Blog

  • Aryan Khan: এবার কি ছবি পরিচালকের ভূমিকায় আসছেন শাহরুখ পুত্র!

    Aryan Khan: এবার কি ছবি পরিচালকের ভূমিকায় আসছেন শাহরুখ পুত্র!

    মাধ্যম নিউজ ডেস্ক: বাবা বলিউড বাদশা! সিনেমা জগতে জনপ্রিয়তায় আকাশ ছুঁয়েছেন। এবার ছেলে আরিয়ান খানও (Aryan Khan), ওই একই জগতে পা বাড়াচ্ছেন কি! জল্পনা আরিয়ান খানের (Aryan Khan) একটি ইনস্টাগ্রাম পোস্টকে ঘিরে। রেড চিলিজ প্রোডাকশনের নাম লেখা একটি ছবি আর তাতেই তিনি লিখেছেন, “অ্যাকশন বলার জন্য অপেক্ষা করতে পারি না।” আর তাতেই কমেন্ট করেছেন চলচ্চিত্র জগতের সব ব্যক্তিত্বরা। শাহরুখ পুত্রের অভিষেক তবে কিসে হতে চলেছে? শোনা যাচ্ছে, অভিনেতা হিসাবে নয়, পরিচালক হিসাবে আত্মপ্রকাশ হতে চলেছে আরিয়ান খানের (Aryan Khan)। তাঁর ওই পোস্টে “সিরিজ আভি বাকি হ্যায় মেরে দোস্ত ”  লিখে কমেন্ট করেছেন, বিলাল সিদ্দিকী। যিনি রেড চিলিজ প্রোডাকশনের অন্যতম স্ক্রিপ্ট রাইটার এবং  Netflix একটি শো “বার্ড অফ ব্লাডের” লেখক। শাহরুখ পত্নী তথা আরিয়ানের মা গৌরি খানও কমেন্ট করেছেন। লিখেছেন, “আর অপেক্ষা করতে  পারছিনা”। 

    আরও পড়ুন: পাশে বসে ‘বলিউড বাদশা’, জানতেই যা কাণ্ড করে বসলেন এই হলিউড সুপারস্টার

    সূত্র অনুযায়ী জানা যাচ্ছে, এটি একটি ওয়েব সিরিজ। ইতিমধ্যে অনেক উঠতি অভিনেতা, এই সিরিজের জন্য অডিশন দিয়েছেন। সম্ভবত, বিল্লাল সিদ্দিকি এবং অভিনেতা প্রিত কামানি এই ওয়েব সিরিজে কাজ করবেন। চলতি বছরের শেষের দিকে এই ওয়েব সিরিজটি মুক্তি পেতে পারে। 

    আরও পড়ুন: ‘মেরা দিল ইয়ে পুকারে আজা’, ভাইরাল গানে নাচলেন মাধুরী দীক্ষিত

    করণ জোহরের প্রস্তাবও নেননি আরিয়ান (Aryan Khan)

    আরও শোনা যাচ্ছে, আরিয়ান খান (Aryan Khan) নাকি ইতিমধ্যে করণ জোহরের কাছ থেকে অভিনয়ের প্রস্তাব পেয়েছিলেন কিন্তু তারকা পুত্র (Aryan Khan) সে অফার নেননি। ছবিতে নাকি শাহরুখ পুত্রের ভূমিকাও স্থির করে ফেলেছিলেন পরিচালক করণ জোহর।  অভিনয় নয় বরং ছবির নির্দেশনাই আরিয়ানের পছন্দের কাজ। শাহরুখ খানও একথা বলেছেন বিভিন্ন জায়গায়।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Facebook এবং Twitter পেজ।  

     

     

  • Exam Calendar: এবার থেকে ফি-বছর নির্দিষ্ট দিনেই জেইই, নীট ও কুয়েট পরীক্ষা? ভাবনা কেন্দ্রের

    Exam Calendar: এবার থেকে ফি-বছর নির্দিষ্ট দিনেই জেইই, নীট ও কুয়েট পরীক্ষা? ভাবনা কেন্দ্রের

    মাধ্যম নিউজ ডেস্ক: জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন (JEE), ন্যাশনাল এলিজিবিলিটি এন্ট্রান্স টেস্ট (NEET) এবং কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্টের (CUET) জন্য নির্দিষ্ট পরীক্ষা ক্যালেন্ডার (Exam Calendar) তৈরির সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। শোনা যাচ্ছে, কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক এই সপ্তাহেই নতুন পরিকল্পনার (Exam Calendar)  কথা ঘোষণা করতে পারে।

    আরও পড়ুন: স্বল্পমেয়াদী কোর্সের এত চাহিদা কেন? এগুলো করার সুবিধা কী কী?

    ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA) এই সপ্তাহে JEE MAIN ২০২৩ পরীক্ষার তারিখ , রেজিস্ট্রেশনের তারিখ সহ JEE MAIN পরীক্ষার বিজ্ঞপ্তিও প্রকাশ করবে বলে আশা করা হচ্ছে।

    আরও পড়ুন: ২০২৩ সালের দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষাসূচি ঘোষণা আইএসসি ও আইসিএসই বোর্ডের

    NTA কী বলছে

    NTA জানিয়েছে,  JEE MAIN ২০২৩ পরীক্ষাগুলি  জানুয়ারির মাঝামাঝি এবং এপ্রিলে অনুষ্ঠিত হবে, CUET UG ২০২৩ সম্ভবত এপ্রিলের তৃতীয় সপ্তাহে এবং মে-এর প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হবে, যেখানে NEET UG ২০২৩ মে মাসে হবে বলেই আশা করা হচ্ছে।

    আরও পড়ুন: আর নিজস্ব প্রবেশিকা পরীক্ষা নয়, স্নাতকোত্তরের জন্য কুয়েটেই ভরসা দিল্লি বিশ্ববিদ্যালয়ের

    NTA আরও বলেছে যে এপ্রিলে প্রবেশিকা পরীক্ষা নেওয়ার ক্ষেত্রে পড়ুয়াদের  দাবি মানা সম্ভব নয়। কারণ এতে পরবর্তী শিক্ষাবর্ষ শুরু করতে দেরী হবে । JEE MAIN ২০২৩ প্রার্থীরা NTA-কে এপ্রিল বা মে মাসে পরীক্ষা নেওয়ার জন্য অনুরোধ করেছিল কারণ ড্রপাররা প্রস্তুতির জন্য পর্যাপ্ত সময় পায়না বলেই অভিযোগ ছিল ছাত্র-ছাত্রীদের।

