Blog

  • Maghi Purnima: ভারতীয় ধর্মগুলিতে মাঘী পূর্ণিমার মাহাত্ম্য জানুন 

    Maghi Purnima: ভারতীয় ধর্মগুলিতে মাঘী পূর্ণিমার মাহাত্ম্য জানুন 

    শুভ্র চট্টোপাধ্যায়: বাংলা ক্যালেন্ডারের দশম মাস হল মাঘ। আবার রাষ্ট্রীয় শকাব্দের একাদশ তম মাস হল মাঘা। দুটো আসলে একই। মনে করা হয় মঘা নক্ষত্রে সূর্যের অবস্থান থেকে এই মাসের নামকরণ হয়েছে মাঘ। ভারতীয় ধর্মাবলম্বীদের বিশ্বাস অনুযায়ী, মাঘ মাসের পূর্ণিমা হল অতি পবিত্র। এবছর মাঘী পূর্ণিমা হল ৫ ফেব্রুয়ারি। হিন্দু এবং বৌদ্ধ উভয় সমাজের কাছেই মাঘী পূর্ণিমার  তাৎপর্য, ইতিহাস, মাহাত্ম্য এবং গুরুত্ব রয়েছে। বিভিন্ন পৌরাণিক কাহিনীও প্রচলিত রয়েছে এই দিনটিকে ঘিরে। আমরা সেগুলি জানব।

    হিন্দু ধর্মের প্রচলিত কাহিনী

    পুরাকালে কান্তিকা নগরীতে ধনেশ্বর নামে একজন গরীব ব্রাহ্মণ বাস করতেন। ব্রাহ্মণের কোনও সন্তান ছিলনা। ব্রাহ্মণের দিন কাটছিল খুবই দুঃখে।  ভিক্ষা করে কোনও রকমে দিন গুজরান হচ্ছিল। এমনই একদিন ভিক্ষায় বের হলেন ব্রাহ্মন, সেসময় নগরীর বাইরে কোনও এক জনৈক ধনীর বাড়িতে তিনি ঢুকলেন ভিক্ষা করতে। কিন্তু সেখান থেকে ব্রাহ্মনকে খালি হাতেই ফিরতে হল কারণ নিঃসন্তান ব্রাহ্মনকে ভিক্ষা দিতে চাননি বাড়ির মালিক। ব্রাহ্মন ঘরে ফিরে কাঁদতে লাগল আর তার স্ত্রীকে সবটা খুলে বলল। সব শুনে স্ত্রী রূপবতী উপায় খুঁজতে লাগল। তখনই জনৈক একজন এসে বলল তোমরা মা কালীর পুজো কর এবং চন্দ্রিকা দেবীর আরাধনা কর, এতে তোমরা সন্তান লাভ করতে পারবে। তাই শুনে ব্রাহ্মন নাকি মাঘী পূর্নিমার এই পুজো করে এবং ব্রাহ্মন দম্পতির সন্তান লাভ হয়।

    বৌদ্ধ ধর্মের আখ্যান

    বিশ্বাস মতে মাঘী পূর্ণিমার এই বিশেষ দিনেই ভগবান বুদ্ধ তাঁর মহাপরিনির্বাণের কথা ঘোষণা করেছিলেন। এই বিশেষ তিথিতে তাই ভগবান বুদ্ধের পুজো করা হয়। বুদ্ধের এই ঘোষণায় তাঁর ভক্তকূল শোকবিহ্বল হয়ে পড়লে ভগবান তাঁদের তখন উপদেশ দিয়েছিলেন, তোমরা শোক করোনা, জন্ম, মৃত্যু, জরা, ব্যধি সবই এই সংসারের নিয়ম। তাকে অগ্রাহ্য করা যাবেনা। সকল প্রকার মায়া থেকে মুক্তি লাভ করতে পারলেই জীবনে কোনও দুঃখ থাকবে না। এইদিন তাই বৌদ্ধ ভিক্ষুরা প্রদীপ পুজো করেন, আরতি করেন। বৌদ্ধদের কাছে এই দিনটির বিশেষ মাহাত্ম্য রয়েছে।

    অনেক জায়গায় মাঘী পূর্ণিমাকে কেন্দ্র করে নানা রকমের উৎসব ও মেলা বসে। ভক্তদের বিশ্বাস এইদিন দেবতারা স্বর্গলোক থেকে মর্ত্যে নেমে আসেন। এই দিন নদী স্নানকে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

     

     

     

     

