Category: রাজ্য

Get West Bengal News, Bengali Breaking News, Latest News in Bengali only from মাধ্যম | Madhyom, Bengali News Portal for সম্পূর্ণ নিরপেক্ষ বাংলা সংবাদ, বাংলা খবর

  • Dengue Update: পুজোর মুখে ফের চিন্তা বাড়াচ্ছে ডেঙ্গি! একসপ্তাহে শহরে নতুন করে আক্রান্ত ১,৩৬৭

    Dengue Update: পুজোর মুখে ফের চিন্তা বাড়াচ্ছে ডেঙ্গি! একসপ্তাহে শহরে নতুন করে আক্রান্ত ১,৩৬৭

    মাধ্যম নিউজ ডেস্ক: পুজো এসে গিয়েছে। মহালয়ার পর থেকেই প্যান্ডেলে প্যান্ডেলে ঠাকুর দেখার ভিড়। এরই মধ্যে উৎসবের শহরে ফের চিন্তা বাড়াচ্ছে ডেঙ্গি সংক্রমণ। গত সপ্তাহে কলকাতা থেকে ১,৩০০টিরও বেশি নতুন ডেঙ্গি সংক্রমণের খবর পাওয়া গিয়েছে। গত দু’সপ্তাহ আগে ১২৭৬ জন ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ছিল। এর মাঝে একধাক্কায় অনেকটাই বাড়ল আক্রান্তের সংখ্যা। বিধাননগর এবং দক্ষিণ দমদমের মতো পার্শ্ববর্তী পুর এলাকায় বেশ কয়েকজন মানুষও ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন। 

    ফের ডেঙ্গির প্রকোপ

    জানুয়ারি থেকে শহরে ডেঙ্গিতে আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ৭,৪২২। রাজ্যে এখনও পর্যন্ত ডেঙ্গি আক্রান্তের মোট সংখ্যা ৭০ হাজার পেরিয়েছে। মারা গিয়েছেন ৬২ জনের মতো। কেএমসি আধিকারিকরা বলেছেন, যে সাপ্তাহিক সংক্রমণের সংখ্যা যে ভাবে বৃদ্ধি পাচ্ছে তাতে সঙ্কটজনক হতে খুব বেশি সময় লাগে না। সেপ্টেম্বর ও অক্টোবরে ডেঙ্গির সংক্রমণ বেশি থাকে৷ পুজোর মধ্যেও ডেঙ্গি সংক্রমণের ভয় থাকবে। শহরের নানা হাসপাতালগুলোর সূত্রে খবর, এখনও দৈনিক ৪-৫ জন করে ডেঙ্গি আক্রান্ত প্রতিটি হাসপাতালে ভর্তি হচ্ছেন।

    আরও পড়ুন: আতঙ্ক ‘শ্রীভূমি’! প্রতিপদেই থিকথিকে ভিড়, যানজটে আটকে বিমানযাত্রী, অসুস্থ রোগী, শিশু ও বয়স্কেরা

    কেন বাড়ল ডেঙ্গি

    স্বাস্থ্য দফতর সূত্রে খবর, দক্ষিণবঙ্গের ১৬টি জেলা এবং স্বাস্থ্য জেলায় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ৫৫ হাজার ৮১৮ জন। ১১ অক্টোবর পর্যন্ত, গোটা রাজ্যে আক্রান্ত প্রায় ৬২ হাজার। গত এক সপ্তাহে নতুন করে রাজ্যে ডেঙ্গি আক্রান্ত হয়েছেন প্রায় ৯ হাজার মানুষ। উত্তর ২৪ পরগনা জেলায় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা সর্বাধিক ১৩ হাজার ৭১৬ জন। ২ নম্বরে কলকাতা। ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ৮ হাজার ৫৪৯। তৃতীয় স্থানে রয়েছে মুর্শিদাবাদ, আক্রান্তের সংখ্যা ৭ হাজার ৫২। ডেঙ্গি প্রতিরোধে আধা শহরাঞ্চলে জল ও আবর্জনা নিষ্কাশনের কথা বলা হলেও, কাজের কাজ হচ্ছে না। জনগণের দাবি, জল জমে থাকছে। যত্রতত্র আবর্জনার স্তুপ, তাই এভাবে ফের পুজোর মুখে ডেঙ্গির প্রকোপ বাড়ল। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Sreebhumi Puja Pandel: আতঙ্ক ‘শ্রীভূমি’! প্রতিপদেই থিকথিকে ভিড়, যানজটে আটকে বিমানযাত্রী, অসুস্থ রোগী, শিশু ও বয়স্কেরা

    Sreebhumi Puja Pandel: আতঙ্ক ‘শ্রীভূমি’! প্রতিপদেই থিকথিকে ভিড়, যানজটে আটকে বিমানযাত্রী, অসুস্থ রোগী, শিশু ও বয়স্কেরা

    মাধ্যম নিউজ ডেস্ক: ঘড়িতে তখন রবিবার সন্ধ্যা ৬টা! যশোর রোড লেকটাউনের মুখ থেকে কোলে শিশু-কন্যাকে নিয়ে নেমে পড়লেন মা। বাস ঢুকবে না ভিআইপি রোডের দিকে। পুলিশ জানাল, রাস্তা বন্ধ। কারণ, শ্রীভূমি! অটোর লাইনে দাঁড়িয়ে শ-দেড়েক মানুষ। রিক্সা নেই! রাস্তায় যেন জনসমুদ্র। প্রতিপদ না সপ্তমীর (Durga Puja 2023) সন্ধ্যা বোঝা দায়! গন্তব্য শ্রীভূমি।

