Blog

  • Pak Based OTT: পাকিস্তানের ওটিটি প্ল্যাটফর্ম ব্লক করল কেন্দ্র, কেন জানেন?

    Pak Based OTT: পাকিস্তানের ওটিটি প্ল্যাটফর্ম ব্লক করল কেন্দ্র, কেন জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: তথ্য ও সম্প্রচার মন্ত্রক পাকিস্তানের ওটিটি প্ল্যাটফর্মের (Pak Based OTT) ওয়েবসাইট, দুটি মোবাইল অ্যাপ্লিকেশন, চারটি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট এবং একটি স্মার্ট টিভি অ্যাপ ব্লক করার জন্য নির্দেশ জারি করেছে। এমন ঘটনা এই প্রথম। অভিযোগ এই সমস্ত প্লাটফর্মগুলি (Pak Based OTT) থেকে ভারত বিরোধী বিভিন্ন ওয়েব সিরিজ সম্প্রচারিত করা হত যা দেশের জাতীয় নিরাপত্তা ও সংহতির জন্য ক্ষতিকর। পাকিস্তানের  Vidly TV 26/11-এর মুম্বই হামলার উপর “সেবক: দ্য কনফেশনস” নামের একটি ওয়েব সিরিজ আনে। এই ওয়েবসিরিজে উস্কানিমূলক এমন কিছু দেখানো হয় যা দেশের জাতীয় নিরাপত্তা, সার্বভৌমত্ব এবং অখণ্ডতার জন্য একেবারেই ক্ষতিকারক। 
    এই ওয়েব সিরিজের তিনটি পর্ব আজ অবধি সম্প্রচারিত হয়েছে।

    আরও পড়ুন: শুক্রবার শহরে আসছেন অমিত শাহ! কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর

    কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রক কী বলছে ?

    এদিন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক পাকিস্তানের সমস্ত ইউটিউব চ্যানেলগুলিকেও (Pak Based OTT) ব্লক করার নির্দেশ জারি করেছে।
    কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের সিনিয়র উপদেষ্টা কাঞ্চন গুপ্তা এদিন ট্যুইট করেন, ” পাকিস্তানের Vidly TV-এর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে, ফেক এবং উস্কানিমূলক তথ্য পরিবেশন করার জন্য। ২০০৮ সালে মুম্বই হামলার ওপর তৈরি হয়েছিল এই ওয়েবসিরিজ”।

    আরও পড়ুন: আজ শাহের দরবারে সুকান্ত! জানেন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কী কথা রাজ্য বিজেপি সভাপতির? 

    ভারতের বিভিন্ন গুরুত্বপূর্ণ জাতীয় ঘটনাকে বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে এই ওয়েব সিরিজগুলিতে। অপারেশন ব্লু স্টার এবং এর প্রভাব, অযোধ্যায় বাবরি মসজিদ ধ্বংস, মালেগাঁও বিস্ফোরণ, সমঝোতা ইত্যাদি বিষয় নিয়ে  ভারত-বিরোধী  চিত্র ফুটে উঠেছে এই ওয়েব সিরিজগুলিতে।

    আরও পড়ুন: ‘২০০০ টাকার নোট কালো টাকার সমান’, বাতিল করার পরামর্শ সুশীল মোদির 

    তথ্য ও সম্প্রচারক মন্ত্রক সূত্রে জানা গেছে, এই ওয়েব সিরিজগুলিতে ভারত সরকারের বিরুদ্ধে ঘৃণার প্রচার করা হয়েছে। শিখ সমাজকে বদলা নিতে বলা হয়েছে অপারেশন ব্লু স্টারের জন্য।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।   

     
  • Italy: বন্দুকবাজের হামলায় ইতালির প্রধানমন্ত্রীর বান্ধবী সহ নিহত ৪

    Italy: বন্দুকবাজের হামলায় ইতালির প্রধানমন্ত্রীর বান্ধবী সহ নিহত ৪

    মাধ্যম নিউজ ডেস্ক: বন্ধুদের সঙ্গে বারে বসে আড্ডা দিচ্ছিলেন। যে সে ব্যক্তিত্ব নন। ইতালির (Italy) প্রধানমন্ত্রীর কাছের বন্ধু। এমন সময় বন্দুকবাজদের হামলায় মৃত্যু হল তাঁর। বন্দুকবাজের হামলায় মৃত ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির বান্ধবীর নাম নিকোলেটা গোলিসানো। নিকোলেটা গোলিসানো ছাড়া আরও তিনজনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে ওই হামলায়।

    সূত্রমতে জানা গেছে, রোমের একটি বারে বসে কয়েক জন পরিচিতের সঙ্গে গল্পগুজব করছিলেন নিকোলেটা গোলিসানো। হঠাৎ সেখানে গুলি চলে। কাছের বান্ধবীকে হারিয়ে সোশাল মিডিয়াতে আবেগঘন পোস্ট করেছেন প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। তাঁর সঙ্গে বান্ধবী নিকোলেটার একটি পুরনো ছবি দিয়ে তিনি লিখেছেন, ‘‘আমার কাছে ও সবসময় এমনই হাসিখুশি আর সুন্দর থাকবে। এ ভাবে চলে যাওয়াটা ঠিক হল না।’

