Category: রাজ্য

Get West Bengal News, Bengali Breaking News, Latest News in Bengali only from মাধ্যম | Madhyom, Bengali News Portal for সম্পূর্ণ নিরপেক্ষ বাংলা সংবাদ, বাংলা খবর

  • Panchayat Poll: সামশেরগঞ্জে কংগ্রেস কর্মীকে লক্ষ্য করে গুলি, অভিযুক্ত তৃণমূল বিধায়ক

    Panchayat Poll: সামশেরগঞ্জে কংগ্রেস কর্মীকে লক্ষ্য করে গুলি, অভিযুক্ত তৃণমূল বিধায়ক

    মাধ্যম নিউজ ডেস্ক: পঞ্চায়েত ভোট (Panchayat Poll) ঘোষণা হওয়ার পর থেকেই রাজ্য জুড়ে রাজনৈতিক সংঘর্ষের ঘটনা ঘটছে। বার বার খবরের শিরোনামে উঠে এসেছে মুর্শিদাবাদ জেলা। এই জেলায় গুলিবিদ্ধ হয়ে কংগ্রেস এবং তৃণমূল কর্মী খুন হয়েছেন। এবার কংগ্রেস কর্মীকে লক্ষ্য করে গুলি করার অভিযোগ উঠল খোদ তৃণমূল বিধায়ক আমিনুল ইসলামের বিরুদ্ধে। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের সামশেরগঞ্জ থানার তিনপাকুরিয়া এলাকায়। পুলিশ জানিয়েছে, গুলিবিদ্ধ কংগ্রেস কর্মীর নাম আনিস খান। ঘটনার প্রতিবাদে সামশেরগঞ্জের পুরাতন ডাকবাংলায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান কংগ্রেস কর্মী-সমর্থকরা।

    ঠিক কী ঘটনা ঘটেছিল?

    স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার রাতে সামশেরগঞ্জ থানার তিনপাকুরিয়া এলাকায় পঞ্চায়েত নির্বাচনে (Panchayat Poll) দলীয় প্রার্থীদের সমর্থনে কংগ্রেসের সভা ছিল। সেই সভা শেষ হওয়ার পর পরই তৃণমূল বিধায়ক আমিনুল ইসলামের নেতৃত্বে হামলা চালানো হয় বলে কংগ্রেস কর্মীদের অভিযোগ। প্রকাশ্যে সকলের সামনেই তৃণমূল বিধায়ক কংগ্রেস কর্মীকে লক্ষ্য করে গুলি চালান। প্রত্যক্ষদর্শী এক কংগ্রেস কর্মী বলেন, দলীয় সভা শেষ হওয়ার পর আমরা দাঁড়িয়েছিলাম। আচমকা তৃণমূল বিধায়ক এসে আমাদের উপর চড়াও হন। গণ্ডগোল বা বচসা কোনও কিছুই হয়নি। আচমকা তিনি দলীয় ওই কর্মীকে লক্ষ্য করে গুলি করেন। সঙ্গে সঙ্গে তিনি রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। গুরুতর জখম অবস্থায় তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাঁকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

    কী বললেন কংগ্রেস নেতৃত্ব?

    কংগ্রেসের ব্লক সভাপতি ইমাম শেখ বলেন, পঞ্চায়েত ভোটের (Panchayat Poll) জন্য তিনপাকুরিয়া এলাকায় আমাদের সভা ছিল। সেই সভার পরই তৃণমূল বিধায়ক এসে হামলা চালান। দলীয় কর্মীকে তিনি গুলি করেন। একজন বিধায়ক গুলি করতে পারেন, তা ভাবতেই পারছি না। দলীয় কর্মীরা সকলেই বিধায়ককে গুলি চালাতে দেখেছেন। বিষয়টি জেলা নেতৃত্বকে জানিয়েছি। নির্বাচন কমিশনের কাছেও অভিযোগ জানাব।

    কী বললেন তৃণমূল নেতৃত্ব?

    তৃণমূলের ব্লকের সভাপতি সাইদুল ইসলাম বলেন, বিধায়ক সহজ-সরল মানুষ। তিনি নিরাপত্তারক্ষী নেন না। পঞ্চায়েত ভোটের (Panchayat Poll) আগে বিধায়ক ও আমাদের দলকে কালিমালিপ্ত করতেই ওরা এসব মিথ্যা অভিযোগ করছে। এই ঘটনায় বিধায়ক কোনওভাবেই জড়িত নয়।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • TMC: তৃণমূলের রক্তদান শিবিরে রক্তদাতাদের প্রেসার কুকার ও বিরিয়ানির প্যাকেট!

    TMC: তৃণমূলের রক্তদান শিবিরে রক্তদাতাদের প্রেসার কুকার ও বিরিয়ানির প্যাকেট!

