Blog

  • BJP: কংগ্রেস জমানায় প্রায় ৫ লক্ষ কোটির দুর্নীতি! বিজেপি প্রকাশ করল ভিডিও সিরিজ, ‘কংগ্রেস ফাইলস’   

    BJP: কংগ্রেস জমানায় প্রায় ৫ লক্ষ কোটির দুর্নীতি! বিজেপি প্রকাশ করল ভিডিও সিরিজ, ‘কংগ্রেস ফাইলস’   

    মাধ্যম নিউজ ডেস্ক: ইউপিএ জমানায় লাগাতার দুর্নীতির কথা তুলে ধরতে  বিজেপি (BJP) শুরু করল নতুন ভিডিও সিরিজ ‘কংগ্রেস ফাইলস’। ইউপিএ আমলের দুর্নীতিগুলিই এই ভিডিওতে তুলে ধরা হবে বলে জানা গিয়েছে। রবিবার এই ভিডিও সিরিজের প্রথম এপিসোডটি প্রকাশ করেছে বিজেপি। আগামী দিনে আরও বেশ কয়েকটি ভিডিও প্রকাশিত হবে বলে জানা গিয়েছে বিজেপির তরফ থেকে।

    আরও পড়ুন: আজ থেকে অনেকটাই দাম কমল রান্নার গ্যাসের! কলকাতায় কত হল জানেন? 

    বিজেপির (BJP) ট্যুইট

    রবিবার তিন মিনিটের একটি ভিডিও প্রকাশিত হয় বিজেপির ট্যুইটার হ্যান্ডেলে। সেখানে লেখা হয়, কংগ্রেস আর দুর্নীতি সমার্থক। ৭০ বছর তারা সাধারণ মানুষের বিপুল অর্থ লুট করেছে। ৪৮,২০,৬৯,০০,০০,০০০ লক্ষ কোটি টাকার দুর্নীতির সঙ্গে জড়িত কংগ্রেস।  এই অর্থ সঠিক ভাবে ব্যবহার করতে পারলে ২৪টি আইএনএস বিক্রান্ত বা ৩০০টি রাফালে জেট কেনা যেত।

    তবে কংগ্রেস জমানার শেষ ১০ বছরের ঘটনাবলির কথাই উল্লেখ করা হয়েছে বিজেপির এই ভিডিওটিতে। ২০০৪ থেকে ২০১৪ সালকে ‘লস্ট ডেকেড’ আখ্যা দিয়েছে গেরুয়া শিবির। কয়লা, ২-জি নেটওয়ার্ক, কমনওয়েলথ গেমস, মনরেগা- একাধিক ইস্যুতে দুর্নীতির কথা তুলে ধরেছে বিজেপির এই ভিডিও। সিরিজের প্রথম এপিসোডে সোনিয়া গান্ধী ও মনমোহন সিংকে ‘মুখ্য ভূমিকা’য় দেখা গিয়েছে।

    এই ভিডিওর শেষেই বলা হয়েছে, এটা কংগ্রেসের বিশাল দুর্নীতির ‘ট্রেলার’। পুরো সিনেমা এখনও বাকি রয়েছে। আগামী দিনে এই ভিডিওর বেশ কয়েকটি এপিসোড মুক্তি পাবে বলেই মনে করা হচ্ছে। তবে কংগ্রেসের তরফে এই ভিডিও নিয়ে কোনও প্রতিক্রিয়া জানা যায়নি।

     

    আরও পড়ুন: দেশীয় কোম্পানিগুলির সঙ্গে প্রায় ৩২,০৮৬ কোটি টাকার প্রতিরক্ষা চুক্তির অনুমোদন

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • salim durani: ৮৮  বছরে প্রয়াত হলেন কিংবদন্তি ক্রিকেটার সেলিম দুরানি

    salim durani: ৮৮  বছরে প্রয়াত হলেন কিংবদন্তি ক্রিকেটার সেলিম দুরানি

    মাধ্যম নিউজ ডেস্ক: চলে গেলেন ভারতীয় ক্রিকেট দলের কিংবদন্তি। রবিবার নিজের বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন সেলিম দুরানি (salim durani)। তাঁর প্রয়াণে ভারতীয় ক্রিকেটে এক বিরাট যুগের অবসান ঘটল বলে মনে করছে ক্রীড়া মহল। বিদেশের মাটিতে জন্মেও ভারতের হয়ে খেলেছেন ‘প্রিন্স’!

    কী জানা গেল পরিবার সূত্রে

    পরিবার সূত্রে খবর, রবিবার সকালে জামনগরের বাড়িতে মারা যান তিনি। বেশ কিছুদিন ধরে বার্ধক্য জনিত সমস্যায় ভুগছিলেন সেলিম (salim durani)। মাঠে যেমন লড়াই করতেন বিপক্ষের বিরুদ্ধে, তেমনই জীবনের যুদ্ধে লড়াই করছিলেন প্রাক্তন এই অলরাউন্ডার। আজ হার মানলেন জীবন যুদ্ধে।

    কাবুলে জন্মগ্রহণ করেন সেলিম দুরানি (salim durani)

    ১৯৩৪ সালের ১১ ডিসেম্বর আফগানিস্তানের কাবুলে জন্মগ্রহণ করেছিলেন সেলিম। তবে পরে সেলিমের (salim durani) পরিবার চলে আসে গুজরাতে। সেখানেই বড় হয়েছেন তিনি, তৈরি হয় ক্রিকেটের প্রতি ভালবাসা। ভারতীয় ক্রিকেটে তাঁর অবদান অনস্বীকার্য।

    ভারতকে প্রথম টেস্ট সিরিজ জেতাতে বড় অবদান ছিল তাঁর

    সেলিম দুরানির নাম উঠলেই ক্রিকেট প্রেমীদের মনে পড়ে যায় ১৯৬০-৬১ সালের কথা। ভারত প্রথম টেস্ট সিরিজ জিতেছিল সেই সময়। আর সেই জয়ের পিছনে মূল কান্ডারি ছিলেন সেলিম। ইংল্যান্ডের বিরুদ্ধে ২-০ ব্যবধানে টেস্ট সিরিজ জিতেছিল ভারত।
    প্রথম ম্যাচ জেতে চেন্নাইয়ে, আর সিরিজের শেষ ম্যাচ জেতে কলকাতায়। এই দুই ম্যাচ মিলিয়ে দুরানি মোট ১৮টি উইকেট নিয়েছিলেন। যা আজও ভারতীয় ক্রিকেটের ইতিহাসে স্মরণীয় হয়ে আছে।

    ১৯৬০ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অভিষেক হয় তাঁর

    ১৯৬০ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট ম্যাচে ভারতীয় দলে অভিষেক হয় বাঁ-হাতি এই অলরাউন্ডারের। একের পর এক ম্যাচে বিপক্ষকে নাস্তানাবুদ করেছেন তিনি। ১৯৭১ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে বিদেশের মাটিতে টেস্ট ম্যাচ জেতার নায়কও তিনিই। সেবছরই তিনি ভারতের জার্সিতে শেষ ম্যাচ খেলেন। ভারতের হয়ে ২৯টি টেস্ট খেলেছেন দুরানি (salim durani)। ক্রিকেটার হিসেবে প্রথম তিনিই অর্জুন পুরস্কার পেয়েছিলেন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

     

  • Bengaluru: বেঙ্গালুরুতে বাংলাদেশি অনুপ্রবেশকারী সন্দেহে আটক দেড় বছরের শিশু সহ বাঙালি দম্পতি

    Bengaluru: বেঙ্গালুরুতে বাংলাদেশি অনুপ্রবেশকারী সন্দেহে আটক দেড় বছরের শিশু সহ বাঙালি দম্পতি

    মাধ্যম নিউজ ডেস্ক: বাংলাদেশি অনুপ্রবেশকারীর অভিযোগে বেঙ্গালুরুতে (Bengaluru) জেলে ভরা হল এক বাঙালি দম্পতিকে। বাদ যায়নি তাঁদের বছর দেড়েকের শিশুও। অভিযোগ, বেঙ্গালুরুতে (Bengaluru) বাংলাভাষায় কথা বলায় তাঁদের বাংলাদেশি অনুপ্রবেশকারী তকমা দেওয়া হয়েছে।

