Blog

  • Formation of Moon: কমে গেল চাঁদের বয়স

    Formation of Moon: কমে গেল চাঁদের বয়স

    মাধ্যম নিউজ ডেস্ক: যতটা প্রাচীন ভাবা হয় তার চেয়ে অনেক নবীনতম পৃথিবীর একমাত্র উপগ্রহ চাঁদ। সম্প্রতি এই বিষয়টি গবেষকদের গবেষণায় উঠে এসেছে।চাঁদের নমুনাগুলি অধ্যয়ন করার সময় জানা গিয়েছে তা পৃথিবী স্থিত শিলাগুলির আইসোটোপের সাথে অনুরূপ মিল রয়েছে চাঁদ হতে সংগ্রহকৃত শিলাখন্ডগুলোর।

    গবেষণায় আরও জানা গিয়েছে হাজার বছরের বেশি নয়, মাত্র কয়েক ঘণ্টায় সংঘর্ষের মাধ্যমে তৈরি চাঁদের। তবে এই নিয়েও গবেষকদের মধ্যে বিবাদ থাকলেও চাঁদের (লুনা) গঠনের তত্ত্বগুলো যেমন আকর্ষণীয় তেমনি বৈচিত্র্যময়।

    সম্প্রতি একটি গবেষণায় জানা গিয়েছে প্রায় ৪.৫ বিলিয়ন বছর আগে থেইয়া নামক এক গ্রহের সাথে পৃথিবীর  সংঘর্ষের ফলে চাঁদের সৃষ্টি হয়েছে।থেইয়া বা থেয়া মোটামুটি মঙ্গল গ্রহের আকারের ছিল।প্রসঙ্গত থেইয়া হল গ্রীক পৌরাণিক কাহিনীর টাইটানগুলির একটির নাম। জিরকনস নামক চাঁদের এক খনিজ পদার্থের ওপর গবেষণায় এ তথ্য পাওয়া গেছে।
    ১৯৭১ সালে চাঁদের বুকে অ্যাপোলো-১৪ মিশন পাঠানো হয়। তখন জিরকনস খনিজ পদার্থটি সংগ্রহ করা হয়েছিল। পরবর্তীতে ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া-লস অ্যাঞ্জেলেসের অপর একটা গবেষণায় এই একই তথ্য সামনে এসেছে। 

    [tw]


    [/tw] 

    চাঁদের প্রকৃত বয়স জানবার জন্য বিগত কয়েক শতাব্দী ধরে বিজ্ঞানী ও গবেষকরা নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু এখন পর্যন্ত প্রকৃত বয়স জানা সম্ভব হয়নি । এ বিষয়ে ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া লস অ্যাঞ্জেলেসের আর্থ, প্লানেটারি অ্যান্ড স্পেস সায়েন্স বিভাগের রিসার্চ জিওকেমিস্ট মেলানি বারবোনি বলেন, ‘আমরা অবশেষ চাঁদের একটি সর্বনিম্ন বয়স স্থির করেছি।’ নতুন এই গবেষণায় বলা হয়েছে সৌরজগত সৃষ্টির ৬০ মিলিয়ন বছর পর চাঁদ সৃষ্টি হয়েছিল।

    গবেষণার সহকারী কেভিন ম্যাককীগান বলেন, ‘জিরকন সময় নির্ধারণের একটি সেরা প্রাকৃতিক উপদান। গ্রহ উপগ্রহ কিংবা জোতিষ্ক প্রভৃতির সৃষ্টি কোথায় হয়েছিল এটি জানানোর জন্য এটি চমৎকার একটি খনিজ উপাদান।’

    যদিও বেশিরভাগ ব্যাখ্যা অনুমান করে যে চাঁদ পৃথিবী এবং থেইয়ার সংঘর্ষের ধ্বংসাবশেষ থেকে তৈরি হয়েছে, মাস বা বছর ধরে কক্ষপথে একত্রিত হয়ে, সাম্প্রতিক একটি গবেষণায় এমন একটি ব্যাখ্যা দেওয়া হয়েছে যা এই সময়কালকে কয়েক ঘন্টায় কমিয়ে দেয়। এই তত্ত্ব সম্বলিত গবেষণা পত্রটি ৪ অক্টোবর, ২০২২-এ দ্য অ্যাস্ট্রোফিজিক্যাল জার্নাল লেটার্সে প্রকাশিত হয়েছিল।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

     
     
  • Gurugram: গুরগাঁওতে চলন্ত গাড়ি থেকে ফাটল আতশবাজি

    Gurugram: গুরগাঁওতে চলন্ত গাড়ি থেকে ফাটল আতশবাজি

    মাধ্যম নিউজ ডেস্ক: চলন্ত গাড়ি থেকে অভিনব পদ্ধতিতে আঁতশবাজি করার খবর এসেছে হরিয়ানার টেকহাব গুরগাঁও শহরে। শহরের একটি ব্যস্ততম রাস্তায় একটি ছুটে চলা গাড়ি থেকে আঁতশবাজির আগুন বেরিয়ে আসতে দেখা যায়, এই দৃশ্যটিকে ক্যামেরাবন্দী করে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আপলোড করার সাথে সাথে ভিডিওটি ভাইরাল হয়ে যায়।

