Blog

  • Delhi Mumbai Expressway: দিল্লি থেকে মুম্বই যেতে সময় লাগবে মাত্র ১২ ঘণ্টা! রবিবারে মোদির হাতে উদ্বোধন দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়ের

    Delhi Mumbai Expressway: দিল্লি থেকে মুম্বই যেতে সময় লাগবে মাত্র ১২ ঘণ্টা! রবিবারে মোদির হাতে উদ্বোধন দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়ের

    মাধ্যম নিউজ ডেস্ক: দিল্লি থেকে মুম্বই যাওয়ার জন্য এক্সপ্রেসওয়ে তৈরি করছে কেন্দ্রীয় সরকার৷ সেই এক্সপ্রেসওয়ের কিছুটা অংশের কাজ সম্পূর্ণ হয়েছে৷ রবিবার ওই অংশের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আগামীকাল এই এক্সপ্রেসওয়ের সোহনা-দাউনা অংশ উদ্বোধন করবেন মোদি। দিল্লি থেকে দৌসা হয়ে লালসট পর্যন্ত ২৪৬ কিলোমিটার রাস্তা আগামিকাল থেকে সাধারণ যান চলাচলের জন্য উন্মুক্ত হয়ে যাবে৷ নতুন এই রাস্তা দিয়ে দিল্লি থেকে জয়পুরে যেতে এখন থেকে সময় লাগবে মাত্র সাড়ে তিন ঘণ্টা। আগে লাগত ৫ ঘণ্টা। নতুন রাস্তার ফলে যাতায়াতের সময় এক ধাক্কায় দেড় ঘণ্টা কমবে বলে জানা গিয়েছে।

    সেজে উঠেছে দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়ে প্রকল্পের একটা অংশ

    দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়ের মোট ১৩৮৬ কিলোমিটার পথ তৈরির কেন্দ্রীয় প্রকল্পটির জন্য ১২ হাজার ১৫০ কোটি টাকারও বেশি বরাদ্দ করেছে কেন্দ্র। তবে এই এক্সপ্রেসওয়ের সব থেকে বড় বিষয় হল, রাস্তাটি সম্পূর্ণ হলে দিল্লি থেকে মুম্বই যাওয়ার জন্য এখন যেই সময় লাগে তার চেয়ে অন্ততপক্ষে ৫০ শতাংশ কম সময় লাগবে। আগে সড়ক পথে দিল্লি থেকে মুম্বই যেতে সময় লাগত প্রায় ১ দিনের মত, ২৪ ঘণ্টা। নতুন রাস্তাটি খুলে গেলে সেটা নেমে আসবে ১২ ঘণ্টায়! তার মানে, এই পথে ১০-১২ ঘণ্টা সময় কম লাগবে।

    এই এক্সপ্রেসওয়ের ফলে কী কী সুবিধা পাওয়া যাবে?

    দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়েটি মোট ছটি রাজ্যের মধ্যে দিয়ে যাবে। সেই রাজ্যগুলি হল দিল্লি, হরিয়ানা, রাজস্থান, মধ্যপ্রদেশ, গুজরাট ও মহারাষ্ট্র। আবার এটি কিছু গুরুত্বপূর্ণ শহরকেও নতুন করে যুক্ত করবে। যেমন–কোটা, ইন্দোর, জয়পুর, ভোপাল, ভদোদরা, সুরাট। এছাড়াও এই এক্সপ্রেসওয়ের ফলে কিছু গুরুত্বপূর্ণ এয়ারপোর্টে পৌঁছনো হয়ে যাবে আগের থেকে সহজ। যুক্ত করবে ১৩টি বন্দরকে। আসন্ন গ্রিন ফিল্ড এয়ারপোর্ট, যেমন জেওয়ার এয়ারপোর্ট বা নাভি মুম্বই এয়ারপোর্টে পৌঁছনোটাও এর ফলে সহজ হয়ে উঠবে।

    কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রী নিতিন গড়কড়ি এই এক্সপ্রেস কিছু ছবি ও ভিডিও ট্যুইটারে শেয়ার করেছেন৷ মুহূর্তের মধ্যে তা ভাইরাল হয়েছে৷ অনেকেই গড়কড়ির সেই ট্যুইট রিট্যুইট করেছেন৷ সেই তালিকায় রয়েছেন আনন্দ মাহিন্দ্রাও৷

  • National Anthem: অভিষেকের মঞ্চে ‘ভুল’ জাতীয় সঙ্গীত! ‘ভাইপো’-কে কটাক্ষ শুভেন্দু-সুকান্তর

    National Anthem: অভিষেকের মঞ্চে ‘ভুল’ জাতীয় সঙ্গীত! ‘ভাইপো’-কে কটাক্ষ শুভেন্দু-সুকান্তর

    মাধ্যম নিউজ ডেস্ক: ফের ভুল জাতীয় সঙ্গীত গাইলেন রাজ্যের শাসকদলের নেতারা, তাও আবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সামনেই। ভরা মঞ্চে সেই ভুল গানের সঙ্গে গলা মেলাতেও দেখা গেল অভিষেককে। এদিন আসন্ন পঞ্চায়েত নির্বাচনের প্রচারে শনিবার কোচবিহারের মাথাভাঙায় সভা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পঞ্চায়েত ভোটকে সামনে রেখে দলের স্থানীয় নেতৃত্বকে বার্তা দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। আর সেখানেই ঘটে গেল বিপত্তি। ভরা মঞ্চে গাইলেন জাতীয় সঙ্গীত, আর সেটিতে অজস্র ভুল। নেই সঠিক শব্দ, নেই কোনও সুর। এই ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হতে শুরু হয়েছে। রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার অভিষেককে কটাক্ষ করে ট্যুইট করেছেন।

