Blog

  • Virat Kohli: আসন্ন বিশ্বকাপে বিরাট কোহলির ভূমিকা গুরুত্বপূর্ণ হবে: গৌতম গম্ভীর

    Virat Kohli: আসন্ন বিশ্বকাপে বিরাট কোহলির ভূমিকা গুরুত্বপূর্ণ হবে: গৌতম গম্ভীর

    মাধ্যম নিউজ ডেস্ক: একদিনের আন্তর্জাতিক ম্যাচে বিরাট কোহলির (Virat Kohli) ব্যাট এখন প্রতিটি ম্যাচেই ঝলসে উঠছে । বর্তমানে ভারতের এই তারকা ব্যাটসম্যানের নামে ৪৫টি সেঞ্চুরি রয়েছে। একদিনের আন্তর্জাতিক ক্রিকেট হোক অথবা অন্য যে কোনও ফরম্যাটের ক্রিকেটে বিরাট কোহলিকে অনেকেই লিজেন্ড বলছেন। ২০২৩ সালেই রয়েছে আন্তর্জাতিক ক্রিকেট বিশ্বকাপ। আসন্ন বিশ্বকাপে বেশিরভাগ ক্রিকেট ভক্তের নজর যে বিরাট কোহলির (Virat Kohli)  দিকে থাকবে, একথা বলাই যায়। এই তারকা ব্যাটসম্যানের উপর স্বাভাবিকভাবেই প্রত্যাশার চাপ রয়েছে খুব বেশি। আসন্ন বিশ্বকাপে বিরাট কোহলির (Virat Kohli)  ভূমিকা কেমন হতে চলেছে তা নিয়েই খোলামেলা আলোচনা করলেন গৌতম গম্ভীর।

    কী বললেন গৌতম গম্ভীর

     গৌতম গম্ভীর মনে করছেন যে বিরাট কোহলির (Virat Kohli)  একটি বড় ভূমিকা থাকবে, আন্তর্জাতিক ক্রিকেট বিশ্বকাপে। বিরাটের (Virat Kohli)  সঙ্গ দেওয়ার জন্য ইতিমধ্যে আরও দুই উঠতি ব্যাটসম্যান রয়েছেন। সূর্য কুমার যাদব এবং ঈশান কিষান। এদিন গৌতম গাম্ভীর আরও বলেন যে একদিনের আন্তর্জাতিক এবং টি-টোয়েন্টি ক্রিকেটের ফরম্যাটের মধ্যে অনেক কিছুই পার্থক্য রয়েছে। রোহিত শর্মা, বিরাট কোহলির মতো ক্রিকেটাররা আসন্ন বিশ্বকাপ ক্রিকেটে ভারতের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছেন। এদিন স্টার স্পোর্টসের একটি টক শোতে গৌতম গাম্ভীর আরও বলেন “৫০ ওভারের ক্রিকেট বিশ্বকাপে ঈশান কিষান, সূর্য কুমার যাদব প্রথমবার বিশ্বকাপ খেলবেন। কিন্তু আমাদেরকে ভুলে গেলে চলবে না বিরাট কোহলি (Virat Kohli)  এবং রোহিত শর্মার ক্রিকেট সম্পর্কে অভিজ্ঞতা অনেকটাই আর সেটা কাজে লাগানো খুব জরুরি। এবার দেখা যাক রোহিত শর্মা এবং বিরাট কোহলির (Virat Kohli)  সঙ্গে ভারতীয় ব্যাটিং লাইন আপে আর কে কে থাকেন”। গৌতম গাম্ভীর আরও বলেন যে আসন্ন বিশ্বকাপে বিরাট কোহলি একটি বড় গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছেন। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Imran Khan: পাকিস্তানে আস্থা ভোট শীঘ্রই! ইমরান খানের দাবি ঘিরে চাঞ্চল্য

    Imran Khan: পাকিস্তানে আস্থা ভোট শীঘ্রই! ইমরান খানের দাবি ঘিরে চাঞ্চল্য

    মাধ্যম নিউজ ডেস্ক: পাকিস্তানের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ইমরান খান (Imran Khan) দাবি করলেন যে সে দেশের রাষ্ট্রপতি খুব তাড়াতাড়ি পাকিস্তানের প্রধানমন্ত্রীকে আস্থা ভোটে অংশগ্রহণ করার অনুরোধ করবেন।

    আরও পড়ুন: চরম অর্থনৈতিক সংকটে পাকিস্তান, লাগামছাড়া নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম

    কেন এমন কথা বললেন ইমরান খান (Imran Khan)  

