Blog

  • ICC World Cup 2023: চোটের জন্য বাদ অক্ষর, বিশ্বকাপ দলে ঢুকে পড়লেন অশ্বিন

    ICC World Cup 2023: চোটের জন্য বাদ অক্ষর, বিশ্বকাপ দলে ঢুকে পড়লেন অশ্বিন

    মাধ্যম নিউজ ডেস্ক: এশিয়া কাপে খেলতে গিয়ে চোট পেয়েছিলেন বাঁ হাতি স্পিনার অক্ষর পটেল। তার জেরে বিশ্বকাপ দলে (ICC World Cup 2023) ঠাঁই হল না তাঁর। সেই জায়গায় দলে ঢুকলেন ডানহাতি স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। কুলদীপ যাদব ও রবীন্দ্র জাডেজার সঙ্গে দলে তৃতীয় স্পিনার হিসেবে জায়গা করে নিলেন অশ্বিন। জাডেজা ও কুলদীপ বাঁহাতি স্পিনার। অশ্বিনকে নিয়ে ব্যালেন্স করা হল দলে।

    নিজেকে প্রমাণ করেন অশ্বিন

    প্রসঙ্গত, এশিয়া কাপের দলে ছিলেন না অশ্বিন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে নামানো হয় তাঁকে। দেড় বছর পর এক দিনের দলে ফিরেই নিজেকে প্রমাণ করেন অশ্বিন। ওই সিরিজে অশ্বিন নিয়েছিলেন চারটি উইকেট। দ্বিতীয় এক দিনের ম্যাচে তিনি নিয়েছিলেন তিনটি উইকেট। এর পরেই অশ্বিনকে দলে নেওয়ার দাবি জোরালো হতে থাকে। বিশ্বকাপের সিংহভাগ ম্যাচ সহায়ক হবে ব্যাটারদের। তাই প্রয়োজন শক্তিশালী বোলিং টিমের। তা না হলে, ব্যাটিং-বান্ধব পিচে ইংল্যান্ড বা দক্ষিণ আফ্রিকার মতো দেশগুলিকে রোখা মুশকিল হতে পারে। সেক্ষেত্রে অশ্বিন যে রাইট চয়েস, তা বলাই বাহুল্য।

    এশিয়া কাপে বাংলাদেশের বিরুদ্ধ ম্যাচের সময় হাতে চোট পান অক্ষর। ব্যাট করার সময় একটি বল এসে তাঁর ডান হাতের ফোরআমে লাগে। তিনি এর ব্যাট করলেও পরে তাঁর ব্যথা বাড়ে। এরপর তিনি আর ফাইনাল ম্যাচে খেলেননি। তাঁর চোট ক্রমশ বেড়ে যাওয়ায় তিনি অস্ট্রেলিয়ার বিরুদ্ধেও খেলেননি। তাঁর জায়গায় প্রথম একাদশে সুযোগ পান অশ্বিন। আর সুযোগ পেয়েই তিনটে ম্যাচে দাপট দেখান অশ্বিন। তিনি সুযোগ পেয়ে নিজেকে প্রমাণ করেন।

    আরও পড়ুুন: প্রস্তুতি ম্যাচ খেলতে গুয়াহাটিতে রোহিত-কোহলিরা! বিশ্বজয় নিয়ে কী ভাবছেন দ্রাবিড়?

    বৃহস্পতিবারই প্রস্তুতি পর্বের প্রথম ম্যাচটি খেলতে গুয়াহাটি পৌঁছে গিয়েছে ভারতীয় ক্রিকেট দল (ICC World Cup 2023)। এদিন রাতে গুয়াহাটি পৌঁছে যাবে ইংল্যান্ডও। 

    ভারতীয় দল: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, লোকেশ রাহুল, সূর্যকুমার যাদব, ঈষান কিশন, হার্দিক পাণ্ড্য, শার্দূল ঠাকুর, রবীন্দ্র জাডেজা, রবিচন্দ্রন অশ্বিন, কুলদীপ যাদব, মহম্মদ শামি, যশপ্রীত বুমরা এবং মহম্মদ সিরাজ।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ

     
  • ICC World Cup 2023: প্রস্তুতি ম্যাচ খেলতে গুয়াহাটিতে রোহিত-কোহলিরা! বিশ্বজয় নিয়ে কী ভাবছেন দ্রাবিড়?

    ICC World Cup 2023: প্রস্তুতি ম্যাচ খেলতে গুয়াহাটিতে রোহিত-কোহলিরা! বিশ্বজয় নিয়ে কী ভাবছেন দ্রাবিড়?

    মাধ্যম নিউজ ডেস্ক: সামনে লক্ষ্য শুধুই বিশ্বকাপ। ইতিমধ্যেই ভারতে আসতে শরু করে দিয়েছে প্রতিটি দেশ। বিশ্বকাপের মূল পর্বের ম্যাচে নামার আগে দল নিয়ে শেষ পরীক্ষা নীরিক্ষার জন্য প্রস্তুতি ম্যাচ খেলবে প্রতিটি দল। আগামী ৩০ সেপ্টেম্বর বিশ্বকাপের মঞ্চে প্রথম প্রস্তুতি পর্বের ম্যাচে নামবে ভারত। প্রতিপক্ষ গতবারের চ্যাম্পিয়ন ইংল্যান্ড। সেই ম্যাচ খেলতে ২৮ সেপ্টোম্বর গুয়াহাটিতে পৌঁছে গেল ভারতীয় দল।  সেখানেই ভারতীয় দলের ক্রিকেটারদের নিয়ে উন্মাদনার পারদ তুঙ্গে। প্রস্তুতি ম্যাচ হলেও তা নিয়েও সমর্থকদের উন্মাদনা দেখার মতো। 