    পেটের তাগিদে বেঙ্গালুরুতে (Bengaluru) কাজে গেছিলেন পশ্চিম বর্ধমানের পলাশ অধিকারী 

    পেটের তাগিদে বেঙ্গালুরুতে (Bengaluru) কাজ করতে গেছিলেন পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার জামালপুরের বাসিন্দা পলাশ অধিকারী। সঙ্গে ছিলেন পুত্র, স্ত্রী, বৌমা ও ছোট নাতি। জানা গেছে, সেখানে রাস্তায় প্লাস্টিক, বর্জ্য পদার্থ , আবর্জনা পরিষ্কার করে অন্য জায়গায় সরিয়ে রাখার কাজ করতেন এক এজেন্টের অধীনে।
     

    আরও পড়ুন: দেশীয় কোম্পানিগুলির সঙ্গে প্রায় ৩২,০৮৬ কোটি টাকার প্রতিরক্ষা চুক্তির অনুমোদন

    ভাড়া বাড়ি থেকেই আটক করা হয় তাঁদের

    জানা গেছে বেঙ্গালুরুতে (Bengaluru) একটি বাড়ি ভাড়া নিয়ে থাকতেন পলাশ অধিকারী ও তাঁর পরিবার, সেখান থেকে বাংলাদেশি সন্দেহে ৭  জনকে আটক করে বেঙ্গালুরু পুলিশ, তাঁরা সেখানে বাংলাভাষাতে কথা বলায় পুলিশ তাঁদের সন্দেহের জেরে আটক করে বলে দাবি । পলাশের বৃদ্ধ বাবা মা ও তাঁর প্রতিবেশীকে গ্রেপ্তার করার পরে তাদের ছেড়ে দেওয়া হলেও এখনও জেলে রয়েছেন পলাশ ও তাঁর স্ত্রী ।

    বেআইনি গ্রেফতারির প্রতিবাদে সোচ্চার বিভিন্ন মহল

    বিনা অপরাধে পলাশ এবং তাঁর স্ত্রী-পুত্র এখনও বেঙ্গালুরুতে কেন জেলবন্দি তা নিয়ে বিভিন্ন মহল প্রতিবাদ জানিয়েছে। প্রশাসন সূত্রে খবর, মাস চারেক আগে কর্ণাটকের ভারথুর থানার পুলিশের তিনজন আধিকারিক জামালপুরে আসেন। পলাশ ও তাঁর স্ত্রী ভারতীয় নাগরিক কিনা যাচাই করার জন্য তাঁরা স্থানীয় বিডিওর কাছে যান। পলাশবাবুর পরিবারের ভোটার কার্ড ও আধার কার্ডটি সঠিক কিনা সে বিষয়ে অনুসন্ধান চালানো হয় স্থানীয় বিডিও অফিসে। পরে, তাঁদের নাগরিকত্বের সমস্ত তথ্য ও নথি ইমেইলের মাধ্যমে ভারথুর থানায় পাঠানো হয়।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Pakistan: গত ৫০ বছরে রেকর্ড মুদ্রাস্ফীতি পাকিস্তানে! খাদ্য সামগ্রী নেওয়ার হুড়োহুড়িতে প্রাণ গেল ২০ জনের

    Pakistan: গত ৫০ বছরে রেকর্ড মুদ্রাস্ফীতি পাকিস্তানে! খাদ্য সামগ্রী নেওয়ার হুড়োহুড়িতে প্রাণ গেল ২০ জনের

    মাধ্যম নিউজ ডেস্ক: গত পঞ্চাশ বছরের মধ্যে রেকর্ড মুদ্রাস্ফীতি পাকিস্তানে। জানা গিয়েছে মুদ্রাস্ফীতির এই হার বর্তমানে ৩৫.৩৭ শতাংশে এসে ঠেকেছে। বিশেষজ্ঞদের মতে, আইএমএফের শর্ত পূরণ করার উদ্যোগ নিতেই এই অবস্থা হয়েছে পাকিস্তানে। এমনিতেই চরম আর্থিক সংকটে পাকিস্তান। এই পরিস্থিতিতে দেশে উৎপাদন বন্ধ রেখেছে নামীদামী বৈদেশিক কোম্পানিগুলিও, বাড়ছে বেকারত্ব। আকাশ ছোঁয়া হয়েছে নিত্য়প্রয়োজনীয় জিনিসের দাম। এই পরিস্থিতিতে দেশের অর্থনীতির হাল ফেরাতে শেহবাজ সরকারকে শরণাপন্ন হতে  হয় ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের কাছে। সেদেশের অর্থনীতিবিদরা বলছেন, যেভাবে মুদ্রাস্ফীতি বাড়ছে, এতে খুব তাড়াতাড়ি দুর্ভিক্ষ শুরু হবে দেশে।

    আরও পড়ুন: আজ থেকে অনেকটাই দাম কমল রান্নার গ্যাসের! কলকাতায় কত হল জানেন? 

    নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বেড়েছে প্রায় ৫০ শতাংশ

    সেদেশের বিভিন্ন সংবাদ সংস্থা সূত্রে জানা গিয়েছে, প্রতিমাসেই মুদ্রাস্ফীতির হার লাফিয়ে লাফিয়ে বাড়ছে। খাদ্য পানীয়ের দাম এবং যোগাযোগের ভাড়া প্রায় ৫০ শতাংশ পর্যন্ত বেড়েছে।

    কী বলছেন বিশেষজ্ঞরা

    বিশেষজ্ঞরা বলছেন, চরম অব্যবস্থা এবং রাজনৈতিক অস্থিরতা, দুর্নীতির জন্যই নাকি পাকিস্তানের  অর্থনীতির আজ এই অবস্থা। ২০২২ সালে এক বিধ্বংসী বন্যার কারণে এক-তৃতীয়াংশ অংশ জলের নিচে চলে যায়। পরিস্থিতি সেই সময় থেকে আরও খারাপ হয়।

    বিনামূল্যে বিতরণ করা হচ্ছে আটা ময়দা, সেখানেও হুড়োহুড়িতে প্রাণ গেল ২০ জনের

    বর্তমানে দেশটির যা ঋণ, তাতে পাকিস্তানের পক্ষে ঘুরে দাঁড়ানো কঠিন বলে মনে করছেন অর্থনীতিবিদরা। বৈদেশিক মুদ্রার ভাণ্ডারও ব্যাপক হ্রাস পেয়েছে এবং দাম কমেছে পাকিস্তানের মুদ্রারও। মুদ্রাস্ফীতির মোকাবিলায় আটা-ময়দা বিতরণের সরকারি  কর্মসূচি নেওয়া হচ্ছে বলে জানিয়েছে সেদেশের বিভিন্ন সংবাদ মাধ্যম। আবার এখানেও বিপত্তি। সম্প্রতি, ময়দা নিতে গিয়ে ভিড়ে পদপিষ্ট হয়ে ২০ জনের মৃত্যুর খবরও সামনে এসেছে।

    আরও পড়ুন: দেশীয় কোম্পানিগুলির সঙ্গে প্রায় ৩২,০৮৬ কোটি টাকার প্রতিরক্ষা চুক্তির অনুমোদন

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

  • Recruitment Scam: নিজের স্কুলেই বেআইনিভাবে ছেলেকে নিয়োগ! সিআইডির জালে প্রাক্তন ডিআই-সহ ৩

    Recruitment Scam: নিজের স্কুলেই বেআইনিভাবে ছেলেকে নিয়োগ! সিআইডির জালে প্রাক্তন ডিআই-সহ ৩

    মাধ্যম নিউজ ডেস্ক: মুর্শিদাবাদের স্কুলে বেআইনিভাবে শিক্ষক নিয়োগের অভিযোগ ৷ সিআইডির হাতে গ্রেফতার হলেন প্রাক্তন ডিআই-সহ মোট তিনজন ৷ তাঁদের সিআইডি হেফাজতে পাঠাল জঙ্গিপুরের আদালত ৷ ধৃতদের মধ্যে রয়েছেন মুর্শিদাবাদ জেলার প্রাক্তন ডিআই। যদিও মূল অভিযুক্ত অনিমেষ তিওয়ারি এখনও অধরা।

    ঘটনার সম্পূর্ণ বিবরণ

    চলতি বছরের শুরুতেই, গোঠা এ রহমান হাইস্কুলে নিয়োগ দুর্নীতির (Recruitment Scam) অভিযোগ সামনে আসে। এই স্কুলের প্রধান শিক্ষক আশিস তিওয়ারি। একই স্কুলে ভূগোলের শিক্ষক তাঁর ছেলে, অনিমেষ তিওয়ারি। বাবা যে স্কুলের প্রধান শিক্ষক, সেই স্কুলে অবৈধভাবে চাকরি পাওয়ার অভিযোগ ওঠে ছেলের বিরুদ্ধে। অভিযোগ, অন্যের নিয়োগপত্র ও সুপারিশপত্র জাল করে স্কুলে চাকরি পেয়েছেন অনিমেষ। এই ঘটনায়, গত ১৯ জানুয়ারি সিআইডি-কে তদন্তভার দেন বিচারপতি বিশ্বজিৎ বসু। বিশেষ দল গঠন করে তদন্তের নির্দেশ দেন তিনি। পাশাপাশি, অভিযুক্ত অনিমেষের বেতন বন্ধেরও নির্দেশ দেয় আদালত।

