Blog

  • Murshidabad: ফের সামশেরগঞ্জে বোমা বিস্ফোরণে আহত এক শিশু! তীব্র আতঙ্কে গ্রামবাসী

    Murshidabad: ফের সামশেরগঞ্জে বোমা বিস্ফোরণে আহত এক শিশু! তীব্র আতঙ্কে গ্রামবাসী

    মাধ্যম নিউজ ডেস্ক: পঞ্চায়েত নির্বাচন মিটে যাওয়ার পরেও বোমা বিস্ফোরণ এবং আতঙ্ক থেকে যেন মুর্শিদাবাদ (Murshidabad) রক্ষা পাচ্ছে না। বৃহস্পতিবার বিকেলে স্নান করতে গিয়ে, পুকুর পাড়ে খেলার সময় হঠাৎ বোমা বিস্ফোরণে আহত হল এক শিশু (৯)। এরপর তাকে উদ্ধার করে স্থানীয় এক চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়। আহতের নাম রাজীব শেখ।

    কোথায় ঘটল ঘটনা (Murshidabad)?

    ঘটনাটি ঘটেছে, মুর্শিদাবাদ জেলার সামশেরগঞ্জ ব্লকের লস্করপুর গ্রামে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে সামশেরগঞ্জ থানার পুলিশ। বোমা কী উদ্দেশ্যে রাখা হয়েছিল পুকুর পাড়ে, তা নিয়ে প্রাথমিক তদন্ত শুরু করেছে পুলিশ। কেউ কোনও প্রকার ষড়যন্ত্রের উদ্দেশ্যে রেখেছিল কি না, তাও খতিয়ে দেখছে পুলিশ।

    গ্রামবাসীর বক্তব্য

    লস্করপুর গ্রামের নবীন সংঘ ক্লাবের সদস্য আবিদ হাসান জানিয়েছেন, আচমকাই বোমা বিস্ফোরণ ঘটে গতকাল বিকেলে। যে জায়গায় বিস্ফোরণ হয়, তা একটি পুকুর পাড়ের ফাঁকা জমি। এই স্থানেই ঘটনার আগের দিনে বেগুন গাছ লাগানো হয়েছিল। কীভাবে ঘটল বিস্ফোরণ! বিস্ময় প্রকাশ করেছেন তিনি। বোমার আঘাতে শিশুর ডান হাতে ক্ষতের সৃষ্টি হয়েছে। ক্ষতস্থানে ২টি সেলাই পড়েছে বলেও জানিয়েছেন তিনি।

    রাজ্যে বোমায় আক্রান্ত শিশু

    পঞ্চায়েত ভোটের মনোনয়ন থেকে ফলাফল এবং বোর্ড গঠন পর্যন্ত সবথেকে বেশি বোমা উদ্ধার এবং বিস্ফোরণের ঘটনা ঘটছে মুর্শিদাবাদ (Murshidabad) জেলায়। এছাড়াও শীর্ষ তালিকায় রয়েছে মালদা, বীরভূম, কোচবিহার এবং দক্ষিণ ২৪ পরগনা জেলা। এই বোমায় শাসক এবং বিরোধী রাজনৈতিক দলের কর্মীরা যেমন আক্রান্ত হয়েছেন, সেই সঙ্গে বাদ যায়নি শিশুরাও। নির্বাচন চলাকালীন এবং নির্বাচন পরবর্তী সময়ে শীতলকুচি, ভাঙড়, ডোমকল, বেলডাঙ্গা, মেদিনীপুরের পিংলা, বকচা সর্বত্র একাধিক বার শিশুরা খেলতে গিয়ে বোমার আঘাতে আহত এবং মৃত্যুর ঘটনা ঘটেছে। কিন্তু প্রশাসনের ঘুম ভাঙেনি তাতেও। জীবনতলার সপ্তম শ্রেণির ছাত্রী পৌলমী হালদার, ফুল তুলতে গিয়ে ডান হাত উড়ে গিয়েছিল বোমার আঘাতে। ভাটপাড়ায় একুশের বিধানসভা নির্বাচনের সময় বোমার আঘাতে দ্বাদশ শ্রেণির এক ছাত্রের মৃত্যু ঘটেছিল।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Aditya L-1: আদিত্য এল-১ পৌঁছল শ্রীহরিকোটায়, সূর্য মিশনের প্রস্তুতি তুঙ্গে ইসরোর

    Aditya L-1: আদিত্য এল-১ পৌঁছল শ্রীহরিকোটায়, সূর্য মিশনের প্রস্তুতি তুঙ্গে ইসরোর

    মাধ্যম নিউজ ডেস্ক: ২৩ অগাস্ট বিকাল ৫টা ৪৭ মিনিটে চাঁদের মাটি ছোঁয়ার কথা রয়েছে ল্যান্ডার বিক্রমের। চন্দ্রযান ৩ মিশনের মাঝেই ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো নামছে সূর্য অভিযানে। এই মিশনের নাম ‘আদিত্য এল-১’ (Aditya L-1)। ইতিমধ্যে ১৪ অগাস্ট ইসরোর ট্যুইটার হ্যান্ডেলে ছবিও প্রকাশ করেছে মহাকাশ গবেষণা সংস্থা। 

    শ্রীহরিকোটায় পৌঁছেছে ‘আদিত্য এল-১’

