Category: রাজ্য

Get West Bengal News, Bengali Breaking News, Latest News in Bengali only from মাধ্যম | Madhyom, Bengali News Portal for সম্পূর্ণ নিরপেক্ষ বাংলা সংবাদ, বাংলা খবর

  • Mukesh Ambani: ২০ কোটি টাকা না পেলে গুলি করে হত্যা! হুমকি-চিঠি মুকেশ আম্বানিকে

    Mukesh Ambani: ২০ কোটি টাকা না পেলে গুলি করে হত্যা! হুমকি-চিঠি মুকেশ আম্বানিকে

    মাধ্যম নিউজ ডেস্ক: ২০ কোটি টাকা না পেলে গুলিতে ঝাঁঝরা করে খুন করা হবে। ঠিক এই ভাবেই ভারতের সবচেয়ে ধনী ব্যক্তি, মুকেশ আম্বানিকে (Mukesh Ambani) হত্যার হুমকি দেওয়া হয়েছে। ইমেলের মাধ্যমে হুমকি দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। এর পরই মুম্বই পুলিশের কাছে দ্বারস্থ হয়েছেন রিলায়েন্স কর্তা। এই ঘটনায় তীব্র শোরগোল পড়ে গেছে দেশজুড়ে।

    কীভাবে ঘটল ঘটনা (Mukesh Ambani)?

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ২৭ অক্টোবর রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানিকে (Mukesh Ambani) হত্যার হুমকি দেওয়া হয়। খুনের হুমকি-চিঠি আসে একটি ইমেলে। সেখানে বলা হয়, ২০ কোটি টাকা দিতে হবে, আর যদি টাকা না দেওয়া হয়, তাহলে গুলি করে হত্যা করা হবে। হুমকি চিঠি পেয়েই পুলিশের দ্বারস্থ হয় আম্বানি পরিবার। বিষয়টির গুরুত্ব বুঝে তড়িঘড়ি তদন্ত শুরু করেছে পুলিশ। আইপিসির ধারা ৩৮৭ এবং ৫০৬ (২) ধারার অধীনে একটি মামলা দায়ের করেছে। বর্তমানে অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।

    আগেও হুমকি দেওয়া হয়েছিল

    সূত্রের খবর, গতবছরও প্রাণনাশের হুমিকে পেয়েছিলেন মুকেশ আম্বানি (Mukesh Ambani)। তাঁর বাড়ি বোমা দিয়ে উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছিল। পূর্বে ২০২১ সালে, তাঁর বাড়ির সামনে একটি গাড়িতে প্রচুর পরিমাণে বিস্ফোরক উদ্ধার হয়েছিল। পুলিশ গাড়ি থেকে ২০টি জেলটিন স্টিক এবং একটি চিঠি উদ্ধার করেছিল। সেই চিঠিতেই মুকেশ আম্বানি এবং পরিবারকে হত্যার হুমকি দেওয়া হয়েছিল। এবারে ইমেলের মাধ্যমে হুমকিতে ফের উতেজনা ছড়িয়েছে।

    বহুজাতিক সংস্থা রিলায়েন্স

    ১৯৫৮ সালে রিলায়েন্স কমার্শিয়াল কর্পোরেশন, ধীরুভাই আম্বানি প্রতিষ্ঠা করেছিলেন। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড হল, একটি ভারতীয় বহুজাতিক ব্যবসায়ী সংস্থা। এই সংস্থার কেন্দ্রীয় অফিস হল মুম্বই শহরে। তাঁদের (Mukesh Ambani) ব্যবসায়িক উপাদানের মধ্যে রয়েছে পেট্রোকেমিক্যাল, প্রাকৃতিক গ্যাস, খুচরা, টেলিযোগাযোগ, গণমাধ্যম, টেক্সটাইল ইত্যাদি। উল্লেখ্য, এই কোম্পানি তার বাজারের মূলধন এবং রাজস্বের বিচারে বর্তমানে বিশ্বের ১০০ বৃহত্তম কোম্পানির অন্যতম।  

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Kharagpur:  লক্ষ্মীপুজোর দিনই খড়্গপুরে ফুল বোঝাই গাড়িতে ভয়াবহ দুর্ঘটনা, মৃত ৬

    Kharagpur: লক্ষ্মীপুজোর দিনই খড়্গপুরে ফুল বোঝাই গাড়িতে ভয়াবহ দুর্ঘটনা, মৃত ৬

    মাধ্যম নিউজ ডেস্ক: লক্ষ্মীপুজোর দিন ভোরে ভয়াবহ দুর্ঘটনায় তিন ফুল ব্যবসায়ী সহ ৬ জনের মৃত্যু হল। শনিবার ভোর তিনটে নাগাদ ঘটনাটি ঘটেছে ডেবরা টোল প্লাজা কাছে খড়্গপুর (Kharagpur) লোকাল থানার বুড়ামালাতে এলাকায়। দুর্ঘটনায় আরও চারজন গুরুতর জখম হয়েছে।পুলিশ সূত্রে খবর, যাঁরা মারা গিয়েছেন তাঁদের প্রত্যেকের বাড়ি খড়্গপুর লোক থানার অন্তর্গত মুকসুদপুর এলাকায়। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মৃতদের পরিবারের লোকজনের সঙ্গে পুলিশ যোগাযোগ করার চেষ্টা করছেন।

    ঠিক কী ঘটনা ঘটেছে? (Kharagpur)