    [tw]


    [/tw] 

    ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পরে পুলিশ এই বিষয়ে তদন্ত শুরু করেছে।  পুলিশের মতে, ভিডিওটি দীপাবলির রাতে (২৪ অক্টোবর) তোলা হয়েছিল এবং ইনস্টাগ্রামে আপলোড করা হয়েছিল, যার পরে এটি ভাইরাল হয়েছিল। ভিডিওতে দেখা যায় যে সোমবার দীপাবলি উদযাপনের সময়, DLF এলাকায় চলন্ত গাড়ির উপরে রাখা একটি বাক্স থেকে পটকা ফাটানো হচ্ছে।

    আজ গুরুগ্রামের সিকেন্দরপুর এলাকা থেকে পুলিশ তিনজন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। তাদের নাম নকুল (২৬), যতীন (২৭) ও কৃষ্ণা (২২)। তিনজনই নিজেদের অপরাধ স্বীকার করেছে। 
    আরও জানা গিয়েছে ভিডিওটি কৃষ্ণা নামের বাইশ বছরের তরুণীটি রেকর্ড করেছিলেন নিজের BMW গাড়িতে থেকে সামনের হুন্ডাই ভার্না গাড়িটির, সেই গাড়িটির চালকের আসনে ছিল যতীন, আর সেই গাড়ির মাথায় ছিল পটকার চলন্ত বাক্সটি। যতীন স্বীকার করেছে পরে সেই ভিডিওটি নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেন।

    [tw]


    [/tw]

    অপরাধ শাখার এসিপি প্রীত পাল সাংওয়ান  বলেন” অপরাধীর কাছ থেকে অপরাধে ব্যবহৃত গাড়ি ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। অপরাধীদের বিরুদ্ধে ডিএলএফ ফেজ-৩ আইপিসির বিভিন্ন ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।”

    প্রসঙ্গত, পরিসংখ্যান অনুযায়ী প্রতি এক ঘণ্টায় পথ দূর্ঘটনায় মৃত্যু হয় ১৮ জনের এবং রোজ গড়ে ৪২৬ জনের মৃত্যু ঘটে।২০২১ সালে দেশে পথ দুর্ঘটনায় মৃত্যুর হার এ যাবৎ সর্বোচ্চ। এক বছরে দেড় লক্ষেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রকের অধীন ন্যাশনাল ক্রাইম রেকর্ড বুরো ‘ভারতে দুর্ঘটনাজনিত মৃত্যু ও আত্মহত্যা, ২০২১’ শীর্ষক একটি রিপোর্ট প্রকাশ করেছে। তাতে উল্লেখ রয়েছে, গত বছর সারা দেশে ৪.০৩ লক্ষ সড়ক দুর্ঘটনা হয়েছে। আহত হয়েছেন ৩.৭১ লক্ষ লোক। মৃতের সংখ্যা ১.৫৫ লক্ষের বেশি। প্রতি হাজার যানবাহনে দুর্ঘটনাজনিত মৃত্যুর হার ২০২১ সালে ছিল ০.৫৩। যা ২০২০ (০.৪৫) এবং ২০১৯ (০.৫২)-এর থেকে বেশি। তবে ২০১৮ (০.৫৬) এবং ২০১৭ (০.৫৯)-এর থেকে কম। সরকার সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা প্রতিনিয়ত সচেতন করার নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, তবুও সাধারণ মানুষের মধ্যে তেমন ইতিবাচক প্রভাব পরিলক্ষিত হচ্ছে না।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • Google TikTok: টিকটককে কেনার প্লানিং করছে গুগল! দেখুন বিস্তারিত

    Google TikTok: টিকটককে কেনার প্লানিং করছে গুগল! দেখুন বিস্তারিত

    মাধ্যম নিউজ ডেস্ক: জনপ্রিয় ভিডিও প্ল্যাটফর্ম টিকটকে(TikTok) কেনার ভাবনাচিন্তা করছে টেক জায়ান্ট কোম্পানি গুগল(Google)। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের (Artificial Intelligence) উপর অল্টার (Alter) নামে একটি স্টার্টআপ কোম্পানি কোন ব্যক্তির ছবি নিয়ে তা হুবহু একটি কার্টুন চরিত্রে বদল করে দিতে পারে। এই কার্টুনের মতো দেখতে ছবি গুলিকে বলা হয় অবতার (Avatar)। গুগল এই কোম্পানিকে অধিগ্রহণ করেছে। যদিও ১০০ মিলিয়ন দিয়ে কেনা এই কোম্পানির অধিগ্রহণের বিষয়টি গুগলের কেনার ২ মাস পর প্রকাশ্যে এসেছে।

    [tw]


    [/tw]