    জাতীয় সঙ্গীতের অবমাননা করা নিয়ে উঠছে প্রশ্ন

    এইবারের ঘটনাই প্রথম নয়, এর আগেও একাধিকবার ভুল গেয়ে জাতীয় সঙ্গীতের অবমাননা করতে দেখা গিয়েছে শাসকদলের নেতা-নেত্রীদের। গত বছর পূর্ব মেদিনীপুর জেলার কাঁথির সাংগঠনিক জেলার যুব তৃণমূল কংগ্রেসের ডাকে কাঁথি শহরে সভা করেছিল তৃণমূল। সেই সভায় উপস্থিত ছিলেন রাজ্যের মৎস্য মন্ত্রী অখিল গিরি, জেলা তৃণমূল চেয়ারম্যান অভিজিৎ দাস, জেলা সাধারণ সম্পাদক তরুণ জানা ও যুব তৃণমূল জেলা সভাপতি সুপ্রকাশ গিরি সহ কাঁথি পুরসভার কাউন্সিলর এবং জেলা নেতৃত্ব বৃন্দ। সেই মঞ্চেই উঠেছিল জাতীয় সঙ্গীত অবমাননা করার অভিযোগ।  সভা শেষে জাতীয় সঙ্গীত শুরু করেছিলেন রিনা দাস।

    আর আজও ঘটল সেই একই ঘটনা। আজ ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মাথাভাঙা সফর। মাথাভাঙা কলেজ ময়দানে সভা ছিল অভিষেকের। সেখানেই সভা শেষে শুরু হয় ভুলে ভরা জাতীয় সঙ্গীত। ‘তব শুভ নামে জাগে’- এই কথার পরিবর্তে দুবার বলা হয়েছে ‘তব শুভ আশিষ মাগে’। আবার ‘জনগণমঙ্গলদায়ক’-এর পরিবর্তে বলা হয়েছে ‘জনগণমঙ্গলনায়ক’। ফলে যেমন শব্দে ভুল রয়েছে, তেমনি নেই কোনও সুর। যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় অন্যের ভুল ধরতে এগিয়ে থাকেন, অন্যের টিপ্পনি করতে ছাড়েন না, সেখানে তিনি কীভাবে নির্দ্বিধায় ভুল জাতীয় সঙ্গীত গাইলেন ও তার অবমাননা করলেন, তা নিয়ে উঠছে প্রশ্ন।

    শুভেন্দুর কটাক্ষ ‘ভাইপো’-কে

    এদিন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জাতীয় সঙ্গীত গাওয়া নিয়ে কটাক্ষ করেন। তিনি বলেন, এদিন মাথাভাঙায় জাতীয় সঙ্গীত ভুল গেয়েছেন। তিনি সাংবাদিকদের উদ্দেশে বলেন, “ওকে বলুন আগামী একমাস জাতীয় সঙ্গীত পড়তে আর আয়নার সামনে দাঁড়িয়ে তা বলতে। তারপরেই তিনি যেন রাজনৈতিক সভায় যান।”

    সুকান্ত মজুমদারের ট্যুইট

    মাথাভাঙায় এই ঘটনার পর কটাক্ষ করতে ছাড়েননি রাজ্যের বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। তিনি ট্যুইট করে লেখেন, “আপনি জাতীয় সঙ্গীতকে সম্মান করতে এবং সঠিকভাবে গাইতেও পারেন না! এটি লজ্জার।”  

  • Pakistan: বেলআউট প্যাকেজ পেতে ‘কঠোর’ পদক্ষেপ করতে চলেছে পাকিস্তান!

    Pakistan: বেলআউট প্যাকেজ পেতে ‘কঠোর’ পদক্ষেপ করতে চলেছে পাকিস্তান!

    মাধ্যম নিউজ ডেস্ক: আন্তর্জাতিক মুদ্রা ভাণ্ডার (IMF) থেকে এ পর্যন্ত ১৪ বার ঋণ নিয়েছে পাকিস্তান (Pakistan)। তবে তার একটিও শোধ করেনি ইসলামাবাদ। দেশের আর্থনীতির হাঁড়ির হাল। জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া। কমেছে পাকিস্তানি রুপির মূল্যও। ডলারের মূল্যের ১২ শতাংশ হ্রাস পেয়েছে। বর্তমানে এক ডলারের মূল্য ২৫০ পাকিস্তানি রুপির সমান। দেশের অর্থনীতির এই করুণ দশায়ও পাকিস্তানকে বড় ধাক্কা দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা ভাণ্ডার। পাকিস্তানকে দেওয়া ১.১ বিলিয়ন ডলারের কিস্তি বন্ধ করে দিয়েছে আইএমএফ। দেশের অর্থনীতির হাল এমনই যে ক্রমেই ঋণখেলাপির দিকে এগোচ্ছে ভারতের এই প্রতিবেশী দেশটি।