    প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান (Imran Khan)  এদিন আরও বলেন, “শাহবাজ শরীফ আমাদের পাঞ্জাবে আস্থা ভোটে অংশগ্রহণ করিয়েছেন। এখন তিনি নিজে পরীক্ষা দিন যে পার্লামেন্টে তাঁর সত্যিকারের সংখ্যাগরিষ্ঠতা আছে কী নেই! 
    লাহোরের একটি জাতীয় নিউজ চ্যানেলের দপ্তরে শনিবার সন্ধ্যায় একটি সাক্ষাৎকারে ইমরান খান (Imran Khan)  এই মন্তব্য করেন।
    এদিন সাক্ষাৎকারে ইমরান খান (Imran Khan)  বলেন প্রথমে শাহবাজকে আস্থা ভোটের জন্য আহ্বান জানানো হবে! তারপরে আমাদের আর কী কী পরিকল্পনা রয়েছে সেগুলি বলব আমরা।

    বেজিংয়ের মিথ্যা ফাঁস! উপগ্রহ চিত্রে ধরা পড়ল চিনের বেলাগাম করোনা পরিস্থিতি

    প্রসঙ্গত উল্লেখ্য যে শাহবাজ সরকার দাঁড়িয়ে রয়েছে কোনওরকমে। ফেডারেল জোটে সামান্য সংখ্যাগরিষ্ঠতায় টিকে আছে এই সরকার। সংসদে সে দেশের পার্লামেন্টে MQM-P দলের যে সাতজন সদস্য আছে যদি তারা পদত্যাগ করার সিদ্ধান্ত নেয়, তাহলে শাহবাগ সরকার আর কোনওভাবে টিকে থাকতে পারবে না বলেই বিভিন্ন মহল জানাচ্ছে। এটা খুব ভালোভাবেই জানেন ইমরান খান।

    আরও পড়ুন: এবার প্রাণঘাতী হামলার শিকার ইমরান, অতীতেও হয়েছে এই পাক রাষ্ট্রনেতাদের ওপর
    গত বছরে এপ্রিল মাসে অনাস্থা ভোটের মাধ্যমেই ইমরান খানকে (Imran Khan)  ক্ষমতা থেকে সরানো হয়েছিল। কয়েকদিন আগে পাঞ্জাবের গভর্নর বালিগুর রহমান সেখানকার মুখ্যমন্ত্রী চৌধুরী পারভেজ এলাহীকে আস্থা ভোটে অংশগ্রহণ করান। এই আস্থা ভোটের পরেই শনিবার সন্ধ্যায় বিধানসভা ভেঙে দেওয়া হয়।

    আরও পড়ুন: করোনায় মৃত্যু মিছিল! চিনে ৩৫ দিনে কোভিডে মৃতের সংখ্যা প্রায় ৬০ হাজার

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Kerala Madrasa: এবার গীতা পড়ানো হবে কেরলের ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠানে

    Kerala Madrasa: এবার গীতা পড়ানো হবে কেরলের ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠানে

    মাধ্যম নিউজ ডেস্ক: একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে সংস্কৃত ব্যাকরণের পাশাপাশি হিন্দু ধর্মশাস্ত্র গীতাও পড়ানো হবে এবার কেরালার ত্রিশূর জেলার একটি ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠানে (Kerala Madrasa)। ইতিমধ্যে তৈরি করা হয়েছে সিলেবাস। নতুন সিলেবাসের পঠন পাঠন শুরু হবে চলতি বছরের জুন মাস থেকে। নতুন অ্যাকাডেমিক বছর থেকেই এই ইসলামিক প্রতিষ্ঠানের (Kerala Madrasa) ছাত্ররা পড়বে গীতা এবং সংস্কৃত। 

    প্রতিষ্ঠানের কর্ণধার কী বললেন 

    প্রতিষ্ঠানের কর্ণধার হলেন মালিক দিনার। মালিক দিনার কয়েকদিন আগেই বিভিন্ন সংবাদ মাধ্যমের খবরে এসেছিলেন সংস্কৃত ভাষা শিক্ষক হিসেবে। প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, প্রাচীন এই ভারতীয় ভাষা সম্পর্কে ছাত্রদের জ্ঞান বৃদ্ধি করার জন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
    এই ইসলামিক প্রতিষ্ঠান (Kerala Madrasa) ইতিমধ্যে ছাত্রদেরকে গীতার কিছু অংশ, উপনিষদ মহাভারত এবং রামায়ণের পড়িয়েছে গত সাত বছর ধরে। প্রতিষ্ঠানের অন্যতম কো-অর্ডিনেটর হাফিজ আবু বকর বলেন যে সংস্কৃত ভাষা এর আগেও পড়ানো হয়েছে কিন্তু এবছর থেকে সেটি পরিকল্পনামাফিক পড়ানো হবে। জানা যাচ্ছে সংস্কৃত ভাষায় যে সিলেবাস তৈরি করা হয়েছে সেটি একটি ৮ বছরের কোর্স। যেটি উচ্চমাধ্যমিকের পর থেকে শুরু করে স্নাতকোত্তর পর্যন্ত চলবে। তিনি আরও বলেন আমাদের প্রতিষ্ঠানের ছাত্ররা এবার নিজেদের পছন্দমতো সংস্কৃত ভাষায় স্নাতক এবং স্নাতকোত্তর কোর্স করতে পারবে। প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে যে সিলেবাসটি তৈরি করা হয়েছে সি এম নীলকানন্দন নামের একজন অবসরপ্রাপ্ত অধ্যাপকের সহায়তায় যিনি সংস্কৃত ভাষারই অধ্যাপক ছিলেন শ্রী শংকরাচার্য বিশ্ববিদ্যালয়ে।