    অল্টার কে সহ-সংস্থাপক নেও লিংকন তার সোস্যাল মিডিয়া প্রোফাইলে ‘building avatars at Google’ আপডেট করার পরেই বিশেষজ্ঞরা অল্টার ও তাদের অবতারকে ভবিষ্যতে গুগলের  একটি গুরুত্বপূর্ণ  অংশ হিসেবে মনে করছেন।
    মেটা মালিকানাধীন  মার্ক জুকারবার্গ (Mark Zuckerberg) তার ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইন্সটাগ্রামের প্ল্যাটফর্মে অবিলম্বে এই অবতার ফিচারটি আনার চেষ্টা করছে, ফেসবুকে বর্তমানে অবতার ফিচারটি থাকলেও  তার উন্নতি সাধনের চেষ্টা চালাচ্ছে ফেসবুক।

    AI প্রযুক্তিটি ভবিষ্যতে ব্যবসার জন্য একটি উজ্জ্বল  সম্ভাবনা পথ দেখাচ্ছে। ভবিষ্যতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে ব্যবহার করে চিত্র তৈরী, সঙ্গীত এবং এমনকি শিল্পকারুকার্য  তৈরি করা যাবে। এই AI-ভিত্তিক অবতারগুলি Google ভালরকম ব্যবহার করতে পারবে। গুগলের ফেসিয়াল রিকগনিশন প্রযুক্তি অ্যাপলের ফেস আইডির মতো উন্নত নয়। এই AI প্রযুক্তির অবতারগুলি গুগলের ফেস রিকগনিশন প্রযুক্তির উন্নতি ঘটাতে পারবে। ইউটিউব শর্টসের সাথেও অবতারগুলি একত্রিত করা যেতে পারে।

    গুগল এই শর্টস ভিডিওর বাজারকে ধরতে টিকটক অ্যাপটিকে কিনতে পারে বলে জানা গিয়েছে। গুগল সম্প্রতি স্টার্টআপ কোম্পানি অল্টারের (Alter) সমস্ত কর্মী ছাঁটাই করার সিদ্ধান্ত নেয়।

    প্রসঙ্গত, শর্টস ভিডিও এই অ্যাপ টিকটক প্রতিদিন, কোনও বিজ্ঞাপন ছাড়াই আড়াই মিলিয়ন ডলার আয় করে টিকটক। হিসেব করলে দেখা যায়, ঘণ্টায় এই সংস্থার আয় ১ লাখ ৪ হাজার ডলার।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • World Stroke Day: বিশ্ব স্ট্রোক দিবসে জেনে নিন এই মারণ রোগের সম্পর্কে নানা গুরুত্বপূর্ণ তথ্য

    World Stroke Day: বিশ্ব স্ট্রোক দিবসে জেনে নিন এই মারণ রোগের সম্পর্কে নানা গুরুত্বপূর্ণ তথ্য

    মাধ্যম নিউজ ডেস্ক: বিশ্বব্যাপী, গত কয়েক বছরে মানুষের স্ট্রোকের ঘটনা ক্রমাগত বৃদ্ধি পেয়েছে।এটি এমন একটি রোগ যেটি রোগীকে আজীবন প্রতিবন্ধী করে তুলতে পারে এবং এমনকি স্ট্রোকের ফলে রোগীর মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। বিশ্বের সকল মানুষকে স্ট্রোক সম্পর্কে সচেতন করার লক্ষ্যে প্রতি বছর ২৯ অক্টোবর ‘বিশ্ব স্ট্রোক দিবস'(World Stroke Day)পালন করা হয়।

    প্রতি ছয় সেকেন্ডে বিশ্বের কোনো না কোনো প্রান্তে কেউ না কেউ স্ট্রোকে আক্রান্ত ও মৃত্যুবরণ করছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যমতে, প্রতি চারজনের একজন জীবন অন্তত একবার স্ট্রোকের কবলে পড়ে। প্রতি বছর অন্তত দেড় কোটি মানুষ স্ট্রোক করে থাকেন। যাদের মধ্যে অন্তত ৬০ লাখ মানুষ মৃত্যুবরণ করেন।বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমান করেছেন যে, ২০৩০ সালেই স্ট্রোকে মৃত্যুর সংখ্যা প্রায় ১৭ মিলিয়নে বৃদ্ধি পাবে।

    চিকিৎসকেরা জানিয়েছেন, গত কয়েক বছরে ক্রমাগত পরিবর্তিত জীবনধারা এবং অনিয়মিত রুটিনের কারণে শুধু বয়স্কদের মধ্যেই নয়, তরুণদের মধ্যেও স্ট্রোকের সংখ্যা বেড়েছে। ২০১৯ সালে, ইন্ডিয়ান স্ট্রোক অ্যাসোসিয়েশন (আইএসএ) দ্বারা প্রকাশিত একটি তথ্য জানিয়েছে, সারা বিশ্বে প্রতি বছর প্রায় ১৭ মিলিয়ন মানুষ স্ট্রোকে আক্রান্ত হয়, যারমধ্যে ৬.২ মিলিয়ন মানুষ মারা যায় । মানুষ অক্ষম হয়ে পড়ে। উল্লিখিত প্রতিবেদনে বলা হয়েছে, গত ১৫ বছরে ভারতে স্ট্রোকের ক্ষেত্রে ১৭.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

    [tw]


    [/tw] 

    স্ট্রোকের সময় আবহাওয়া কী ভূমিকা পালন করে?

