Category: রাজ্য

Get West Bengal News, Bengali Breaking News, Latest News in Bengali only from মাধ্যম | Madhyom, Bengali News Portal for সম্পূর্ণ নিরপেক্ষ বাংলা সংবাদ, বাংলা খবর

  • Jadavpur University: পড়াশোনা শেষ হলেই ছাড়তে হবে হস্টেল! কড়া নির্দেশ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের

    Jadavpur University: পড়াশোনা শেষ হলেই ছাড়তে হবে হস্টেল! কড়া নির্দেশ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের

    মাধ্যম নিউজ ডেস্ক: বিশ্ববিদ্যালয়ের হস্টেলে ছাত্র মৃত্যুর ঘটনায় এবার হস্টেল পড়ুয়াদের জন্য কড়া সিদ্ধান্ত নিল যাদবপুর বিশ্ববিদ্যালয় (Jadavpur University)। সম্প্রতি একটি নির্দেশিকায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে যে, এবার থেকে পড়াশোনা শেষ হওয়ার পর সাত দিনের মধ্যে ছাত্রদের হস্টেল (Hostel Students) ছাড়তে হবে। একইসঙ্গে গবেষণার কাজ শেষ হলে এক মাসের মধ্যে হস্টেল ছাড়ার নির্দেশ দিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

    কেন এই সিদ্ধান্ত? (Jadavpur University)

    গতবছর যাদবপুর বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের এক ছাত্রের মৃত্যুর ঘটনায় তোলপাড় হয়েছিল গোটা রাজ্য। অভিযোগ উঠেছিল, র‌্যাগিংয়ের জেরে ওই ছাত্রের মৃত্যু হয়েছিল। প্রথম বর্ষের ওই পড়ুয়ার মৃত্যুতে বারবার অভিযোগ উঠেছিল ‘সিনিয়র দাদাদের’ বিরুদ্ধে। সেই ঘটনার পর একাধিকবার সিনিয়রদের পড়াশোনা শেষ হয়ে গেলে বেড়িয়ে যেতে বলেছিল যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কিন্তু তা মানা হয়নি। তাই এবার নতুন বর্ষ শুরুর আগে থেকেই বিশ্ববিদ্যালয় বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দিয়েছে গবেষণার কাজ শেষ হলে বড়োজোড় একমাস। আর পড়াশোনা শেষ হলে সাতদিন। এর বেশি আর কেউ হস্টেল (Hostel Students) দখল করে থাকতে পারবেন না। এই সিদ্ধান্তের মূল উদ্দেশ্য হল হস্টেলগুলিতে র‌্যাগিং প্রতিরোধ করা এবং নতুন ছাত্রছাত্রীদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করা।

    আরও পড়ুন: নারীশক্তির জয়! ভারতীয় সেনার মেজর রাধিকা সেনকে সম্মানিত করবে রাষ্ট্রসঙ্ঘ

    র‌্যাগিং প্রতিরোধে গুরুত্বপূর্ণ পদক্ষেপ 

    এছাড়াও র‌্যাগিং প্রতিরোধে আরও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে বিশ্ববিদ্যালয় (Jadavpur University) কর্তৃপক্ষের তরফে। জানা গিয়েছে এবার থেকে বিশ্ববিদ্যালয়ে র‌্যাগিংয়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো কোনও পড়ুয়াকে পুরস্কৃত করার প্রস্তাব গৃহীত হয়েছে। এই পুরস্কারটি র‌্যাগিংয়ে নিহত ওই ছাত্রের নামে দেওয়া হবে।
    উল্লেখ্য, পড়াশোনা শেষ হয়ে যাওয়ার পরও হস্টেল দখল করে পড়ুয়াদের থাকার ঘটনা শুধু যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) নয়, রাজ্যের আরও একাধিক বিশ্ববিদ্যালয় থেকে এই ধরনের অভিযোগ উঠে আসে। তবে গত বছর যাদবপুরে ছাত্রমৃত্যুর ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে ইতিমধ্যেই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসাবে ভাস্কর গুপ্ত পদে আসার পরই এই কড়া পদক্ষেপের সিদ্ধান্ত পাশ করা হয়।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Lok Sabha Election 2024: অর্জুনের আশঙ্কাই সত্যি হল! ভাটপাড়ায় বিজেপি নেতার বাড়ির সামনে বোমাবাজি

    Lok Sabha Election 2024: অর্জুনের আশঙ্কাই সত্যি হল! ভাটপাড়ায় বিজেপি নেতার বাড়ির সামনে বোমাবাজি

    মাধ্যম নিউজ ডেস্ক: ভোটের (Lok Sabha Election 2024) গণনা কেন্দ্রে তৃণমূল গন্ডগোল করতে পারে, এমনই আশঙ্কা করে কমিশনে চিঠি দিয়েছিলেন বারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং। তাঁর আশঙ্কা প্রকাশ করার মধ্যে গণনার ঠিক আগেই ফের ভাটপাড়ায় বিজেপি নেতার বাড়ি সামনে বোমাবাজি করার অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের। এই ঘটনায় রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়ে পড়়েছে।

    ঠিক কী ঘটনা ঘটেছে? (Lok Sabha Election 2024)