  • Ayodhya: রামলালার বিগ্রহ তৈরির জন্য নেপাল থেকে শিলা পৌঁছাল অযোধ্যায়

    Ayodhya: রামলালার বিগ্রহ তৈরির জন্য নেপাল থেকে শিলা পৌঁছাল অযোধ্যায়

    মাধ্যম নিউজ ডেস্ক: আগামী বছরের জানুয়ারিতেই উদ্বোধন হবে রামমন্দিরের, ভক্তদের জন্য খুলে দেওয়া হবে মন্দিরের দরজা। ইতিমধ্যে অযোধ্যায় (Ayodhya) পৌঁছে গেল শালগ্রাম শিলা। পাশ্ববর্তী নেপাল থেকে এল। বিশেষজ্ঞদের মতে নেপালের কালী গণ্ডকী নদীর এই পাথর ৬ কোটি বছরের পুরোনো। ভক্তদের বিশ্বাস রয়েছে, এই পাথর হল ভগবান নারায়ণের রূপ। রামচন্দ্রকে হিন্দু ধর্মাবলম্বীরা ভগবান বিষ্ণুর অবতার মানেন, তাই নেপালের কালী গণ্ডকী নদীর এই শালগ্রাম শিলা সেদেশ থেকে পাঠিয়েছেন নেপালের প্রধানমন্ত্রী, একথা শোনা গিয়েছে নেপাল সরকারের এক মন্ত্রীর মুখে।

    কত দিন সময় লাগল শিলা খন্ড দুটির ভারতে আসতে

    সাত দিন ধরে ৩৭৩ কিলোমিটার  যাত্রা শেষ করে বৃহস্পতিবার ভোরে অযোধ্যায় (Ayodhya) পৌঁছায় বিশাল পাথর। বিশ্বাসমতে সীতাদেবীর জন্মস্থান নেপালের জনকপুরে প্রথমে নিয়ে যাওয়া হয় এই পাথর দুটি এরপর গোরক্ষপুর হয়ে অযোধ্যায় আসে শিলা খন্ড দুটি। অযোধ্যায় মন্দির প্রাঙ্গণে পৌঁছতে একটু বেশিই সময় লাগে, কারণ পাথর দর্শন করতে অগণিত ভক্তের ভিড় হয় মন্দির সংলগ্ন এলাকায়। শিলা খণ্ড দুটির পুজো ঘিরে সরযূ নদীর তীরে রীতিমত উৎসবের মেজাজ দেখা যায়।

    আজ একশো জন মহন্ত মিলে এই শিলা খণ্ডের পুজো করেছেন। তবে নেপাল থেকে আনা এই পাথরেই রামলালার বিগ্রহ নির্মাণ হবে কিনা তা চূড়ান্ত হয়নি কিছু। জানা গিয়েছে, ওড়িশা ও কর্নাটক থেকেও শিলা খন্ড আসবে অযোধ্যায় (Ayodhya)। পরবর্তীকালে পরীক্ষা করে সিদ্ধান্ত নেওয়া হবে কোনটি দিয়ে তৈরি হবে রাম সীতার মূর্তি। দুটি শিলা খন্ডের একটির ওজন ১৮ টন এবং অপরটির ওজন ১৬ টন বলে জানা গেছে।

    রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট কী বলছে

    রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের সাধারণ সম্পাদক চম্পত রাই বলেন, ভগবান রামের মন্দিরে মূর্তি তৈরির বিষয়ে মতামত নেওয়া হবে সারা দেশের ভাস্করদের। কোন শিলা থেকে এই মূর্তি তৈরি করা হবে তা ঠিক হবে তারপরেই। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • WhatsApp New Feauters: চলতি বছরে কী কী ফিচার আনছে হোয়াটসঅ্যাপ?

    WhatsApp New Feauters: চলতি বছরে কী কী ফিচার আনছে হোয়াটসঅ্যাপ?

    মাধ্যম নিউজ ডেস্ক: হোয়াটসঅ্যাপে নিত্যনতুন ফিচার (WhatsApp New Feauters) এসেই চলেছে। চলতি বছরেও বেশ কিছু নতুন ফিচার যোগ করার কথা ইতিমধ্যে ঘোষণা করেছে হোয়াটসঅ্যাপ টিম। পরীক্ষামূলকভাবে কিছু ফিচারের(WhatsApp New Feauters)  কাজও চলছে। হোয়াটসঅ্যাপকে আরও উন্নত করতে এবং এর ব্যবহারকারীদের কাছে এটিকে আরও বেশি উপযোগী করে তুলতেই নতুন নতুন ফিচার আসছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। জনপ্রিয় এই মেসেজিং অ্যাপের নতুন কিছু ফিচার কয়েকদিনের মধ্যেই উপলব্ধ হবে বলে জানিয়েছে হোয়াটস্যাপ কতৃপক্ষ। হোয়াটসঅ্যাপের অ্যান্ড্রয়েড ভার্সন, ওয়েবের জন্য বিভিন্ন ফিচার আসছে এবং কিছুর পরীক্ষামূলকভাবে কাজ চলছে যেগুলি আগামী দিনে ব্যবহারকারীরা পাবেন বলে হোয়াটসঅ্যাপ থেকে জানানো হয়েছে।

