Blog

  • Indian RailWays: জটে জমি আটকে রেল (পর্ব-৩): প্রায় ৪০ বছরেও সম্পূর্ণ হল না উত্তর দিনাজপুর জেলার ৩ প্রকল্প 

    Indian RailWays: জটে জমি আটকে রেল (পর্ব-৩): প্রায় ৪০ বছরেও সম্পূর্ণ হল না উত্তর দিনাজপুর জেলার ৩ প্রকল্প 

    মাধ্যম নিউজ ডেস্ক: রাজ্যে আটকে রয়েছে রেলের (Indian RailWays) ৪৪টি প্রকল্প। জমি জটের কারণেই তা এগোচ্ছেনা বলে অভিযোগ করছেন রেলের আধিকারিকরা। স্বাভাবিকভাবেই প্রকল্পগুলির উন্নয়ন থেকে বঞ্চিত হচ্ছেন রাজ্যবাসী। মমতা বন্দ্যোপাধ্যায় এর মধ্যে বেশ কিছু প্রকল্পের শিলান্যাসও করেছিলেন ২০০৯-২০১০ নাগাদ যখন তিনি মুখ্যমন্ত্রী ছিলেন। কিন্তু ওই পর্যন্তই! কাজ এগোয়নি। রেলের দাবি রাজ্য জমি দিতে পারছেনা বলেই সম্পূর্ণ হচ্ছেনা প্রকল্পগুলি।

    উত্তর দিনাজপুর জেলায় ১৯৮৩-৮৪ সালের প্রকল্প আজও শেষ হয়নি

    প্রায় ৪০ বছর ছুঁইছুঁই অথচ শেষ করা গেলনা, উত্তর দিনাজপুর জেলার ৩টি রেল প্রকল্প। জানা গেছে, ১৯৮৩-৮৪ সাল নাগাদ প্রস্তাবিত হয়েছিল বালুরঘাট-একলাখিপুর রেল প্রকল্প। আনুমানিক বাজেট ধরা হয়েছিল ৬১৪ কোটি টাকা। মোট ১৬৩ কিমি রেলপথের এই প্রকল্পে কাজ হয়েছে মাত্র ৮৭ কিমি অর্থাৎ বাকি থেকে গেছে, এখনও ৭৬ কিমি। এই প্রকল্পের অন্তর্গত গাজোল-ইটাহার (২৭ কিমি), রায়গঞ্জ-ইটাহার (২২ কিমি),ইটাহার-বুনিয়াদপুর (২৭কিমি) রেলপথ নির্মানের কাজ থমকে রয়েছে। স্বাভাবিকভাবেই উত্তরবঙ্গের ব্যস্ততম এই স্থানগুলিকে জোড়া যাচ্ছেনা রেলপথের মাধ্যমে। অথচ এই প্রকল্পগুলির শিলান্যাসও হয়ে গেছে ২০০৭-০৮ এবং ২০১১-১২ নাগাদ।

    কী বলছেন ওই অঞ্চলের বাসিন্দারা

    দীর্ঘদিন দিন ধরে এই প্রকল্পগুলি আটকে রয়েছে, জট কাটানোর জন্য ইতিমধ্যে তা সংসদে তুলেছেন বালুরঘাটের সাংসদ তথা বর্তমান বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। কিন্তু বাসিন্দাদের অভিযোগ এতেও কোনও সুরাহা হয়নি। বাসিন্দারা বলছেন, রেলের (Indian RailWays)  তরফে তো বাজেট প্রস্তুত, কিন্তু রাজ্যের জমি জটের কারণেই তার বাস্তবায়ন সম্ভব হচ্ছেনা। রায়গঞ্জের বাসিন্দা বিমল দাস বলেন, অনেকদিন ধরেই এই প্রকল্প থমকে রয়েছে। এতে শিলিগুড়ি যেতে হলে ট্রেনগুলিকে (Indian RailWays)  বিহার হয়ে ঘুরে যেতে হয়, যারফলে সময় অনেকটাই বেশি লাগে। শিলিগুড়ি হল উত্তরপূর্ব ভারতের সবথেকে গুরুত্বপূর্ণ সংযোগকারী স্থান। বিমলবাবুর আরও সংযোজন, এই প্রকল্পগুলির বাস্তবায়ন হলে অর্থনৈতিকভাবেও লাভবান হবেন এলাকার মানুষজন।

    জটে জমি আটকে রেল (পর্ব-২): প্রায় ৫০ বছরেও শেষ হলনা হুগলির ৩ প্রকল্প

    জটে জমি আটকে রেল (পর্ব-১): ১৩ বছরের প্রাপ্তি ৮টি স্তম্ভ! জমি জটে বিশ বাঁও জলে আমতা-বাগনান রেল প্রকল্প

     

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     
  •  BJP: চলতি বছরের বদলে গত বছরের বাজেট পেশ অশোক গেহলটের, তুমুল হট্টগোল রাজস্থান বিধানসভায়  

     BJP: চলতি বছরের বদলে গত বছরের বাজেট পেশ অশোক গেহলটের, তুমুল হট্টগোল রাজস্থান বিধানসভায়  

