Blog

  • World Heritage: শান্তিনিকেতনের পর কর্নাটকের হোয়াসালা মন্দির, স্থান পেল বিশ্বের ঐতিহ্যবাহী তালিকায়

    World Heritage: শান্তিনিকেতনের পর কর্নাটকের হোয়াসালা মন্দির, স্থান পেল বিশ্বের ঐতিহ্যবাহী তালিকায়

    মাধ্যম নিউজ ডেস্ক: শান্তিনিকেতনের পরে এবার কর্নাটকের হোয়াসালা মন্দিরগুলি বিশ্ব হেরিটেজের (World Heritage) তকমা পেল। সোমবারই ইউনেস্কো তরফ থেকে এমন ঘোষণা সামনে এসেছে। প্রসঙ্গত, কর্নাটকের হোয়াসালা রাজবংশের (World Heritage) বিশেষ স্থাপত্যের নিদর্শন দেখা যায় এই মন্দিরগুলিতে। ভারতের দুটি স্থান এভাবে বিশ্ব ঐতিহ্যের তালিকায় চলে আসায় ভারতের জয়জয়কার শুরু হয়েছে।

    আরও পড়ুন: গণেশ চতুর্থী কেন পালিত হয়? কীভাবে জীবনে আসবে সুখ ও সমৃদ্ধি?

    সৌদি আরবে চলছে ইউনেস্কোর সম্মেলন

    প্রসঙ্গত, গত ১০ সেপ্টেম্বর ইউনেস্কোর সমাবেশ শুরু হয়েছে সৌদি আরবে। সেখান থেকেই ঘোষণা করা হয় শান্তিনিকেতন এবং কর্নাটকের মন্দিরগুলিকে বিশ্বের ঐতিহ্যবাহী স্থান (World Heritage) হিসেবে।

    হোয়াসালা মন্দিরগুলি নির্মাণ করা হয় দ্বাদশ শতকে

    প্রসঙ্গত, কর্নাটকের হোয়াসালা মন্দিরগুলি হল ভগবান শিবের। দ্বাদশ শতাব্দীতে নির্মাণ করা হয় এই মন্দিরগুলি বলে মনে করেন ঐতিহাসিকরা।  জানা গিয়েছে, হোয়াসালার চেন্না কেশভা এবং নাগেশ্বরার মন্দির দু’টি ১২০০ সালে নির্মাণ করা হয়েছিল। এই মন্দিরগুলি রাজা বিষ্ণুবর্ধনের পৃষ্ঠপোষকতায় নির্মিত হয়েছিল বলে মনে করা হয়। কর্নাটকের হোয়াসালা মন্দিরগুলি হেরিটেজ (World Heritage) তালিকায় ভারতের ৪২তম জায়গা হিসেবে স্থান পেল। ইউনেস্কোর ঐতিহ্যবাহী তালিকায় পশ্চিমবঙ্গের শান্তিনিকেতন ছাড়াও রয়েছে সুন্দরবন, দার্জিলিংয়ের টয় ট্রেন এবং দুর্গাপুজো।

    দেশের গুরুত্বপূর্ণ হেরিটেজগুলি

    ভারতে ইউনেস্কোর গুরুত্বপূর্ণ বিশ্ব হেরিটেজের তালিকায় রয়েছে আগ্রা ফোর্ট, অজন্তা ও ইলোরা গুহা, তাজমহল, নালন্দা মহাবিহার, সাঁচির বৌদ্ধস্তূপ, ছত্রপতি শিবাজি টার্মিনাস, গোয়ার চার্চ, ফতেপুর সিক্রি, হিমালয়ান ন্যাশনাল পার্ক, কাজিরাঙা জাতীয় উদ্যান, ওডিশার কোনারক সূর্যমন্দিরের মতো জায়গাগুলি।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Shantipur: বিজেপির পঞ্চায়েত সদস্যর বাড়ির বিছানায় ফেলা হল বোমা, জখম ৩, অভিযুক্ত তৃণমূল

    Shantipur: বিজেপির পঞ্চায়েত সদস্যর বাড়ির বিছানায় ফেলা হল বোমা, জখম ৩, অভিযুক্ত তৃণমূল

    মাধ্যম নিউজ ডেস্ক: বিজেপির পঞ্চায়েত সদস্যর বাড়িতে আবারও বোমাবাজির ঘটনায় উত্তপ্ত নদিয়ার শান্তিপুর (Shantipur)। ঘুমন্ত অবস্থায় বিছানার মধ্যে বোমা মারার অভিযোগ ওঠে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুর বেলঘড়িয়া-২ নম্বর পঞ্চায়েতের গবার চর মাঝেরপাড়া এলাকায়। ঘটনায় বিজেপির পঞ্চায়েত সদস্যর নাবালক ভাইপো সহ তিনজন জখম হন। যদিও এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। ঘটনাস্থলে শান্তিপুর থানার বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি সামাল দেয়।

    ঠিক কী ঘটনা ঘটেছে? (Shantipur)  

