Blog

  • North India: শিয়ালদহ রাজধানী সাড়ে ১১ ঘণ্টা লেট! কুয়াশার দাপটে দিনেও অন্ধকার দিল্লি

    North India: শিয়ালদহ রাজধানী সাড়ে ১১ ঘণ্টা লেট! কুয়াশার দাপটে দিনেও অন্ধকার দিল্লি

    মাধ্যম নিউজ ডেস্ক: উত্তর ভারতে (North India) চড়চড়িয়ে নামছে তাপমাত্রার পারদ। ভয়ঙ্কর কুয়াশার জেরে দৃশ্যমানতাও প্রায় শূন্য। আর এই কারণেই ২৯ টি ট্রেন সোমবার ন্যাশনাল ক্যাপিটাল রিজিয়নে পৌঁছতে দেরি করল। এর মধ্যে অন্যতম শিয়াদহ রাজধানী এক্সপ্রেস। এই দ্রুতগামী ট্রেনটি নির্দিষ্ট সময়ের সাড়ে ১১ ঘন্টা দেরিতে দিল্লি পৌঁছল।

    কী জানিয়েছে ভারতীয় রেল? 

    ভারতীয় রেলের (North India) দেওয়া তথ্য অনুযায়ী, গরীবরথ এক্সপ্রেস ৭ ঘন্টা, শিয়ালদহ রাজধানী এক্সপ্রেস সাড়ে ১১ ঘণ্টা, হাওড়া রাজধানী এক্সপ্রেস সাড়ে ১০ ঘণ্টা, ভুবনেশ্বর রাজধানী এক্সপ্রেস ৯ ঘণ্টা এবং দুরন্ত এক্সপ্রেস সাড়ে ১৩ ঘণ্টা দেরিতে এদিন দিল্লিতে পৌঁছেছে।

    ভারতীয় আবহাওয়া দফতরের (North India) দেওয়া তথ্য অনুযায়ী এদিন ভোর সাড়ে পাঁচটায়, ভাটিন্ডার দৃশ্যমানতা ছিল ০ মিটার, অমৃতসরের ২৫ মিটার, দিল্লি (সাফদারজাং)- এর ২৫ মিটার, দিল্লি (পালাম)- এর ৫০ মিটার, আগ্রার ০ মিটার, লখনৌ- এর ০ মিটার, বারানসীর ২৫ মিটার, বারেলির ৫০ মিটার।

    রবিবার (North India) দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১.৯ ডিগ্রি সেলসিয়াস। পূর্ববর্তী রেকর্ড অনুযায়ী, গত দু’বছরেও বছরের শুরুতে তাপমাত্রার পারদপতন এই মাত্রায় দেখা যায়নি। শুধু দিল্লি এবং পঞ্জাব নয়, মধ্য এবং পূর্ব ভারতের একাংশ শীতের কাঁপুনিতে জর্জরিত। ঘন কুয়াশার ফলে দৃশ্যমানতা কমে গিয়েছে অনেকটাই। সোমবার ভোর সাড়ে ৫টা নাগাদ ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের পার্শ্ববর্তী এলাকায় দৃশ্যমানতা ৫০ মিটারের কাছাকাছি ছিল বলে হাওয়া অফিস সূত্রের খবর। 

    আরও পড়ুন: তৃণমূলের এক বছরে আয় বৃদ্ধি ১২ গুণ! ‘চোরের কোম্পানি’ বলে কটাক্ষ শুভেন্দুর

    সোমবার সকালে রাজধানীর (North India) দৃশ্যমানতা কমে আসে ৫০ মিটারে। পথ দুর্ঘটনা এড়াতে যানবাহন চলাচলের গতি কমানো হয়েছে। দিল্লির বিমানবন্দরে কুয়াশা বেশি থাকায় সতর্কবার্তা দেওয়া হয়েছে। ৪০টি বিমানের চলাচলের ক্ষেত্রে সমস্যা দেখা দিলেও নির্দিষ্ট সময়ের চেয়ে সামান্য দেরিতে গন্তব্যস্থলে পৌঁছেছে বিমানগুলি। তবে কম দৃশ্যমানতার জন্য বিঘ্ন হয়েছে ট্রেন চলাচল। রেল কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, ২৯টি ট্রেন নির্দিষ্ট সময়ের চেয়ে অনেকটা দেরি করে ঢুকেছে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

     
     
  • Weight Loss Tips: মাত্র ২ সপ্তাহে কীভাবে কমাবেন ওজন? জেনে নিন ১০টি ঘরোয়া টোটকা

    Weight Loss Tips: মাত্র ২ সপ্তাহে কীভাবে কমাবেন ওজন? জেনে নিন ১০টি ঘরোয়া টোটকা

    মাধ্যম নিউজ ডেস্ক: বাড়তি ওজন আজ এক বড় সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে। এ থেকে নিস্তার পেতে অনেকেই অনেক রকম উপায় অবলম্বন করেন। শারীরিকভাবে অনুশীলন হোক অথবা স্বাস্থ্যসম্মত ডায়েট মেনে চলা এগুলিই করতে দেখা যায় সাধারণত ওজন কমাতে। আজকে আমরা ১০টি সাধারণ টোটকার (Weight Loss Tips) বিষয়ে বলবো, এর মাধ্যমে মাত্র দু সপ্তাহতেই ওজন কমানো সম্ভব। সঠিকভাবে এই টোটকা অনুশীলন করলেই মিলবে ফলাফল, এমনটাই দাবি গবেষকদের।
     

    জানুন ১০টি টোটকা (Weight Loss Tips)…….