    মাধ্যম নিউজ ডেস্ক: পুরনো বাজেটকেই নতুন বছরের বাজেট ভেবে পড়তে থাকেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট। আর তাতেই হুলুস্থুলু কাণ্ড বেধে যায় রাজস্থান বিধানসভায়। প্রতিবাদ করতে থাকেন বিজেপি (BJP)  বিধায়করা। ৮ মিনিট ধরে ভুল বাজেট পড়তে থাকেন তিনি। গেহলটের এই কাণ্ডে মুখ পুড়েছে কংগ্রেসের।  শুক্রবার ২০২৩-২৪ অর্থবর্ষের বাজেট পেশ করার কথা ছিল, সেইমতো বক্তব্য শুরু করেছিলেন মুখ্যমন্ত্রী অশোক গেহলট। আর তাতেই বিপত্তি।  ভুল বাজেট পেশ করা হচ্ছে, বুঝতে পেরে বাজেট বক্তৃতা বন্ধ করার জন্য গেহলটকে থামিয়ে দেন সরকারি দলের চিফ হইপ। 

    প্রতিবাদে বিক্ষোভ বিজেপির (BJP) ….

    এদিকে, ভুল বাজেট পড়া হচ্ছে বুঝতে পেরেই বিধানসভার মধ্যে হট্টগোল বাধিয়ে দেন বিজেপি (BJP)  বিধায়করা। তাঁরা বলতে থাকেন, মুখ্যমন্ত্রী ছাড়া কারও অধিকার নেই বাজেটের কপি বিধানসভায়। বিজেপি (BJP)  বিধায়কদের আরও প্রশ্ন, তবে বাজেটের কপি লিক হয়েছে! ততক্ষণে অবশ্য সরকারি আধিকারিকরা ছোটাছুটি শুরু করে দিয়েছেন চলতি বছরের বাজেটের কপি নিয়ে আসার জন্য। 

    বাজেট লিকের অভিযোগে বিজেপির (BJP)  প্রতিবাদ চলতেই থাকে। স্পিকার সিপি যোশী বিধানসভায় অধিবেশন ৩০ মিনিটের জন্য মুলতুবি ঘোষণা করেন। তারপরেও বিজেপির (BJP)  বিক্ষোভ চলতে থাকে, পুনরায় অধিবেশন শুরু হলে, ওয়েলে নেমে বিক্ষোভ দেখান বিজেপি (BJP)  বিধায়করা। 

    কী বললেন অশোক গেহলট

    এদিকে, বাজেট লিক নিয়ে বিরোধীদের অভিযোগ উড়িয়ে দিয়েছেন করেছেন মুখ্যমন্ত্রী অশোক গেহলট। তাঁর মতে, বাজেটে লেখা এবং সদস্যদের দেওয়া বাজেটের কপির মধ্যে পার্থক্য তুলে ধরতেই পারেন বিরোধীরা। কিন্তু সরকারের বাজেট কপিতে কয়েকটি পাতা অতিরিক্ত থাকলে, তা বাজেট লিক বলা যায় না।

    কী বললেন বসুন্ধরা রাজে সিন্ধিয়া

     রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে সিন্ধিয়া এই ঘটনায় কটাক্ষ করে বলেন, বাজেটপত্র না দেখে কিভাবে একজন মুখ্যমন্ত্রী পুরনো বাজেট পড়তে পারেন?  মুখ্যমন্ত্রী কিভাবে রাজ্য চালাচ্ছেন! এই প্রশ্নও তোলেন তিনি। তাঁর মতে, এমন ঘটনা রাজ্যে প্রথম ঘটল। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     

  • Rhino: গন্ডার শিকারের বিরুদ্ধে অসম সরকারের পদক্ষেপ প্রশংসনীয়: হলিউড অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিও

    Rhino: গন্ডার শিকারের বিরুদ্ধে অসম সরকারের পদক্ষেপ প্রশংসনীয়: হলিউড অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিও

    মাধ্যম নিউজ ডেস্ক: একশৃঙ্গ বিশিষ্ট গন্ডার (Rhino) শিকারের বিরুদ্ধে অসম সরকারের পদক্ষেপকে ভূয়সী প্রশংসা করলেন হলিউড অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিও। প্রসঙ্গত, রয়টার্সের এক রিপোর্টে বলা হয়েছে, ১৯৭৭ সালের পর এই প্রথমবার যেখানে গত বছর কাজিরাঙ্গা জাতীয় উদ্যানে কোনও গন্ডার (Rhino)  শিকার করা হয়নি।