    অর্থনীতির হাঁড়ির হাল…

    দেশে বৈদেশিক মুদ্রার সঞ্চয় ক্রমেই কমছে। বর্তমানে বৈদেশিক মুদ্রার ভাণ্ডারে রয়েছে ২.৯ বিলিয়ন ডলার। পাকিস্তানের এই চরম দুর্দশার দিনেও আন্তর্জাতিক মুদ্রা ভাণ্ডার ইসলামাবাদকে বেলআউট (Bail Out) প্যাকেজ দিচ্ছে না। অথচ এই মুহুর্তে এই বেলআউট প্যাকেজের খুব প্রয়োজন শাহবাজ শরিফের দেশের। তলানিতে ঠেকে যাওয়া দেশের অর্থনীতি যাতে একেবারে ভেঙে না পড়ে, তাই প্রয়োজন বেলআউট প্যাকেজের। জানা গিয়েছে, আন্তর্জাতিক মুদ্রা ভাণ্ডার থেকে ৭ বিলিয়ন মার্কিন ডলার ঋণ পেতে পাকিস্তান (Pakistan) কর আরোপ করতে চলেছে। কর বাবদ দেশটি ১৭০ বিলিয়ন তুলতে চাইছে।

    আরও পড়ুুন: রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে মোদির ওপরই ভরসা হোয়াইট হাউসের

    পাকিস্তানের অর্থমন্ত্রী ইশাক দার বলেন, ঋণ শোধ করার জন্য আন্তর্জাতিক মুদ্রা ভাণ্ডার থেকে দেশ একটি টার্মস অ্যান্ড কন্ডিশানসের একটি মেমোরান্ডাম পেয়েছে। বেলআউট প্যাকেজ নিয়ে দুই দেশই আলোচনা চালাচ্ছে। গত দশ দিন ধরে সরকারের সঙ্গে আলোচনার পর ইসলামাবাদ ছেড়েছে আন্তর্জাতিক মুদ্রা ভাণ্ডারের প্রতিনিধি দল। তার পরেও সুরাহা হয়নি। এর পর হবে ভার্চুয়াল মাধ্যমে আলোচনা।

    পক্ষকাল আগে পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেছিলেন, ক্ষমতাসীন পিডিএম জোট তার দেশের স্বার্থে রাজনৈতিক কেরিয়ার বলি দিতে প্রস্তুত। তিনি বলেন, ঋণ কর্মসূচি পুনরুজ্জীবিত করতে আন্তর্জাতিক মুদ্র তহবিলের কঠোর শর্ত মেনে নিতে প্রস্তত। পাকিস্তানের অর্থমন্ত্রী বলেন, কয়েকটি ক্ষেত্রে আর্থিক সংস্কার জরুরি। এটা করতে হবে পাকিস্তানের স্বার্থেই। দেশের অর্থনীতির এই করুণ দশার জন্য পাকিস্তানের (Pakistan) তেহরিক-ই-ইনসাফ পরিচালিত সরকারকে দুষেন তিনি। এর পরেই তিনি বলেন, এই সংস্কার যন্ত্রণাদায়ক, তবে জরুরি।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Women’s T20 World Cup: রবিবার মেয়েদের টি-২০ বিশ্বকাপে মুখোমুখি ভারত-পাকিস্তান, কখন ও কোথায় দেখবেন ম্যাচ?

    Women’s T20 World Cup: রবিবার মেয়েদের টি-২০ বিশ্বকাপে মুখোমুখি ভারত-পাকিস্তান, কখন ও কোথায় দেখবেন ম্যাচ?

    মাধ্যম নিউজ ডেস্ক: শুরু হয়ে গিয়েছে মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ। এবারে দক্ষিণ আফ্রিকার মাটিতে শুরু হয়েছে মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ। আর আগামীকাল ফের মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। প্রথম ম্যাচ হয়েছে দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কার মধ্যে। শ্রীলঙ্কা জিতেছে সেই ম্যাচে। ভারতীয় দল আগামীকাল তাদের প্রথম ম্যাচ খেলবে পাকিস্তানের বিরুদ্ধে। ফলে এই ম্যাচে যে ক্রিকেটপ্রেমীদের সবার চোখ থাকবে টিম ইন্ডিয়ার দিকেই, তা আর বলার অপেক্ষা রাখে না। এই ম্যাচ ঘিরে উত্তেজনা তুঙ্গে। বারবার তীরে এসে তরী ডুবেছে ভারতের মহিলা দলের। ফলে এবারে হরমনপ্রীত কৌরের নেতৃত্বে বিশ্বকাপ জয় করতে মরিয়া ভারতের সিনিয়র মহিলা ক্রিকেট টিম।

    কবে কোথায় খেলা হবে?

    রবিবার ভারত প্রথম ম্যাচে খেলতে নামবে চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে। কেপটাউনে অনুষ্ঠিত হতে চলা এই ম্যাচ শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যা সাড়ে ছ’টায়। অনূর্ধ্ব-১৯ মহিলাদের টি২০ বিশ্বকাপ জেতার পর এবার ভারতের সিনিয়র মহিলা দল বিশ্বকাপ জয় করতে পার কিনা সেটাই এখন দেখার।

    আরও পড়ুন: ঘূর্ণির ভেল্কিতে ধরাশায়ী অস্ট্রেলিয়া! ইনিংস ও ১৩২ রানে নাগপুর টেস্ট জিতল ভারত

    ভারত বনাম পাকিস্তান টি-২০ বিশ্বকাপের ম্যাচটি কোথায় হবে?

    ভারত বনাম পাকিস্তান মেয়েদের টি-২০ বিশ্বকাপের ম্যাচটি হবে কেপটাউনের নিউল্যান্ডস ক্রিকেট গ্রাউন্ডে।

    কোথায় দেখা যাবে এই ম্যাচ?