    বেশ কিছু গবেষণায় উল্লেখ করা হয়েছে যে, ঠান্ডা আবহাওয়া স্ট্রোকের ঝুঁকি বাড়ায়। ঠান্ডা আবহাওয়ার কারণে রক্তনালীগুলি সংকুচিত হয়, যা রক্তচাপ বাড়াতে পারে এবং স্ট্রোকের ঝুঁকি বাড়ায়।

    বিশেষজ্ঞরা আরও জানান যে, অত্যন্ত নিম্ন তাপমাত্রার সময়, রক্ত ​​ঘন এবং আঠালো হয়ে যায়, ফলে রক্ত সহজেই জমাট বেঁধে যায়। রক্ত জমাট বাঁধার ফলে মস্তিষ্কের রক্তনালীকে বন্ধ করে দেয়।এটি স্ট্রোকের সবচেয়ে সাধারণ কারণ।

    স্ট্রোকের সাধারণ লক্ষণ

    • তীব্র মাথাব্যথা
    • শরীরে বিশেষ করে মুখ, পা অসাড়তা
    • পক্ষাঘাত
    • কথা বলতে বা বুঝতে সমস্যা হওয়া
    • দৃষ্টিশক্তি হ্রাস, এবং কখনও কখনও দৃষ্টি কালো এবং ঝাপসা হয়ে যাওয়া
    • বমি বমি ভাব
    • মাথা ঘোরা

    প্রতিরোধের জন্য কিছু টিপস

    মদ্যপান কমানো পারলে বন্ধ করা : অ্যালকোহল রক্তচাপের মাত্রা বাড়াতে পারে। নিয়মিত অ্যালকোহল পানের ফলে স্ট্রোকের ঝুঁকি বাড়তে পারে।

    ধূমপান ত্যাগ: নিয়মিত ধূমপানের ফলে স্ট্রোকের ঝুঁকি বাড়তে পারে। তাই ধূমপান কমানোর চেষ্টা করুন। প্রয়োজনে ধূমপান ছাড়ার উপায় জানতে চিকিত্সকের পরামর্শ নিন।

    জীবনযাত্রার পরিবর্তন: স্বাস্থ্যকর জীবনযাত্রাই কিন্তু স্ট্রোক প্রতিরোধের মূল হাতিয়ার। খাদ্যতালিকায় প্রচুর পরিমাণে তাজা ফল এবং শাকসবজি যোগ করুন। লবণ খাওয়া সীমিত করুন।

    শারীরিক কসরত: ওজন বজায় রাখতে, কোলেস্টেরল এবং রক্তচাপের মাত্রা কমাতে প্রতিদিন ব্যায়াম করতে হবে। সপ্তাহে ২-৩ দিন হালকা কার্ডিয়ো করুন। তবে ব্যায়াম অবশ্যই নিজের সক্ষমতার সীমার মধ্যে করুন। জোর করে শরীরকে কষ্ট দেবেন না।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • Grand Mother: ইন্দোনেশিয়ায় ৫৪ বছরের বৃদ্ধাকে গিলে ফেলল বিশালাকার অজগর

    Grand Mother: ইন্দোনেশিয়ায় ৫৪ বছরের বৃদ্ধাকে গিলে ফেলল বিশালাকার অজগর

    মাধ্যম নিউজ ডেস্ক: ইন্দোনেশিয়ার জাম্বি প্রদেশে রবার সংগ্রহ করতে গিয়ে নিখোঁজ হয়ে যান ৫৪ বছরের এক বৃদ্ধা। দু’দিন খোঁজাখুঁজির পর অবশেষে জঙ্গলে গিয়ে বৃদ্ধার পরিবারের চোখে ধরা পড়ে ২২ ফুটের এক বিশালাকার অজগর সাপের। তার পেটের এক অংশ ফুলে ছিল। বিষয়টিতে সন্দেহ হতেই সাপটিকে মেরে তার পেট কেটে ফেলে বৃদ্ধার নাতি সহ গ্রামবাসীরা। দেখা যায় সাপটির পাচনতন্ত্রে কুঁকড়ে পড়ে আছে ঠাকুমার মৃতদেহ।

    [tw]


    [/tw]

    চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ২৩ অক্টোবর ইন্দোনেশিয়ার জাম্বি প্রদেশের তেরজুন গাজা গ্রামে। ওই গ্রামেই থাকতেন ৫৪ বছরের প্রৌঢ়া জাহরা। শুক্রবার বিকেলে (২১ অক্টোবর) তিনি বাড়ি থেকে বেরিয়েছিলেন। পরিবারের লোকজনদের জানিয়েছিলেন, স্থানীয় রাবার বাগান থেকে রাবার সংগ্রহ করতে যাচ্ছেন। আর ফেরেননি। তেরজুন গাজা গ্রামের প্রধান, আন্তো জানিয়েছেন, সম্ভবত ওই রাতেই সাপটি প্রথমে জাহরাকে কামড় দিয়েছিল।এবং তারপরে শ্বাসরোধ করার জন্য তার চারপাশে সাপটি নিজেকে জড়িয়েছিল বলে মনে করা হয়।তারপরে মাথার দিক থেকে গিলে নিয়েছিল তাঁকে। এই ভয়ঙ্কর যন্ত্রণাদায়ক ঘটনা অন্তত ঘন্টা দুয়েক ধরে চলে বলে মনে করছেন তিনি।

    [tw]


    [/tw] 

    তিনি আরও বলেন, গ্রামবাসীরা সাপটিকে হত্যা করে এবং তার পেট কেটে ফেলে। তারপর সবাই অবাক হয়ে গিয়েছিল। আমরা যে মহিলাক খুঁজছিলাম, তিনি ছিলেন সাপটির পেটের ভিতর।এই এলাকায় এর থেকেও বড়ো ২৭ ফুটের একটি অজগর রয়েছে। এছাড়া আরও বেশ কয়েকটি দৈত্যাকার অজগর দেখা গিয়েছে। ২৭ ফুটের অজগরটিকে ধরার চেষ্টা করা হয়েছিল, কিন্তু তার বিশাল আকৃতির জন্য সেই প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। ইতিমধ্যেই গ্রামের দুটি ছাগলকে সে গিলে ফেলেছে। গ্রামে এই দৈত্যাকার অজগর দেখা যাওয়ায় পরিস্থিতি যথেষ্ট উত্তেজনাপূর্ণ।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     
     
  • Covid 2022: ফের করোনার দাপট ভারতে, মৃতের সংখ্যা বেড়ে ১৬

    Covid 2022: ফের করোনার দাপট ভারতে, মৃতের সংখ্যা বেড়ে ১৬

    মাধ্যম নিউজ ডেস্ক: বিশ্ব স্বাস্থ্য সংস্থার (World Health Organization) হুশিয়ারির পরেই ফের করোনার গ্রাফ বাড়ল।শেষ পাওয়া তথ্য অনুযায়ী ভারতে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন প্রায় ১ হাজার তিনশো চৌত্রিশ জন এবং ১৬ জনের মৃত্যু ঘটেছে।
    স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী এই ১৬ জনের মধ্যে ১২ জনই কেরালা রাজ্যের বাসিন্দা। যদিও এর মাঝে মন্ত্রক স্বস্তির খবর জানিয়েছে, ২৪ ঘন্টার ব্যবধানে সক্রিয় কেস কমেছে ১.৫২ শতাংশ হারে। মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, ভারতে প্রায় ২১৯.৫৬ কোটি ডোজ দেওয়া হয়েছে। 
    এদিকে শীতের মতো মরশুমে এমনিতেই ফ্লুয়ের সম্ভাবনা বেশী থাকে। এমন সময় করোনার প্রকোপ বাড়ার সম্ভাবনা সম্পর্কে আগেভাগেই সতর্ক করেছে হু। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (World Health Organisation) করোনার এই প্রকোপ থেকে বাঁচতে ভারতীয়দের বুস্টার ডোজ নেবার জন্য আহ্বান জানিয়েছে। ভারতে এর আগে বয়স্ক ব্যক্তিরা এই রোগে বেশী সংক্রমিত হওয়ায় তাদের দিকে বিশেষ নজর দিতে বলেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

    [tw]


    [/tw] 

    বর্তমানে চিনেও নতুন করে করোনার প্রাদুর্ভাব ঘটেছে।চিনের মঙ্গোলিয়ায় করোনা ভাইরাসের নতুন একটি প্রজাতির খোঁজ মিলেছে। চিকিৎসকদের মতে, ওমিক্রনের বিএ.৫.১.৭ (Omicron BA 5.1.7) এবং বিএফ.৭ প্রজাতির ভাইরাসের সংক্রমণ ক্ষমতা অন্যান্য প্রজাতির তুলনায় অনেক গুণ বেশি। তাই করোনা টিকা নেওয়ার পর বা এই ভাইরাস দ্বারা আক্রান্ত হওয়ার পর শরীরে যে প্রতিরোধ ক্ষমতা গড়ে ওঠে, তা নতুন এই প্রজাতিটিকে ঠেকানোর জন্য যথেষ্ট নয় বলেই মনে করছেন চিকিৎসকদের একাংশ।

    [tw]


    [/tw] 

    এদিকে উৎসবের মরশুমে লাগামছাড়া মনোভাবের কারণে ভারতে পুনরায় করোনার ঢেউ আসতে পারে বলে জানিয়েছেন চিকিৎসক মহল। বিএফ.৭ প্রজাতির ভাইরাসে আক্রান্ত হয়ে গুজরাটে মারা গিয়েছেন এক ব্যক্তি।
    এমত অবস্থায় সরকারের কাছে পুনরায় জনসচেতনতা মূলক কর্মসূচি আয়োজন করার অনুরোধ জানিয়েছেন চিকিৎসক মহল।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Kali Puja 2022: জানেন কালীপুজোর আগের দিন চোদ্দ রকমের শাক কেন খাওয়া হয় ?