    নদিয়ার শান্তিপুর (Shantipur) বেলঘড়িয়া-২ নম্বর পঞ্চায়েতে বিজেপির হয়ে দাঁড়িয়েছিলেন গৌরাঙ্গ বিশ্বাস নামে এক দলীয় কর্মী। ভোটে জয়যুক্ত হন তিনি। তারপর থেকেই একাধিকবার গৌরাঙ্গ বিশ্বাস সহ অন্যান্য বিজেপি কর্মীদের বাড়িতে হামলা ও বোমাবাজির ঘটনা ঘটে। অভিযোগ, সোমবার গভীর রাতে গৌরাঙ্গ বিশ্বাসের পরিবারের অন্যান্য সদস্যরা বারান্দাতেই বিছানা করে ঘুমাচ্ছিলেন। তখনই একদল দুষ্কৃতী তাদের বাড়ি লক্ষ্য করে বোমাবাজি করে। যদিও একটি বোমা বিছানার উপরে পড়তেই গৌরাঙ্গবাবুর এক নাবালক ভাইপো, ভাই এবং ভাইয়ের স্ত্রী জখম হন। এছাড়াও বারান্দার পাশের একটি টিনের দরজা ভেঙেচুরে যায়। এরপরে আতঙ্কে রাতের ঘুম উড়ে যায় এলাকার লোকজনের।

    কী বললেন বিজেপির জয়ী সদস্য?

    বিজেপির জয়ী সদস্য গৌরাঙ্গ বিশ্বাস বলেন, নির্বাচনের আগে থেকেই তৃণমূল এসব করছে। এলাকায় সন্ত্রাসের পরিবেশ তৈরি করতে ওরা ফের আমার বাড়িতে বোমাবাজি করে। দলীয় নেতৃত্বকে জানিয়েছি। পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছে। আমাদের দাবি, অবিলম্বে অভিযুক্তদের দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিতে হবে।

    কী বললেন তৃণমূল নেতৃত্ব?

    বিজেপির তোলা অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করে শান্তিপুরের (Shantipur) বেলঘড়িয়া অঞ্চলের তৃণমূল নেতা রবীন্দ্রনাথ রায় বলেন, বিজেপি সম্পূর্ণ মিথ্যা অভিযোগ করছে। আমরা বিগত বেশ কয়েক বছর ধরে তৃণমূল করি। কিন্তু এলাকায় যাতে শান্তি-শৃঙ্খলা বজায় থাকে, সেই চেষ্টা করি সব সময়। বোমাবাজির ঘটনা আমরা কিছুই জানি না। বিজেপি মিথ্যে অভিযোগ করে তৃণমূলের নামে বদনাম করার চেষ্টা করছে।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Parliament Of India: নয়া ভবনে সাংসদদের উপহার দেবে মোদি সরকার, কী কী থাকছে গিফটব্যাগে?

    Parliament Of India: নয়া ভবনে সাংসদদের উপহার দেবে মোদি সরকার, কী কী থাকছে গিফটব্যাগে?

    মাধ্যম নিউজ ডেস্ক: উদ্বোধন হয়েছিল মে মাসের ২৮ তারিখে। তবে গণেশ চতুর্থীর দিনেই প্রথম অধিবেশন বসতে চলেছে নয়া সংসদ ভবনে (Parliament Of India)। এই নয়া সংসদ ভবনের প্রথম দিনের অধিবেশনে যোগ দেওয়া সাংসদদের জন্য থাকছে বিশেষ উপহারের ব্যবস্থা। এ কথা জানা গিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা সূত্রে। আগ্রহ তৈরি হয়েছে, গিফটব্যাগে ঠিক কী কী পাওয়া যাবে তা নিয়ে! জানা গিয়েছে, মঙ্গলবার সাংসদদের হাতে নতুন সংসদ ভবনে তুলে দেওয়া হবে ভারতের একটি সংবিধানের অনুলিপি, সংসদ (Parliament Of India) সম্পর্কিত একটি বই, একটি স্মারক মুদ্রা এবং একটি স্ট্যাম্প।

    বদল সংসদের কর্মচারীদের পোশাকেও 

    জানা গিয়েছে সংসদের (Parliament Of India) কর্মচারীদেরও পোশাকে বদল করা হয়েছে, এবার থেকে পুরুষকর্মীরা পরবেন ক্রিম রঙের শার্ট এবং খাকি প্যান্ট। অন্যদিকে মহিলা কর্মীদের জন্য বাছাই করা হয়েছে এক ধরনের বিশেষ হালকা রঙের শাড়ি। লোকসভায় মার্শালদের জন্য থাকছে মণিপুরের বিশেষ টুপি। অন্যদিকে নয়া সংসদ ভবনে ছ’টি গেট তৈরি করা হয়েছে বিভিন্ন প্রতীক হিসাবে। এগুলির নাম দেওয়া হয়েছে, গজদ্বার, অশ্বদ্বার, গরুড়দ্বার, মকরদ্বার, শার্দুলদ্বার এবং হংসদ্বার। 

