Category: রাজ্য

Get West Bengal News, Bengali Breaking News, Latest News in Bengali only from মাধ্যম | Madhyom, Bengali News Portal for সম্পূর্ণ নিরপেক্ষ বাংলা সংবাদ, বাংলা খবর

  • Kalyanmay Ganguly: শিক্ষক নিয়োগ দুর্নীতির জের, সিবিআই- এর হাতে গ্রেফতার কল্যাণময় গঙ্গোপাধ্যায়

    Kalyanmay Ganguly: শিক্ষক নিয়োগ দুর্নীতির জের, সিবিআই- এর হাতে গ্রেফতার কল্যাণময় গঙ্গোপাধ্যায়

    মাধ্যম নিউজ ডেস্ক: শিক্ষক নিয়োগ দুর্নীতি (SSC Scam) মামলায় সিবিআই-এর হাতে গ্রেফতার হলেন মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় (Kalyanmay Ganguly)। আজ শারীরিক পরীক্ষা করা হবে তাঁর। আগামিকাল আদালতে তোলা হবে তাঁকে। গতকাল কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে নোটিস পাঠিয়েছিল সিবিআই। আজ জেরা করা হয়। জেরায় অসঙ্গতি পেতেই গ্রেফতার করা হয় তাঁকে।    

    আজ পর্ষদের প্রাক্তন সভাপতিকে বেশ কিছু নথিও সঙ্গে আনতে বলে সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী গোয়েন্দাদের দাবি, তিনি সেইসব জরুরি নথি দেখাতে পারেননি। বয়ানেও ছিল বেশ কিছু অসঙ্গতি। আর তাতেই এই  গ্রেফতারের সিদ্ধান্ত। গ্রেফতারির পরেই শারীরিক পরীক্ষার জন্য এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয় কল্যাণময়কে। টানা ছ’ঘণ্টা জেরার পরে এদিন গ্রেফতার করা হয় তাঁকে। 

    এদিন দুপুর ১২টা নাগাদ নিজাম প্যালেসে এসেছিলেন কল্য়াণময়। সঙ্গে ছিলেন তিন আইনজীবীও। উল্লেখ্য, আগেও একাধিক বার জিজ্ঞাসাবাদ করা হয়েছিল তাঁকে। ইডিও তাঁর বাড়িতে হানা দিয়েছিল। এমনকী তাঁর দফতরে নিয়ে গিয়েও একাধিক বার জিজ্ঞাসাবাদ করা হয়। 

    আরও পড়ুন: পার্থ ‘ঘনিষ্ঠ’ মোনালিসার দাদার নামে বিপুল জমির হদিশ! বেনামে মালিক প্রাক্তন মন্ত্রী-ই?

    কী কী অভিযোগ রয়েছে কল্যাণময়ের বিরুদ্ধে?

    ১. নিয়ম বহির্ভূতভাবে নিয়োগপত্র তুলে দেওয়া

    ২. যাচাই না করেই এসপি সিনহা কমিটির সুপারিশের ভিত্তিতে নিয়োগ

    ৩. বাগ কমিটির রিপোর্টে নাম

    ৪. গ্রুপ সি ও গ্রুপ ডি নিয়োগে দুর্নীতি 

    ৫. ‘হাই জাম্প’ চাকরিপ্রার্থীদের নিয়োগপত্র দেওয়া

    আরও পড়ুন: এসএসসি দুর্নীতিতে পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ প্রসন্নর চার দিনের সিবিআই হেফাজত 

    সন্ধ্যায় এসএসকেএমে মেডিক্যালের জন্য নিয়ে আসা হয় কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে। সেখান থেকে মিনিট পাঁচেক পরে ফিরিয়ে নিয়ে যাওয়া হয় নিজাম প্যালেস। আরও একবার জেরা করা হতে পারে তাঁকে। কল্যাণের বিরুদ্ধে পাওয়া সব তথ্যই দিল্লি পাঠিয়েছে সিবিআই। সেখান থেকে নির্দেশ পাওয়ার পরেই গ্রেফতার করা হয় তাঁকে। সিবিআই সূত্রে খবর, এসএসসি দুর্নীতি মামলায় এর মধ্যেই ধৃত শান্তিপ্রসাদ সিনহার সঙ্গে প্রত্যক্ষ যোগ পাওয়া গিয়েছে কল্য়াণময়ের। অনৈতিকভাবে ৩৮১ জনকে চাকরির দেওয়ার অভিযোগে রয়েছে তাঁর বিরুদ্ধে। উল্লেখ্য এই মামলায় ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। 

  • CBI: একে অপরকে দিচ্ছেন দোষ, নিজামে পার্থ-সুবীরেশদের একসঙ্গে বসিয়ে জেরা করতে পারে সিবিআই

    CBI: একে অপরকে দিচ্ছেন দোষ, নিজামে পার্থ-সুবীরেশদের একসঙ্গে বসিয়ে জেরা করতে পারে সিবিআই