    তীব্র যানজট, দিশেহারা মানুষ

    লেকটাউনের শ্রীভূমি স্পোর্টিং ক্লাব (Sreebhumi Sporting Club))। শ্রীভূমির এবারের থিম, ডিজনিল্যান্ড। যা দেখতে ইতিমধ্যে লোকের ভিড় (Traffic jam) বাড়তে শুরু করেছে। আর এই ভিড়ের প্রভাব পড়তে শুরু করেছে যান চলাচলেও। বলা ভাল, লেকটাউনে ব্রিজে ওঠার মুখ একেবারে থমকে গিয়েছে। তাই যাঁরা বিমানবন্দর যাবেন, তাঁদের অন্য পথে যাওয়ার পরামর্শ দিচ্ছে কলকাতা পুলিশ। মুখ্যমন্ত্রীর আর্জি হেলায় উড়িয়ে কলকাতার উত্তর থেকে দক্ষিণে ছড়িয়ে পড়ছে ‘শ্রীভূমি’আতঙ্ক। লেকটাউন ব্রিজে ওঠার মুখে তীব্র যানজট। খুব ধীরে গাড়ি এগোচ্ছে। বলা যায়, যে পথ যেতে ২০-৩০ মিনিট সময় লাগে, সেটা পৌঁছতে রবিবার সময় লেগেছে ১ ঘণ্টা। শয়ে-শয়ে গাড়ি দাঁড়িয়ে রয়েছে।

    ঘুরপথে বিমানবন্দরে

    বাইপাস থেকে এয়ারপোর্ট যাওয়ার সহজতম রুট হল লেকটাউন ব্রিজ। কিন্তু, যেরকম যানজট হয়েছে, সেখানে এয়ারপোর্ট পৌঁছতে অনেকটা বেশি সময় লেগে যাচ্ছে। তাই এয়ারপোর্ট যেতে হলে চিংড়িঘাটা ফ্লাইওভার থেকে নিউ টাউনের রাস্তা ধরার পরামর্শ দিচ্ছে কলকাতা ট্র্যাফিক পুলিশ। যদিও সেক্ষেত্রে অনেকটা রাস্তা ঘুরতে হবে। কিন্তু, যানজট এড়াতে এবং সময়ের মধ্যে এয়ারপোর্ট পৌঁছতে আর কোনও উপায় দেখছে না পুলিশ। বিমানবন্দর মুখী বাইপাস, বা হাডকো মোড় থেকে উল্টোডাঙা মেন রোডের দিকে যান চলাচল সন্ধার পর থেকেই কিছুটা ধীর গতিতে চলতে শুরু করছে।

    আরও পড়ুন:কলকাতায় রামমন্দির! উদ্বোধনে অমিত শাহ, দুপুর ২টোয় বিমানবন্দরে নামবেন স্বরাষ্ট্রমন্ত্রী

    বন্ধ রাস্তা

    ভিআইপি ব্রিজ থেকে কলকাতা স্টেশন রোড এবং ক্যানাল সার্কুলার রোডের মুখে সন্ধ্যার পর থেকেই প্রচণ্ড জ্যাম হতে শুরু করে দিয়েছে। গাড়ি চলাচলের গতি অনেকটাই কমে গিয়েছে। প্রতিপদের রবিবার যা অবস্থা তাতে আগামী, রবিবার অষ্টমীর দিনে ভিড় সামলানো পুলিশের পক্ষে সম্ভব হবে কি না তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। মুখ্যমন্ত্রীর সতর্কবার্তাও যে শ্রীভূমি-আতঙ্ক কাটাতে পারল না, তা রবিবার প্রতিপদে তালগোল পাকানো যান-ব্যবস্থাতেই পরিষ্কার হয়ে গেল।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • MLAs Salary: সই করেননি রাজ্যপাল! মন্ত্রী-বিধায়কদের বেতন বৃদ্ধি বিলের আলোচনায় অংশ নেবে বিজেপি?

    MLAs Salary: সই করেননি রাজ্যপাল! মন্ত্রী-বিধায়কদের বেতন বৃদ্ধি বিলের আলোচনায় অংশ নেবে বিজেপি?

    মাধ্যম নিউজ ডেস্ক: মন্ত্রী ও বিধায়কদের বেতন (MLAs Salary) সংক্রান্ত দুটি বিল পাশ করাতে সোমবার বিধানসভার বিশেষ অধিবেশন ডেকেছে রাজ্য সরকার। আজ, দ্বিতীয়ায় দুটি আইনে সংশোধনী আনার চেষ্টায় রাজ্য। বিজেপি এই বিলের বিরোধিতা করবে বলে আগেই জানিয়েছিল। তারা এই অধিবেশনে থাকবে না ভাবলেও শেষবেলায় সিদ্ধান্ত বদল করে বিরোধী দলনেতা শুভেন্দু (Suvendu Adhikari) অধিকারী জানিয়েছেন, তাঁরা সোমবার বিধানসভার বিশেষ অধিবেশনের হাজির থাকবেন। 

