Category: খেলা

Get updates on Sports News Cricket, Football, Tennis, from the Madhyom news portal madhyom.com, West Bengal leading news portal Madhyom.com

  • ICC ODI World Cup 2023: শনি-সন্ধ্যায় ইডেনের সামনে বিরাট-উন্মাদনা! ম্যাচের দিন বিশেষ মেট্রো পরিষেবা

    ICC ODI World Cup 2023: শনি-সন্ধ্যায় ইডেনের সামনে বিরাট-উন্মাদনা! ম্যাচের দিন বিশেষ মেট্রো পরিষেবা

    মাধ্যম নিউজ ডেস্ক: বিশ্বকাপের (ICC ODI World Cup 2023) লিগ পর্যায়ে ইডেন গার্ডেন্সে ভারতের একমাত্র ম্যাচ রবিবার। শনিবার বিকেলে ইডেন গার্ডেন্সে ভারতীয় টিমবাস ঢোকার সঙ্গে সঙ্গে ‘বিরাট’ চিৎকার। নিজের প্রিয় ক্রিকেটারদের এক ঝলক দেখার জন্য দুপুর থেকেই ইডেনের সামনে হাজির সমর্থকেরা। নিজেদের পছন্দের তারকা খেলোয়াড়ের নম্বর দেওয়া জার্সি পরে আছেন বিরাট-ভক্তেরাও। তাঁদের একটাই দাবি, রবিবার, নিজের জন্মদিনের দিন শতরান করে রেকর্ড গড়ুন ‘কিং কোহলি’।

    ম্যাচের জন্য বিশেষ পরিষেবা

    আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপে (ICC ODI World Cup 2023) কলকাতা ইডেন গার্ডেনসে হতে চলা ম্যাচের জন্য বিশেষ পরিষেবা ঘোষণা করল মেট্রো কর্তৃপক্ষও। আগামী কাল রবিবার ইডেনে বিশ্বকাপের ম্যাচে মুখোমুখি হতে চলেছে ভারত ও দক্ষিণ আফ্রিকা। মেট্রোর তরফে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান হয়েছে, রাত্রি ১০টা ৪৫ মিনিটে ইডেনের নিকটবর্তী এসপ্ল্যানেড স্টেশন থেকে মিলবে ২টি পরিষেবা। একটি ১০টা ৪৫ মিনিটে ছেড়ে রাত্রি ১১টা ১৮ মিনিটে পৌঁছবে দক্ষিণেশ্বর স্টেশনে। অপরটি সেই ১০টা ৪৫ মিনিটেই ছেড়ে ১১টা ১৮ মিনিটে পৌঁছবে কবি সুভাষ স্টেশনে।

    ইডেনে নিরাপত্তা বলয়

    ম্যাচ ঘিৱে ক্রিকেটপ্রেমীদের উন্মাদনা যেমন তুঙ্গে তেমনই, টিকিটেরও হাহাকার ময়দান জুড়ে। টিকিটের যা চাহিদা তাতে রবিবার ইডেন কানায় কানায় পূর্ণ থাকবে, বলে আশা সিএবির। এমনকি এই ম্যাচে সাধারণ ক্রিকেটপ্রেমীদের পাশাপাশি আসবেন ভিভিআইপিরাও।ফলে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হচ্ছে গোটা ময়দান অঞ্চল। ইডেনে বিশ্বকাপের (ICC ODI World Cup 2023)  ম্যাচের জন্য ত্রিস্তরীয় নিরাপত্তা বলয় তৈরি করা হচ্ছে। প্রচুর সংখ্যাক নিরাপত্তাকর্মীকে মোতায়েন করা হচ্ছে এই ম্যাচ উপলক্ষ্যে।

    আরও পড়ুন: বিশ্বকাপ থেকেই ছিটকে গেলেন হার্দিক, বদলি ঘোষণা ভারতের, দলে এলেন কে?

    যান চলাচলে নিয়ন্ত্রণ

    ম্যাচের দিন সকাল থেকেই যান নিয়ন্ত্রন করবে কলকাতা পু‌লিশ। একাধিক রাস্তায় বন্ধ থাকবে গাড়ি চলাচল। রবিবার ছুটির দিনে সংখ্যা কম থাকে যান বাহ‌নের।সকাল সাড়ে ৯ টার পর থেকে খেলা শেষ হওয়ার পর পর্যন্ত। ইডেন সংলগ্ন রাস্তাগুলিতে পণ্যবাহী গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ভিক্টোরিয়া মেমোরিয়ালের পাশ থেকে অর্থাৎ এজেসি বোস রোডের একটি বড় অংশ, যার মধ্যে ডিএল খান রোড থেকে ক্যাথিড্রাল রোড, হসপিটাল রোড, কুইনওয়ে, লাভার্স লেনে যান চলাচলে নিয়ন্ত্রণ বা বন্ধ রাখা হবে। পণ্য়বাহী গাড়িগুলি এই রাস্তা দিয়ে যাতায়াত করতে পারবে না। হাইকোর্টগামী গাড়িগুলিকে ওকল্যান্ড রোডের বদলে এসপ্ল্যানেড রো দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে ট্রাফিকের চাপ অনুযায়ী।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • ICC World Cup 2023: শেষ চারের লড়াইয়ে রইল বাবররা! বৃষ্টি-বিঘ্নিত ম্যাচে ডাকওয়ার্থ লুইস নিয়মে জয়ী পাকিস্তান