    আবু বকর আরও বলেন যে এই ভাবনা শুধুমাত্র সংস্কৃত ভাষায় পাঠদানের জন্য নয়, এর সাহায্যে প্রাচীন ভারতীয় সভ্যতা এবং ধর্ম সম্পর্কেও ছাত্ররা জানতে পারবে। তাদের ধারণা মজবুত হবে।
    এই কোর্সে প্রাথমিক ব্যাকরণ, সংস্কৃত শব্দ সম্পর্কে ধারণা, লিঙ্গ পরিবর্তন, বাক্য গঠন ইত্যাদি শেখানো হবে। এরপর প্রথম দু বছরে স্নাতক স্তরে শেখানো হবে বিভিন্ন মহাকাব্য, প্রাথমিক ব্যাকরণ, সংস্কৃত নাটক, কম্পিউটার, সংস্কৃত স্তোত্র ইত্যাদি। স্নাতক স্তরে শেষ বছরে পড়ানো হবে গীতা, সংস্কৃত অনুবাদ ইত্যাদি।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • RRR: ‘আরআরআর’ সিনেমা কোন আন্তর্জাতিক পুরস্কার জিতল জানেন ?

    RRR: ‘আরআরআর’ সিনেমা কোন আন্তর্জাতিক পুরস্কার জিতল জানেন ?

    মাধ্যম নিউজ ডেস্ক: রাজামৌলির সিনেমা আলোড়ন ফেলবে না এমনটা হয় নাকি! বাহুবলির পরিচালকের তৈরি সিনেমা RRR- এর সংগ্রহে এলো এবার আন্তর্জাতিক পুরস্কার।

    কোন আন্তর্জাতিক পুরস্কার জিতল RRR
      

    ফরেন ল্যাঙ্গুয়েজ বিভাগে  (Best Foreign Language Film) ক্রিটিক চয়েজ অ্যাওয়ার্ড পুরস্কার পেল। অর্থাৎ ভারতীয় ছবি হিসেবে এটি আন্তর্জাতিক পুরস্কার জিতলো। সোশ্যাল মিডিয়াতে এই পুরস্কার নেওয়ার ভিডিও ইতিমধ্যে ভাইরাল হয়েছে। পুরস্কার নেওয়ার মুহূর্তের ছবিতে দেখা যাচ্ছে রাজামৌলি আর ছবির নায়ককে। তাঁরা নিজে হাতে এই আন্তর্জাতিক পুরস্কার নিচ্ছেন।  ক্রিটিক চয়েজ অ্যাওয়ার্ড আনুষ্ঠানিকভাবে ট্যুইট করেছে এটি।

    এই ছবির গান নাটুনাটু ইতিমধ্যেই জিতে নিয়েছে গোল্ডেন গ্লোব পুরস্কার। প্রথম কোনও ভারতীয় ছবির গান গোল্ডেন গ্লোব পুরস্কার জিতল। এই বিভাগে বেস্ট অরিজিনাল সঙ্গ (Best Original Song) এর পুরস্কারও জিতেছে এই গান। প্রসঙ্গত মুক্তির এক বছরের মধ্যে ৩০টিরও বেশি আন্তর্জাতিক পেয়েছে এই ছবি। মোট ৩৩টি আন্তর্জাতিক পুরস্কার পেয়েছে রামচরণ এবং জুনিয়র এনটিআর অভিনীত এই দক্ষিণী সিনেমা। এদিনের আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্তির মুহুর্তকে নিজেদের ট্যুইটার আকাউন্ট থেকে পোস্ট করেছে টিম RRR.