    ৬টি বিভিন্ন প্রতীকের দ্বার

    ১)  গজদ্বার: গজদ্বার হল হাতির প্রতীক। ভারতীয় সংস্কৃতিতে হাতিকে মানা হয় বুদ্ধি, স্মৃতি, সম্পদ এবং জ্ঞানের প্রতীক হিসেবে। নয়া সংসদ ভবনের উত্তর দিকে স্থাপিত হয়েছে এই দ্বার।

    ২) অশ্বদ্বার: ভারতীয় সভ্যতায় ঘোড়াকে মানা হয় শক্তি, সামর্থ্য এবং সাহসের প্রতীক হিসেবে।

    ৩) গরুড়দ্বার: তৃতীয় দ্বারটি (Parliament Of India) ভগবান বিষ্ণুর বাহনের নামে স্থাপন করা হয়েছে। গরুড়কে হিন্দু পুরাণ অনুসারে পাখিদের রাজা মানা হয়। শক্তি এবং ধর্মের প্রতীক হলো গরুড়।

    ৪) মকরদ্বার: পার্লামেন্টের নয়া সংসদ ভবনে ঢুকতেই এই গেটটি নজরে পড়ছে। হিন্দু এবং বৌদ্ধে সাহিত্যে সামুদ্রিক জীব মকরের উল্লেখ মেলে।

    ৫) শার্দুলদ্বার: নয়া সংসদ ভবনের (Parliament Of India) এই দ্বারটি তৈরি করা হয়েছে হিন্দু পুরাণ অনুসারে শার্দুলের নামে। যেটি একটি সিংহের শরীর কিন্তু যার মাথা ঘোড়া, হাতি এবং টিয়া পাখির। জনগণের ক্ষমতা বোঝাতেই এই প্রতীক ব্যবহার করা হয়েছে।

    ৬) হংসদ্বার: মা সরস্বতীর বাহনের নামে এই দ্বারটি হল সংসদ ভবনের ৬ নম্বর গেট যেটি আত্মোপলব্ধি এবং জ্ঞানের প্রতীক।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Old Parliament Building: পুরনো সংসদকে বিদায়! কী হবে ভবনটির?

    Old Parliament Building: পুরনো সংসদকে বিদায়! কী হবে ভবনটির?

    মাধ্যম নিউজ ডেস্ক: মঙ্গলবারই সংসদের বিশেষ অধিবেশন বসতে চলেছে নয়া সংসদ ভবনে। উদ্বোধনের চার মাস পরে বসছে প্রথম অধিবেশন। প্রসঙ্গত, পুরনো সংসদ ভবনকে (Old Parliament Building) আজকেই বিদায় জানাবেন সাংসদরা। পুরনো সংসদ ভবনটি উদ্বোধন করেছিলেন লর্ড আরউইন আজ থেকে ৯৬ বছর আগে, ১৮ জানুয়ারি ১৯২৭ সালে। এই ৯৬ বছর ধরে ভারতীয় সংসদ নানা ঘটনার সাক্ষী থেকেছে। সোমবারই নিজের বক্তব্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই কথাগুলি তুলে ধরেন। তিনি বলেন, ‘‘দেশের সাংসদরা নতুন আশা এবং আত্মবিশ্বাস নিয়ে নতুন ভবনে প্রবেশ করবে।’’ সোমবারের বিশেষ অধিবেশনে পুরনো সংসদ ভবনে আনুষ্ঠানিক কাজকর্ম সবকিছুই সম্পন্ন হয়েছে। কিন্তু কী হবে পুরনো সংসদ ভবনের (Old Parliament Building), এ নিয়ে আগ্রহ বাড়ছে সাধারণ মানুষের।

    মঙ্গলবার গ্রুপ ফটো তোলা হবে পুরনো সংসদ ভবনে 

    অন্যান্য দিনের তুলনায় কিছুটা সময় আগেই সাংসদদের হাজির হতে বলা হয়েছে পুরনো সংসদ ভবনে। জানা গিয়েছে, সকাল ঠিক সাড়ে ন’টায় সংসদ ভবন চত্বরে লোকসভা এবং রাজ্যসভার সদস্যদের গ্রুপ ফটো তোলা হবে। সেখানে উপস্থিত থাকবেন নরেন্দ্র মোদি। এরপরে বেলা এগারোটা নাগাদ পুরনো সংসদ ভবনের (Old Parliament Building) সেন্ট্রাল হলে বিশেষ যৌথ অধিবেশন বসছে, সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড় সহ অন্যান্যরা বক্তব্য রাখবেন। যৌথ অধিবেশনে বক্তব্য রাখবেন প্রাক্তন প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং।