    Kali Puja 2022: জানেন কালীপুজোর আগের দিন চোদ্দ রকমের শাক কেন খাওয়া হয় ?

    মাধ্যম নিউজ ডেস্ক: হিন্দু ধর্মের উৎসব মানে বাহ্যিক দিক থেকে আলোক সজ্জা, মন্ডপ সজ্জা, থিমের জমজমাট পুজোতো রয়েছেই, তারসাথে জড়িয়ে রয়েছে বিভিন্ন আচার এবং অনুষ্ঠান। যেমন ধরুন খাওয়া দাওয়ার আচার। সরস্বতী পুজোর পরদিন গোটা সেদ্ধ খাওয়ার প্রথা রয়েছে অধিকাংশ বাড়িতে। আবার কিছু ব্রত রয়েছে যেগুলো তে গৃহস্থ কত্রীরা শুধু মাত্র ময়দার তৈরী খাবার খান। প্রতিটি খাওয়া দাওয়ার আচার, পরিবার এবং স্বজনদের মঙ্গল কামনার উদ্দেশ্যেই পালিত হয়। রাজ্য জুড়ে ইতিমধ্যে শুরু হয়েছে কালীপুজো উৎসব (Kali Puja)। দীপান্বিতা কালীপুজো। জানেন কি আশ্বিন মাসের কৃষ্ণ পক্ষের চতুর্দশী তিথিতে অর্থাৎ কালীপুজোর আগের দিন অনেক বাড়িতেই চোদ্দ শাক খাওয়ার রীতি রয়েছে? এখন প্রশ্ন হলো, চৌদ্দ শাক খাওয়ার এই আচারের পিছনে কোন ধর্মীয় বিশ্বাস কাজ করছে ? কথিত আছে, মৃত্যুর পরে মানুষ পঞ্চভূতে বিলীন হয়ে যায়। এরপর এই বিশেষ দিনেই নাকি পূর্ব পুরুষদের আগমন ঘটে মর্ত্যলোকে।  হিন্দুশাস্ত্র মতে,  আকাশ, জল, বায়ু, অগ্নি, মাটি— প্রকৃতির এই পাঁচ উপাদানের মধ্যেই ছড়িয়ে রয়েছেন আমাদের পিতৃপুরুষেরা। বিশ্বাস মতে, চৌদ্দ শাক খাওয়ার রীতি পালনের মধ্যে দিয়েই তাঁদের ছুঁয়ে থাকা যায়। অশুভ শক্তির বিনাশ ঘটাতে প্রকৃতি থেকে সংগ্রহ করা চোদ্দ রকম শাক জলে ধুয়ে, সেই জল বাড়ির চারিদিকে ছিটিয়ে দেওয়া হয়। পূর্বের সাত পুরুষকে উৎসর্গ করে পরবর্তী সাতপুরুষের জন্য খাওয়া হয় শাক। তাই মোট চোদ্দ রকমের  শাক খাওয়ার রীতি প্রচলিত রয়েছে। এই শাক গুলি হলো , জয়ন্তী, শাঞ্চে, হিলঞ্চ, ওল, পুঁই, বেতো, সর্ষে, কালকাসুন্দে, নিম, পলতা, শুলকা, গুলঞ্চ, ভাঁটপাতা ও শুষণী। এই প্রচলিত রীতি গুলির  পিছনে বিজ্ঞান সম্মত কারণ  রয়েছে বলে অনেকের ধারণা। এদেশের সমস্ত আচার এবং অনুষ্ঠান বিজ্ঞান সম্মত হয় এবং প্রকৃতির সাথে সম্পর্কযুক্ত হয়। শরৎকালের শেষ এবং হেমন্তকালে শুরুতে অনেক রকমের রোগের প্রাদুর্ভাব দেখা যায়। ভেষজ গুণে সমৃদ্ধ শাক দেয় বিভিন্ন রোগ প্রতিরোধক ক্ষমতা।  এবার একনজরে দেখে নেওয়া যাক, এই চোদ্দ রকমের শাক গুলির কি কি গুণ রয়েছে। জয়ন্তী— উদরাময়, জ্বর, বহুমূত্র নিয়ন্ত্রণ করে।