    স্থানীয় সূত্রে জানা গিয়েছে, লক্ষ্মীপুজো উপলক্ষে শনিবার ভোরে খড়্গপুর (Kharagpur) লোকাল থানার বুড়ামালা এলাকায় দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিতে ফুল লোডিংয়ের কাজ চলছিল। ফুল নিয়ে কোলাঘাটে যাওয়ার কথা ছিল গাড়িটির। গাড়িতে ফুল তোলার কাজ করছিলেন কয়েক জন ফুল ব্যবসায়ী-সহ মোট দশ থেকে পনেরো জন। সেই সময় হঠাৎই সিমেন্ট বোঝাই ওই লড়িটি সজোরে এসে ধাক্কা মারে ফুলের গাড়িতে। পাশের একটি নয়নজুলিতে গিয়ে পড়ে ফুলের গাড়িটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় তিন জনের। এই ঘটনায় আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়। পরে, আরও তিনজনের মৃত্যু হয়। মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে একজনকে চিকিৎসার জন্য কলকাতায় পাঠানো হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন তপন সামন্ত এক ব্যক্তি। আর উত্তমকুমার বাগ নামে এক ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। তবে, একসঙ্গে ৬ জনের মৃত্যুর ঘটনায় জাতীয় সড়কে যান চলাচলের গতি নিয়ন্ত্রণে পুলিশ যে পুরোপুরি ব্যর্থ তা আরও একবার প্রমাণিত হল।

    প্রত্যক্ষদর্শীদের কী বক্তব্য?

    এক প্রত্যক্ষদর্শী বলেন, বাসস্ট্যান্ডের কাছেই গাড়িতে ফুল লোড করার কাজ চলছিল। খড়্গপুর (Kharagpur) লোকাল থানার বুড়ামালা থেকে ফুল বোঝাই গাড়িটি কোলাঘাটের দেউলটি যাওয়ার কথা ছিল। দ্রুত গতিতে আসা ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে ওই ফুল বোঝাই গাড়িটিকে পিষে দেয়। তাতেই এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। আমরা সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়ে দু-তিনজনকে উদ্ধার করি। অনেকে ঘটনাস্থলেই মারা যান।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Ration Distribution Scam: জ্যোতিপ্রিয়-বাকিবুর যোগের হদিশ, ভুয়ো সংস্থায় বিনিয়োগ কোটি কোটি টাকা!

    Ration Distribution Scam: জ্যোতিপ্রিয়-বাকিবুর যোগের হদিশ, ভুয়ো সংস্থায় বিনিয়োগ কোটি কোটি টাকা!

    মাধ্যম নিউজ ডেস্ক: রেশন বণ্টন কেলেঙ্কারি (Ration Distribution Scam) মামলায় গ্রেফতার হয়েছেন দু’জনেই। একজন ছিলেন খাদ্য দফতরের মন্ত্রী, বর্তমানে বনমন্ত্রী। আর একজন ব্যবসায়ী। প্রথম জন তৃণমূল নেতা জ্যোতিপ্রিয় মল্লিক। আর দ্বিতীয় জন বাকিবুর রহমান। দু’জনকে মুখোমুখি বসিয়ে জেরা করার প্রস্তুতি নিচ্ছে ইডি।

    ভুয়ো সংস্থায় কোটি কোটি টাকা বিনিয়োগ

    এমতাবস্থায় ইডির তদন্তকারীরা জেনেছেন, জ্যোতিপ্রিয়র সঙ্গে বাকিবুরের পারিবারিক সম্পর্ক রয়েছে। তদন্তে নেমে ইডির আধিকারিকরা জেনেছেন, দুই পরিবারের সদস্যরা একযোগে একাধিক সংস্থা চালাতেন। ওই সব সংস্থা আবার বিভিন্ন ভুয়ো সংস্থায় কোটি কোটি টাকা বিনিয়োগ করত। ইডি সূত্রে খবর, এ পর্যন্ত যেসব তথ্য তদন্তকারীদের হাতে এসেছে, তা থেকেই স্পষ্ট হয়েছে দুই পরিবারের যোগ। ইডি সূত্রে খবর, আপাতত তিনটি সংস্থার খোঁজ পেয়েছেন তদন্তকারীরা।

    তিন সংস্থায় যোগ জ্যোতিপ্রিয়র 

    এই তিন সংস্থা হল ‘শ্রী হনুমান রিয়েলকন প্রাইভেট লিমিটেড’, ‘গ্রেসিয়াস ইনোভেটিভ প্রাইভেট লিমিটেড’ এবং ‘গ্রেসিয়াস ক্রিয়েশন প্রাইভেট লিমিটেড’। এই তিন সংস্থার মারফত ভুয়ো কোম্পানির মাধ্যমে বিনিয়োগ করা হয়েছে অন্তত ১২ কোটি টাকা। এই (Ration Distribution Scam) সংস্থাগুলির প্রতিটির সঙ্গেই কোনও না কোনওভাবে যোগ রয়েছে জ্যোতিপ্রিয় ও বাকিবুরের পরিবারের। শুধু তাই নয়, ২০২২ সালে এই কোম্পানিগুলির সব সম্পত্তি বিক্রি করে লাটে তুলে দেওয়া হয়েছে সংস্থাগুলি। বিক্রি বাবদ পাওয়া গিয়েছিল ২০ কোটি ২৪ লক্ষ ১৬ হাজার ১৯৪ টাকা। বাকিবুরের শ্যালক অভিষেক বিশ্বাসের নামে থাকা একটি বেসরকারি ব্যাঙ্কের অ্যাকাউন্টে ওই টাকা গিয়েছে বলে জেনেছেন তদন্তকারীরা।

