Blog

  • Narendra Modi: প্রধানমন্ত্রীর ৭৪ তম জন্মদিনে তাঁর দূরদর্শিতার প্রশংসা রাষ্ট্রপতির মুখে

    Narendra Modi: প্রধানমন্ত্রীর ৭৪ তম জন্মদিনে তাঁর দূরদর্শিতার প্রশংসা রাষ্ট্রপতির মুখে

    মাধ্যম নিউজ ডেস্ক: রবিবারই ৭৪ বছরে পা রাখলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রীর (Narendra Modi) জন্মদিনে দেশজুড়ে নানা কর্মসূচির আয়োজন করেছে বিজেপি। বিজেপি তরফ থেকে ঘোষণা করা হয়েছে ‘সেবাপক্ষ’-এর, যা চলবে ২ অক্টোবর গান্ধী জয়ন্তী পর্যন্ত। এই সময়ের মধ্যে সারা দেশে নানা সেবামূলক কাজ করবে গেরুয়া শিবির। অন্যদিকে প্রধানমন্ত্রীর (Narendra Modi) জন্মদিনে শুভেচ্ছাবার্তা দিয়েছেন দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সমেত কেন্দ্রীয় মন্ত্রীরাও। প্রসঙ্গত, রবিবার তাঁর জন্মদিনে নানা রকম অনুষ্ঠানে হাজির থাকবেন প্রধানমন্ত্রী। এদিনই পিএম প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা শুরু করবেন তিনি। এই প্রকল্পে দেশের চিরাচরিত শিল্পীরা পাবেন টুল কিটস কেনার জন্য ১৫০০০ টাকা এবং সর্বোচ্চ ৩ লাখ টাকা পর্যন্ত ঋণ।

    রাষ্ট্রপতির শুভেচ্ছাবার্তা 

    এদিন রাষ্ট্রপতির অফিশিয়াল এক্স হ্যান্ডেলে লেখা হয়, ‘‘ভারতের প্রধানমন্ত্রীকে (Narendra Modi) জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। তাঁর দূরদৃষ্টি এবং সুদৃঢ় নেতৃত্বে ভারত উন্নয়নের নতুন উচ্চতা ছোঁবে।’’

    কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর শুভেচ্ছাবার্তা

    স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রধানমন্ত্রীকে (Narendra Modi) নতুন ভারতের স্থপতি আখ্যা দিয়ে নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন। অমিত শাহ লেখেন, ‘‘মোদিজির মধ্যে নেতৃত্ব, সংবেদনশীলতা এবং কঠিন পরিশ্রমের সহাবস্থান দেখা যায়।’’

    বিজেপির সর্বভারতীয় সভাপতির শুভেচ্ছাবার্তা

    প্রধানমন্ত্রীকে (Narendra Modi) শুভেচ্ছা জানিয়ে এক্স হ্যান্ডেলে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা লেখেন, ‘‘বিশ্বের সর্বাধিক জনপ্রিয় জননেতা প্রধানমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছি। ভারতের সংস্কৃতিকে বিশ্বের দরবারে প্রতিষ্ঠা এবং সর্বাঙ্গীণ বিকাশে তাঁর অবদান অনস্বীকার্য।’’

    প্রতিরক্ষামন্ত্রীর শুভেচ্ছাবার্তা

    প্রধানমন্ত্রীকে নিজের এক্স হ্যান্ডেলে শুভেচ্ছা জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তিনি লেখেন, ‘‘ভারতের যশস্বী এবং কর্মযোগী প্রধানমন্ত্রীকে (Narendra Modi) জন্মদিনের শুভেচ্ছা জানাই। তাঁর নেতৃত্বে ভারত নতুন পরিচয় তৈরি করতে পেরেছে বিশ্বব্যাপী।’’

    উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তা

    উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ নিজের এক্স হ্যান্ডেলে লেখেন, ‘‘মা ভারতীর সুযোগ্য সন্তানকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন।’’

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Barrackpore: জেল থেকে ফোনেই চলছে তোলাবাজি! আতঙ্কে ব্যবসায়ীরা, কী করছে পুলিশ?

    Barrackpore: জেল থেকে ফোনেই চলছে তোলাবাজি! আতঙ্কে ব্যবসায়ীরা, কী করছে পুলিশ?

    মাধ্যম নিউজ ডেস্ক: জেলে বসেই বারাকপুর (Barrackpore)  শিল্পাঞ্চলে অবাধে তোলাবাজি চালায় বিচারাধীন বন্দিরা। পুজোর আগে এইসব দাগি বিচারাধীন বন্দিদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার আর্জি জানালেন বারাকপুর পুলিশ কমিশনারেটের কর্তারা। জেল কর্তৃপক্ষকে লিখিতভাবে এই বিষয়ে অবগত করা হয়েছে। জেলে থাকা বন্দিদের হাতে মোবাইল যাতে কোনওভাবেই না পৌঁছায় তা দেখার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

    জেলে বসেই বারাকপুর (Barrackpore) শিল্পাঞ্চলে তোলাবাজি! কী বললেন ব্যবসায়ীরা?