    পুরনো সংসদ ভবনটি সংরক্ষণ করা হবে

    যৌথ অধিবেশন শেষ হওয়ার সঙ্গে সঙ্গে পুরনো সংসদ ভবনকে (Old Parliament Building) আনুষ্ঠানিকভাবে বিদায় জানানো হবে। এখনও পর্যন্ত যা কর্মসূচি নির্ধারিত হয়েছে তাতে জানা যাচ্ছে ১১টা ৪৫ মিনিট নাগাদ সকল সাংসদ পুরনো পার্লামেন্ট থেকে নতুন সংসদ ভবনের দিকে যাবেন। শাসক ও বিরোধী দলের সকল সাংসদ একসঙ্গে নতুন সংসদ ভবনে প্রবেশ করবেন বলে সূত্রের খবর। পুরনো সংসদ ভবনটিকে তবে কোনওভাবেই ভেঙে ফেলা হবে না, ঐতিহাসিক এই ভবনকে সংরক্ষণ করা হবে। তার কারণ হল এটি দেশের অন্যতম প্রত্নতাত্বিক সম্পদ হিসেবেই থেকে যাবে। আবার একটি মহলের মত হল পুরনো সংসদ ভবনের একটি অংশকে নিয়ে জাদুঘরও করা হতে পারে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Woman Reservation Bill: মহিলাদের আসন সংরক্ষণ বিল কি আজই পেশ হচ্ছে সংসদে?

    Woman Reservation Bill: মহিলাদের আসন সংরক্ষণ বিল কি আজই পেশ হচ্ছে সংসদে?

    মাধ্যম নিউজ ডেস্ক: সোমবারই বসেছিল কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক। সূত্রের খবর, সেখানেই মহিলা সংরক্ষণ বিল (Woman Reservation Bill) নিয়ে সিদ্ধান্ত হয়েছে। মোদি সরকারের এই যুগান্তকারী পদক্ষেপ বাস্তবায়িত হলে লোকসভা এবং বিধানসভায় ৩৩ শতাংশ আসন মহিলাদের জন্য সংরক্ষিত থাকবে। সোমবার সকালে তাঁর বক্তব্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছিলেন যে বিশেষ অধিবেশনে ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হবে। ওয়াকিবহাল মহলের ধারণা, সেই ঐতিহাসিক সিদ্ধান্ত হতে পারে মহিলা সংরক্ষণ বিল। প্রসঙ্গত পঞ্চায়েত এবং পৌরসভাগুলিতে মহিলাদের জন্য আসন সংরক্ষণ রয়েছে। কিন্তু লোকসভা, বিধানসভার জন্য কোনও আসন সংরক্ষিত থাকে না। নারী সশক্তিকরণের কর্মসূচি মোদি সরকার বিগত ৯ বছর ধরেই নিয়েছে। এই বিল পাশ হলে আরও একধাপ এগিয়ে যাবে মোদি সরকার, মহিলাদের ক্ষমতায়নের (Woman Reservation Bill) দিক থেকে।

    মঙ্গলবারই পেশ হতে পারে বিল 

    সবকিছু ঠিকঠাক থাকলে এই বিল মঙ্গলবার পেশ হতে পারে সংসদে। সোমবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, শিল্প-বাণিজ্য এবং রেলমন্ত্রী পীযুষ গোয়েল, সংসদীয় বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ জোশি এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা দফায় দফায় বৈঠক করেন। অধিবেশন শুরুর দিন সন্ধ্যায় এই বৈঠককে ঘিরেই আগ্রহ বেড়েছে দেশের জনগণের। এক্ষেত্রে ওয়াকিবহুল মহলের ধারণা, মহিলা সংরক্ষণ বিল (Woman Reservation Bill) ছাড়াও ‘এক দেশ এক ভোট’ বিলও পাশ হতে পারে। সেক্ষেত্রে সারা দেশের সমস্ত রাজ্যের ভোট এবং লোকসভার ভোট একই সময়ে হওয়ার সম্ভাবনা থাকবে।

    সোমবার কী বললেন প্রধানমন্ত্রী

    ইতিমধ্যে বিশেষ অধিবেশনে কোন আটটি বিল পেশ করা হচ্ছে সর্বদলীয় বৈঠকে, তা জানিয়ে দিয়েছে কেন্দ্র। সোমবার বিশেষ অধিবেশনের প্রথম দিনে সংসদে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। চন্দ্রযান এবং জি২০-এর সাফল্য নিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘‘দেশের মধ্যে একটা নতুন আত্মবিশ্বাস দেখা যাচ্ছে।’’ সংসদের ৭৫ বছরের গণতান্ত্রিক ঐতিহ্যের কথা উঠে আসে নরেন্দ্র মোদির ভাষণে। মঙ্গলবারের বিশেষ অধিবেশন বসতে চলেছে নয়া সংসদ ভবনে। প্রসঙ্গত উদ্বোধনের চার মাস পরেই নয়া সংসদ ভবনে অধিবেশন বসছে। এই দিনে উপস্থিত সাংসদদের স্মারক দেওয়া হবে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Daily Horoscope: জেনে নিন আপনার রাশিফল (মঙ্গলবার, ১৯/০৯/২০২৩)

    Daily Horoscope: জেনে নিন আপনার রাশিফল (মঙ্গলবার, ১৯/০৯/২০২৩)

    চাকরি থেকে ব্যবসা, বন্ধু থেকে ব্যক্তিগত জীবন, ভ্রমণ থেকে স্বাস্থ্য–কেমন কাটবে দিন?