    আরও পড়ুুন: ‘রেশন কেলেঙ্কারিতে খতিয়ে দেখা হোক মমতার ভূমিকা’, ইডিকে আর্জি শুভেন্দুর

    এদিন আদালতে ইডির দাবি, রেশন বণ্টন কেলেঙ্কারিতে সরাসরি যোগ রয়েছে মন্ত্রীর। অভিজিৎ দাসের বাড়ি থেকে উদ্ধার হওয়া মেরুন ডায়েরিতে বালুদা (জ্যোতিপ্রিয়র ডাক নাম) নামের উল্লেখ রয়েছে। ইডির দাবি, তিনটি ভুয়ো সংস্থা খুলে ১২ কোটি কালো টাকা সাদা করা হয়েছে। বাড়ির রাঁধুনির নামেও ভুয়ো কোম্পানি খুলেছিলেন তিনি। ইডি সূত্রে খবর, ওই তিন সংস্থায় জমা পড়েছে ৮ কোটি টাকা।

    ইডি সূত্রে খরব, ওই তিন সংস্থার ডিরেক্টর পদে ছিলেন জ্যোতিপ্রিয়র স্ত্রী মণিদীপা এবং মেয়ে প্রিয়দর্শিনী। এই প্রিয়দর্শিনী আবার উচ্চ শিক্ষা সংসদের সচিব। সংস্থাগুলিতে যুক্ত ছিলেন বাকিবুরের পরিবারের সদস্যরাও (Ration Distribution Scam)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ। 

     

  • Jyotipriya Mallick: গ্রেফতারির পর বালুর হালও কি হবে কেষ্টর মতো? জেলা জুড়ে জল্পনা তুঙ্গে

    Jyotipriya Mallick: গ্রেফতারির পর বালুর হালও কি হবে কেষ্টর মতো? জেলা জুড়ে জল্পনা তুঙ্গে

    মাধ্যম নিউজ ডেস্ক: গ্রেফতার হওয়ার পর এবার কি কেষ্টর মতো জেলার সংগঠন থেকে ডানা ছাঁটা হবে জ্যোতিপ্রিয় মল্লিকের (Jyotipriya Mallick)? তৃণমূল কংগ্রেস ২৪ পরগনা জেলাকে লোকসভা ভিত্তিক সাংগঠনিক ভাগ করেছে। উল্লেখ্য, কোনও ভাগের বিশেষ দায়িত্বে রাখা হয়নি তাঁকে। কেন? খাদ্য দফতর থেকে তুলনামূলক কম গুরুত্বপূর্ণ বন দফতরেও কি পরিকল্পনা করেই সারানো হয়েছিল তাঁকে? আগামী দিনে দলে কি গুরুত্ব আরও কমবে? এই ধরনের নানা জল্পনা চলছে। প্রশ্ন উঠছে, শেষ পর্যন্ত দল পাশে থাকবে তো?

    কেষ্টর মতো কি অপ্রাসঙ্গিক হবেন জ্যোতিপ্রিয়ও (Jyotipriya Mallick)?

    উত্তর ২৪ পরগনায় দীর্ঘদিন ধরে রাজনীতি করে এসেছেন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক (Jyotipriya Mallick)। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গী হয়ে, সিপিএমের বিরুদ্ধে নেতৃত্ব দিয়েছেন। ঠিক একই রকমভাবে, বীরভূমের রাজনীতিতে শিরোনামে ছিলেন অনুব্রত মণ্ডল। যদিও কয়লা, গরু পাচারকাণ্ডে সিবিআই-ইডির হাতে গ্রেফতার হয়ে দিল্লির তিহাড় জেলে রয়েছেন কেষ্ট। দীর্ঘ এক বছরের বেশি সময় ধরে জেলে রয়েছেন তিনি। দিন যত এগিয়ে যাচ্ছে, বীরভূমের রাজনীতি থেকে ক্রমশ অপ্রাসঙ্গিক হয়ে যাচ্ছেন অনুব্রত মণ্ডল। ফলে ওয়াকিবহাল মহল মনে করছে, উত্তর ২৪ পরগনা থেকে এবার জ্যোতিপ্রিয় মল্লিকও অপ্রাসঙ্গিক হবেন। কারণ খাদ্য বণ্টন দুর্নীতির মামলায় ইডি তাঁকে গ্রেফতার করেছে। দল এবার তাঁর মাথা থেকেও হাত সরিয়ে নেবে।

    জেলায় শেষ কথা বলতেন

    জ্যোতিপ্রিয় (Jyotipriya Mallick) নিজে ছাত্র রাজনীতি থেকে উঠে এসেছিলেন। তৃণমূলের জন্মলগ্ন থেকেই প্রথম সারির নেতা ছিলেন তিনি। ২০০১ সালে প্রথম বিধায়ক হিসাবে নির্বাচিত হন তৃণমূল কংগ্রেসের প্রতীকে। ২০০৬ সাল থেকে উত্তর ২৪ পরগনার জেলা রাজনীতির ময়দানে অদ্বিতীয় ব্যক্তি ছিলেন জ্যোতিপ্রিয়। এমনকি তাঁর কথা ছাড়া, জেলার রাজনীতিতে একটা গাছের পাতাও নড়ত না বলে জানা যায়।