    আদালতে সিআইডি-কে ভর্ৎসনা করার পরেই শুক্রবার অ্যাকশন

    সোমবার আদালতের ভর্ৎসনা, শুক্রবার অ্যাকশন। সিআইডি-কে কার্যত ভর্ৎসনা করেন কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিত বসু। তিনি বলেন, সিআইডি-র ভূমিকায় আমি একেবারেই সন্তুষ্ট নই়। এমন কোনও কড়া মন্তব্য করতে বাধ্য করবেন না, যার নেতিবাচক প্রভাব সিআইডি-র ওপর পড়ে। প্রসঙ্গত,  গোঠা এ রহমান হাইস্কুলে নিয়োগ কেলেঙ্কারির অভিযোগের তদন্তে রাজ্য়ের তদন্তকারী সংস্থার ওপর ক্ষুব্ধ হয়ে গত সোমবার এমনই মন্তব্য করে হাইকোর্ট। 

    এখনও পর্যন্ত গ্রেফতার মোট ৪

    মুর্শিদাবাদের গোঠা এ রহমান হাইস্কুলে শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগ সংক্রান্ত মামলায় মোট ৪ জনকে গ্রেফতার করল সিআইডি। তদন্তে নেমে গত ১৩ ফেব্রুয়ারি গোঠা এ রহমান হাইস্কুলের প্রধান শিক্ষক আশিস তিওয়ারিকে গ্রেফতার করে সিআইডি। রাজ্য গোয়েন্দা সংস্থা সূত্রে খবর, কলকাতায়, ভবানীভবনে জিজ্ঞাসাবাদের পর মুর্শিদাবাদ জেলার প্রাক্তন ডিআই পূরবী দে বিশ্বাসকে গ্রেফতার করা হয়েছে। বহরমপুরে সিআইডি অফিসে গ্রেফতার করা হয়েছে মুর্শিদাবাদ জেলা শিক্ষা দফতরের কর্মী নিত্যগোপাল মাজি এবং অবসরপ্রাপ্ত কর্মী অঞ্জনা মজুমদারকে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Saptahik Rashifal: কী বলছে আগামী ৭ দিনের ভাগ্যরেখা? সাপ্তাহিক রাশিফল ২ এপ্রিল থেকে ৮ এপ্রিল

    Saptahik Rashifal: কী বলছে আগামী ৭ দিনের ভাগ্যরেখা? সাপ্তাহিক রাশিফল ২ এপ্রিল থেকে ৮ এপ্রিল

    মেষ রাশি

    আপনার চন্দ্র রাশির অশুভ গ্রহ রাহু প্রথম ভাবে বিরাজ করছে, যার ফলস্বরূপ আপনাকে ছোটখাটো অসুস্থতায় ভুগতে হতে পারে। তাই আপনার মনকে শান্ত এবং পরিষ্কার করতে, বন্ধু এবং পরিবারের সাথে কিছু সময় কাটান এবং যদি সম্ভব হয়, আপনি তাদের সাথে একটি ছোট ভ্রমণে যাওয়ার পরিকল্পনাও করতে পারেন। আপনার চন্দ্র রাশিতে, বৃহস্পতি দ্বাদশ ভাবে উপস্থিত, যার কারণে এই সপ্তাহে আপনাকে আপনার সময় এবং অর্থ উভয়ের মূল্য দিতে শিখতে হবে। অন্যথায়, আর্থিক সীমাবদ্ধতার কারণে, আসন্ন সময় আপনার জীবনের বিভিন্ন ক্ষেত্রে প্রভাবিত করতে পারে। যার কারণে আপনাকে নানা ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে। বাড়িতে কিছু পরিবর্তনের কারণে, এই সপ্তাহে আপনার প্রিয়জনের সাথে আপনার মতভেদ হতে পারে। যার কারণে আপনার সম্মান যেমন কমে যাবে, তেমনি পরিবারের উদাসীনতার মুখে পড়তে হতে পারে। আপনার রাশিতে অনেক উপকারী গ্রহের উপস্থিতি আপনার শত্রুদের জন্য ভালো নয়। কারণ এই সময়ে তারা সক্রিয় থাকবে, কিন্তু প্রতিটি পদক্ষেপে তাদের পরাজিত করে আপনি তাদের আপনার বন্ধু করতে সক্ষম হবেন। এই সপ্তাহে, আপনার রাশির বেশিরভাগ শিক্ষার্থী কম পরিশ্রম করার পরেও ভাল নম্বরের উপহার পেতে সক্ষম হবেন। যার কারণে তার দিনটি শুধু তৈরিই হবে না, পরিবার ও সমাজে প্রশংসিত ও সমাদৃত হবে। শিক্ষার্থীদের মনোবল বাড়ানোর পাশাপাশি তারা আগের চেয়ে ভালো করতে পারবে।

    বৃষভ রাশি

    অশুভ গ্রহ রাহু চন্দ্র রাশিতে দ্বাদশ ভাবে বিরাজ করছে, এর প্রভাবে কোনো মামলা আদালতে বিচারাধীন থাকলে তার ফলাফলের কথা ভেবে আপনি নিজেকে অস্থির করে তুলতে পারেন। যার কারণে পরিবারের পরিবেশও বিপর্যস্ত দেখা দেবে। এই সপ্তাহে আপনাকে সেই সমস্ত বন্ধু বা আত্মীয়দের থেকে দূরে থাকতে হবে যারা আপনার সুবিধা নেয় এবং আপনার অর্থ ব্যয় করার চেষ্টা করে। এর পাশাপাশি, এই রাশির মানুষ যারা ব্যবসা করেন, তাদেরও সপ্তাহের প্রথম দিনগুলিতে কোনও ধরণের বিনিয়োগ এড়াতে হবে। সামগ্রিকভাবে, সময় অর্থের দিক থেকে ভাল, তবে আপনাকে আরও একটু সতর্ক হতে হবে, নিজেকে সতর্ক রাখতে হবে। এই সপ্তাহে বাড়িতে হঠাৎ অতিথির আগমন পারিবারিক পরিবেশে ইতিবাচকতা আনবে। যার কারণে আপনি বাড়িতে স্বাভাবিকের চেয়ে বেশি সময় কাটানোর এবং সদস্যদের সাথে মজা করার সুযোগ পাবেন, যার ফলস্বরূপ আপনি বাড়ির বিভিন্ন পরিস্থিতিতে এবং সদস্যদের সাথে একসাথে হতাশামুক্ত হতেও সফল হবেন। ঘর সংক্রান্ত অনেক সমস্যা সমাধান করতে সক্ষম হবেন।কাটিয়ে উঠতে সঠিক সিদ্ধান্ত নিতে দেখা যাবে। একটি ভাল চাকরি পেতে, বেকারদের এই সপ্তাহে আগের তুলনায় কঠোর পরিশ্রম করতে হবে। কারণ এই সময়ে কঠোর পরিশ্রম করলেই আপনি সঠিক ফলাফল পেতে সক্ষম হবেন। যেসব শিক্ষার্থী বিদেশে ভালো কলেজে গিয়ে উচ্চশিক্ষা গ্রহণের স্বপ্ন দেখছিলেন, তারা এই সপ্তাহের মাঝামাঝি এই সুযোগ পাওয়ার সম্ভাবনা রয়েছে। এসময়, আপনার স্মৃতিশক্তি বাড়াতে, সকালে ঘুম থেকে উঠে বিষয়গুলি অনুশীলন করার পরামর্শ দেওয়া হয়।