    শাঞ্চে— রক্তের পরিমাণ বৃদ্ধি করে।

    হিংচে— পিত্তনাশক।

    ওল— অর্শ, রক্ত আমাশা, বাত, চর্মরোগ কমায়।

    পুঁই— হজমে সহায়ক।

    বেতো— কৃমিনাশক।

    সর্ষে— যকৃৎ, চোখ যত্নে রাখে।

    কালকাসুন্দে— অর্শ, কাশি দূর করে।

    নিম— যে কোনও চর্মরোগ নাশ করে।

    পলতা— শ্বাসযন্ত্র ভাল রাখে।

    শুলকা— হৃদ্‌যন্ত্র ভাল রাখে।

    গুলঞ্চ— উচ্চ রক্তচাপ, যকৃৎ যত্নে রাখে।

    ভাঁটপাতা— ক্যানসার প্রতিরোধে সহায়ক।

    শুষণী— স্মৃতিবর্ধক

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Salman Khan: ডেঙ্গিতে আক্রান্ত সলমন খান,শারিরীক অসুস্থতায় শুটিং বন্ধ

    Salman Khan: ডেঙ্গিতে আক্রান্ত সলমন খান,শারিরীক অসুস্থতায় শুটিং বন্ধ

    মাধ্যম নিউজ ডেস্ক: ডেঙ্গিতে আক্রান্ত বলিউড অভিনেতা সলমন খান (Salman Khan)। গত চার-পাঁচদিন ধরে অসুস্থ তিনি। যার কারণে বড় পর্দা বা ছোট পর্দার তাঁর সব শ্যুটিং এই মুহূর্তে বন্ধ রয়েছে। ‘ভাইজান’ অসুস্থ, এই খবর শুনলে মন খারাপ হবে ভক্তদের।সূত্র মারফত জানা যাচ্ছে, সলমন খান গত দু’সপ্তাহ ধরে কিসি কা ভাই, কিসি কি জান (Kisi Ka Bhai Kisi Ki Jaan) ছবির শ্যুটিংয়ে ব্যস্ত ছিলেন।তার মাঝেই তিনি আক্রান্ত হন ডেঙ্গিতে (Dengue)। অভিনেতার শারীরিক অবস্থার কথা ভেবে আপাতত ছবির শ্যুটিং বন্ধ রাখা হয়েছে।কিছু দিনের জন্য তাই ‘বিগ বস’-এর মঞ্চ থেকেও বিরতি নিতে হয়েছে নায়ককে। শুক্রবার দর্শক ওই শোয়ের সঞ্চালকের আসনে দেখেছেন পরিচালক কর্ণ জোহরকে। বলিউডের ভাইজান না থাকলে, অনেকেই মুখ ফেরাতেন পারেন জনপ্রিয় ‘বিগ বস’ থেকে। তাই সংবাদ সূত্রে জানা যাচ্ছে, আগেভাগেই বেশ কিছু পর্বের শুটিং সেরে রেখেছেন সলমন। যদিও এর আগেও করণ জোহর (Karan Johar) ‘বিগ বস ওটিটি’- সঞ্চালনা করেছেন। তাঁর নিজস্ব স্টাইলে এই শো হিট হয়েছে।

    ঘনিষ্ঠ সূত্রে জানা গিয়েছে, পরিস্থিতি খুব বাড়াবাড়ি না হলেও চিকিৎসকেরা তাঁকে বিশ্রামে থাকার নির্দেশ দিয়েছেন।

    প্রসঙ্গত, আগামী মঙ্গলবার, ২৫ অক্টোবর থেকে পরের ছবির শুটিং শুরু করার কথা সলমনের। ডেঙ্গিতে আক্রান্ত নায়ক অতটা দ্রুত সেরে উঠে নির্দিষ্ট দিনে সে ছবির কাজ শুরু কতে পারবেন কি না, তা শনিবার পর্যন্ত স্পষ্ট নয়। তবে নায়কের ঘনিষ্ঠ সূত্রে খবর, “ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন ভাইজান। খুব শীঘ্রই শুরু করবেন নতুন ছবি ‘কিসি কা ভাই, কিসি কি জান’”-এর শুটিং। তবে নায়কের অসুস্থতার কারণে বন্ধ নেই সেই ছবির কাজ। অন্যান্য অভিনেতাকে নিয়ে ছবির বাকি অংশের কাজ এগিয়ে রাখছেন পরিচালক। আগামীতে অভিনেত্রী ক্যাটরিনা কাইফের সাথে ফের টাইগার ৩ তে দেখা যাবে ভাইজানকে।

    এই মুহূর্তে সলমনকে দর্শক দেখছেন বিগ বস (Bigg Boss) -এর ঘরে যাবতীয় সমস্যা এবং বিতর্ক সামলাতে। এমনিতেই ওই শোয়ে সাজিদ খানকে নিয়ে বিতর্কে ফুটছে বলিপাড়া। মাঝে এমনটাও শোনা গিয়েছিল বিগ বস থেকে নাকি বেরিয়ে যেতে পারেন সাজিদ। তবে এ প্রসঙ্গে এখনও পর্যন্ত মুখ খোলেননি শোয়ের সঞ্চালক-নায়ক।বিগ বস-এর পর নিজের প্রযোজিত আগামী ছবিতে মন দিতে চান সলমন।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     
     
  • Facebook’s new feature: ভুয়ো খবর ঠেকাতে ফেসবুকের গ্রুপ অ্যাডমিনদের জন্য নতুন ফিচার