    কয়েক মাস আগেই বারাকপুর (Barrackpore) শহরের এক নামী বিরিয়ানি প্রস্তুতকারক সংস্থার মালিককে স্করপিও গাড়ি চেয়েছিল এক দাগি বন্দি। জেলে বসেই বিচারাধীন বন্দি সেই টাকা চেয়েছিল। বিরিয়ানির মালিক থানায় অভিযোগ করেছিলেন। পুলিশ মোবাইল ট্র্যাক করে জানতে পারে জেলখানা থেকেই এই ফোন এসেছে। এর পাশাপাশি বারাকপুর-বারাসাত রোডের উপরে আরও এক বিরিয়ানির মালিকের কাছে মোটা টাকা চায় এক বিচারাধীন বন্দি। বিরিয়ানি মালিক টাকা দিতে অস্বীকার করলে তাঁকে হুমকি দেয় ওই বন্দি। হুমকি দেওয়ার দু’দিনের মধ্যেই বিরিয়ানির দোকানে হামলা চালায় দুষ্কৃতীরা। দোকান লক্ষ্য করে এলোপাথাড়ি গুলিও ছোঁড়া হয় বলে অভিযোগ। এছাড়া ব্যারাকপুর শিল্পাঞ্চলে বড় ব্যবসায়ী, প্রোমোটারের কাছ থেকেও তোলা দাবি করে এই সব দাগি অপরাধীরা। জেলে থেকেই চলে তোলাবাজির কারবার। ব্যবসায়ীদের বক্তব্য, জেলের ভিতরে বন্দিদের হাতে কী করে মোবাইল যায়? এর পিছনে জেল কর্তৃপক্ষের একাংশে হাত রয়েছে। জেলে বসেই বন্দিরা ব্যারাকপুর শিল্পাঞ্চলের অপরাধ জগৎ সামলাচ্ছে। পুলিশ প্রশাসন কড়া না হলে এই ধরনের ঘটনা আরও বাড়বে। এই অঞ্চলে ব্যবসায়ীরা সুষ্ঠুভাবে ব্যবসা করতে পারবে না। জানা গিয়েছে, বারাকপুর পুলিশ কমিশনারেট এলাকায় বারাকপুর মহকুমা সংশোধনাগার ছাড়াও দমদম জেল রয়েছে। মূলত এই দুটি জেল থেকেই দাগি বিচারাধীন বন্দিরা ফোন করে তোলাবাজি চালায়। এই দুই জেল কর্তৃপক্ষকে দাগি অপরাধীদের উপর নজরদারি চালানোর জন্য বলা হয়েছে।

    কী বললেন পুলিশ কমিশনারেটের এক আধিকারিক?

    বারাকপুর (Barrackpore) পুলিশ কমিশনারেটের এক আধিকারিক বলেন, পুজোর আগে  জেল থেকে দাগি বিচারাধীন বন্দিরা তোলাবাজি করতে না পারে এই বিষয়ে জেল কর্তৃপক্ষকে কড়া পদক্ষেপ গ্রহণ করতে বলা হয়েছে। এই ধরনের কারবারের সঙ্গে যারা যুক্ত রয়েছে তাদেরকে চিহ্নিত করতে বলা হয়েছে। তাদের হাতে কোনও ভাবেই যাতে মোবাইল না যায়  তার নজরদারি করতে বলা হয়েছে। জেলে বসে কিভাবে তারা বাইরের। দুষ্কৃতীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে সেই বিষয়টিও খতিয়ে দেখার জন্য বলা হয়েছে।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Indi Block: ‘ইন্ডি’ জোটে অনৈক্য! বাতিল হল প্রথম জনসমাবেশ, কটাক্ষ বিজেপির

    Indi Block: ‘ইন্ডি’ জোটে অনৈক্য! বাতিল হল প্রথম জনসমাবেশ, কটাক্ষ বিজেপির

    মাধ্যম নিউজ ডেস্ক: জাঁকজমকপূর্ণভাবে প্রথম জনসমাবেশের দিনক্ষণ ঘোষণা আগেই হয়েছিল। পরস্পর বিরোধী নেতারা মঞ্চে বসে ঐক্য দেখানোর চেষ্টা করলেও ‘ইন্ডি’ জোটের (Indi Block) নেতাদের অনৈক্যের ছবি ষ্পষ্ট হয়ে উঠল জনসমাবেশ বাতিল হতেই। প্রসঙ্গত, এনসিপি সুপ্রিমো শরদ পাওয়ারের বাড়িতে ‘ইন্ডি’ জোটের প্রথম বৈঠকে স্থির হয়েছিল ভোপালের সভার কথা। অক্টোবরের প্রথম সপ্তাহে বিরোধী নেতা-নেত্রীরা নাকি জনসভা করবেন ভোপালে! সে পরিকল্পনা ভেস্তে গেল শনিবারই। কংগ্রেস নেতা কমল নাথ এই জনসমাবেশ বাতিলের কথা ঘোষণা করেন। তবে পরবর্তী জনসমাবেশ কোথা হবে! আদৌ হবে কিনা! তা নিয়ে কিছু জানাতে পারেননি জোট নেতৃত্ব। বিরোধী জোটের জনসমাবেশ বাতিল হতে কটাক্ষ করেছে বিজেপি শিবির।

    কী বলছে বিজেপি?

    মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান এনিয়ে বলেন, ‘‘সনাতন ধর্মকে যারা অবমাননা করেছেন, তাঁদের জনসমাবেশ বাতিল হবে এটাই তো স্বাভাবিক। মধ্য প্রদেশের মানুষ সনাতন ধর্মের এই অপমান মেনে নেবে না। আমাদের বিশ্বাসে আঘাত এনেছে ওরা। এই আঘাত সহ্য করা হবে না। মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। ফলে এই জনসমাবেশ বাতিল করতে বাধ্য হয়েছে তারা। মানুষ এই ব়্যালি হতে দেবে না।’’ কংগ্রেসকে তীব্র আক্রমণ শানিয়ে শিবরাজ সিং চৌহান আরও বলেন, ‘‘গ্র্যান্ড ওল্ড পার্টিতে বড্ড গন্ডগোল। পোস্টারে কার ছবি থাকবে আর কার থাকবে না, তা নিয়েও ওদের মধ্যে ঝামেলা। ওরা যখন এইসবে মগ্ন (Indi Block) তখন বিজেপি প্রচারে জোর বাড়িয়ে ফেলেছে।’’

    বিরোধীদের (Indi Block) অনৈক্যর ছবি ষ্পষ্ট

    ওয়াকিবহাল মহল অবশ্য মনে করছে যে বিরোধীরা ইস্যুভিত্তিক ঐক্যবদ্ধ না হতে পারার কারণেই তাদেরকে জনসমাবেশ বাতিল ঘোষণা করতে হল। সামনেই বিধানসভা ভোট রয়েছে মধ্যপ্রদেশে। তার আগেই বিরোধী জোটের এই সমাবেশ বাতিল হল। বিজেপি কটাক্ষ করে বলছে, যাঁরা একসঙ্গে একটা জনসমাবেশ করতে পারছেন না, তাঁরা একসঙ্গে দেশ চালানোর স্বপ্ন কীভাবে দেখছেন! প্রসঙ্গত বিরোধী জোট (Indi Block) নিয়ে ইতিমধ্যে নানা প্রশ্ন শুরু হয়েছে! যে এই জোটের প্রধানমন্ত্রী পদপ্রার্থী কে হবেন? আসন সমঝোতা কীভাবে হবে? ইত্যাদি নানা প্রশ্নের মাঝে বাতিল হল জনসমাবেশ।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Howrah: হাওড়া শিল্পাঞ্চল আজ শ্মশানভূমি! বিশ্বকর্মা পুজোর আনন্দ ম্লান

    Howrah: হাওড়া শিল্পাঞ্চল আজ শ্মশানভূমি! বিশ্বকর্মা পুজোর আনন্দ ম্লান

    মাধ্যম নিউজ ডেস্ক: শিল্পের জন্য যে শহরের পরিচিতি ছড়িয়ে পড়েছিল দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও সেই শহরে শিল্প আজ শ্মশান ভূমিতে পরিণত হয়েছে। প্রাচ্যের শেফিল্ডস নামে পরিচিত হাওড়া (Howrah) শিল্পাঞ্চলের বিশ্বকর্মা পুজোর জাঁকজমক জৌলুস একটা সময় হার মানাত দুর্গাপুজোকেও। আজ সেই ছবি ধূসর। এখন শুধুই ইতিহাস। বড় বড় বিশ্বকর্মার মূর্তি, তাসা, ব্যান্ড পার্টি, ঢাকের বাদ্যিতে যেখানে কানের পর্দা ফাটার উপক্রম হত আজ সেখানেই যেন নীরবে কোনওরকমে নিয়ম রক্ষার ঘট পুজোয় শিল্পের দেবতার নামমাত্র আরাধনায় মাততে হচ্ছে হাওড়া শিল্পাঞ্চলের মানুষদের।

    এক সময় হাওড়ায় কেমন হত বিশ্বকর্মা পুজো?

    আলামোহন দাসের তৈরি হাওড়ার দাসনগর শিল্পাঞ্চল এখন শ্মশানে পরিণত হয়েছে। গেস্টকিন উইলিয়ামস, রেমিংটন রেন্ড, বার্ন স্ট্যান্ডার্ড, ইন্ডিয়ান মেশিনারি, হুগলি ডক অ্যান্ড পোর্ট ইঞ্জিনিয়ারিং একের পর এক গঙ্গার ধার বরাবর গড়ে ওঠা জুট মিল, ফ্লাওয়ার মিল এখন এক একটা বিরাট ভূতুড়ে বাড়ির মত দাঁড়িয়ে আছে হাওড়া (Howrah) শহরজুড়ে। কোনও রকমে টিকে রয়েছে ঢালাই ও যৎসামান্য কয়েকটি লৌহ ইস্পাত, ক্ষুদ্র শিল্প। একটা সময় কারখানার ছুটি হলে বেজে উঠত সাইরেন। আর হাজারে হাজারে লোক কারখানা থেকে বেরিয়ে রওনা দিতেন গন্তব্যে। আজ সেই সাইরেনও শোনা যায় না। তখন দুর্গাপুজো মহালয়ার মতই বিশ্বকর্মা পুজো আসার ৩-৪ দিন আগে থেকেই একটা পুজো পুজো ভাব ফুটে উঠতো হাওড়া শিল্পাঞ্চলজুড়ে। কোনও কোনও কারখানায় তো বিশ্বকর্মা পুজো উপলক্ষে এক সপ্তাহ ছুটি দিয়ে দেওয়া হতো। দুর্গাপুজোর মতোই তখন বিশ্বকর্মা পুজোতে চালু ছিল থিম প্যান্ডেল। কোনও কারখানা কত বড় বিশ্বকর্মা প্রতিমা নিয়ে আসবে বা কে কাকে মণ্ডপে টেক্কা দেবে এটাই ছিল সব থেকে বড় প্রতিযোগিতা। বিশ্বকর্মা পুজো উপলক্ষে শ্রমিকদের সপরিবারেরও নিমন্ত্রণ থাকত। ভোর থেকেই শ্রমিক পরিবারের বউ ও মেয়েরা চলে আসতো কারখানায় পুজোর জোগাড় করতে। তারপর হত বিশ্বকর্মা পুজো এবং দিনভর খাওয়া-দাওয়া, হই হুল্লোর আনন্দ উৎসব। সারা বছরের কাজের ক্লান্তি চাপা পড়ে যেত এই দু-তিন দিনে।