    দলের সঙ্গে অশ্বিন

    অভিজ্ঞ স্পিনার রবিচন্দ্রন অশ্বিনও দলের সঙ্গে গুয়াহাটি গিয়েছেন। তা থেকেই প্রায় স্পষ্ট হয়ে গিয়েছিল তাঁর দলে ঢোকার কথা। পরে আইসিসি-র তরফেও এ কথা সরকারি ভাবে ঘোষণা করা হয়। এখন অশ্বিন এই ভারতীয় স্কোয়াডে বিরাট কোহলির পর দ্বিতীয় প্লেয়ার, যিনি ২০১১ ভারতের বিশ্বকাপ জয়ী দলের সদস্য ছিলেন। বিশ্বকাপে বেশিরভাগ ম্যাচ ব্যাটিং বান্ধব উইকেটে হওয়ার সম্ভাবনা বেশি। সেক্ষেত্রে ভারতের শক্তিশালী পেস বোলিং আক্রমণকে মারকুটে ওপেনারদের সামনে অস্বস্তিতে দেখিয়েছে। রান আটকাতে বা নিজেদের বোলিং দক্ষতা কাজে লাগিয়ে উইকেট তুলতে ব্যর্থ হয়েছে তারা। যদিও ডেথ ওভারে তারা ভালো বোলিং করেছেন। কিন্তু বিশ্বকাপে এরকম পিচে খেলা হলে ইংল্যান্ড বা দক্ষিণ আফ্রিকার মতো প্রতিপক্ষদের আটকানো অসম্ভব হয়ে যেতে পারে। সেক্ষেত্রে অশ্বিনের অভিজ্ঞতা দলের কাজে লাগবে। 

    ব্যাটিং প্রসঙ্গে দ্রাবিড়

    সাম্প্রতিক অতীতে স্পিনের বিরুদ্ধে ব্যাটিংয়ের সময় ভারতীয় ব্যাটারদের দুর্বলতা সামনে চলে এসেছে। কিন্তু গ্লেন ম্যাক্সওয়েলের মত সাধারণ মানের স্পিনারের সামনে তারা যেভাবে সেট হওয়ার পর উইকেট ছুড়ে দিয়ে এসেছেন তা বিশ্বকাপের আগে রাহুল দ্রাবিড়ের চিন্তা বাড়াচ্ছে। এই প্রসঙ্গে টিম ইন্ডিয়ার হেডস্যার বলেন, ‘চোট সারিয়ে প্রায় ৬-৭ মাস পর মাঠে ফিরলেও রাহুল দারুণ ব্যাট করছে। সঙ্গে পুরো ৫০ ওভার উইকেটকিপিং করে যাচ্ছে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজে শ্রেয়স আইয়ার চোট সারিয়ে নিজের নামের প্রতি সুবিচার করেছে। এটা কিন্তু সহজ বিষয় নয়। গিল-কোহলি-রোহিতরা ভাল খেলছে। দু-একটা ব্যাতিক্রম। বিশ্বকাপেও এই সব গুরুত্বপূর্ণ ক্রিকেটাররা তাদের পারফরম্যান্স বজায় রাখুক। এটাই চাই। তাহলেই আরও একবার বিশ্বকাপ জয় সম্ভব।”

    আরও পড়ুন: চিনের অসহযোগিতা, অনুশীলনের সঙ্গী পাননি! রুপো জিতে চোখের জলে ভাসলেন রোশিবিনা

    কবে কোন খেলা

    ভারত ৩০ সেপ্টেম্বর, শনিবার নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে মাঠে নামবে গতবারের বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিরুদ্ধে। ম্যাচটি অনুষ্ঠিত হবে গুয়াহাটিতে। ৩ অক্টোবর, মঙ্গলবার ভারত নিজেদের দ্বিতীয় অনুশীলন ম্যাচে মাঠে নামবে কোয়ালিফায়ার নেদারল্যান্ডসের বিরুদ্ধে। এই ম্যাচটি খেলা হবে তিরুবনন্তপুরমে। ২টি ম্যাচই শুরু হবে ভারতীয় সময় অনুযায়ী দুপুর ২টো থেকে। মূল পর্বে ভারতের প্রথম প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। খেলা হবে ৮ অক্টোবর। ম্যাচ হবে চেন্নাইয়ের এমএ চিদম্বরম স্টেডিয়ামে।

    তিরুপতিতে গম্ভীর

    ভারতের ঝুলিতে দীর্ঘ ১১ বছর বিশ্বকাপ আসেনি। এ বার তাই ভারতের প্রতিটি ক্রিকেট প্রেমী প্রার্থনা করছেন বিশ্বকাপ জিতুক রোহিত শর্মা-বিরাট কোহলিরা। ভারতের প্রাক্তন ক্রিকেটাররাও বিশ্বকাপ জয়ের প্রার্থনা করছেন। সদ্য তিরুমালা মন্দিরে পুজো দিয়ে বিশ্বকাপে ভারতের সাফল্য কামনা করেছেন দেশের প্রাক্তন ক্রিকেটার গৌতম গম্ভীর (Gautam Gambhir)। 

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ

     
     
  • Supreme Court: সুপ্রিম কোর্টে ৫ অক্টোবর থেকে শুরু নিয়োগ সংক্রান্ত মামলার শুনানি 