    পুজোর মধ্যেই তড়িঘড়ি অধিবেশন

    দুটি বিল সংক্রান্ত নথি রাজভবনে পাঠানো হলেও এখনও পর্যন্ত অনুমোদন মেলেনি রাজ্যপালের। ফলে অধিবেশনে বিল উত্থাপন করা বা টেবিল করা অনিশ্চিত হয়ে পড়েছে। রবিবার এই অধিবেশন সংক্রান্ত প্রশ্নের জবাবে শুভেন্দু বলেন, ‘আমরা কাল সকাল ১১টায় সবাইকে ডেকেছি। আমরা ভিতরে ঢুকব। জোরালো ভাবে বিলের বিরোধিতা করব।’ গত ৭ সেপ্টেম্বর বিধানসভার অধিবেশনে মন্ত্রী, বিধায়কদের বেতন বৃদ্ধির কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বৃদ্ধির প্রস্তাব ছাড়পত্রের জন্য দু’টি বিলে সংশোধনীর প্রয়োজন রয়েছে। তার জন্যই কার্যত পুজোর মধ্যেই তড়িঘড়ি একদিনের অধিবেশন ডাকার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।

    আরও পড়ুন:কলকাতায় রামমন্দির! উদ্বোধনে অমিত শাহ, দুপুর ২টোয় বিমানবন্দরে নামবেন স্বরাষ্ট্রমন্ত্রী

    কেন বিলের বিরোধিতা

    আজই, পুজো উদ্বোধনের জন্য শহরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাই এই অধিবেশনে না থাকার কথা জানিয়েছিল বিজেপি। কিন্তু, দলের বিধায়কদের একাংশ চাইছেন, বিলগুলি নিয়ে নিজেদের বিরোধিতা লিপিবদ্ধ রাখতে। সে কারণে তাঁরা শেষ মুহূর্তে অধিবশেন থাকার সিদ্ধান্ত নিয়েছেন। জনগণকে বার্তা দিতেই তাঁদের এই সিদ্ধান্ত। বিজেপির যুক্তি রাজ্য সরকার চাকরি দিতে ব্যার্থ। কর্মচারীদের মহার্ঘ্য ভাতা দিতে অসমর্থ। আর মন্ত্রী বিধায়কদের বেতন বাড়াতে তৎপর। তাই এই বিল নিয়ে বিরক্ত বিজেপি। তাই, বিজেপি বিধায়কদের বিরোধিতায় বিল আলোচনার সময় উতপ্ত হতে পারে বিধানসভার অধিবেশন।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Amit Shah: সোমবার সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোয় ‘রাম মন্দির’ উদ্বোধনে অমিত শাহ, সাজো সাজো রব

    Amit Shah: সোমবার সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোয় ‘রাম মন্দির’ উদ্বোধনে অমিত শাহ, সাজো সাজো রব

    মাধ্যম নিউজ ডেস্ক: সোমবারই উদ্বোধন হচ্ছে রামমন্দিরের! প্রধানমন্ত্রী নন, উদ্বোধন করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। তবে এই রামমন্দির সত্যিকারের নয়, নকল। বিষয়টি তাহলে খুলেই বলা যাক। এবার সন্তোষ মিত্র স্কোয়ারের মণ্ডপ হচ্ছে রামমন্দিরের আদলে। এই মণ্ডপেরই উদ্বোধন করবেন অমিত শাহ। সোমবার উদ্বোধন হবে মণ্ডপের।

    মণ্ডপে কেন্দ্রীয় বাহিনী

    শনিবার থেকেই মণ্ডপ চত্বরের দায়িত্ব নিয়ে নিয়েছে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী। এই পুজোর উদ্বোধনের পাশাপাশি রাজ্যে তাঁর একাধিক কর্মসূচি রয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে হাতের কাছে পেয়ে রাজ্যের দুর্নীতি, আইন-শৃঙ্খলা সহ নানা বিষয়ে তাঁকে (Amit Shah) রিপোর্ট দিতে চলেছে বঙ্গ বিজেপি। শাহের সঙ্গে বঙ্গ বিজেপির নেতাদের বৈঠকও হতে পারে। এদিন শাহের সঙ্গে পুজো মণ্ডপে থাকা এবং ফিরে যাওয়ার সময় বিমানবন্দর পর্যন্ত পুরো পথেই দেখা যাবে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ও বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। এই সময় রাজ্যের সামগ্রিক পরিস্থিতি, সাংগঠনিক অবস্থা সব বিষয়েই তাঁদের কাছ থেকে অবহিত হতে পারেন শাহ। শাহকে কে, কী বলবেন, তা ঠিক করতে সল্টলেকের অফিসে বৈঠকে বসেছেন বিজেপি নেতৃত্ব। সেখানে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গেই রয়েছেন শুভেন্দু, লকেট চট্টোপাধ্যায়রা।

    আরও পড়ুুন: জাল পাসপোর্ট কাণ্ডের সিবিআই তদন্তে এবার হদিশ মিলল আন্তর্জাতিক নারীপাচার চক্রের