    মাধ্যম নিউজ ডেস্ক: তৃণমূল কংগ্রেস (TMC) আয়োজিত রক্তদান শিবিরে উপঢৌকন দেওয়া হল রক্তদাতাদের। যা নিয়ে শুরু হয়েছে বিতর্ক। বিজেপির দাবি, এভাবে উপঢৌকন দিয়ে কারও কাছে রক্ত নেওয়া বেআইনি। রবিবার ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারির উপস্থিতিতে হাওড়ায় রক্তদান শিবির আয়োজিত হয়। সেখানেই রক্তদাতাদের প্রেসার কুকার ও বিরিয়ানির প্যাকেট দেওয়া হয় বলে অভিযোগ। যদিও মন্ত্রীর দাবি, উপহার দেওয়ার যে কথা বলা হচ্ছে, তা ঠিক নয়।

    উপঢৌকন দিয়ে রক্তদান শিবির

    রবিবার মধ্য হাওড়ার ক্ষীরোদতলা বাস স্ট্যান্ডের সামনে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়। সেখানে রক্তদাতারা জানিয়েছেন, রক্ত দেওয়ার পর তাঁদের উপহার হিসাবে দেওয়া হয়েছে প্রেসার কুকার এবং বিরিয়ানির প্যাকেট। পরানো হয়েছে দলীয় উত্তরীয়। এতে ভালোই লাগছে বলে জানান রবিন হাজরা নামে এক রক্তদাতা। এই শিবিরে হাজির ছিলেন রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রী ও শিবপুর কেন্দ্রের বিধায়ক মনোজ তিওয়ারি। তিনি মঞ্চে রক্তদাতাদের উত্তরীয় এবং ব্যাজ পরিয়ে সম্মান ও অভিনন্দন জ্ঞাপন করেন।

    কী বলছে তৃণমূল (TMC) নেতৃত্ব?

    উপহার প্রসঙ্গে মনোজ তিওয়ারি বলেন, ‘‘আমরা সারা বছরই রক্তদান শিবির করি। সেখানে মানুষ স্বতঃস্ফূর্তভাবে রক্ত দিতে আসেন। এখানেও মানুষ রক্ত দিতে এসেছেন। তবে কোনও উপহার দেওয়ার শর্ত ছিল না। তবে কেউ কেউ নিজে থেকে যদি উপহার দিয়ে থাকে, সেটা অন্য ব্যাপার। তবে উপহার দেওয়ার কথা ঠিক নয়।’’

    কী বলছে বিজেপি?

    বিজেপি এই উপঢৌকন দেওয়া নিয়ে কটাক্ষ করেছে। বিজেপির হাওড়া সদরের সভাপতি মনিমোহন ভট্টাচার্য বলেন, ‘‘রক্তদান শিবিরে উপহার দেওয়া সম্পূর্ণ বেআইনি। যেভাবে মন্ত্রীর উপস্থিতিতে রক্তদাতাদের উপহার দেওয়া হয়েছে, তা ঠিক নয়। মন্ত্রী নিশ্চয়ই জানতেন রক্তদাতাদের এভাবে উপহার দেওয়া যায় না। আসলে তৃণমূলের সঙ্গে আর কেউ থাকতে চাইছে না। তাই প্রলোভন দেখিয়ে কাছে টানার চেষ্টা করা হচ্ছে সাধারণ মানুষকে।’’

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Barrackpore: অর্জুন গড়ে ব্যবসায়ীর বাড়িতে বোমাবাজি, পুলিশের ভুমিকা নিয়ে উঠছে প্রশ্ন

    Barrackpore: অর্জুন গড়ে ব্যবসায়ীর বাড়িতে বোমাবাজি, পুলিশের ভুমিকা নিয়ে উঠছে প্রশ্ন

    মাধ্যম নিউজ ডেস্ক: এক ব্যবসায়ীর বাড়িতে বোমাবাজি করার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। শনিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে বারাকপুর (Barrackpore) মহকুমার জগদ্দলের আটচালা বাগান এলাকায়। বাড়ি থেকে ঢিল ছোঁড়া দূরত্বে রয়েছে পুলিশ ফাঁড়ি। স্বাভাবিকভাবে পুলিশের ভুমিকা নিয়ে এলাকাবাসী প্রশ্ন তুলতে শুরু করেছেন।

    ঠিক কী ঘটনা ঘটেছে?