    দলীয় সূত্রে জানা গিয়েছে, শান্তিপূর্ণভাবে ভোট মিটলেও ভোট (Lok Sabha Election 2024) গণনার আগেই নতুন করে অশান্তি ছড়াচ্ছে ভাটপাড়ায়। বারাকপুর সাংগঠনিক জেলার প্রাক্তন সভাপতি উমাশঙ্কর সিংয়ের বাড়ির সামনে মঙ্গলবার রাতে বোমাবাজি করার অভিযোগ উঠেছে। ভাটপাড়া পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের আটচালা বাগান রোড এলাকায় গভীর রাতে দুষ্কৃতীরা বোমা ছুড়ে পালিয়ে যায়। স্থানীয় এক বাসিন্দা বলেন, “আমি দোকানে বসেছিলাম। আচমকা বোমাবাজির আওয়াজ শুনে ছুটে আসি। ঘটনাস্থলে এসে দেখি রাস্তায় ধোঁয়া হয়ে রয়েছে। বিজেপি নেতার বাড়ির সামনে বোমাবাজি করে চলে গিয়েছে।” প্রসঙ্গত, কয়েকদিন আগে ভয়েস মেসেজ করে অর্জুন সিংকে গুলি করে খুন করার হমকি দেওয়া হয়। এনিয়ে পুলিশ কমিশনারেটের পাশাপাশি বিজেপি প্রার্থী কমিশনে অভিযোগ জানিয়েছিলেন। এই ঘটনার জের মিটতে না মিটতেই এবার বোমাবাজির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

    আরও পড়ুন: “তৃণমূলের একটাই অস্ত্র, এটা হতে দেব না,” বাংলায় এসে তীব্র আক্রমণ মোদির

    বোমাবাজি করে সন্ত্রাসের পরিবেশ তৈরি করতে চাইছে তৃণমূল

    বোমাবাজির ঘটনা নিয়ে ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে সরব হয়েছেন বারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং। তিনি বলেন, ভোট (Lok Sabha Election 2024) গণনার দিন যতই এগিয়ে আসছে ততই মানুষকে ভয় দেখাতে তৃণমূল দুষ্কৃতীরা নানান পন্থা অবলম্বন করছে। বোমাবাজির ঘটনা নিয়ে তিনি বলেন, বিজেপি নেতার বাড়ির সামনে বোমাবাজি করে এলাকায় সন্ত্রাসের পরিবেশ তৈরি করতে চাইছে তৃণমূল। আর এলাকায় সিসি ক্যামেরা রয়েছে। ফলে, কারা বোমাবাজি করেছে তা পরিষ্কার। আমি পুলিশ প্রশাসনকে বলব আপনারা অপরাধীদের দ্রুত গ্রেফতার করার ব্যবস্থা করুন, না হলে এর পাল্টা প্রতিরোধ তৈরি হলে তখন সামাল দিতে পারবেন না।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Weather Update: দক্ষিণে বিক্ষিপ্ত বৃষ্টি, উত্তরের পাঁচ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

    Weather Update: দক্ষিণে বিক্ষিপ্ত বৃষ্টি, উত্তরের পাঁচ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

    মাধ্যম নিউজ ডেস্ক: ল্যান্ড ফল হয়ে গিয়েছে ঘূর্ণিঝড় রেমালের। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে দিন দুই কমেছিল তাপমাত্রা (Weather Update)। ফের চড়েছে পারা। অস্বস্তিকর গুমোট আবহাওয়ায় প্রাণ ওষ্ঠাগত বঙ্গবাসীর। হাওয়া অফিসের খবর, বাতাসে রয়েছে রেমালের ছেড়ে যাওয়া প্রচুর পরিমাণ জলীয় বাষ্প। তার জেরেই এমন আবহাওয়া।

    দক্ষিণবঙ্গে অস্বস্তিকর পরিস্থিতি (Weather Update)

    আলিপুর আবহাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, বাতাসে আপেক্ষিক আর্দ্রতা এখনও ১০০ ছুঁই ছুঁই। তার জেরেই দক্ষিণবঙ্গে অস্বস্তিকর পরিস্থিতি। আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। তবে চড়া রোদ থাকবে না, আকাশ থাকবে আংশিক মেঘলা। বিক্ষিপ্তভাবে দু’-এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তার জেরে বাড়বে তাপমাত্রা। বাড়বে অস্বস্তিও। দক্ষিণবঙ্গে আবহাওয়া অস্বস্তিকর হলেও, উত্তরবঙ্গে ব্যাপক বৃষ্টির পূর্বাভাস হওয়া অফিসের (Weather Update)।

    উত্তরে ভারী বৃষ্টি

    জলপাইগুলি, কোচবিহার এবং আলিপুরদুয়ারে হতে পারে ভারী থেকে অতিভারী বৃষ্টি। এজন্য জারি করা হয়েছে কমলা সতর্কতা। হাওয়া অফিসের খবর, বৃষ্টি হতে পারে ১১০ থেকে ২০০ মিলিমিটার পর্যন্ত। সঙ্গে বইতে পারে ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া। উত্তরের এই তিন জেলায় যেখানে কমলা সতর্কতা জারি করা হয়েছে, সেখানে হলুদ সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিং ও কালিম্পংয়ে। এই দুই জেলায় বৃষ্টি হতে পারে ৭০-১০০ মিলিমিটার। ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়াও। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে মালদা ও দুই দিনাজপুরে। ২ জুন পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি জারি থাকবে বলেও জানিয়েছে হাওয়া অফিস।

    আর পড়ুন: লাহোর চুক্তি ভঙ্গ হয়েছিল, ‘দোষ’ কবুল পাকিস্তানের

    ৩০ মে কেরলে বর্ষা ঢুকবে। আবহবিদদের মতে, বাংলায়ও এবার বর্ষা আসবে ঠিক সময়েই। কেরলে ঢোকার আগে বর্ষা আসবে আন্দামানে। কেরলে বর্ষা কবে প্রবেশ করবে, তা দেখেই পরবর্তী বার্তা দিতে পারবে হাওয়া অফিস। পয়লা জুন হবে অষ্টাদশ লোকসভা নির্বাচনের শেষ দফার ভোট। গোটা দেশের সঙ্গে এদিন নির্বাচন হবে কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার লোকসভা কেন্দ্রগুলিতে। এদিন ওই কেন্দ্রগুলিতে বজ্র-বিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা। সঙ্গে বইতে পারে ৩০ থেকে ৩৫ কিলোমিটার বেগে হাওয়া (Weather Update)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • Narendra Modi:  “তৃণমূলের একটাই অস্ত্র, এটা হতে দেব না,” বাংলায় এসে তীব্র আক্রমণ মোদির

