Blog

  • Ration Scam: আটা দুর্নীতির তদন্তে রাজ্য পুলিশের ভূমিকায় সন্দেহ ইডির, তৈরি করা হয় ভুয়ো কৃষক সংগঠনও

    Ration Scam: আটা দুর্নীতির তদন্তে রাজ্য পুলিশের ভূমিকায় সন্দেহ ইডির, তৈরি করা হয় ভুয়ো কৃষক সংগঠনও

    মাধ্যম নিউজ ডেস্ক: রেশন দুর্নীতিতে (Ration Scam) কালো টাকা সাদা করতে ভুয়ো কৃষক সংগঠনও গড়ে তুলেছিলেন বাকিবুর রহমান। এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে ইডির হাতে। ইডি আধিকারিকদের দাবি, জ্যোতিপ্রিয় মল্লিক যখন খাদ্যমন্ত্রী ছিলেন, তখনই পশ্চিমবঙ্গে ‘ফার্মারস ফোরাম’ নামে একটি কৃষক সংগঠন গড়ে তোলা হয়। ওই সংগঠনের অন্যতম কর্ণধার ছিলেন রাইস মিল মালিক বাকিবুর রহমান। অন্যদিকে রেশন দুর্নীতিকাণ্ডে রাজ্য পুলিশের ভূমিকাতেও সন্দেহ তৈরি হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। শুধু চাল নয়, রেশন দুর্নীতিকাণ্ডে (Ration Scam) আটা নিয়েও দুর্নীতি হয়েছে বলে দাবি করছে ইডি। এই সংক্রান্ত  তিনটি মামলাও দায়ের হয় নদিয়ার কোতোয়ালি, নবদ্বীপ এবং কৃষ্ণনগর থানায় ২০২০, ২০২১ এবং ২০২২ সালে।

    রেশনে আটা নিয়ে দুর্নীতি

    সেই মামলা খতিয়ে দেখতে গিয়ে ইডি জানতে পারে, খোলাবাজারে সরকারি স্ট্যাম্প দেওয়া আটা বিক্রির অভিযোগ উঠেছিল। ইডি সূত্রে খবর, আটা ভাঙানো হতো বাকিবুরের মিলে। অথচ আশ্চর্যজনকভাবে রাজ্য পুলিশের তদন্তে একবারও উঠে আসেনি বাকিবুরের নাম (Ration Scam)! ওয়াকিবহাল মহলের প্রশ্ন, বাকিবুরের নদিয়াজুড়ে একাধিক চাল কল রয়েছে। তদন্তের সময় পুলিশ কেন তার রাইস মিলগুলিতে হানা দিল না? প্রভাবশালী মন্ত্রীর হাত বাকিবুরের মাথায় ছিল বলেই কি পুলিশি তদন্ত থেকে বেঁচে ছিলেন রাকিবুর? অন্যদিকে জানা গিয়েছে, ভুয়ো কৃষক সংগঠনের নামে  ভুয়ো শস্যদানা কেনাবেচায় ক্রেতা এবং বিক্রেতাদের নামের তালিকাও তৈরি করা হয়েছিল। সেই তালিকার মাধ্যমেই সরকারি ভাবে দেখানো হতো শস্য কেনাবেচা হয়েছে অর্থাৎ সংগঠনও ভুয়ো, শস্য কেনাবেচার প্রক্রিয়াটাও ছিল ভুয়ো। কিন্তু খাতায়-কলমে তাতে বাস্তবে হয়েছে বলে দেখানো হতো।

    বাকিবুর-জ্যোতিপ্রিয়কে মুখোমুখি বসিয়ে জেরা

    চলতি মাসের ১৩ তারিখে ঠিক দুর্গাপুজোর আগেই গ্রেফতার করা হয় বাকিবুরকে। অন্যদিকে, দুর্গাপুজোর পরেই ২৬ অক্টোবর গ্রেফতার করা হয় জ্যোতিপ্রিয় মল্লিককে। ঘটনাক্রমে, বাকিবুর রহমানের ইডি হেফাজতের মেয়াদ শেষ হয়েছে ইতিমধ্যে। তবে বর্তমানে কেন্দ্রীয় সংস্থার হেফাজতেই রয়েছেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী। এমন অবস্থায় বাকিবুর রহমান ও জ্যোতিপ্রিয় মল্লিককে মুখোমুখি বসিয়ে জেরা করলে আরও অনেক তথ্য সামনে আসতে পারে বলে মনে করা হচ্ছে। সূত্রের খবর, এখানেই শেষ নয়, রেশন দুর্নীতিকাণ্ডের (Ration Scam) জাল যে অনেক দূর পর্যন্ত বিস্তৃত রয়েছে, তা মানছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরাই।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Pakistan Election Day: ১১ ফেব্রুয়ারি সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে পাকিস্তানে

    Pakistan Election Day: ১১ ফেব্রুয়ারি সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে পাকিস্তানে

