Blog

  • Israel-Hamas War: ইজরায়েলি হানায় খতম হামাস কমান্ডার, ঢাল বানিয়েছিল এক হাজার নিরীহ নাগরিককে

    Israel-Hamas War: ইজরায়েলি হানায় খতম হামাস কমান্ডার, ঢাল বানিয়েছিল এক হাজার নিরীহ নাগরিককে

    মাধ্যম নিউজ ডেস্ক: গত ৭ অক্টোবর থেকে শুরু হয়েছে ইজরায়েল-হামাস যুদ্ধ। প্রথমে ৫ হাজার রকেট হামলা চালায় ইজরায়েলের (Israel-Hamas War) ওপর হামাস জঙ্গিরা। এর ফলে নিরীহ ১,৪০০ ইজরায়েলি নাগরিকের মৃত্যু হয়। এরপরই পাল্টা প্রত্যাঘাত শুরু করে ইজরায়েল। সেই থেকেই চলছে ইজরায়েল-হামাস (Israel-Hamas War) যুদ্ধ। হামাস জঙ্গিদের বর্বরতাকে নিন্দা জানিয়েছে ভারত সমেত ব্রিটেন, আমেরিকা প্রতিটি দেশই। ইজরায়েলের পাল্টা মারে আপাতত বেসামাল হামাস। শনিবারই ইজরায়েলের সেনার তরফে দাবি করা হয় যে হামাসের এক শীর্ষস্থানীয় কমান্ডারকে অপারেশনের মাধ্যমে তারা নিকেশ করেছে। এই জঙ্গি নেতার বিরুদ্ধে অভিযোগ ছিল ১,০০০ জন সাধারণ প্যালেস্তাইনবাসীকে ‘মানব ঢাল’  হিসেবে ব্যবহার করার।

    কী বলছে ইজরায়েলের সেনা?

    ইজরায়েলের ডিফেন্স ফোর্স দাবি করেছে, ১,০০০ জন প্যালেস্তাইনের নাগরিককে এবং রানতিসি হাসপাতালের বেশ কয়েকজন রোগীকে ঢাল হিসেবে ব্যবহার করছিল জঙ্গি নেতা আহমেদ সিয়াম। তাদের বাইরের জগত থেকে সম্পূর্ণভাবে বিচ্ছিন্নও করে রেখেছিল ওই জঙ্গি। ইজরায়েলের আরও দাবি, এই জঙ্গি লুকিয়ে ছিল আল-বুরাক নামের একটি স্কুলে। বিবৃতিতে ইজরায়েলের ডিফেন্স ফোর্স আরও জানিয়েছে যে হামাসের ‘নাসির রাজওয়ান কোম্পানি’র কমান্ডার ছিল নিহত জঙ্গি আহমেদ সিয়াম। এই বিপুল সংখ্যক মানুষকে সে ব্যবহার করছিল মানব ঢাল হিসাবে।

    প্যালেস্তাইনের নাগরিকদের এর আগে গাজা ছাড়তে বাধা দেয় হামাস

    প্রসঙ্গত, প্যালেস্তাইনের নিরীহ মানুষদের বরাবরই ঢাল হিসেবে ব্যবহার করে আসছে হামাস। এর আগে গাজায় অপারেশনের আগে ইজরায়েলের সেনাবাহিনী সেখানকার সাধারণ নাগরিকদের ৩ ঘণ্টার মধ্যে এলাকা ছাড়ার নির্দেশ দেয়। কোন পথে সুরক্ষিতভাবে নাগরিকরা গাজা (Israel-Hamas War) ছাড়বেন সে পথও বাতলে দেয় ইজরায়েল সরকার। এরপরে সাধারণ নাগরিকরা গাজা ছাড়তে চাইতে চাইলে তাদের কাছ থেকে গাড়ির চাবি কেড়ে নেওয়ার অভিযোগ ওঠে হামাসের বিরুদ্ধে। শুধু তাই নয় ইজরায়েলের বাতলে দেওয়া সুরক্ষিত পথে বোমাবাজিও শুরু করে হামাস।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের , Twitter এবং Google News পেজ।

  • India Vs Netherlands: টসে জিতে প্রথম ব্যাটিংয়ের সিদ্ধান্ত রোহিতের, ভারতীয় দল অপরিবর্তিত

    India Vs Netherlands: টসে জিতে প্রথম ব্যাটিংয়ের সিদ্ধান্ত রোহিতের, ভারতীয় দল অপরিবর্তিত

    মাধ্যম নিউজ ডেস্ক: নেদারল্যান্ডসের বিরুদ্ধে নিয়মরক্ষার ম্যাচেও পূর্ণ শক্তি নিয়ে নামল ভারত। সুযোগ থাকলেও, পরিবর্তনের পন্থা অবলম্বন করল না ভারতীয় টিম ম্যানেজমেন্ট। উইনিং কম্বিনেশন ভাঙতে চাননি অধিনায়ক রোহিত শর্মা। এর থেকেই একটা বিষয় পরিষ্কার। তা হল, এই পর্যায়ে দাঁড়িয়ে কোনও প্রকার পরীক্ষা-নিরীক্ষার পথে যেতে নারাজ দল। আগামী ১৫ নভেম্বর মুম্বইয়ের ওয়াংখেড়েতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলবে টিম ইন্ডিয়া। তার আগে তাঁরা যাতে প্রয়োজনীয় ম্যাচ প্র্যাকটিস পেয়ে যান, সেটা নিশ্চিত করতে চাইছে টিম ইন্ডিয়া। 