    আরও পড়ুন: স্পোর্টস সাইকোলজি কোর্সের চাহিদা বাড়ছে ভারতজুড়ে, মিলবে মোটা অঙ্কের বেতন

    গত নভেম্বরে, NTA  দুটি বিশেষজ্ঞ কমিটি গঠন করেছিল। যার মধ্যে একটি JEE MAIN, NEET, CUET পরীক্ষাগুলির annual schedule তৈরির দায়িত্বে ছিল, অন্য কমিটির দায়িত্ব ছিল পরীক্ষা কেন্দ্রগুলির পরিকাঠামো দেখা। কমিটিগুলির সদস্য হিসাবে ছিলেন, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (IIT)এবং কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়গুলির ফ্যাকাল্টিরা যাঁদের পরীক্ষা পরিচালনার ক্ষেত্রে অভিজ্ঞতা রয়েছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

     

  • ISRO Recruitment: ইসরোর বিভিন্ন পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, জেনে নিন যোগ্যতা কী

    ISRO Recruitment: ইসরোর বিভিন্ন পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, জেনে নিন যোগ্যতা কী

    মাধ্যম নিউজ ডেস্ক: বিজ্ঞান ও প্রযুক্তিবিদ্যা নিয়ে যাঁরা পড়াশোনা করেছেন, মহাকাশ গবেষণার ক্ষেত্রে তাঁদের কাছে বিশেষ সুযোগ এনে দিল ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন (ইসরো)। বিজ্ঞানী ও গবেষক পদে নিয়োগের (ISRO Recruitment) জন্য আবেদনপত্র জমা নেওয়া শুরু করেছে ভারতের এই মহাকাশ গবেষণা সংস্থা। আগ্রহী প্রার্থীরা ইসরো-র (ISRO Recruitment) সরকারি ওয়েবসাইট-isro.gov.in-এ গিয়ে আবেদন করতে পারেন। 
    গেট পরীক্ষার নম্বরের ভিত্তিতে গ্রুপ ‘এ’ গেজেটেড এই পদগুলিতে দশম বেতনক্রম অনুযায়ী প্রার্থীদের নিয়োগ করা হবে। এই পদে চাকরিপ্রার্থীদের আবেদন জানানোর শেষ দিন ১৯ ডিসেম্বর। আবেদন ফি জমা দেওয়ার শেষ তারিখ ২১ ডিসেম্বর। প্রার্থীদের বয়স ডিসেম্বর ১৯, ২০২২ তারিখে ২৮ বছর হতে হবে। মোট ৬৮টি শূন্যপদে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে। ইলেকট্রনিক্স, মেকানিক্যাল ও কম্পিউটার সায়েন্স বিভাগের বিজ্ঞানী ও ইঞ্জিনিয়ার পদে প্রার্থীদের নিয়োগ করা হবে। নিযুক্ত প্রার্থীদের ইসরোর বিভিন্ন কেন্দ্রে পোস্টিং (ISRO Recruitment) দেওয়া হবে। আবেদন ফি মাত্র ২৫০ টাকা। এবার নিয়োগ সংক্রান্ত যাবতীয় খুঁটিনাটি বিষয়গুলি সম্পর্কে জানা যাক।

    আরও পড়ুন: ভারত ইলেক্টনিক্স লিমিটেডে ২৬০ শূন্যপদে নিয়োগ, বেতন ৫০,০০০ টাকা

    শূন্যপদের বিবরণ:

    মোট ৬৮টি শূন্যপদের মধ্যে ইলেকট্রনিক্স বিভাগে রয়েছে ২১টি,  মেকানিক্যাল বিভাগে রয়েছে ৩৩টি এবং কম্পিউটার সায়েন্স বিভাগে রয়েছে ১৪টি।

    শিক্ষাগত যোগ্যতা:

    ইলেকট্রনিক্স বিভাগ: এই বিভাগের জন্য আবেদনকারীদের বিই বা বিটেক ডিগ্রি অথবা এর সমতুল ইলেকট্রনিক্স ও কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং-এ ন্যূনতম ৬৫ শতাংশ-সহ প্রথম শ্রেণিতে পাশ করতে হবে বা ১০-এ ৬.৮৪ সিজিপিএ থাকতে হবে।

    মেকানিক্যাল বিভাগ: এই বিভাগের জন্য আবেদনকারীদের বিই বা বিটেক ডিগ্রি অথবা এর সমতুল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং-এ ন্যূনতম ৬৫ শতাংশ-সহ প্রথম শ্রেণিতে পাশ করতে হবে বা ১০-এ ৬.৮৪ সিজিপিএ থাকতে হবে।

    কম্পিউটার সায়েন্স বিভাগ: এই বিভাগের জন্য আবেদনকারীদের বিই বা বিটেক ডিগ্রি অথবা এর সমতুল কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং-এর কোর্সে ন্যূনতম ৬৫ শতাংশ-সহ প্রথম শ্রেণিতে পাশ করতে হবে বা ১০-এ ৬.৮৪ সিজিপিএ থাকতে হবে।

    প্রার্থীরা কী ভাবে এই পদগুলিতে আবেদন জানাবেন?

    – পরীক্ষার্থীদের প্রথমেই ইসরোর (ISRO Recruitment) সরকারি ওয়েবসাইট- https://www.isro.gov.in/-এ যেতে হবে।

    – এর পর হোমপেজে ‘কেরিয়ার’ ট্যাবে গিয়ে ‘কারেন্ট অপারচুনিটিজ়’-এ ক্লিক করতে হবে।

    – এ বার ‘রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সায়েন্টিস্ট/ইঞ্জিনিয়ার এসসি অন দ্য বেসিস অফ গেট স্কোর’ লিঙ্কটিতে ক্লিক করতে হবে।

    – লিঙ্কটিতে ক্লিক করলেই অনলাইন আবেদনপত্রের আর একটি লিঙ্ক স্ক্রিনে দেখতে পাওয়া যাবে।

    – সেখানে ক্লিক করে প্রয়োজনীয় তথ্য পূরণ করে আবেদনপত্রটি জমা দিয়ে দিতে হবে।

    – পরীক্ষার্থীরা আবেদনপত্রটি ডাউনলোড করে প্রিন্ট আউট নিয়ে রাখতে পারেন ভবিষ্যতের সুবিধার্থে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Interview Preparation Tips: ইন্টারভিউ-এর প্রস্তুতির জন্য, জানুন সকল গুরুত্বপূর্ণ বিষয়গুলি

    Interview Preparation Tips: ইন্টারভিউ-এর প্রস্তুতির জন্য, জানুন সকল গুরুত্বপূর্ণ বিষয়গুলি