    মাধ্যম নিউজ ডেস্ক: নিয়োগ দুর্নীতিকাণ্ডে (SSC Scam) উত্তাল রাজ্য রাজনীতি। তদন্ত যত এগোচ্ছে ততই সামনে আসছে দুর্নীতির নতুন অধ্যায়। যেন রামায়ণ কাহিনী। এর শেষ কোথায় কেউ জানেন না। এই দুর্নীতিতে নাম জড়িয়েছে একের পর এক হেভিওয়েট ব্যক্তিত্বের। এই মামলায় একের পর এক গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee), স্কুল সার্ভিস কমিশনের প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহা (SP Sinha), উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুবীরেশ ভট্টাচার্য (Subiresh Bhattacharya)। গ্রেফতার হয়েছেন মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়ও (Kalyanmay Ganguly)। জানা গিয়েছে, তদন্তের স্বার্থে এই চারজনকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারেন সিবিআই (CBI) আধিকারিকরা।

    আরও পড়ুন: পার্থ-অর্পিতার ১০৩ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত! এসএসসি মামলায় চার্জশিট পেশ ইডি-র  
     
    বিকাশ ভবনে একসময়ে একসঙ্গে কাজ করেছেন চারজন। ফের একসঙ্গে হবেন তাঁরা। কিন্তু এবার নিজাম প্যালেসে। শিক্ষা দফতর থেকে সোজা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দফতর। সোমবার নিজাম প্যালেসে একে-একে রাত কাটালেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, স্কুল সার্ভিস কমিশনের প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহা, মাধ্যমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় ও স্কুল সার্ভিস কমিশনের প্রাক্তন চেয়ানম্যান সুবীরেশ ভট্টাচার্য। নিয়োগ দুর্নীতিতে প্রত্যককে পৃথক-পৃথক মামলায় গ্রেফতার করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।  

    পার্থ চট্টোপাধ্যায় ও কল্যাণময় গঙ্গোপাধ্যায় গ্রেফতার হন এসএসসি গ্রুপ সি নিয়োগ দুর্নীতিতে। এসপি সিনহা ও সুবীরেশ ভট্টাচার্যকে গ্রেফতার করা হয় নবম-দশম শিক্ষক নিয়োগ দুনীর্তিতে সিবিআই-এর জালে। এর মধ্যে পার্থ চট্টোপাধ্যায় ও এসপি সিনহা দুটি মামলাতেই অন্যতম অভিযুক্ত। 

    আরও পড়ুন: ‘‘আমি ওদের বিশ্বাস করেছিলাম…’’, সিবিআই জেরায় দাবি পার্থর, ওরা কারা?

    সিবিআই সূত্রে খবর, এবার শিক্ষা দফতরের এই প্রাক্তনদের মুখোমুখি বসিয়ে জেরা করতে চান গোয়েন্দারা। কারণ তিনজনকে পৃথকভাবে জেরা করে তেমন লাভ হয়নি। সিবিআই সূত্রে খবর, তিনজনই অপর জনের ঘাড়ে দোষ চাপিয়ে দায় এড়াতে চাইছেন। সেই কারণে মুখোমুখি বসিয়ে জেরা করলে সেটা করতে পারবেন না তাঁরা বলে মনে করছেন গোয়েন্দারা। প্রত্যেকের বয়ান রেকর্ড করা হবে। গোটা প্রক্রিয়ার করা হবে অডিয়ো বা ভিডিয়ো রেকর্ডিং। পরে তা মিলিয়ে দেখা হবে পুরনো বয়ানের সঙ্গে।   

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।
     

  • SSC Scam: অর্পিতার ৩১টি পলিসির জন্য দেড় কোটি টাকা প্রিমিয়াম দিতেন পার্থ! চার্জশিটে দাবি ইডির

    SSC Scam: অর্পিতার ৩১টি পলিসির জন্য দেড় কোটি টাকা প্রিমিয়াম দিতেন পার্থ! চার্জশিটে দাবি ইডির

    মাধ্যম নিউজ ডেস্ক: শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) ও  অভিনেত্রী অর্পিতা মুখোপাধ্যায়ের (Arpita Mukherjee)বিরুদ্ধে ১৭২ পাতার চার্জশিট জমা দিল ইডি৷ সোমবার ব্যাঙ্কশাল কোর্টে পার্থ ও অর্পিতার বিরুদ্ধে প্রথম চার্জশিট পেশ করে কেন্দ্রীয় সংস্থা। নিয়োগ দুর্নীতি মামলায় ৫৮ দিনের মাথায় পেশ করা ইডির চার্জশিটে দাবি করা হয়েছে,অর্পিতার ৩১টি জীবনবিমার রয়েছে। জানা গিয়েছে, চার্জশিটে যে জীবনবিমার উল্লেখ করা হয়েছে তার বার্ষিক প্রিমিয়াম দেড় কোটি টাকা। বেশিরভাগ প্রিমিয়ামই ৫০ হাজার টাকার এবং কয়েকটির প্রিমিয়াম ৪৫ হাজার টাকা। সেগুলোর অধিকাংশেরই নমিনি প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। প্রিমিয়ামের টাকাও দিতেন তিনিই। 

    আরও পড়ুন: সুবীরেশের গ্রেফতারির পরই উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে পোড়ানো হচ্ছে ‘নথি’! ভিডিও প্রকাশ সুকান্তর