    ICC World Cup 2023: শেষ চারের লড়াইয়ে রইল বাবররা! বৃষ্টি-বিঘ্নিত ম্যাচে ডাকওয়ার্থ লুইস নিয়মে জয়ী পাকিস্তান

    মাধ্যম নিউজ ডেস্ক: ভাগ্য সহায় বাবরদের, ডাকওয়ার্থ-লুইসে ম্যাচ জিতে বিশ্বকাপে শেষ চারে ওঠার লড়াইয়ে টিকে থাকল পাকিস্তান। নিউজিল্যান্ডের ৪০১ রান তাড়া করতে নেমে ২৫.৩ ওভারে ১ উইকেটে ২০০ রান তোলে পাকিস্তান। তারপর বৃষ্টিতে ভেস্তে যায় ম্যাচ। ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে ২১ রানে জিতে যায় পাকিস্তান।

    অনবদ্য রচিন রবীন্দ্র

    টসে জিতে পাকিস্তান প্রথমে প্রতিপক্ষ নিউজিল্যান্ডকেই ব্যাটিং-এর আমন্ত্রণ জানায়। পিচ যে ব্যাটিং স্বর্গ, তার আভাস মিলেছিলো গোড়া থেকেই। ঝড়ের গতিতে রান তুলতে থাকেন ডেভন কনওয়ে এবং রচিন রবীন্দ্র। হাসান আলি’র বলে কনওয়ে ফিরলে রবীন্দ্রের (Rachin Ravindra) সাথে জুটি বাঁধেন কেন উইলিয়ামসন। তরুণ রচিন ও অভিজ্ঞ কেন-এর জুটির বিরুদ্ধে দিশাহারা লাগলো পাক বোলিং-কে। স্কোরবোর্ডে ১৮০ রান যোগ করেন দুজনে। প্রত্যাবর্তনের ম্যাচে ৯৫ রান করে ফেরেন অধিনায়ক উইলিয়ামসন (Kane Williamson)।  রচিন রবীন্দ্র চলতি বিশ্বকাপে (ICC World Cup 2023) তৃতীয় শতরান করলেন। 

    ওয়ান ডে বিশ্বকাপের ইতিহাসে নিউজিল্যান্ড এই প্রথম ৪০০ রানের গণ্ডি টপকায়। সুতরাং, বিশ্বকাপের ইতিহাসে নিজেদের সব থেকে বেশি রানের দলগত ইনিংসের সর্বকালীন রেকর্ড গড়ে তারা। পাকিস্তানের বিরুদ্ধে এই ম্যাচে নিউজিল্যান্ড নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ৪০১ রান সংগ্রহ করে। এর আগে বিশ্বকাপের ইতিহাসে নিউজিল্যান্ডের সর্বোচ্চ দলগত ইনিংস ছিল ৬ উইকেটে ৩৯৩ রানের। ২০১৫ বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সেই ম্যাচে চারশো রানের দোরগোড়ায় থেমে যেতে হয় কিউয়িদের।

    আরও পড়ুন: শনি-সন্ধ্যায় ইডেনের সামনে বিরাট-উন্মাদনা! ম্যাচের দিন বিশেষ মেট্রো পরিষেবা

    ঝড়ো শতরান ফখর জামানের

    পাল্টা ব্যাট করতে নেমে দুরন্ত শুরু করে পাকিস্তান। অসম্ভবকে সম্ভব করার মিশনে নেমে দ্বিতীয় ওভারেই আব্দুল্লাহ শফিককে হারায় পাকিস্তান (৬/১)। টিম সাউদির বলে উইলিয়ামসনকে ক্যাচ দেন তিনি। এরপর বাবর আজমকে নিয়ে দুর্দান্ত এক জুটি গড়েন ফখর। বৃষ্টি শুরুর আগে ২১.৩ ওভারে ১ উইকেট হারিয়ে পাকিস্তান সংগ্রহ করে ১৬০ রান। ৬৩ বলে সেঞ্চুরি করলেন ফখর জামান। পাকিস্তানের হয়ে বিশ্বকাপে এটিই এখন দ্রুততম সেঞ্চুরি। ৫২ বলে ব্যক্তিগত অর্ধশতরান পূর্ণ করেন বাবর আজম। বৃষ্টি থামলে পাকিস্তানকে নতুন লক্ষ্য দেওয়া হয় ৪১ ওভারে ৩৪২। সেই লক্ষ্য সামনে রেখে ২৫.৩ ওভারে ১ উইকেটে ২০০ রান তোলার পর আরও একবার বৃষ্টি নামে। এরপর আর খেলা শুরু করা যায়নি। ডিএলএস মেথডে ২১ রানে জেতে পাকিস্তান।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • ICC ODI World Cup 2023: বিশ্বকাপ থেকেই ছিটকে গেলেন হার্দিক, বদলি ঘোষণা ভারতের, দলে এলেন কে?

    ICC ODI World Cup 2023: বিশ্বকাপ থেকেই ছিটকে গেলেন হার্দিক, বদলি ঘোষণা ভারতের, দলে এলেন কে?