    মাধ্যম নিউজ ডেস্ক: একটি ইন্টারভিউ-এর প্রস্তুতির (Interview Preparation Tips) জন্য প্রথমেই সংস্থার পণ্য এবং মিশন সম্পর্কে আপনাকে জানতে হবে এবং কেন আপনি এই কাজের জন্য উপযুক্ত সেটাও বোঝাতে হবে কোম্পানিকে। আপনার ইন্টারভিউ প্রস্তুতিকে সর্বাঙ্গ সুন্দর করে, চাকরি নিশ্চিত করার এই উপায়গুলি জানুন।

    ১) সংস্থার বিষয়ে খোঁজখবর নিন

    সংস্থা সম্পর্কে যতটা পারেন খোঁজখবর নিন। সংস্থার কর্মীদের খুঁজে পেতে আপনার নেটওয়ার্কের লোকেদের সঙ্গে কথা বলুন। Google-এ কিছু সময় ব্যয় করুন৷ প্রায়শই, চাকরিপ্রার্থীরা কেবলমাত্র সংস্থার নিজস্ব ওয়েবসাইট এবং সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলিকে দেখে, কিন্তু অন্যরা কী বলছে সেটা জানাও জরুরি। একাধিক উপায়ে সংস্থার সম্পর্কে তথ্য জোগাড় করতে হবে।

    ২) আপনি সংস্থার জন্য কী করতে পারেন ,সেটা ভেবে রাখুন

    আপনাকে জানতে হবে সংস্থা কী খুঁজছে। বেশিরভাগ সংস্থাই একজন আবেদনকারীর কাছে ঠিক কী চায় তা তারা বিজ্ঞপ্তিতে বলে দেয়। সুতরাং আপনি আবেদন করার আগে যে বিজ্ঞপ্তি দেখেছিলেন সেখানে ফিরে যান। কী দক্ষতা এবং অভিজ্ঞতা সংস্থা চাইছে সেটা দেখুন। কীভাবে সমস্যা সমাধান করতে হবে, এই জিনিসগুলিও ভেবে রাখুন ইন্টারভিউ-এর আগে (Interview Preparation Tips)।

    ৩) সম্ভব হলে সংস্থার পণ্য বা পরিষেবা ব্যবহার করে দেখুন

    আপনি যে কোম্পানির ইন্টারভিউ (Interview Preparation Tips) দেবেন, সম্ভব হলে ওই সংস্থার যেকোনও পণ্য  ব্যবহার করে দেখুন বেশ কয়েকবার। নিজে একজন ব্যবহারকারী হলে এটি নিয়োগকারী ম্যানেজারকে বোঝাতে সাহায্য করবে যে আপনি সংস্থার পণ্য বা পরিষেবা সম্পর্কে জানেন।

    ৪) সম্ভব হলে ইন্টারভিউ কর্তাদের সম্পর্কে জানুন

     আপনি কার সঙ্গে দেখা করবেন তা যদি আপনাকে বলা না হয়, নিজে থেকে জানার চেষ্টা করুন। প্রতিটি ইন্টারভিউয়ারের (Interview Preparation Tips) জন্য, কোম্পানিতে তাদের ভূমিকা কী তা জানুন। তাদের আগ্রহ কী কী বিষয়ে রয়েছে, তা জানার চেষ্টা করুন।

    ৫) আপনি কোন ধরনের ইন্টারভিউয়ের জন্য যাচ্ছেন তা খুঁজে বের করুন—এবং সেই অনুযায়ী প্রস্তুতি নিন

    বিভিন্ন কোম্পানি বিভিন্ন ধরনের ইন্টারভিউ (Interview Preparation Tips) নেয়, তাই এটা জানা দরকার আপনি কোন ধরনের ইন্টারভিউ-এর মুখোমুখি হবেন। সেই অনুযায়ী প্রস্তুতি নিন।

    ৬) নিজের যোগ্যতা বিষয়ে জানুন

     আপনার ব্যবস্থাপনা ক্ষমতা, আপনার সৃজনশীলতাই বা কেমন? নিজের খুঁটিনাটি এই বিষয়গুলি জানুন। ভাবুন কী আপনাকে সবচেয়ে যোগ্য করে তোলে।

    ৭) নিয়োগকর্তাকে নিজের সম্পর্কে বলার জন্য প্রস্তুত থাকুন

    প্রতিটি ইন্টারভিউ-তে (Interview Preparation Tips) , “আপনি নিজের সম্পর্কে বলুন” এই একটি প্রশ্ন থাকবেই। উত্তরটি অবশ্যই চাকরির সঙ্গে সম্পর্কিত হতে হবে। কথোপকথন শুরু করার সময় নিয়োগকর্তারা প্রায় সবসময় এই প্রশ্নটি বা অনুরূপ প্রশ্ন জিজ্ঞাসা করেন।

    ৮)  কেন আপনি এই সংস্থায় আগ্রহী, এই উত্তরটিও তৈরি করুন

    সম্ভবত আপনাকে জিজ্ঞাসা করা হবে কেন আপনি এই কোম্পানিতে আগ্রহী। তাই কীভাবে সবথেকে ভাল উত্তর দিতে পারবেন, তা নিশ্চিত করতে, চাকরি এবং সংস্থা সম্পর্কে কয়েকটি প্রধান বিষয় অধ্যয়ন করুন। 

    ৯) সংশ্লিষ্ট পদের বেতন কত হবে,তা আগেই জেনে নিন

     আপনি বেতনের বিষয়ে কথোপকথনে প্রস্তুত না হলেও, আপনার কত টাকা বেতন দরকার তা  জিজ্ঞাসা করা হতে পারে। আপনি কীভাবে উত্তর দেবেন তা নির্ধারণ করতে সংশ্লিষ্ট পদের বেতন কত হতে পারে তা জেনে নিন আগেই।

    ১০) কিছু ব্যবহারিক প্রশ্ন থাকবেই

     কিছু ব্যবহারিক প্রশ্ন থাকবে। আপনি কীভাবে নির্দিষ্ট পরিস্থিতিতে কাজ করবেন ইত্যাদি ধরনের প্রশ্ন। আপনি আপনার অতীতের কাজের অভিজ্ঞতা সম্পর্কে কয়েকটি গল্প প্রস্তুত করতে পারেন, যা আপনি প্রয়োজন অনুসারে বলতে পারবেন।

    ১৩) নিয়োগকর্তাদের মন পড়ার চেষ্টা করুন

    আগ্রহ সহকারে শোনা, সাধারণ কথাবার্তা  এই দক্ষতাগুলির দ্বারা আপনি সহজেই নিয়োগকর্তাদের (Interview Preparation Tips) প্রভাবিত করতে পারেন।