    আরও পড়ুন: হিজাব-বিরোধী আন্দোলনে সামিল হওয়ায় যুবককে ফাঁসি! ফের সরকার-বিরোধী বিক্ষোভ ইরানে

    কীভাবে ঘটল এমন ঘটনা 

    স্থানীয় সূত্রে জানা গেছে, রোমের একটি বারে বসে রবিবার আরও কয়েক জন পরিচিতের সঙ্গে যখন গল্পগুজব করছিলেন ইতালির (Italy)  প্রধানমন্ত্রীর বান্ধবী তখনই সেই আড্ডার ঠেকে হঠাৎ হাজির হন এক প্রৌঢ়। অভিযোগ, তিনি ঘরে ঢুকে পকেট থেকে বন্দুক বার করে গুলি চালান। গুলিবিদ্ধ হন উপস্থিত ৪ জন। তাঁদের মধ্যে মেলোনির বান্ধবী-সহ ৩ জনেরই মৃত্যু হয়েছে। ইতিমধ্যে অভিযুক্ত ৫৭ বছরের ওই প্রৌঢ়কে গ্রেফতার করেছে ইতালির (Italy) পুলিশ। অভিযুক্তকে ঘটনাস্থলেই ধরে ফেলেন স্থানীয়রা। তুলে দেওয়া হয় পুলিশের হাতে। পুলিশ জানিয়েছে, ঘাতক প্রৌঢ় ওই এলাকারই বাসিন্দা। তার বিরুদ্ধে একাধিক অপরাধের অভিযোগ রয়েছে।

    আরও পড়ুন: জি ২০ সম্মেলনে যোগ দিতে ভারতে আসছেন পুতিন! কী বললেন তাঁর মুখপাত্র?

    প্রত্যক্ষদর্শীদের বয়ান

    প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, ‘‘লোকটি ঘরে ঢুকেই চিৎকার শুরু করল,তারপর বলতে থাকল, ‘আমি তোমাদের সকলকে মেরে ফেলব।’ তার পরেই গুলি চালাল।’’

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     

  • Nasa Orion: ২৫ দিন চাঁদের চারিদিকে পরিভ্রমণ করে পৃথিবীতে ফিরল ওরিয়ন স্পেস ক্যাপসুল

    Nasa Orion: ২৫ দিন চাঁদের চারিদিকে পরিভ্রমণ করে পৃথিবীতে ফিরল ওরিয়ন স্পেস ক্যাপসুল

    মাধ্যম নিউজ ডেস্ক: টানা ২৫ দিন চাঁদের চারিদিকে পরিভ্রমণ করার পর পৃথিবীতে ফিরে এল ওরিয়ন স্পেস ক্যাপসুল (NASA orion)। ক্ষিপ্র গতিতে পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করার পরে এটি প্রশান্ত মহাসাগরে অবতরণ করে। ২০২৪ সালের শেষের দিকে নাসা চাঁদে পুনরায় মানুষ পাঠাতে চাইছে। তারই প্রস্তুতি পর্ব চলছে। মানে সবকিছু ঠিকঠাক থাকলে এই দশক শেষের আগেই নাসা চাঁদে আবারও মানুষ পাঠাতে পারবে, অন্তত নাসার বিজ্ঞানীদের এমনটাই ধারণা। তিনটি বড় বড় প্যারাশ্যুটের সাহায্যে ক্যাপসুলটি (NASA orion) এদিন অবতরণ করে। প্রায় ৫০ বছর পরে নাসা আবার এই ধরনের পরিকল্পনা নিয়েছে। ১৯৬৯ সালে নাসার প্রজেক্টের নাম ছিল অ্যাপোলো-১৭। এবার তাদের প্রজেক্টের নাম আর্টেমিস। 

    আরও পড়ুন: এক দশকের মধ্যে চাঁদে বাস করবে মানুষ! কী বললেন নাসার বিজ্ঞানীরা?

    নাসার বিবৃতি

    হিউস্টনে অবস্থিত নাসার এই মিশন অফিস। সেখানকার প্রধান নুজৌদ মেরেন্সি বলেন, “পরবর্তী মহাকাশ অভিযানে মানুষ থাকবে, এটা ভাবতে খুব ভালো লাগছে। আমরা উদগ্রীব। আমরা হয়তো আবার দেখব মানুষকে চাঁদে অবতরণ করতে, এটি এমন একটি মিশন যার স্বপ্ন আমরা সবাই দেখছি।” ২৫ দিনের অভিযানের পর ওরিয়নকে (NASA orion) অক্ষত অবস্থায় ফিরিয়ে আনাই ছিল নাসার প্রধান উদ্দেশ্য। ৪০ হাজার কিলোমিটার বেগে ওরিয়ন (NASA orion) পৃথিবীতে প্রবেশ করে। অত্যন্ত আধুনিক তাপ নিরোধক ব্যবস্থা ছিল ওরিয়নে (NASA orion), যা এর আগে কোনও মহাকাশযানে ব্যবহার করা হয়নি।