    Narendra Modi: “তৃণমূলের একটাই অস্ত্র, এটা হতে দেব না,” বাংলায় এসে তীব্র আক্রমণ মোদির

    মাধ্যম নিউজ ডেস্ক: বুধবার সপ্তম দফা ভোটের আগে বাংলায় শেষ সভা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। এদিন দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুর লোকসভা কেন্দ্রের কাকদ্বীপের জনসভা থেকে তৃণমূলকে তুলোধনা করলেন মোদি। সেই সভায় বিজেপির প্রার্থী হিসাবে মথুরাপুরের অশোক পুরকাইত, জয়নগরের অশোক কান্ডারি এবং ডায়মন্ড হারবারের অভিজিৎ দাস উপস্থিত ছিলেন।

    তৃণমূলের একটাই অস্ত্র এটা হতে দেবো না‘ (Narendra Modi)

    তৃণমূল এবং জোট ‘ইন্ডিয়া’ কে কটাক্ষ করে মোদি বলেন, “তৃণমূল এবং জোট ‘ইন্ডিয়া’ বাংলাকে উল্টো দিকে নিয়ে যাচ্ছে। বিজেপির প্রতি বাংলার ভালবাসা তৃণমূল সহ্য করতে পারছে না। সেই জন্য ওরা ক্ষেপে গিয়েছে। কী সব বলে। বাংলার প্রতি তৃণমূলের ঘৃণা দেখতে পাওয়া যায়। ওদের কাছে একটাই অস্ত্র – ‘এটা হতে দেবো না’। উন্নয়নের জন্য মোদি যা করে, তৃণমূল হতে দেব না বলে বাধা দেয়।

    বাচ্চাদের মিড-ডে মিলেও কাটমানি চায় তৃণমূলের

    তৃণমূলকে আক্রমণ করে মোদি বলেন, ‘‘আমরা সত্তরোর্ধ্বদের জন্য আয়ুষ্মান প্রকল্প এনেছি। কিন্তু তৃণমূল বলছে, ‘‘বাংলায় এটা হতে দেবো না’। কেন্দ্র সরকার মৎস্যজীবীদের এত যোজনা চালাচ্ছে। কত টাকা দিয়েছি। কিন্তু তৃণমূল সেই সব যোজনা হতে দেয়নি। তৃণমূলের মানুষের জন্য কোনও সহানুভূতি নেই। শুধু তোলাবাজ এবং কাটমানি নিয়েই ওদের যত ভাবনা। এই তৃণমূলকে কি সাজা দেবেন না? মথুরাপুরে নদী কাটা বন্ধ করতে কেন্দ্র টাকা পাঠায়। তৃণমূল সেই টাকা খেয়ে নিয়েছে। তৃণমূল সব কাজে কাটমানি চায়। বাচ্চাদের মিড-ডে মিলেও কাটমানি চাই ওদের।’’

    মুসলিমদের ভুয়ো ওবিসি সার্টিফিকেট দিচ্ছে তৃণমূল

    এদিনের সভা থেকে রাজ্যের শাসকদলকে নিশানা করে মোদি (Narendra Modi) বলেন, “তৃণমূল রামমন্দিরকে অপবিত্র বলে। এমন দল বাংলার সংস্কৃতি রক্ষা করতে পারবে না। তুষ্টিকরণের জন্য সংবিধানের ওপরও হামলা চালিয়েছে তৃণমূল। আমাদের সংবিধান দলিতদের সংরক্ষণ দিয়েছে। কিন্তু, বাংলায় তার লুট হয়েছে। মুসলিমদের ভুয়ো ওবিসি সার্টিফিকেট দেওয়া হচ্ছে।”

    তৃণমূল বাংলার অস্তিত্ব নষ্ট করতে চায়

    মোদি (Narendra Modi) বলেন, “তৃণমূল মঠ এবং সন্তদের অপমান করে। রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম এবং ইসকনের মতো প্রতিষ্ঠানের সন্তদের অপমান করে গালিগালাজ দেই। তৃণমূলের গুণ্ডা এই সব মঠে হামলা চালাচ্ছে। মোদি আরও বলেন, “ভারত বিশ্বের পঞ্চম বড় অর্থনীতি থেকে তৃতীয় বড় অর্থনীতি হতে চলেছে। বিকশিত ভারতের জন্য বিকশিত বাংলা হওয়ার প্রয়োজন। চার জুন থেকেই বিকশিত ভারত নির্মাণ হবে। এই জন্য বাংলা থেকে বিজেপি প্রার্থীদের জেতাতে হবে। এই জন্য আপনাদের আশীর্বাদ চাই।”

    এই নির্বাচন আলাদা!

    মোদি (Narendra Modi) বলেন, “এই নির্বাচনে বাংলায় এটা আমার শেষ সভা। এরপর আমি ওড়িশা, পঞ্জাবে চলে যাব। আমার শেষ সভায় এই পবিত্র মাটিতে আসার সুযোগ পেয়েছি। এই নির্বাচন আলাদা এবং অদ্ভুত। মানুষ ১০ বছরের উন্নতি এবং ৬০ বছরে দুর্দশা দেখেছে। ভারতে অনাহারের ছিল। যে দেশ আমাদের থেকে ছোট ছিল, তারা কোথায় পৌঁছে গিয়েছে। আমাদের কাছে যুব সম্প্রদায় এবং এত বুদ্ধিমত্তা থাকা সত্ত্বেও আমাদের দেশ পিছিয়ে ছিল। কিন্তু এখন পরিস্থিতি বদলে গিয়েছে। সারা বিশ্বে ভারতের গুণগান হচ্ছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Bangladesh MP Murder: সেপটিক ট্যাঙ্কে মিলল মাংসের টুকরো, চুল! নিহত বাংলাদেশি সাংসদের দেহাংশ?