    স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, বারাকপুর (Barrackpore)পুলিশ কমিশনারেটের জগদ্দল থানার আটচালা বাগান ফাঁড়ির ঢিল ছোড়া দূরত্বে রুস্তম গুমটি এলাকায় রওশন আলি নামে এক ব্যবসায়ীর বাড়িতে বোমাবাজি করে দুষ্কৃতীরা। অভিযোগ, শনিবার মাঝরাতে ওই ব্যবসায়ীর দোকানের সাটারে তিনটি বোমা ছোঁড়ে জাভেদ মিঞা ও তার দলবল। একটি বোমা বাড়ির ছাদে মারলেও সেটি ফাটেনি। জগদ্দল থানার পুলিশ তাজা বোমাটি উদ্ধার করেছে। রওশনের ভাইয়ের সঙ্গে জাভেদের কোনও একটি বিষয় নিয়ে গণ্ডগোল হয়েছিল। সেই গণ্ডগোলটি রওশন এসে মেটানোর চেষ্টা করেন। দুপক্ষের মধ্যে বচসা হয়। রওশন জাভেদকে চড়় মারে। পরে, জাভেদ ফিরে যায়। পরে, গভীর রাত দলবল নিয়ে এসে ওই ব্যবসায়ীর বাড়িতে বোমাবাজি করে বলে অভিযোগ।

    কী বললেন ব্যবসায়ী?

    ব্যবসায়ী রওশন আলির বক্তব্য, আসলে জাভেদ আমাদের গালাগালি করছিল বলে ওকে একটা চড় মেরেছিলাম। তারজন্য সে এরকমভাবে হামলা চালাবে তা আমি ভাবতেই পারিনি। ও গভীর রাতে দলবল নিয়ে আমাদের বাড়িতে বোমাবাজি করেছে। এই ঘটনায় আমরা আতঙ্কিত। পুলিশের কাছে লিখিত অভিযোগ জানিয়েছি। আমরা অভিযুক্তদের গ্রেফতারের দাবি জানিয়েছি।

    কী বললেন সাংসদ?

    এই ঘটনা নিয়ে বারাকপুর (Barrackpore) সাংসদ অর্জুন সিং বলেন, ওখানে একটা পুলিশ ফাঁড়ি রয়েছে। তবুও এই ধরনের ঘটনা ঘটল। জেল থেকে কিছু দুষ্কৃতী ছাড়া পেয়ে ফের এলাকায় গণ্ডগোল পাকাচ্ছে। পুলিশের নজরদারি আরও অনেক বাড়াতে হবে। আর এই বোমাবাজির ঘটনায় জড়িতদের গ্রেফতারের দাবি জানাচ্ছি।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Murshidabad: ছাড় নেই নির্দলেরও! লাঠি এবং রড দিয়ে আঘাত, ফাটিয়ে দেওয়া হল মাথা

    Murshidabad: ছাড় নেই নির্দলেরও! লাঠি এবং রড দিয়ে আঘাত, ফাটিয়ে দেওয়া হল মাথা

    মাধ্যম নিউজ ডেস্ক: সালার (Murshidabad) থানার মালিহাটি গ্রামে নির্দল সমর্থককে মারধরের ঘটনায় ফের উত্তপ্ত মুর্শিদাবাদ। ঘটনাস্থলে সালার থানার পুলিশ। এই ঘটনায় ৮ জন আহত হয়েছেন বলে জানা গেছে। এলাকায় বেশ উত্তেজনা। পঞ্চায়েত ভোটের আগে মুর্শিদাবাদে এক দিকে যেমন বোমা উদ্ধার, বোমা বিস্ফোরণ, আবার অন্য দিকে হামলা। সব মিলিয়ে সরগরম জেলা।

    ঘটনা কী ঘটেছে (Murshidabad)?

    নির্দল সমর্থক নুরেল শেখ (Murshidabad) বলে এক ব্যক্তিকে এদিন প্রচণ্ড মারধর করে তৃণমূল সমর্থকরা। তারপর থেকেই তাঁকে খুঁজে পাওয়া যাচ্ছে না দাবি করে পরিবার। নির্দল প্রার্থীর স্ত্রী একটি সাক্ষাৎকারে বলেন, তাঁর স্বামীকে, লাঠি এবং রড দিয়ে রক্তাক্ত করা হয়। মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে এবং কোমরে বেশ আঘাত করা হয়েছে। সামনেই পঞ্চায়েত নির্বাচন। তাই যাতে তৃণমূল একক ভাবে জয়ী হয়, সেই প্রচেষ্টা দেখা যাচ্ছে এই হামলা চক্রে। এমনই মন্তব্য করে পরিবার।

    মেয়ের দাবি

    নির্দল সমর্থক নুরেল শেখের মেয়ে বলেন, বাবাকে নান্টু, সান্টু নামের তৃণমূল কর্মীরা আক্রমণ করে। প্রথমে ফোন করে ডাকে। তারপর বাড়ির কাছেই লোহার রড নিয়ে মাথায় আঘাত করে। আমি ছুটে বাবাকে বাঁচাতে গেলে উপর থেকে সোহাগী নামে এক মহিলা ছাদ থেকে ইট দিয়ে আঘাত করে। এরপর বাবাকে টানতে টানতে ওরা নিয়ে চলে যায়। পরে অবশ্য হাসপাতালে গিয়ে আহত নুরেল শেখের (Murshidabad) সন্ধান পাওয়া যায়।