    ১৪) ইন্টারভিউ-এর সাধারণ প্রশ্নগুলির জন্য আপনার উত্তরগুলি অনুশীলন করুন—কিন্তু মুখস্থ করবেন না

    আপনি সাধারণ ইন্টারভিউ (Interview Preparation Tips) প্রশ্নগুলির সঙ্গে নিজেকে পরিচিত করতে পারেন এবং তা করা উচিত। কিন্তু সম্পূর্ণ উত্তর লিখে প্রস্তুতি নেবেন না। পরিবর্তে, কয়েকটি নোট বা পয়েন্ট লিখুন এবং ইন্টারভিউয়ের জন্য সেগুলি হাতে রাখুন। আয়নার সামনে দাঁড়িয়ে অনুশীলন করুন।

    ১৫) শরীরের ভাষা সম্পর্কে সচেতন হন

    আপনার গতিবিধি কেমন হবে, আগে থেকেই চিন্তা করুন যাতে আপনি ইন্টারভিউ (Interview Preparation Tips) চলাকালীন বিভ্রান্ত না হন। আপনি যদি ভিডিওতে থাকেন, তাহলে ভাবুন যে আপনি কীভাবে নিজেকে উপস্থাপন করবেন।

    ১৬) কিছু মক ইন্টারভিউ অভ্যাস করুন 

    আপনার যদি সময় থাকে তবে বন্ধু বা প্রিয়জনের সঙ্গে কয়েকটি মক ইন্টারভিউ (Interview Preparation Tips) দিন। এতে আপনি আরও ভাল তৈরি হবেন।

    ১৭) আপনি তাদের জিজ্ঞাসা করবেন এমন প্রশ্নগুলি লিখুন বাড়িতে 

    বেশিরভাগ নিয়োগকর্তা (Interview Preparation Tips) “আমার জন্য আপনার কোনও প্রশ্ন আছে?” এই প্রশ্ন দিয়ে শেষ করেন।  আপনার অবশ্যই কিছু প্রশ্ন থাকা উচিত। আপনি প্রশ্নগুলির একটি তালিকা তৈরি করতে পারেন বাড়িতে।

    আরও পড়ুন: ভালো কেরিয়ার গড়তে ১০টি স্বল্পমেয়াদি কোর্স সম্পর্কে জানুন

    ১৮) উপযুক্ত এবং পেশাদার চেহারা

    ছোট জিনিস ভুলে যাবেন না। নিশ্চিত করুন যে আপনার পোশাক পরিষ্কার আছে। ইস্ত্রি করা হয়েছে। আপনার জুতা চকচকে থাকতে হবে, আপনার আঙ্গুলের নখ ঝরঝরে হতে হবে। দাড়ি রাখা চলবে না। নিজের সম্পর্কে ভাল বোধ  আপনার আত্মবিশ্বাসকে বাড়িয়ে তুলবে— মনে রাখবেন আত্মবিশ্বাসই চাকরিতে পৌঁছানোর মূল চাবিকাঠি।

    ১৯) আপনার বায়োডাটা সঙ্গে রাখুন 

    আপনার বায়োডাটা নিয়োগকর্তারা (Interview Preparation Tips) চাইবেন। সুন্দরভাবে এটি তৈরি করুন।

    ২০) অনলাইনের ক্ষেত্রে কম্পিউটার বা ফোন ঠিকঠাক আছে কিনা দেখে নিন

    আপনি যদি কম্পিউটার বা ফোনের মাধ্যমে আপনার ইন্টারভিউ (Interview Preparation Tips) দেন, তাহলে আগেই নিশ্চিত করুন যে সমস্ত প্রয়োজনীয় হার্ডওয়্যার, সফ্টওয়্যার এবং নেটওয়ার্ক  ঠিকঠাক কাজ করছে কি না।

    ২১) আগের দিন রাতে ভাল ঘুম খুব জরুরি

    ইন্টারভিউ-এর (Interview Preparation Tips) আগেরদিন রাতের পর্যাপ্ত ঘুম আপনাকে চনমনে রাখবে। 

    ২২) ইন্টারভিউ-এর সময় স্নায়ু শান্ত রাখুন

     আপনি নিজেকে শান্ত রাখুন। প্রয়োজনে যোগাভ্যাস করুন। ইন্টারভিউ-এর (Interview Preparation Tips) আগে ভাল গান শুনুন। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Job Vacancies: কেন্দ্রীয় দপ্তরগুলিতে কত শূন্যপদ আছে জানেন?

    Job Vacancies: কেন্দ্রীয় দপ্তরগুলিতে কত শূন্যপদ আছে জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: ২০২২ সালের অগাষ্ট মাসে কেন্দ্রীয় সরকার সংসদে বিবৃতি দিয়ে জানিয়েছিল যে বিভিন্ন সরকারি দপ্তরে বর্তমানে  ৯,৭৯,৩২৭ গুলি পদ খালি (Job Vacancies) রয়েছে। এর মধ্যে ২৩,৫৮৪টি গ্রুপ এ’ পদ, ১,১৮,৮০৭টি গ্রুপ বি’ পদ এবং ৮,৩৬,৯৩৬টি গ্রুপ সি’ পদ।

    এরমধ্যে একমাত্র রেলেই রয়েছে ২,৯৩,৯৪৩টি শূন্যপদ (Job Vacancies)। এছাড়া প্রতিরক্ষা মন্ত্রকে রয়েছে ২,৬৪,৭০৪টি শূন্যপদ (Job Vacancies) এবং স্বরাষ্ট্র মন্ত্রকের শূন্যপদের সংখ্যা ১,৪৩,৫৩৬টি।কংগ্রেস সাংসদ দীপক বাইজ সংসদে প্রশ্ন করেছিলেন যে বিভিন্ন কেন্দ্রীয় দপ্তর  এবং পাবলিক সেক্টরগুলিতে(পিএসইউ) কত শূন্যপদ (Job Vacancies) রয়েছে? প্রশ্নের উত্তরে, কেন্দ্রীয় মন্ত্রী (এমওএস) জিতেন্দ্র সিং বলেছিলেন, চলতি অর্থবছরে  ১,৪৭০০০ নতুন নিয়োগ হয়েছে বিভিন্ন মন্ত্রক, দপ্তর, PSU, ব্যাঙ্ক এবং রেল সহ অন্যান্য প্রতিষ্ঠানে।

    কেন্দ্রীয় পরিসংখ্যান কী বলছে?

