Blog

  • Hardik Pandya: দলবদল নিয়ে হয়েছিল বিতর্ক, এবার গোটা আইপিএলেই অনিশ্চিত হার্দিক?

    Hardik Pandya: দলবদল নিয়ে হয়েছিল বিতর্ক, এবার গোটা আইপিএলেই অনিশ্চিত হার্দিক?

    মাধ্যম নিউজ ডেস্ক: আইপিএল (IPL 2024) শুরু হওয়ার আগেই জোড়া ধাক্কা মুম্বই ইন্ডিয়ান্স শিবিরে। চোটের কারণে আইপিএলের আসন্ন মরশুমে নাও খেলতে পারেন দলের নির্ভরযোগ্য ব্যাটার তথা টি২০ স্পেশালিস্ট সূর্যকুমার যাদব বলে শুক্রবারই খবর প্রকাশিত হয়েছিল। শনিবার জানা গেল, একা সূর্য নন, আসন্ন আইপিএলে হয়ত খেলতেই পারবেন না মুম্বইয়ের সদ্য নিযুক্ত অধিনায়ক হার্দিক পান্ডিয়া-ও (Hardik Pandya)। জানা যাচ্ছে, গোড়ালির চোটের জন্য গোটা প্রতিযোগিতা থেকেই হয়ত বাদ পড়তে পারেন তিনি। কয়েকদিন আগেই, ট্রেডিংয়ের মাধ্যমে গুজরাট থেকে তাঁকে নেয় মুম্বই। শুধু তাই নয়, রোহিত শর্মাকে সরিয়ে হার্দিককে মুম্বইয়ের অধিনায়ক ঘোষণা করা হয়। সেই নিয়ে বিতর্কের আগুন এখনও জ্বলছে। তার মধ্যেই হার্দিকের আইপিএল খেলায় অনিশ্চয়তা নতুন বিতর্কের জন্ম দিল। এই পরিস্থিতিতে বেজায় ফাঁপড়ে তাঁর ফ্রাঞ্চাইজি।

    বিশ্বকাপের সময় লেগেছিল চোট

    বিশ্বকাপের সময় বাংলাদেশের বিরুদ্ধে খেলতে গিয়ে গোঁড়ালিতে চোট পেয়েছিলেন হার্দিক (Hardik Pandya)। যার জেরে গোটা বিশ্বকাপ থেকেই ছিটকে গিয়েছিলেন। এখনও রিহ্যাবে রয়েছেন হার্দিক। সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, সেই চোট এখনও পুরোপুরি সারেনি। এই কারণে, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ ও দক্ষিণ আফ্রিকা সফরে নেওয়া হয়নি তাঁকে। এখন জানা যাচ্ছে, আফগানিস্তানের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজেও হয়তো খেলতে পারবেন না তিনি। শুধু তাই নয়। অনিশ্চয়তা রয়েছে আইপিএলে (IPL 2024) খেলা নিয়েও।  

    মার্চ-এপ্রিলে বসছে আইপিএলের আসর

    আগামী বছরের মার্চ-এপ্রিল মাসে আইপিএলের আসর বসার কথা। কিন্তু, এই সময়ের মধ্যে পুরোপুরি সুস্থ হয়ে এতটা ওয়ার্কলোড নেওয়ার মতো পরিস্থিতিতে থাকবেন না হার্দিক, এমনটাই আশঙ্কা করা হচ্ছে। ভারতীয় বোর্ডের এক সূত্র জানিয়েছে, হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) ক্রিকেটে কবে ফিরবেন তা নিয়ে এখনও কোনও আপডেট নেই। এদিকে, হার্দিকের অনুপস্থিতিতে দেশের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এবং প্রোটিয়াদের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার মাটিতে ভারতীয় টি-২০ দলকে নেতৃত্ব দিয়েছিলেন সূর্যকুমার যাদব। কিন্তু প্রোটিয়া সফরে গিয়ে পায়ে চোট পেয়েছেন সূর্যও। তিনি আবার মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতেই খেলেন। ফলে, সব মিলিয়ে এখন প্রবল চাপে মুকেশ আম্বানির দল (IPL 2024)।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • PM Modi: “আব কি বার ৫০ শতাংশ ভোট পার”, প্রচারের সুর বাঁধলেন মোদি

    PM Modi: “আব কি বার ৫০ শতাংশ ভোট পার”, প্রচারের সুর বাঁধলেন মোদি

    মাধ্যম নিউজ ডেস্ক: “আব কি বার ৫০ শতাংশ ভোট পার।” আসন্ন লোকসভা নির্বাচনে দলীয় কর্মীদের জন্য এই সুরই বেঁধে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। গত লোকসভা নির্বাচনে তিনি স্লোগান বেঁধে দিয়েছিলেন, “আপ কি বার, মোদি সরকার।” এবার তৈরি করলেন নয়া স্লোগান। প্রসঙ্গত, এই নিয়ে তৃতীয়বার মোদির নেতৃত্বে নির্বাচনী ময়দানে হাজির হচ্ছে গেরুয়া শিবির।

     ‘৫০ শতাংশ ভোট পেতে হবে’

    নতুন বছরের মধ্য-এপ্রিলে হতে পারে লোকসভা নির্বাচন। সেজন্য ইতিমধ্যেই আস্তিন গোটাতে শুরু করেছে বিজেপি। শুক্রবার নয়াদিল্লিতে বিজেপির সদর দফতরে বসেছে দলীয় কর্মকর্তাদের বৈঠক। সেখানেই প্রধানমন্ত্রী বলেন, “আসন্ন নির্বাচনে যত ভোট পড়বে, তার অন্তত ৫০ শতাংশ বিজেপির পাওয়া প্রয়োজন।” উল্লেখ্য যে, গত লোকসভা নির্বাচনে গেরুয়া ঝুলিতে পড়েছিল ৩৭.৩৬ শতাংশ ভোট। বিজেপি একাই পেয়েছিল ৩০৩টি আসন।