    বিশ্বকর্মা পুজো নিয়ে কী বললেন লেদ কারখানার মালিক, শ্রমিকরা?

    লেদ কারখানার কর্মী সৌমিক মণ্ডল বলেন, তখনকার দিনে অনেক আগে থেকেই পুজো নিয়ে নানা পরিকল্পনা করা হত। কে ঠাকুর আনতে যাবে, এবারে কোনও শিল্পীকে আনা হবে সেসব নিয়ে আলোচনা চলত। সব কিছুর মধ্যেই একটা অন্যরকম অনুভূতি ছিল। এখন সবটাই ইতিহাস। কোনওরকমে সেই ট্রাডিশনকে ধরে রাখতে কোথাও ছোট ঠাকুর এনে আবার কোথাও শুধু ঘটপুজোয় বিশ্বকর্মার আরাধনা করতে হয়। জগদীশপুরের বাসিন্দা রবীন চট্টোপাধ্যায় বলেন, চাকরি করতেন বান স্ট্যান্ডার্ড কারখানায়। কারখানা বন্ধ হয়ে যাওয়ার পর সম্পূর্ণ অসহায় হয়ে পড়েছিলাম। কোনও চাকরি না পেয়ে সংসারে অভাব নেমে আসে। মেয়ের পড়াশুনা বন্ধ হয়ে গেল। সেই কষ্টের দিনগুলো এখনও মনে পড়লে খুবই খারাপ লাগে। বিশ্বকর্মা পুজো একটা উৎসবের আকার নিত। এখন সবটাই ইতিহাস। কারখানা মালিক সনৎ কুমার দাস বলেন, হাওড়া (Howrah) শিল্পাঞ্চলে একসময় ছিল শিল্পের স্বর্ণযুগ। আজ সেই গৌরব আর নেই।

    মৃৎশিল্পীদের কী বক্তব্য?

    এক মৃৎশিল্পী বাপ্পা পাত্র বলেন, একটা সময় বিরাট বিরাট ঠাকুর হত। শয়ে শয়ে ঠাকুর বিক্রি হতো পুজোর দুদিন আগে থেকেই। এখন বড় ঠাকুরের অর্ডার তো আসেই না। উল্টে ছোট ঠাকুরের দাম পাওয়া যায়না। প্রতিবছরই ঠাকুরের চাহিদা কমছে। তিনি গত বছর যেখানে ৪৫ টি ছোট ঠাকুর তৈরি করেছিলেন এবছর ২০টি ঠাকুর তৈরি করেছেন। তাও বিক্রি হচ্ছেনা। হাওড়ায় (Howrah) ফিরে আসুক শিল্পের সেই সোনালী অতীত। শিল্পের কারিগরের কাছে সেই প্রার্থনা করলেন হাওড়ার শ্রমিকরা।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Anurag Thakur: ‘‘জনগণ কখনও গ্রহণ করবে না ‘ইন্ডি’ জোটকে’’, মন্তব্য অনুরাগ ঠাকুরের

    Anurag Thakur: ‘‘জনগণ কখনও গ্রহণ করবে না ‘ইন্ডি’ জোটকে’’, মন্তব্য অনুরাগ ঠাকুরের

    মাধ্যম নিউজ ডেস্ক: দেশের জনগণ কখনও গ্রহণ করবে না ‘ইন্ডি’ জোটকে, শনিবার এমন কথাই বলতে শোনা গেল কেন্দ্রীয় যুব ও ক্রীড়া মন্ত্রী অনুরাগ ঠাকুরকে (Anurag Thakur)। শনিবার হিমাচল প্রদেশের বিলাসপুরে জনসভা থেকে কেন্দ্রীয় ক্রীড়া ও যুব কল্যাণমন্ত্রী বলেন যে বিরোধী জোট দেশের সংবিধানকে আক্রমণ করছে, সংবাদমাধ্যমের কণ্ঠস্বর রোধ করার চেষ্টা করছে এবং সনাতন ধর্মের বিরোধিতা করছে।