    শেষ খবর পাওয়া পর্যন্ত জানা গিয়েছে, সম্ভবত ২৬ অগাস্ট উৎক্ষেপণ হতে পারে ‘আদিত্য এল-১’। কৃত্রিম উপগ্রহটি ইতিমধ্যে শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টারে এসে পৌঁছেছে এবং এটি যুক্ত করা হবে পিএসএলভি রকেটের সঙ্গে। ইসরোর তরফে জানানো হয়েছে, ‘আদিত্য এল-১’ (Aditya L-1) মিশন হল সূর্য গবেষণার জন্য ভারতের প্রথম মহাকাশযান এবং তা উৎক্ষেপণের জন্য তৈরি করা হচ্ছে। 

    ১৫ লক্ষ কিলোমিটার পাড়ি দেবে ‘আদিত্য এল-১’

    হিন্দু দেবতা সূর্যের প্রতি শ্রদ্ধা জানিয়েই নামকরণ করা হয়েছে মহাকাশযানটির। জ্বালানি-সহ প্রায় ১৫০০ কিলোগ্রাম ওজনের এই উপগ্রহ সাতটা সায়েন্স পে-লোড নিয়ে যাবে বলে ইসরো সূত্রে জানা গিয়েছে। মহাকাশযানটিকে সূর্য-পৃথিবী সিস্টেমের প্রথম ল্যাগ্রাঞ্জ পয়েন্ট এল ১-এর চারপাশে একটি হ্যালো কক্ষপথে স্থাপন করা হবে। এই পয়েন্টের একটি বিশেষত্ব রয়েছে। তা হল, কোনও গ্রহণ ছাড়াই সূর্যকে অবিচ্ছিন্ন ভাবে দেখার। পৃথিবী থেকে এর দূরত্ব ১৫ লক্ষ কিলোমিটার। এই পথটাই পাড়ি দেবে আদিত্য এল-১। আদিত্য এল-১ উপগ্রহকে তাই সে ভাবেই বানানো হচ্ছে। 

    কী কী কাজ করবে ‘আদিত্য এল-১’?

    আদিত্য এল-১ (Aditya L-1) আদতে একটি করোনাগ্রাফি স্যাটেলাইট। এই মিশনের মূল উদ্দেশ্য হল সূর্যকে পর্যবেক্ষণ করা এবং বায়ুমণ্ডল ও চৌম্বক ক্ষেত্র সম্পর্কে তথ্য নেওয়া। জানা গিয়েছে, সূর্যের করোনা, সৌর নির্গমন, শিখা করোনাল এই সমস্ত কিছু অধ্যয়ন করবে কৃত্রিম উপগ্রহ। ২৪ ঘণ্টাই সূর্যের ছবিও তুলতে সক্ষম এই কৃত্রিম উপগ্রহ। জানা গিয়েছে, সমগ্র আবহাওয়াকে প্রভাবিত করে সৌর আবহাওয়া। পরিবেশ বিজ্ঞানীদের মূল লক্ষ্য হলো এ সম্পর্কিত বিস্তারিত তথ্য খোঁজা। এর পাশাপাশি সৌর ঝড় সম্পর্কে অধ্যয়ন করবে এই কৃত্রিম উপগ্রহ। পাশাপাশি মহাকাশে প্রয়োজনীয় জ্বালানি খরচ কমাতে কোনও পদ্ধতি ব্যবহার করা যায় কিনা সেদিকেও নজর রাখছেন বিজ্ঞানীরা। সৌরমণ্ডল এবং পৃথিবীর পরিবেশের উপর সূর্যের ঠিক কী প্রভাব পড়ে সেই সম্পর্কিত বিস্তারিত তথ্য সামনে আসতে পারে এই অভিযান সফল হলে। 

    সূর্যের স্তর ‘সোলার করোনা’ নিয়েই গবেষণা করবে আদিত্য এল-১। সূর্যের বহিস্তরের তাপমাত্রা প্রায় ১ কোটি কেলভিন, নিম্নস্তরের প্রায় ৬০০০ কেলভিন। সূর্যের পৃষ্ঠদেশে ও করোনার তাপমাত্রার ফারাক এবং করোনা থেকে ছিটকে আসা আগুনে রশ্মি পৃথিবীর বায়ুমণ্ডলে কীভাবে প্রভাব ফেলে সেটাই খুঁজে বার করবে আদিত্য এল-১ (Aditya L-1)। ইসরোর বিজ্ঞানীরা বলছেন, সূর্যের করোনার তাপমাত্রা গড়ে ১০ লক্ষ বা তার কিছু বেশি ডিগ্রি সেলসিয়াস। এই তাপমাত্রা সব সময় একরকমের থাকে না। কখনও বৃদ্ধি হয় কখনও কমে। এই প্রশ্নের উত্তর খুঁজবে আদিত্য এল-১। প্রসঙ্গত, সোলার প্রোবের উৎক্ষেপণের বিষয়টি নিয়ে বিগত কয়েক বছর ধরেই জল্পনা চলছিল। ২০২০ সালেই এই মিশন লঞ্চ হওয়ার কথা ছিল। কিন্তু, করোনা অতিমারির জন্য তা পিছিয়ে যায়।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Sancharsathi: বায়োমেট্রিক ও পুলিশি যাচাই ছাড়া বিক্রি করা যাবে না সিম কার্ড, নির্দেশ কেন্দ্রের

    Sancharsathi: বায়োমেট্রিক ও পুলিশি যাচাই ছাড়া বিক্রি করা যাবে না সিম কার্ড, নির্দেশ কেন্দ্রের