    তৃণমূলের বক্তব্য

    পদাধিকার বলে জ্যোতিপ্রিয় (Jyotipriya Mallick) কোণঠাসা হলেও, উত্তর ২৪ পরগনার সংগঠনে তাঁর বেশ প্রভাব রয়েছে বলে মনে করছেন জেলা তৃণমূলের একাংশের মানুষ। এই জেলায় মতুয়া সম্প্রদায়ের একটি বিরাট ভোট ব্যাঙ্ক রয়েছে। আর তাকে প্রভাবিত করার ক্ষেত্রে, তাঁর ভূমিকা বেশ গুরুত্বপূর্ণ। বলা হয়ে থাকে, একটা সময় পর্যন্ত মুকুল রায় অতি সক্রিয় থাকলেও, তাঁর প্রতাপের সামনে কেউ জেলায় হাত দিতে পারতেন না। অবশ্য বরানগরের বিধায়ক তথা ব্যারাকপুর জেলার তৃণমূল সভাপতি তাপস রায় বলেন, “সমর্থকরা প্রতিবাদে আরও শক্তিশালী হবেন। তৃণমূল দলের সংগঠন দুর্বল হওয়ার কোনও সম্ভাবনা নেই। জেলার সংগঠন পিছু হটবে না। আমরা আরও লড়াই করবো।”

    কিন্তু মন্ত্রীর দফতর বদল থেকে শুরু করে সাংগঠনিক দায়িত্ব এবং ইডির হাতে গ্রেফতার হওয়ার পর কি আরও গুরুত্ব কমবে? এটাই এখন বড় প্রশ্ন।    

           

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Jyotipriya Mallick: জ্যোতিপ্রিয় গ্রেফতার হতেই সরগরম বরুণ বিশ্বাস হত্যা মামলা, ফাঁসি চাইল পরিবার

    Jyotipriya Mallick: জ্যোতিপ্রিয় গ্রেফতার হতেই সরগরম বরুণ বিশ্বাস হত্যা মামলা, ফাঁসি চাইল পরিবার

    মাধ্যম নিউজ ডেস্ক: রেশন দুর্নীতিকাণ্ডে ইডির হাতে গ্রেফতার হতেই, প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের (Jyotipriya Mallick) বিরুদ্ধে বরুণ বিশ্বাস হত্যা মামলার প্রতিবাদীরা আবার সরব হয়ে উঠলেন। তৃণমূলের এই মন্ত্রীর বিরুদ্ধে বিস্ফোরক হলেন মৃত বরুণ বিশ্বাসের বাবা এবং দাদা। তাঁদের দাবি, বরুণের হত্যার পিছনে আসল চক্রী হলেন তৃণমূলের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। ‘আমরা ওর ফাঁসি চাই’, সংবাদ মাধ্যমের সামনে ঠিক এভাবেই বিস্ফোরক হল পরিবার। ফলে উত্তর ২৪ পরগনার স্কুল শিক্ষক হত্যা মামলাকে ঘিরে আরও একবার সরগরম হয়ে উঠল রাজ্য রাজনীতি।

    মৃত বরুণ বিশ্বাসের পরিবারের বক্তব্য (Jyotipriya Mallick)

    হাবড়ার বিধায়ক তথা তৃণমূলের দাপুটে নেতা জ্যোতিপ্রিয় মল্লিক (Jyotipriya Mallick) ইডির হাতে গ্রেফতার হতেই সংবাদ মাধ্যমকে মৃত বরুণ বিশ্বাসের বাবা জগদীশ বিশ্বাস বলেন, “জ্যোতিপ্রিয় মল্লিকের ফাঁসি চাই। ওই আমার ছেলেকে খুন করেছে। আর এই কথা আমার মেয়ে বলেছিল বলে, আমার মেয়ের নামে মানহানির মামলা করে দিয়েছিল এই তৃণমূল নেতা। আমার একটাই শেষ ইচ্ছা, ওর যেন ফাঁসি হয়।” সেই সঙ্গে বরুণের দাদা অসিত বিশ্বাস বলেন, “কার্যত বরুণের মৃত্যুর কোনও তদন্ত হয়নি।” বরুণের মৃত্যু মামলায় সিবিআই তদন্তের কথাও বলেন তিনি। সিবিআই তদন্ত হলেই একমাত্র আসল দোষীদের চেনা যাবে। তিনি আরও দাবি করেন, “সঠিক তদন্ত হলেই স্পষ্ট হবে মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের নাম।”

    খুন হয়েছিলেন ১১ বছর আগে

    বরুণের খুন হওয়ার পর ১১ বছর কেটে গেল। ছেলে বরুণ বিশ্বাসের মৃত্যুর পর থেকেই, শাসক দলের দুষ্কৃতীদের আতঙ্কে সুটিয়ার বাড়িতে থাকতে পারেন না পরিবারের লোকজন। অথচ, সেই ঘরের মধ্যে বরুণের স্মৃতি জড়িয়ে রয়েছে। পরিবারের অভিযোগ, জ্যোতিপ্রিয়র (Jyotipriya Mallick) আশ্রিত দুষ্কৃতীরা পরিকল্পনা করে খুন করেছে বরুণকে। এমনকী যে বন্দুক দিয়ে বরুণকে খুন করা হয়েছে, সেই বন্দুকটা পর্যন্ত সরিয়ে ফেলেছে এই তৃণমূল নেতা। অপর দিকে বিজেপির নেত্রী অগ্নিমিত্রা পল বলেন, “আমরা চাই বরুণের হত্যাকারীরা ধরা পড়ুক। মামলার তদন্ত সিবিআই করুক।”