    Facebook’s new feature: ভুয়ো খবর ঠেকাতে ফেসবুকের গ্রুপ অ্যাডমিনদের জন্য নতুন ফিচার

    মাধ্যম নিউজ ডেস্ক: ভুয়া খবর ছড়ানো ঠেকাতে নতুন উদ্যোগ নিয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক (Facebook)। এ লক্ষ্যে বেশ কয়েকটি নতুন টুল চালু করেছে মেটার মালিকানাধীন কোম্পানিটি। নতুন ফিচার (Facebook’s new feature) ভুয়া তথ্য শনাক্তে সহায়তা করবে শুধু তাই নয়; ফেসবুক গ্রুপের অ্যাডমিনদের কাজের চাপও কমিয়ে দেবে। এতে করে গ্রুপের কর্মযজ্ঞ আরও ভালোভাবে সম্পাদন করতে পারবেন অ্যাডমিনরা। গ্রুপে কোনও তথ্য পোস্ট করার আগে ওই তথ্যটির সত্যতা সম্পর্কে ফ্যাক্ট চেকার টুল (Fact Checker Tool) সেই তথ্যটির সত্য বা মিথ্যা সম্পর্কে গ্রুপটির আডমিনের কাছে সঠিক তথ্য তুলে ধরবে।এমনকি যদি তথ্যটি মিথ্যে হয় সেক্ষেত্রে স্বয়ংক্রিয়ভাবে পোস্টটিকে সরিয়ে ফেলা হবে তবে সেক্ষেত্রে অ্যাডমিনের অনুমতি নেওয়া হবে।

    চলতি বছরের মার্চ মাস থেকেই ফেসবুক ভুল তথ্য সম্বলিত পোস্টগুলিকে স্বয়ংক্রিয়ভাবে সরিয়ে ফেলছে।

    ফেসবুকের পরিসংখ্যান অনুযায়ী প্রতিমাসে, ১.৮ বিলিয়নের ও বেশী মানুষ রাজনীতি থেকে শুরু করে সমাজের নানা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে এই গ্রুপগুলিতে জড়ো হয়।

    ফেসবুক প্রধান মার্ক জুকারবার্গ (Mark Zuckerberg) জানিয়েছেন, প্রতিদিন পৃথিবীর প্রায় ১০০ মিলিয়নের বেশী ফেসবুক ব্যবহারকারী নতুন গ্রুপে সদস্যতা গ্রহণ করে চলেছে।

    এ ছাড়াও হালনাগাদ ডেস্কটপ সংস্করণের জন্য ‘অ্যাডমিন হোম’ ডিজাইন টুলও যুক্ত করা হয়েছে। মোবাইল ফোনের জন্য নতুন বিন্যাস যুক্ত হয়েছে। অ্যাডমিনদের জন্য ফেসবুক গ্রুপের বিজ্ঞাপনে স্বয়ংক্রিয়ভাবে কিআর কোড যুক্ত হয়েছে। এতে করে ব্যবহারকারীরা কিআর কোড স্ক্যান করে গ্রুপ সম্পর্কে সহজেই বিস্তারিত জানতে পারবেন।

    ভুয়ো খবর বন্ধ করার জন্য দীর্ঘদিন ধরে কাজ করে চলেছে মেটা (Meta)। হোয়াটসঅ্যাপেও (Whatsapp) বিশেষ ফিচার ব্যবহার করা হবে। যার মাধ্যমে কোনও একটি চ্যাট শুধুমাত্র একটি গ্রুপেই ফরোয়ার্ড করা সম্ভব হবে। আগে 5জনকে ফরোয়ার্ড করা হলেও কিছুদিনের মধ্যে সেই সুবিধা থেকে বঞ্চিত হবেন ব্যবহারকারীরা।

    বর্তমানে এই ফেসবুক গ্রুপ বা ফেসবুকে ফেক আইডি খুলে কোন সম্প্রদায় বা গোষ্ঠীর বিরুদ্ধে আকছার বিষোদগার করে চলেছে একদল কুচক্রী মানুষ। মুখোশের পিছনে থেকে সমাজে অশান্তি বাধিয়ে চলেছে। বর্তমানে ভারতের বেশ কিছু সাম্প্রদায়িক অশান্তি সোস্যাল মিডিয়ার পোস্টকে কেন্দ্র করে হয়েছে। ভারতের প্রতিবেশী দেশ বাংলাদেশে ২০২১ সালে একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে দূর্গাপুজোর সময় অশান্তি ঘটেছিল। তাই বর্তমানে সোস্যাল মিডিয়ার প্ল্যাটফর্মকে হাতিয়ার করে যাতে পুনরায় অশান্তি না ঘটে তার জন্য সোস্যাল মিডিয়া কোম্পানি গুলি বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে। তবে এক্ষেত্রে আমাদের সকলে সচেতন না হই। সেক্ষেত্রে সমাজে সোস্যাল মিডিয়ার উপকারিতা দেখা যাবে না।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

LinkedIn
Share