    আহত নির্দল সমর্থকের বক্তব্য

    নুরেল শেখ (Murshidabad) বলেন, আমি বাড়ি (Murshidabad) থেকে ফিরছিলাম। আমি প্রত্যক্ষভাবে রাজনীতি করি না। কিন্তু নির্দলকে সমর্থন করায় আমাকে আঘাত করে ওরা। আমার মাকেও লাঠি দিয়ে আঘাত করে। আমরা সব মিলিয়ে প্রায় ৮ জন আহাত হয়েছি। তিনি আরও বলেন, ঘটনার পর পুলিশ আসে এবং দুষ্কৃতীদের মধ্যে ৩ জনকে গ্রেফতার করে। হাসপাতাল থেকে চিকিৎসার পর এবার থানায় অভিযোগ করতে যাবেন বলে জানান তিনি।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Sukanta Majumdar: অনুব্রতর গড়ে বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের মন জয় করলেন সুকান্ত

    Sukanta Majumdar: অনুব্রতর গড়ে বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের মন জয় করলেন সুকান্ত

    মাধ্যম নিউজ ডেস্ক: এই প্রথম অনুব্রতহীন পঞ্চায়েত ভোট হচ্ছে বীরভূমে। গোষ্ঠী কোন্দলে জর্জরিত তৃণমূল। সেখানে ঘর গোছাতে শুরু করেছে বিজেপি। জেলায় একাধিক ব্লকেই নির্দল প্রার্থী এখন তৃণমূলের পথের কাঁটা। ভোট কাটাকাটির অঙ্কে অনেকটাই এগিয়ে রয়েছে বিজেপি। এই অবস্থায় রবিবার বীরভূমে দলীয় প্রার্থীদের সমর্থনে প্রচারে এসে ঝড় তুললেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)।

    কোথায় দলীয় প্রার্থীদের সমর্থনে প্রচার করলেন বিজেপির রাজ্য সভাপতি (Sukanta Majumdar)?

    আগামী ৮ জুলাই ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন। এখন হাতে সময় খুবই কম। এমনকী বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা প্রার্থীদের সমর্থনে এলাকায় যাচ্ছেন এবং তাঁদের দলীয় প্রার্থীদের ভোট দেওয়ার আবেদনও করছেন। এদিন দুবরাজপুর ব্লকের বালিজুড়ি পঞ্চায়েত এলাকার চণ্ডীপুর গ্রামে ভোট প্রচারে যান বিজেপির রাজ্য সভাপতি (Sukanta Majumdar)। তিনি প্রথমে গ্রামের একটি মন্দিরে প্রণাম করে প্রচার শুরু করেন। পরে, দলীয় প্রার্থীদের ভোট দেওয়ার আবেদন জানিয়ে বাড়ি বাড়ি প্রচার করেন তিনি। পাশাপাশি দুবরাজপুর পঞ্চায়েত সমিতির প্রাক্তন সহ-সভাপতি রবীন বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। তাছাড়াও দুবরাজপুর ব্লকের বিভিন্ন এলাকায় যেন শান্তিপূর্ণ ভোট হয়, সেই জন্য তাঁর সঙ্গে কথা বলেন।

    ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে কী বললেন সুকান্ত (Sukanta Majumdar)?

    এদিন দলীয় প্রার্থীদের সমর্থনে দলের নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে ভোটারদের বাড়ি বাড়ি যান বিজেপির রাজ্য সভাপতি (Sukanta Majumdar)। গত ৯ বছরে কেন্দ্রে বিজেপির উন্নয়নমূলক কাজের পরিসংখ্যান সমৃদ্ধ লিফলেট ভোটারদের হাতে তুলে দেন। তিনি বলেন, দুর্নীতিমুক্ত পঞ্চায়েত গড়তে বিজেপি প্রার্থীদের ভোট দিতে হবে। সকলের কাছে দলীয় প্রার্থীদের ভোট দেওয়ার জন্য তিনি আবেদন জানান। তিনি ছাড়াও এদিন উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায়, দুবরাজপুর বিধানসভার বিধায়ক অনুপকুমার সাহা, জেলার সাধারণ সম্পাদক টুটুন নন্দী, সংখ্যালঘু সেলের জেলা সাধারণ সম্পাদক মোতাহার হোসেন সহ বিজেপির নেতা কর্মীরা।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Alipurduar: কে পুলিশ, কে রাজীব, আর কে তৃণমূল? চেনা মুশকিল! বিস্ফোরক শুভেন্দু

    Alipurduar: কে পুলিশ, কে রাজীব, আর কে তৃণমূল? চেনা মুশকিল! বিস্ফোরক শুভেন্দু

    মাধ্যম নিউজ ডেস্ক: আলিপুরদুয়ারে (Alipurduar) শেষ রবিবারের প্রচারে ঝড় তুললেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রবিবার জেলার তিন জায়গায় সভা করেন তিনি। বীরপাড়ার জুবিলি ক্লাবের মাঠ থেকে প্রচার শুরু করেন। সাধারণ মানুষকে চোরদের ভালো করে চিনে নিতে হবে এবং পঞ্চায়েতকে চোরমুক্ত করতে হবে বলে হুঙ্কার দেন শুভেন্দু অধিকারী।

    বীরপাড়াতে (Alipurduar) কী বললেন শুভেন্দু?