    Supreme Court: সুপ্রিম কোর্টে ৫ অক্টোবর থেকে শুরু নিয়োগ সংক্রান্ত মামলার শুনানি 

    মাধ্যম নিউজ ডেস্ক: ৫ অক্টোবর থেকে সুপ্রিম কোর্টে (Supreme Court) হবে নিয়োগ সংক্রান্ত বিভিন্ন মামলার শুনানি। শুনানি হবে বিচারপতি অনিরুদ্ধ বোস ও বিচারপতি বেলা এম ত্রিবেদীর ডিভিশন বেঞ্চে। নবম-দশম, একাদশ-দ্বাদশ থেকে প্রাথমিক সব মামলারই শুনানি হবে পর পর।

    নিয়োগ দুর্নীতি সংক্রান্ত একাধিক মামলা

    এসএসসি, প্রাইমারি সহ একাধিক মামলায় সুপ্রিম কোর্টে দায়ের হয়েছিল পিটিশন। ২০১৪, ২০১৬ এবং ২০১৭ সহ একাধিক ক্ষেত্রে দুর্নীতির মামলা দায়ের হয় দেশের শীর্ষ আদালতে। নিয়োগ দুর্নীতি সংক্রান্ত একাধিক মামলা সুপ্রিম কোর্টে ওঠায় বিরক্তি প্রকাশ করেন বিচারপতি। বিচারপতি বোস ও ত্রিবেদীর ডিভিশন বেঞ্চের প্রশ্ন ছিল, এতগুলি মামলা, কোনটি আমরা আগে শুনব?

    শুনানি শুরু ৫ অক্টোবর থেকে 

    বৃহস্পতিবার নিয়োগ সংক্রান্ত (Supreme Court) মামলার শুনানি ছিল সুপ্রিম কোর্টে। শুনানি শুরু হতেই এদিনের জন্য স্থগিত রাখার আর্জি জানায় রাজ্য। শুনানিতে ভার্চুয়ালি হাজির ছিলেন কলকাতার প্রাক্তন মেয়র তথা আইনজীবী বিকাশ ভট্টাচার্য। তিনি বলেন, “এভাবে বারবার শুনানি পিছিয়ে যাওয়ায় অযোগ্য প্রার্থীরা চাকরি করেই চলেছেন।” এরপরই আদালত জানায়, ৫ অক্টোবর থেকে যাবতীয় মামলার শুনানি শুরু হবে। এখনও পর্যন্ত এই সব মামলায় কলকাতা হাইকোর্ট যা যা রায় দিয়েছে, তারিখ অনুযায়ী সেই সব কপি জমা করতে হবে সুপ্রিম কোর্টে। দিনের ক্রম অনুসারে সেই সব রায়ের প্রতিলিপি সংশ্লিষ্ট বেঞ্চে পাঠানোর নির্দেশও দিয়েছে ডিভিশন বেঞ্চ।

    আরও পড়ুুন: তৃণমূল নেত্রীর ঘরেই ইডির সমন! অভিষেকের পাশাপাশি তাঁর মা-বাবাকেও তলব

    প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতির একাধিক মামলা রয়েছে কলকাতা হাইকোর্টেও। গত মাসেই এসএসসি নিয়োগ দুর্নীতি কতদূর এগিয়েছে, তা সিবিআইয়ের কাছে জানতে চেয়েছিল আদালত। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে এ সংক্রান্ত রিপোর্টও পেশ করা হয়। নিয়োগ কেলেঙ্কারির অভিযোগের গোড়ায় পৌঁছতে আলাদাভাবে তদন্ত করছে ইডি এবং সিবিআই। তার জেরে গ্রেফতার হয়েছেন বেশ কয়েকজন।

    এঁদের মধ্যে যেমন প্রাক্তন তৃণমূল নেতা রয়েছেন, তেমনি (Supreme Court) রয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ও। বর্তমানে জেলে হেফাজতে রয়েছেন এঁরা। নিয়োগ কেলেঙ্কারি মামলায় জড়িয়ে গিয়েছে তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোম্পানি লিপস অ্যান্ড বাউন্ডসের নামও। তাঁকে তো বটেই, তাঁর মা এবং বাবাকেও সিজিও কমপ্লেক্সে তলব করেছে ইডি।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Abhishek Banerjee: তৃণমূল নেত্রীর ঘরেই ইডির সমন! অভিষেকের পাশাপাশি তাঁর মা-বাবাকেও তলব

    Abhishek Banerjee: তৃণমূল নেত্রীর ঘরেই ইডির সমন! অভিষেকের পাশাপাশি তাঁর মা-বাবাকেও তলব

    মাধ্যম নিউজ ডেস্ক: এবার তৃণমূল সুপ্রিমোর ঘরেই চলে এল ইডির সমন! যার জেরে ক্রমেই বিপাকে পড়ছে তৃণমূল! তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) তলব করেছিল ইডি। এবার কেন্দ্রীয় এই তদন্তকারী সংস্থা ডেকে পাঠাল অভিষেকের বাবা অমিত বন্দ্যোপাধ্যায় এবং মা লতা বন্দ্যোপাধ্যায়কেও। সম্পত্তির বিস্তারিত তথ্য নিয়ে সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে বলা হয়েছে তাঁদের।

    ইডির তলব অভিষেককে

    লিপস অ্যান্ড বাউন্ডসকাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য অভিষেককে সিজিও কমপ্লেক্সে ৩ অক্টোবর হাজির হতে বলেছে ইডি। ওই সপ্তাহেই কোনও একদিন অমিত ও লতাকেও সিজিও কমপ্লেক্সে হাজির হতে বলা হয়েছে ইডির তরফে। শিক্ষক নিয়োগ কেলেঙ্কারি মামলায় বর্তমানে ইডির হেফাজতে রয়েছেন সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু। দিন কয়েক আগে তাঁর মেয়ে-জামাইয়ের ফ্ল্যাট সহ তিন জায়গায় তল্লাশি চালায় ইডি। নিউ আলিপুরের লিপস অ্যান্ড বাউন্ডস (Abhishek Banerjee) কোম্পানিতেও হানা দেয় ইডি। টানা প্রায় ১৮ ঘণ্টা ধরে চলে তল্লাশি। এই লিপস অ্যান্ড বাউন্ডসের ডিরেক্টর ছিলেন অমিত ও লতা। এই সংস্থায় তাঁদের ভূমিকা ঠিক কী ছিল, তা জানতে চান তদন্তকারীরা। শুধু তাই নয়, তাঁদের আয়-ব্যয় সংক্রান্ত নথিপত্রও নিয়ে আসতে বলা হয়েছে।

    অভিষেকের গর্জন!