    Bangladesh MP Murder: সেপটিক ট্যাঙ্কে মিলল মাংসের টুকরো, চুল! নিহত বাংলাদেশি সাংসদের দেহাংশ?

    মাধ্যম নিউজ ডেস্ক: অবশেষে খোঁজ মিলল বাংলাদেশের সাংসদের দেহাংশের। নিউটাউনের (Newtown) বিলাসবহুল ফ্ল্যাটের সেপটিক ট্যাঙ্ক থেকে উদ্ধার হল কিছু মাংসের টুকরো ও চুল। উদ্ধার হওয়া ওই মাংস ও চুলের অংশ বাংলাদেশের ঝিনাইদহের নিহত সাংসদ (Bangladesh MP Murder) আনোয়ার উল আজিমের কিনা যাচাই করার জন্য ইতিমধ্যেই এগুলি ফরেনসিক পরীক্ষা করতে পাঠানো হয়েছে। ফরেনসিক পরীক্ষার পরেই পরিষ্কার হবে সবটা।

    ঠিক কী ঘটেছিল? 

    প্রথমে শ্বাসরোধ করে খুন, তারপর দেহ টুকরো টুকরো করে কমোডে ফেলে ফ্ল্যাশ করে দেওয়া হয়েছিল। বাংলাদেশের সাংসদ খুনে (Bangladesh MP Murder) দেহাংশ উদ্ধারের আগে এমনই আশঙ্কা করেছিল পুলিশ। এর পরই ধৃতদের চেপে ধরতে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য৷ ধৃতরা দাবি করে, নিহত সাংসদের শরীরের হাড় খালে ফেলে আসা হলেও তাঁর শরীরের টুকরো টুকরো করা মাংস ওই ফ্ল্যাটের শৌচাগারের কমোডের ভিতরে ফেলে বার বার ফ্লাশ করে দেওয়া হয়েছিল৷

    উদ্ধার প্রায় সাড়ে তিন কেজি মাংস পিণ্ড 

    এরপর ধৃতর বয়ানের ভিত্তিতে নিউটাউনের আবাসনের সেপটিক ট্যাঙ্কে তল্লাশি শুরু করে সিআইডি। আর সেই তল্লাশিতেই এবার উদ্ধার হল মানুষের দেহাংশ, চামড়া ও চুল। টুকরো টুকরো করা প্রায় সাড়ে তিন কেজি মাংস পিণ্ড মিলেছে বলেই সিআইডি সূত্রে খবর। মঙ্গলবার সকাল থেকেই যুদ্ধকালীন তৎপরতায় সাংসদের দেহ বা দেহাংশের (Bangladesh MP Murder) খোঁজ শুরু হয়। সিআইডি সূত্রে খবর, এই দেহাংশ ও চুল বাংলাদেশের সাংসদেরই কিনা তা জানতে সেন্ট্রাল ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরিতে (CFSL) পাঠানো হয়েছে। তবে এখনও দেহের থেকে আলাদা করা হাড় উদ্ধার করা যায়নি। তার খোঁজেও তল্লাশি চালানো হচ্ছে নিউটাউন (Newtown) সংলগ্ন খালে। পাশাপাশি বাংলাদেশের গোয়েন্দা প্রাধান হারুম অর রশীদ জানান, দক্ষিণ ২৪ পরগণার ভাঙড়ের বাগজোলা খালে যেমন ডুবুরি নামিয়ে দেহাংশের খোঁজ চলছে, তেমনই প্রতিদিন চলবে।

    আরও পড়ুন: নির্বাচনী প্রচার শেষে তিনদিনের জন্য কন্যাকুমারীতে ধ্যানে বসবেন প্রধানমন্ত্রী

    প্রসঙ্গত, ১২ মে চিকিৎসার জন্য কলকাতায় আসেন বাংলাদেশের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার। সেখানে তিনি প্রথমে বরাহনগরে স্থানীয় বন্ধু গোপাল বিশ্বাসের বাড়িতে ওঠেন। এরপর ১৩ মে তিনি গোপালের বাড়ি থেকে বেরিয়ে নিউটাউনের (Newtown) একটি ফ্ল্যাটে যান। ওই ফ্ল্যাটটি আনোয়ারুল আজিমের বন্ধু আক্তারুজ্জামান ভাড়া করেছিলেন। সেখানেই তাঁকে হত্যা (Bangladesh MP Murder) করা হয়।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • PM Modi: তিলোত্তমায় প্রথম রোড-শো প্রধানমন্ত্রীর, কলকাতা দেখল গণ-উন্মাদনা

    PM Modi: তিলোত্তমায় প্রথম রোড-শো প্রধানমন্ত্রীর, কলকাতা দেখল গণ-উন্মাদনা

    মাধ্যম নিউজ ডেস্ক: কলকাতায় প্রথম রোড-শো করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। মঙ্গল-সন্ধ্যায় শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে নেতাজির মূর্তিতে মাল্যদান করে সূচনা হয়েছিল যে যাত্রার, সেই যাত্রাই শেষ হল আড়াই কিলোমিটার দূরে স্বামীজির বাড়ির সামনে গিয়ে, বিবেকানন্দকে শ্রদ্ধা জানিয়ে। কলকাতা উত্তর কেন্দ্রের প্রার্থী তাপস রায়ের সমর্থনে এদিন রোড-শো করেন প্রধানমন্ত্রী। তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী তৃণমূলের বিদায়ী সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়।

