’টি চার এবং আটটি ছক্কা মারেন তিনি।

    বিশ্বকাপে লজ্জার বিশ্বরেকর্ড

    বিশ্বকাপে (ICC ODI World Cup 2023) লজ্জার নজির গড়লেন নেদারল্যান্ডসের জোরে বোলার বাস ডি লিড। বুধবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১০ ওভার বল করে দিলেন ১১৫ রান। এক দিনের ক্রিকেটের একটি ম্যাচে এত রান এর আগে কোনও বোলার দেননি। তাঁকে মোট ১৯ বার মাঠের বাইরে পাঠিয়েছেন অস্ট্রেলীয় ব্যাটারেরা। তাঁর বলে হয়েছে ১৩টি চার এবং ৬টি ছক্কা। একটি করে ওয়াইড এবং নো বল করেছেন লিড। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ। 

LinkedIn
Share