    এর আগে ১৩ সেপ্টেম্বর ইডি তলব করেছিল অভিষেককে (Abhishek Banerjee)। টানা ৯ ঘণ্টা ধরে তাঁকে জেরা করেন তদন্তকারীরা। তিনিই লিপস অ্যান্ড বাউন্ডসের সিইও। সেদিনই সিজিও কমপ্লেক্স থেকে বেরিয়ে অভিষেক ইডিকে চ্যালেঞ্জ করেছিলেন, “প্রমাণ থাকলে ইডি আমাকে গ্রেফতার করুক। আমি চাই আমাকে গ্রেফতার করুক। তাহলে আমার বয়ান ওদের কোর্টে জমা দিতে হবে। সবাই দেখতে পাবে আমি কী বলেছি। তাহলেই সবাই বুঝতে পারবে আসল ঘটনা।” এদিকে, ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টের নির্দেশে বিচারপতি অমৃতা সিনহার এজলাসে অভিষেক সহ লিপস অ্যান্ড বাউন্ডসের সমস্ত ডিরেক্টর ও কর্মীর যাবতীয় তথ্য জমা দিয়েছে ইডি।

    আরও পড়ুুন: ফের অভিষেককে সমন ইডির! দিল্লিতে ঘেরাও কর্মসূচির দিনই তলব সাংসদকে

    লিপস অ্যান্ড বাউন্ডস কোম্পানিতে অনেক টাকা ঢুকেছে বলে দিন কয়েক আগে দাবি করেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেছিলেন, “আমি অনেক নথি জমা দিয়েছি। ওই কোম্পানিতে জেট এয়ারওয়েজের টাকা ঢুকেছে। সুভাষ আগরওয়ালের হাত দিয়ে কয়লার টাকা ঢুকেছে। বৈদিক ভিলেজের মালিক দেড় কোটি টাকা ঢুকিয়েছে। এগুলির প্রামাণ্য নথি রয়েছে। কোম্পানির সঙ্গে জড়িতদের সম্পত্তির খতিয়ান আদালতে জমা দিতে বলা হয়েছে। তা জমা দিলেই অভিযোগের সত্যতা প্রমাণ (Abhishek Banerjee) হবে।”

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     
     
  • China Pakistan Relation: এবার পাকিস্তানের পাশ থেকে সরে গেলেন ‘কমরেড’ও! অথৈ জলে ইসলামাবাদ

    China Pakistan Relation: এবার পাকিস্তানের পাশ থেকে সরে গেলেন ‘কমরেড’ও! অথৈ জলে ইসলামাবাদ

    মাধ্যম নিউজ ডেস্ক: কথায় বলে, দুর্দিনে বন্ধু চেনা যায়! ঋণে জর্জরিত পাকিস্তান। চিনা ঋণের ফাঁদে পড়ে শ্রীলঙ্কার মতো দেউলিয়া হওয়ার দশা ইসলামাবাদের। এমতাবস্থায় কোথায় পাশে দাঁড়াবে চিন, তা নয় ক্রমেই দূরে সরে যাচ্ছে বেজিং (China Pakistan Relation)। বিলিয়ন ডলারের চিন-পাকিস্তান অর্থনৈতিক করিডরের অধীনে জল ব্যবস্থাপনা, জ্বালানি এবং জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে সহযোগিতা আরও প্রসারিত করতে অস্বীকার করেছে ড্রাগনের দেশ।

    পাকিস্তানকে সাহায্য করতে অস্বীকার করেছে চিন

    এহেন পরিস্থিতিতে আক্ষরিক অর্থেই অথৈ জলে ইসলামাবাদ। সম্প্রতি একাদশতম জয়েন্ট কো-অপারেশন কমিটির বৈঠক হয়েছে। জানা গিয়েছে, সেই বৈঠকে বিভিন্ন বিষয়ে চিন পাকিস্তান দুই দেশেরই মতপার্থক্য সামনে চলে আসে। তার পরেই বেজিং চিন-পাকিস্তান অর্থনৈতিক করিডরের অধীনে জল ব্যবস্থাপনা, জ্বালানি এবং জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে সহযোগিতা আরও প্রসারিত করতে অস্বীকার করেছে।পাকিস্তানের (China Pakistan Relation) কেন্দ্রীয় ব্যাঙ্ক, স্টেট ব্যাঙ্ক অফ পাকিস্তানের প্রকাশিত সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, ২০২৩ সালের এপ্রিল মাসে পাকিস্তান সরকারের মোট ঋণ ৩৪.১ শতাংশ হারে বৃদ্ধি পেয়েছে।

    আরও পড়ুুন: ‘পুণ্যার্থীর ছদ্মবেশে ভিখিরি পাঠানো বন্ধ করো’, পাকিস্তানকে হুঁশিয়ারি সৌদি আরবের