    <

    এই ছবিতে মুখ্যভূমিকা রাজুর চরিত্রে অভিনয় করতে দেখা গেছে রামচরণকে এবং ভীমের চরিত্রে অভিনয় করছেন করেছেন জুনিয়ার এনটিআর, ব্যাপক জনপ্রিয় এই ছবিতে আলিয়া ভাট,অজয় দেবগন, শ্রেয়া সরনের উপস্থিতিও রয়েছে। দুই বিদেশি অভিনেতা স্টিভেনশন এবং অ্যালিসনকেও দেখা গেছে এই ছবিতে।

    আরও পড়ুন: কলেজিয়ামে সরকারি প্রতিনিধি রাখতে চায় কেন্দ্র, প্রধান বিচারপতিকে চিঠি রিজিজুর

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Taliban: মহিলাদের পঠন পাঠন ও চাকরিতে তালিবানি নিষেধাজ্ঞা জারি হল আফগানিস্তানে

    Taliban: মহিলাদের পঠন পাঠন ও চাকরিতে তালিবানি নিষেধাজ্ঞা জারি হল আফগানিস্তানে

    মাধ্যম নিউজ ডেস্ক: নারী শিক্ষা খুব বেশি কাজের নয় এমনটাই মনে করে তালিবান। তালিবান (Taliban) শাসনে আফগানিস্তানে, সে দেশে নারী শিক্ষা এবং নারী অধিকারের বিষয়ে নানা রকম নিষেধাজ্ঞা জারি করার অভিযোগ উঠেছে ইতিমধ্যে। একসময় নারী শিক্ষার প্রশ্নেই মালালা ইউসুফাকে গুলিবিদ্ধ হতে হয়েছিল তালিবানদের (Taliban) হাতে। বর্তমানে সে দেশে তালিবানের (Taliban) তরফে মহিলাদের বিশ্ববিদ্যালয়ে পঠন পাঠন এবং চাকরির উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

    কী বললেন তালিবান (Taliban) মুখপাত্র

    তালিবানদের (Taliban) মুখপাত্র যায়বুল্লাহ মুজাহিদন, এক বিবৃতিতে বলেন যে ইসলামিক আইন লঙ্ঘন হবে এমন কোন কাজের অনুমতি তালিবানরা (Taliban) দেবেনা তাই এই সিদ্ধান্ত। আফগানিস্তানে এই মুহূর্তে সবটাই ইসলামী শরিয়া অনুযায়ী হবে। শরিয়ত আইন অনুযায়ী সমস্ত কিছু নিয়ন্ত্রিত হবে দেশে এবং সেখানে যা যা অধিকারের কথা বলা হয়েছে নারীদের সম্পর্কে শুধু সেটুকুই দেওয়া হবে।

    ইতিমধ্যে সে দেশে যে কোন এনজিওতে মহিলাদের কাজ করা যাবেনা বলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এই ঘটনায় মহিলাদের মধ্যে ব্যাপক ক্ষোভ দেখা দিয়েছে এবং বিশ্বব্যাপী নিন্দাও করা হয়েছে এই ঘটনার।

    তালিবানি (Taliban) সিদ্ধান্তে নিন্দার ঝড় বিশ্বজুড়ে

    বিশ্বের বিভিন্ন দেশ এবং আন্তর্জাতিক সংগঠন যেমন মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, জার্মানি, রাষ্ট্রসংঘ সহ আরও বিভিন্ন আন্তর্জাতিক সংগঠন এই সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র নিন্দা জানিয়েছে। তালিবান (Taliban) সরকারকে এই সিদ্ধান্ত প্রত্যাহার করার আহ্বানও জানানো হয়েছে।

     দুদিন আগে ১৩ জানুয়ারি বিশ্বের ১১টি দেশ আফগানিস্তানের প্রশাসনকে নারীদের উপর এমন বিধিনিষেধকে অপসারনের জন্য আহ্বান জানিয়েছিল। প্রতিটি দেশের তরফে বলা হয়েছিল যে নারীদের শিক্ষার অধিকার ফিরিয়ে দেওয়া হোক।

    অন্যদিকে পৃথিবীর বৃহত্তম মুসলিম সংগঠন অর্গানাইজেশন অফ ইসলামিক কো-অপারেশন বলছে যে তালিবান (Taliban) যে শরিয়তের কথা বলে নারীদের উপর বিধিনিষেধ আরোপ করছে সেটি সর্বৈব মিথ্যা এবং ইসলাম এই ধরনের সিদ্ধান্তের বিরুদ্ধে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • WhatsApp New Features: নতুন ক্যামেরা ফিচার আসছে হোয়াটসঅ্যাপে, ব্লক করার পদ্ধতিও সহজ হচ্ছে

    WhatsApp New Features: নতুন ক্যামেরা ফিচার আসছে হোয়াটসঅ্যাপে, ব্লক করার পদ্ধতিও সহজ হচ্ছে