     

    ১) সব থেকে প্রথমে যেটা আপনাকে মেনে চলতে হবে সেটা হচ্ছে চিনি একেবারেই এড়িয়ে চলতে হবে। কারণ যে কোন চিনি জাতীয় খাদ্য এবং পানীয় ওজন বাড়াতে সবথেকে বড় ভূমিকা নেয় এটা গবেষণায় প্রমাণিত হয়েছে।

    ২) গ্রিন টি পান করুন। গ্রিন টি ফ্যাট কমাতে (Weight Loss Tips) খুবই উপকারী এবং এটি আন্টি-অক্সিডেন্টও বটে।

    ৩) ফাস্টফুড এড়িয়ে চলুন ফাস্ট ফুড বা বেশি তৈলাক্ত জাতীয় খাবার ওজন বাড়াতে সাহায্য করে।

    ৪) প্রতিদিন নিয়মিত ভাবে ১০ থেকে ১৫ মিনিট যদি হাসতে পারেন, গবেষকরা বলছেন তাহলে ১০ থেকে ৪০ ক্যালরি খরচ হয় যা ওজন কমাতে (Weight Loss Tips) একটা বড় ভূমিকা নেয় এবং এটি মর্নিং ওয়ার্ক বা জগিং এর সমতুল্য।

    ৫) নিয়মিতভাবে দেড় লিটার জল পান করুন গবেষকরা বলছেন এতে মেটাবলিজম বৃদ্ধি হয় এবং ফ্যাট কমে (Weight Loss Tips)।

    ৬) নিয়মিতভাবে শরীরচর্চা করার পরামর্শ দিচ্ছেন গবেষকরা, যদি আপনি ওজন কমাতে (Weight Loss Tips) চান তাহলে নিয়মিতভাবে আপনাকে শারীরিক অনুশীলন করতেই হবে।

    ৭) স্বাস্থ্যসম্মত ভারী খাবার অল্প পরিমাণে খান। কিন্তু খাবার কখনও এড়িয়ে চলবেন না। ওজন কমাতে (Weight Loss Tips) অনেকে খাবার এড়িয়ে চলেন এটা ঠিক নয়, বলছেন গবেষকরা।

    ৮) দিনে ঘুম একেবারেই ছেড়ে দিতে হবে এবং রাত জাগাও বন্ধ করতে হবে। কারণ গবেষকরা বলছেন যে দিনে জেগে রাত্রিতে কাজ করলে ফ্যাট কমানো (Weight Loss Tips) কঠিন হয়ে যায়।

    ৯) গবেষকরা বলছেন যে মানুষ যখন চাপের মধ্যে থাকে তখন তার মেটাবলিজম কমে যায়, তেল, শর্করা, লবণ জাতীয় খাদ্যগুলি শরীরে শোষিত হতে থাকে যার ফলে ওজন বেড়ে যায়।

    ১০) গবেষকরা বলছেন দিনে ৮ ঘন্টা ঘুম খুবই জরুরী। ১০টা থেকে ১১টার মধ্যে বিছানায় শুয়ে পড়া এবং সকাল ৬টা থেকে ৭টার মধ্যে বিছানা ছেড়ে ওঠা। ওজন কমাতে (Weight Loss Tips) এবং স্বাস্থ্যসম্মত জীবনযাপন করতে এর বিকল্প নেই।

     

  • IND vs SL ODI: ইডেনে ভারত-শ্রীলঙ্কা ম্যাচের টিকিট বিক্রি শুরু, রয়েছে বিশেষ মেট্রো ব্যবস্থাও

    IND vs SL ODI: ইডেনে ভারত-শ্রীলঙ্কা ম্যাচের টিকিট বিক্রি শুরু, রয়েছে বিশেষ মেট্রো ব্যবস্থাও

    মাধ্যম নিউজ ডেস্ক: মঙ্গলবার, ১০ জানুয়ারি থেকে শুরু হচ্ছে তিন ম্যাচের একদিনের সিরিজ। ভারত বনাম শ্রীলঙ্কা ওডিআই সিরিজ (IND vs SL ODI Series 2023) অনুষ্ঠিত হবে ইডেনে। গুয়াহাটিতে হবে সিরিজের প্রথম ম্যাচ। পরবর্তী দুটি ম্যাচ ১২ এবং ১৫ জানুয়ারি কলকাতা এবং তিরুবনন্তপুরমে অনুষ্ঠিত হবে। ফলে ভারত বনাম শ্রীলঙ্কার ম্যাচের জন্য উত্তেজনা তুঙ্গে। আর এই ম্যাচের জন্য ইতিমধ্যেই টিকিট বিক্রি শুরু হয়ে গিয়েছে। এছাড়াও এই ম্যাচকে ঘিরে কলকাতায় এমনই উন্মাদনা যে ম্যাচের দিন বিশেষ মেট্রোরও ব্যবস্থা করা হয়েছে।

    কোথা থেকে কীভাবে টিকিট কাটবেন?