    ফুলেল রাস্তার বুক চিরেই চলল প্রধানমন্ত্রী যান (PM Mod)

    রাজ্যের আরও আটটি আসনের সঙ্গে এই কেন্দ্রেও নির্বাচন হবে পয়লা জুন, সপ্তম তথা শেষ দফায়। রোড-শো শুরুর সময় প্রধানমন্ত্রীর দু’পাশে বঙ্গ বিজেপির দুই প্রধান সৈনিক – রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ছিলেন দমদমের বিজেপি প্রার্থী শীলভদ্র দত্ত-ও। রোড-শো শুরু হতেই তাপসকে এগিয়ে দিয়ে পিছনে চলে যান শুভেন্দু। যাত্রা পথের (PM Modi) পুরোটা জুড়েই ছিল ফুল ছড়ানো। সেই ফুলেল রাস্তার বুক চিরেই ধীর লয়ে এগিয়ে চলে প্রধানমন্ত্রীর যান। প্রধানমন্ত্রীকে এক ঝলক দেখতে রাস্তার দু’ধারে ভিড় করেছিলেন লাখো জনতা। তাঁরা কেউ স্লোগান দিয়েছেন জয় শ্রীরাম, কাউকে আবার বলতে শোনা গিয়েছে, নরেন্দ্র মোদি জিন্দাবাদ। প্রধানমন্ত্রীর উদ্দেশে হাতজোড় করে প্রণামও করতে দেখা গেল একজনকে।

    প্রধানমন্ত্রীর উদারতা

    রোড-শো শুরুর আগে বাগবাজারে সারদা দেবীর বাড়িতে গিয়ে প্রার্থনা করেন প্রধানমন্ত্রী। দেখা করেন মহারাজদের সঙ্গে। এখান থেকে প্রধানমন্ত্রীর হাতে তুলে দেওয়া হয় প্রসাদী শাল, ধুতি, চাদর, বই, সারদা মায়ের ছবি এবং নির্মাল্য। প্রধানমন্ত্রী তাঁর হয়ে সভা করতে আসায় যারপরনাই খুশি তাপস। বলেন, “এ হল প্রধানমন্ত্রীর উদারতা। এত বড় নেতা, দেশের নেতা, উনি আমার জন্য প্রচার করতে এসেছেন।” রোড-শোয়ের আগে এদিন নির্বাচনী সভা করেন প্রধানমন্ত্রী।

    সেখানে বলেন, “আগে আপনাদের বলেছিলাম না, না খায়ুঙ্গা, না খানে দুঙ্গা। কথা রেখেছি। গত দশ বছরে কেন্দ্রে কোনও দুর্নীতি হতে দিইনি। আর এবার পশ্চিমবঙ্গের মানুষকে বলছি, যারা দুর্নীতি করেছে, তাদের বের করে দেব। আর যাদের থেকে খেয়েছে, তাদের সব ফিরিয়ে দেব।” প্রধানমন্ত্রী বলেন, “তৃণমূলের নেতাদের কাছে যে নোটের পাহাড় দেখা গিয়েছে, সেই সব টাকার হিসেব হবে। কীভাবে ফেরত পাবেন, তা আমি দেখছি। আইন তৈরি করে সেই টাকা ফেরত দেব (PM Modi)।”

    আর পড়ুন: “বাংলায় সব চেয়ে বেশি লাভবান হবে বিজেপি”, সপ্তম দফার আগেই জানিয়ে দিলেন মোদি

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Loksabha Election 2024: সপ্তম দফায় নজর সন্দেশখালিতে, গণনায় জারি বিধিনিষেধ

    Loksabha Election 2024: সপ্তম দফায় নজর সন্দেশখালিতে, গণনায় জারি বিধিনিষেধ

    মাধ্যম নিউজ ডেস্ক: ছয় দফা নির্বাচন ইতিমধ্যেই শেষ হয়েছে। সপ্তম দফায় কমিশনের বাড়তি নজরদারি থাকবে বসিরহাটের সন্দেশখালিতে। সপ্তম দফায় ১ জুন নির্বাচন হবে। নির্বাচন (Loksabha Election 2024) শান্তিপূর্ণ করতে বেশ কয়েকটি সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। ফল প্রকাশের দিন গণনা কেন্দ্রগুলিতে মোবাইল নিয়ে প্রবেশের ক্ষেত্রে কড়া নজরদারি চালানো হবে। শুধুমাত্র রিটার্নিং অফিসার ও গণনা পর্যবেক্ষকরা গণনা কেন্দ্রের ভিতরে মোবাইল ফোন নিয়ে ঢুকতে পারবেন। সাংবাদিকরা মোবাইল নিয়ে যেতে পারবেন শুধুমাত্র প্রেস বক্স পর্যন্ত। রাজনৈতিক দলের প্রার্থী এজেন্টরা গণনা কেন্দ্রে মোবাইল নিয়ে ঢুকতে পারবেন না। এমনই নির্দেশ জারি করেছে কমিশন।

    রাজনৈতিক দলের প্রার্থী এজেন্টদের গণনাকেন্দ্রে মোবাইল নিয়ে প্রবেশ নিষেধ

    প্রথম তিন দফার ভোট যথেষ্ট শান্তিপূর্ণ অনুষ্ঠিত হয়েছে। বঙ্গে চতুর্থ দফা থেকে বাড়তে শুরু করেছে উত্তেজনা। ষষ্ঠ দফায় বাংলার বিভিন্ন প্রান্তে আগুন জ্বলতে দেখা গেছে। বিরোধীদলের উপর আক্রমণ, প্রার্থীকে আটকে দেওয়া, এজেন্টকে মারধর, পুলিশের নিষ্ক্রিয়তা সহ আরও নানান অভিযোগ এসেছে বিভিন্ন প্রান্ত থেকে। এরই মাঝে সোমবার বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ সিসিটিভি ও ইভিএম বদলে ফেলার চেষ্টার মারাত্মক অভিযোগ এনেছেন।