    মাধ্যম নিউজ ডেস্ক: অপছন্দের কোন নম্বর হোয়াটসঅ্যাপে ব্লক করার পদ্ধতি আরও সহজ হচ্ছে। তার সঙ্গে ক্যামেরাতেও আসছে ফিচার। ইউজারদের সুবিধার জন্য নিত্যনতুন ফিচার (WhatsApp New Features) এনেই চলেছে হোয়াটসঅ্যাপ। শোনা যাচ্ছে মার্ক জুকারবার্গের অধিকৃত সংস্থার ডেভেলপমেন্ট টিম এবার হোয়াটসঅ্যাপের ক্যামেরা নিয়ে কাজ করছে। বিশ্বের জনপ্রিয় এই মেসেজ প্লাটফর্মে এমন ফিচার আসতে চলেছে যার সাহায্যে খুব সহজেই ভিডিও রেকর্ড করা যাবে, সুইচিং এর দ্বারা যেকোনও মুহূর্তে বদলানো যাবে ক্যামেরা মোড থেকে ভিডিও মোড। আগামী দিনে এই আপডেটেড ফিচার পাওয়া যাবে এবং তার নাম হবে ক্যামেরা মোড হোয়াটসঅ্যাপ ট্র্যাকার WABetaInfo এর তরফ থেকে একটি বিবৃতিতে এমনটাই জানানো হয়েছে। শোনা যাচ্ছে নতুন ফিচার (WhatsApp New Features)  চালু হলে হোয়াটসঅ্যাপের ক্যামেরায় আরও অনেক নতুন মৌলিক ফিচারও চালু হতে পারে। অভিজ্ঞ মহলের ধারণা বর্তমানে হোয়াটসঅ্যাপের ক্যামেরা খুললে সেটি ট্যাপ করে রাখলে তারপর ভিডিও রেকর্ডিং করা যায় যেটা সহজ পদ্ধতি নয় এবং বিশেষ করে বড় ভিডিও রেকর্ডিং এর ক্ষেত্রে হোয়াটসঅ্যাপে ভিডিও করতে খুব সমস্যা দেখা যায় তবে নতুন ফিচার চালু হলে ক্যামেরা এবং ভিডিওর মধ্যে সহজে সুইচ করা যাবে।

    ব্লক করার ক্ষেত্রে কেমন ফিচার আসছে 

    শোনা যাচ্ছে নতুন ফিচার আনতে চলেছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ যেখানে কোন ইউজার কে মানে আপনার অপছন্দের কোন ব্যক্তিকে হোয়াটসঅ্যাপে সহজেই ব্লক করতে পারবেন এর জন্য ডান দিকে উপরের কোনে নোটিফিকেশনের পাশে থাকবে এই ব্লক শর্টকাট ফিচার। যেখানে একটি সুইচ অপশন ক্লিক করলেই হয়ে যাবে ব্লক।

    এতদিন অবধি হোয়াটসঅ্যাপের বিভিন্ন চ্যাটের রিপোর্ট করা যেত এবার হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দেখে যদি মনে হয় যে সেটি হোয়াটসঅ্যাপের গাইড লাইন মানছে না, তাহলে সেক্ষেত্রে সেখানে রিপোর্ট করা যাবে। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Army Day: আজ জাতীয় সেনা দিবস, শুভেচ্ছা জানিয়ে ট্যুইট প্রধানমন্ত্রীর

    Army Day: আজ জাতীয় সেনা দিবস, শুভেচ্ছা জানিয়ে ট্যুইট প্রধানমন্ত্রীর

    মাধ্যম নিউজ ডেস্ক: আজ জাতীয় সেনা দিবস (Army Day)। এই প্রথমবারের জন্য সেনা দিবসের প্যারেড রাজধানী দিল্লির বদলে আয়োজিত হতে চলেছে দক্ষিণ ভারতের বেঙ্গালুরুতে। বেঙ্গালুরুর প্যারেড গ্রাউন্ডে তা সম্পন্ন হবে।

    কী কী অনুষ্ঠান হবে দেশ জুড়ে

    আর্মি চিফ জেনারেল মনোজ পান্ডে, এদিনের প্যারেডে উপস্থিত থাকবেন বলে জানা গেছে। প্যারেডের পাশাপাশি আরও নানা রকমের অনুষ্ঠানও দেখা যাবে। মোটরসাইকেল প্রদর্শনীও থাকবে। আকাশ পথে স্কাই ড্রাইভিং করবেন সেনা জওয়ানরা। প্রসঙ্গত প্রতি বছর ১৫ জানুয়ারি ভারতের সেনা দিবস (Army Day) পালিত হয়। এর আগে অবধি জাতীয় সেনা দিবসের (Army Day) প্যারেড দিল্লি ক্যান্টনমেন্টের ক্যারিয়াপ্পা প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হতো। তবে এ বছরের সেনাবাহিনীর সেনা দিবসের (Army Day) যাবতীয় অনুষ্ঠান দক্ষিণ ভারতের বেঙ্গালুরুতেই হবে। ১৯৪৯ সালে কে এম ক্যারিয়াপ্পা সেনা বাহিনীর জেনারেলের দায়িত্ব গ্রহণ করেন  ফ্রান্সিস রবার্ট রায় বুচারের হাত থেকে। অর্থাৎ ব্রিটিশ কমান্ডারের হাত থেকে দায়িত্ব যায় প্রথম কোনও ভারতীয় কমান্ডারের কাছে। তখন থেকেই সেনা দিবস পালিত হওয়ার রীতি রয়েছে। ভারতবর্ষের বিভিন্ন ফিল্ড কমান্ডে এই সেনা দিবস আজকে উদযাপিত হবে বলে সেনা সূত্রে জানা গেছে। এই বছরের সেনা দিবসের যাবতীয় দায়িত্বভার অর্পণ করা হয়েছে দক্ষিণ ভারতের কমান্ডের উপর, যার সদর দপ্তর হল পুণে। 