    মাধ্যম নিউজ ডেস্ক: পাকিস্তানের ভোটের দিনক্ষণ (Pakistan Election Day) স্থির করা হল। জানা গিয়েছে, আগামী বছরের ১১ ফেব্রুয়ারি সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে পাকিস্তানে। বৃহস্পতিবার সে দেশের নির্বাচন কমিশন, নির্বাচন সংক্রান্ত যাবতীয় বিষয় নিয়ে সুপ্রিম কোর্টকে অবহিত করেছে। প্রসঙ্গত, কবে হতে পারে পাকিস্তানের সাধারণ নির্বাচন তা নিয়ে দীর্ঘদিন ধরেই চর্চা চলছিল। চলতি বছরের ৯ অগাস্ট জাতীয় সংসদ ভেঙে দেওয়ার কথা ঘোষণা করেছিলেন সে দেশের রাষ্ট্রপতি আরিফ আলভি। তার প্রায় ২ মাস পরে পাকিস্তানের ভোটের দামামা বেজে গেল। পাকিস্তানের রাজনৈতিক ক্ষমতা কার হাতে থাকবে, সেদিকে নজর রয়েছে অনেকেরই। সে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান (Pakistan Election Day) বর্তমানে জেলে রয়েছেন, অন্যদিকে স্বেচ্ছা নির্বাসন কাটিয়ে দেশে ফিরেছেন নওয়াজ শরিফ।

    ভোটের দাবিতে একাধিক মামলা পাকিস্তানে

    পাকিস্তানের নির্বাচন কমিশন (Pakistan Election Day) সূত্রে জানা গিয়েছে, সে দেশে সুপ্রিম কোর্টে একাধিক মামলা জমা হচ্ছিল ভোট সংক্রান্ত। জাতীয় সংসদ ও আঞ্চলিক বিধানসভার মেয়াদ শেষ হওয়ার ৯০ দিনের মধ্যে ভোট করানোর আবেদনও জানানো হচ্ছিল। পাকিস্তানের জনপ্রিয় সংবাদ সংস্থা ডন পত্রিকায় যে প্রতিবেদন ছাপা হয়েছে তাতে লেখা হচ্ছে, সে দেশের প্রধান বিচারপতি কাজি ফয়েজ ইসা, বিচারপতি আমিন উদ্দিন খান, বিচারপতি আতহার মীনাল্লাহ ভোট সংক্রান্ত এই মামলাগুলি শোনেন।

    ২৯ জানুয়ারির মধ্যেই সংসদীয় এলাকা পুনর্বিন্যাসের কাজ শেষ হয়ে যাবে

    প্রসঙ্গত, এর আগে চলতি বছরের ৬ নভেম্বরের মধ্যে পাকিস্তানে নির্বাচন প্রক্রিয়া সেরে ফেলতে সে দেশের প্রেসিডেন্টের কাছে অনুরোধও জানিয়েছিল ইমরান খানের দল (Pakistan Election Day)। তবে সে দেশের আইন মন্ত্রক ইমরানের দলের এই আবেদনের বিরোধিতা করে। জানা গিয়েছে, বর্তমানে চলছে সংসদীয় এলাকা বিন্যাসের কাজ। পাকিস্তানের নির্বাচন কমিশনের আইনজীবী জানিয়েছেন, ২৯ জানুয়ারির মধ্যেই সংসদীয় এলাকা পুনর্বিন্যাসের কাজ শেষ হয়ে যাবে।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Swasthya Sathi: স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে মমতা সরকারকে তীব্র আক্রমণ শুভেন্দুর

    Swasthya Sathi: স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে মমতা সরকারকে তীব্র আক্রমণ শুভেন্দুর

    মাধ্যম নিউজ ডেস্ক: স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে মমতা সরকারের প্রচারের শেষ নেই। স্বাস্থ্য ব্যবস্থায় রাজ্য যে ক্রমশ এগিয়ে চলেছে, তা দেখাতে রীতিমতো নির্দেশিকাও বের করা হয়। রাজ্যের হুঁশিয়ারি, সরকারি হাসপাতাল থেকে বেসরকারি হাসপাতালে রোগী রেফার করা যাবে না! এনিয়েই শুরু হয়েছে বিতর্ক। রাজ্য সরকারকে স্বাস্থ্যসাথী ইস্যুতে তীব্র আক্রমণ করলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নিজের সোশ্যাল মিডিয়া পোস্টে শুভেন্দু অধিকারী স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে লেখেন, ‘ভোটের আগে বলেছিলেন স্বাস্থ্যসাথী হল বিশ্ব মানের স্বাস্থ্য পরিষেবা (Swasthya Sathi)। বেসরকারি হাসপাতালে কার্ড গ্রহণ করতেই হবে, না হলে সংশ্লিষ্ট হাসপাতালের লাইসেন্স বাতিল। ভোট শেষ, দেখলেন ‘ভাঁড়ে মা ভবানী’। অমনি নির্দেশিকা বদল, এবার বেসরকারি হাসপাতালে স্বাস্থ্যসাথী কার্ড (Swasthya Sathi) নিলে সেই হাসপাতাল ও নার্সিং হোমের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে!’