    কেন্দ্রীয় সরকার সূত্রে জানা গেছে, চলতি বছরের অক্টোবরে, সরকার নতুন নিয়োগ করেছে ৭৫,০০০ জনকে এবং নভেম্বরের ক্ষেত্রে এই সংখ্যা ৭১,০০০ জন। নতুন নিয়োগপ্রাপ্তরা কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রক ও দপ্তরে যোগদান করবেন। 

    সরকার আগামী দেড় বছরের মধ্যে ১০,০০০০০ জনকে “মিশন মোডে” নিয়োগ করার পরিকল্পনা করেছে, যার মধ্যে গ্রুপ বি এবং সি পরিষেবাগুলিতে প্রায় ৯৮ শতাংশ শূন্যপদ (Job Vacancies) রয়েছে। প্রসঙ্গত,গত অগাস্ট মাসে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে একটি  ট্যুইট করা হয়েছিল কয়েকদিন আগে। যেখানে বলা হয়েছিল, “প্রধানমন্ত্রী সমস্ত দপ্তর  এবং মন্ত্রকগুলিতে মানব সম্পদের অবস্থা পর্যালোচনা করছেন এবং নির্দেশ দিয়েছেন যে সরকার আগামী দেড় বছরের মধ্যে ‘মিশন মোডে’ ১০ লক্ষ লোক নিয়োগ করবে।”

    কেন্দ্রীয় সরকার জানিয়েছে, গত তিন বছরে কেন্দ্রীয় সরকারের স্টাফ সিলেকশন কমিশন, ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন এবং রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের (আরআরবি) মাধ্যমে নিয়োগ হয়েছে। ইউপিএসসি-র মাধ্যমে  ২০১৮-১৯ সালে নিয়োগ হয়েছিল ৪,৩৯৯ জন। ২০১৯-২০ সালে এই সংখ্যা ছিল ৫,২৩০ এবং ২০২০-২১ সালের সংখ্যা হলো ৩,৬০৯ জন অর্থাৎ মোট ১৩,২৩৮ জন।

    এসএসসির ক্ষেত্রে, ২০১৮-১৯ সালে ১৬,৭৪৮ জনকে নিয়োগ করা হয়েছিল, ২০১৯-২০ সালে নিয়োগ করা হয়েছিল ১৪,৬৯১ জনকে, ২০২০-২১ সালে এই সংখ্যা ছিল ৬৮,৮৯১; অর্থাৎ মোট ১,০০,৩৩০ কর্মচারী নিয়োগ হয়েছে।

     এরমধ্যে রেলওয়ে বোর্ড সামগ্রিকভাবে ১,৫১,৯০০ জনকে নিয়োগ করেছে বলেই জানা গেছে, যার মধ্যে ২০১৯-২০ সালে সবথেকে বেশি ১,২৮,৪৫৬ জনকে নিয়োগের দরখাস্ত হাতে তুলে দেওয়া হয়।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

     

     

     

  • Wave Energy: মাদ্রাজ আইআইটির নতুন আবিষ্কার সিন্ধুজা-১, সমুদ্রের ঢেউ থেকে বিদ্যুৎ উৎপাদন করবে

    Wave Energy: মাদ্রাজ আইআইটির নতুন আবিষ্কার সিন্ধুজা-১, সমুদ্রের ঢেউ থেকে বিদ্যুৎ উৎপাদন করবে

    মাধ্যম নিউজ ডেস্ক: আইআইটি মানেই নতুন ইনোভেশন। সম্প্রতি, আইআইটি মাদ্রাজের গবেষকরা এমন একটি সিস্টেমের ডেভলপমেন্ট করেছেন  যা সমুদ্রের ঢেউ-এর তরঙ্গ ( Wave Energy) থেকে শক্তি ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন করতে পারবে৷ সিস্টেমটির পোশাকি নাম দেওয়া হয়েছে সিন্ধুজা-১। গবেষকরা তামিলনাড়ুর তুতিকোরিন উপকূল থেকে প্রায় ছয় কিলোমিটার দূরে সিন্ধুজা-১ কে স্থাপন করেছিলেন, যেখানে সমুদ্রের গভীরতা প্রায় ২০ মিটার। সিন্ধুজা-১ ( Wave Energy)  বর্তমানে ১০০ ওয়াট শক্তি উৎপাদন করতে পারে বলে জানিয়েছেন গবেষকরা। আগামী তিন বছরে লক্ষ্যমাত্রা রয়েছে এক মেগাওয়াট শক্তি উৎপাদন। 

    কী বলছেন আইআইটি মাদ্রাজের অধ্যাপক?

    Department of Ocean Engineering, IIT Madras এর প্রফেসর সামাদ বাবু বলেন,
    “বর্তমানে আপনি যদি চেন্নাইয়ের মতো একটি শহর বা এর থেকেও যেকোনও ছোট শহর গড়ে তুলতে চান তবে প্রচলিত শক্তির উৎস ব্যবহার করা অনেক সস্তা। কিন্তু দূরবর্তী স্থানের ক্ষেত্রে, যেমন ধরুন কোনও দ্বীপ, এক্ষেত্রে সমুদ্রের উপর দিয়ে  বিদ্যুৎ পরিবহনের খরচ অনেক বেশি। ঢেউ থেকে বিদ্যুৎ উৎপাদন ( Wave Energy)  এক্ষেত্রে কার্যকরী উপায়”।

    সিন্ধুজা-১ ( Wave Energy)  কীভাবে কাজ করছে?

    সিন্ধুজা-১ ( Wave Energy) , আসলে হল একটি ভাসমান buoy, এতে রয়েছে একটি বৈদ্যুতিক মডিউল এবং একটি spar. ঢেউগুলির গতি অনুযায়ী buoyটি উপরে এবং নীচে চলে যায়। এই buoy এর কেন্দ্রে একটি ছিদ্র রয়েছে যা spar-কে এটির মধ্য দিয়ে যেতে দেবে। ঢেউয়ে buoyটি  যাতে সরে না যায় তা নিশ্চিত করার জন্য sparটি সমুদ্রের তলায় স্থির রাখা হয়। ঢেউ-এর কারণে যখন buoyটি  নড়ে এবং sparটি  স্থির থাকে তখন উভয়ের মধ্যে আপেক্ষিক গতি তৈরি হয়। এই আপেক্ষিক গতির সাহায্যে, একটি বৈদ্যুতিক জেনারেটর  শক্তি উৎপাদন ( Wave Energy)  করে।