    মাধ্যম নিউজ ডেস্ক: গোড়ালিতে চোটের কারণে বিশ্বকাপ থেকে পুরোপুরি ছিটকে গেলেন হার্দিক পান্ডিয়া। বাংলাদেশের বিরুদ্ধে খেলতে গিয়ে চোট পেয়েছিলেন হার্দিক। তার জায়গায় বদলিও ঘোষণা করে দিল বিসিসিআই। হার্দিক পান্ডিয়ার বদলে বিশ্বকাপে ভরতীয় দলে সুযোগ পেলেন তরুণ পেসার প্রসিদ্ধ কৃষ্ণা। জানা যাচ্ছে দক্ষিণ আফ্রিকা ম্যাচের পরই ভারতীয় দলের সঙ্গে যোগ দেবেন এই ডান হাতি পেসার।

    মন দলের সঙ্গে থাকবে

    বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ায় স্বাভাবিক ভাবেই ভেঙে পড়েছেন হার্দিক পান্ডিয়া নিজেও। এই টুর্নামেন্টের শুরুর দিকে তিনি নিজেও দুর্দান্ত পারফরম্যান্স করেছেন। মাঝ পথেই যে ছিটকে যেতে হবে, তা তিনি কল্পনাও করতে পারেননি।  লেখেন, এটা মেনে নিতে খুবই কষ্ট হচ্ছে, বিশ্বকাপের বাকি পর্যায়ে আমি আর থাকতে পারব না। তবে ম্যাচে না থাকলেও আমি সব সময় দলের সঙ্গে থাকব। প্রতিটি বলের আগে বোলারদের উৎসাহ দেব। আমার পক্ষ্য থেকে দলের প্রত্যেকটি সদস্যকে শুভেচ্ছা জানাই। সেই সঙ্গে ভালবাসা এবং পুরোপুরি সমর্থন রয়েছে। এটা দলটা সত্যি স্পেশাল। আমি আশা করি এই দল আমাদের দেশকে গর্বিত করবে।’

    সুযোগ পেলেন প্রসিদ্ধ কৃষ্ণা

    বাংলাদেশের বিরুদ্ধে খেলতে নেমে চোট পেয়েছিলেন হার্দিক। তাঁকে বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে পাঠানো হয়েছিল। মনে করা হচ্ছিল সেমিফাইনালে ফিরতে পারেন হার্দিক। কিন্তু শনিবার ভারতীয় বোর্ড জানিয়ে দিল যে, হার্দিক এ বারের বিশ্বকাপে খেলতে পারবে না। সেই জায়গায় দলে নেওয়া হল প্রসিদ্ধকে। শনিবার সকালে বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসির তরফে জানানো হয়েছে, গত ১৯ অক্টোবর পুণেতে বাংলাদেশের বিরুদ্ধে যে চোট পেয়েছিলেন হার্দিক, তা এখনও সেরে ওঠেনি। তার ফলে হার্দিকের বিশ্বকাপ অভিযান শেষ হয়ে গেল। তিনি আর এবারের বিশ্বকাপ খেলতে পারবেন না। তাঁর পরিবর্ত হিসেবে প্রসিদ্ধের নাম পাঠিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। সেই প্রস্তাবে অনুমোদন দিয়েছে বিশ্বকাপের টেকনিকাল কমিটি।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

     

  • ICC Cricket World Cup 2023: নেদারল্যান্ডসকে ৭ উইকেটে হারিয়ে সেমির লড়াইয়ে আফগানিস্তান

    ICC Cricket World Cup 2023: নেদারল্যান্ডসকে ৭ উইকেটে হারিয়ে সেমির লড়াইয়ে আফগানিস্তান

    মাধ্যম নিউজ ডেস্ক: সেমিফাইনালে যাওয়ার লড়াইয়ে বাবর আজমদের পিছনে ফেলে এগিয়ে গেছে আফগানিস্তান। বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে নেদারল্যান্ডসকে হারিয়ে লিগ টেবিলের পাঁচ নম্বরে উঠে এল আফগানিস্তান। একইসঙ্গে সেমি ফাইনালে যাওয়ার আশা টিকিয়ে রাখলেন রাশিদ খান-মহম্মদ নবিরা।

    শেষ চারের লড়াই

    পাকিস্তান ও আফগানিস্তান দুই দলেরই সেমিফাইনালে যাওয়ার সম্ভাবনা আছে। সেই দৌড়ে আছে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডও। ভারত একমাত্র দল যারা সেমির টিকিট নিশ্চিত করেছে। দক্ষিণ আফ্রিকারও সুযোগ স্পষ্ট। একটা ম্যাচ জিততে পারলেই সেমিফাইনালে চলে যাবে তারা। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও আফগানিস্তান, এই তিন দলের পয়েন্ট এখন ৮। তবে এই তিন দলের মধ্যে অস্ট্রেলিয়া এখনও পর্যন্ত ৬টি ম্যাচ খেলেছে, বাকিদের ৭টি করে ম্যাচ হয়ে গেছে। আর পাকিস্তানের পয়েন্ট ছয়।  

    আরও পড়ুন: ‘ভারতের সময় বল বদলে দিচ্ছে’, অদ্ভুত অভিযোগ প্রাক্তন পাক ক্রিকেটারের

    দুরন্ত আফগান

    নেদারল্যান্ডস ম্যাচে রেকর্ড করল আফগানিস্তান। কোনও একদিনের ম্যাচে এই প্রথমবার কোনও দলের ব্যাটিং অর্ডারের প্রথম ৫ জনের মধ্যে চারজনই রান আউট হলেন। ম্যাচে প্রথমে ব্যাট করে নেদারল্যান্ডস। প্রথম পাঁচ জনের মধ্যে শুধু প্রথম উইকেট পড়ে এলবিডব্লুউতে। ওয়েসলি বারেসি ১ রান করে আউট হন। এরপর টানা চার উইকেট নেদারল্যান্ডসের পরে রান আউটের মাধ্যমে। আফগানিস্তানের দুরন্ত ফিল্ডিং সকলের নজর কাড়ে।

    ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করে ৪৬.৩ ওভারে ১৭৯ রানে অলআউট হয়ে যায় নেদারল্যান্ডস। দলের হয়ে সর্বোচ্চ ৫৮ রান করেন সাইব্র্যান্ড এঞ্জেলব্রেট। আফগানদের সর্বোচ্চ ৩টি উইকেট নেম মহম্মদ নবি। রান তাড়া করতে নেমে হাসমাতুল্লাহ শাহিদির ৫৬ ও রহমত শাহ-র ৫২ রানের ইনিংসের সৌজন্যে ৩১.৩ ওভারে ৩ উইকেট হারিয়ে ম্যাচ জেতে আফগানিস্তান।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • ICC world cup 2023: বিশ্বকাপে টিকিটের কালোবাজারি! অনলাইন সংস্থাকে জিজ্ঞাসাবাদ, তলব সিএবি সভাপতিকেও

    ICC world cup 2023: বিশ্বকাপে টিকিটের কালোবাজারি! অনলাইন সংস্থাকে জিজ্ঞাসাবাদ, তলব সিএবি সভাপতিকেও

    মাধ্যম নিউজ ডেস্ক: রাত পোহালেই ইডেনে ভারত–দক্ষিণ আফ্রিকার ম্যাচ। চলতি বিশ্বকাপে সমানে সমানে পাল্লা দিচ্ছে দুই দল।  এই ম্যাচের টিকিট নিয়ে কার্যত হাহাকার পরিস্থিতি। টিকিটের কালোবাজারির অভিযোগ ঘিরে শোরগোল পড়ে গিয়েছে। অনলাইনে টিকিট বিক্রিতে অস্বচ্ছতার অভিযোগও উঠেছে। মিলছে না টিকিট। আবার কিছু ক্ষেত্রে টিকিট মিললেও তা বিক্রি হচ্ছে ১০ গুণ চড়া দামে।

    টিকিট বিক্রি নিয়ে জেরা পুলিশের

    ইতিমধ্যেই অনলাইন টিকিট বিক্রয়কারী সংস্থাকে ও সিএবিকে নোটিস পাঠিয়েছিল ময়দান থানা। সেই নোটিসের প্রেক্ষিতে শুক্রবার দুপুরেই ময়দান থানায় হাজিরা দিয়েছেন অনলাইন টিকিট বিক্রয়কারী সংস্থার অফিসাররা। এদিন দীর্ঘক্ষণ ময়দান থানায় জেরা করা হয় এই দুই ব্যক্তিকে। বিকেলে তাঁদের জেরা করার জন্য পৌঁছয় লাল বাজারের গোয়েন্দা বিভাগের সাত সদস্যের একটি দল। এই জেরা পর্বের ভিডিও করা হয়। এ ছাড়া টিকিট কালোবাজারিতে যুক্ত থাকার অভিযোগে আটক করা হয়েছে ১৬ জনকে। বাজেয়াপ্ত করা হয়েছে ৯৪টি টিকিট। সূত্রের খবর, সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায়কেও পুলিশের তরফে চিঠি পাঠানো হয়েছে। সিএবি সভাপতিকে কিংবা তাঁর কোনও প্রতিনিধিকে থানায় এসে তদন্তে সহযোগিতা করার জন্য বলা হয়েছে বলে সূত্রের দাবি।

    আরও পড়ুন: ‘ভারতের সময় বল বদলে দিচ্ছে’, অদ্ভুত অভিযোগ প্রাক্তন পাক ক্রিকেটারের

    পুলিশের নজরদারি

    আজ, শনিবার ভারত ও দক্ষিণ আফ্রিকা দুই দলই অনুশীলন করবে ইডেনে। শনিবার দুপুর দু’টো থেকে বিকেল পাঁচটা পর্যন্ত অনুশীলন করবে দক্ষিণ আফ্রিকা এবং সন্ধ্যা ছ’টা থেকে রাত ন’টা পর্যন্ত অনুশীলন করবে ভারত। এই ম্যাচ ঘিরে বেশ কিছু দিন আগে থেকেই কালোবাজারিদের সংখ্যা পাল্লা দিয়ে বেড়েছে ময়দান চত্বরে। শুক্রবারও কালোবাজারিদের আনাগোনা ছিল চোখে পড়ার মতো। অভিযোগ উঠেছে, ৯০০ টাকার টিকিট ৯০০০ টাকায় বিক্রি করা হচ্ছে। এই অবস্থায় কালোবাজারি রুখতে  ইডেন গার্ডেনের চারপাশে প্রচুর সংখ্যক পুলিশ কর্মী মোতায়ন করেছে লালবাজার। যার সংখ্যাটা হল প্রায় আড়াইশো জন। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • India vs South Africa: ইডেন মাতাতে কলকাতায় রোহিতরা! পিচ পরিদর্শনে কোচ দ্রাবিড় 