    বীরপাড়া (Alipurduar) জুবিলি ক্লাবের মাঠ থেকে রাজ্য সরকারকে তীব্র আক্রমণ শুরু করেন শুভেন্দু অধিকারী। এদিন তিনি বলেন, উত্তরবঙ্গের মানুষের আশা-আকাঙ্খা ততদিন পূরণ হবে না, যতদিন রাজ্যে বিজেপির সরকার প্রতিষ্ঠা হচ্ছে। পঞ্চায়েত নির্বাচন হচ্ছে কোয়ার্টার ফাইনাল। এই নির্বাচনে পিসি-ভাইপোর কোম্পানিকে বিদায় দিতে হবে। দুর্নীতিগ্রস্ত এই দলকে গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদে পরাজিত করতে হবে। এদিন শুভেন্দু প্রশ্ন তোলেন, শিলিগুড়িতে মিনি মহাকরণ হওয়ার কথা ছিল! কিন্তু কী হয়েছে সেখানে? কেউ কি কোনও জায়গা থেকে শিলিগুড়িতে প্রতিদিন কাজ করতে যান?

    অভিষেকের উদ্দেশে কী বললেন?

    এদিন ফালাকাটায় (Alipurduar), অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তোলা অভিযোগকে খণ্ডন করেন শুভেন্দু। তিনি বলেন, অভিষেক বলেছেন আমরা দিল্লি গিয়ে রাজ্যের পাওনা বন্ধ করে দিয়েছি। আমরা রাজ্যের পাওনা বন্ধ করিনি। আমরা এই রাজ্যের ভ্রষ্টাচার, দুর্নীতি বন্ধ করেছি। আমরা জনগণের টাকা নয়ছয় করতে দিতে পারি না! এদিন বীরপাড়ার সভার পর কালচিনির থানা মাঠে সভা করেন শুভেন্দু। এরপর সেখান থেকে কুমারগ্রামের বারোবিশা বিবেকানন্দ ক্লাবের মাঠে শুভেন্দুর সভা হয়।

    বঞ্চিত উত্তরবঙ্গ সম্পর্কে কী বললেন?

    পঞ্চায়েত নির্বাচনের প্রচারে আলিপুরদুয়ারে (Alipurduar) তিনি বলেন, রাজ্যের চা বাগানের শ্রমিকদের প্রাপ্য পারিশ্রমিক দিচ্ছেন না মুখ্যমন্ত্রী। উত্তরবঙ্গের নদীর বালি, পাথর চুরি করে অবৈধ ভাবে চালান করছে সরকারের আশ্রিত মাফিয়ারা। জঙ্গলের গাছ পাচার হচ্ছে। উত্তরবঙ্গের উন্নয়নের দিকে নজর নেই তৃণমূল সরকারের। লোকসভা, বিধানসভা নির্বাচনে এই এলাকার মানুষ বিজেপিকে আশীর্বাদ দিয়েছেন। কিন্তু এলাকার জন প্রতিনিধিদের এই তৃণমূল সরকার কাজ করতে দিচ্ছে না। তিনি আরও বলেন, সরকারি যে কোনও কাজে বিজেপির জন প্রতিনিধিদের ডাকা হয় না। সেই সঙ্গে তিনি বলেন, উত্তরবঙ্গে রাহুল নামক এক তৃণমূলের মাফিয়াকে দিয়ে গরু পাচারের কাজ করছে ভাইপো। পুলিশ প্রত্যক্ষভাবে সমস্ত অবৈধ কাজের অনুমোদন দিয়ে দুষ্কৃতীদের কাছ থেকে টাকা খাচ্ছে। তিনি খুব স্পষ্ট করে বলেন, উত্তরবঙ্গে রাজ্য লটারি খেলাকে ঘিরে অবৈধভাবে তৃণমূলের নেতারা দুর্নীতি করে চুরি করেছে। কে পুলিশ! কে রাজীব! আর কে তৃণমূল! চেনা মুশকিল!

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • BJP: উত্তপ্ত বারাকপুরের পাতুলিয়া, ভোটের আগে বিজেপি-তৃণমূল সংঘর্ষে জখম ২

    BJP: উত্তপ্ত বারাকপুরের পাতুলিয়া, ভোটের আগে বিজেপি-তৃণমূল সংঘর্ষে জখম ২

    মাধ্যম নিউজ ডেস্ক: পঞ্চায়েত ভোটের আগে ফের উত্তপ্ত হয়ে উঠল বারাকপুর-২ ব্লকের পাতুলিয়া এলাকা। রবিবার এখানে বিজেপি (BJP)-তৃণমূল সংঘর্ষের ঘটনা ঘটে। দুপক্ষের মোট দুজন জখম হয়েছেন। দুই দলের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। বারাকপুর পুলিশ কমিশনারেটের এক আধিকারিক বলেন, অভিযোগ হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

    ঠিক কী ঘটনা ঘটেছে?