    ইডি সূত্রে খবর,  জেরায় পার্থ তাঁর সঙ্গে অর্পিতার ঘনিষ্ঠতার কথা অস্বীকার করেছিলেন৷ কিন্তু এই এলআইসি পলিসিগুলি অন্য কথা বলছে। এই পলিসিগুলি পার্থ-অর্পিতার ঘনিষ্ঠতা প্রমাণ। চার্জশিটে ইডি উল্লেখ করেছে,পার্থ চট্টোপাধ্যায়ের মোবাইল থেকেই অধিকাংশ তথ্য পেয়েছে তাঁরা৷ সেই তথ্য মিলিয়ে দেখা হয়েছে পার্থর ব্যাংকের লেনদেনের সঙ্গেও৷ ইডি জানিয়েছে, পার্থ এবং অর্পিতার ১০৩ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে তারা৷ 

    আরও পড়ুন: একে অপরকে দিচ্ছেন দোষ, নিজামে পার্থ-সুবীরেশদের একসঙ্গে বসিয়ে জেরা করতে পারে সিবিআই

    ইডির দাবি, অর্পিতার বেলঘরিয়ার ক্লাব টাউন ও টালিগঞ্জের ডায়মন্ড সিটির ফ্ল্যাট থেকে উদ্ধার হওয়া কোটি কোটি টাকার মালিক পার্থ চট্টোপাধ্যায়। জেরায় ইডির কাছে এ কথা স্বীকার করেছে অর্পিতা। ইডি-কে একটি লিখিত বিবৃতির মাধ্যমে অর্পিতা জানিয়েছেন, ‘আমার ও মায়ের নিরাপত্তার কথা ভেবে এতদিন সব তথ্য গোপন করেছিলাম। সব টাকা পার্থ চট্টোপাধ্যায়ের। টাকার উৎস বলতে পারবেন পার্থ চট্টোপাধ্যায়ই।’ অন্যদিকে গোয়েন্দাদের জিজ্ঞাসাবাদে পার্থবাবু সব দায় চাপিয়েছেন দফতরের আধিকারিকদের ঘাড়ে। তাঁর কথায়, নিয়োগ প্রক্রিয়া দেখতেন শিক্ষা দফতর। তিনি শুধু সই করে দিতেন। তাঁর ভূমিকা ছিল খুবই সীমিত। তিনি আধিকারিকদের উপর ভরসা রেখেছিলেন। তাহলে প্রশ্ন এত টাকা এল কোথা থেকে? 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • Bengal Panchayat Polls: রাজ্য নির্বাচন কমিশন তৃণমূলের শাখা! দাবি সুকান্তর, আসন্ন পঞ্চায়েত ভোটে কেন্দ্রীয় বাহিনী?

    Bengal Panchayat Polls: রাজ্য নির্বাচন কমিশন তৃণমূলের শাখা! দাবি সুকান্তর, আসন্ন পঞ্চায়েত ভোটে কেন্দ্রীয় বাহিনী?

    মাধ্যম নিউজ ডেস্ক: রাজ্যে আসন্ন পঞ্চায়েত ভোট (Panchayat Election) । ২০২৩-এর শুরুতেই পঞ্চায়েত নির্বাচন হওয়ার কথা। তারই প্রস্তুতি শুরু করে দিল বিজেপি। কেন্দ্রীয় বাহিনীর (central force) ঘেরাটোপেই রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের দাবি জানিয়েছে রাজ্য বিজেপি (BJP) নেতৃত্ব। দলের কেন্দ্রীয় কমিটির পর্যবেক্ষকদের কাছে এমনই দাবি জানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী,  বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার-সহ অন্যান্যরা। 

    রবিবার আইসিসিআর-এ বিজেপির দলীয় বৈঠকে কেন্দ্রীয় পর্যবেক্ষকদের সঙ্গে মিলিত হন রাজ্য নেতৃত্ব। পঞ্চায়েত ভোটের আগে সংগঠনের খামতি দূর করতেই এই বৈঠকের আয়োজন করে বিজেপি। খতিয়ে দেখা হয় সাংগঠনিক শক্তিও। দুই দিনের এই বৈঠক চলবে আজ, সোমবারও। বৈঠকে ছিলেন দলের শীর্ষ নেতা সুনীল বনসল ও মঙ্গল পান্ডে-সহ একাধিক নেতা। রাজ্যে এসেছেন কেন্দ্রীয় পর্যবেক্ষক ও সহ-পর্যবেক্ষেক মিলিয়ে বিজেপির মোট ৩ নেতা। ছিলেন দলের সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষও। রাজ্য নেতৃত্বের সঙ্গে বৈঠক করছেন তাঁরা। শুধুমাত্র শীর্ষ নেতৃত্ব নয়,তালিকায় রয়েছেন রাজ্য পদাধিকারী, বিধায়ক ও জেলা সভাধিপতিরাও।

    আরও পড়ুন: ভেকুটিয়া সমবায় সমিতিতে গেরুয়া ঝড়! জানেন পঞ্চায়েত নির্বাচনে কী লক্ষ্য বিজেপির?