    মিথুন রাশি

    আপনার চন্দ্র রাশিতে, বৃহস্পতি দশম ভাবে উপস্থিত, যার ফলস্বরূপ আপনাকে এই সপ্তাহে সর্বাধিক খেলাধুলায় অংশ নিতে হবে। কারণ আপনিও বুঝেছেন যে সুস্বাস্থ্যই একটি সুন্দর ও সফল জীবনের রহস্য। তাই এই জিনিসটি মনে রাখুন এবং নিজেকে সুস্থ রাখার চেষ্টা করুন। আপনি যদি বিবাহিত হন, তাহলে এই পুরো সপ্তাহে আপনার সন্তানের লেখাপড়ার জন্য আপনাকে প্রচুর অর্থ ব্যয় করতে হতে পারে। যার কারণে আপনার প্রত্যাশার চেয়ে বেশি আর্থিক সীমাবদ্ধতা থাকবে, তাই এই বিষয়টি একা সমাধান না করে, আপনার সঙ্গীর সাথে এই সমস্যাগুলি নিয়ে কথা বলুন। এই সপ্তাহে, আপনি আপনার বোঝাপড়া অনুযায়ী আপনার পরিবারে সম্প্রীতি স্থাপন করতে সক্ষম হবেন। এতে সদস্যদের মধ্যে সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ গড়ে উঠবে। এটি আপনার পরিবারের সামাজিক অবস্থানকেও মজবুত করবে এবং আপনি সদস্যদের মধ্যে সঠিক খ্যাতি অর্জনে সফল হবেন। এই সপ্তাহে আপনার মন অফিসের কাজে ব্যস্ত থাকবে না। কারণ আপনার ক্যারিয়ার নিয়ে আপনার মনে কিছু দ্বিধা থাকবে, যা আপনাকে মনোযোগ দিতে দেবে না। আপনার চন্দ্র রাশি অনুসারে, কেতু পঞ্চম ভাবে বিরাজ করছে, তাই আপনার মনকে নিবদ্ধ রাখতে আপনি যোগব্যায়াম এবং ধ্যানের সাহায্য নিতে পারেন। এই সপ্তাহে, সমস্ত ছাত্র-ছাত্রীদের মনোযোগ বৃদ্ধির জন্য ধ্যান এবং যোগাসনের সাহায্য নেওয়ার জন্য বিশেষভাবে পরামর্শ দেওয়া হচ্ছে এবং পরিস্থিতি বিপরীত হলে, তাড়াহুড়ো করে প্রতিক্রিয়া দেখানোর পরিবর্তে সর্বদা নিজেকে শান্ত রাখার চেষ্টা করুন।

    কর্কট রাশি

    এই সপ্তাহে আপনাকে সমাজের অনেক বড় লোকের সাথে দেখা করার জন্য অতিরিক্ত প্রচেষ্টা এবং শক্তি ব্যবহার করতে দেখা যাবে। তবে এই সময় আপনাকে বুঝতে হবে যে সামাজিক যোগাযোগ বাড়ানোর চেয়ে আপনার স্বাস্থ্যকে অগ্রাধিকার দেওয়া আপনার পক্ষে গুরুত্বপূর্ণ। তাই আপনার মানসিক শক্তি সংরক্ষণ করার সময়, আপনার স্বাস্থ্যের উন্নতির জন্য এটি ব্যবহার করুন। শনি আপনার চন্দ্র রাশিতে অষ্টম ভাবে বিরাজ করছে, এর প্রভাবে এই রাশির জাতক জাতিকাদের অর্থনৈতিক দিক অনেক উত্থান-পতনের পর অবশেষে স্বাভাবিক দেখাবে। কারণ এমন সম্ভাবনা রয়েছে, যদিও সপ্তাহের প্রথম দিনগুলি আপনাকে ভাল ফলাফল নাও দিতে পারে, তবে ধীরে ধীরে আপনার কাছে বিভিন্ন পরিচিতি থেকে অর্থ আসবে বলে মনে করা হচ্ছে। বৃহস্পতি আপনার চন্দ্র রাশিতে নবম ভাবে বিরাজ করছে, তাই এই সপ্তাহে, আপনার ভাগ্যের সঠিক সদ্ব্যবহার করে, আপনার অর্থ সঞ্চয়ের দিকে আপনার প্রচেষ্টা চালান। আপনি যদি আপনার কাজ বা আপনার পড়াশোনার ক্ষেত্রে পরিবার থেকে দূরে থাকেন তবে এই সপ্তাহে আপনি এই সমস্যাগুলি থেকে অনেকাংশে মুক্তি পেতে পারেন। এছাড়াও, আপনার বক্তব্যের জোরে, আপনি এই সময়ে মানুষকে নিজের করে তুলবেন এবং তাদের মনের সমস্ত ভেদাভেদ দূর করে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় সফল হবেন। চাকরিজীবীদের এই সপ্তাহে অফিসে এখানে-সেখানে কথা বলা এড়িয়ে চলা উচিত। অন্যথায়, আপনি নিজেকে কর্মক্ষেত্রের রাজনীতিতে জড়িয়ে পড়তে পারেন, যা আপনার ভাবমূর্তি নষ্ট করবে। এই সপ্তাহে আপনার অনেক বিষয় বোঝার ক্ষেত্রে সব ধরনের অসুবিধা থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে।

    সিংহ রাশি

    অশুভ গ্রহ রাহু আপনার চন্দ্র রাশির নবম ভাবে বিরাজ করছে, যার কারণে এই সপ্তাহে আপনার স্বাস্থ্য কিছুটা খারাপ হবে, যার কারণে প্রচুর ভ্রমণও আপনার স্বভাবের মধ্যে কিছুটা বিরক্তি তৈরি করতে পারে। এমন পরিস্থিতিতে আপনার স্বাস্থ্যের প্রতি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ভ্রমণ থেকে বিরত থাকুন। এই সপ্তাহে আপনাকে বুঝতে হবে যে আপনার অর্থ আপনার জন্য তখনই কাজ করবে যখন আপনি এটি জমা করবেন। এটা আপনার জন্য ভাল হয় যদি আপনি সময়মত এটি খুব ভালভাবে জানেন, অন্যথায় ভবিষ্যতে আপনাকে এই বিষয়ে অনুতপ্ত হতে হতে পারে। এই সপ্তাহে আপনি জেনে খুব খারাপ বোধ করবেন যে বাড়ির যে সদস্যকে আপনি সর্বদা বিশ্বাস করতেন এবং আপনার প্রতিটি গোপনীয়তা শেয়ার করতেন, তিনি আসলে ততটা বিশ্বাসযোগ্য নন। এর সাথে সাথে এই জিনিসটি আপনার মনের মধ্যে আপনার গোপন কথা বেরিয়ে আসার ভয়ও তৈরি করবে। যার কারণে আপনি অনেকাংশে পরিবারের মধ্যে অস্বস্তি বোধ করবেন। শনি আপনার চন্দ্র রাশিতে সপ্তম ভাবে অবস্থান করছে, তাই অতীতে আপনার কঠোর পরিশ্রম আপনার কর্মজীবনে ফলদায়ক প্রমাণিত হবে, এই সপ্তাহে আপনাকে ভাল ফলাফল দেবে। এমতাবস্থায়, আপনার স্বাচ্ছন্দ্যের পূর্ণতা ভুলে এই সময়ের সঠিক সদ্ব্যবহার করার সময়, আপনাকে আপনার মনকে কর্মক্ষেত্রে নিবদ্ধ রাখতে হবে। কারণ তবেই আপনি পদোন্নতি পেতে সফল হবেন। আপনার রাশির অনেক শিক্ষার্থীকে তাদের অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে এই সপ্তাহে শিক্ষাক্ষেত্রে ভালো করতে দেখা যাবে। তবে, তাদের এটাও মনে রাখতে হবে যে, সব সময় আপনি কাঙ্খিত ফলাফল পাবেন এমন নয়। কারণ অনেক সময় আমরা ব্যর্থ হয়েও জীবনে অনেক কিছু শিখি।