    কিছু নতুন ফিচার (WhatsApp New Feauters) , যেগুলি আসতে চলেছে

    অন্য ব্যবহারকারীকে ছবি পাঠালে কোয়ালিটি কমবে না

    হোয়াটসঅ্যাপে ছবি পাঠালে সাধারণভাবে দেখা যায় ছবি বা ভিডিও এর কোয়ালিটি কমে গেছে। এবার হোয়াটসঅ্যাপ নতুন একটি ফিচার (WhatsApp New Feauters)  নিয়ে আসছে যার ফলে ব্যবহারকারীরা ছবি পাঠালে সেটির কোয়ালিটি কোন ভাবেই খারাপ হবে না বলে জানা যাচ্ছে। আবার ছবির কোয়ালিটি কম করেও ব্যবহারকারীরা পাঠাতে পারবেন। সেই অপশন থাকবে। 

    গ্রুপ সাবজেক্টের শব্দ সংখ্যা বাড়ানো হচ্ছে

    এতদিন অবধি হোয়াটসঅ্যাপে যেকোনও গ্রুপ সাবজেক্ট লেখা যেত মাত্র ২৫টি অক্ষরে এবার সেটি নূন্যতম ৫১২ থেকে সর্বোচ্চ ২০৪৮ করা হবে বলে মনে হচ্ছে।

    টেক্সট এডিটর

    টেক্সট এডিটর এর মাধ্যমে কাউকে টেক্সট করা আরও সহজ হয়ে যাবে এবং এখানে নতুন নতুন বেশ কতগুলি ফিচার যোগ করা হবে।

    নিউ ফন্টস

    এই ফিচার চালু হলে ব্যবহারকারীরা নিজেদের পছন্দমতো লেখাকে সাজাতে পারবেন বিভিন্ন ফন্ট দিয়ে ছবি ভিডিও ইত্যাদি যোগ করা যাবে। জানা যাচ্ছে Calistoga, courier prime ইত্যাদি যোগ করা হবে এই ফিচারে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

     

     

  • Kashmir: কাশ্মীরে তুষারঝড়ের কবলে পড়ে নিহত দুই বিদেশি পর্যটক

    Kashmir: কাশ্মীরে তুষারঝড়ের কবলে পড়ে নিহত দুই বিদেশি পর্যটক

    মাধ্যম নিউজ ডেস্ক: তুষার ধসের কারণে জম্মু-কাশ্মীরের (Kashmir) গুলমার্গে দুই বিদেশি পর্যটকের মৃত্যু। জানা গিয়েছে ওই দুই পর্যটকের বাড়ি পোল্যান্ডে। ১৯ জন বিদেশি পর্যটককে  উদ্ধার করেছে স্থানীয় প্রশাসন। বারামুলা পুলিশ সূত্রে খবর, গুলমার্গের পর্যটন কেন্দ্র হাপাথখুদ আফারওয়াতে হঠাৎ করেই তুষার ধস নামে। এর ফলে বরফের তলায় চাপা পড়েন বিদেশি পর্যটকরা। পরে তাঁদের মধ্যে ১৯ জনকে উদ্ধার করা সম্ভব হলেও মৃত্যু হয় দু’জনের।

    লাদাখেও একই ঘটনা ঘটে গত রবিবার

     প্রসঙ্গত, গত রবিবার লাদাখের কার্গিলে একইরকমের তুষার ধসের কারণে  মৃত্যু হয় মা ও তাঁর কিশোরী মেয়ের। সেই ঘটনার দু’দিনের মাথায় এবার তুষার ধসে মৃত্যু হল দুই বিদেশি পর্যটকের। গত কয়েকদিন ধরেই কাশ্মীরের (Kashmir) বিভিন্ন এলাকায় শুরু হয়েছে তুষারপাত। 

    আরও পড়ুন: বাজেটে গোবর্ধন প্রকল্পে বরাদ্দ ১০,০০০ কোটি, জানেন এই প্রকল্প আসলে কী?

    শোকজ্ঞাপন করলেন কাশ্মীরের (Kashmir)  লেফটেন্যান্ট গভর্নর
     

    এই ঘটনায় গভীর শোকজ্ঞাপন করেছেন মনোজ সিনহা, নিজের ট্যুইটারে তিনি লেখেন, আমি মর্মাহত এই ঘটনায়। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। তুষারঝড়ের এই ঘটনায় যাঁরা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদেরকে সমস্ত রকমের সহযোগিতা করবে কাশ্মীরের প্রশাসন।

  • Union Budget: বাজেটে গোবর্ধন প্রকল্পে বরাদ্দ ১০,০০০ কোটি, জানেন এই প্রকল্প আসলে কী? 

    Union Budget: বাজেটে গোবর্ধন প্রকল্পে বরাদ্দ ১০,০০০ কোটি, জানেন এই প্রকল্প আসলে কী? 