           

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Shantipur: দলীয় কর্মী খুনের প্রতিবাদে এসডিপিও অফিস ঘেরাও, জাতীয় সড়ক অবরোধে বিজেপি

    Shantipur: দলীয় কর্মী খুনের প্রতিবাদে এসডিপিও অফিস ঘেরাও, জাতীয় সড়ক অবরোধে বিজেপি

    মাধ্যম নিউজ ডেস্ক: জেলার পুলিশ সুপার ভয়ে আসছেন না। অবিলম্বে শান্তিপুর (Shantipur) এবং তাহেরপুর থানার ওসিকে বদল করতে হবে। তারা তৃণমূলের দলদাসে পরিণত হয়েছে। বদল না করলে আমরা বৃহত্তর আন্দোলনে নামবো। পাশাপাশি একজন এসডিপিও পাঁচ বছর ধরে একই জায়গায় কী করে দায়িত্বে থাকে, সেটাও পুলিশ সুপারকে জবাব দিতে হবে। শান্তিপুরে বিজেপি কর্মী খুনের ঘটনায় এসডিপিও অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখানোর সময় এমনই প্রতিক্রিয়া দিলেন রানাঘাট কেন্দ্রের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার। এদিন পুলিশ সুপার না আসায় বিজেপির কর্মী-সমর্থকরা রানাঘাটে ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন।

    কী ঘটেছিল? (Shantipur)

    উল্লেখ্য, দু’দিন আগে শান্তিপুর থানার বড়জিয়াকুড়ে অধীর সরকার নামে এক বিজেপি কর্মী খুন হন। অভিযোগ ওঠে, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাকে পিটিয়ে খুন করেছে। পাশাপাশি এই খুনের ঘটনা লঘু করে দেওয়ার জন্য শান্তিপুর (Shantipur) থানার পুলিশের অতি সক্রিয়তা লক্ষ্য করা গেছে বলে অভিযোগ ওঠে। সেই কারণেই এদিন নদীয়া রানাঘাটে এসডিপিও অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখায় বিজেপির কর্মী-সমর্থকরা। বিজেপির বেশ কিছু বিধায়ক এবং সাংসদদের নেতৃত্বে চলে এই বিক্ষোভ কর্মসূচি।

    পুলিশের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ (Shantipur)

    সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপি সাংসদ জগন্নাথ সরকার বলেন, পুলিশ বিভিন্ন ভাবে চেষ্টা চালাচ্ছে যাতে তৃণমূলের দুষ্কৃতীরা ছাড়া পেয়ে যায়। কিন্তু আমরা সেটা হতে দেব না। খুন হওয়া বিজেপি কর্মী (Shantipur) অধীর চৌধুরীর ছেলে যে বয়ান দেবে, সেই ভিত্তিতেই অভিযোগ নিতে হবে পুলিশকে। পাশাপাশি তিনি বলেন, শান্তিপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক এর আগেও দেখা গেছে বিভিন্ন সময় তৃণমূলের হয়ে কাজ করেছেন। অন্যদিকে তাহেরপুর থানার যে ভারপ্রাপ্ত আধিকারিক বর্তমানে রয়েছেন, তিনি মানসিক ভারসাম্যহীন। শুধুমাত্র তৃণমূলের কথায় কাজ করার জন্য তাকে দায়িত্বে রাখা হয়েছে। আমরা অবিলম্বে এই দুই থানার ওসিকে বদলি করার দাবি জানাচ্ছি। অন্যদিকে এসডিপিও প্রবীর মণ্ডল কিভাবে পাঁচ বছর ধরে একই জায়গায় দায়িত্ব থাকেন, সেটাও আমরা বুঝে নেব পুলিশ সুপারের কাছ থেকে। তিনি বলেন, অবিলম্বে যদি আমাদের দাবিগুলো না মানা হয়, তাহলে আগামী দিনে সব স্তব্ধ করে দেব।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ। 

  • Uttar Dinajpur: তৃণমূল আছে তৃণমূলেই! গোষ্ঠী সংঘর্ষে ছুরিকাহত পঞ্চায়েত সদস্যর স্ত্রী

    Uttar Dinajpur: তৃণমূল আছে তৃণমূলেই! গোষ্ঠী সংঘর্ষে ছুরিকাহত পঞ্চায়েত সদস্যর স্ত্রী

    মাধ্যম নিউজ ডেস্ক: তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে ফের উত্তপ্ত এলাকা। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর (Uttar Dinajpur) জেলার ইসলামপুর ব্লকের কমলাগাঁও সুজালি গ্রাম পঞ্চায়েতের কামারগছ এলাকায়। সংঘর্ষে ছুরির আঘাতে আহত হয়েছেন তৃণমূলের পঞ্চায়েত সদস্যর স্ত্রী সহ আরও এক ব্যক্তি। এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

    কীভাবে সংঘর্ষ ঘটল (Uttar Dinajpur)?