    মাধ্যম নিউজ ডেস্ক: বায়োমেট্রিক যাচাই এবং পুলিশ ভেরিফিকেশন না হলে আর সিম কার্ড বিক্রি করা যাবে না (Sancharsathi)। বৃহস্পতিবার ১৭ অগাস্ট থেকে সিম কার্ড বিক্রেতাদের বায়োমেট্রিক এবং পুলিশি যাচাইকরণ বাধ্যতামূলক করল কেন্দ্রীয় সরকার। সেই সঙ্গে একই সময়ে অসংখ্য সিম কার্ডের সংযোগ দেওয়াও নিষিদ্ধ করা হল। সূত্রের খবর, জালিয়াতি রোধ করতেই এই পদক্ষেপ নিয়েছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় টেলিকম মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এ বিষয়ে বলেন, ‘‘জালিয়াতি রোধ করতে আমরা সিম কার্ড ডিলারদের পুলিশ ভেরিফিকেশন বাধ্যতামূলক করছি। এই নিয়ম না মানলে ১০ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা করা হবে। এছাড়া সিম ব্যবসায়ী এবং সিম কিনেছেন যাঁরা, তাঁদের কেওয়াইসি করা হবে (Sancharsathi)।

    অনেক সিমের সংযোগ নিষিদ্ধ নিয়ে কী বললেন মন্ত্রী? 

    পাশাপাশি এক সঙ্গে অনেক সিমের সংযোগ দেওয়া নিষিদ্ধ করার বিষয়ে কেন্দ্রীয় মন্ত্রীর মন্তব্য, ‘‘সিমবক্স বলে একটা জিনিস আছে। এর মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে কল করা যায়। প্রতারকরা অন্তত পাঁচটি সিম নেয়। একটি সিম ব্যবহার করে সেটিকে নিষ্ক্রিয় করে দেয় এবং বাকি সিমগুলিকে ব্যবহার করতে শুরু করে। এইভাবে তারা প্রতারণামূলক ফোন কল করে থাকে। বিষয়টি খতিয়ে দেখার পর সিমবক্স ব্যবস্থা নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছি। আমরা সকল ব্যবসায়িক সংযোগের জন্য ব্যক্তিগত কেওয়াইসি বাধ্যতামূলক করছি। অর্থাৎ যদি কোনও ব্যক্তি চার হাজারটি সিম নেয়, তাহলে যে কর্মচারীরা সেই সিমগুলি ব্যবহার করবেন, তাদের সকলের কেওয়াইসি করাতে হবে (Sancharsathi)।

    ৩ লাখ মোবাইল ফোনকে ট্র্যাক করা গেছে ‘সঞ্চার সাথী’ পোর্টালের মাধ্যমে

    অন্যদিকে, চুরি যাওয়া মোবাইল ফোন ব্লক করা এবং সেগুলিকে সঠিকভাবে ট্র্যাক করার জন্য গত মে মাসেই ‘সঞ্চার সাথী’ (Sancharsathi) নামে একটি পোর্টাল চালু করেছিল কেন্দ্রের মোদি সরকার। এ বিষয়ে অশ্বিনী বৈষ্ণব বলেন, ‘‘এই পোর্টাল চালু হওয়ার পর থেকে ৬৭ হাজার সিম কার্ড ডিলারকে ব্ল্যাকলিস্টেড করা হয়েছে। ৫২ লাখ মোবাইল সংযোগকে নিষ্ক্রিয় করা হয়েছে। জালিয়াতির অভিযোগের সিম ডিলারদের বিরুদ্ধে ৩০০টি এফআইআর করা হয়েছে। পাশাপাশি জালিয়াতির অভিযোগে ব্লক করা হয়েছে ৮ লক্ষ পেমেন্ট ওয়ালেট অ্যাকাউন্ট (Sancharsathi)। পাশাপাশি কেন্দ্রীয় টেলিকম মন্ত্রী আরও জানিয়েছেন যে ৩ লাখ মোবাইল ফোনকে ট্র্যাক করা গেছে।

    ‘সঞ্চার সাথী’ (Sancharsathi) পোর্টালের খুঁটিনাটি

    ‘সঞ্চার সাথী’ (Sancharsathi) পোর্টাল একজন ক্রেতার মোবাইল ডিভাইসের রক্ষাকবচ হিসেবে কাজ করছে। যদি ফোনটি হারিয়ে যায় অথবা চুরি হয় তাহলে সেটিকে ট্রেস করা কিংবা ব্লক করার কাজে সাহায্য করে এই পোর্টাল। ‘সঞ্চার সাথী’ (Sancharsathi) পোর্টাল থেকে পাওয়া তথ্য অনুসারে জানা গিয়েছে, যাদের মোবাইল ফোন চুরি যাবে বা হারিয়ে যাবে তাদের অবিলম্বে ফোনের আইএমইআই ব্লক করতে হবে। www.sancharsathi.gov.in এই ওয়েবসাইটে গিয়ে নির্দিষ্ট ফর্মটি পূরণ করতে হবে এবং পরবর্তীকালে একটি পুলিশ ডায়েরি করতে হবে। ‘সঞ্চার সাথী’ বেশ সফলভাবেই কাজ করছে।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Jadavpur University: টানা ৩ ঘণ্টা পুলিশি জেরার মুখে ডিন কি দায় এড়ালেন?