    আরও পড়ুন: একযোগে বিশ্বের ৮টি দেশ মিলে তৈরি করছে সবচেয়ে শক্তিশালী টেলিস্কোপ, জানুন বিস্তারিত

    এটি দুবার চাঁদের ১৩০ কিলোমিটারের মধ্যে প্রবেশ করতে পেরেছে। পৃথিবী থেকে এটি ৪,৩০,০০০ কিলোমিটার অতিক্রম করতে পেরেছে। চাঁদের অত্যন্ত কাছ থেকে ওরিয়নের (NASA orion) তোলা ছবি দেখে মহাকাশ বিজ্ঞানীরা আশ্চর্য হয়েছেন। যার মধ্যে একটি ছবি ছিল ‘পৃথিবীর উদয়’। পৃথিবী থেকে আমরা যেমন সূর্যোদয় ও চন্দ্রোদয় দেখতে অভ্যস্ত, ঠিক তেমনভাবেই, চাঁদ থেকে পৃথিবীর উদয় কেমন লাগে, তার ছবি পাঠায় ওরিয়ন। সেই ছবি দেখে বিজ্ঞানীরা অভিভূত হয়ে গেছেন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     

     

     

  • Suvendu Adhikari: “১৩ জানুয়ারির মধ্যে ধেড়ে ইঁদুর ধরা পড়বেই”, হাজরার সভা থেকে ‘হুঙ্কার’ শুভেন্দুর

    Suvendu Adhikari: “১৩ জানুয়ারির মধ্যে ধেড়ে ইঁদুর ধরা পড়বেই”, হাজরার সভা থেকে ‘হুঙ্কার’ শুভেন্দুর

    মাধ্যম নিউজ ডেস্ক: আজ, সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গড় হাজরা মোড়ে সভা ছিল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)। দক্ষিণ কলকাতায় বিজেপির (BJP Rally in Hazra) এই সভা ঘিরে দলীয় কর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ ছিল তুঙ্গে। শুভেন্দুও তাঁর সমর্থকদের নিরাশ করেননি। মঞ্চে দাঁড়িয়ে শাসকদলকে তীব্র আক্রমণ করলেন তিনি। একের পর এক দুর্নীতি, কেলেঙ্কারির প্রসঙ্গ টেনে সুর চড়ালেন শাসকদলের বিরুদ্ধে। অন্যদিকে নাম না করেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও এদিন কটাক্ষ করতে ছাড়েননি শুভেন্দু। অভিষেককে ‘বাবুসোনা’ বলে সম্বোধন করে কটাক্ষ করেন তিনি। আবার পুলিশের ভূমিকা নিয়েও হুঁশিয়ারি দিয়েছেন বিজেপি নেতা।

    হাজরার মঞ্চ থেকে হুঙ্কার শুভেন্দুর

    কয়েকদিন আগেই শুভেন্দুর (Suvendu Adhikari) গড় কাঁথিতে সভা করতে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেদিনই পালটা ডায়মন্ডহারবারে সভা করেন শুভেন্দু অধিকারী। আর এজন্যে কড়া ভাষায় বিরোধী দলনেতাকে আক্রমণ শানান অভিষেক। সেই বিষয়টিকে তুলে এনে এদিন শুভেন্দু বলেন, “বাবুসোনা আপনি আজ কোথায় আছেন? আমি আজ হাজরায়, আপনি কোথায় পালিয়েছেন? কাঁথিতে তো আমার বাড়ির কাছে পকেটে হাত দিয়ে অনেক কথা বলেছিলেন। বিজেপির সভার পর কাল এখানে তৃণমূল সভা করবে, ইয়ে ডর আচ্ছা লাগা।”

    আরও পড়ুন: কেন্দ্রীয় বাহিনী দিয়ে পঞ্চায়েত নির্বাচনের দাবিতে হাইকোর্টের দ্বারস্থ শুভেন্দু

    আবার রাজ্যে উঠতে থাকা একের পর দুর্নীতির অভিযোগের প্রসঙ্গ টেনে শুভেন্দু (Suvendu Adhikari) বলেন, “এই রাজ্যে চিটফান্ড কেলেঙ্কারির পর সবথেকে বড় কেলেঙ্কারি হল কয়লা কেলেঙ্কারি। ২৪০০ কোটি টাকার কেলেঙ্কারি। তার ১০০০ কোটি টাকা বাবুসোনা খেয়ে নিয়েছেন।” বিরোধী দলনেতা এদিন হাজরার সভার শুরু থেকেই বেশ আক্রমণাত্মক ছিলেন। এদিন রাজ্য পুলিশকেও ছেড়ে কথা বলেননি তিনি। তিনি রাজ্য পুলিশকে কটাক্ষ করে শাসকদলের উদ্দেশে বলেন, “পুলিশ আছে বলে আপনারা আছেন। সংসদে নতুন বিল এলে আইপিএসদের নিয়ন্ত্রণ করবে কেন্দ্রের সরকার। ‘ওয়ান নেশন ওয়ান পুলিশ’ যখন হবে, তখন কোথায় যাবেন?”