    India vs South Africa: ইডেন মাতাতে কলকাতায় রোহিতরা! পিচ পরিদর্শনে কোচ দ্রাবিড় 

    মাধ্যম নিউজ ডেস্ক: বিশ্বকাপ-জ্বরে ভুগছে কলকাতা। ইডেন মাতাতে শহরে উপস্থিত বিরাট-রোহিত-শামি-সিরাজরা। তবে শুক্রবার সন্ধ্যায় ঝিরি ঝিরি বৃষ্টিতে চিন্তায় পড়ে গেলেন শহরের ক্রিকেটপ্রেমীরা। বৃষ্টির পূর্বাভাস রয়েছে শনিবারেও। তবে রবিবার আকাশ পরিষ্কার থাকারই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। শুক্রবার শহরে পা রেখে  দলের ক্রিকেটাররা যখন হোটেলমুখী হলেন, তখন দ্রাবিড় ছুটলেন ইডেনে। বোলিং কোচকে সঙ্গে নিয়ে বেশ কিছুক্ষণ পিচ পর্যবেক্ষণ করেন। কথা বলেন ইডেনের পিচ কিউরেটর সুজয় মুখোপাধ্যায়ের সঙ্গেও। 

    পিচ দেখলেন দ্রাবিড়

     প্রোটিয়াদের বিরুদ্ধে জেতা যে খুব একটা সহজ নয়, তা ভাল করেই জানেন ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড়। তাই কলকাতায় নেমেই বোলিং কোচ পরশ মামরেকে নিয়ে রাহুল পৌঁছে গেলেন ক্রিকেটের নন্দনকানন ইডেন গার্ডেন্সে। দু’জনে মিলে পিচ পর্যবেক্ষণ করলেন। জানা গিয়েছে, দু’টি ট্র্যাক তৈরি রাখা হয়েছে ম্যাচের জন্য। কোনটিতে খেলা হবে তা এখনও ঠিক হয়নি। রাহুলকে দেখে মনে হয়, সেমিফাইনালে ভারত চলে গেলেও পরের দু’টি ম্যাচ একেবারেই হাল্কাভাবে নিতে চান না তিনি। তারপর বিপক্ষ যদি হয়, দক্ষিণ আফ্রিকা তবে বাড়তি চাপ তো থাকবেই। প্রোটিয়াদের গুরুত্ব দিয়ে দেখছে ভারত। ক্রিকেট বিশেষজ্ঞদের কথায়, এই সেমিফাইনালে আগে ভারতকে কঠিন পরীক্ষার মুখে ফেলবে দক্ষিণ আফ্রিকা। ইডেনেও জয়ের ধারা বজায় রাখতে চায় ভারত। তবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সেই কাজটা সহজ নয়, সেটা সকলেই জানেন। এখনও পর্যন্ত দক্ষিণ আফ্রিকা দুরন্ত ফর্মে আছে। প্রোটিয়া ওপেনার কুইন্টন ডি’কক স্বপ্নের ফর্মে আছেন। তাঁকে আউট করতে বুমরারা কী পন্থা নেন, সেটাই এখন দেখার।

    দক্ষিণ আফ্রিকার ব্য়াটিং বনাম ভারতের বোলিং

    দুই দলের শেষ ৬টা ওডিআই সাক্ষাতে শেষ হাসি হেসেছে দক্ষিণ আফ্রিকা। ২০২২ সালের জানুয়ারি মাসে তিন ম্যাচের ওডিআই সিরিজে দক্ষিণ আফ্রিকা তাদের ঘরের মাঠে জিতেছিল। অন্যদিকে একই বছর ফিরতি লিগে ভারত নিজেদের ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছিল। এই পরিস্থিতিতে রবিবার লড়াই হবে, দক্ষিণ আফ্রিকার ব্য়াটিং বনাম ভারতের বোলিং। প্রোটিয়াদের টপ অর্ডারকে ফেরানোর মত বোলার এখন দূরবীন দিয়ে খুঁজতে হবে। বোলারের ওভার শেষ হয়ে গেলেও দক্ষিণ আফ্রিকার ব্য়াটিং অর্ডার শেষ হয় না। অন্যদিকে ভারতের বোলিং খেলার জন্য ব্য়াটারের অভাব দেখা গিয়েছে চলতি বিশ্বকাপে। মহম্মদ সামি, মহম্মদ সিরাজ, জসপ্রীত বুমরাহদের খেলতে পারছেন না কেউই। 
     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • ICC World Cup 2023: ‘ভারতের সময় বল বদলে দিচ্ছে’, অদ্ভুত অভিযোগ প্রাক্তন পাক ক্রিকেটারের

    ICC World Cup 2023: ‘ভারতের সময় বল বদলে দিচ্ছে’, অদ্ভুত অভিযোগ প্রাক্তন পাক ক্রিকেটারের

    মাধ্যম নিউজ ডেস্ক: চলতি বিশ্বকাপে সবথেকে ধারাবাহিক দল ভারত। সাতটি ম্যাচের সাতটাতেই জিতেছে তারা। প্রথম দল হিসেবে সেমিফাইনালে প্রবেশ করেছে। চলতি বিশ্বকাপে ভারতীয় ব্যাটরদের নিয়ে দু-একটা প্রশ্ন উঠলেও বোলাররা দুরন্ত। সেই ভারতীয় বোলারদের ধারাবাহিকতায় মুগ্ধ বিশ্ব ক্রিকেটের সর্বকালের সেরা বোলার ওয়াসিম আক্রম থেকে শুরু করে প্রাক্তন নিউজিল্যান্ডের তারকা সাইমন ডুলরা। কিন্তু শামি-সিরাজের বোলিং নিয়ে প্রশ্ন তুললেন প্রাক্তন ফ্লপ পাক ক্রিকেটার হাসান রাজা।