    মেষ

    ১) চাকরিজীবীরা অফিসে নতুন দায়িত্ব পেতে পারেন। এর ফলে কাজের চাপ বাড়বে।

    ২) সন্তানের বিবাহে কোনও বাধা এলে তার সমাধান খুঁজতে সফল হবেন।

    বৃষ

    ১) শারীরিক দিক দিয়ে দুর্বল থাকবেন। স্বাস্থ্য ভাল যাবে না।

    ২) সন্ধ্যা নাগাদ কোনও বন্ধুর সঙ্গে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করবেন।

    মিথুন

    ১) আর্থিক পরিস্থিতি মজবুত হবে।

    ২) শ্বশুরবাড়ির তরফে সম্মানিত হবেন।

    কর্কট

    ১) সন্ধ্যা থেকে রাত পর্যন্ত শুভ অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন।

    ২) প্রভাবশালী ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ হবে।

    সিংহ 

    ১) ব্যবসায় কারও কথা শুনে চলতে হবে, এতে কোনও ক্ষতি নেই।

    ২) চাকরিজীবীরা টিম ওয়ার্ক করবেন। তাঁদের সহযোগিতা ও সমর্থনে কাজ পূর্ণ হবে।

    কন্যা

    ১) সহজেই সম্পত্তি ক্রয় করতে পারবেন।

    ২) ব্যবসায় পরিবর্তন করতে সফল হবেন।

    তুলা

    ১) ভাইয়ের সহযোগিতায় আর্থিক পরিস্থিতি মজবুত হবে।

    ২) জীবনসঙ্গীকে কোনও উপহার দিতে পারেন।

    বৃশ্চিক

    ১) ব্যবসায়িক বিষয়ে কোনও ব্যক্তির পরামর্শ প্রয়োজন হবে।

    ২) ঘর ও কর্মক্ষেত্রে সমস্ত দায়িত্ব সহজে পূরণ করবেন।

    ধনু

    ১) জীবনসঙ্গীকে কেনাকাটার জন্য নিয়ে যেতে পারেন।

    ২) বিদেশে বসবাসকারী ব্যক্তির কাছ থেকে সুসংবাদ পাবেন।

    মকর

    ১) জীবনসঙ্গীর সহযোগিতা লাভ করবেন। দাম্পত্য জীবন ভাল কাটবে।
     
    ২) সন্তানের ভাল ভবিষ্যতের জন্য অর্থ লগ্নি করবেন। এর দ্বারা ভবিষ্যতে লাভান্বিত হবেন।

    কুম্ভ

    ১) শুভ কাজে ধন ব্যয় করবেন। বাড়তি আয়ও হবে।

    ২) সন্তানকে ভাল কাজ করতে দেখে আনন্দিত হবেন।

    মীন

    ১) চাকরিজীবীরা কোনও কাজের পরিকল্পনা করে থাকলে তার জন্য সময় বের করতে সফল হবেন।

    ২) সরকারি চাকরিজীবীরা গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে পারেন।

     

     
    DISCLAIMER: এই প্রতিবেদনটি বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী লেখা। এর সঙ্গে মাধ্যম-এর কোনও সম্পর্ক নেই। মাধ্যম এর কোনও দায় নিচ্ছে না।

  • CID: আদালতের চাপ! অবশেষে শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে এআই সুশীল বর্মনকে গ্রেফতার করল সিআইডি

    CID: আদালতের চাপ! অবশেষে শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে এআই সুশীল বর্মনকে গ্রেফতার করল সিআইডি

    মাধ্যম নিউজ ডেস্ক: মুর্শিদাবাদ জেলার সূতির গোঠা এ আর হাইস্কুলে জাল নথি দিয়ে শিক্ষক নিয়োগকাণ্ডে এবার এআই অফ স্কুল সুশীল কুমার বর্মনকে গ্রেফতার করল সিআইডি (CID)। সোমবার ধৃত সুশীলবাবুকে মুর্শিদাবাদ জেলা আদালতে তোলা হয়। তিন দিনের সিআইডি হেফাজতের নির্দেশ দিলেন বিচারক। ২১ তারিখে পুনরায় হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।

    ঠিক কী অভিযোগ?