    স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই আব্দুল হক ও জাহিদুল রহমানের মধ্যে এলাকা (Uttar Dinajpur) দখল নিয়ে ঝামেলা চলছিল। উল্লেখ্য, উভয় পক্ষ তৃণমূলের সমর্থক। অভিযোগ, বৃহস্পতিবার সকালে স্থানীয় পঞ্চায়েত সদস্যর বাড়িতে জোর করে টাকা আদায় করতে যায় জাহিদুল রহমান গোষ্ঠীর লোকজন। টাকা দিতে রাজি না হওয়ায় পঞ্চায়েত সদস্যর স্ত্রীর উপর ছুরি নিয়ে তারা চড়াও হয় বলে অভিযোগ। এর জেরে দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ বাধে। ঘটনায় জখম হন স্থানীয় পঞ্চায়েত সদস্যর স্ত্রী আনজুমা খাতুন সহ আরও এক। জখমদের উদ্ধার করে দ্রুত ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয় চিকিৎসার জন্য। অন্যদিকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় ইসলামপুর থানার পুলিশ। তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকা থমথমে রয়েছে।

    আহত তৃণমূল সমর্থকের বক্তব্য

    পঞ্চায়েত সদস্যর স্ত্রী আহত আনজুমা খাতুন বলেন, “মূলত চাঁদার জন্য বাড়িতে এসে চড়াও হয় তৃণমূলের দুষ্কৃতীরা। পুরো বাড়িকে (Uttar Dinajpur) চারপাশ থেকে ঘেরাও করে নেয় খসিবুল আর ফজিররা। কিন্তু আমি কারণ জিজ্ঞেস করলে, আচমকা ওরা আমার গলা টিপে ধরে এবং সেই সঙ্গে ছুরি দিয়ে আঘাত করে। যারা মেরেছে তারা জাহিদুল রহমানের লোক। আর আমরা হলাম আব্দুল হকের লোক। আমার স্বামী এই সময়ে আজমীর শরিফে গেছেন। আর এই সুযোগে গুন্ডারা আক্রমণ করে।” এই প্রসঙ্গে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের কথা জিজ্ঞাসা করলে পঞ্চায়েত সদস্যের স্ত্রী মেনে নেন যে এই মারামারির ঘটনা তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষের ফলেই ঘটনা ঘটেছে।

    স্থানীয় বাসিন্দাদের বক্তব্য

    স্থানীয় বাসিন্দা তাজিমূল বলেন, “এলাকায় গোষ্ঠীদ্বন্দ্বের ফলে এই ঘটনা ঘটেছে। যারা মারধর করেছে তারা নব্য তৃণমূল, আর যাকে মেরেছে তারা হল আদি তৃণমূল। অনেক দিন ধরেই বিবাদ চলছে দলের মধ্যে। আজ বাড়িতে (Uttar Dinajpur) ঢুকে ছুরি দিয়ে গলা কাটার চেষ্টা করা হয়েছে। আমরা থানায় অভিযোগ জানাবো।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Tarapith: আজ শুক্লা চতুর্দশী, তারাপীঠে তারা মায়ের আবির্ভাব তিথি, জেনে নিন মাহাত্ম্য কথা

    Tarapith: আজ শুক্লা চতুর্দশী, তারাপীঠে তারা মায়ের আবির্ভাব তিথি, জেনে নিন মাহাত্ম্য কথা

    মাধ্যম নিউজ ডেস্ক: আজ শুক্লা চতুর্দশী কথিত আছে, শুক্লা চতুর্দশী তিথিতেই মা তারার আবির্ভাব হয়েছিল। এই আবির্ভাব দিবসে, মা তারাকে পুজো দেওয়ার ব্যাপক ভিড় তারাপীঠে (Tarapith)। সেই সঙ্গে তারা মায়ের ভক্তদের মধ্যে এই নিয়ে তীব্র উচ্ছ্বাস। এই দিনে মায়ের মন্দিরে পুজো দিলে মনোবাঞ্ছা পূরণ হয় বলে লোকবিশ্বাস রয়েছে।

    শুক্লা চতুর্দশীর মাহাত্ম্য কথা (Tarapith)

    পুরাণে কথিত আছে, জয় দত্ত নামে এক বণিক দ্বারকা নদীর উপর দিয়ে নৌকায় চড়ে বাণিজ্য করতে যাচ্ছিলেন। সেই সময় তিনি তারাপীঠে নোঙর করেছিলেন। কিন্তু সেখানে সাপের কামড়ে তাঁর পুত্রের মৃত্যু হয়। বণিকের ভৃত্যরা রান্না করার জন্য একটি কাটা শোল মাছ পাশের পুকুরে ধুতে নিয়ে যায়। পুকুরের জলের সংস্পর্শে আসতেই, কাটা শোল মাছটি হঠাৎ জীবিত হয়ে পুকুরের গভীরে চলে যায়। ভৃত্যরা এই অলৌকিক ঘটনার কথা বণিককে জানায় এবং বণিক সর্পদংশনে মৃত তাঁর পুত্রকে সেই পুকুরের জলে স্নান করাতে শুরু করেন। তখন মৃত পুত্র আচমকা জয় তারা, জয় তারা উচ্চারণ করতে করতে বেঁচে উঠেন। বণিক বুঝতে পারেন, এই পুকুরে কোনও ঐশ্বরিক শক্তি আছে। বর্তমানে এই পুকুরটি ‘জীবিত কুণ্ড’ নামে খ্যাত। সেই রাতেই বণিক স্বপ্নে দেখা পান মা তারার। দিনটি ছিল শুক্লা চতুর্দশী। স্বপ্নে মাকে পেয়ে, এই দিনটিতেই তারাপীঠে (Tarapith) মা তারার পুজো শুরু করেন বণিক জয় দত্ত।