    কী বললেন হলিউড অভিনেতা

    নিজের ইনস্টাগ্রামে তিনি লিখছেন, ২০০০ সাল থেকে ২০২১ সাল অবধি ১৯০টি শিকারের ঘটনা সামনে এসেছিল। প্রথমবার ২০২২ সালে কোনও গন্ডার (Rhino)  শিকার হয়নি। ১৯৭৭ সালের পর এই প্রথম যখন কোনও গন্ডার শিকারের ঘটনা সামনে আসেনি, এরজন্য অভিনন্দন জানাই অসম সরকারকে। তাঁর আরও সংযোজন, কাজিরাঙ্গা ন্যাশনাল পার্কে ২,২০০ টি এক শৃঙ্গবিশিষ্ট গন্ডার (Rhino)  রয়েছে, যা বিশ্বে এই শ্রেণির মোট গন্ডা (Rhino) র সংখ্যার প্রায় দুই-তৃতীয়াংশ। প্রসঙ্গত, WWF  তাদের একটি রিপোর্টে বলছে, বিশ্বে এই শ্রেণির বিরল গন্ডারের সংখ্যা প্রায় ৩,৭০০, অন্যদিকে, রয়টার্সের রিপোর্ট অনুযায়ী ২০১৩ এবং ২০১৪ সাল নাগাদ অসমে প্রতি বছর ২৭টি গন্ডার শিকার করা হয়েছিল।

     
     
     
     
     
    View this post on Instagram
     
     
     
     
     
     
     
     
     
     
     

    A post shared by Leonardo DiCaprio (@leonardodicaprio)

    গন্ডার (Rhino)  শিকারের বিরুদ্ধে অসম সরকারের পদক্ষেপ

    অসমের কাজিরাঙ্গা ন্যাশনাল পার্কে একশৃঙ্গ বিশিষ্ট গন্ডার (Rhino)  শিকারের ঘটনা ব্যাপক ভাবে বৃদ্ধি পেয়েছিল, যা নিয়ে রীতিমতো উদ্বিগ্ন ছিলেন বনদফতরের আধিকারিকরা। গন্ডারের (Rhino)  এই শিং চোরাকারবারীরা চালান করত, অনেকে নিজের বাড়িতে সাজিয়ে রাখতে কিনত এই শিং। পরে অসম সরকার কাজিরাঙ্গা ন্যাশনাল পার্কের নিরাপত্তা আরও বাড়ায়। কঠোর ব্যবস্থা গ্রহণ করা হতে থাকে চোরাকারবারীদের বরুদ্ধে।

    চোরাচালানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের উদ্দেশে, অসম সরকার ২০২১ সালের জুলাই মাসে একটি টাস্ক ফোর্স গঠন করে৷ অসম পুলিশের রিপোর্ট অনুযায়ী, রাজ্যে ২০১৩ এবং ২০১৪ সালে সবচেয়ে বেশি শিকারের ঘটনা ঘটেছে, প্রতি বছর গড়ে ২৭টি করে শিকার হয়েছে৷ ২০১৫ সালে শিকার হয়েছিল ১৭টি এবং  ২০১৬ সালে এই সংখ্যা ১৮-তে নেমে আসে। ২০১৭ সালে ৬টি শিকারের ঘটনা ঘটেছিল। ২০১৮ সালে শিকারের ঘটনা ৭টি ঘটেছিল। ২০১৯ শিকারের ঘটনা ছিল ৩টি, ২০২০ সালে ২টি এবং ২০২১ সালে একটি।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Chandrayaan 3: চলতি বছরের ডিসেম্বরে চাঁদের উদ্দেশে পাড়ি দেবে চন্দ্রযান-৩

    Chandrayaan 3: চলতি বছরের ডিসেম্বরে চাঁদের উদ্দেশে পাড়ি দেবে চন্দ্রযান-৩

    মাধ্যম নিউজ ডেস্ক: চন্দ্র অভিযানে আরও এক ধাপ এগোল ইসরো। সূত্রের খবর চলতি বছরের শেষের দিকে মহাকাশে পাড়ি দেবে চন্দ্রযান-৩ (Chandrayaan 3)। তার জন্য চাঁদে সম্ভাব্য তিনটি অবতরণের ক্ষেত্রও ঠিক করে ফেলছে ইসরো। সবকিছু ঠিক থাকলে ডিসেম্বরেই সেখানেই নামবে চন্দ্রযান-৩ (Chandrayaan 3)। জানা গিয়েছে, অবতরণের স্থানাঙ্কগুলি চাঁদের দক্ষিণ মেরু অঞ্চলে অবস্থিত। এই অংশটিই এখন পৃথিবী থেকে দেখা যায়।

    আরও পড়ুন: উল্টোদিকে ঘুরতে শুরু করেছে পৃথিবীর কেন্দ্রস্থল! এর প্রভাব কী হতে পারে?

    কীভাবে ঠিক করা হয় অবতরণের স্থানাঙ্ক

    মহাকাশযান নামার আগে দেখে নেওয়া হয় সেই পৃষ্ঠটির সামগ্রিকভাবে আনতি কেমন। তারপর দেখা যায়, চাঁদের সেই অংশে গর্ত আর পাথর কেমন রয়েছে। পরের ধাপে দেখা হয়, সূর্যের আলো সেখানে কতটা যাচ্ছে।

    আরও পড়ুন: শনিকে টপকে সবথেকে বেশি উপগ্রহের মালিক এখন বৃহস্পতি

     চাঁদের দক্ষিণ মেরুকেই বেছে নেওয়া হল কেন 

    সাধারণত, চাঁদের এই অংশেই বেশি আগ্রহ থাকে বিজ্ঞানীদের, কারণ এইখানের জল ও বরফের সন্ধান মিলতে পারে বলে মনে করা হয়। বছর শেষে সেই দক্ষিণ মেরুর উদ্দেশে পাড়ি দেবে চন্দ্রযান।