    শুভেন্দু অধিকারী আরও দাবি করেন, এই রাজ্যে স্বাস্থ্য ব্যবস্থার হাল এমন, যেখানে মুখ্যমন্ত্রীরও চিকিৎসা হয় না! সাধারণ মানুষের ভাগ্যে তো এই দুর্গতি সামান্য। প্রসঙ্গত, বেসরকারি হাসপাতালে রোগী রেফার করা যাবে না বা করলেও কোন পরিস্থিতিতে সরকারি হাসপাতালের চিকিৎসক রেফার করলেন তার কারণ দর্শাতে হবে। এই নির্দেশিকা সামনে আসার পরেই স্বাস্থ্য মহলের অন্দরে জোর চর্চা শুরু হয়েছে।

    স্বাস্থ্য সাথী নিয়ে নয়া নির্দেশিকা

    প্রসঙ্গত, সম্প্রতি একটি নির্দেশিকা জারি করে রাজ্য স্বাস্থ্য দফতরের তরফে জানানো হয়েছে, কয়েকটি বিশেষ ক্ষেত্র ছাড়া স্বাস্থ্যসাথী কার্ড ব্যবহার করে বেসরকারি হাসপাতালে হাড়ের অস্ত্রোপচার করা যাবে না। তবে সমস্ত সরকারি হাসপাতালে সেই সুযোগ মিলবে। অর্থাৎ স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে রাজ্যের সমস্ত সরকারি হাসপাতালে হাড়ের অস্ত্রোপচার করা যাবে। শুধুমাত্র বেসরকারি হাসপাতালের ক্ষেত্রেই এই নিয়ম। নির্দেশিকায় বলা হয়েছে, সরকারি হাসপাতালে হাড়ের অস্ত্রোপচারের পরিকাঠামো না থাকলে তবেই বেসরকারি হাসপাতালে রেফার করা যাবে।

    রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার বিরুদ্ধে তোপ খোদ স্বাস্থ্যমন্ত্রীরই!

    এদিকে, বুধবারই রাজ্যের সুপার স্পেশালিটি সরকারি হাসপাতালের বিরুদ্ধে তোপ দেখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অভিযোগ তুলেছেন ভুল চিকিৎসারও। প্রসঙ্গত রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীও বটে মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের এহেন  মন্তব্যকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। মুখ্যমন্ত্রীর ভুল চিকিৎসার তত্ত্বকে টেনে এনে স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগের দাবিও জানাতে দেখা গিয়েছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে।

    শুভেন্দুর ট্যুইট

    প্রসঙ্গত নবান্নে সাংবাদিক বৈঠক করে ভুল চিকিৎসার অভিযোগ করেন মমতা। সেই মন্তব্যের একটি ভিডিও এক্স হ্যান্ডেলে শেয়ার করে শুভেন্দু অধিকারী লেখেন, ‘‘এসএসকেএম হাসপাতালে রাজ্যের মুখ্যমন্ত্রীর ভুল চিকিৎসার জন্য স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ করা উচিত। রাজ্যের সবথেকে উচ্চমানের সরকারি হাসপাতালকে চোর ডাকাতদের নিরাপদ আশ্রয়স্থল বানানোর অপচেষ্টার কারণে চিকিৎসার এই অবস্থা হয়েছে।’’ শুভেন্দুর আরও সংযোজন, ‘‘এই অপদার্থ স্বাস্থ্যমন্ত্রীর আমলে এখানকার ডাক্তারবাবুরা চিকিৎসা কম করছেন। রাজনৈতিক ও প্রশাসনিক চাপের শিকার হয়ে ভুয়ো কাগজপত্র তৈরিতে বেশি মনোনিবেশ করতে বাধ্য হচ্ছেন।’ যদিও তৃণমূলের তরফে এখনও এই নিয়ে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। শাসকদল আগামী দিনে এই নিয়ে কোনও প্রতিক্রিয়া দেয় কি না, সেটাই এখন দেখার (Swasthya Sathi)।’’

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Daily Horoscope: জেনে নিন আপনার রাশিফল (শুক্রবার, ০৩/১১/২০২৩)

    Daily Horoscope: জেনে নিন আপনার রাশিফল (শুক্রবার, ০৩/১১/২০২৩)

    চাকরি থেকে ব্যবসা, বন্ধু থেকে ব্যক্তিগত জীবন, ভ্রমণ থেকে স্বাস্থ্য–কেমন কাটবে দিন?