    বিরাম মঞ্চে অধিষ্ঠিত তারা মা

    শুক্লা চতুর্দশীর এই দিনটিকে তাই প্রাচীনকাল থেকেই মা তারার আবির্ভাব দিবস হিসেবে পালন করা হয়ে থাকে। বছরের এই একটি দিনে মা তারাকে গর্ভগৃহ (Tarapith) থেকে বের করে নিয়ে এসে, মন্দিরের সামনে থাকা বিরাম মঞ্চে অধিষ্ঠিত করা হয়। ফলে দিনভর সেখানেই মা তারাকে পুজো দিতে পারেন পুণ্যার্থীরা। সন্ধ্যায় আরতির পর, ফের মা তারাকে মূল মন্দিরে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়। তবে আজকের দিনে মা তারাকে দুপুরে কোনও ভোগ নিবেদন করা হয় না। তাই এই দিনটিতে মা তারার সেবাইতরাও উপবাস পালন করে থাকেন। সন্ধ্যায় ভোগ নিবেদনের পর উপবাস ভঙ্গ করেন মা তারা এবং ভক্তরাও তারপরে প্রসাদ গ্রহণ করেন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Anubrata Mondal: উলটপুরাণ, থানায় রক্তাক্ত অবস্থায় কাতরাচ্ছেন অনুব্রতর ভাই, পুলিশ ফিরেও তাকাচ্ছে না!

    Anubrata Mondal: উলটপুরাণ, থানায় রক্তাক্ত অবস্থায় কাতরাচ্ছেন অনুব্রতর ভাই, পুলিশ ফিরেও তাকাচ্ছে না!

    মাধ্যম নিউজ ডেস্ক: দৃশ্যটা ভাবুন। বীরভূমের এক সময়ের বেতাজ বাদশা অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) ভাই বোলপুর থানার মেঝেয় রক্তাক্ত অবস্থায় পড়ে কাতরাচ্ছেন। হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য কাতর আর্জি জানাচ্ছেন। সামনেই বসে দুই পুলিশকর্মী। তাঁরা যেন শুনেও শুনছেন না। এমনই দৃশ্যের সাক্ষী থাকল বোলপুর, যে বোলপুরে পুলিশ অফিসারদের দাঁড় করিয়ে ধমক দিতে দেখা গেছে অনুব্রতকে। যে বোলপুরে এক সময় গাছের পাতা নড়তে গেলেও নাকি অনুব্রত মণ্ডলের অনুমতি লাগত। যে বোলপুরে অনুব্রতই ছিলেন শেষ কথা।

    কী ঘটনা ঘটেছিল?

    বর্তমানে গরু পাচার মামলায় তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল (Anubrata Mondal) তিহার জেলে বন্দি৷ বৃহস্পতিবার তাঁর ভাই সুমিত মণ্ডলকে বেধড়ক মারধরের অভিযোগ ওঠে। অভিযোগ, অনুব্রত মণ্ডলের নিচুপট্টির বাড়ি সংলগ্ন বোলপুরের বাড়িপুকুরের কাছে বিসর্জনের সময় তাঁকে মারধর করে এলাকার দুই যুবক। মেরে তাঁকে রক্তাক্ত করে দেওয়া হয়। সেই অবস্থায় রাতেই বোলপুর থানায় আসেন তিনি। কিন্তু, থানায় লিখিত অভিযোগ করা সত্ত্বেও তাঁকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যায়নি পুলিশ, এমনটাই অভিযোগ৷ অনুব্রতর মণ্ডলের ভাই সুমিতের অভিযোগ, “থানায় এসে সবটা জানানো সত্ত্বেও পুলিশ আমাকে হাসপাতালে নিয়ে যায়নি৷ অনুব্রত মণ্ডলের ভাই বলেই আমাকে মারধর করা হয়েছে। আর যেহেতু আমার দাদা তিহারে বন্দি, তাই পুলিশ অসহযোগিতা করছে। আমি প্রচণ্ড অসুস্থতা বোধ করছি৷ এটা বলার পরেও পুলিশ আমাকে হাসপাতালে নিচ্ছে না।” এদিন, থানার মধ্যেই রক্তাক্ত অবস্থায় দীর্ঘক্ষণ পড়ে থাকতে দেখা যায় অনুব্রত মণ্ডলের ভাই সুমিত মণ্ডলকে৷ হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য চিৎকার করতে দেখা যায় তাঁকে। তাও তাঁকে হাসপাতালে নিয়ে যায়নি বোলপুর থানার পুলিশ৷ এমনকি, কর্তব্যরত অফিসারকে দেখা যায় পোশাকহীন অবস্থায় ডিউটি করতে।

    মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ

    অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) ভাই সুমিত মণ্ডল বলেন, “বিসর্জনের সময় কামরুল আলি ও আকাশ কুণ্ডু আমাকে আক্রমণ করে। আমাকে মেরে মাথা ফাটিয়ে দেয়। আমার দাদা আজ তিহারে বন্দি তাই আমাকে মারধর করেছে৷ আর তাই পুলিশ আমাকে অসহযোগিতা করছে৷”

    কী বললেন অনুপম হাজরা?