    কী বললেন রোহিত

    এদিন টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারতের অধিনায়ক। সেই সময় তিনি বলেন, ‘‘এই সিদ্ধান্তের কোনও বিশেষ কারণ নেই। এই প্রতিযোগিতায় আমরা প্রথম ব্যাট করেও জিতেছি। আবার প্রথমে বল করেও জিতেছি। বেঙ্গালুরুতে রান হয়। প্রথমে ব্যাট করে বড় রান করতে চাইছি আমরা। আরও একটা সুযোগ পাচ্ছি ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং দেখে নেওয়ার।’’

    ভারতীয় একাদশ— রোহিত শর্মা (অভিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়স আয়ার, লোকেশ রাহুল, সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাডেজা, জসপ্রিত বুমরা, কুলদীপ যাদব, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ।

    নেদারল্যান্ডস প্রথম একাদশ: ওয়েসলি বারেসি, ম্যাক্স ও’ডাউড, কলিন অ্যাকারম্যান, সিব্র্যান্ড এঙ্গেলব্রেট, স্কট এডওয়ার্ডস (অধিনায়ক, উইকেটকিপার), ব্যাস ডি লিড, তেজা নিদামানুরু, লগান ভ্যান বিক, ভ্যান ডার মারউই, আরিয়ান দত্ত, পল ভ্যান মিকেন।

    কোথায়, কখন হবে ম্যাচ? কীভাবে দেখবেন?

    আজ বিশ্বকাপের (ICC CWC 2023) শেষ গ্রুপ পর্যায়ের ম্যাচে মুখোমুখি ভারত বনাম নেদারল্যান্ডস। ম্যাচটি (India Vs Netherlands) হচ্ছে বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে। ম্যাচের লাইভ টেলিকাস্ট দেখা যাচ্ছে স্টার স্পোর্টস চ্যানেলে এবং লাইভ স্ট্রিমিং দেখা যাচ্ছে ডিজনি প্লাস হটস্টার অ্যাপে। 

     

  • PAN Card: বাতিল সাড়ে ১১ কোটি প্যান কার্ড, এই তালিকায় আপনারটা নেই তো?

    PAN Card: বাতিল সাড়ে ১১ কোটি প্যান কার্ড, এই তালিকায় আপনারটা নেই তো?

    মাধ্যম নিউজ ডেস্ক: বাতিল হয়ে গেল সাড়ে ১১ কোটি প্যান কার্ড (PAN Card)। সময়সীমা মেনে আধারের সঙ্গে সংযোগ না করায় বাতিল হয়ে গিয়েছে এই প্যান কার্ডগুলি। তথ্যের অধিকার আইনে করা এক প্রশ্নের উত্তরে এই তথ্য জানিয়েছে আয়কর বিভাগ।

    সময় সীমা শেষ

    প্যান-আধার লিঙ্ক করার জন্য আয়কর বিভাগ সময় দিয়েছিল ৩০ জুন পর্যন্ত। সেই সময়ই জানিয়ে দেওয়া হয়েছিল, নির্ধারিত সময়ের মধ্যে প্যান-আধার লিঙ্ক করা না হলে প্যান কার্ড বাতিল হয়ে যাবে। নতুন করে প্যান কার্ড চালুর জন্য হাজার টাকা জরিমানা করা হবে বলেও জানিয়েছিল আয়কর দফতর। আয়কর আইনের ১৩৯এএ ধারায় প্যান-আধার লিঙ্ক বাধ্যতামূলক করা হয়। তার পরেও তা (PAN Card) না করায় বাতিল করা হয়েছে প্যান কার্ডগুলি।

    জরিমানা দশগুণ কেন?

    সম্প্রতি এ ব্যাপারে তথ্যের অধিকার আইনে জানতে চেয়েছিলেন মধ্যপ্রদেশের আরটিআই কর্মী চন্দ্রশেখর গৌড়। আয়কর দফতর তাঁকে জানিয়েছে, দেশে প্যান কার্ডের সংখ্যা ৭০.২৪ কোটি। এর মধ্যে প্যান-আধার লিঙ্ক না করায় বাতিল করা হয়েছে সাড়ে ১১ কোটি কার্ড। আয়কর দফতর জানিয়েছে, ২০১৭ সালের ১ জুলাই থেকে যেসব প্যান কার্ড করা হয়েছে, সেখানে শুরু থেকেই আধার নম্বর জানানো বাধ্যতামূলক ছিল। চলতি বছর ৩০ জুনের মধ্যে আধার যোগ হয়নি, এমন প্যান কার্ডগুলিই বাতিল করা হয়েছে। হাজার টাকা জরিমানার বিষয়ে গৌড়ের প্রশ্ন, “নতুন প্যান কার্ড করার ক্ষেত্রে জিএসটি বাদ দিয়ে খরচ হয় ৯১ টাকা। তাহলে প্যান কার্ড নতুন করে চালু করার জরিমানা দশগুণ কেন? যাঁদের প্যান কার্ড বাতিল হল, তাঁরা আয়কর রিটার্ন ফাইল করবেন কীভাবে?”