    মেষ

    ১) দিনটি উদ্বেগে কাটবে, এরফলে আপনি হতবুদ্ধি হয়ে পড়তে পারেন।

    ২) আবেগের বশে কাজ করলে বিপদ হতে পারে। 

    বৃষ

    ১) প্রেমের সম্পর্কে জটিলতা দেখা দিতে পারে আজ।

    ২) আবেগকে নিয়ন্ত্রণ করুন। কর্মক্ষেত্রে জটিলতা কাটতে পারে। 

    মিথুন

    ১) একটু সাবধানে থাকতে হবে। কোনও বিপদ ঘটতে পারে।

    ২) কোনও আত্মীয়ের সঙ্গে বিবাদ হতে পারে। দিনভর সতর্ক থাকুন।

    কর্কট

    ১) অতিরিক্ত কাজের চাপে শারীরিক দুর্বলতার যোগ।

    ২) মাত্রাছাড়া ক্রোধ আপনার ক্ষতি ডেকে আনতে পারে। সতর্ক থাকুন। 
      
    সিংহ 

    ১) ভ্রমণের পক্ষে দিনটি শুভ নয়। কোথাও যাওয়ার থাকলে সতর্ক থাকুন।

    ২) মা-বাবার সঙ্গে বিবাদের সম্ভাবনা। কথাবার্তা বুঝেশুনে বলুন।

    কন্যা

    ১) কুটিরশিল্পের সঙ্গে যুক্ত ব্যক্তিদের আর্থিক উন্নতির যোগ।

    ২) আপনার রসিকতার ফলে অপরের ক্ষতি হতে পারে। 

    তুলা 

    ১) দুপুর নাগাদ ব্যবসায় অগ্রগতি। আর্থিক লাভ হবে।

    ২) ইচ্ছাপূরণ হবে যে কোনও কাজে। দিনটি খুবই ভাল কাটবে।

    বৃশ্চিক

    ১) ব্যবসায় বিপুল পরিমাণে ক্ষতি হতে পারে। 

    ২) বাড়তি খরচ সংসারে বিবাদের কারণ হতে পারে।

    ধনু

    ১) চাকরিতে সুখবর আসতে পারে। সহকর্মীদের মধ্যে সম্মান বৃদ্ধি।

    ২) রক্তচাপ নিয়ে চিন্তা বাড়তে পারে। সাবধান থাকুন। 

    মকর

    ১) শারীরিক অবস্থা খারাপ থাকবে। কর্মে ক্ষতির আশঙ্কা থাকবে আজ।
     
    ২) সংসারে শান্তি বজায় থাকবে। আপনার সবাই প্রশংসা করবে।

    কুম্ভ

    ১) কাজের চাপ খুব বেশি থাকবে। সংসারে বিবাদ হতে পারে।

    ২) ব্যবসায় কিছু পাওনা আদায় হতে পারে। 

    মীন

    ১) সন্তানের কাছ থেকে সুখবর পেতে পারেন।

    ২) সারাদিন মন চঞ্চল থাকবে। 

     

    DISCLAIMER: এই প্রতিবেদনটি বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী লেখা। এর সঙ্গে মাধ্যম-এর কোনও সম্পর্ক নেই। মাধ্যম এর কোনও দায় নিচ্ছে না।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Arambagh: রাজ্য নেতৃত্বের সামনে বৈঠকের মধ্যে তুমুল বিক্ষোভ, তৃণমূলের গোষ্ঠী কোন্দল তুঙ্গে

    Arambagh: রাজ্য নেতৃত্বের সামনে বৈঠকের মধ্যে তুমুল বিক্ষোভ, তৃণমূলের গোষ্ঠী কোন্দল তুঙ্গে

    মাধ্যম নিউজ ডেস্ক: ফের তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্ব প্রকাশ্যে। এবার তৃণমুল নেতা জয়প্রকাশ মজুমদারের সামনেই গোষ্ঠীদ্বন্দ্বে জড়িয়ে পড়লেন তৃণমূলেরই দুই গোষ্ঠীর নেতা কর্মীরা। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে আরামবাগের (Arambagh) খানাকুলে। এই ঘটনায় রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়়েছে।

    ঠিক কী ঘটনা ঘটেছে? (Arambagh)

    স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, খানাকুল-১ তৃণমূল ব্লক সভাপতি বনাম পঞ্চায়েত সমিতির সহ-সভাপতির অনুগামীদের দ্বন্দ্বের জেরে বারবার অস্বস্তিতে পড়তে হচ্ছে জেলা থেকে রাজ্য নেতৃত্বকে। বৃহস্পতিবারও একই ঘটনার পুনরাবৃত্তি হয় বলে কর্মীসভায়। দলীয় কর্মসূচিতে খানাকুলে যোগ দেন তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার,আরামবাগ (Arambagh) সাংসদ অপরুপা পোদ্দার। আর সেখানেই রাজ্য নেতৃত্বের সামনে চরম বিশৃঙ্খলা সৃষ্টি হয়। এক গোষ্ঠীর লোকজন অপর গোষ্ঠীর বিরুদ্ধে দুর্নীতি ও দলবিরোধীর অভিযোগ তুলে সরব হন। মিটিংয়ের মধ্যে তুমুল বচসা হয়। পরে, রাজ্য নেতৃত্বের হস্তক্ষেপে পরিস্থিতি সামাল দেওয়া হয়। এই ঘটনায় আবারও অস্বস্তিতে পড়ল আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস। রাজ্য নেতৃত্ব চরম অস্বস্তিতে পড়ে যায়।

    তৃণমূল নেতৃত্বের কী বক্তব্য?