    মুর্শিদাবাদ জেলার সূতির গোঠা এ আর হাইস্কুলে জাল নথি দিয়ে শিক্ষক নিয়োগ করার অভিযোগ উঠেছিল। এই অভিযোগের মামলায় তদন্তে নামে সিআইডি। তদন্তে নেমে নথি জাল করে চাকরি পাওয়া শিক্ষক অনিমেষ তেওয়ারিকে গ্রেফতার করে সিআইডি। প্রসঙ্গত উল্লেখ থাকে, ওই স্কুলের প্রধান শিক্ষক অনিমেষ তেওয়ারির বাবা আশিস তেওয়ারিকে সিআইডি (CID) গ্রেফতার করেছিল। ওই মামলায় কলকাতা হাইকোর্টে তদন্তের অগ্রগতির রিপোর্ট জমা করে সিআইডি। তদন্তে নেমে এই মামলায় শিক্ষা দফতরের কয়েকজন কর্মী এবং আধিকারিকের জড়িত থাকার প্রমাণ মিলে ছিল। স্কুল শিক্ষা দফতরের কাছে অনুমতি নেওয়া হয়েছিল এদের বিরুদ্ধে পদক্ষেপ করার জন্য।  কলকাতা হাইকোর্টে একথা জানিছে সিআইডি। শিক্ষক নিয়োগ দুর্নীতি এই রাজ্যের অন্যতম এক জ্বলন্ত ইস্যু। এ তদন্তে নেমে মুর্শিদাবাদের ওই স্কুলের একাধিকবার অভিযান চালান সিআইডি গোয়েন্দারা। ওই স্কুলের প্রধান শিক্ষক এবং তাঁর ছেলে ভুয়ো শিক্ষক অনিমেষ তেওয়ারিকে গ্রেফতার করা হয়। রাজ্যের যে তদন্তকারী সংস্থা ঠিকমতো কাজ করছে না বলে আক্ষেপ প্রকাশ করেছেন বিচারপতি। তিনি বলেন, এই নিয়োগের বিরুদ্ধে একটা বিরাট চক্র রয়েছে, সেই কারণে আদালত চক্র খোঁজার নির্দেশ দিয়েছিলেন সিআইডিকে। কিন্তু, মোহভঙ্গ হচ্ছে। বিচারক আরও বলেন সিআইডিকে রিপোর্ট দিয়ে ব্যাখ্যা করতে হবে। কেন এই মামলায় সিবিআই তদন্ত হবে না। এরপরই নড়েচড়ে বসে সিআইডি।

    কী বললেন ধৃত এআই অফ স্কুল?

    সূতির গোঠা হাইস্কুলের নথি জাল করে নিয়োগের ঘটনায় প্রাক্তন ডিআই পূরবী দাস সহ পাঁচ জনকে গ্রেফতার করেছিল। বর্তমানে তাঁরা জামিনে আছেন। এর আগে সিআইডির জালে ধরা পড়েছিলেন ভুয়ো শিক্ষক অনিমেষ তেওয়ারি তাঁকে জিজ্ঞাসাবাদ করার পর সুশীল কুমার বর্মনের নাম উঠে আসে। এরপরই সিআইডি (CID) তাঁকে গ্রেফতার করে। সুশীল বর্মন এদিন বলেন, আমি নির্দোষ। আমাকে পরিকল্পিতভাবে  ফাঁসানো হয়েছে।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Suvendu Adhikari: “জিতলে হলদিয়ার কারখানা থেকে তৃণমূলকে তিন ঘণ্টার মধ্যে উৎখাত করব” বিস্ফোরক শুভেন্দু

    Suvendu Adhikari: “জিতলে হলদিয়ার কারখানা থেকে তৃণমূলকে তিন ঘণ্টার মধ্যে উৎখাত করব” বিস্ফোরক শুভেন্দু

    মাধ্যম নিউজ ডেস্ক: লোকসভার ভোটে বিজেপি জয়ী হলে, তৃণমূলকে হলদিয়ার কারখানা থেকে উৎখাত করার হুঁশিয়ারি দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। পূর্ব মেদিনীপুরের টাটা স্টিল এবং টাটা পাওয়ার মজদুর সঙ্ঘের শ্রী শ্রী বিশ্বকর্মা পুজোর উদ্বোধন করতে গিয়ে ঠিক এইভাবে রাজ্যের শাসক দলের শ্রমিক সংগঠনের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করলেন শুভেন্দু।

    কী বললেন শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari)?

    পূর্ব মেদিনীপুরে আজ বিশ্বকর্মা পুজোর দিন শাসক দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তিনি বলেন, “লোকসভার ভোটে বিজেপি জয়ী হবে। হলদিয়া এবং কাঁথিতে কয়েক লাখ ভোটে জয়ী হব। তমলুকে তৃণমূল হারবে। আর তৃণমূল হারলেই মাত্র তিন ঘণ্টার মধ্যে হলদিয়ার কারখানার গেট থেকে শাসক দলকে উৎখাত করবো”। এছাড়াও পঞ্চায়েত ভোট প্রসঙ্গে তিনি বলেন, “পঞ্চায়েত নির্বাচনের মতো লোকসভার ভোট হবে না। লোকসভার ভোটে তৃণমূল ভোট লুট করতে পারবে না”। এদিন বিশ্বকর্মা পুজো উপলক্ষ্যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তমলুক সাংগঠনিক সভাপতি ও হলদিয়ার বিধায়ক তাপসী মণ্ডল, আনন্দময় অধিকারী, সোমানাথ ভুঁইয়া সহ আরও অনেক মজদুর সঙ্ঘের নেতারা।

    আর কী বললেন?