    বিজেপি সূত্রে খবর, কেন্দ্রীয় নেতৃত্বের কাছে আগামী পঞ্চায়েত নির্বাচন কেন্দ্রীয় বাহিনীর নজরদারিতে করার পক্ষে  সওয়াল করেন শুভেন্দু-সুকান্তরা। বৈঠকের পর বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, ‘‘পঞ্চায়েত ভোট করে রাজ্য নির্বাচন কমিশন। তারা এখানে তৃণমূলের শাখায় পরিণত হয়েছে! ওখানে আবেদন করে কিছু হবে না। কেন্দ্রীয় বাহিনীর জন্য প্রয়োজনে আদালতে গিয়ে দাবি জানাতে হবে।’’ রাজ্যে কেন্দ্রীয় বাহিনীর নজরদারিতে পঞ্চায়েত ভোট করা যায় কি না সেই বিষয়টি খতিয়ে দেখছে কেন্দ্রীয় নেতৃত্বও, এমনই খবর দলের অন্দরে। প্রসঙ্গত, কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপেই হয়েছিল গত বিধানসভা নির্বাচন। রাজ্যের গেরুয়া শিবিরের দাবি, মানুষ নিজের ভোট  নিজে দিলে, ফল যাবে বিজেপির অনুকূলে। পঞ্চায়েত নির্বাচনে খুবই ভালো ফল করবে বিজেপি।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Subiresh Bhattacharya: এবার সিবিআইয়ের হাতে গ্রেফতার এসএসসির প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্য

    Subiresh Bhattacharya: এবার সিবিআইয়ের হাতে গ্রেফতার এসএসসির প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্য

    মাধ্যম নিউজ ডেস্ক: এবারে শিক্ষক নিয়োগ দুর্নীতি (SSC Scam) মাামলায় গ্রেফতার করা হল উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তথা এসএসসির প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্যকে (Subiresh Bhattacharya)। সোমবার সিবিআইয়ের (CBI) হাতে গ্রেফতার হন তিনি। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় এই প্রথম কোনও উপাচার্যকে গ্রেফতার করা হল। এর আগে শুধুমাত্র স্কুল সার্ভিস কমিশনের উচ্চপদস্থ নেতাদের গ্রেফতার করা হয়েছিল।

    শিক্ষক নিয়োগ দুর্নীতি মামালায় প্রায় অনেকদিন ধরেই সিবিআই-এর নজরে ছিল উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুবীরেশ ভট্টাচার্য। আর তারই ফলে সুবীরেশকে গ্রেফতার করা হল। ২০১৪ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত এসএসসি-র চেয়ারম্যান ছিলেন সুবীরেশ।

    সোমবার শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলার তদন্তেই সুবীরেশের বাঁশদ্রোণীর ফ্ল্যাটে তল্লাশি অভিযান চালান সিবিআই আধিকারিকরা। সিবিআই সূত্রে খবর, বেশ কয়েক ঘণ্টা ওই ফ্ল্যাটে তল্লাশি চালানোর পাশাপাশি সুবীরেশকে জিজ্ঞাসাবাদও করা হয়। প্রশ্নের উত্তরে অসন্তুষ্টি হওয়ায় সিবিআই-এর আধিকারিকরা তাঁকে গ্রেফতার করে। শুধু তাই নয়, সিবিআই সূত্রে জানা গিয়েছে, তিনি তদন্তে সাহায্য করছিলেন না ও প্রশ্নের সঠিক উত্তরও দিচ্ছিলেন না। এমনকি অনেক তথ্য গোপন রাখার চেষ্টা করছিলেন। ফলে তাঁকে আজ গ্রেফতার করে সিবিআই।

    আরও পড়ুন: পার্থ-অর্পিতার ১০৩ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত! এসএসসি মামলায় চার্জশিট পেশ ইডি-র

    প্রসঙ্গত উল্লেখ্য, এর আগেও ২৪ অগাস্ট সুবীরেশ ভট্টাচার্যের উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের আবাসনে পৌঁছে গিয়েছিলেন সিবিআই গোয়েন্দারা। উত্তরবঙ্গের বাড়ি ও বাঁশদ্রোণীর ফ্ল্যাটে তল্লাশি চালিয়েছিল কেন্দ্রীয় তদন্ত এজেন্সির আধিকারিকরা। তাঁর বাঁশদ্রোণীর ফ্ল্যাট আগেই সিল করে দেওয়া হয়েছিল। সেদিন খবর পেয়েই উত্তরবঙ্গ থেকে সস্ত্রীক সুবীরেশ চলে আসেন কলকাতায়। তিনি এমনকি সংবাদমাধ্যমে দাবিও করেছিলেন যে, তাঁর আমলে শিক্ষক নিয়োগে কোনও দুর্নীতি হয়নি।

    সিবিআই সূত্রে খবর, সোমবার সন্ধ্যায় গ্রেফতার হওয়া সুবীরেশকে নিজাম প্যালেসেই নিয়ে যাওয়া হতে পারে। নিজাম প্যালেসেই রয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, এসএসসি উপদেষ্টা কমিটির প্রধান শান্তিপ্রসাদ সিংহ, এমনকি, মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়ও। এর মধ্যে সুবীরেশকেও নিজাম প্যালেসে এনে এদের মুখোমুখি বসিয়ে জেরা করা হতে পারে বলে মনে করা হচ্ছে। সূত্রের খবর সুবীরেশকে মঙ্গলবারই তোলা হতে পারে আদালতে।

  • Partha Chatterjee: ‘‘আমি ওদের বিশ্বাস করেছিলাম…’’, সিবিআই জেরায় দাবি পার্থর, ওরা কারা?