    কী বলছেন প্রাক্তন পাক ক্রিকেটার

    ভারত-শ্রীলঙ্কা ম্যাচের পর পাকিস্তানের একটি সংবাদমাধ্যমে হাসান প্রশ্ন তোলেন, মহম্মদ শামি, মহম্মদ সিরাজরা কীভাবে কেন ভালো বোলিং করছেন? যে পিচে শ্রীলঙ্কা ৩৫০ রান হজম করছে, সেখানে কীভাবে শামিরা এত সুইং এবং সিম করতে পারছেন?ভারত যখন বোলিং শুরু হচ্ছে, তখন কি বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসি বা ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) বল পালটে দিচ্ছে? পাকিস্তানের হাসান রাজা জানান, ভারত ব্য়াটিং করার সময় যেই বলে খেলে, বোলিংয়ের সময় অন্য বলে খেলে। তিনি বলেন, ‘অ্যালন ডোনাল্ড ও মাখায়া এনিটনির মত বল করছে সামি ও সিরাজ। বলের একদিকে শাইন থাকে আর একদিকে থাকে না, এতে বল রিভার্স স্যুইং হয়। আমার ভারতের খেলা দেখার পর মনে হচ্ছে ভারতের বোলিংয়ের সময় বল পরিবর্তন হয়ে যাচ্ছে। আমার মনে হয় আইসিসি বা বিসিসিআই এটা করছে। প্রথম বল থেকে টার্ন পাচ্ছে। এই পিচে ভারত ৩৫০-র বেশি রান করল আর এরপরের দল ব্য়াট করতে নেমে রান করতে পারল না কী করে হয় এটা।’

    কড়া জবাব আকাশ চোপড়ার

    হাসানের এমন বক্তব্য শুনে এবার বেজায় চটলেন আকাশ চোপড়া (Aakash Chopra)। কড়া জবাব দিলেন ভারতের প্রাক্তন ওপেনার। তিনি এক্স হ্যান্ডেলে লিখেছেন, ‘এটা কি ক্রিকেট নিয়ে আদৌ সিরিয়াস অনুষ্ঠান? যদি সেটা না হয় তাহলে সেটা চ্যানেলের উল্লেখ করে দেওয়া উচিত। লেখা উচিত এটা ব্যঙ্গাত্মক কিংবা কমেডি অনুষ্ঠান। কারণ সঞ্চালক ও প্রাক্তন ক্রিকেটার কী বলতে চাইছেন সেটা বোঝাই যাচ্ছে না।’

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • ICC ODI World Cup 2023: বিশ্বকাপে ৩ ম্যাচে ১৪ উইকেট! ৫ উইকেটের জোড়া নজির, কী বললেন শামি?

    ICC ODI World Cup 2023: বিশ্বকাপে ৩ ম্যাচে ১৪ উইকেট! ৫ উইকেটের জোড়া নজির, কী বললেন শামি?

    মাধ্যম নিউজ ডেস্ক: ধীরে ধীরে অপ্রতিরোধ্য হয়ে উঠছেন বাংলার পেসার মহম্মদ শামি। চলতি বিশ্বকাপের প্রথম দিকে সুযোগ পাননি তিনি। আসলে দল এতটাই ব্যালান্স যে সুযোগ পেতে গেলে সেরা হতেই হবে। আর তাই করে দেখালেন শামি। বিশ্বকাপে তিনটি ম্যাচ খেলে দুটোতে ম্যাচের সেরা। নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রত্যাবর্তনের ম্যাচ পাঁচ উইকেটে। ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে চার উইকেট। শ্রীলঙ্কার বিরুদ্ধে আবার পাঁচ উইকেট। 

    ধৈর্য এবং অধ্যবসায়ের ফল

    সাফল্যের কারণ হিসেবে শামির মুখে সেই ধৈর্য এবং অধ্যবসায়ের কথা। তিনি জানালেন সাফল্যের রসায়নটা সহজ নয়। ম্যাচের সেরার পুরস্কার নিতে এসে শামি বললেন, “আমি সব সময় চেষ্টা করি সঠিক এলাকায় বল করতে। সব সময় ছন্দে থাকতে চাই। বড় প্রতিযোগিতায় ছন্দ এক বার হারিয়ে গেলে ফিরে পাওয়া খুব মুশকিল। তার জন্যে সঠিক এলাকা এবং নির্দিষ্ট লেংথে বল করাই আমার মূল লক্ষ্য থাকে। তা ছাড়া, সাদা বলের ক্রিকেটে ছন্দ ধরে রাখাই আসল। ঠিক জায়গায় বল করলে পিচ থেকে সাহায্য পাওয়া যায়। আমার কাছে সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।” 

    ইডেনেও ধারাবাহিকতা ধরে রাখাই লক্ষ্য

    ভারতের পরের ম্যাচ ইডেনে। শামির কাছে এক প্রকার ঘরের মাঠ। বাংলার হয়েই খেলেন তিনি। সেখানেও ম্যাজিক দেখাতে চান বলে জানালেন শামি। সতীর্থদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, “আমাদের বোলারেরা দারুণ ছন্দে রয়েছে। পেসারদের কাছে ধারাবাহিকতা বজায় রাখা খুব জরুরি। যে ছন্দের মধ্যে আমরা রয়েছি সেখানে প্রত্যেকে একে অপরের সাফল্য উপভোগ করছি। তার চেয়েও বড় কথা, একটা একতা নিয়ে বল করছি। ফলাফল তো আপনারা দেখতেই পাচ্ছেন।”