    ‘ইন্ডি’ জোট সুবিধাবাদী

    প্রসঙ্গত, দিন কয়েক আগেই ‘ইন্ডি’ জোটের অন্যতম শরিক ডিএমকে নেতা উদয়নিধি স্ট্যালিন সনাতন ধর্মকে ডেঙ্গি এবং ম্যালেরিয়া সঙ্গে তুলনা করেছিলেন। তাঁর সেই মন্তব্যের বিরোধিতা তো দূরের কথা উপরন্ত সমর্থনেই এগিয়ে আসেন, তাঁর দলেরই নেতা তথা ইউপিএ জমানার প্রাক্তন মন্ত্রী এ রাজা। তিনি আবার আরেক ধাপ এগিয়ে সনাতন ধর্মকে কুষ্ঠ-এর সঙ্গে তুলনা করেন। এদিন সেই প্রসঙ্গ তুলে ‘ইন্ডি’ জোটের নেতাদেরকে তীব্র আক্রমণ শানান অনুরাগ ঠাকুর (Anurag Thakur)। হিমাচল প্রদেশে শনিবার ক্রীড়ামন্ত্রী বলেন, ‘‘ইন্ডি জোট কেবল পোশাক বদলেছে কিন্তু আচরণ ও চরিত্র তাদের একই রয়ে গেছে।’’ এই জোটকে চরম সুবিধাবাদী এবং জনগণের বিরোধী শক্তির জোট বলে কটাক্ষ করেছেন অনুরাগ ঠাকুর (Anurag Thakur) তাঁর মতে, ‘‘জনগণ কখনও ইন্ডিয়া জোটকে গ্রহণ করবে না। এই জোট সংবিধানের উপর আক্রমণ হানছে, সংবাদমাধ্যমের কণ্ঠস্বর রোধ করছে এবং সনাতন ধর্ম ধ্বংসের চেষ্টা করছে।’’ 

    অবিজেপি রাজ্যের উদাহরণ

    এদিন তাঁর বক্তব্যে অ-বিজেপি শাসিত রাজ্যগুলির অবস্থার কথাও তিনি তুলে ধরেন। ‘‘কম আয় এবং অতিরিক্ত ব্যয়ের জন্য পঞ্জাব কেন্দ্র থেকে অতিরিক্ত লোন নিয়েছে। আম আদমি পার্টির সরকার প্রতি বছর রাজ্যে বিজ্ঞাপনের জন্য ৬০০ কোটি টাকা খরচ করে, কিন্তু খেলাধূলা বা অন্য কোনও প্রচারে এক পয়সাও খরচ করে না। অন্যদিকে, নরেন্দ্র মোদির সরকার স্কিল ইন্ডিয়া প্রোগ্রামের মাধ্যমে লক্ষ লক্ষ যুবদের দক্ষতা বৃদ্ধি করার বিশেষ চেষ্টা করছেন।’’

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Weather Update: বিশ্বকর্মা ও গণেশ পুজোতে বৃষ্টি! কী বলছে হাওয়া অফিস?

    Weather Update: বিশ্বকর্মা ও গণেশ পুজোতে বৃষ্টি! কী বলছে হাওয়া অফিস?

    মাধ্যম নিউজ ডেস্ক: চলতি বর্ষায় দক্ষিণবঙ্গে একদমই ভাল বৃষ্টিপাত হয়নি। আবহাওয়া দফতরের (Weather Update) আধিকারিকরা জানাচ্ছেন, দক্ষিণবঙ্গে বৃষ্টির ঘাটতি রয়েছে প্রায় ৩৩ শতাংশ। অন্যদিকে উত্তরবঙ্গে ভালোই বৃষ্টি হয়েছে। দক্ষিণবঙ্গের বৃষ্টির ঘাটতি যেন মিটছে সেপ্টেম্বর মাসে। মাস শুরু হতেই নিম্নচাপে বেশ খানিকটা বৃষ্টিপাত হয়েছে দক্ষিণবঙ্গে। আবহাওয়াবিদরা জানাচ্ছেন, এবারের বিশ্বকর্মা পুজো এবং গণেশ পুজোটা কাটবে বৃষ্টিতেই। প্রসঙ্গত, চলতি বছরে বিশ্বকর্মা পূজা পড়েছে ১৮ সেপ্টেম্বর সোমবার, পরদিন ১৯ সেপ্টেম্বর গণপতি বাপ্পার আরাধনায় মাতবে বাঙালি।  রবিবার থেকেই দক্ষিণবঙ্গে সব জেলায় বৃষ্টির (Weather Update) কথা শুনিয়েছে আবহাওয়া দফতর। 

    দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় বৃষ্টি

    রবিবার উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া এই সমস্ত জেলাগুলিতে হালকা বৃষ্টি হবে বলে জানিয়েছে হাওয়া অফিস। অন্যদিকে, সোমবার অর্থাৎ বিশ্বকর্মা পুজোর দিন দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় মাঝারি ধরনের বৃষ্টিপাত চলবে। মাঝারি বৃষ্টিপাতের জেলাগুলি হল, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পশ্চিম মেদিনীপুর। অন্যদিকে বাকি জেলাগুলিতে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এই জেলাগুলি হল পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া। দক্ষিণবঙ্গের বৃষ্টিপাত (Weather Update) বৃহস্পতিবার পর্যন্ত চলবে বলে জানিয়েছে হাওয়া অফিস।

    উত্তরবঙ্গে বৃষ্টিপাত

    অন্যদিকে রবিবার ও সোমবার উত্তরবঙ্গের কোনও জেলাতেই ভারী বৃষ্টির পূর্বাভাস দেয়নি আবহাওয়া দফতর। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে।  তবে মঙ্গলবার থেকে বৃষ্টির পরিমাণ উত্তরবঙ্গে বেশ খানিকটা বাড়বে বলে জানিয়েছে মৌসম ভবন। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এই জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত (Weather Update) হতে পারে। জানা গিয়েছে, আগামী পাঁচ দিন উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে গরম দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত বাড়বে। পাঁচ দিন পর থেকে আবারও তিন ডিগ্রি তাপমাত্রা কমবে।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Nandigram: ভোট পরবর্তী হিংসায় অভিযুক্ত আবু তাহের সুপ্রিম কোর্টের নির্দেশে আত্মসমর্পণ করলেন