    কন্যা রাশি

    এই রাশির বয়স্ক ব্যক্তিরা, যাঁরা জয়েন্টের ব্যথা বা কোমর ব্যথার সমস্যায় ভুগছিলেন, তারা এই সপ্তাহে সঠিক খাবার খাওয়ার ফলে আরও ভাল স্বাস্থ্য পেতে সক্ষম হবেন। এমন অবস্থায় ভালো খাবার গ্রহণের সময় নিয়মিত যোগব্যায়াম করুন। অশুভ গ্রহ রাহু চন্দ্র রাশিতে অষ্টম ঘরে থাকার কারণে, এই সপ্তাহে আপনি আপনার বাড়ি এবং পরিবারের সাজসজ্জা বা মেরামতের জন্য প্রচুর অর্থ ব্যয় করবেন। আপনি শুরুতে এটি সম্পর্কে সচেতন নাও হতে পারেন, তবে এই ব্যয় আগামী সময়ে আপনার আর্থিক সংকটের প্রধান কারণ হিসাবে আবির্ভূত হবে। আপনি যদি চান এই সপ্তাহে পরিবারের সদস্যরা আপনার সাথে ভালো ব্যবহার করুক, তাহলে আপনাকেও তাদের সাথে একই রকম আচরণ করতে হবে। কারণ এই সময়ে পরিবারের সদস্যদের সাথে আপনার আচরণ খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে বিনিময়ে আপনি তাদের সাথে সর্বদা ভাল ব্যবহারিক মেলামেশা অর্জন করবেন। চন্দ্র রাশিতে শনি ষষ্ঠ ঘরে থাকার কারণে এই সপ্তাহে আপনার কাজের ফ্রন্ট থেকে জীবন। সংযুক্ত, অনেক নতুন চ্যালেঞ্জ নিয়ে আসতে চলেছে। এমন পরিস্থিতিতে, আপনাকে নতুন টার্গেট দেওয়া হতে পারে। তাই জটিল কেস এড়াতে, আপনাকে আপনার পরিচিতিগুলি ব্যবহার করতে হবে। এই সপ্তাহটি আপনার উচ্চশিক্ষার জন্য স্বাভাবিকের চেয়ে ভাল হতে পারে এবং আপনি যদি দীর্ঘকাল ধরে আপনার উচ্চশিক্ষার বিষয়ে কোনও প্রচেষ্টা করে থাকেন তবে এই সময়ে আপনি এতে সম্পূর্ণ সাফল্য পাওয়ার সম্ভাবনা রয়েছে।

    তুলা রাশি

    শনি আপনার চন্দ্র রাশিতে পঞ্চম ভাবে বিরাজ করছে, যার ফলে এই সপ্তাহে আপনার স্বাস্থ্যে উত্থান-পতনের সম্ভাবনা কম থাকবে। যার কারণে আপনি বেশিরভাগ সময় সুস্বাস্থ্য উপভোগ করবেন। আপনি শারীরিক এবং মানসিক উভয়ভাবেই মজবুত থাকবেন এবং শক্তিতে পূর্ণ একটি নিখুঁত এবং স্বাস্থ্যকর জীবন উপভোগ করতে সক্ষম হবেন। যাইহোক, আপনার নার্ভাসনেসের কিছু অভিযোগ থাকতে পারে, তাই সময়ে সময়ে ডাক্তারের পরামর্শ নিন, যাতে আপনি আপনার সুস্বাস্থ্য উপভোগ করতে পারেন। আর্থিক জীবনে এই সপ্তাহে, আপনি নিজেকে উত্তেজনাপূর্ণ নতুন পরিস্থিতিতে খুঁজে পাবেন। এটি আপনাকে কেবলমাত্র একটি ভাল স্তরে আর্থিক সুবিধা নিয়ে আসবে না, তবে আপনার আর্থিক অবস্থাও আগের চেয়ে মজবুত বলে মনে হবে। এই সপ্তাহে, আপনি প্রত্যাশার চেয়ে বেশি, আপনি আপনার বড় ভাই এবং বোনের সমর্থন পাবেন। যার কারণে আপনিও আপনার বড় ঝামেলা থেকে বেরিয়ে আসতে পারবেন। যদিও, এর জন্য আপনাকে বিনা দ্বিধায় তাদের সামনে আপনার সমস্যাগুলি প্রকাশ করার পরামর্শ দেওয়া হচ্ছে। ক্ষেত্রের প্রতিটি কাজ এবং লক্ষ্য অর্জনের জন্য, অতীতে আপনার করা প্রতিটি কৌশল ও পরিকল্পনায় অফিসের কেউ বাধা দিতে পারে। যার কারণে আপনাকে অনেক সমস্যায় পড়তে হবে, তাই আপনার চোখ খোলা রাখুন এবং আপনার চারপাশে ঘটছে এমন কার্যকলাপ সম্পর্কে সচেতন থাকুন। এই সপ্তাহে, অনেক শিক্ষার্থীর ছুটির বেশিরভাগ সময় গৃহস্থালির জিনিসপত্র মেরামত করার চেষ্টায় নষ্ট হতে পারে, যা শিক্ষার্থীদের খারাপ বোধ করতে পারে। বিশেষ করে যখন সেই জিনিসটাও ঠিক নয়।

    বৃশ্চিক রাশি

    রাহু আপনার চন্দ্র রাশিতে ষষ্ঠ ভাবে বিরাজ করছে, যার কারণে অতিরিক্ত মদ্যপান এবং দ্রুত গাড়ি চালানো এই সপ্তাহে আপনাকে অনেক ক্ষতি করতে পারে। কারণ এই অসাবধানতার কারণে অর্থের ক্ষতির পাশাপাশি অনেক জাতক/জাতিকার স্বাস্থ্য সমস্যারও সম্মুখীন হওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে। কেতু আপনার চন্দ্র রাশিতে দ্বাদশ ভাবে বিরাজ করছে, এবং এর প্রভাব অনুসারে, আপনার অর্থ কোনও ধরনের কমিটি বা কোনও অবৈধ বিনিয়োগে বিনিয়োগ করা এড়িয়ে চলুন, যদিও আপনি এটি থেকে ভাল লাভ দেখতে পান। কারণ এটা সম্ভব যে শুরুতে আপনি আপনার টাকাকে নিরাপদ মনে করতে পারেন, কিন্তু পরে আপনি এটি থেকে একটি বড় ক্ষতি পেতে পারেন। এই সপ্তাহে আপনি পরিবারের সাথে সময় কাটানোর সুযোগ পাবেন। এই সময়ে আপনি জানতে পারবেন যে বাড়ির বাচ্চারা তাদের পড়াশোনার চেয়ে খেলাধুলায় বেশি সময় ব্যয় করছে। যার কারণে আপনি হতাশ হবেন এবং আপনি এই দিকে সঠিক সিদ্ধান্ত নিয়ে তাদের জন্য কিছু কঠোর নিয়ম তৈরি করতে পারেন। এই সপ্তাহে অফিসে স্নেহ এবং ইতিবাচক পরিবেশ বিরাজ করবে। যার কারণে আপনি আপনার সহকর্মীদের কাছ থেকে যথাযথ সমর্থন পেয়ে আপনার গুরুত্বপূর্ণ কাজগুলি সম্পন্ন করতে সক্ষম হবেন। এর মাধ্যমে আপনি সময়ের আগেই বাড়ি ফিরে পরিবারের সঙ্গে ভালো সময় কাটাতে পারবেন, শিগগিরই সেই কাজ থেকে মুক্ত হতে পারবেন। এই রাশির জাতক/জাতিকারা, যারা পড়াশোনার জন্য বিদেশে যেতে ইচ্ছুক, তাদের এই সপ্তাহে আরও বেশি প্রচেষ্টা করতে হবে। কারণ এটা সম্ভব যে কোনো নথির অভাবে আপনি হতাশ হতে পারেন। এই অবস্থায়, তাকে আপনার হাত থেকে যেতে না দেওয়ার চেষ্টা করুন, নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যান, পরবর্তী সুযোগ পর্যন্ত।

    ধনু রাশি

    এই রাশির জাতক জাতিকাদের বয়স 50 পেরিয়ে গেছে, তারা এই সময় কিছু সময়ের জন্য স্নায়ুতন্ত্র এবং হজম সংক্রান্ত তাদের আগের সমস্যাগুলি থেকে মুক্তি পেতে সক্ষম হবেন। কারণ তাদের দ্বারা একটি ভাল রুটিন গ্রহণ করা এই সমস্যাগুলি কাটিয়ে উঠতে সহায়ক প্রমাণিত হবে। অশুভ গ্রহ রাহু আপনার চন্দ্র রাশিতে পঞ্চম ভাবে বিরাজ করছে, তাই এই সপ্তাহে আপনাকে সমস্ত ধরণের সন্দেহজনক আর্থিক লেনদেন থেকে নিজেকে দূরে রাখার পরামর্শ দেওয়া হচ্ছে। এ জন্য শুরু থেকেই সতর্ক থাকুন এবং সামান্য টাকার লোভে কোনো অবৈধ কাজ করবেন না। এই সপ্তাহে আপনার বন্ধুরা কিছু চমৎকার পরিকল্পনা করে আপনাকে খুশি করবে। কোথাও বেড়াতে যাওয়ার পরিকল্পনা হতে পারে, যেখানে আপনি আপনার বন্ধুদের সাথে আবার মজা করার সুযোগ পাবেন। এই রাশির স্ব-নিযুক্ত ব্যবসায়ীরা এই সপ্তাহে আরও বেশি সাফল্য পাবেন। যার ফলে তারা সমাজের পাশাপাশি পরিবারে যথাযথ সম্মান পাবে এবং এটি তাদের আরও ভাল পারফরম্যান্সের জন্য উত্সাহিত করতে সহায়তা করবে। এই সপ্তাহে শিক্ষার্থীদের পারিবারিক জীবনে উত্থান-পতনের কারণে অনেক সমস্যার সম্মুখীন হতে হবে। যার কারণে পড়ালেখায় মন বসাতেও তারা নিজেদেরকে সম্পূর্ণরূপে ব্যর্থ মনে করবে।