    স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, পাতুলিয়া গ্রাম পঞ্চায়েতের ১৫২ নম্বর বুথের বিজেপি (BJP) প্রার্থী মহেশলাল প্রজাপতিকে মারধর এবং প্রার্থীর মা-বাবার উপর অকথ্য ভাষায় গালিগালাজের অভিযোগ ওঠে শাসক দল তৃণমূলের বিরুদ্ধে। যদিও তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হয়েছে, শম্ভু সাউ নামে এক তৃণমূল কর্মী পাম্পে কাজ করছিলেন। তখনই বিজেপি প্রার্থী দলবল নিয়ে এসে হামলা চালায়। তাতে শম্ভু সাউ জখম হন। তাঁকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    কী বললেন আক্রান্ত বিজেপি (BJP) প্রার্থী?

    বিজেপি (BJP) প্রার্থী মহেশলাল প্রজাপতি বলেন, সকাল বেলা আত্মীয়ের বাড়ি থেকে ফেরার সময় শম্ভু সাউ নামে এক তৃণমূল কর্মী আমাকে রাস্তায় আটকায়। আমার মা, বাবার নামে অকথ্য ভাষায় গালিগালাজ করে। পরে, প্রতিবাদ করলে আমাকে মারধর করে। এর আগেও ওই তৃণমূল কর্মী হুমকি দিয়েছিলেন। বেশ কিছু দিন আগে রহড়া থানায় গিয়ে ওই তৃণমূল কর্মীর বিরুদ্ধে আমি নালিশ করেছিলাম। এটাই আমার অপরাধ। তাই, এদিন আমার উপর হামলা চালানো হয়।

    কী বললেন তৃণমূল নেতৃত্ব?

    অন্যদিকে, তৃণমূল নেতা কিশোর বৈশ্য বলেন, এলাকায় শান্তিপূর্ণভাবে ভোটের প্রচার চলছে। কোথাও কোনও সমস্যা নেই। বিজেপির ওই প্রার্থী দল বেঁধে এসে আমাদের দলীয় কর্মীকে পাম্প হাউসে এসে মারধর করে। গুরুতর জখম অবস্থায় তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করি। থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। আমরা অভিযুক্তদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Murshidabad: মজুত বোমায় বিস্ফোরণ, উড়ে গেল কংগ্রেস কর্মীর বাড়ির দেওয়াল

    Murshidabad: মজুত বোমায় বিস্ফোরণ, উড়ে গেল কংগ্রেস কর্মীর বাড়ির দেওয়াল

    মাধ্যম নিউজ ডেস্ক: পঞ্চায়েত ভোটের আগেই কংগ্রেস কর্মীর বাড়িতে থাকা মজুত বোমা বিস্ফোরণে উড়ে গেল বাড়ির প্রাচীর। এছাড়াও সকেট বোমা উদ্ধার হল ডোমকলে। পঞ্চায়েত নির্বাচনের আর মাত্র ৬ দিন বাকি! ইতিমধ্যেই রাজ্যে ১৩ জন মানুষের প্রাণহানি ঘটেছে। মুর্শিদাবাদে (Murshidabad) যেভাবে বোমা বিস্ফোরণ এবং সকেট বোমা উদ্ধার হয়েছে, তাতে জেলা জুড়ে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে বলে মনে করছেন সাধারণ মানুষ।

    কোথায় বোমা বিস্ফোরণ হল (Murshidabad)?

    রবিবার দুপুর নাগাদ চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে সামশেরগঞ্জ (Murshidabad) থানার জয়কৃষ্ণপুর মাঠপাড়া গ্রামে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সামসেরগঞ্জ থানার পুলিশ। যদিও ঘটনার পর থেকেই পলাতক ওই কংগ্রেস কর্মী জাহাঙ্গির শেখ। আপাতত বোমা বিস্ফোরণের স্থান এবং বাড়িটিকে দড়ি দিয়ে ঘিরে রেখেছে পুলিশ। ইতিমধ্যেই বাড়ির এক সদস্যকে আটক করেছে পুলিশ। পঞ্চায়েত নির্বাচনের আগেই কংগ্রেস কর্মীর বাড়িতে বোমা বিস্ফোরণের ঘটনায় রীতিমতো শোরগোল সৃষ্টি হয়েছে সামশেরগঞ্জের রাজনৈতিক মহলে। বোমা রাখার উদ্দেশ্য কী ছিল? কোন কাজে ব্যবহার করতে বোমা রাখা হয়েছিল? সেই বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