    Jadavpur University: টানা ৩ ঘণ্টা পুলিশি জেরার মুখে ডিন কি দায় এড়ালেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: ছাত্রদের বাধাতেই আইন প্রয়োগ করা যায় না, বৃহস্পতিবার বিকালে লালবাজারে পুলিশি জিজ্ঞাসাবাদে ঠিক এমন কথাই বলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) ডিন অফ স্টুডেন্ট রজত রায়। বিশ্বস্ত সূত্রে এমনটাই জানা গিয়েছে। বৃহস্পতিবার প্রায় তিন ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয় রজত রায়কে। বিকাল ৩টে নাগাদ তিনি লালবাজারে হাজিরা দেন, সন্ধ্যা ছটা নাগাদ বেরিয়েছেন বলে জানা গিয়েছে। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, ডিন কি নিজের কাঁধ থেকে যাবতীয় দায় ঝেড়ে ফেলে সবটা ছাত্রদের উপর চাপিয়ে দিতে চাইলেন? আইন কার্যকর করার দায়িত্ব দিয়েই তো সরকার তাঁদের মতো আধিকারিকদের গুরুত্বপূর্ণ পদে বসায়। মোটা টাকা বেতন দেয়। অথচ বিপাকে পড়লে তাঁরা এই ধরনের দায় এড়ানো মন্তব্য করেন। তাই ডিনের ভূমিকা নিয়েও উঠছে প্রশ্ন।

    কোন কোন প্রশ্নের উত্তর দিলেন ডিন?

    পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার জিজ্ঞাসাবাদের সময় একাধিক প্রশ্ন করা হয় রজত রায়কে (Jadavpur University)। যেমন ডিন অফ স্টুডেন্টস এর কাজ কী, তাঁর ভূমিকা কী, এর পাশাপাশি ক্যাম্পাসে সিসি ক্যামেরা রয়েছে কিনা, হস্টেল সুপারের (Jadavpur University) ভূমিকা কী ইত্যাদি। ঘটনার দিন রাতে হস্টেলে ঠিক কী হয়েছিল? এ সমস্ত কিছুই জানতে চাওয়া হয় ডিন অফ স্টুডেন্ট এর কাছে। তাঁর কাছেও জানতে চাওয়া হয় যাদবপুরে কোনও অ্যান্টি র‌্যাগিং স্কোয়াড আছে কিনা? এদিন কার্যত তিনি স্বীকার করে নেন যে অ্যান্টি স্কোয়াড থাকলেও তা কার্যকরী নয়, সেখানে অনেক খামতি রয়েছে। 

    সেদিনের ঘটনা

    জানা গিয়েছে, সেদিন ঘটনার সম্পর্কে (Jadavpur University) রজত রায়ের কাছে জানতে চাওয়া হলে তিনি জানান, গত ৯ অগাস্ট রাত ঠিক ১০টা ০৫ মিনিটে হস্টেল থেকে তাঁর কাছে ফোন আসে এবং তাঁকে বলা হয় এক ছাত্রকে পলিটিসাইজ করা হচ্ছে। ফোন পেয়ে ১০টা ০৮ মিনিটে ডিন হস্টেলের সুপারকে ফোন করেন এবং বিষয়টি জানান। কিন্তু সুপার তারপর আর কিছু জানাননি। ডিন এও বলেন, রাত ১২টা ০৮ মিনিটে হস্টেল সুপার আবার তাঁকে ঘুরিয়ে ফোন করেন এবং গোটা বিষয়টি জানান। লালবাজার সূত্রে খবর, ডিনের বয়ানে পুলিশের মনে হয়েছে বিশ্ববিদ্যালয় (Jadavpur University) এবং হস্টেলে আইন-শৃঙ্খলার ঘাটতি রয়েছে। এবং ডিনও কার্যত তা স্বীকার করে নিয়েছেন। ডিনের বয়ানের পরে হস্টেল সুপারকেও লালবাজারে তলব করা হতে পারে বলে মনে করা হচ্ছে। কারণ ডিনের অনেক কথার মধ্যেই চরম অসঙ্গতি খুঁজে পাওয়া যাচ্ছে।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Daily Horoscope: জেনে নিন আপনার রাশিফল (শুক্রবার, ১৮/০৮/২০২৩)

    Daily Horoscope: জেনে নিন আপনার রাশিফল (শুক্রবার, ১৮/০৮/২০২৩)

    চাকরি থেকে ব্যবসা, বন্ধু থেকে ব্যক্তিগত জীবন, ভ্রমণ থেকে স্বাস্থ্য–কেমন কাটবে দিন?