    Partha Chatterjee: ‘‘আমি ওদের বিশ্বাস করেছিলাম…’’, সিবিআই জেরায় দাবি পার্থর, ওরা কারা?

    মাধ্যম নিউজ ডেস্ক: গত শুক্রবার রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে (Partha Chatterjee) হেফাজতে নিয়েছে সিবিআই (CBI)। তারপর শনিবার থেকেই চলছে দফায় দফায় জেরা। এবার জেরায় বিস্ফোরক মন্তব্য করলেন প্রাক্তন মন্ত্রী। সিবিআই সূত্রে জানা গিয়েছে, জেরায় পার্থ বলেছে, “আমি শুধু ফাইলে সই করতাম। নিয়োগ দুর্নীতিতে (SSC Scam) আমার বিশেষ কোনও ভূমিকা ছিল না, আমার কাছে ফাইল পাঠানো হত, আর সেই ফাইলে সই করতাম আমি।”

    আরও পড়ুন: এসএসসি দুর্নীতিকাণ্ডে এবার সিবিআই হেফাজতে পার্থ, সঙ্গী কল্যাণময়

    কেন না পড়ে ফাইলে সই করতেন সে বিষয়ে সিবিআই আধিকারিকরা প্রশ্ন করলে উত্তরে পার্থ বলেন, “আমি ওদের বিশ্বাস করতাম। এই বিষয়ে আমার ভূমিকা সামান্যই। ” এবার প্রশ্ন উঠছে প্রাক্তন শিক্ষামন্ত্রীর জবানবন্দীতে এই ‘ওরা’ কারা? সিবিআই গোয়েন্দাদের অনুমান ‘ওরা’ বলতে শিক্ষা দফতরের আধিকারিকদের কথাই বলেছেন পার্থ চট্টোপাধ্যায়।  

    অন্যদিকে, একই সঙ্গে নিয়োগ দুর্নীতি মামলায় মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়কেও (Kalyanmay Ganguly) হেফাজতে নিয়েছে সিবিআই (CBI Custody)। জেরা করা হচ্ছে তাঁকেও। জেরা করা হচ্ছে, তৎকালীন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহাকেও। জানা গিয়েছে এবার তিনজনকে মুখোমুখি বসিয়েও জেরা করতে পারে সিবিআই।

    আরও পড়ুন: শিক্ষক নিয়োগ দুর্নীতির জের, সিবিআই- এর হাতে গ্রেফতার কল্যাণময় গঙ্গোপাধ্যায়

    নিয়োগ দুর্নীতিতে পার্থ-অর্পিতার বিরুদ্ধে আরও জোরদার হচ্ছে কেস। আজই বিশেষ আদালতে চার্জশিট পেশ করেছে ইডি। পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অর্পিতা মুখার্জীর ফ্ল্যাটে নগদ কোটি কোটি টাকা উদ্ধার হওয়ার পরই ইডি দুমাস আগে গ্রেফতার করেছিল পার্থ-অর্পিতাকে। আপাতত জেলেই রয়েছেন অর্পিতা। গত ২৩ জুলাই গ্রেফতার করা হয় তাঁদের। এরপর সিবিআই হেফাজতে যান পার্থ। মনে করা হচ্ছে, চার্জশিটে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পেশ করতে পারে ইডি। দুর্নীতির টাকা বাংলাদেশে পাচার করা হয়েছে বলেও সন্দেহ রয়েছে ইডি গোয়েন্দাদের। চার্জশিটে সেই বিষয়টিও উল্লেখ করা হতে পারে।   

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

     

     

     

      

      

  • Partha Chatterjee CBI Custody: এসএসসি দুর্নীতিকাণ্ডে এবার সিবিআই হেফাজতে পার্থ, সঙ্গী কল্যাণময়

    Partha Chatterjee CBI Custody: এসএসসি দুর্নীতিকাণ্ডে এবার সিবিআই হেফাজতে পার্থ, সঙ্গী কল্যাণময়

    মাধ্যম নিউজ ডেস্ক: পার্থ চট্টোপাধ্যায়কে (Partha Chatterjee) সিবিআই হেফাজতের (CBI Custody) নির্দেশ দিল আলিপুর আদালত। ২১ শে সেপ্টেম্বর অবধি সিবিআই হেফাজতের নির্দেশ। এদিন এসএসসি দুর্নীতির (SSC Scam) মামলা আদালতে ওঠে। এতদিন ইডির হেফাজতে (ED Scam) ছিলেন পার্থ। এদিন জামিনের আর্জি জানান রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী। জামিনের আর্জি খারিজ করে দেওয়া হয়। এদিন মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়কেও (Kalyanmay Ganguly) সিবিআই হেফাজতের নির্দেশ দেয় আদালত। 

    আদালত থেকে বেরিয়ে সংবাদমাধ্যমকে সিবিআইয়ের আইনজীবী জানিয়েছেন, আরও তদন্তের জন্য কাস্টডিতে নিয়ে জেরা করা প্রয়োজন। এটি একটি বড় চক্রান্ত। এদিন আদালতেও একই কথা বলেছেন সিবিআইয়ের আইনজীবী। 