    কোথায় সকেট বোমা উদ্ধার হল

    এবার ডোমকলে (Murshidabad) উদ্ধার তাজা সকেট বোমা। ডোমকলের ঘোড়ামারা পঞ্চায়েতের নিশ্চিন্তপুর এলাকার একটি ঝোপ থেকে উদ্ধার হয় বোমগুলি। শনিবার সকালে বোমার ব্যাগ ও বালতি দেখতে পায় স্থানীয়রা। তারপরেই খবর দেওয়া হয় ডোমকল থানার পুলিশকে। সেইমতো খবর পেয়ে ঘটনাস্থল থেকে ১৫ পিস তাজা সকেট বোমা উদ্ধার হয়। বোমা উদ্ধারের পর ঘটনাস্থল ঘিরে খবর দেওয়া হয় বোম ডিসপোজাল স্কোয়াডকে। তারপরে বিকেলের দিকে তারা এসে বোমাগুলি নিষ্ক্রিয় করে। তবে নির্বাচনের এক সপ্তাহ আগে তাজা সকেট বোমা উদ্ধারে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

    কতটা সুরক্ষিত নির্বাচন! এই নিয়ে বার বার প্রশ্ন তুলছেন সমাজকর্মীরা। যেভাবে মুর্শিদাবাদের (Murshidabad) রানিনগর, ডোমকল, সালার, সামসেগঞ্জ, নিমতিতা, ভরতপুর, বেলডাঙ্গায় পরপর নির্বাচনের আগে বোমা উদ্ধার, বোমা বিস্ফোরণের কথা উঠে এসেছে, তাতে আগামী ৮ই জুলাই কেমন ভোট হয়, সেটাই এখন দেখার।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • BJP: বিজেপির প্রচারে হামলা, বোমা মেরে প্রাণনাশের হুমকি, এলাকায় অগ্নিমিত্রা

    BJP: বিজেপির প্রচারে হামলা, বোমা মেরে প্রাণনাশের হুমকি, এলাকায় অগ্নিমিত্রা

    মাধ্যম নিউজ ডেস্ক: পশ্চিম বর্ধমানের রানিগঞ্জ থানার জে কে নগর এলাকায় পঞ্চায়েত নির্বাচনের প্রচারে গিয়ে আক্রান্ত হলেন বিজেপি (BJP) প্রার্থী ও নেতাকর্মীরা। বিজেপি নেতা ব্রিজমোহন, মহিলা নেত্রী সিন্টু বাউরি, মিঠু মাঝি নামে বিজেপির কর্মীর উপর হামলা চালানোর অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়।

    ঠিক কী ঘটনা ঘটেছে?

    রবিবার জে কে নগর এলাকায় বিজেপি (BJP) কর্মী-সমর্থকরা পঞ্চায়েত নির্বাচনের প্রচার করছিলেন। মূলত ভোটারদের বাড়়ি বা়ড়ি গিয়ে বিজেপির পক্ষে জনগণের সমর্থন চাইছিলেন কর্মী-সমর্থকরা। এমন সময় এলাকার তৃণমূল নেতা বিনোদ নোনিয়ার নেতৃত্বে বিজেপি কর্মীদের উপর হামলা চালানো হয়। এমনকী বোমা মেরে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। আক্রান্ত বিজেপি কর্মীরা বলেন, গণতান্ত্রিক পদ্ধতি মেনে কয়েকজন কর্মী-সমর্থক মিলে দলীয় প্রার্থীকে নিয়ে এলাকায় বাড়ি বাড়ি প্রচার করছিলাম। তখনই ওরা আমাদের উপর হামলা চালাল। ওদের হামলার জেরে আমাদের প্রচার ভেস্তে গেল।

    কী বললেন বিজেপি নেতা?

    এই হামলার খবর শুনে আসানসোলের দক্ষিণ বিধানসভার বিধায়ক তথা রাজ্য বিজেপি (BJP) নেত্রী অগ্নিমিত্রা পল জে কে নগর এলাকায় যান। দলীয় প্রার্থী ও নেতা কর্মীদের উপর হামলার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে ধর্নায় বসেন। তিনি বলেন, বিজেপিকে তৃণমূল এতটাই ভয় পাচ্ছে যে এলাকায় প্রচার পর্যন্ত করতে দিচ্ছে না। এসব চলতে পারে না। অবিলম্বে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।

    কী বললেন তৃণমূল নেতৃত্ব?