    এদিকে, সোমবার একদিনের জন্য বসছে বিধানসভার বিশেষ অধিবেশন। আগে অধিবেশনে যোগ না দেওয়ার সিদ্ধান্তই নিয়েছিল বিজেপি। শেষ মুহূর্তে বদলানো হয়েছে সিদ্ধান্ত। পদ্ম শিবিরের তরফে জানানো হয়েছে, বিধানসভার এই বিশেষ অধিবেশনে যোগ দেবে বিজেপি। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, “আমরা ১১টায় সকলকে ডেকেছি, আমরা ভিতরে ঢুকব। বিরোধিতা করব, জোরালোভাবে এর বিরোধিতা করব।”

    বিধানসভায় যাবে বিজেপি

    বিধানসভার বিশেষ অধিবেশনে মন্ত্রীদের বেতন বৃদ্ধি করতে ‘দ্য ওয়েস্ট বেঙ্গল স্যালারিজ অ্যান্ড অ্যালায়েন্স অ্যাক্ট ১৯৫২’ ও বিধায়কদের বেতন বৃদ্ধি করতে ‘বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলি অ্যাক্ট ১৯৩৭’ সংশোধন করা হবে। এটা জানতে পেরেই রাজ্যের বিরোধী দলনেতা বলেছিলেন, “ওই দিন আমরা থাকব না। বিধায়করা সকলেই পুজোয় ব্যস্ত থাকবেন। আমাদের এই বিল নিয়ে কোনও আগ্রহ নেই। ওরা আনছে, ওরা ওদের মতোই পাশ করাবে।” বিজেপি নীতিগতভাবে এই (Amit Shah) মুহুর্তে মন্ত্রী ও বিধায়কদের বেতন বৃদ্ধির পক্ষপাতী নয়। পদ্ম শিবিরের এক বিধায়ক বলেন, “বিজেপি যে দলগতভাবে মন্ত্রী ও বিধায়কদের বেতন বৃদ্ধির বিরুদ্ধে, জনমানসে এই বার্তা দিতেই আমরা সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে বক্তৃতা করব।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • CBI: পাসপোর্ট জালিয়াতি চক্রের পর্দাফাঁস সিবিআইয়ের, একযোগে দেশের ৫০ শহরে হানা

    CBI: পাসপোর্ট জালিয়াতি চক্রের পর্দাফাঁস সিবিআইয়ের, একযোগে দেশের ৫০ শহরে হানা

    মাধ্যম নিউজ ডেস্ক: পাসপোর্ট জালিয়াতিচক্রের পর্দা ফাঁস করল সিবিআই। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এদিন পশ্চিমবঙ্গ এবং সিকিমের প্রায় ৫০টি জায়গায় হানা দেয় বলে সূত্রের খবর। অভিযানে বেশ কয়েকজনকে গ্রেফতারও করেছে সিবিআই (CBI)। ধৃতদের মধ্যে একজন পাসপোর্ট অফিসের শীর্ষকর্তাও রয়েছেন বলে খবর। ওই শীর্ষকর্তার নাম জানা গিয়েছে গৌতম কুমার সাহা। অন্যদিকে একজন হোটেল কর্মীকেও ১ লাখ ৯০ হাজার টাকার নগদসহ গ্রেফতার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। জানা গিয়েছে, এই হোটেল কর্মচারী দীর্ঘদিন ধরে পাসপোর্ট জালিয়াতিচক্রের সঙ্গে জড়িত ছিল। সূত্রের খবর এই দিনের তল্লাশি অভিযানে মোট ২৪ জনের বিরুদ্ধে মামলা রজু করেছে সিবিআই। এই ২৪ জনের মধ্যে ১৬ জন পাসপোর্ট অফিসের আধিকারিকের নাম রয়েছে বলে জানা যাচ্ছে। যাঁরা জাল নথির বদলে আসল পাসপোর্ট ইস্যু করে দিতেন। এর সবটাই চলত মোটা টাকা ঘুষের লেনদেনের উপরে।

    শনিবার ভোরে হাওড়ার উলুবেরিয়ায় হানা দেয় সিবিআই (CBI) 

    শনিবারই ভোরে হাওড়ার উলুবেরিয়া বাসিন্দা শেখ শাহানুরের বাড়িতে আচমকাই হানা দেয় সিবিআইয়ের (CBI) ৬ সদস্যের একটি তদন্তকারী দল। ৬ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয় শাহানুরকে। এরপর শাহানুরকে গাড়িতে করে নিয়ে যায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অফিসাররা। ঠিক একই সময়ে রুবি এলাকায় পাসপোর্ট অফিসে সিবিআইয়ের অন্য একটি দল হানা দেয় সাতসকালে।

    পাসপোর্ট ইস্যু খুব গুরুত্বপূর্ণ, দেশের আভ্যন্তরীণ নিরাপত্তা স্বার্থে

    জানা গিয়েছে দীর্ঘদিন ধরে জাল নথির উপর ভিত্তি করে আসল পাসপোর্ট ইস্যু করার অভিযোগ ছিল সিবিআইয়ের কাছে। সেই মতো তারা জালিয়াতিচক্রের সন্ধান শুরু করে। শনিবার ওই জালিয়াতিচক্রকে ধরতে কলকাতা, শিলিগুড়ি গ্যাংটকের একাধিক জায়গায় হানা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। পাসপোর্ট ইস্যু খুব গুরুত্বপূর্ণ। দেশের আভ্যন্তরীণ নিরাপত্তা স্বার্থে (CBI)। ভুয়ো নথির সাহায্যে পাসপোর্ট ইস্যু যেকোনও বিদেশিও যেমন ভারতে এসে পাসপোর্ট পেয়ে যাবে, তেমনই অনায়াসেই ভুয়ো পাসপোর্টের দৌলতে ভারত থেকে যে কোনও অপরাধী অন্য দেশেও চলে যেতে পারে। 