    শুভেন্দু (Suvendu Adhikari) এদিন বলেন, কলকাতার মানুষ হালদিয়ায় এসে মাতব্বরি করবে আর এই এলাকার মানুষ তাঁদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত হবে, এটা কোনও ভাবেই মেনে নেওয়া যায় না। আমরা এই জেলার অনেক মানুষকে কাজের সুযোগ করে দিয়েছি। পড়ুয়াদের শিক্ষার সামগ্রী, দুঃস্থদের আর্থিক সাহায্য, রাস্তাঘাট এবং দূষণ নিয়ন্ত্রণের উপর অনেক কাজ করেছি। এছাড়াও এলাকায় অনেক গাছ লাগিয়েছি। হলদিয়া পুরসভার নির্বাচন হলে তৃণমূলের পরাজয় সুনিশ্চিত। তাই রাজ্য থেকে তৃণমূলকে উৎখাত করতে আমাদের সকলকে আরও একত্রিত হতে হবে।

    উল্লেখ্য, তৃণমূলে থাকাকালীন শুভেন্দু হলদিয়া উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান ছিলেন। মন্ত্রিত্ব ছাড়ার আগে এই উন্নয়ন পর্ষদ থেকে ইস্তফা দেন।  

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • North 24 Parganas: চাকরি নেই রাজ্যে! ক্যাফে খুলেছেন গোল্ড মেডালিস্ট গাইঘাটার রাজু

    North 24 Parganas: চাকরি নেই রাজ্যে! ক্যাফে খুলেছেন গোল্ড মেডালিস্ট গাইঘাটার রাজু

    মাধ্যম নিউজ ডেস্ক: অধ্যাপক হওয়ার স্বপ্ন নিয়ে একের পর এক উচ্চশিক্ষার গন্ডী পেরোলেও চাকরি জোটেনি। এক একটা করে সমস্ত আশার দরজা বন্ধ হতে, অধ্যাপক হওয়ার স্বপ্ন জলাঞ্জলি দেন তিনি। শেষ পর্যন্ত নিজের চেষ্টায় মোমো, চাউমিন বানানোর ক্যাফে খুলে বসলেন গোল্ড মেডালিস্ট উত্তর ২৪ পরগনার (North 24 Parganas) গাইঘাটার রাজু মণ্ডল। নিজের স্ট্যাটাস অনুযায়ীই ক্যাফের নাম রাখলেন ‘শিক্ষিত বেকার ক্যাফে’। দুদিন আগেই দক্ষিণ দিনাজপুরের তপনের একটি কলেজে ১০০ টাকায় গেস্ট লেকচারার নিয়োগের সিদ্ধান্ত নিয়েছিল কর্তৃপক্ষ। যা নিয়ে রাজ্যজু়ড়ে চর্চা বিষয় হয়ে উঠেছিল। যদিও পরে কর্তৃপক্ষ তা প্রত্যাহার করে নেয়। বাংলার শিক্ষা ব্যবস্থার হাল কতটা খারাপ তা এই ঘটনায় সামনে এসেছে। এই ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা হলেও শিক্ষিত বেকারদের নিয়ে যে রাজ্য সরকারের কোনও মাথাব্যাথা নেই তা গাইঘাটার রাজু মণ্ডল তার জ্বলন্ত প্রমাণ। কল্যাণী বিশ্ববিদ্যালয়ে তিনি গোল্ড মেডালিস্ট পেয়েছেন। কিন্তু, হাতে কাজ নেই। বাধ্য হয়ে মোমো, চাউমিনের দোকান দিয়েছেন রাজু।

    কী বললেন ‘শিক্ষিত বেকার ক্যাফে’-র মালিক? (North 24 Parganas)  

    জানা গিয়েছে, উত্তর ২৪ পরগনা (North 24 Parganas) জেলার গাইঘাটার ঠাকুরনগরের যুবক রাজু মণ্ডল ছোট থেকেই মেধাবী। উচ্চমাধ্যমিকে গাইঘাটা ব্লকে সবচেয়ে বেশি নম্বর পেয়েছিলেন তিনি। এরপর এডুকেশনে অনার্স নিয়ে হরিণঘাটা কলেজ স্নাতক হয়ে তিনি কল্যাণী বিশ্ববিদ্যালয়ে তিনি এমএ পাশ করেন। রাজু তাঁর বিষয়ে প্রথম হয়ে গোল্ড মেডেলও পান। রাজ্যস্তরের একাধিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েও আজও কোনও চাকরির ডাক আসেনি বলেই জানান তিনি। কিন্তু অন্ন সংস্থানের তাগিদে সময় নষ্ট না করে নিজের ছোট ব্যবসা শুরু করে তিনি। রাজুর বাবা রাজমিস্ত্রি, মা ঘরের কাজ সামলান। বাড়িতে রয়েছে ছোট বোন। পড়াশোনা করছে সেও। বাড়িতে টিউশন করে রাজু অনেককে ফ্রিতে পড়ান। এমনকী কিছু বইও লিখেছেন রাজু। এমন মেধাবী পড়ুয়া বেকার তকমা ঘুচিয়ে সংসারে সহযোগিতা করার লক্ষ্য নিয়েই তাঁর ক্যাফের পরিকল্পনা। তাঁর মা নিজে একটি বেসরকারি ব্যাঙ্ক থেকে কিছু টাকা লোন নেন। সেই লোনের টাকা দিয়েই চাঁদপাড়া স্টেশনের পাশে জায়গা ভাড়া নিয়ে, এই ক্যাফে শুরু করেন রাজু। রাজু বলেন, অধ্যাপক হওয়ার স্বপ্ন ছিল। এখন আর সেই স্বপ্ন নেই। এখন অন্ন জোগাড় করতেই এই ক্যাফে শুরু করেছি। লক্ষ্য স্থির রয়েছে। একদিন স্বপ্নপূরণ হবে।

    ক্যাফেতে কী কী পাওয়া যায়, জানেন?