    খানাকুল ১ নং ব্লকের যুব তৃণমূলের কার্যকরী সভাপতি মাসাদুল মল্লিকের অভিযোগ,  পঞ্চায়েত সমিতির সহ সভাপতি নঈমূল হক নিজের ইচ্ছামত কাজ করছে। টাকার বিনিময়ে কর্মাধ্যক্ষ বন্টন করেছে। পাশাপাশি কখনও তৃণমূল আবার কখনো বিজেপিতে যোগ দিয়ে দলের ভাবমূর্তি নষ্ট করছে। যদিও  পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি এবিষয়ে কোনও মন্তব্য করতে চাননি। তৃণমূলের রাজ্য নেতা জয়প্রকাশ মজুমদার বলেন, কোনও বিশৃঙ্খলা হয়নি। অল্প বাকবিতন্ডা হয়েছে।

    বিজেপি নেতৃত্ব কী বললেন?

    যদি এই ঘটনায় আরামবাগ (Arambagh) সংগঠনিক জেলা বিজেপির সভাপতি বিমান ঘোষ বলেন, যখন জয়প্রকাশবাবু নির্বাচনের লড়াই করেছিলেন তখন তাঁর পিছনে লাথিটা মেরেছিল তৃণমূল। এই দলটার থেকে এর থেকে বেশি কিছু আশা করা যায় না। কাটমানি,কোন্দল নিয়ে তৃণমূল।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Nadia: ‘পঞ্চায়েত নির্বাচনে টিকিট বিক্রি করেছে দল’, বিস্ফোরক তৃণমূল বিধায়ক তাপস সাহা

    Nadia: ‘পঞ্চায়েত নির্বাচনে টিকিট বিক্রি করেছে দল’, বিস্ফোরক তৃণমূল বিধায়ক তাপস সাহা

    মাধ্যম নিউজ ডেস্ক: বিজয়া সম্মেলনী অনুষ্ঠানে দলের বিরুদ্ধেই বিস্ফোরক তৃণমূল বিধায়ক। পঞ্চায়েত নির্বাচনের টিকিট দেওয়াকে কেন্দ্র করে ভরা মঞ্চে দলের শীর্ষ নেতৃত্বদের সামনেই ক্ষোভ উগরে দিলেন নদিয়ার (Nadia) তেহট্টের তৃণমূল বিধায়ক তাপস সাহা। প্রকাশ্যে তৃণমূল বিধায়কের অভিযোগ নিয়ে তোলপাড় শুরু হয়েছে জেলা রাজনীতি। চরম বিড়়ম্বনায় পড়েন জেলা নেতৃত্ব।

    ঠিক কী অভিযোগ করেছেন তৃণমূল বিধায়ক? (Nadia)

    এদিন নদিয়ার (Nadia) কৃষ্ণনগর রবীন্দ্রভবনে বিজয়া সম্মেলনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস, কল্লোল খাঁ সহ তৃণমূলের এক ঝাঁক শীর্ষ নেতৃত্ব। যদিও একের পর এক নেতৃত্ব বক্তব্য দেওয়ার মাঝে বক্তব্য রাখেন তেহট্টের বিধায়ক তাপস সাহা। ভরা মঞ্চে নির্বাচনী টিকিট দেওয়াকে কেন্দ্র করে একের পর এক অভিযোগ তুলে ধরেন। তিনি বলেন, পঞ্চায়েত নির্বাচনে সব স্তরের নেতাদের সঙ্গে কথা বলে পঞ্চায়েতের প্রার্থীদের তালিকা তৈরি করলাম। সেই প্রার্থী তালিকা জমা দেওয়ার পর দেখলাম আমাদের তালিকা অনুযায়ী প্রার্থী করা হয়নি। সেই তালিকায় কতজন পাশ করেছেন তা জানার অধিকার আমাদের আছে। জেলা নেতৃত্ব কল্লোল খাঁ, নাসিরুদ্দিন আহমেদের কাছে জানতে চাইলে তারা কিছু জানেন না বলে জানাচ্ছে। ৪৩ বছরের রাজনীতি জীবনে টিকিট নিয়ে এরকম ঘটনা ঘটেনি। পঞ্চায়েতে টিকিট বিক্রি হয়েছে। যা আমি আমার রাজনীতি জীবনে দেখিনি। দলীয় কর্মী কিছু জানতে চাইলে উত্তর দিতে পারি না।

    তৃণমূল নেতৃত্বের একাংশ কী বললেন?