    স্টার স্পোর্টসে দেখা যাবে এই ম্যাচ। টিভিতে স্টার স্পোর্টস ১ ও ২-তে দেখা যাবে ভারতের মেয়েদের ম্যাচ। লাইভ স্ট্রিমিং দেখতে হলে ডিজনি প্লাস হটস্টারের সাবস্ক্রিপশন নিতে হবে। এছাড়াও দর্শকরা জিও টিভি অ্যাপ্লিকেশনেও দেখতে পাবেন টি-২০ বিশ্বকাপ ম্যাচের লাইভ স্ট্রিমিং।

    ভারতীয় দলের টি-২০ বিশ্বকাপ স্কোয়াড: হরমনপ্রীত কৌর, স্মৃতি মান্ধানা, যস্তিকা ভাটিয়া, হারলিন দেওল, রাজেশ্বরী গায়কোয়াড়, জেমাইমা রডরিগজ, অঞ্জলি সারভানি, দীপ্তি শর্মা, রেণুকা সিং, দেবিকা বৈদ্য, পূজা বস্ত্রকার, শেফালি ভার্মা, রাধা যাদব, রিচা ঘোষ, শিখা পাণ্ডে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • PM Modi: ত্রিপুরার জনসভায় বাম-কংগ্রেসকে একযোগে নিশানা প্রধানমন্ত্রীর, কী বললেন জানেন?

    PM Modi: ত্রিপুরার জনসভায় বাম-কংগ্রেসকে একযোগে নিশানা প্রধানমন্ত্রীর, কী বললেন জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: ত্রিপুরায় (Tripura) বিজেপি (BJP) সরকারের ভূয়সী প্রশংসা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Modi) মুখে। শনিবার নির্বাচনী প্রচারে দুটি জনসভা করেন প্রধানমন্ত্রী। প্রথম সভাটি করেন আমবাসায়। সেই সভায় তৃণমূলের নামোচ্চারণই করলেন না প্রধানমন্ত্রী। ওয়াকিবহাল মহলের মতে, ত্রিপুরায় তৃণমূলকে ধর্তব্যের মধ্যেই আনছেন না প্রধানমন্ত্রী। তবে ওই সভায় তাঁর নিশানায় ছিল বাম এবং কংগ্রেস। তিনি বলেন, কংগ্রেস ও বাম উন্নয়নের দিক থেকে ত্রিপুরাকে পিছিয়ে দিয়েছিল। কিন্তু আমাদের সরকার মাত্র পাঁচ বছরে ত্রিপুরাকে দ্রুত উন্নয়নের পথে নিয়ে এসেছে। গত পাঁচ বছরে ত্রিপুরায় ডবল ইঞ্জিন সরকার মানুষের উন্নয়নে কাজ করেছে বলেও দাবি করেন তিনি।

    প্রধানমন্ত্রী বলেন…

    প্রধানমন্ত্রী দ্বিতীয় সভাটি করেন রাধাকিশোরপুরে। দুটি জনসভা থেকেই গত পাঁচ বছরে ত্রিপুরা কীভাবে বদলে গিয়েছে, তার খতিয়ান তুলে ধরেন মোদি। এটা করতে গিয়ে হীরা শব্দটি ব্যবহার করেন প্রধানমন্ত্রী (PM Modi)। বলেন, এইচ ফর হাইওয়ে, আই ফর ইন্টারনেট, আর ফর রোডওয়েজ, এ ফর এয়ারওয়েজ। এই চারটি জিনিসে ভর করেই বদলে গিয়েছে ত্রিপুরা। ত্রিপুরার উন্নতির জন্য ত্রিশক্তির ওপর জোর দেন প্রধানমন্ত্রী। তাঁর মতে, এই ত্রিশক্তি হল আবাস, আরোগ্য এবং আয়।

    প্রধানমন্ত্রীর দাবি, বিজেপি ক্ষমতায় আসার পর রাজ্যে ৩ লক্ষ মানুষ পাকা বাড়ি পেয়েছেন। সরকারি হাসপাতালের পরিকাঠামো বৃদ্ধি এবং আয়ুষ্মান ভারতের সাফল্যের কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। বিজেপির জমানায় রাজ্যের মানুষের আয় বেড়েছে বলেও দাবি প্রধানমন্ত্রীর। তিনি বলেন, আমাদের দল ত্রিপুরার সরকারে আসার পর সপ্তম বেতন কমিশনের মাধ্যমে বর্ধিত হারে বেতন পাচ্ছেন সরকারি কর্মীরা।

    আরও পড়ুুন: রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে মোদির ওপরই ভরসা হোয়াইট হাউসের

    ত্রিপুরায় ২৫ বছর ক্ষমতায় ছিল বামেরা। বামেদের সেই আমলকে চাঁদার জমানা বলে কটাক্ষ করেন প্রধানমন্ত্রী (PM Modi)। বাম কংগ্রেসকে একযোগে নিশানা করে তিনি বলেন, জনগণের দ্বারা প্রত্যাখ্যাত দুই দল আবার হাত মিলিয়েছে। মাথায় রাখবেন, ওদের একটা ভোট দেওয়া মানে ত্রিপুরাকে আবার পিছিয়ে দেওয়া। তিনি বলেন, কেরলে দুই দল কুস্তি করলেও, ত্রিপুরায় দোস্তি করছে।

    কংগ্রেস জমানার তুলনায় তাঁর সরকারের আমলে আদিবাসী ও দলিতদের জন্য কত বেশি অর্থ ব্যয় করা হচ্ছে, তার খতিয়ানও তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, সমাজকর্মী বিক্রম বাহাদুর জামাতিয়াকে সম্মানিত করতে পেরে আমার সরকার গর্বিত।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Sukanta Majumder: ‘রাজ্যের শিক্ষা ব্যবস্থার হাল বেহাল’, রাজ্যপালকে চিঠি সুকান্তের   