    মাধ্যম নিউজ ডেস্ক: কেন্দ্রের মতে এটা ঐতিহাসিক বাজেট (Union Budget)। সমস্ত ক্ষেত্রের দিকে সমান নজর ও গুরুত্ব দেওয়া হয়েছে এই বাজেটে (Union Budget)। ক্রীড়া থেকে রেল সবকিছু ক্ষেত্রেই যেন কল্পতরু হয়েছে কেন্দ্রের মোদি সরকার। ব্যাপক ট্যাক্স ছাড় দিয়ে মধ্যবিত্তদের মন জিতে নিয়েছে মোদি সরকার।  পরিবেশও বাদ যায়নি। পরিবেশ দূষণ কমাতে গোবর্ধন প্রকল্পে  ১০,০০০ কোটি টাকা বরাদ্দ ঘোষণা করলেন কেন্দ্রীয় বাজেটে (Union Budget) অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ। প্রসঙ্গত, ২০১৪ সালে দেশের ক্ষমতায় আসার পরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সূচনা করেন স্বচ্ছ ভারত অভিযান। এর ঠিক পরেই পরিচিতি পায় ‘গোবর্ধন’ প্রকল্প। এই প্রকল্পের উদ্বোধনের সময় প্রধানমন্ত্রী বলেছিলেন, ‘আগামী দু’বছরে দেশের ৭৫টি বড় পুরসভায় এই ধরনের গোবর্ধন বায়ো-সিএনজি প্ল্যান্ট নির্মাণের কাজ সম্পূর্ণ হবে। এই অভিযান ভারতের শহরগুলিকে পরিষ্কার, দূষণমুক্ত করবে। ক্লিন এনার্জির ব্যবহার বাড়বে।’

    গোবর্ধন প্রকল্পের খুঁটিনাটি

    গোবর্ধন প্রকল্পে গবাদি পশুদের গোবর বায়োগ্যাসে রূপান্তর করা হয়। জানা গিয়েছে এই প্রকল্পের বাস্তবায়নের জন্য দেশের প্রতিটি জেলায় একটি করে গ্রামকে চিহ্নিত করবে কেন্দ্র, তৈরি হবে বায়োগ্যাস। আরও জানা যাচ্ছে, এর সঙ্গে ফেলে দেওয়া বর্জ্য থেকেই তৈরি হবে রিনিউয়েবল এনার্জি। 

     ১০,০০০ কোটি টাকা বিনিয়োগে ২০০টি কমপ্রেসড বায়োগ্যাস প্ল্যান্ট তৈরি করা হবে সারা দেশ জুড়ে। যার মধ্যে ৭৫টি হবে বিভিন্ন শহরে এবং ৩০০টি হবে গোষ্ঠী ভিত্তিক। কেন্দ্রীয় সরকার ইতিমধ্যে সারা দেশে প্রায় ৫৮২টি বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপন করেছে বলে জানা গিয়েছে। 

    পরিবেশবান্ধব বাজেটের আরও কতগুলি পদক্ষেপ

         – বিশেষ জোর দেওয়া হবে কৃত্রিম পরিবেশবান্ধব হিরে উৎপাদনের ক্ষেত্রে

        – হাইড্রোজেন মিশনের জন্য ১৯ হাজার ৭০০ কোটি বরাদ্দ
        
        – ১ কোটি কৃষককে প্রাকৃতিক চাষে উৎসাহ দেওয়া হবে

     

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 
        

  • Union Budget: বাজেটে ক্রীড়াক্ষেত্রে রেকর্ড অর্থ বরাদ্দ করল কেন্দ্র, কত জানেন?

    Union Budget: বাজেটে ক্রীড়াক্ষেত্রে রেকর্ড অর্থ বরাদ্দ করল কেন্দ্র, কত জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: এ বছরের বাজেট অধিবেশনে (Union Budget) ক্রীড়াক্ষেত্রে রেকর্ড অর্থ বরাদ্দ করল কেন্দ্র। দেশে বিভিন্ন খেলাকে জনপ্রিয় করতে এবং প্রত্যন্ত গ্রামগুলি থেকে বেশি করে অ্যাথলেটিক তুলে আনতেই কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্ত বলে মনে করছে ওয়াকিবহাল মহল। চলতি বছরই এশিয়ান গেমস রয়েছে। গত বছর কমনওয়েলথ গেমসে ভারত মোটামুটি ভালোই সাফল্য পায়। আবার আগামী বছর রয়েছে অলিম্পিক, এমন সময় কেন্দ্রের এই সিদ্ধান্তকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করছেন ক্রীড়া জগতের বিভিন্ন ব্যক্তিত্বরা। 