    যার জেরে বর্তমানে পাকিস্তান সরকারের মোট ঋণের পরিমাণ ৫৬,৮০,০০০ কোটি টাকা। পাকিস্তানের অভ্যন্তরীণ ঋণের পরিমাণ ৩৬.৫ ট্রিলিয়ন মার্কিন ডলার। যা দেশটির মোট ঋণের ৬২.৩ শতাংশের সমান। দেশটির বৈদেশিক ঋণের পরিমাণ ২২ ট্রিলিয়ন মার্কিন ডলার। যা তার মোট ঋণের ৩৭.৬ শতাংশ।

    চিনকে খুশি করার চেষ্টা ইসলামাবাদের 

    পাকিস্তানে ৩ হাজার কিলোমিটারের চিন-পাক ইকনমিক করিডরে প্রচুর পরিমাণ টাকা বিনিয়োগ করেছে শি জিনপিংয়ের সরকার। এই প্রকল্পের মাধ্যমে একদিকে যেমন চিনের আর্থিক লাভ হচ্ছে, তেমনি কর্মসংস্থান এবং বাণিজ্যিক উন্নয়ন হচ্ছে পাকিস্তানেও। চিনকে খুশি করতে পাকিস্তানের গোয়াদারে আমদানিকৃত কয়লাচালিত যে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র গড়ে তোলার কথা ছিল ইসলামাবাদের, সাম্প্রতিক পরিস্থিতিতে পাকিস্তান সেই পরিকল্পনা বাতিল করেছে বলে পাক সংবাদ মাধ্যম সূত্রে খবর। গিলগিট বাল্টিস্তান, খাইবার পাখতুনখোয়া এবং পাক অধিকৃত কাশ্মীরে পর্যটন বিষয়ক পরিকল্পনাও বাতিল করেছে ইসলামাবাদ। চিনের উন্নত প্রযুক্তি ব্যবহার করে বেশ কিছু ক্ষেত্রে এগোতে চেয়েছিল পাকিস্তান। তবে চিন ধাতব খনিজগুলির যৌথ অনুসন্ধান, উন্নয়ন এবং বিপণনের প্রস্তাব খারিজ করে দিয়েছে। যার জেরে সখাত সলিলে ডুবে মরার দশা হয়েছে পাকিস্তানের (China Pakistan Relation)।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Abhishek Banerjee: ফের অভিষেককে সমন ইডির! দিল্লিতে ঘেরাও কর্মসূচির দিনই তলব সাংসদকে 

    Abhishek Banerjee: ফের অভিষেককে সমন ইডির! দিল্লিতে ঘেরাও কর্মসূচির দিনই তলব সাংসদকে 

    মাধ্যম নিউজ ডেস্ক: নিয়োগ দুর্নীতি মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফের তলব করল ইডি। আগামী ৩ অক্টোবর জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে তলব করেছে কেন্দ্রীয় সংস্থা।  ওই দিনই দিল্লিতে দলের নেতা কর্মীদের নিয়ে ধরনা কর্মসূচি রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। তাই ৩ অক্টোবর অভিষেক হাজিরা দেবেন কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে। 

    কখন হাজিরা

    আগামী ৩ অক্টোবর সকাল সাড়ে ১০ টায় সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে বলা হয়েছে অভিষেককে। সেই নোটিসের কথা এক্স মাধ্যমে জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেই। সম্প্রতি লিপস অ্যান্ড বাউন্ডস অভিষেকের সম্পত্তি খতিয়ানের প্রশ্নে ইডি-কে কার্যত তুলোধনা করেছিলেন হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা। বিচারপতির প্রশ্ন, ‘রিপোর্টে একটি পাতায় দু’জনের নাম আছে। ঠিকানা দেওয়া, ৩০বি হরিশ চাটার্জি স্ট্রিট। এটা কি সংস্থার রেজিস্ট্রার্ড ঠিকানা? একটা সময়ে এই ঠিকানা রেজিস্ট্রার্ড হয়েছিল। সংস্থার বদলের সময়ে নিয়ম মানা হয়েছে? যে ওই কাজে অনিয়ম হয়েছে কিনা? ১৯ এপ্রিল ২০১২ তিনজন ডিরেক্টর ছিলেন। কিন্তু রেজিস্ট্রেশন সময় দু’জন হল? ১১৮এ হরিশ মুখার্জি রোডে কার সম্পত্তি? সম্পত্তি বাজেয়াপ্ত তালিকায় নেই কেন’?

    ফের কেন তলব

    বিচারপতির এই প্রশ্নের মাত্র দুদিন পরেই অভিষেককে তলব করল ইডি। কেন্দ্রীয় সংস্থা সূত্রে খবর, লিপস অ্যান্ড বাউন্ডস মামলা প্রসঙ্গেও অভিষেককে জিজ্ঞাসাবাদ করা হতে পারে। সূত্রের খবর, লিপস অ্যান্ড বাউন্ডসের সিইও হিসাবে অভিষেকের কী ভূমিকা ছিল তা জানতে তাঁকে তলব করা হয়েছে। গত ১৩ সেপ্টেম্বরও ইডি জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছিলেন অভিষেক৷ সেদিনও প্রায় ৯ ঘণ্টা তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়৷

    আরও পড়ুন: পুলিশ সরানোর নির্দেশ! রাজভবনের আবাসিক এলাকার নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনী

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • CV Ananda Bose: পুলিশ সরানোর নির্দেশ! রাজভবনের আবাসিক এলাকার নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনী

    CV Ananda Bose: পুলিশ সরানোর নির্দেশ! রাজভবনের আবাসিক এলাকার নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনী

    মাধ্যম নিউজ ডেস্ক: রাজভবনের রেসিডেন্সিয়াল এলাকা ও গ্রাউন্ড ফ্লোর থেকে পুলিশকে সরানোর নির্দেশ। ওই এলাকার নিরাপত্তার দায়িত্ব নেবে সিআরপিএফ। সূত্রের খবর, রাজভবনের তরফে গোটা বিষয়টি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে জানানো হয়েছে। এমনকী রাজ্য প্রশাসনকেও বিষয়টি জানানো হয়েছে বলে খবর।

    কেন এই নির্দেশ

    রাজভবন সূত্রে খবর, পুলিশের ‘সন্দেহজনক’ গতিবিধির কথা জানিয়ে বুধবারই রাজ্য প্রশাসনের কাছে অভিযোগ জানানো হয়েছে।  উল্লেখ্য, রাজভবনে যে এলাকায় রাজ্যপাল সিভি আনন্দ বোস থাকেন, সেখানে পুলিশি নজরদারি অভিযোগ উঠেছে। বুধবার রাতে ওই এলাকায় দুই পুলিশকর্মীকে ঘোরাফেরা করতে দেখা গিয়েছে, বলে খবর। সেই কারণে রাজভবনে নিরাপত্তার দায়িত্ব থাকা ৫০ জন পুলিশকর্মীকে সরানোর নির্দেশ দেওয়া হয়েছে।

    কী বলছে রাজভবন

    রাজভবনের বক্তব্য, রাজভবন চত্বর এবং একেবার নীচের তলা কলকাতা পুলিশের অধীনেই থাকবে। রাজভবনের ভিতরে অনেকগুলো ভাগ রয়েছে। এক তলায় লাইব্রেরি, দোতলায় অফিস, তিন তলায় রাজ্যপালের রেসিডেন্সিয়াল এলাকা। রাজভবনের বক্তব্য, রাজ্যপালের রেসিডেন্সিয়াল আর অফিসিয়াল এলাকার নিরাপত্তার দায়িত্ব কেন্দ্রীয় বাহিনীকে দেওয়া হোক। রাজভবন চত্বর ও অন্যান্য এলাকা কলকাতা পুলিশের নজরেই থাকবে। যে দু’জন পুলিশ কর্মীর গতিবিধি নিয়ে সন্দেহ তৈরি হয়েছে, তাঁদের বিষয়ে লালবাজারে জানানো হয়েছে। কলকাতা পুলিশ কমিশনারের কাছে ব্যাখ্যাও চাওয়া হয়েছে রাজভবনের তরফে। লালবাজারের তরফে এখনও পর্যন্ত এর কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

    আরও পড়ুন: ‘২ হাজার কোটি টাকা পড়ে থাকলেও খরচ করতে পারছে না রাজ্য’, তোপ সুকান্তর

    রাজভবনের যে অংশে রাজ্যপাল থাকেন তার কাছে পুলিশের (Police) সন্দেহজনক গতিবিধির অভিযোগ ওঠে। আবাসিক এলাকা ছেড়ে চলে যেতে বলার পরেও ২ পুলিশ কর্মীর বিরুদ্ধে ঘুরে ফিরে আসার অভিযোগ করা হয়। কী উদ্দেশ্যে রাজভবনের আবাসিক এলাকায় পুলিশ, তা নিয়ে প্রশ্ন তুলেছে বিজেপি। দলের মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, “তৃণমূলের এক মন্ত্রী রাজ্যপাল সম্পর্কে ভ্যাম্পায়ার বা সাদা হাতির মতো শব্দ ব্যবহার করেন। সেদিক থেকে নজরদাররির বিষয়টি কোনওভাবেই অস্বাভাবিক নয়।” 

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

  • MS Swaminathan Passes Away: প্রয়াত সবুজ বিপ্লবের জনক এমএস স্বামীনাথন, শোকবার্তা প্রধানমন্ত্রীর

    MS Swaminathan Passes Away: প্রয়াত সবুজ বিপ্লবের জনক এমএস স্বামীনাথন, শোকবার্তা প্রধানমন্ত্রীর

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রয়াত ভারতের সবুজ বিপ্লবের জনক কৃষিবিজ্ঞানী এমএস স্বামীনাথন (MS Swaminathan Passes Away)। বয়স হয়েছিল ৯৮ বছর। বৃহস্পতিবার চেন্নাইয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বার্ধক্যজনিত কারণে দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন তিনি। কিংবদন্তি কৃষিবিজ্ঞানী স্বামীনাথন ১৯৭২ থেকে ১৯৭৯ সাল পর্যন্ত কাজ করেছেন ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চের চেয়ারম্যান হিসেবে।

    পুরস্কার ও সম্মাননা

    তিনি ধানের একটি নয়া জাতের উদ্ভাবন করেছিলেন। কৃষি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের জন্য ১৯৭২ সালে তাঁকে পদ্মভূষণ সম্মান দেওয়া হয়। ১৯৬৭ সালেই পদ্মশ্রী পুরস্কার পেয়েছিলেন স্বামীনাথন। পদ্মবিভূষণ পুরস্কার পান ১৯৮৯ সালে। ১৯৭২ সালে পান রামন ম্যাগসাইসাই পুরস্কার। বিশ্ব খাদ্য পুরস্কার পেয়েছিলেন ১৯৮৭ সালে।