    Sukanta Majumder: ‘রাজ্যের শিক্ষা ব্যবস্থার হাল বেহাল’, রাজ্যপালকে চিঠি সুকান্তের   

    মাধ্যম নিউজ ডেস্ক: এবার রাজ্যপাল সিভি আনন্দ বোসকে চিঠি লিখলেন বিজেপির (BJP) রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumder)। চিঠিতে রাজ্যের বিশ্ববিদ্যালয়ে উপাচার্যদের বেআইনি নিয়োগ বাতিলের দাবি জানানো হয়েছে। শনিবার রাজভবনে গিয়ে রাজ্যপালের হাতে ওই চিঠি তুলে দেন সুকান্ত। বিজেপির রাজ্য সভাপতির মতে, রাজ্যের শিক্ষা ব্যবস্থার হাল বেহাল। আদালতের নির্দেশে শিক্ষায় দুর্নীতির তদন্তে প্রশ্নের মুখে রাজ্য সরকার। রাজ্যপালকে লেখা চিঠিতে সুকান্ত রবীন্দ্রনাথ, বিবেকানন্দ, বঙ্কিমচন্দ্র, জগদীশচন্দ্র বোস, বিদ্যাসাগর, আশুতোষ মুখোপাধ্যায়, নেতাজির বাংলার কথার উল্লেখ করেছেন। রাজ্যের শিক্ষা ব্যবস্থা যাতে তলানিতে না যায়, সেই কারণেই যথাযথ ব্যবস্থা নেওয়ার আবেদনও জানান তিনি।

    সুকান্ত জানান…

    নিয়োগ দুর্নীতিকাণ্ডে তদন্ত করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তার জেরে ইতিমধ্যেই চাকরি খুইয়েছেন বহু শিক্ষক ও অশিক্ষক কর্মচারী। সে প্রসঙ্গ উল্লেখ করে সুকান্তের (Sukanta Majumder) দাবি, ইউজিসি-র গাইড লাইন না মেনেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিশ্ববিদ্যালয়গুলিতেও বেআইনিভাবে উপাচার্যদের নিয়োগ করেছেন। সেই সব উপাচার্যদের নিয়োগ বাতিল করার আবেদন জানান সুকান্ত। রাজ্য সরকারের নানা অনিয়ম সহ রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতির কথা রাজ্যপালকে জানান সুকান্ত। বিজেপির রাজ্য সভাপতি বলেন, উনি (রাজ্যপাল) আশ্বস্ত করে বলেছেন, সবার উপরে সংবিধান, তার উপরে কিছু নেই। এর আগে যিনি রাজ্যপাল ছিলেন, মাননীয় লা গণেশনের সময় লোকায়ুক্ত গঠন করতে বলা হয়েছিল। কিন্তু তা আইন মেনে হয়নি। এ নিয়ে রাজ্যকে জানিয়েছেন নয়া রাজ্যপাল। এজন্য বিধানসভার আগামী অধিবেশনে অর্ডিন্যান্স জারি হবে।

    সুকান্ত বলেন, রাজ্যপাল জানিয়েছেন দুর্নীতির সঙ্গে জিরো টলারেন্স নীতি তাঁর। পাশাপাশি বলেছেন, রাজনীতিতে হিংসার কোনও জায়গা নেই। রাজ্যের বিভিন্ন জায়গায় হিংসার ঘটনা ঘটেছে। এই সব ব্যাপারেই ওঁর সঙ্গে আমাদের কথা হয়েছে। সুকান্ত (Sukanta Majumder) জানান, রাজ্যপালের ভূমিকায় তিনি খুশি। তাঁর কথায়, এই যে লোকায়ুক্তের কথা বললাম, আমাদের রাজ্যপাল যে সেটা অসাংবিধানিক বলে রাজ্যকে জানিয়ে দিয়েছেন তা সংবাদমাধ্যমের সামনে আনেননি তিনি। সুকান্ত বলেন, আগামী দু এক দিনে আরও অনেক কিছু দেখতে পাবেন।

    আরও পড়ুুন: ‘মাটির নীচে টাকা রাখলেও, তা খুঁড়ে বের করব’, আলিপুরদুয়ারে হুঁশিয়ারি শুভেন্দুর

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     
  • Chhattisgarh: ঘরে ঢুকে মাথায় গুলি! ছত্তিশগড়ে মাওবাদী হামলায় মৃত্যু বিজেপি নেতার

    Chhattisgarh: ঘরে ঢুকে মাথায় গুলি! ছত্তিশগড়ে মাওবাদী হামলায় মৃত্যু বিজেপি নেতার

    মাধ্যম নিউজ ডেস্ক: ছত্তিশগড়ে ফের মাওবাদী হামলা। মাওবাদীদের গুলিতে ফের প্রাণ গেল এক বিজেপি নেতার৷ এ বার সরাসরি স্থানীয় নেতার বাড়ির ভেতর ঢুকে পরিবারের সদস্যদের সামনেই গুলি করে খুন করল মাওবাদীরা। ঘটনাটি ঘটেছে শুক্রবার ছত্তিশগড়ের নারায়ণপুর জেলায়। গতকাল দু’জন মাওবাদী হঠাৎ নারায়ণপুরের জেলা সহ-সভাপতি সাগর সাহুর বাড়িতে ঢুকে তাঁকে গুলি করে৷ তাঁকে জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ কিন্তু সেখানে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়৷ স্থানীয় পুলিশ এই ঘটনার তদন্তভার নিয়েছে এবং তদন্ত শুরু করেছে৷

    ঠিক কী ঘটেছিল?