    আরও পড়ুন: গভীর সমুদ্রের এই প্রাণীগুলির কথা শুনেছেন? 2022-12-07 13:06:22

     

    চন্দ্র অভিযানের ইতিহাস

    চন্দ্র মিশনের প্রথম রকেট উৎক্ষেপণ হয়েছিল ২০০৮ সালে। রকেটটি সফলভাবে উৎক্ষেপণ করতে সক্ষম হয় ইসরো। শুধু তাই নয়, চাঁদের কক্ষপথে সফলভাবে স্থাপিতও হয়েছিল চন্দ্রযান-১। এরপর ১১ বছর পরে ২০১৯ সালে পুনরায় চন্দ্রযান-২ পাঠানোর পরিকল্পনা নেয় ইসরো, যেকোনও মিশনের শেষ ১৫ মিনিট ল্যান্ডিং-এর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়। ঠিক সেই সময়েই ল্যান্ডারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় ইসরোর। মহাকাশযানের ল্যান্ডারটি ভেঙে পড়ে চন্দ্রপৃষ্ঠে। যার ফলে ২০১৯ এর ৬ সেপ্টেম্বর ভেঙে পড়ে ল্যান্ডার। তবে এবারের প্রস্তুতি আরও ভালো বলেই মনে করছেন ইসরোর বিজ্ঞানীরা।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Earthquake: ভূমিকম্প বিধ্বস্ত তুরস্কে ৬ বছরের শিশুকে উদ্ধার করল এনডিআরএফ, ট্যুইট অমিত শাহের 

    Earthquake: ভূমিকম্প বিধ্বস্ত তুরস্কে ৬ বছরের শিশুকে উদ্ধার করল এনডিআরএফ, ট্যুইট অমিত শাহের 

    মাধ্যম নিউজ ডেস্ক: তুরস্ক ও সিরিয়াতে বিধ্বংসী ভূমিকম্পে (Earthquake)  মৃতের সংখ্যা প্রায় ২০ হাজারে ঠেকেছে। ভূমিকম্প (Earthquake) বিধ্বস্ত তুরস্কে ‘অপারেশন দোস্ত’ শুরু করেছে ভারত, ইতিমধ্যে সেখানে ত্রাণ সমেত অন্যান্য সামগ্রী নিয়ে পৌঁছেছে ৬টি বিমান।  বৃহস্পতিবার তুরস্কের গাজিয়ানটেপ শহরে ধ্বংসস্তূপ থেকে ৬ বছরের এক শিশুকে উদ্ধার করতে দেখা যাচ্ছে এনডিআরএফ-কে। ওই ভিডিও শেয়ার করে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ লিখলেন, এটা ভারতের জন্য অত্যন্ত গর্বের মুহূর্ত।

    ট্যুইটে কী লিখলেন অমিত শাহ

    অমিত শাহ লিখেছেন, এনডিআরএফের জন্য আমরা সবাই গর্বিত। তুরস্কের উদ্ধারকাজ করতে গিয়ে ৬ বছরের শিশুকে উদ্ধার করেছে এনডিআরএফ। মোদিজীর প্রেরণায়  এনডিআরএফকে বিশ্বের সবচেয়ে দক্ষ উদ্ধারকারী দল গড়ে তুলতে সংকল্পবদ্ধ কেন্দ্রীয় সরকার।

    বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ সংস্থার রিপোর্ট অনুযায়ী, সিরিয়া ও তুরস্ক মিলিয়ে এখনও পর্যন্ত মৃতের সংখ্যা ১৯,৩০০। উদ্ধারের কাজ যত এগোচ্ছে মৃতের সংখ্য়াও ততই বাড়ছে। তুরস্কের একাধিক শহরে উদ্ধারকাজ চালাচ্ছে অপারেশন দোস্ত।

    ট্যুইটে কী লিখলেন বিদেশমন্ত্রী

    বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর এক ট্যুইটে লেখেন, তুরস্কের ইসকান্দারন, হাতায়, তুর্কিয়েতে হাসপাতাল খুলেছে ভারতীয় সেনা। সেখানে ২৪ ঘণ্টা কাজ করে চলেছেন এনডিআরএফ ও অন্যান্য কর্মীরা।

    তুরস্কে কংক্রিট কাটার দিয়ে বিশাল বিশাল কংক্রিট কেটে উদ্ধারকার্য করে চালাচ্ছে এনডিআরএফ। জানা গিয়েছে, ধ্বসংসস্তূপের নীচে কেউ চাপা পড়ে থাকলে তাঁর হার্টবিট খুঁজে তাকে বের করার মতো পরিকাঠামো নিয়ে গিয়েছে এনডিআরএফ।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     
  • Yahoo Layoffs: এবার ২০ শতাংশ কর্মী ছাঁটাই এর পথে ইয়াহু