    তবে সিস্টেম থেকে উৎপাদিত শক্তিকে ( Wave Energy)  ব্যবহার করতে পারে এমন কোনও ডিভাইস নেই। গবেষক দলটি ২০২৩ সালের ডিসেম্বরের মধ্যে ওই অবস্থানে remote water desalination system এবং একটি নজরদারি ক্যামেরা স্থাপন করার পরিকল্পনা করেছে৷ আবহাওয়ার পরিবর্তন  বিদ্যুৎ উৎপাদনকে প্রভাবিত করে নাকি তারজন্য আরও পরীক্ষা চালানোর পরিকল্পনা করেছে৷

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Itu Puja: ইতুপুজোর লৌকিক গল্পটি জানুন

    Itu Puja: ইতুপুজোর লৌকিক গল্পটি জানুন

    মাধ্যম নিউজ ডেস্ক: ইকোসিস্টেম শব্দটির সঙ্গে আমরা কমবেশি সকলেই পরিচিত। প্রকৃতির বিভিন্ন উপাদান এবং মানুষের সহাবস্থান পদ্ধতির নামই হল ইকোসিস্টেম। এদেশে প্রকৃতি পুজোর রীতিও অনেক প্রাচীন। নদী, গাছ, পর্বত, অগ্নি, বায়ু, সূর্য প্রভৃতির পুজো বৈদিক আমল থেকেই চলে আসছে। অবাঙালিদের মধ্যে সূর্য পুজো , ছট পুজো নামে পরিচিত। বাঙালিদের সূর্য পুজোর ব্রতকথা ইতুপুজো (Itu Puja) নামে প্রসিদ্ধ। অগ্রহায়ণ মাসের প্রতি রবিবার ইতু পুজো হয়। গ্রামবাংলায় এই পুজোর রীতি বেশি প্রচলিত। 

    মাটির সরার মধ্যে মাটি দিয়ে ঘট বসানো হয়। প্রতি হিন্দুবাড়িতে তুলসী তলা থাকেই। এখানেই ইতুর (Itu Puja) ঘট স্থাপন করা হয়। একমাস ধরে ইতুর ঘটে জল দেন বাড়ির মহিলারা। মাটির সরাতে দেওয়া হয় পাঁচ কলাই। মাটিতে পঞ্চশস্যও ছড়িয়ে দেন অনেকে। অগ্রহায়ণ সংক্রান্তির দিন ইতুর ব্রত উদযাপন করে নদী বা পুকুরে ইতু ভাসিয়ে দেওয়া হয়। বিশ্বাস রয়েছে ইতুব্রত রাখলে সংসার সুখ, শান্তি, সমৃদ্ধিতে ভরে ওঠে।

    ইতুপুজোর (Itu Puja) লৌকিক গল্প

    অষ্টচাল অষ্টদূর্বা কলসপত্র ধরে ।
    ইতুকথা একমনে  শুন প্রাণ ভরে।।

    গ্রামবাংলার মাতৃজাতির কাছে এই লাইনদুটি বেশ জনপ্রিয়। প্রত্যেক বাঙালি ব্রতকথায় কোনও না কোনও লৌকিক গল্প থাকে।  ইতুব্রতেও (Itu Puja) রয়েছে এমন একটি গল্প। আসুন জানা যাক।

    কোনো এককালে, এক দরিদ্র ব্রাহ্মণ তার স্ত্রী ও দুই মেয়েকে নিয়ে অভাবের সংসারে দিনযাপন করত। ব্রাহ্মণের পেশা ছিল  ভিক্ষাবৃত্তি। ব্রাহ্মণ পিঠে খেতে খুব ভালবাসতো। ভিক্ষা করে চাল, নারকেল, গুড় এনে দিল তার স্ত্রীকে। তৈরি পিঠে যেন কাউকে না দেওয়া হয়, তার স্ত্রীকে এই শর্ত দিয়ে ব্রাহ্মণ  লুকিয়ে পড়ল। পিঠে ভাজার শব্দ শুনতে শুনতে ব্রাহ্মণ দড়িতে একটা করে গিঁট দিতে থাকল। এরপর তার স্ত্রী,  ব্রাহ্মণ কে পিঠে খেতে দিলে ব্রাহ্মণ দড়ির গুনে দেখে দুটো পিঠে কম। ব্রাহ্মণের রাগ দেখে তার স্ত্রী বলল, দুই মেয়েকে দুটো পিঠে দিয়েছি । এই শুনে বাহ্মণ তার দুই মেয়েকে তাদের মাসির বাড়ি রেখে আসবে বলে। মেয়ে দুটির নাম উমনো আর ঝুমনো।

    পরের দিন ভোর বেলা উমনো আর ঝুমনোকে সঙ্গে করে বাহ্মণ বাড়ি থেকে বের হয়। সারা দিন হাঁটতে হাঁটতে তারা এক জঙ্গলের মধ্যে পৌঁছায়, সেখানেই রাত্রি হয়। ব্রাহ্মণ তাদের ঘুম পাড়িয়ে ফেলে রেখে পালিয়ে যায়। জঙ্গলের মধ্যে একাকী উমনো আর ঝুমনোর ঘুম ভাঙলে তারা খুব কাঁদতে থাকে। এক বট গাছের কাছে গিয়ে হাত জোড় করে দুজনে বলে “হে বট বৃক্ষ! মা আমাদের দশ মাস দশ দিন গর্ভে স্থান দিয়েছেন। তুমি আজ রাতের জন্য তোমার কোটরে স্থান দাও।”

    এরপর বটবৃক্ষ দু ফাঁক হয়ে গেলে তারা দুই বোনে বট গাছের কোটরে রাত কাটায়। পরের দিন সকালে তারা বটগাছকে প্রণাম করে হাঁটতে শুরু করে। কিছুদূর যাওয়ার পরে তারা দেখে, মাটির সরা করে কতগুলো মেয়ে পুজো করছে। উমনো আর ঝুমনো পুজোর বিষয়ে তাদেরকে জিজ্ঞেস করলে মেয়েরা জানায়, এর নাম ইতুপুজো (Itu Puja)। মেয়েরা আরও বলে, আগের দিন উপোষ করে থাকলে তবেই ইতুপুজো করা যায়। এই কথা শুনে উমনো ঝুমনো বলে কাল থেকে তারা কিছুই খায়নি। তারাও কার্তিক মাসের সংক্রান্তিতে ইতুপুজো (Itu Puja) শুরু করে দেয়। তাদের ভক্তি দেখে ইতু ভগবান অর্থাৎ সূর্যদেব বর প্রার্থনা করতে বলে। তারা তাদের পিতার অভাব যেন দূর হয়,এই বর  প্রার্থনা করে। সূর্যদেব তাদের আশীর্বাদ করেন। তারপর তারা অগ্রহায়ণ মাসের প্রতি রবিবারে ভক্তি সহকারে ইতুপুজো (Itu Puja) করে এবং  সূর্য দেবের কাছ থেকে আশীর্বাদ পেতে থাকে।