    বাতলে দিলেন জয়ের কৌশলও

    পদ্ম-শিবির সূত্রে খবর, ঘণ্টা চারেক ধরে চলা বৈঠকে প্রধানমন্ত্রী (PM Modi) একাই বক্তব্য রাখেন প্রায় দেড় ঘণ্টা ধরে। তিনি বলেন, “বিজেপি যদি ৫০ শতাংশের বেশি ভোট পায়, তাহলে জয় আরও নিশ্চিত হবে।” কীভাবে এত ভোট পাওয়া যাবে, তাও বাতলে দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, “আমজনতার কাছে গিয়ে কেন্দ্রীয় প্রকল্পগুলি নিয়ে প্রচার করতে হবে। যে চারটি বিষয়ে জোর দিতে হবে, সেগুলি হল, মহিলাদের জন্য মোদি সরকার কী কী করেছে, কৃষকদের আর্থিক উন্নয়নে সরকার কী কী প্রকল্প রূপায়ন করেছে, যুব সমাজের কর্মসংস্থানে সরকার কী কী পদক্ষেপ করেছে এবং দারিদ্র দূরীকরণে সরকারের গৃহীত পদক্ষেপ।”

    আরও পড়ুুন: এবার আমেরিকার মন্দিরের গায়েও খালিস্তানপন্থী স্লোগান, নেপথ্যে পান্নুনের সংগঠন!

    প্রধানমন্ত্রী বলেন, “জাতপাতের রাজনীতি নয়, দারিদ্রকে সব চেয়ে পিছিয়ে পড়া জাতি হিসেবে প্রচার করতে হবে। বিরোধীদের নেতিবাচক প্রচারের ফাঁদে পা দিয়ে উন্নয়নের প্রচারের অভিমুখ থেকে সরলে চলবে না।” প্রচারের ক্ষেত্রে সোশ্যাল মিডিয়াকে বিশেষ গুরুত্ব দিতেও বিজেপির কর্মকর্তাদের বলেছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, “প্রতি মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় নজর দিতে হবে। যুব সম্প্রদায়কে আকর্ষণ করতে ইনস্টাগ্রামে রিল ব্যবহার করতে হবে।” দু’ দিনের এই বৈঠকের শেষ দিন শনিবার। এদিন বক্তব্য রাখার কথা (PM Modi) কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

  • Tejashwi Yadav: ‘জমির বদলে চাকরি’ মামলায় লালুপুত্র তেজস্বীকে ফের তলব ইডির

    Tejashwi Yadav: ‘জমির বদলে চাকরি’ মামলায় লালুপুত্র তেজস্বীকে ফের তলব ইডির

    মাধ্যম নিউজ ডেস্ক: বিহারে চাকরি কেলেঙ্কারিতে ইডির কাচের তলায় লালুপুত্র (Tejashwi Yadav)। ‘জমির বদলে চাকরি’ মামলায় বিহারের উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদবকে ফের তলব কেন্দ্রীয় সংস্থার। জানা গিয়েছে, আগামী ৫ জানুয়ারি ইডির দফতরে হাজির হওয়ার জন্য নোটিস পৌঁছেছে তেজস্বী যাদবের কাছে। ওই দিন তাঁকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে। একইসঙ্গে, এই মামলায় আগামী ২৭ ডিসেম্বর লালুপ্রসাদকেও ইডি দফতরে হাজিরা দিতে বলা হয়েছে। অর্থাৎ পিতা-পুত্রকে তলব ইডির। প্রসঙ্গত, বিহারের মুখ্যমন্ত্রী থাকাকালীন পশু-খাদ্য কেলেঙ্কারিতে নাম জড়ায় লালু প্রসাদ যাদবের। সেই মামলায় দীর্ঘদিন জেলও খেটেছেন তিনি। এবার ফের দুর্নীতির অভিযোগে তাঁকে তলব করল ইডি। বিহারে নীতীশ কুমারের দল ও লালু যাদবের জোট সরকার চলছে বর্তমানে।

    আগেও তেজস্বীকে ৮ ঘণ্টা জেরা করে ইডি

    তবে এই প্রথম নয়। চাকরি কেলেঙ্কারির মামলায় এ বছরের এপ্রিলে তেজস্বীকে (Tejashwi Yadav) তলব করে ইডি। তখন প্রায় ৮ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তবে এই প্রথম লালুপ্রসাদকে এই মামলার তদন্তে ডেকে পাঠাল ইডি। গত নভেম্বরেই এই মামলায় লালুর পরিবারের এক ঘনিষ্ঠ অমিত কাত্যালকে গ্রেফতার করে ইডি। তাঁকে জেরা করার পরই নাকি লালুকে নোটিস পাঠানো হয়েছে। অন্তত এমনটাই জানা গিয়েছে ইডি সূত্রে।

    রেলমন্ত্রী থাকাকালীন জমির বিনিময়ে চাকরি দেন লালু?