    Nandigram: ভোট পরবর্তী হিংসায় অভিযুক্ত আবু তাহের সুপ্রিম কোর্টের নির্দেশে আত্মসমর্পণ করলেন

    মাধ্যম নিউজ ডেস্ক: ভোট পরবর্তী হিংসায় নাম জড়িয়েছিল নন্দীগ্রামের তৃণমূল নেতা আবু তাহেরের। অবশেষে সুপ্রিম কোর্টের নির্দেশে হলদিয়া আদালতে আত্মসমর্পণ করলেন তিনি। জানা গিয়েছে, তাঁর নামে হুলিয়াও জারি হয়ে গিয়েছিল। এরই মাঝে গ্রেফতারি এড়াতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন আবু তাহের (Nandigram)। সেখানেও মেলেনি রক্ষাকবজ। পরের সুপ্রিম কোর্টে যান ভোট পরবর্তী হিংসায় অভিযুক্ত এই তৃণমূল নেতা। ভারতের সর্বোচ্চ আদালত তাঁকে ১৬ সেপ্টেম্বরের মধ্যে আদালতে আত্মসমর্পণ করার নির্দেশ দেয়। শনিবার আত্মসমর্পণ করেন আবু তাহের। জানা গিয়েছে, ১৯ সেপ্টেম্বর পর্যন্ত তাঁকে পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। শনিবার দুপুর নাগাদ আবু তাহের (Nandigram) তাঁর পুত্র এবং আইনজীবীকে নিয়ে হলদিয়া কোর্টে আসেন।

    বিজেপি কর্মী দেবব্রত মাইতিকে হত্যায় নাম জড়ায় আবু তাহেরের

    প্রসঙ্গত, বিধানসভা নির্বাচনের (Nandigram) ফল প্রকাশের পরে রাজ্যজুড়ে হিংসা ছড়ানোর অভিযোগ উঠে শাসকদলের বিরুদ্ধে। বহু বিজেপি কর্মী নিহত হন শাসক সন্ত্রাসে। ঘরছাড়া হন প্রায় লক্ষাধিক বিরোধী কর্মী। অবাধে রাজ্যজুড়ে লুট হতে থাকে একের পর বিজেপি কর্মীর বাড়ি। নন্দীগ্রামের চিল্লাগ্রামে বিজেপি কর্মী দেবব্রত মাইতিকে বেধড়ক মারধর করার অভিযোগ ওঠে শাসক দলের বিরুদ্ধে। আশঙ্কাজনক অবস্থায় দেবব্রতকে ভর্তি করা হয় কলকাতার হাসপাতালে। সেখানেই মৃত্যু হয় তাঁর। এই ঘটনায় নাম জড়ায় নন্দীগ্রামের (Nandigram) তৃণমূল নেতা আবু তাহেরের।

    মামলা দায়ের ৩০২ ধারায়

    ভোট পরবর্তী হিংসাযর তদন্তভার হাইকোর্টের নির্দেশ মতো সিবিআই গ্রহণ করে। সেই তদন্তে উঠে আসতে থাকে একের পর এক শাসকদলের নাম। নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের এজেন্ট ছিলেন শেখ সুফিয়ান তাঁর নামও উঠে আসে। জানা গিয়েছে, সাপ্লিমেন্টারি চার্জশিটে (Nandigram) ছিল আবু তাহেরের নাম। সূত্রের খবর, সিবিআইয়ের জিজ্ঞাসাবাদ তিনি এড়িয়ে যাচ্ছিলেন, কিন্তু রেহাই মিলল না। শনিবারই আত্মসমর্পণ করতে হল তাঁকে। আবু তাহেরের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০২ ধারায় মামলা দায়ের করা হয়েছে।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Daily Horoscope: জেনে নিন আপনার রাশিফল (রবিবার, ১৭/০৯/২০২৩)

    Daily Horoscope: জেনে নিন আপনার রাশিফল (রবিবার, ১৭/০৯/২০২৩)

    চাকরি থেকে ব্যবসা, বন্ধু থেকে ব্যক্তিগত জীবন, ভ্রমণ থেকে স্বাস্থ্য–কেমন কাটবে দিন?

    মেষ

    ১) চাকরিজীবীরা পার্টটাইম কাজ করার পরিকল্পনা করে থাকলে, তার জন্য সময় বের করুন।

    ২) বাড়ি ও ব্যবসায় রাগের মাথায় কোনও সিদ্ধান্ত নেবেন না। তা না-হলে বড়সড় সমস্যায় জড়িয়ে পড়তে পারেন।

    বৃষ

    ১) স্বাস্থ্যের যত্ন নিন।

    ২) ব্যবসায়ে আকস্মিক ধন লাভ হবে।

    মিথুন

    ১) সহকর্মীর কাছ থেকে প্রতারিত হতে পারেন। তাই নিজের চিন্তাভাবনা কারও সামনে ব্যক্ত করবেন না। কারণ শত্রু আপনার সুযোগ তুলত পারেন।