    আরও পড়ুুন: আলোর উৎসবে মাতলেন কমলা হ্যারিস, ‘ছাইয়াঁ ছাইয়াঁ’ গানে নাচলেন মার্কিন রাষ্ট্রদূত

    গৌড়ের মতে, সরকারের উচিত সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে প্যান-আধার সংযোগের সময়সীমা অন্তত এক বছর বাড়ানো। প্রসঙ্গত, যাঁদের প্যান কার্ড বাতিল হল, তাঁরা আয়কর রিটার্ন ক্লেম করতে পারবেন না। শেয়ার বাজারে লগ্নি করতে গেলেও সমস্যায় পড়বেন। ব্যাঙ্কিং লেনদেনের ক্ষেত্রেও প্যান কার্ড (PAN Card) অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই সমস্যায় পড়বেন ব্যাঙ্কের উপভোক্তারাও।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের ,   এবং Google News পেজ।

     

     

  • Rajasthan Assembly Polls 2023: রাজস্থানে দুয়ারে ভোটকেন্দ্র! এবার বুথ হল মাত্র একটি পরিবারের জন্য

    Rajasthan Assembly Polls 2023: রাজস্থানে দুয়ারে ভোটকেন্দ্র! এবার বুথ হল মাত্র একটি পরিবারের জন্য

    মাধ্যম নিউজ ডেস্ক: পরিবার মাত্র একটি। তবে গণতন্ত্রের উৎসবে (Rajasthan Assembly Polls 2023) তাঁরা যোগ দেবেন না, তা হয় নাকি! তাই এবার মাত্র একটি পরিবারের জন্য বুথ করেছে নির্বাচন কমিশন। রাজস্থানের ভারত-পাক সীমান্তবর্তী গ্রাম ‘বারমের কা পার’। বারমের জেলার এই গ্রামে পরিবার রয়েছে একটি। সদস্য সংখ্যা ৩৫। তাঁদের জন্যই এবার আস্ত একটি বুথ করছে নির্বাচন কমিশন।

    ভোট দিতে যেতে হত কুড়ি কিলোমিটার উজিয়ে! 

    এতদিন এই গ্রামের বাসিন্দাদের প্রায় কুড়ি কিলোমিটার উজিয়ে গিয়ে ভোট দিতে যেতে হত। ফলে বৃদ্ধ এবং অশক্তরা ভোট দিতেন না। তাঁদেরই ভোট কেন্দ্রে আনতে দুয়ারে বুথের ব্যবস্থা করেছে নির্বাচন কমিশন। রাজস্থানে নির্বাচন হবে ২৫ নভেম্বর। সেদিনই ভোটকেন্দ্রে যাবেন এই পরিবারের ৩৫জন সদস্যই। এর মধ্যে ১৮ জন পুরুষ, মহিলার সংখ্যা ১৭। ‘বারমের কা পারে’ যেমন একটি মাত্র পরিবারকে ভোটকেন্দ্রে নিয়ে আসতে তৈরি হয়েছে বুথ (Rajasthan Assembly Polls 2023), তেমনি মাত্র ১১৭ জন ভোটারের জন্যও বুথ তৈরি করেছে নির্বাচন কমিশন। রাজস্থানের সিরোহি জেলার শেরগাঁও গ্রামের বাসিন্দারা এবার ভোট দিতে পারবেন নিজের গ্রামেই।

    ভোটকেন্দ্র প্রায় ৫ হাজার ফুট উঁচুতেও!

    শেরগাঁও গ্রামটি আবু পিন্দওয়ারা বিধানসভা কেন্দ্রের মধ্যে পড়ে। এতদিন এই গ্রামের বাসিন্দাদের জঙ্গলের বুক ফুঁড়ে ভোট দিতে যেতে হত প্রায় ১৮ কিলোমিটার দূরের একটি কেন্দ্রে। এবার তাঁরাও ভোট দেবেন নিজের গাঁয়ে। মুখ্য নির্বাচনী আধিকারিক প্রবীণ গুপ্তা জানান, শেরগাঁও গ্রামটি ৪ হাজার ৯২১ ফুট উঁচুতে অবস্থিত। এই গ্রামের বাসিন্দাদের ভোট দিতে যেতে হত প্রত্যন্ত গ্রাম উতরাজে। প্রায় পাঁচ হাজার ফুট উঁচু থেকে নেমে অন্যত্র ভোট দিতে যাওয়াটা খুব কষ্টকর। তাই ভোটারদের সুবিধার জন্য শেরগাঁওয়ে একটি নতুন বুথ করা হল। এই গ্রামে ভোটার রয়েছেন ১১৭ জন।

    আরও পড়ুুন: জ্যোতিপ্রিয়র শাশুড়ি ও শ্যালক ছিলেন শেল কোম্পানির ডিরেক্টর, চাঞ্চল্যকর তথ্য ইডির হাতে

    দুয়ারে ভোট কেন্দ্র পেয়ে গ্রামবাসীরা খুশি হলেও, বিপাকে পড়বেন ভোটকর্মীরা। তবে তাঁদের জন্যও ব্যবস্থা করেছে কমিশন। প্রবীণ জানান, ভোটকর্মীদের ওই বুথে পাঠাতে বনকর্মীদের সাহায্য নেওয়া হচ্ছে। গভীর জঙ্গলের মধ্যে দিয়ে প্রায় ১৮ কিলোমিটার হেঁটে বুথে গিয়ে পৌঁছবেন ভোটকর্মীরা (Rajasthan Assembly Polls 2023)।

    ভারত যে বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের দেশ!