    প্রসঙ্গত, প্রথম ইউপিএ সরকারে রেলমন্ত্রী ছিলেন লালুপ্রসাদ যাদব। সেসময় রেলমন্ত্রী থাকাকালীন (২০০৪-০৯) বিহারের বহু যুবককে জমির বিনিময়ে রেলের ‘গ্রুপ ডি’ পদে নিয়োগ করা হয়েছিল বলে অভিযোগ ওঠে। আঙুল ওঠে লালুর স্ত্রী তথা বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী রাবড়ি এবং তাঁদের দুই কন্যা মিসা এবং হেমার বিরুদ্ধেও। এখন দেখার তদন্তে কী উঠে আসে। বছরের শুরুতেই অবশ্য একই মামলায় আরজেডি প্রধান লালু, তাঁর স্ত্রী রাবড়ি দেবী এবং কন্যা মিসা ভারতীকে জিজ্ঞাসাবাদ করেছিল সিবিআই। জমির বিনিময়ে চাকরি মামলায় লালু, রাবড়ি-সহ মোট ১৬ জনের বিরুদ্ধে গত ২৭ ফেব্রুয়ারি সমন জারি করেছিল দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত। পরে চার্জশিটে তেজস্বীর (Tejashwi Yadav) নামও জোড়ে সিবিআই।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Poush Mela Santiniketan: শান্তিনিকেতনে পৌষমেলার জন্য চলবে ‘স্পেশাল ট্রেন’, ঘোষণা পূর্ব রেলের

    Poush Mela Santiniketan: শান্তিনিকেতনে পৌষমেলার জন্য চলবে ‘স্পেশাল ট্রেন’, ঘোষণা পূর্ব রেলের

    মাধ্যম নিউজ ডেস্ক: শান্তিনিকেতনের পৌষমেলায় ‘পৌষমেলা স্পেশাল ট্রেন’ (Poush Mela Santiniketan) চালানোর কথা ঘোষণা করেছে পূর্ব রেল। সূত্রে জানা গিয়েছে, পর্যটকদের যাতায়েত সুবিধার জন্য এই বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। যদিও সাময়িক ভাবে বিগত কয়েক বছর এই মেলা বন্ধ থাকলেও এবছর ফের মেলা অনুষ্ঠিত হতে চলেছে। প্রচুর পর্যটকদের ভিড় হবার আশঙ্কায় এই স্পেশাল ট্রেন চলবে।

    রেলের সূত্রে কী জানা গিয়েছে (Poush Mela Santiniketan)?

    গত কয়েক বছর ধরে বোলপুরের শান্তিনিকেতনে মেলা বন্ধ ছিল। এই বছর ফের মেলা হওয়ার কথা জানিয়েছে মেলা কর্তৃপক্ষ। ফলে এই বছর বেশ মেলার কারণে ব্যাপক ভিড়ের সম্ভাবনা রয়েছে। পূর্ব রেলের তরফ থেকে জানা গিয়েছে মেলার (Poush Mela Santiniketan) আগত পর্যটকরা জেনারেল সেকেন্ড ক্লাসে ভ্রমণের সুযোগ পাবেন। আগামী ২৫, ২৬, ২৭ ডিসেম্বর হাওড়া থেকে রামপুরহাট পর্যন্ত এই স্পেশাল ট্রেন চলবে বলে জানা গিয়েছে। এই সকল ট্রেনগুলি ব্যান্ডেল, বর্ধমান হয়ে রামপুরহাট পর্যন্ত চলবে। মেলার জন্য এই প্রত্যেকদিন সকাল ৭ টা ১৫ মিনিট পর্যন্ত হাওড়া থেকে চলবে এই পৌষমেলা স্পেশাল ট্রেন। এই ট্রেন সকাল ১১ টার মধ্যে পৌঁছে যাবে রামপুরহাটে। আবার বিকাল ৩ টার সময় রামপুরহাট থেকে চলবে এবং হাওড়ায় পৌঁছাবে সন্ধ্যে ৭ টায়। সূত্রে জানা গিয়েছে, এই ট্রেনের যাত্রাপথে যে যে স্টেশনে দাঁড়াবে তা হল ব্যান্ডেল, বর্ধমান, গুসকরা, বোলপুর, শান্তিনিকেতন, প্রান্তিক, আহমেদপুর, সাঁইথিয়া।

    মুখ্য জনসংযোগ আধিকারিকের বক্তব্য

    পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানান, “এই স্পেশাল ট্রেন মেলার (Poush Mela Santiniketan) দর্শনার্থীদের কাছে বাজেট ফ্রেন্ডলি হবে। ট্রেনের মধ্যে জেনারেল সেকেন্ড ক্লাসে ভ্রমণ করা যাবে।”

    উল্লেখ্য, এই মেলা খুবই ঐতিহ্যবাহী মেলা। কিন্তু বিশ্বভারতীর বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর সময়ে সাময়িক ভাবে বন্ধ হয়ে যায়। অবশ্য বন্ধের পিছনে স্থানীয় তৃণমূল নেতাদের বিশ্বভারতীর মেলারমাঠ দখল এবং ক্যাম্পাসের শিক্ষার পরিবেশকে ধ্বংস করার বিষয়ে শাসক দলের রাজনীতি উঠেছিল। পাশাপাশি ক্যাম্পাসের ছাত্র, গবেষক, আশ্রমিক এবং স্থানীয় মানুষ পৌষমেলার দাবিতে বারবার আন্দোলন করতে দেখা যায়। যদিও নতুন অস্থায়ী উপাচার্য নিযুক্ত হওয়ার বিশেষ বৈঠকে ‘মেলার প্রস্তুতিতে সময়ের অভাবে’র কথা না বললেও আবার স্থানীয় মানুষের দাবিতে মেলা অনুষ্ঠিত হচ্ছে বলে জানা গিয়েছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • India Foreign Exchange: বড়দিনের আগে বড় খবর! ফের বাড়ল ভারতে বৈদেশিক মুদ্রার ভান্ডার

    India Foreign Exchange: বড়দিনের আগে বড় খবর! ফের বাড়ল ভারতে বৈদেশিক মুদ্রার ভান্ডার