    এক দিনের ম্যাচে রোহিত শর্মা, বিরাট কোহলিরা দলে ফেরায়, বেশি উন্মাদনা রয়েছে এই ম্যাচকে ঘিরে। অনলাইন এবং কাউন্টার মিলিয়ে মোট ১৫ হাজার টিকিট ছাড়া হয়েছে। রবিবার থেকে অনলাইনে টিকিট বিক্রি শুরু হয়েছে। এই টিকিটের মূল্য মোট তিনটে ভাগ রয়েছে। ১,৫০০ টাকা, ১,০০০ টাকা এবং ৬৫০ টাকা। এছাড়াও অফলাইনেও টিকিট বিক্রি হচ্ছে। দ্য ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে, সেখানে বলা হয়েছে, ৮ থেকে ১১ জানুয়ারি বেলা ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ইডেন গার্ডেন্স স্টেডিয়ামের ৪ নম্বর গেট থেকে জনসাধারণের জন্য টিকিট বিক্রি করা হবে।

    আরও পড়ুন: ‘এই ঘটনা আমার আত্মবিশ্বাস আরও বাড়িয়ে তুলবে’, শ্রীলঙ্কা ম্যাচের আগে অর্শদীপ

    এর পাশাপাশি আপনি www.bookmyshow.com থেকেও এই টিকিট কিনতে পারেন। সেক্ষেত্রে আপনাকে প্রথমে এই ওয়েবসাইটে ঢুকতে হবে। এরপর ভারত বনাম শ্রীলঙ্কা দ্বিতীয় একদিনের ম্যাচের ট্যাবে ক্লিক করতে হবে। এরপর আপনাদের লাল রংয়ের ‘বুক’ অপশনে যেতে হবে। প্রথমে কতজন যাবেন, সেটা সিলেক্ট করে নেবেন। এরপর কোন ব্লকের টিকিটের কত দাম, সেটা আলাদা রং দিয়ে বোঝানো রয়েছে। আপনি নিজের সুবিধামত রং বেছে নিন। এবার পছন্দমত সিট বুক করে ফেলুন।

    ম্যাচের জন্য বিশেষ মেট্রোর ব্যবস্থা

    অনেকক্ষেত্রেই রাতে ম্যাচ শেষে বাড়ি ফিরতে গিয়ে সমস্যায় পড়তে হয় মানুষদের। যানবাহনের সমস্যায় ভোগান্তির শিকার হন সকলেই। সেই সমস্যা সমাধানেই এবার শহরের ক্রিকেটভক্তদের জন্য স্পেশাল মেট্রো চালানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। খেলা শেষ হতে রাত প্রায় সাড়ে ন’টা। এর পর ইডেন থেকে বেরিয়ে এসপ্ল্যানেড পর্যন্ত এলেই পাওয়া যাবে স্পেশাল মেট্রো। ফলে বড় সমস্যার সমাধান ক্রিকেটপ্রেমীদের। বাকি মেট্রো স্টেশনগুলির টিকিট কাউন্টার বন্ধ হয়ে গেলেও এসপ্ল্যানেড স্টেশনের টিকিট বুকিং কাউন্টার খোলা থাকবে বেশি সময় পর্যন্ত। যাত্রীরা কাউন্টার থেকে স্মার্ট কার্ড রিচার্জ কিংবা টোকেন উভয়ই নিতে পারবেন।

  • West Bengal Weather: হাড়কাঁপুনি ঠান্ডা গোটা বাংলা জুড়ে, ফের কবে বাড়বে তাপমাত্রা?

    West Bengal Weather: হাড়কাঁপুনি ঠান্ডা গোটা বাংলা জুড়ে, ফের কবে বাড়বে তাপমাত্রা?

    মাধ্যম নিউজ ডেস্ক: কাঁপুনি দিয়ে শীত গোটা বাংলায়। আজ কলকাতায় তাপমাত্রা সামান্য বাড়লেও শহরজুড়ে শীতের দাপট রয়েছে। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৩.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। তবে কলকাতায় সামান্য তাপমাত্রা বাড়লেও পশ্চিমের জেলায় পারদপতন অব্যাহত ও সেখানে শৈত্যপ্রবাহের সতর্কতাও জারি করা হয়েছে। আবার উত্তরবঙ্গেও জাঁকিয়ে শীত। কুয়াশার দাপটও রয়েছে সেখানে।

    কলকাতার আবহাওয়া

    আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, কলকাতা ও আশেপাশের এলাকায় সাধারণভাবে আকাশ পরিষ্কার থাকবে। বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৩ ও ১৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকালে কলকাতার আকাশে ঘন কুয়াশা থাকলেও পরে আকাশ পরিষ্কার হয়ে যাবে। এমনটাই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।  এদিন আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯১ শতাংশ। আগামী কয়েকদিন তাপমাত্রার বিশেষ হেরফের হবে না বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস। তবে আগামী ১২ জানুয়ারি থেকে বাড়তে পারে তাপমাত্রার পারদ।

    আরও পড়ুন: শীতে জবুথবু রাজ্যবাসী, একাধিক জেলায় শৈত্যপ্রবাহের সর্তকতা জারি

    উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের আবহাওয়া

    আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ১১ জানুয়ারি মঙ্গলবার সকালের মধ্যে উত্তরবঙ্গের সবকটি জেলারই আবহাওয়া শুকনো থাকবে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ১২ জানুয়ারি বুধবার সকালের মধ্যে আবহাওয়া শুকনো থাকলেও, জেলাগুলির কোনও না কোনও জায়গায় হাল্কা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে। তবে আগামী দুদিনে রাতের তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না। এরপরের দুদিনে তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আবার কোনও কোনও জেলায় শৈত্যপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে।

    আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, পরবর্তী ৪৮ ঘন্টা অর্থাৎ ১১ জানুয়ারি বুধবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। আগামী দুদিনে রাতের তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন না হলেও, পরবর্তী দুদিনে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।

     

  • Pakistan Crisis: ছয় সন্তানের মুখে খাবার তুলে দিতে আনতে গিয়েছিলেন ময়দা, ফিরলেন লাশ হয়ে

    Pakistan Crisis: ছয় সন্তানের মুখে খাবার তুলে দিতে আনতে গিয়েছিলেন ময়দা, ফিরলেন লাশ হয়ে

    মাধ্যম নিউজ ডেস্ক: চিনা (China) ঋণের ফাঁসে পড়ে হাঁসফাঁস দশা ভারতের (India) প্রতিবেশী দেশ পাকিস্তান (Pakistan Crisis)। দেশে মূল্যবৃদ্ধি লাগামছাড়া। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম আকাশ ছোঁয়া। আকাশ ছোঁয়া গ্যাসের দামও। এর পাশাপাশি খাদ্যশস্য কিনতে গিয়ে হাতে ছ্যাঁকা লাগার জোগাড় আমজনতার। সে দেশের বিভিন্ন জায়গায় বর্তমানে ১৫ কেজি ময়দার প্যাকেট বিক্রি হচ্ছে দু হাজার টাকারও বেশি দামে। জানা গিয়েছে, লাহোর শহরে খোলা বাজারে ১৫ কেজি ময়দার প্যাকেট বিক্রি হচ্ছে ২ হাজার ৫০ টাকায়।

    লাগাম ছাড়া মূল্যবৃদ্ধি…

    ইসলামাবাদ, রাওয়ালপিণ্ডি সহ বিভিন্ন শহরেও ময়দা বিকোচ্ছে প্রায় একই দামে। ময়দার পাশাপাশি দাম বেড়েছে মাংসেরও। পাকিস্তানের সিংহভাগ বাসিন্দার প্রধান খাদ্য গম। রুটি বা চাপাটি খেতেই ভালবাসেন তাঁরা। তাই আটা-ময়দার দামও লাগাম ছাড়া। এহেন পরিস্থিতিতে ভর্তুকিযুক্ত ময়দা বিলি করছিল একটি সরকারি দোকান। সেখানেই ময়দা আনতে গিয়ে ভিড়ের চাপে পদপিষ্ট হয়ে মৃত্যু হল এক ব্যক্তির।

    আরও পড়ুুন: চার দিনে দুই গোষ্ঠী এবং ৪ জঙ্গিকে নিষিদ্ধ ঘোষণা করল কেন্দ্র

    সংবাদ সংস্থা সূত্রে খবর, বছর পঁয়তাল্লিশের ওই ব্যক্তির বাড়ি সিন্ধ প্রদেশে। ছয় সন্তান তাঁর। মাগ্গিগন্ডার বাজারে (Pakistan Crisis) সন্তানদের মুখে খাবার তুলে দিতে ময়দার খোঁজে বেরিয়েছিলেন তিনি। তখনই শোনেন, সিন্ধ প্রদেশের মিরপুরখাসের একটি সরকারি দোকানে বিলি করা হচ্ছে ভর্তুকি যুক্ত ময়দা। সঙ্গে সঙ্গে সেখানে ছোটেন তিনি। গিয়ে দেখেন দোকানের সামনে লম্বা লাইন। লাইনে দাঁড়ান তিনিও। হঠাৎই শোনা যায়, ময়দা রয়েছে সীমিত পরিমাণ। দাবানলের মতো সে খবর ছড়িয়ে পড়তেই শুরু হয় হুড়োহুড়ি। ভিড়ের চাপে মাটিতে পড়ে যান হরসিং কোলহি নামের ওই ব্যক্তি। তাঁর ওপর দিয়েই চলে যায় জনতার ঢল।

    ঘটনার পরে পরে মিরপুরখাস এলাকার প্রেস ক্লাবের সামনে ধর্নায় বসেন হরসিংয়ের পরিবার। তাঁরা ঘটনার সঙ্গে যুক্ত সংশ্লিষ্ট খাদ্য দফতরের কর্তাদের শাস্তি দাবি করতে থাকেন। ঘটনায় যাঁরা দোষী, তাঁদের বিরুদ্ধে পুলিশ উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে ধর্না উঠে যায়। এদিকে, শাহিদে একটি ময়দা মিলের কাছে এক নাবালিকা সহ তিন মহিলা পদপিষ্ট হয়েছেন। তবে তাঁদের দ্রুত উদ্ধার করায় প্রাণে বেঁচে গিয়েছেন। এই মিলেও ভর্তুকি দিয়ে বিক্রি হচ্ছিল ময়দা।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

     
     
  • Terrorist: প্রজাতন্ত্র দিবসের আগে হাওড়ায় এসটিএফের জালে ২ জঙ্গি , আইএস যোগ?

    Terrorist: প্রজাতন্ত্র দিবসের আগে হাওড়ায় এসটিএফের জালে ২ জঙ্গি , আইএস যোগ?