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Abhishek Banerjee: মা-বাবা-স্ত্রীর পর এবার ইডির তলব অভিষেকের পিএকে

    Abhishek Banerjee: মা-বাবা-স্ত্রীর পর এবার ইডির তলব অভিষেকের পিএকে

    মাধ্যম নিউজ ডেস্ক: ক্রমেই ইডির জালে জড়াচ্ছেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)!  ‘লিপস অ্যান্ড বাউন্ডস’ মামলায় ইডি তলব করেছিল অভিষেককে। পরে তলব করা হয় তাঁর মা লতা, বাবা অমিত এবং স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে। অভিষেক এবং তাঁর মা-বাবা ইডির ডাকে সাড়া না দিলেও, বুধবার সল্টলেকে সিজিও কমপ্লেক্সে গিয়ে ইডির দফতরে হাজিরা দিয়েছিলেন রুজিরা।

    ইডির সমন পেলেন সুমিত রায়

    টানা প্রায় সাড়ে আট ঘণ্টা জেরা শেষে ছাড়া পেয়েছিলেন। এবার ইডির সমন পেলেন অভিষেকের (Abhishek Banerjee) পিএ সুমিত রায়। প্রাথমিক নিয়োগ কেলেঙ্কারি মামলায় তলব করা হয়েছে তাঁকে। ইডি সূত্রে খবর, ‘লিপস অ্যান্ড বাউন্ডস’ সম্পর্কে আরও তথ্য জানতে সুমিতকে তলব করা হয়েছে। ইডির নোটিশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন সুমিত।

    ‘লিপস অ্যান্ড বাউন্ডস’

    নিয়োগ কেলেঙ্কারির তদন্তে নেমে ইডি গ্রেফতার করে সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে ‘কালীঘাটের কাকু’কে। তাঁকে জেরা করতেই ঝুলি থেকে বিড়াল বের হয়। উঠে আসে ‘লিপস অ্যান্ড বাউন্ডস’ নামে এক সংস্থার নাম। নিউ আলিপুরের এই সংস্থার সিইও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো। যিনি আবার তৃণমূলের সাধারণ সম্পাদকও। এই সংস্থায় ডিরেক্টর পদে ছিলেন অভিষেকের মা লতা এবং বাবা অমিত বন্দ্যোপাধ্যায়। জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকেই ডেকে পাঠায় ইডি। আদালতের নির্দেশে ইডির হাতে নথি তুলে দিলেও, হাজিরা এড়ান অভিষেক। ইডির ডাকে সাড়া দেননি তাঁর মা এবং বাবাও। জিজ্ঞাসাবাদের জন্য ইডি তলব করে ওই সংস্থার অধিকর্তা রুজিরাকে। বুধবার ইডি দফতরে হাজিরা দেন রুজিরা।

    আরও পড়ুুন: “তামাম বিশ্ব বুঝতে পারছে সন্ত্রাসবাদের বিপদ”, জি২০ স্পিকার সম্মেলনে বললেন মোদি

    তদন্তকারীদের অভিযোগ, চাকরি বিক্রি বাবদ বিভিন্ন জেলা থেকে যে টাকা আসত, সেই টাকা এজেন্টের কাছ থেকে সংগ্রহ করে ‘কালীঘাটের কাকু’ পৌঁছে দিতেন ‘লিপস অ্যান্ড বাউন্ডসে’র দফতরে। অভিষেকের (Abhishek Banerjee) পিএকে জেরা করে ইডি জানতে চায়, কোন কোন অ্যাকাউন্টে কত টাকা ঢুকেছে? এই টাকার লেনদেনের সঙ্গে প্রাথমিক নিয়োগ কেলেঙ্কারি মামলার কোনও যোগ রয়েছে কিনা, তাও জানতে চান তদন্তকারীরা।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Calcutta High Court: তদন্ত করতে পারবেন ইডির অপসারিত অধিকর্তা মিথিলেশ, নির্দেশ বিচারপতি সিনহারই

    Calcutta High Court: তদন্ত করতে পারবেন ইডির অপসারিত অধিকর্তা মিথিলেশ, নির্দেশ বিচারপতি সিনহারই

    মাধ্যম নিউজ ডেস্ক: ইডির অপসারিত অধিকর্তা মিথিলেশকুমার মিশ্রকেই রাজ্যের সব তদন্তে ফেরালেন কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি অমৃতা সিনহা। নিয়োগ সহ রাজ্যের সব মামলা থেকে সরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিলেন তিনিই। শুক্রবার রুদ্ধদ্বার শুনানির পর ফেরানো হয় মিথিলেশকুমারকে।