    সেনা দিবসে (Army Day) শুভেচ্ছা জানিয়ে ট্যুইট প্রধানমন্ত্রীর

    সেনা দিবসে শুভেচ্ছা জানিয়ে ট্যুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।  তিনি লিখছেন, “আজ সেনা দিবসে (Army Day) আমি আমার শুভেচ্ছা জানাই সমস্ত সেনা ব্যক্তিত্বদের এবং তাঁদের পরিবারকে। প্রত্যেক ভারতবাসী গর্ব করে আমাদের সেনার জন্য এবং কৃতজ্ঞ থাকে তাঁদের প্রতি। আমাদের সেনা সর্বদাই আমাদের দেশকে নিরাপদে রাখে”।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Ayodhya: রেল পরিষেবায় জুড়ছে অযোধ্যা এবং নেপালের জনকপুর

    Ayodhya: রেল পরিষেবায় জুড়ছে অযোধ্যা এবং নেপালের জনকপুর

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারতীয় রেলের পরিষেবায় এবার সংযোগ হতে চলেছে দুটি ঐতিহাসিক তীর্থস্থান। একটি ভারতের অপরটি নেপালের। রামজন্মভূমি অযোধ্যার সঙ্গে এবার সংযুক্ত হতে চলেছে নেপালের জনকপুর।  এই বিশেষ ট্রেন ভারত গৌরব ডিলাক্স এসি টুর নামে পরিচিত হবে।

    কবে থেকে শুরু হবে এই ট্রেনযাত্রা

    জানা যাচ্ছে পর্যটকদের জন্য এই ট্রেনযাত্রা শুরু হতে চলেছে আগামী ১৭ ফেব্রুয়ারি ২০২৩ থেকে।  যার সরকারি উদ্যোগ নেওয়া শুরু হয়ে গিয়েছে। ওয়াকিবহাল মহলের মতে এতে দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক দৃঢ় হবে এবং সাংস্কৃতিক আদান-প্রদানও হবে।

    ট্রেনটি কেমন হবে

    জানা যাচ্ছে যে ট্রেনটির ভিতরে থাকবে দুটি উন্নতমানের রেস্টুরেন্ট। ট্রেনের ভিতরে আধুনিক কিচেনও থাকবে। এবং প্রতিটি ওয়াশরুমে সেন্সর থাকবে। সম্পূর্ণ ট্রেনটিতে থাকবে এসি পরিষেবা। ট্রেনের দুটি স্তর থাকবে, ফার্স্ট ক্লাস এসি এবং সেকেন্ড ক্লাস এসি। গোটা ট্রেনের নজরদারি সিসিটিভির মাধ্যমে চালানো হবে।
    কোথায় কোথায় যাবে এই ট্রেন

    সাত দিন ধরে চলবে এই ট্রেন যাত্রা। শুরু হবে দিল্লি থেকে। যার প্রথম স্টপেজ হবে অযোধ্যা। যেখানে তীর্থযাত্রী এবং পর্যটকরা রাম জন্মভূমির মন্দির এবং হনুমান মন্দির দর্শন করতে পারবে। অযোধ্যার পরে এই ট্রেন থামবে একেবারে সিতামারহি রেলওয়ে স্টেশনে যেটি  বিহারে অবস্থিত, এখান পর্যটকরা জনকপুর অবধি বাসে যেতে পারবেন। সীতামারহি রেলওয়ে স্টেশন থেকে জনকপুরের দূরত্ব ৭০ কিলোমিটার এবং সেখানে গিয়ে যাত্রীরা জানকী মন্দির, সীতারাম বিবাহ মণ্ডপ  এ সমস্ত কিছুই দেখতে পারবেন এমনটাই জানা গেছে ভারতীয় রেলসূত্রে। জনকপুরের দর্শনীয় স্থানগুলি দেখার পরে পরের দিন পর্যটকরা সিতামারহিতে  পুনরায় ফিরে আসবেন এবং সেখান থেকে ট্রেন বারাণসীতে থামবে। সেখানে বিশ্বনাথ মন্দির দেখা যাবে। এরপরে প্রয়াগরাজ হয়ে সেই ট্রেন দিল্লির উদ্দেশ্যে রওনা দেবে। মোট আড়াই হাজার কিলোমিটার এই যাত্রা হবে বলে জানিয়েছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

     

  • Makar Sankranti: জানেন সনাতন ধর্মে মকর সংক্রান্তি এত গুরুত্বপূর্ণ কেন?