    আবার বিরোধী দলনেতা (Suvendu Adhikari) কয়েকমাস ধরেই দাবি করেছিলেন যে, ১২, ১৪ ও ২১ ডিসেম্বর মাসের এই তিনটি দিন খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু আজ, ১২ ডিসেম্বরে এখনও তেমন কিছু না হলে প্রশ্ন উঠতে শুরু হলে শুভেন্দু তার ব্যাখ্যা দিয়ে বলেন, “আমি তিনটি তারিখ আপনাদের বলেছিলাম। ১২,১৪ ও ২১ তারিখ। কেন বলেছিলাম? এই তিনটি তারিখ মানে সরকার পরিবর্তন হবে, একথা বলিনি। ৭০ জন নিয়ে আমরা অন্যের বিধায়কদের ভাঙিয়ে সরকার তৈরি করতে, এটা আমাদের দল মানে না, আমরা চাইও না। ১২ ডিসেম্বরটা ১৩ জানুয়ারি হতে পারে। তবে সেটা ১৪ ফেব্রুয়ারি হবে না। আগামী ১৩ জানুয়ারির মধ্যে ধেড়ে ইঁদুর ধরা পড়বেই। শুধু সময়ের অপেক্ষা।”

  • Rohit Sharma: চোটের জন্য দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত রোহিত! বাংলাদেশের বিরুদ্ধে দলের নেতা লোকেশ

    Rohit Sharma: চোটের জন্য দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত রোহিত! বাংলাদেশের বিরুদ্ধে দলের নেতা লোকেশ

    মাধ্যম নিউজ ডেস্ক: বুড়ো আঙুলে চোটের কারণে তৃতীয় একদিনের ম্যাচ খেলতে পারেননি রোহিত শর্মা (Rohit Sharma)। এবার ছিটকে গেলেন প্রথম টেস্ট থেকে। বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টেও রোহিতের খেলা নিয়ে অনিশ্চয়তা থেকে গেলো। রোহিতের জায়গায় ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন লোকেশ রাহুল।

    দলে বাংলার ঈশ্বরণ

    বাংলাদেশের বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য আগেই ভারতীয় দল ঘোষণা হয়েছিল। রোহিত (Rohit Sharma) চোট পাওয়ায় নতুন করে দল সাজাতে হয়েছে নির্বাচকদের। ওয়ান ডে সিরিজের দ্বিতীয় ম্যাচ খেলেই দেশে ফিরে এসেছিলেন রোহিত। মুম্বইয়ে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেন রোহিত। তাঁর বাঁ হাতের বুড়ো আঙুলে চোট লেগেছিল। তাঁর আঙুলের চিকিৎসা চলছে। রোহিতের জায়গায় স্কোয়াডে এসেছেন বাংলার অভিমন্যু ঈশ্বরণ। ভারতীয় এ দলের হয়ে তিনি দারুণ পারফর্ম করেছেন। দুটি সেঞ্চুরিও রয়েছে। বাংলার হয়ে বিজয় হাজারে ট্রফিতে প্রচুর রান করেছিলেন অভিমন্যু। অনেক দিন ধরেই ভারতের সিনিয়র দলে তাঁকে সুযোগ দেওয়ার দাবি উঠছিল। রোহিতের চোট সেই সুযোগ এনে দিলো অভিমন্যুকে।

    আরও পড়ুন: নেইমার থেকে রোনাল্ডো বিদায়, অঘটনের বিশ্বকাপ!

    তবে বাংলাদেশ সফর ভালো যাচ্ছে না ভারতের। এক দিনের সিরিজে ১-২ ব্যবধানে হারতে হয়েছে দ্রাবিড়ের দলকে। প্রথম দুটো ম্যাচ জিতে সিরিজ পকেটে পুরে ফেলেছিল বেঙ্গল টাইগাররা। দ্বিতীয় ম্যাচে স্লিপে ফিল্ডিং করার সময় চোট পান রোহিত। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। অনেকেই ভেবেছিলেন তাঁর পক্ষে আর হয়তো ব্যাট করা সম্ভব নয়। তবে রোহিত স্ক্যান করিয়ে মাঠে ফিরে এসেছিলেন। দলের কঠিন সময়ে নেমেছিলেন ব্যাট করতে। ২১ বলে ৫১ রান করলেও দলকে জেতাতে পারেননি তিনি। ভারতীয় দলে চোট সমস্যা ক্রমশ গভীর হচ্ছে। এই সিরিজ থেকে আগেই ছিটকে গিয়েছিলেন মহম্মদ সামি, রবীন্দ্র জাদেজা। এখন দেখার যাবতীয় বাধা অতিক্রম করে ভারতীয় দল টেস্ট সিরিজে বাংলাদেশকে হারাতে পারে কি না?