    অসন্তোষ প্রকাশ করেছিলেন বিচারপতি সিনহা

    ‘লিপস অ্যান্ড বাউন্ডস’ সংক্রান্ত তদন্তের রিপোর্ট দেখে অসন্তোষ প্রকাশ করেছিলেন বিচারপতি সিনহা। সংস্থার সঙ্গে জড়িত ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে না কেন, তা নিয়েও প্রশ্ন তুলেছিলেন তিনি। প্রশ্ন তুলেছিলেন তদন্তের গতিপ্রকৃতি নিয়েও। মিথিলেশকুমারকে সেই সময় হাইকোর্টে তলব করেছিলেন বিচারপতি সিনহা। বিচারপতি সিনহা তাঁর কাছে জানতে চেয়েছিলেন, “আপনি কি তদন্ত থেকে অব্যাহতি চান?” কেন তিনি মিথিলেশের কাজে সন্তুষ্ট নন, সেই ব্যাখ্যাও সেদিন দিয়েছিলেন বিচারপতি সিনহা।

    বিচারপতি সিনহার নির্দেশ

    সেদিনই ইডিকে বিচারপতি সিনহার নির্দেশ ছিল, রাজ্যের সব মামলা থেকে যেন সরিয়ে দেওয়া হয় ইডির সহকারী অধিকর্তাকে। যদিও মিথিলেশ আর্জি জানিয়েছিলেন, নিয়োগ মামলার তদন্ত থেকে তাঁকে সরিয়ে দেওয়া হলেও, রাজ্যের অন্য মামলাগুলির দায়িত্ব থেকে যেন তাঁকে সরানো না হয়। বিচারপতি সিনহা (Calcutta High Court) বলেছিলেন, “আপনি তদন্ত করতে সক্ষমই নন, অন্য কোথাও গিয়ে ভাল কাজ করুন।”

    আরও পড়ুুন: রাজ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি হাইকোর্টের

    তার পরেই সরানো হয়েছিল মিথিলেশকুমারকে। ২০২২ সাল থেকে নিয়োগ কেলেঙ্কারি মামলায় তদন্তের দায়িত্বে ছিলেন তিনি। তাঁর অধীনেই যখন তদন্ত চলছিল, তখনই গ্রেফতার হন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, নাকাশিপাড়ার বিধায়ক তৃণমূলের মানিক ভট্টাচার্য সহ বেশ কয়েকজন। মিথিলেশের বিরুদ্ধে বিচারপতি সিনহার দেওয়া নির্দেশ পুনর্বিবেচনা করতে হাইকোর্টে আবেদন করে ইডি। তার প্রেক্ষিতেই এদিন হয় রুদ্ধদ্বার শুনানি। দিল্লি থেকে ভার্চুয়ালি এই শুনানিতে অংশ নিয়েছিলেন ইডির জয়েন্ট ডিরেক্টর। তিনি জানান, মিথিলেশ দক্ষ অফাসার। তিনি সঠিকভাবে তদন্ত এগিয়ে নিয়ে যেতে পারবেন।

    এর পরেই আগের নির্দেশ প্রত্যাহার করে বিচারপতি (Calcutta High Court) সিনহা জানান, নিয়োগ দুর্নীতি সহ সব মামলার তদন্তে ফিরলেন মিথিলেশকুমার মিশ্র। পশ্চিমবঙ্গের যে কোনও মামলার তদন্ত করতে পারবেন তিনি। তাঁর বিরুদ্ধে নির্দেশনামায় যে পর্যবেক্ষণ ছিল, তাও প্রত্যাহার করে নেওয়া হল।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Calcutta High Court: রাজ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি হাইকোর্টের

    Calcutta High Court: রাজ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি হাইকোর্টের

    মাধ্যম নিউজ ডেস্ক: রাজ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম ও বিচারপতি উদয় কুমারের ডিভিশন বেঞ্চের এই নির্দেশের অর্থ আদালতে হাজির হতে হবে রাজীব সিনহাকে। হাইকোর্টের পর্যবেক্ষণ, আদালতের নির্দেশ অবমাননা করা হয়েছে। অবমাননার আইন অনুযায়ী, রুল জারি করার নির্দেশ রয়েছে। ২৪ নভেম্বর আদালতে এসে উত্তর দিতে হবে রাজ্য নির্বাচন কমিশনার রাজীবকে।

    মামলা দায়ের করেছিলেন শুভেন্দু 

    প্রসঙ্গত, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর করা এই মামলায় এই রুল জারি করেছে হাইকোর্ট। শুভেন্দুর আইনজীবী শ্রীজীব চক্রবর্তী জানান, রুল জারি হওয়ায় রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহাকে সশরীরে আদালতে এসে জবাবদিহি করতে হবে। জানাতে হবে, কেন তিনি আদালতের নির্দেশ অমান্য করেছেন।

    কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার আবেদন

    চলতি বছরই রাজ্যে হয় ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন। এই নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার আবেদন জানিয়ে ডিসেম্বর মাসে হাইকোর্টে (Calcutta High Court) জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন শুভেন্দু। অবসরপ্রাপ্ত কোনও বিচারপতির নজরদারিতে পঞ্চায়েত নির্বাচন করানোর আর্জিও জানিয়েছিলেন তিনি। পরে কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে পঞ্চায়েত নির্বাচন করানোর নির্দেশ দেয় হাইকোর্ট। এর পরেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়ে রাজ্য নির্বাচন কমিশন জানায়, হাইকোর্ট যে নির্দেশ দিয়েছে, তা কার্যকর করা সম্ভব নয়। কারণ নির্বাচনে নিরাপত্তার বিষয়টি দেখে রাজ্য। তাই রাজ্যকে এই অনুরোধ করা তাদের কাজ নয়।