    মাধ্যম নিউজ ডেস্ক: বড়দিনের আগে বড় খবর! ফের বাড়ল ভারতে বৈদেশিক মুদ্রার ভান্ডার (India Foreign Exchange)। রিজার্ভ ব্যাঙ্ক জানিয়েছে, ১৫ ডিসেম্বর শেষ হওয়া সপ্তাহে ভারতে বৈদেশিক মুদ্রার ভান্ডার ৯.১১ বিলিয়ন ডলার বেড়ে হয়েছে ৬১৫.৯৭ বিলিয়ন ডলার।

    বৈদেশিক মুদ্রার ভান্ডার

    এর আগের সপ্তাহেই (যেটি শেষ হয়েছে ৮ ডিসেম্বর) বৈদেশিক মুদ্রার ভান্ডার ৬০৬.৮৬ বিলিয়ন ডলার বেড়ে হয়েছিল ৬১৫.৯৭ বিলিয়ন ডলার। জানা গিয়েছে, গত বছর থেকে বিশ্বব্যাপী নানা ঘটনার প্রভাবের আবহেও অটুট ছিল ভারতে বৈদেশিক মুদ্রার ভান্ডার। প্রসঙ্গত, ভারতে বৈদেশিক মুদ্রার সঞ্চয়ের মধ্যে রয়েছে কারেন্সি অ্যাসেটস, সোনার মজুত, স্পেশাল ড্রয়িং রাইটস এবং আন্তর্জাতিক মুদ্রা ভান্ডার দেশের জমা রাশির পরিমাণ।

    ফরেন কারেন্সি অ্যাসেটস

    দেশে বৈদেশিক মুদ্রা ভান্ডারের (India Foreign Exchange) একটি গুরুত্বপূর্ণ অংশ হল ফরেন কারেন্সি অ্যাসেটস। রিজার্ভ ব্যাঙ্কের দেওয়া তথ্য অনুযায়ী, ১৫ ডিসেম্বর শেষ হওয়া সপ্তাহে এই অ্যাসেট ৮.৩৪ বিলিয়ন ডলার বেড়ে হয়েছে ৫৪৫.০৪ বিলিয়ন ডলার। জানা গিয়েছে, ডলারের নিরিখে ফরেন কারেন্সি অ্যাসেটের মধ্যে ইউরো, পাউন্ড এবং ইয়েনের মতো অ-মার্কিন বৈদেশিক মুদ্রার মূল্যমাণও হিসেবে ধরা হয়েছে। শুক্রবার প্রকাশিত হয়েছে রিজার্ভ ব্যাঙ্কের তথ্য। সেই তথ্য থেকেই জানা গিয়েছে, মজুত সোনার মূল্য ৪৪৬ মিলিয়ন ডলার বেড়ে হয়েছে ৪৭.৫৭৭ বিলিয়ন ডলার। বেড়েছে স্পেশাল ড্রয়িং রাইটসও। ১৩৫ মিলিয়ন ডলার বেড়ে স্পেশাল ড্রয়িং রাইটসের পরিমাণ হয়েছে ১৮.৩২৩ বিলিয়ন ডলার। সঞ্চয়ের পরিমাণ বেড়েছে আন্তর্জাতিক মুদ্রা ভান্ডারেও। এখানে মজুতের পরিমাণ ১৮১ মিলিয়ন ডলার বেড়ে হয়েছে ৫.০২ বিলিয়ন ডলার।

    আরও পড়ুুন: শিশির অধিকারীকে ‘গুরুদেব’ সম্বোধন, শো-কজ খেলেন তৃণমূল চেয়ারম্যান

    প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমলে যে দেশের অর্থনৈতিক স্বাস্থ্য ক্রমেই স্ফীত হচ্ছে, তা প্রমাণ হয়েছে বারংবার। ২০১৪ সালে তিনি যখন প্রধানমন্ত্রী হন, তখন বৃহত্তর অর্থনৈতিক শক্তির দেশের তালিকায় ভারতের স্থান ছিল ১০ নম্বরে। বর্তমানে ওই তালিকায় ভারতের স্থান পাঁচ নম্বরে। দীর্ঘদিন এই জায়গাটা ব্রিটেনের দখলে ছিল। সম্প্রতি ব্রিটেনকে সরিয়ে জায়গাটি দখল করে মোদির ভারত। দেশের অর্থনীতি আরও শক্তিশালী হবে অচিরেই, দিন কয়েক আগে সেই ইঙ্গিত মিলেছে প্রধানমন্ত্রীর কথায়ও। তিনি বলেছিলেন, অচিরেই ভারত পরিণত হবে বৃহৎ অর্থনৈতিক শক্তির দেশে (Indias Foreign Exchange)।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Khalistan: এবার আমেরিকার মন্দিরের গায়েও খালিস্তানপন্থী স্লোগান, নেপথ্যে পান্নুনের সংগঠন!

    Khalistan: এবার আমেরিকার মন্দিরের গায়েও খালিস্তানপন্থী স্লোগান, নেপথ্যে পান্নুনের সংগঠন!