    মেষ

    ১) জীবনসঙ্গীর জন্য কোনও উপহার কিনতে পারেন। 

    ২) দান-পুণ্যের কাজে অর্থ ব্যয় হবে।

    বৃষ

    ১) উচ্চাধিকারিকদের সাহায্যে কর্মক্ষেত্রে অগ্রসর হওয়ার সুযোগ পাবেন।

    ২) সন্ধ্যা নাগাদ অতিথি আগমনের ফলে বাড়িতে কাজ বাড়তে পারে।

    মিথুন

    ১) বহুদিন ধরে দেখা করার ইচ্ছা রয়েছে এমন কোনও বন্ধুর সঙ্গে সাক্ষাৎ হতে পারে। 

    ২) মায়ের স্নেহ ও আশীর্বাদ পাবেন।

    কর্কট

    ১) সন্ধ্যাবেলা পরিবারের ছোট্ট বাচ্চাদের সঙ্গে আনন্দ করবেন।

    ২) দূরে বসবাসকারী আত্মীয়ের সঙ্গে কথা বলে আনন্দিত হবেন।

    সিংহ 

    ১)  সন্ধ্যাবেলা বন্ধুদের সঙ্গে হাসিঠাট্টা করে সময় কাটাবেন।

    ২) দীর্ঘদিন ধরে আটকে থাকা টাকা ফিরে পাওয়ায় আনন্দিত হবেন।

    কন্যা

    ১) পরিবারে কোনও শুভ অনুষ্ঠানের বিষয়ে আলোচনা হতে পারে।

    ২) বিপরীত পরিস্থিতিতে রাগ নিয়ন্ত্রণে রাখতে হবে।

    তুলা 

    ১) শরীরের বিষয়ে কোনও ঝুঁকি নেবেন না।

    ২) জীবনসঙ্গীর সঙ্গ ও সাহায্য লাভ করবেন।

    বৃশ্চিক

    ১) বন্ধুদের সঙ্গে পিকনিকে যেতে পারেন।

    ২) গাড়ি চালানোর সময়ে সতর্ক থাকুন।

    ধনু

    ১)  আজ প্রয়োজনীয় বস্তুর কেনাকাটায় অর্থ ব্যয় করবেন।

    ২) নিজের আয় মাথায় রেখে ব্যয় করবেন।

    মকর

    ১) জীবনসঙ্গীর সাহায্যে আনন্দে থাকবেন।
     
    ২) প্রতিবেশীদের সঙ্গে বিবাদ হতে পারে।

    কুম্ভ

    ১) মায়ের শারীরিক কষ্ট বাড়বে। মায়ের স্বাস্থ্যের যত্ন নিন।

    ২) ঝুঁকিপূর্ণ কাজ এড়িয়ে চলুন, তা না-হলে লোকসান হতে পারে।

    মীন

    ১) যে কোনও কাজে কঠোর পরিশ্রম করবেন।

    ২) ভাগ্যের ভরসায় কাজ ছাড়বেন না, সাফল্য লাভ করবেন।
         

     

    DISCLAIMER: এই প্রতিবেদনটি বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী লেখা। এর সঙ্গে মাধ্যম-এর কোনও সম্পর্ক নেই। মাধ্যম এর কোনও দায় নিচ্ছে না।

  • Partha Chatterjee: পার্থর নাকতলার বাড়িতেই বিক্রি হতো চাকরি! আদালতে বিস্ফোরক সিবিআই

    Partha Chatterjee: পার্থর নাকতলার বাড়িতেই বিক্রি হতো চাকরি! আদালতে বিস্ফোরক সিবিআই

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) নিজের বাড়িতে বসে এসএসসির গ্রুপসি পদের চাকরি বিক্রি করতেন বলে আদালতে চাঞ্চল্যকর অভিযোগ করেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। টাকা নিয়ে বেআইনি চাকরির লিস্ট তৈরি করা হত এই বাড়িতেই। নিত্য যাতায়েত ছিল প্রসন্ন রায় এবং প্রদীপ সিংহের মতন ব্যক্তিদের। সিবিআই-এর এই অভিযোগে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে স্কুল শিক্ষক নিয়োগের দুর্নীতি কাণ্ডে। 

    সিবিআই আদালতে কী বলেছেন (Partha Chatterjee)?

    স্কুল শিক্ষক নিয়োগের দুর্নীতি কাণ্ডে বৃহস্পতিবার ফের আদালতে তোলা হয় পার্থ চট্টোপাধ্যায়কে (Partha Chatterjee)। কোর্টে সিবিআই দাবি করেন, তৃণমূলের প্রাক্তন মহাসচিব তথা রাজ্যর প্রাক্তন শিক্ষামন্ত্রীর (Partha Chatterjee) নাকতলার বাড়িতেই একটি অফিস ছিল। আর সেই অফিসেই চাকরি বিক্রেতাদের নিত্য আনাগোনা ছিল। এই বাড়ির গ্রাউন্ড ফ্লোরেই ছিল চাকরি বিক্রির অফিস। এখানেই প্রথমে লিস্ট তৈরি হত এবং এরপর সেই লিস্ট চলে যেত কমিশনের চেয়ারম্যান, সুবীরেশ ভট্টাচার্যের অফিসে। এই বাড়িতে টাকা নেওয়া হত এবং নামের তালিকা তৈরি করা হত। সিবিআই আরও বলেন যে কিছু লোক থাকত, যারা জেলা থেকে টাকা নিত এবং এরপর সেই টাকা এবং প্রার্থীদের নাম এখানেই নিয়ে আসতো। প্রসন্ন, প্রদীপদের মতন লোকেরা জেলা থেকে টাকা সংগ্রহ করত। এই নিয়োগের পুরো প্রক্রিয়াটাই একটা ‘পরিকল্পিত অপরাধ’।

    আদালতে পার্থ কী বলেন?