    কত টাকা বরাদ্দ করল কেন্দ্রীয় সরকার

    এদিন সংসদে বাজেট পেশ (Union Budget) করার সময় কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেন, ক্রীড়াক্ষেত্রে ৩৩৯৩ কোটি ৩২ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে, যা এখনও পর্যন্ত সর্বাধিক। ২০২২-২৩ অর্থবর্ষের জন্য যুব-ক্রীড়া ক্ষেত্রে ২,৬৭১ কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল।  গত বারের বাজেটের (Union Budget) তুলনায় ৭০০ কোটি টাকা বেশি বরাদ্দ করা হয়েছে চলতি বছরের বাজেটে।

    কোন বিভাগ কত টাকা পাবে

    জানা গিয়েছে এই বরাদ্দের মধ্যে সব থেকে বেশি টাকা দেওয়া হবে খেলো ইন্ডিয়ার জন্য। এই প্রকল্পে বরাদ্দ হয়েছে ১০৪৫ কোটি টাকা। প্রসঙ্গত, এই প্রকল্পের মাধ্যমে দেশের উঠতি ক্রীড়াবিদরা বিভিন্ন ঘরোয়া প্রতিযোগিতায়  সুযোগ পেয়ে থাকেন।

    ৭৮৫ কোটি ৫২ লক্ষ টাকা দেওয়া হবে স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া (সাই)-কে। এই সংস্থার কাজ হল দেশের বিভিন্ন খেলায় কোচ নিয়োগ, ক্রীড়াবিদদের সরঞ্জাম কেনা ইত্যাদি।

    ৩২৫ কোটি টাকা দেওয়া হবে ন্যাশনাল স্পোর্টস ফেডারেশনকে। জানা গিয়েছে সম পরিমাণ অর্থ বরাদ্দ করা হয়েছে ন্যাশনাল সার্ভিস স্কিমের জন্যও। অন্যদিকে ন্যাশনাল স্পোর্টস ডেভেলপমেন্টের জন্য ১৫ কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্রীয় অর্থমন্ত্রক।

     ন্যাশনাল সেন্টার অফ স্পোর্টস সায়েন্স অ্যান্ড রিসার্চের জন্য ১৩ কোটি, ন্যাশনাল অ্যান্টি ডোপিং এজেন্সির জন্য ২১ কোটি ৭৩ লক্ষ এবং ন্যাশনাল ড্রাগ টেস্টিং ল্যাবরেটরির জন্য ১৯ কোটি ৫০ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে।

    চলতি বছরই এশিয়ান গেমস রয়েছে। প্যারিস অলিম্পিক সামনের বছরে হবে। খুব বেশি দেরি নেই। তাই আগে থেকেই ক্রীড়াক্ষেত্রে জোর দিতে চাইছে কেন্দ্র। সেই কারণে এখনও পর্যন্ত সর্বাধিক অর্থ বরাদ্দ করা হয়েছে খেলাধুলোর উপর।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।  

     

  • Shankar Mishra: এয়ার ইন্ডিয়া প্রস্রাব কাণ্ডে অভিযুক্ত শঙ্করকে জামিন দিল কোর্ট

    Shankar Mishra: এয়ার ইন্ডিয়া প্রস্রাব কাণ্ডে অভিযুক্ত শঙ্করকে জামিন দিল কোর্ট

    মাধ্যম নিউজ ডেস্ক: এয়ার ইন্ডিয়ার প্রস্রাবকান্ডে অভিযুক্ত শঙ্কর (Shankar Mishra) মিশ্র গতকাল জামিন পেলেন। এদিন অভিযুক্তের জামিনের বিষয়ে বলতে গিয়ে নয়াদিল্লির পাতিয়ালা হাউস কোর্টের পর্যবেক্ষণ ছিল, অভিযুক্ত শঙ্কর মিশ্রকে একবার তলব করার পর সে হাজির হয়নি মানে এই সিদ্ধান্তে আসা যায়না যে সে বিচার ব্যবস্থা থেকে পালিয়ে যেতে চাইছে। আদালতের আরও সংযোজন, অভিযুক্তের বিরুদ্ধে এর আগে কোনও এমন ধরনের ফৌজদারি মামলা নেই অথবা তার বিরুদ্ধে অভিযোগকারীকে ভীতি প্রদর্শন বা হুমকি দেওয়ার অভিযোগও সামনে আসেনি। প্রসঙ্গত গত বছরের ২৬ নভেম্বর নিউইয়র্ক-দিল্লি এয়ার ইন্ডিয়ার একটি বিমানে এক বয়স্ক সহযাত্রীর গায়ে প্রস্রাব করার অভিযোগ ওঠে শঙ্কর মিশ্রের (Shankar Mishra)  বিরুদ্ধে। এরপরেই অভিযুক্ত শঙ্কর মিশ্রের বিরুদ্ধে লুক আউট নোটিশ জারি হয়। শঙ্কর মিশ্রকে বেঙ্গালুরু থেকে গ্রেফতার করা হয় গত ৬ জানুয়ারি। একটি মার্কিন বহুজাতিক সংস্থায় চাকরি করতেন অভিযুক্ত শঙ্কর (Shankar Mishra) । তাঁকে ইতিমধ্যে চাকরি থেকে বরখাস্ত করে দিয়েছে ওই সংস্থা। জানা গিয়েছে, মঙ্গলবার দিল্লির পাতিয়ালা হাউস কোর্ট ১ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডের বিনিময়ে শঙ্করকে জামিন দেয়।   