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের , Twitter এবং Google News পেজ।

     
     

     

     

  • Karar Oi Louho Kapat: নজরুলের জনপ্রিয় গানের সুর বিকৃতি, রহমানের বিরুদ্ধে ক্ষোভ কবির জন্মভিটেয়ও

    Karar Oi Louho Kapat: নজরুলের জনপ্রিয় গানের সুর বিকৃতি, রহমানের বিরুদ্ধে ক্ষোভ কবির জন্মভিটেয়ও

    মাধ্যম নিউজ ডেস্ক: ক্রমেই ক্ষোভ পুঞ্জীভূত হচ্ছে সঙ্গীত (Karar Oi Louho Kapat) পরিচালক এআর রহমানের বিরুদ্ধে। প্রথমে রহমানের সমালোচনায় মুখর হয়েছিলেন সঙ্গীত শিল্পীদের একটা বড় অংশ। এবার রহমানের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নজরুলের ইসলামের জন্মভিটা চুরুলিয়ার বাসিন্দারা। অবিলম্বে গানটি সরিয়ে নেওয়া না হলে আদালতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন কবি পরিবারের সদস্যরাও। তাঁদের দাবি, ‘কারার ওই লৌহ কপাট’ গানটির সুর বিকৃত করে বেআইনি কাজ করেছেন রহমান।

    চুরুলিয়াবাসীর ক্ষোভ 

    চুরুলিয়ায় জন্মেছিলেন কাজি নজরুল ইসলাম। তাঁর মৃত্যুর পর চুরুলিয়ায় গড়ে ওঠে নজরুল অ্যাকাডেমি ও নজরুল গবেষণাগার। এখানেই সংরক্ষিত রয়েছে কবি রচিত বহু গানের পাণ্ডুলিপি, তানপুরা, গ্রামোফোন সহ নানা স্মৃতি। এই অ্যাকাডেমির প্রতিষ্ঠাতা কবির ভ্রাতুষ্পুত্র কাজি রেজাউল করিম। তিনি বলেন, “প্রায় একশো বছর আগে লেখা যে গান শুনলে আজও গায়ে কাঁটা দেয় আপামর দেশবাসীর, যে গান শুনলে স্বাধীনতা সংগ্রামের দিনগুলি চোখের সামনে তরতাজা হয়ে ওঠে, সেই গানের সুরটাই বদলে দিয়েছেন এআর রহমান। এই ঘটনা দুঃখজনক। আগুন নিয়ে খেলা করছেন রহমান সাহেব।”

    প্রতিক্রিয়া কবির নাতনির

    নজরুল অ্যাকাডেমির সদস্য কবির নাতনি সোনালি কাজি। তিনি বলেন, “এই কাজটি করার আগে কারও সঙ্গে কথা বলেছিলেন উনি (রহমান)? অতীতে যখন মহম্মদ রফি ও অনুপ জলোটা কাজি নজরুল ইসলামের গান গেয়েছিলেন, তখনও মূল সুর পরিবর্তন হয়নি। তাই কোনও বিতর্ক হয়নি। আপামর বাঙালি সেই গান মেনে নিয়েছেন ও জনপ্রিয়তাও পেয়েছে। কিন্তু রহমান সাহেব যেটা (Karar Oi Louho Kapat) করেছেন, তা অনৈতিক ও বেআইনি। বহু দিন আগের একটা গান কোন অধিকারে উনি বদলে দিতে পারেন, এটাই আমাদের সব চেয়ে বড় প্রশ্ন।”

    আরও পড়ুুন: জ্যোতিপ্রিয়র শাশুড়ি ও শ্যালক ছিলেন শেল কোম্পানির ডিরেক্টর, চাঞ্চল্যকর তথ্য ইডির হাতে

    নজরুল বাংলাদেশের জাতীয় কবি। সে দেশের নজরুল ইনস্টিটিউট ট্রাস্টি বোর্ডের সভাপতি খায়রুল আনাম শাকিল বলেন, “ভারতের এক বিখ্যাত সুরকার খুবই দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় দিয়েছেন। এতে কাজি নজরুলের অসম্মান হয়েছে। গানটি যাতে প্রচার না পায়, তার ব্যবস্থা করা প্রয়োজন।” বাংলাদেশের নজরুল সঙ্গীত শিল্পী ও গবেষকরা জানান, বিদ্রোহী কবি কাজি নজরুল ইসলাম বাংলাদেশের পাশাপাশি ভারতেরও সম্পদ। তাই দুই দেশকে এক হয়ে শিল্প-সংস্কৃতির বিকৃতি রোধে কাজ করার উদ্যোগ নিতে হবে (Karar Oi Louho Kapat)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের , Twitter এবং Google News পেজ।

     

  • India Vs Netherlands: লক্ষ্য সেমিফাইনাল, আজ ডাচদের বিরুদ্ধে নিয়মরক্ষার ম্যাচে বিশ্রামে শুভমান, বুমরা?