    আদলাতে এই দিন জামিনের আবেদন করে পার্থ (Partha Chatterjee) বলেন, আমার শরীর দিন দিন খারাপ হয়ে যাচ্ছে। আমার একজন জেলের মধ্যে সহকারী দরকার, যদি আপনি মঞ্জুর করেন। তিনি আরও বলেন, বাগ কমিটির রিপোর্ট অনুযায়ী তদন্ত করা উচিত। আমার বয়স বাড়ছে। তিনি আরও দাবি করেন, শিক্ষক নিয়োগে শিক্ষামন্ত্রীর ভূমিকা থাকে না, আমার বিরুদ্ধে বিশেষ ষড়যন্ত্র করা হয়েছে। এই দিনেও বিচারক পার্থর জামিনের আবেদন খারিজ করে দেন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Salboni: শালবনিতে বোর্ডে ক্ষমতা দখলের পরও পঞ্চায়েতে কেন তালা দিলেন বিজেপি কর্মীরা ?

    Salboni: শালবনিতে বোর্ডে ক্ষমতা দখলের পরও পঞ্চায়েতে কেন তালা দিলেন বিজেপি কর্মীরা ?

    মাধ্যম নিউজ ডেস্ক: গ্রাম পঞ্চায়েতের গেটে পড়ল তালা। তালা ঝুলিয়ে দিলেন স্থানীয় বিজেপির কর্মী, সমর্থকরা। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের শালবনির লালগেড়িয়া এলাকায়। এই পঞ্চায়েত এবার বিজেপির দখলে এসেছে। প্রধান, উপপ্রধান নির্বাচন হয়ে গিয়েছে। বুধবার তাদের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার কথা ছিল। কিন্তু, তা দেওয়া হয়নি বলেই প্রতিবাদে পঞ্চায়েতের গেটে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে। স্থানীয় প্রশাসন সূত্রে খবর, এদিন না হলেও শীঘ্রই নবনির্বাচিত প্রধান, উপপ্রধানকে দায়িত্ব বুঝিয়ে দেওয়া হবে।

    কী বললেন বিজেপি নেতৃত্ব?

    তালা ঝুলিয়ে দেওয়ার কথা স্বীকার করে নিয়েছেন বিজেপির জেলা সহ-সভাপতি অরূপ দাস। তিনি বলেন, তৃণমূল একটা নোংরা খেলায় নেমেছে। শালবনির লালগেড়িয়া গ্রাম পঞ্চায়েতের বোর্ড বিজেপি দখল করেছে। কিন্তু, প্রধান, উপপ্রধান এবং আমাদের পঞ্চায়েত সদস্যদের তৃণমূল প্রশাসনের সাহায্যে আমাদেরকে হেনস্তা করছে। পুরানো বোর্ডের যে ক্ষমতা হস্তান্তরের ব্যাপারটা থাকে সেটা তৃণমূল বা প্রশাসনের পক্ষ থেকে এখনও পর্যন্ত করা হয়নি। এইসব করার জন্য  আমাদের পঞ্চায়েত এবং অঞ্চলের যেসব নেতা কর্মীরা রয়েছেন তারা গ্রাম পঞ্চায়েত অফিসে তালা মেরে দিয়েছে। আমরা এসব মেনে নেব না। আমরা তৃণমূলের অসহযোগিতার বিরুদ্ধে তীব্র আন্দোলনে নামব। 

    কী বললেন তৃণমূল নেতৃত্ব?

    তৃণমূলের জেলা সভাপতি সুজয় হাজরা বলেন, এবারের লালগেড়িয়া গ্রাম পঞ্চায়েতে আমরা দুটো আসনে মাত্র দু ভোটে হেরে গিয়েছিলাম। আমরা মানুষের রায় মাথা পেতে মেনে নিয়েছি। আগামী ১৮ই অগাস্ট  নির্ধারণ করা হয়েছে ক্ষমতা হস্তান্তকরণের। কিন্তু, বিজেপি এমন একটি বিশৃংখল দল কোনও কর্মী কোনও নেতৃত্বের সঙ্গে কোনও যোগাযোগ নেই। ফলে, যা হওয়ার তাই হয়েছে। পঞ্চায়েতে গিয়ে বলা হয়েছে যে আজকেই ক্ষমতা হস্তান্তর করে দিতে হবে। নাহলে পঞ্চায়েতের কাজ করতে দেব না। পঞ্চায়েতের সমস্ত কর্মীদেরকে বের করে দিয়ে তালা লাগিয়ে দিয়েছে।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Taliban: তালিবানি শাসনে নিষিদ্ধ রাজনৈতিক দল, শরিয়ত মেনেই সিদ্ধান্ত, জানালেন আইনমন্ত্রী

    Taliban: তালিবানি শাসনে নিষিদ্ধ রাজনৈতিক দল, শরিয়ত মেনেই সিদ্ধান্ত, জানালেন আইনমন্ত্রী

    মাধ্যম নিউজ ডেস্ক: তালিবান (Taliban) মানেই যেন ফতোয়া! আমরা যাকে বলি কোনও কিছুকে নিষিদ্ধ করা বা ব্যান করা। নারী অধিকার, নারী শিক্ষা তো সে দেশে নিষিদ্ধ হয়েছে, এবার যে কোনও রকমের রাজনৈতিক কার্যকলাপও নিষিদ্ধ হল আফগানিস্তানে। তালিবান (Taliban) সরকারের আইনমন্ত্রী শাইখ মৌলবি আবদুল হাকিম শারি একথা নিজে ঘোষণা করেছেন।