    মাধ্যম নিউজ ডেস্ক: এবার আমেরিকার হিন্দু মন্দিরেও তাণ্ডব খালিস্তানপন্থীদের (Khalistan)। অস্ট্রেলিয়ার সিডনি, কানাডার অটোয়ার পরে এবার তারা হানা দিল আমেরিকার ক্যালিফোর্নিয়ার নিউইয়র্ক শহরের একটি মন্দিরে। এখানকার এক মন্দিরের দেওয়ালে কালো রং দিয়ে লিখে দেওয়া হয় খালিস্তানপন্থী স্লোগান। ভারত ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সম্পর্কেও বিরূপ মন্তব্য লেখা হয়েছে। ঘটনার নেপথ্যে খালিস্তানপন্থী জঙ্গি গুরুপতবন্ত সিং পান্নুনের সংগঠন ‘শিখস ফর জাস্টিসে’র হাত রয়েছে বলে অনুমান স্থানীয়দের।

    বার্তা বাইডেনকেও

    নিউইয়র্ক শহরে রয়েছে স্বামীনারায়ণের মন্দির। মন্দিরটির পরিচালনার দায়িত্বে রয়েছে স্বামীনারায়ণ মন্দির বাসনা সংস্থা। ঘটনায় ইতিমধ্যেই অভিযোগ দায়ের হয়েছে পুলিশের কাছে। অভিযোগ জানানো হয়েছে নাগরিক অধিকার আদালতেও। সান ফ্রান্সিসকোর ভারতীয় কনস্যুলেটের তরফে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সরকারের কাছেও পাঠানো হয়েছে বার্তা। ঘটনার (Khalistan) নিন্দা করে জারি করা হয়েছে বিবৃতিও।

    হিংসার বীজ বপন!

    হিন্দু আমেরিকান ফাউন্ডেশনের তরফে মন্দিরের গায়ে লেখা ভারত বিরোধী স্লোগান ও প্রধানমন্ত্রীর বিরুদ্ধে লেখা স্লোগানের ছবি পোস্ট করা হয়েছে এক্স হ্যান্ডেলে। ফাউন্ডেশনের দাবি, মন্দিরের দেওয়ালে খালিস্তানপন্থী জঙ্গি প্রয়াত জার্নেল সিং ভিন্দ্রাওয়ালের নাম লেখা হয়েছে স্রেফ ভক্তদের মধ্যে ভয়ের বাতাবরণ সৃষ্টি করতে। এভাবে তারা হিংসার বীজ বপন করতে চাইছে।

    ভারত থেকে পালিয়ে গিয়ে আমেরিকায় আশ্রয় নিয়েছে খালিস্তানপন্থী জঙ্গি পান্নুন। বর্তমানে গা-ঢাকা দিয়ে রয়েছে কানাডায়। এই পান্নুনকেই খুনের চেষ্টা করা হয় আমেরিকায়। ওই ঘটনায় ভারতের গুপ্তচরদের হাত রয়েছে বলে অভিযোগ ওঠে। আন্তর্জাতিক মহলের একাংশের মতে, এই কারণেই আমেরিকার মাটিতে বাড়বাড়ন্ত পান্নুনের সংগঠনের। যদিও সম্প্রতি ব্রিটিশ এক সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দিতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, “ভারত সর্বদা আইনের শাসনের প্রতি দায়বদ্ধ। দেশের কোনও নাগরিক যদি কিছু করে থাকেন, তাহলে সরকার তা খতিয়ে দেখবে।”

    আরও পড়ুুন: “মুসলিম তোষণের জন্যই প্রত্যাহার হিজাব নিষেধাজ্ঞা”, সিদ্দারামাইয়াকে তোপ বিজেপির

    প্রসঙ্গত, চলতি বছর সিডনি ও অটোয়ায় মন্দিরের গায়ে লেখা হয়েছিল ভারত বিরোধী স্লোগান। খালিস্তানের পক্ষেও আওয়াজ তোলা হয়েছিল। কানাডা, ব্রিটেন এবং আমেরিকায় ভারতীয় দূতাবাসের সামনে বিক্ষোভও দেখিয়েছে খালিস্তানপন্থীরা (Khalistan)।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Covid 19: প্রতিদিন বাড়ছে করোনা! গত ২৪-ঘণ্টায় দেশে নতুন করে আক্রান্তর সংখ্যা সাতশো পার

    Covid 19: প্রতিদিন বাড়ছে করোনা! গত ২৪-ঘণ্টায় দেশে নতুন করে আক্রান্তর সংখ্যা সাতশো পার

    মাধ্যম নিউজ ডেস্ক: নতুন বছর এগিয়ে আসছে যত, ততই যেন চোখ রাঙানি বাড়ছে করোনাও (Covid 19)। বিগত কয়েক দিনে দেশে কোভিড আক্রান্তের সংখ্যা যেন বেড়েই চলেছে। গত ২৪-ঘণ্টায় দেশে নতুন করোনা আক্রান্তের সংখ্যা সাড়ে সাতশো ছাড়িয়ে গিয়েছে। যা আগের ২ দিনের তুলনায় অনেকটাই বেশি। এর মধ্যেই, নতুন করে কোভিড আক্রান্তদের নমুনা জিনোম সিকোয়েন্সিংয়ে পাঠাতে রাজ্যগুলিকে নির্দেশ দিয়েছে কেন্দ্র। 

    গত ২ দিনের তুলনায় বৃদ্ধি শনিতে

    কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের শনিবার সকালের পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৭৫২ জন। মারা গিয়েছেন ৪ জন। এর আগে শুক্রবারের তথ্য অনুসারে, দেশে ৬ জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছিল। একই সময়ে করোনা আক্রান্ত হয়েছিলেন ৫৯৪ জন। বৃহস্পতিবার এই সংখ্যা ছিল ৩২৮। শনিবারের পরিসংখ্যান আরও জানাচ্ছে, দেশে সক্রিয় করোনা রোগীর সংখ্যা পৌঁছেছে ৩,৪২০-তে। 

    কেরল, কর্নাটকের পরিস্থিতি উদ্বেগজনক

    কেন্দ্রের পরিসংখ্যান বলছে, দেশে সব থেকে বেশি অবস্থা খারাপ কেরলের। গত ২৪ ঘণ্টায় কেরলে দুজন করোনা রোগীর মৃত্যু হয়েছে। রাজস্থানের এক করোনা আক্রান্তেরও মৃত্যু হয়েছে। অন্যদিকে কর্নাটকের ক্ষেত্রে এই সংখ্যা ১। বিগত বেশ কয়েকদিন ধরেই এদেশে কেরল, কর্নাটক, মহারাষ্ট্র, তামিলনাড়ু গুজরাট এ সমস্ত রাজ্যগুলিতে ব্যাপকভাবে ছড়িয়েছে করোনা সংক্রমণ (Covid 19)। গত ২৪-ঘণ্টায় কেরল থেকে ২৬৬ জন এবং কর্নাটক থেকে ৭৭ জনের আক্রান্ত হওয়ার খবর মিলেছে।