    Yahoo Layoffs: এবার ২০ শতাংশ কর্মী ছাঁটাই এর পথে ইয়াহু

    মাধ্যম নিউজ ডেস্ক: করোনা পরবর্তী সময়ে বিশ্বজুড়ে বিভিন্ন সংস্থায় কর্মী ছাঁটাই শুরু হয়েছে। ইলন মাস্কের ট্যুইটার হোক বা গুগলের মাদার সংস্থা অ্যালফাবেট, প্রতিটি সংস্থাই কর্মী ছাঁটাই-এর পথে হেঁটেছে। এবার ওই তালিকায় নতুন সংযোজন হল ইয়াহু (Yahoo Layoffs)। জানা গিয়েছে, ২০ শতাংশেরও বেশি কর্মী ছাঁটাই-এর (Yahoo Layoffs) সিদ্ধান্ত নিয়েছে সংস্থা। কোম্পানির অধিকর্তারা অবশ্য বলছেন, তাদের ‘অ্যাড টেক ইউনিট’কে ঢেলে সাজাতেই নাকি এই সিদ্ধান্ত। সংস্থার তরফ থেকে বলা হয়েছে, এর ফলে ১৬০০-রও বেশি সংখ্যক কর্মী কাজ হারাবেন।

     গণছাঁটাই (Yahoo Layoffs) এর কারণ হিসেবে আর্থিক মন্দার তত্ত্বকেই তুলে ধরছে বিভিন্ন সংস্থাগুলি, ইয়াহু-ও একই যুক্তি সাজাচ্ছে

    তথ্য প্রযুক্তি সংস্থাগুলির কর্মীরা গণ ছাঁটাই (Yahoo Layoffs)-এর এই আবহে ব্যাপক উদ্বিগ্ন হয়ে রয়েছেন। পরিসংখ্যান বলছে, এই ক্ষেত্রে গত বছর ৯৭ হাজার ১৭১ জন ছাঁটাই হয়েছেন। এ বছর সেই সংখ্যা আরও বাড়তে পারে, বলেই মত রয়েছে বিভিন্ন মহলের। বিশ্বের তাবড় অর্থনীতিকরা মনে করছেন, আজ বহুজাতিক প্রযুক্তি সংস্থা থেকে চাকরি হারাচ্ছেন কর্মীরা, পরবর্তীতে এর প্রভাব পড়বে ঘরোয়া প্রযুক্তি সংস্থাগুলোতেও। অর্থনীতিবিদরা বলছেন, এর একটা কারণ করোনাও বটে। পড়াশুনা, কেনাকাটা, পরিষেবার ফি জমা দেওয়া, ব্যাঙ্কিং ইত্যাদি সবই প্রায় অনলাইনে শুরু হয়ে যায়, এখনও তাই চলছে। চাকরিজীবিদের জন্য ওয়ার্ক ফ্রম হোম শুরু হয় তখন থেকেই। অফিসে যাওয়ার অভ্যাস বন্ধ হয়ে যায়। ছাত্র ছাত্রীরা ক্লাস করত অনলাইনে, এমনকি পরীক্ষাও দিত বাড়িতে বসেই। এতে অনেক সংস্থার ব্যাপক ক্ষতি হয়েছে।

    আরও  বেশকিছু তথ্য প্রযুক্তি সংস্থা কর্মী ছাঁটাই-এর (Yahoo Layoffs) কথা ঘোষণা করেছে

     তথ্যপ্রযুক্তি সংস্থা ডেল ইতিমধ্যে ঘোষণা করেছে কর্মী ছাঁটাই-এর কথা। বিশ্ব জুড়ে প্রায় ৬ হাজার ৬৫০ জন কর্মী ছাঁটাই করতে চলেছে তারা, এমনটাই জানা গেছে। শুধু ডেল নয়,  অন্য তথ্যপ্রযুক্তি সংস্থাগুলিও কর্মী ছাঁটাই-এর (Yahoo Layoffs)। গত বছরের নভেম্বরে ৬ হাজার কর্মীকে ছাঁটাইয়ের কথা ঘোষণা করেছে এইচপি ইনকর্পোরেশন। অন্যদিকে জানা যাচ্ছে সিসকো সিস্টেমস ইনকর্পোরেশন এবং ইন্টারন্যাশনাল বিজনেস মেশিনস কর্পোরেশনও প্রায় ৪ হাজার কর্মীকে ছাঁটাই করতে চলেছে। কয়েকদিন আগেই বিশ্ব জুড়ে ১৮ হাজারেরও বেশি কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে অ্যামাজন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     

  • Indian Railways: জটে জমি আটকে রেল (পর্ব-২): প্রায় ৫০ বছরেও শেষ হলনা হুগলির ৩ প্রকল্প

    Indian Railways: জটে জমি আটকে রেল (পর্ব-২): প্রায় ৫০ বছরেও শেষ হলনা হুগলির ৩ প্রকল্প

    মাধ্যম নিউজ ডেস্ক: রাজ্যে মোট ৪৪টি প্রকল্প আটকে রয়েছে রেলের (Indian Railways)। অভিযোগ রাজ্য সরকারের অসহযোগিতা এবং জমি জটিলতার কারণে এই প্রকল্পগুলির বাস্তবায়ন করতে পারছে না রেল। এরমধ্যে ১৩টি প্রকল্প রয়েছে যেগুলিতে নতুন লাইন পাতার কথা। রেল সূত্রে জানা গেছে, এই প্রকল্পগুলির মোট বাজেট ধরা হয়েছে ৯,২২৫ কোটি টাকা। জানা গিয়েছে, মোট ১০৪৯ কিমির এই প্রকল্পে বিনিয়োগ করতে প্রস্তুত রেল কিন্তু জমি জটের কারণেই নাকি এই প্রকল্পগুলি এগোচ্ছেনা।

    গনিখান চৌধুরি রেলমন্ত্রী থাকাকালীন প্রস্তাবিত হয়েছিল এই প্রকল্পটি, বর্তমানে তা বিশ বাঁও জলে!