    India Vs Netherlands: লক্ষ্য সেমিফাইনাল, আজ ডাচদের বিরুদ্ধে নিয়মরক্ষার ম্যাচে বিশ্রামে শুভমান, বুমরা?

    মাধ্যম নিউজ ডেস্ক: বিশ্বকাপে (ICC CWC 2023) অপ্রতিরোধ্য রোহিত শর্মার ভারত। এখনও পর্যন্ত গ্রুপ পর্যায়ের ৮টি ম্যাচ খেলে ৮টিতেই জয়ী টিম ইন্ডিয়া। শুধু তাই নয়, চলতি বিশ্বকাপের প্রথম দল হিসেবে সেমিফাইনালের জায়গা পাকা করেছে মেন ইন ব্লু। আজ, দীপাবলির দুপুরে গ্রুপ পর্যায়ের শেষ ম্যাচ (India Vs Netherlands) খেলতে নামছেন রোহিতরা।

    একদিকে, জয়ের ধারা অব্যাহত রাখার দিকেও যেমন নজর থাকবে ভারতের, ঠিক তেমনই গুরুত্বপূর্ণ হলো সেমিফাইনালের আগে দলের সতেজ থাকা। যে কারণে, আজ বেঙ্গালুরুতে ডাচদের (India Vs Netherlands) বিরুদ্ধে নিয়মরক্ষার ম্যাচে হয়ত একাধিক বদল করতে পারে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। অন্তত এমনই একটা ইঙ্গিত গতকালই দিয়ে রেখেছিলেন ভারতের হেড কোচ রাহুল দ্রাবিড়।

    একাধিক ক্রিকেটারকে বিশ্রাম?

    ভারতীয় শিবির সূত্রে খবর, নিউজিল্যান্ডের বিরুদ্ধে মহা-গুরুত্বপূর্ণ সেমিফাইনালের (ICC CWC 2023) আগে দলের কয়েকজন সিনিয়র ক্রিকেটারকে বিশ্রাম দেওয়া যেতে পারে। যা জানা যাচ্ছে, এদিনের ম্যাচে (India Vs Netherlands) তিনটি বদল হতে পারে। বিশ্রাম দেওয়া যেতে পারে শুভমান গিল, রবীন্দ্র জাডেজা ও জসপ্রিত বুমরাকে। সেই জায়গায় বেঞ্চের কিছু ক্রিকেটারকে খেলিয়ে দেখে নিতে পারেন রোহিতরা। প্রথম একাদশে আসতে পারেন ঈষাণ কিসান, শার্দূল ঠাকুর ও রবিচন্দ্রন অশ্বিন।

    ভারতের সম্ভাব্য একাদশ

    রোহিত শর্মা (অভিনায়ক), ঈষাণ কিসান, বিরাট কোহলি, শ্রেয়স আয়ার, লোকেশ রাহুল, সূর্যকুমার যাদব, রবিচন্দ্রন অশ্বিন, শার্দূল ঠাকুর, কুলদীপ যাদব, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ।

    কোথায়, কখন হবে ম্যাচ? কীভাবে দেখবেন?

    আজ বিশ্বকাপের (ICC CWC 2023) শেষ গ্রুপ পর্যায়ের ম্যাচে মুখোমুখি ভারত বনাম নেদারল্যান্ডস। ম্যাচটি (India Vs Netherlands) হবে বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে। ম্যাচ শুরু হবে দুপুর ২টো নাগাদ। তার আগে দুপুর ১টা ৩০ মিনিট নাগাদ টস হবে। ম্যাচের লাইভ টেলিকাস্ট দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেলে এবং লাইভ স্ট্রিমিং দেখা যাবে ডিজনি প্লাস হটস্টার অ্যাপে। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের , Twitter এবং Google News পেজ।

  • ICC World Cup 2023: পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির যোগ্যতা অর্জন করল ইংল্যান্ড

    ICC World Cup 2023: পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির যোগ্যতা অর্জন করল ইংল্যান্ড

    মাধ্যম নিউজ ডেস্ক: এক ম্যাচে দু’বার পরাজয়। পাকিস্তান দলের কাছে ব্যাপারটা সেরকমই। ইডেনে টসে জিতে ইংল্যান্ড প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেওয়ার পরেই বাবর আজমরা বুঝে গিয়েছিলেন, দেশে ফেরার বিমান ধরা শুধু সময়ের অপেক্ষা। তবুও বলে না, আশায় মরে চাষা। কিন্তু ইংল্যান্ড প্রথমে ব্যাট করে ৯ উইকেটে ৩৩৭ রান তোলার পর সব আশা জলে গিয়েছিল। কারণ, সেমি-ফাইনালে উঠতে গেলে সেই রান করতে হতো ৬.৪ ওভারে। যা কোনও যুক্তিতেই সম্ভব ছিল না। তাই ইনিংসের মাঝেই একবার পরাজয় মেনে নিতে হয়েছিল পাকিস্তানের ব্যাটসম্যানদের। তবে অনেক সময় সান্ত্বনা জয় সমর্থকদের ক্ষতে কিছুটা প্রলেপ দেয়। সেক্ষেত্রেও ব্যর্থ পাকিস্তান। ৯৩ রানে হারল বাবর আজমের দল। পাকিস্তান ৪৩.৩ ওভারে ২৪৪ রানেই গুটিয়ে গেল।