    Makar Sankranti: জানেন সনাতন ধর্মে মকর সংক্রান্তি এত গুরুত্বপূর্ণ কেন?

    শুভ্র চট্টোপাধ্যায়: আজ মকর সংক্রান্তি (Makar Sankranti)। হিন্দু ধর্মের বিভিন্ন শাস্ত্রে এই দিনটির গুরুত্ব সম্পর্কে লেখা রয়েছে। যেমন জ্যোতিষশাস্ত্রে মকর সংক্রান্তি (Makar Sankranti) হল এক বিশেষ দিন যে দিন সূর্য ধনু রাশি থেকে মকর রাশিতে প্রবেশ করে। সৌর ক্যালেন্ডার অনুসারে, প্রতি বছর ১৪ জানুয়ারী মকর সংক্রান্তি উৎসব পালিত হয়। হিন্দু ক্যালেন্ডার অনুসারে এই বছর সূর্য ১৪ জানুয়ারী রাত ৮.২১ টায় মকর রাশিতে প্রবেশ করবে। এদিন বাঙলার ঘরে ঘরে পিঠে পুলি খাওয়ার রীতি রয়েছে। গ্রাম বাংলায় পৌষবুড়িও করে শিশুরা।

    দেশের বিভিন্ন রাজ্যে মকর সংক্রান্তির (Makar Sankranti) দিন নানা উৎসব

    শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয়, মকর সংক্রান্তিকে (Makar Sankranti) কেন্দ্র করে সারা দেশ জুড়ে পালিত হয় নানা উৎসব। যেমন তামিলনাড়ুতে হয় পোঙ্গল, মূলত এই উৎসব হল দেবরাজ ইন্দ্রের পূজা। আবার পাঞ্জাব হরিয়ানাতে হয় লোহরি, আগুন জ্বালিয়ে তার চারপাশে এদিন মহিলারা গান গাইতে গাইতে ঘোরেন এবং আগুনে চিড়ে, মুড়ি ইত্যাদি আহুতি দেওয়া হয়। উত্তরপ্রদেশে এই উৎসব খিচড়ি উৎসব নামে পরিচিত। এদিন ভক্তরা গঙ্গাস্নান করেন। মাঘ মেলার শুরু হয় সেখানে। গুজরাটে এদিন ঘুড়ি ওড়ানোর রীতি দেখা যায়, বড়রা ছোটদের উপহার দেয়। গুজরাটে এই উৎসব উত্তরায়ণ নামে প্রসিদ্ধ। আসামে, মকর সংক্রান্তি (Makar Sankranti) উৎসব মাঘ বিহু এবং ভোগালী বিহু নামে পরিচিত।

    এদিন থেকেই বসন্তের আগমন হয় বলে বিশ্বাস

    মকর সংক্রান্তি (Makar Sankranti) থেকে আবহাওয়ার পরিবর্তন শুরু হয় এবং এদিনই বসন্তের আগমন ঘটে। এমনটাই জানা যায় বিভিন্ন হিন্দু শাস্ত্র অনুযায়ী। মকর সংক্রান্তির (Makar Sankranti) পরথেকেই দিনের দৈর্ঘ্য বড় হতে থাকে এবং রাত ছোট হতে থাকে। 

    মকর সংক্রান্তির (Makar Sankranti) অন্য গুরুত্ব

    মকর সংক্রান্তিতে (Makar Sankranti) সূর্য দক্ষিণায়ন থেকে উত্তরায়ণে যায়। হিন্দু ধর্ম শাস্ত্রে দক্ষিণায়ণ হল দেবতাদের রাত এবং উত্তরায়ণ হল দেবতাদের দিন। এই দিনে পূজা ও দান করার বিশেষ গুরুত্ব রয়েছে। ভক্তদের বিশ্বাস রয়েছে, এই দিনে দান করলে এর ফল বহুগুণ হয়।

    এদিনই দেহত্যাগ করেন পিতামহ ভীষ্ম

    পুরাণ মতে, কুরুক্ষেত্রের যুদ্ধকালে নিজের প্রাণত্যাগ করার জন্য মকর সংক্রান্তির (Makar Sankranti) তিথিকেই নির্বাচন করেছিলেন পিতামহ ভীষ্ম। 