    আরও পড়ুন: : সপ্তম দফায় রাজ্যে ৯৬৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, জানাল কমিশন

    প্রায় একই অভিযোগে মঙ্গলবার গণনা কেন্দ্রে ছুটে গিয়েছেন হুগলির বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। স্বাভাবিকভাবেই সপ্তম দফা এবং গণনা যাতে শান্তিপূর্ণভাবে হয় সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন সূত্রে খবর, শেষ দফার ভোটের (Loksabha Election 2024) দিন ইভিএম মেশিন এর ১০০ মিটার ব্যাসার্ধের মধ্যে ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকবে, গণনার দিন কেবলমাত্র রিটার্নিং অফিসার এবং গণনা পর্যবেক্ষকরা মোবাইল নিয়ে গণনা কেন্দ্রে ঢুকতে পারবেন এছাড়া রাজনৈতিক দলের প্রার্থীর এজেন্ট সহ বাকিদের ক্ষেত্রে মোবাইল নিয়ে প্রবেশ নিষেধ।

    কলকাতা এবং শহরতলীসহ মোট ৯ আসনে ভোট সপ্তম দফায়

    সপ্তম দফায় কলকাতা এবং শহরতলীসহ মোট ৯ আসনে ভোট ( Loksabha Election 2024 ) গ্রহণ হবে। তবে সেদিন অতিরিক্ত নজর থাকবে সন্দেশখালিতে। সন্দেশখালির প্রতিটি ভোটগ্রহণ কেন্দ্রের ন্যুনতম এক সেকশন আধা সেনা মোতায়ন করা হবে বলে জানিয়েছে কমিশন। এছাড়াও বসিরহাট লোকসভা কেন্দ্রের যে সমস্ত দ্বীপ এলাকায় ভোট রয়েছে, সেখানে আগে থেকে সিকিউরিটি মোতায়েন করার নির্দেশ দেওয়া হয়েছে। বারুইপুর, সুন্দরবন, বসিরহাট পুলিশ জেলাকে স্পর্শকাতর হিসেবে চিহ্নিত করা হয়েছে। তাই সেখানে বিশেষ নজরদারি থাকবেন নির্বাচন কমিশনের।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • North 24 Parganas: রেমাল ঝড়ে এলাকা বিদ্যুৎহীন! হাসনাবাদ-লেবুখালি রোড অবরোধ করে বিক্ষোভ গ্রামবাসীদের

    North 24 Parganas: রেমাল ঝড়ে এলাকা বিদ্যুৎহীন! হাসনাবাদ-লেবুখালি রোড অবরোধ করে বিক্ষোভ গ্রামবাসীদের

    মাধ্যম নিউজ ডেস্ক: উত্তর ২৪ পরগনায় (North 24 Parganas) হাসনাবাদ-লেবুখালি রোড অবরোধ করে বিদ্যুৎ সচলের দাবিতে বিক্ষোভে নেমেছেন বরুনহাটের গ্রামবাসীরা। প্রশাসনের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করে রাস্তা অবরোধ করেন বলে জানা গিয়েছে। আবার ঝাড়ের তাণ্ডবে বিদ্যুৎহীন হয়েছে গোটা গ্রাম। এলাকায় বিদ্যুৎ নেই। বৃষ্টির কারণে সাময়িক ঠাণ্ডা লাগলেও গরমে অস্থির সকলে। অসহায় মানুষ গরম থেকে নিস্তার পেতে গাছের নিচে আশ্রয় নিয়েছেন। সন্ধ্যা নামলেই অন্ধকার এবং গরমের জন্য কষ্টের মধ্যে দিয়ে দিনপাত করছেন। ঘটনা ঘটেছে বর্ধমানের কাটোয়াতে। গরমে গাছতলাই এখন আশ্রয়।

    বিদ্যুত সচলের দাবিতে বিক্ষোভ (North 24 Parganas)

    এলাকায় রেমাল ঝড়ের পর থেকে বিদ্যুৎ নেই। গরমে নাজেহাল জীবন। প্রতিবাদে হাসনাবাদ-লেবুখালি (North 24 Parganas) রোড অবরোধ করে বিক্ষোভ দেখান বরুনহাট গ্রামবাসীরা। মঙ্গলবার সকাল থেকে বরুনহাট গৌড়েশ্বর ব্রিজের সম্মুখে রাস্তা অবরোধ করে গ্রামবাসীরা বিক্ষোভ দেখায়। তিন দিন ধরে বিদ্যুৎ পরিষেবা না থাকায় গ্রামবাসীরা রীতিমতো ক্ষুব্ধ হয়ে বিক্ষোভের পদ বেছে নেন। বিক্ষোভকারী তুষার সরকার বলেন, “প্রাকৃতিক দুর্যোগ হলেই এই ধরনের অচলাবস্থা তৈরি হয়। দ্রুত কোনও পদক্ষেপ নেওয়া হয় না হিঙ্গলগঞ্জ পাওয়ার সাপ্লাই-এর পক্ষ থেকে।” আরও এক বিক্ষোভকারী তরুণ হালদার বলেন, “প্রাকৃতিক বিপর্যয় ছাড়াও অন্য স্বাভাবিক সময়ও গরমের মধ্যে এই ধরনের বিদ্যুৎ বিভ্রাট ঘটে থাকে। বিদ্যুৎ পরিষেবা সচলের পাশাপাশি ডাম্পিং স্টেশনের দাবিও জানাই আমরা।”