    টস ভাগ্যও সঙ্গ দেয়নি

    টসে জিতে জস বাটলার ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেওয়ার পর পাকিস্তানের সমর্থকদের চোখে তিনি খলনায়ক বনে গিয়েছিলেন। কারণ, ম্যাচে যতটুকু নির্যাস বাকি ছিল তা তখনই শেষ হয়ে গিয়েছিল। তবে ইংল্যান্ডের ব্যাটসম্যানরা আপ্রাণ চেষ্টা করলেন এটা প্রমাণ করতে যে, তাঁদের ভাগ্য সাথ দেয়নি। না হলে খেতাব ধরে রাখার লড়াইয়ে তাঁরা প্রবলভাবেই থাকতে পারতেন। তবে এই জয় ইংল্যান্ডের চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার সম্ভাবনা উজ্জ্বল করল। ইংরেজ ব্যাটসম্যানদের মধ্যে সবচেয়ে বেশি রান বেন স্টোকসের। ৮৪ রানের ইনিংসে তিনি ১১টি চার ও ২টি ছক্কা মারেন। খুব সম্ভবত ইডেনেই তিনি একদিনের ক্রিকেট কেরিয়ারের শেষ ম্যাচটি খেলে ফেললেন। এছাড়া জনি বেয়ারস্টো করলেন ৫৯ রান। জো রুটের ব্যাটে এল ৬০ রান।

    জবাবে পাকিস্তানের শুরুটা একেবারেই ভালো হয়নি। যাঁকে ঘিরে স্বপ্ন দেখা সেই ফখর জামান ১ রান করেন। খাতা খুলতে পারেননি আবদুল্লা সফিক। অধিনায়ক বাবর আজম (৩৮), রিজওয়ানও (৩৬) নামের প্রতি সুবিচার করতে পারেননি। পাকিস্তান আরও বড় ব্যবধানে হারত যদি আঘা সলমন ৫১ ও টেল এন্ডাররা ভালো ব্যাট না করতেন। ইংল্যান্ডের বোলারদের মধ্যে উইলি একাই নিয়েছেন তিনটি উইকেট।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের , Twitter এবং Google News পেজ।

  • ICC World Cup 2023: টানা সাতটি ম্যাচ জিতে কলকাতায় সেমি-ফাইনালে খেলতে আসছে অস্ট্রেলিয়া

    ICC World Cup 2023: টানা সাতটি ম্যাচ জিতে কলকাতায় সেমি-ফাইনালে খেলতে আসছে অস্ট্রেলিয়া

    মাধ্যম নিউজ ডেস্ক: নিয়মরক্ষার ম্যাচে বাংলাদেশকে ৮ উইকেটে উড়িয়ে দিল অস্ট্রেলিয়া। যা সেমি-ফাইনালের আগে কামিন্সদের মনোবল অনেকটাই বাড়িয়ে দিল। বিশ্বকাপের (ICC World Cup 2023) শুরুতে পর পর দু’টি ম্যাচ হেরে গিয়েছিল ক্যাঙারু বাহিনী। পাঁচবারের চ্যাম্পিয়নদের নিয়ে অনেকেই তখন প্রশ্ন তুলতে শুরু করেছিলেন। কিন্তু শেষ সাতটি ম্যাচ জিতে ওয়ার্নার, মিচেল মার্শরা বুঝিয়ে দিলেন এবারও খেতাব জয়ের প্রবল দাবিদার তাঁরা। আগামী ১৬ নভেম্বর ইডেনে দ্বিতীয় সেমি-ফাইনালে অস্ট্রেলিয়া খেলবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। যে মাঠে সাতাশির বিশ্বকাপে অ্যালন বর্ডারের নেতৃত্বে খেতাব জিতেছিল ডন ব্র্যাডম্যানের দেশ। সেই ইডেনে প্রোটিয়া বাহিনীকে হারিয়ে ফাইনালে ওঠার জন্য ঝাঁপাবে অস্ট্রেলিয়া। তবে দারুণ ছন্দে ম্যান্ডেলার দেশও। তাই দুর্দান্ত এক লড়াইয়ের সাক্ষী থাকতে চলেছে কলকাতাবাসী।

    আরও পড়ুন: সেমিফাইনালের আগে অনুশীলনের ধরন বদলালেন বিরাট! কিসের প্রস্তুতি?

    সহজেই প্রত্যাশিত জয় 

    শনিবার টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল অস্ট্রেলিয়া। বাংলাদেশ ৮ উইকেটে ৩০৬ রান তোলার পর মনে হয়েছিল কপালে দুঃখ রয়েছে কামিন্স বাহিনীর। শাকিবহীন বাংলাদেশের ব্যাটিংকে পথ দেখান তৌহিদ হৃদয় (৭৪)। অল্পবিস্তর রান পেয়েছেন তানজিদ হাসান (৩৬), লিটন দাস (৩৬), শান্তো (৪৫)। অস্ট্রেলিয়ার বোলাররা এদিন তেমন সুবিধা করতে পারেননি। জবাবে অস্ট্রেলিয়া যে সহজেই লক্ষ্য হাশিল করবে তা ছিল অপ্রত্যাশিত। আসলে মিচেল মার্শের ঝোড়ো ব্যাটিংয়ের সামনে বাংলাদেশের বোলাররার দাঁড়াতে পারলেন না। ৪৪.৪ ওভারে মাত্র ২ উইকেট হারিয়ে জয়ের কড়ি জোগাড় করে নেয় অস্ট্রেলিয়া।