    কেন্দ্রের সতর্কবার্তা প্রতিটি রাজ্যকে

    ইতিমধ্যে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফ থেকে প্রতিটি রাজ্যে সতর্কবার্তা পাঠানো হয়েছে। ভার্চুয়ালি ভাবে প্রতিটি রাজ্যের সঙ্গে বৈঠক করেছেন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী মনসুখ মাণ্ডব্য। জানা গিয়েছে, প্রতিটি রাজ্যকে প্রস্তুত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। হাসপাতালগুলিতে খুব শীঘ্রই মক ড্রিলিংও করা হবে। দেশের বেশ কিছু রাজ্যতে শুরু হয়েছে করোনা বিধিও (Covid 19)। 

    রিপোর্ট পজিটিভ হলেই বাধ্যতামূলক জিনোম সিকোয়েন্সিং

    এরই মধ্যে, রাজ্যগুলিকে নতুন নির্দেশ দিয়েছে কেন্দ্র। সেখানে বলা হয়েছে, আরটি-পিসিআর পরীক্ষায় কারও করোনার রিপোর্ট পজিটিভ এলে বাধ্যতামূলকভাবে তা দ্রুত জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য পাঠানো হবে। এই জিনোম সিকোয়েন্সিংয়ের মাধ্যমেই ভাইরাসের মিউটেশন বা অভিযোজন সম্পর্কে জানা যাবে। প্রসঙ্গত দ্রুত সংক্রমণ বাড়ছে জেএন১ সাবভ্যারিয়েন্টের (Covid 19)। করোনা আক্রান্তরা সেই উপ প্রজাতিতে আক্রান্ত নাকি সেটারই পরীক্ষা হবে।

    আরও পড়ুন: তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব চরমে, দলের বিধায়ককেই গ্রেফতারের দাবি অর্জুন অনুগামীদের!

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • LPG Re-KYC: দিতে হবে না লাইন! ঘরে বসেই হবে গ্যাসের আধার-বায়োমেট্রিক যাচাই! কীভাবে?

    LPG Re-KYC: দিতে হবে না লাইন! ঘরে বসেই হবে গ্যাসের আধার-বায়োমেট্রিক যাচাই! কীভাবে?

    মাধ্যম নিউজ ডেস্ক: দেশজুড়ে এলপিজির রি-কেওয়াইসি (LPG Re-KYC) করা নিয়ে সাড়া পড়ে গিয়েছে। অনেকেই এই কাজের জন্য গ্যাসের ডিলারদের কাছে লম্বা লাইন দিচ্ছেন। আবার অসাধু ব্যবসায়ীরা সুযোগ পেয়ে গ্রাহকদের মনে বিভ্রান্তি তৈরি করে টাকা উপার্জনের চেষ্টাও করছেন। তবে, হাতে স্মার্টফোন থাকলে, লাইন না দিয়ে, বাড়িতে আরামে বসেই করে ফেলতে পারেন এই প্রক্রিয়াটি। কীভাবে তা করবেন, জেনে নিন—

    কীভবে করবেন রি-কেওয়াইসি (LPG Re-KYC)?

    বাড়িতে বসেই আপানি মোবাইলে রি-কেওয়াইসি (LPG Re-KYC) করতে পারবেন। ইন্ডিয়ান অয়েলর অ্যাপটি সম্প্রতি আপডেট করা হয়েছে। প্রথমে গ্রাহকেরা বাড়িতে বসেই ‘ইন্ডিয়ানঅয়েল ওয়ান’ (IndianOil One) অফিসিয়াল অ্যাপ এবং আধারের ফেস স্ক্যানার অ্যাপ মোবাইলে ডাউনলোড করবেন। এর সঙ্গে  থাকতে হবে এম আধার। ইন্ডিয়ানঅয়েল ওয়ান অ্যাপটি ওপেন করে প্রোফাইল তৈরি করুন, যদি তা না করা থাকে। এরপর মেনু থেকে এলপিজি সেকশন বেছে নিন। এরপর ডোমেস্টিক এলপিজি কানেকশন বেছে নিন। এরপর এলপিজি ড্যাশবোর্ড স্ক্রিনে প্রোফাইলে গিয়ে রি-কেওয়াইসি অপশনে ক্লিক করতে হবে। কেওয়াইসি-তে আপত্তি নেই জানিয়ে চেকবক্সে একটি টিক করুন এবং নিচের ‘ফেস স্ক্যান’ অপশনে ক্লিক করুন। 

    এর সঙ্গে মোবাইলে থাকতে হবে ফেসআরডি সার্ভিসের ব্যবস্থা। মোবাইল প্লে-স্টোর থেকে ‘আধার ফেসআরডি’ (AadhaarFaceRd) ডাউনলোড করতে হবে। অ্যাপটি ইউআইডিএআই-এর মাধ্যমে আধার ফেস ভেরিফিকেশন করতে সক্ষম। এরপর এই স্ক্যানারে মুখ স্ক্যান করলেই গ্যাসের রি-কেওয়াইসি প্রক্রিয়া সম্পূর্ণ হবে। একই ভাবে ভারত পেট্রোলিয়াম ও হিন্দুস্থান পেট্রোলিয়ামের গ্রাহকেরা বাড়িতে বসেই অনলাইনে আধার তথ্য যাচাই করতে পারবেন। সে ক্ষেত্রে ভারত পেট্রোলিয়ামের গ্রাহকদের হ্যালো বিপিসিএল অ্যাপটি (HelloBPCL) ইনস্টল করতে হবে মোবাইলে। হিন্দুস্থান পেট্রোলিয়ামের গ্রাহকদের জন্য এইচপিপে অ্যাপ (HPPay) ব্যবহার করতে হবে।