    আরও পড়ুুন: এই প্রথম স্বাধীনতা দিবসে জাতীয় পতাকা উড়ল ছত্তিশগড়ের আটটি গ্রামে

    তালিবানি (Taliban) ফতোয়া 

    জনপ্রিয় সংবাদ সংস্থা দ্য ডন পত্রিকাতে এই নিয়ে রিপোর্ট বেরিয়েছে। বৃহস্পতিবার পাকিস্তানের সংবাদমাধ্যম ডনের প্রতিবেদনে বলা হয়, বুধবার তালিবানে আইনমন্ত্রী শাইখ মৌলবি আবদুল হাকিম শারি কাবুলে তার মন্ত্রণালয়ের বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন। সেময় তিনি বলেন, দেশে রাজনৈতিক দলগুলোর কর্মকাণ্ড পুরোপুরি বন্ধ করা হল। কারণ শরিয়ত আইন অনুযায়ী, তাদের কোনও স্থান নেই। এসব দলের সঙ্গে কোনও জাতীয় স্বার্থও জড়িত নয় ও দেশের সাধারণ মানুষ তাদের পছন্দও করে না। গত ১৬ অগাস্ট এ বিষয়ে জারি করা হয় নিষেধাজ্ঞা। বিশেষজ্ঞ মহলের ধারণা, আফগানিস্তানে একচ্ছত্র আধিপত্য কায়েম করতেই তালিবান এমন সিদ্ধান্ত নিয়েছে। এক্ষেত্রে আন্তর্জাতিক চাপের কাছেও তালিবান (Taliban) যে নতি স্বীকার করবে না সে কথাও সাফ ভাবে জানিয়ে দেওয়া হয়েছে।

    ২০২১ সালে ক্ষমতা দখল তালিবানের 

    ২০২১ সালের ১৫ অগাস্ট আফগানিস্তানের ক্ষমতা দখল করে তালিবানরা। যদিও এখনও পর্যন্ত কোনও দেশই তালিবান (Taliban) সরকারকে স্বীকৃতি দেয়নি।
    ক্ষমতায় এসেই ঠিক আগের রূপেই ফিরে যায় তারা। ২০ বছর আগের আফিগানিস্তান যেন ফিরে এসেছে। নারীদের শিক্ষা ও একাকী চলাফেরায় বিধি নিষেধ আরোপ করে তালিবান। সম্প্রতি আফগানিস্তানের মহিলাদের বিউটি পার্লারেও নিষেধাজ্ঞা জারি করে তালিবানরা (Taliban)। এবার বন্ধ হল রাজনৈতিক কার্যকলাপ।

     

    আরও পড়ুন: কোচবিহারে বাড়ি সংস্কার করতে হলেও দিতে হবে নতুন হারে পুরকর, আন্দোলনে বিজেপি

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Sukanta Majumdar: তৃণমূলকে হারিয়ে পঞ্চায়েতে বোর্ড গঠন বিজেপির, বিজয় মিছিলে পা মেলালেন সুকান্ত

    Sukanta Majumdar: তৃণমূলকে হারিয়ে পঞ্চায়েতে বোর্ড গঠন বিজেপির, বিজয় মিছিলে পা মেলালেন সুকান্ত

    মাধ্যম নিউজ ডেস্ক: বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত  মজুমদারের (Sukanta Majumdar) খাসতালুক হিসেবে পরিচিত দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের ভাটপাড়া পঞ্চায়েত এলাকা। এই গ্রাম পঞ্চায়েতে এবার তৃণমূলকে হারিয়ে প়়ঞ্চায়েতে বোর্ড গঠন করেছে বিজেপি। রাজ্য সভাপতির খাসতালুকেই বোর্ড গঠন করায় বিজেপি কর্মীরা উচ্ছ্বসিত।

    পঞ্চায়েতে কীভাবে বোর্ড গঠন করল বিজেপি?

    ভারত -বাংলাদেশ সীমান্ত লাগোয়া ভাটপাড়া পঞ্চায়েতে তফশিলি জাতি ও উপজাতি মানুষের সংখ্যায় বেশি। দীর্ঘ বাম জমানাতেও ওই পঞ্চায়েতকে দখল করতে পারেনি বামেরা। বালুরঘাট মহকুমার অধিকাংশ পঞ্চায়েতে যখন বামেরা জিতত, তখন এই একটি পঞ্চায়েতেই কংগ্রেস সংখ্যাগরিষ্ঠতা পেয়ে থাকতো। বিধানসভা ও লোকসভা নির্বাচনেও বাম প্রার্থীরা জিতলেও  কংগ্রেসের প্রার্থী লিড নিত ওই পঞ্চায়েতে। এখনও ওই ট্রাডিশন বজায় রেখেছে ভাটপাড়া। ভাটপাড়়া গ্রাম পঞ্চায়েতে মোট ২২টি আসন রয়েছে। তৃণমূল এবং বিজেপি ১১টি করে আসন পেয়েছিল। ফলে, এই গ্রাম পঞ্চায়েতে কার দখলে আসে তা নিয়ে দলের অন্দরে জোর চর্চা ছিল। এই পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধান পদে বিজেপি প্রার্থীরা জয়ী হয়েছেন। প্রথমে এক তৃণমূলের নির্বাচিত সদস্য ভোট দিতে ভুল হওয়ার কারণে প্রধান পদে জয়লাভ করে বিজেপির জয়ী সদস্য নীলিমা বর্মন। ওই তৃণমূল সদস্যের ভোট বাতিল হতেই  বিজেপি প্রার্থী এগারো -দশ ব্যবধানে প্রধান পদে জয় লাভ করেন। পরে, উপপ্রধান পদে টসের মাধ্যমে ফল বের হয়। আর তাতে জিতেছেন বিজেপির জয়ী সদস্য শিবু সরকার। এই পঞ্চায়েত দখল করতেই বিজেপির নেতাকর্মীদের মধ্যে প্রবল উচ্ছ্বাস দেখা যায়। সকলেই গেরুয়া আবির খেলায় মেতে ওঠেন। বৃহস্পতিবার বিজেপির রাজ্য সভাপতি (Sukanta Majumdar) ভাটপাড়া পঞ্চায়েত এলাকায় দলীয় কর্মীদের নিয়ে  মিছিল করেন।

    কী বললেন তৃণমূল নেতৃত্ব?