    ভরা মঞ্চে একের পর এক বিস্ফোরক অভিযোগ তুলতেই তাপস সাহাকে সামাল দেওয়ার চেষ্টা করে তৃণমূল নেতৃত্ব। যদিও মঞ্চে তাঁর অভিযোগ তুলে ধরা নিয়ে সকলের সামনে ক্ষমা প্রার্থনা করেন তাপসবাবু। তবে, বিজয়া সম্মেলনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে হঠাৎই যে দলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করবেন তাপস সাহা, এটা দলেরই কাছে ছিল অজানা। এই ঘটনায় দলের দ্বন্দ্ব একেবারে সামনে চলে এল। যদিও সভায় উপস্থিত তৃণমূল কর্মীদের একাংশ বেজায় খুশি। তাঁদের বক্তব্য, তাপসদা আমাদের মনের কথা বলেছেন। বহু যোগ্য কর্মী এবার টিকিট পাননি। পঞ্চায়েতে টিকিট নিয়ে দুর্নীতি হয়েছে।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Newtown Bus: মাঝ রাস্তা থেকে যাত্রীদের নামিয়ে তুলে নেওয়া হল বাস, তীব্র উত্তেজনা উত্তরপাড়ায়

    Newtown Bus: মাঝ রাস্তা থেকে যাত্রীদের নামিয়ে তুলে নেওয়া হল বাস, তীব্র উত্তেজনা উত্তরপাড়ায়

    মাধ্যম নিউজ ডেস্ক: মাঝ রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নেওয়ার অভিযোগে তোলপাড় শ্রীরামপুরে-নিউটাউন রুটে (Newtown Bus)। চরম ভোগান্তি এবং যাত্রীদের হয়রানির শিকার হতে হল বুধবার। সেই সঙ্গে ক্ষিপ্ত হয়েছেন বাসের মালিকরাও। বাসের মালিকরা বিক্ষোভ দেখিয়ে উত্তরপাড়া থানার পুলিশের কাছে অভিযোগ জানিয়েছেন বলে জানা গিয়েছে। কিন্তু কেন এই ভাবে বাস তুলে নেওয়া হল? আপাতত অনির্দিষ্ট কালের জন্য এই রুটে বাস পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। এই নিয়ে চরম উত্তেজনা এই রুটে।

    মূল অভিযোগ কী (Newtown Bus)

    স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বুধবার সন্ধ্যার সময়, মাঝ রাস্তায় তিনটি বাস (Newtown Bus) তুলে নিয়ে গিয়েছে রিকভারি এজেন্সি। বাসগুলি শ্রীরামপুর থেকে নিউটাউনের দিকে যাচ্ছিল বলে জানা গিয়েছে। এই বাসের রুট হল ২৮৫ নম্বর। ঘটনায় প্রতিবাদে ফেটে পড়েছেন বাসের মালিকরা। আর এরপর বাসের মালিকরা গতকাল সন্ধ্যেবেলায় অভিযোগ জানিয়েছেন উত্তরপাড়া থানায়। অবিলম্বে সমাধান চাইছেন রুটের যাত্রীরা।

    কেন তুলে নেওয়া হল বাস?

    রিকভারি এজেন্সি বাস তুলে নিয়ে যাওয়ার বিষয়ে শ্রীরামপুর-নিউটাউন (Newtown Bus) রুটের বেসরকারি বাস মালিক সংগঠনের সভাপতি রঞ্জন প্রামাণিক বলেন, “বাসগুলির ঋণ শোধ করার বিষয় নিয়ে আদালতে একটা মামলা চলছে। তা সত্ত্বেও ঋণ প্রদানকারী সংস্থা রিকভারি এজেন্টদের মাধ্যমে তিনটি বাস জোর করে তুলে নিয়ে যায়। তবে শুধু যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে যায়নি, বাসের চালকদেরও মারা হয় বলে অভিযোগ উঠেছে। প্রতিবাদে থানায় অভিযোগ জানানো হয়েছে।” তিনি আরও বলেন, “সমাধানের জন্য রাজ্য পরিবহণ দফতরের বিশেষ দৃষ্টি আকর্ষণ করবো।” বাস তুলে নেওয়ার বিষয়ে শ্রীরামপুর পুরসভার চেয়ারম্যান দিলীপ যাদব বলেন, “পুলিশের কাছে অভিযোগ দায়ের করা উচিত। যদি পুলিশ কোনও ব্যবস্থা গ্রহণ না করে, তা হলে আমি পুলিশের কাছে জানাবো।”   

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Ration Card: রাস্তার পাশে ঝোপে ডাঁই হয়ে পড়ে রয়েছে ডিজিটাল রেশন কার্ড, উঠল তদন্তের দাবি

    Ration Card: রাস্তার পাশে ঝোপে ডাঁই হয়ে পড়ে রয়েছে ডিজিটাল রেশন কার্ড, উঠল তদন্তের দাবি

    মাধ্যম নিউজ ডেস্ক: রেশন বন্টন দুর্নীতি নিয়ে তদন্তে নেমে ইতিমধ্যেই এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি গ্রেফতার করেছে প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে। এই দুর্নীতি নিয়ে তোলপাড় হচ্ছে বর্তমান রাজ্য রাজনীতি। রাজ্যে লক্ষ লক্ষ ভুয়ো রেশন কার্ড (Ration Card) রয়েছে বলে বিরোধীরা বার বার অভিযোগ করছে। এরই মাঝে বেশ কিছু ডিজিটাল রেশন কার্ড রাস্তার পাশে থাকা ঝোপের মধ্যে পড়ে থাকার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল এলাকায়। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ শহরের সুদর্শনপুর এলাকার পুরসভার ১ নং ওয়ার্ডে। এই ঘটনার প্রকৃত তদন্তের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