    দেশ-বিদেশের একাধিক বিশ্ববিদ্যালয়ও সাম্মানিক ডিগ্রি দিয়েছেন তাঁকে (MS Swaminathan Passes Away)। ১৯২৫ সালের ৭ অগাস্ট ব্রিটিশ ভারতের মাদ্রাজ প্রেসিডেন্সির কুম্বাকোনামে জন্মগ্রহণ করেছিলেন স্বামীনাথন। অল্প বয়সে পিতৃহারা হন। তার পর থেকে থাকতেন এক কাকার কাছে। ছোট থেকেই কৃষিতে আগ্রহ ছিল স্বামীনাথনের। বাংলায় পঞ্চাশের মন্বন্তর দেখে কৃষিতে মনোনিবেশ করেন তিনি। পরে বিপ্লব ঘটান কৃষিক্ষেত্রে।

    প্রধানমন্ত্রীর শোকবার্তা 

    স্বামীনাথনের (MS Swaminathan Passes Away) প্রয়াণে শোক প্রকাশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি লিখেছেন, “ডঃ এমএস স্বামীনাথনজির মৃত্যুতে গভীরভাবে শোকাহত। আমাদের দেশের ইতিহাসের একটি অত্যন্ত সঙ্কটময় সময়ে কৃষিতে তাঁর যুগান্তকারী কাজ লক্ষ লক্ষ মানুষের জীবনকে বদলে দিয়েছে এবং আমাদের দেশের জন্য খাদ্য নিরাপত্তা নিশ্চিত করেছিল। কৃষিতে তাঁর বৈপ্লবিক অবদানের বাইরেও ডঃ স্বামীনাথন ছিলেন উদ্ভাবনের শক্তিশালা এবং অনেকের জন্য একজন লালন-পালনকারী পরামর্শদাতা। গবেষণা ও পরামর্শদানের প্রতি তাঁর অটল প্রতিশ্রুতি অগণিত বিজ্ঞানী এবং উদ্ভাবকের ওপর একটি অমোঘ চিহ্ন রেখে গিয়েছে।” স্বামীনাথনের সঙ্গে তাঁর সাক্ষাতের বিষয়টিও উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী।

    আরও পড়ুুন: ‘পুণ্যার্থীর ছদ্মবেশে ভিখিরি পাঠানো বন্ধ করো’, পাকিস্তানকে হুঁশিয়ারি সৌদি আরবের

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

  • Shakib Al Hasan: বাংলাদেশে বিবাদ! “টিম ম্যান নয়, তামিম বাচ্চাদের মতো আচরণ করছে”, তোপ শাকিবের

    Shakib Al Hasan: বাংলাদেশে বিবাদ! “টিম ম্যান নয়, তামিম বাচ্চাদের মতো আচরণ করছে”, তোপ শাকিবের

    মাধ্যম নিউজ ডেস্ক: গৃহযুদ্ধ লেগে গেল বাংলাদেশ ক্রিকেট দলে। বিশ্বকাপ (ICC ODI World Cup 2023) দলে সুযোগ না পেয়ে ভিডিও পোস্ট করে টিম ম্যানেজমেন্টের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছিলেন তামিম ইকবাল। তিনি জানিয়েছেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এক কর্তা তাঁকে নীচের দিকে ব্যাট করার প্রস্তাব দেন। যা তাঁর মনঃপুত হয়নি। এই প্রসঙ্গ টেনে অধিনায়ক শাকিব-আল-হাসান (Shakib Al Hasan) কড়া প্রতিক্রিয়া দিয়েছেন। তিনি বলেছেন, “তামিম বাচ্চাদের মতো আচরণ করছে। যিনি ওকে এই কথা বলেছেন, তিনি নিশ্চয়ই দলের স্বার্থ ভেবেই বলেছেন। এতে অন্যায় কিছু দেখতে পাচ্ছি না। সব ধরনের কন্বিনেশন ঠিক রাখতে হবে। পরিস্থিতি অনুযায়ী যা প্রয়োগ করা যেতে পারে।”

    দলের স্বার্থটাই সবার আগে

    তামিমকে পরের দিকে ব্যাট করতে নামার প্রস্তাব প্রসঙ্গে শাকিব বলেন,”এর মধ্যে আমি কোনও ভুল কিছু দেখতে পাইনি। কারণ, দলের স্বার্থটাই সবার আগে। রোহিত শর্মাও তো আগে সাত নম্বরে ব্যাট করত। পরে ওপেনার হিসেবে দশ হাজার রান করেছে। তাই কে কোন পজিশনে ব্যাট করে ক’টা শতরান করেছে, সেটা মুখ্য বিষয় নয়। আসল কথা হল, দল কী চাইছে সেটা দেখতে হবে। তাই তামিমের অভিযোগের কোনও সারবত্তা নেই। ওকে বুঝতে হবে, আমরা দেশের হয়ে খেলছি। ব্যক্তির থেকে দেশের স্বার্থটা বড়।”

    বাংলাদেশ শিবিরে অসন্তোষের মেঘ 

    বুধবার রাতেই ভারতের মাটিতে পা রেখেছে বাংলাদেশ। তবে তার আগে বিশ্বকাপের (Shakib Al Hasan) চূড়ান্ত ১৫ সদস্যের দল ঘোষণা নিয়ে ঢাকায় একপ্রস্থ নাটক হয়। বিসিবি চেয়ারম্যানের সঙ্গে প্রথমে দেখা করেন শাকিব। তারপর ডাকা হয় তামিমকে। পরে জানা যায়, বিসিবির প্রস্তাবে পরের দিকে ব্যাট করতে রাজি না হওয়ায় তামিমকে স্কোয়াডেই রাখা হয়নি। সাকিবের নেতৃত্বেই বিশ্বকাপে খেলবে বাংলাদেশ। কিন্তু তামিম চুপ থাকেনি। তিনি সোশ্যাল মিডিয়ায় পুরো ঘটনা সামনে আনার চেষ্টা করেন। যার ফলে বাংলাদেশ শিবিরে হঠাৎই অসন্তোষের মেঘ দেখা যাচ্ছে। আসলে বাংলাদেশ শিবির অনেক দিন ধরেই দুই গোষ্ঠীতে বিভাজিত। একদিকে, তামিম ও অন্যদিকে সাকিব। দু’জনের মধ্যে কথা পর্যন্ত হয় না বলে দাবি করেছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তা নিয়ে শাকিব ক্ষোভ উগরে দিয়ে বলেছিলেন, ‘বিসিবি সভাপতির এই মন্তব্য করা ঠিক হয়নি। ঘরের কথা কি কেউ বাইরে বলে?’ 