    গণিখান চৌধুরি রেলমন্ত্রী থাকাকালীন ১৯৭৪-৭৫ সাল নাগাদ পরিকল্পনা নেওয়া হয়েছিল মোট ১১০ কিমি দৈর্ঘ্যের রেলপথের মাধ্যমে জোড়া হবে হাওড়া-আমতা (৪২ কিমি), বড়গাছিয়া-চাঁপাডাঙ্গা-তারকেশ্বর (৪০ কিমি), আমতা-বাগনান (১৬ কিমি) এবং জাঙ্গিপাড়া-ফুরফুরা শরিফকে (১৬ কিমি)। এরমধ্যে একমাত্র হাওড়া-আমতা ৪২ কিমির রেলপথ শুরু হয়েছে। কয়েকটি প্রকল্পের শিলান্যাসও হয় ২০০৯-২০১০ নাগাদ, তখন কেন্দ্রের রেলমন্ত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ব্যস ওইটুকুই! আর এগোয়নি কাজ। রেলের দাবি, কয়েকটি প্রকল্পের জন্য জমি কিনতে রাজ্য সরকারকে ২৩ কোটি টাকাও দেওয়া হয়েছিল! কিন্তু রাজ্য সরকার কোনও জমি অধিগ্রহণ করতে পারেনি। রেল আবার রাজ্য সরকারকে চিঠি দেয় ওই টাকা ফেরতের জন্য। রেল (Indian Railways) বলছে, রাজ্য সরকারের এমন অসহযোগিতার কারণে তারা প্রকল্প আপাতত বন্ধ রেখেছে।

    কী বলছেন এই অঞ্চলের বাসিন্দারা

    এই প্রকল্পের অন্যতম অংশ হল হুগলির চাঁপাডাঙ্গা, সেখানকার প্রবীণ বাসিন্দা গণেশ চক্রবর্তী বলেন, ছোট থেকে শুনছি এই প্রকল্পের কথা। ৪০ বছর আগেও দেখেছি মাপজোক করতেন রেলের আধিকারিকরা। তারপর ২০০৯-২০১০ সালে প্রকল্পের অন্তর্ভুক্ত কতগুলি জায়গায় শিলান্যাসও করে গেছিলেন তৎকালীন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু কাজ এগোয়নি! 

    কী বলছে রাজ্যের ভূমি ও ভূমি সংস্কার দপ্তর

    রাজ্যের ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের আধিকারিকদের বক্তব্য, রাজ্য সরকারের ঘোষিত নীতিই হল, কোনও প্রকল্পের জন্য জমি অধিগ্রহণ করা যাবেনা। বিশেষ কিছু ক্ষেত্রে অবশ্য ছাড় রয়েছে কিন্তু সেখানেও রাজ্য সরকারের অনুমোদন নিতেই হবে। অনেক মহলের তাই প্রশ্ন, রাজ্য সরকারের কাছে নতুন রেলপথের প্রকল্প বিশেষ নয় কেন? কারণ কী শুধুই রাজনৈতিক?

     

    জটে জমি আটকে রেল (পর্ব-১): ১৩ বছরের প্রাপ্তি ৮টি স্তম্ভ! জমি জটে বিশ বাঁও জলে আমতা-বাগনান রেল প্রকল্প

     

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     

     

     

     

  • Indian Railway: স্টেশন চত্বরে এবার থেকে পাওয়া যাবে রেলের হোটেল! পোশাকি নাম স্লিপিং পড

    Indian Railway: স্টেশন চত্বরে এবার থেকে পাওয়া যাবে রেলের হোটেল! পোশাকি নাম স্লিপিং পড

    মাধ্যম নিউজ ডেস্ক: বাড়ি থেকে দূরে কোথাও কাজে গেছেন, এমন সময় যদি বিরতি নিতে হয় তাহলে আলাদা করে আপনাকে আর হোটেল খুঁজতে হবে না। এরজন্য আপনাকে কোন অতিরিক্ত টাকাও দিতে হবে না। রেলওয়ে (Indian Railway) তার যাত্রীদের জন্য হোটেল পরিষেবা শুরু করতে চলেছে বলে জানা গেছে।