    ঘটনাটি ঠিক কী ঘটেছিল

    গত বছর ২৬ নভেম্বর এয়ার ইন্ডিয়ার নিউইয়র্ক-দিল্লির বিমানে, শঙ্কর এক বৃদ্ধার গায়ে প্রস্রাব করেন। ঘটনা নিয়ে তোলপাড় শুরু হওয়ার পর ৫ জানুয়ারি শঙ্করের বিরুদ্ধে লুক-আউট নোটিশ জারি করা হয়েছিল। ওই বৃদ্ধার অভিযোগের ভিত্তিতে শঙ্করের (Shankar Mishra)  বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়, ভারতীয় দণ্ডবিধির ৩৫৪, ২৯৪, ৫০৯, ৫১০ নং ধারায়। বিচার প্রক্রিয়া চলছে, অভিযোগ সত্য প্রমাণিত হলে তিন বছর পর্যন্ত জেল হয়ে যেতে পারে শঙ্করের।

    অভিযোগ, ৭০ বছর বয়সি ওই বৃদ্ধা এই ঘটনা সম্পর্কে কেবিন ক্রুকে জানানোর পরেও কোনও ব্যবস্থা নেয়নি তখন বিমান কতৃপক্ষ। পরে জাতীয় মহিলা কমিশন সক্রিয় হতেই নড়েচড়ে বসে প্রশাসন। পুলিশ রিপোর্ট অনুযায়ী, এআই-১০২ নং বিমানে এই ঘটনাটি ঘটেছে। নিউইয়র্ক বিমানবন্দর থেকে উড়ান শুরুর পরেই লাঞ্চ দেওয়া হয় যাত্রীদের। বিশ্রামের জন্য বিমানের লাইট বন্ধ করে দেওয়া। তখনই অভিযুক্ত শঙ্কর বৃদ্ধার আসনের সামনে এসে  প্রস্রাব করতে শুরু করেন। তখন বাকি যাত্রীরা প্রতিবাদ শুরু করলে অভিযুক্ত সেখান থেকে চলে যান। প্রস্রাবে বৃদ্ধার শরীর, জামা কাপড় সব কিছুই ভিজে যায় বলে অভিযোগ। অন্য আসন ফাঁকা না থাকায় প্রস্রাবে ভেজা আসনেই ওই বৃদ্ধাকে বসতে হয়।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     

     

     

     

  • Pathaan: এবার কী পাঠান ২! কী ইঙ্গিত দিলেন কিং খান?

    Pathaan: এবার কী পাঠান ২! কী ইঙ্গিত দিলেন কিং খান?

    মাধ্যম নিউজ ডেস্ক: ব্যাপক সাফল্যের পরে গতকালই সাংবাদিকের মুখোমুখি হয়  টিম পাঠান (Pathaan)। শাহরুখ খান, দীপিকা পাড়ুকোন, জন আব্রাহাম ও সিদ্ধার্থ আনন্দ সমেত অন্যান্যরাও উপস্থিত ছিলেন এই সাংবাদিক বৈঠকে। ইতিমধ্যে ৫০০ কোটির ক্লাবের সদস্য হয়েছে পাঠান। সাংবাদিকদের প্রশ্নের উত্তর খোলামেলাভাবেই দিতে দেখা গেল কিং খানকে। 

    পাঠান ২ (Pathaan) এর বিষয়ে কী বললেন কিং খান?                                                                                                                                                                                

    সাংবাদিক সম্মেলনেই  উঠল পাঠান ২ (Pathaan) -এর প্রসঙ্গ! কীভাবে উঠল? সাংবাদিক সম্মেলনে শাহরুখ খান বলেন, পাঠান ২ (Pathaan)-এর জন্য আমার চুল কোমর পর্যন্ত লম্বা করতে রাজি আছি! এতেই শুরু হয়েছে নতুন জল্পনা। তিনি আরও বলেন, পাঠান ২ ভালই হবে, আমি আমার সবটুকু দিয়ে চেষ্টা করব, যাতে এই সিনেমাকে সুপারহিট করা যায়। পাঠান ২ হিট হলে তা  আমার কাছে সম্মানের হবে।

    এতেই বেড়েছে জল্পনা! তবে কী খুব তাড়াতাড়ি আসছে পাঠান ২? দর্শকদের মনে জাগছে কৌতূহল। কিন্তু এর বেশি আর মুখ খোলেননি কিং খান।