    ভারতীয় টেস্ট দল: লোকেশ রাহুল (অধিনায়ক), শুভমান গিল, চেতেশ্বর পূজারা ( সহ অধিনায়ক), বিরাট কোহলি, শ্রেয়াস আয়ার, ঋষভ পন্থ, রবিচন্দ্রন অশ্বিন, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, শর্দুল ঠাকুর, মহম্মদ সিরাজ, উমেশ যাদব, অভিমন্যু ইশ্বরণ, নবদিপ সাইনি, সৌরভ কুমার ও জয়দেব উনাদকাট।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।   

  •  Qatar World Cup: নেইমার থেকে রোনাল্ডো বিদায়, অঘটনের বিশ্বকাপ!

     Qatar World Cup: নেইমার থেকে রোনাল্ডো বিদায়, অঘটনের বিশ্বকাপ!

    মাধ্যম নিউজ ডেস্ক: স্বপ্ন পূরণ হলো না ক্রিস্টিয়ানো রোনাল্ডোর। কোয়ার্টার ফাইনালেই শেষ হয়ে গেল বিশ্বকাপ জয়ের স্বপ্ন। বিশ্বকাপে নিজের ফুটবল জীবনের শেষ ম্যাচটি খেললেন এই কিংবদন্তি খেলোয়াড়। এদিন মরক্কোর বিপক্ষে এক গোলে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিতে হল পর্তুগালকে। দলের হারে কাঁদতে কাঁদতে মাঠ ছাড়েন কেরিয়ারের শেষ বিশ্বকাপ খেলতে নামা ৩৭ বছর বয়সী CR7. রোনাল্ডোর এমন আবেগঘন মুহুর্তের ছবি সোশাল মিডিয়াতে পোস্ট করতে দেখা গেছে তার ভক্তদের।

    কে জানতো মরক্কো এমন চমক দেখাবে বিশ্বকাপে! তবে চমক বলুন বা অঘটন! বিশ্বকাপে একের পর এক অঘটন ঘটেই চলেছে। এর আগে বিদায় হয়েছে নেইমারদের। এবার রোনাল্ডোদের! প্রথম ম্যাচে সৌদির কাছে মেসিদের পরাজয়, সেও ছিল এক অঘটন! শেষ ষোলোয় প্রতিবেশী স্পেনের পর পর্তুগালও মরক্কোর কাছে পরাস্ত হল। এই বিশ্বকাপ নিশ্চয় স্মরণীয় হয়ে থাকবে অঘটনের কাতার বিশ্বকাপ হিসেবে। ২০১৬ ইউরোতে পর্তুগালকে শিরোপা এনে দিয়েছিলেন রোনাল্ডো। কেরিয়ারের শেষটা তবে সুন্দর হল না।

    বিদায় নেইমারদেরও

    অন্যদিকে বিশ্বকাপের শেষ আটের রুদ্ধশ্বাস লড়াইয়ের অতিরিক্ত সময়ে দুর্দান্ত গোলে ব্রাজিলকে এগিয়ে দিয়েছিলেন নেইমার । কিন্তু কাজেই এল না নেইমারের চোখ ধাঁধানো গোল। কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার কাছে টাইব্রেকারে ৪-২ ব্যবধানে হেরে চলতি বিশ্বকাপ থেকে ইতিমধ্যেই বিদায় নিয়েছে ব্রাজিল। 
    দূর্দান্ত খেলা শুরু করেছিলেন নেইমার। পেদ্রোর সঙ্গে বল পাশ কাটানো চলছিল । সেখান পাকুয়েতার সঙ্গে বল দেয়ানেয়ার মাধ্যমে এগিয়ে যাচ্ছিলেন নেইমার। পাকুয়েতার থেকে পাস পেয়ে গোলকিপার লিভাকোভিচকে এক টোকায় কাটিয়ে বল জালে জড়ালেন নেইমার। কিন্তু না শেষ রক্ষা হয়নি ১১৭ মিনিটের মাথায় কামব্যাক করে ক্রোয়েশিয়া। পেরিসিচের পাসে বাঁ পায়ের শটে গোল করেন ব্রুনো পেটকোভিচ। ফলে ম্যাচ গড়াল টাইব্রেকারে। সেখানে শেষ পর্যন্ত ফের ডমিনিক লিভাকোভিচের সৌজন্যে শেষ চারে চলে গেল ক্রোয়েশিয়া।
     