    আরও পড়ুন: নবান্ন অভিযানে গিয়ে ‘মিথ্যা’ মামলায় গ্রেফতার, হাইকোর্টের দ্বারস্থ বঙ্গ বিজেপি

    সিবিআই গোয়েন্দারা দাবি করেছেন, এসএসসি দুর্নীতির মূল চক্রী পার্থ চট্টোপাধ্যায়। তবে ঘাড় থেকে যাবতীয় দায় ঝেড়ে ফেলার মরিয়া চেষ্টা করেছেন পার্থ। পার্থ চট্টোপাধ্যায় এদিন বলেন, “এসএসসি আলাদা সংস্থা। আমি মন্ত্রী থাকলেও এসএসসির কোনও কাজে আমার নিয়ন্ত্রণ ছিল না।” নিজের অসুস্থতার কথা জানিয়ে এদিন বার বার জামিনের আর্জি জানান রাজ্যের প্রাক্তন মন্ত্রী। কিন্তু এদিনও জামিনের আর্জি খারিজ করে দেয় সিবিআই- এর বিশেষ আদালত।   

    এদিন আদালতে নিজের শিক্ষাগত যোগ্যতা এবং পারিবারিক কৌলিন্যের কথাও বিচারকের সামনে তুলে ধরেন পার্থ। তিনি বলেন, “আমি শিক্ষিত, ইকনমিক্সে স্নাতক, এমবিএ। আমার মামার নাম শিবদাস বন্দ্যোপাধ্যায়। আমি ষড়যন্ত্রের শিকার। এখন আরও এক সংস্থা নতুন করে তদন্ত করতে চাইছে। আমি খুবই অসুস্থ। কে সাহায্য করবে? আপনি আপনার মতো বিচার করবেন। আপনার কাছে বিচারের আশায় আছি।” তিনি আরও বলেন, “ইডি দুমাস ধরে জেলে রেখেছে। এবার সিবিআই হেফাজতে চাইছে। ২৮টি ওষুধ খাই, আমি খুব অসুস্থ, জামিন দেওয়া হোক।” 

    আরও পড়ুন: শিক্ষক নিয়োগ দুর্নীতির জের, সিবিআই- এর হাতে গ্রেফতার কল্যাণময় গঙ্গোপাধ্যায় 

    সিবিআই- এর আইনজীবী আদালতে পাল্টা বলেন, সিবিআই-এর আইনজীবী আদালতে জানান, ২০১৬-তে গ্রুপ সি পরীক্ষা হয়। রেজাল্ট বের হয় ২০১৭-তে। কিন্তু ২০১৯-এ নিয়ম না মেনে ৪০০ চাকরিপ্রার্থীকে নিয়োগ করা হয়েছে। অযোগ্যদের নিয়োগ করা হয়েছে অনৈতিকভাবে। 

    অন্যদিকে পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী আদালতে বলেন, “কোনও এফআইআর-এ আমার মক্কেলের নাম নেই। সিবিআই, ইডি ষড়যন্ত্র করে পার্থ চট্টোপাধ্যায়কে হেফাজতে রাখতে চাইছে। সিবিআই যখনই ডেকেছে আমার মক্কেল তখনই গেছেন। ইডি গ্রেফতার করার পর ৬০ দিন হয়ে গেছে। ইডি চার্জশিট দিতে না পারলে পার্থ চট্টোপাধ্যায় জামিন পেয়ে যেতে পারেন, তাই এবার এফআইআর-এ নাম না থাকলেও সিবিআই তাঁকে হেফজতে নিতে চাইছে। প্রসঙ্গত, এই মামলায় শান্তিপ্রসাদ সিনহা ও অশোক সাহাকেও গ্রেফতার করেছে সিবিআই। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।  

  • WB Farmers Suicide: এক বছরে রাজ্যের এক জেলাতেই আত্মঘাতী ১২২ কৃষক! বলছে আরটিআই রিপোর্ট

    WB Farmers Suicide: এক বছরে রাজ্যের এক জেলাতেই আত্মঘাতী ১২২ কৃষক! বলছে আরটিআই রিপোর্ট

    মাধ্যম নিউজ ডেস্ক: মহারাষ্ট্র (Maharasthra) নয়, খোদ বঙ্গেই (West Bengal) চলছে কৃষকের মৃত্যু  মিছিল। আত্মঘাতী (Suicide) হয়েছেন এই কৃষক (Farmers) ও খেত মজুররা। এই ঘটনা সব চেয়ে বেশি ঘটেছে পশ্চিম মেদিনীপুরে (West Midnapore)। সম্প্রতি এ সংক্রান্ত একটি রিপোর্ট প্রকাশ করে আরটিআই (RTI)। সেখান থেকেই জানা গিয়েছে, কেবল ২০২১ সালেই ওই জেলায় আত্মঘাতী হয়েছেন ১২২ জন কৃষক ও খেত মজুর।

    আরটিআইয়ের এই রিপোর্টের সঙ্গে অবশ্য বিস্তর ফারাক রয়েছে ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর (NCRB) রিপোর্ট ও রাজ্য সরকারের দেওয়া পরিসংখ্যানের। কেননা, এই দুই ক্ষেত্রে প্রকাশিত তথ্য অনুযায়ী দেখা গিয়েছে রাজ্যে কৃষক আত্মঘাতী হওয়ার কোনও ঘটনাই ঘটেনি। অথচ আরটিআইয়ের রিপোর্ট অনুযায়ী, কেবল পশ্চিম মেদিনীপুর জেলায়ই গত বছর আত্মঘাতী হয়েছেন ১২২ জন কৃষক ও খেতমজুর।