    মোমবাতি জ্বালিয়ে পড়াশুনা চলছে

    উত্তর ২৪ পরগনার (North 24 Parganas) মতো কাটোয়ার অগ্রদ্বীপে সরওয়ারি পাড়ায় রেমাল ঝড়ের কারণে ইলেকট্রিক নেই। সূর্যাস্তের পর গোটা এলাকা ডুবে যাচ্ছে। মানুষকে মোমবাতি বা টর্চের আলোয় রাত কাটাতে হচ্ছে। গ্রামের বেশির ভাগ মানুষের বাড়ি টিনের। গরম থেকে রক্ষা পেতে গাছ তালার নিচে গিয়ে আশ্রয় নিতে হচ্ছে। এলাকার মানুষ বলেছেন, “বিদ্যুৎ এমনিতেই থাকে না, তারপর আবার ঝড়ের কারণে তিনদিন ধরে বিদ্যুৎ নেই। প্রদীপ-মোমবাতি জ্বালিয়ে পড়াশুনা করতে হচ্ছে ছেলে-মেয়েদের। অসুস্থ মানুষকে হাত পাখা দিয়ে সেবা করতে হচ্ছে।”

    বিদ্যুৎ দফতরের বক্তব্য

    কাটোয়া বিদ্যুৎ দফতর থেকে বলা হয়েছে, ঝড়ের কারণে বিদ্যুৎ-এর খুঁটি পরে গিয়েছে। নদিয়া জেলায় দেবগ্রাম এলাকার সঙ্গে বিদ্যুৎ সংযোগ করা হয়েছে। আজ কয়েক ঘণ্টার মধ্যে সংযোগ দেওয়া হবে।

    আরও পড়ুনঃ রেমাল দুর্যোগে হাসপাতালে বন্ধ জেনারেটর, দেওয়া গেল না অক্সিজেন-নেবুলাইজার, মৃত্যু সদ্যোজাতের!

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Lok Sabha Election 2024: সপ্তম দফায় রাজ্যে ৯৬৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, জানাল কমিশন

    Lok Sabha Election 2024: সপ্তম দফায় রাজ্যে ৯৬৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, জানাল কমিশন

    মাধ্যম নিউজ ডেস্ক: সপ্তম দফায় রাজ্যে ৯৬৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, ১৯০০টি কিউআরটি মোতায়েন করা হবে, বলে জানাল কমিশন। আগামী ১ জুন শনিবার সারা দেশে শেষ তথা সপ্তম দফা ভোট (Lok Sabha Election 2024)। ষষ্ঠ দফার ভোটে রাজ্যের বিভিন্ন কেন্দ্রে কুইক রেসপন্স টিমের দেখা মেলেনি এমনই অভিযোগ বিরোধীদের। তাই শেষ দফায় বাড়ানো হল সংখ্যা।

    কোথায় কত বাহিনী

    শনিবার, ভোট (Lok Sabha Election 2024) রয়েছে কলকাতা-সহ রাজ্যের ৯টি লোকসভা কেন্দ্রে। তালিকায় রয়েছে দমদম, বারাসাত, বসিরহাট, জয়নগর, মথুরাপুর, যাদবপুর, ডায়মন্ড হারবার, কলকাতা উত্তর এবং কলকাতা দক্ষিণ লোকসভা কেন্দ্রে। এর মধ্যে রয়েছে একাধিক স্পর্শকাতর বুথ। তাই সপ্তম দফার ভোট সুষ্ঠুভাবে করার জন্য সতর্ক নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন সূত্রে খবর, মোট ১৯০০টি কুইক রেসপন্স টিম (কিউআরটি) থাকবে সপ্তম দফায়। এর মধ্যে কলকাতাতেই থাকবে মোট ৬০০টি  কিউআরটি। ৯৬৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর মধ্যে কলকাতায় মোতায়েন করা হবে ২৪৬ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। বারাসাতে থাকবে ৮১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। বারাকপুরে মোতায়েন করা হবে ৮১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, বারুইপুরে থাকবে ১৬০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। এ ছাড়াও সন্দেশখালির যে লোকসভার অন্তর্গত, সেই বসিরহাটে থাকবে ১১৬ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, বিধাননগর কমিশনারেটে মোতায়েন করা হবে ৫৯ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, ডায়মন্ড হারবারে রাখা হবে ১১০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, সুন্দরবনের দায়িত্বে থাকবে ১১৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী (Central Forces)।

    আরও পড়ুন: সরকারি স্কুলের শিক্ষকদের প্রাইভেট টিউশন বন্ধের নির্দেশ, সময় বেঁধে দিল হাইকোর্ট

    অশান্তি এড়ানো লক্ষ্য

    সপ্তম তথা শেষ দফা ভোটের (Lok Sabha Election 2024) আগে ফের তিন পুলিশ আধিকারিককে সরিয়ে দিল নির্বাচন কমিশন। মঙ্গলবার কমিশনের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, যে ৯টি কেন্দ্রে আগামী শনিবার ভোট রয়েছে, তার মধ্যে বসিরহাট ও দমদম লোকসভা আসনের অন্তর্গত পুলিশ অফিসারদের বদলি করা হয়েছে। সুন্দরবনের পুলিশ সুপার কোটেশ্বর রাও নলবথ, বসিরহাট পুলিশ জেলার অন্তর্গত মিনাখাঁর এসডিপিও আমিনুল ইসলাম খান এবং রহড়া থানার আইসি দেবাশিস সরকারকে সরানোর নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। কমিশন জানিয়েছে, তিন পুলিশ আধিকারিককে ভোটের কোনও কাজে ব্যবহার করা যাবে না। বিকল্প নাম চেয়ে পাঠানো হয়েছে রাজ্যের কাছে। বুথ পাহারা এবং কিউআরটি-র পাশাপাশি নাকা তল্লাশিতেও কেন্দ্রীয় বাহিনীকে (Central Forces) ব্যবহার করা হবে। প্রশাসনিক বিশ্লেষকদের মতে, ষষ্ঠ দফার ভোটে কেশপুর, গড়বেতার কিছু এলাকায় গোলমাল হয়েছিল। সেখানে কিউআরটি দেরিতে পৌঁছন নিয়ে অভিযোগও উঠেছিল, তাই শেষ দফায় সতর্ক কমিশন। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Loksabha Election 2024: সপ্তম দফার আগে বসিরহাটের এসডিপিও সহ তিন পুলিশ কর্তাকে সরাল কমিশন