    মকর রাশি

    রাহু আপনার চন্দ্র রাশিতে চতুর্থ ভাবে বিরাজ করছে, যার কারণে আপনি এই সপ্তাহে মানসিক অশান্তি ও ঝামেলা অনুভব করবেন, কর্মক্ষেত্রে কাজের চাপ বৃদ্ধি পাবে। যার কারণে আপনার স্বভাবেও বিরক্তি দেখা দেবে। এই সপ্তাহে আপনার করা বিনিয়োগ আপনার সমৃদ্ধি এবং আর্থিক নিরাপত্তা বাড়াতে পারে। এমন পরিস্থিতিতে, আপনার টাকা সঠিক জায়গায় বিনিয়োগ করুন এবং তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত না নিয়ে ধৈর্য ধরুন। কারণ আপনার হৃদয় ও মন যখন শান্ত থাকবে, তখনই আপনি নিজের জন্য সঠিক ও ভালো সিদ্ধান্ত নিতে পারবেন। এই সপ্তাহে, বাড়ির বাচ্চারা আপনাকে অনেক গৃহস্থালির কাজ সামলাতে অনেক সাহায্য করতে পারে। কিন্তু এর জন্য আপনাকে ধনী দেখাতে গিয়ে তাদের সাহায্য চাইতে হবে। এছাড়াও সমাজে, আপনি আপনার আকর্ষণ এবং ব্যক্তিত্বের মাধ্যমে কিছু নতুন বন্ধু তৈরি করতে সক্ষম হবেন। আপনার চন্দ্র রাশি অনুসারে, শনি দ্বিতীয় ভাবে বিরাজ করছে, যার কারণে এই সপ্তাহে আপনার কর্মজীবনে এগিয়ে যাওয়ার ইচ্ছা আপনাকে কাজ এবং ব্যক্তিগত জীবনে আপনার কাছের এবং প্রিয়জনদের থেকে দূরে রাখতে পারে। যার কারণে আপনি নিজেকে খুব একা মনে করবেন, তবে আপনি এই একাকীত্ব অন্যদের সাথে ভাগ করতেও দ্বিধা করবেন। এই সপ্তাহে, আপনার রাশির জাতক-জাতিকারা অতীতের ভুল থেকে শিক্ষা না নিয়ে সেগুলি আবার পুনরাবৃত্তি করার কাজটি করবেন। যার কারণে তাদের শিক্ষাক্ষেত্রে অত্যন্ত বিরূপ পরিণতির সম্মুখীন হতে হতে পারে। এমন পরিস্থিতিতে মনে রাখবেন, ব্যর্থ হওয়ার পরেও আপনি অনেক কিছু শিখতে পারেন।

    কুম্ভ রাশি

    এই সপ্তাহে ব্যস্ত রুটিন সত্ত্বেও, আপনার স্বাস্থ্য স্বাভাবিকের চেয়ে ভাল থাকবে। তবে আপনার স্বাস্থ্যের প্রতি অবহেলা করবেন না, এটিকে চিরকাল সত্য বলে ধরে নেওয়ার ভুল করবেন না। এমন পরিস্থিতিতে, আপনার জীবন এবং স্বাস্থ্যকে সম্মান করুন এবং একটি ভাল রুটিন গ্রহণ করুন। অন্যথায় ভবিষ্যতে আপনাকে কিছু সমস্যার সম্মুখীন হতে হতে পারে। বৃহস্পতি আপনার চন্দ্র রাশিতে দ্বিতীয় ভাবে বিরাজ করছে, যার ফলস্বরূপ এই সপ্তাহে প্রার্থনার মাধ্যমে আপনার ইচ্ছা পূরণ হবে এবং সৌভাগ্য আপনার পথে আসবে। কারণ এই সময়টি আপনার ভাগ্যের সহায় হবে, যার কারণে আপনার আগের দিনের কঠোর পরিশ্রমও শোধ হবে এবং আপনি আপনার সমস্ত ঋণ শোধ করতে সক্ষম হবেন। একটি সুখী এবং দুর্দান্ত সপ্তাহের জন্য, আপনার ঘর অতিথিদের দ্বারা পরিপূর্ণ হতে পারে। এর পাশাপাশি পরিবারের সঙ্গে সামাজিক কর্মকাণ্ডও আপনাকে পরিবারের সদস্যদের খুশি রাখতে সাহায্য করবে। দেখা গেছে, ক্যারিয়ারে এগিয়ে যাওয়ার সময় আমরা আমাদের অহংবোধে আমাদের বাবা-মা, আমাদের গুরু এবং বন্ধুদের মতো আমাদের চারপাশের মানুষদের ভুলে যাই। এবং যখন প্রতিকূল পরিস্থিতি দেখা দেয়, তখন আমাদের মনেও তাদের স্মরণ ও সহযোগিতার আকাঙ্ক্ষা পুনরায় জাগ্রত হয়। এই সপ্তাহে আপনার সাথে একই ঘটনা ঘটবে। যখন আপনার অহংকার আপনাকে অন্যদের থেকে দূরে সরিয়ে দেবে। এই সপ্তাহে নতুন কৌশল শিখে, আপনি যদি সেগুলি আপনার পড়াশোনায় ব্যবহার করেন তবেই আপনি অন্যদের থেকে এগিয়ে যেতে পারবেন। বিশেষ করে যারা কোনো প্রবেশিকা পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাদের নতুন প্রযুক্তি গ্রহণ করতে হবে এবং তাদের সৃজনশীল সম্ভাবনা বাড়াতে হবে।

    মীন রাশি

    যদি আপনার স্বাস্থ্য খারাপ থাকে, তবে এই সপ্তাহে আপনাকে এমন কিছু এবং ক্রিয়াকলাপে কাজ করতে হবে, যা আপনার স্বাস্থ্যের উন্নতি করতে পারে। তাই নিজেকে সুস্থ রাখতে, আপনার বদ অভ্যাসের উন্নতি আনুন এবং ভালো খাবার গ্রহণের সাথে সাথে মশলাদার খাবার থেকে নিজেকে দূরে রাখুন। কেতু আপনার চন্দ্র রাশিতে অষ্টম ভাবে বিরাজ করছে, যার কারণে আপনাকে বিশেষ করে এই সপ্তাহে সব ধরনের দীর্ঘমেয়াদী বিনিয়োগ এড়িয়ে চলতে হবে। এর জন্য সেরা বিকল্প হল আপনার বন্ধুদের সাথে কিছু আনন্দের মুহূর্ত কাটানোর জন্য বাইরে যাওয়া। কারণ এর মাধ্যমে আপনি শিথিলতার সাথে সাথে আপনার চিন্তাশক্তি বিকাশের সুযোগ পাবেন। এই সপ্তাহে, পরিবারের সদস্যরা বাড়িতে কিছু পরিবর্তন করার সিদ্ধান্ত নিতে পারেন। এমন পরিস্থিতিতে, বাড়িতে ঘটতে থাকা এই পরিবর্তন আপনাকে প্রয়োজনের চেয়ে বেশি আবেগপ্রবণ করে তুলতে পারে। চন্দ্র রাশিতে বৃহস্পতি প্রথম ভাবে থাকার কারণে, এই সময়ে আপনি আপনার বিশেষ ব্যক্তি বা কাছের বন্ধুর সাথে আপনার অনুভূতি প্রকাশ করতে সক্ষম হবেন। যার ফলে আপনিও অনেকাংশে শান্তি পাবেন। এই সপ্তাহ জুড়ে, আপনি আপনার ঊর্ধ্বতন এবং উচ্চপদস্থ কর্মকর্তাদের কাছ থেকে পূর্ণ প্রশংসা এবং সমর্থন পাবেন। এছাড়াও, আপনার দ্বারা গৃহীত ভ্রমণগুলিও এই সময়ের মধ্যে আপনাকে অনেক সুবিধা বয়ে আনবে। কারণ আপনার কুণ্ডলীতে অনেক শুভ গ্রহের প্রভাব আপনার স্বার্থে দৃশ্যমান। এই সপ্তাহে, উচ্চশিক্ষা গ্রহণকারী শিক্ষার্থীদের মনে অকারণে সন্দেহ তৈরি করা থেকে বিরত থাকতে হবে। কারণ এটি করার মাধ্যমে আপনার পড়াশোনা সংক্রান্ত আপনার মনে উদ্ভূত প্রশ্নগুলি সমাধান করা এবং প্রয়োজনে পেশাদার কোর্সে ভর্তির মাধ্যমে আপনার যোগ্যতা বৃদ্ধি করা আরও ভাল।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ

     

  • Home: আবাসিককে বেধড়ক মার! ভাইরাল ভিডিও, হোম পরিদর্শনে প্রশাসনের আধিকারিকরা, কোথায় জানেন?