    পুলিশ সূত্রে খবর, শুক্রবার রাত ৮টা নাগাদ ছত্তিশগড়ে নারায়ণপুরের বিজেপি জেলা সভাপতি সাগর সাহুর বাড়িতে ঢোকে দু’জন। তারা নিজেরাই জানায় যে তারা নিষিদ্ধ সংগঠনের সদস্য। এর পর বিজেপি নেতার মাথায় গুলি করে তারা। মৃতের পরিবার জানিয়েছে, একটি বাইক করে আততায়ীরা এসেছিল। গুলি করে চম্পট দেয় তারা। এই ঘটনার আগে বেশ কয়েকবার সাগর মাওবাদীদের হুমকি পেয়েছিলেন বলেও জানিয়েছে তাঁর পরিবার। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

    আরও পড়ুন: ‘আমাকেও মাঝে মধ্যে ফিজিওথেরাপির সাহায্য নিতে হয়’, বললেন প্রধানমন্ত্রী

    পুলিশের তরফে নারায়ণপুর জেলার পুলিশ সুপার পুষ্কর শর্মা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, “সাগর সাহুর বাড়িতে মোটর বাইকে চেপে দু’জন এসেছিলেন। ওই বিজেপি নেতাকে গুলি করা হয়েছে। তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে ‘মৃত’ বলে ঘোষণা করেছেন চিকিৎসকরা। অনেক চেষ্টা সত্ত্বেও সাগরকে প্রাণ বাঁচানো যায়নি। এ ছাড়া আর কোনও তথ্য মেলেনি। ঘটনাস্থলের আশেপাশে তল্লাশি অভিযান শুরু করা হয়েছে।”

    এই একই রকমের ঘটনা ঘটেছিল ৫ ফেব্রুয়ারি৷ মাওবাদীরা আরেক বিজেপি নেতা নীলকান্ত কেরেকামের উপর হামলা করে৷ তিনি ছিলেন উসুরের বিজেপি ব্লক সভাপতি৷ মাওবাদীরা ধারালো অস্ত্র দিয়ে তাঁকে আঘাত করে৷ এর পরেই তিনি মারা যান৷ বিশাল সংখ্যক বিজেপি সমর্থক, তাঁর অনুগামীরা পাকারাম গ্রামে বিজেপি নেতা নীলকান্তের শেষকৃত্যে অংশগ্রহণ করেন৷ ছত্তিশগড়ে মাওবাদীদের বাড়বাড়ন্তে রীতিমত প্রাণসংশয়ে রয়েছে গেরুয়া শিবির। বিজেপি নেতারা এর আগেই অভিযোগ করেছেন যে মাওবাদীরা ক্ষমতাসীন কংগ্রেস দলের কিছু নেতার সঙ্গে হাত মিলিয়েছে। এর পরেই একের পর এক হামলা করেই চলেছে মাওবাদীরা। পরপর এই দু’টি মাওবাদী হামলার ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী৷ 

  • Coal Scam: বালিগঞ্জে টাকা উদ্ধার কাণ্ডে তলব ধাবা মালিক মনজিৎকে, বুধবার দিল্লিতে হাজিরার নির্দেশ ইডির

    Coal Scam: বালিগঞ্জে টাকা উদ্ধার কাণ্ডে তলব ধাবা মালিক মনজিৎকে, বুধবার দিল্লিতে হাজিরার নির্দেশ ইডির

    মাধ্যম নিউজ ডেস্ক: কয়লা পাচারকাণ্ডের তদন্তে নেমে বালিগঞ্জে এক বেসরকারি সংস্থা গজরাজ গ্রুপের অফিসে রাতভর তল্লাশি চালিয়ে ১ কোটি ৪০ লক্ষ টাকা উদ্ধার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এই টাকা উদ্ধারের ঘটনায় দক্ষিণ কলকাতার এক ধাবা মালিক মনজিৎ সিংহ গ্রেওয়ালকে এবারে তলব করল ইডি। আগামী বুধবার ১৫ ফেব্রুয়ারি তাঁকে দিল্লির ইডির সদর দফতরে গিয়ে হাজিরা দিতে হবে। সঙ্গে নিয়ে যেতে হবে বেশ কিছু নথিপত্র। ইডি মনে করছে, কয়লা পাচারের সঙ্গে তিনি জড়িয়ে আছেন এবং ওই টাকার সঙ্গেও যোগসূত্র আছে। ফলে তাঁকে তলব করল ইডি।

    মনজিৎ সিং ওরফে জিট্টা ভাইয়ের সঙ্গে কয়লা পাচারের যোগসূত্র!

    বালিগঞ্জের টাকা উদ্ধারের ক্ষেত্রে ইডি এক চাঞ্চল্যকর দাবি করেছিল। ইডি সূত্রে জানা গিয়েছে, দক্ষিণ কলকাতার ধাবার মালিক মনজিৎ সিংহ গ্রেওয়াল ওরফে জিট্টা ভাই কয়লা পাচারের সঙ্গে জড়িত। অভিযোগ, তাঁর মাধ্যমেই কয়লা পাচারের টাকা সরানোর চেষ্টা করতেন কোনও এক ‘প্রভাবশালী’ রাজনীতিক। সেই মত পাতা হয়েছিল ‘ফাঁদ’। তদন্তের সূত্রে উঠে এসেছে মনজিতের নাম। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আরও দাবি, এক মন্ত্রীর ‘বেআইনি’ টাকাও ‘হ্যান্ডেল’ করতেন জিট্টা ভাই।

    আরও পড়ুন: কয়লা পাচারের অর্থে ‘প্রপার্টি-ডিল’! ১.৪ কোটি ছিল ‘পার্ট-পেমেন্ট’! বাকি টাকার খোঁজে ইডি