    আরও পড়ুন: ৭ বছর পর ভারতে পাক ক্রিকেট দল! বিশ্বকাপে বাবরদের ঘিরে কড়া নিরাপত্তা

    শাকিবের অবসর প্রসঙ্গ

    তামিমের সঙ্গে লড়াইয়ে আপাতত জিতলেও, শাকিব ভালোই জানেন এভাবে বেশিদিন সংসার করা যাবে না। তাই তিনি বিশ্বকাপ অভিযানের আগেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের পূর্বাভাসও দিলেন। এবছরেই হয়তো টেস্ট ক্রিকেটকে বিদায় জানাতে পারেন শাকিব। আর সীমিত ওভারের ক্রিকেটে তিনি ডেট লাইন ফিক্সড করেছেন ২০২৫ পর্যন্ত। তবে বিশ্বকাপে বাংলাদেশ খারাপ পারফর্ম করলে, শাকিবের অবসরের ডেটলাইন এগিয়ে আসবে না, কে-ই বা বলতে পারে।

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ

  • Fraud Case: আধার প্রতারণায় ফের টাকা গায়েব, দলিলে হাতের ছাপ অদৃশ্য রাখার আবেদন পুলিশের

    Fraud Case: আধার প্রতারণায় ফের টাকা গায়েব, দলিলে হাতের ছাপ অদৃশ্য রাখার আবেদন পুলিশের

    মাধ্যম নিউজ ডেস্ক: আধার কার্ডের বায়োমেট্রিক তথ্য চুরি করে টাকা গায়েব করার অজস্র অভিযোগ (Fraud Case) ইতিমধ্যে খবরে শিরোনামে এসেছে। এই মর্মে নড়েচড়ে বসল কলকাতা পুলিশ। জানা গিয়েছে, কলকাতা পুলিশের তরফ থেকে চিঠি পাঠানো হয়েছে অর্থ সচিবকে এবং তাতে আবেদন করা হয়েছে যে কোনও দলিল ডাউনলোড করার সময় যে হাতে ছাপ দেখা যায় তা যেন অদৃশ্য রাখা হয়। অর্থাৎ দলিল পেলেও তাতে যেন আঙুলের ছাপ (Fraud Case) কখনও না থাকে।

    বায়োমেট্রিক তথ্য চুরি করে টাকা গায়েব

    প্রসঙ্গত, বায়োমেট্রিক তথ্য চুরি করে টাকা গায়েবেরঅভিযোগ একাধিক জেলা থেকেই আসছে। এক্ষেত্রে প্রতারকরা ফিঙ্গারপ্রিন্ট চুরি করছে। যে সমস্ত জায়গাগুলিতে এটিএম ব্যবস্থা নেই সেখানেই এই ধরনের ঘটনাগুলি বেশি করে ঘটছে। এমন অবস্থায় বেশ কিছু সতর্কতা অবলম্বন করার কথা বলেছেন সাইবার বিশেষজ্ঞরা (Fraud Case)। যেমন মোবাইলে তাঁরা এম আধার অ্যাপটি ডাউনলোড করে রাখতে বলছেন। কাজ হয়ে যাওয়ার পরে সেটিকে লক করে দিতে বলছেন। এই সমস্ত বায়োমেট্রিক তথ্য কোথায় সব থেকে বেশি চুরি যাচ্ছে? অনুসন্ধান করতে নেমে পুলিশের দাবি, দলিলে থাকা আঙুলের ছাপে বেশি জালিয়াতি হচ্ছে। অর্থাৎ বিষয়টি সরলীকরণ করলে দাঁড়ায়, কোনও ব্যক্তি হয়তো জমি কেনাবেচা করছেন, সেখানে মালিকের হাতের ছাপ থাকে। এবং বেশিরভাগ ক্ষেত্রেই সেই মালিকের হাতের ছাপ থেকেই বায়োমেট্রিক তথ্য চুরি করছে প্রতারকরা।

    উত্তর দিনাজপুরে গ্রেফতার ২ 

    সম্প্রতি বাগুইআটির বাসিন্দা তুষার কান্তি মুখোপাধ্যায় অভিযোগ করেন যে তাঁর অ্যাকাউন্ট থেকে গায়েব হয়েছে ২৮ হাজার ৯০০ টাকা। তদন্ত নেমে পুলিশ বাংলা এবং বিহারের সীমানা এলাকা থেকে দুইজনকে গ্রেফতার করতে সমর্থ হয়েছে। জানা গেছে, ধৃত ২ জনের নাম মোখতার আলম, বয়স ২৩ এবং রওশন আলি, বয়স ২২। দুজনের বিরুদ্ধে (Fraud Case) এমন ছটি ব্যাংক জালিয়াতির অভিযোগ রয়েছে বলে জানা গিয়েছে। কলকাতা পুলিশের বিশেষ শাখা হানা দেয় উত্তর দিনাজপুরে, এবং সেখান থেকেই গ্রেফতার করা হয় দুইজনকে।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share