    মাধ্যম নিউজ ডেস্ক: সামনেই প্রজাতন্ত্র দিবস। তার আগে আইএসআইএসের (ISIS) সঙ্গে সম্পর্ক রয়েছে সন্দেহে (Terrorist) দুজনকে গ্রেফতার করল স্পেশাল টাস্ক ফোর্স (STF)। শুক্রবার তাদের গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে, যে দুজনকে গ্রেফতার করা হয়েছে তারা হল বছর আঠাশের মহম্মদ সাদ্দাম এবং বছর তিরিশের সঈদ আহমেদ। হাওড়ার বিদ্যাসাগর সেতু থেকে গ্রেফতার করা হয় তাদের।

    সাদ্দাম ও আহমেদ…

    পুলিশের এক প্রবীণ আধিকারিক বলেন, সাদ্দাম এমটেক ছুট। সে গুরগাঁও ভিত্তিক এক সফটওয়্যার কোম্পানিতে কর্মরত। আর আহমেদ কাজ করে তার বাবার ফার্মে। জানা গিয়েছে, তাদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১২১ ও ১২২ নম্বর ধারায় মামলা করা হয়েছে। ধৃতদের আদালতে তোলা হলে ১২ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন বিচারক। পুলিশের অন্য এক আধিকারিক বলেন, প্রাথমিক তদন্তে জানা গিয়েছে ধৃতেরা তরুণদের নিয়োগ করার কাজে লিপ্ত ছিল। তারা অস্ত্র সংগ্রহ করত। জোগাড় করত বিস্ফোরক। সংগ্রহ করত অর্থও। তারা খলিফার শাসন প্রতিষ্ঠার চেষ্টা করছিল।

    পুলিশ জানিয়েছে, ওই দুজনকে গ্রেফতারের পর তাদের ডেরায় (Terrorist) হানা দেওয়া হয়েছিল। বাজেয়াপ্ত করা হয়েছে বেশ কিছু জিনিস। এর মধ্যে রয়েছে বেশ কয়েকটি ল্যাপটপ, মোবাইল ফোন, হার্ড ড্রাইভ, পেন ড্রাইভ, নোটবুক, ডেবিট কার্ড এবং একটি টু-হুইলার। জিহাদি সাহিত্য, কয়েকটি জিহাদি চ্যানেলের তালিকা এবং কয়েকটি কোম্পানির নাম লেখা কাগজপত্রও বাজেয়াপ্ত করা হয়েছে। তবে সাদ্দামকে কেন গ্রেফতার করা হয়েছে, তা জানেন না বলেই দাবি তাঁর পরিবারের। সাদ্দামের এক আত্মীয় বলেন, তারা (পুলিশ) এল, তার মোবাইল এবং কম্পিউটারটা নিয়ে চলে গেল। আমরা জানি না কেন তাকে গ্রেফতার করা হল।

    আরও পড়ুুন: অপরাধী ধরতে গিয়ে ফের আক্রান্ত পুলিশ, ছিনিয়ে নিয়ে গেল ২ অভিযুক্তকে

    এসটিএফ সূত্রে খবর, সাদ্দামের মোবাইল ফোন ও ল্যাপটপে মিলেছে আইএস জঙ্গিদের নৃশংস খুনের ভিডিও। বিদেশ যাওয়ার ছক কষেছিল সাদ্দাম। সেই মতো তৈরি করেছিল পাসপোর্টও। এসটিএফের দাবি, সুইসাইড স্কোয়াড সম্পর্কে তথ্য অনুসন্ধান করছিল সাদ্দাম। মিলেছে পাকিস্তান-যোগও। পাকিস্তান এবং মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি জঙ্গি সংগঠনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখত সাদ্দাম। টেলিগ্রাম, সোশ্যাল মিডিয়ার চলত সাংকেতিক ভাষায় কথাবার্তা।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • Delhi Police: অপরাধী ধরতে গিয়ে ফের আক্রান্ত পুলিশ, ছিনিয়ে নিয়ে গেল ২ অভিযুক্তকে

    Delhi Police: অপরাধী ধরতে গিয়ে ফের আক্রান্ত পুলিশ, ছিনিয়ে নিয়ে গেল ২ অভিযুক্তকে

    মাধ্যম নিউজ ডেস্ক: অপরাধী ধরতে গিয়ে ফের আক্রান্ত পুলিশ। তবে এবার আক্রান্ত দিল্লি পুলিশ (Delhi Police)। পুলিশকে ঘিরে চলল বিক্ষোভ প্রদর্শন। দক্ষিণ দিল্লির নেব সারাইয়ের রাজু পার্ক এলাকার ঘটনা। রবিবার প্রকাশ্যে এসেছে শনিবারের ওই ঘটনার ভিডিও। জানা গিয়েছে, শনিবার ওই এলাকায় নাইজেরিয়ার কয়েকজন বাসিন্দাকে গ্রেফতার করতে যায় নারকোটিক্স সেল। ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ায় তিন নাইজেরিয়ানকে গ্রেফতারও করে পুলিশ।

    হামলা…

    নারকোটিক্স সেলের সদস্যদের দাবি, ওই সময় শতাধিক আফ্রিকাবাসী তাঁদের ঘিরে ধরে হামলা চালায়। পুলিশকে ঘিরে চলে বিক্ষোভ প্রদর্শনও। বেশ কিছুক্ষণ ধরে চলে বিক্ষোভ প্রদর্শন। এই ডামাডোলের বাজারে সুযোগ বুঝে চম্পট দেয় দুই অভিযুক্ত। তৃতীয়জন অবশ্য নারকোটিক্স সেলের সদস্যদের নাগাল এড়াতে পারেননি। পরে তাঁকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয় থানায়। বছর বাইশের ওই তরুণের নাম ফিলিপ। নাইজেরিয়দের গ্রেফতারের সময় নারকোটিক্স সেলের সদস্যদের আক্রান্ত হওয়ার ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে হামলাকারী আফ্রিকার নাগরিকদের মানববন্ধন তৈরি করে বাহিনীকে বাধা দিতে দেখা গিয়েছে। শুধু তাই নয়, দড়ি দিয়েই ব্যারিকেড তৈরি করেছিলেন তাঁরা। বাধা ঠেলে এগোতে গেলে নারকোটিক্স সেলের সদস্যদের সঙ্গে নাইজিরিয়ানদের হাতাহাতি শুরু হয়। তখনই ছিনতাই করে নিয়ে চলে যাওয়া হয় দুজনকে। এর পরেই একজন অভিযুক্তকে নিয়েই সেখান থেকে চলে আসেন নারকোটিক্স সেলের সদস্যরা।