    নেইমার, রোনাল্ডোদের বিদায়ের পর ফুটবলপ্রেমীরা মেতে আছে মেসিকে নিয়ে।  

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Facebook এবং Twitter পেজ। 

  • Wordle: জেনে নিন ২০২২ সালের প্রথম দশটি গুগল সার্চ

    Wordle: জেনে নিন ২০২২ সালের প্রথম দশটি গুগল সার্চ

    মাধ্যম নিউজ ডেস্ক: জনপ্রিয় অনলাইন গেম ‘Wordle’ বিশ্বব্যাপী গুগল সার্চে একনম্বরে উঠে এসেছে। গুগলের “Year in Search 2022” রিপোর্ট তাই বলছে। প্রথম দশটি সার্চের মধ্যে  India vs. England ক্রিকেট ম্যাচ, Ukraine, Queen Elizabeth-ও রয়েছে। 

    রিপোর্ট অনুযায়ী, এই বছরের ফেব্রুয়ারিতে ‘Wordle’ শব্দ সবথেকে বেশিবার সার্চ করা হয়েছিল। এটি একটি সহজ এবং শব্দ-অনুমান করার গেম। এই গেম যারা খেলতে চায়, তাদের প্রথমে একটি বক্সে প্রবেশ করতে হয়। এরপর একটি পাঁচ-অক্ষরের শব্দ অনুমান করতে হয়।  রঙ কোডিং এর মাধ্যমে দেখা যায়  কোন অক্ষরটি সঠিক  ভুল পেয়েছে। যদি তাদের অনুমানের অক্ষরটি ভুল হয় তবে সেই অক্ষরটি ধূসর হয়ে যায়। অনুমান সঠিক হলে এটি সবুজ হয়ে যাবে। মোট ছয়বার এই সুযোগ পাওয়া যায়। বিভিন্ন সূত্রমতে জানা যাচ্ছে,  ব্রুকলিনের জোশ ওয়ার্ডলি নামের এক জনৈক ব্য়ক্তি এই গেমটি ডিজাইন করেছিলেন। এখানে ওয়ার্ডলি নিজের পদবীকেই গেমের নাম হিসেবে ব্যবহার করেছেন। প্রথমদিকে নাকি ওয়ার্ডলি নিজের পার্টনারের সঙ্গেই এই গেমটি খেলতে অভ্যস্ত ছিলেন , পরে নিজের আত্মীয়দের সঙ্গে এই গেমটি খেলতেন এবং বিভিন্ন হোয়াটসআপ গ্রুপে এটি শেয়ার করতেন। যখন এটি জনপ্রিয় হয়ে যায়,তখন গেমটিকে তিনি বাজারে আনেন ২০২১ সালের অক্টোবর মাসে। 

    গুগলের রিপোর্ট অনুযায়ী, ভারতে সবথেকে বেশি সার্চ করা হয় ফুটবল এবং ক্রিকেট বিষয়ক ঘটনাগুলি। এছাড়াও সিনেমা ও বিভিন্ন স্পোর্টসও ভারতে অনেক বেশি সার্চ করা হয়। দেশ-বিদেশের বিভিন্ন খবর, সরকারি বিভিন্ন প্রকল্পও ঠাঁই পায় ভারতীয়দের পোস্টে। ক্রিকেটে ভারতীয়দের আগ্রহ বেশি রয়েছে। কারণ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ- এই সার্চ প্রথম দশে জায়গা করে নিয়েছে। তবে ফুটবলের প্রতিও ভারতীয়দের আগ্রহ ভালোই রয়েছে। ইন্ডিয়ান সুপার লিগ এবং ফিফা বিশ্বকাপও ব্যাপকভাবে সার্চ হয়েছে ভারত থেকে।

    এবার একনজরে দেখে নেব গুগলের প্রথম দশটি সার্চ- 

        Wordle
        India vs England
        Ukraine
        Queen Elizabeth
        Ind vs SA (a cricket match between India and South Africa)
        World Cup
        India vs West Indies
        iPhone 14
        Jeffrey Dahmer
        Indian Premier League

     

  • WhatsApp New Feature: নতুন ফিচার হোয়াটসআপে, ডিজিটালভাবে সাজানো যাবে নিজেকে!

    WhatsApp New Feature: নতুন ফিচার হোয়াটসআপে, ডিজিটালভাবে সাজানো যাবে নিজেকে!

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রতি সপ্তাহেই কিছু না কিছু ফিচার আসছে হোয়াটসআপে (WhatsApp New Feature)। বিভিন্ন নতুন ফিচার (WhatsApp New Feature) পেয়ে খুশি ইউজাররাও। নভেম্বরের শুরুতেই ভিডিও কলের মাধ্যমে যাঁরা গল্প, আড্ডা দিতে ভালোবাসেন তাঁদের জন্য সুখবর এনেছিল হোয়াটসআপ (WhatsApp New Feature), মোট ৩২ জনকে নিয়ে ভিডিও কলের সুবিধা সেসময় ঘোষণা করেছিল জুকেরবার্গের মালিকানাধীন এই সংস্থা । কয়েকদিন আগেও নতুন ইমোজি আনার ঘোষণা করেছে হোয়াটসআপ (WhatsApp New Feature)। আবার ভিডিও কল করতে করতে অন্য যেকোনও আপও এখন ব্যবহার করা যায় হোয়াটস আপের নতুন ফিচারের (WhatsApp New Feature) সৌজন্যে।