    এই ঘটনার পরিপ্রেক্ষিতে বিজেপি নেতা অনুপম হাজরা বলেন, “রাজ্যের পুলিশ মন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর এক সময়ের খুব কাছের ভাই এবং দক্ষ সংগঠক ছিলেন অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)। সেই অনুব্রত মণ্ডলের ভাই রক্তাক্ত অবস্থায় থানার মেঝেতে পড়ে রয়েছেন এবং পুলিশ তাঁকে কোনও রকম সাহায্য করছে না। তাঁর কাতর আর্তিকে এক কথায় অবজ্ঞা করছে। এখান থেকে শিক্ষনীয় বিষয় একটাই, যারা বোলপুরে বা রাজ্যের অন্যত্র তৃণমূল কংগ্রেসটা করছেন, তাঁরা একটু ভেবেচিন্তে করবেন। কারণ মমতা কখন যে আপনার ওপর থেকে হাতটা তুলে নেবে, আপনি ধরতেও পারবেন না। উনি থাকতে ভয়ও নেই, ভরসাও নেই। এই ঘটনায় তা প্রমাণ হয়ে গেল।”

      

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ। 

  • Jyotipriya Mallick: পার্থর ‘অপা’র পর জ্যোতিপ্রিয়র ‘দোতারা’! শান্তিনিকেতনে ৬ কোটির বাংলো?

    Jyotipriya Mallick: পার্থর ‘অপা’র পর জ্যোতিপ্রিয়র ‘দোতারা’! শান্তিনিকেতনে ৬ কোটির বাংলো?

    মাধ্যম নিউজ ডেস্ক: রাজ্যে শিক্ষক-নিয়োগ দুর্নীতিকাণ্ডে আগেই গ্রেফতার হয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। সেই সময় জানা গিয়েছিল শান্তিনিকেতনে তাঁর ‘অপা’ বাংলোর কথা। এবার রেশন এবং খাদ্যবণ্টন দুর্নীতিকাণ্ডে গ্রেফতার হয়েছেন রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক (Jyotipriya Mallick)। উল্লেখ্য, তিনি আগে রাজ্যের খাদ্যমন্ত্রী ছিলেন। এবার তাঁরও ঝাঁ চকচকে বিলাসবহুল জোড়া বাড়ির সন্ধান মিলেছে শান্তিনিকেতেনে। বাড়ির নাম ‘দোতারা’, যার আনুমানিক বাজারমূল্য ৬ কোটি টাকা বলে অনেকেই মনে করছেন। সূত্রের খবর, এই বাড়ি জ্যোতিপ্রিয় মল্লিকের মেয়ের নামে। এত বড় বিলাসবহুল বাংলোবাড়ি কি রেশনের আটা-গম-চাল বিক্রি করে তৈরি করে করেছেন তিনি? এখন এটাই তদন্তের মূল বিষয় ইডির কাছে।

    ১০ থেকে ১২ কাঠা জমির উপর দোতারা বাড়ি (Jyotipriya Mallick)

    সূত্রের খবর, শান্তিনিকেতনের রতনপল্লিতে এই বিলাসবহুল জোড়া দোতলা বাড়ির খোঁজ পেয়েছে ইডি। দেড় কোটি টাকার বিনিময়ে মন্ত্রী এই বাড়ি কিনেছিলেন বলে জানা গিয়েছে। কিন্তু কেনার পর আরও বেশ কয়েক কোটি টাকা খরচ করে, বাড়িকে আরও চোখধাঁধানো করে তুলেছেন তিনি। স্থানীয় বাসিন্দাদের দাবি, বাড়িতে শুধুমাত্র রং করতেই ৮৫ লাখ টাকা খরচ করেছেন মন্ত্রী। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের ঠিক পিছনেই, প্রায় ১০ থেকে ১২ কাঠা জমির উপর একটি বাড়ি নির্মিত হয়েছে এবং এই বাড়ির পিছনেই অপর বাড়িটি রয়েছে। সূত্রের খবর, মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক (Jyotipriya Mallick) খুব একটা এই বাড়িতে না এলেও তাঁর মেয়ে প্রায়ই আসতেন। তবে বাড়িতে নিরাপত্তার কিছু কমতি নেই। নিরাপত্তারক্ষীর পাশাপাশি সিসিটিভিও নজরে এসেছে।

    মন্ত্রী তদন্তে অসহযোগিতা করেন বলে দাবি

    রেশন বণ্টন দুর্নীতি মামলায় বৃহস্পতিবার গভীর রাতে গ্রেফতার হয়েছেন হাবড়া বিধানসভার বিধায়ক এবং তৃণমূলের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক (Jyotipriya Mallick)। সল্টলেকের বাড়িতে ম্যারাথন তল্লাশি এবং জিজ্ঞাসবাদের পর তাঁকে গ্রেফতার করে ইডি। উল্লেখ্য, মন্ত্রী তদন্তে অসহযোগিতা করেন বলে দাবি ইডির। অনেক প্রশ্নের উত্তর সঠিক ভাবে দেননি এবং দুর্নীতির সঙ্গে যুক্ত বেশ কিছু তথ্য পাওয়া গেছে তাঁর বাড়ি থেকে। উল্লেখ্য, মন্ত্রীঘনিষ্ঠ বাকিবুর রহমানের ১০০ কোটি টাকার বেআইনি সম্পত্তির খোঁজ পেয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ফলে যৌথ প্রয়াসে এত বড় দুর্নীতি হয়েছে কিনা, সেটাই তদন্ত করে দেখছেন অফিসাররা।        

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

LinkedIn
Share