    মার্শ ১৩২ বলে ১৭৭ রানে অপরাজিত থাকেন। তিনি মেরেছেন ১৭টি চার ও ৯টি ছক্কা। বড় রান পেলেন স্টিভ স্মিথও। ৬৪ লবলে তাঁর সংগ্রহ অপরাজিত ৬৩। তবে অস্ট্রেলিয়ার শুরুটা ভালো হয়নি। ওপেনার ট্রাভিস হেড মাত্র ১০ রানে তাসকিন আহমেদের বলে বোল্ড হয়ে মাঠে ছাড়েন। ডেভিড ওয়ার্না ৫১ রান করে আউট হন। চলতি বিশ্বকাপে (ICC World Cup 2023) বাংলাদেশ ৯টি খেলে সাতটিতে হারল। তাঁরা শেষ করল ৪ পয়েন্ট নিয়ে। আর অস্ট্রেলিয়া ৯টি ম্যাচে ১৪ পয়েন্ট পেয়ে তৃতীয় স্থানেই থাকল।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের , Twitter এবং Google News পেজ।

  • Ration Scam: জ্যোতিপ্রিয়র স্ত্রী-কন্যাকে বিনা সুদে ৯ কোটি টাকা ঋণ দিয়েছিলেন বাকিবুর!

    Ration Scam: জ্যোতিপ্রিয়র স্ত্রী-কন্যাকে বিনা সুদে ৯ কোটি টাকা ঋণ দিয়েছিলেন বাকিবুর!

    মাধ্যম নিউজ ডেস্ক: রেশন বণ্টন কেলেঙ্কারিতে (Ration Scam) ফের বোমা ফাটাল ইডি। কেন্দ্রীয় তদন্তকারী এই সংস্থা জানিয়েছে, দুর্নীতিতে অভিযুক্ত পেশায় ব্যবসায়ী বাকিবুর রহমান জ্যোতিপ্রিয় মল্লিকের স্ত্রী ও কন্যাকে সুদ ছাড়াই মোটা টাকা ঋণ দিয়েছেন। সব মিলিয়ে ৯ কোটি টাকা ঋণ দিয়েছেন তিনি।

    বিনা সুদে টাকা ধার!

    এত টাকা ঋণ দিলেও, মন্ত্রীর স্ত্রী-কন্যার কাছ থেকে কোনও সুদ নেননি বাকিবুর। ঋণ বাবদ যে টাকা দেওয়া হয়েছিল, সেখানে বন্ধক হিসেবেও বাকিবুরের কাছে কিছু রাখা হয়নি। কেন বাকিবুর সুদ ছাড়াই এত টাকা মন্ত্রীর স্ত্রী-কন্যাকে দিয়েছিলেন, তার বিনিময়ে তিনি কী কী সুযোগ-সুবিধা পেয়েছিলেন কিংবা আদৌ পেয়েছিলেন কিনা, তা জানতে বাকিবুরকে জেলে গিয়ে জিজ্ঞাসাবাদ করতে চাইছেন ইডির তদন্তকারীরা। জ্যোতিপ্রিয়র স্ত্রী ও কন্যা কেন কোনও আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ না নিয়ে চালকল মালিক বাকিবুরের কাছ থেকে নিলেন, সে প্রশ্নও জানতে চান ইডির তদন্তকারী আধিকারিকরা।

    বাকিবুরকে জেরার অনুমতি

    আদালতে ইডি জানায়, ঋণ সংক্রান্ত (Ration Scam) বিষয়ে আরও তথ্য জোগাড় করতে বাকিবুরকে জেলে গিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। ইডিকে এ ব্যাপারে অনুমতিও দিয়েছে আদালত। শনিবার বাকিবুরকে হাজির করানো হয়েছিল ব্যাঙ্কশাল কোর্টে। সেখানেই ইডি জানায়, বাকিবুর মন্ত্রীর স্ত্রী-কন্যাকে বিপুল পরিমাণ অঙ্কের টাকা ধার দিয়েছিলেন বিনা সুদে। বাকিবুরকে ২২ নভেম্বর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।

    এদিন আদালতে ইডি জানিয়েছে, রেশনের চালের টাকা নয়ছয় করেছেন বাকিবুর। সেজন্য তিনি ভুয়ো কৃষকদের নামে ব্যাঙ্ক অ্যাকাউন্টও খুলেছেন। এই অ্যাকাউন্টগুলিতেই যেত ধানের সহায়ক মূল্য। এমন বহু ভুয়ো ব্যাঙ্ক অ্যাকাউন্টের হদিশ পেয়েছে ইডি। এ ব্যাপারেও বাকিবুরকে জিজ্ঞাসাবাদ করতে চাইছেন তদন্তকারীরা।

    আরও পড়ুুন: প্রতিশ্রুতি রাখছে বিজেপি সরকার, উত্তরাখণ্ডে চালু হচ্ছে অভিন্ন দেওয়ানি বিধি!