    আরও পড়ুন :নবান্ন অভিযানে গিয়ে ‘মিথ্যা’ মামলায় গ্রেফতার, হাইকোর্টের দ্বারস্থ বঙ্গ বিজেপি

    রাজ্য সরকারের পাঠানো তথ্যের ভিত্তিতেই ফি বছর পরিসংখ্যান তৈরি করে প্রকাশ করে ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো। জানা গিয়েছে, বিশ্বনাথ গোস্বামী নামে এক ব্যক্তি তথ্য জানার অধিকার আইনে জানতে চেয়েছিলেন কৃষক মৃত্যুর পরিসংখ্যান। তাঁর প্রশ্নের উত্তরে রাজ্যের জন তথ্য আধিকারিক এবং পশ্চিম মেদিনীপুর জেলার ডেপুটি সুপারিনটেনডেন্ট অফ পুলিশ রাজ্যের ২৩টি থানা থেকে সংগৃহীত তথ্য জমা দিয়েছেন। তা থেকে জানা যাচ্ছে, সব মিলিয়ে আত্মঘাতী হয়েছেন ১২২ জন। এঁদের মধ্যে পশ্চিম মেদিনীপুরের গোয়ালতোড়েই রয়েছেন ১৪ জন। ওই এলাকারই আনন্দপুরে আত্মঘাতী হয়েছেন ১০ জন কৃষক। আরটিআই রিপোর্ট থেকে এও জানা গিয়েছে, গত বছরের পাশাপাশি জেলায় অব্যাহত কৃষকের মৃত্যু মিছিল। ২০২২ সালে এ পর্যন্ত পশ্চিম মেদিনীপুর জেলায় সব মিলিয়ে আত্মঘাতী হয়েছেন ৩৪ জন কৃষক ও খেত মজুর। এঁদের মধ্যে রয়েছেন ঘাটালের ১৩ জন, দাঁতনের ৭ জন। এর পাশাপাশি আত্মঘাতী হয়েছেন গোয়ালতোড় ও কেশপুরে ৫ জন করে, পিংলা এবং আনন্দপুরে ২ জন করে কৃষক।

    যদিও তৃণমূল পরিচালিত রাজ্য সরকারের দাবি, রাজ্যের কোথাও কোনও কৃষক মৃত্যুর ঘটনা ঘটেনি। তাহলে কেন দুই রিপোর্টে দু রকম পরিসংখ্যান? রাজনৈতিক মহলের মতে, কৃষক মৃত্যুর বিষয়টি খুবই সংবেদনশীল। তাই সেই রিপোর্ট চেপে যাওয়ার চেষ্টা করেছে রাজ্য সরকার। আরটিআইয়ের ক্ষেত্রে তা সম্ভব হয়নি বলেই ঝুলি থেকে বেরিয়ে এসেছে বেড়াল।  

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     

  • Bengal Weather Update: মুখভার আকাশের! বৃহস্পতিবারও বৃষ্টি বিঘ্নিত সকাল, কবে থেকে রোদের দেখা?

    Bengal Weather Update: মুখভার আকাশের! বৃহস্পতিবারও বৃষ্টি বিঘ্নিত সকাল, কবে থেকে রোদের দেখা?

    মাধ্যম নিউজ ডেস্ক: পুজোর আগে বর্ষার বৃষ্টি! আবহাওয়া দফতরের কথায়, নিম্নচাপের জেরে বৃষ্টি হচ্ছে রাজ্যের বিভিন্ন জেলায়। শহরের প্রবীণদের মত অবশ্য ভিন্ন। বর্ষায় সেভাবে বৃষ্টি হয়নি। তাই পুজোর আগে ভাসছে কলকাতা। তবে, কারণ যাই হোক, বৃহস্পতিবার সকালেও বৃষ্টি পিছু ছাড়ল না শহরবাসীর। সকাল থেকেই কলকাতার আকাশে মেঘের ঘনঘটা।

    আলিপুর হাওয়া অফিস সূত্রে খবর, আজ সকাল থেকে কলকাতা এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা জেলায় বৃষ্টিপাত হতে পারে। সকাল ৭টা থেকে বেলা ১০টা-১১টা পর্যন্ত তিন জেলায়  হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে।

    আরও পড়ুন: কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য সুখবর, পুজোর মুখেই ঘোষণা হতে পারে ডিএ?

    কবে থেকে মিলবে রোদের দেখা? সে বিষয়ে নিশ্চিত করে কিছু না বললেও আবহাওয়াবিদদের মতে, বৃহস্পতিবার সারা দিন ধরেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। দুপুরের দিকে বৃষ্টি ধরতে পারে। বিকেলের দিকে আকাশ কিছুটা পরিষ্কার হওয়ার কথা। তবে, মৎস্যজীবীদের এখনই সমুদ্রে না যাওয়ার পরামর্শ দিয়েছে আবহাওয়া দফতর।

    আরও পড়ুন : বাড়ল ভারতের জিডিপি, প্রথম ত্রৈমাসিকে কত জানেন?

    গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর নিম্নচাপের অক্ষরেখা এমন ভাবে ছড়িয়ে রয়েছে, যে তার প্রভাবে এখনই বদল হচ্ছে না আবহাওয়ার। নিম্নচাপের অক্ষরেখা এখনও বিস্তৃত রয়েছে ছত্তীসগঢ় থেকে বাংলাদেশ পর্যন্ত। যা গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়েই গিয়েছে। যার জেরে দফায় দফায় বৃষ্টি হতে পারে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। আজ ও কাল ভারী বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলায়। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর মধ্যে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে বৃষ্টির সম্ভাবনা বেশি। উত্তরবঙ্গে বৃষ্টি চলবে রবিবার পর্যন্ত।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Cattle Smuggling Case: গরুপাচার মামলায় নয়া মোড়, এবার সায়গলের স্ত্রী-মাকে তলব ইডির

    Cattle Smuggling Case: গরুপাচার মামলায় নয়া মোড়, এবার সায়গলের স্ত্রী-মাকে তলব ইডির

    মাধ্যম নিউজ ডেস্ক: এবার গরুপাচার মামলায় অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) দেহরক্ষী সায়গল হোসেনের (Saigal Hossain) মা ও স্ত্রীকে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Enforcement Directorate)। জানা গিয়েছে সায়গলের মা এবং স্ত্রীর নামে বিপুল সম্পত্তির হদিস পেয়েছেন গোয়েন্দারা। আর সেই সম্পত্তির উৎস কী তা জানতেই এই তলব। ঠিক কবে ডেকে পাঠানো হয়েছে সেই বিষয়ে কিছু জানা যায়নি। সূত্রের খবর ইডির এই তলবের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের (Calcutta Highcourt) দ্বারস্থ হতে পারে সায়গলের পরিবার। 

    এর আগে সিবিআই- এর তরফ থেকে দাবি করা হয়েছিল সায়গলের সম্পত্তির পরিমাণ ১০০ কোটিও ছাড়িয়ে যেতে পারে। কী করে একজন দেহরক্ষীর কাছে এই বিপুল পরিমাণ টাকা এল তা ভাবাচ্ছে কেন্দ্রীয় গোয়েন্দাদের। 

    আরও পড়ুন: রাজ্য নির্বাচন কমিশন তৃণমূলের শাখা! দাবি সুকান্তর, আসন্ন পঞ্চায়েত ভোটে কেন্দ্রীয় বাহিনী?

    এদিকে দফায় দফায় কেষ্ট কন্যা সুকন্যাকে (Sukanya Mondal) জেরা করেও সম্পত্তির উৎসর বিষয়ে কিছুই জানতে পারছেন না সিবিআই গোয়েন্দারা। এর আগে ১৭ অগাস্ট বাড়ি গিয়ে সুকন্যাকে জেরা করেন গোয়েন্দারা। ফের ১৬ সেপ্টেম্বর থেকে সুকন্যাকে জেরা শুরু করেছে সিবিআই। কিন্তু এখনও বিষয়ে মুখ খোলেননি সুকন্যা।  ‘ভোলে বোম’ এবং’ শিব শম্ভু’ রাইস মিলের বিষয়েও মুখ খোলেননি তিনি। এই দুটি চালকলের যৌথ মালিক অনুব্রত কন্যা এবং বিদ্যুৎবরণ গায়েন। একজন প্রাথমিক স্কুল শিক্ষক এবং একজন পুরসভা কর্মী কোনও  ঋণ না নিয়ে কী করে ৫ কোটি টাকার মিল কিনলেন, সেই প্রশ্ন গোয়েন্দারা বার বার করলেও কোনও সদুত্তর দেননি সুকন্যা। 

    অনুব্রতর দুর্নীতির বিরুদ্ধে একের পর এক ঠোস প্রমাণ এসেছে সিবিআই- এর হাতে। বাবা-মেয়ের ব্যাংকে কোটি কোটি টাকার ফিক্সড ডিপোজিটের হদিসও পেয়েছে গোয়েন্দারা। তৃণমূলের বীরভূম জেলা সভাপতির সব দুর্নীতিতেই যে তাঁর মেয়ে সমান অংশীদার সে বিষয়ে প্রায় নিশ্চিত কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।

    আরও পড়ুন: নবান্ন অভিযানে আহত নেতা-কর্মীদের বাড়িতে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব, কী বললেন তাঁরা?

    গরুপাচার (Cattle Smuggling Case) মামলায় উত্তাল রাজ্য। ইতিমধ্যেই শাসক দলের দাপুটে নেতা অনুব্রত মণ্ডল এবং তাঁর দেশরক্ষী সায়গল হোসেনকে গ্রেফতার করেছে সিবিআই। দু’জনেই এই মুহূর্তে আসানসোল সংশোধনাগারে রয়েছেন। এতদিন এই মামলায় তদন্ত চালাচ্ছিল সিবিআই (CBI)। কিছুদিন ধরেই জল্পনা ছিল যে কোনও মুহূর্তে মামলায় তদন্তে নামতে পারে ইডি (ED)। ইডির সায়গলের স্ত্রী-মাকে তলবে সেই জল্পনাতেই শিলমোহর পড়ল।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     
     
LinkedIn
Share