    এবার জেনে নিন কীভাবে করবেন এলপিজি-আধার লিঙ্ক—

    রান্নার গ্যাসের যদি কেউ এখনও আধার লিঙ্কই না করে থাকেন তাহলে করতে পারেন এই পদ্ধতি মেনে। যথা-

    ১> আপানার নিজের স্মার্ট মোবাইল ঠেকে প্রথমে আধারের অফিসিয়াল ওয়েবসাইটে uidai.gov.in –এ খুলুন।

    ২> এরপর সিডিং পোর্টাল Aadhaar seeding portal প্রবেশ করতে হবে। এখান থেকে আপনাকে ফর্ম ফিলাপ করতে হবে। 

    ৩> এরপর ফর্মের মধ্যে আপনার নাম, ঠিকানা, জেলা ইত্যাদি ফিলাপ করতে হবে।

    ৪> এরপর এখান থেকে যে সার্ভিস আপনার দরকার তা বেছে নিতে হবে।

    ৫> এরপর এলপিজি গ্যাসের অপশন বেছে নিতে হবে।

    ৬> ইন্ডেন হয় তাহলে আইওসিএল এবং ভারত গ্যাসে বিপিসিএল অপশনকে ক্লিক করতে হবে।

    ৭> এরপর তালিকা থেকে এলপিজি ডিসট্রিবিউটরের নাম সিলেক্ট করতে হবে। এরপর রান্নার গ্যাসের কনজিউমার নম্বর দিতে হবে।

    ৮> এখানে এরপর ইমেল, আইডি, আধার নম্বর দিতে হবে। এরপর সব ঠিকঠাক দেখে সাবমিট করতে হবে।

    ৯> এরপর নিজের মোবাইল এবং ইমেলে একটি ওটিপি আসবে তা নিশ্চিত করে সাবমিট করতে হবে।

    ১০> সম্পূর্ণ প্রক্রিয়া শেষ হওয়ারপর অফিসের কর্তারা সব তথ্য যাচাই করতে হবে। প্রক্রিয়া শেষ হয়ে গেলে মোবাইলে আধার লিঙ্ক সম্পন্ন একটি নোটিশ এসে যাবে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Karnataka Hijab Row: “মুসলিম তোষণের জন্যই প্রত্যাহার হিজাব নিষেধাজ্ঞা”, সিদ্দারামাইয়াকে তোপ বিজেপির

    Karnataka Hijab Row: “মুসলিম তোষণের জন্যই প্রত্যাহার হিজাব নিষেধাজ্ঞা”, সিদ্দারামাইয়াকে তোপ বিজেপির

    মাধ্যম নিউজ ডেস্ক: লোকসভা নির্বাচনের আগে ফের মুসলিম তোষণের পথেই হাঁটল কংগ্রেস! কর্নাটকে তারা ফের ফিরিয়ে আনল হিজাব প্রথা (Karnataka Hijab Row)। ঘটনায় যারপরনাই ক্ষুব্ধ কর্নাটক বিজেপি। তাদের দাবি, নিষিদ্ধ সংগঠন ‘পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া’র গুন্ডাদের তুষ্ট করতেই এই সিদ্ধান্ত নিয়েছে কংগ্রেস সরকার।

    কংগ্রেসের ঘোষণা

    বর্তমানে কর্নাটকে ক্ষমতায় রয়েছে কংগ্রেস। মুখ্যমন্ত্রী পদে আসীন সিদ্দারামাইয়া। তাঁর নির্দেশে হিজাবের ওপর তুলে নেওয়া হয়েছে নিষেধাজ্ঞা। এর আগে কর্নাটকে ছিল বিজেপি সরকার। শিক্ষাপ্রতিষ্ঠানে হিজাব পরায় নিষেধাজ্ঞা (Karnataka Hijab Row) জারি করেছিল পদ্ম-সরকার। শুক্রবার কংগ্রেসের মুখ্যমন্ত্রী বলেন, “কে, কোথায় কী পোশাক পরবেন, সেটা তাঁর ব্যক্তিগত পছন্দ।” এদিন মাইসুরুতে এক কর্মসূচিতে যোগ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেখানে তিনি বলেন, “আর কোনও বাধা রইল না। এবার হিজাব পরে যে কোনও জায়গায় যাওয়া যেতে পারে।”

    হিজাব বিতর্ক

    ২০২২ সালের ১ জানুয়ারি কর্নাটকের উদুপিতে এক প্রি-ইউনিভার্সিটিতে হিজাব পরা কয়েকজনকে ক্লাসে ঢুকতে বাধা দেওয়া হয়। কলেজ উন্নয়ন সমিতির সভাপতি রঘুপতি ভট্ট সাফ জানিয়ে দেন, হিজাব পরে ক্লাসে ঢোকা যাবে না। তার জেরে ব্যাপক শোরগোল রাজ্যে। হিজাবের পাল্টা হিসেবে গেরুয়া উত্তরীয় পরে আন্দোলনে নামে হিন্দুত্ববাদী বিভিন্ন সংগঠন। তার জেরে ওই বছরেরই ২২ জানুয়ারি কর্নাটক সরকারের শিক্ষা দফতর একটি কমিটি গঠন করে। ঘোষণা করা হয়, কমিটি নির্দিষ্ট সুপারিশ করার আগে পর্যন্ত ছাত্রীরা কেবল ইউনিফর্ম পরেই শিক্ষা প্রতিষ্ঠানে আসতে পারবেন। হিজাব কিংবা গেরুয়া উত্তরীয় কিছুই পরা যাবে না।