    ২) জীবনসঙ্গীকে উপহার দিতে পারেন।

    কর্কট

    ১) সহজেই পারিবারিক দায়িত্ব পূরণ করতে পারবেন।

    ২) প্রেম জীবনে সঙ্গীর প্রতি সৎ থাকতে হবে।

    সিংহ 

    ১) ছাত্রছাত্রীদের পছন্দমতো সাফল্য লাভের জন্য কঠিন পরিশ্রম করতে হবে।

    ২) অসুস্থ থাকলে আজ চিকিৎসকের পরামর্শ নিন।

    কন্যা

    ১) চাকরিজীবীদের শত্রুই আজ তাঁদের বন্ধু হয়ে উঠবে। তবে তা সত্ত্বেও সতর্ক থাকুন।

    ২) রোজগারের ক্ষেত্রে আগত সমস্যার সমাধান খুঁজতে সফল হবেন।

    তুলা 

    ১) সন্তানের কাছ থেকে সুসংবাদ পেতে পারেন।

    ২) আদালতে সম্পত্তি সংক্রান্ত বিবাদ চললে তাতে সাফল্য লাভ করতে পারবেন।

    বৃশ্চিক

    ১) জীবনসঙ্গীর পরামর্শে আর্থিক পরিস্থিতি উন্নত হবে।

    ২) অনাবশ্যক অর্থ ব্যয় করবেন না।

    ধনু

    ১) সম্পত্তি ক্রয়-বিক্রয়ের পরিকল্পনা করে থাকলে তার সব দিক খতিয়ে দেখে নিন।

    ২) আর্থিক লেনদেন এড়িয়ে যান। না-হলে লোকসান হতে পারে।

    মকর

    ১) ব্যবসায়ীরা ইতিবাচক ফলাফল লাভ করবেন।
     
    ২) সম্পত্তি সংক্রান্ত মামলায় লাভ হতে পারে।
       
    কুম্ভ

    ১) জীবনসঙ্গীর সঙ্গে কাজ করে থাকলে তাতে সফল হবেন।

    ২) দীর্ঘদিনের আটকে থাকা কাজ সহজে পুরো হবেন।

    মীন

    ১) ভাই-বোনের সঙ্গে সম্পর্ক মজবুত হবে।

    ২) সন্তানের তরফে অপ্রিয় সংবাদ শুনতে পাবেন।

     

     
    DISCLAIMER: এই প্রতিবেদনটি বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী লেখা। এর সঙ্গে মাধ্যম-এর কোনও সম্পর্ক নেই। মাধ্যম এর কোনও দায় নিচ্ছে না।

  • Birbhum: বান্ধবীকে বিলাসবহুল গাড়ি উপহার, গ্রেফতার কোটিপতি কনস্টেবল, কেন জানেন?

    Birbhum: বান্ধবীকে বিলাসবহুল গাড়ি উপহার, গ্রেফতার কোটিপতি কনস্টেবল, কেন জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: বান্ধবীকে ১১ লক্ষ ৭৫ হাজার টাকা দামের গাড়ি উপহার দিয়েছিলেন। নিজের নামে রয়েছে ১২টি ফিক্সড ডিপোজিট। এফডি-র  টাকার অঙ্কের পরিমাণ ৭৬ লক্ষ টাকা। তাঁর নামে ১০ লক্ষ টাকার জীবন বিমা রয়েছে। রয়েছে বিলাসবহুল বাড়ি। রয়েছে প্রচুর জমি। সব মিলিয়ে কোটি টাকার সম্পত্তির মালিক। এক ঝলকে অ্যাকাউন্টের ব্যালান্স দেখে মনে হতেই পারে কোনও ব্যবসাদার। কিন্তু, সামান্য একজন ছাপোষা কনস্টবলের এই সম্পত্তি বলে সকলেই অবেক হবে। দুর্নীতি দমন শাখার আধিকারিকরা হতবাক হয়েছিলেন বীরভূমের (Birbhum) রামপুরহাট থানার কনস্টেবল মনোজিৎ বাগীশের সম্পত্তির পরিমাণ দেখে।

    কী কারণে কনস্টেবলকে গ্রেফতার করা হল?

    কেষ্টর দৌলতেই কনস্টেবল সায়গল হোসেন কোটি কোটি টাকার মালিক হয়েছিলেন। কিন্তু, মনোজিৎ বাগীশের মাথার উপর কোনও কেষ্ট নেই। তবুও, তিনি কোটিপতি। তাঁর বাড়ি দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে। বারুইপুরে তাঁর ঝাঁ-চকচকে বাড়ি রয়েছে। প্রথমে হাওড়া সিটি পুলিশ ও তারপর হাওড়া গ্রামীণ পুলিশে কর্মরত মনোজিৎ বর্তমানে বীরভূমের (Birbhum) রামপুরহাট থানায় কনস্টেবলের পদে চাকরি করছিলেন। হিসাব বহির্ভূত সম্পত্তির তদন্তে নেমে ২০১২ থেকে ২০১৫ পর্যন্ত বিভিন্ন তথ্য দেখে কার্যত চক্ষু চড়কগাছ হয়ে যায় দুর্নীতি দমন শাখার আধিকারিকদের। বিপুল সম্পত্তি উদ্ধার হওয়ার পর তাঁদের আশঙ্কা, তাঁর নামে আরও ফ্ল্যাট-সম্পত্তি থাকতে পারে। হিসাব বর্হিভূত অর্থে অভিযোগের তদন্তে নেমে দুর্নীতি দমন শাখা তাঁকে গ্রেফতার করে। কীভাবে এই বিপুল পরিমাণ সম্পত্তি তাঁর কাছে এল তা নিয়ে তথ্য জানতেই অভিযুক্ত কনস্টেবলকে হেফাজতে নিয়েছে পুলিশ।

    স্থানীয় বাসিন্দারা কী বললেন?