    ইডির তরফে আরও দাবি করা হয়েছিল, শরৎ বোস রোডে অবস্থিত সালসার গেস্ট হাউজ কেনার ক্ষেত্রে কয়লাপাচারের কালো টাকা ব্যবহার করা হয়েছে। গেস্ট হাউজের বাজারমূল্য ১২ কোটি টাকা হলেও নথিতে ৩ কোটি দেখিয়ে বাকি ৯ কোটি টাকা নগদে লেনদেন করা হয়েছে। আর এ ভাবে আসলে কালো টাকা সাদা করা হচ্ছিল। উদ্ধার হওয়া ১ কোটি ৪০ লাখ টাকাও সেই অর্থের অংশ বলে দাবি করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এই গোটা লেনদেন প্রক্রিয়ার সঙ্গে গজরাজ গ্রুপের কর্ণধার বিক্রম সাকারিয়াও জড়িত ছিলেন বলে দাবি ইডির। ওই সংস্থার মালিক বিক্রম সাকারিয়াকেও ইতিমধ্যে দিল্লিতে তলব করা হয়েছে।

    ইডির তলব

    কয়লা পাচারের সঙ্গে মনজিতের যোগসূত্র রয়েছে বলেই ইডি তাঁকে তলব করল। সম্পত্তি, গত ৫ বছরের আয়কর রিটার্ন, ব্যাঙ্ক স্টেটমেন্ট, আর্থিক লেনদেন সংক্রান্ত সমস্ত নথি ১৫ ফেব্রুয়ারি আনতে বলা হয়েছে তাঁকে। ব্যবসায়ী মনজিৎ সিং গ্রেওয়াল কোথায় কোথায় বিনিয়োগ করেছিলেন, তাঁর আত্মীয়দের নামে কী কী কেনা হয়েছে, সেই সংক্রান্ত গত ১০ বছরের নথিও আনতে বলা হয়েছে বলে জানিয়েছে ইডি।

  • INDIA vs AUSTRALIA: ঘূর্ণির ভেল্কিতে ধরাশায়ী অস্ট্রেলিয়া! ইনিংস ও ১৩২ রানে নাগপুর টেস্ট জিতল ভারত

    INDIA vs AUSTRALIA: ঘূর্ণির ভেল্কিতে ধরাশায়ী অস্ট্রেলিয়া! ইনিংস ও ১৩২ রানে নাগপুর টেস্ট জিতল ভারত

    মাধ্যম নিউজ ডেস্ক: ২০২৩ বর্ডার-গাভাস্কার ট্রফির প্রথম টেস্টে টিম ইন্ডিয়ার সামনে মাথা নত করল অস্ট্রেলিয়ার দল। বর্ডার-গাভাস্কার ট্রফির প্রথম টেস্টে দুরন্ত জয় ছিনিয়ে নিল ভারতীয় দল। নাগপুর টেস্টে ইনিংস ও ১৩২ রানে জয় ছিনিয়ে নিল রোহিত বাহিনী। অস্ট্রেলিয়া দল তাদের প্রথম ইনিংসে মাত্র ১৭৭ রানই করতে সক্ষম হয়েছিল। এর পরে, ভারতীয় দল তাদের প্রথম ইনিংসে ৪০০ রান করে এবং ২২৩ রানের বিশাল লিড নেয়। একই সঙ্গে দ্বিতীয় ইনিংসে অজিরা করতে পারে মাত্র ৯১ রান। এর ফলে চার ম্যাচের টেস্ট সিরিজে ১-০ তে এগিয়ে গেল টিম ইন্ডিয়া।

    জাদেজা ও অশ্বিনের দাপট

    ভারতীয় স্পিনারদের দাপটে বর্ডার–গাভাস্কার ট্রফির প্রথম টেস্টে তিন দিনের কম সময়েই চূর্ণ অস্ট্রেলিয়া। একইসঙ্গে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার রাস্তা অনেকটাই পরিষ্কার করে ফেলল রোহিত শর্মার দল। নাগপুর টেস্টে ভারতের জয়ের পিছনে বড় অবদান ছিল রবীন্দ্র জাদেজা এবং রবিচন্দ্রন অশ্বিনের। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়াকে ভেঙেছিলেন রবীন্দ্র জাদেজা এবং দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে দিলেন রবিচন্দ্রন অশ্বিন। দ্বিতীয় ইনিংসে ভারতের হয়ে দুর্দান্ত বোলিং করেছেন অশ্বিন। তিনি ৩৭ রানে পাঁচ উইকেট নেন। তাঁর স্পিনের ঘূর্ণিতেই আটকে যায় টিম অস্ট্রেলিয়া। দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়া চূর্ণ হয়ে গেল মাত্র ৯১ রানে। জাদেজা ও শামি দুটি করে উইকেট নেন। আর অক্ষর প্যাটেল নিলেন ১টি উইকেট। দুই ইনিংস মিলিয়ে নাগপুরে অশ্বিন নিলেন ৮টি, জাদেজা ৭টি উইকেট।

    আরও পড়ুন: দেড় বছর পর টেস্ট ক্রিকেটে শতরান রোহিতের! জাদেজা-অক্ষরের ব্যাটে ভর করে বড় রানের লিড ভারতের