    রেশন বণ্টন কেলেঙ্কারিতে (Ration Scam) গ্রেফতার হয়েছিলেন বাকিবুর। তাঁকে জেরা করতেই উঠে আসে উত্তর ২৪ পরগনার তৃণমূল নেতা তথা মন্ত্রী জ্যোতিপ্রিয়র নাম। পরে গ্রেফতার করা হয় মন্ত্রিমাশাইকে। আদালতে তোলা হলে ইডি হেফাজতের নির্দেশ শুনে এজলাসেই জ্ঞান হারান মন্ত্রী। ভর্তি করা হয় হাসপাতালে। ছাড়া পেলে শুরু হয় ইডি হেফাজত। পরে আবারও একবার সাতদিনের ইডি হেফাজতের নির্দেশ দেয় আদালত। এই মেয়াদ শেষ হবে সোমবার। তার আগেই রহস্যের জট খুলতে চাইছেন তদন্তকারীরা (Ration Scam)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের , Twitter এবং Google News পেজ।

     

  • Job Opportunity:ইজরায়েলের পর এবার তাইওয়ান, ফের কাজের সুযোগ লক্ষ ভারতীয়ের!

    Job Opportunity:ইজরায়েলের পর এবার তাইওয়ান, ফের কাজের সুযোগ লক্ষ ভারতীয়ের!

    মাধ্যম নিউজ ডেস্ক: এক লাখ ভারতীয়ের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হতে চলেছে ইজরায়েলে। এবার চাকরি (Job Opportunity) পেতে চলেছেন আরও এক লক্ষ ভারতীয়। চাকরি মিলবে তাইওয়ানে। জানা গিয়েছে, তাইওয়ানের কারখানা, ফার্ম, হাসপাতাল সহ বিভিন্ন ক্ষেত্রে সুযোগ মিলবে কাজের। ব্লুমবার্গের রিপোর্ট থেকেই জানা গিয়েছে এ তথ্য। রিপোর্ট বলছে, ভারতীয়দের এই কাজের সুযোগ মিলবে মাসখানেকের মধ্যেই। ডিসেম্বরের মধ্যে এ নিয়ে চুক্তি হতে পারে দুই দেশের।

    কাজের সুযোগ ইজরায়েলে

    প্যালেস্তাইনকে ভাতে মারতে ইজরায়েলে যেসব প্যালেস্তাইনের নাগরিক বিভিন্ন অসংগঠিত ক্ষেত্রে কাজ করেন, তাঁদের ছাঁটাই করে ভারতীয়দের নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে তেল আভিভ। তবে তাইওয়ানের ক্ষেত্রে বিষয়টি আলাদা। সেদেশে তরুণদের সংখ্যা ক্রমশ কমছে। বাড়ছে বয়স্ক নাগরিকের সংখ্যা। সেই কারণেই প্রয়োজন তরুণদের। ভারত থেকেই এঁদের নিয়ে যেতে চাইছে তাইওয়ান সরকার। তাইওয়ানের শ্রম মন্ত্রক জানিয়েছে, যে সব দেশ তাদের (Job Opportunity) শ্রমিকের জোগান দিতে পারবে, তাদের স্বাগত।

    স্বাক্ষরিত চুক্তি

    প্রসঙ্গত, কিছুদিন আগেই বিদেশমন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি জানিয়েছিলেন, ভারত এবং তাইওয়ানের মধ্যে কাজ সংক্রান্ত চুক্তি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। ব্লুমবার্গের রিপোর্ট উল্লেখ করে এক সরকারি আধিকারিক জানান, কর্মসংস্থানের বিষয়ে ১৩টি দেশের সঙ্গে ভারতের চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই ১৩টি দেশের মধ্যে রয়েছে জাপান, ফ্রান্স এবং ব্রিটেনও। নেদারল্যান্ড, গ্রিস, ডেনমার্ক এবং সুইৎজারল্যান্ডের সঙ্গেও বিষয়টি নিয়ে চুক্তি চূড়ান্ত হয়েছে।

    আরও পড়ুুন: প্রতিশ্রুতি রাখছে বিজেপি সরকার, উত্তরাখণ্ডে চালু হচ্ছে অভিন্ন দেওয়ানি বিধি!

    জানা গিয়েছে, তাইওয়ানে বেকারত্বের হার সর্বনিম্নে নেমে এসেছে ২০০০ সাল থেকে। সেখানকার অর্থনীতি প্রায় ৭০৯ বিলিয়ন মার্কিন ডলারের। সেই অর্থনীতির চাকা যাতে সচল থাকে, তাই ভারতীয় তরুণদের নিয়োগ করতে চলেছে তাইওয়ান সরকার। ভারত-তাইওয়ান চুক্তি স্বাক্ষরিত হলে, ভারতীয় কর্মীরা সে দেশে গিয়ে স্থানীয়দের সমান হারে বেতন এবং বিমার মতো রক্ষাকবচও পাবেন। ভারত-তাইওয়ান চুক্তি নিয়ে তাইওয়ানকে হুঁশিয়ারি দিয়েছে চিন। যদিও ড্রাগনের দেশের সেই হুঁশিয়ারিতে কান দেয়নি তাইওয়ান। প্রসঙ্গত, তাইওয়ানকে চিনের অংশ বলে মনে করে বেজিং। আর তাইওয়ান বিশ্বাস করে তারা (Job Opportunity) স্বাধীন একটি দেশ।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের , Twitter এবং Google News পেজ।

LinkedIn
Share