    সূত্রের খবর, অভিযুক্ত কনস্টেবলকে গ্রেফতার করার পর আদালতে পেশ করলে আগামী ২২ সেপ্টেম্বর পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ আদালতের। বীরভূম (Birbhum) জেলাজুড়ে তাঁকে নিয়ে চর্চা চলছে। বারুইপুরের যে এলাকায় মনোজিৎ বাগীশ থাকেন, সেখানকার স্থানীয়দের বক্তব্য, চাকরি পাওয়ার পর থেকেই ক্রমশ বদলে যেতে থাকে তাঁর আর্থিক পরিস্থিতি। কনস্টেবলের চাকরি পাওয়ার কীভাবে এত সম্পত্তির মালিক হয়ে উঠলেন তা নিয়ে এলাকার চর্চাও চলত। তদন্তে আসল সত্য উদঘাটন হোক চাইছেন এলাকাবাসী।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • East Bengal vs Mohammedan: নৈহাটিতে ইস্টবেঙ্গল-মহামেডান মিনি ডার্বি ম্যাচ, লড়াই হবে হাড্ডাহাড্ডি

    East Bengal vs Mohammedan: নৈহাটিতে ইস্টবেঙ্গল-মহামেডান মিনি ডার্বি ম্যাচ, লড়াই হবে হাড্ডাহাড্ডি

    মাধ্যম নিউজ ডেস্ক: কলকাতা লিগের মিনি ডার্বি ম্যাচ হতে চলেছে এবার নৈহাটিতে। আগামী মিনি ডার্বি ম্যাচে ২০ সেপ্টেম্বর প্রতিদ্বন্দ্বী হবে ইস্টবেঙ্গল এবং মোহামেডান (East Bengal vs Mohammedan)। কলকাতা লিগের খেলাকে ঘিরে সবুজ-মেরুন শিবিরের খেলায় দর্শকদের মহলে তীব্র উত্তেজনা। 

    কোন স্টেডিয়ামে খেলা হবে (East Bengal vs Mohammedan)?

    গত বৃহস্পতিবার মোহনবাগান এসজি এবং মহামেডান স্পোর্টিং (East Bengal vs Mohammedan) ক্লাবের বিরুদ্ধে খেলায় ২-২ গোলে ড্র হলে সুপার সিক্সে পৌঁছে যায় মহামেডান স্পোর্টিং। এই খেলা হল কলকতা লিগের খেলা তাই ব্যাপক উত্তেজনা। আইএফএ শক্রুবার সুপার সিক্সের সূচি ঘোষণা করেছে। ইস্টবেঙ্গল ও মহামেডান ম্যাচের খেলাটি অনুষ্ঠিত হবে নৈহাটির বঙ্কিমাঞ্জলি স্টেডিয়ামের মাঠে।

    কত পয়েন্ট?

    কলকাতা লিগে এবার ইস্টবেঙ্গল জুনিয়র (East Bengal vs Mohammedan) দলের কোচ হলেন বিনো জর্জ। ১২ টি ম্যাচে ইস্টবেঙ্গল পেয়েছে মোট ৩০ পয়েন্ট। ইস্টবেঙ্গল এই সুপার সিক্সে প্রতিদ্বন্দ্বী হবে মাহামেডানের বিরুদ্ধে। গ্রুপ লিগের দারুণ ভাবে খেলায় এই লাল-হলুদ শিবির আগেই পৌঁছে গেছে সুপার সিক্সে। এই প্রতিযোগিতার খেলায় কলকাতা লিগ এবং ডুরান্ড কাপ দুটোই বেশ নজর কেড়েছে উৎসাহী দর্শকদের। লড়াই যে খুব একটা সহজ হবে না, তা উভয় দল ভালো করেই জানে। সেই সঙ্গে এই খেলাকে ঘিরে সমর্থক ও দর্শকদের মধ্যে রয়েছে তীব্র উন্মাদনা।

    সুপার সিক্সে কে কে খেলবে?

    লিগ টেবিলের প্রথম গ্রুপে খেলবে মহামেডান স্পোর্টিং, ডায়মণ্ড হারবার, মোহনবাগান এসজি (East Bengal vs Mohammedan)। পাশাপাশি দ্বিতীয় গ্রুপে খেলবে ইস্টবেঙ্গল, ভবানীপুর এবং খিদিরপুর। ফলে আরও একবার কলকাতা ডার্বি হওয়ার সম্ভাবনা রয়েছে। মোহনবাগানের আরেকটি খেলা অনুষ্ঠিত হবে আগামী ১৭ সেপ্টেম্বর। ডায়মন্ড হারবার এফসির সঙ্গে সবুজ-মেরুনের এই ম্যাচটি অনুষ্ঠিত হবে। মিনি ডার্বি খেলায় কালীঘাট এমএসকে টপকে গ্রুপের তিন নম্বরে উঠে এসেছে সবুজ-মেরুন মোহনবাগান। উভয় দলের নম্বর বা পয়েন্ট এক হলেও গোলের জন্য কালীঘাট থেকে মোহনবাগান তিন নম্বর এগিয়ে।

     

     দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

LinkedIn
Share