    কী কী সুবিধা থাকবে রেলের (Indian Railway) এই হোটেলগুলিতে

    জানা গিয়েছে, এবার থেকে মুম্বাই সেন্ট্রাল এবং ছত্রপতি শিবাজি টার্মিনাস, দিল্লীর রেল স্টেশনগুলির মতো স্টেশনে এই ধরনের হোটেল চালু হতে চলেছে। এগুলির নাম অবশ্য স্লিপিং পড। এই সুবিধা সর্বপ্রথম শুরু হওয়ার কথা পুরানো দিল্লী রেলওয়ে স্টেশনে। ভারতীয় রেলের এই ব্যবস্থা যথেষ্ট পকেট সাশ্রয়ী বলেও শোনা যাচ্ছে। স্টেশন প্রাঙ্গণেই বিশ্রাম নেওয়ার সুবিধা পাবেন যাত্রীরা। ভারতীয় রেল (Indian Railway) সূত্রে খবর স্লিপিং প্যাডে এক থেকে দুইজন যাত্রী থাকতে পারবেন। যাত্রীরা সুবিধাও অনেককিছু পাবেন, যেমন ইন্টারনেট, ফোন চার্জিং, টয়লেট ইত্যাদি। তবে খাবারের জন্য তাঁদের বাইরে যেতে হবে অথবা অনলাইনেও খাবার অর্ডার করতে পারবেন।

    আরও পড়ুন: যুদ্ধের সরঞ্জাম তৈরিতে ভারত সুপারপাওয়ার হবে: সিডিএস অনিল চৌহান

     আপাতত এই নয়া ব্যবস্থাটি চালু করার প্রক্রিয়া শুরু হয়েছে, এমনটাই বলছেন রেলের (Indian Railway) আধিকারিকরা। আগামী সপ্তাহ নাগাদ জানা যাবে এই স্লিপিং পডগুলিতে কত টাকা ভাড়া নেওয়া হবে। তবে যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে এটি খুবই সস্তা এবং সবচেয়ে সুবিধাজনক হবে বলেই জানিয়েছে ভারতীয় রেল।

    আরও পড়ুন: তামিলনাড়ুতে গর্ভবতী গাভির সাধভক্ষণ! সাজানো হয় অলঙ্কারে, দেওয়া হয় ২৪ রকমের খাবার 

    প্রসঙ্গত, দিল্লির স্টেশনগুলির আশেপাশে OYO-এর হোটেলগুলি নিয়ে বিস্তর অভিযোগ রয়েছে। দালালদের কাছে হয়রানির শিকারও হয়েছেন অনেক যাত্রী। অভিযোগ দালালচক্রের কারণে রুম পেতে খুবই অসুবিধা হয় যাত্রীদের। ফলে স্টেশন থেকে দূরে হোটেল খুঁজতে হয়। এবার সেসব থেকে মুক্তি!

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     

  • Animal Welfare: ভ্যালেন্টাইন দিবসে গো-আলিঙ্গন করার আর্জি জানাল কেন্দ্রীয় সংস্থা 

    Animal Welfare: ভ্যালেন্টাইন দিবসে গো-আলিঙ্গন করার আর্জি জানাল কেন্দ্রীয় সংস্থা 

    মাধ্যম নিউজ ডেস্ক: ১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন দিবসের দিন ‘গো-আলিঙ্গন’ দিবস পালনের আবেদন জানাল কেন্দ্রীয় সংস্থা পশু কল্যাণ পরিষদ (Animal Welfare)।

    বিজ্ঞপ্তিতে কী বলল কেন্দ্রীয় সংস্থা (Animal Welfare)

    ভ্যালেন্টাইন্স ডে বা প্রেম দিবসের দিন গরুকে জড়িয়ে ধরার আবেদন জানিয়ে বিজ্ঞপ্তি জারি করল কেন্দ্রীয় সংস্থা পশু কল্যাণ পরিষদ (Animal Welfare)। কেন্দ্রীয় সংস্থার আর্জি প্রেম দিবসের দিন যেন ‘গো-আলিঙ্গন দিবস’ হিসাবে পালন করেন গবাদি পশু প্রেমিকরা। পশু কল্যাণ পরিষদ সংস্থা (Animal Welfare) বর্তমানে কেন্দ্রের মৎস্য এবং পশুপালন মন্ত্রকের অধীনে রয়েছে। মন্ত্রকের দায়িত্বে রয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী পুরুষোত্তম রুপালা।

    প্রসঙ্গত, বিশ্বব্যাপী ১৪ ফেব্রুয়ারি ‘ভ্যালেন্টাইনস ডে’ বা প্রেম দিবস হিসেবে পালিত হয়। এই দিনটিকেই এ বার ‘গো-আলিঙ্গন দিবস’ পালন করার আর্জি জানিয়েছে কেন্দ্রীয় সংস্থা (Animal Welfare)। গত সোমবার জারি করা ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘‘আমরা সকলেই জানি যে, গরু হল ভারতীয় সংস্কৃতি এবং গ্রামীণ অর্থনীতির মেরুদণ্ড। আমাদের জীবন বাঁচিয়ে রাখার পাশাপাশি গবাদি পশু সম্পদ এবং জীববৈচিত্রের প্রতিনিধিত্বও করে। গরু আমাদের মায়ের মতো। গরু ‘কামধেনু’ এবং ‘গোমাতা’ নামেও পরিচিত। গরু মানবতাকে সমৃদ্ধ করে।”

