Eknath Shinde: বালাসাহেবের হিন্দুত্বের পথেই চলবে শিবসেনা, জানিয়ে দিলেন শিন্ডে

eknata

মাধ্যম নিউজ ডেস্ক: বালাসাহেবের হিন্দুত্বের পথেই চলবে শিবসেনা (Shiv Sena)। মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েই একথা ঘোষণা করে দিলেন শিবসেনার বিদ্রোহী নেতা একনাথ শিন্ডে (Eknath Shinde)। বৃহস্পতিবার রাতেই মহারাষ্ট্রের (Maharashtra) মুখ্যমন্ত্রী পদে শপথ নেন তিনি।

মহাবিকাশ আঘাড়ি নয়, বিজেপির সঙ্গে জোট গড়েই মহারাষ্ট্রে সরকার চালাতে চাইছিলেন শিন্ডে। তা নিয়ে মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের (Uddhav Thackeray) সঙ্গে বিরোধের জেরে অনুগামী বিধায়কদের নিয়ে প্রথমে গুজরাটের সুরাট ও পরে আসামের গুয়াহাটিতে চলে যান শিন্ডে। দিন কয়েক আগে গুজরাটে এসে বিজেপি নেতা তথা মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশের সঙ্গে বৈঠকও করেন। তার পর বৃহস্পতিবার ফড়নবিশই মুখ্যমন্ত্রী পদে ঘোষণা করেন শিন্ডের নাম। শপথ নেওয়ার পরে সাংবাদিক বৈঠক করেন শিন্ডে। তিনি জানান, হিন্দুত্বের আদর্শ মেনে চলার জন্যই তাঁকে সমর্থন জানিয়েছে বিজেপি।

আরও পড়ুন : ‘যাঁরা যেতে চাইছেন যান, নতুন শিবসেনা গড়ব’, হুঁশিয়ারি উদ্ধবের

এদিনের সাংবাদিক বৈঠকে শিন্ডে বলেন, ফড়নবিশের এই মহানুভবতার জন্য ধন্যবাদ। বালাসাহেবের হিন্দুত্বের আদর্শকে এগিয়ে নিয়ে যাওয়াই তাঁর উদ্দেশ্য। তিনি জানান, আঘাড়ি সরকারে থেকে কাজ করতে অনেকদিন থেকেই সমস্যা হচ্ছিল। তাঁর ওপর ভরসা রাখার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও ধন্যবাদ জানিয়েছেন শিন্ডে। তাঁর দাবি, পুরো টার্ম নয়, অর্ধেক সময়ের জন্যই মুখ্যমন্ত্রী হতে চেয়েছিলেন উদ্ধব ঠাকরে। সেই শর্তেই তাঁকে সমর্থন জানিয়ে আঘাড়ি সরকার গড়তে দিতে রাজি হয়েছিলেন বিধায়করা।

আরও পড়ুন : বিজেপির মাস্টারস্ট্রোক! মহারাষ্ট্রে ক্ষমতায় শিবসেনাই, মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে

শিন্ডের দাবি, তাঁর সঙ্গে শিবসেনার ৫০ বিধায়কের সমর্থন রয়েছে। যাঁরা তাঁর ওপর ভরসা রেখেছেন এতদিন ধরে, তাঁদের সকলকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। বিদ্রোহী এই শিবসেনা বিধায়কের আশ্বাস, অনুগত বিধায়কদের বিশ্বাস এবং ভরসা কোনওদিনও ভাঙতে দেবেন না তিনি। বিধায়কদের সব কেন্দ্রে উন্নয়নের কাজের ধারা জারি রাখার বার্তাও দিয়েছেন শিন্ডে। তাঁর দাবি, আগাড়ি সরকারের শাসনকালে রাজ্যে থমকে গিয়েছিল উন্নয়নমূলক কাজকর্মের ধারা। শিন্ডে জানান, এ নিয়ে উদ্ধব ঠাকরের কাছে অভিযোগ জানাতে গিয়েছিলেন তাঁরা। কোনও সুরাহা হয়নি। এর পরেই তাঁরা বুঝে যান, এই সরকারে থেকে কাজ করা যাবে না। তার জেরেই সরকার থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত। শিন্ডে বলেন, বিজেপি ও শিবসেনার আদর্শ এক। তাই বিজেপির সমর্থন নেওয়া।

 

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share