    Home: আবাসিককে বেধড়ক মার! ভাইরাল ভিডিও, হোম পরিদর্শনে প্রশাসনের আধিকারিকরা, কোথায় জানেন?

    মাধ্যম নিউজ ডেস্কঃ বিশেষ চাহিদাসম্পন্ন হোমের (Home) এক আবাসিকের ওপর চলছে শারীরিক নির্যাতন। আর সেই ভিডিও ভাইরাল হতেই পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুর থানা এলাকার ইস্পাত নগরীর এ জোন হর্ষবর্ধনে “দুর্গাপুর হ্যান্ডিকাপ্ড হ্যাপি হোম” নামে একটি হোম (Home)  নিয়ে শুরু হয়েছে চর্চা। শুক্রবার বিষয়টি জানাজানি হতেই দুর্গাপুরের মহকুমা শাসক সৌরভ চট্টোপাধ্যায় সমাজ কল্যাণ দপ্তরের আধিকারিকদের তদন্ত করতে পাঠান।

    ভাইরাল হওয়া ভিডিওতে কী দেখা যাচ্ছে? Home

    এই হোমে অনেক বিশেষ চাহিদা সম্পন্ন বাচ্চা রয়েছে। হোমের (Home) বারান্দায়, উঠানের চারিদিকে সকলে ছড়িয়ে ছিটিয়ে বসে রয়েছে। কেউ আবার শুয়ে রয়েছে। উঠানের পাশে এক আবাসিক গেঞ্জি পড়ে বসে রয়েছে। তার পরনে প্যান্ট নেই। একজন পরিচারিকা তাকে লাঠি দিয়ে বেধড়ক পেটাচ্ছে।  হোমের (Home)  ভিতরেই একজন সেই ছবি মোবাইল বন্দি করছেন। আর এই ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে যায়। যা নিয়ে প্রশাসনের কর্তারা নড়েচড়ে বসেন। শুরু হয় তদন্ত।

    হোম পরিদর্শন করে কী বললেন সমাজ কল্যাণ দপ্তরের আধিকারিক? Home

     হোমের (Home) আবাসিককে মারধর করার ভিডিও প্রকাশ্যে আসতেই প্রশাসনের বিষয়টি নজর আসে। এদিন সমাজ কল্যাণ দপ্তরের আধিকারিক দেব দুর্লভ ঘোষাল হোম (Home)  পরিদর্শনে আসেন। পরিদর্শনের পর দেব দুর্লভ বাবু জানান, এই ভিডিও সম্ভবতঃ পুরানো। তাছাড়া হোমে (Home)  সব আবাসিকের সঙ্গে কথা বলেছি। কেউ মারধর করার কথা বলেনি।  তবুও, বিষয়টি খতিয়ে দেখব।

    কী বলল হোম কর্তৃপক্ষ? Home

    এই হোমে ৪১ জন বিশেষ চাহিদা সম্পন্ন বাচ্চা রয়েছে। হোমের (Home) সম্পাদক পাপিয়া মুখোপাধ্যায় বলেন, এই ভিডিও ফুটেজটি ২০১৭ সালের। এই ভাইরাল ভিডিও নিয়ে আদালতে মামলা চলছে। যার সঙ্গে এই ঘটনা ঘটেছিল, সেই আবাসিকও নেই। তবে, এই হোমের সুপারভাইজার আমির হাসান বলেন, এই হোমের (Home)  অনেক রকম দুর্নীতি আছে। এমনকি বাইরে কিছু ফাঁস করলে প্রাণ নাশের হুমকিও দেওয়া হয়।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Municipality: অয়ন শীলের হাত ধরে আরও একটি পুরসভায় ২২০ জন নিয়োগ! জানেন কোন পুরসভা?

    Municipality: অয়ন শীলের হাত ধরে আরও একটি পুরসভায় ২২০ জন নিয়োগ! জানেন কোন পুরসভা?

    মাধ্যম নিউজ ডেস্কঃ বরানগর, কামারহাটি, হালিশহর পুরসভার পর এবার টিটাগড় পুরসভা (Municipality)। নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত অয়ন শীলের সংস্থার মাধ্যমেই এই পুরসভায় বিভিন্ন পদে বহু কর্মী নিয়োগ হয়েছিল। নিয়োগ দুর্নীতিতে অয়ন শীল গ্রেপ্তার হওয়ার পর থেকেই এই পুরসভায় (Municipality) নিয়োগ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। যদিও বরানগর, কামারহাটি, হালিশহর পুরসভার নাম সামনে এলেও এতদিন টিটাগড় পুরসভার (Municipality) নাম তালিকায় ছিল না। চয়নিকা আ়ঢ্য নামে এক চাকরি প্রার্থী পাশ করেও অয়ন শীলকে তার দাবি মতো টাকা দিতে না পারার জন্য টিটাগড় পুরসভায় চাকরি পাননি। এমনই দাবি করেছেন ওই চাকরি প্রার্থী। আর এই বিষয়টি সামনে আসতেই এই পুরসভা (Municipality) নিয়োগ প্রক্রিয়া নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। যদিও এখনও পর্যন্ত এই পুরসভায় নিয়োগ প্রক্রিয়ায় স্বজনপোষণ হয়েছে বলে কোনও অভিযোগ ওঠেনি। তবে, অয়নের সংস্থার মাধ্যমে নিয়োগ হওয়ায় স্বচ্ছতা কতটা হয়েছে তা অনেকেই প্রশ্ন তুলতে শুরু করেছেন।

    অয়নের সংস্থার মাধ্যমে নিয়োগ নিয়ে কী বললেন প্রাক্তন চেয়ারম্যান? Municipality

    টিটাগড় পুরসভায় তত্কালীন চেয়ারম্যান ছিলেন প্রশান্ত চৌধুরী। ২০১৯ সালে এই পুরসভায় কর্মী নিয়োগের উদ্যোগ গ্রহণ করা হয়। পুরসভার (Municipality) বিভিন্ন পদে ২২১ জন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়। প্রায় কয়েক হাজার চাকরিপ্রার্থী আবেদন করেছিলেন। অয়ন শীলের সংস্থার মাধ্যমে কর্মী নিয়োগের উদ্যোগ গ্রহণ করা হয়েছিল। অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ পুর কর্মচারী ইউনিয়নের এক রাজ্য নেতা এই পুরসভায় আসতেন। তবে, তার কোনও অনুগামীর এই পুরসভায় চাকরি হয়েছে কি না তা জানা যায়নি। প্রাক্তন চেয়ারম্যান প্রশান্ত চৌধুরী বলেন, টেন্ডারে ওই সংস্থার রেট সব থেকে কম ছিল। তাই, আমরা ওই সংস্থাকে দায়িত্ব দিয়েছিলাম। ওই নিয়োগ প্রক্রিয়ায়  কোনও দুর্নীতি হয়নি। কারণ, যাদের নিয়োগ করা হয়েছে যোগ্যতার মাপকাঠিতে নেওয়া হয়েছে। কোনও সুপারিশ মেনে কাউকে নিয়োগ করা হয়নি। এমনকী আমার পরিবারে কেউ চাকরি পাননি। ফলে,  আমি স্বচ্ছতার সঙ্গে নিয়োগ করেছিলাম। কোথাও কোনও দুর্নীতি হয়নি। ২২১ জনের নেওয়ার কথা বলা হলেও চুঁচুড়ার ওই চাকরি প্রার্থী কাজে যোগ দেননি। কারণ, সবাইকে নেওয়া হয়েছে, তিনি আসলে তাঁর চাকরিও হত। তাই, ওই প্যানেলে ২২০ জনের চাকরি হয়েছে। আসলে নির্দিষ্ট সময়ে ওই চাকরি প্রার্থী আসেনি বলেই তার চাকরি হয়নি।