    পশু কল্যাণ সংস্থা (Animal Welfare) বলছে, সময়ের সঙ্গে সঙ্গে পশ্চিমি সংস্কৃতির অগ্রগতির কারণে বৈদিক আচার অনুষ্ঠান প্রায় কমে আসছে। আর সেই কারণেই, গরুকে আলিঙ্গন করা উচিত, কারণ বৈদিক সভ্য়তায় গোরুই ছিল প্রধান পশু। তাই ১৪ ফেব্রুয়ারি সকল গোপ্রেমীরা গরুকে জড়িয়ে ধরে ‘গো-আলিঙ্গন দিবস’ উদ্‌যাপন করতে পারে বলে আর্জি কেন্দ্রের।

    পশু কল্যাণ সংস্থার (Animal Welfare) আরও দাবি, গরুকে আলিঙ্গন করে পশ্চিমি সংস্কৃতির অনুপ্রবেশ আটকানো সম্ভব। তবে বেশ কিছু দেশে গরুর প্রতি ভালবাসা জানানোর রীতি রয়েছে। নেদারল্যান্ডসে ‘কো নাফেলেন’ (ডাচ ভাষায় গরুকে আলিঙ্গন করা) বলে এক রীতির প্রচলন আছে, যেখানে গরুকে জড়িয়ে ধরে আদর করা হয়।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Bard: চ্যাটজিপিটি-কে টেক্কা দিতে গুগল আনছে ‘বার্ড’

    Bard: চ্যাটজিপিটি-কে টেক্কা দিতে গুগল আনছে ‘বার্ড’

    মাধ্যম নিউজ ডেস্ক: ChatGPT-এর জনপ্রিয়তায় কী গুগল ধরাশায়ী? বেশ কয়েকদিন ধরে নেট পাড়ায় এই প্রশ্ন ঘুরছে । 

    কী বললেন গুগলের সিইও সুন্দর পিচাই

    এমন অবস্থায় গুগলের মাদার কোম্পানি অ্যালফাবেটের সিইও সুন্দর পিচাই  কয়েকদিন আগেই বলেন, নতুন ল্যাঙ্গুয়েজ মডেল নিয়ে কাজ শুরু করেছি আমরা। খুব তাড়াতাড়ি পরিকল্পনা বাস্তবায়িত হয়ে যাবে। জানা গিয়েছে গুগলের এই নতুন ফিচারের নাম হতে চলেছে ‘বার্ড’ (Bard)। তিনি আরও বলেন, যেকোনও প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষমতা থাকবে গুগলের এই নতুন ফিচারের। জটিল থেকে সহজ– সব প্রশ্নেরই উত্তর পাওয়া যাবে।

    >

    ইতিমধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তার জগতে সকলকে টেক্কা দিয়েছে চ্যাটজিপিটি

    ChatGPT-এর পুরোনাম হল Chat Generative Pretrend Transformer। এটি ওপেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর সাহায্যে তৈরি করা হয়েছে যা এক ধরনের চ্যাট বট। এটি কৃত্রিম বুদ্ধিমত্তার উপরেই কাজ করবে। জানা গিয়েছে, আপনি সহজেই শব্দের বিন্যাসে এটির মাধ্যমে কথা বলতে পারেন এবং আপনার যে কোনও ধরনের প্রশ্নের উত্তর দিতে সক্ষম হবে চ্যাট জিপিটি (ChatGPT)। গুগলের প্রতিযোগী সার্চ ইঞ্জিন বললেও ভুল হবেনা। সম্প্রতি শুরু হয়েছে চ্যাট জিপিটি (ChatGPT), আপাতত শুধুমাত্র ইংরেজি ভাষাতেই কাজ করছে এটি। জানা গেছে, পরবর্তীকালে অন্যান্য ভাষাও উপলব্ধ হবে এখানে। এটি ২০২২ সালের ৩০ নভেম্বর থেকে চালু হয়েছে এবং এর অফিসিয়াল ওয়েবসাইটটি হল chat.openai.com। মাত্র কয়েকমাসেই চ্যাট জিপিটির (ChatGPT) ব্যবহারকারীর সংখ্যা ২ কোটি ছুঁয়েছে। উল্লিখিত ওয়েবসাইটে গিয়ে কোনও প্রশ্ন সার্চ করা মাত্রই চ্যাট জিপিটি আপনাকে সেই প্রশ্নের সরাসরি উত্তর দেখাবে। চ্যাট জিপিটি-এর মাধ্যমে প্রবন্ধ, গল্প, নাটকের স্ক্রিপ্ট, কারও জীবনী ইত্যাদি খুব সহজেই লেখা যাবে।

     

    অন্যদিকে গুগলের মাদার সংস্থা অ্যালফাবেট বুধবার তাদের নতুন চ্যাটবট ‘বার্ড’ এর একটি প্রোমোশনাল ভিডিও প্রকাশ্যে আনে। জানা গিয়েছে এই ভিডিওতে  ভুল তথ্য শেয়ার করা হয় যে কারনে গুগলের লোকসান হয়েছে প্রায় ১০,০০০কোটি টাকা। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     

     

LinkedIn
Share