    আরও পড়ুুন: জোশীমঠের ফাটল নিয়ে কী বলছেন বিশেষজ্ঞরা?

    দিল্লি পুলিশের এক পদস্থ আধিকারিক বলেন, পুলিশের প্রতিনিধি দলটি অভিযুক্ত তিনজনকে ওই এলাকা থেকে বের করে স্থানীয় থানায় নিয়ে আসার চেষ্টা করছিল। সেই সময়ই পুলিশের পথ আটকে দাঁড়ান অন্তত ১০০ জন আফ্রিকান। এর মধ্যেই তিনজনের মধ্যে দুজন পুলিশের হাত ছাড়িয়ে পালিয়ে যায়। পরে অবশ্য অভিযুক্তদের মধ্যে একজনকে গ্রেফতার করা হয়েছে।

    পুলিশ জানিয়েছে, এরপর ফের এদিন সন্ধে সাড়ে ৬টা নাগাদ রাজু পার্ক এলাকায় যৌথ অভিযান চালায় পুলিশ ও নার্কোটিক্স সেলের সদস্যরা। এই অভিযানে আটক করা হয় চারজনকে। এবার ফের হামলা চালানো হয় পুলিশের ওপর। এই দফায় দেড়শো থেকে দুশো জন আফ্রিকান পুলিশকে ঘিরে ধরে আক্রমণ করে। তবে এবার পুলিশও প্রস্তুত ছিল। কড়া  হাতে নিয়ন্ত্রণ করা হয় পরিস্থিতি। গ্রেফতার করা হয় ধৃত চারজনকেই।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • China: সামনেই চিনা নববর্ষ, করোনার মধ্যেই ভ্রমণ সংক্রান্ত একাধিক বিধিনিষেধ তুলে নিল জিনপিং সরকার

    China: সামনেই চিনা নববর্ষ, করোনার মধ্যেই ভ্রমণ সংক্রান্ত একাধিক বিধিনিষেধ তুলে নিল জিনপিং সরকার

    মাধ্যম নিউজ ডেস্ক: অভ্যন্তরীণ বা বিদেশফেরত ভ্রমণকারীদের জন্য কোয়ারেন্টিন তুলে নিল চিন। আজ, রবিবার থেকে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে সেদেশে। আবার কোভিড অতিমারি শুরুর পর থেকেই আন্তর্জাতিক পর্যটকদের জন্য চিনের দরজা বন্ধ রেখেছিল জিনপিং সরকার। এর পর বিদেশ থেকে চিনে যাওয়া ব্যক্তিদের গেলে কোয়ারেন্টিনে থাকার নির্দেশও দিয়েছিল। কিন্তু এবারে কোয়ারেন্টিনের ব্যবস্থা তুলে নিল চিন। সামনেই চিনা নববর্ষের সূচনা উৎসব। প্রায় তিন বছর পর সেই উৎসব হবে চিনে। তার আগে পর্যটকদের জন্য বন্ধ দরজাও খুলল চিন। ২০২০ সালের পর এইবার প্রথম কোনও বিধিনিষেধ ছাড়াই দেশের অভ্যন্তরে যেকোনও জায়গায় সফর করতে পারবেন নাগরিকরা।

    করোনা বিধিনিষেধ তুলে নিল চিন

    চিনে যখন কোভিডের বাড়বাড়ন্ত, তখনই এমন সিদ্ধান্ত নিল চিন সরকার। চিনে নতুন করে করোনার দাপট দেখা গেলে জিরো কোভিড নীতি চালু করা হয়েছিল। জিরো কোভিড নীতিতে বাধ্যতামূলক ছিল কোয়ারান্টিন এবং লকডাউন। কিন্তু চিনের নাগরিকদের বিক্ষোভের পর গত ডিসেম্বরে জিরো কোভিড নীতি বাতিলের ঘোষণা করে চিন। এই নীতির বিরুদ্ধে চিনের বিভিন্ন স্থানে বিক্ষোভ শুরু হয়। তারপরই কঠোর বিধিনিষেধ শিথিল করে চিন। ফলে চিনের স্বাস্থ্যমন্ত্রকের তরফে জানানো হয়েছে, চিনে আগত অভ্যন্তরীণ যাত্রীদের জন্য কোয়ারেন্টিন তুলে দেওয়া হচ্ছে। কেউ করোনায় আক্রান্ত হলে বাড়িতেই থাকতে পারবেন। কোয়ারেন্টিন সেন্টারে যেতে হবে না। যদিও, কঠোর নীতি শিথিল করার পরই চিনে কোভিডের বাড়বাড়ন্ত দেখা দিয়েছে। উল্লেখ্য, ২০২০ সালের মার্চ থেকে, চিনে আগত সকল ব্যক্তিকে কেন্দ্র সরকারের ব্যবস্থাপনায় কোয়ারেন্টিনে থাকতে বাধ্য করা হত। এবার সেই নিয়ম উঠে যাচ্ছে ।

    আরও পড়ুন: করোনার প্রকৃত তথ্য প্রকাশ না করায় এবার চিনের সমালোচনা করল হু-ও

    আগামী ৪০ দিনে ২ বিলিয়ন লোকের যাতায়াত চিনে!