    এই বিষয়ে বালুরঘাটে তৃণমূলের ব্লক সভাপতি স্বপন বর্মন বলেন,ভাটপাড়া পঞ্চায়েত আমাদের দখলে ছিল। কিন্তু, এবারের নির্বাচনে আমরা জয়ী হওয়ার জায়গায় ছিলাম। আমাদের এক সদস্য ভুলবশত ভোটটা নষ্ট করে দেয়। ভোটটা কী কারণে নষ্ট করে তা আমরা দলীয়ভাবে তদন্ত করছি। এই বিষয়ে দল ব্যাবস্থা নেবে। আমরা লড়াইয়ের ময়দানে আছি।

    কী বললেন বিজেপির রাজ্য সভাপতি? (Sukanta Majumdar)  

    এই বিষয়ে সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) বলেন, আমরা ভাটপাড়া পঞ্চায়েতে জিতেছি। সেই আনন্দে বিজেপির কর্মীরা আজ ভাটপাড়া পঞ্চায়েতের খিদিরপুর এলাকায় বিজয় মিছিল বের করেন। আসলে বালুরঘাটের বিডিও ইচ্ছাকৃতভাবে এই ভাটপাড়া পঞ্চায়েতে তৃণমূলকে জেতানোর চেষ্টা করছিল। বিজেপির আন্দোলনের চাপে গ্রাম পঞ্চায়েতের ফলাফল সমান সমান হয়ে যায়। অবশেষে ভাটপাড়া পঞ্চায়েত বিজেপি দখল করে।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Indian Pilot: গত দু’দিনে দু’জন ভারতীয় বিমান চালকের আকস্মিক মৃত্যু

    Indian Pilot: গত দু’দিনে দু’জন ভারতীয় বিমান চালকের আকস্মিক মৃত্যু

    মাধ্যম নিউজ ডেস্ক: গত দু’ দিনে দু’ জন বিমান চালকের (Indian Pilot) মৃত্যুর ঘটনা ঘটল। এক জনের মৃত্যু হল বিমানবন্দরে বিমান পৌঁছানোর পর, অপর জনের মৃত্যু হয়েছে বিমানের মধ্যেই। ইন্ডিগো বিমানের চালক ছিলেন একজন। অপরজন ছিলেন কাতার এয়ারওয়েজের চালক। 

    কীভাবে মৃত্যু হল (Indian Pilot)?

    সূত্রে জানা গেছে, আজ বৃহস্পতিবার ইন্ডিগো বিমানটি নাগপুর থেকে পুণে যাচ্ছিল। বিমান পৌঁছানোর পর হঠাৎ চালক অজ্ঞান হয়ে পড়েন। এরপর হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। এই বিমানের চালকের (Indian Pilot) যাত্রাপথ ছিল তিরুবনন্তপুরম থেকে পুণে হয়ে নাগপুর পর্যন্ত। বিমানটি ছাড়ার সময় ছিল গতকাল ভোর ৩ টেয় এবং পৌঁছানোর সময় ছিল সকাল ৭ টায়। জানা যায়, এই চালকের আজ দুপুর ১ টার সময় বিমানবন্দরে ফের রিপোর্ট করারও কথা ছিল কিন্তু তাঁর আগেই এই মৃত্যুর ঘটনা ঘটে যায়।

    ইন্ডিগো কর্তৃপক্ষের বক্তব্য

    ইন্ডিগো কর্তৃপক্ষ জানিয়েছে, আজ নাগপুরে আকস্মিক ভাবে আমাদের এক বিমান চালকের (Indian Pilot) মৃত্যু হয়েছে। তাঁর মৃত্যুতে আমরা শোক প্রকাশ করছি। পরিবারের প্রতি সমবেদনা জানাই।

    আরেক বিমান চালকের হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু

    অপর দিকে কাতার এয়ারওয়েজের এক চালকের (Indian Pilot) হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় বুধবার। এই চালক বিমানের যাত্রী কক্ষে বসে ছিলেন। তাঁর বিমানটি দিল্লি থেকে দোহার অভিমুখে যাচ্ছিল। কিন্তু হঠাৎ বুকে ব্যথা এবং তারপর হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু ঘটে। তাঁর মৃত্যুর বিষয়টি ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন প্রথম জানিয়েছে। এই বিমান চালক এর আগে স্পাইস জেট, অ্যালায়েন্স এয়ার এবং সাহারাতে কাজ করেছেন। আর আগেও মিয়ামি থেকে চিলিগামী একটি ২৭১ জন যাত্রীবাহী বিমানের বাথরুমে এক চালকের মৃত্যু হয়েছিল বলে জানা গিয়েছিল।   

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

LinkedIn
Share