    আরও পড়ুন: নবান্ন উৎসবের তাৎপর্য জানুন

    ওই দিকে আশ্চর্য্যভাবে ব্রাহ্মণের  ঘর ধন সম্পদে ভরে ওঠে। কিন্তু তার স্ত্রীর মুখে হাসি উধাও। মেয়েদের কথা ভেবে চোখের জল পড়ে তার। সত্যিই একদিন উমনো আর ঝুমনো বাড়ি ফিরে আসে। ব্রাহ্মণের স্ত্রী মেয়েদের দেখে খুব আনন্দিত হয়। বাড়ি ফিরে তারা ইতুপুজোর (Itu Puja) কথা বলে,আর সূর্য দেবের আশীর্বাদেই যে তাদের পরিবারের উন্নতি হয়েছে সেটাও তারা বলে। তা শুনে ব্রাহ্মণের স্ত্রীও ইতুপূজা (Itu Puja) শুরু করে দেয়। তখন থেকেই দিকে দিকে এই ইতুপূজার (Itu Puja) মাহাত্ম্য ছড়িয়ে পড়ে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।  

  • Gold ATM: বের হবে স্বর্ণমুদ্রা! চালু হল দেশের প্রথম সোনার এটিএম, জানেন কোথায়?

    Gold ATM: বের হবে স্বর্ণমুদ্রা! চালু হল দেশের প্রথম সোনার এটিএম, জানেন কোথায়?

    মাধ্যম নিউজ ডেস্ক: এবার এটিএম থেকে সোনার কয়েন (Gold ATM) বের হবে। শুনতে আশ্চর্য হলেও এমনটাই সত্যি হতে চলেছে দেশের তেলঙ্গানা রাজ্যে। গোল্ডসিক্কা প্রাইভেট লিমিটেড নামের একটি সংস্থা, স্টার্টআপ ওপেনকিউব টেকনোলজিস প্রাইভেট লিমিটেডের প্রযুক্তিগত সহায়তায় হায়দ্রাবাদ শহরের বেগমপেটে এই ধরনের প্রথম এটিএম চালু করেছে। সংস্থাটি শীঘ্রই হায়দ্রাবাদে আরও তিনটি সোনার এটিএম (Gold ATM) চালু করবে বলে শোনা যাচ্ছে।

    আরও পড়ুন: অরুণাচলের প্রথম গ্রিনফিল্ড বিমানবন্দরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী 

    সংস্থার সিইও-এর বক্তব্য

    সংস্থার CEO, এস ওয়াই তরুজ বলেন, “গোল্ড এটিএম গ্রাহকদের সোনা কেনার ক্ষেত্রে নতুন ভাবনা দিতে পেরেছে। এই সোনার এটিএমগুলোর কার্যপ্রক্রিয়া (Gold ATM) সাধারণ এটিএম থেকে টাকা তোলার মতোই সহজ। এতে কোনও জটিলতা নেই। এই ATM-গুলি থেকে ০.৫ গ্রাম, ১ গ্রাম, ২ গ্রাম, ৫ গ্রাম, ১০ গ্রাম, ২০ গ্রাম, ৫০ গ্রাম থেকে ১০০ গ্রাম পর্যন্ত বিভিন্ন ওজনের স্বর্ণমুদ্রা পাওয়া যাবে।”

    আরও পড়ুন: মাত্র ১৭ বছর বয়সেই টেসলা-নাসায় কাজ করার অভিজ্ঞতা, কে এই বাংলার ‘বিস্ময় বালক’?

    আগামী দুই বছরের মধ্যে পুরো দেশে মোট তিন হাজারের বেশি এই ধরনের এটিএম (Gold ATM) চালু করার সিদ্ধান্ত নিয়েছে এই সংস্থা। এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে হাজির ছিলেন তেলঙ্গানা মহিলা কমিশনের চেয়ারম্যান সুনীতা রেড্ডি।

    আরও পড়ুন: রাজস্থানে গ্যাংস্টার খুনে গ্রেফতার ৫, খুনের দায় স্বীকার করল কে জানেন?

    প্রতিদিন সোনার দাম ওঠানামা করে, তাই প্রক্রিয়াটিকে স্বচ্ছ করতে, স্ক্রিনে প্রতিদিনের দাম যাতে গ্রাহকরা দেখতে পান, সেই ব্যবস্থাও করেছে গোল্ডসিক্কা প্রাইভেট লিমিটেড। মুদ্রাগুলি ৯৯.৯ শতাংশ বিশুদ্ধতার সঙ্গে, টেম্পার প্রুফ প্যাকে দেওয়া হবে বলে জানা গেছে। করিমনগর ও ওয়াড়াঙ্গলেও এই কয়েন ভেন্ডিং মেশিনগুলো (Gold ATM) বসানোর পরিকল্পনা রয়েছে তাঁদের, একথা বলেন সংস্থার সিইও।

    আরও পড়ুন: লাভ-জিহাদ রোধে নয়া আইন! জানেন শ্রদ্ধা খুনে কী বললেন শিবরাজ?

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

     

  • Southern Railway: দক্ষিণ রেলে স্পোর্টস কোটায় বিভিন্ন পদে নিয়োগ

    Southern Railway: দক্ষিণ রেলে স্পোর্টস কোটায় বিভিন্ন পদে নিয়োগ

    মাধ্যম নিউজ ডেস্ক: স্পোর্টস কোটার ভিত্তিতে দক্ষিণ রেলে (Southern Railway) নিয়োগের বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। আগ্রহী প্রার্থীরা দক্ষিণ রেলের (Southern Railway) অফিসিয়াল ওয়েবসাইট, rrcmas.in-এ RRC-এর মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারেন। দক্ষিণ রেলের স্পোর্টস কোটা পোস্টের জন্য আবেদন করার শেষ তারিখ ২ জানুয়ারী, ২০২৩। মোট শূন্যপদ ২১টি।

    আরও পড়ুন: ইসরোর বিভিন্ন পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, জেনে নিন যোগ্যতা কী