    Loksabha Election 2024: সপ্তম দফার আগে বসিরহাটের এসডিপিও সহ তিন পুলিশ কর্তাকে সরাল কমিশন

    মাধ্যম নিউজ ডেস্ক: ভোটের একেবারে শেষ বেলায় ফের বঙ্গ পুলিশে রদবদল। বসিরহাট পুলিশ জেলার এসডিপিও আমিনুল ইসলাম খানের বদলির নির্দেশ দিল নির্বাচন কমিশন। সন্দেশখালির আন্দোলন চলাকালীন আমিনুল ইসলাম খানের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারি। নির্বাচন কমিশন নির্দেশ দিয়েছে ভোটের (Loksabha Election 2024) কোনও কাজে আমিনুলকে ব্যবহার করা যাবে না। একই সঙ্গে সুন্দরবন পুলিশ জেলার এসপি কোটেশ্বর রায়কেও বদলির নির্দেশ দিয়েছে কমিশন। উত্তর ২৪ পরগনা জেলার রহড়া থানার আইসি দেবাশিস সরকারকেও বদলি করা হয়েছে।

    পুলিশের বিরুদ্ধে শাসকের হয়ে কাজ করার অভিযোগ

    প্রসঙ্গত লোকসভা ভোট চলাকালীন রাজ্য পুলিশের একাধিক আধিকারিকের বিরুদ্ধে ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পশ্চিমবঙ্গ পুলিশের বিরুদ্ধে নানান জায়গায় শাসকের অঙ্গুলিহেলনে কাজ করার অভিযোগ রয়েছে। ভোট (Loksabha Election 2024) চলাকালীনও দেখা গেছে শাসকদলের কোন নেতা বিক্ষোভের মুখে পড়লে পুলিশ যথেষ্ট সক্রিয়তার সঙ্গে কাজ করছে। অন্যদিকে বিরোধী দলের প্রার্থীরা আক্রান্ত হলে ঘন্টার পর ঘন্টা পুলিশকে নিষ্ক্রিয় থাকতে দেখা গেছে।

    আরও পড়ুন: হুগলিতে ইভিএম বদল হতে পারে! আশঙ্কায় স্ট্রং রুমে হানা দিলেন লকেট

    শুভেন্দু অধিকারী বলেছেন, “১৫ জন আইপিএস অফিসারকে ভোট নিয়ন্ত্রণ করতে ময়দানে নামিয়েছিল শাসক দল। তাঁরা বিজেপি এজেন্টদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি দিয়েছে। পুলিশ তৃণমূলের জন্য ভোট করিয়েছে।” শুধু বিজেপি নয় রাজ্য পুলিশের বেশ কয়েকজন আইপিএস অফিসারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা বহরমপুরের কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরীও।

    আরও কয়েকজন আধিকারিককে সরিয়ে দিল কমিশন

    এর আগে কলকাতা দক্ষিণের জেলা নির্বাচনী আধিকারিক রশ্মী কমলকে ও নির্বাচনের দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। একইসঙ্গে উত্তর ২৪ পরগনার বসিরহাটের অতিরিক্ত জেলা শাসক দিব্যা লঙ্গনাথনকেও নির্বাচনী কোনও দায়িত্বে না রাখার নির্দেশ দিয়েছে কমিশন। তাঁদের নির্বাচনের (Loksabha Election 2024)  কোন দায়িত্বে না রাখার নির্দেশ দিয়েছে কমিশন। দুজনের বিরুদ্ধেই পক্ষপাতিত্বের অভিযোগ উঠেছিল। প্রসঙ্গত মঙ্গলবার যে তিনজনকে সরিয়ে দেওয়া হয়েছে তাঁদের বিকল্প হিসেবে মাথাপিছু তিনটি করে নামের সুপারিশ করতে হবে। এই নামগুলির মধ্যে তিনজনকে পরবর্তী আধিকারিক হবেন তা বেছে নেবে কমিশন। প্রসঙ্গত যে আমিনুলের বিরুদ্ধে সবচেয়ে গুরুতর অভিযোগ তাঁর বিরুদ্ধে শেখ শাহজাহানের মোবাইল গায়েব করার অভিযোগ রয়েছে। শুভেন্দু অধিকারীর অভিযোগ, শেখ শাহজাহানের মোবাইল ফোনটি রাজ্য পুলিশের আধিকারিকদের হাতে তুলে দিয়েছিলেন এই আমিনুল ইসলাম খান। সিবিআই এবং ইডি শেখ শাহজাহানের বিরুদ্ধে তদন্ত করলেও তাঁদের হাতে এখনও শাহজাহানের মোবাইল ফোন তুলে দেওয়া সম্ভব হয়নি। মোবাইল ফোনের হদিশ পেতে আমিনুলের বাড়ি এবং দফতরে তল্লাশি চালিয়েছিল সিবিআই।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

LinkedIn
Share