    নিজের মন খারাপ হলে কী করেন শাহরুখ খান

    সিনেমার বাইরেও সাংবাদিকরা নানা প্রশ্ন করেন এদিন কিং খানকে। সাংবাদিকরা তাঁকে প্রশ্ন করেন, আপনি সবার মন ভাল রাখেন, কিন্তু আপনার মন খারাপ হলে কী করেন? শাহরুখ উত্তর দেন, আমারও সবদিন সমান যায়না, মন খারাপ হলেই আমি ভালোবাসার মানুষদের কাছে চলে যাই। ব্যালকনিতে চলে আসি। ব্যালকনির টিকিট আমার সবসময়ের জন্য কাটা থাকে। তাঁর এমন কথা শুনে হাসির রোল ওঠে সাংবাদিক সম্মেলনে।

     

           

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     

  • Walking: নিরোগ থাকতে প্রতিদিন ৫ কিলোমিটার করে হাঁটুন

    Walking: নিরোগ থাকতে প্রতিদিন ৫ কিলোমিটার করে হাঁটুন

    মাধ্যম নিউজ ডেস্ক: কথায় বলে হাঁটার (Walking) সমান কোন ওষুধ নেই। আপনি বিশ্বাস করুন বা নাই করুন! যে কোনও রোগের চিকিৎসার একটি কমন ওষুধ হল নিয়মিতভাবে হাঁটা। যেকোনও বিশেষজ্ঞ বা ডাক্তারের কাছে আপনি যান তাঁরা বলবেন, রোজ নিয়ম করে হাঁটুন।
    হাঁটা এমন একটা সহজ শারীরিক অনুশীলন যেটার জন্য আপনাকে কোন রকমের খরচ করতে হয় না। বর্তমান সভ্যতা যত এগিয়ে যাচ্ছে আমরা তত যানবাহনের উপর নির্ভরশীল হয়ে পড়ছি, খুব সামান্য দূরত্ব যাতায়াত করতেও আমরা আজকে দু চাকা বা চারচাকা গাড়ি ব্যবহার করি। তাই আর সময় অপচয় না করে সকালে বা বিকালে হাঁটা শুরু করে দিন। 

    হাঁটা (Walking) কেন এত উপকারী এবার জানা যাক

    ১) বিশেষজ্ঞরা বলছেন যে আপনি যত হাঁটেন (Walking) তত আপনার ক্যালরি খরচ হতে থাকে যেটি শরীরে মেদ কমাতে এবং শরীরকে ফিট রাখতে খুবই উপযোগী হয়।

    ২) হাঁটার (Walking) গতি আপনি রাখতে পারেন প্রতি ঘন্টায় ৪ থেকে ৫ কিলোমিটারের মধ্যেই। বিশেষজ্ঞদের মতে বাড়তি ওজন কম করতে হাঁটা খুবই গুরুত্বপূর্ণ।

    ৩) সকালে যে কোন পার্কে গেলে দেখা যাবে কতশত লোকে ভর্তি রয়েছে পার্কটি এবং এদের বেশিরভাগ জনেরই ডায়াবেটিস। ডাক্তারবাবুরা ডায়াবেটিসের জন্য অথবা হাইপারটেনশন রোগের জন্য প্রথমেই যেটিকে সব থেকে বেশি গুরুত্ব দেন সেটি হচ্ছে নিয়মিতভাবে হাঁটাচলা। হাঁটলে (Walking) সুগার এবং প্রেশার নিয়ন্ত্রণে থাকে।

    ৪) প্রতিদিন হাঁটাচলা (Walking) করলে আপনার পেশিরগুলি মজবুত হবে এবং শরীরের রক্ত চলাচলটা ভালো থাকবে। হাঁটা ব্যথা উপশমকারীও বটে, যারা আর্থারাইটিসের সমস্যায় ভুগছেন তাদের কাছে তো হাঁটা একটা মহৌষধ।

    ৫) শুধুমাত্র তাই নয় মানসিক স্বাস্থ্যের জন্য হাঁটা (Walking) খুবই উপযোগী বলে মনে করছেন বিশেষজ্ঞরা, স্ট্রেস, অ্যাংজাইটি, ডিপ্রেশন এ সমস্ত কিছু কাটাতে হাঁটার জুড়ি নেই। প্রতিদিন নিয়মিতভাবে হাঁটাচলা করলে মানুষের সৃজনশীলতা বাড়ে বলছেন বিশেষজ্ঞরা।

     

    DISCLAIMER: এই লেখাটি বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী লেখা। এর সঙ্গে মাধ্যম-এর কোনও সম্পর্ক নেই। এখানে বলা যে কোনও উপদেশ পালন করার আগে অবশ্যই কোনও চিকিৎসক বা বিশেষজ্ঞের পরামর্শ নিন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     

  • Sundar Pichai: গুগলে কর্মী ছাঁটাইয়ের ঠিক আগে বেতন বৃদ্ধি পেয়েছিল সুন্দর পিচাইয়ের!