    কী এই নতুন ফিচার (WhatsApp New Feature)

    এবার হোয়াটস আপে (WhatsApp New Feature) আপনি নিজের পছন্দমত নিজেকে সাজাতে পারবেন। তৈরি করতে পারবেন নিজের স্টিকার। নিজের মুখমন্ডলে বসাতে পারবেন পছন্দমতো দাড়ি, মাথায় লাগাতে পারবেন চুল। একেই বলা হচ্ছে highly customizable avatar. এককথায় এই avatar হল আপনার ডিজিটাল ভার্সেন।
    হোয়াটসআপ (WhatsApp New Feature) আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, avatar এর মাধ্যমে এখন ইউজাররা নিজেকে নতুনভাবে প্রকাশ করতে পারবে। Lighting, shading, hairstyle textures এর মাধ্যমে multi-characater avatar-ও বানানো যাবে।  
    হোয়াটসআপে (WhatsApp New Feature) avatar সেট আপ করা হলেই , ৩৬ রকমের স্টিকার দেখাবে আপনার কাছে। যেগুলি আপনি বন্ধুদেরকে পাঠাতে পারবেন। এই avatar-এর স্টিকার আপনি নিজের হোয়াটসআপে (WhatsApp New Feature) প্রোফাইল পিকচারও করতে পারবেন। ভিডিও কলের সময়ও এই avatar-এর স্টিকার ব্যবহার করা যাবে বলেই হোয়াটসআপ (WhatsApp New Feature) সূত্রে জানা গেছে। তবে এই সুবিধা এখনই পাওয়া যাবেনা। হোয়াটসআপ (WhatsApp New Feature) সূত্রে আরও জানা গেছে, Avatar-এর রোলিং আউট চলছে, কিছুদিনের মধ্যেই ইউজাররা এটা ব্যবহার করতে পারবেন। হোয়াটসআপের (WhatsApp New Feature) সেটিং মেনুতে গিয়ে দেখতে পারবেন  Avatar আছে নাকি। যদি এই অপশন দেখায় তাহলেই আপনি এটা ব্যবহার করতে পারবেন। 

     

     

  • NASA: এক দশকের মধ্যে চাঁদে বাস করবে মানুষ! কী বললেন নাসার বিজ্ঞানীরা?

    NASA: এক দশকের মধ্যে চাঁদে বাস করবে মানুষ! কী বললেন নাসার বিজ্ঞানীরা?

    মাধ্যম নিউজ ডেস্ক: ৫০ বছরেরও বেশি সময় পর আবারও চাঁদে মানুষ পাঠানোর তোড়জোড় শুরু করল নাসা (NASA)। চলতি বছরে একের পর এক ব্যর্থ প্রচেষ্টার পর অবশেষে আর্টেমিস-১ (Artemis Rocket), ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে মহাকাশের পথে পাড়ি দিয়েছে।

    আরও পড়ুন: মাদ্রাজ আইআইটির নতুন আবিষ্কার সিন্ধুজা-১, সমুদ্রের ঢেউ থেকে বিদ্যুৎ উৎপাদন করবে
     

    কী এই আর্টেমিস-১ (Artemis Rocket)

    এদিন সফল উৎক্ষেপনের (Artemis Rocket) পরে নাসার (NASA) এক শীর্ষস্থানীয় অফিসার বলেন, “এই দশক শেষ হওয়ার আগেই মানুষ চাঁদে বাস করতে পারে”। 
    ১৯৬৯ সালে প্রথম মহাকাশচারী হিসেবে চাঁদে গিয়েছিলেন নীল আমস্ট্রং, এডুইন অলড্রিন এবং মাইকেল কলিন্স। তারপর আবারও মহাকাশ গবেষণায় একধাপ এগোল নাসা (NASA)। আর্টেমিস-১ (Artemis Rocket) বহন করছে ওরিয়ন নামের একটি স্পেসক্রাফট। এটি একটি মানব মডেল। মানবদেহে মহাকাশ যাত্রায় কী কী প্রভাব পড়ে, সেটি পরিমাপ করবে এই ওরিয়ন।

    আরও পড়ুন: একযোগে বিশ্বের ৮টি দেশ মিলে তৈরি করছে সবচেয়ে শক্তিশালী টেলিস্কোপ, জানুন বিস্তারিত 