    টিটাগড় পুরসভার বর্তমান চেয়ারম্যান কমলেশ সাউ বলেন, অয়ন শীলের সংস্থার মাধ্যমে এই পুরসভায় (Municipality) বহু কর্মী নিয়োগ হয়েছে শুনলাম। তবে, সেটা আগের বোর্ডে হয়েছে। ফলে, আমার কিছু জানা নেই। যদি কোনও অনিয়ম বা স্বজনপোষণ হয়ে থাকে তা আগের চেয়ারম্যান বলতে পারবেন। আমার পক্ষে বলা সম্ভব নয়।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Ramnavami: রামনবমীর শোভাযাত্রায় হামলার ঘটনায় সিবিআই তদন্ত চেয়ে হাইকোর্টের দারস্থ শুভেন্দু

    Ramnavami: রামনবমীর শোভাযাত্রায় হামলার ঘটনায় সিবিআই তদন্ত চেয়ে হাইকোর্টের দারস্থ শুভেন্দু

    মাধ্যম নিউজ ডেস্ক: রাজ্যে রাম নবমীর (Ramnavami) মিছিলের ওপর হামলার ঘটনায় সিবিআই তদন্ত দাবি করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার এই মর্মে প্রধান বিচারপতি টিএস শিবঙ্গনমের দৃষ্টি আকর্ষণ করেন তিনি। শুভেন্দুকে মামলা করার অনুমতি দিয়েছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।

    আরও পড়ুন: ‘সনাতন ধর্মের কোনও সার্টিফিকেটের প্রয়োজন নেই’, বললেন মোহন ভাগবত

    বৃহস্পতিবার হাওড়ার শিবপুর ও উত্তর দিনাজপুরের ডালখোলায় রাম নবমীর (Ramnavami) শোভাযাত্রায় হামলার অভিযোগ

    বৃহস্পতিবার হাওড়ার শিবপুর ও উত্তর দিনাজপুরের ডালখোলায় রাম নবমীর (Ramnavami) মিছিলের ওপর হামলা হয় বলে অভিযোগ। রাম নবমীর (Ramnavami) মিছিল লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ ওঠে শিবপুরের কাজিপাড়ায়। গত বছরও একই জায়গায় রাম নবমীর (Ramnavami) মিছিলের ওপর হামলা হয়েছিল বলে অভিযোগ। বৃহস্পতিবার মিছিল লক্ষ্য করে বোমা, পেট্রল বোমা, কাচের বোতল ছোড়া হয় বলে অভিযোগ। যাতে মিছিলে অংশগ্রহণকারী ১৫ – ২০ জন রামভক্ত আহত হয়েছেন বলে দাবি করেছেন আয়োজকরা। রাম নবমীর হামলার জেরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়। বেশ কয়েকটি দোকানে ভাঙচুরের ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। টিয়ার গ্যাসের সেল ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে তারা।

    আরও পড়ুন: সদ্যোজাতের মুখ দেখতে লাগে ৫০০ টাকা! হাসপাতাল পরিদর্শনে এসে শুনলেন মহকুমা শাসক, কোথায় জানেন ?

    রাজ্য প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছেন শুভেন্দু অধিকারী 

    অন্যদিকে বৃহস্পতিবার একই রকম ঘটনা ঘটেছে বিহার সীমানা লাগোয়া উত্তর দিনাজপুরের ডালখোলায়। সেখানেও রাম নবমীর (Ramnavami) মিছিলের ওপর হামলা হয়।  এই ২ ঘটনার সিবিআই তদন্তের দাবিতে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, রাজ্য প্রশাসন পক্ষপাতদুষ্ট। তাঁরা মিছিলে হামলাকারীদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করছে না। মুখ্যমন্ত্রী বলছেন, রমজান মাসে হামলাকারীরা কোনও খারাপ কাজ করতে পারে না। অথচ ভিডিয়োতে স্পষ্ট দেখা যাচ্ছে হামলা কারা করেছে। তাই সিবিআই ছাড়া এই ঘটনার নিরপেক্ষ তদন্ত সম্ভব নয়।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Covid19: গত ৬ মাসে সর্বোচ্চ করোনা সংক্রমণ! ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত ৩ হাজার ৯৫ জন

    Covid19: গত ৬ মাসে সর্বোচ্চ করোনা সংক্রমণ! ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত ৩ হাজার ৯৫ জন

    মাধ্যম নিউজ ডেস্ক: দেশে নতুন করে করোনা (Covid19) আক্রান্ত হলেন ৩ হাজার ৯৫ জন। গত ২৪ ঘণ্টায় এই সংক্রমণের ফলে এই মুহূর্তে দেশে অ্যাক্টিভ কেসের সংখ্যা ১৫ হাজার পেরিয়েছে বলেই জানা যাচ্ছে। গত ৬ মাসে এটাই সর্বোচ্চ বলে জানা যাচ্ছে। শুক্রবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফ থেকে এই পরিসংখ্যান মিলেছে। দৈনিক পজিটিভিটি রেট ২.৬১ শতাংশ, সাপ্তাহিক পজিটিভিটি রেড ১.৯১ শতাংশ। অ্যাক্টিভ কেসের সংখ্যা ১৫ হাজার ২০৮। গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত (Covid19) হয়েছেন ১ হাজার ৩৯০ জন। সুস্থতার হার ৯৮.৭৮ শতাংশ। এই নিয়ে পর পর দু’দিন করোনা আক্রান্তের সংখ্যা ৩ হাজার পার করল।

    রাজধানী দিল্লিতে আক্রান্ত ৩০০

    দিল্লি, কেরল, হিমাচল, হরিয়ানা, মহারাষ্ট্র, গুজরাট, কর্নাটক, তামিলনাড়ুতে বিশেষ নজরে সংক্রমণের রেখচিত্র। জানা গিয়েছে, বুধবার দিল্লিতে দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ৩০০। এই সংখ্যা বৃহস্পতিবার আরও বেড়েছে। ২৪ ঘণ্টায় কোভিডে (Covid19) আক্রান্ত হয়ে দিল্লির দু’জন বাসিন্দার মৃত্যুও হয়েছে। এই পরিস্থিতিতে বৃহস্পতিবারই স্বাস্থ্য আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসেছিলেন দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সৌরভ ভরদ্বাজ। বৈঠক শেষে তিনি জানান যে, যাঁদের করোনার উপসর্গ রয়েছে, তাঁদের মাস্ক ব্যবহার করতে হবে। এই নিয়ে নির্দেশিকাও জারি করা হয়। শুক্রবার কোভিড পরিস্থিতি পর্যালোচনা করতে জরুরি বৈঠকে বসতে চলেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়াল। দিল্লির স্বাস্থ্যমন্ত্রী অবশ্য জানিয়েছেন, এখনই এই বিষয়ে উদ্বেগের কোনও কারণ নেই। তার কারণ হিসাবে তিনি জানান, দিল্লিতে নতুন করে কোভিডের কোনও রূপ আর উপরূপের সন্ধান মেলেনি। মূলত কোভিডের পুরনো রূপ এক্সবিবি এবং সেটার উপরূপ ১.১৬-এর জন্য সংক্রমণের হার ঊর্ধ্বমুখী।

    কোভিডের সঙ্গে দেশে বাড়ছে ইনফ্লুয়েঞ্জাও

    কোভিডের সঙ্গে দেশে বাড়ছে ইনফ্লুয়েঞ্জাও। সর্দি, কাশি, জ্বর ঘরে ঘরে। শিশু থেকে বয়স্ক সকলেই কাবু। সবথেকে বড় বিষয় হল, কোভিডের সঙ্গে এই ইনফ্লুয়েজ্ঞার উপসর্গের যেহেতু খুবই মিল, ফলে বাড়ছে বিড়ম্বনা। বিশেষজ্ঞদের মত, একটা বড় অংশের মানুষ ভুগছেন করোনার উপসর্গে। কারও কারও রিপোর্ট পজিটিভও আসছে। তবে এতে ভয় পাওয়ার মতো কিছু নেই বলেই আশ্বস্ত করেছেন তাঁরা। বরং সতর্ক থাকতে বলা হয়েছে। বলা হয়েছে, ভিড়ে গেলে মাস্ক ব্যবহার করতে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share