    স্বনির্ভর হতে উদ্যোগী রাজুর এই ক্যাফেতে বিভিন্ন রকমের মুখরোচক খাবার সহ বন্ধুবান্ধব পরিবার নিয়ে বসে আড্ডা মারার ও মনোরম পরিবেশ রয়েছে। চা, কফি, বিস্কুট, এগরোল, মোমো, বিরিয়ানি সহ আরও অনেক কিছুই পাওয়া যায়। সাধ্যের মধ্যেই রাখা হয়েছে সমস্ত খাবারের দামও। ইতিমধ্যেই ব্যাপক সাড়া ফেলেছে এই ক্যাফে।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Purulia Robbery: পুরুলিয়ায় সোনার দোকানে ডাকাতিকাণ্ডে গ্রেফতার আরও ৩, পুলিশের জালে মোট ৭

    Purulia Robbery: পুরুলিয়ায় সোনার দোকানে ডাকাতিকাণ্ডে গ্রেফতার আরও ৩, পুলিশের জালে মোট ৭

    মাধ্যম নিউজ ডেস্ক: পুরুলিয়ায় সোনার দোকানে ডাকাতিকাণ্ডে (Purulia Robbery) গ্রেফতার আরও ৩। এরা ঝাড়খণ্ড থেকে পুলিশের জালে ধরা পড়েছে বলে জানা গেছে। ধৃতদের কাছ থেকে প্রচুর নগদ টাকা ও মূল্যবান গয়না সমেত প্রায় ১ কোটি টাকার সম্পদ উদ্ধার করা হয়েছে। একই ঘটনায় মোট গ্রেফতারের সংখ্যা দাঁড়াল ৭। প্রত্যেককেই পুরুলিয়া সদর থানায় আনা হয়েছে বলে জানা গেছে।

    কীভাবে পুলিশের জালে (Purulia Robbery)?

    পুরুলিয়ার নমোপাড়ায় সোনার দোকানে ডাকাতি (Purulia Robbery) করে দুষ্কৃতীরা কোটি কোটি টাকার সোনা নিয়ে পালিয়ে যায়। এরপর ঘটনার তদন্তে নামে পুলিশ। রাজ্যের বিভিন্ন প্রান্তে দুষ্কৃতীদের ধরার জন্য পুলিশ অভিযান শুরু করে। ভিন রাজ্যেও পুলিশ অনুসন্ধান করে বলে জানা যায়। এর আগে ঘটনার সঙ্গে যুক্ত সিংহ সিধু এবং বিকাশ কুমাকে গ্রেফতার করে পুলিশ। এবার ডাকাতির সঙ্গে যুক্ত আরও তিন অভিযুক্তের কথা গোপন সূত্রে খবর পেয়ে, পুলিশ ঝাড়খণ্ড থেকে তাদের গ্রেফতার করেছে। ধৃতদের নাম হল ওমপ্রকাশ প্রসাদ, ডব্লিউ সিং এবং অজয় যাদব।

    ঘটনা কী ঘটেছিল?

    গত ২৯ অগাস্ট পুরুলিয়া এবং নদিয়ার রাণাঘাটে একই দিনে সোনার দোকানে ডাকাতির (Purulia Robbery) ঘটনা ঘটে। যদিও দুই ঘটনার মধ্যে কোনও যোগসূত্র রয়েছে কিনা, তা পুলিশ তদন্ত করে দেখছে। পুরুলিয়ায় ডাকাতির পরে, পুলিশ রাস্তায় থাকা সিসিটিভি ফুটেজ দেখে তদন্ত শুরু করে। পুলিশের প্রথম অনুমান দুষ্কৃতীরা ঝাড়খণ্ডের পথে পালিয়েছে। প্রথমে দু’জনকে পুলিশ গ্রেফতার করলে, সেই সূত্র ধরে আরও তিনজনকে সোমাবার ঝাড়খণ্ড থেকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনা ঘটার দুই দিন আগেই দুষ্কৃতীরা দোকানে ঢুকে ছিল। ঘটনার দিনে দুষ্কৃতীরা সোনা কেনার নাম করে দোকানে প্রবেশ করে। দোকানের ভিতরে রক্ষী এবং কর্মচারীরা তাদের ডাকাতি করার অভিপ্রায় বুঝতে পারেননি। এরপর ২০ থেকে ২২ মিনিটের মধ্যে দোকানে লুটপাট করে পালিয়ে যায়। এই ঘটনায় জেলায় তীব্র আতঙ্কের সৃষ্টি হয়েছিল। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

LinkedIn
Share