    তৃণমূল নেতা বিনোদ নোনিয়া বলেন, এই এলাকায় বিজেপির (BJP) কোনও জায়গা নেই। এখানে উন্নয়নের নিরিখে মানুষ ভোট দেবে। বিজেপি অকাণে বাজার গরম করতে এসেছিল। দলনেত্রীকে চোর চোর বলছিল। মানুষ প্রতিবাদ করেছে। তৃণমূলের পক্ষ থেকে কোনও হামলা চালানো হয়নি। ওরা অকারণে আমাদের দলের নামে মিথ্যা অভিযোগ করছে। এসব করে কোনও লাভ হবে না। মানুষ আমাদের সঙ্গে রয়েছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Birbhum: “মুখ্যমন্ত্রীর কাজ গভর্নর করছেন” ‘চায়ে পে চর্চা’ থেকে মন্তব্য দিলীপ ঘোষের

    Birbhum: “মুখ্যমন্ত্রীর কাজ গভর্নর করছেন” ‘চায়ে পে চর্চা’ থেকে মন্তব্য দিলীপ ঘোষের

    মাধ্যম নিউজ ডেস্ক: তারাপীঠ (Birbhum) এলাকায় “চায়ে পে চর্চা” কর্মসূচির মধ্য দিয়ে দিলীপ ঘোষ বিজেপির কর্মী এবং প্রার্থীদের সঙ্গে কথা বললেন। আর সেখান থেকেই শাসক দল তথা তৃণমূলকে তীব্র কটাক্ষ করলেন। ছাড় পাননি তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ও। অন্যদিকে, এদিন রাজ্যপালের ভূমিকার প্রশংসা করেন তিনি।

    রাজ্যাপাল নিয়ে কী বললেন (Birbhum)?

    বীরভূমে (Birbhum) দিলীপ ঘোষ বলেন, রাজ্যে ১২ হাজার নির্দল প্রার্থী দেওয়া হয়েছে। ওরাও তো তৃণমূল! তৃণমূল দলটা চোরে ভর্তি। তাই নিজেদের মধ্যে “খুনোখুনি” করে চলেছে। আরও হত্যালীলা দেখতে পাবেন। কারণ পুলিশ তৃণমূলের হয়ে কাজ করছে, আর কেন্দ্রীয় বাহিনীকে কাজ করতে দেওয়া হচ্ছে না। দিলীপ ঘোষ রাজ্যপাল প্রসঙ্গে জানান, মুখ্যমন্ত্রীর কাজটা গভর্নর করছেন! নিহত ও আহতদের বাড়িতে যাচ্ছেন। এমন দিন এসেছে যে বাংলার রাস্তায় বোমা-বন্দুক পড়ে থাকতে দেখা যাচ্ছে। আইএসএফ ও তৃণমূল সংর্ঘষ প্রসঙ্গে দিলীপ ঘোষ দুই দলকেই কটাক্ষ করেন।

    ছাপ্পা ভোট প্রসঙ্গে কী বললেন?

    নির্বাচনে হবে বিজেপির জয়। কিন্তু তৃণমূল ভুয়ো কাগজপত্র আর বল প্রয়োগ করে নির্বাচনে জয়ী হাওয়ার কৌশল করছে। ছাপ্পা ভোট দেওয়ার জন্য তৃণমূল কংগ্রেস অতিরিক্ত ব্যালট ছাপিয়েছে। শাসক দলের বিরুদ্ধে এমনই অভিযোগ আনেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। তারাপীঠে (Birbhum) সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, বুথে যদি কেন্দ্রীয় বাহিনী না থাকে, তৃণমূল কংগ্রেস ভোট লুট করবেই। সরকারি কর্মচারীরা ভয়ে ভোট করতে যাবে না। এক্সট্রা ব্যালট যেগুলি ছাপানো হয়েছে, সেগুলি ঢোকানো হবে। আর এভাবেই জিততে চাইছে তৃণমূল।

    নির্বাচনী প্রচারে দিলীপ বীরভূমে (Birbhum)

    শনিবার বীরভূমের ভোট প্রচারে এসেছেন দিলীপ ঘোষ। সকাল থেকেই সেখানে বিভিন্ন কর্মসূচি রয়েছে তাঁর। সকাল ন’টায় তারাপীঠ (Birbhum) কড়কড়িয়া মোড়ে চা চক্রে অংশগ্রহণ করেন তিনি। সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রশ্নের উত্তরে এক হাত নেন শাসকদল তৃণমূলকে। তিনি বলেন, বিজেপির কোনও দুষ্কৃতী নেই, কোনও আশ্রিত নেই। তৃণমূলের এত ভালো ছাতা থাকতে আমাদের কাছে আশ্রয় নেবে কেন? সব গুন্ডারা তৃণমূলের আশ্রয়েই আছে। তারাই আলাদা আলাদা দল হয়ে মারামারি করছে। সব জায়গায় তৃণমূল নিজেদের মধ্যেই খুনোখুনি, মারামারি করছে, ভয় দেখানো হচ্ছে সর্বত্র। ভয় না দেখিয়ে তৃণমূল জিততে পারবে না! তবে তৃণমূল এবার হারবে। তাই হারার ভয়ে লোককে ভয় দেখাচ্ছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

LinkedIn
Share