    আরও পড়ুুন: ‘‘অন্তঃসত্ত্বার পেট ফালা ফালা করা, পাশে পড়ে গর্ভস্থ শিশু’’! প্রকাশ্যে হামাস জঙ্গিদের বর্বরোচিত হামলা

    রাজ্যের বিরোধী দলনেতার অভিযোগ, সময়সীমা পেরিয়ে গেলেও, আদালতের (Calcutta High Court) নির্দেশ কার্যকর করেনি রাজ্য নির্বাচন কমিশন। তাই আদালত অবমাননা হয়েছে। এই অভিযোগ তুলে ফের হাইকোর্টের দ্বারস্থ হন শুভেন্দু। প্রধান বিচারপতির পর্যবেক্ষণ, কমিশন যে হাইকোর্টের নির্দেশ কার্যকর করেনি, তা সংবাদপত্র মারফৎ জানতে পেরেছেন তিনিও।

    শুভেন্দুর দায়ের করা সেই মামলায়ই এবার রুল জারি করল হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। প্রসঙ্গত, এবার রাজ্যে পঞ্চায়েত নির্বাচন হয়েছে রক্তাক্ত। মনোনয়নপত্র পেশ-পর্ব থেকেই শুরু হয়েছিল হিংসা। যার জেরে এবার ভোটের বলি হন ৫৪ জন। এঁদের মধ্যে একজন ভোটারও রয়েছেন।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Paschim Medinipur: “ভাইপো জেলে যাবে, কতবার যাবে আর আসবে দেখুন”, তোপ শুভেন্দুর

    Paschim Medinipur: “ভাইপো জেলে যাবে, কতবার যাবে আর আসবে দেখুন”, তোপ শুভেন্দুর

    মাধ্যম নিউজ ডেস্ক: পশ্চিম মেদিনীপুরের (Paschim Medinipur) পিংলায় বিজেপির দলীয় কর্মসূচিতে যোগদান করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শাসক শিবির তৃণমূলকে একগুচ্ছ ইস্যুতে নিশানা করলেন তিনি। শুভেন্দু বলেন, “পঞ্চায়েত নির্বাচন নিয়ে রাজীব সিনহা বিরোধীদের অভিযোগকে বার বার অস্বীকার করেছেন। শাসক দলের হয়ে একতরফা কাজ করছেন তিনি। হাইকোর্টের প্রধান বিচারপতি নিজে বিষয়টি দেখছেন। রাজ্য নির্বাচন কমিশনার, হাইকোর্টের প্রধান বিচারপতির আদেশ অমান্য করেছেন। ওঁর যথার্থ শাস্তি হওয়া উচিত।“

    ধানের এমএসপি নিয়ে সরব (Paschim Medinipur)

    পিংলায় (Paschim Medinipur) সাংবাদিকদের শুভেন্দু বলেন, “ধানের কোনও এমএসপি সাধারণ কৃষক পায় না। ভুয়ো কুপন দিয়ে অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করেছে তৃণমূল। খাদ্য দফতরের হাজার হাজার টাকা লুট করেছে সরকার। সরকার ধান কেনেনি, কোনও কৃষক ন্যায্য মূল্য পাননি। বড় বড় চালকলের মালিকরা লাভবান হয়েছে। এটা একটা বড় দুর্নীতি। লাভের টাকা মন্ত্রী হয়ে ভাইপো অভিষেকের কাছে পৌঁছেছে।”

    জেলা পুলিশ সুপারের বিরুদ্ধে তোপ

    জেলা পুলিশ সুপারকে তীব্র কটাক্ষ করেন শুভেন্দু অধিকারী। নন্দীগ্রাম আন্দোলনের উদাহরণ দিয়ে পুলিশ সুপারকে বলেন, “মেদিনীপুর এবং ঘাটাল লোকসভা হাতছাড়া হওয়ায় অত্যন্ত আতঙ্কিত তিনি। এই সুপার নাবালক। আগেও নন্দীগ্রাম আন্দোলনের সময় অনেক বড় বড় অফিসারদের সঙ্গে অধিকার নিয়ে লড়াই করেছি। মেদিনীপুর হল সংগ্রামের মাটি। আমরা ১৯৪৭ সালে নয়, ১৯৪২ সালে স্বাধীনতা পেয়েছি। এক দিকে মাতঙ্গিনী এবং অপর দিকে ক্ষুদিরাম ছিলেন আমাদের জন্য। তাম্রলিপ্তে স্বাধীন সরকার অনেক আগেই প্রতিষ্ঠা হয়ে গিয়েছিল। তাই কীভাবে লড়াই করতে হয় আমরা বুঝে নেবো।”