    আগামী ২১ জানুয়ারি থেকে শুরু হয়ে যাবে চিনা নববর্ষের ছুটি। চিনের বড় উৎসব এই নববর্ষ। ফলে তার আগেই ভ্রমণ সংক্রান্ত একাধিক বিধিনেষেধ তুলে নেওয়া হয়েছে। এমনকী বিদেশ ভ্রমণের জন্য পাসপোর্ট তৈরি ও ভিসা দেওয়ার জন্য ৮ জানুয়ারি থেকে আবেদন করা যাবে বলে জানা গিয়েছে। এর আগে করোনার কারণে দেশের অভ্যন্তরেই একাধিক জায়গায় সফরে একাধিক নিষেধাজ্ঞা বহাল ছিল। ২০২০ সাল থেকেই সেই নিষেধাজ্ঞা ছিল। এই প্রথম সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। মনে করা হচ্ছে, আগামী ৪০ দিনে প্রায় ২ বিলিয়নের বেশি মানুষ চিনের বিভিন্ন প্রান্তে সফর করবেন। তবে চিনে সমস্ত রকমের বিধিনিষেধ তুলে দেওয়ার ফলে পরবর্তীতে বিশ্বব্যাপী এর প্রভাব পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

  • US Shooting: শিক্ষিকাকে গুলি করল ৬ বছরের ছাত্র, ভার্জিনিয়ার ঘটনায় স্তম্ভিত গোটা বিশ্ব

    US Shooting: শিক্ষিকাকে গুলি করল ৬ বছরের ছাত্র, ভার্জিনিয়ার ঘটনায় স্তম্ভিত গোটা বিশ্ব

    মাধ্যম নিউজ ডেস্ক: ফের গুলি হামলার ঘটনা ঘটল আমেরিকায় (US Shooting)। এবার বন্দুকবাজের বয়স মাত্র ছ বছর। স্কুলের ভিতরেই শিক্ষিকাকে গুলি করল ছ বছরের ছাত্র। শুক্রবার আমেরিকার ভার্জিনিয়ায় ঘটনাটি ঘটেছে। গুরুতর জখম হয়েছেন ৩o বছরের ওই স্কুলশিক্ষিকা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাজধানী রিচমন্ডের কাছে রিচনেক এলিমেন্টারি স্কুলের এই ঘটনা সামনে আসতেই স্তম্ভিত হয়ে যায় গোটা বিশ্ব। ছ বছরের ওই অভিযুক্ত ছাত্রকে আটক করেছে পুলিশ। শনিবার ভার্জিনিয়া পুলিশের আধিকারিক স্টিভ ড্রিউ বলেন, “এটি কোনও দুর্ঘটনা নয়। অভিযুক্ত ছাত্র নির্দিষ্ট ভাবে ওই শিক্ষিকাকে লক্ষ্য করে গুলি চালিয়েছে।”

    কী জানিয়েছে পুলিশ?

    রিচনেক এলিমেন্টারি স্কুল (US Shooting) কর্তৃপক্ষ জানিয়েছে, এর আগে ওই ছাত্রের ব্যবহারে কোনও অস্বাভাবিকতা লক্ষ্য করা যায়নি। স্কুলের প্রিন্সিপাল জর্জ পার্কার বলেন, “আমরা সকলেই স্তম্ভিত হয়ে গিয়েছি। স্কুলপড়ুয়ারা যাতে কোনও অবস্থাতেই আগ্নেয়াস্ত্রের নাগাল না পায়, তা আমাদেরই নিশ্চিত করতে হবে।”

    আরও পড়ুন: ‘যদি ভোট দিতে না দেয়…’, পঞ্চায়েত নির্বাচনে বিজেপি কর্মীদের কী নিদান দিলেন শুভেন্দু? 

    গুরুতর জখম শিক্ষিকাকে (US Shooting) ভর্তি করা হয়েছে হাসপাতালে। অভিযুক্ত শিশুকে হেফাজতে নিয়েছে পুলিশ। ছোট্ট শিশুটি কী করে বন্দুক হাতে পেল, কেনই বা গুলি চালাল তা এখনও স্পষ্ট নয়। গুলি চালানোর ঘটনার পরেই ওই প্রাথমিক স্কুলটি বন্ধ করে দেওয়া হয়। মাত্র ছয় বছর বয়সের শিশু কেন শিক্ষিক্ষার উপর গুলি চালাল তা ভাবাচ্ছে মনোবিজ্ঞানীদেরও।

    গত কয়েক বছরের বার বার বন্দুকবাজ হামলার (US Shooting) শিকার হয়েছে যুক্তরাষ্ট্র। শুধু ২০২১ সালেই মোট ৪৪ হাজার মানুষের মৃত্যু হয়েছে গুলিতে। এর মধ্যে বেশিরভাগই খুন। তাছাড়াও রয়েছে দুর্ঘটনা এবং আত্মহত্যা। গত বছরের মে মাসে টেক্সাসে একটি স্কুলে বন্দুকবাজের হামলায় ১৯ জন পড়ুয়া এবং ২  শিক্ষকের মৃত্যু হয়েছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে কিছু প্রদেশে আগ্নেয়াস্ত্র আইনে কড়াকড়ি হলেও, এখনও অন্যান্য প্রদেশে যে কেউ খুব সহজেই কিনে ফেলতে পারেন আগ্নেয়াস্ত্র।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Suvendu Adhikari: ‘যদি ভোট দিতে না দেয়…’, পঞ্চায়েত নির্বাচনে বিজেপি কর্মীদের কী নিদান দিলেন শুভেন্দু?