    আরও পড়ুুন: বাইক থেকে নামিয়ে তৃণমূল নেতাকে বেধড়ক মারলেন দলেরই কর্মীরা, কোন্দল প্রকাশ্যে

    সিদ্দারামাইয়ার সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছে বিজেপি। দলের তরফে বলা হয়েছে, “সিদ্দারামাইয়ার গ্যারান্টি স্কিমে সর্বধর্মের একটি সুন্দর বাগানে বিষবৃক্ষের বীজ বুনে দেওয়া হল। স্কুল-কলেজের ছেলেমেয়েদের মধ্যে সমতা আনতে পোশাক বিধি চালু করা হয়েছিল।” পদ্ম শিবিরের অভিযোগ, পোশাকবিধির মাধ্যমে স্কুলের সুকুমারমতি পড়ুয়াদের মধ্যে বিদ্বেষ সৃষ্টি করতে চাইছেন মুখ্যমন্ত্রী। প্রসঙ্গত, গত অক্টোবর মাসে সুপ্রিম কোর্টের বিচারপতি হেমন্ত গুপ্ত ও বিচারপতি সুধাংশু ধুলিয়ার বেঞ্চ খণ্ডিত রায় দেওয়ায় হিজাব সংক্রান্ত (Karnataka Hijab Row) মামলাটি এখন শীর্ষ আদালতেরই উচ্চতর বেঞ্চে গিয়েছে।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Rashid Khan: সঙ্কটজনক শিল্পী উস্তাদ রশিদ খান, ভর্তি দক্ষিণ কলকাতার হাসপাতালে

    Rashid Khan: সঙ্কটজনক শিল্পী উস্তাদ রশিদ খান, ভর্তি দক্ষিণ কলকাতার হাসপাতালে

    মাধ্যম নিউজ ডেস্ক: শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী উস্তাদ রশিদ খান (Rashid Khan) অসুস্থ হয়ে বেশ কিছু দিন ধরে হাসপাতালে ভর্তি। সূত্র মারফত খবর মিলেছে, তাঁর অবস্থা বেশ সঙ্কটজনক। তাঁর ঘনিষ্ঠ মহল থেকে জানা গিয়েছে, গত কয়েক বছর ধরে শিল্পী প্রস্টেট ক্যান্সারে ভুগছিলেন। তবে খুব জটিল হয়নি, চিকিৎসায় সাড়াও দিচ্ছিলেন। এমন অবস্থায় সম্প্রতি তাঁর মস্তিষ্কে রক্তক্ষরণ (ব্রেন স্ট্রোক) হয়। তখন থেকেই জনপ্রিয় এই শাস্ত্রীয় সঙ্গীত শিল্পীর অবস্থার অবনতি শুরু। ৫৫ বছর বয়সি শিল্পী রশিদ খান (Rashid Khan) বর্তমানে ভর্তি রয়েছেন দক্ষিণ কলকাতার একটি হাসপাতালে।

    আরও পড়ুন: উৎসবের মরশুমে রাজ্যগুলিকে অতিরিক্ত অর্থ কেন্দ্রের, কত পেল বাংলা?

    অবস্থা সঙ্কটজনক

    হাসপাতালের একটি সূত্র মারফত উস্তাদ রশিদ খানের (Rashid Khan) শারীরিক অবস্থার সম্পর্কে তথ্য পাওয়া গিয়েছে। সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী, শিল্পীর অবস্থা খুবই আশঙ্কাজনক। চিকিৎসকরা জানিয়েছেন, ক্যান্সার এবং ব্রেন স্ট্রোক জনিত সমস্যা পরস্পরের সঙ্গে সম্পর্কিত। শিল্পী বর্তমানে আইটিইউতে ভর্তি রয়েছেন। স্নায়ু চিকিৎসকদের একটি টিম তাঁকে পর্যবেক্ষণ করছেন। অন্যদিকে, মেডিসিন এবং ক্যান্সারের চিকিৎসকদের একটি দলও তাঁকে পর্যবেক্ষণে রেখেছে। নতুন করে অবস্থার অবনতি হয়নি। তবে বর্তমান অবস্থা খুবই জটিল।

    সংক্ষিপ্ত জীবন

    উত্তরপ্রদেশের বদায়ূঁতে জন্ম শিল্পী উস্তাদ রশিদ খানের (Rashid Khan)। শাস্ত্রীয় সঙ্গীতের রামপুর-সাসওয়ান ঘরানার শিল্পী তিনি। রশিদ খানের গুরু ছিলেন উস্তাদ নিসার হুসেন খাঁ-সাহিব। তিনি সম্পর্কে শিল্পীর দাদু। মূলত শাস্ত্রীয় সঙ্গীত গাইলেও ফিউশন বা বলিউড এবং টলিউডের ছবিতে বহু জনপ্রিয় গানও গেয়েছেন শিল্পী। ‘যব উই মেট’, ‘কিসনা’, ‘হাম দিল দে চুকে সনম’, ‘মাই নেম ইজ খান’, ‘রাজ ৩’-র মতো বলিউড ছবির পাশাপাশি ‘মিতিন মাসি’, ‘বাপি বাড়ি যা’, ‘কাদম্বরী’-র মতো বাংলা ছবিতেও রয়েছে তাঁর গান।

    আরও পড়ুন: তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব চরমে, দলের বিধায়ককেই গ্রেফতারের দাবি অর্জুন অনুগামীদের!

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share