    Sundar Pichai: গুগলে কর্মী ছাঁটাইয়ের ঠিক আগে বেতন বৃদ্ধি পেয়েছিল সুন্দর পিচাইয়ের!

    মাধ্যম নিউজ ডেস্ক: দিন কয়েক আগেই গুগলের বিপুল কর্মী ছাঁটাই হয়েছে, প্রায় ১২ হাজার। গুগ্‌ল প্রধান সুন্দর পিচাই (Sundar Pichai) নিজে একথা ঘোষণা করেছেন। কর্মী ছাঁটাই এর  সিদ্ধান্তের দায় সম্পূর্ণ ভাবেই তাঁর বলে সে সময় জানিয়েছিলেন পিচাই। এবার জানা গেল, গত ডিসেম্বর মাসেই নাকি বিপুল অঙ্কের বেতন বৃদ্ধি হয়েছিল সুন্দর পিচাইয়ের (Sundar Pichai)। কোনও কোনও মহল থেকে  স্বাভাবিকভাবেই তাই প্রশ্ন উঠছে, এক দিকে নিজের বিপুল বেতন বৃদ্ধি, অন্য দিকে নিজের সংস্থাতেই ব্যাপক পরিমাণে কর্মী ছাঁটাই।

    গুগলের মুনাফা কেন কমেছিল

    ওয়াকিবহাল মহলের ধারণা, কৃত্রিম বুদ্ধিমত্তা বা ‘আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স’ (এআই)-এ বিনিয়োগের পরিমাণ দিনের পর দিন বাড়িয়ে চলেছে প্রযুক্তি সংস্থাগুলি। তাই অর্থের টান দেখা যাচ্ছে। অন্য দিকে, সংস্থাগুলি আয় বৃদ্ধির নতুন রাস্তাও খুঁজে পাচ্ছেনা। তাই কর্মী ছাঁটাই করাই একমাত্র সমাধান হয়ে দাঁড়াচ্ছে। সমস্যা আরও প্রকট হয়েছে বিশ্বব্যাপী টালমাটাল অর্থনীতির কারণে। অক্টোবর মাসের পরিসংখ্যান বলছে, গত বছরের তুলনায় গুগ্‌লের মুনাফা কমে গিয়েছিল ২৭ শতাংশ। যা অর্থের হিসাবে ১,৩৪০ কোটি ডলার।

    কর্মী ছাঁটাই করার সময় পিচাই (Sundar Pichai) কী বলেছিলেন

    কর্মী ছাঁটাই এর কারন ব্যাখা করতে গিয়ে পিচাই (Sundar Pichai) জানিয়েছিলেন, এত সংখ্যক কর্মী ছাঁটাইয়ের কারণ হল গত দু’বছরে প্রচুর কর্মী নিয়োগ করেছে সংস্থা। অর্থনৈতিক মন্দার সময় এই ছাঁটাই সংস্থার উন্নতির গতিকে ত্বরান্বিত করবে বলেও তিনি দাবি করেছিলেন। কয়েকদিন আগে গুগ্‌লের কর্মীরা একটি মেল পান, সুন্দর পিচাই ওই মেলে তাঁদের ‘গুগলার’ বলে সম্বোধন করেন। পিচাই (Sundar Pichai) সেখানে লিখেছিলেন, ‘‘আপনাদের সকলকে আমার একটি খারাপ খবর দেওয়ার আছে। গুগল থেকে ১২ হাজার কর্মীকে অবসর দিতে হচ্ছে। এর জন্য আমি সত্যিই দুঃখিত। আমি জানি, এই সময়টা কতটা কঠিন। এত দিন সকলের প্রচেষ্টায় আমাদের সংস্থা সাফল্যের পথে হেঁটেছে। সকলের অবদান সত্যিই অনস্বীকার্য। এই সিদ্ধান্তের দায় সম্পূর্ণ রূপে আমার। গত দু’বছরে আমরা অনেক কিছু অর্জন করেছি। আর্টিফিশিয়াল ইনটেলিজেন্সের প্রতি আমাদের বিনিয়োগ, উৎপাদনের ক্ষেত্রে মান এবং সঠিক পরিষেবা বজায় রেখে চলেছি আমরা।’’

    সুন্দর পিচাই (Sundar Pichai) ওই মেলে আরও লিখেছিলেন, গুগল গত ২৫ বছর ধরে অনেক চড়াই উতরাই এর মধ্যে দিয়ে গিয়েছে। কিন্তু সংস্থা লক্ষ্য থেকে কখনও সরে যায়নি বলেও মেলে লিখেছিলেন পিচাই। যে কর্মীদের ছাঁটাই করা হচ্ছে তাঁদের কী কী সুবিধা দেওয়া হবে সেই বিষয়ে তিনি মেলে লিখেছিলেন। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

LinkedIn
Share