    আবেদনের খুঁটিনাটি

    -অনলাইন আবেদন শুরু হয়েছে ০৩-১২-২০২২ থেকে।
    -আবেদন করার  শেষ তারিখ  ০২-০১-২০২৩ অবধি।
    -আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, মিজোরাম, নাগাল্যান্ড,
    ত্রিপুরা, সিকিম, জম্মু কাশ্মীরের লাহৌল ও স্পিতি জেলা
    এবং হিমাচল প্রদেশের চম্পা জেলার পাঙ্গি মহকুমা আন্দামান ও নিকোবর, লাক্ষাদ্বীপ এবং বিদেশে বসবাসকারী প্রার্থীদের জন্য আবেদনের শেষ তারিখ ১৭-০১-২০২৩।

    শিক্ষাগত যোগ্যতা

    -post in Level 2 / 3 of 7thC P C Pay Matrix এর ক্ষেত্রে আবেদনকারীকে অবশ্যই উচ্চমাধ্যমিক বা তার সমতুল পাশ করতে হবে।

    – post in Level 4 / 5 of 7thC P C Pay Matrix এর ক্ষেত্রে আবেদনকারীকে যেকোন শাখায় স্নাতক হতে হবে।

    বেতন 

    সপ্তম পে কমিশন অনুসারে প্রারম্ভিক বেতন দেওয়া হবে।

    -Level-2 এর জন্য ১৯,৯৯৯ টাকা

    -Level-3 এর জন্য ২১,৭০০ টাকা

    -Level-4 এর জন্য ২৫,৫০০ টাকা

    -Level-5 এর জন্য ২৯,২০০ টাকা

    আরও পড়ুন: ভারতীয় রেলের এই বিশেষ পরীক্ষা এবার ইউপিএসসি নেবে, জানুন বিস্তারিত

    আবেদন ফি

    সাধারণ প্রার্থীদের জন্য আবেদনের ফি হল ৫০০ টাকা এবং SC/ST/Women/ex-Service Man/ শারিরীক ভাবে প্রতিবন্ধী ব্যক্তি/সংখ্যালঘু সম্প্রদায়ের প্রার্থী এবং অর্থনৈতিকভাবে অনগ্রসর শ্রেণীর প্রার্থীরদের ক্ষেত্রে অনলাইন ফি মাত্র ২৫০ টাকা। পেমেন্ট ইন্টারনেট ব্যাঙ্কিং বা ডেবিট/ক্রেডিট কার্ডের মাধ্যমে করা যেতে পারে।

    গুরুত্বপূর্ণ নির্দেশিকা

    – নথি যাচাইয়ের দিনে প্রার্থীদের জন্মের প্রমাণপত্র, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, বিভিন্ন Sports Achievments সঙ্গে আনতে হবে।

    -প্রার্থীকে নির্দিষ্ট তারিখ,সময় এবং স্থানে ট্রায়াল/ডকুমেন্ট ভেরিফিকেশনে অংশগ্রহণ করতে হবে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

     

     

  • Mumbai Murder: মুম্বাইতে খাবারে বিষ মিশিয়ে স্বামীকে হত্যার অভিযোগ স্ত্রী ও তার প্রেমিকের বিরুদ্ধে

    Mumbai Murder: মুম্বাইতে খাবারে বিষ মিশিয়ে স্বামীকে হত্যার অভিযোগ স্ত্রী ও তার প্রেমিকের বিরুদ্ধে

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রেমিকের সঙ্গে হাত মিলিয়ে,খাবারে বিষ মিশিয়ে নিজের স্বামীকে হত্যার (Mumbai Murder) অভিযোগ উঠল এক মহিলার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মুম্বই-এর সান্তাক্রুজে।

    নিহতের স্ত্রী ও তার প্রেমিককে ইতিমধ্যে গ্রেফতার করেছে পুলিশ। দুজনকে ৮ ডিসেম্বর পর্যন্ত পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। ষড়যন্ত্র এবং হত্যার (Mumbai Murder) ধারা দেওয়া হয়েছে তাদের বিরুদ্ধে।

    আরও পড়ুন: ব্রেন ম্যাপিং করা হতে পারে আফতাব পুনাওয়ালার, কী এই পরীক্ষা? 

    পুলিশের বিবৃতি

    পুলিশ সূত্রে জানা গেছে, কবিতা নামের ওই মহিলা কয়েক বছর আগে পারিবারিক অশান্তির কারণে, তার স্বামী কমলকান্তের থেকে আলাদা হয়েছিলেন, কিন্তু পরে সন্তানের ভবিষ্যতের কথা বলে সান্তাক্রুজে নিজের বাড়িতে আবার ফিরে আসেন।

     কবিতার প্রেমিক হিতেশ জৈন, কমলাকান্তের ছোটবেলার বন্ধু ছিল এবং দুজনেই ব্যবসায়ী পরিবার থেকে উঠে এসেছিল বলে পুলিশ জানিয়েছে।

    কয়েকমাস আগে হঠাৎ পেটের অসুখে কমলকান্তের মা মারা যান। পুলিশ এখন তদন্ত করছে যে নিহতের মাকেও বিষ দেওয়া হয়েছিল কি না। কারণ কমলকান্তের অসুস্থতার লক্ষণগুলি তার মায়ের মতোই ছিল। গত নভেম্বর মাসে কমলকান্তের পেটে ব্যথা শুরু হয় এবং স্বাস্থ্যের অবনতি হয়। বম্বে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৯ সেপ্টেম্বর কমলকান্তের মৃত্যু  (Mumbai Murder) হয়। তার রক্তপরীক্ষার রিপোর্টে উচ্চ মাত্রায় আর্সেনিক এবং থ্যালিয়াম পাওয়া গেছে। ডাক্তাররা বলছেন, মানুষের রক্তে পাওয়া এগুলি অস্বাভাবিক ধাতব পদার্থ।

    পুলিশ প্রাথমিকভাবে দুর্ঘটনাজনিত মৃত্যুর মামলা দায়ের করেছিল, কিন্তু ষড়যন্ত্রের সন্দেহে তদন্তের ভার মুম্বই পুলিশের ক্রাইম ব্রাঞ্চ নেয়।  তখনই কবিতা এবং তার প্রেমিক হিতেশকে গ্রেপ্তার করা হয়।

    পুলিশের মতে, মৃতের মেডিক্যাল রিপোর্ট, স্ত্রী এবং পরিবারের সদস্যদের বিবৃতি, সেইসঙ্গে কমলাকান্তের খাবার সম্পর্কিত বিভিন্ন তথ্য এই খুনের ((Mumbai Murder) পিছনে ষড়যন্ত্রকে সামনে আনতে সাহায্য করেছে।

    তদন্তে জানা যায়, অভিযুক্ত কবিতা এবং তার প্রেমিক হিতেশ, কমলকান্তকে হত্যার উদ্দেশ্যে প্রতিদিন তার খাবারে বিষ মিশিয়ে দিত।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

LinkedIn
Share