    আরও পড়ুন: শামি-সিরাজের দাপট! শ্রীলঙ্কাকে রেকর্ড রানে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে ভারত

    শামির রেকর্ড

    বিশ্বকাপের ইতিহাসে ভারতের সর্বোচ্চ উইকেট শিকারী হলেন মহম্মদ শামি। এর আগে এই রেকর্ড ছিল জাহির খান ও জাভাগল শ্রীনাথের নামে। বিশ্বকাপে তাদের উইকেট সংখ্যা মোট ৪৪। শ্রীলঙ্কার ৫ উইকেট নিয়ে শামির উইকেট সংখ্যা হল ৪৫টি। একদিনের ক্রিকেটে ভারতের সবথেকে বেশিবার ৫ উইকেট শিকারীও হলেন শামি। হরভজন সিং, জভাগল শ্রীনাথ ৩বার করে ৫ উইকেটের রেকর্ড টপকে চতুর্থবার ৫ উইকেট নিয়ে শীর্ষে উঠলেন মহম্মদ শামি। ওডিআই ক্রিকেটে দ্বিতীয়বাপ টানা তিনটি ম্যাচে চার বা তার বেশি উইকেট নেওয়ার নজির গড়লেন মহম্মদ শামি। এর আগে ২০১৯ বিশ্বকাপেও এই রেকর্ড গড়েছিলেন শামি। শমি ছাড়া এই রেকর্ড রয়েছে ওয়াকার ইউনিসের। তবে বিশ্বকাপে এই নজির শুধু শামির নামে।

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • ICC World Cup 2023: শামি-সিরাজের দাপট! শ্রীলঙ্কাকে রেকর্ড রানে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে ভারত

    ICC World Cup 2023: শামি-সিরাজের দাপট! শ্রীলঙ্কাকে রেকর্ড রানে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে ভারত

    মাধ্যম নিউজ ডেস্ক: এশিয়া কাপের ফাইনালে যেখানে শেষ করেছিল ভারত।  বৃহস্পতিবার সেখান থেকেই শুরু করল রোহিতরা। তবে খাতায় কলমে বিশ্বকাপ হলেও শ্রীলঙ্কার ব্যাটিংকে ক্লাব স্তরে নামিয়ে আনল শামি, সিরাজ, বুমরারা। ২০১১ সালের বিশ্বকাপ ফাইনালে এই মাঠে শ্রীলঙ্কাকে হারিয়েই বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিল মহেন্দ্র সিং ধোনির ভারত। এদিন সেই শ্রীলঙ্কাকেই ৫৫ রানে অলআউট করে ৩০২ রানের বিশাল জয় পেল টিম ইন্ডিয়া। একই সঙ্গে বিশ্বকাপের প্রথম দল হিসাবে সেমিফাইনালে চলে গেল ভারত। এ বারের প্রতিযোগিতায় সাতটির মধ্যে সাতটি ম্যাচেই জিতল তারা। ভারতের পয়েন্ট হল ১৪। পরের দু’টি ম্যাচে হারলেও ভারত এক থেকে চারের মধ্যে কোনও একটি জায়গায় নিশ্চিত ভাবেই শেষ করবে। 

    দুরন্ত ছন্দে ভারত

    টস জিতে ভারতকে প্রথমে ব্যাট করার আমন্ত্রণ জানিয়েছিলেন মেন্ডিস। ঘরের মাঠে রান পেলেন না রোহিত শর্মা (৪)। অধিনায়ক ম্যাচের দ্বিতীয় বলেই আউট হন। কিন্তু ভারত তো এবার দল হিসেবে খেলছে। রোহিত পারলেন না তো কি হয়েছে ইনিংস গড়লেন গিল ও কোহলি। শ্রীলঙ্কার ফিল্ডারদের কার্যত দাঁড় করিয়ে রেখে তাঁদের শট ছুটল বাউন্ডারির দিকে। দর্শক হয়ে দেখতে হল প্রতিপক্ষের বোলারদের। ২২ গজের কোথায় বল ফেললে কোহলি, শুভমনের আগ্রাসনে রাশ টানা যাবে, তা ঠাওর করতেই পারল না শ্রীলঙ্কা। অল্পের জন্য দুজনেই শতরান হাতছাড়া করেন। কোহলি ৮৮ ও গিল ৯২ রান করেন। রান পেলেন শ্রেয়সও। ভারতীয় ব্যাটারদের মধ্যে এক মাত্র তিনিই রান পাচ্ছিলেন না। ঘরের চেনা মাঠে চেনা মেজাজে দেখা গেল কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ককে।

    শামি-সিরাজ-বুমরার গোলা

    ভারতের ৩৫৭ রান তাড়া করতে নেমে অন্ধকার ঘনিয়ে এল সিংহলী শিবিরে। ১৪ রানে ৬ উইকেট, ভাবা যায় না। ২০ ওভারের মশলা ম্যাচেও এমন স্কোর বোর্ড দেখা যায় না। যশপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ, মহম্মদ শামি— তিন জনে যেন ইচ্ছামতো আউট করলেন শ্রীলঙ্কার ব্যাটারদের। শ্রীলঙ্কার ইনিংসের প্রথম বলেই উইকেট তুললেন বুমরা। দ্বিতীয় ওভারে আক্রমণে এসে প্রথম বলেই উইকেট তুললেন সিরাজও। আবার নবম ওভারে বল করতে এসে প্রথম ওভারেই দু’টি উইকেট তুলে নিলেন শামি।