    ঠিক কী ঘটনা ঘটেছে? (Ration Card)

    স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে প্রাতঃভ্রমণ করতে গিয়ে স্থানীয় কয়েকজন বাসিন্দা দেখতে পান, রাস্তার ধারে থাকা একটি ঝোপের আড়ালে বেশ কিছু ডিজিটাল রেশন কার্ড (Ration Card) পড়ে রয়েছে। কিন্তু, ওই রেশন কার্ড কাদের তা জানা যায়নি। এরপরই স্থানীয় বাসিন্দারা রায়গঞ্জ থানায় খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে আসে রায়গঞ্জ থানার পুলিশ। পুলিশ এসে পড়ে থাকা ডিজিটাল রেশন কার্ডগুলিকে বাজেয়াপ্ত করে থানায় নিয়ে যায়। কিন্তু, এই রেশন কার্ডগুলি কীভাবে রাস্তার ধারে এল, তা পরিষ্কার নয়। আর এই ঘটনা থেকে রহস্য দানা বাঁধতে শুরু করেছে। কে বা কারা এই রেশন কার্ড রাস্তায় ফেলে গেল, তা নিয়ে তদন্তের দাবি উঠেছে।

    স্থানীয় বাসিন্দাদের কী বক্তব্য?

    স্থানীয় বাসিন্দা মিন্টু দাস বলেন, প্রাতঃভ্রমণে গিয়ে আমরা দেখতে পাই রাস্তার পাশে জঙ্গলের মধ্যে ডাঁই হয়ে বহু ডিজিটাল রেশন কার্ড (Ration Card) পড়ে আছে। এমন প্রয়োজনীয় জিনিস রাস্তার ধারে পড়ে থাকতে দেখে আমাদের সন্দেহ হয়। পরবর্তী সময়ে আমরা পুলিশে খবর দিই। পুলিশ এসে তদন্ত শুরু করেছে। আমরা চাই, এই রেশন কার্ডগুলো যাদের, তাদের হাতে তুলে দেওয়া হোক। এই ঘটনায় রহস্য ভেদ করুক পুলিশ।  

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Burdwan: কৃষি দফতরে আবেদনের সাত বছর পর এল অ্যাডমিট কার্ড, তাজ্জব চাকরিপ্রার্থী

    Burdwan: কৃষি দফতরে আবেদনের সাত বছর পর এল অ্যাডমিট কার্ড, তাজ্জব চাকরিপ্রার্থী

    মাধ্যম নিউজ ডেস্ক: নিয়ম মেনে চাকরি পাওয়ার আশায় ফর্ম ফিল-আপ করেছিলেন এক চাকরিপ্রার্থী। আর সেই পরীক্ষা দেওয়ার অ্যাডমিট কার্ড এসে পৌঁছলো সাত বছর পর। অবাক করার মতো এই ঘটনা ঘটেছে বর্ধমান (Burdwan) শহরের নারকেলবাগান এলাকায়। জানা গিয়েছে, ওই চাকরিপ্রার্থীর নাম আশিস বন্দ্যোপাধ্যায়।

    ঠিক কী ঘটনা ঘটেছে? (Burdwan)

    স্থানীয় ও পরিবার সূত্রে জানা গিয়েছে, ২০১৬ সালের ১৮ ই মার্চ কাগজে বিজ্ঞাপন দেখেন বর্ধমান (Burdwan) শহরের নারকেলবাগান এলাকার বাসিন্দা আশিসবাবু। সেই বিজ্ঞপ্তিতে দেখা যায় রাজ্য কৃষি দফতরে কৃষি প্রযুক্তি সহায়ক পদে ৮১৮ জন নিয়োগ করা হবে। যোগ্যতা ছিল উচ্চ মাধ্যমিক। বিজ্ঞপি নং-০৪/WBSSC/২০১৬. বেতনক্রম ছিল ৫৪০০-২৫২০০। সেই মতো আশিসবাবু ওই পদে  আবেদন করেছিলেন। কিন্তু, আবেদন করার পর থেকে প্রায় সাত বছর তাঁর কাছে পরীক্ষার অ্যাডমিট কার্ড বা আনুষঙ্গিক কিছু আসেনি। কিন্তু, আচমকা চলতি বছরের ১ নভেম্বর দুপুর একটা নাগাদ চাকরির পরীক্ষার জন্য প্রায় সাত বছর পরে সেই পরীক্ষার অ্যাডমিট কার্ড হাতে পান আশিসবাবু। যা পেয়ে রীতিমতো উৎসাহিত হয়ে ওঠেন তিনি। কিন্তু, অ্যাডমিট খুলেই হতবাক হন। কারণ পরীক্ষা হয়ে গিয়েছে প্রায় সাত বছর আগে, ২০১৬ সালের ১৮ই ডিসেম্বর।

    কী বললেন ওই চাকরি প্রার্থী?