    অজিদের হার

    অন্যদিকে নাগপুর টেস্টে অস্ট্রেলিয়ার হয়ে সবচেয়ে বেশি অপরাজিত ২৫ রান করেন স্টিভ স্মিথ। তিনি ছাড়া ভারতীয় স্পিনারদের সামনে আর কোনও ব্যাটসম্যান বেশিক্ষণ টিকতে পারেননি। উসমান খোয়াজা (৫), ডেভিড ওয়ার্নার (১০) থেকে মার্নাস লাবুসশানে (১৭), ম্যাট রেনশ (২), পিটার হ্যান্ডসকম্ব (৬)-রা একেবারেই খেলতে পারলেন না। দলের ৮৮ রানের মাথায় স্মিথকে বোল্ড করে অস্ট্রেলিয়াকে অলআউট করে দেন জাদেজা। কিন্তু পরে দেখা যায় নো বল করেছেন তিনি। ফলে তখনই খেলা শেষ হয়নি। তবে তাতে বিশেষ সমস্যা হল না। শেষ পর্যন্ত ৯১ রানে শেষ হয়ে গেল অস্ট্রেলিয়ার ইনিংস।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • DRDO: বেঙ্গালুরুতে ১৩ তারিখ শুরু অ্যারো ইন্ডিয়া, এবছর নজর কাড়তে পারে কারা?

    DRDO: বেঙ্গালুরুতে ১৩ তারিখ শুরু অ্যারো ইন্ডিয়া, এবছর নজর কাড়তে পারে কারা?

    মাধ্যম নিউজ ডেস্ক:  বেঙ্গালুরুতে ১৪তম অ্যারো ইন্ডিয়া ইভেন্টে দেশের প্রযুক্তিতে তৈরি সরঞ্জামগুলির প্রদর্শন করবে DRDO. জানা গিয়েছে, অ্যারো ইন্ডিয়ার এই ইভেন্ট চলবে ১৩ থেকে ১৭ ফেব্রুয়ারি। DRDO এর এই প্রদর্শনীতে থাকবে ৩৩০টিরও সরঞ্জাম। যেগুলিকে ১২টি ভাগে শ্রেণিবদ্ধ করা হয়েছে।
     

    দেখে নেওয়া যাক এই ১২টি ভাগগুলি 

        ১) কমব্যাট এয়ারক্রাফ্ট এবং ইউএভি: এইভাগের মধ্যে পড়ছে যুদ্ধবিমান AMCA, LCA Tejas Mk2, TEDBF, ARCHER, TAPAS UAV, এবং অটোনোমাস স্টিলথ উইং ফ্লাইং টেস্ট বেড।

         ২) ক্ষেপণাস্ত্র : এইভাগে পড়ছে আকাশ, অস্ট্রা, কিউআরএসএএম, হেলিনা, নাগ এবং প্রলয়।

        ৩) ইঞ্জিন এবং প্রপালশন সিস্টেম: এই শ্রেণিতে থাকছে FACECU, গিয়ারবক্স মডিউল, কাভেরি ড্রাই ইঞ্জিন প্রোটোটাইপ, এবং ছোট টার্বো ফ্যান ইঞ্জিন

         ৪) এয়ারবর্ন সার্ভিল্যান্স সিস্টেম: এই শ্রেণিতে আছে AEW&C-NETRA, AEW&C- MkII, MMMA বিমান, IFF, এবং AAAU মডেল।

         ৫) সেন্সর ইলেকট্রনিক ওয়ারফেয়ার এবং কমিউনিকেশন সিস্টেম: এই শ্রেণিতে থাকবে  TWIR, BFSR-SR, Bharani, Ashlesha, AATRU, ASPJ Pod, এবং LEOP।

        ৬) প্যারাসুট এবং ড্রপ সিস্টেম: এই শ্রেণিতে পড়ছে মিলিটারি কমব্যাট প্যারাসুট সিস্টেম, ব্রেক প্যারাসুট এবং P-16 হেভি ড্রপ সিস্টেম।

         ৭) নেভাল সিস্টেম জোন: এই ভাগের অন্তর্গত সরঞ্জামগুলি হল হেলিকপ্টার মডেল সহ এয়ারবোর্ন সোনার, এয়ার লঞ্চ ডিরেকশনাল সোনোবুয় প্রদর্শিত হবে।

         ৮) আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মেশিন লার্নিং এবং সাইবার সিস্টেম: হেলিকপ্টার মডেল সহ এয়ারবোর্ন সোনার, এয়ার লঞ্চ ডিরেকশনাল সোনোবুয়, ডিডিসিএ, ইনডিজিআইএস, এয়ার ওয়ারফেয়ার সিমুলেশন সিস্টেম এবং কিউআরএনজি এই শ্রেণির সরঞ্জাম।

        ৯) উপকরণ: এই শ্রেণিতে পড়ছে FSAPDS এবং টাইটানিয়াম অ্যালয়।

        ১০) ল্যান্ড সিস্টেম এবং যুদ্ধাস্ত্র: ASREM, নজরদারি ROV, এবং সুমিত্রা হল এই শ্রেণির সরঞ্জাম।

         ১১) লাইফ সাপোর্ট সার্ভিস: ইন্টিগ্রেটেড লাইফ সাপোর্ট সিস্টেম এবং হেলিকপ্টার অক্সিজেন সিস্টেম এই শ্রেণিতে পড়ছে।

         ১২) ইন্ডাস্ট্রি এবং একাডেমিয়া আউটরিচ: ওয়াঙ্কেল রোটারি ইঞ্জিন, জেট ফুয়েল স্টার্টার এবং রেডিও অ্যালটিমিটার এই শ্রেণিভুক্ত।

    এছাড়াও প্রদর্শিত হবে ইন্ডিয়া প্যাভিলিয়ন AEWC&C Mk-II, AMCA, LCA তেজস Mk2, TEDBF

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।     

LinkedIn
Share