    অ্যাঞ্জেলো ম্যাথেউসের উইকেট তুলে নিয়ে জাহির খানকে স্পর্শ করলেন মহম্মদ শামি। ভারতের হয়ে ওডিআই বিশ্বকাপে সবচেয়ে বেশি উইকেট নেওয়া বোলারদের তালিকায় জাহিরকে (৪৪টি উইকেট) ছুঁলেন শামি। এই ম্যাচে ফের পাঁচ উইকেট নিয়ে ম্যাচের সেরা শামি।

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • ICC World Cup 2023: কোহলি-শুভমন-শ্রেয়সের দাপটে শ্রীলঙ্কার সামনে ৩৫৮ রানের চ্যালেঞ্জ ছুড়ল ভারত

    ICC World Cup 2023: কোহলি-শুভমন-শ্রেয়সের দাপটে শ্রীলঙ্কার সামনে ৩৫৮ রানের চ্যালেঞ্জ ছুড়ল ভারত

    মাধ্যম নিউজ ডেস্ক: সাতে সাত করার লক্ষ্যে মুম্বইয়ের ওয়াংখেড়েতে শ্রীলঙ্কার মুখোমুখি ভারত। টসে জিতে এদিন প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন শ্রীলঙ্কান অধিনায়ক কুশল মেন্ডিস। রোহিত অবশ্য টস জিতলে ব্যাটিংই করতেন বলে জানান। অপরিবর্তিত দল নিয়েই এদিন মাঠে নামে ভারত। শুরুতে রোহিত শর্মার উইকেট দ্রুত পড়লেও কোহলি ও গিল খেলা ধরেন। শেষে শ্রেয়সের ঝড়ো ইনিংসে শ্রীলঙ্কার সামনে রানের পাহাড় গড়ে ভারত। জিততে গেলে শ্রীলঙ্কাকে ৩৫৮ রান করতে হবে।

    শতরান পেলেন না শুভমন

    চলতি বিশ্বকাপে প্রথম দু’টি ম্যাচে ডেঙ্গির জন্যে খেলতে পারেননি শুভমন গিল। পাকিস্তান ম্যাচে ফেরার পর থেকে একটিই অর্ধশতরান পাওয়া গিয়েছে তাঁর ব্যাট থেকে। ‌বৃহস্পতিবার দাপুটে খেলে অর্ধশতরান করার পর থেকেই সকলে অপেক্ষা করছিলেন  শুভমনের শতরানের। বিশেষত যেখানে গ্যালারিতে সারা এবং শচীন তেন্ডুলকর হাজির। শুভমন খেলছিলেনও সে ভাবেই। কিন্তু ৯২ রানের মাথায় খারাপ শট খেলে ফিরলেন শুভমন। বিশ্বকাপের শ্রীলঙ্কার বিরুদ্ধে বৃহস্পতিবার শুভমনের শতরান এল না ঠিকই, কিন্তু আগ্রাসী খেলে মন জয় করে নিলেন ভারতের ওপেনার। আউট হয়ে শুভমন সাজঘরে ফেরার সময় উঠে দাঁড়িয়ে হাততালি দিলেন শচীন কন্যা সারা। 

    শচীনের শতরান ছুঁতে পারলেন না কোহলিও

    শচীন তেন্ডুলকরের সামনেই তাঁর রেকর্ড ছুঁয়ে ফেলার সুযোগ ছিল বিরাট কোহলির সামনে। কিন্তু সেটা পারলেন না তিনি। শতরান থেকে ১২ রান দূরে থেমে গেলেন বিরাট। দিলশান মদুশঙ্কের বলে ক্যাচ দিলেন তিনি। বিরাট বৃহস্পতিবার ব্যাট করতে নামেন ম্যাচ শুরুর তৃতীয় বলে। খেললেন ৯৪ বল। ৮৮ রান করে আউট হলেন বিরাট। শুরুর দিকে কিছুটা নড়বড়ে লাগছিল বিরাটকে। নিজের বলে তাঁর ক্যাচ ফেলেছিলেন দুষ্মন্ত চামিরা। গোটা ম্যাচে আর সুযোগ দেননি তিনি। শুভমনের সঙ্গে সিঙ্গলস নিয়ে গড়ছিলেন জুটি। কিন্তু শুভমন ৯২ রান করে আউট হওয়ার পরেই প্যাভিলিয়নের পথ ধরেন বিরাটও। 

    রান পেলেন শ্রেয়স

    মুম্বইয়ের ক্রিকেটারের কাছে চোটের জন্য এক সময় বিশ্বকাপে খেলাটাই ছিল ধোঁয়াশায় ঢাকা। তবে ফিরে দুরন্ত ছন্দে। মাত্র ৫৬ বলে ৮২ রান করলেন শ্রেয়স। গিল ও কোহলি ফেরার পর ভারতীয় ইনিংসকে রানের পাহাড়ে চড়িয়ে দিলেন শ্রেয়স আইয়ার। ৩টি চার ও ৬টি ছক্কার সাহায্যে ৮২ রান করে আউট হন শ্রেয়স। কসুন রাজিথাকে ১০৬ মিটারের ছক্কা মারলেন। যা চলতি বিশ্বকাপে সবচেয়ে বড় ওভার বাউন্ডারি। শেষ পর্যন্ত ৫০ ওভারে ভারত তোলে ৩৫৭ রান।

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share