    নাসার বিজ্ঞানীরা কী বলছেন

    ওরিয়ন প্রোগ্রাম ম্যানেজার হাওয়ার্ড হু বলেছেন,  এই উৎক্ষেপণ ছিল “মানুষের মহাকাশ গবেষণার জন্য একটি ঐতিহাসিক দিন, এটি প্রথম পদক্ষেপ যা সফল হয়েছে, শুধু মার্কিন যুক্তরাষ্ট্র নয়, সমগ্র বিশ্বের জন্য, আমরা মনে করি এটি নাসার (NASA) জন্যও একটি ঐতিহাসিক দিন, তবে এটি সেই সমস্ত লোকদের জন্যও একটি ঐতিহাসিক দিন যারা মহাকাশ গবেষণা পছন্দ করেন”৷ তাঁর আরও সংযোজন,
    “আমি বলতে চাইছি, আমরা চাঁদে ফিরে যাচ্ছি, এটি সেই যান যা মানুষকে বহন করবে যা আমাদের আবার চাঁদে নিয়ে যাবে, আমরা মানুষকে চন্দ্রপৃষ্ঠে পাঠাতে যাচ্ছি, তারা সেখানে বসবাস করবে এবং বিজ্ঞান চর্চা করবে ।”
    তিনি বলেন, চন্দ্র অভিযান মঙ্গল গ্রহে মানুষ পাঠানোর প্রথম ধাপ।”

    আরও পড়ুন: ব্রহ্মাণ্ডের আদি ছায়াপথগুলির তথ্য দেবে ভারতের ‘সারস’

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     

  • Measles Virus: হামকে আসন্ন বিপদ ঘোষণা করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা

    Measles Virus: হামকে আসন্ন বিপদ ঘোষণা করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা

    মাধ্যম নিউজ ডেস্ক: হাম রোগের (Measles Virus) মোকাবিলা  কমবেশি  সকলেই করেছি। শোনা যায়, হাম রোগের (Measles Virus) প্রথম বর্ণনা পারস্য পন্ডিতরা নবম শতাব্দীতে করেছিলেন। এবার এই রোগকেই আসন্ন বিপদ বলল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। 
    বিশ্বব্যাপী সংক্রামক রোগগুলির মধ্যে হাম (Measles Virus) অনেক প্রাচীন। ষোড়শ শতকে বিশ্বব্যাপী সংক্রামক রোগগুলি নিয়ে ব্যাপক গবেষণা শুরু হয়। তখন থেকেই হাম নিয়ে সতর্কতা ও সচেতনার কাজ চলছে। 

    WHO-এর পর্যবেক্ষণ

    ভাইরাল রোগ হিসাবে এর সংক্রমণ COVID-19 এর থেকে কোনো অংশে কম নয়। রোগের (Measles Virus) প্রাথমিক লক্ষণ হিসাবে শরীরে ফুসকুড়ি দেখা যায় এবং জ্বর হয়। হাম বেড়ে গেলে এনসেফালাইটিস (মস্তিষ্ক ফুলে যাওয়া), অন্ধত্ব এবং নিউমোনিয়া অবধি হতে পারে। প্রসঙ্গত, হামের (Measles Virus) ভ্যাকসিন ১৯৬০-এর দশকে অনুমোদিত হয়েছিল। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, হামের সংক্রমণ এখনও  অনেক বেশি এবং সম্পূর্ণভাবে নির্মূল করা সম্ভব হয়নি। প্রতিবছর প্রায় ৯০ লক্ষ নতুন সংক্রমণ এবং ১,২৮০০০ জন মারা যাওয়ার রিপোর্ট রয়েছে। হামের (Measles Virus) টিকাপ্রদান কর্মসূচী  প্রায় বেশিরভাগ দেশেই সম্পন্ন হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিপোর্ট অনুযায়ী, এই টিকা ৯৯শতাংশ সুরক্ষা প্রদান করে। রিপোর্ট অনুযায়ী, ২০০০ থেকে ২০২০সালের মধ্যে বিশ্বব্যাপী আনুমানিক তিনকোটি মানুষের মৃত্যু প্রতিরোধ করেছে এই টিকা।

    WHO এর মত অনুযায়ী, COVID-19 মহামারীর কারণে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে হামের টিকাকরণ কর্মসূচী। আনুমানিক প্রায় চার কোটি শিশু  ২০২১ সালে দুটি হামের (Measles Virus) টিকার মধ্যে অন্তত একটি ডোজ মিস করেছে।

    আর এভাবেই এই (Measles Virus) সংক্রামক রোগ আমাদের কাছে পুনরায় ফিরে এসেছে বলেই ধারণা WHO-এর। WHO ২০২২ সালের নভেম্বরে হামকে “imminent threat in every region of the world” বলে ঘোষণা করেছে।

    বিশ্ব স্বাস্থ্য সংস্থার পর্যবেক্ষণ,  পরিস্থিতি উদ্বেগজনক এবং হামের (Measles Virus) টিকা নেওয়ার গুরুত্ব সম্পর্কে সকলকে সচেতন হতে হবে। উন্নয়নশীল দেশগুলিতে যেখানে ভ্যাকসিন নেওয়ার সচেতনা কম সেখানে হাম (Measles Virus) আক্রান্ত প্রতি দশজনের মধ্যে একজন মারা যায়।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।    

     

LinkedIn
Share