    Suvendu Adhikari: ‘যদি ভোট দিতে না দেয়…’, পঞ্চায়েত নির্বাচনে বিজেপি কর্মীদের কী নিদান দিলেন শুভেন্দু?

    মাধ্যম নিউজ ডেস্ক: আগামী পঞ্চায়েত ভোট বিজেপি (BJP) নেতা-কর্মী ও সমর্থকদের জন্য ‘ডু অর ডাই’ লড়াই। প্রতিরোধ করতেই হবে। শনিবার পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুরে দলীয় সভায় বিজেপি কর্মী-সমর্থকদের জন্য পঞ্চায়েত নির্বাচনের সুর বেঁধে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।

    পরিবর্তনের আঁতুড় ঘর…

    শুভেন্দু বলেন, এই জেলা থেকেই সব পরিবর্তনের সূচনা হয়। বামপন্থীদের আন্দোলন, তেভাগা আন্দোলন, গীতা মুখোপাধ্যায়, সুকুমার সেনদের নেতৃত্বে এই জেলার আন্দোলন জমিদার ও বুর্জোয়াদের রুখে দিয়েছিল। এই জেলাতেই নন্দীগ্রাম আন্দোলন করেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে যেমন বার্লিন ছিল এপিসেন্টার, ২০১১ সালের পরিবর্তনের এপিসেন্টার নন্দীগ্রাম। বামফ্রন্ট পরাস্ত হয়েছিল। বিজেপি নেতা বলেন, ২০০৮ সালের পঞ্চায়েত নির্বাচনে একমাত্র এই জেলাই বিশ্বাস করে তৎকালীন বিরোধী দল তৃণমূলের হাতে ক্ষমতা তুলে দিয়েছিল। সে বিশ্বাস তারা রক্ষা করতে পারেনি। তাই ২০২৩ সালের পঞ্চায়েত ভোটের আগে শপথ নিন, এই জেলা পরিষদ বিজেপিকে উপহার দেবেন। আর তমলুক এবং কাঁথি লোকসভা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজিকে উপহার দেবেন।    

    ডু অর ডাই…

    এদিন ফের একবার অবাধ ভোটের পক্ষে সওয়াল করেন রাজ্যের বিরোধী দলনেতা (Suvendu Adhikari)। শুভেন্দু বলেন, ডু অর ডাই। এবার হবে প্রতিরোধ। যদি ভোট দিতে না দেয়, তবে তোমারও নাই, আমারও নাই। ব্যালট বাক্স ধরব আর পুকুরে ফেলব। জোট বাঁধুন, তৈরি হন। শাসক দল যে সুষ্ঠু ভোটের কথা বলছে, সেটা নিছক আইওয়াশ, দাবি শুভেন্দুর।

    সবাই চোর…

    শুভেন্দু বলেন, কেষ্ট মণ্ডল বলত, চড়াম, চড়াম, গুড় বাতাসা। এখন কী হচ্ছে? তিহার জেলের দরজাটা একটু ফাঁক হয়েছে। তার পরে আছেন রুজিরা, তার পরে আছেন ভাইপো। গোটাটাই চোরের রাজত্ব। তিনি বলেন, তৃণমূলের সবাই চোর। তাই ভয় পাবেন না। পঞ্চায়েত ভোট অবাধ করতে গেলে প্রতিরোধ করতে হবে।

    মদ বন্ধে প্রতিরোধ…

    এদিন রাজ্যে মদ বন্ধে মায়েদের উদ্যোগী হতে বলেন নন্দীগ্রামের বিধায়ক (Suvendu Adhikari)। তিনি বলেন, ২৮ টাকায় মেহুলের মদের বোতল, আর ডিয়ার লটারি? এটাই কি বাংলার বর্তমান আর ভবিষ্যৎ? তাই মায়েরা জোট বাঁধুন। মদ বন্ধ করতে রাস্তায় নামুন। বাংলায় মদ বন্ধ করতে হবে। শুভেন্দু বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় মদ খাইয়ে বাংলাকে ধ্বংস করতে চাইছে।

    কেন্দ্রীয় প্রতিনিধি দল…

    রাজ্যের বিরোধী দলনেতা বলেন, মালদা, পূর্ব মেদিনীপুরে কেন্দ্রীয় প্রতিনিধি দল এসেছে আমার নালিশে। আগামী সপ্তাহে রাজ্যের আরও ১৫টি জেলায় কেন্দ্রীয় প্রতিনিধি দল আসবে। অঞ্চল, ব্লক, গ্রাম পঞ্চায়েতে চোরেদের চিহ্নিত না করতে পারলে আমার নাম শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) নয়।

    আরও পড়ুুন: নন্দীগ্রামে একটা বড় অংশ যাঁরা হিন্দু, তাঁদের ভোটে আমি জিতেছি, বললেন শুভেন্দু

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

     

     

LinkedIn
Share