    তৃণমূলের হাত রয়েছে

    বিজেপির অন্দরের কলহ নিয়ে ওঠা অভিযোগ প্রসঙ্গেও মুখ খুললেন শুভেন্দু অধিকারী। এর পিছনে তৃণমূলের হাত রয়েছে, দাবি করেন তিনি। তিনি বলেন, “সন্দেশখালি থেকে কিছু লোকজন, শাজাহান শেখের ঠিক করা বাসে এসে গোলমাল করে। এর পিছনে তৃণমূল সক্রিয়।” এছাড়াও সাংবাদিকদের বলেন, “আপনারা এই নিয়ে ভাববেন না, ওটা আমাদের ভাবনা। আপনারা চাকরি চুরি নিয়ে, ডিএ নিয়ে ভাবুন। ভাইপো স্বগোষ্ঠী নিয়ে জেলে যাবে। কতবার যাচ্ছেন আর আসছেন তাই দেখুন। কিছু পরিচিত মুখ সামনে আছে, আমি সুকান্ত মজুমদারের সঙ্গে বসে কথা বলব। দিলীপ ঘোষের মন্তব্যকে আংশিক সমর্থন করি। বিজেপি থেকে আইপ্যাক এবং তৃণমূলকে আলাদা করেতে হবে। পুরাতন কর্মীদের বক্তব্য শুনতে হবে।”  

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Weather Report: রোদ ঝলমলে আকাশ পুজোয়, মনোরম আবহাওয়ায় জমবে মজা

    Weather Report: রোদ ঝলমলে আকাশ পুজোয়, মনোরম আবহাওয়ায় জমবে মজা

    মাধ্যম নিউজ ডেস্ক: সময় হয়ে গিয়েছে বর্ষা বিদায়ের। তবে ঠিক কবে রাজ্য থেকে বর্ষা বিদায় নেবে, তা এখনও জানানো (Weather Report) হয়নি সরকারিভাবে। তবে পুজোয় বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। পঞ্চমী থেকে অষ্টমী পর্যন্ত আবহাওয়া থাকবে মনোরম। নবমী এবং দশমীতেও বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। তবে কিছু অঞ্চলে আকাশ থাকবে আংশিক মেঘাচ্ছন্ন। হাওয়া অফিস সূত্রে খবর, ষষ্ঠী থেকে অষ্টমী পর্যন্ত উত্তুরে হাওয়ার প্রভাব অনুভূত হবে। পশ্চিমের জেলাগুলিতে ভোরের দিকে ও সন্ধে নামার পর হালকা শীতের অনুভূতি হতে পারে।

    মেঘমুক্ত আকাশ দক্ষিণে

    রাত পোহালেই মহালয়া। এদিন আকাশ থাকবে মেঘমুক্ত। দক্ষিণবঙ্গের জেলাগুলির আবহাওয়া থাকবে মনোরম। দু এক জায়গায় দেখা যেতে পারে আংশিক মেঘাচ্ছন্ন আকাশ। আজ, শুক্রবার থেকেই কমতে থাকবে জলীয় বাষ্পের পরিমাণ। ক্রমশ প্রভাব বিস্তার করতে থাকবে উত্তুরে হাওয়া। শনিবার (Weather Report) দক্ষিণবঙ্গে রোদ ঝলমলে আকাশ থাকলেও, হালকা বৃষ্টি হতে পারে উত্তরে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলায় হালকা বৃষ্টির সম্ভবনা রয়েছে। তবে সোমবার থেকে উত্তরবঙ্গেও আবহাওয়া থাকবে শুষ্ক।

    বৃষ্টির সম্ভাবনা নেই

    পুজো-পর্বে অবশ্য গোটা বাংলায়ই বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। ষষ্ঠী থেকে মহাষ্টমী পর্যন্ত দিনগুলি থাকবে রোদ ঝলমলে। তাই চুটিয়ে উপভোগ করা যাবে ঠাকুর দেখার আনন্দ। রাতে এবং ভোরের দিকে কয়েকটি জেলায় হালকা শীত অনুভূত হবে। তাই যাঁরা রাতের বেলায় ঠাকুর দেখতে বেরোন, তাঁদের ক্লান্তি হবে কম। নবমী, দশমীতেও একই রকম আবহাওয়া থাকার কথা।

    এদিকে, বর্ষা বিদায় রেখা গিয়েছে রক্সৌল, ডালটনগঞ্জ এবং বিজাপুরের ওপর দিয়ে। তাই বর্ষা বিদায়ের পরিস্থিত অনুকূল। যে কোনও মুহুর্তে বর্ষা বিদায় নিতে শুরু করবে বাংলা ও ওড়িশা থেকে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে বর্ষা বিদায় নেবে তেলঙ্গনা, মহারাষ্ট্র এবং কর্নাটক থেকে। উত্তর-পশ্চিম ভারতের (Weather Report) পার্বত্য এলাকায় শুক্রবার ঢুকবে পশ্চিমী ঝঞ্ঝা। শনিবার সেটি প্রভাব বিস্তার করবে সমতলের রাজ্যগুলিতে।

    আরও পড়ুুন: ‘‘অন্তঃসত্ত্বার পেট ফালা ফালা করা, পাশে পড়ে গর্ভস্থ শিশু’’! প্রকাশ্যে হামাস জঙ্গিদের বর্বরোচিত হামলা

    আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় বলেন, “আগামী তিন-চারদিন দক্ষিণবঙ্গের আবহাওয়া শুকনো থাকবে। শুধুমাত্র সমুদ্র উপকূলবর্তী জেলাগুলোর আকাশ মেঘলা থাকতে পারে। তবে উত্তরবঙ্গে বৃষ্টি চলবে।”

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share