    কপিল মুনির আশ্রম হয়ে গঙ্গা এদিন সাগরে মিশেছিল 

    পুরাণ মতে, এই তিথিতেই ভগীরথের পিছু চলতে চলতে কপিল মুনির আশ্রম হয়ে সাগরে মিশে যান গঙ্গা। তাই এই উপলক্ষে গঙ্গাসাগর মেলার আয়োজন করা হয়। কপিল মুনির আশ্রমে লক্ষ লক্ষ ভক্তদের ভিড় দেখা যায় এদিন। মকর সংক্রান্তির (Makar Sankranti) পূণ্য স্নান করেন ভক্তরা।

    অন্য পৌরাণিক মতে এদিন পুত্র শনির গৃহে প্রবেশ করেন সূর্য

    পৌরাণিক আখ্যান অনুযায়ী, শনিদেব কালো তিল দিয়ে সূর্য পুজো করেন। শনির পুজোয় প্রসন্ন সূর্য আশীর্বাদ করেন তাঁকে। আশীর্বাদে তিনি বলেন, শনির অপর ঘর মকরে যখন তিনি প্রবেশ করবেন সেদিন মর্ত্য লোক ধন-ধান্যে ভরে যাবে। সূর্যের মকরে প্রবেশ করার তিথিই মকর সংক্রান্তি (Makar Sankranti) নামে পরিচিত।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • Laser Show: ভাইরাল ভিডিও! লেজার শো-তে চলা গানের তালে নাচলেন বিরাট ও ঈশান

    Laser Show: ভাইরাল ভিডিও! লেজার শো-তে চলা গানের তালে নাচলেন বিরাট ও ঈশান

    মাধ্যম নিউজ ডেস্ক:  ইডেন গার্ডেন্সে চার উইকেটে শ্রীলঙ্কাকে (IND vs SL 2nd ODI) হারিয়ে তিন ম্যাচের সিরিজ জিতে নিয়েছে ভারতীয় ক্রিকেট দল। বল হাতে স্পিনারদের দাপট ও ব্যাট হাতে কেএল রাহুলের অপরাজিত ৬৪ রানের ইনিংস ভারতীয় দলকে জয় এনে দেয়। বিরাট-রোহিতরা দ্রুত ফিরে যাওয়ায় ক্ষণিকের নিস্তব্ধতা ধরা পড়ে ইডেনের গ্যালারিতে। কিন্তু ভারতের জয় ও ম্যাচ শেষে  ইডেনের চোখধাঁধানো লেজার শো দর্শকদের মন জিতে নেয়। বিনোদনের ষোল কলা পূর্ণ করে সিএবি।

    আরও পড়ুন: ভিড়ে ঠাসা ইডেন! দ্বিতীয় একদিনের ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজ জয় ভারতের

    ভাইরাল ভিডিও

    ভারতের জয় ও লেজার শোয়েই শেষ নয়, বিরাট কোহলির (Virat Kohli) নাচেরও সাক্ষী হয়ে থাকলেন ইডেনের দর্শকরা। দ্বিতীয় ইনিংস শুরু হওয়ার ঠিক আগে, ছয় মিনিটের লেজার শোর আয়োজন করা হয়েছিল সিএবির তরফে। যা শুরু হওয়ার কথা ছিল সন্ধ্যা পৌনে ছটায়। তবে শ্রীলঙ্কার ইনিংস নির্ধারিত সময়ের আগেই শেষ হয়ে যায়। ঘড়িতে তখন সাড়ে চারটে। দিনের আলো নিভে যাওয়ার আগেই অল আউট শ্রীলঙ্কা (Ind vs SL)। কিন্তু আঁধার না নামলে লেজার শো হবে কী করে? অগত্যা, লেজার শো পিছিয়ে দিতে হয় সিএবি-কে। ম্যাচ শেষ হওয়ার পরই শুরু হয় মায়াবী আলোর খেলা, আর সুর-তাল-ছন্দ।

    এই লেজার শো চলাকালীনই সাজঘরের সামনে বিরাট ও ঈশান কিষাণকে (Ishan Kishan) মুহূর্তের জন্য নাচতে দেখা যায়। আচমকাই বিরাট, ঈশানের নাচ দর্শকরা ক্যামেরাবন্দি করে রাখেন। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। এই প্রথম নয়, এর আগেও বিরাট কোহলিকে দেখা গিয়েছে ম্যাচের মাঝে নাচ করতে। এবার ইডেন গার্ডেন্সে তাঁকে দেখা গেল। তবে এটা ম্যাচ চলাকালীন হল না, ম্যাচের পর নাচলেন তিনি। লেজার শো-তে চলা গানের তালে নাচতে দেখা যায় বিরাট ও ঈশানকে। নাচতে নাচতে তাঁরা ড্রেসিংরুমের দিকে ঢুকে যান। কোনও এক সমর্থক গ্যালারি থেকে এই ভিডিয়োটি করেন। যা এখন ভাইরাল।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

LinkedIn
Share