    চাকরিপ্রার্থী আশিসবাবু বলেন, যাঁরা চাকরি পাওয়ার যোগ্য, তাঁদের নাম ইচ্ছাকৃতভাবে বাদ দিয়ে অন্য লোককে চাকরি দেওয়া হয়েছে। এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হোক। কার ভুলে আমাকে এই খেসারত দিতে হল, তা প্রকাশ্যে আসুক। বিষয়টি নিয়ে আইনি পদক্ষেপ গ্রহণ করার কথাও ভাবছি। এই ঘটনা নিয়ে শুরু হয়েছে চরম রাজনৈতিক বিতর্ক। বিরোধী দলগুলি একযোগে শাসকদল ও রাজ্য সরকারের বিরুদ্ধে সরব হয়েছে। তাঁদের অভিযোগ, যেভাবে রাজ্যে শিক্ষা ও পুরসভার মতো কৃষি দফতরে দুর্নীতি হয়েছে। এই ঘটনা তার জ্বলন্ত প্রমাণ।

    কৃষিমন্ত্রী কী বললেন?

    যদিও শাসকদলের সাফাই, এটা ডাকযোগে এসেছে। যদি কোনও গলদ থাকে তাহলে সেখানে হয়েছে। কৃষিমন্ত্ৰী প্ৰদীপ মজুমদারের বক্তব্য, এটা ২০১৬ সালের ঘটনা। কবে হয়েছে বলতে পারব না। তবে, এক্ষেত্রে তো কারও দায় থাকলে সেটা ডাক বিভাগের।

     

     দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Jyotipriya Mallick: তৃণমূলের বিজয়া সম্মেলনে উধাও জ্যোতিপ্রিয়র ছবি, দল কি দূরত্ব তৈরি করল?

    Jyotipriya Mallick: তৃণমূলের বিজয়া সম্মেলনে উধাও জ্যোতিপ্রিয়র ছবি, দল কি দূরত্ব তৈরি করল?

    মাধ্যম নিউজ ডেস্ক: দল পাশে থাকার বার্তা দিলেও, তৃণমূলের বিজয়া সম্মেলন থেকেই কি দল দূরত্ব তৈরি করতে শুরু করল? উত্তর ২৪ পরগণার বাগদা পূর্ব ব্লকের বিজয়া সম্মেলনের ব্যানার-ফ্লেক্সে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি থাকলেও, বাদ গেছে রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের (Jyotipriya Mallick) ছবি। উল্লেখ্য সম্প্রতি রেশন দুর্নীতি কেলেঙ্কারিতে ইডির হাতে গ্রেতফতার হয়েছেন বালু। আবার রেশনের আটা, চাল, গম খোলা বাজারের বিক্রি করে বাকিবুর রহমান যে সম্পত্তি গড়েছেন, তার সঙ্গে প্রাক্তন খাদ্যমন্ত্রীর সম্পর্কের সূত্র উঠে এসেছে তদন্তকারী সংস্থার হাতে। এরপর থেকেই কি দল, প্রাক্তন খাদ্যমন্ত্রীর পাশে নেই? এই প্রশ্নে এখন তীব্র শোরগোল জেলায়।

    জ্যোতিপ্রিয়র ছবি উধাও (Jyotipriya Mallick)

    উত্তর ২৪ পরগণায় তৃণমূল কর্মীদের বিজয়া সম্মেলনের পোস্টারে দেখা মেলেনি মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের (Jyotipriya Mallick) ছবি। মমতা-অভিষেকের ছবির সঙ্গে রয়েছে জেলা তৃণমূল সভাপতি বিশ্বজিৎ দাসের ছবি। ফলে দলীয় কর্মসূচী থেকে কি এবার বালু আরও ব্রাত্য হলেন? এটাই এখন বড় প্রশ্ন। দুর্নীতির সব দায় কি বালুর? অথচ ২০২১ সালের বিধানসভার পরে জেলার যেকোনও কর্মসূচীতে প্রাক্তন খাদ্যমন্ত্রীর ছবি দেখা যেতো। এককথায় জেলার শেষ কথা বলতেন বালু। তাহলে এবার থেকে সমীকরণ কি বদলে যাচ্ছে? 

    জেলা তৃণমূলকে বক্তব্য

    উত্তর ২৪ পরগণার তৃণমূলের নেত্রী মমতা ঠাকুর বলেন, “দলের স্পষ্টই নির্দেশ রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি ছাড়া অন্য কোনও ছবি ব্যবহার করা যাবে না।” কিন্তু ব্যানারে জেলা সভাপতির ছবিও ছিল, আর তা নিয়ে প্রশ্ন করলে, বিশ্বজিৎ দাস বলেন, “স্থানীয় বিধায়ক এবং কর্মীরা ভালোবেসে আমার ছবি দিয়েছেন।”

    কিন্তু এলাকার বিরোধীরা বলছেন যে মুখ্যমন্ত্রী মৌখিক ভাবে বললেও, বাস্তবে কেউ নেই জ্যোতিপ্রিয়র (Jyotipriya Mallick) পাশে। তবে শোভনদেব চট্টোপাধ্যায়, অর্জুন সিং বালুর পাশে থাকার কথা বলেও, বাস্তবে জেলার চিত্রটা পুরোপুরি আলাদা।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

LinkedIn
Share